অধ্যায় - ৮: বানান

১. কোন বানানটি সঠিক?
ক) পত্নি
খ) সারণি
গ) হরিণি
ঘ) সুন্নী
সঠিক উত্তর: (খ)
২. কোন বানানটি ভুল?
ক) কৃপণ
খ) দুর্ণাম
গ) অগ্রহায়ণ
ঘ) নির্বাণ
সঠিক উত্তর: (খ)
৩. অভিধানসিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ (ঃ) বর্জনীয়! এই নিয়মের আলোকে শুদ্ধ বানান হলো -
ক) নিস্পৃহ
খ) পুনপুন
গ) স্বতস্ফূর্ত
ঘ) দুসহ
সঠিক উত্তর: (ক)
৪. ভাষা ও জাতির নামের শেষে -
ক) ই-কার হবে
খ) ঈ-কার হবে
গ) ও-কার হবে
ঘ) এ-কার হবে
সঠিক উত্তর: (ক)
৫. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) প্রনব
খ) পরাহ্ন
গ) ব্যান্ড
ঘ) পরিনয়
সঠিক উত্তর: (গ)
৬. যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে ত-বর্গের পূর্বে সকল শব্দে দন্ত্য-ন হয় - এই নিয়মের আলোকে সঠিক বানান কোনটি?
ক) অন্তরঙ্গ
খ) মন্ত্রি
গ) অনিন্দ
ঘ) পরান্ন
সঠিক উত্তর: (ক)
৭. বাংলাদেশে কোন বানান রীতি মান্য করা হয়?
ক) বাংলা একাডেমীর বানানরীতি
খ) এনসিটিবির বানানরীতি
গ) বিশ্বভারতীয় বানানরীতি
ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানরীতি
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোন বানানটি সঠিক?
ক) আশীস
খ) দুর্নীতি
গ) কিশোরি
ঘ) মুমূর্ষূ
সঠিক উত্তর: (ঘ)
৯. নিচের কোন বানান গুচ্ছটি সঠিক?
ক) উপদেষ্টা, ইস্তফা, বৃশ্চিক
খ) উচ্ছিস্ট, কাস্তে, আড়স্ট
গ) চেষ্টা, স্থান, ভূমিষ্ট
ঘ) অনিস্ট, কস্তুরি, স্বাস্থ্য
সঠিক উত্তর: (ক)
১০. তৎসম ও অতৎসম শব্দে যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে?
ক) ষ
খ) শ
গ) স
ঘ) ণ
সঠিক উত্তর: (খ)
১১. ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব-ই কার হবার কারণ কী?
ক) মাসের নাম বলে
খ) বছরের প্রথম মাস বলে
গ) বিদেশি শব্দ বলে
ঘ) স্বাভাবিক নিয়মের কারণে
সঠিক উত্তর: (গ)
১২. কোন বানানটি সঠিক?
ক) প্রধানত
খ) প্রধানতঃ
গ) পুনপুন
ঘ) পুনপুনঃ
সঠিক উত্তর: (ক)
১৩. কোনটি তৎসম শব্দ?
ক) আমিন
খ) ডিগ্রি
গ) দাবি
ঘ) আবির
সঠিক উত্তর: (ঘ)
১৪. কোন বানানটি সঠিক?
ক) যুবতী
খ) মেয়েলী
গ) বিদুষি
ঘ) চাকুরী
সঠিক উত্তর: (ক)
১৫. যেসব তৎসম শব্দের উচ্চারণে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর অবিধান সিদ্ধ, সেসব শব্দের বানানে হবে -
ক) দীর্ঘ স্বর
খ) হ্রস্ব স্বর
গ) উভয় স্বর
ঘ) কোনটাই না
সঠিক উত্তর: (খ)
১৬. নিচের কোন বানানটি সঠিক?
