১. নিচের কোনটি তড়িৎ সুপরিবাহক?
  • ক) কাঠ
  • খ) কাগজ
  • গ) কাচ
  • ঘ) রূপা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২. ধারক ব্যবহার করা হয়-
    i. রেডিওতে
    ii. টেলিভিশনে
    iii. রেকর্ড প্লেয়ারে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩. 30 C এর একটি আধান থেকে 40cm দূরবর্তী কোন বিন্দুর তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত?
  • ক) 16.88´1011NC-1
  • খ) 1.69´1010NC-1
  • গ) 1688NC-1
  • ঘ) 16.88´1011N
  • সঠিক উত্তর: (ক)
    ৪. ধারকের পাতগুলোতে কত আধান জমা হবে তা কীসের ওপর নির্ভর করে?
  • ক) বিভব পার্থক্যের ওপর
  • খ) ব্যাটারির ভোল্টেজের ওপর
  • গ) তড়িৎ প্রবাহের ওপর
  • ঘ) ব্যাটারির ক্ষমতার ওপর
  • সঠিক উত্তর: (খ)
    ৫. বিমানের চাকাতে ব্যবহৃত রাবার কী ধরনের?
  • ক) অন্তরক
  • খ) পরিবাহী
  • গ) কুপরিবাহী
  • ঘ) অপরিবাহী
  • সঠিক উত্তর: (খ)
    ৬. তড়িৎ আবেশ প্রক্রিয়ায়-
    i. কোনো ধরনের নতুন আধান উৎপন্ন হয় না
    ii. সমপরিমাণ বিপরীত জাতীয় আধান একই প্রান্তে সরে আসে
    iii. সমপরিমাণ বিপরীত জাতীয় আধান পৃথক হয়ে পরিবাহীর দুই প্রান্তে সরে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৭. কোন ব্যক্তির ইলেকট্রন ও প্রোটনকে যদি আলাদা করে 10m দূরে রাখা যেত তাহলে তারা পরস্পরকে কত বলে আকর্ষণ করত?
  • ক) 1027N
  • খ) 1028N
  • গ) 1027N
  • ঘ) 1024N
  • সঠিক উত্তর: (গ)
    ৮. নিচের কোনটি থেকে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়?
  • ক) ইলেকট্রন
  • খ) তড়িৎ বল
  • গ) তড়িৎ প্রাবল্য
  • ঘ) তড়িৎ বলরেখা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯. তড়িৎ তীব্রতার একক হচ্ছে-
  • ক) N
  • খ) Nm
  • গ) Nm-1
  • ঘ) NC-1
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০. তড়িৎবীক্ষণ যন্ত্রের কাচ পাত্রের মুখের ছিপিটি কী ধরনের পদার্থ দিয়ে তৈরি?
  • ক) পরিবাহী
  • খ) অপরিবাহী
  • গ) সুপরিবাহী
  • ঘ) অর্ধ পরবাহী
  • সঠিক উত্তর: (খ)
    ১১. তড়িৎবীক্ষণ যন্ত্রে সোনার পাতদ্বয় পরস্পরকে কী করে?
  • ক) বিকর্ষণ করে
  • খ) আকর্ষণ করে
  • গ) কাছে চলে আসে
  • ঘ) স্থির থাকে
  • সঠিক উত্তর: (ক)
    ১২. পরমাণু আহিত হবার জন্যে দায়ী কোন কণা?
  • ক) প্রোটন
  • খ) নিউট্রন
  • গ) নিউক্লিয়াস
  • ঘ) ইলেকট্রন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩. তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে কোনপথে চলে?
  • ক) দীর্ঘ পথে
  • খ) সংক্ষিপ্ততম পথে
  • গ) বক্রপথে
  • ঘ) চলে না
  • সঠিক উত্তর: (খ)
    ১৪. স্প্রেগান কোনটি তৈরি করে?
  • ক) নিরপেক্ষ কণা
  • খ) আহিত কণা
  • গ) অনাহিত কণা
  • ঘ) চার্জহীন কণা
  • সঠিক উত্তর: (খ)
    ১৫. ভোল্ট কীসের একক?
  • ক) তড়িৎ ক্ষেত্র
  • খ) তড়িৎ বিভব
  • গ) তড়িৎ আধান
  • ঘ) তড়িৎ প্রবাহ
  • সঠিক উত্তর: (খ)
    ১৬. বিকর্ষণ করবে-
    i. ধনাত্মক ও ঋণাত্মকের মধ্যে
    ii. ঋণাত্মক ও ঋণাত্মকের মধ্যে
    iii. ধনাত্মক ও ধনাত্মকের মধ্যে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৭. কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-
  • ক) অ্যামিটার
  • খ) ভোল্টমিটার
  • গ) অণুবীক্ষণ যন্ত্র
  • ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮. তড়িৎবীক্ষণ যন্ত্র দ্বারা নির্ণয় করা হয় আধানের-
    i. পরিমাণ
    ii. অস্তিত্ব
    iii. প্রকৃতি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৯. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে তাকে তড়িৎ ক্ষেত্র বলে
    ii. তড়িৎ ক্ষেত্রের সবলতাকে তীব্রতা বলে
    iii. তড়িৎ তীব্রতার একক NC-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০. বজ্রনিরোধক দন্ডের উপরিভাগে কি থাকে?
  • ক) লোহার দন্ড
  • খ) বৈদ্যুতিক লাইট
  • গ) সূচিমূখ
  • ঘ) ছাতা
  • সঠিক উত্তর: (গ)
    ২১. পৃথিবী-
    i. একটি তড়িৎ পরিবাহক
    ii. আধান হীন
    iii. বিভব শূন্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২. পৃথিবীতে কিছু পরিমাণ ধনাত্মক আধান যোগ করলে কী ঘটবে?
  • ক) ধনাত্মক আধান প্রাপ্ত হবে
  • খ) ঋণাত্মক আধান প্রাপ্ত হবে
  • গ) আধান স্থির থাকবে
  • ঘ) আধান নিরপেক্ষ থাকবে
  • সঠিক উত্তর: (গ)
    ২৩. কাচদন্ড সরিয়ে নেওয়ার পর যন্ত্রটি ধনাত্মক আধানকে আহিত হলে কী ঘটবে?
  • ক) ফাঁক বৃদ্ধি পাবে
  • খ) ফাঁক কমে যাবে
  • গ) পূর্বের অবস্থায় স্থির থাকবে
  • ঘ) ফাঁক সর্বোচ্চ হবে
  • সঠিক উত্তর: (গ)
    ২৪. পলিথিন ও ফ্লানেলের ঘর্ষনের ফলে ফ্লানেল কী ধরনের চার্জে চার্জিত হয়?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) নিউট্রাল
  • সঠিক উত্তর: (ক)
    ২৫. বিমানের চাকা কী দ্বারা তৈরি?
  • ক) কাঠ
  • খ) লোহা
  • গ) রাবার
  • ঘ) সিমেন্ট
  • সঠিক উত্তর: (গ)
    ২৬. একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে তাকে কি বলে?
  • ক) তড়িৎ তীব্রতা
  • খ) তড়িৎ বলরেখা
  • গ) তড়িৎ ক্ষেত্র
  • ঘ) তড়িৎ বল
  • সঠিক উত্তর: (গ)
    ২৭. ঘুর্ণায়মান ড্রামের উপর কোন আধান স্প্রে করা হয়-
  • ক) ঋণাত্মক
  • খ) ধনাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) ক ও খ
  • সঠিক উত্তর: (খ)
    ২৮. কোনো তড়িৎক্ষেত্রে 8 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 16 নিউটন বল লাভ করে। ঐ বিন্দুতে 15 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে বলের মান কত হবে?
  • ক) 40N
  • খ) 15N
  • গ) 45N
  • ঘ) 30N
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯. স্বর্ণপাত দুটি ঋণাত্মক আধানে আহিত হলে কী ঘটবে?
  • ক) ফাঁক বৃদ্ধি পাবে
  • খ) ফাঁক কমে যাবে
  • গ) ফাঁক স্থির থাকবে
  • ঘ) পরস্পরের কাছে চলে আসবে
  • সঠিক উত্তর: (ক)
    ৩০. বিভিন্ন রাশির মধ্যে সম্পর্কগুলো লক্ষ্য করো:
    i. q=F/E
    ii. W=V/q
    iii. V=W/q
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩১. তড়িৎক্ষেত্রে একটি ধনাত্মক মুক্ত আধান স্থাপন করলে সেটি-
    i. স্থির থাকবে
    ii. বল লাভ করবে
    iii. নির্দিষ্ট পথে চলবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩২. স্বর্ণপাত তড়িতবীক্ষণ যন্ত্রকে আবিষ্কার করেন?
  • ক) কুলম্ব
  • খ) ভোল্ট
  • গ) ওহম
  • ঘ) বেনেট
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩. পাত্রগুলোতে আধান জমা হবে কীসের উপর নির্ভর করে?
  • ক) ধারকত্বের
  • খ) রোধের
  • গ) ভোল্টেজের
  • ঘ) ভরের
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪. তড়িৎ বলরেখা ব্যবহার করা হয়-
    i. তড়িৎ তীব্রতা পরিমাপ করার জন্য
    ii. তড়িৎ তীব্রতার দিক ব্যাখ্যা করার জন্য
    iii. তড়িৎ বিভব মাপার জন্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫. তড়িৎ তীব্রতা একটি রাশি যার-
    i. একক CN-1
    ii. দিক আছে
    iii. একক NC-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬. কোনটির ইলেকট্রন আসক্তি বেশি?
  • ক) ফ্লানেল
  • খ) পলিথিন
  • গ) কাচদণ্ড
  • ঘ) শোলাবল
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭. আধানহীন পরিবাহকের বিভব কত?
  • ক) 1 ভোল্ট
  • খ) -1 ভোল্ট
  • গ) 0 ভোল্ট
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮. ধনাত্মক আধানযুক্ত একটি বস্তু A ও ঋণাত্মক আধানযুক্ত অপর একটি বস্তু B কে পরস্পরের নিকটে আনলে তারা পরস্পরের-
    i. দূরে সরে যাবে
    ii. আকর্ষণ করবে
    iii. কাছে চলে আসবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯. q1=20C, q2=50C এবং d=2m হলে ক্রিয়াশীল বল কত?
  • ক) 2.25 ×1013N
  • খ) 2.25 ×1012N
  • গ) 22.5 ×1012N
  • ঘ) 25.2 ×1012N
  • সঠিক উত্তর: (খ)
    ৪০. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, এদের মধ্যবর্তী বল কত হবে?
  • ক) এক-চতুর্থাংশ
  • খ) অর্ধেক
  • গ) দ্বিগুণ
  • ঘ) চারগুণ
  • সঠিক উত্তর: (ক)
    ৪১. ফ্লানেলকে পলিথিন দ্বারা ঘর্ষণ করলে-
    i. পলিথিন ধনাত্মক আধানে আহিত হয়
    ii. পলিথিন ঋণাত্মক আধানে আহিত হয়
    iii. ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৪২. অপারেশন থিয়েটারে চিকিৎসকরা হাতে রবারের গাভস ব্যবহার করে কেন?
  • ক) রোগজীবাণুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
  • খ) অস্ত্রোপাচারের কাজে সহায়তা করার জন্য
  • গ) চিকিৎসা সামগ্রী আধানমুক্ত রাখার জন্য
  • ঘ) চিকিৎসা সামগ্রী আধান স্থানান্তরের জন্য
  • সঠিক উত্তর: (গ)
    ৪৩. পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে-
  • ক) বিভব
  • খ) তড়িৎ প্রবাহ
  • গ) আধান
  • ঘ) রোধ
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪. ধারকত্ব বজায় রাখার যান্ত্রিক কৌশল কোনটি?
  • ক) রোধ
  • খ) প্রভাবক
  • গ) ধারক
  • ঘ) সার্কিট
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫. ধারকত্ব বজায় রাখার জন্য উদ্ভাবিত যান্ত্রিক কৌশলকে কী বলে?
  • ক) ধারক
  • খ) ভেনারেটর
  • গ) মোটর
  • ঘ) ট্রান্সফরমার
  • সঠিক উত্তর: (ক)
    ৪৬. পরমাণুর কিসের প্রতি আসক্তি থাকে?
  • ক) ইলেকট্রন
  • খ) প্রোটন
  • গ) নিউট্রন
  • ঘ) পজিট্রন
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. সরল ধারকে কয়টি ধাতব পাত বিদ্যমান?
  • ক) ১টি
  • খ) ২টি
  • গ) ৩টি
  • ঘ) ৪টি
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮. যে কোনো পরমাণু আধান নিরপেক্ষ, কারণ পরমাণুতে থাকে সমান সংখ্যক কী থাকে?
  • ক) ইলেকট্রন ও প্রোটন
  • খ) ইলেকট্রন ও নিউটন
  • গ) প্রোটন ও নিউটন
  • ঘ) ইলেকট্রন ও পজিট্রন
  • সঠিক উত্তর: (ক)
    ৪৯. যে সব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না তাদের কী বলে?
  • ক) পরিবাহক
  • খ) অন্তরক
  • গ) সুপরিবাহী
  • ঘ) অর্ধপরিবাহী
  • সঠিক উত্তর: (খ)
    ৫০. রং-এর ক্ষুদ্র কণাগুলো কোন পথে চলে?
  • ক) সরলপথে
  • খ) মেরু বরাবর
  • গ) তড়িৎ বলরেখা বরাবর
  • ঘ) সবগুলি
  • সঠিক উত্তর: (গ)
    ৫১. কোন তড়িৎক্ষেত্রে 10 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 10 নিউটন বল লাভ করে, ঐ বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত হবে?
  • ক) 100NC-1
  • খ) 1 NC
  • গ) 100N
  • ঘ) 1 NC-1
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫২. বিমানের আধান বাড়ালে বিমান ও ভূ-পৃষ্ঠের মধ্যে কী ঘটে?
  • ক) দূরত্ব বাড়ে
  • খ) দূরত্ব কমে
  • গ) বিভব পার্থক্য বাড়ে
  • ঘ) বিভব পার্থক্য কমে
  • সঠিক উত্তর: (গ)
    ৫৩. বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা তীব্রতার-
  • ক) ব্যস্তানুপাতিক
  • খ) সমানুপাতিক
  • গ) বর্গের সমানুপাতিক
  • ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
  • সঠিক উত্তর: (খ)
    ৫৪. বজ্রপাতের সাথে সাথে যে শব্দ শোনা যায় তাকে কী বলে?
  • ক) গর্জন
  • খ) বজ্রনাদ
  • গ) বজ্রস্ফুলিঙ্গ
  • ঘ) তড়িৎবীক্ষণ
  • সঠিক উত্তর: (খ)
    ৫৫. কোন আধান পরস্পরকে বিকর্ষণ করে?
  • ক) বিপরীত আধান
  • খ) সমজাতীয়
  • গ) একটি ধনাত্মক ও অপরটি ঋণাত্মক
  • ঘ) ক ও খ
  • সঠিক উত্তর: (খ)
    ৫৬. গাড়ি রং করা হয় কীসের সাহায্যে?
