অধ্যায় - ৫: শব্দ গঠন

১. নিচের কোনটি মৌলিক শব্দ?
ক) ডুবুরি
খ) ঘরামি
গ) পাখি
ঘ) ইত্যাদি
সঠিক উত্তর: (গ)
২. এক শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কী বলে?
ক) দ্বিরুক্তি
খ) বক্র
গ) অনুসর্গ
ঘ) উপসর্গ
সঠিক উত্তর: (ক)
৩. নিচের কোনটি মানুষের ধ্বনির অনুকৃতি?
ক) কুট কুট
খ) মড় মড়
গ) খখ খখ
ঘ) চোঁ চোঁ
সঠিক উত্তর: (গ)
৪. প্রত্যয় যুক্ত হয় শব্দ বা ধাতুর -
ক) পূর্বে
খ) পরে
গ) মাঝে
ঘ) আলাদা
সঠিক উত্তর: (খ)
৫. একই শব্দ দুবার ব্যবহৃত হয়ে অর্থের অভিব্যক্তিকে জোরালো করে কোন শব্দ?
ক) ধ্বন্যাত্মক শব্দ
খ) শব্দদ্বৈত
গ) অনুকার শব্দ
ঘ) মৌলিক শব্দ
সঠিক উত্তর: (খ)
৬. কোনটি শব্দ গঠনের প্রাথমিক উপায়?
ক) ব্যঞ্জনবর্ণের সাথে কার ও ফলা যোগ করা
খ) শব্দের শেষে বিভক্তি ও উপসর্গ যোগ করা
গ) শব্দের প্রথমে উপসর্গ ও প্রত্যয় যোগ করা
ঘ) সমাস ও বিভক্তি যোগ করা
সঠিক উত্তর: (ক)
৭. ‘তব্য’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো -
ক) বক্তব্য
খ) গন্তব্য
গ) কর্তব্য
ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ঘ)
৮. ‘ট্যা ট্যা’ - ধ্বন্যাত্মক শব্দটি হলো -
ক) জীবজন্তুর অনুকৃতি
খ) বস্তুর ধ্বনির অনুকৃতি
গ) অনুভূতির কাল্পনিক অনুভূতি
ঘ) মানুষের কাল্পনিক অনুভূতি
সঠিক উত্তর: (ঘ)
৯. নিচের কোনটি মৌলিক শব্দ?
ক) সুকন্ঠ
খ) পাগল
গ) অথৈ
ঘ) লাজুক
সঠিক উত্তর: (খ)
১০. নিচের কোন শব্দের শেষে বিভক্তি যোগে গঠিত?
ক) বাড়ির
খ) সন্তাপ
গ) পদ্ধতি
ঘ) বই
সঠিক উত্তর: (ক)
১১. আই, উক, অন, খানা - এগুলো হলো -
ক) প্রত্যয়
খ) উপসর্গ
গ) বিভক্তি
ঘ) অনুসর্গ
সঠিক উত্তর: (ক)
১২. ‘সলিলসমাধি’ শব্দটি গঠিত হয়েছে -
ক) প্রত্যয়যোগে
খ) উপসর্গযোগে
গ) বিভক্তিযোগে
ঘ) সমাসযোগে
সঠিক উত্তর: (ঘ)
১৩. ‘হি হি’ ধ্বন্যাত্মক শব্দটি কোন ধ্বনির অনুকৃতি?
ক) জীবজন্তুর ধ্বনির অনুকৃতি
খ) মানুষের ধ্বনির অনুকৃতি
গ) বস্তুর ধ্বনির অনুকৃতি
ঘ) অনুভূতির কাল্পনিক অনুকৃতি
সঠিক উত্তর: (খ)
১৪. সমাসের সাহায্যে গঠিত শব্দ -
ক) নদীমাতৃক
খ) বিদ্যালয়
গ) বৈঠকখানা
ঘ) নিবারণ
সঠিক উত্তর: (ক)
১৫. ব্যাঞ্জনবর্ণের সাথে ‘কার’ যুক্ত হয়ে কোন শব্দটি গঠিত হয়েছে?