ক) কোরাণ
খ) গ্রীণ
গ) লণ্ঠন
ঘ) লন্ঠন
সঠিক উত্তর: (ঘ)
১৭. বিশেষবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে হবে -
ক) ই-কার
খ) ঈ-কার
গ) ও-কার
ঘ) উ-কার
সঠিক উত্তর: (ক)



অধ্যায় - ৯: অভিধান

১. যে অভিধানে কেবল একটি ভাষার শব্দের অর্থ, প্রতিশব্দ ও ব্যুৎপত্তি দেখানো হয়, তাকে বলে -
ক) একভাষিক অভিধান
খ) দ্বিভাষিক অভিধান
গ) সমার্থ অভিধান
ঘ) পৌরাণিক অভিধান
সঠিক উত্তর: (ক)
২. বর্ণানুক্রম - দ্বারা কী বোঝায়?
ক) বর্ণের ক্রমিক নম্বর
খ) বর্ণের ধারাবাহিক বিন্যাস
গ) বর্ণের ক্রমবর্ধমান ধারা
ঘ) বর্ণ সৃষ্টির ইতিহাস
সঠিক উত্তর: (খ)
৩. অভিধান ব্যবহৃত বর্ণানুক্রমে ‘ক’ এর পরে কোন বর্ণটি থাকে?
ক) খ
খ) হ্ম
গ) ক
ঘ) অ
সঠিক উত্তর: (খ)
৪. অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমে ‘ঔ’ এর পরে থাকে -
ক) এ
খ) ক
গ) ঙ
ঘ) ং
সঠিক উত্তর: (ঘ)
৫. সাধারণ বর্ণানুক্রম এবং অভিধানের বর্ণানুক্রম -
ক) পুরোপুরি ভিন্ন
খ) সামান্য ভিন্ন
গ) অভিন্ন
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
৬. অভিধানে শব্দগুলো কীভাবে সাজানো থাকে?
ক) বর্ণানুক্রমিকভাবে
খ) অর্থের ক্রমানুসারে
গ) বুৎপত্তির ক্রমানুসারে
ঘ) ভাবের ক্রমানুসারে
সঠিক উত্তর: (ক)
৭. অভিধানে মব্দের পর ‘বিন’ থাকলে বোঝা যায় শব্দটি -
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) বিদেশি
ঘ) বিকৃত
সঠিক উত্তর: (খ)
৮. অঋণী (অরিনি) বিন ঋণমুক্ত’ ঋণশূন্য। এখানে শীর্ষ শব্দ কোনটি?
ক) অঋণী
খ) অরিনি
গ) বিণ
ঘ) ঋণশূন্য
সঠিক উত্তর: (ক)
৯. অভিধানের নিয়মানুসারে কোনটির ক্রম প্রথম হবে?
ক) ল্ল
খ) ল্ড
গ) ল্প
ঘ) ল্ম
সঠিক উত্তর: (খ)
১০. যে অভিধানে এক ভাষার শব্দ অন্য ভাষায় অনুবাদ হিসেবে সংকলিত হয় তাকে কী বলে?
ক) একভাষিক অভিধান
খ) দ্বিভাষিক অভিধান
গ) সমার্থ অভিধান
ঘ) ঐতিহাসিক অভিধান
সঠিক উত্তর: (খ)
১১. অভিধানে শীর্ষপদের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে বলে -
ক) মূলশব্দ
খ) শব্দার্থ
গ) ভুক্তি
ঘ) বর্ণানুক্রম
সঠিক উত্তর: (গ)
১২. অভিধানে যে শব্দের অর্থ দেয়া হয়, তাকে কী বলে?
ক) ভুক্তি
খ) শীর্ষপদ
গ) বর্নানুক্রম
ঘ) মূলশব্দ
সঠিক উত্তর: (খ)
১৩. একটি শব্দের অর্থ, উৎস, বুৎপত্তি - লিপিবদ্ধ থাকে কোন গ্রন্থে?