  • ক) এ সি কারেন্ট
  • খ) ইমালশন পেইন্ট
  • গ) স্থির তড়িৎ
  • ঘ) ডি সি কারেন্ট
  • সঠিক উত্তর: (গ)
    ৫৭. নিচের তথ্য গুলো লক্ষ্য করো:
    i. নিউট্রন তড়িৎ নিরপেক্ষ
    ii. ধনাত্মক আধানযুক্ত পরমাণুর ইলেকট্রন সংখ্যা বেশি থাকে
    iii. বিভিন্ন পদার্থের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা বিভিন্ন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৫৮. ধারক তৈরীতে দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে কোনটি রাখা হয়?
  • ক) লোহা
  • খ) তামা
  • গ) কাচ
  • ঘ) সবগুলি
  • সঠিক উত্তর: (গ)
    ৫৯. ধারক শক্তি সঞ্চয় করে রাখে-
    i. তড়িৎ আধানরূপে
    ii. তড়িৎ ক্ষেত্ররূপে
    iii. তড়িৎ বলরেখারূপে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬০. অন্তরক পদার্থ কোনটি?
  • ক) লোহা
  • খ) তামা
  • গ) সোনা
  • ঘ) বায়ু
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬১. ধুলো বালির ক্ষেত্রে কোনটি সঠিক?
  • ক) আহিত কণা
  • খ) অনাহিত কণা
  • গ) ওজনে ভারী
  • ঘ) চার্জযুক্ত কণা
  • সঠিক উত্তর: (খ)
    ৬২. নিচের কোনটি কম্পিউটারের সাথে সংযোগ দেওয়া থাকে?
  • ক) ফটোকপিয়ার
  • খ) টেপরেকর্ডার
  • গ) প্রিন্টার
  • ঘ) টেলিভিশন
  • সঠিক উত্তর: (গ)
    ৬৩. কোনো আধানহীন পরিবাহকের বিভবকে কত ধরা হয়?
  • ক) শূণ্য
  • খ) এক
  • গ) দুই
  • ঘ) তিন
  • সঠিক উত্তর: (ক)
    ৬৪. তড়িৎবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত দণ্ডটির নিচে কিসের পাত সংযুক্ত থাকে?
  • ক) সালফার
  • খ) ক্লোরিন
  • গ) তামা
  • ঘ) সোনা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৫. গাড়ি, সাইকেল, আলমারী ইত্যাদি রং করার জন্য ইদানীং কী ব্যবহার হয়?
  • ক) রঙের ব্রাশ
  • খ) রঙের কাপড়
  • গ) রঙের স্প্রে
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (গ)
    ৬৬. নিচের কোনটি পরিবাহক?
  • ক) কাঠ
  • খ) কাগজ
  • গ) মাটি
  • ঘ) কাচ
  • সঠিক উত্তর: (গ)
    ৬৭. চার্জযুক্ত কণা-
    i. ইলেকট্রন
    ii. প্রোটন
    iii. নিউট্রন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬৮. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কোনটির উপর নির্ভর করে-
  • ক) আধানদ্বয়ের ভরের
  • খ) আধানদ্বয়ের আকৃতির
  • গ) আধানদ্বয়ের প্রকৃতি
  • ঘ) পরিবেশের উপর
  • সঠিক উত্তর: (গ)
    ৬৯. এক ভোল্টের সমান মান কোনটি?
  • ক) 1JC-1
  • খ) 1JC
  • গ) 1JC-2
  • ঘ) 1JC2
  • সঠিক উত্তর: (ক)
    ৭০. পানির প্রবাহ কীসের উপর নির্ভর করে?
  • ক) ভর
  • খ) পরিমাণ
  • গ) উচ্চতা
  • ঘ) সবগুলি
  • সঠিক উত্তর: (গ)
    ৭১. কোন বিজ্ঞানী তড়িৎ বলরেখার অবতারণা করেন?
  • ক) মাইকেল ফ্যারাডে
  • খ) কুলম্ব
  • গ) নিউটন
  • ঘ) ম্যাক্স প্যাঙ্ক
  • সঠিক উত্তর: (ক)
    ৭২. তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধান স্থাপন করলে-
    i. সেটি মুক্ত পথে পরিভ্রমণ করে
    ii. এর গতিপথকে তড়িৎবলরেখা বলা হবে
    iii. সেটি স্থিরভাবে অবস্থান করবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৭৩. তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আহিত বস্তুর আধানকে কী বলা হয়?
  • ক) মৃত আধান
  • খ) আবেশী আধান
  • গ) বন্ধ আধান
  • ঘ) আবিষ্ট আধান
  • সঠিক উত্তর: (খ)
    ৭৪. নিচের কোন উপায়ে পদার্থকে চার্জিত করা যায় না?
  • ক) ঘর্ষণ
  • খ) পরিবহন
  • গ) আবেশ
  • ঘ) তাপ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৫. সংকোচন ও প্রসারণের ফলে কোনটি সৃষ্টি হয়?
  • ক) নিরবতা
  • খ) শব্দ
  • গ) বৃষ্টি
  • ঘ) তাপের
  • সঠিক উত্তর: (খ)
    ৭৬. তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার ক্ষমতাকে কী বলে?
  • ক) রোধকত্ব
  • খ) বিভব
  • গ) ধারকত্ব
  • ঘ) তড়িৎ বল
  • সঠিক উত্তর: (গ)
    ৭৭. আধানের অস্তিত্ব নির্ণয়ের জন্য বস্তুকে কী ধরনের তড়িৎবীক্ষণ যন্ত্রের নিকট আনতে হয়?
  • ক) আহিত
  • খ) অনাহিত
  • গ) চার্জযুক্ত
  • ঘ) নিরপেক্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ৭৮. পরমাণুতে কোনটির সংখ্যা কমে গেলে প্রোটনের আধিক্য দেখা দেয়?
  • ক) ইলেকট্রনের
  • খ) নিউট্রনের
  • গ) নিউক্লিয়াসের
  • ঘ) ভরসংখ্যা
  • সঠিক উত্তর: (ক)
    ৭৯. শূন্যস্থানে C-এর মান কত?
  • ক) 9×109Nm2C2
  • খ) 9×109Nm2C-2
  • গ) 9×109N-2m2C2
  • ঘ) 9×1010Nm2C2
  • সঠিক উত্তর: (খ)
    ৮০. জ্বালানীবাহী ট্যাংকার বা ট্রাকের সাথে ধাতব শিকল লাগানো থাকে-
    i. ট্রাককে বাঁধার জন্য
    ii. ঘর্ষণে উৎপন্ন আধান পরিবহনের জন্য
    iii. ট্রাককে দূর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮১. তড়িৎ ক্ষেত্রের তীব্রতার সংজ্ঞার ক্ষেত্রে কোনটি সঠিক?
  • ক) নির্দিষ্ট প্রান্তে তড়িৎ আবেশ বৃদ্ধি পায়
  • খ) নির্দিষ্ট প্রান্তে তড়িৎ আবেশ হ্রাস পায়
  • গ) নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের সবলতা বৃদ্ধি পায়
  • ঘ) নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের সবলতা হ্রাস পায়
  • সঠিক উত্তর: (গ)
    ৮২. যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান চলাচল করতে পারে না তাদেরকে কী বলে?
  • ক) পরিবাহক
  • খ) সুপরিবাহক
  • গ) অপরিবাহক
  • ঘ) পরিবাহী
  • সঠিক উত্তর: (গ)
    ৮৩. কুলম্বের সূত্রানুসারে দূরত্বের মান বাড়ালে কোনটি প্রযোজ্য হয়?
  • ক) আকর্ষণ বলের মান বাড়বে
  • খ) আকর্ষণ বলের মান অপরিবর্তিত থাকবে
  • গ) আকর্ষণ বলের মান কমবে
  • ঘ) আকর্ষণ বলের মান শূন্য হবে
  • সঠিক উত্তর: (গ)
    ৮৪. আবিষ্ট বস্তুর দূরতম প্রান্তে সঞ্চারিত আধানকে কী বলে?
  • ক) আবেশী আধান
  • খ) বন্ধ আধান
  • গ) মুক্ত আধান
  • ঘ) আবিষ্ট আধান
  • সঠিক উত্তর: (গ)
    ৮৫. তড়িৎ সংক্রান্ত সঠিক কোনটি?
    i. W=Vq
    ii. F=cq/d2
    iii. F=cq1q2/d2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৮৬. দুটি বিন্দুর বিভব যথাক্রমে 20V ও 25V হলে ঐ দুই বিন্দুর বিভব পার্থক্য কত হবে?
  • ক) 45V
  • খ) 15V
  • গ) 5V
  • ঘ) 20V
  • সঠিক উত্তর: (গ)
    ৮৭. ঝড় বৃষ্টির সময় কোনটি অপেক্ষাকৃত ভাল?
  • ক) ছাতার নিচে থাকা
  • খ) গাছের নিচে দাড়ানো
  • গ) লোহার তৈরি পুলে অবস্থান করা
  • ঘ) বৃষ্টিতে ভেজা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৮. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. পরিধেয় কাপড় ঘর্ষণের ফলে আহিত হতে পারে
    ii. আহিত কাপড় বদলানোর সময় শক খাওয়ার সম্ভাবনা থাকে
    iii. ধুলোবালি জীবাণু অনাহিত বস্তু দ্বারা আকৃষ্ট হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৮৯. F=2.251012N,q1=1m হলে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d কত?
  • ক) 4 m
  • খ) 3 m
  • গ) 2 m
  • ঘ) 1 m
  • সঠিক উত্তর: (গ)
    ৯০. পরমাণু স্বাভাবিক অবস্থায় তড়িৎ নিরপেক্ষ থাকে কেন?
  • ক) ইলেকট্রন ও প্রোটন সংখ্যা ভিন্ন হয় বলে
  • খ) ইলেকট্রন ও প্রোটন সংখ্যা একই হয় বলে
  • গ) ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয় বলে
  • ঘ) প্রোটন ও নিউট্রন সংখ্যা একই হয় বলে
  • সঠিক উত্তর: (খ)
    ৯১. দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের মান কত হবে?
  • ক) এক চতুর্থাংশ
  • খ) অর্ধেক
  • গ) দ্বিগুণ
  • ঘ) চারগুণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯২. পরিবাহী পদার্থ-
    i. কাগজ
    ii. ধাতু
    iii. মানবদেহ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৯৩. P ও Q বিন্দুর বিভব পার্থক্য যথাক্রমে P2 ও Q2 হলে, নিচের কোনটি সঠিক?
  • ক) P2-Q2>O
  • খ) Q2-P2>O
  • গ) 2P2=3Q2
  • ঘ) P2+Q2=O
  • সঠিক উত্তর: (ক)
    ৯৪. কোনটি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে?
  • ক) ঋণাত্মক আধান
  • খ) ধনাত্মক আধান
  • গ) নিরপেক্ষ আধান
  • ঘ) ধনাত্মক ও ঋণাত্মক
  • সঠিক উত্তর: (খ)
    ৯৫. ঋণাত্মক আধান বলতে আমরা কী বুঝি?
  • ক) নিউট্রনের আধিক্য
  • খ) ইলেকট্রনের আধিক্য
  • গ) প্রোটনের ঘাটতি
  • ঘ) ইলেকট্রনের ঘাটতি
  • সঠিক উত্তর: (খ)
    ৯৬. ফটোকপিয়ার মেশিনে-
    i. যে পৃষ্ঠ ফটোকপি করা হবে তার প্রতিফলিত আলো ড্রামে কেন্দ্রিভূত হয়
    ii. ড্রামের কেবল অন্ধকার অংশই ঋণাত্মক আধানে আহিত
    iii. ধনাত্মক ভাবে আহিত সাদা কাগজকে ড্রামের সাথে চেপে রাখা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৯৭. ঋণাত্মক আধান বলতে আমরা কী বুঝি?
  • ক) প্রোটনের আধিক্য
  • খ) নিউট্রনের আধিক্য
  • গ) ইলেকট্রনের আধিক্য
  • ঘ) ইলেকট্রনের ঘাটতি
  • সঠিক উত্তর: (গ)
    ৯৮. আধান কীসের মৌলিক ধর্ম?
  • ক) ইলেকট্রনের
  • খ) প্রোটনের
  • গ) ইলেকট্রন ও প্রোটনের
  • ঘ) ইলেকট্রন ও নিউট্রনের
  • সঠিক উত্তর: (গ)
    ৯৯. আধানের ক্ষেত্রে-
    i. আধানের একক কুলম্ব
    ii. কুলম্ব একটি লব্ধ একক
    iii. কুলম্ব=অ্যাম্পিয়ার/সেকেন্ড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০০. একটি পরমাণুর প্রোটন সংখ্যাকে p নিউট্রন সংখ্যাকে n এবং ইলেকট্রন সংখ্যাকে e দ্বারা প্রকাশ করলো-
    i. p+n= নিউক্লিয়াস
    ii. p+n-e= পরমাণু
    iii. pe, তড়িৎগ্রস্থ পরমাণু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১০১. শূন্য বিভবের কোনো স্থান থেকে 16 C ধনাত্মক আধান তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 800 J কাজ করা হলে ঐ বিন্দুর বিভব কত হবে?
  • ক) 0.02 V
  • খ) 50 V
  • গ) 800 V
  • ঘ) 12800 V
  • সঠিক উত্তর: (খ)
    ১০২. দুটি আহিত পরিবাহককে তড়িৎগ্রস্থভাবে যুক্ত করলে আধান প্রবাহের দিক কোনটি দ্বারা নির্ধারিত হয়?
  • ক) তড়িৎ বিভব
  • খ) তড়িৎক্ষেত্র
  • গ) তড়িৎশক্তি
  • ঘ) কাজ
  • সঠিক উত্তর: (ক)
    ১০৩. আহিত বস্তুটি কত বর লাভ করবে?
  • ক) 15N
  • খ) 2N
  • গ) 30N
  • ঘ) 7.5N
  • সঠিক উত্তর: (গ)
    ১০৪. কুলম্বের সূত্রে C এর একক কোনটি?
  • ক) N-1m2C2
  • খ) Nm2C2
  • গ) N-1m-2C-2
  • ঘ) Nm2C-2
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৫. কোন পরিবাহকের মধ্য দিয়ে 5A প্রবাহ 1 s ধরে চললে প্রবাহিত আধানের পরিমাণ কী হবে?
  • ক) 1C
  • খ) 5C
  • গ) 10C
  • ঘ) 20C
  • সঠিক উত্তর: (খ)
    ১০৬. তড়িৎক্ষেত্রের কোন কিছুর বিভবকে কি ধরা হয়?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) সমানুপাতিক
  • সঠিক উত্তর: (খ)
    ১০৭. ইনকজেট প্রিন্টারের কালি কণাগুলো কোন আধানে আহিত?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) শূন্য
  • সঠিক উত্তর: (ক)
    ১০৮. আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল বিদ্যমান থাকে সেই অঞ্চলকে কী বলে?
  • ক) তড়িৎ আবেশ
  • খ) তড়িৎ বিভব
  • গ) তড়িৎ বিভবান্তর
  • ঘ) তড়িৎ ক্ষেত্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৯. নিচের কোনটির সাহায্যে কুলম্বের সংজ্ঞা দেওয়া যায়?