ক) বাড়ি
খ) দিগন্ত
গ) অভাব
ঘ) ঢাকাই
সঠিক উত্তর: (ক)
১৬. নিচের কোনগুলো উপসর্গ?
ক) আ, নি, বি, সু
খ) আই, অন, ইক, খানা
গ) কে, র, এ, অন
ঘ) আ, আই, সু, অন
সঠিক উত্তর: (ক)
১৭. ‘আবোল তাবোল’ শব্দটি কোন প্রকারের শব্দ?
ক) যৌগিক শব্দ
খ) ধ্বন্যাত্মক শব্দ
গ) অনুকার শব্দ
ঘ) মৌলিক শব্দ
সঠিক উত্তর: (গ)
১৮. নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ?
ক) স্মরণীয়
খ) শুভেচ্ছা
গ) বসতবাড়ি
ঘ) নদীমাতৃক
সঠিক উত্তর: (ক)
১৯. নিচের কোনটি সন্ধি সাধিত শব্দ?
ক) পরিচ্ছদ
খ) মুখবন্ধ
গ) জ্বলন
ঘ) দৈনিক
সঠিক উত্তর: (ক)
২০. প্রত্যয়ের সাথে মিল রয়েছে -
ক) বিভক্তির
খ) উপসর্গের
গ) সমাসের
ঘ) সন্ধির
সঠিক উত্তর: (ক)
২১. উপসর্গ কোথায় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়?
ক) শব্দের শেষে
খ) শব্দের মাঝে
গ) শব্দের প্রথমে
ঘ) দুই শব্দের সাথে
সঠিক উত্তর: (গ)
২২. ভাবুক, ঢাকাই - এই শব্দগুলো গঠিত হয়েছে -
ক) উপসর্গযোগে
খ) সন্ধিযোগে
গ) প্রত্যয়যোগে
ঘ) বিভক্তিযোগে
সঠিক উত্তর: (গ)
২৩. ‘গর গর’ কোন ধরনের শব্দ?
ক) ধ্বন্যাত্মক শব্দ
খ) অনুকার শব্দ
গ) মৌলিক শব্দ
ঘ) যৌগিক শব্দ
সঠিক উত্তর: (ক)
২৪. ‘মেধাবী’ শব্দটি কোন প্রত্যয় দ্বারা গঠিত?
ক) বি
খ) বিন
গ) ইল
ঘ) মেধা
সঠিক উত্তর: (খ)
২৫. উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক) দিগন্ত
খ) সুদিন
গ) ভাবুক
ঘ) যথারীতি
সঠিক উত্তর: (খ)
২৬. ‘গোছগাছ’ কোন ধরনের শব্দ?
ক) অনুকার শব্দ
খ) শব্দদ্বৈত
গ) ধ্বন্যাত্মক শব্দ
ঘ) তৎসম শব্দ
সঠিক উত্তর: (ক)
২৭. প্র, পরা, নির, বি - এগুলো হলো -
ক) প্রত্যয়
খ) উপসর্গ
গ) অনুসর্গ
ঘ) বিভক্তি
সঠিক উত্তর: (খ)
২৮. ‘লাল লাল’ শব্দটি গঠিত হয়েছে -
ক) সমাসযোগে
খ) প্রত্যয় যোগে
গ) দ্বিরুক্তিযোগে
ঘ) উপসর্গযোগে
সঠিক উত্তর: (গ)
২৯. কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলে -
ক) ধ্বন্যাত্মক শব্দ
খ) অনুকার শব্দ
গ) শব্দ দ্বৈত
ঘ) মৌলিক শব্দ
সঠিক উত্তর: (ক)
৩০. উপসর্গের প্রধান কাজ কী?
