১. উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সেমি. হলে ফোকাস দূরত্ব কত?
  • ক) 10cm
  • খ) 7cm
  • গ) 3.5cm
  • ঘ) 28cm
  • সঠিক উত্তর: (খ)
    ২. উত্তল দর্পণ আলোক রশ্মিকে কী করে?
  • ক) অভিসারী করে
  • খ) বিস্তৃত করে
  • গ) অপসারী করে
  • ঘ) অবমিত করে
  • সঠিক উত্তর: (গ)
    ৩. অবাস্তব বিম্ব-
    i. চোখে দেখা যায়
    ii. পর্দায় ফেলা যায়
    iii. অবতল ও উত্তল দর্পণে উৎপন্ন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪. বিম্বের আকার নির্ভর করে- i. দর্পণের উপর ii. বস্তুর অবস্থানের উপর iii. লেন্সের ধরনের উপর নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫. ভাল সমতল দর্পণের বৈশিষ্ট্য-
    i. দর্পণের পুরুত্ব কম এবং সুষম হতে হবে
    ii. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে
    iii. দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬. দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন?
  • ক) সমতল দর্পণ
  • খ) অপসারী দপর্ণ
  • গ) উত্তল দর্পণ
  • ঘ) অবতল দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭. দীপ্তিহীন বস্তু-
    i. অন্ধকারে বিড়ালের চোখ
    ii. আলোকিত সিনেমার পর্দা
    iii. টেবিল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) iii
  • গ) ii
  • ঘ) i ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৮. সমতল দর্পণে 10cm উচ্চতাবিশিষ্ট লক্ষ্যবস্তুর পূর্ণ বিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে কত হওয়া প্রয়োজন?
  • ক) 20cm
  • খ) 15cm
  • গ) 10cm
  • ঘ) 5cm
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯. উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অবাস্তব এবং আকার লক্ষ্যবস্তুর-
  • ক) সমান
  • খ) বিবর্ধিত
  • গ) খর্বিত
  • ঘ) উপরের সব কয়টি
  • সঠিক উত্তর: (গ)
    ১০. দর্পণ হিসেবে কাজ করে-
    i. অমসৃণ বরফ
    ii. পারা লাগানো কাচ
    iii. পরিষ্কার পারদ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১১. একটি কাচের ফাপা গোলকের খানিকটা অংশ কেটে নিয়ে যদি তার এক পৃষ্ঠে পারা লাগানো হয়, তবে তাতে কী তৈরি হয়?
  • ক) সমতল দর্পণ
  • খ) প্রতিবিম্ব
  • গ) থার্মোকাপল
  • ঘ) গোলীয় দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২. আলোক বাধাপ্রাপ্ত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনা কোনটি?
  • ক) প্রতিসরণ
  • খ) প্রতিফলন
  • গ) অপবর্তন
  • ঘ) বিচ্ছুরণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৩. কোন বিন্দুতে বস্তু রাখলে রৈখিক বিবর্ধন 1 হবে?
  • ক) C
  • খ) F
  • গ) L
  • ঘ) 2F
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪. সরল পেরিস্কোপ তৈরিতে কোন প্রকারের দর্পণ ব্যবহৃত হয়?
  • ক) উত্তল দর্পণ
  • খ) অবতল দর্পণ
  • গ) গোলীয় দর্পণ
  • ঘ) সমতল দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫. সরল পেরিস্কোপে দর্পণকে কত ডিগ্রী কোণ করে রাখতে হয়?
  • ক) 900
  • খ) 450
  • গ) 300
  • ঘ) 600
  • সঠিক উত্তর: (খ)
    ১৬. জ্যামিতিক উপায়ে কোনো সরল বিস্তৃত বস্তুর বিশ্বের অবস্থান নির্ণয়ের জন্য বস্তুটির কী করতে হয়?
  • ক) সর্বোচ্চ বিন্দুর বিম্ব অঙ্কন করা হয়
  • খ) সর্বনিম্ন বিন্দুর বিম্ব অঙ্কন করা হয়
  • গ) সকল বিন্দুর বিম্ব অঙ্কন করা হয়
  • ঘ) সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুদ্বয়ের বিম্ব অঙ্কন করা হয়
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. নিচের তথ্যসমূহ লক্ষ্য কর:
    i. আলোর ব্যতিচার ও সমবর্তন ঘটে
    ii. আলো সর্বদা তরঙ্গের ন্যায় আচরণ করে না
    iii. সকল তলে আলোর সুষম প্রতিফলন ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮. কাচের উপর প্রলেপ লাগানোকে বলে-
    i. পারা লাগানো
    ii. সিলভারিং
    iii. সেন্টারিং
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯. একটি বস্তুর দৈর্ঘ্য 0.3m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধণ 0.2 হলে, বিম্বের দৈর্ঘ্য কত?
  • ক) 0.6m
  • খ) 0.06m
  • গ) 6m
  • ঘ) 60m
  • সঠিক উত্তর: (খ)
    ২০. বিপজ্জনক বাঁকে কত কোণে সমতল দর্পণ বসানো হয়?
  • ক) 500
  • খ) 450
  • গ) 300
  • ঘ) 150
  • সঠিক উত্তর: (খ)
    ২১. দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণকে দাঁতের বেশ নিকটে ধরা হলে দর্পণে দাঁতের একটি-
    i. অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়
    ii. বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়
    iii. অবাস্তব ও খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২২. কোন রঙের তল সব রঙের আলো প্রতিফলিত করে?
  • ক) সাদা
  • খ) লাল
  • গ) সবুজ
  • ঘ) হলুদ
  • সঠিক উত্তর: (ক)
    ২৩. সমতল দর্পণের রৈখিক বিবর্ধন কত?
  • ক) 0
  • খ) 1/2
  • গ) 1
  • ঘ) 2
  • সঠিক উত্তর: (গ)
    ২৪. বিবর্ধন m হলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হবে-
    i. m=-1
    ii. m=1
    iii. m>1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৫. যে মসৃণ সমতল পৃষ্ঠ হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
  • ক) বাস্তব প্রতিবিম্ব
  • খ) অবাস্তব প্রতিবিম্ব
  • গ) সমতল দর্পণ
  • ঘ) গোলীয় দর্পণ
  • সঠিক উত্তর: (গ)
    ২৬. জ্যামিতিক উপায়ে কোনো সরল বিস্তৃত বস্তুর বিম্বের অবস্থান নির্ণয়ের জন্য বস্তুটির কী করতে হয়?
  • ক) সর্বোচ্চ বিন্দুর বিম্ব অংকন করা হয়
  • খ) সর্বনিম্ন বিন্দুর বিম্ব অংকন করা হয়
  • গ) সকল বিন্দুর বিম্ব অংকন করা হয়
  • ঘ) সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুরদ্বয়ের বিম্ব অংকন করা হয়
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭. লঞ্চের সার্চ লাইটে ব্যবহার করা হয়-
  • ক) সমতলোত্তল দর্পণ
  • খ) সমতল দর্পণ
  • গ) উত্তল দর্পণ
  • ঘ) অবতল দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮. লক্ষ্যবস্তু অবতল দর্পণের মেরুতে থাকলে বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
  • ক) সদ ও সোজা
  • খ) অসদ ও সোজা
  • গ) সদ ও উল্টা
  • ঘ) অসদ ও উল্টা
  • সঠিক উত্তর: (খ)
    ২৯. গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে কী বলে?
  • ক) মেরু
  • খ) বক্রতার কেন্দ্র
  • গ) প্রধান ফোকাস
  • ঘ) ফোকাস তল
  • সঠিক উত্তর: (খ)
    ৩০. 6 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কোথায় রাখতে হবে?
  • ক) 3 cm
  • খ) 6 cm
  • গ) 12 cm
  • ঘ) 18 cm
  • সঠিক উত্তর: (গ)
    ৩১. অবতল দর্পণে লক্ষ্যবস্তুর কোন অবস্থানের জন্য বিম্ব সদ ও উল্টা অথবা অসদ ও সোজা এবং অত্যন্ত বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে?
  • ক) লক্ষবস্তু অসীমে
  • খ) লক্ষবস্তু বক্রতার কেন্দ্রে
  • গ) লক্ষবস্তু প্রধান ফোকাসে
  • ঘ) লক্ষবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
  • সঠিক উত্তর: (গ)
    ৩২. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব-
    i. আকারে লক্ষ বস্তুর সমান
    ii. পর্দায় গঠন করা যায়
    iii. দর্পণ থেকে বসতুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩. নিচের কোনটিকে বিভিন্ন প্রয়োজনে নাক-কান-গলা বিভাগের চিকিৎসকরা ব্যবহার করে থাকেন?
  • ক) অবতল দর্পণ
  • খ) টেলিস্কোপ
  • গ) পেরিস্কোপ
  • ঘ) সমতল দর্পণ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪. কোন দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান হয়?
  • ক) উত্তল দর্পণ
  • খ) অবতল দর্পণ
  • গ) সমতল দর্পণ
  • ঘ) গোলীয় লেন্স
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫. পাহাড়ী রাস্তায় গাড়িচালনার জন্য অনেক সময় কত কোণে বাঁক নিতে হয়?
  • ক) 900
  • খ) 300
  • গ) 1800
  • ঘ) 2700
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬. অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য-
    i. অবাস্তব বিম্ব গঠন করে
    ii. বাস্তব বিম্ব গঠন করে
    iii. উভয় বিম্ব গঠন করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭. শূন্যস্থানে আলোর বেগ কত?
  • ক) 3.0×108ms-1
  • খ) 30×106ms-1
  • গ) 300000000kms-1
  • ঘ) 3×106ms-1
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮. অবতল দর্পণে লক্ষবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কী রকম হবে?
  • ক) দর্পণের পিছনে, অসদ, সোজা ও বিবর্ধিত
  • খ) অসীমে, অসদ, সোজা ও বিবর্ধিত
  • গ) বক্রতার কেন্দ্রে, সদ, উল্টা ও লক্ষ্যবস্তুর সমান
  • ঘ) বক্রতার কেন্দ্রে ও অসীমের মধ্যে, সদ, উল্টা ও বিবর্ধিত
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯. উত্তল দর্পণ ব্যবহৃত হয়-
    i. গাড়িতে
    ii. দন্ত পরীক্ষায়
    iii. শপিংমলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪০. নিচের কোনটি ডুবোজাহাজের পেরিস্কোপে ব্যবহার করা হয়?
  • ক) অবতল দর্পণ
  • খ) সমতল দর্পণ
  • গ) উত্তল দর্পণ
  • ঘ) প্রিজম
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১. সমতল দর্পণ ব্যবহৃত হয়-
    i. পেরিস্কোপ তৈরিতে
    ii. টেলিস্কোপ তৈরিতে
    iii. ওভারহেড প্রজেক্টর তৈরিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২. উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব-
    i. এর আকার লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়
    ii. দর্পণের পিছনে গঠিত হয়
    iii. অবাস্তব ও সোজা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩. কোন স্টীমারের সার্চ লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) সমতল দর্পণ
  • খ) উত্তল দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) গোলীয় দর্পণ
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪. বিম্বের আকার বস্তুর তুলনায় বড় হল বিবর্ধনের মান হবে?