  • ক) ভোল্ট
  • খ) ইলেকট্রন
  • গ) অ্যাম্পিয়ার
  • ঘ) রোধ
  • সঠিক উত্তর: (গ)
    ১১০. পরমাণুর নিউক্লিয়াসে থাকে-
    i. প্রোটন
    ii. ইলেকট্রন
    iii. নিউট্রন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১১১. নিচের কোনটি সুপরিবাহক?
  • ক) মানবদেহ
  • খ) মাটি
  • গ) তামা
  • ঘ) কাচ
  • সঠিক উত্তর: (গ)
    ১১২. ভূপৃষ্ঠ বা পৃথিবীর বিভব কত?
  • ক) 0 ভোল্ট
  • খ) 1 ভোল্ট
  • গ) 2 ভোল্ট
  • ঘ) 3 ভোল্ট
  • সঠিক উত্তর: (ক)
    ১১৩. একটি একক ধনাত্মক আধানকে ঋণাত্মকভাবে আহিত বস্তুর নিকটে আনতে কাজ করতে হয়-
    i. বিকর্ষণ বল দ্বারা
    ii. বিকর্ষণ বলের বিরুদ্ধে
    iii. আকর্ষণ বল দ্বারা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১৪. ১ম চার্জের ক্ষেত্রে তড়িৎ তীব্রতা কত NC-1?
  • ক) 0.66
  • খ) 1.5
  • গ) 2.5
  • ঘ) 6.6
  • সঠিক উত্তর: (ক)
    ১১৫. 5 C মানের দুটি আহিত বস্তু পরস্পর থেকে 5m দূরে আছে। তাদের মধ্যবর্তী আকর্ষণ বল-
    i. 5 N
    ii. 1/4p0
    iii. 9109N
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১৬. দুটি সমান ও বিপরীতজাতীয় আধান দ্বারা সৃষ্ট তড়িৎক্ষেত্রে বলরেখা-
    i. ঋণাত্মক আধান থেকে বের হয়ে ধনাত্মক আধানে প্রবেশ করে
    ii. ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে প্রবেশ করে
    iii. পরস্পর থেকে দূরে সরে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১৭. 50C ও 500C তাপমাত্রা সম্পন্ন দুটি বস্তু যথাক্রমে A ও B কে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে তাপের প্রবাহ কোনদিকে ঘটবে?
  • ক) A থেকে B এর দিকে
  • খ) B থেকে A এর দিকে
  • গ) উভয় দিকে
  • ঘ) তাপের প্রবাহ হবে না
  • সঠিক উত্তর: (খ)
    ১১৮. টেলিভিশনের মনিটরে ময়লা পড়ে কোন কারণে?
  • ক) এ সি কারেন্ট
  • খ) ডি সি কারেন্ট
  • গ) স্থির তড়িৎ
  • ঘ) পরিবর্তনশীল তড়িৎ
  • সঠিক উত্তর: (গ)
    ১১৯. কোন পরিবাহকের মধ্য দিয়ে 1 অ্যামপিয়ার প্রবাহ 1s ধরে চললে এর যে কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে পরিমান আধান প্রাবাহিত হয় তাকে কী বলে?
  • ক) 1 কুলম্ব
  • খ) 1 জুল
  • গ) 1 নিউটন
  • ঘ) 1 ফ্যারাড
  • সঠিক উত্তর: (ক)
    ১২০. একটি কাচদণ্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?
  • ক) উভয়ই ধনাত্মক আধানে
  • খ) উভয়ই ঋণাত্মক আধানে
  • গ) রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ঋণাত্মক আধানে
  • ঘ) রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ধনাত্মক আধানে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২১. কোন তড়িৎ ক্ষেত্রে 10 C এর আহিত বস্তু স্থাপন করলে সেটি 400N বল লাভ করলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা-
    i. 40010-2NC-1
    ii. 400 NC-1
    iii. 40 NC-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১২২. ঝড়বৃষ্টির সময় গাছের নিচে থাক বিপজ্জনক কারণ-
    i. তড়িৎ সবসময় সংক্ষিপ্ত পথে চলে
    ii. গাছের ডাল ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে
    iii. তড়িৎ উচু বস্তুর মধ্য দিয়ে পৃথিবীতে আসতে হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৩. দুটি বস্তুকে সন্নিকটে আনলে বস্তুদ্বয় পরস্পরকে আকর্ষণ করলে-
    i. বস্তুদ্বয়ের একটি ধনাত্মক চার্জে চার্জিত
    ii. বস্তুদ্বয়ের অপরটি ঋণাত্মক চার্জে চার্জিত
    iii. দুটি বস্তুই সমধর্মী চার্জে চার্জিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১২৪. আবিষ্ট পরিবাহকের যে প্রান্ত আবেশি বস্তুর নিকটে থাকে সেই প্রান্তে যে আধানের সঞ্চার হয় তাকে কী বলে?
  • ক) আবেশী আধান
  • খ) আবিষ্ট আধান
  • গ) মুক্ত আধান
  • ঘ) বদ্ধ আধান
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৫. নিচে তড়িৎবীক্ষণ যন্ত্রের আধান ও পরীক্ষণীয় বস্তুর আধানের চারটি ঘটনা উল্লেখ করা হলো: ঘটনা তড়িৎবীক্ষণ পরীক্ষণীয় বস্তুর আধান পাতদ্বয়ের ফাঁক A + + কমবে B - অনাহিত বস্তু কমবে C - + বৃদ্ধি পাবে D + - কমবে নিচের কোনটি সঠিক?
  • ক) A
  • খ) B
  • গ) C
  • ঘ) D
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৬. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. A ও B এর ঘর্ষণে A-তে ধনাত্মক ও B তে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
    ii. A ও B এর ঘর্ষণে B-তে ধনাত্মক ও A-তে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
    iii. A ও B এর ঘর্ষণের পর তারা উভয়ই বিপরীত জাতীয় আধানপ্রাপ্ত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১২৭. কুলম্ব কিসের একক?
  • ক) রোধ
  • খ) আধান
  • গ) বিভব অন্তর
  • ঘ) তড়িৎ বিভব
  • সঠিক উত্তর: (খ)
    ১২৮. যেকোনো পরমাণু আধান নিরপেক্ষ। কারণ, পরমাণুতে সমান থাকে-
    i. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা
    ii. প্রোটন ও নিউট্রন সংখ্যা
    iii. ধনাত্মক ও ঋণাত্মক আধানের পরিমাণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১২৯. তড়িৎ বলরেখার অবতারনা করেন কে?
  • ক) মোর্স
  • খ) মার্কনী
  • গ) ফ্যারাডে
  • ঘ) কুলম্ব
  • সঠিক উত্তর: (গ)
    ১৩০. তড়িৎবীক্ষণ যন্ত্রে স্বার্ণপাত ব্যবহার করা হয় কেন?
  • ক) বায়ুর সাথে এটি রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে বলে
  • খ) বায়ুর সাথে এটি রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে না বলে
  • গ) বায়ুপ্রবাহ এটির উপর প্রভাব পড়ে বলে
  • ঘ) এটি তুলনামূলক ভারী ধাতুর তৈরি বলে
  • সঠিক উত্তর: (খ)
    ১৩১. বিভব কোন রাশি?
  • ক) ভেক্টর রাশি
  • খ) লব্ধ রাশি
  • গ) স্কেলার রাশি
  • ঘ) মৌলিক রাশি
  • সঠিক উত্তর: (গ)
    ১৩২. ফটোকপিয়ারের ড্রামের উপর কোন আধানের স্প্রে করা হয়?
  • ক) ঋণাত্মক
  • খ) ধনাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) শূন্য
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৩. আধানের গতিশীলতা কোনটি দ্বারা নির্ধারিত হয়?
  • ক) তীব্রতা
  • খ) আধানের প্রকৃতি
  • গ) বিভব
  • ঘ) তড়িৎক্ষেত্র
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৪. বজ্র নিরোধক দণ্ড-
    i. ভোঁতা মুখ বিশিষ্ট
    ii. বজ্রপাতের সম্ভাবনা কমিয়ে দেয়
    iii. মাটির সাথে সংযুক্ত থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৫. এস.আই. এককে বিভব পরিমাপ করা হয় কেন এককে?
  • ক) ও’ম
  • খ) ভোল্ট
  • গ) ওয়াট
  • ঘ) কুলম্ব
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৬. তড়িৎ তীব্রতা কোন প্রকারের রাশি?
  • ক) ভেক্টর রাশি
  • খ) স্কেলার রাশি
  • গ) মিশ্র রাশি
  • ঘ) মৌলিক রাশি
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৭. দুটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে কী উৎপন্ন হয়?
  • ক) প্রোটন
  • খ) ইলেকট্রন
  • গ) আধান
  • ঘ) নিউট্রন
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৮. ঋণাত্মক আধান কোন দিকে চলে?
  • ক) উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
  • খ) উচ্চ বিভব থেকে উচ্চ বিভবের দিকে
  • গ) নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
  • ঘ) নিম্ন বিভব থেকে নিম্ন বিভবের দিকে
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৯. ইঙ্ক জেট প্রিন্টার এর পাতাগুলোর বিভব নিয়ন্ত্রণ করে কোনটি?
  • ক) একটি ব্যাটারি
  • খ) একটি কম্পিউটার
  • গ) জেনারেটর
  • ঘ) তড়িৎ মোটর
  • সঠিক উত্তর: (খ)
    ১৪০. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হলে এদের মধ্যকার বল কতগুণ হবে?
  • ক) 1/9
  • খ) 1/3
  • গ) 3
  • ঘ) 9
  • সঠিক উত্তর: (ক)
    ১৪১. দুটি অসমান ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ বলরেখার নিরপেক্ষ বিন্দু ক্ষুদ্রতর আধানের-
    i. দূরে থাকে
    ii. নিকটে থাকে
    iii. উপরে থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪২. ইবোনাইট দণ্ডকে ফ্লানেলের সাথে ঘষে স্বর্ণপাত তড়িৎ বীক্ষণযন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে-
    i. ধাতব পাতগুলো পরস্পর হতে দূরে সরে যাবে
    ii. ইবোনাইট দণ্ডে যতবেশি আধান আবিষ্ট হবে পাতদ্বয়ের ফাঁক ততবেশী হবে
    iii. যন্ত্রটি ঋণাত্মক আধানে আহিত হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৩. নিচের কোনটিতে ব্যাপকভাবে ধারক ব্যবহৃত হয়?
  • ক) রেডিও
  • খ) টেলিভিশন
  • গ) রেকর্ডপ্লেয়ার
  • ঘ) সবগুলি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৪. প্লাস্টিকের চিরুনী দ্বারা চুল আচড়ানোর পর তা ছোট ছোট কাগজের চুকরাকে আকর্ষণ করে কারণ-
  • ক) চিরুনির ওজন বৃদ্ধি পায়
  • খ) চিরুনীর ভর বৃদ্ধি পায়
  • গ) চিরুনি আধান প্রাপ্ত হয়
  • ঘ) চিরুনীর ত্বরণ বৃদ্ধি পায়
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৫. কুলম্বের সূত্রকে কোন সূত্রের সাথে তুলনা করা যায়?
  • ক) নিউটনের গতির সূত্র
  • খ) নিউটনের মহাকর্ষসূত্র
  • গ) গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র
  • ঘ) কেপলার সূত্র
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৬. বিভব কোন ধরনের রাশি?
  • ক) ভেক্টর রাশি
  • খ) লব্ধ রাশি
  • গ) স্কেলার রাশি
  • ঘ) মৌলিক রাশি
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৭. স্থির তড়িতের ব্যবহার রয়েছে-
    i. ইঙ্ক জেট প্রিন্টার-এ
    ii. জেনারেটর-এ
    iii. ফটোকপিয়ার-এ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৮. পেট্রোলবাহী ট্রাকে-
    i. অগ্নিকাণ্ডে ঘটার সম্ভাবনা থাকে
    ii. স্থির তড়িৎ সংক্রান্ত বিপদের ঝুঁকি থাকে
    iii. ধাতব শিকল ঝুলানো থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৯. বলরেখার মধ্যবর্তী ফাঁক নিচের কোনটি নির্দেশ করে?
  • ক) তড়িৎ তীব্রতার মান
  • খ) তড়িৎ ক্ষেত্রের মান
  • গ) তড়িৎ শক্তির মান
  • ঘ) তড়িৎ আবেশের মান
  • সঠিক উত্তর: (ক)
    ১৫০. স্থির তড়িৎ ব্যবহৃত হয়-
    i. স্প্রেগান
    ii. ইঙ্কপ্রিন্টার
    iii. ফটোকপিয়ার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫১. ইলেকট্রনের প্রতি আসক্তি বিভিন্ন বস্তুতে-
  • ক) সমান
  • খ) বিভিন্ন
  • গ) অভিন্ন
  • ঘ) সর্বোচ্চ
  • সঠিক উত্তর: (খ)
    ১৫২. বিদ্যুৎ চমকের সময় বায়ুমন্ডলের চাপের কী ঘটে?
  • ক) বাড়ে
  • খ) কমে
  • গ) স্থির থাকে
  • ঘ) সর্বোচ্চ
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৩. আধানের একক কী?
  • ক) নিউটন
  • খ) ভোল্ট
  • গ) অ্যাম্পিয়ার
  • ঘ) কুলম্ব
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৪. ইঙ্ক গান কী নিক্ষেপ করে?
  • ক) আলো কণা
  • খ) কালির কণা
  • গ) কাগজের টকুরা
  • ঘ) আগুনের কণা
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৫. কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রে তীব্রতার মান 20NC-1 ঐ বিন্দুতে 5C আধান স্থাপন করলে সেটি কত বল লাভ করবে?
  • ক) 4 N
  • খ) 100 N
  • গ) 1 N
  • ঘ) 20 N
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৬. কোনো তড়িৎ ক্ষেত্রে 10 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 10N বল লাভ করে। ঐ বিনদুতে 15 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে বলের মান কত?
  • ক) 15N
  • খ) 10N
  • গ) 100N
  • ঘ) 1N
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৭. স্বাভাবিক অবস্থায় পদার্থের পরমাণুতে-
    i. প্রোটন ও নিউট্রন সংখ্যা অসমান থাকতে পারে
    ii. ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে
    iii. ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সর্বদা সমান থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৮. প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের এক বিন্দু হতে অন্য বিন্দুতে স্থানান্তর করতে কৃত কাজকে কী বলে?
  • ক) বিভব
  • খ) বিভব পার্থক্য
  • গ) তীব্রতা
  • ঘ) ধারকত্ব
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৯. তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকে কী বলে?
  • ক) বিভব
  • খ) ধারকত্ব
  • গ) রোধ
  • ঘ) শক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ১৬০. আধান নিরপেক্ষ-
    i. e-
    ii. H2
    iii. নিউট্রন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৬১. একটি আহিত বস্তুকে অনাহিত বস্তুর সংস্পর্শে আনলে অনাহিত বস্তুটির কী পরির্তন হয়?
  • ক) আকার
  • খ) আয়তন
  • গ) ভর
  • ঘ) আধান
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬২. পরমাণু কখন আধানগ্রস্ত হয়?
