২য় অধ্যায় - ৩য় পরিচ্ছেদ: ণত্ব ও ষত্ব বিধান

১. স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ এর ব্যবহার হয়েছে কোনটিতে?
ক) কারণ
খ) কাণ্ড
গ) বাণ
ঘ) রামায়ণ
সঠিক উত্তর: (গ)
২. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ হয়?
ক) কারণ
খ) ব্রাহ্মণ
গ) ভাষণ
ঘ) লবণ/বাণিজ্য
সঠিক উত্তর: (ঘ)
৩. ‘ঋ-কার’ ও ‘র’ - এর পর ব্যবহার হয় -
ক) ‘স’
খ) ‘শ’
গ) ‘ষ’
ঘ) ‘ড়’
সঠিক উত্তর: (গ)
৪. কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয় -
ক) প্রতিষেধক
খ) ঋষি
গ) আষাঢ়
ঘ) কষ্ট
সঠিক উত্তর: (গ)
৫. কোনটি স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ - এর উদাহরণ?
ক) কাষ্ঠ
খ) বিষয়
গ) কৃষক
ঘ) ষড়যন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
৬. ‘ঋ’, ‘র’, ‘ষ’ এর পরে কী হয়?
ক) ণ
খ) ন
গ) ন্ন
ঘ) ণ্য
সঠিক উত্তর: (ক)
৭. সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে -
ক) ‘ষ’ হয়
খ) ‘ষ’ হয় না
গ) ‘ণ’ হয়
ঘ) ‘ণ’ হয় না
সঠিক উত্তর: (খ)
৮. নিচের কোন ধরনের শব্দেই কেবল ‘ণ’ - পাওয়া যায়?
ক) দেশি
খ) বিদেশি
গ) তৎসম
ঘ) খাঁটি বাংলা
সঠিক উত্তর: (গ)
৯. কোন জাতীয় শব্দে ‘ষ’ - এর ব্যবহার হয় না?
ক) তৎসম
খ) বিদেশি/তদ্ভব
গ) সংস্কৃত
ঘ) বৈদিক
সঠিক উত্তর: (খ)
১০. কোন শব্দটিতে স্বভাবতই ‘ষ’ ব্যবহৃত হয়েছে?
ক) কষ্ট
খ) বর্ষা
গ) সরিষা
ঘ) কাষ্ঠ
সঠিক উত্তর: (গ)
১১. ঋ, র, ষ - এর পরে স্বরধ্বনি থাকলে পরবর্তী ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। এর উদাহরণ কোনটি?
ক) কারণ
খ) কৃপণ
গ) হরিণ
ঘ) ভীষণ
সঠিক উত্তর: (গ)
১২. স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ নয় কোনটি?
ক) রুক্সিণী
খ) বেণী
গ) পণ
ঘ) ফণী
সঠিক উত্তর: (ক)
১৩. সমাসবদ্ধ শব্দে দু পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না - এরূপ ক্ষেত্রে ‘ন’ হয় - এর উদাহরণ কোনটি?
ক) অনুষঙ্গ
খ) যতন
গ) রতন
ঘ) ত্রিনয়ন/সর্বনাম
সঠিক উত্তর: (ঘ)
১৪. কোন শব্দের বানান ষত্ব বিধান অনুসারে শুদ্ধ?
ক) ইষ্টার্ণ
খ) অগ্নিষাৎ
গ) অনুসঙ্গ
ঘ) মুমূর্ষু
সঠিক উত্তর: (ঘ)
১৫. চাণক্য মাণিক্য গণ - গণনা পিণাক পণ্য বাণ - কবিতায় মোট কয়টি শব্দ?
ক) ৪২
খ) ৪০
গ) ৫০
ঘ) ৪৫
সঠিক উত্তর: (ক)
১৬. ঝ, র, ষ - এর পরে মূর্ধন্য ‘ন’ হয়, যেমন -
ক) উষ্ণ
খ) হরিণ
গ) কৃপন
ঘ) অর্পণ
সঠিক উত্তর: (ক)
১৭. কোনগুলো ষত্ব বিধানের উদাহরণ?
