26 March, 2020

চিটাগাং পরিবারবর্গের মধ্যে কথোপোকথন

পরিবারবর্গের মধ্যে কথোপোকথন ✍

মজায় মজায় শিখুন ও অন্যদের শিখতে আগ্রহী করুন ।
✪ তুই এতদেরি করে ঘুমাচ্ছিস কেন/তুমি এত দেরি করে ঘুমাচ্ছ কেন-- তুই এত দেরি গরি ঘুম যরকা/তুয়ই এত দেরি গরি ঘুম যাইতে লাইগগুকা ।
✪ এই তাড়াতাড়ি ঘুম থেকে উট এতক্ষণ ঘুমাতে হয়-- এই তারাতারি ঘুমেত্তুন উট এতক্ষন গুমযন পরেনা ।
✪ ফ্রেস হয়ে নাস্তা করে নাও-- মুখটুক দুই নাস্তা গরি ল ।
✪ আজকে কলেজে যাবি না/যাবা না-- আজিএ কলেজত যাতিনি/যায়তা ন।
✪ না আজকে যাবনা-- না আজিএ যায়তান্ন।
✪ তুর/তোমার কলেজ কয়টা থেকে কয়টা পর্যন্ত-- তুর/তোয়ার কলেজ হটাত্তুন হটা পর্যন্ত।
✪ কলেজে না গেলে পড়তে বস-- কলেজত ন যাইলি পরতি ব ।
✪ তাহলে এক কাজ কর বাজারে যাও কিছু বাজার করে নিয়ে আস-- তইলি এককাজ গর বাজারত যা কিছু বাজারসাজার গরি আই।
✪ বাজারে গিয়ে কি কি আনবা/আনবেন – বাজারত যাই কি কি আনিভি/আনিবেন।
✪ সসিন্ধা, বরবটি, পেয়াজ, পেপে, চিংরি মাছ ও কইমাছ আর যা যা পাও/পান নিয়ে আসবা/আনবেন-- হইড়ে, লইব্বেছই, হইয়ে,ইচে মাছ(বড় চিংরিকে চোয়াইচে বলে) ও হয়মাছ আর যা যা পছ/পান লই আবি/আনিবেন 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...