  • ক) প্রোটনের চেয়ে নিউট্রনের সংখ্যা বেশি হলে
  • খ) নিউট্রনের চেয়ে ইলেকট্রনের সংখ্যা কম হলে
  • গ) প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা ভিন্ন হলে
  • ঘ) প্রোটনের চেয়ে নিউট্রনের সংখ্যা কম হলে
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৩. সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণ করলে কোনটির স্থানান্তর ঘটবে?
  • ক) ইলেকট্রন
  • খ) প্রোটন
  • গ) নিউট্রন
  • ঘ) নিউক্লিয়াস
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৪. গাড়ি রং করার ক্ষেত্রে-
    i. স্প্রে গানের সূচালো প্রান্তটি জেনারেটরের এক প্রান্তে লাগানো থাকে
    ii. গাড়িকে জেনারেটেরর অপর প্রান্তে লাগানো হয়
    iii. স্প্রে গান নিঃসৃত কণাগুলো তড়িৎ বলরেখা বরাবর চলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৫. চার্জের ক্ষেত্রে-
    i. ইলেক্ট্রন প্রোটন সমান চার্জ বহন করে
    ii. প্রোটন ঋণাত্মক চার্জ বহন করে
    iii. নিউট্রন চার্জ বিহীন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৬. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. বর্তমানে বিভিন্ন জিনিস রং করার জন্য রং স্প্রে ব্যবহৃত হয়
    ii. পাতটি রং করতে হবে তার একপ্রান্ত জেনারেটরের সাথে সংযুক্ত থাকে
    iii. যে পাতটি রং করতে হবে তা ভূসংযুক্ত থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৭. কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?
  • ক) দুটি ভিন্ন মাধ্যমে
  • খ) নির্দিষ্ট মাধ্যমে
  • গ) দুটি একই মাধ্যমে
  • ঘ) ক ও গ
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৮. পৃথিবীর বিভব কত?
  • ক) 2 ভোল্ট
  • খ) 0 ভোল্ট
  • গ) 1 ভোল্ট
  • ঘ) 4 ভোল্ট
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৯. শূন্যস্থানে C এর মান কত?
  • ক) 9´106Nm2c-2
  • খ) 9´109Nm-2c2
  • গ) 9´109Nm2c-2
  • ঘ) 9´106Nm2c2
  • সঠিক উত্তর: (গ)
    ১৭০. মানুষের শরীরে কতটি ইলেকট্রন ও প্রোটন রয়েছে?
  • ক) 1018 টি
  • খ) 1028 টি
  • গ) 1038 টি
  • ঘ) 1048 টি
  • সঠিক উত্তর: (খ)
    ১৭১. ইলেকট্রনের আধান কীরূপ?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) চার্জ নিরপেক্ষ
  • ঘ) ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই
  • সঠিক উত্তর: (খ)
    ১৭২. দুটি আধানের মধ্যবর্তী বা বিকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের-
  • ক) সমানুপাতিক
  • খ) ব্যস্তানুপাতিক
  • গ) বর্গের সমানুপাতিক
  • ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৩. 10 C এর একটি আধানকে 10 V বিভবসম্পন্ন পরিবাহীর তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পন্ন কাজের পরিমাণ হলো-
    i. 10 VC
    ii. 100 VC
    iii. 100 J
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৪. তড়িৎবীক্ষণ যন্ত্রে সোনার পাত দুটির বিপরীত পাশে পাত আটকানো থাকে-
    i. অল্প চার্জে পাত দুটিকে বেশি সরাতে
    ii. যন্ত্রের সুবেদিতা বাড়ানোর জন্য
    iii. কাচপাতের ভিতর বাতাসকে শুকনো রাখার জন্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৫. পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে কী বলে?
  • ক) আহিত হওয়া
  • খ) অনাহিত হওয়া
  • গ) চার্জহীন হওয়া
  • ঘ) নিরপেক্ষ হওয়া
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৬. তড়িৎবীক্ষণ যন্ত্রে আধান ধনাত্মক এবং পরীক্ষণীয় বস্তুর আধান ঋণাত্মক হলে পাতদ্বয়ের ফাঁকের কী পরিবর্তন ঘটবে?
    i. ফাঁক বৃদ্ধি পাবে
    ii. ফাঁক হ্রাস পাবে
    iii. ফাঁক অপরিবর্তিত থাকবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৭. A ও B এর ঘর্ষণের পর A দন্ডটিকে পাশাপাশি অবস্থিত দুটি সোনার পাত স্পর্শ করালে কী ঘটবে?
  • ক) পাতদ্বয় পরস্পরকে আকর্ষণ করবে
  • খ) পাত্দ্বয়ের মধ্যবর্তী ফাঁক হ্রাস পাবে
  • গ) পাতদ্বয়ের পরস্পরকে বিকর্ষণ করবে
  • ঘ) পাত্দ্বয় চার্জবিহীন হবে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৮. ইলেকট্রনিক যন্ত্রপাতির বর্তনীতে বেশি পরিমাণে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) ধারক
  • খ) পরিবাহক
  • গ) অন্তরক
  • ঘ) ফেল্ট
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৯. ফটোকপিয়ারে ব্যবহৃত কার্বনের পাউডার কালি কোন চার্জে চার্জিত?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) শূন্য
  • সঠিক উত্তর: (খ)
    ১৮০. একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধু এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে কী বলে?
  • ক) ইলেকট্রোপেটিং
  • খ) তড়িৎ আবেশ
  • গ) গ্যালভানাইজিং
  • ঘ) তড়িৎ বিভব
  • সঠিক উত্তর: (খ)
    ১৮১. কোনটি চার্জ নিরপেক্ষ?
  • ক) ইলেকট্রন
  • খ) প্রোটন
  • গ) নিউট্রন
  • ঘ) প্রোটন ও নিউট্রন
  • সঠিক উত্তর: (গ)
    ১৮২. নিচের কোনটি বিভব পার্থক্যের একক?
  • ক) অ্যাম্পিয়ার
  • খ) ওয়াট
  • গ) জুল
  • ঘ) ভোল্ট
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৩. দুটি আধানের মধ্যবর্তী বল ক্রিয়া করে-
    i. এদের ভূমি বরাবর
    ii. এদের লম্ব বরাবর
    iii. এদের সংযোজক সরলরেখা বরাবর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৪. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের-
    i. সমানুপাতিক
    ii. বর্গের ব্যস্তানুপাতিক
    iii. বর্গমূলের সমানুপাতিক
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৫. কুলম্বের ধ্রুবকের মান নিচের কোনটি?
  • ক) 2×109Nm2C2
  • খ) 5×109Nm2C-2
  • গ) 7×109Nm2C-2
  • ঘ) 9×109Nm2C-2
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৬. নিচের কোন সম্পর্কটি সঠিক?
    i. q=F/E
    ii. W=V/q
    iii. V=W/q
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৭. পৃথিবীর বিভব শূণ্য ধরা হয় কেন?
  • ক) পৃথিবী একটি অতিকায় পরিবাহক বলে
  • খ) পৃথিবীর পৃষ্ঠে কোনো আধান নেই বলে
  • গ) পৃথিবী ধনাত্মক আধানের বিশাল এক ভান্ডার বলে
  • ঘ) পৃথিবীপৃষ্ঠে আধানের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই বলে
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৮. একটি কাচ দন্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?
  • ক) উভয়ই ধনাত্মক আধানে
  • খ) উভয়ই ঋণাত্মক আধানে
  • গ) রেশম ধনাত্মক এবং কাচদণ্ড ঋণাত্মক আধানে
  • ঘ) রেশম ঋণাত্মক এবং কাচদণ্ড ধনাত্মক আধানে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৯. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. টোনার (-) টি কাগজ (+) টি কর্তৃক আকৃষ্ট হয়
    ii. ফটোকপিয়ারে স্থির তড়িৎ ব্যবহৃত হয়
    iii. সাদা কাগজকে ঋণাত্মকভাবে আহিত করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯০. ধারক ব্যবস্থায়-
    i. বস্তুর বিকৃতির মাধ্যমে শক্তি সঞ্চয় করা হয়
    ii. আধানরূপে শক্তি সঞ্চয় করা হয়
    iii. দুটি পরিবাহক পাতের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রাখা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৯১. ঋণাত্মক আধানযুক্ত পরমাণুর ক্ষেত্রে কোনটি সঠিক?
  • ক) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি
  • খ) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি
  • গ) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে কম
  • ঘ) প্রোটনের সংখ্যা ইলেকট্রনের চেয়ে বেশি
  • সঠিক উত্তর: (খ)
    ১৯২. আহিত বস্তুর কোনটির জন্য তড়িৎক্ষেত্রের বলরেখার প্রকৃতি ভিন্ন হয়?
  • ক) দিক
  • খ) ভর
  • গ) মান
  • ঘ) অবস্থান
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৩. তড়িতাহিত মেঘে তড়িতের পরিমাণ বেশি হলে তা কোথায় যায়?
  • ক) বায়ুতে
  • খ) নিস্তড়িত হয়ে যায়
  • গ) পৃথিবীতে
  • ঘ) উর্ধ্বকাশে
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৪. ফ্লানেল কাপড়ের সাথে ইবোনাইট বা পলিথিন দণ্ড ঘষলে পলিথিন দণ্ড ধনাত্মক আধানে এবং ফ্লানেল কাপড় ধনাত্মক আধানে আহিত হয় কারণ।
    i. পলিথিনের ইলেকট্রন আসক্তি ফ্লানেলের চেয়ে বেশি
    ii. ঘর্ষনের ফলে ফ্লানেল কাপড় হতে ইলেক্ট্রন ইবোনাইট দণ্ডে চলে আসে
    iii. ফ্লানেলের ইলেক্ট্রন আসিক্ত ইবোনাইট অপেক্ষা বেশি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৫. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. তাপমাত্রা ভূমিকা পালন করে তাপবিজ্ঞানে
    ii. তরলের মুক্ততল ভূমিকা পালন করে উদস্থিতিবিদ্যায়
    iii. বিভব ভূমিকা পালন করে স্থির তড়িৎ বিদ্যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৬. তড়িৎ বলরেখাগুলোর-
    i. সাথে অংকিত স্পর্শক তড়িৎতীব্রতার দিক নির্দেশক
    ii. মধ্যবর্তী ফাঁক কমলে তড়িৎ তীব্রতা বাড়ে
    iii. মধ্যবর্তী ফাঁক বাড়লে তড়িৎ তীব্রতা কমে
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৭. ফ্লানেলের সাথে ইবোনাইট দন্ড ঘষলে-
    i. ইবোনাইট দন্ড ধনাত্মক আধানে আহিত হয়
    ii. ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়
    iii. ইবোনাইট দন্ড ঋণাত্মক আধানে আহিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৮. কোনো তড়িৎ ক্ষেত্রে 15C এর একটি চার্জ স্থাপন করলে সেটি 150N বল লাভ করে। ঐ ক্ষেত্রে 5C চার্জ স্থাপন করলে কত বল লাভ করবে?
  • ক) 10N
  • খ) 30N
  • গ) 75N
  • ঘ) 50N
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৯. তড়িৎ তীব্রতার সংজ্ঞা কোন আধান দ্বারা দেওয়া হয়?
  • ক) ঋণাত্মক
  • খ) ধনাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) শূন্য
  • সঠিক উত্তর: (খ)
    ২০০. মানবদেহে সমান সংখ্যক ইলেকট্রন প্রোটন থাকে তাই মানবদেহ-
  • ক) ধনাত্মক আধানযুক্ত
  • খ) ঋণাত্মক আধানযুক্ত
  • গ) আধান নিরপেক্ষ
  • ঘ) আধানহীন
  • সঠিক উত্তর: (গ)
    ২০১. পৃথিবীর বিভবকে কত ধরা হয়?
  • ক) +1
  • খ) -1
  • গ) 0
  • ঘ) α
  • সঠিক উত্তর: (গ)
    ২০২. কুলম্ব-
    i. একটি লব্ধ একক
    ii. একটি মৌলিক একক
    iii. যার সংজ্ঞা অ্যাম্পিয়ারের সাহায্যে দেওয়া হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২০৩. বলরেখাগুলোর মধ্যবর্তী ফাঁক তড়িৎ তীব্রতার কী নির্দেশ করে?
  • ক) দিক
  • খ) মান
  • গ) মান ও দিক
  • ঘ) মাত্রা
  • সঠিক উত্তর: (খ)
    ২০৪. A ও B দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনা হলে A বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হলে নিম্নের কোনটি সঠিক?
  • ক) A এর ইলেকট্রন আসক্তি B এর সমান
  • খ) A এর ইলেকট্রন আসক্তি B এর চেয়ে বেশি
  • গ) A এর ইলেকট্রন আসক্তি B এর চেয়ে কম
  • ঘ) B এর ইলেকট্রন আসক্তি A এর চেয়ে বেশি
  • সঠিক উত্তর: (খ)
    ২০৫. মানবদেহে বহনযোগ্য প্রোটনের সংখ্যা কয়টি?
  • ক) 1027
  • খ) 1028
  • গ) 1020
  • ঘ) 1019
  • সঠিক উত্তর: (খ)
    ২০৬. মাটিতে কী ধরনের বিভব থাকে?
  • ক) ঋণাত্মক
  • খ) ধনাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) বিপরীতধর্মী
  • সঠিক উত্তর: (ক)
    ২০৭. অসীম থেকে 1C ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনবিন্দুতে আনতে কৃতকাজের পরিমাণ 5J হলে, ঐ বিন্দুর বিভব কত হবে?
  • ক) 1V
  • খ) 5V
  • গ) 1/5V
  • ঘ) 2V
  • সঠিক উত্তর: (খ)
    ২০৮. চার্জদ্বয়ের মধ্যকার আকর্ষণ বলের মান কত?
  • ক) 7.2×1012N
  • খ) 3.8×1012N
  • গ) 4.3×1010N
  • ঘ) 4×1013N
  • সঠিক উত্তর: (ক)
    ২০৯. রঙিন ছাপার জন্য কত রকমের কালি ব্যবহার করা হয়?
  • ক) ৩
  • খ) ৪
  • গ) ৫
  • ঘ) ৬
  • সঠিক উত্তর: (খ)
    ২১০. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কিত সূত্র কোন বিজ্ঞানী বিবৃত করেন?
  • ক) ম্যাক্স প্যাঙ্ক
  • খ) কুলম্ব
  • গ) নিউটন
  • ঘ) ম্যাক্সওয়েল
  • সঠিক উত্তর: (খ)
    ২১১. বিদ্যুৎ লাইনকে ধাতব খুঁটির সাথে সরাসরি সংযুক্ত করলে কী ঘটবে?
  • ক) খুঁটি ভেঙ্গে যাবে
  • খ) খুঁটির মধ্য দিয়ে
  • গ) খুঁটির স্পর্শ করলে দুর্ঘটনা ঘটবে
  • ঘ) খ ও গ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১২. ক এবং খ দুটি আহিত বস্তু পরস্পরকে বিকর্ষণ করছে। কারণ-
    i. ক ঋণাত্মক এবং খ ধনাত্মক
    ii. ক ঋণাত্মক এবং খ ঋণাত্মক
    iii. ক ধনাত্মক এবং খ ধনাত্মক
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২১৩. বিমানের আধান বাড়লে বিমান ও ভূপৃষ্ঠের মধ্যে কী ঘটে?
  • ক) দূরত্ব বাড়ে
  • খ) দূরত্ব কমে
  • গ) বিভব পার্থক্য বাড়ে
  • ঘ) বিভব পার্থক্য কমে
  • সঠিক উত্তর: (গ)
    ২১৪. যে পরিবাহকের সাহায্যে অন্য পরিবাহকে আবেশ সৃষ্টি করা হয় তাকে বলে?
  • ক) আবেশী আধান
  • খ) মুক্ত আধান
  • গ) বদ্ধ আধান
  • ঘ) আবিষ্ট আধান
  • সঠিক উত্তর: (ক)
    ২১৫. কোনটির ইলেকট্রন আসক্তি কম?
  • ক) ইবোনাইট
  • খ) পলিথিন
  • গ) ফ্লানেল কাপড়
  • ঘ) সিল্ক
  • সঠিক উত্তর: (গ)
    ২১৬. তড়িৎ তীব্রতা কোন প্রকারের রাশি?
  • ক) ভেক্টর
  • খ) স্কেলার
  • গ) মৌলিক
  • ঘ) উপরের কোনোটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ২১৭. দুটি অন্তরিত ধাতব পাতকে সমান্তরালে থেকে কি তৈরী করা হয়?
  • ক) সার্কিট
  • খ) তড়িৎকোষ
  • গ) রোধ
  • ঘ) ধারক
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৮. কোনো ধনাত্মকভাবে আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে-
    i. বস্তুটি নিস্তড়িত হয়
    ii. বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীতে যায়
    iii. পৃথিবী থেকে ইলেকট্রন বস্তুতে আসে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২১৯. একটি 20C আহিত বস্তুতে অপর একটি 70C আহিত বস্তুর থেকে 50cm দূরে রাখলে এদের মধ্যবর্তী বলের মান কত হবে?
  • ক) 5.04´1013NC-1
  • খ) 5.04´1013NC1
  • গ) 5.04´1012NC-1
  • ঘ) 6.04´1013NC-1
  • সঠিক উত্তর: (খ)
    ২২০. তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোন কাজটি করা হয়?
  • ক) তড়িৎপ্রবাহের মান নির্ণয়
  • খ) আধানের প্রকৃতি নির্ণয়
  • গ) আধানের পরিমাণ নির্ণয়
  • ঘ) তড়িৎপ্রবাহের দিক নির্ণয়
  • সঠিক উত্তর: (খ)
    ২২১. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর কী বলে?
  • ক) তড়িৎ বিভব
  • খ) তড়িৎ তীব্রতা
  • গ) তড়িৎ বিভবান্তর
  • ঘ) তড়িৎগ্রস্ততা
  • সঠিক উত্তর: (খ)
    ২২২. নিরপেক্ষ বিন্দু কীরূপ দুটি আধানের মধ্যবর্তী স্থানে তৈরি হয়?
  • ক) অসমান ধনাত্মক আধান
  • খ) সমান ঋণাত্মক আধান
  • গ) সমান ধনাত্মক আধান
  • ঘ) অসমান ঋণাত্মক আধান
  • সঠিক উত্তর: (গ)
    ২২৩. আদানদ্বয় যথাক্রমে q1 ও q2, এদের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F হলে-
    i. Fα1/q1q2
    ii. Fαq1q2
    iii. Fα1/d2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২২৪. তড়িৎবীক্ষণ যন্ত্রের ধাতব পাতগুলোর ফাঁকার পরিমাণ হ্রাস পায় কেন?
  • ক) ঋণাত্মক আধানগ্রস্ত হলে
  • খ) ধনাত্মক আধানগ্রস্ত হলে
  • গ) আধানের পরিমাণ বেশি হলে
  • ঘ) আধান নিরপেক্ষ হয় বলে
  • সঠিক উত্তর: (ক)
    ২২৫. কোনটি দিক ব্যাখ্যা করার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়?
  • ক) তড়িৎ ক্ষেত্র
  • খ) তড়িৎ বল
  • গ) তড়িৎ তীব্রতা
  • ঘ) তড়িৎ বিভব
  • সঠিক উত্তর: (গ)
    ২২৬. মেঘ কোন আধানে আহিত হয়?`
  • ক) ধনাত্মক
  • খ) ঋনাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) ক ও খ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৭. কোন বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে, যখন বস্তু-
    i. আহিত হয়
    ii. তড়িৎগ্রস্ত হয়
    iii. বস্তুতে তড়িতের উৎপত্তি হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৮. তড়িৎ বলরেখার-
    i. বাস্তব অস্তিত্ব আছে
    ii. বাস্তব অস্তিত্ব নেই
    iii. কাল্পনিক রেখা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২২৯. ঋণাত্মকভাবে আহিত বস্তুকে ভূ-সংযোজিত করলে তা নিস্তড়িত হয়, কারণ-
    i. ভূমি থেকে ইলেকট্রন বস্তুতে প্রবাহিত হয়
    ii. বস্তু থেকে ইলেকট্রন ভূমিতে প্রবাহিত হয়
    iii. বস্তুটির বিভব শূন্য হয়ে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৩০. তড়িৎ বলরেখার অবতারণা করেন কে?
  • ক) কুলম্ব
  • খ) নিউটন
  • গ) মাইকেল ফ্যারাডে
  • ঘ) আইনস্টাইন
  • সঠিক উত্তর: (গ)
    ২৩১. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের পরিমাণ কী হবে?
  • ক) দ্বিগুণ হবে
  • খ) এক-চতুর্থাংশ হবে
  • গ) চারগুণ হবে
  • ঘ) অর্ধেক হবে
  • সঠিক উত্তর: (গ)
    ২৩২. যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান সহজে চলাচল করতে পারে তাদেরকে কী বলে?
  • ক) পরিবাহক
  • খ) অন্তরক
  • গ) অপরিবাহক
  • ঘ) কুপরিবাহক
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৩. A ও B দুটি আধানের মধ্যবর্তী স্থানে নিরপেক্ষ বিন্দু সৃষ্টি হলে-
    i. A ধনাত্মক, B ঋণাত্মক
    ii. A ও B ধনাত্মক
    iii. A ও B এর মান সমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৪. পরমাণু তড়িৎগ্রস্ত হয় যখন-
    i. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে
    ii. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান না হলে
    iii. ইলেকট্রন সংখ্যা বামে গেলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৫. নিচের তথ্যগুলি ভালভাবে লক্ষ্য করো:
    i. মানবদেহে প্রায় সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন রয়েছে
    ii. ইলেকট্রন ও প্রোটনের একটি মৌলিক ধর্ম হচ্ছে ভর
    iii. আহিত বস্তু পরস্পরের উপর তড়িৎ বল প্রয়োগ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৬. বিভবের একক কোনটি?
    i. volt
    ii. JC-1
    iii. A
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৭. পরমাণুকে চার্জগ্রস্ত বলা হবে না কখন?
  • ক) ইলেকট্রন প্রোটনের চেয়ে বেশি
  • খ) ইলেকট্রন প্রোটনের চেয়ে কম হলে
  • গ) ইলেকট্রন ও প্রোটন সমান হলে
  • ঘ) পরমাণুকে ভাঙ্গলে
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৮. তড়িৎ আধানের একক কোনটি?
  • ক) কুলম্ব
  • খ) অ্যাম্পিয়ার
  • গ) ভোল্ট
  • ঘ) ওহম
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৯. F=Cq1q2/d2 সমীকরণটিতে C কী?
  • ক) কুলম্ব
  • খ) চার্জ
  • গ) ধ্রুবক
  • ঘ) আধান
  • সঠিক উত্তর: (গ)
    ২৪০. একটি কাচদণ্ডকে রেশম দ্বারা ঘষলে কী ঘটবে?
  • ক) কাচদণ্ড থেকে ইলেকট্রন রেশমে যাবে
  • খ) রেশম থেকে ইলেকট্রন কাচদণ্ডে যাবে
  • গ) ইলেকট্রনের কোনো আদান-প্রদান হবে না
  • ঘ) রেশম ও কাচদণ্ড উভয়ই ঋণাত্মক আধানে আহিত হবে
  • সঠিক উত্তর: (ক)
    ২৪১. পৃষ্ঠার কোন অংশ আলো প্রতিফলিত করে?
  • ক) সাদা অংশ
  • খ) ছাপানো অংশ
  • গ) অন্ধকার অংশ
  • ঘ) তাপীয় অংশ
  • সঠিক উত্তর: (ক)
    ২৪২. তড়িৎবীক্ষণ যন্ত্রে সোনার পাতদ্বয়-
    i. একই জাতীয় আধান প্রাপ্ত হয়
    ii. পরস্পরকে বিকর্ষণ করে
    iii. পরস্পর থেকে দূরে সরে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৩. তামার পাত ইলেকট্রন দান করে কীরূপ তড়িৎগ্রস্ত হয়?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) চার্জহীন
  • ঘ) উভয় চার্জযুক্ত
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৪. কাচদণ্ডকে সিল্ক দ্বারা ঘর্ষণ করলে-
    i. সিল্ক ঋণাত্মক চার্জে চার্জিত হয়
    ii. কাচদণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয়
    iii. চার্জিত কাচদণ্ড শোলাবলকে আকর্ষণ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৫. সঞ্চায়ক কোষে ব্যবহৃত হয়?
    i. HNO3
    ii. H2SO4
    iii. HCI
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৬. বিক্ষেপনের বিস্ফোরণ ঠেকাতে-
    i. বিমানের চাকা পরিবাহক রাবার দ্বারা তৈরি থাকে
    ii. বিমানের অবতলের সাথে সাথে জ্বালানি ভরতে হবে
    iii. বিমান অবতরনের সাথে সাথে পরিবাহক দ্বারা ভূ-সংযোজিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৭. স্থির তড়িতের কারণে-
    i. টিভির পর্দায় ময়লা জমে
    ii. প্যারাসুট ব্যবহার করে নেমে আসা সম্ভব হয়
    iii. সরাসরি সংযুক্ত ধাতব খুঁটি তড়িৎ স্পৃষ্ট করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৮. পাতগুলোর ভোল্টেজ নিয়ন্ত্রণ করে কে?
  • ক) তাপমাত্রা
  • খ) কালির কণা
  • গ) কম্পিউটার
  • ঘ) বিদ্যুৎ
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৯. সরল ধারকের ক্ষেত্রে-
    i. সমান্তরাল পাত দুটিকে ব্যাটারীর দুই প্রান্তর সাথে যুক্ত করা হয়
    ii. পাত দুটির মধ্যবর্তী স্থানে অর্ধপরিবাহী রাখা হয়
    iii. পাতগুলোতে জমাকৃত আধান ব্যাটারির বিভবের উপর নির্ভরশীল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৫০. নিচের কোনটি পরস্পরের উপর বল প্রয়োগ করে?
  • ক) আহিত বস্তু
  • খ) অনাহিত বস্তু
  • গ) তড়িৎ নিরপেক্ষ বস্তু
  • ঘ) চার্জহীন বস্তু
  • সঠিক উত্তর: (ক)
    ২৫১. পরিধেয় কাপড় আহিত হওয়ার কারণ কী?
  • ক) ময়লা
  • খ) ঘর্ষণ
  • গ) আলো
  • ঘ) তাপ
  • সঠিক উত্তর: (খ)
    ২৫২. ড্রামের কোন অংশ আলো প্রতিফলিত করে?
  • ক) অন্ধকার অংশ
  • খ) আলোকিত অংশ
  • গ) উচ্চ তাপীয় অংশ
  • ঘ) তাপীয় অংশ
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৩. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র ধনাত্মক আধানে আহিত হলে পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি করে
    ii. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র ধনাত্মক আধানে আহিত হলে পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি করে
    iii. আধান যত বেশি হবে পাতদ্বয়ের ফাঁক স্থির থাকবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৪. ফটোকপিয়ার মেশিনে নিচের কোন অংশ থেকে আলো প্রতিফলিত করে?
  • ক) অন্ধকার অংশ
  • খ) ছাপানো অংশ
  • গ) সাদা অংশ
  • ঘ) কোনটি নয়
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৫. তড়িৎবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত দণ্ডের নিচে কী থাকে?
  • ক) গোলক
  • খ) দণ্ড
  • গ) খণ্ড
  • ঘ) পাত
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৬. অসীম হতে প্রতি একক ধনাত্মক আধানকে পরিবাহকের খুব নিকটে আনতে তড়িৎ বল দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় তাকে কী বলে?
  • ক) তড়িৎ ক্ষেত্র
  • খ) তড়িৎ তীব্রতা
  • গ) তড়িৎ বিভব
  • ঘ) তড়িৎ ধনাত্মকতা
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৭. পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কোনটি থাকে?
  • ক) প্রোটন
  • খ) ইলেকট্রন
  • গ) নিউট্রন
  • ঘ) পজিট্রন
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৮. ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কী ঘটবে?
  • ক) বিভব বাড়বে
  • খ) বিভব হ্রাস পাবে
  • গ) তড়িৎগ্রস্ত হবে
  • ঘ) নিস্তড়িত হবে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৯. ফটোকপিয়ার মেশিনে সাদা অংশ থেকে প্রতিফলিত আলো কোনটির উপর কেন্দ্রিভূত হয়?
  • ক) ড্রামের
  • খ) টোনার
  • গ) কাচের
  • ঘ) পাউডার কালি
  • সঠিক উত্তর: (ক)
    ২৬০. বিভব পার্থক্য VA-VB হলে আধান কোন দিকে যাবে?
  • ক) A থেকে B এর দিকে
  • খ) B থেকে A এর দিকে
  • গ) নিরপেক্ষ
  • ঘ) কোনোদিকে যাবে না
  • সঠিক উত্তর: (খ)
    ২৬১. প্রয়োজনীয় দলিল বা কাগজপত্রের একাধিক অবিকল কপির জন্য কোনটি ব্যবহৃত হয়?
  • ক) প্রিন্টার
  • খ) কম্পিউটার
  • গ) ফটোকপিয়ার
  • ঘ) ফ্যাক্স
  • সঠিক উত্তর: (গ)
    ২৬২. কোন তড়িৎ ক্ষেত্রে 5C এর আহিত বস্তু স্থাপন করলে,তড়িৎ তীব্রতা যদি 40NC-1 হয় তাহলে, সেটি কত বল অনুভব করবে?
  • ক) 10N
  • খ) 20N
  • গ) 100N
  • ঘ) 200N
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৩. তড়িতাহিত দুটি মেঘ কাছাকাছি এলে- i. তড়িৎক্ষরণ হয় ii. অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয় iii. বৃষ্টি হয় নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৪. নিচের কোনটি কুলম্বের ধ্রুবক?
  • ক) C=9 ×109Nm2C-2
  • খ) C=9 ×108Nm2C-2
  • গ) C=9 ×106Nm2C-2
  • ঘ) C=8.854 ×10-12Nm2C-2
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৫. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. তড়িৎ ক্ষেত্রে কোন একক ধনাত্মক আধান স্থাপনের ফলে প্রাপ্ত বলই তড়িৎ তীব্রতা
    ii. তড়িৎ তীব্রতার মান ও দিক উভয়ই আছে
    iii. তড়িৎ তীব্রতার একক NC-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৬. ইঙ্ক জেট প্রিন্টারের কণাগুলো কোন ধরনের চার্জে চার্জিত?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) শূন্য
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৭. দুটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে পরস্পরের নিকটে আনতে কোনদিকে কাজ করতে হয়?
  • ক) বিকর্ষণ বলের দিকে
  • খ) আকর্ষণ বলের দিকে
  • গ) বিকর্ষণ বলের বিরুদ্ধে
  • ঘ) আকর্ষণ বলের বিরুদ্ধে
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৮. ধারকত্ব বজায় রাখার জন্য উদ্ভাবিত যান্ত্রিক কৌশল কোনটি?
  • ক) ধারক
  • খ) তড়িৎকোষ
  • গ) রোধক
  • ঘ) অ্যামিটার
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৯. কাচদণ্ডের সাথে রেশমি কাপড়ের ঘর্ষণের ফলে-
    i. কাচদণ্ড ও রেশমি কাপড় উভয়ই ধনাত্মক আধানে আহিত হবে
    ii. রেশমি কাপড় ঋণাত্মক আধানে আহিত হবে
    iii. কাচদণ্ড ধনাত্মক আধানে আহিত হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৭০. বৃষ্টির সময় লোহার তৈরী পুলের নিচে দাঁড়ানোর চেয়ে বৃষ্টিতে ভেজা ভাল কেন?
  • ক) পুল ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে
  • খ) ধুলাবালি পড়তে পারে
  • গ) তড়িৎগ্রস্ত হওয়ার সম্ভবনা থাকে
  • ঘ) পানির ঢল নামতে পারে
  • সঠিক উত্তর: (গ)
    ২৭১. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
  • ক) দ্বিগুণ হবে
  • খ) এক-চতুর্থাংশ হবে
  • গ) চার গুণ হবে
  • ঘ) অর্ধেক হবে
  • সঠিক উত্তর: (খ)
    ২৭২. কুলম্বের সূত্রানুসারে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে এর বলের কী পরিবর্তন ঘটবে?
  • ক) দ্বিগুণ বাড়বে
  • খ) দ্বিগুণ কমবে
  • গ) চারগুণ বাড়বে
  • ঘ) চারগুণ কমবে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৩. দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান ও আধানদ্বয়ের সম্পর্ক কী?
  • ক) গুণফলের সমানুপাতিক
  • খ) ভাগফলের ব্যস্তানুপাতিক
  • গ) গুণফলের সমানুপাতিক
  • ঘ) ভাগফলের সমানুপাতিক
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৪. টেলিভিশনের পর্দা ও কম্পিউটারের মনিটর দ্রুত ময়লা হয় কারণ-
    i. এরা স্থির তড়িতে আহিত হয়
    ii. আধানগুলো ধুলা বালিকে আকর্ষণ করে
    iii. আধানগুলো ধুলোবালিকে বিকর্ষণ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৫. ফটোকপিয়ারের ভিতরে ঘূর্ণায়মান ড্রাম কীভাবে থাকে?
  • ক) আলোতে
  • খ) পানিতে
  • গ) অন্ধকারে
  • ঘ) এসিডে
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৬. দুটি আধানের মধ্যকার তড়িৎ বল নিচের কোনটির উপর নির্ভর করে না?
    i. আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর
    ii. আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর
    iii. আধান দুটির ভরের উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৭. কোনটি ব্যবহার করে রং স্প্রে করা হয়?
  • ক) তাপমাত্রা
  • খ) চাপ
  • গ) স্থির তড়িৎ
  • ঘ) চল তড়িৎ
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৮. তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতার দিক কোনটি?
  • ক) বলরেখার সাথে অংকিত স্পর্শক বরাবর
  • খ) ১ম আধানের দিকে
  • গ) ২য় আধানের দিকে
  • ঘ) বলরেখার বিপরীত দিকে
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৯. ঘর্ষণে সকল পদার্থ তড়িৎগ্রস্ত হয় না কেন?
  • ক) মুক্ত ইলেকট্রন থাকে বলে
  • খ) মুক্ত ইলেকট্রন থাকে না বলে
  • গ) ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা একই থাকে বলে
  • ঘ) ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয় বলে
  • সঠিক উত্তর: (খ)
    ২৮০. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. পৃথিবীর বিভবকে শূন্য বিভব ধরা হয়
    ii. মাটিতে ঋণাত্মক আধান থাকে
    iii. পৃথিবীতে কিছু পরিমাণ আধান যোগ করলে তা তড়িৎগ্রস্ত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৮১. কোনটির বাস্তব অস্তিত্ব নেই?
  • ক) ইলেকট্রন
  • খ) প্রোটন
  • গ) নিউক্লিয়াস
  • ঘ) তড়িৎ বলরেখা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮২. ঋনাত্মক আধান বলতে আমরা কী বুঝি?
  • ক) প্রোটনের আধিক্য
  • খ) নিউট্রনের আধিক্য
  • গ) ইলেকট্রনের আধিক্য
  • ঘ) ইলেকট্রনের ঘাটতি
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৩. তড়িৎ বলরেখা দ্বারা তড়িৎ তীব্রতার ব্যাখ্যা করা যায়-
    i. পরিমাপ
    ii. ভর
    iii. দিক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৪. প্লাস্টিক চিরুনির সাথে চুলের ঘর্ষণের ফলে-
    i. চুল ধনাত্মক আধানে আহিত হবে
    ii. চুল ঋণাত্মক আধানে আহিত হবে
    iii. প্লাস্টিক চিরুনি ঋণাত্মক আধানে আহিত হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৫. কোন বস্তুতে ইলেকট্রনের সংখ্যা কমে গেলে সেটি কি আধানযুক্ত হবে?
  • ক) ঋণাত্মক
  • খ) ধনাত্মক
  • গ) আধান নিরপেক্ষ
  • ঘ) শূন্য
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৬. পরমাণুতে অবস্থিত ইলেকট্রন-
    i. নিউক্লিয়াসের থাকে
    ii. নিউক্লিয়াসের বাইরে থাকে
    iii. পরমাণুর বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৭. তড়িৎ বিক্ষণ যন্ত্রের চার্জ ধনাত্মক হলে পরীক্ষাধীন বস্তুর জন্য স্বর্ণপাত ফাকা হলে চার্জের প্রকৃতি কেমন?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৮. স্প্রে গানের সুচালো প্রান্তটি কীসের সাথে যুক্ত থাকে?
  • ক) বিদ্যুৎ
  • খ) জেনারেটর
  • গ) বৈদ্যুতিক হিটার
  • ঘ) ট্রানজিস্টর
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৯. একটি কাঠের টুকরাকে আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে পাতদ্বয়ের মধ্যে ফাঁক-
    i. থেকেই যাবে
    ii. হ্রাস পাবে
    iii. অপরিবর্তিত থাকবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৯০. 5 কুলম্বের আধান থেকে 0.5m দূরবর্তী কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
  • ক) 1.8×10-11NC-1
  • খ) 1.8×1011NC-1
  • গ) 1.8×10-11NC
  • ঘ) 1.8×10-11C
  • সঠিক উত্তর: (খ)
    ২৯১. ধারক বেশি পরিমাণে ব্যবহৃত হয়-
    i. রেডিওতে
    ii. টেলিভিশনে
    iii. রেকর্ড প্লেয়ারে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯২. 1028 টি ইলেকট্রন ও সমসংখ্যক প্রোটন 10m দূরত্বে পরস্পরকে কত বলে আকর্ষণ করে?
  • ক) 1027N
  • খ) 1026N
  • গ) 1028N
  • ঘ) 1025N
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৩. তড়িতাহিত দুটি মেঘ কাছাকাছি এলে কী ঘটে?
  • ক) তড়িৎক্ষরণ
  • খ) অগ্নিস্ফুলিঙ্গ
  • গ) বিদ্যুৎচমক
  • ঘ) সবগুলি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৪. ‘স্থির তড়িৎ’ নামকরণের কারণ কী?
  • ক) যেখানে উৎপন্ন হয় সেখানে স্থির থাকে
  • খ) উৎপন্ন হওয়ার পর বৃদ্ধি পায়
  • গ) চিরুনি আধান প্রাপ্ত হয়
  • ঘ) চিরুণীর ত্বরণ বৃদ্ধি পায়
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৫. মাটিতে কী ধরনের আধান থাকে?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) বিপরীতার্থক
  • সঠিক উত্তর: (খ)
    ২৯৬. প্রত্যেক পদার্থই থাকে-
    i. ইলেকট্রন
    ii. নিউট্রন
    iii. প্রোটন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৭. পৃথিবী বিভবশূন্য। কারণ-
  • ক) পৃথিবী ঋণাত্মক আধানের এক বিশাল ভান্ডার
  • খ) পৃথিবী ধনাত্মক আধানের বিশাল ভান্ডার
  • গ) পৃথিবী ঋণাত্মক আধানশূন্য
  • ঘ) পৃথিবী ধনাত্মক ও ঋণাত্মক আধান শূন্য
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৮. কুলম্বের সূত্রে C এর একক কোনটি?
  • ক) N-1m2C2
  • খ) Nm2C2
  • গ) N-1m-2C-2
  • ঘ) Nm2C-2
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৯. তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত কোনটি তড়িৎ তীব্রতার দিক নির্দেশ করে?
  • ক) লম্ব
  • খ) স্পর্শক
  • গ) সমান্তরাল রেখা
  • ঘ) ছেদক
  • সঠিক উত্তর: (খ)
    ৩০০. তড়িৎক্ষেত্রের যেসব এলাকায় বলরেখাগুলো কাছাকাছি বা ঘন সন্নিবিষ্ট সেসব এলাকায় তড়িৎ তড়িৎ তীব্রতার মান-
    i. বেশি
    ii. কম
    iii. অপরিবর্তনশীল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩০১. কালির কণাগুলো কোন পথে চলে?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) ক ও খ
  • সঠিক উত্তর: (ক)
    ৩০২. অপারেশন থিয়েটার থাকা ব্যক্তিদের পরিবাহক রাবারের জুতা ও গ্লাভস পরতে হয় কেন?
  • ক) আলো থেকে দূরে থাকার জন্য
  • খ) ভূমি থেকে বিচ্ছিন্ন থাকার জন্য
  • গ) ভূ-সংযুক্ত থাকার জন্য
  • ঘ) তাপমাত্রা হ্রাসের জন্য
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৩. কাজের একক কী?
  • ক) ভোল্ট
  • খ) কুলম্ব
  • গ) জুল
  • ঘ) অ্যাম্পিয়ার
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৪. দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
  • ক) চারগুণ হবে
  • খ) দ্বিগুণ হবে
  • গ) অর্ধেক হবে
  • ঘ) একক-চতুর্থাংশ হবে
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৫. কোনটি আহিত পরিবাহকের তড়িৎ অবস্থা?
  • ক) আধান
  • খ) ওজন
  • গ) বিভব
  • ঘ) তীব্রতা
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৬. তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে কি ধরনের আধান স্থাপন করলে সেটি থেকে প্রাপ্ত বলকে তড়িৎ তীব্রতা বলা যাবে?
  • ক) একক ধনাত্মক
  • খ) একক ঋণাত্মক
  • গ) একক চার্জবিহীন
  • ঘ) নিরপেক্ষ
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৭. একটি গোটা পরমাণু কিরূপ তড়িৎ ধর্ম দেখায়?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) কোনো তড়িৎ ধর্ম দেখায় না
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৮. 20 C ও 50 C চার্জের দুটি বস্তুকে 2m দূরত্বে রাখা হলো এদের মধ্যবর্তী বলের মান কত?
  • ক) 2.25´1011 N
  • খ) 2.25´1012 N
  • গ) 22.5´109 N
  • ঘ) 1000 N
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৯. দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের মান কত?
  • ক) 7.2×1012N
  • খ) 3.8×1012N
  • গ) 1.8×1012N
  • ঘ) 2.8×1012N
  • সঠিক উত্তর: (গ)
    ৩১০. আধানের পরিমাণ বাড়লে বলরেখার সংখ্যার কী ঘটবে?
  • ক) বাড়ে
  • খ) স্থির থাকে
  • গ) কমে
  • ঘ) সর্বনিম্ন হবে
  • সঠিক উত্তর: (ক)
    ৩১১. পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কী?
  • ক) ফোটন
  • খ) পরমাণু
  • গ) ইলেকট্রন
  • ঘ) মেসন
  • সঠিক উত্তর: (খ)
    ৩১২. দুটি পাত সংযুক্ত ব্যাটারীর কোন দন্ড থেকে ইলেকট্রন প্রবাহিত হয়?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) ধনাত্মক ও ঋণাত্মক
  • ঘ) নিরপেক্ষ আধান
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৩. একটি e- আধান কত?
  • ক) 1.7´10-19 C
  • খ) 1.5´10-19 C
  • গ) 1.6´10-19 C
  • ঘ) 1.8´10-19 C
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৪. পৃথিবীর বিভব শূন্য কারণ-
    i. পৃথিবী আধানের বিশাল ভান্ডার
    ii. পৃথিবীতে সমপরিমান ধনাত্মক ও ঋণাত্মক
    iii. পৃথিবীর আধানের পরিবর্তন পরিলক্ষিত হয় না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৫. কোন বস্তু থেকে 10C ধনাত্মক আধানকে কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে 20 J কাজ সম্পন্ন হয় তবে ঐ বিন্দুতে বিভব কত?
  • ক) 0.2 V
  • খ) 0.1 V
  • গ) 1 V
  • ঘ) 2 V
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৬. বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুটি সরাসরি সংযুক্ত থাকলে-
    i. খুঁটির মধ্য দিয়ে আধান ভূমিতে চলে যাবে
    ii. খুঁটি তড়িৎ গ্রস্ত হবে
    iii. খুঁটিতে বেশি চাপ অনুভূত হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৭. আহিত বস্তুটি যদি 15N বল লাভ করে তাহলে তড়িৎ তীব্রতা কত হবে?
  • ক) 15 NC-1
  • খ) 2 NC-1
  • গ) 1 NC-1
  • ঘ) 30 NC-1
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৮. তড়িৎগ্রস্ত বস্তুকে পরীক্ষার জন্য তড়িৎবীক্ষণ যন্ত্রকে কোন আধানে আহিত করা আবশ্যক?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) ঋনাত্মক বা ধনাত্মক
  • ঘ) নিরপেক্ষ
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৯. শূন্যস্থানে 1/4p0 বা C এর মান কত?
  • ক) 9´109Nm2c-2
  • খ) 9´109Nmc-2
  • গ) 9´109N2mc-2
  • ঘ) 9´1011Nm2c-2
  • সঠিক উত্তর: (ক)
    ৩২০. আধান কোন গোলক থেকে কোন গোলকে যাবে তা নির্ভর করে-
    i. গোলকদ্বয়ের আধানের পরিমানের ওপর
    ii. গোলকদ্বয়ের আধানের আকৃতির ওপর
    iii. গোলকদ্বয়ের বিভবের ওপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩২১. তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কী করা হয়?