ক) ত্রিনয়ন, সর্বনাম
খ) করিস, দেশি
গ) পোশাক, মাস্টার
ঘ) আষাঢ়, ঊষা
সঠিক উত্তর: (ঘ)
১৮. কোন মব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়?
ক) সমাসবদ্ধ শব্দে
খ) অব্যয়যুক্ত শব্দে
গ) সন্ধিযুক্ত শব্দে
ঘ) প্রত্যয়যুক্ত শব্দে
সঠিক উত্তর: (ক)
১৯. কোনটি স্বভাবতই ‘ণ’ এর উদাহরণ?
ক) কণিকা/লাবণ্য/গণনা
খ) হরিণ
গ) ঋণ
ঘ) রামায়ণ
সঠিক উত্তর: (ক)
২০. কোন শব্দে ‘ষ’ - এর ব্যবহার হয়?
ক) বিদেশি
খ) তদ্ভব
গ) দেশি
ঘ) তৎসম
সঠিক উত্তর: (ঘ)
২১. কোন শব্দের বানানে স্বভাবতই ‘ষ’ হয়?
ক) তৃষ্ণা
খ) দ্বেষ
গ) দৃষ্টি
ঘ) ভূষণ
সঠিক উত্তর: (ঘ)
২২. ‘ত’ বর্গীয় বর্ণের আগে কখনও - হয় না।
ক) ন
খ) ণ
গ) স
ঘ) শ
সঠিক উত্তর: (খ)
২৩. স্বভাবতই ‘ষ’ - এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
ক) মানুষ
খ) বর্ষা
গ) নষ্ট
ঘ) কৃষ্টি
সঠিক উত্তর: (ক)
২৪. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ন’ - এর ব্যবহার হয়েছে?
ক) তৃণ
খ) বর্ণ
গ) রামায়ণ
ঘ) কল্যাণ
সঠিক উত্তর: (ঘ)
২৫. কোন বানানটি অশুদ্ধ?
ক) ঘরণি
খ) সুবর্ণ
গ) অনুষঙ্গ
ঘ) ফটোষ্ট্যাট
সঠিক উত্তর: (ঘ)
২৬. ‘ই’ কারান্ত ও ‘উ’ কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে কী হয়?
ক) ‘স’ হয়
খ) ‘উ’ হয়
গ) ‘ষ’ হয়
ঘ) ‘ই’ হয়
সঠিক উত্তর: (গ)
২৭. তৎসম শব্দের বানানে ‘ণ’ এর সঠিক ব্যবহার এর নিয়মই -
ক) ষত্ব-বিধান
খ) ণত্ব-বিধান
গ) উপসর্গ
ঘ) প্রত্যয়
সঠিক উত্তর: (খ)
২৮. কোনটিতে স্বভাবতই ‘ণ’ হয়েছে?
ক) ভীষণ
খ) ভাষণ
গ) উষ্ণ
ঘ) আপণ
সঠিক উত্তর: (ঘ)
২৯. ণত্ব বিধান ও ষত্ব বিধানের নিয়মানুসারে নিচের কোন বানানটি সঠিক?
ক) ভাষণ
খ) ভাষন
গ) পুরষ্কার
ঘ) আবিস্কার
সঠিক উত্তর: (ক)
৩০. তৎসম শব্দের বানানে ‘ণ’ - এর সঠিক ব্যবহারের নিয়মই -
ক) ষত্ব বিধান
খ) ণত্ব বিধান
গ) উপসর্গ
ঘ) প্রত্যয়
সঠিক উত্তর: (খ)
৩১. ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
ক) ন
খ) ন্য
গ) ণ্য
ঘ) ণ
সঠিক উত্তর: (ঘ)
৩২. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ - এর ব্যবহার হয়েছে?
ক) তৃণ
খ) বর্ণ
গ) রামায়ণ
ঘ) পাণি
সঠিক উত্তর: (ঘ)
৩৩. ণত্ব বিধানের (নিয়মের) বাইরে ‘ণ’ - এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে?
ক) ঘন্টা, লুন্ঠন, ভান্ড
খ) তৃণ, বর্ণ, ঝর্ণা
গ) কৃপণ, রামায়ণ, ব্রাহ্মণ
ঘ) বেণু, অণু, কল্যাণ
সঠিক উত্তর: (ঘ)
৩৪. কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়। এর বাইরে কোনটি?
ক) সুষমা
খ) আষাঢ়
গ) দ্বেষ
ঘ) ভাষণ
সঠিক উত্তর: (ক)
৩৫. ‘দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, সর্বনাম’ প্রভৃতি শব্দগুলোতে মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয় নি কেন?
ক) তৎসম শব্দ বলে
খ) দেশি শব্দ বলে
গ) বিদেশি শব্দ বলে
ঘ) সমাসবদ্ধ শব্দ বলে
সঠিক উত্তর: (ঘ)
৩৬. ঋ, র, ষ - এর পর তৎসম শব্দে মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয় - এ সূত্রের বাইরের উদাহরণ কোনটি?
ক) কৃষ্ণ
খ) হরিণ
গ) বিশেষণ
ঘ) ব্যাকরণ
সঠিক উত্তর: (খ)
৩৭. সাধারণত ণত্ব ও ষত্ব বিধান কোন শব্দে ব্যবহৃত হয়?
ক) তদ্ভব শব্দে
খ) তৎসম শব্দে
গ) দেশি শব্দে
ঘ) বিদেশি শব্দে
সঠিক উত্তর: (খ)
৩৮. কোনটি স্বভাবতই ‘ণ’ - এর উদাহরণ?
ক) কণিকা/লাবণ্য/গণনা
খ) হরিণ
গ) ঋণ
ঘ) রামায়ণ
সঠিক উত্তর: (ক)
৩৯. ঋ, র, ষ - এর পরে কী হয়?
ক) ণ
খ) ন
গ) ন্ন
ঘ) ন্য
সঠিক উত্তর: (ক)
৪০. স্বভাবত ‘ষ’ - এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
ক) অনুষঙ্গ
খ) অভিষেক
গ) অনুষ্ঠান
ঘ) অভিলাষ
সঠিক উত্তর: (ঘ)
৪১. নিচের কোন শব্দটিতে ষ-ত্ব বিধানের বাইরে ‘ষ’ হয়েছে?
ক) কৃষক
খ) উৎকৃষ্ট
গ) ষটচক্র
ঘ) ভবিষ্যৎ
সঠিক উত্তর: (গ)
৪২. নিপাতনে সিদ্ধ ‘ষ’ - এর ব্যবহার হয়েছে কোনটিতে?
ক) মুমূর্ষু
খ) অনুষঙ্গ
গ) বর্ষণ
ঘ) ভূষণ
সঠিক উত্তর: (ঘ)
৪৩. কোন বানানটি ভুল?
ক) ব্রাহ্মণ
খ) পিণাক
গ) ত্রিণয়ন
ঘ) দুর্নীতি
সঠিক উত্তর: (গ)
৪৪. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) ধ্বনিতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
সঠিক উত্তর: (ক)
৪৫. কোন কোন কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে ‘স’ না হয়ে ‘ষ’ হয়?
ক) ই, উ
খ) ই, ঈ
গ) এ, ও
ঘ) আ, ই
সঠিক উত্তর: (ক)
৪৬. স্বভাবতই ‘ণ’ হয়েছে কোন শব্দটিতে?
