১. ‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র’ - উক্তিটি কার?
ক) অধ্যাপক গার্নারের
খ) অধ্যাপক গেটেলের
গ) টি. এইচ. গ্রিনের
ঘ) এরিস্টটলের
২. সার্বভৌম ক্ষমতার কয়টি দিক রয়েছে?
ক) তিনটি
খ) চারটি
গ) দুইটি
ঘ) পাঁচটি
৩. জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার উদ্দেশ্যে কোন আইন প্রণীত হয়?
ক) তথ্য মন্ত্রণালয়
খ) তথ্য অধিকার আইন
গ) তথ্য কমিশন আইন
ঘ) প্রতিলিপি অধিকার আইন
৪. অনেক সামাজিক প্রথা অমান্য করলে কী ঘটে থাকে?
ক) মানুষের উন্নতি
খ) সামাজিক সমস্যা
গ) সংঘাত ও বিদ্রোহ
ঘ) সমাজের পরিবর্তন
৫. নগরায়ণ, গ্রামীণ উন্নয়ন, নাগরিক সুবিধা সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রভৃতি কাজগুলো রাষ্ট্রের -
i. অপ্রয়োজনীয় কাজ
ii. উন্নয়নমূলক কাজ
iii. জনহিতকর কাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬. কিসের মাধ্যমে আইন প্রণয়ন হয়?
ক) পার্লামেন্ট
খ) আইনমন্ত্রী
গ) প্রধানমন্ত্রী
ঘ) বিলের
৭. কোনটি তথ্য শব্দটির অন্তর্ভুক্ত?
ক) যেকোনো ধরনের রেকর্ড
খ) দাপ্তরিক নোট সিট
গ) নোট সিটের প্রতিলিপি
ঘ) প্রামাণ্য প্রতিলিপি
৮. বিশ্লেষকদের মতে, রাষ্ট্র প্রধানত কত ধরনের ভূমিকা পারন করে?
ক) দুই
খ) ছয়
গ) চার
ঘ) পাঁচ
৯. দেশের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব কার?
ক) নাগরিকের
খ) চাকরিজীবীদের
গ) রাষ্ট্রের
ঘ) শিক্ষিতদের
১০. ‘রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখন্ডে বসবাসরত অধিবাসীদের ওপর বলবৎ হয়’ সংজ্ঞাটি কার?
ক) এরিস্টটল
খ) ম্যাকাইভার
গ) গার্নার
ঘ) গেটেল
১১. আবেদনকারী আপিল কর্তৃপক্ষের নিকট আইন মোতাবেক সুবিচার না পেলে কার নিকট অভিযোগ পাঠানো যাবে?
ক) তথ্য মন্ত্রণালয়কে
খ) তথ্য অধিদপ্তরের
গ) তথ্য কমিশনের
ঘ) তথ্য বিভাগীয় কার্যালয়ের
১২. তথ্য অধিকার আইনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা যাবে -
i. প্রান্তিক মানুষের
ii. সুবিধাবঞ্চিত মানুষের
iii. অসুস্থ মানুষের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩. 'The Modern State' গ্রন্থটির লেখক কে?
ক) জন মিল
খ) এরিস্টটল
গ) অধ্যাপক গার্নার
ঘ) আর এম ম্যাকাইভার
১৪. জনসমষ্টি, নির্দিষ্ট ভূখন্ড, সরকার ও সার্বভৌমত্ব ব্যতীত রাষ্ট্র গঠন করা যায় না। এক্ষেত্রে নির্দিষ্ট ভূখন্ড হলো -
i. একটি রাষ্ট্রের স্থলভাগ
ii. একটি রাষ্ট্রের জলভাগ
iii. একটি রাষ্ট্রের আকাশসীমা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫. রাষ্ট্রের মৌলিক কাজ হচ্ছে -
i. আইন প্রণয়ন
ii. আঞ্চলিক জোট
iii. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬. আইনের বৈশিষ্ট্য হচ্ছে -
i. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা
ii. সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা
iii. বিধিবিধান মানতে বাধ্য করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭. রাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক অপরিহার্য কাজ হলো -
i. শরণার্থীদের আশ্রয় দান
ii. আঞ্চলিক জোট গঠন
iii. বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮. আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কী?
ক) বিচারকের রায়
খ) ধর্মীয় অনুশাসন
গ) আইনসভা
ঘ) ঐশ্বরিক আইন
১৯. আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কী?