ক) অর্থকোষ গ্রন্থে
খ) অভিধানে
গ) ব্যাকরণে
ঘ) ভাষাকোষে
সঠিক উত্তর: (খ)
১৪. ‘অভিধান’ শব্দের ইংরেজী কী?
ক) Dictionary
খ) Diktorary
গ) Dicsonary
ঘ) Dictionari
সঠিক উত্তর: (ক)
১৫. ‘অভিধান’ শব্দের অন্য অর্থ কী?
ক) বাক্য কোষ
খ) অর্থকোষ
গ) শব্দকোষ
ঘ) ভাষাকোষ
সঠিক উত্তর: (গ)


অধ্যায় - ১০: শব্দার্থ

১. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কী?
ক) ধরা
খ) শৈল
গ) সিন্ধু
ঘ) তড়িৎ
সঠিক উত্তর: (খ)
২. ‘ছেলেটির বয়স অল্প, কিন্তু কথায় পাকা।’ বাক্যে ‘পাকা’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) পরিপক্ব
খ) নিপুণ
গ) অকালপক্ব
ঘ) দক্ষ
সঠিক উত্তর: (গ)
৩. ‘উন্নতি’ - এর বিপরীত শব্দ কোনটি?
ক) রসাতল
খ) অবনতি
গ) অধঃপতন
ঘ) অনুন্নতি
সঠিক উত্তর: (খ)
৪. কোনটি ‘হ্রস্ব’ - এর বিপরীত শব্দ?
ক) দীর্ঘ
খ) ঋষী
গ) বৃদ্ধি
ঘ) হ্রাস
সঠিক উত্তর: (ক)
৫. ‘ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে।’ বাক্যে ‘তোলা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত -
ক) উত্তোলন
খ) উত্থাপন
গ) সংগ্রহ
ঘ) ছেঁড়া
সঠিক উত্তর: (ক)
৬. ‘ফপর দালালি’ - বাগধারাটির অর্থ কী?
ক) অতিরিক্ত চালবাজি
খ) কান্ডজ্ঞানহীন
গ) গোপনে কাজ সমাধা
ঘ) অযথা শ্রম
সঠিক উত্তর: (ক)
৭. ‘অসৎ বন্ধুর পাল্লায় পড়ে তার ব্যবসায় লালবাতি জ্বলছে।’ বাক্যে ‘লাল’ শব্দটি যে অর্থে ব্যবহৃত -
ক) জেলখানা
খ) উন্নতি
গ) বন্ধ হওয়া
ঘ) রং
সঠিক উত্তর: (গ)
৮. ‘সুশ্রী’ - এর বিপরীত শব্দ -
ক) কুশ্রী
খ) খারাপ
গ) বিশ্রী
ঘ) মন্দ
সঠিক উত্তর: (ক)
৯. মাথা খাও, এখন যেও না - বাক্যে ‘খাও’ শব্দটি কোন অর্থ বহন করে?
ক) ভোজন
খ) অনুরোধ
গ) বাধা
ঘ) দিব্যি
সঠিক উত্তর: (ঘ)
১০. ‘চক্ষুদান করা’ - বাগধারাটির অর্থ কী?
ক) কাউকে চোখ দান করা
খ) চুরি করা
গ) জ্ঞানদান করা
ঘ) উপহার দেয়া
সঠিক উত্তর: (খ)
১১. অহি-নকুল বাগধারাটির অর্থ কী?
ক) ভীষণ শত্রুতা
খ) সামান্য লোক
গ) উঠেপড়ে লাগা
ঘ) কঠিন অবস্থা
সঠিক উত্তর: (ক)
১২. ‘ঈশ্বর তোমার ভালো করুন।’ বাক্যে ‘ভালো’ শব্দের অর্থ কী?
