26 March, 2020

চিটাগাং অপরিচিত লোকের সাথে কথোপোকথন

অপরিচিত লোকের সাথে কথোপোকথন ❁

মজায় মজায় শিখুন ও অন্যদের শিখতে আগ্রহী করুন ।
➟ হ্যালো ভাইয়া আপনি কি এই জায়গাটা চিনেন – হ্যালো ভাই অনে কি এ জাগা ইয়েন চিনন না।
➟ জি ভাই চিনি- অ/হা ভাই চিনি।
➟ না ভাই চিনি না- না ভাই ন চিনি।
➟ এটা এখান থেকে কতদূর- ইয়েন এডেততুন হদ্দুর দুরে।
➟ এই তো সামান্য কিছুর দুর পরেই জায়গাটা- এই তো সামান্য হদ্দুর পরে জাগা ইয়েন পাইবেন ।
➟ আপনি কোথায় যাবেন- অনে হডে যাইবেন।
➟ আমিও সেখানে যাব- আই ও এডে যাইয়ুম।
➟ আমি এর চেয়ে আরো যাব-আই এডেত্তুন আরো দুরে যাইয়ুম।
➟ আপনি তাহলে আমাকে একটু বলবেন জায়গাটা আসলে- অনে তইলি আরে এখখানা হইয়ুন জাগা ইয়েন আইলি ।
➟ আপনার বাড়ী কোথায়- অনের বাড়ী হডে।
➟ আমার বাড়ী………- আর বাড়ী…….
➟ আপনি কি করেন- অনে কি গরন।
➟ জব করেন না পড়ালেখা করেন- জব গরন না পরালেহা গরন।
➟ পড়ালেখা কোথায় করেন- পরালেহা হডে গরন।
➟ কোন ইয়ারে কোন সাবজেক্টে নিয়ে পড়ছেন- হন ইয়ারত হন সাবজেক্ট লই পড়তে লাইগগুন।
➟ ..ইয়ার…সাবজেক্ট- …ইয়ারত….সাবজেক্ট।
➟ জব করেন কোন জায়গাতে/কোথায়- জব গরন হন জাগাত/হডে।
➟ কয়বছর ধরে আছেন- হ বছর ধরি আছন।
➟ আপনি গাড়ি ভাড়া দিয়েন না আমি দিই- অনে গাড়ি ভাড়া ন দিওন আই দি ।
➟ না ভাই আমিই দি- না ভাই আই দি ।
➟ আপনার নাম্বারটা দেন- অনের নাম্বার গ দন ।
➟ ঠিক আছে ভাই আবার দেখা হবে- ঠিক আছে আবার দেহা অইবু ।

চিটাগাং ক্রেতা বিক্রেতা মধ্যে কথোপোকথন

ক্রেতা বিক্রেতা মধ্যে কথোপোকথন ✤

মজায় মজায় শিখুন ও অন্যদের শিখতে আগ্রহী করুন ।
¤ ভাই জিনিসটার দাম কত?- ভাই জিনিস ইবের দাম হত? ।
¤ ৫০০ টাকা- ৫০০ টিয়া ।
¤ কাপড়টার দাম কত,মোবাইলটার দাম কত?- হর ইবের দাম হত, মোবাইল ইবের দাম হত?
¤ জিনিসটা কি একদাম নাকি কিছু বলা যাবে?- জিনিস ইবে কি একদাম নাকি কিছু হন যায়বু ।
¤ না জিনিসটা একদাম না আপনি কিছু বলতে পারবেন – না ইবে একদাম ন অনে কিছু হইতারিবেন ।
¤ লাস্ট কত হলে পারবেন আমার জিনিসটা পছ্ন্দ হয়েছে- লাস্ট হত অইলি পারিবেন আর জিনিসগান পছন্দ অয়ই ।
¤ না ভাই পারব না পারলে দিয়ে দিতাম- না ভাই ন পাইরজুম পারইলি দি দিতাম ।
¤ ভাই ….বইটা কি আছে?- …বই ইবে আছেনা ভাই ।
¤ বই এটা কি কোথাও পাওয়া যাবে- ভাই বই ইবে কি হন মিক্কে পা যায়বু না ।
¤ ভাই আপনি ঐ দোখানটাতে দেখতে পারেন ওটাতে থাকতে পারে/ওটাতে পাবেন মনে হয়- ভাই অনে দোয়ান ইয়েনত চাইত তারন ইয়েনত তাইত তারে/ইয়েনত পাইবেন মনয়।