  • ক) অনাহিত বস্তুকে আহিত
  • খ) আহিত বস্তুকে অনাহিত
  • গ) আহিত বস্তুর চার্জ হ্রাস করা
  • ঘ) আহিত বস্তুর চার্জ বৃদ্ধি করা
  • সঠিক উত্তর: (ক)
    ৩২২. বিভব-
    i. আধানহীন পরিবাহকের শূন্য
    ii. পৃথিবীর শূন্য
    iii. ধনাত্মক আধানে আহিত পরিবাহকের ধনাত্মক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৩. স্থির তড়িৎ বল F, আধান q তড়িৎ ক্ষেত্রের তীব্রতা E এর মধ্যে সম্পর্ক কী?
  • ক) E=qF
  • খ) F=E/q
  • গ) F=qE
  • ঘ) E=q/F
  • সঠিক উত্তর: (গ)
    ৩২৪. বিভবের ক্ষেত্রে-
    i. ধনাত্মক আধানের আহিত পরিবাহকের বিভব ধনাত্মক
    ii. ঋণাত্মক আধানের আহিত পরিবাহকের বিভব ঋণাত্মক
    iii. আধানহীন পরিবাহকের বিভব শূন্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩২৫. 5 কুলম্বের আধান থেকে 0.5 m দূরবতী কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
  • ক) 1.8´10-11NC-1
  • খ) 1.8´1011NC-1
  • গ) 1.8´10-11NC
  • ঘ) 1.8´10-11C
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৬. নিচের কোনটি কাল্পনিক?
  • ক) তড়িৎ বল
  • খ) তড়িৎ বলরেখা
  • গ) তড়িৎ প্রাবল্য
  • ঘ) তড়িৎ বিভব
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৭. ধনাত্মক আধানে আহিত-
    i. Na+
    ii. Cl-
    iii. Ca2+
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৮. পলিথিন ও ফ্লানেলের ঘর্ষণের ফলে ফ্লানেল কী ধরনের চার্জে চার্জিত হয়?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৯. রঙের ক্ষুদ্র ক্ষুদ্র আহিত কণা তৈরি করে কোনটি?
  • ক) স্প্রে ব্রাশ
  • খ) স্প্রে গান
  • গ) রং মিস্ত্রি
  • ঘ) তড়িৎ বল
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩০. স্বাভাবিকভাবে একটি পরমাণুতে কোনো তড়িৎ ধর্ম প্রকাশ পায় না কেন?
  • ক) পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে বলে
  • খ) পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন থাকে বলে
  • গ) পরমাণুতে কোনো আধান থাকে না বলে
  • ঘ) পরমাণুতে সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকে বলে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩১. তড়িৎ বিভব-
    i. আধানের প্রবাহ নিয়ন্ত্রণ করে
    ii. ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করে
    iii. হচ্ছে আহিত পরিবাহকের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩২. দুটি বস্তুকে তাপীয়ভাবে সংযুক্ত করলে কী ঘটে?
  • ক) তাপ স্থির থাকে
  • খ) তাপের পরিমাণ সর্বোচ্চ হবে
  • গ) তাপের আধান প্রদান ঘটে
  • ঘ) তাপের পরিমাণ সর্বনিম্ন হবে
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৩. 1C মানের দুট আধান পরস্পরকে 9109N বলে আকর্ষণ করলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
  • ক) 9´109m
  • খ) 1m
  • গ) 9m
  • ঘ) 109m
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৪. 1NC-1 তড়িৎ তীব্রতার কোনো বিন্দুতে স্থাপিত কোনো আধানের ওপর ক্রিয়াশীল বল ঐ বিন্দুর তীব্রতা এবং স্থাপিত আধানের-
  • ক) 10 C
  • খ) 1 C
  • গ) 5 C
  • ঘ) 20 C
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৫. একটি কাচদন্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?
  • ক) উভয়ই ধনাত্মক আধানে
  • খ) উভয়ই ঋণাত্মক আধানে
  • গ) রেশম ধনাত্মক এবং কাচদন্ড ঋণাত্মক আধানে
  • ঘ) রেশম ঋণাত্মক এবং কাচদন্ড ধনাত্মক আধানে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৬. বলরেখার সংখ্যার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কীরূপ?
  • ক) ব্যস্তানুপাতিক
  • খ) বর্গের ব্যস্তানুপাতিক
  • গ) সমানুপাতিক
  • ঘ) সমান
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৭. ট্যাংকারে জ্বালানী ভরার আগে কি করা উচিত?
  • ক) ভূমি থেকে বিচ্ছিন্ন
  • খ) ভূমির সাথে সংযোগ
  • গ) ট্যাংকারের ভর কমানো
  • ঘ) ট্যাংকারের ওজন বৃদ্ধি
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৮. 30C এর একটি আধান থেকে 40cm দূরবর্তী কোন বিন্দুতে তড়িৎক্ষেত্রের তীব্রতা কত?
  • ক) 16.88×1011NC-1
  • খ) 1.69×1010NC-1
  • গ) 1688NC-1
  • ঘ) 16.88×1011N
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৯. ইল্ক-জেট প্রিন্টারের কণাগুলো কোন ধরনের চার্জে চার্জিত?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪০. একটি বস্তুকে আহিত বা তড়িৎ গ্রস্ত করার উপায়-
    i. অপর কোনো বস্তু দ্বারা ঘর্ষণের মাধ্যমে
    ii. একটি আহিত বস্তুকে বস্তুটির সংস্পর্শে আনলে
    iii. একটি আহিত বস্তুকে বস্তুটির কাছাকাছি নিয়ে এলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪১. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. বায়ুর সংকোচন ও প্রসারণের ফলে মেঘ গর্জন সৃষ্টি হয়
    ii. তড়িৎ ক্ষরণের মাধ্যমে অতিরিক্ত তড়িৎ পৃথিবীতে আসার নাম বজ্রপাত
    iii. বজ্রপাতরে সময় শ্রুত শব্দের নাম বজ্রনাদ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪২. তড়িৎবীক্ষণ যন্ত্রে আধান পরীক্ষণীয় বস্তুর আধান + + + - + or - অনাস্থিত বস্তু তিনটি তথ্য বিবৃত করা হলো-
    i. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পায়
    ii. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক হ্রাস পায়
    iii. তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৩. দুটি ধনাত্মক আধানে আহিত বস্তু পরস্পরের উপর কি বলে প্রয়োগ করে?
  • ক) সৌর বল
  • খ) তড়িৎ বল
  • গ) ঘর্ষণ বল
  • ঘ) মহাকর্ষ বল
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৪. নিউক্লিয়াসে কয়টি কণিকা থাকে?
  • ক) ২টি
  • খ) ৩টি
  • গ) ৪টি
  • ঘ) ৫টি
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৫. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 50 V বলতে বুঝায়-
    i. 1 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 50 J
    ii. 50 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 1 J
    iii. 50 C ধনাত্মক আধান ঐ বিন্দুতে আনতে কৃত কাজ 2500 J
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৬. 5 কুলম্বের আধান থেকে 0.5 মিটার দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত?
  • ক) 1.8´10-11NC-1
  • খ) 1.8´1011NC-1
  • গ) 1.8´1011NC
  • ঘ) 1.8´1011C
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৭. ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ড ঘষলে-
    i. ইবোনাইট দণ্ড ধনাত্মক আধানে আহিত হয়
    ii. ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়
    iii. ইবোনাইট দণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪৮. কাচদণ্ডকে সিল্ক দ্বারা ঘষলে সিল্ক ঋণাত্মক আধানে আহিত হয় কেন?
  • ক) সিল্ক হালকা বলে
  • খ) সিল্কের পারমানবিক ভর কম বলে
  • গ) সিল্কের ইলেকট্রন আসক্তি কম বলে
  • ঘ) সিল্কের ইলেকট্রন আসক্তি বেশী বলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৯. যে আধান আবেশ সৃষ্টি করে তাকে কী বলে?
  • ক) আবিষ্ট আধান
  • খ) অবশিষ্ট আধান
  • গ) আবেশী আধান
  • ঘ) বিভব
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫০. মেঘের গর্জনে প্রচন্ড শব্দ হয় কেন?
  • ক) মেঘের কম্পনের ফলে
  • খ) মেঘে মেঘে ঘর্ষনে উৎপন্ন আয়নের দরূন
  • গ) বায়ুস্তরের অতিদ্রুত সংকোচন প্রসারণের ফলে
  • ঘ) মেঘ বিশানাকৃতির ফলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫১. দুটি আধানযুক্ত ধাতব গোলককে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে-
    i. বাম গোলক থেকে কিছু আধান ডান গোলকে যেতে পারে
    ii. ডান গোলক থেকে কিছু আধান বাম গোলকে যেতে পারে
    iii. আধান যেমন ছিল তেমনি থাকতে পারে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫২. সমস্ত প্রক্রিয়াটির ক্ষেত্রে বলা যায়-
    i. কাপড়ে ইলেক্ট্রন ঘাটতি ঘটেছে
    ii. স্কেল ও দেওয়ালের আকর্ষণের কারণ বিপরীত আধান
    iii. দেওয়াল থেকে ইলেকট্রন স্কেলে এসেছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫৩. স্থির তড়িতের বিপদ হতে পারে-
    i. কাপড় পাল্টানোর সময় শক খাওয়া
    ii. বজ্রপাত আক্রান্ত হওয়া
    iii. বিমানে জ্বালানি ভরতে গেলে বিস্ফোরণ হওয়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৪. তড়িৎ ক্ষেত্রের রয়েছে-
    i. তীব্রতা
    ii. রোধ
    iii. বিভব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৫. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কোন সূত্র দ্বারা নির্ণয় সম্ভব?
  • ক) নিউটনের সূত্র
  • খ) কুলম্বের সূত্র
  • গ) আইনস্টাইনের সূত্র
  • ঘ) লেনজের সূত্র
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৬. কুলম্বের সূত্রে ব্যবহৃত ধ্রুব রাশি C এর একক কোনটি?
  • ক) N-1m2C2
  • খ) Nm2C-2
  • গ) N-1mC2
  • ঘ) Nm2C2
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৭. তড়িৎ বল কোন ধরনের বল?
  • ক) যৌগিক বল
  • খ) মিত্র বল
  • গ) মৌলিক বল
  • ঘ) লব্ধ বল
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৮. যে ধাতব পাতটি রং করতে হবে তাকে কীসের সাথে সংযুক্ত করতে হবে?
  • ক) বিদ্যুৎ লাইন
  • খ) তাপীয় বস্তু
  • গ) ভূমি
  • ঘ) রাবার
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৯. আহিত বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বলরেখার প্রকৃতি-
    i. অভিন্ন হয়
    ii. ভিন্ন হয়
    iii. অনুরূপ হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬০. নিচের কোনটির সাহায্যে আধানের অস্তিত্ব নির্ণয় করা যায়?
  • ক) অ্যামিটার
  • খ) ভোল্টমিটার
  • গ) তড়িৎবীক্ষণ যন্ত্র
  • ঘ) মাল্টিমিটার
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬১. তড়িৎ তীব্রতার একক কোনটি?
  • ক) N
  • খ) NM
  • গ) NM-1
  • ঘ) NC-1
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬২. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  • ক) Fα1/d
  • খ) Fα1/d2
  • গ) Fαd
  • ঘ) FαÖd
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৩. তড়িৎ তীব্রতার অপর নাম কী?
  • ক) দুর্বলতা
  • খ) ক্ষমতা
  • গ) ওজন
  • ঘ) সবলতা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৪. কোন তড়িৎক্ষেত্রে 30 কুলম্বের একটি চার্জ স্থাপন করলে তা 15 নিউটন বল লাভ করে। ঐ বিন্দুতে 20 কুলম্বের একটি আধান স্থাপন করলে বলের মান কত হবে?
  • ক) 10 N
  • খ) 15 N
  • গ) 40 N
  • ঘ) 1.5 N
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৫. একটি বস্তুকে আহিত বা তড়িৎগ্রস্ত করার উপায় কোনটি?
  • ক) অপর কোনো বস্তু দ্বারা ঘর্ষণের মাধ্যমে
  • খ) ঋণাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা
  • গ) ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা
  • ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্রে প্রবেশ করানো
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬৬. কোন বস্তু থেকে 20 C ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনলে ঐ বিন্দুর বিভব 2 ভোল্ট হলে সম্পন্ন কাজ কত হবে?
  • ক) 10 J
  • খ) 20 J
  • গ) 30 J
  • ঘ) 40 J
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৭. A ও B দুটি আধানের নিরপেক্ষ বিন্দু A এর নিকটবর্তী হলে-
    i. A ও B আধানদ্বয় ধনাত্মক
    ii. A আধান ক্ষুদ্রতর, B আধান বৃহ্ত্তর
    iii. B আধান ক্ষুদ্রতম, A আধান বৃহত্তর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৮. ফুলানো বেলুনকে জামার সাথে ঘষে দেয়ালের সাথে একটু চেপে ধরলে দেখা যায় বেলুনটি দেয়ালে আটকে থাকে কারণ-
    i. বেলুনে সৃষ্ট ঋণাত্মক আধান দেয়ালে আবেশ সৃষ্টি করে
    ii. দেয়ালে আষ্টি ঋণাত্মক আধান বেলুনকে আকর্ষণ করে
    iii. দেয়ালে আবিষ্ট ধনাত্মক বেলুনকে আকর্ষণ করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৯. কোথায় কোন আধান স্থাপন করলে সেটি কোন বল লাভ করে না-
  • ক) মেরু বিন্দু
  • খ) লঘু বিন্দু
  • গ) নিরপেক্ষ বিন্দু
  • ঘ) স্থির বিন্দু
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭০. নিচের কোন রাশি দ্বারা তড়িৎ ক্ষেত্রে আধানের গতির দিক নির্ধারিত হয়?
  • ক) তড়িৎ শক্তি
  • খ) তড়িৎ ক্ষমতা
  • গ) তড়িৎ বিভব
  • ঘ) তড়িৎ ক্ষেত্র
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭১. দুটি আহিত পরিবাহকের মধ্যে আধানের প্রবাহ নির্ভর করে-
    i. আধানের পরিমাণের ওপর
    ii. পরিবাহক দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর
    iii. পরিবাহক দুটির বিভবের ওপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭২. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. তড়িৎ সবসময় সংক্ষিপ্ত পথে চলে
    ii. বৃষ্টিতে ভেজার চেয়ে ছাতার নিচে থাকা ভালো
    iii. বজ্র নিরোধক দন্ডের উপরিভাগ সূচালো থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৩. নিচের তথ্যগুলো লক্ষ্য করি:
    i. A প্রান্তের আধানকে আবেশী আধান বলা হয়
    ii. B প্রান্তকে পরিবাহী তার দ্বারা ভূসংযোজিত করলে তার আধান বৃষ্টি পায়
    iii. C প্রান্তের আধানকে আবিষ্ট আধান বলা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৪. সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণের ফলে কাচ দণ্ড কোন আধানে আহিত হবে?
  • ক) ধনাত্মক
  • খ) ঋনাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) নিউট্রাল
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭৫. কোনটি তড়িৎ তীব্রতার একক?
  • ক) N-1C
  • খ) NC
  • গ) NC-1
  • ঘ) N-1C-1
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৬. ধনাত্মক আধান চলে-
    i. উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে
    ii. নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে
    iii. ঋণাত্মক আধানের বিপরীত দিকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৭. ধারকে কীরূপে শক্তি সঞ্চয় করা হয়?
