১. নির্বাচন কমিশন পরিচালনা করে -
i. জাতীয় সংসদ নির্বাচন
ii. ইউনিয়ন পরিষদ নির্বাচন
iii. পৌর কর্পোরেশন নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২. নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধের জন্য জরিমানাসহ ক্ষেত্র বিশেষে শাস্তি হতে পারে -
i. সর্বোচ্চ ১০ বছর
ii. সর্বোচ্চ ৭ বছর
iii. সর্বোচ্চ ২ বছর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i ও iii
৩. নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে কী গঠিত হয়?
ক) সচিবালয়
খ) আইনসভা
গ) শাসন বিভাগ
ঘ) বিচার বিভাগ
৪. কখন আইয়ুব খান সামরিক শাসন জারি করেন?
ক) ১০৫২ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৫৮ সালে
ঘ) ১৯৫৯ সালে
৫. রাষ্ট্র পরিচালনায় সৃজনশীল নেতৃত্ব এবং তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজন -
i. রাজনৈতিক দল ও যোগ্য নেতৃবৃন্দ
ii. রাজনীতিবিদদের ঘন ঘন দল পরিবর্তন
iii. রাজনৈতিক দলের সুনির্দিষ্ট গঠনতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৬. রাষ্ট্র পরিচালনায় কীভাবে ক্ষমতার হাত বদল হয়?
ক) পেশিশক্তির মাধ্যমে
খ) নির্বাচনের মাধ্যমে
গ) অস্ত্রের মাধ্যমে
ঘ) ক্ষমতার ভাগাভাগির মাধ্যমে
৭. উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কত সালে?
ক) ১৯৪৫
খ) ১৯৪৬
গ) ১৯৪৭
ঘ) ১৯৪৮
৮. ১৯৫৮ সালের সামরিক শাসন জারির পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে কোন ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি সোচ্চার হয়?
ক) প্রত্যক্ষ গণতন্ত্র
খ) পার্লামেন্টারি গণতন্ত্র
গ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
ঘ) বিশুদ্ধ গণতন্ত্র
৯. পরোক্ষ নির্বাচনে মধ্যবর্তী নির্বাচনি সংস্থা চূড়ান্তভাবে কী নির্বাচন করে?
ক) আঞ্চলিক প্রতিনিধি
খ) রাষ্ট্রপ্রধান
গ) মন্ত্রী
ঘ) বিচারপতি
১০. কতোতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছে?
ক) চুতুর্থ সংশোধনী
খ) অষ্টম সংশোধনী
গ) দশম সংশোধনী
ঘ) দ্বাদশ সংশোধনী
১১. “রাজনৈতিক দল বলতে কমবেশি সংগঠিত একদল লোককে বোঝায়, যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে কর্মসূচি বাস্তবায়ন করতে চায়।” - উক্তিটি কে করেছেন?
ক) গেটেল
খ) ম্যাকাইভার
গ) গেজ
ঘ) জিসবার্ট
১২. সকল ভোটারকে একত্রিতভাবে কী বলা হয়?
ক) দলীয় কর্মী
খ) সমর্থকবৃন্দ
গ) নির্বাচনি প্রতিনিধি
ঘ) নির্বাচকমন্ডলী
১৩. কে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদেরকে নিয়োগ দেন?
ক) প্রধানমন্ত্রী
খ) প্রধান বিচারপতি
গ) সেনাপ্রধান
ঘ) রাষ্ট্রপতি
১৪. কে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সর্বপ্রথম পরোক্ষভাবে সেনা হস্তক্ষেপ ঘটান?
ক) জেনারেল মঈন উ আহমেদ
খ) মেজর জিয়াউর রহমান
গ) হুসেইন মুহম্মদ এরশাদ
ঘ) খালেদ মোশাররফ
১৫. কোনটি জনমত গঠনের মাধ্যম?
ক) রাজনৈতিক দল
খ) সংঘ
গ) সরকার
ঘ) রাষ্ট্র
১৬. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
ক) স্পার্টায়
খ) কলম্বিয়ায়
গ) গ্রিসের এথেন্সে
ঘ) ফ্রান্সের প্যারিসে
১৭. কত সালে পাকিস্তানি পার্লামেন্টারি শাসনব্যবস্থা গৃহীত হয়?