ক) ন্যায়বোধ
খ) আইন
গ) ধর্ম
ঘ) প্রথা
২০. জনসমষ্টি নির্দিষ্ট ভূখন্ডের ওপর যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে -
i. জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে
ii. সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে
iii. সাংবিধানিকভাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১. “আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতকগুলো সাধারণ নিয়ম বা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত হয়।” - কে বলেছেন?
ক) হল্যান্ড
খ) উড্রো উইলসন
গ) অস্টিন
ঘ) এরিস্টটল
২২. কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ?
ক) প্রতিরক্ষা বাহিনী গঠন
খ) আইনের অনুশাসন প্রতিষ্ঠা
গ) জনস্বাস্থ্য রক্ষা করা
ঘ) অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা
২৩. রাষ্ট্র পরিচালনার জন্য কতটি বিভাগ থাকে?
ক) চারটি
খ) তিনটি
গ) সাতটি
ঘ) ছয়টি
২৪. প্রত্যেক সমাজব্যবস্থায় চূড়ান্ত ক্ষমকা কার্যকরী করার জন্য কী থাকতে হয়?
ক) আঞ্চলিক কর্তৃপক্ষ
খ) স্থায়ী কর্তৃপক্ষ
গ) অস্থায়ী কর্তৃপক্ষ
ঘ) কেন্দ্রীয় কর্তৃপক্ষ
২৫. সার্বভৌমের আদর্শকে কী বলা হয়?
ক) আইন
খ) নিয়ম
গ) নির্দেশ
ঘ) হুকুম
২৬. রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান -
i. প্রাচীন যুগে
ii. মধ্যযুগে
iii. লৌহযুগে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৭. ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারেনি কোন কারণে?
ক) জনসংখ্যার অভাব ছিল
খ) নির্দিষ্ট ভূখন্ড ছিল না
গ) সার্বভৌমত্ব ছিল না
ঘ) প্রশাসনিক ক্ষমতা ছিল না বলে
২৮. বাংলাদেশের অনেক রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিতগুলো অন্যতম। এর কোনটি বাংলাদেশের জন্য ঐচ্ছিক কাজ বলে তুমি মনে কর?
ক) শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ
খ) আঞ্চলিক জোট গঠন
গ) আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন
ঘ) কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন
২৯. রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কাজ কী?
ক) অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা
খ) অন্য রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদন
গ) নাগরিকদের স্বাস্থ্যরক্ষা করা
ঘ) সরকারি কর্মচারীদের কাজ তদারক
৩০. রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কোনটিকে?
ক) সুনির্দিষ্ট জনসংখ্যা নেই যার
খ) কখনো সার্বভৌমত্ব থাকে, কখনো থাকে না যার
গ) নির্দিষ্ট সরকার ব্যবস্থাপনা নেই যার
ঘ) নির্দিষ্ট আয়তনের ভূখন্ড থাকলেও কিছু অংশ অমীমাংসিত যার
৩১. সুশাসন থাকলে রাষ্ট্রে নাগরিকেরা কী পায়?
ক) আইনের বাধ্যবাধকতা
খ) পরাধীনতা আর গ্লানি
গ) স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ-সুবিধা
ঘ) অবাধ স্বাধীনতা
৩২. রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
ক) চারটি
খ) পাঁচটি
গ) ছয়টি
ঘ) সাতটি
৩৩. মানুষের ওপর কীসের প্রভাব অপরিসীম?
ক) আেইনের
খ) প্রথার
গ) ধর্মের
ঘ) রীতিনীতির
৩৪. ২১ বর্গ কি.মি. এলাকা এবং ৯৩০০ জনসংখ্যা নিয়ে নাউরো রাষ্ট্রটি গঠিত। এ রাষ্ট্রটির ক্ষেত্রে কোন দার্শনিকের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে?
ক) অধ্যাপক বার্জেস
খ) এরিস্টটল
গ) অধ্যাপক গার্নার
ঘ) গেটেল
৩৫. ‘রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখন্ডে স্থায়িভাবে বসবাস করে; যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ঐ জনসমাজ স্বভাবতই অনুগত।’ - কথাটি কে বলেছেন?
ক) এরিস্টটল
খ) সক্রেটিস
গ) অধ্যাপক গার্নার
ঘ) আর এম ম্যাকাইভার
৩৬. সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের কোন ধরনের উপাদান?