ক) সৎ
খ) সুন্দর
গ) মঙ্গল
ঘ) ধনী
সঠিক উত্তর: (গ)
১৩. ‘তার কোনো কথা আমি গায়ে মাখি না’ - এ বাক্যে ‘গা’ কথাটি যে অর্থ বহন করে?
ক) শরীর
খ) গ্রাহ্য
গ) পরিধান
ঘ) অভ্যস্ত
সঠিক উত্তর: (খ)
১৪. ‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) চপলা
খ) বীচি
গ) অম্বর
ঘ) সরিৎ
সঠিক উত্তর: (খ)
১৫. ‘পয়ঃ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) আগুন
খ) সূর্য
গ) নদী
ঘ) জল
সঠিক উত্তর: (ঘ)
১৬. ‘সুমন চাকরিতে লেগেছে।’ বাক্যে ‘লাগা’ ক্রিয়াপদটি কোন অর্থে ব্যবহৃত?
ক) স্পর্শ
খ) শুরু
গ) নিযুক্ত
ঘ) থামা
সঠিক উত্তর: (গ)
১৭. ‘লোকটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও।’ এ বাক্যে ‘গলা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অপমান
খ) বোঝা
গ) ভিক্ষা
ঘ) কন্ঠ
সঠিক উত্তর: (ক)
১৮. ‘কৈ মাছের প্রাণ’ - বাগধারাটির অর্থ কী?
ক) নীরোগ শরীর
খ) প্রভাবশালী
গ) যা সহজে মরে না
ঘ) ধামাধরা
সঠিক উত্তর: (গ)
১৯. ‘মাস্তানদের দৌরাত্ম্য এখন গা সওয়া হয়ে গেছে’ বাক্যে ‘গা’ কোন অর্থ বহন করে?
ক) শরীর
খ) গ্রাহ্য
গ) অভ্যস্ত
ঘ) আত্মগোপন
সঠিক উত্তর: (গ)
২০. ‘তোমার হাতখানা একবার ধরতে চাই।’ বাক্যে ‘ধরে’ শব্দটি কী অর্থ বহন করে?
ক) আটক
খ) স্পর্শ
গ) ভালো লাগা
ঘ) তোষামুদে
সঠিক উত্তর: (খ)
২১. ‘চতুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) দুরন্ত
খ) সচেতন
গ) চালাক
ঘ) বোকা
সঠিক উত্তর: (ঘ)
২২. নিচের কোন বাক্যে ‘মাথা’ শব্দটি ‘প্রধান’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) তার মাথায় অনেক চুল
খ) তিনি এ গায়ের মাথা
গ) অঙ্কটি আমার মাথায় ঢুকছে না
ঘ) রাস্তার চৌ মাথায় আমাদের বাড়ি
সঠিক উত্তর: (খ)
২৩. ‘ভাঙা’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) গড়া
খ) শেষ
গ) ভঙ্গুর
ঘ) গঠন
সঠিক উত্তর: (ক)
২৪. কোনটি ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক) হুতাশন
খ) সর্বভুক
গ) মার্তন্ড
ঘ) পাবক
সঠিক উত্তর: (গ)
২৫. গান শিখতে হলে ছাড়া গলায় প্রতিদিন রেওয়াজ করতে হবে। বাক্যে ‘ছাড়া’ কী অর্থ প্রকাশ করে?
ক) ত্যাগ
খ) মুক্তি
গ) ব্যতীত
ঘ) উচ্চস্বরে
সঠিক উত্তর: (ঘ)
২৬. ‘মুখ ফুটে কথাটা বলে ফেল।’ - এ বাক্যে ‘কথা’ যে অর্থ বহন করে -
ক) সাহস
খ) ক্ষমতা
গ) সংযত
ঘ) কথা
সঠিক উত্তর: (ক)
২৭. ‘জল’ শব্দের সমার্থক শব্দ কোন দুটি?