চিটাগাং বন্ধুদের মধ্যে কথোপোকথন

বন্ধুদের মধ্যে কথোপোকথন ✍

মজায় মজায় শিখুন ও অন্যদের শিখতে আগ্রহী করুন ।
◈ *** সাধারণ কথোপকথন: ☂
◈ তুই কালকে আমার সাথে দেখা কর -- তুই হালিয়ে আর লগে দেখা গর ।
◈ কি জন্য কোন কাজে -- কির লেই কি হাজে ।
◈ তুই আগে আই তারপর বলি -- তুই আগে আই তারপর হয়ুম।
◈ দোস্ত আমারতো কালকে কাজ আছে -- দোস্ত আর ত হালিয়ে হাজ আছে ।
◈ তোর এত কি কাজ যে তুই আমার সাথে দেখা করতি পারবিনা -- তুর এত কি হাজ যে তুই আর লগে দেহা গরিত ন পারিবি ।
◈ আমি এত কিছু বুঝিনা তুই কালকে অবশ্যই আমার সাথে দেখা করবি -- আই এতকিছু নবুঝি তুই অবশ্যই হালিয়ে আর লগে দেহা গরিবি।
◈ ঠিক আছে আমি কাজটাজ সেরে তোর সাথে দেখা করতে আসব -- ঠিক আছে আই হাজ টাজ সারি তুর লগে দেহা গরতাইম আইসসুম।
◈ অন্য প্রসংঙ্গ:-- ☎
◈ দোস্ত পড়ালেখা কেমন চলে -- দোস্ত পরালেহা কেন চলের ।
◈ তুইকি কাল প্রাইভেটে যাবি?-- তুই হালিয়ে প্রাইভেটত যাবিনি? ।
◈ না আমি যাব না -- না আই যাইতান্ন ।
◈ ওর(রহিমের)সাথে কি তোর দেখা হয়েছে -- ইতের(রহিমের) লগে তুর দেহা অয়--ই না ।
◈ না দেখা হয় নাই -- না দেহা ন অ ।
◈ ওর সাথে দেখা হলে বলিস আমার সাথে দেখা করতে -- ইতের লগে দেহা অইলি হইস আর লগে দেহা গইরতু ।
◈ ঠিক আছে বলব -- ঠিক আছে হয়ুম ।
◈ দোস্ত তোরে খুব মিস করতেছি তুই একদিন আমার সাথে দেখা কর -- দোস্ত তোর খুব মিস গরির তু্ই একদিন সময় গরি আর--ল দেহা গর ।
◈ তুই কি এখন জব খোজছিস?-- তুই কি এহন জব তোঅর/খোজর না?।
◈ না তুই কি জব/চাকরি করবি? -- তুই কি জব/চরি গরিবি?।
◈ এখনও বলতে পারছি না ভাল পেলে করব -- এহন ও হইত ন পারি ভালা অইলি গইরজুম ।
◈ দোস্ত তুই আজকে কলেজে আসবি?-- দোস্ত তুই আজিএ হলেজত আবিনা?
◈ না আজকে আমি আসব না -- না আজিএ আই আইসতান্ন।
◈ হ্যাঁ আমি আসব -- এ আই আইস্সুম।
◈ আজকে কোন কোন সাবজেক্টের ক্লাস আছে বলতে পারিস? -- আজি হন হন সাবজেক্টের ক্লাস আছে হইত তারসনা?
◈ না বলতে পারিনা – না হইত ন পারি।
◈ তুই কয়টা বাজে আসবি কলেজে-- তুই হটা বাজে কলেজত আবি।
◈ তুই বাসা থেকে বের হলে আমাকে কল করিস -- তুই বাসাত্তুন বের অইলি আরে কল দিস।
◈ তু্ই আজকে ক্লাস সব করবি?-- তুই আজিএ ক্লাস বেগ্গুন গরিবি না?
◈ হাঁ করব -- এ গইরজুম।
◈ আচ্ছা তুর ওর কথা মনে আছে -- আইচ্ছে তুর ইতের হতা মনে আছেনা?
◈ হাঁ আছে – এ আছে ত।
◈ ওর কি অবস্থা এখন -- ইতের এহন কি অবস্থা ।
◈ ও এখন কি করে -- ইতে এহন কি গরে ।
◈ ও তো এখন জব করে ঢাকায় -- ইতে এহন জব গরে ঢাকাত।
◈ ও এখন কিছু করে না -- ইতে এহন কিছু নগরে ।
◈ ও এখন বিএসসি করছে -- ইতে এহন বিএসি গরের।
◈ আচ্ছা দোস্ত তুই কি কক্সবাজার গিয়ে ছিলি?-- আইচ্ছে দোস্ত তুই কি কক্সবাজার গেলিনা?
◈ হাঁ গিয়েছিলাম ওখানে অনেক মজা করেছি-- এ গেলাম ত এডে বহুত মজা গইরজি।
◈ তুই যাস নাই কেন-- তুন ন যচ হা ।
◈ আমার বাসাই একটু সমস্যা হয়েছিল -- আর বাসাত এক্কানা সম্যাসা অইল ।
◈ আমার বাসাতে মেহমান আসছিল ঐজন্য আসতে পারিনি -- আর বাসাত মেমান আইচ্ছিল এতাল্লাই আইত ন পারি ।
◈ তুই সময় পেলে আমার সাথে দেখা করিস -- তুই সময় পাইলি আর লগে দেহা গরিছ।