ক) শব্দ গঠন করা
খ) শব্দকে সংকোচিত করা
গ) শব্দকে সম্প্রসারণ করা
ঘ) শব্দের উৎস নির্দেশ করা
সঠিক উত্তর: (ক)
৩১. যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?
ক) প্রত্যয়
খ) সমাস
গ) বিভক্তি
ঘ) উপসর্গ
সঠিক উত্তর: (ঘ)
৩২. উপসর্গ সাধিত শব্দ কোনটি?
ক) পদ্ধতি
খ) সংবাদ
গ) বিজ্ঞান
ঘ) পরিচ্ছদ
সঠিক উত্তর: (গ)


অধ্যায় - ৬: বাক্য

১. খন্ড বাক্য কত রকমের হয়?
ক) দু রকম
খ) তিন রকম
গ) চার রকম
ঘ) পাঁচ রকম
সঠিক উত্তর: (ক)
২. ‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’ - বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক) আকাঙ্ক্ষা
খ) যোগ্যতা
গ) আসত্তি
ঘ) বস্তুনিষ্ঠতা
সঠিক উত্তর: (খ)
৩. বাক্যে উপমা-অলঙ্কার যথাযথভাবে ব্যবহার না করলে কোন গুণ নষ্ট হয়?
ক) আকাঙ্ক্ষা
খ) আসত্তি
গ) যোগ্যতা
ঘ) অর্থবাচকতা
সঠিক উত্তর: (গ)
৪. যদিও লোকটি ধনী, তবুও সে কৃপণ - বাক্যটির যৌগিক রূপ হবে -
ক) যদিও লোকটি দনী কিন্তু সে কৃপণ
খ) যেহেতু লোকটি ধনী সেহেতু সে কৃপণ
গ) লোকটি ধনী কিন্তু কৃপণ
ঘ) লোকটি ধনী হলেও কৃপণ
সঠিক উত্তর: (গ)
৫. ‘জগতে অসম্ভব বলে কিছু নেই’ - গঠন অনুসারে কোন বাক্য?
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর: (ক)
৬. কর্তা ক্রিয়ার পরেও বসতে পারে - এর উদাহরণ কোনটি?
ক) অথৈ গান গায়
খ) মিলি আসে
গ) সে যায়
ঘ) সঙ্গে যাবে কে
সঠিক উত্তর: (ঘ)
৭. মনের কোনো ভাবের পূর্ণরূপ প্রকাশ পায় কিসে?
ক) একটি বাক্যে
খ) একটি পদে
গ) একটি শব্দে
ঘ) একটি ধ্বনিতে
সঠিক উত্তর: (ক)
৮. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক) আকাঙ্ক্ষা
খ) আসত্তি
গ) যোগ্যতা
ঘ) ইচ্ছা
সঠিক উত্তর: (খ)
৯. বিপদ ও দুঃখ এক সাথে আসে - এটি কোন ধরনের বাক্য?
ক) সরল
খ) জটিল
গ) যৌগিক
ঘ) মিশ্র
সঠিক উত্তর: (গ)
১০. কোনটি বাগধারার শব্দ পরিবর্তনজনিত ভুলের উদাহরণ?
ক) ঘোড়ার ডিম
খ) গৌরীসেনের টাকা
গ) গোড়ায় গলদ
ঘ) ঘোটকের ডিম্ব
সঠিক উত্তর: (ঘ)
১১. বাক্যের কয়টি অংশ?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১২. ‘ছাত্ররা পড়ছে’ - এ বাক্যের বিধেয় অংশ কোনটি?
ক) ছাত্ররা
খ) ছাত্ররা পড়ছে
গ) পড়ছে
ঘ) সব কটি
সঠিক উত্তর: (গ)
১৩. শিমুল মাঠে খেলতে গেল - এ বাক্যে উদ্দেশ্যপদ কোনটি?
ক) শিমুল
খ) মাঠে
গ) খেলতে
ঘ) গেল
সঠিক উত্তর: (ক)
১৪. বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?