ক) উদক, নীরদ
খ) বারি, সলিল
গ) নীর, পদক
ঘ) জীবন, বীচি
সঠিক উত্তর: (খ)
২৮. ‘উড়নচন্ডী’ বাগধারার অর্থ -
ক) উচ্ছৃঙ্খল
খ) অমিতব্যয়ী
গ) নির্বোধ
ঘ) গোঁয়ার
সঠিক উত্তর: (খ)
২৯. ‘উৎকর্ষ’ - এর বিপরীত শব্দ কোনটি?
ক) উৎকৃষ্ট
খ) অপকৃষ্ট
গ) নিকৃষ্ট
ঘ) অপকর্ষ
সঠিক উত্তর: (ঘ)
৩০. ‘চাঁদের হাট’ - অর্থ কী?
ক) অদৃশ্য বস্তু
খ) মগের মুল্লুক
গ) বিরাট আয়োজন
ঘ) আনন্দের প্রাচুর্য
সঠিক উত্তর: (ঘ)
৩১. ‘দু নম্বরি টাকার গরমে করিমের পা মাটিতে পড়ে না’ - এ বাক্যে ‘গরম’ যে অর্থ বহন করে -
ক) উষ্ণ
খ) চড়া
গ) উগ্র
ঘ) অহংকার
সঠিক উত্তর: (ঘ)
৩২. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) প্রচেষ্ট
খ) নিশ্চেষ্ট
গ) যথেষ্ট
ঘ) নিরত
সঠিক উত্তর: (খ)
৩৩. ‘আমার ব্যাপারে নাক গলাতে এসো না।’ বাক্যে ‘নাক’ শব্দ কী অর্থে ব্যবহৃত -
ক) নাসিকা
খ) আগ্রহ
গ) শব্দ করা
ঘ) অনধিকার চর্চা
সঠিক উত্তর: (ঘ)
৩৪. নিচের কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ?
ক) নীলাম্বু
খ) জীমূত
গ) লহরী
ঘ) সিন্ধু
সঠিক উত্তর: (ঘ)
৩৫. ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) শ্রবণী
খ) ব্যোম
গ) শৈল
ঘ) স্বামী
সঠিক উত্তর: (ঘ)
৩৬. ‘পরের গাঁট কাটা ওর স্বভাব’ - বাক্যে ‘কাটা’ শব্দটি যে অর্থ বহন করে -
ক) ক্ষত
খ) নষ্ট
গ) চুরি
ঘ) ছন্দপতন
সঠিক উত্তর: (গ)
৩৭. কোনটি সমার্থক শব্দের সম অর্থজ্ঞাপক শব্দ?
ক) প্রতিশব্দ
খ) মৌলিক শব্দ
গ) বিপরীত শব্দ
ঘ) যৌগিক শব্দ
সঠিক উত্তর: (ক)
৩৮. ‘বন্ধন’ এর বিপরীত শব্দ কী?
ক) মুক্তি
খ) স্বাধীন
গ) বন্দি
ঘ) খোলামেলা
সঠিক উত্তর: (ক)
৩৯. ‘বিজলি’ - এর সমার্থক শব্দ কোনটি?
ক) কিরণ
খ) জ্যোতি
গ) বিদ্যুৎ
ঘ) অর্ণব
সঠিক উত্তর: (গ)
৪০. ‘গোঁফখেজুরে’ কোন অর্থে ব্যবহৃত হয়?
ক) ডাকাবুকা
খ) তুলসী বনের বাঘ
গ) তামার বিষ
ঘ) অলস
সঠিক উত্তর: (ঘ)
৪১. ‘অগ্রজ’ শব্দটির বিপরীত শব্দ কী?
ক) অগ্র
খ) অনুজ
গ) গ্রহীতা
ঘ) পশ্চাৎ
সঠিক উত্তর: (খ)
৪২. ‘বন্ধুর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) শত্রুর
খ) মসৃণ
গ) অমসৃণ
ঘ) সমতল
সঠিক উত্তর: (খ)
৪৩. কোন বাগধারাটির অর্থ ‘বেহায়া’?