চিটাগাং পরিবারবর্গের মধ্যে কথোপোকথন

পরিবারবর্গের মধ্যে কথোপোকথন ✍

মজায় মজায় শিখুন ও অন্যদের শিখতে আগ্রহী করুন ।
✪ তুই এতদেরি করে ঘুমাচ্ছিস কেন/তুমি এত দেরি করে ঘুমাচ্ছ কেন-- তুই এত দেরি গরি ঘুম যরকা/তুয়ই এত দেরি গরি ঘুম যাইতে লাইগগুকা ।
✪ এই তাড়াতাড়ি ঘুম থেকে উট এতক্ষণ ঘুমাতে হয়-- এই তারাতারি ঘুমেত্তুন উট এতক্ষন গুমযন পরেনা ।
✪ ফ্রেস হয়ে নাস্তা করে নাও-- মুখটুক দুই নাস্তা গরি ল ।
✪ আজকে কলেজে যাবি না/যাবা না-- আজিএ কলেজত যাতিনি/যায়তা ন।
✪ না আজকে যাবনা-- না আজিএ যায়তান্ন।
✪ তুর/তোমার কলেজ কয়টা থেকে কয়টা পর্যন্ত-- তুর/তোয়ার কলেজ হটাত্তুন হটা পর্যন্ত।
✪ কলেজে না গেলে পড়তে বস-- কলেজত ন যাইলি পরতি ব ।
✪ তাহলে এক কাজ কর বাজারে যাও কিছু বাজার করে নিয়ে আস-- তইলি এককাজ গর বাজারত যা কিছু বাজারসাজার গরি আই।
✪ বাজারে গিয়ে কি কি আনবা/আনবেন – বাজারত যাই কি কি আনিভি/আনিবেন।
✪ সসিন্ধা, বরবটি, পেয়াজ, পেপে, চিংরি মাছ ও কইমাছ আর যা যা পাও/পান নিয়ে আসবা/আনবেন-- হইড়ে, লইব্বেছই, হইয়ে,ইচে মাছ(বড় চিংরিকে চোয়াইচে বলে) ও হয়মাছ আর যা যা পছ/পান লই আবি/আনিবেন 

