16 June, 2020

কিচক ইউনিয়নের শিবগঞ্জ সফল ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী


বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন রয়েছে ১২টি ইউনিয়ন পরিষদ। ২নং কিচক ইউনিয়ন পরিষদ তারমধ্যে অন্যতম একটি। ২নং কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী ।

মাত্র ৬৪টি গ্রামের সমন্বয়ে গঠিত উল্লেখিত ২নং কিচক ইউনিয়ন পরিষদটি। ইউনিয়নটিতে বসবাসকৃত বর্তমান লোকসংখ্যা প্রায় ৪৫ হাজার এবং ভোটার সংখ্যা প্রায় ৩১ হাজার। শাহজাহান চৌধুরী এলাকার জনসমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী হন।

বিপুল জনসমর্থনে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত, যুবসমাজের বলিষ্ঠ কন্ঠস্বর, ইউনিয়নবাসীর প্রিয়মুখ ও গণমানুষের নেতা শাহজাহান চৌধুরী। শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানদের মূল্যায়নে যার নাম সর্বজন স্বীকৃত তিনি হলেন এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী ।

যুব সমাজের মনিকোঠায় তিনি অপ্রতিরোধ্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত, যার পরিপ্রেক্ষিতে তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে ইউনিয়ন এলাকার উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পাদন করতে সক্ষম।

এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান জনবান্ধব ও বিচক্ষণ এই চেয়ারম্যান। ইউনিয়ন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় ইউপি চেয়ারম্যানের সাথে, তিনি বলেন, আমাদের ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন।

ইউনিয়নে নেই কোনো বাল্যবিবাহ, ইভটিজিং এমনকি জঙ্গীবাদ। ইউনিয়নে বসবাসরত অনেকের সাথে কথা বলে জানা যায় তাদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী একজন সদালাপী, পরিশ্রমী এবং এলাকার উন্নয়নে যথেষ্ট নিবেদিত।

তিনি শুধু এলাকার চেয়ারম্যান-ই নন, তিনি একজন সমাজসেবক ও জনবান্ধব বটে। বর্তমানে ৯ জনের একটি গ্রাম পুলিশ কমিটি রয়েছে ইউনিয়নটিতে, যারা সার্বক্ষনিক এলাকার আইন-শৃংখলা রক্ষায় এবং জনগনের সেবায় কাজ করে যাচ্ছে।

প্রতিমাসে মাসিক সভা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার সার্বিক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হয়ে থাকে। বিশেষ করে অনলাইনে জন্ম নিবন্ধন ও বাল্যবিবাহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ইভটিজিং বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনে প্রয়োজনীয় ভূমিকা পালন করেন ইউপি চেয়ারম্যান।

গুরুত্বপূর্ণ প্রতিটি মাসিক এ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান নিজেই। ২নং কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী দলমত নির্বিশেষে সকলের কাছে বড়ই আস্থাভাজন। সফল ও জনবান্ধব এই চেয়ারম্যান জানান, যতদিন এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবো, এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

২নং কিচক ইউনিয়নের জনবান্ধব ও সফল চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী । যার আন্তরিকতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে বলে মনে করেন ইউনিয়নবাসী ।

13 June, 2020

সাধারন জ্ঞান ট্যাবঃ ০২



প্রশ্ন:-আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?

উত্তর:- ভেদরগঞ্জ,শরীয়তপুর।

প্রশ্ন:-বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ?

উত্তর:- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

প্রশ্ন:-১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ?

উত্তর:- কুয়াকাটা,পটুয়াখালী।

প্রশ্ন:-বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?

উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান)

প্রশ্ন:-বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?

উত্তর:- ড.জামালউদ্দিন (বাংলাদেশ)

প্রশ্ন:-৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?

উত্তর:- রংপুর।

প্রশ্ন:-বাংলাদেশ রাইফেসলস ( বি জি বি )-এর পরিববর্তিত নাম কি?

উত্তর:- “বর্ডার গার্ড বাংলাদেশ”

প্রশ্ন:-বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?

উত্তর:- ২৩ জানুয়ারী,২০১১।

প্রশ্ন:-কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?

উত্তর:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন:-সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?

উত্তর:- এমভি জাহান মনি।

প্রশ্ন:-দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ?

উত্তর:- স্বন্দ্বীপ,চট্টগ্রাম।

প্রশ্ন:-সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ?

উত্তর:- আম।

প্রশ্ন:-জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?

উত্তর:- বাংলাদেশ।

প্রশ্ন:-দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ?

উত্তর:- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।

প্রশ্ন:-সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি ?

উত্তর:- সংসদ বাংলাদেশ টেলিভিশন।

প্রশ্ন:-সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি ??

উত্তর:- নিপা।

প্রশ্ন:-বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?

উত্তর ;- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রশ্ন:-বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ?

উত্তর:- ভাটিয়ারি,চট্টগ্রাম।

প্রশ্ন:-বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ?