ক) ঠোঁটকাটা
খ) কানকাটা
গ) জিলাপির প্যাঁচ
ঘ) চিনির বলদ
সঠিক উত্তর: (ক)
৪৪. ‘আকাশ কুসুম’ - বাগধারাটির অর্থ কী?
ক) বিপদে পড়া
খ) একমাত্র অবলম্বন
গ) অসম্ভব কল্পনা
ঘ) ভয়াবহ সন্ধ্যা
সঠিক উত্তর: (গ)
৪৫. ‘লঘু’ - এর বিপরীত শব্দ কী?
ক) চপল
খ) গম্ভীর
গ) গুরু
ঘ) আভিজাত্য
সঠিক উত্তর: (গ)
৪৬. ‘কান’ শব্দটি কোন বাক্যে ‘শ্রবণ অঙ্গ’ অর্থ হিসেবে ব্যবহার হয়েছে?
ক) আমার কথায় কান দাও
খ) কথাটা পাঁচ কান করো না
গ) লোকটি কানে শোনে না
ঘ) নোভা কানে দুল পরেছে
সঠিক উত্তর: (ঘ)
৪৭. ‘কাঁচা দুধ সবার হজম হয় না’ - বাক্যে ‘কাঁচা দুধ’ শব্দটির অর্থ হলো -
ক) অপক্ব
খ) অসিদ্ধ
গ) অপরিণত
ঘ) অপূর্ণ
সঠিক উত্তর: (খ)
৪৮. ‘বহ্নি’ শব্দের অর্থ -
ক) আগুন
খ) বাতাস
গ) সমুদ্র
ঘ) পৃথিবী
সঠিক উত্তর: (ক)
৪৯. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কোনটি?
ক) তীব্র জ্বালা
খ) অর্থের অহংকার
গ) দীর্ঘস্থায়ী কষ্ট
ঘ) অর্থের কু-প্রভাব
সঠিক উত্তর: (ঘ)
৫০. ‘একগুঁয়ে’ কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?
ক) রাঘব বোয়াল
খ) গোঁয়ার গোবিন্দ
গ) উড়নচন্ডী
ঘ) নেই আঁকড়া
সঠিক উত্তর: (ঘ)
৫১. ‘নীরস’ - এর বিপরীত শব্দ কী?
ক) সবল
খ) দুর্বল
গ) সরস
ঘ) রসালো
সঠিক উত্তর: (গ)
৫২. ‘শকুনি মামা’ অর্থ কী?
ক) কুৎসিত মামা
খ) সৎমামা
গ) কুচক্রী লোক
ঘ) পাতানো মামা
সঠিক উত্তর: (গ)
৫৩. নিচের কোন বাক্যে ‘সারা’ শব্দটি ক্লান্ত অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সারা গ্রাম জুড়ে হৈ চৈ পড়ে গেছে
খ) শিশুটি মাকে খুঁজে না পেয়ে কেঁদে সারা হলো
গ) যাক এতক্ষণে কাজটি সারা হয়েছে
ঘ) রৌদ্রে ঘুরে ঘুরে সারা হয়েছি
সঠিক উত্তর: (ঘ)
৫৪. নিচের কোন বাক্যে ‘বড়’ শব্দটি অগ্রজ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) রাম আমার বড় ভাই
খ) পদ্মা বাংলাদেশের বড় নদী
গ) লোকমান সাহেব বড় লোক
ঘ) বাড়িতে বড় কুটুম এসেছে
সঠিক উত্তর: (ক)
৫৫. ‘পুলিশের চোখ আসামির দিকে।’ এ বাক্যে ‘চোখ’ শব্দটির ব্যবহৃত অর্থ -
ক) আঁখি
খ) দৃষ্টি
গ) রোগ
ঘ) ফাঁকি
সঠিক উত্তর: (খ)