ক) আসত্তি
খ) পূর্ণতা
গ) যোগ্যতা
ঘ) আকাঙ্ক্ষা
সঠিক উত্তর: (গ)
১৫. পিতা যখন আছে তখন পুতক্রে খোঁজ কেন - এটি কোন ধরনের বাক্য?
ক) জটিল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য
ঘ) নির্দেশক বাক্য
সঠিক উত্তর: (ক)
১৬. যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন - কোন ধরনের বাক্য?
ক) যৌগিক বাক্য
খ) মিশ্র বাক্য
গ) সরল বাক্য
ঘ) বাহুল্যদুষ্ট বাক্য
সঠিক উত্তর: (খ)
১৭. অধীন খন্ডবাক্যের অপর নাম কী?
ক) অপূর্ণ বা অপ্রধান খন্ডবাক্য
খ) অপূর্ণ বা ক্ষীণ খন্ডবাক্য
গ) পরাধীন বা আংশিক খন্ডবাক্য
ঘ) স্বতন্ত্র বা একক খন্ডবাক্য
সঠিক উত্তর: (ক)
১৮. যে আশ্রিত খন্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, তাকে কী বলে?
ক) ক্রিয়া বিশেষণ স্থানীয় খন্ডবাক্য
খ) যৌগিক বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) জটিল বাক্য
সঠিক উত্তর: (ক)
১৯. ‘পানিতে বাঘ থাকে’ বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
ক) আকাঙ্ক্ষার
খ) যোগ্যতার
গ) আসত্তির
ঘ) নৈকট্যের
সঠিক উত্তর: (খ)
২০. নিচের কোন বাক্যটি বিশেষ্যস্থানীয় অধীন খন্ডবাক্য?
ক) যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলোরে
খ) যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
গ) আমি বাড়ি গিয়ে দেখলাম, সবার খাওয়া শেষ
ঘ) যিনি স্বশিক্ষিত তিনি শিক্ষিত
সঠিক উত্তর: (গ)
২১. কোনটি জটিল বাক্য?
ক) মেঘ গর্জন করলে ময়ূর নৃত্যু করে
খ) যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না
গ) আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি
ঘ) সে কাল আসবে এবং আমি বাড়ি যাব
সঠিক উত্তর: (খ)
২২. আশ্রিত খন্ডবাক্য কত প্রকার?
ক) তিন প্রকার
খ) চার প্রকার
গ) পাঁচ প্রকার
ঘ) ছয় প্রকার
সঠিক উত্তর: (ক)
২৩. নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
ক) যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
খ) যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
গ) লোকটি ধনী কিন্তু কৃপণ
ঘ) জগতে অসম্ভব বলে কিচু নেই
সঠিক উত্তর: (গ)
২৪. একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?
ক) আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা
খ) আকাঙ্ক্ষা ও আসত্তি, বাগবিধি ও যোগ্যতা
গ) আসত্তি ও যোগ্যতা
ঘ) আকাঙ্ক্ষা ও আসত্তি
সঠিক উত্তর: (ক)
২৫. বাক্য তৈরি হয় কী দিয়ে?
ক) ধ্বনি দিয়ে
খ) শব্দ দিয়ে
গ) অক্ষর দিয়ে
ঘ) বর্ণ দিয়ে
সঠিক উত্তর: (খ)
২৬. বিধেয়ের সম্প্রসারণে বিধেয়ের সঙ্গে কী যুক্ত হয়?
ক) বিশেষ্য
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ
সঠিক উত্তর: (ঘ)
২৭. ‘আষাঢ়-শ্রাবণ দুই মাস বসন্তকাল’ - বাক্যটিতে কোন গুণের অভাব?
ক) যোগ্যতা
খ) আসত্তি
গ) আকাঙ্ক্ষা
ঘ) প্রাঞ্জলতা
সঠিক উত্তর: (ক)
২৮. যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কী বলে?