  • ক) 1 এর সমান
  • খ) 1 এর চেয়ে বড়
  • গ) 1 এর চেয়ে ছোট
  • ঘ) 1 এর সাথে সম্পর্ক নেই
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫. একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে একটি লক্ষ্যবস্তু অবস্থিত, রৈখিক বিবর্ধন হবে-
    i. 1 এর চেয়ে ছোট
    ii. 1
    iii. 1 এর চেয়ে বড়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬. প্রতিবিম্বের উদাহরণ হচ্ছে-
    i. বাস্তব প্রতিবিম্ব
    ii. অবাস্তব প্রতিবিম্ব
    iii. বাস্তব ও অবাস্তব লক্ষ্যবস্তু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. সরল পেরিস্কোপে কয়টি দর্পণ থাকে?
  • ক) ২টি
  • খ) ৩টি
  • গ) ৪টি
  • ঘ) ৫টি
  • সঠিক উত্তর: (ক)
    ৪৮. চোখে প্রবিষ্ট আলো কোথায় প্রতিবিম্ব সৃষ্টি করে?
  • ক) অক্ষিগোলকে
  • খ) রেটিনায়
  • গ) কর্ণিয়ায়
  • ঘ) অ্যাকুয়াস হিউমারে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯. কোন বস্তুর ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন বুঝা যায় না?
  • ক) ঘনবস্তু
  • খ) মানুষ
  • গ) প্রতিসম বস্তু
  • ঘ) অপ্রতিসম বস্তু
  • সঠিক উত্তর: (গ)
    ৫০. উত্তল দর্পণের কোন দিকের পৃষ্ঠে পারা লাগানো হয়?
  • ক) ভিতরের দিকে
  • খ) বাহিরের দিকে
  • গ) ক ও খ উভয়ই
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (ক)
    ৫১. প্রতিফলক পৃষ্ঠে প্রতিফলনের পর নির্গত রশ্মিকে কী বলে?
  • ক) প্রতিসরিত রশ্মি
  • খ) এক্স রশ্মি
  • গ) আপতিত রশ্মি
  • ঘ) প্রতিফলিত রশ্মি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫২. আলোর প্রতিফলন নির্ভর করে-
    i. প্রতিফলকের মসৃণতা ও স্বচ্ছতা
    ii. আপতন কোণ
    iii. আলোর বর্ণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫৩. কোনটি দীপ্তিমান বস্তুর উদাহরণ?
  • ক) সূর্য
  • খ) কেরোসিন
  • গ) পাথর
  • ঘ) কাঠ
  • সঠিক উত্তর: (ক)
    ৫৪. উত্তল দর্পণে-
    i. সৃষ্ট বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে গর্বিত হয়
    ii. বিম্বের প্রকৃতি অসদ ও সোজা হয়
    iii. লক্ষ্যবস্তু দর্পণের যে পাশে থাকে বিম্বেও সে পাশে গঠিত হয়
    নিচের কোনটি সঠিক? <
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫৫. আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে?
  • ক) প্রতিফলন কোণ
  • খ) আপতন কোণ
  • গ) বিক্ষেপণ কোণ
  • ঘ) প্রতিসরণ কোণ
  • সঠিক উত্তর: (খ)
    ৫৬. BO বস্তুর প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে-
  • ক) বিবর্ধিত
  • খ) খর্বিত
  • গ) অত্যন্ত বিবর্ধিত
  • ঘ) অত্যন্ত খর্বিত
  • সঠিক উত্তর: (ক)
    ৫৭. একটি বিম্বের প্রকৃতি বলতে বোঝায়-
    i. বিম্বটি সদ না অসদ
    ii. বিম্বটি বিবর্ধিত না খর্বিত
    iii. বিম্বটি উল্টা না সিধা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৫৮. শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ করতে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) থামোকার্পল
  • খ) পেরিস্কোপ
  • গ) থার্মোমিটার
  • ঘ) ব্যারোমিটার
  • সঠিক উত্তর: (খ)
    ৫৯. যে সমৃণ গোলীয় পৃষ্ঠ হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
  • ক) সমতল দর্পণ
  • খ) অভিসারী লেন্স
  • গ) প্রতিফলন কোণ
  • ঘ) গোলীয় দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬০. একটি সমতল দর্পণকে ঘুরালে প্রতিফলিত রশ্মি 600 কোণে ঘুরে যায়। দর্পণকে কত কোণে ঘুরানো হয়েছে?
  • ক) 300
  • খ) 800
  • গ) 900
  • ঘ) 1200
  • সঠিক উত্তর: (ক)
    ৬১. যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো সমতল দর্পণে আপতিত হয়, তবে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ কীভাবে থাকে?
  • ক) বক্ররেখায়
  • খ) কোণ আকৃতিতে
  • গ) সমান্তরাল
  • ঘ) সমান্তরাল ও বক্ররেখায়
  • সঠিক উত্তর: (গ)
    ৬২. একটি বিম্বের পূর্ণ বিবরণ জানার জন্য কোনটি উল্লেখ করতে হয়?
  • ক) বিম্বের অবস্থান
  • খ) বিম্বের আকৃতি
  • গ) বিম্বের প্রকৃতি
  • ঘ) বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৩. নিচের কোনটিতে সদবিম্ব গঠিত হতে পারে?
  • ক) উত্তল দর্পণে
  • খ) সমতল দর্পণে
  • গ) অবতল লেন্সে
  • ঘ) অবতল দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৪. প্রতিফলক পৃষ্ঠের উঁচু বিন্দুকে কী বলে?
  • ক) উত্তল দর্পণের মেরু
  • খ) অবতল দর্পণের মেরু
  • গ) সমতল দর্পনের মেরু
  • ঘ) প্রধান ফোকাস
  • সঠিক উত্তর: (ক)
    ৬৫. কোন মাধ্যমে আলো সরলপথে চলে?
  • ক) অস্বচ্ছ সমসত্ত্ব
  • খ) স্বচ্ছ সমসত্ত্ব
  • গ) ইথার
  • ঘ) উপরের সব কয়টি
  • সঠিক উত্তর: (খ)
    ৬৬. অবতল দর্পণে সৃষ্ট বিম্ব-
    i. বাস্তব ও উল্টো
    ii. অবাস্তব ও সোজা
    iii. লক্ষ্যবস্তুর সমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৭. প্রতিফলন কত প্রকার?
  • ক) এক
  • খ) দুই
  • গ) তিন
  • ঘ) চার
  • সঠিক উত্তর: (গ)
    ৬৮. বিস্তৃত লক্ষ্যবস্তুর প্রত্যেক বিন্দুর জন্য দর্পণের পিছনে কী গঠিত হয়?
  • ক) বাস্তব প্রতিবিম্ব
  • খ) অবাস্তব প্রতিবিম্ব
  • গ) মরীচিকা
  • ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
  • সঠিক উত্তর: (খ)
    ৬৯. অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মির প্রতিফলনের পর কী ঘটে?
  • ক) বক্রতার কেন্দ্র দিয়ে যায়
  • খ) প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়
  • গ) প্রধান ফোকাস দিয়ে যায়
  • ঘ) প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়
  • সঠিক উত্তর: (গ)
    ৭০. ড্রেসিং টেবিলে কি ধরণের দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) সমতল দর্পণ
  • খ) উত্তল দর্পণ
  • গ) অবতলোত্তল দর্পণ
  • ঘ) অবতল দর্পণ
  • সঠিক উত্তর: (ক)
    ৭১. উত্তল দর্পণে ফোকাস দূরত্ব 11cm হলে বক্রতার ব্যাসার্ধ কত?
  • ক) 5.5cm
  • খ) 22cm
  • গ) 11cm
  • ঘ) 32cm
  • সঠিক উত্তর: (খ)
    ৭২. কোনটি আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে?
  • ক) শব্দ
  • খ) তাপ
  • গ) আলো
  • ঘ) তাপমাত্রা
  • সঠিক উত্তর: (গ)
    ৭৩. গোলীয় দর্পণের প্রধান অক্ষের ক্ষেত্রে-
    i. মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বই হলো প্রধান অক্ষ
    ii. বক্রতার কেন্দ্র ও মেরু সংযোগকারী রেখাই হলো প্রধান অক্ষ
    iii. প্রধান অক্ষ বক্রতার কেন্দ্রগামী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৭৪. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব অবাস্তব হয়?
  • ক) অসীমে
  • খ) প্রধান ফোকাসে
  • গ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
  • ঘ) মেরু ও প্রধান ফোকাসের মধ্যে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৫. গোলীয় দর্পণে মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্যদিয়ে গমনকারী সরলরেখাকে কী বলে?
  • ক) বক্রতার ব্যাসার্ধ
  • খ) প্রধান অক্ষ
  • গ) গৌণ অক্ষ
  • ঘ) ফোকাস দূরত্ব
  • সঠিক উত্তর: (খ)
    ৭৬. অবতল দর্পণ আপতিত রশ্মিসমূহকে-
    i. অপসারী করে
    ii. অভিসারী করে
    iii. প্রকৃতপক্ষে মিলিত করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৭৭. কীসের মাধ্যমে আমরা কোন বস্তুকে দেখতে পাই?
  • ক) শব্দ
  • খ) বায়ু
  • গ) আলো
  • ঘ) পানি
  • সঠিক উত্তর: (গ)
    ৭৮. সাধারণত আয়নার পেছনে কোন ধাতুর প্রলেপ দেয়া থাকে?
  • ক) সীসার
  • খ) পারদের
  • গ) রূপার
  • ঘ) স্টিলের
  • সঠিক উত্তর: (গ)
    ৭৯. ১৩২. নিচের তথ্যসমূহ লক্ষ কর
    i. অমসৃণ তলে প্রতিফলিত রশ্মি সমান্তরাল হয়
    ii. অন্ধকারে বিড়ালের চোখ দীপ্তিমান বস্তু
    iii. আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৮০. কোনো লক্ষ্যের দৈর্ঘ্য l এবং বিম্বের দৈর্ঘ্য l′ হলে রৈখিক বিবর্ধন, m=?
  • ক) m=ll′
  • খ) m=l/l′
  • গ) m=l′/l
  • ঘ) m=l+l′
  • সঠিক উত্তর: (গ)
    ৮১. গাড়ি পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে?
  • ক) একটি
  • খ) দুইটি
  • গ) তিনটি
  • ঘ) চারটি
  • সঠিক উত্তর: (গ)
    ৮২. কোনটিকে বিয়ের সময় ভিউ মিরর হিসেবে ব্যবহার করা হয়?