উত্তর:- পতেঙ্গা,চট্টগ্রাম।

প্রশ্ন:-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ?

উত্তর:- যশোর।

প্রশ্ন:-বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ?

উত্তর:- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮ কি.মি.)

প্রশ্ন:-বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী করেন।

উত্তর:- শিল্পী মহসেন ফুলাদি (ইরান)

প্রশ্ন:-২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন রা হয় ?

উত্তর :- ব্রেন্ডা জেনসন (ইউ এস এ) (১ম- টিমোথি হিয়েডলার )

প্রশ্ন:-ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?

উত্তর:- কাজাখস্তান (২য় কানাডা)

প্রশ্ন:-বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি ?

উত্তর:- হারমনি এক্সপ্রেস (চীন)

প্রশ্ন:-বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ?

উত্তর:- তিহান-১

প্রশ্ন:-বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?

উত্তর:- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন:-সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর ;- বিজ স্টোন।

প্রশ্ন:-“উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া)

প্রশ্ন:-বিশ্বের প্রথম কৃত্তিম কিডনি আবিস্কারক কে ?

উত্তর:- ড.শুভ রায় (বাংলাদেশ)

প্রশ্ন:-বিশ্বের সর্বোচ্চ ভবন “দা প্রিন্সেস টাওয়ার” কোথায় নির্মিত হচ্ছে ?

উত্তর:- দুবাই (সংযুক্ত আরব আমিরাত)

প্রশ্ন:-১জানুয়ারী ২০১১ কোন দেশ ইউরো মুদ্রা চালু করে ?

উত্তর:- এস্তোনিয়া।

প্রশ্ন ;- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে ?

উত্তর ;-১৭টি দেশে।

প্রশ্ন:-জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কোনটি ?

উত্তর :- কায়রো,মিশর।

প্রশ্ন:-২০১০সালে বিশ্বের শীর্ষ মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ?

উত্তর:- টয়োটা(জাপন)

প্রশ্ন:-১মার্চ ২০১১ সার্কের দশম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে ?

উত্তর:- ফাতিহা দইয়ানা সাঈদ(মালদ্বীপ)

প্রশ্ন:-বিমসটেকের স্হায়ী সচিবালায় বা সদর দপ্তর কোফায় হচ্ছে ?

সাধারন জ্ঞান ট্যাবঃ ০১



১.প্রশ্ন : সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

উত্তর : পটুয়াখালী।

২.প্রশ্ন : আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?

উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

৩.প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?

উত্তর : নাজমুন আরা সুলতানা।

৪.প্রশ্ন : বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?

উত্তর : মৌলভীবাজার।

৫.প্রশ্ন : রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

উত্তর : জাতীয় সংসদের স্পিকার।

৬.প্রশ্ন : বাংলাদেশের শিশু আইন প্রণীত হয়?

উত্তর : ১৯৭৪ সালে।

৭.প্রশ্ন : আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?

উত্তর : পার্বত্য রাঙামাটি।

৮.প্রশ্ন : বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে?

উত্তর : বগুড়ায়।

৯.প্রশ্ন : স্টেট ডুমা কোন দেশের আইন সভা?

উত্তর : রাশিয়া।

১০.প্রশ্ন : রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?

উত্তর : কক্সবাজার জেলায়।

১১.প্রশ্ন : ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? উত্তর : নেদারল্যান্ডস।

১২.প্রশ্ন : কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর : ১৯৯৭ সালে।

১৩.প্রশ্ন : ‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : এশিয়া।

১৪.প্রশ্ন : বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?

উত্তর : উত্তরাধিকার।

১৫.প্রশ্ন : বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?

উত্তর : কুতুবদিয়া।

১৬.প্রশ্ন : ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?

উত্তর : সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

১৭.প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক কে?

উত্তর : চার্লস উইলকিনস।

১৮.প্রশ্ন : ‘জীবন তরী’ কী?

উত্তর : একটি ভাসমান হাসপাতাল।

১৯.প্রশ্ন : ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত? উত্তর : বাংলা একাডেমী প্রাঙ্গণে।

২০.প্রশ্ন : ভিনসেন্ট ভ্যানগগ কে ছিলেন?

উত্তর : চিত্রকর (নেদারল্যান্ড)।

২১. প্রশ্ন : ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত?

উত্তর : নিউইয়র্ক।

২২.প্রশ্ন : ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত? উত্তর : পর্তুগালের লিসবনে।

২৩.প্রশ্ন : বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?

উত্তর : এশিয়া ও ইউরোপকে।

২৪.প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?

উত্তর : গ্রান্ডখাল (চীন)।

২৫.প্রশ্ন : মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : নওয়াব আবদুল লতিফ।

২৬। প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি ?

উত্তর : গোথার্ড বেস টানেল (সুইারল্যান্ড এবং ইতালি )

২৭। প্রশ্ন:সম্প্রতি কোন দেশে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর হয়?

উত্তর : স্পেনে।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...