ক) ১৯৪৫
খ) ১৯৪৬
গ) ১৯৪৭
ঘ) ১৯৪৮
১৮. দীর্ঘকাল পর ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে -
i. ১৭শ শতাব্দীতে
ii. ১৮শ শতাব্দীতে
iii. ২০ শতাব্দীতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯. প্রার্থীর প্রচারণার জন্য নির্বাচনি ব্যয় কিরূপ হবে?
ক) অত্যন্ত কম
খ) প্রচুর পরিমাণ
গ) নির্ধারিত পরিমাণ
ঘ) ইচ্ছামাফিক
২০. দেশের সংবিধান প্রণয়ন করতে পাকিস্তান গণপরিষদ কত বছর সময় নেয়?
ক) ৫,
খ) ৭
গ) ৯
ঘ) ১১
২১. ১৯৪৭ সালে পাকিস্তানি পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় পার্লামেন্টারি শাসনের নামে দেশ শাসন করতেন -
i. রাষ্ট্রপতি
ii. গভর্নর জেনারেল
iii. আমলারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২. নির্বাচনি অপরাধ ও তার দন্ড নির্ধারণ করা হয়েছে কোন আদেশ অনুযায়ী?
ক) প্রতিনিধিত্ব
খ) গণ প্রতিনিধিত্ব
গ) প্রজাতন্ত্রিক
ঘ) গণপ্রজাতন্ত্রিক
২৩. কোন দেশে কয়েকটি রাজ্যে প্রত্যক্ষ গণতন্ত্র ব্যবস্থা চালু আছে?
ক) রাশিয়ায়
খ) সুইজারল্যান্ডে
গ) গ্রিসে
ঘ) জার্মানিতে
২৪. আব্রাহাম লিংকন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
ক) রাশিয়া
খ) আমেরিকা
গ) কানাডা
ঘ) ফ্রান্স
২৫. নির্বাচনি কর্মকর্তা, কর্মচারিগণ কর্তৃক কতিপয় নির্দিষ্ট অপরাধের জন্য কারও বিরুদ্ধে আদালতের মামলা করা যাবে না কোনটির অনুমোদন ছাড়া?
ক) আদালতের
খ) জাতীয় সংসদের
গ) নির্বাচন কমিশনের
ঘ) সচিবালয়ের
২৬. রাজনৈতিক দল আন্দোলন গড়ে তোলার কারণ কী?
ক) নাগরিকদের ন্যায্য অধিকার আদাযের লক্ষ্যে
খ) দলের স্বার্থে
গ) সরকারের বিরোধিতা করতে
ঘ) দেশপ্রেমমূলক মনোভাব ব্যক্ত করতে
২৭. কোন দল ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে?
ক) মুসলিম লীগ
খ) আওয়ামী লীগ
গ) পিপলস পার্টি
ঘ) যুক্তফ্রন্ট
২৮. নির্বাচনি আচরণবিধির ক্ষেত্রে কোনটির গুরুত্ব বেশি?
ক) নির্বাচনি প্রচারণা
খ) নির্বাচনকে অপশক্তি থেকে প্রভাবমুক্ত রাখা
গ) ভোটকেন্দ্রে প্রবেশাধিকার
ঘ) নির্বাচনি অনিয়ম
২৯. সরকার ব্যবস্থা হিসেবে একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল হলো -
i. গণতন্ত্র প্রতিষ্ঠা
ii. গণতন্ত্রের মানোন্নয়ন
iii. গণতান্ত্রিক চিন্তাধারা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩০. রাজনৈতিক দল গঠিত হয় -
i. একক নেতৃত্বের সমন্বয়ে
ii. একদল বিশিষ্ট বা সৃজনশীল নেতৃত্বের সমন্বয়ে
iii. জনপ্রচেষ্টায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩১. “আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন” - উক্তিটি করেছেন কে>
ক) উইলোবী
খ) ফাইনার
গ) গেটেল
ঘ) ম্যাকাইভার
৩২. রাজনৈতিক দল জনসমর্থন সৃষ্টি করে -
i. সভা সমিতির মাধ্যমে
ii. টকশোর মাধ্যমে
iii. ভয় দেখিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৩. নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত কার্যক্রম শুরু হয় কখন?