  • ক) সমতল দর্পণ
  • খ) উত্তল দর্পণ
  • গ) অভিসারী দর্পণ
  • ঘ) অবতল দর্পণ
  • সঠিক উত্তর: (খ)
    ৮৩. আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন-
    i. আলোর প্রতিফলন হয়
    ii. আলোর প্রতিসরণ হয়
    iii. আলোর গতি বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৮৪. সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কীরূপ?
  • ক) সদ
  • খ) উল্টো
  • গ) অবাস্তব
  • ঘ) বিবর্ধিত
  • সঠিক উত্তর: (গ)
    ৮৫. অমসৃণ প্রতিফলকে আলোর প্রতিফলন কিরূপ হয়?
  • ক) ব্যাপ্ত প্রতিফলন
  • খ) নিয়মিত প্রতিফলন
  • গ) সুষম প্রতিফলন
  • ঘ) বাস্তব প্রতিফলন
  • সঠিক উত্তর: (ক)
    ৮৬. কাগজে আলোর কোন ধরনের প্রতিফলন হয়?
  • ক) নিয়মিত
  • খ) ব্যাপ্ত
  • গ) উভয়টি
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৮৭. নাক, কান ও গলার ডাক্তার নিচের কোনটি দর্পণ ব্যবহার করেন-
  • ক) সমতল দর্পণ
  • খ) অবতল দর্পণ
  • গ) উত্তল দর্পণ
  • ঘ) ক ও খ
  • সঠিক উত্তর: (খ)
    ৮৮. অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে সৃষ্ট প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে?
  • ক) অসীমে
  • খ) অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে
  • গ) বক্রতার কেন্দ্রে
  • ঘ) প্রধান ফোকাসে
  • সঠিক উত্তর: (গ)
    ৮৯. কোন বস্তু নিজ আলো নিঃসরণ করতে অসমর্থ?
  • ক) সূর্য
  • খ) তারা
  • গ) নক্ষত্র
  • ঘ) ছবি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯০. কোনটি একটি অপসারী দর্পণ?
  • ক) সমতল দর্পণ
  • খ) গোলীয় দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) উত্তল দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯১. একটি সমতল দর্পণের সামনে স্থাপিত 10m দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব সম্পূর্ণরূপে দেখা গেলে বস্তুটির বিবর্ধন কত?
  • ক) অর্ধেক
  • খ) সমান
  • গ) দ্বিগুণ
  • ঘ) পাঁচগুণ
  • সঠিক উত্তর: (খ)
    ৯২. সেলুনে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) অবতল দর্পণ
  • খ) সমতল দর্পণ
  • গ) অবতল লেন্স
  • ঘ) উত্তল লেন্স
  • সঠিক উত্তর: (খ)
    ৯৩. একটি বিম্বের পূর্ণ বিবরণের জন্য জানা প্রয়োজন-
    i. দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব
    ii. প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব না অবাস্তব এবং সোজা না উল্টো
    iii. প্রতিবিম্বের আকৃতি বিবর্ধিত না খর্বিত না লক্ষ্যবস্তুর সমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৪. সমতল দর্পণ ব্যবহার করে তৈরি করা হয়-
    i. টেলিস্কোপ
    ii. ওভারহেড প্রজেক্টর
    iii. লেজার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৫. 6 সে.মি. ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পনের সম্মুখে কত সেমি দূরত্বে রাখতে হবে?
  • ক) 3
  • খ) 6
  • গ) 12
  • ঘ) 18
  • সঠিক উত্তর: (গ)
    ৯৬. আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে ঘুরানো হয়, তবে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে?
  • ক) 300
  • খ) 450
  • গ) 600
  • ঘ) 900
  • সঠিক উত্তর: (গ)
    ৯৭. ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য কোনটি?
  • ক) পুরুত্ব কম সুষম
  • খ) ভাল ধাতব প্রলেপ ও সমতল পৃষ্ঠ
  • গ) বায়ু বুদবুদ শূন্য কাচ
  • ঘ) উপরের সবকটি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৮. সমতল দর্পণে গঠিত বিম্বের আকার লক্ষ্যবস্তুর
    i. সমান নয়
    ii. দ্বিগুণ হয়
    iii. অর্ধেক হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯৯. গাড়ির লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে?
  • ক) দুইটি
  • খ) তিনটি
  • গ) একটি
  • ঘ) চারটি
  • সঠিক উত্তর: (খ)
    ১০০. সরল পেরিস্কোপে-
    i. আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
    ii. দুটি সমতল দর্পণ ব্যবহৃত ঘটে
    iii. দর্পণগুলো পরস্পরের সাথে লম্বভাবে থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০১. নিচের তথ্যসমূহ লক্ষ্য কর:
    i. উত্তল দর্পণ একটি অপসারী দর্পণ
    ii. উত্তল দর্পণ একটি অভিসারী দর্পণ
    iii. উত্তল দর্পণে প্রতিফলিত রশ্মির এক বিন্দুতে মিলিত হয় না
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১০২. অবতল দর্পণে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে স্থাপিত বস্তুর সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য কোনটি?
  • ক) সদ ও বিবর্ধিত
  • খ) সদ ও খর্বিত
  • গ) অসদ ও বিবর্ধিত
  • ঘ) অসদ ও খর্বিত
  • সঠিক উত্তর: (ক)
    ১০৩. বিবর্ধনের মান 1 চেয়ে বড় প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে কী হবে?
  • ক) ছোট
  • খ) বড়
  • গ) সমান
  • ঘ) অত্যন্ত বিবর্ধিত
  • সঠিক উত্তর: (ক)
    ১০৪. কোনটি তৈরি করার সময় গোলকের কেটে নেওয়া অংশের ভিতরের দিকে পারা লাগানো হয়?
  • ক) উত্তল দর্পণ
  • খ) উত্তল লেন্স
  • গ) সমতল দর্পণ
  • ঘ) অবতল দর্পণ
  • সঠিক উত্তর: (ক)
    ১০৫. অবতল দর্পণ আলোক রশ্মিকে কী করে?
  • ক) অপসারী করে
  • খ) অভিসারী করে
  • গ) সমান্তরাল করে
  • ঘ) ছড়িয়ে দেয়
  • সঠিক উত্তর: (খ)
    ১০৬. প্রতিবিম্বের প্রকৃতি বলতে বুঝায়-
    i. প্রতিবিম্বটি বাস্তব না অবাস্তব
    ii. প্রতিবিম্বটি বিবর্ধিত না খর্বিত
    iii. দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০৭. উত্তল দর্পণ ব্যবহৃত হয়-
    i. আলোকরশ্মি কেন্দ্রীভূত করতে
    ii. শপিংমলের নিরাপত্তায়
    iii. পথচারী দেখার জন্য, গাড়ীতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১০৮. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে তথ্যগুলো হলো-
    i. দর্পণ থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব সমান
    ii. প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান
    iii. প্রতিবিম্ব বাস্তব ও সোজা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০৯. গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে?
  • ক) কেন্দ্র
  • খ) মেরু
  • গ) অক্ষ
  • ঘ) ব্যাসার্ধ
  • সঠিক উত্তর: (খ)
    ১১০. সমতল দর্পণ ব্যবহার করা হয়-
    i. দৃষ্টিশক্তি পরীক্ষায়
    ii. পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে
    iii. স্টিমার বা লঞ্চের সার্চলাইটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১১. টর্চ লাইটে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  • ক) সমতল দর্পণ
  • খ) অবতলোত্তল দর্পণ
  • গ) উত্তল দর্পণ
  • ঘ) অবতল দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১২. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব-
    i. আকারে লক্ষ্যবস্তুর সমান
    ii. পর্দায় গঠন করা যায়
    iii. দর্পণ থেকে বস্তুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১১৩. আলোর প্রতিফলনের সূত্র কয়টি?
  • ক) ১টি
  • খ) ২টি
  • গ) ৩টি
  • ঘ) ৪টি
  • সঠিক উত্তর: (খ)
    ১১৪. বস্তু হলো অসংখ্য-
  • ক) তরঙ্গের সমষ্টি
  • খ) বিন্দুর সমষ্টি
  • গ) রেখার সমষ্টি
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ১১৫. গাড়িতে ব্যবহৃত তিনটি দর্পণের-
  • ক) দুইটি উত্তল একটি সমতল
  • খ) দুইটি অবতল একটি উত্তল
  • গ) তিনটিই অবতল
  • ঘ) তিনটিই উত্তল
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৬. গোলীয় দর্পণের বিবর্ধনের ক্ষেত্রে-
    i. প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতই হলো বিবর্ধন
    ii. ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের অনুপাতই হলো বিবর্ধন
    iii. বিবর্ধন=প্রতিবিম্বের দৈর্ঘ্যে/বস্তুর দৈর্ঘ্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১১৭. রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) সমতল দর্পণ
  • খ) অবতল দর্পণ
  • গ) উত্তল দর্পণ
  • ঘ) গোলীয় দর্পণ
  • সঠিক উত্তর: (গ)
  • ক) 300
  • খ) 450
  • গ) 600
  • ঘ) 900
  • সঠিক উত্তর: (খ)
    ১১৯. সমতল দর্পণ থেকে 10cm দূরে দাঁড়িয়ে থাকলে দর্পণে যে প্রতিবিম্ব সৃষ্টি হবে তা দর্পণ থেকে কত দূরে?
  • ক) 20cm
  • খ) 5cm
  • গ) 10cm
  • ঘ) 3cm
  • সঠিক উত্তর: (গ)
    ১২০. যে সকল প্রতিবিম্বে আলো সত্যিকার অর্থে মিলিত হয় সেগুলোকে কী বলা হয়?
  • ক) অবাস্তব প্রতিবিম্ব
  • খ) অবাস্তব লক্ষ্যবস্তু
  • গ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
  • ঘ) বাস্তব প্রতিবিম্ব
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২১. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কোথায় বস্তু রাখলে বিম্ব অসদ হয়?
  • ক) অসীমে
  • খ) প্রধান ফোকাসে
  • গ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
  • ঘ) মেরু ও প্রধান ফোকাসের মধ্যে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২২. গোলীয় দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো-
    i. বক্রতার ব্যাস
    ii. প্রধান অক্ষের দৈর্ঘ্য
    iii. বক্রতার ব্যাসার্ধ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১২৩. উত্তল দর্পণে কিরূপ প্রতিবিম্ব গঠিত হয়?
  • ক) বাস্তব, সোজা ও আকারে ছোট
  • খ) বাস্তব, উল্টো ও আকারে ছোট
  • গ) অবাস্তব, উল্টো ও আকারে ছোট
  • ঘ) অবাস্তব, সোজা ও আকারে ছোট
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৪. উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে ক্রমশ দর্পণের নিকটে আনা হলে-
    i. প্রতিবিম্ব ও দর্পণের কাছে সরে আসবে
    ii. প্রতিবিম্বের আকৃতি ক্রমশ বড় হতে থাকবে
    iii. প্রতিবিম্ব সর্বদাই বস্তুর আকারের চেয়ে ছোট থাকবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৫. গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়কারী সমীকরণ কোনটি?
  • ক) r=1/f
  • খ) f=r/2
  • গ) r=1/2f
  • ঘ) f=2r
  • সঠিক উত্তর: (খ)
    ১২৬. লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কীরূপ হবে?
  • ক) সদ ও উল্টো
  • খ) অসদ ও সোজা
  • গ) সদ ও সোজা
  • ঘ) ক ও খ উভয়ই
  • সঠিক উত্তর: (ক)
    ১২৭. কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙুল খাড়াভাবে রাখলে যদি সোজা প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সমান হলে দর্পণটি কিরূপ হবে?
  • ক) গোলীয়
  • খ) উত্তল
  • গ) অবতল
  • ঘ) সমতল
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৮. উত্তল দর্পণে গঠিত বিম্ব-
    i. অসদ
    ii. সোজা
    iii. খর্বিত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৯. কোন দর্পণে সৃষ্ট বিম্ব আমরা চোখে দেখতে পাই?
    i. সমতল দর্পণ
    ii. অবতল দর্পণ
    iii. উত্তল দর্পণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩০. নিচের কোনটি গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক-
  • ক) r=f/2
  • খ) f=r/2
  • গ) f=2r
  • ঘ) f=2/r
  • সঠিক উত্তর: (খ)
    ১৩১. সমতল দর্পণের কোথায় বিশ্ব গঠিত হয়?
  • ক) দর্পণের সামনে
  • খ) দর্পণের পেছনে
  • গ) দর্পণের বাহিরে
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৩২. আলোর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে-
    i. প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
    ii. অবতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
    iii. সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৩. সমতল দর্পণে বিবর্ধনের মান কত?
  • ক) m>1
  • খ) m=1
  • গ) m≤1
  • ঘ) m<1 li="">
    সঠিক উত্তর: (খ)
    ১৩৪. অবতল দর্পণ ব্যবহার করা হয়-
    i. নভোদূরবীক্ষণ যন্ত্রে
    ii. রাস্তার লাইটে
    iii. স্টিমারের সার্চ লাইটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৫. সিলভারিং বলা হয় কাচের উপর-
    i. পারদের প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে
    ii. রূপার প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে
    iii. ক্যাডমিয়ামের প্রলেপ লাগানোর প্রক্রিয়াকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৬. সমতল দর্পণে সৃষ্টি প্রতিবিম্ব-
    i. বাস্তব
    ii. অবাস্তব
    iii. সোজা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৭. নিচের কোনটি আলোর ধর্ম?
  • ক) আলোক এক প্রকার পদার্থ
  • খ) অসমসত্ত্ব মাধ্যম সরলপথে চলে
  • গ) আলোর প্রতিফলন ও প্রতিসরণ ঘটে না
  • ঘ) আলো এক ধরনের তাড়িতচৌম্বক তরঙ্গ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৮. নিরাপদে গাড়ি চালানোর জন্য গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) উত্তল দর্পণ
  • খ) অবতল দর্পণ
  • গ) সমতল দর্পণ
  • ঘ) উত্তল ও অবতল দর্পণ
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৯. আপতন কোণ 300 হলে প্রতিফলন কোণ হবে?
  • ক) 600
  • খ) 300
  • গ) 150
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ১৪০. নাটক, চলচ্চিত্র-এর স্যুটিং এর সময় কোনটি দিয়ে আলো প্রতিফলিত করে কোনো স্থানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করা হয়?
  • ক) অবতল দর্পণ
  • খ) উত্তল লেন্স
  • গ) সমতল দর্পণ
  • ঘ) গোলীয় দর্পণ
  • সঠিক উত্তর: (গ)
    ১৪১. বস্তু থেকে আলো চোখের রেটিনায় কিসের সৃষ্টি করে?
  • ক) প্রতিবিম্ব
  • খ) প্রতিফলন
  • গ) প্রতিসরণ
  • ঘ) সমাবর্তন
  • সঠিক উত্তর: (ক)
    ১৪২. গুলি ছুঁড়লে বন্দুককে পিছনের দিকে সরে আসতে দেখা যায় এ ঘটনাটি ব্যাখ্যা করার জন্য প্রয়োজন নাই-
    i. ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা
    ii. শক্তির নিত্যতার সূত্র দ্বারা
    iii. মহাকর্ষ সূত্র দ্বারা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৩. ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য নয় কোনটি?
  • ক) দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে
  • খ) দর্পণের পুরুত্ব বেশি ও সুষম হতে হবে
  • গ) দর্পণের পুরুত্ব কম ও সুষম হতে হবে
  • ঘ) দর্পণের কাচ বায়ু বুদ বুদ শুন্য হতে হবে
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৪. ধাতুর প্রলেপ লাগানো পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠটি কী হিসেবে কাজ করে?
  • ক) প্রতিসরাঙ্ক
  • খ) মরীচিকা
  • গ) প্রতিফলক পৃষ্ঠ
  • ঘ) স্থিতিস্থাপকতা
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৫. প্রতিফলনের প্রথম সূত্র অনুসারে একই সমতলে থাকবে-
    i. আপতিত রশ্মি
    ii. প্রতিফলিত রশ্মি
    iii. প্রতিসরিত রশ্মি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৬. নিচের কোনটি রাডার এবং টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত হয়?
  • ক) উত্তল দর্পণ
  • খ) অপসারী দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) সমতল দর্পণ
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৭. কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়?
  • ক) সমতল
  • খ) অবতল
  • গ) উত্তল
  • ঘ) সমতল-উত্তল
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৮. উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যেখানেই থাকুক না কেন তার বিম্ব কোথায় গঠিত হবে?
  • ক) বক্রতার কেন্দ্রে
  • খ) দর্পণের পিছনে
  • গ) ফোকাসে
  • ঘ) বিম্ব গঠিত হয় না
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৯. আপতিত আলোর প্রতিফলনের পরিমাণ নির্ভর করে-
    i. আপতন কোণ
    ii. ১ম ও ২য় মাধ্যমের প্রকৃতি
    iii. আলোর রং
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫০. 30 সে.মি. ফোকাস দূরত্বের অবতল দর্পণের 40 সে. মি. সামনে বস্তু রাখলে সৃষ্ট বিম্ব-
    i. সদ ও উল্টো হবে
    ii. সদ ও বিবর্ধিত হবে
    iii. লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫১. পাহাড়ী রাস্তায় ড্রাইভিং করা-
  • ক) সম্মানজনক
  • খ) সহজ
  • গ) বিপজ্জনক
  • ঘ) অসম্ভব
  • সঠিক উত্তর: (গ)
    ১৫২. কোনটির ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দুকে বলা হয় দর্পণের মেরু?
  • ক) উত্তল দর্পণ
  • খ) অবতল দর্পণ
  • গ) সমতল দর্পণ
  • ঘ) গোলীয় দর্পণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৩. আমরা সচরাচর যে দর্পণ বা আয়না ব্যবহার করে থাকি সেটি আসলে কী?
  • ক) অবতল দর্পণ
  • খ) সমতল দর্পণ
  • গ) উত্তল লেন্স
  • ঘ) উত্তল
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৪. আলোকরশ্মি যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে কী বলে?
  • ক) প্রতিফলিত পর্দা
  • খ) প্রতিফলক পৃষ্ঠ
  • গ) সমতল পৃষ্ঠ
  • ঘ) উলম্ব তল
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৫. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিরুপ হয়?
  • ক) বাস্তব ও সোজা
  • খ) বাস্তব ও উল্টো
  • গ) অবাস্তব ও উল্টো
  • ঘ) অবাস্তব ও সোজা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৬. টেলিস্কোপ তৈরিতে ব্যবহৃত হয়-
    i. সমতল দর্পণ
    ii. অবতল দর্পণ
    iii. উত্তল দর্পণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৭. আলো এক প্রকার-
    i. কণা
    ii. তড়িৎ চৌম্বক তরঙ্গ
    iii. শক্তি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৮. সমতল দর্পণ ব্যবহৃত হয়-
    i. পেরিস্কোপ
    ii. সেলুন
    iii. চোখ পরীক্ষায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৯. সাধারণত কাচের একপৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে কী তৈরি করা হয়?
  • ক) ব্যারোমিটার
  • খ) দর্পণ
  • গ) হাইড্রোমিটার
  • ঘ) অ্যামিটার
  • সঠিক উত্তর: (খ)
    ১৬০. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর একটি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত। বিম্বের অবস্থান কোথায় হবে?
  • ক) দর্পণের পিছনে
  • খ) বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে
  • গ) বক্রতার কেন্দ্রে
  • ঘ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
  • সঠিক উত্তর: (খ)
    ১৬১. গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে কী বলে?
  • ক) মেরু বিন্দু
  • খ) ফোকাস তল
  • গ) ফোকাস দূরত্ব
  • ঘ) প্রধান অক্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ১৬২. গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এর বক্রতার ব্যাসার্ধের কোনটি হবে?
  • ক) এক-তৃতীয়াংশ
  • খ) দ্বিগুণ
  • গ) সমান
  • ঘ) অর্ধেক
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৩. অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভর করে কী গঠিত হয়ে?
  • ক) বাস্তব প্রতিবিম্ব
  • খ) অবাস্তব প্রতিবিম্ব
  • গ) অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় না
  • ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৪. প্রতিফলনের প্রথম সূত্রানুসারে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই-
    i. রেখায় থাকে
    ii. বিন্দুতে থাকে
    iii. সমতলে থাকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৫. নিয়মিত প্রতিফলনে রশ্মিগুচ্ছ পরিণত হয়-
    i. অভিসারী
    ii. অপসারী
    iii. সমান্তরাল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৬. অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে কোথায় স্থাপন করলে সৃষ্ট বিম্ব বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে?
  • ক) অসীমে
  • খ) অসীমে ও বক্রতার কেন্দ্রের মধ্যে
  • গ) বক্রতার কেন্দ্রে
  • ঘ) প্রধান ফোকাসে
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৭. বস্তু অনুজ্জ্বল দেখার কারণ-
    i. সুষম প্রতিফলন
    ii. ব্যাপ্ত প্রতিফলন
    iii. অমৃসণ প্রতিফলক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৮. আলো কোন মাধ্যমে সরলপথে গমন করে?
  • ক) অস্বচ্ছ ও সমসত্ত্ব
  • খ) স্বচ্ছ ও অসমসত্ত্ব
  • গ) স্বচ্ছ ও সমসত্ত্ব
  • ঘ) অস্বচ্ছ ও অসমসত্ত্ব
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৯. অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব আকারে লক্ষ্যবস্তুর-
  • ক) সমান
  • খ) বিবর্ধিত
  • গ) খর্বিত
  • ঘ) সব কয়টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭০. নিচের বাক্যাংশগুলো লক্ষ্য কর:
    i. গোলকের উত্তল পৃষ্ঠে পারা লাগিয়ে অবতল দর্পণ তৈরি করা হয়
    ii. অবতল দর্পণ একটি অপসারী দর্পণ
    iii. অবতল দর্পণে আলোক রশ্মি প্রতিফলিত হয় এক বিন্দুতে অভিসারীত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭১. গোলীয় দর্পণের ক্ষেত্রে-
    i. উত্তল দর্পণ অভিসারী দর্পণ
    ii. উত্তল দর্পণ অপসারী দর্পণ
    iii. অবতল দর্পণ অভিসারী 
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৭২. 1.90m লম্বা একজন মানুষ নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে-
    i. 1.2m উঁচু দর্পণে
    ii. 0.9m উঁচু দর্পণে
    iii. 0.95m উঁচু দর্পণে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৩. সিনেমার পর্দা সাদা করা হয় কারণ-
  • ক) শুধু লাল রঙের আলো প্রতিফলিত করতে পারে
  • খ) শুধু নীল রঙের আলো প্রতিফলিত করতে পারে
  • গ) শুধু হলুদ রঙের আলো প্রতিফলিত করতে পারে
  • ঘ) সব রঙের আলো প্রতিফলিত করতে পারে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৪. পেরিস্কোপ ব্যবহার করা হয়-
    i. ভিড়ের মধ্যে খেলা দেখা
    ii. রাস্তার বাতিতে
    iii. শক্র সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৫. অবতল দর্পণে সৃষ্ট বিম্ব নিম্নরূপ হতে পারে-
    i. বাস্তব ও উল্টো
    ii. অবাস্তব ও সোজা
    iii. লক্ষ্যবস্তুর সমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৬. কোথায় ব্যপ্ত প্রতিফলন ঘটে?
  • ক) পারদ পৃষ্ঠে
  • খ) স্থির পানি পৃষ্ঠে
  • গ) সমতল দর্পণে
  • ঘ) কাগজে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৭. কোনটি কখনো কখনো কণার ন্যায় আচরণ করে?
  • ক) শব্দ
  • খ) দীপন তীব্রতা
  • গ) সরণ
  • ঘ) আলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৮. সোজাসুজি দেখতে বাঁধা আছে এমন দূরের কোনো কিছু দেখতে কী ব্যবহার করা হয়?
  • ক) নভোবীক্ষণ যন্ত্র
  • খ) দূরবীক্ষণ যন্ত্র
  • গ) আতশী কাঁচ
  • ঘ) পেরিস্কোপ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৯. সরল পেরিস্কোপ ব্যবহৃত হয়-
    i. স্টেডিয়ামের ভিড়ের মধ্যে খেলা দেখতে
    ii. ডুবোজাহাজ থেকে সমুদ্রপৃষ্ঠ দেখতে
    iii. মহাকাশ পর্যবেক্ষণে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮০. যানবাহনে ব্যবহৃত উত্তল দর্পণে পেছনের বস্তুসমূহের খর্বাকৃত প্রতিবিম্ব দেখে অনুমিত হয় যে বস্তুসমূহ স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্বে অবস্থিত। আসলে-
    i. উত্তল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের চেয়ে বেশি
    ii. উত্তল দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের চেয়ে কম
    iii. উত্তল দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব সবসময়ই খাড়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৮১. আলোর প্রতিফলন নির্ভর করে-
    i. প্রতিফলকের মসৃণতা নির্ভর করে
    ii. আপতন কোণ
    iii. আলোর বর্ণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮২. উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়?
  • ক) গাড়িতে
  • খ) টর্চ লাইটে
  • গ) সৌরচুল্লীতে
  • ঘ) রাডারে
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৩. গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
  • ক) ফোকাস তল
  • খ) প্রধান অক্ষ
  • গ) ফোকাস দূরত্ব
  • ঘ) ফোকাস বিন্দু
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৪. ফোকাস দূরত্ব বক্রতার ব্যসার্ধের অর্ধেক হয়-
    i. গোলীয় অবতল দর্পণে
    ii. গোলীয় উত্তল দর্পণে
    iii. সমতল দর্পণে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৫. দর্পণের ন্যায় কাজ করে-
    i. মৃসণ বরফ
    ii. সমৃণ দেয়াল
    iii. স্থির পানি পৃষ্ঠ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৬. উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়?
  • ক) গাড়িতে
  • খ) টর্চ লাইটে
  • গ) সৌরচুল্লীতে
  • ঘ) রাডারে
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৭. কোন প্রতিফলনে আপতন ও প্রতিফলন কোণের মান সমান হয়?
  • ক) সুষম প্রতিফলন
  • খ) নিয়মিত প্রতিফলন
  • গ) ব্যপ্ত প্রতিফলন
  • ঘ) ক ও খ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৮. বিবর্ধণ m, বস্তুর দৈর্ঘ্য l এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য l′ হলে এদের গাণিতিক আকার হবে-
  • ক) m=l/l′
  • খ) m=l′/l
  • গ) e=m/l′
  • ঘ) l=ml′
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৯. গোলীয় দর্পণ কত প্রকার হয়?
  • ক) তিন
  • খ) চার
  • গ) দুই
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (গ)
    ১৯০. সরল পেরিস্কোপে ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত?
  • ক) 900
  • খ) 2700
  • গ) 3600
  • ঘ) 1800
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯১. উত্তল দর্পণ আলোকরশ্মিকে-
    i. অপসারী করে
    ii. কাল্পনিক ফোকাসে মিলিত করে
    iii. অভিসারী করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯২. অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে অসদবিম্ব গঠিত হবে?
  • ক) প্রধান ফোকাসে
  • খ) ফোকাস ও মেরু বিন্দুর মধ্যবর্তী স্থানে
  • গ) বক্রতার কেন্দ্রের বাইরে
  • ঘ) বক্রতার কেন্দ্রে
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৩. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত?
  • ক) 30cm
  • খ) 40cm
  • গ) 60cm
  • ঘ) 70cm
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৪. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
  • ক) দর্পণ
  • খ) প্রিজম
  • গ) লেন্স
  • ঘ) বিম্ব
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৫. পেরিস্কোপ তৈরিতে কোন দর্পণ ব্যবহৃত হয়?
  • ক) উত্তল দর্পণ
  • খ) সমতল দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) সমতলোত্তল দর্পণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৬. বক্রতার কেন্দ্রকে কী দ্বারা প্রকাশ করা হয়?
  • ক) r
  • খ) c
  • গ) L
  • ঘ) D
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৭. আমরা কখন একটি বস্তুকে দেখতে পাই?
  • ক) যখন বস্তু থেকে আলো আমাদের চোখে আসে
  • খ) যখন চোখ হতে আলো বস্তুর উপর পড়ে
  • গ) দিনের বেলায়
  • ঘ) উপরের সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৮. লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকলে প্রতিবিম্বের অবস্থান হবে-
  • ক) অসীমে
  • খ) প্রধান ফোকাসে
  • গ) বক্রতার কেন্দ্রে
  • ঘ) দর্পণের পিছনে
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৯. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে-
    i. আকার লক্ষ্যবস্তুর সমান হয়
    ii. প্রতিবিম্ব উল্টো হয়
    iii. দূরত্বের পরিবর্তন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, i
  • সঠিক উত্তর: (ক)
    ২০০. টর্চলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) অপসারী দর্পণ
  • খ) সমতল দর্পণ
  • গ) উত্তল দর্পণ
  • ঘ) অবতল দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০১. আলো-
    i. এক প্রকার শক্তি
    ii. এক ধরনের তাড়িত চৌম্বক তরঙ্গ
    iii. কোন মাধ্যমে সরল পথে চলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০২. কোনটিকে প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়?
  • ক) প্রতিফলন
  • খ) সান্দ্রতা
  • গ) প্রতিসরণ
  • ঘ) মরীচিকা
  • সঠিক উত্তর: (ক)
    ২০৩. নিচের কোনটি দীপ্তিমান বস্তু নয়?
  • ক) সূর্য
  • খ) তারা
  • গ) নক্ষত্র
  • ঘ) পৃথিবী
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৪. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত হবে?
  • ক) 30cm
  • খ) 45cm
  • গ) 60cm
  • ঘ) 90cm
  • সঠিক উত্তর: (গ)
    ২০৫. যে রশ্মি প্রতিফলক তলে পতিত হয় তাকে কী বলে?
  • ক) প্রতিসরিত রশ্মি
  • খ) এক্স রশ্মি
  • গ) আপতন কোণ
  • ঘ) প্রতিফলন কোণ
  • সঠিক উত্তর: (ক)
    ২০৬. একটি বস্তুর দৈর্ঘ্য 0.3m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.2 হলে, বিম্বের দৈর্ঘ্য কত হবে?
  • ক) 0.06m
  • খ) 0.6m
  • গ) 6m
  • ঘ) 60m
  • সঠিক উত্তর: (ক)
    ২০৭. একটি লম্বা আয়তাকার কাঠ বা ধাতব নলের মধ্যে দুটি সমতল দর্পণকে-
    i. পরস্পরের সমান্তরালে রাখা হয়
    ii. পরস্পরের সমান্তরালে রাখা হয় না
    iii. নলের অক্ষের সাথে 450 কোণ করে রাখা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২০৮. অবতল দর্পণে বিবর্ধন-
    i. m>1
    ii. m<1 br="">iii. m=1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৯. বস্তুর বিবর্ধন-
    i. m=l/l′
    ii. m=l′/l
    iii. m=ll′
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২১০. একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সে.মি. হলে এর ফোকাস দূরত্ব কত?
  • ক) 14 সে.মি.
  • খ) 3.5 সে.মি.
  • গ) 7 সে.মি.
  • ঘ) 28 সে.মি.
  • সঠিক উত্তর: (গ)
    ২১১. উত্তল দর্পণ ব্যবহৃত হয়-
    i. চেহারা দেখার জন্য
    ii. মোটরগাড়ির হেডলাইট হিসেবে
    iii. রাস্তার লাইটের প্রতিফলক হিসেবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২১২. পারা লাগানো কী?
  • ক) কাচের উপর প্রলেপ লাগানো
  • খ) টিনের উপর প্রলেপ লাগানো
  • গ) রূপার উপর প্রলেপ লাগানো
  • ঘ) লোহার উপর প্রলেপ লাগানো
  • সঠিক উত্তর: (ক)
    ২১৩. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর একটি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত। বিম্বের অবস্থান কোথায় হবে?
  • ক) দর্পণের পিছনে
  • খ) বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে
  • গ) বক্রতার কেন্দ্রে
  • ঘ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
  • সঠিক উত্তর: (ক)
    ২১৪. লেজার তৈরিতে কোন দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) সমতল দর্পণ
  • খ) অবতল দর্পণ
  • গ) উত্তল দর্পণ
  • ঘ) প্রিজম
  • সঠিক উত্তর: (ক)
    ২১৫. একটি বস্তুর দৈর্ঘ্য 0.2m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 1m হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে?
  • ক) 0.1m
  • খ) 2m
  • গ) 1/2m
  • ঘ) 02m
  • সঠিক উত্তর: (খ)
    ২১৬. একটি গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 এবং একটি বস্তুর দৈর্ঘ্য 2m হলে তার বিম্বের দৈর্ঘ্য কত হবে?
  • ক) 1m
  • খ) 5m
  • গ) 2m
  • ঘ) 0.5m
  • সঠিক উত্তর: (ক)
    ২১৭. লক্ষ্যবস্তুর অবস্থানের পরিবর্তন হলে প্রতিবিম্বের-
    i. অবস্থানের পরিবর্তন ঘটে
    ii. আকৃতির পরিবর্তন ঘটে
    iii. প্রকৃতির পরিবর্তন ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৮. কোন ঘটনার জন্য আমাদের চারপাশের বস্তু অনুজ্জ্বল দেখায়?
  • ক) নিয়মিত প্রতিফলন
  • খ) সুষম প্রতিফলন
  • গ) ব্যাপ্ত প্রতিফলন
  • ঘ) সমান্তরাল প্রতিফলিত রশ্মি
  • সঠিক উত্তর: (গ)
    ২১৯. লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের অব্স্থান কোথায় হবে?
  • ক) অসীমে
  • খ) বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে
  • গ) ফোকাস তলে
  • ঘ) বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
  • সঠিক উত্তর: (গ)
    ২২০. ডিজিটাল ক্যামেরার ছবি হল-
  • ক) বাস্তব প্রতিবিম্ব
  • খ) অবাস্তব বিম্ব
  • গ) বিম্ব হয় না
  • ঘ) খ ও গ
  • সঠিক উত্তর: (ক)
    ২২১. দুটি মাধ্যমের বিভেদতল থেকে আলোর প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কী বলে?
  • ক) প্রতিসরণ
  • খ) প্রতিফলন
  • গ) ব্যতিচার
  • ঘ) অপবর্তন
  • সঠিক উত্তর: (খ)
    ২২২. অবতল দর্পণে সৃষ্ট বিম্ব হতে পারে-
    i. সদ ও উল্টো
    ii. অসদ ও সোজা
    iii. লক্ষ্যবস্তুর সমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৩. পেরিস্কোপে আলোর কয়বার প্রতিফলন ঘটে?
  • ক) চার
  • খ) তিন
  • গ) দুই
  • ঘ) এক
  • সঠিক উত্তর: (গ)
    ২২৪. কোনটি দীপ্তিমান বস্তু-
  • ক) বাল্ব
  • খ) চক
  • গ) টেবিল
  • ঘ) চেয়ার
  • সঠিক উত্তর: (ক)
    ২২৫. পাহাড়ী রাস্তার বিভিন্ন বিপদজনক বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) সমতল দর্পণ
  • খ) গোলীয় দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) উত্তল দর্পণ
  • সঠিক উত্তর: (ক)
    ২২৬. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 40cm হলে এর বক্রতার ব্যাসার্ধ কত?
  • ক) 50cm
  • খ) 60cm
  • গ) 70cm
  • ঘ) 80cm
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৭. পাহাড়ি রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহৃত হয়?
  • ক) সমতল
  • খ) উত্তল
  • গ) গোলীয়
  • ঘ) অবতল
  • সঠিক উত্তর: (ক)
    ২২৮. দর্পণে কোনটি ঘটে?
  • ক) প্রতিসরণ
  • খ) প্রতিফলন
  • গ) ব্যতিচার
  • ঘ) সমবর্তন
  • সঠিক উত্তর: (খ)
    ২২৯. অবতল দর্পণে বিবর্ধনের মান কোনটি?
  • ক) m>1
  • খ) m<1 li="">
  • গ) m=1
  • ঘ) উপরের সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩০. উত্তল দর্পণে লক্ষ্যবস্তুকে দর্পণের নিকট আনা হলে প্রতিবিম্ব-
  • ক) বস্তুর আকারের চেয়ে বড় হয়
  • খ) বস্তুর আকারের চেয়ে ছোট হয়
  • গ) বস্তুর আকারের সমান হয়
  • ঘ) উপরের সবগুলো
  • সঠিক উত্তর: (খ)
    ২৩১. অবতল দর্পণে কীরূপ বিম্ব গঠিত হয়?
  • ক) অসদ বিম্ব
  • খ) সদ বিম্ব
  • গ) বিম্ব গঠিত হয় না
  • ঘ) সদ ও অসদ উভইয় বিম্ব
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩২. নিচের কোনটিকে ওভারহেড প্রজেক্টর তৈরিতে ব্যবহার করা হয়?
  • ক) উত্তল লেন্স
  • খ) উত্তল দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) সমতল দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৩. অবতল দর্পণের প্রধান ফোকাস দিয়ে আগত আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর-
    i. বক্রতার কেন্দ্র দিয়ে যায়
    ii. প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়
    iii. প্রধান ফোকাস হতে আসছে বলে মনে হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৪. আলোর ধর্ম-
    i. নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে
    ii. শূন্যস্থানে আলো সর্বদা একই বেগে চলে
    iii. শূন্য মাধ্যমে আলোর বেগ 3108Kms-1
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৫. গোলীয় দর্পণে গঠিত প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি দর্পণের সামনে অবস্থিত কীসের ওপর নির্ভর করে?
  • ক) বিম্বের অবস্থান
  • খ) লক্ষ্যবস্তুর অবস্থান
  • গ) সান্দ্রতা
  • ঘ) বিম্ব ও লক্ষ্যবস্তুর অবস্থান
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৬. চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না কোন বিম্ব?
  • ক) সদ বিম্ব
  • খ) অসদ বিম্ব
  • গ) বাস্তব বিম্ব
  • ঘ) অপ্রতিসম বিম্ব
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৭. একটি সমতল দর্পণকে কত কোণে ঘুরালে প্রতিফলিত রশ্মি 600 কোণে ঘুরে যায়।
  • ক) 300
  • খ) 800
  • গ) 900
  • ঘ) 1200
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৮. বাস্তব বিম্ব-
    i. চোখে দেখা যায়
    ii. পর্দায় ফেলা যায়
    iii. উত্তল দর্পণে উৎপন্ন হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৯. দর্পণের রৈখিক বিবর্ধন 1 এর সমান হলে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক?
  • ক) বিম্ব খর্বিত হবে
  • খ) বিম্ব বিবর্ধিত হবে
  • গ) বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে
  • ঘ) কোন সিদ্ধান্ত নেয়া যায় না
  • সঠিক উত্তর: (গ)
    ২৪০. আলো কণার ন্যায় আচরণ করে কোন আলোকীয় ঘটনায়-
    i. ঋজুগতি
    ii. প্রতিফলন
    iii. সমবর্তন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৪১. অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অসীমে অবস্থিত হবে, যখন-
    i. লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত হয়
    ii. লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হয়
    iii. লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৪২. গোলীয় দর্পণের ফোকাস দুরত্ব f এবং বক্রতার ব্যাসার্ধ r হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?
  • ক) f=r/2
  • খ) r=f/2
  • গ) f=2r
  • ঘ) r=f
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৩. সমতল দর্পণে-
    i. বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বও তত
    ii. প্রতিবিম্ব পর্দায় গঠন করা যায় না
    iii. প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৪. যে বস্তু আলো ছড়ায় বা নিঃসরণ করে তাকে বলে-
  • ক) দীপ্তিমান বস্তু
  • খ) দীপ্তিহীন বস্তু
  • গ) কাচ
  • ঘ) সবগুলো
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৫. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে?
  • ক) 0.5m
  • খ) 0.05m
  • গ) 5m
  • ঘ) 50m
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৬. আলোর ধর্ম হচ্ছে-
    i. প্রতিফলন
    ii. প্রতিসরণ
    iii. বক্রপথে চলন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৭. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর মেরু ও প্রধান ফোকাসের মধ্যে একটি বস্তু অবস্থিত। বিম্বের প্রকৃতি কেমন হবে?
  • ক) অসদ ও সোজা
  • খ) অসদ ও উল্টা
  • গ) সদ ও সোজা
  • ঘ) সদ ও উল্টা
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৮. বিম্বের আকার লক্ষ্যবস্তুর তুলনায় ছোট হলে রৈখিক বিবর্ধনের মান হয়-
  • ক) 1-এর সমান
  • খ) 1-এর চেয়ে ছোট
  • গ) 1-এর চেয়ে বড়
  • ঘ) 1-এর সমান বা 1 অপেক্ষা বড়
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৯. কোনটিতে অবতল দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) নভোদূরবীক্ষণ যন্ত্রে
  • খ) পিছনের যানবাহন দেখার জন্য গাড়ীতে
  • গ) গাড়িতে হেডলাইটে
  • ঘ) রাস্তার লাইটে
  • সঠিক উত্তর: (ক)
    ২৫০. সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হবে-
    i. অবাস্তব
    ii. সমশীর্ষ
    iii. সমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫১. উত্তল দর্পণে বিম্বের প্রকৃতি সর্বদা কীরূপ হবে?
  • ক) সদ ও উল্টো
  • খ) অসদ ও সোজা
  • গ) সদ ও সোজা
  • ঘ) অসদ ও উল্টো
  • সঠিক উত্তর: (খ)
    ২৫২. সমতল দর্পণে গঠিত বিম্ব কীরূপ হবে?
  • ক) বাস্তব, সমশীর্ষ ও সমান
  • খ) অবাস্তব, সমশীর্ষ ও সমান
  • গ) অবাস্তব, উল্টা ও বিবর্ধিত
  • ঘ) অবাস্তব, সমশীর্ষ ও খর্বিত
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৩. প্রতিফলক তলের সাথে সমকোণে অবস্থিত রেখাকে কী বলে?
  • ক) প্রতিফলক পৃষ্ঠ
  • খ) প্রতিফলিত রশ্মি
  • গ) প্রতিফলন কোণ
  • ঘ) অভিলম্ব
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৪. পাহাড়ী রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে ব্যবহৃত হয়-
  • ক) সমতল দর্পণ
  • খ) অবতল দর্পণ
  • গ) উত্তল দর্পণ
  • ঘ) প্রিজম
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৫. উত্তল দর্পণে বিবর্ধনের মান কত?
  • ক) m>1
  • খ) m=1
  • গ) m<1 li="">
  • ঘ) m≤1
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৬. আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করতে কোন দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) অবতল দর্পণ
  • খ) উত্তল দর্পণ
  • গ) সমতল দর্পণ
  • ঘ) অপসারী দর্পণ
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৭. বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলে?
  • ক) গোলীয় অপেরণ
  • খ) অভিলম্ব আপতন
  • গ) কৌণিক বিবর্ধন
  • ঘ) রৈখিক বিবর্ধন
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৮. আলো কি ধরনের তরঙ্গ?
  • ক) বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
  • খ) শব্দ তরঙ্গ
  • গ) চৌম্বক তরঙ্গ
  • ঘ) যান্ত্রিক তরঙ্গ
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৯. অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কিরূপ হবে?
  • ক) দর্পণের পিছনে, অবাস্তব, সোজা ও বিবর্ধিত
  • খ) অসীমে, অবাস্তব, সোজা ও বিবর্ধিত
  • গ) দর্পণের পিছনে বাস্তব, উল্টো ও লক্ষ্যবস্তুর সমান
  • ঘ) দর্পণের পিছনে, অবাস্তব, উল্টো ও বিবর্ধিত
  • সঠিক উত্তর: (ক)
    ২৬০. গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ঐ দর্পণের কী বলে?
  • ক) বক্রতার কেন্দ্র
  • খ) প্রধান অক্ষ
  • গ) মেরু
  • ঘ) বক্রতার ব্যাসার্ধ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬১. আপতিত রশ্মি দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে ঘুরানো হয়, তবে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে?
  • ক) 300
  • খ) 450
  • গ) 600
  • ঘ) 900
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬২. আলোর ক্রমিক প্রতিফলনকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়?
  • ক) নভোবীক্ষণ যন্ত্র
  • খ) পেরিস্কোপ
  • গ) চশমা
  • ঘ) দূরবীক্ষণ যন্ত্র
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৩. একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাস কত?
  • ক) 30cm
  • খ) 40cm
  • গ) 60cm
  • ঘ) 120cm
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৪. একটি অবতল দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল খাড়াভাবে স্থাপন করলে কী ঘটবে?
  • ক) বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে
  • খ) বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে
  • গ) সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে
  • ঘ) উল্টা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৫. প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কী বলে?
  • ক) রৈখিক বিবর্ধন
  • খ) গোলীয় দর্পণ
  • গ) সমতলীয় দর্পণ
  • ঘ) অবতল দর্পণ
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৬. একটি ভালো সমতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য-
    i. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে
    ii. দর্পণের পুরুত্ব বেশি হতে হবে
    iii. দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হতে হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৭. সরল পেরিস্কোপে দর্পণ থেকে কত ডিগ্রী কোণে আলোর বিচ্ছুরণ হয়?
  • ক) 300
  • খ) 450
  • গ) 600
  • ঘ) 900
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৮. অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থিত একটি বস্তুর যে বিম্ব গঠিত হয় তা-
    i. সদ ও উল্টো
    ii. খর্বিত আকৃতির
    iii. প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থান করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৯. গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্য বিন্দুকে কী বলে?
  • ক) বক্রতার কেন্দ্র
  • খ) মেরু
  • গ) প্রধান ফোকাস
  • ঘ) গৌণ ফোকাস
  • সঠিক উত্তর: (খ)
    ২৭০. ঘরের দেয়াল, ঘষা কাচ, কাগজ ইত্যাদি সবদিক থেকে একই রকম উজ্জ্বল দেখায়, কারণ-
    i. আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
    ii. আলোর ব্যাপ্ত প্রতিফলন ঘটে
    iii. আলোর সামান্য প্রতিসরণ ঘটে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৭১. গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ঐ দর্পণের কী বলে?
  • ক) মেরু
  • খ) বক্রতার ব্যাসার্ধ
  • গ) বক্রতার কেন্দ্র
  • ঘ) গৌণ অক্ষ
  • সঠিক উত্তর: (গ)
    ২৭২. কোনো পৃষ্ঠ থেকে আলো কীভাবে প্রতিফলিত হবে তা কীসের ওপর নির্ভর করে?
  • ক) প্রতিফলনের ১ম সূত্র
  • খ) প্রতিফলনের ২য় সূত্র
  • গ) প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর
  • ঘ) প্রতিফলকের ক্ষেত্রফলের ওপর
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৩. সাদা তলে সব রঙের আলোই-
  • ক) প্রতিফলিত হয়
  • খ) প্রতিসারিত হয়
  • গ) প্রতিসরণ ঘটে
  • ঘ) সাদা হয়
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৪. বিবর্ধক কাচ কোন প্রকার বিম্ব গঠন করে?
  • ক) সোজা ও খর্বিত
  • খ) উল্টো ও বিবর্ধিত
  • গ) সোজা ও সমান
  • ঘ) সোজা ও বিবর্ধিত
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৫. সমতল দর্পণের যে অংশ প্রতিফলনে অংশ গ্রহণ করে সে অংশ-
    i. বেশি উজ্জ্বল দেখায়
    ii. কম উজ্জ্বল দেখায়
    iii. সাদা দেখায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৬. দাড়ি কাটার জন্য কোন দর্পণ সুবিধাজনক?
  • ক) সমতল দর্পণ
  • খ) উত্তল দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) অবতল লেন্স
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৭. সরল পেরিস্কোণে কয়টি দর্পণ থাকে?
  • ক) দুটি
  • খ) তিনটি
  • গ) একটি
  • ঘ) চারটি
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৮. আলোর ক্ষেত্রে পরিলক্ষিত হয়-
    i. ব্যতিচার
    ii. অপবর্তন
    iii. বিচ্ছুরণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৯. কোনটি দীপ্তিহীন বস্তু-
  • ক) বাল্ব
  • খ) তারা
  • গ) ছবি
  • ঘ) সূর্য
  • সঠিক উত্তর: (গ)
    ২৮০. 6cm ফোকাস দূরত্ববিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কত দূরে রাখতে হবে?
  • ক) 3 cm
  • খ) 6 cm
  • গ) 12 cm
  • ঘ) 18 cm
  • সঠিক উত্তর: (গ)
    ২৮১. অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মির প্রতিফলনের পর কী ঘটে?
  • ক) বক্রতার কেন্দ্র দিয়ে যায়
  • খ) প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়
  • গ) প্রধান ফোকাস দিয়ে যায়
  • ঘ) প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়
  • সঠিক উত্তর: (গ)
    ২৮২. একটি গোলকের অংশ দিয়ে তুমি বানাতে পারবে-
    i. উত্তল দর্পণ
    ii. সমতল দর্পণ
    iii. অবতল দর্পণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৩. আপতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা নির্ভর করে-
    i. কত কোণে রশ্মি আপতিত হচ্ছে তার উপর
    ii. প্রথম মাধ্যমের প্রকৃতির উপর
    iii. দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৪. উত্তল দর্পণে গঠিত বিম্ব কিরূপ-
    i. সোজা
    ii. বিবর্ধিত
    iii. অবাস্তব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৫. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
  • ক) 0.5m
  • খ) 0.05m
  • গ) 5m
  • ঘ) 50m
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৬. সুষম প্রতিফলন ঘটবে যখন প্রতিফলিত রশ্মি-
    i. অভিসারী হবে
    ii. অপসারী হবে
    iii. এলোমেলো হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৭. কোনটি দীপ্তিহীন বস্তুর অন্তর্ভূক্ত নয়?
  • ক) ছবি
  • খ) চকবোর্ড
  • গ) মানুষ
  • ঘ) নক্ষত্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৮. প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে?
  • ক) প্রতিফলন কোণ
  • খ) আপতন কোণ
  • গ) বিক্ষেপণ কোণ
  • ঘ) প্রতিসরণ কোণ
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৯. মেরু ও বক্রতার ক্ষেন্দ্র এ দুটিকে ছেদ করে নিচের কোনটি?
  • ক) গৌণ অক্ষ
  • খ) প্রধান অক্ষ
  • গ) প্রধান ফোকাস
  • ঘ) ফোকাস তল
  • সঠিক উত্তর: (খ)
    ২৯০. নিচের কোনটি দর্পণ হিসেবে কাজ করে?
  • ক) মসৃণ বরফ
  • খ) মাটি
  • গ) কাঠ
  • ঘ) কাগজ
  • সঠিক উত্তর: (ক)
    ২৯১. ফোকাস তল প্রধান অক্ষের সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
  • ক) 3600
  • খ) 2700
  • গ) 1800
  • ঘ) 900
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯২. বিম্বের আকৃতি নির্ভর করে কিসের উপর?
  • ক) দর্পণের উপর
  • খ) লেন্সের উপর
  • গ) বস্তুর উপর
  • ঘ) উপরের সবগুলো
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৩. প্রতিবিম্ব কত প্রকার?
  • ক) দুই প্রকার
  • খ) তিন প্রকার
  • গ) চার প্রকার
  • ঘ) পাঁচ প্রকার
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৪. নিচের কোন উক্তিটি প্রতিফলনের দ্বিতীয়সূত্র?
  • ক) প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়
  • খ) প্রতিফলন কোণ আপতন কোণের চেয়ে বেশি হয়
  • গ) প্রতিফলন কোণ আপতন কোণের চেয়ে কম হয়
  • ঘ) প্রতিফলন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বেশি হয়
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৫. F=r/2 সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  • ক) সমতল দর্পণ
  • খ) গোলীয় দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) উত্তল দর্পণ
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৬. উত্তল দর্পণে প্রতিবিম্বের আকৃতি কেমন হবে?
  • ক) বিবর্ধিত
  • খ) খর্বিত
  • গ) লক্ষ্যবস্তুর সমান
  • ঘ) ক ও খ উভয়ই
  • সঠিক উত্তর: (খ)
    ২৯৭. নিখুঁত ও নিরাপদ গাড়ি চালনার জন্য কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়?
  • ক) গাড়ীর কাঁচ পরিস্কার করা
  • খ) জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা
  • গ) দর্পণগুলো ঠিকমত উপযোজন করা
  • ঘ) সব সময় বাতি জ্বালিয়ে রাখা
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৮. কোনটিকে পর্দায় ফেলা যায় না?
  • ক) অবাস্তব প্রতিবিম্ব
  • খ) বাস্তব প্রতিবিম্ব
  • গ) বাস্তব লক্ষ্যবস্তু
  • ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৯. দুটি সমতল দর্পণের পর্যায়ক্রমিক প্রতিফলন ব্যবহার করে কোনটি তৈরি করা হয়?
  • ক) প্রিজম
  • খ) পেরিস্কোপ
  • গ) আলোক যন্ত্র
  • ঘ) দূরবীণ
  • সঠিক উত্তর: (খ)
    ৩০০. উত্তল দর্পণে প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে?
  • ক) বিবর্ধিত
  • খ) খর্বিত
  • গ) লক্ষ্যবস্তুর সমান
  • ঘ) বিবর্ধিত বা খর্বিত উভয়ই হতে পারে
  • সঠিক উত্তর: (খ)
    ৩০১. আলো কোন ধরনের তরঙ্গ?
  • ক) বিদ্যুৎ তরঙ্গ
  • খ) চৌম্বক তরঙ্গ
  • গ) তড়িৎ চৌম্বক তরঙ্গ
  • ঘ) শব্দ তরঙ্গ
  • সঠিক উত্তর: (গ)
    ৩০২. 1.90m লম্বা একজন মানুষ কোন দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পারে না?
  • ক) 2m উঁচু দর্পণে
  • খ) 0.9m উঁচু দর্পণে
  • গ) 3.2m উঁচু দর্পণে
  • ঘ) 2.95m উঁচু দর্পণে
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৩. রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে বেশি হলে বিম্বটি-
  • ক) ছোট হবে
  • খ) বড় হবে
  • গ) খর্বিত হবে
  • ঘ) সমান হবে
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৪. অভিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত?