চিটাগাং ভাষা, সাধারন কথোপকথন

সাধারন কথোপকথন 

✪ আমি খাই -- আই হাই
✪ আমি যাই -- আই যাই
✪ আমি খেলি -- আই খেলি
✪ আমি পড়ি -- আই ফড়ি
✪ আমি খাবো -- আই হাইয়ুম
✪ আমি পড়বো -- আই ফৈরজুম
✪ আমি স্কুলে যাবো -- আই স্কুলোত যাইয়ুম
✪ আমি ভাত খাবোনা -- আই ভাত হাইতম্ন
✪ তুমি কি করো -- তুয়ায় কিত্তালাখগু দে
✪ আমি খেলা করি -- আই খেলা হাই
✪ কেমন আছো -- কেন আছো
✪ কেমন আছেন -- কেন আছন
✪ তুমি ভাত খেয়েছো -- তুয়াই ভাত হাইউনা
✪ কি খবর তোমার -- কি হবর তুয়ার
✪ আশা করি ভালো আছো -- আশা করি ভালো আছো
✪ তুমাদের বাড়ি কই -- তুয়ারও বাড়ি হন্ডে
✪ সকালে কয়টাই উঠেছো -- ফজরত হটা বাজে উইট্টু
✪ কি করো সবাই -- বিআগ্গুন কিত্তালাগ্গু
✪ তুমি কোন স্কুলে পড়ো -- তুঁই হন স্কুলত পরোদে
✪ আমাদের বাড়ি চট্টগ্রাম -- আঁর বাড়ি সট্টগ্রামত
✪ তুমি কোথায় যাও -- তুঁই হোন্ডা যাইবে
✪ আমি রিক্সা করে আসবো -- আই রিক্সাত গড়ি আইস্সুম
✪ তোমার নাম কি -- তুয়ার নাম কি?
✪ আমার নাম সৈকত -- আঁর নাম সৈকত
✪ তুমার বয়স কত -- তুয়ার বয়স হতো?
✪ তুমি কি করো -- তুঁই কি গরো?
✪ তুমি কোথায় থাকো -- তুঁই থাহো হন্ডে?
✪ চলো বেড়াতে যাই -- সলো গুড়ি আই/সলো বেড়াই আই
✪ তুমি ঐদিক দিয়ে যাও -- তুঁই অনদি যো
✪ চলো ছাদে যাই -- সলো সাদূরুত উডি
✪ আমি বই পড়ি -- আই বই ফরি
✪ তোমার বাবার নাম কি -- তুয়ার আব্বুর নাম কি?
✪ তোমাকে অনেক কথা বলার ছিল -- তুয়ারে বৌত হথা হইবার আসিল
✪ তোমার জন্য মন কাঁদে -- তুয়ার লাই ফেট ফুরের
✪ তোমরা কখন আসবে -- তুয়ারা হত্তে আইবে?
✪ আমরা আসবো -- আরা আইস্সুম
✪ আমি আজকে যাবো -- আই আজিয়ে যাইয়ুম
✪ ভালো থেকো -- ভালা থাইক্কু
✪ আমি তোমাদের বাড়ি যাবো -- আই তোয়ার বাড়ীত যাইয়ুম
✪ কালকে সকালে আসিও -- হালিয়ে সকালে আইস্সু
✪ আমি খেলতে যাবো -- আই খেলা হাইতু যাইয়ুম
✪ কোথায় যাচ্ছ তুমি?-- হন্ডে য'দ্দে?
✪ তুমি কোথায়?-- কিরে হডো তুই হডে?
✪ আমার শার্টটা খুঁজে পাচ্ছি না!-- আঁর শার্ট ইবে তোয়াই ন পাইয়র তো!
✪ পারব না বলেছি তো! -- ফাইত্তানো হইদি ন না
✪ তুই দাঁড়া আমি আসতেছি -- তুই থিঁয়াসুনা আই আইর তো
✪ আমার কাছে তোমার এই নাটক ভালো লাগছে না -- আঁরতুন তুয়ার নাট্যমি এগিন ফুয়াদ ন লার
✪ ভালো আছ রিমি? --গম আছো ন রিমি?
✪ আমার সঙ্গে কথা বলিও না তো -- আঁর লয় ন মাইত্তো চাই এক্কানা
✪ তোমার কথা শুনে আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে -- তোঁয়ার হথা উনিবের পর আঁর রিদয় টুরো টুরো অয় গেয়ি্য
✪ তুমি কি পাগল? -- ফঅল পাল্লার?
✪ তুমি কি ব্যথা পেয়েছ? -- ওডা তুই দুক পাইয়ুস যে না?
✪ হাসতেছো কেন? -- এরাদ্দোও কিল্লাই
✪ গরমে তো আমি সেদ্ধ হয়ে যাচ্ছি -- গরমে ত আঁই ইজি যাইর
✪ একটুও কি ভালোবাসতে পার না আমাকে? --এক্কানা গরি ভালোবাসা দিত ন পাইত্তো লাইগগোদে না
✪ আসিফ তো আমার বন্ধু। -- আসিফে তো আঁর ওয়াইরজ্জে।
✪ আমি একটু একটু বুঝি -- আঁই এক্কানা এক্কানা বুজির
✪ মনে মনে কী বলছ? -- ভের ভের কা গরোর?
✪ আমার বমি বমি লাগছে -- আঁর তো উন্নিশে উন্নিশে লাগের
✪ আমি রাগ করেছি -- আঁই গোসসা গইজ্জি
✪ আমার ভালো লাগছে না --আঁত্তে গম ন লা'র
✪ এখানে আসো -- ইক্কা আছ না
 ***২য় ধাপ: সাধারণ কথোপকথন……
✪ কিরে কি অবস্থা কেমন আছিস অথবা কেমন আছেন(বড়দের ক্ষেত্রে)- কিরে কি অবস্থা কেন আচচ অথবা কেন আচন(বড়দের ক্ষেত্রে)।
✪ ভাল আছস/ভাল আছেন-  ভালা আচচনি/ভালা আচন্নি।
✪ হাঁ ভাল আছি আপনি/তুই ভাল আছেন/আছিস-  জি/অ ভালা আছি অনে/তুই ভালা আচন/আচচ না?
✪ না ভাল নাই অসুস্থ গায়ে জ্বর-  না ভালা নাই অসুখ গাজ্জর ।
✪ এখন আপনারা/তোমরা/তোরা কোথায় যাবেন/যাবা/যাবি-  এহন অনেরা/তোয়ারা/তোরা হডে যাইবেন/যাইবে/যাবি ।
✪ তাহলে আমিও আপনাদের/তোমাদের/তোদের সাথে যাব-  তইলি আইও অনেরার ল/ তোয়ারার ল/তোরার ল যাইয়ুম অথবা তইলি আইও অনেরার লগে/ তোয়ারার লগে/তোরার লগে যাইয়ুম।
✪ কেন? আপনাকে/তোমাকে/তোকে যেতে হবে না-  কিয়া? অনেততুন/তোয়ারতুন/তুরতুন যন পইরতুনু ।
✪ কেন আমাকে নিয়ে গেলে কোন সমস্যা-  কিয়া আরে লইগেলি হন সমস্যা?
✪ না তুমি যেওনা ওখানে তোমার ওখানে কোন কাজ নেই-  না তুই ন যাইছ এড়ে তোর এড়ে হন হাজ নাই।
✪ আর আরেকটা কথা তুমি সেখানে গেলে আমাদের সমস্যা হবে-  আর আরেককান হতা তুই এড়ে যাইলি আরার সমস্যা অইবু ।
✪ ঠিক আছে আমি যাবনা তাহলে আপনারা/তোমরা/তোরা যান/যাও/যা-  ঠিক আছে আই যাইতান্ন তইলি অনেরা/তোয়ারা/তোরা যন/য/যা ।
✪ আপনি/তুমি/তুই কি রাগ করেছেন/করেছ/করেছিস-  অনে/তুয়ই/তুই কি রাগ/গুস্সা গরজুইন/গরজু/গরজুস/অয়ুছ না?
✪ কার সাথে-  হার লগে ।
✪ আমার সাথে-  আর লগে ।
✪ আপনার/তোমার/তুর সাথে-  অনের/তোয়ার/তুর লগে ।

বন্ধুত্বের উক্তি

  • বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে --প্লেটো

  • বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে --উইড্রো উইলসন

  • নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু --জ্যাক দেলিল

  • যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না --মাদার তেরেসা

  • অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো --হেলেন কেলার

  • যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন --জীবনানন্দ দাশ

  • ছেলেবেলার বন্ধুরা মেয়েদের ভালোবাসার মতই কোথায় যেন হারিয়ে যায়। ভাবতে অবাক লাগে একেক সময়। মনে হয় যে, বুঝি একরকম ভালোই। তাদের নির্মেদ দেহ আর নির্মেঘ মন নিয়ে কৈশোরের নিবিড় মাধুর্যে মিশিয়ে নিটোল মুক্তোর মতই চিরদিনের স্মৃতির মধ্যে অক্ষয় থেকে যায় তারা - পরে যে কখনও আর ফিরে দেখা দেয় না তাতে জীবনের মতই সুমধুর থাকে, পলে পলে দন্ডে দন্ডে অবক্ষয়ে টাল খায় না, ক্ষয় পায় না। --শিবরাম চক্রবর্তী

  • বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়। --শিবরাম চক্রবর্তী

  • কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না --উইলিয়াম শেক্সপিয়র

  • কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না --সিসেরো

  • গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • দু'টি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব --এরিস্টটল

  • প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব --এমারসন

  • বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো। --নিটসে

  • আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে মোরে ভরালে গো বন্ধু --গৌরী প্রসন্ন মজুমদার

  • আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না --উইলিয়াম শেক্সপিয়র

  • একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে --অস্কার ওয়াইল্ড

  • আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব --অ্যালবার্ট আইনস্টাইন

  • বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো। --সক্রেটিস

  • বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে। --স্যামুয়েল জনস্টন

  • সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে --জর্জ ওয়াশিংটন

  • বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা--লর্ড

  • আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়?--হেনরি ডেভিড থিওরো

  • কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে--রবার্ট লুই স্টিভেন্স

  • বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো।--নিটসে

  • গোপনীয়তা রক্ষা না করে চললে, বন্ধুত্ব টিকে না --চার্লস হেনরি ওয়েব

  • আহ্, কী ভালোই না লাগে - পুরনো বন্ধুর হাত--মেরি এঙলেবাইট

  • বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে--প্লেটো

  • আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি! থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে!--কাজী নজরুল ইসলাম

  • তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে!--কাজী নজরুল ইসলাম

  • ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে!--কাজী নজরুল ইসলাম

  • প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।--এরিস্টটল

  • শত্রুকে যদি একবার ভয় কর তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও, কারণ বন্ধু যদি কোনোসময় শত্রু হয় তখন তার কবল হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না --ইবনুল ফুরাত

  • যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুষমন সে জন--হযরত ওমর ফারুক (রাঃ)

  • তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি চাও, তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে, তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে--নেলসন ম্যান্ডেলা

  • আগন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া--শেখ সাদি

  • বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর।--এরিস্টটল

  • দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই

  • বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে--প্লেটো

  • নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু--জ্যাক দেলিল

  • অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো--হেলেন কেলার

  • যদি থাকে বন্ধুর মন গাং পাড় হইতে কতক্ষন-- জীবনানন্দ দাশ

  • বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়। --শিবরাম চক্রবর্তী

  • মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু --হযরত আলী (রাঃ)

  • কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না--সিসেরো

  • যে আমার দোষ দেখে অনুগ্রহ করে তা আমাকে জানায় তাঁর প্রতি আল্লাহর করুণা অশেষ ধারায় বর্ষিত হোক -- হযরত ওমর ফারুক (রাঃ)

  • আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না --চার্লি চ্যাপলিন

  • গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো। --নিটসে

  • আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে মোরে ভরালে গো বন্ধু --গৌরী প্রসন্ন মজুমদার

  • আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না --উইলিয়াম শেক্সপিয়র

  • একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে --অস্কার ওয়াইল্ড

  • আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব --অ্যালবার্ট আইনস্টাইন

  • আমার বন্ধুরা আমার সাম্রাজ্য--এমিলি ডিকেনসন

  • সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো--মার্টিন লুথার কিং

  • বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।--সক্রেটিস

  • বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।--স্যামুয়েল জনস্টন

  • আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়?--হেনরি ডেভিড থিওরো

  • একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান --ইউরিপিদিস

  • কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে--রবার্ট লুই স্টিভেন্স

  • বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো।--নিটসে

  • আহ্, কী ভালোই না লাগে - পুরনো বন্ধুর হাত --মেরি এঙলেবাইট

  • একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান-- এ পি জে আব্দুল কালাম

  • সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু-- জর্জ হা

  • বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে-- প্লেটো

  • উত্তর থেকে আইছিলো চান্দের ওই বুড়ি , দক্ষিণ থেকে আইছিলো হাওয়ায় উড়া শাড়ি , তোমার সাথে বন্ধু হবে নাকো আড়ি--পথের দল

  • পুলিশ আপনার বন্ধু, নিরাপত্তার যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিন-- বাংলাদেশ পুলিশ


কষ্টের উক্তি

  • সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। --হুমায়ূন আহমেদ

  • ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যাতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না। --হুমায়ূন আজাদ

  • হাসি সবসময় সুখের কারণ বুঝায় না মাঝে মাঝে এটা ও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। --হুমায়ূন আহমেদ

  • একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিস্কার করেছে তার মধ্যে মারাত্নক অস্ত্র স্ত্রীর ঘ্যনর ঘ্যানর। --ডেল ক্যার্নেগি

  • মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার। --পিথাগোরাস

  • বলির পাঠারা সব সময়েই ধারন করেছে মানুষের অত্যাচার, দুর্নীতি আর কষ্ট করবার হিংস্র প্রবণতাকে মুক্তি দেয়ার রহস্যময় ক্ষমতা। --মারিয়াক

  • দুঃখমুক্ত জীবন যাপনের ইচ্ছা না থাকলে যা ঘটতে যাচ্ছে তাকে ঘটেই গেছে বলে মনে করতে হবে। --এপিকটেটাস

  • বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেইরকম নৈতিক গুনাবলীর সার্থকতা শান্তি লাভে। চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা। --আল ফারাবি

  • আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। --উইলিয়াম শেক্সপিয়র

  • মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। --হুমায়ূন আহমেদ

  • যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা। -- রেদোয়ান মাসুদ

  • পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী ভালবাস সেই তোমার দু:খের কারন হবে। --সমরেশ মজুমদার

  • চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? --কৃষ্ণচন্দ্র মজুমদার

  • চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিতবেদন বুঝিতে পারে। কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে কভূ আশীবিষে দংশেনি যারে। --কৃষ্ণচন্দ্র মজুমদার

  • যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম। --কৃষ্ণচন্দ্র মজুমদার

  • আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়। --সুনীল গঙ্গোপাধ্যায়

  • আমার শৈশবটা কেটে গেছে দুঃখমেশানো আনন্দে-আনন্দে। যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি, একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। --হুমায়ূন আহমেদ

  • জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা। --জর্জ বার্নার্ড শ

  • আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে। --চার্লি চ্যাপলিন

  • পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। একজন কেউ চরম আনন্দ পেলে, অন্য জনকে চরম দুঃখ পেতে হবে। --হুমায়ূন আহমেদ

  • গল্প উপন্যাসের নায়ক-নায়িকাদের সুখ-দুঃখে যারা কাতর, তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়। --হুমায়ূন আহমেদ

  • যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট! --হুমায়ূন আহমেদ

  • সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। --বারট্রান্ড রাসেল

  • আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। --গৌরী প্রসন্ন মজুমদার

  • এতোটা নিশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি.... আরো কতো শব্দহীন হাঁটবে তুমি, আরো কতো নিভৃত চরনে আমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না! --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা। --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে! --কৃষ্ণচন্দ্র মজুমদার

  • দেখি তথা এক জন, পদ নাহি তার, অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার, পরের অভাব মনে করিলে চিন্তন নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ? --কৃষ্ণচন্দ্র মজুমদার

  • আজ কেন তোমা হেরি দীনা ক্ষীণা অতি? --কৃষ্ণচন্দ্র মজুমদার

  • প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মাণ, ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া। --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • আমার কিছু কথা ছিলো কিছু দুঃখ ছিলো আমার কিছু তুমি ছিলো তোমার কাছে। --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? --মহাদেব সাহা

  • চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে। --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে ওঠি জীবন, ফুরালো নাকি! এমনি করে সবাই যাবে, যেতে হবে। --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম। --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মত অনুসরন করে। --গৌতম বুদ্ধ

  • আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে। --গৌতম বুদ্ধ

  • যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। --লোকনাথ ব্রহ্মচারী

  • সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না। কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। -- রেদোয়ান মাসুদ

  • মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। --হুমায়ূন আহমেদ

  • যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা। --রেদোয়ান মাসুদ

  • যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম। --কৃষ্ণচন্দ্র মজুমদার

  • বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না। --হুমায়ূন আহমেদ

  • আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়। --সুনীল গঙ্গোপাধ্যায়

  • জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। --হুমায়ূন আহমেদ

  • যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট! --হুমায়ূন আহমেদ

  • আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে। --গৌরী প্রসন্ন মজুমদার

  • এতোটা নিশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি.... আরো কতো শব্দহীন হাঁটবে তুমি, আরো কতো নিভৃত চরনে আমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না! --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা। --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে! --কৃষ্ণচন্দ্র মজুমদার

  • দেখি তথা এক জন, পদ নাহি তার, অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার, পরের অভাব মনে করিলে চিন্তন নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ? --কৃষ্ণচন্দ্র মজুমদার

  • কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! --হেলাল হাফিজ

  • লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট ‘মালটি-কালার’ কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট। --হেলাল হাফিজ

  • ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট। --হেলাল হাফিজ

  • আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মত ক’জনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট। --হেলাল হাফিজ

  • নরম কাঁদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন, তা আর গলে না বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না। --টার্মস টমাস

  • পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি, পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা রেখেছে দখল করে আশৈশব আমার একালা, আমি কতো একা, কতোখানি ক্ষত আর ক্ষতি নিয়ে বেদনার অনুকূলে প্রবাহিত আমার জীবন। --হেলাল হাফিজ

  • প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মাণ, ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া। --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? --মহাদেব সাহা

  • এই শূন্য ঘরে, এই নির্বসনে কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস্ত কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই, শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি। --মহাদেব সাহা

  • টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে একশেষ; কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙ্গা চেয়ারে একা বসে আছি। এ কী শাস্তি তুমি আমাকে দিচ্ছো ঈশর, এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা। --মহাদেব সাহা

  • আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই, মন ভালো নেই; তোমার আসার কথা ছিলো, তোমার যাওয়ার কথা ছিলো - আসা-যাওয়ার পথের ধারে ফুল ফোটানোর কথা ছিলো সেসব কিছুই হলো না, কিছুই হলো না; আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অশ্রুপাত শুধু হাহাকার শুধু শূন্যতা, শূন্যতা। --মহাদেব সাহা

  • তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেলো, সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না - আজ সারাদিন বিষাদপর্ব,সারাদিন তুষারপাত... মন ভালো নেই, মন ভালো নেই। --মহাদেব সাহা

  • চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে। --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে ওঠি জীবন, ফুরালো নাকি! এমনি করে সবাই যাবে, যেতে হবে। -- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম --রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  • স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,- জাগবে হঠাৎ চমকে! ভাববে বুঝি আমিই এসে ব’সনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা! মিথ্যা স্বপন! বেদনাতে চোখ বুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, ব’লবে সবাই-“ সেই যে পথিক তার শেখানো গান না?’’ আসবে ভেঙে কান্না! প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প’ড়বে মনে অনেক ফাঁকি অশ্র”-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ- কাঁদবে কুটীর-অঙ্গন! শিউলি ঢাকা মোর সমাধি প’ড়বে মনে, উঠবে কাঁদি’! বুকের মালা ক’রবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে। --কাজী নজরুল ইসলাম

  • ছবি আমার বুকে বেধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাশ চিরি সেদিন আমায় খুজবে বুঝবে সেদিন বুঝবে। --কাজী নজরুল ইসলাম

  • স্বপন ভেঙ্গে নিশুত রাতে, জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোয়ায় উঠবে ও-বুক ছমকে- জাগবে হঠাৎ ছমকে, ভাববে বুঝি আমিই এসে বসনু বুকের কোলটি ঘেষে ধরতে গিয়ে দেখবে যখন শুন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুজবে- বুঝবে সেদিন বুঝবে। --কাজী নজরুল ইসলাম

  • গাইতে গিয়ে কন্ঠ ছিড়ে আসবে যখন কান্না বলবে সবাই- সেই যে পথিক তার শোনানো গান না?- আসবে ভেঙ্গে কান্না, পড়বে মন আমার সোহাগ কন্ঠে তোমার কাদবে বেহাগ পড়বে মনে আমার ফাকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। --কাজী নজরুল ইসলাম

  • আবার যেদিন শিউলী ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাথতে মালা, কাপবে তোমারকঙ্কণ কাদবে কুটির অঙ্গন, শিউলী ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাদি বুকের জ্বালা করবে মালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে। --কাজী নজরুল ইসলাম

  • আবার গাঙ্গে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরী রঙ্গে, পড়বে মনে সে কোন রাতে এক তরীতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে। --কাজী নজরুল ইসলাম

  • আসবে ঝড়ি, নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকেক্রন্দন টুটবে যবে বন্ধন, পড়বে মনে নেই সে সাথে বাধতে বুকে দুঃখ রাতে- আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোওয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে। --কাজী নজরুল ইসলাম


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...