ক) পদ
খ) শব্দ
গ) বাক্য
ঘ) বিভক্তি
সঠিক উত্তর: (গ)
২৯. যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে বলে -
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) বিস্ময় বাক্য
সঠিক উত্তর: (খ)
৩০. কর্তা ক্রিয়ার আগে বসে - এর উদাহরণ কোনটি?
ক) আলম ডাকছে
খ) পাতা খায় ছাগলে
গ) গান গায় সুমি রায়
ঘ) সঙ্গে যাবে কে
সঠিক উত্তর: (ক)


অধ্যায় - ৭: বিরামচিহ্ন

১. মা বললেন, “অঙ্ক করতে বসো।” বাক্যে কী কী বিরাম চিহ্ন ব্যবহৃত হয়েছে?
ক) কমা, দাঁড়ি, ইলেক
খ) কমা, উদ্ধরণচিহ্ন, দাঁড়ি
গ) উদ্ধৃতিচিহ্ন, সেমিকোলন, ড্যাস
ঘ) কমা, দাঁড়ি, হাইফেন
সঠিক উত্তর: (খ)
২. সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে?
ক) কোলন
খ) ড্যাস
গ) কোলন-ড্যাস
ঘ) হাইফেন
সঠিক উত্তর: (খ)
৩. ড্যাস চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
ক) ১ সেকেন্ড
খ) ১ বলার দ্বিগুণ সময়
গ) ১ বলার সময়
ঘ) ২ সেকেন্ড
সঠিক উত্তর: (ক)
৪. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
ক) ধাতু বোঝাতে
খ) অর্থমূলক
গ) ব্যাখ্যামূলক
ঘ) উৎপন্ন বোঝাতে
সঠিক উত্তর: (গ)
৫. যেসব বাক্যে বিস্ময়, ভয়, আনন্দ, দুঃখ, ঘৃনা, আবেগ ইত্যাদি ভাব প্রকাশ পায় সেসব বাক্যের শেষে কী বসে?
ক) দাঁড়ি
খ) কমা
গ) বিস্ময়
ঘ) কোলন
সঠিক উত্তর: (গ)
৬. দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন চিহ্ন বসে?
ক) কোলন
খ) সেমিকোলন
গ) হাইফেন
ঘ) ইলেক
সঠিক উত্তর: (গ)
৭. কোন যদি চিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়?
ক) কোলন
খ) হাইফেন
গ) কমা
ঘ) সেমিকোলন
সঠিক উত্তর: (ক)
৮. উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
ক) কমা
খ) সেমিকোলন
গ) কোলন
ঘ) কোলন ড্যাস
সঠিক উত্তর: (গ)
৯. বাক্যের শেষে কতটি বিরামচিহ্ন ব্যবহৃত হতে পারে?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
১০. কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
ক) কমা
খ) সেমিকোলন
গ) দাঁড়ি
ঘ) উদ্ধরণচিহ্ন
সঠিক উত্তর: (গ)
১১. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
ক) ৯টি
খ) ১০টি
গ) ১১টি
ঘ) ১৩টি
সঠিক উত্তর: (খ)
১২. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক) কোলন
খ) সেমিকোলন
গ) ড্যাস
ঘ) হাইফেন
সঠিক উত্তর: (গ)
১৩. প্রশ্ন চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়?
ক) ১ সেকেন্ড
খ) ১ বলার সময়
গ) ১ বলার দ্বিগুণ সময়
ঘ) থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর: (ক)
১৪. কোন বাক্যটিতে কোলন চিহ্নের সঠিক প্রয়োগ ঘটেছে?