  • ক) 450
  • খ) 900
  • গ) 1200
  • ঘ) 1800
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৫. নভো দূরবীক্ষণ যন্ত্রে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
  • ক) সমতল দর্পণ
  • খ) উত্তল দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) গোলীয় দর্পণ
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৬. আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে কোণে ঘুরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে?
  • ক) 300
  • খ) 450
  • গ) 600
  • ঘ) 900
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৭. পেরিস্কোপে কোনটি ব্যবহৃত হয়?
  • ক) অবতল লেন্স
  • খ) উত্তল লেন্স
  • গ) অবতল দর্পণ
  • ঘ) সমতল দর্পণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০৮. অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে-
    i. প্রতিফলনের পর রশ্মিগুলো অভিসারী রশ্মিতে পরিণত হয়
    ii. প্রতিবিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা
    iii. প্রতিবিম্ব আকারে বড় হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৯. একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সে.মি.হলে এর ফোকাস দূরত্ব কত হবে?
  • ক) 2 সে.মি.
  • খ) 10 সে.মি.
  • গ) 20 সে.মি.
  • ঘ) 40 সে.মি.
  • সঠিক উত্তর: (খ)
    ৩১০. সরল পেরিস্কোপে ধাতব নলের মধ্যে সমতল দর্পণ দুইটিকে নলের অক্ষের সাথে কত ডিগ্রি কোণে রাখা হয়?
  • ক) 900
  • খ) 300
  • গ) 600
  • ঘ) 450
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১১. অবতল দর্পণে লক্ষবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে?
  • ক) বাস্তব ও সোজা
  • খ) বাস্তব ও উল্টো
  • গ) অবাস্তব ও সোজা
  • ঘ) অবাস্তব ও উল্টো
  • সঠিক উত্তর: (খ)
    ৩১২. নিচের কোনটি দীপ্তিহীন বস্তু নয়?
  • ক) ছবি
  • খ) মানুষ
  • গ) চকবোর্ড
  • ঘ) নক্ষত্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৩. রূপচর্চা ও দাড়ি কাটার কাজে ব্যবহৃত হয় কোন দর্পণ?
  • ক) সমতল দর্পণ
  • খ) উত্তল দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) অপসারী দর্পণ
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৪. চোখের কোথায় বস্তুর প্রতিব্ম্বি গঠিত হয়?
  • ক) আইরিশ
  • খ) রেটিনা
  • গ) শ্বেতমণ্ডল
  • ঘ) কর্ণিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৫. বিবর্ধনের মান-
    i. 1 হলে দর্পণটি সমতল
    ii. 1 অপেক্ষা বড় হলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে বড়
    iii. 1 অপেক্ষা ছোট হলে প্রতিবিম্ব বস্তুর চেয়ে ছোট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৬. ভরবেগ বেশি হবে-
    i. বস্তুর ওজন বেশি হলে
    ii. বস্তুর ভর বেশি হলে
    iii. বস্তু দ্রুত চললে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৭. একটি সমতল দর্পণ হতে বস্তুর দূরত্ব x এবং বিম্বের দূরত্ব y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  • ক) x>=y
  • খ) x>y
  • গ) x=y
  • ঘ) x
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৮. উল্টো বর্ণমালা তৈরি করে চোখ পরীক্ষা করা হয় কোন দর্পণ দিয়ে?
  • ক) উত্তল দর্পণ
  • খ) সমতল দর্পণ
  • গ) অবতল দর্পণ
  • ঘ) অভিসারী দর্পণ
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৯. উত্তল দর্পণের সাথে সামঞ্জস্য বিদ্যমান-
    i. প্রতিবিম্ব সর্বদা উল্টো
    ii. প্রতিবিম্বের আকার বস্তুর আকারের চেয়ে ছোট
    iii. ফোকাস দূরত্ব সসীম ও ঋণাত্মক রাশি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩২০. কোনো এক ব্যক্তির উচ্চতা 6 ফুট। ঐ ব্যক্তির পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য নূন্যতম কত উচ্চতার সমতল দর্পণ প্রয়োজন?
  • ক) 2 ফুট
  • খ) 3 ফুট
  • গ) 4 ফুট
  • ঘ) 6 ফুট
  • সঠিক উত্তর: (খ)
    ৩২১. দর্পণে আলোর প্রতিফলনের ফলে দর্পণের সামনে স্থাপিত বস্তুর কী গঠিত হয়?
  • ক) একটি স্পষ্ট প্রতিবিম্ব
  • খ) একটি অস্পষ্ট প্রতিবিম্ব
  • গ) একটি অস্পষ্ট বিম্ব
  • ঘ) একটি স্পষ্ট ও অস্পষ্ট প্রতিবিম্ব প্রতিবিম্ব
  • সঠিক উত্তর: (ক)
    ৩২২. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিরূপ হয়?
  • ক) বাস্তব
  • খ) অবাস্তব
  • গ) উল্টো
  • ঘ) বিবর্ধিত
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৩. আমরা বস্তু দেখতে পাই যখন-
    i. বস্তু দীপ্তিমান হয়
    ii. বস্তু আলোক প্রতিফলন করে
    iii. আমাদের চোখ থেকে আলোক বস্তুর উপর পড়ে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৪. উত্তল দর্পণ সর্বদা গঠন করে-
    i. অবাস্তব প্রতিবিম্ব
    ii. সোজা প্রতিবিম্ব
    iii. খর্বিত প্রতিবিম্ব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৫. উত্তল দর্পণের বিম্বের ক্ষেত্রে-
    i. দর্পণের পিছনে
    ii. বাস্তব
    iii. অবাস্তব, সোজা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৬. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং বিম্বের দৈর্ঘ্য 0.05m হলে রৈখিক বিবর্ধন কত হবে?
  • ক) 0.4m
  • খ) 0.05m
  • গ) 0.05m
  • ঘ) 50m
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৭. সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত?
  • ক) 0
  • খ) 2
  • গ) ½
  • ঘ) 1
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৮. অবতল দর্পণ ব্যবহৃত হয়-
    i. লঞ্চের সার্চলাইটে গতিপথ নির্ধারণে
    ii. রাডার সংকেত সংগ্রহ
    iii. সরল পেরিস্কোপ তৈরিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৯. রৈখিক বিবর্ধনের মান এক-এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে?
  • ক) খর্বিত হবে
  • খ) বড় হবে
  • গ) সমান হবে
  • ঘ) বক্র হবে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩০. একটি মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে কী প্রস্তুত করা হয়?
  • ক) লেন্স
  • খ) থার্মোমিটার
  • গ) দর্পণ
  • ঘ) থার্মোকাপল
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩১. একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14cm হলে এর ফোকাস দূরত্ব কত?
  • ক) 7cm
  • খ) 14cm
  • গ) 0.7cm
  • ঘ) 1.4cm
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩২. সমতল দর্পণ ব্যবহার করে তৈরি করা হয় কোন যন্ত্র?
  • ক) সানগ্লাস
  • খ) পেরিস্কোপ
  • গ) সৌরচুল্লী
  • ঘ) টর্চলাইট
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৩. ভীড়ের মধ্যে খেলা দেখার জন্য ব্যবহৃত যন্ত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) উত্তল দর্পণ
  • খ) অবতল দর্পণ
  • গ) সমতল দর্পণ
  • ঘ) উত্তলাবতল দর্পণ
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৪. দর্পণের ক্ষেত্রে-
    i. নিয়মিত প্রতিসরণ ঘটে
    ii. নিয়মিত প্রতিফলন ঘটে
    iii. এটি সাধারণত দুই প্রকার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৫. যে গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ হতে আলোকের নিয়মিত প্রতিফলন হয় তাকে কী বলে?
  • ক) গোলীয় দর্পণ
  • খ) অবতল দর্পণ
  • গ) উত্তল দর্পণ
  • ঘ) সমতল দর্পণ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৬. যে সকল বস্তু নিজে থেকে আলোর নিঃসরণ করে তাদেরকে কী বলে?
  • ক) দীপ্তিমান বস্তু
  • খ) দীপ্যমান বস্তু
  • গ) বিকিরক
  • ঘ) সংশ্লেষক
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৭. গাড়িতে দর্পণ ব্যবহার করা-
  • ক) একটি
  • খ) দুইটি
  • গ) তিনটি
  • ঘ) চারটি
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৮. অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষবস্তু অসীম দূরে অবস্থিত হলে বিম্ব কিরূপ হয়?
  • ক) অত্যন্ত খর্বিত
  • খ) খর্বিত
  • গ) বিবর্ধিত
  • ঘ) বস্তুর সমান
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৯. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পনের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
  • ক) 0.5m
  • খ) 0.05m
  • গ) 5m
  • ঘ) 50m
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪০. কোন ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়?
  • ক) সেলুনে
  • খ) চোখ পরীক্ষায়
  • গ) লেজার তৈরিতে
  • ঘ) দন্ত চিকিৎসায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪১. একটি বস্তুর দৈর্ঘ্য 1m এবং গোলীয় দর্পণে রৈখিক বিবর্ধণ 0.5m হলে বিম্বের দৈর্ঘ্য কত?
  • ক) 0.05m
  • খ) 5m
  • গ) 50m
  • ঘ) 0.5m
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪২. অবতল দর্পণে প্রধান অক্ষের উপর বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে স্থাপিত বস্তুর সৃষ্ট বিম্বের বৈশিষ্ট্য-
    i. বাস্তব ও উল্টা
    ii. বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে
    iii. লক্ষ্যবস্তুর সমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৩. কোনো অবতল দর্পণের সামনে d/4 দূরত্বে কোন বস্তু রাখলে (যেখানে d দর্পণটির বক্রতার ব্যাস) এর বিম্ব-
    i. অসীমে গঠিত হয়
    ii. সর্বদা সদ ও উল্টো হয়
    iii. অত্যন্ত বিবর্ধিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৪. রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে ছোট হলে বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় কেমন হবে?
  • ক) বড় হবে
  • খ) খর্বিত হবে
  • গ) সমান হবে
  • ঘ) বক্র হবে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৫. আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায় সেটি আসলে কী?
  • ক) অবাস্তব প্রতিবিম্ব
  • খ) বাস্তব প্রতিবিম্ব
  • গ) অবাস্তব লক্ষ্যবস্তু
  • ঘ) বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব
  • সঠিক উত্তর: (ক)
    একটি সমতল দর্পণের সামনে 1.44 মিটার লম্বা একজন ব্যক্তি নিজ অবস্থান স্থির রেখে দেখল তার ডান হাতের ঘড়ি বাম দিকে অবস্থান করছে।
    উপরের তথ্যের আলোকে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
    ৩৪৬. দর্পণের নূন্যতম দৈর্ঘ্য কত?
  • ক) 0.72 মিটার
  • খ) 1.44 মিটার
  • গ) 2.88 মিটার
  • ঘ) 14.4 মিটার
  • সঠিক উত্তর: (ক)