১. প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) অর্থমন্ত্রী
ঘ) স্পিকার
২. ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের আইনসভা কেমন?
ক) এককক্ষবিশিষ্ট
খ) দ্বিকক্ষবিশিষ্ট
গ) তিনকক্ষবিশিষ্ট
ঘ) চারকক্ষবিশিষ্ট
৩. বঙ্গীয় স্থানীয় আইন পাস হয় কত সালে?
ক) ১৯৭৫
খ) ১৮৮০
গ) ১৮৮৫
ঘ) ১৮৯০
৪. রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন?
ক) সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে
খ) স্পিকারের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিকে
গ) সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত ব্যক্তিকে
ঘ) কোনো দলের প্রধানকে
৫. অধ্যাদেশ জারির বিষয়ে বলা হয় -
i. প্রধানমন্ত্রী যেকোনো সময় অধ্যাদেশ জারি করতে পারেন
ii. বিশেষ কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন
iii. প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ বাতিল করতে পারেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬. রাষ্ট্রীয় এবং সরকারি সকল আয়-ব্যয়ে সংসদের কী ভূমিকা রয়েছে?
ক) আয়-ব্যয়ে সংসদের সম্মতির প্রয়োজন হয়
খ) আয়-ব্যয়ে সংসদের কোনো ভূমিকা নেই
গ) আয়-ব্যয়ে সংসদ পরামর্শ প্রদান করে
ঘ) আয়-ব্যয়ে সংসদের কাছে হিসাব দিতে হয়
৭. বাংলাদেশের সংসদের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কাদের ভোটে নির্বাচিত হন?
ক) স্পিকারের
খ) সংসদ সদস্যদের
গ) ডেপুটি স্পিকারের
ঘ) প্রধানমন্ত্রীর
শাসন বিভাগের অপর নাম কী?
ক) প্রশাসনিক বিভাগ
খ) নির্বাহী বিভাগ
গ) প্রধান বিভাগ
ঘ) আন্তঃপ্রধান বিভাগ
৯. ঢাকা সিটি কর্পোরেশনকে আইনের মাধ্যমে কয়টি কর্পোরেশনে বিভক্ত করা হয়েছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১০. কোন কাজটি সংসদ করতে পারে না?
ক) সংসদ দ্বিকক্ষ করতে আইন প্রণয়ন
খ) রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস করতে আইন প্রণয়ন
গ) প্রধানমন্ত্রীর ক্ষমতা বৃদ্ধি করতে আইন প্রণয়ন
ঘ) সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন
১১. রাষ্ট্রীয় কোনো মন্ত্রীকে কে পদত্যাগ করতে বলতে পারেন?
ক) রাষ্ট্রপতি
খ) স্পিকার
গ) ডেপুটি স্পিকার
ঘ) প্রধানমন্ত্রী
১২. প্রশাসনকি কাঠামোর পদসোপাননীতি অনুযায়ী সর্বনিম্ন প্র্রশাসনিক কর্মকর্তা কে?
ক) বিভাগীয় কমিশনার
খ) সহকারী সচিব
গ) জেলা প্রশাসক
ঘ) উপ সচিব
১৩. প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে?
ক) স্পিকার
খ) ডেপুটি স্পিকার
গ) প্রধান বিচারপতি
ঘ) রাষ্ট্রপতি
১৪. বাংলাদেশ সরকারের রাজস্ব বিষয়ক কর্মকর্তা কে?
ক) জেলা প্রশাসক
খ) মেয়র
গ) বিভাগীয় কমিশনার
ঘ) রাজস্ব কর্মকর্তা
১৫. বর্তমানে একটি ইউনিয়ন কয়টি ওয়ার্ডে বিভক্ত?
ক) তিন
খ) পাঁচ
গ) আট
ঘ) নয়
১৬. রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যেকোনো দন্ড -
i. মওকুফ করার
ii. হ্রাস করার
iii. স্থগিত করার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭. বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে -
i. জেলা প্রশাসন
ii. পৌরসভা
iii. সিটি কর্পোরেশন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮. সরকারের কয়টি অঙ্গ রয়েছে?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
১৯. জেলা প্রশাসক তার কাজের জন্য কার কাছে দায়ী?
ক) স্থানীয় সংসদ সদস্যের
খ) সংসদের
গ) বিভাগীয় কমিশনারের
ঘ) সরকারের
২০. শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয় সংসদে -
i. নিন্দা প্রস্তাবের মাধ্যমে
ii. মুলতুবি প্রস্তাবের মাধ্যমে
iii. অনাস্থা প্রস্তাবের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১. কোনটি প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান?