ক) নির্বাচনি তফসিল ঘোষণার পূর্বে
খ) নির্বাচনি তারিখ ঘোষণার পূর্বে
গ) নির্বাচনি তফসিল ঘোষণার পরে
ঘ) নির্বাচনি তফসলি ঘোষণার মুহূর্তে
৩৪. কোন ধারণাটি বর্তমান সময়ে সরকার পরিচালনার সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে?
ক) গণতান্ত্রিক
খ) রাজতান্ত্রিক
গ) সামন্ততান্ত্রিক
ঘ) একনায়কতান্ত্রিক
৩৫. জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থায় প্রমাণিত হয় -
i. জনগণই সকল ক্ষমতার উৎস
ii. রাজতন্ত্র জনগণের ইচ্ছায় টিকে থাকে না
iii. জনমতের সাথে শাসকদলের কোনো সম্পর্ক নেই
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৬. কী ধরনের শাসন জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়?
ক) সমাজতন্ত্র
খ) অভিজাততন্ত্র
গ) গণতন্ত্র
ঘ) রাজতন্ত্র
৩৭. প্রতিনিধিত্বমূলক সরকার বলতে কী বোঝায়?
ক) মৌলিক সরকার
খ) সাধারণ সরকার
গ) বহুদলের সরকার
ঘ) দলীয় সরকার
৩৮. ‘ইলেক্ট্ররাল কলেজ’ অর্থ কী?
ক) শাসক
খ) প্রতিনিদি
গ) সরকার
ঘ) নির্বাচকমন্ডলি
৩৯. মধ্যযুগে ইউরোপে অনেক সময় চলে গেছে -
i. ধর্ম ও রাজার দ্বৈত শাসনে
ii. স্বৈরতান্ত্রিক শাসনে
iii. সামন্ততান্ত্রিক শাসনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪০. কোন ধরনের নির্বাচন পদ্ধতি বাংলাদেশে চালু আছে?
ক) প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি
খ) পরোক্ষ নির্বাচন পদ্ধতি
গ) প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি
ঘ) সরাসরি নির্বাচন পদ্ধতি
৪১. নির্বাচনি জনসভা করতে হলে কার অনুমতি লাগে?
ক) পুলিশ সুপারের
খ) জেলা প্রশাসকের
গ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
ঘ) নির্বাচন কমিশনের
৪২. ১৯৭৫ সালের পর বাংলাদেশ কত বছর সেনা শাসনের অধীনে ছিল?
ক) ১০
খ) ১২
গ) ১৫
ঘ) ১৮
৪৩. রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচনের সময় প্রার্থীরা কীভাবে মনোনীত হন?
ক) স্থায়ীভাবে
খ) প্রাথমিকভাবে
গ) ক্ষণস্থায়ীভাবে
ঘ) নির্দিষ্ট সময়ের ভিত্তিতে
৪৪. নির্বাচনি আচরণ লঙ্ঘিত হয় -
i. জাল ভোট বা ছদ্মনামে ভোট দিলে
ii. প্রার্থীর প্রতীক সম্পর্কে মিথ্যা বললে
iii. ভোটদানে বাঁধা সৃষ্টি করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৫. নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নির্বাচনি প্রচারণা করা হবে -
i. দল বা প্রার্থী নির্বিশেষে প্রচারণার ক্ষেত্রে সবাই সমান সুযোগ ভোগ করে
ii. কেউ কারও সভা ও মিছিলে বাধা প্রদান না করে
iii. রাস্তার ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপন না করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৬. উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান হলে পাকিস্তানে কেমন শাসনব্যবস্থা গৃহীত হয়?
ক) পার্লামেন্টারি
খ) প্রেসিডেন্সিয়াল
গ) এরিস্টক্রেসী
ঘ) কমিউনিজম
৪৭. “যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী তা-ই গণতন্ত্র।” - উক্তিটি কে করেছেন?
ক) আব্রাহাম লিংক
খ) জর্জ ওয়াশিংটন
গ) গেটেল
ঘ) জন এফ কেনেডি
৪৮. জনগণ চাইলে পূর্ববর্তী সরকার ও দলকে প্রত্যাখ্যান করতে পারে কোন প্রক্রিয়ার মাধ্যমে?
ক) নির্বাচন
খ) ধর্মঘট
গ) বিদ্রোহ
ঘ) বিরোধিতা
৪৯. নির্বাচন কমিশনের কাজ হচ্ছে -
i. নির্বাচনের তারিখ ঘোষণা করা
ii. নির্বাচনি তফসিল ঘোষণা
iii. নির্বাচনে পক্ষপাতিত্ব করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫০. নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে -
i. স্বাধীনভাবে
ii. স্বতন্ত্রভাবে
iii. নিরপেক্ষভাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫১. আইনের দৃষ্টিতে সকলেই সমান কোন শাসন ব্যবস্থায়?
ক) সামন্ততান্ত্রিক
খ) রাজতান্ত্রিক
গ) গণতান্ত্রিক
ঘ) একনায়কতান্ত্রিক
৫২. কোনটির ওপর মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত দায়িত্ব ন্যস্ত?
ক) দুর্নীতি দমন কমিশন
খ) নির্বাচন কমিশন
গ) শিক্ষা কমিশন
ঘ) রাজনৈতিক দল
৫৩. গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে -
i. জনগণের আত্মবিকাশের সুযোগ বৃদ্ধি পায়
ii. সরকার দায়িত্ব পালনে সচেতন হয়
iii. শাসন ব্যবস্থায় নিপীড়নমূলক আচরণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৪. বাংলাদেশ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে অন্যতম হলো -
i. স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি
ii. ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন
iii. রাজনৈতিক দল পুনর্গঠন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৫. ১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন সরকারের উল্লেখযোগ্য সফল কর্মকান্ড ছিল -
i. ২৪০টি দেশের স্বীকৃতি লাভ
ii. জাতিসংঘ ও ওআইসি’র সদস্যপদ লাভ
iii. নতুন সংবিধান তৈরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৬. ১৯৯১ সালের নির্বাচনের পর জাতীয় সংসদে সকল দলের ঐকমত্যের ভিত্তিতে সংবিধানের কততম সংশোধনী প্রণীত হয়?
ক) অষ্টম
খ) নবম
গ) দশম
ঘ) দ্বাদশ
৫৭. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলগুলো গুরুত্ব দেয় -
i. জনগণের সমস্যা, অভাব, অভিযোগ
ii. জনগণের সুবিধা, অসুবিধা
iii. অন্য দলগুলোর সাথে বিরোধিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৮. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলনের কারণ কী?
ক) জনগণের শিক্ষা ও মানোন্নয়ন
খ) প্রত্যক্ষ গণতন্ত্র অসম্ভব বলে
গ) রাষ্ট্রের বিশালতা ও অধিক জনসংখ্যা
ঘ) গণতন্ত্র সর্বজন স্বীকৃত
৫৯. ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে -
i. সংসদকে শক্তিশালীকরণের পদক্ষেপ নেয়
ii. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদন করে
iii. বিভিন্ন নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬০. পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় কত সালে?
ক) ১৯৪৮
খ) ১৯৫২
গ) ১৯৫৬
ঘ) ১৯৫৮
৬১. গণতন্ত্রকে মূর্খ ও অযোগ্যের শাসনব্যবস্থা বলেছেন -
i. প্লেটো
ii. এরিস্টটল
iii. কার্ল মার্কস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬২. কোন ধরনের গণতন্ত্র প্রচলন রাষ্ট্র ব্যবস্থার বিস্তৃতির কারণে প্রায় অসম্ভব?
ক) বিশুদ্ধ গণতন্ত্র
খ) পরোক্ষ গণতন্ত্র
গ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
ঘ) জনমতের গণতন্ত্র
৬৩. গণতন্ত্র কী ধরনের শাসন ব্যবস্থা?
ক) অনিয়ন্ত্রিত
খ) পরিকল্পনাহীন
গ) দায়িত্বশীল
ঘ) স্বৈরাচারী
৬৪. গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার - উক্তিটি কার?
ক) গেটেলের
খ) আব্রাহাম লিংকনের
গ) রুজভেল্টের
ঘ) উড্রো উইলসনের
৬৫. গণতন্ত্র কী ধরনের সরকার?
ক) স্বৈচ্ছাচারী
খ) নিয়ন্ত্রণমূলক
গ) জনকল্যাণমূলক
ঘ) দমনমূলক
৬৬. তত্ত্বাবধায়ক সরকার ড. ফখরুদ্দিন আহমদের সময়ে উল্লেখযোগ্য ঘটনা হলো -
i. অনেকগুলো অধ্যাদেশ জারি
ii. দুর্নীতির বিচারে বিশেষ ট্রাইবুন্যাল গঠন
iii. সেনা হস্তক্ষেপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৭. গণতান্ত্রিক সরকারের গ্রহণযোগ্যতার কারণ হচ্ছে -
i. সরকারের কাজের জবাবদিহিতার জন্য
ii. স্বৈরাচারী ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য
iii. ব্যক্তি ও বাক স্বাধীনতার স্বীকৃতির জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৮. রাজনৈতিক দলের উদ্দেশ্য -
i. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করা ও তার সমাধানে কর্মসূচি ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা
ii. রাষ্ট্রের উন্নয়নমূলক নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করে জনসমর্থন সৃষ্টি
iii. বৈধ ও নিয়মমাফিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসনভার গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৯. কোন তত্ত্বাবধায়ক সরকার প্রধান এ যাবতকাল সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন?
ক) ইয়াজউদ্দিন আহম্মদ
খ) সাহাবুদ্দিন আহমদ
গ) জেনারেল মঈন উ আহমেদ
ঘ) ড. ফখরুদ্দিন আহমদ
৭০. রাজনৈতিক দল বিচারে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কয়টি রাজনৈতিক প্রশাসন এসেছে?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৭১. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ -
i. জনস্বার্থ বিরোধী সরকারকে প্রত্যাখ্যান করা যায়
ii. জনগণের স্বার্থবিরোধী দলকে প্রত্যাখ্যান করা যায়
iii. জনগণের প্রতি সরকারের আচরণের জবাব দেওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭২. প্রধান নির্বাচন কমিশনারের চাকরির মেয়াদ কত বছর?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
৭৩. বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের অবদান হলো -
i. জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তি
ii. সার্ক প্রতিষ্ঠান উদ্যোগ
iii. প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৪. ভোটার তালিকা প্রণয়ন করে কে?
ক) সংসদীয় কমিটি
খ) জাতীয় সংসদ
গ) সংসদ সচিবালয়
ঘ) নির্বাচন কমিশন
৭৫. প্রাচীন গ্রিসের গণতান্ত্রিক ব্যবস্থার অসুবিধা কী?
i. রাষ্ট্রের সকলেই নাগরিকত্বের সম্মান পেত না
ii. বিচারকার্যে নাগরিকগণ অংশগ্রহণ করতে পারতো না
iii. নাগরিকের ধারণা সীমাবদ্ধ ছিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৬. “যারা কতকগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে তাকে রাজনৈতিক দল বলে।” - উক্তিটি কার?
ক) ম্যাকাইভারের
খ) গেটেলের
গ) উইলোবীর
ঘ) বার্টন্ড রাসেলের
৭৭. ইউরোপে গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটে কোন শতাব্দীতে?
ক) দ্বাদশ ও ত্রয়োদশ
খ) সপ্তদশ ও অষ্টাদশ
গ) চতুর্দশ ও পঞ্চদশ
ঘ) ষষ্ঠদশ ও সপ্তদশ
৭৮. পরোক্ষ গণতন্ত্রকে কী বলা হয়?
ক) সাধারণ গণতন্ত্র
খ) অসম্পূর্ণ গণতন্ত্র
গ) প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
ঘ) বিরোধী গণতন্ত্র
৭৯. গণভোট বলতে কী বুঝায়?
ক) সর্বসাধারণের ভোট
খ) আবালবৃদ্ধবনিতার ভোট
গ) জনমত যাচাইয়ের জন্য ভোট
ঘ) জনগণের জন্য ভোট
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে এক বিশেষ ধরনের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল। দল ভাঙা, দলগড়া, ভোট কারচুপি ও অকার্যকর নির্বাচন কমিশন প্রভৃতি ছিল এ শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। ১৫ বছর পর এ শাসন ব্যবস্থার অবসান ঘটে।
৮০. ওপরের অংশে কোন শাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
ক) জিয়া শাসন
খ) এরশাদ শাসন
গ) সেনা শাসন
ঘ) তত্ত্বাবধায়ক শাসন
৮১. এ ধরনের শাসন অবসান আন্দোলনে কাদের প্রধান ভূমিকা ছিল?
ক) ছাত্রদের
খ) ছাত্র ও জনগণের
গ) শ্রমিকদের
ঘ) সাধারণ জনগণের
No comments:
Post a Comment