  • ক) আয়ন
  • খ) আধান
  • গ) অণু
  • ঘ) পরমাণু
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৮. ঋণাত্মকভাবে আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের-
    i. ধনাত্মক আধান বস্তুর দিকে আসতে নিজেই সম্পন্ন করে
    ii. তড়িৎক্ষেত্রের সকল বিন্দুর বিভব ঋণাত্মক
    iii. এ ক্ষেত্রের যে কোন বিন্দুর বিভব ধনাত্মক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭৯. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এদের মধ্যবর্তী বলের মান হবে-
    i. দ্বিগুণ
    ii. এক-চতুর্থাংশ
    iii. চারগুণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮০. আধানের পরিমাণ হ্রাস পেলে বলের কি পরিবর্তন হবে?
  • ক) বল বৃদ্ধি পাবে
  • খ) বল স্থির থাকবে
  • গ) বল হ্রাস পাবে
  • ঘ) বল সর্বোচ্চ হবে
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮১. পরিবাহকের দুই প্রান্তে বিভব অন্তর বজায় রাখতে হলে কিসের যোগান দিতে হবে?
  • ক) শক্তির
  • খ) বিদ্যুতের
  • গ) ইলেকট্রনের
  • ঘ) পেট্রোলের
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮২. পরমাণুর নিউক্লিয়াসে কোনটি আসে?
  • ক) প্রোটন
  • খ) ইলেকট্রন
  • গ) ভোল্ট
  • ঘ) রোধ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮৩. পেট্রোলবাহী ট্রাকে-
    i. অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা থাকে
    ii. স্থির তড়িৎ সংক্রান্ত বিপদের ঝুঁকি রয়েছে
    iii. ধাতব শিকল ঝুলানো থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৪. তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আবিষ্ট দন্ডের-
    i. মোট চার্জ পরিবর্তন হয়
    ii. মোট চার্জ পরিবর্তন হয় না
    iii. দুই প্রান্তে দুই ধরনের চার্জে চার্জিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮৫. দুটি বিপরীত আধানে আহিত বস্তু পরস্পরকে কী করে?
  • ক) বিকর্ষণ
  • খ) আকর্ষণ
  • গ) দূরে সরে যায়
  • ঘ) ক ও গ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৬. ঝড় বৃষ্টির সময় বিপজ্জনক অবস্থান-
    i. গাছের নিচে
    ii. ছাতার নিচে
    iii. তড়িৎ পরিবাহী ধাতুর কাছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৭. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. বিমানের চাকা পরিবাহক রাবার দ্বারা তৈরি
    ii. মাটিতে স্পর্শ করলে বিমানের আধান ভূমিতে চলে যায়
    iii. বিমানে জ্বালানি ভরার সময় কিছু আধান ভূমিতে চলে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৮. কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান-
    i. বস্তুদ্বয়ের আকারের উপর নির্ভরশীল
    ii. বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভরশীল
    iii. শূন্যস্থানের জন্য 9109Nm2C-2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮৯. তড়িৎবীক্ষণ যন্ত্রের ধাতব পাতগুলো বেশি ফাঁকা থাকে কেন?
  • ক) আধানের পরিমাণ বেশি হয় বলে
  • খ) আধানের পরিমাণ কম হয় বলে
  • গ) ধনাত্মক আধানগ্রস্ত হয় বলে
  • ঘ) আধান নিরপেক্ষ হয় বলে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯০. বজ্রনাদ কী?
  • ক) শব্দ
  • খ) আলো
  • গ) তাপ
  • ঘ) আয়ন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯১. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিবর্ষণ বলের কোন রেখা বরাবর ক্রিয়া করে?
  • ক) দুটি আধান যে তলে অবস্থিত সে তল বরাবর
  • খ) আধানদ্বয়ের তলের লম্ব বরাবর
  • গ) আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর
  • ঘ) আধানদ্বয়ের সংযোজক বলের কর্ণ বরাবর
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯২. তড়িৎ বিভবের একক কোনটি?
  • ক) কুলম্ব
  • খ) নিউটন/কুলম্ব
  • গ) ভোল্ট
  • ঘ) ওহম
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৩. তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়-
    i. অস্তিত্ব
    ii. পরিমাণ
    iii. প্রকৃতি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৪. কুলম্ব কীসের একক?
  • ক) রোধ
  • খ) আধান
  • গ) বিভব অন্তর
  • ঘ) তড়িৎ বিভব
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৫. আধান নিরপেক্ষ কণা কোনটি?
  • ক) ইলেকট্রন
  • খ) প্রোটন
  • গ) নিউট্রন
  • ঘ) আলফা কণা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৬. প্রত্যেক পদার্থ যে সব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাদের কী বলে?
  • ক) ইলেকট্রন
  • খ) প্রোটন
  • গ) পরমাণু
  • ঘ) নিউট্রিনো
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৭. তড়িৎবীক্ষণ যন্ত্রকে আহিতকরণের ক্ষেত্রে একটি কাচদন্ডকে রেশম দিয়ে ঘষলে কাচদন্ডে কোন আধানের উদ্ভব হয়?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) ক ও খ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৮. তড়িৎবীক্ষণ যন্ত্রে আধানের পরিমাণ বৃদ্ধি পেলে ফাঁক-
  • ক) বৃদ্ধি পাবে
  • খ) হ্রাস পাবে
  • গ) স্থির থাকবে
  • ঘ) সর্বনিম্ন হবে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৯. অপারেশন থিয়েটারের ডাক্তারদের থাকা উচি-
    i. আধানমুক্ত
    ii. পরিবাহী জুতা পারে
    iii. রাবারের গ্লাভস পরে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০০. যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের প্রকৃতি নির্ণয় করা যায় তাকে কী বলে?
  • ক) তড়িৎ আবেশ
  • খ) তড়িৎ বিভব
  • গ) তড়িৎবীক্ষণ যন্ত্র
  • ঘ) ভোল্টমিটার
  • সঠিক উত্তর: (গ)
    ৪০১. দুটি সমান ও বিপরীত জাতীয় আধানের ক্ষেত্রে বলরেখার কী ঘটবে?
  • ক) ঋণাত্মক আধান থেকে বের হয়
  • খ) ধনাত্মক আধান থেকে বের হয়
  • গ) দূরে সরে যায়
  • ঘ) ধনাত্মক আধানে প্রবেশ করে
  • সঠিক উত্তর: (খ)
    ৪০২. অন্তরক পদার্থ নিচের কোনটি?
  • ক) তামা
  • খ) রূপা
  • গ) কাচ
  • ঘ) অ্যালুমিনিয়াম
  • সঠিক উত্তর: (গ)
    ৪০৩. বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য বাড়িঘরে কি ব্যবহার করা হয়?
  • ক) রড
  • খ) বজ্র নিরোধক দন্ড
  • গ) সিমেন্ট
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৪০৪. ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ডকে ঘষলে ইবোনাইট দণ্ড কী আধানে আহিত হয়?
  • ক) ধানাত্মক
  • খ) ঋনাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) ধনাত্মক ও ঋণাত্মক
  • সঠিক উত্তর: (খ)
    ৪০৫. সিল্ক ও কাচদণ্ড ঘর্ষণের ফলে সিল্ক কোন আধানে আহিত হবে?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) নিরপেক্ষ
  • ঘ) নিউট্রাল
  • সঠিক উত্তর: (খ)
    ৪০৬. নিচের সূত্রগুলো লক্ষ্য করো:
    i. V=JC-1
    ii. J=VC
    iii. V=J/C
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৭. একই পদার্থের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা-
  • ক) বিভিন্ন
  • খ) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে বেশি
  • গ) ইলেকট্রনের সংখ্যা প্রোটনের চেয়ে কম
  • ঘ) সমান
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৮. তড়িৎ বিভবের একক কী?
  • ক) JC-1
  • খ) CJ-1
  • গ) NC-1
  • ঘ) JC
  • সঠিক উত্তর: (ক)
    ৪০৯. তাপীয়ভাবে সংযুক্ত দুটি বস্তুর তাপের প্রবাহ নির্ভর করে-
    i. বস্তুর ভর
    ii. তাপের পরিমাণ
    iii. তাপমাত্রার উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪১০. q1=q2=1c ও d=1m হলে আধানদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F এর মান কত?
  • ক) 9×109N
  • খ) 1N
  • গ) 100N
  • ঘ) 200N
  • সঠিক উত্তর: (ক)
    ৪১১. দুটি আধানের গুণফল তিনগুণ হলে এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
  • ক) এক-তৃতীয়াংশ হবে
  • খ) অর্ধেক হবে
  • গ) দ্বিগুণ হবে
  • ঘ) তিনগুণ হবে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১২. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
    i. কাচদন্ড ও সিল্কের ঘর্ষণে কাচদন্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
    ii. সিল্কে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
    iii. ইবোনাইট দন্ড ও ফ্লানেলের ঘর্ষণে ইবোনাইট দন্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৪১৩. সরল ধারক তৈরির ক্ষেত্রে দুটি অন্তরিত ধাতব পাতকে রাখা হয় পরস্পরের-
    i. লম্বভাবে
    ii. সমান্তরালভাবে
    iii. তীর্যকভাবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৪. বিদ্যুৎচমকের সময় বায়ুমন্ডলের কী ঘটে?
  • ক) সংকুচিত হয়
  • খ) প্রসারিত হয়
  • গ) শীতল হয়
  • ঘ) গরম হয়
  • সঠিক উত্তর: (খ)
    ৪১৫. সমপরিমাণ দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান চারগুণ হবে যখন-
    i. দূরত্ব অর্ধেক
    ii. দূরত্ব দ্বিগুণ
    iii. আধান দ্বিগুণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪১৬. বজ্রপাতের সময়-
    i. দুটি তড়িতাহিত মেঘ কাছাকাছি এলে বিরাট অগ্নিস্ফলিংগ হয়
    ii. সৃষ্ট তড়িৎ তড়িৎক্ষরনের মাধ্যমে পৃথিবীতে চলে আসে
    iii. বজ্রনাদে প্রচন্ড শব্দ হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১৭. ঋণাত্মক ভাবে আহিত বস্তুকে ভূ-সংযোজিত করলে-
    i. বস্তুটি নিস্তরিত হয়
    ii. বস্তু হতে ইলেকট্রন ভূমিতে চলে আসে
    iii. ভূমি হতে ইলেক্ট্রন বস্তুতে আসে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৮. সমপরিমাণ ও সমধর্মী দুইটি আধান শূন্য মাধ্যমে পরস্পর 1m দূরত্বে থেকে পরস্পর পরস্পরের উপর যদি 9�109N বলে বিকর্ষণ করে তবে আধান দুটির প্রত্যেকের আধানের পরিমাণ কত?
  • ক) 1 কুলম্ব
  • খ) 9´109 কুলম্ব
  • গ) শূন্য
  • ঘ) 2 কুলম্ব
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৯. তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একক কোনটি?
  • ক) কুলম্ব
  • খ) ভোল্ট
  • গ) ওহম
  • ঘ) নিউটন/কুলম্ব
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২০. আমরা কাপড় পাল্টানোর সময় বৈদ্যুতিক শক্ অনুভব করি কেন?
  • ক) পরিধেয় কাপড় তড়িৎ সুপরিবাহক বলে
  • খ) পরিধেয় কাপড় অন্তরক বলে
  • গ) ঘর্ষণের ফলে পরিধেয় কাপড় অনাহিত হয় বলে
  • ঘ) ঘর্ষণের ফলে পরিধেয় কাপড় আহিত হয় বলে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২১. স্প্রে গান থেকে কোনটি নির্গত হয়?
  • ক) নিরপেক্ষ কণা
  • খ) আহিত কণা
  • গ) অনাহিত কণা
  • ঘ) চার্জহীন কণা
  • সঠিক উত্তর: (খ)
    ৪২২. ফটোকপিয়ারে থাকে-
    i. ঘূর্ণায়মান ড্রাম
    ii. কার্বনের পাউডার বালি
    iii. হালকা সোনার দণ্ড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪২৩. নিরপেক্ষ স্থানকে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়?
  • ক)
  • খ) Φ
  • গ) χ
  • ঘ) ≠
  • সঠিক উত্তর: (গ)
    ৪২৪. পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কত ধরনের কণা থাকে?
  • ক) ২
  • খ) ৩
  • গ) ৪
  • ঘ) ৫
  • সঠিক উত্তর: (ক)
    ৪২৫. কোন দুইটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হল এদের মধ্যবর্তী বলের কী ঘটবে?
  • ক) দ্বিগুণ হবে
  • খ) এক চতুর্থাংশ হবে
  • গ) চারগুণ হবে
  • ঘ) অর্ধেক হবে
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৬. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তনের ক্ষেত্রে এদের মধ্যবর্তী বলের মান-
    i. দূরত্ব বৃদ্ধিতে হ্রাস পাবে
    ii. দূরত্ব বৃদ্ধিতে বৃদ্ধি পাবে
    iii. অর্ধেক দূরত্বের জন্য চারগুণ হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৭. টোনার কী?
  • ক) তরল কালি
  • খ) কালির টুকরা
  • গ) পাউডার কালি
  • ঘ) কালির বক্স
  • সঠিক উত্তর: (গ)
    ৪২৮. নিচের সূত্রগুলো লক্ষ্য করো:
    i. F=Cq1q2/d
    ii. C=Fq1q2/d2
    iii. C=Fd/q1q2
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৪২৯. একটি গোলাকার ধনাত্মক আধানে আহিত বস্তু হতে বলরেখা গুলো কত কোণে বের হবে?
  • ক) 3600
  • খ) 2700
  • গ) 1800
  • ঘ) 900
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩০. কোন বিন্দুর বিভব ধনাত্মক হলে-
    i. ধনাত্মক আধান ঐ বিন্দুর দিকে আসলে শক্তি লাভ করে
    ii. ঐ বিন্দুর দিকে ধনাত্মক আধানকে আনতে কাজ করতে হয়
    iii. ধনাত্মক ও ঐ বিন্দুর মধ্যে বিকর্ষন বল কাজ করবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    উদ্দীপকটি পড়ো নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও:
    ক্ষুদে বিজ্ঞানী ফারজানা ময়লাযুক্ত একটি প্লাস্টিকের স্কেলকে কাপড় দিয়ে পরিষ্কার করে টেবিলের উপর রাখলে। ঘরের দেওয়াল স্কেলের কাছাকাছি থাকায় স্কেলটি দেওয়ালের সাথে লেগে গেল। সে খুবই বিস্মিত হল। 
    ৪৩১. প্লাস্টিকের স্কেলটি কী ধরনের চার্জে চার্জিত হয়েছে?
  • ক) ধনাত্মক
  • খ) ঋণাত্মক
  • গ) শূন্য
  • ঘ) নিরপেক্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩২. স্কেল ও দেয়ালের মধ্যে সংঘটিত প্রক্রিয়াটি কী?
  • ক) তড়িৎবীক্ষণ
  • খ) তড়িৎক্ষরণ
  • গ) তড়িৎ আবেশ
  • ঘ) নিস্তরিতকরণ
  • সঠিক উত্তর: (গ)