ক) উপজেলা পরিষদ
খ) জেলা পরিষদ
গ) পৌরসভা
ঘ) ইউনিয়ন পরিষদ
২২. এক কক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন দেশের উদাহরণ নিচের কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) ভারত
ঘ) বাংলাদেশ
২৩. সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয় কোন বিভাগ?
ক) বিচার
খ) শাসন
গ) নির্বাহী
ঘ) আইন
২৪. বর্তমানে বাংলাদেশে মোট কতটি পৌরসভা আছে?
ক) ৩০০
খ) ৩১০
গ) ৩১৬
ঘ) ৩২৫
২৫. জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা কাদের ভোটে নির্বাচিত হন?
ক) জনগণের
খ) মন্ত্রিদের
গ) সংসদ সদস্যদের
ঘ) সংসদের মহিলা সদস্যদের
২৬. বর্তমানে বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে?
ক) ৪,৬৫২
খ) ৪,৪৬০
গ) ৪,৪৬৮
ঘ) ৪,৪৮০
২৭. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে -
i. যুক্তরাষ্ট্রে
ii. ভারতে
iii. ব্রিটেনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৮. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ করা হয়েছে?
ক) দ্বাদশ
খ) ত্রয়োদশ
গ) চতুর্দশ
ঘ) পঞ্চদশ
২৯. স্থানীয় শাসন বলতে বোঝায় -
i. ইউনিয়ন শাসনব্যবস্থাকে
ii. জেলা শাসনব্যবস্থাকে
iii. উপজেলা শাসনব্যবস্থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩০. কোনটির ওপর জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব ন্যস্ত?
ক) সংবিধানের
খ) আদালতের
গ) সংসদের
ঘ) পুলিশের
৩১. কাকে কেন্দ্র করে মন্ত্রিসভার গঠন ও কার্যাবলি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়?
ক) রাষ্ট্রপতিকে কেন্দ্র করে
খ) প্রধানমন্ত্রকে কেন্দ্র করে
গ) জাতীয় সংসদকে কেন্দ্র করে
ঘ) জেলা প্রশাসনকে কেন্দ্র করে
৩২. প্রধানমন্ত্রী কীভাবে মন্ত্রিসভা গঠন করেন?
ক) রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে
খ) সংসদ সদস্যদের সাথে পরামর্শ করে
গ) একক ক্ষমতা ও ইচ্ছা মোতাবেক
ঘ) সংসদ সদস্য ও স্পিকারের পরামর্শ মোতাবেক
৩৩. বাংলাদেশের আইনসভার নাম কী?
ক) পার্লামেন্ট
খ) ন্যাশনাল অ্যাসেম্বলি
গ) কংগ্রেস
ঘ) জাতীয় সংসদ
৩৪. জনাব কবির একজন সংসদ সদস্য। তিনি কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন?
ক) মন্ত্রীকে
খ) সেনাপ্রধানকে
গ) ডেপুটি স্পিকারকে
ঘ) বিচারপতিকে
৩৫. একটি জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন?
ক) ১৩
খ) ২১
গ) ১৮
ঘ) ১৭
৩৬. বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?
ক) একাদশ
খ) দ্বাদশ
গ) ত্রয়োদশ
ঘ) চতুর্দশ
৩৭. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
ক) ১৩
খ) ১৪
গ) ১৫
ঘ) ১৬
৩৮. স্থানীয় স্বায়ত্তশাসন গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে -
i. কেন্দ্রীয় সরকারের কার্যভার লাঘব হয়
ii. জাতীয় নেতৃত্ব সৃষ্টি হয়
iii. আমলাতান্ত্রিক রাজধানী টিকিয়ে রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৯. বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রধান কর্মকর্তা কে?
ক) সচিব
খ) জেলা প্রশাসক
গ) বিভাগীয় কমিশনার
ঘ) অতিরিক্ত সচিব
৪০. সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেলকে কে নিয়োগ দেন?
ক) প্রধানমন্ত্রী
খ) স্পিকার
গ) রাষ্ট্রপতি
ঘ) ডেপুটি স্পিকার
৪১. বাংলাদেশে প্রশাসনিক ক্ষেত্রে কোন ব্যবস্থাটি প্রবর্তিত?
ক) যুক্তরাষ্ট্রীয়
খ) প্রাদেশিক
গ) এককেন্দ্রিক
ঘ) বহুকেন্দ্রিক
৪২. একটি ইউনিয়ন পরিষদে থাকবেন -
i. একজন নির্বাচিত চেয়ারম্যান
ii. দশজন নির্বাচিত সাধারণ সদস্য
iii. তিনজন নির্বাচিত মহিলা সদস্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৩. বর্তমানে জাতীয় সংসদের আসন কতটি?
ক) ৩০০
খ) ৩১৫
গ) ৩৪৫
ঘ) ৩৫০
৪৪. কোনটি স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সবচেয়ে কার্যকর প্রতিষ্ঠান?
ক) গ্রাম সরকার
খ) ইউনিয়ন পরিষদ
গ) উপজেলা প্রশাসন
ঘ) বিভাগীয় প্রশাসন
৪৫. জাতীয় সংসদের ওপর ন্যস্ত -
i. ইউনিয়ন পরিষদ নির্বাচন
ii. ন্যায়পাল নির্বাচন
iii. রাষ্ট্রপতি নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৬. জেলা পরিষদের ঐচ্ছিক কাজ কোনটি?
ক) উপজেলা ও পৌরসভাকে সহায়তা
খ) জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা
গ) বাঁধ নির্মাণ ও মেরামত
ঘ) আত্মকর্মসংস্থান সৃষ্টি
৪৭. রাষ্ট্রীয় অর্থব্যয়ে জাতীয় সংসদ -
i. তীক্ষ্ণ দৃষ্টি রাখে
ii. প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে
iii. প্রয়োজনে অনুমতি দেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৮. পুলিশ বিভাগে কর্মরত একজন সদস্য অসদুপায় অবলম্বন করল। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মূল কর্তৃত্ব কোন বিভাগের?
ক) আইন বিভাগ
খ) শাসন বিভাগ
গ) বিচার বিভাগ
ঘ) আপিল বিভাগ
৪৯. আমাদের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি?
ক) ১৫
খ) ৪৫
গ) ৫০
ঘ) ৩০
৫০. বিচার বিভাগের প্রধান কাজ কী?
ক) অপরাধীকে শাস্তি দেওয়া
খ) আইন মান্য করা
গ) আইন প্রণয়ন করা
ঘ) অপরাধীকে গ্রেফতার করা
৫১. সরকারের বিভিন্ন বিভাগ কাজ করে থাকে -
i. রাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে
ii. রাষ্ট্রকে নিরাপত্তা দিতে
iii. একটি সুন্দর ও উন্নত জীবন নির্বাহের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫২. রাষ্ট্রপতি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেন?
ক) দেশে কোনো ধরনের যুদ্ধ কিংবা গোলযোগ দেখা দিলে
খ) দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে
গ) দেশের অর্থনীতি চাঙ্গা করার প্রয়োজন দেখা দিলে
ঘ) দেশের সংবিধান পরিবর্তন বা সংশোধন দরকার হলে
৫৩. বাংলাদেশের আমলাতান্ত্রিক নির্দেশগুলো কীভাবে যায়?
ক) সচিব থেকে সহকারী সচিব পর্যন্ত
খ) নিচ থেকে ওপরের দিকে
গ) ওপর থেকে নিচের দিকে
ঘ) মন্ত্রণালয় থেকে জেলা পর্যন্ত
৫৪. কোনো দেশের আইনসভা কেমন হতে পারে?
ক) এককক্ষবিশিষ্ট
খ) দ্বিকক্ষবিশিষ্ট
গ) এককক্ষ এবং দ্বিকক্ষবিশিষ্ট
ঘ) তিনকক্ষবিশিষ্ট
৫৫. আদালত মানুষের আশ্রয়স্থল -
i. ন্যায়বিচার লাভের জন্য
ii. আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য
iii. অধিকার প্রতিষ্ঠার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৬. জেলার বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পালনের জন্য জেলা প্রশাসককে কী বলা যায়?
ক) জেলার পরিচালক, তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক
খ) জেলার প্রধান শাসক ও পর্যবেক্ষক
গ) জেলার প্রধান বিচারক ও রাজস্ব কর্মকর্তা
ঘ) জেলার প্রধান প্রকৌশলী ও নিয়ন্ত্রক
৫৭. দেশের আইন প্রণয়নের ক্ষমতা কোন বিভাগের ওপর ন্যস্ত?
ক) শাসন বিভাগের ওপর
খ) বিচার বিভাগের ওপর
গ) জাতীয় সংসদের ওপর
ঘ) গ্রাম আদালতের ওপর
৫৮. কোনটি প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত?
ক) পরিদপ্তর
খ) বোর্ড
গ) কর্পোরেশন
ঘ) অধিদপ্তর
৫৯. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি?