ক) ঋণ
খ) তৃণ
গ) অর্পণ
ঘ) ভণিতা
সঠিক উত্তর: (ঘ)
৪৭. ‘ণত্ব’ বিধানের (নিয়মের) বাইরে ‘ণ’ - এর ব্যবহার হয়েছে কোন শব্দগুলোতে?
ক) ঘণ্টা, লুণ্ঠন, ভাণ্ড
খ) তৃণ, বর্ণ, ঝর্ণা
গ) কৃপণ, রামায়ণ, ব্রাহ্ণ
ঘ) বেণু, অণু, কল্যাণ
সঠিক উত্তর: (ঘ)
৪৮. ষত্ব বিধান অনুযায়ী কোন বানানটি ভুল?
ক) অনুসঙ্গী
খ) সুষম
গ) অভিশাপ
ঘ) বিষম/কৃষ্টি
সঠিক উত্তর: (ক)
৪৯. কোন দুটি বর্ণের সঙ্গে যুক্ত হলে দন্ত্য-‘স’ মূর্ধন্য ‘ষ’ হয়?
ক) ত, থ
খ) র, ষ
গ) ট, ঠ
ঘ) ড, ঢ
সঠিক উত্তর: (গ)
৫০. কতকগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়, এর উদাহরণ কোনটি?
ক) ভাষা, কর্ষণ
খ) ভাষ্য, কর্ষণ
গ) কর্ষণ, পোষণ
ঘ) ভাষা, ভাষ্য
সঠিক উত্তর: (ঘ)
৫১. কোন জাতীয় শব্দে ‘ন’ - এর ব্যবহার হয় না?
ক) তদ্ভব শব্দে
খ) তৎসম শব্দে
গ) অর্ধ-তৎসম শব্দে
ঘ) খাঁটি বাংলা ও বিদেশি শব্দে
সঠিক উত্তর: (ঘ)
৫২. স্বভাবতই ‘ষ’ এর ব্যবহার হয়েছে কোন শব্দে?
ক) বিষম
খ) বিষ
গ) সুষম
ঘ) সুষমা
সঠিক উত্তর: (খ)
৫৩. কোন জাতীয় শব্দের বানানে মূর্ধন্য ব্যবহৃত হয়?
ক) তৎসম
খ) অর্ধ-তৎসম
গ) তদ্ভব
ঘ) সব ধরনের শব্দ
সঠিক উত্তর: (ক)
৫৪. কোন শব্দটিতে স্বভাবতই ‘ণ’ এর ব্যবহার হয়েছে?
ক) ভণিতা
খ) ভীষণ
গ) মরণ
ঘ) হরিণ
সঠিক উত্তর: (ক)
৫৫. খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই?
ক) দন্ত্য ন ধ্বনি
খ) তালব্য শ ধ্বনি
গ) স্বরধ্বনি
ঘ) মূর্ধন্য ষ ধ্বনি
সঠিক উত্তর: (ঘ)
৫৬. ঋ-কার ও ‘র’ এর পর ‘ণ’ হয়। নিচের কোন শব্দে এ বিধান কার্যকর হয়েছে?
ক) অনুষঙ্গ
খ) যতন
গ) তৃণ
ঘ) ত্রি-নয়ন
সঠিক উত্তর: (গ)
৫৭. পন্ডিতগণ কোন ধরনের শব্দের বানানে ‘ষ’ এর ব্যবহার অবিকৃত রাখার পক্ষপাতী?
ক) দেশি
খ) তৎসম
গ) অর্ধ-তৎসম
ঘ) খাঁটি বাংলা
সঠিক উত্তর: (খ)
৫৮. কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?
ক) ক-বর্গীয়
খ) চ-বর্গীয়
গ) ত-বর্গীয়
ঘ) প-বর্গীয়
সঠিক উত্তর: (গ)
৫৯. ষত্ব বিধানের স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে?
ক) মানুষ
খ) বর্ষা
গ) নষ্ট
ঘ) বিষয়
সঠিক উত্তর: (ক)