ক) ব্যাখ্যা করঃ
খ) তার নাম শিশিরঃ
গ) কাল স্কুলে যাব নাঃ
ঘ) আমি বাড়িতে গিয়েঃ
সঠিক উত্তর: (ক)
১৫. কোলন চিহ্ন ব্যবহৃত হয় -
ক) নাটকের সংলাপের আগে
খ) দুটো শব্দের সংযোগ বোঝাতে
গ) বাক্যে সম্বোধনের পর
ঘ) বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য
সঠিক উত্তর: (ক)
১৬. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
ক) সেমিকোলন
খ) কোলন
গ) ড্যাস
ঘ) হাইফেন
সঠিক উত্তর: (ক)
১৭. কথাটা বলা সহজ করা কঠিন - বিরামচিহ্ন বসাও -
ক) কথাটা বলা সহজ, করা কঠিন;
খ) কথাটা বলা সহজ; করা কঠিন।
গ) কথাটা বলা সহজ। করা কঠিন।
ঘ) কথাটা বলা সহজ? করা কঠিন।
সঠিক উত্তর: (খ)
১৮. হাইফেন চিহ্ন বসে -
ক) দুই বা ততোধিক শব্দের মাঝে
খ) ভাব প্রকাশক বাক্যের শেষে
গ) দুই বা ততোধিক শব্দের প্রথমে
ঘ) দুটি বাক্যের সংযোগ স্থলে
সঠিক উত্তর: (ক)
১৯. বাড়ি বা রাস্তার নম্বরের পাশে কোন চিহ্ন বসে?
ক) হাইফেন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) লোপচিহ্ন
সঠিক উত্তর: (খ)
২০. লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্নের ব্যবহার করা হয়, সেগুলোকে কী চিহ্ন বলে?
ক) দাঁড়ি
খ) হাইফেন
গ) ছেদ
ঘ) উদ্ধরণ
সঠিক উত্তর: (গ)
২১. এক জাতীয় একাধিক পদ পর পর থাকলে পদগুলোর পরে কী বসে?
ক) হাইফেন
খ) ড্যাস
গ) কমা
ঘ) কোলন
সঠিক উত্তর: (গ)
২২. কোথায় কোলন বসে?
ক) সম্বোধনের পরে
খ) যৌগিক বাক্যে
গ) উদ্ধৃতির পূর্বে/উদাহরণ দিতে গেলে
ঘ) বিস্ময় প্রকাশে
সঠিক উত্তর: (গ)
২৩. কোথায় সেমিকোলন বসে?
ক) সম্বোধনের পরে
খ) যৌগিক বাক্যে
গ) খন্ড বাক্যে
ঘ) বিস্ময় প্রকাশে
সঠিক উত্তর: (গ)
২৪. কোলন এর বাংলা প্রতিশব্দ কী?
ক) পাদচ্ছেদ
খ) দৃষ্টান্তচ্ছেদ
গ) বিন্দু
ঘ) ইলেক চিহ্ন
সঠিক উত্তর: (খ)
২৫. বাক্যে সামান্য বিরতির জন্য কী ব্যবহার করা হয়?
ক) হাইফেন
খ) কমা
গ) কোলন
ঘ) দাঁড়ি
সঠিক উত্তর: (খ)
২৬. তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?
ক) দাঁড়ি
খ) ইলেক
গ) সেমিকোলন
ঘ) কমা
সঠিক উত্তর: (ঘ)
২৭. বিভক্তি চিহ্নের বদলে কোন চিহ্ন বসে?
ক) কমা
খ) ড্যাস
গ) হাইফেন
ঘ) সেমিকোলন
সঠিক উত্তর: (গ)
২৮. একই ধরনের শব্দ ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসাতে হয়?
ক) ড্যাস
খ) হাইফেন
গ) কমা
ঘ) কোলন
সঠিক উত্তর: (খ)
২৯. উক্তি-প্রত্যুক্তি বোঝাতে কোনটি বসে?
ক) কমা
খ) হাইফেন
গ) ড্যাস
ঘ) সেমিকোলন
সঠিক উত্তর: (খ)
৩০. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
ক) কমা
খ) হাইফেন
গ) উদ্ধরণচিহ্ন
ঘ) কোলন
সঠিক উত্তর: (খ)