ক) ৪৮০টি
খ) ৪৯০টি
গ) ৪৮৫টি
ঘ) ৫১০টি
৬০. মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার পদবি কী?
ক) সচিব
খ) মন্ত্রী
গ) উপসচিব
ঘ) কমিশনার
৬১. যেকোনো দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে প্রযোজনে অধ্যাদেশ জারি করতে পারেন কে?
ক) স্পিকার
খ) প্রধান বিচারপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) রাষ্ট্রপতি
৬২. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
ক) ডায়েট
খ) কংগ্রেস
গ) নেচেট
ঘ) হাউজ অব কমন্স
৬৩. রাষ্ট্রে বিচার বিভাগের কাজ -
i. আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়া
ii. ন্যায় বিচার প্রতিষ্ঠা করা
iii. আইন বিভাগকে সহযোগিতা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৪. জেলা প্রশাসন প্রশাসনিক কাঠামোর কোন স্তরে অন্তর্ভুক্ত?
ক) দ্বিতীয়
খ) তৃতীয়
গ) চতুর্থ
ঘ) পঞ্চম
৬৫. অধিকাংশ মুসলিম রাষ্ট্রের আইনসভা কী নামে পরিচিত?
ক) ডায়েট
খ) মজলিশ
গ) কংগ্রেস
ঘ) জাতীয় সংসদ
৬৬. ‘বাংলাদেশ জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে’ - সংবিধানের কত নং অনুচ্ছেদে একথা বলা হয়েছে?
ক) ৬৩
খ) ৬৪
গ) ৬৫
ঘ) ৬৬
৬৭. কোনটির অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী দালানকোঠা নির্মাণ করতে হয়?
ক) জেলা পরিষদের
খ) উপজেলা পরিষদের
গ) পৌরসভার
ঘ) ইউনিয়ন পরিষদের
৬৮. সংসদে প্রণীত আইন কীভাবে কার্যকর হয়?
ক) স্পিকারের অনুমোদনের পর
খ) রাষ্ট্রপতির সম্মতি লাভের পর
গ) প্রধানমন্ত্রীর সম্মতি লাভের পর
ঘ) স্পিকার ও প্রধানমন্ত্রীর সম্মতি লাভের পরে
৬৯. প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে কে সংসদ ভেঙে দিতে পারেন?
ক) রাষ্ট্রপতি
খ) স্পিকার
গ) ডেপুটি স্পিকার
ঘ) সংসদ উপনেতা
৭০. মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন কে?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) সচিব
ঘ) স্পিকার
৭১. ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে কোন বিভাগ?
ক) নির্বাহী
খ) বিচার
গ) শাসন
ঘ) আইন
৭২. স্থানীয় প্রশাসনের মুখ্য উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকারের পক্ষে -
i. আইনশৃঙ্খলা রক্ষা
ii. জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন
iii. রাজস্ব আদায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৩. কোনো সাজাপ্রাপ্ত আসামির জন্য রাষ্ট্রপতি কী করতে পারেন?
ক) সাজা বাড়াতে পারেন
খ) সাজা কমাতে কেবল সুপারিশ করতে পারেন
গ) সাজা রহিত করতে পারেন
ঘ) কিছু্ই করতে পারেন না
৭৪. ইউনিয়ন পরিষদের গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয় কত সালে?
ক) ১৯৭৬
খ) ১৯৮৫
গ) ১৯৯৭
ঘ) ১৯৯৮
৭৫. বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনী আনা হয় কত সালে?
ক) ১৯৯১
খ) ১৯৯৩
গ) ১৯৯৭
ঘ) ২০০১
৭৬. মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে কী বলা হয়?
ক) মন্ত্রী
খ) মহাপরিচালক
গ) সচিব
ঘ) পরিচালক
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হবে ৩৩০ জন। ৩০০ জন নির্বাচিত এবং ৩০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। বর্তমানে মহিলাদের জন্য সংরক্ষিত আসন বৃদ্ধি করে ৫০-এ উন্নীত করা হয়েছে।
৭৭. সংসদের মহিলা সদস্যগণ নির্বাচিত হন -
i. সাধারণ ভোটে
ii. সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে
iii. জনগণের ভোটে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৭৮. যুদ্ধ ঘোষণা বা কোনো যুদ্ধে অংশগ্রহণের জন্য কার অনুমতি নিতে হবে?
ক) আইন বিভাগ
খ) বিচার বিভাগ
গ) শাসন বিভাগ
ঘ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
No comments:
Post a Comment