ক) গৌণ
খ) ঐচ্ছিক
গ) মুখ্য
ঘ) অনৈচ্ছিক
৩৭. নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ ক?
ক) বিচার বিভাগ
খ) আইনের সাম্য
গ) আইনের প্রাধান্য
ঘ) আইন মন্ত্রণালয়
৩৮. আইনের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা কে দিয়েছেন?
ক) অস্টিন
খ) হল্যান্ড
গ) উড্রো উইলসন
ঘ) এরিস্টটল
৩৯. গ্রিক নগররাষ্ট্রে দাস এবং নারীদের কী করা হতো না?
ক) নাগরিক হিসেবে গণ্য করা হতো না
খ) বিক্রি করা হতো না
গ) অন্য দেশে পাচার করা হতো না
ঘ) খাদ্য প্রদান করা হতো না
৪০. নাগরিকের দায়িত্ব হলো -
ক) রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
খ) অধিক সংখ্যক লোককে শিল্পকারখানায় কাজে লাগানো
গ) দক্ষ জনশক্তি তৈরি করা
ঘ) রাজনৈতিক সংগঠন গড়ে তোলা
৪১. ‘যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়’ - উক্তিটি কার?
ক) এরিস্টটলের
খ) লাস্কির
গ) গার্নারের
ঘ) ম্যাকাইভারের
৪২. ‘স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র।’ - কথাটি কে বলেছেন?
ক) এরিস্টটল
খ) প্লেটো
গ) সক্রেটিস
ঘ) ম্যাকিয়াভেলি
৪৩. রাষ্ট্র মূলত কোন ধরনের সমাজ?
ক) জনসংখ্যাকেন্দ্রিক সমাজ
খ) প্রকৃতিকেন্দ্রিক সমাজ
গ) জীবনযাপনকেন্দ্রিক সমাজ
ঘ) ভূখন্ডভিত্তিক সমাজ
৪৪. রাষ্ট্র যদি জীবদেহ হয় তাহলে সরকার কী?
ক) চোখস্বরূপ
খ) মস্তিষ্কস্বরূপ
গ) হাতস্বরূপ
ঘ) কলিজাস্বরূপ
৪৫. আইনের অনুশাসন বলতে প্রধান কয়টি ধারনাকে বুঝায়?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৪৬. ‘আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম, যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়’ - উক্তিটি কার?
ক) টি. এইচ. গ্রীন
খ) হল্যান্ড
গ) উড্রো উইলসন
ঘ) এরিস্টটল
৪৭. একজন নাগরিকের কর্তব্য হলো -
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
ii. নিয়মিত কর প্রদান
iii. রাষ্ট্রের সেবামূলক কাজে অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৮. আইন কী?
ক) মানুষের জীবনের কর্ম
খ) মানবজীবনের শৃঙ্খলিত কর্মকান্ড
গ) মানব রচিত বিধি
ঘ) মানুষের জীবনযাপনের জন্য অনুসরণকৃত লিখিত বিধান
৪৯. এরিস্টটল তার ধারণায় কাদেরকে নাগরিক শ্রেণিভুক্ত করেননি?
ক) নারীদের
খ) অধিকাংশ জনগণকে
গ) দাসীদের
ঘ) শিশুদের
৫০. ‘সার্বভৌম’ শব্দ দ্বারা কেমন ক্ষমতাকে বোঝায়?
ক) সামরিক
খ) স্থায়ী
গ) চরম ও চূড়ান্ত
ঘ) অলিক
৫১. আদনান বাধ্যতামূলকভাবে একটি বৃহৎ ভৌগোলিক প্রতিষ্ঠানের সদস্য। সে চাইলেও এ প্রতিষ্ঠানের সদস্যপদ ত্যাগ করতে পারে না। সে নিচের কোন প্রতিষ্ঠানের সদস্য?
ক) সমাজ
খ) পাড়ার ক্লাব
গ) রাষ্ট্র
ঘ) সম্প্রদায়ের
৫২. নাগরিকদের অন্যতম দায়িত্ব হচ্ছে -
i. সংবিধান মেনে চলা
ii. আইনের প্রতি সম্মান দেখানো
iii. রাষ্ট্রের সুবিধা ভোগ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৩. দেশের অবকাঠামোগত উন্নয়নের শ্রেণিভুক্ত -
i. মুদ্রাস্ফীতি রোধ
ii. বিমান যোগাযোগ স্থাপন
iii. সেতু বিনির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৪. শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য রাষ্ট্র -
i. শ্রম নীতিমালা প্রণয়ন করে
ii. ন্যূনতম সঠিক মজুরি নির্ধারণ করে
iii. কাজের সময় নির্ধারণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৫. রাষ্ট্র গঠনের তৃতীয় অপরিহার্য উপাদান কী?
ক) নির্দিষ্ট ভূখন্ড
খ) সার্বভৌমত্ব
গ) সরকার
ঘ) প্রশাসন
৫৬. শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য রাষ্ট্র কী প্রণয়ন করে?
ক) শ্রমিক নেতা
খ) শ্রম নীতিমালা
গ) শ্রমিক-মালিক স্বার্থ
ঘ) কাজের পরিবেশ
৫৭. আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি?
ক) সংবিধান
খ) বিচারকের রায়
গ) প্রথা
ঘ) সামাজিক রীতিনীতি
৫৮. রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কোনটি?
ক) প্রাকৃতিক সম্পদ
খ) প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী
গ) কর্মক্ষম জনগোষ্ঠী
ঘ) শিক্ষিত জনগোষ্ঠী
৫৯. বাংলাদেশের সর্বোচ্চ কোর্টের নাম কী?
ক) হাইকোর্ট
খ) জজ কোর্ট
গ) সুপ্রিম কোর্ট
ঘ) ম্যাজিস্ট্রেট কোর্ট
৬০. কোনটি রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করেছে?
ক) সরকারি
খ) বেসরকারি
গ) সার্বভৌম
ঘ) আইন
৬১. রাষ্ট্র নাগরিকদের কীভাবে গড়ে তুলতে চায়?
ক) সম্পদ দিয়ে
খ) চাকরি দিয়ে
গ) শিক্ষা দিয়ে
ঘ) নিরাপত্তা দিযে
৬২. রাষ্ট্রের উন্নয়নমূরক ও জনহিতকর কাজ হচ্ছে -
i. বনায়ন কর্মসূচি
ii. সমাজে দুর্নীতি প্রতিরোধ
iii. প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৩. আইনের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো -
i. আইন সর্বজনীন
ii. আইন মেনে চলতে হয়
iii. আইন ভঙ্গকারীকে শাস্তি পেতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৪. মানুষের গোত্রভিত্তিক বসবাস ছিল -
i. আদিমকালে
ii. প্রাচীনকালে
iii. প্রাগৈতিহাসিককালে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৬৫. সার্বভৌম ক্ষমতার কতটি দিক রয়েছে?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) ছয়টি
৬৬. আইনের অন্যতম বৈশিষ্ট্য -
i. এটা সর্বজনীন
ii. সকলের নিকট মান্য
iii. অনেকের নিকট দন্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৭. আইনের অন্যতম বৈশিষ্ট্য কী?
ক) আইন কখনো তার রীতিনীতি ভঙ্গ করে না
খ) আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে
গ) আইন সকলের জন্য সমান নয়
ঘ) যথাযথ কর্তৃপক্ষ বা রাষ্ট্র আইন নিয়ন্ত্রণ করে না
৬৮. “আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতকগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়” - উক্তিটি কার?
ক) এইচ টি গ্রিন
খ) হল্যান্ড
গ) উড্রো উইলসন
ঘ) আইনবিদ কোক
৬৯. রাষ্ট্রের উদ্ভব হয়েছে জনসমষ্টির -
i. সর্বজনীন কল্যাণ হতে
ii. ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা হতে
iii. পারস্পরিক সম্পর্ক হতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
দক্ষিণ এশিয়ার একটি দেশে জনাব আকমল চৌধুরী বসবাস করেন। তিনি দেখলেন দেশটির জনগণ তাদের প্রচলিত আইনকানুন মানতে বাধ্য। দেশটির সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত।
৭০. অনুচ্ছেদে রাষ্ট্রের কোন উপাদানটির প্রতিফলন ঘটেছে?
ক) জনসমষ্টি
খ) সার্বভৌমত্ব
গ) নির্দিষ্ট ভূখন্ড
ঘ) আইন বিভাগ
৭১. দেশটির এই ধরনের ক্ষমতার রয়েছে -
i. অভ্যন্তরীণ দিক
ii. বাহ্যিক দিক
iii. কেন্দ্রীয় দিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment