১. নিচের কোনটি সাধারণ এনালগ ডাটা প্রেরণ করে?
ক) কম্পিউটার
খ) ডিজিটাল ঘড়ি
গ) ল্যাপটপ
ঘ) টেলিফোন
২. হার্ডওয়্যার উদাহরণ হচ্ছে-
i. প্রসেসর
ii. মাউস
iii. প্রিন্টার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩. চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়-
i. ওষুধ নির্বাচনে
ii. রোগ শনাক্তকরণে
iii. পণ্যের গুণগত মান যাচাইকরণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪. কোন ডকুমেন্ট হুবহু কপি করে পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?
ক) ফ্যাক্স
খ) টেলিফোন
গ) রেডিও
ঘ) টেলিভিশন
৫. ফটোগ্রাফিক ফিল্ম ও ক্লাউড চেম্বার এর সাহায্য উপস্থিতি নির্ণয় করা যায়-
i.αরশ্নি
ii.βরশ্নি
iii.γরশ্নি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৬. কোন রশ্নির উপস্থিতি গাইগার মূলার কাউন্টার এর সাহায্য নির্ণয় করা যায়?
ক) α রশ্নি
খ) β রশ্নি
গ) γ রশ্নি
ঘ) রঞ্জন রশ্নি
৭. কোথায় দ্য ফরেস্ট ট্রায়োড আবিষ্কার করেন?
ক) আমেরিকা
খ) ইতালি
গ) লন্ডন
ঘ) রাশিয়া
৮. কোনটির ভর ইলেকট্রনের ভরের সমান?
ক) α রশ্নি
খ) β রশ্নি
গ) γ রশ্নি
ঘ) χ রশ্নি
৯. রোগ নির্ণয়ে কাজে কোনটিকে সফলতার সাথে কাজে লাগানো হচ্ছে?
ক) PN-জাংশন
খ) ম্যাগনেসিয়াম
গ) টাংস্টেন ধাত
ঘ) তেজস্ক্রিয় সন্ধায়ক
১০. টেলিভিশনের পিকচার টিউবে ছবি উৎপন্ন হওয়ার জন্য নিচের কোন ক্রমটি সঠিক?
ক) ক্যামেরা→ চিত্র→গ্রাহকযন্ত্র→প্রেরকযন্ত্র→পিকচার টিউব→প্রেরিত চিত্র
খ) প্রেরিত চিত্র→ক্যামেরা→প্রেরকযন্ত্র→গ্রাহকযন্ত্র→পিকচার টিউব→চিত্র
গ) চিত্র→ক্যামেরা→প্রেরকযন্ত্র→গ্রাহকযন্ত্র→পিকচার টিউব→প্রেরিত চিত্র
ঘ) চিত্র→প্রেরকযন্ত্র→গ্রাহকযন্ত্র→পিকচার টিউব→প্রেরিত চিত্র
১১. ভ্যাকুয়াম টিউব কাজ করে-
i. একমুখিকারক হিসাবে
ii. রেকটিফায়ার হিসাবে
iii. ডায়োড হিসাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১২. নিচের কোনটি হলো বিশ্বের সর্ববৃহৎ সবচেয়ে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় এক জটিল যোগাযোগ মাধ্যম?
ক) রেডিও
খ) সাইকেল
গ) ফ্যাক্স
ঘ) টেলিফোন
১৩. তড়িৎপ্রবাহ ও ভোল্টেজ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় কোনটি?
ক) ডায়োড
খ) রেকটিফায়ার
গ) অ্যামপ্লিফায়ার
ঘ) p-n জংশন
১৪. চৌম্বক ও তড়িৎক্ষেত্রের প্রভাবে তেজস্ক্রিয় একটি রশ্নি অপরটি তে বিপরীত দিকে অধিক বেঁকে যায়। এ থেকে বুঝা যায়-
i. দুটির রশ্নির আধান বিপরীত
ii. একটি রশ্নি অপর রশ্নি হতে ভারী
iii. এই রশ্নিদ্বয় চৌম্বক ও তড়িৎক্ষেত্রে দ্বারা বিচ্যুত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৫. মোডেম এর সাহায্য রুপান্তরিত করা যায়-
i. এনালগ ডেটাকে ডিজিটাল ডেটায়
ii. ডিজিটাল ডেটাকে এনালগ ডেটায়
iii. এনালগ ডেটাকে এনালগ ডেটায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৬. রেকিটিফায়ারকে ডায়োড বলা হয় কেন?
ক) তড়িৎপ্রবাহের একমুখিতার জন্য
খ) তড়িৎপ্রবাহের দ্বিমুখিতার জন্য
গ) আধান বাহক দুই ধরনের হওয়ার জন্য
ঘ) দুই ধরনের অর্ধপরিবাহী থাকার জন্য
১৭. তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা কী?
ক) একটি হাইড্রোজেন নিউক্লিয়াস
খ) একটি হিলিয়াম নিউক্লিয়াস
গ) একটি তড়িৎ নিরপেক্ষ কণা
ঘ) একটি ঋণাত্মক কণা
১৮. নিম্নের কোনটি একটি তাড়িত চৌম্বক তরঙ্গ?
ক) গামা রশ্নি
খ) আলফা রশ্নি
গ) হিলিয়াম কণা
ঘ) বিটা রশ্নি
১৯. তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব কী হয়?
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) হ্রাস বা অপরিবর্তিত থাকে
২০. কোনটির সাহায্য টিভি সেট ছবির জন্যে প্রেরিত তাড়িত চৌম্বক বাহক তরঙ্গ গ্রহণ করে?
ক) এন্টেনা
খ) স্পীকার
গ) চলকুন্ডলী
ঘ) আকাশ তরঙ্গ
২১. মার্কনীয় রেডিও যন্ত্রের ব্যবহৃত ডায়োডা কী বলে?
ক) অ্যাম্প্লিফায়ার
খ) এ্যান্টেনা
গ) ডিটেকটর
ঘ) রিসিভার
২২. তেজস্ক্রিয় বিকিরণের উপর কোনটির প্রভাব নেই?
ক) চাপ
খ) তাপ
গ) বিদ্যুৎ ক্ষেত্র
ঘ) সবকয়টি
২৩. সাধারণভাবে ডিজিট কথাটির অর্থ কী?
ক) বর্ণমালা
খ) সংখ্যা
গ) দেখা
ঘ) অনুধাবন করা
২৪. এনালগ ভোল্টেজ-
i. স্বাভাবিকভাবে পরিবর্তিত হয় না
ii. স্বাভাবিকভাবে পরিবর্তিত হয়
iii. নিম্নতম থেকে উচ্চতম মানে মধ্যে যেকোনো মান গ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৫. কোনটির আবিষ্কারে মধ্য দিয়ে ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয়?
ক) এডিসন ক্রিয়া
খ) গতির সূত্রাবলী
গ) থমসন ক্রিয়া
ঘ) হল ক্রিয়া
২৬. গ্রাহক ফ্যাক্স মেশিন কিসের সাহায্য ইলেকট্রনিক সংকেতকে মূল ডকুমেন্ট পরিণত করে?
ক) মডুলেটর
খ) ডিমডুলেটর
গ) রাডার
ঘ) অ্যামপ্লিফায়ার
২৭. মিশ্রিত তরঙ্গকে বলা হয়-
i. মড্যুলেটেড তরঙ্গ
ii. বাহক তরঙ্গ
iii. রূপান্তরিত তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৮. রেডিওর গ্রাহক যন্ত্র বেতার তরঙ্গকে গ্রহণ করে লাউড স্পিকার একে কিসে রূপান্তরিত করে?
ক) তড়িৎ প্রবাহে
খ) আলোক তরঙ্গে
গ) শব্দে
ঘ) মড্যুলেটেড তরঙ্গে
২৯. টেলিভিশন পর্দার উপর প্রতি সেকেন্ডে কয়টি স্থিরচিত্রে গঠিত হয়?
ক) ২০
খ) ২৪
গ) ২৫
ঘ) ৩০
৩০. নিম্নের কোনটি বর্তমানে বেতার তরঙ্গ প্রেরণ এবং প্রচলিত টেলিফোন সার্কিট সুইচিং এর সমন্বয়ে কাজ করে?
ক) মোবাইল
খ) রেডিও
গ) টিভি
ঘ) মাইক্রোফোন
৩১. ই-মেইলের পুরো নাম কী?
ক) ইলেকক্ট্রনিক মেইল
খ) ইলেকট্রিক মেইল
গ) ইলেক্ট্রো মেইল
ঘ) ইলেক্ট্রোলাইট মেইল
৩২. কোনটির সাহায্য এয়ারপোর্টে চেক-ইন করা যায়?
ক) রেডিও
খ) মোবাইল
গ) টিভি
ঘ) টেলিফোন
৩৩. সিপিইউকে কম্পিউটারের মস্তিক বলা হয় কেন?
ক) এটি দ্বারা কম্পিউটার তথ্য সংগ্রহ করে বলে
খ) এটি কম্পিউটারের যাবতীয় কাজের নির্দেশনা দেয় বলে
গ) এটি দ্বারা কম্পিউটার উপাত্ত প্রদান করে বলে
ঘ) এটি দ্বারা কম্পিউটার দ্রুত কাজ করে বলে
৩৪. p-টাইপ কিভাবে পাওয়া যায়?
ক) সিলিকনের সাথে বোরণ যুক্ত করে
খ) সিলিকনের সাথে ফসফরাস যুক্ত করে
গ) সিলিকনের সাথে সোনা যুক্ত করে
ঘ) সিলিকনের সাথে তামা যুক্ত করে
৩৫. অর্ধ-পরিবাহী ডায়োডকে কী বলে?
ক) রেকটিফায়ার
খ) অ্যামপ্লিফায়ার
গ) ট্রানজিস্টার
ঘ) উপরের কোনটিই নয়
৩৬. নিচের কোনটির মাধ্যমে প্রক্রিয়াকৃত ডেটা বা উপাত্ত পাওয়া যায়?
ক) মাইক্রোফোন
খ) ইনপুট ডিভাইস
গ) সিপিইউ
ঘ) আউটপুট ডিভাইস
৩৭. তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় উন্নত যন্ত্রপাতি নির্মাণ হয়েছে কোনটির বিবর্তনের ফলে?
ক) মেকানিকসের
খ) ডায়নামিকসের
গ) ইলেট্রনিক্সের
ঘ) থার্মোডায়নামিক্সের
৩৮. নিচের বিবরণগুলো লক্ষ কর-
i. p-n জংশন ডায়োড নামে পরিচিতি
ii. ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে
iii. আইসি সিলিকন দ্বারা তৈরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৯. কম্পিউটার যেখানে তথ্য প্রেরণ করে তার নাম কী?
ক) ইনপুট
খ) আউটপুট
গ) সি.পি.ইউ
ঘ) উইন্ডোজ
৪০. সেনাবাহিনী পরিচালনার কাজে কোনটি ব্যবহৃত হয়?
ক) কম্পিউটার
খ) চলকুন্ডলী
গ) ফ্যাক্স
ঘ) সিপিইউ
৪১. কোনটির সাহায্য ই-ব্যাংকিং করা যায়?
ক) রেডিও
খ) টেলিভিশন
গ) ফ্যাক্স
ঘ) ইন্টারনেট
৪২. আকাশ তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলের কোন স্তর থেকে?
ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) আয়নমন্ডল
ঘ) ওজোনমন্ডল
৪৩. p-n-p ট্রানজিস্টরে n অংশটি কী?
ক) নিঃসারক
খ) সংগ্রাহক
গ) বির্ধক
ঘ) ভূমি
৪৪. বাহক তরঙ্গ হতে শব্দকে পৃথক করার প্রক্রিয়ার নাম কী?
ক) মডুলেশন
খ) ডি-মডুলেশন
গ) অ্যাম্পলিফিকেশন
ঘ) রেক্টিফিকেশন
৪৫. রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো কী?
ক) আসমানী, সবুজ, নীল
খ) আসমানী, সবুজ, লাল
গ) কমলা, লাল, সবুজ
ঘ) আসমানী, হলুদ, লাল
৪৬. নিচের কোনটি তড়িৎ সংকেতকে মূলশব্দে রুপান্তরিত করলে আমরা শব্দ শুনতে পাই?
ক) লাইডস্পিকার
খ) ডায়াফ্রাম
গ) চলকুন্ডলী
ঘ) গ্রাহকযন্ত্র
৪৭. নিচের কোনটির প্রতিটি সেট-এর আঞ্চলিক প্রধান অফিসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে?
ক) রেডিও
খ) টেলিভিশন
গ) টেলিফোন
ঘ) মোবাইল
৪৮. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্য কীসের উপস্থিতি নির্ণয় করা যায়?
ক) গামা রশ্নি
খ) ভেদনযোগ্যতা
গ) বিটা কণা
ঘ) আলফা কণা
৪৯. চোখ থেকে কম্পিউটার স্ক্রিন কত ইঞ্চি দূরে রাখতে হয়?
ক) ২০ থেকে ২৮
খ) ৩০ থেকে ৩৪
গ) ৪০ থেকে ৪৪
ঘ) ১০ থেকে ১৪
৫০. সেনাবাহিনী ও পুলিশবাহিনীতে তথ্য আদান প্রদানের জন্যে কোনটি ব্যবহার করা হয়?
ক) ফ্যাক্স মেশিন
খ) টেলিভিশন
গ) রেডিও
ঘ) মাইক্রোবাস
৫১. তড়িৎ শক্তি অডিও সংকেতকে বিবর্ধিত করে অনেক দূরে পাঠায়-
i. ফ্যাক্স লাইনের মাধ্যমে
ii. টেলিফোন লাইনের মাধ্যমে
iii. রেডিওর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৫২. আলফা কণার উপস্থিতি নির্ণয় করা যায়-
i. ফটোগ্রাফিক ফিল্মের সাহায্য
ii. ক্লাইভ চেম্বারের সাহায্য
iii. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৫৩. নিচের কোনটি নিম্ন তাপমাত্রায় অন্তরকেরে মত কাজ করে?
ক) পরিবাহী
খ) অর্ধপরিবাহী
গ) অপরিবাহী
ঘ) হ্রাস বা অপরিবর্তিত থাকে
৫৪. মাইক্রোফোনের সামনে বক্তার আওয়াজ শ্রোতারা স্পীকারের মাধ্যমে জোরে শুনতে পাই কেন?
ক) স্পীকার মাইক্রোফোনের অডিও সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
খ) মাইক্রোফোন স্পীকারের অডিও সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
গ) মাইক্রোফোন স্পীকারের তড়িৎ সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
ঘ) স্পীকার মাইক্রোফোনের তড়িৎ সংকেতকে শব্দে পরিবর্তিত করে বলে
৫৫. ফ্যাক্স মেশিন আবিষ্কৃত হয় কত সালে?
ক) ১৮৪০ সালে
খ) ১৮৩০ সালে
গ) ১৮৩২ সালে
ঘ) ১৮৪২ সালে
৫৬. কার আবিষ্কৃত টেলিফোন বিবর্তনের মধ্য দিয়ে আজকের আধুনিক টেলিফোনে এসে পৌছেছে?
ক) গ্রাহাম বেল
খ) লজিবেয়ার্ড
গ) ফ্লেমিং
ঘ) মার্কনি
৫৭. ৭৭. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হচ্ছে-
i. যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে
ii. কাগজকলে কাগজের গুরুত্ব নিয়ন্ত্রণে
iii. ধাতব ঝালাই যাচাইয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৫৮. ট্রানজিস্টরে অর্ধপরিবাহী কি হিসেবে থাকে?
i. সংগ্রাহক হিসেবে
ii. পীঠ হিসেবে
iii. নিঃসারক হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৫৯. ফ্লোমিং কোন দেশের নাগরিক ছিলেন?
ক) জাপান
খ) যুক্তরাষ্ট্র
গ) ফ্রান্স
ঘ) বৃটেন
৬০. টেলিভিশনে শব্দপ্রেরণের জন্য প্রেরক যন্ত্রে-
i. ছবিকে সরাসরি তাড়িৎচৌম্বকে তরঙ্গে রূপান্তরিত করা হয়
ii. টিভি সংকেতকে মডুলেশন করা হয়
iii. এন্টেনার সাহায্য বেতার তরঙ্গ প্রেরিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৬১. নিচের কোনটি ইলেকট্রনিক মেসেজ ও ফাইলকে এক বা একাধিক ইলেকট্রনিক ডাকবাক্সে বন্টন করে?
ক) ই-মেইল
খ) ফ্যাক্স
গ) টেলিফোন
ঘ) মেমোরিতে
৬২. কোনটির ক্ষতিকর প্রভাব বংশ পরম্পরায় পরিলক্ষিত হয়?
ক) এইডস
খ) তেজস্ক্রিয়তা
গ) পরিবেশ দূষণ
ঘ) পানিবাহিত রোগ
৬৩. রঙিন টেলিভিশন কয়টি ইলেকট্রন গান থাকে?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) সাতটি
৬৪. নিচের কোনটির ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বিপ্লব এনেছে?
ক) নির্ভুলতা
খ) মুদ্রণ শিল্প
গ) যোগাযোগ
ঘ) মূলকপি পুনরুৎপাদনের কাজে
৬৫. কত সালে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়?
ক) ১৮৫৪ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৮৬০ সালে
ঘ) ১৯৫৪ সালে
৬৬. কম্পিউটারের প্রয়োগ দিন দিন বেড়ে চলেছে-
i. বিনোদন ক্ষেত্রে
ii. প্রতিরক্ষা ক্ষেত্রে
iii. প্রশাসন ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৬৭. মোবাইল ফোনের মাধ্যমে করা যায়-
i. বিল পরিশোধ
ii. বিশ্ববিদ্যালয়ের ভর্তির দরখাস্ত
iii. কলেজে ভর্তি হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৬৮. ইলেকট্রনিক যন্ত্রে ট্রানজিস্টররকে কী হিসেবে ব্যবহার করা হয়?
ক) রেকটিফায়ার
খ) অ্যামপ্লিফায়ার
গ) ডিটেকটর
ঘ) মড্যুলেটর
৬৯. প্রথমে কোন বিজ্ঞানী টিলিভিশনে চিত্র প্রেরণে সক্ষম হয়?
ক) নিউটন
খ) মার্কনী
গ) রিকটার
ঘ) লর্জি বেয়ার্ড
৭০. ই-মেইল পাঠানোর জন্য কোনটির প্রয়োজন?
ক) স্ট্যাম্প
খ) ডাকপিয়ন
গ) ইন্টারনেট
ঘ) পোষ্টকার্ড
৭১. আলফা কণা কত সে.মি. বায়ু ভেদ করতে পারে?
ক) ৫ সে.মি
খ) ৬ সে.মি
গ) ৭ সে.মি
ঘ) ৯ সে.মি
৭২. বেতার তরঙ্গ শূন্যে ছড়িয়ে পড়ে-
i. ভূমি তরঙ্গ আকারে
ii. পানি তরঙ্গ আকারে
iii. আকাশ তরঙ্গাকারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৭৩. কতটি তড়িৎদ্বার থাকলে একটি ভ্যাকুয়াম টিউবকে ট্রায়োড বলা হয়?
ক) তিন
খ) চার
গ) দুই
ঘ) ছয়
৭৪. কখন টেলিফোন ও টেলিগ্রাফের বিকাশ সাধিত হয়?
ক) ষোড়শ শতাব্দীতে
খ) সপ্তদশ শতাব্দীতে
গ) উনবিংশ শতাব্দীতে
ঘ) বিংশ শতাব্দীতে
৭৫. আলফা কণা-
i. তীব্র আয়নায়ন সৃষ্টি করতে পারে
ii. মারাত্মক ক্ষতিকর
iii. বিপদজনক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৭৬. টেলিফোন হ্যান্ডসেটের ইয়ার পিসটি হলো-
ক) মাইক্রোফোন
খ) প্রেরকযন্ত্র
গ) স্পীকার
ঘ) রিংগার
৭৭. নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে কী বলে?
ক) বর্তনী
খ) এনালগ সংকেত
গ) ডিজিটাল সংকেত
ঘ) পরিবর্তনশীল বিভব
৭৮. ফ্লোমিং এর আবিস্কৃত ভ্যাকুয়াম টিউবের অপর নাম কী?
ক) ট্রায়োড
খ) ইলেকট্রোড
গ) ডায়োড
ঘ) থার্মোকাপল
৭৯. বিটা কণার উপস্থিতি নির্ণয় করা যায়-
i. গাইগার মূলার কাউন্টার দিয়ে
ii. ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে
iii. ক্লাউড চেম্বার দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৮০. প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় বিভাজনকে কী বলে?
ক) এক বেকেরেল
খ) এক রন্টজেন
গ) বেকেরেল
ঘ) রন্টজেন
৮১. তেজস্ক্রিয়তার বিপদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. দীর্ঘদিন মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে বিকলাঙ্গতা সৃষ্টি হতে পারে
ii. তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব বংশ পরম্পরায় পরিলক্ষিত হতে পারে
iii. তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব মানুষ অন্ধ ও বধির হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৮২. বিটা কণার ভর কত?
ক) 9.11 x10-31g
খ) 9.11 x10-24g
গ) 9.11 x10-31kg
ঘ) 9.11 x10-24kg
৮৩. সফটওয়্যার ক্ষেত্রে-
i. প্রসেসর একটি গুরত্বপূর্ণ সফটওয়্যার ডিভাইস
ii. কম্পিউটার প্রাণ বলা যায়
iii. সফটওয়্যারকে বাহ্যিকভাবে ছোয়া যায় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৮৪. টেলিফোন হ্যান্ডসেটের ইয়ারপিসের স্পীকার কোনটিকে শব্দে রূপান্তরিত করে?
ক) তড়িৎ সংকেত
খ) অডিও সংকেত
গ) বাহক তরঙ্গ
ঘ) বেতার তরঙ্গ
৮৫. কম্পিউটার একটি ইলকট্রনিক ডিভাইস যা উপাত্ত-
i. গ্রহণ করে
ii. প্রেরণ করে
iii. সংরক্ষণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৮৬. নিম্নের কোনটি হলো মাইক্রোফোনের যে অংশ যা শব্দের কম্পনকে তড়িতে রূপান্তরের জন্যে ডিজাইন করা থাকে?
ক) স্পীকার
খ) চলকুন্ডলী
গ) গ্যালভানোমিটার
ঘ) ডায়াফ্রাম
৮৭. গামা রশ্নির তরঙ্গ দৈর্ঘ্য কেমন?
ক) দীর্ঘ
খ) স্বল্প
গ) মাঝারি
ঘ) উপরের সবকয়টি
৮৮. ডোপায়ন কী?
ক) সিলিকনের পরিবাহকত্ব হ্রাস করা
খ) সিলিকনের তাপমাত্রা বৃদ্ধি করা
গ) সিলিকনের খাদ দূর করা
ঘ) সিলিকনের মধ্যে অতি সামান্য খাদ যুক্ত করা
৮৯. উচ্চমাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে যেসব সমস্যার সৃষ্টি করে-
i. মানবদেহে মরণঘাতি ক্যান্সার সৃষ্টি করে
ii. মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে
iii. মানুষকে মানসিক বিকারগ্রস্ত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৯০. কোনো ডকুমেন্ট হুবহু কপি করে পাঠাতে কোনটি ব্যবহার করা হয়?
ক) রেডিও
খ) ফ্যাক্স
গ) টেলিফোন
ঘ) খ ও গ উভয়ই
৯১. তড়িৎ প্রবাহ ও ভোল্টেজ বিবর্ধনের জন্য নিচের কোনটি প্রয়োজন হয়?
ক) ডায়োড
খ) রেকটিফায়ার
গ) ভ্যাকুয়াম টিউব
ঘ) অ্যামপ্লিফায়ার
৯২. ইন্টারনেট সর্বপ্রথম চালু হয় কত সালে?
ক) ১৯৭০ সালে
খ) ১৯৬৯ সালে
গ) ১৮৮৯ সালে
ঘ) ১৯৫৯ সালে
৯৩. ডিজিটাল কথাটি কোথা থেকে এসেছে?
ক) ভিজিট
খ) ডিজিট
গ) মডেম
ঘ) কম্পিউটার
৯৪. নিম্নের কোন মৌলের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে আইসি তৈরি করা হয়?
ক) ম্যাঙ্গানিজ
খ) বোরন
গ) কার্বন
ঘ) সিলিকন
৯৫. ইলেট্রনিক্সের যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৮৮০ সালে
খ) ১৮৮১ সালে
গ) ১৯৮২ সালে
ঘ) ১৮৮৩ সালে
৯৬. ট্রায়োডে কয়টি তড়িৎদ্বার বা ইলেক্ট্রোড থাকে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
৯৭. নিম্নের কোনটির দ্বারা সংকেত প্রেরণে ডিজিটাল সংকেত ব্যবহার করা হয়?
ক) রাডার
খ) বাস্ট ফাইবার
গ) অপটিক্যাল ফাইবার
ঘ) পোষ্ট অফিস
৯৮. ফ্যাক্স এর পুরো নাম কী?
ক) ফ্যাক্সামিল
খ) ফ্যাক্সিমিলি
গ) ফ্যাক্সিমিল
ঘ) ফ্যাক্সমাইল
৯৯. পারমাণবিক রিএ্যাক্টর চালনার কাজে কোনটির ব্যবহার অপরিহার্য?
ক) কম্পিউটার
খ) ফ্যাক্স
গ) ক ও খ উভয়ই
ঘ) ইন্টারনেট
১০০. কম্পিউটার পারে-
i. গাণিতিক হিসাব করতে
ii. গাণিতিক যুক্তি দিতে
iii. কোনো কিছু নির্বাচন করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১০১. কোনটি এক হোল থেকে অন্য হোলে লাফিয়ে পদার্থের মধ্যে চলাচল করে?
ক) প্রোটন
খ) ইলেকট্রন
গ) ডিউটোরিয়াল কণা
ঘ) নিউট্রন
১০২. কোন রশ্নিটি আধান নিরপেক্ষ?
ক) α রশ্নি
খ) β রশ্নি
গ) γ রশ্নি
ঘ) বেকরেল
১০৩. ভারি মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে নির্গত হয়-
i. আলফা রশ্নি
ii. বিটা রশ্নি
iii. গামা রশ্নি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১০৪. আইসি হলো-
i. সিলিকন চিপস
ii. লক্ষ লক্ষ ক্ষুদ্র বর্তনীয় সমন্বয়
iii. অধিক তাপোৎপাদী ইলেট্রনিক্স উপকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১০৫. টেলিভিশনের পর্দার উপর প্রতি সেকেন্ডে কতটি স্থির চরিত্র গঠন করে যা আমাদের চোখ চলমান ছবি হিসেবে দেখে?
ক) ২০টি
খ) ২৫টি
গ) ৩০টি
ঘ) ৫০টি
১০৬. নিম্নের কোনটি অর্ধপরিবাহী?
ক) Si
খ) H
গ) Ca
ঘ) Au
১০৭. রেকটিফায়ার কোন কাজটি করে?
ক) ভোল্টেজের বিবর্ধন ঘটায়
খ) তড়িৎপ্রবাহ বৃদ্ধি করে
গ) তড়িৎপ্রবাহ হ্রাস করে
ঘ) তড়িৎপ্রবাহ একমুখী করে
১০৮. মডুলেশন প্রক্রিয়ায়-
i. শব্দকে বাহক তরঙ্গের সাথে মিশানো হয়
ii. বাহকতরঙ্গ সাধারণত নিম্বকম্পাংকবিশিষ্ট হয়
iii. বাহকতরঙ্গ সাধারণত উচ্চকম্পাংকবিশিষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১০৯. তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহে কোন রোগ সৃষ্টি করে?
ক) ডায়ারিয়া
খ) আমাশয়
গ) রাতকানা
ঘ) ক্যানসার
১১০. নিম্নের কোনটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহ রূপান্তরিত করে?
ক) ট্রায়োড
খ) পঞ্চয়োড
গ) ডায়োড
ঘ) কোনটিই নয়
১১১. কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করা ঠিক নয় কেন?
ক) বিদ্যুতের অপচয় হয় বলে
খ) অর্থের অপচয় হয় বলে
গ) শারীরিক বিভিন্ন সমস্যা প্রতিরোধের জন্য
ঘ) কম্পিউটারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে
১১২. কম্পিউটার ব্যবহৃতকৃত ইনপুট ডিভাইস হলো-
i. মাউসপ্যাড
ii. ডিজিটাল ক্যামেরা
iii. মাইক্রোফোন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১১৩. ট্রানজিস্টরের স্তরগুলোকে বলা হয়-
i. সংগ্রাহক
ii. ভূমি
iii. নিঃসারক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১১৪. নিচের কোন রশ্নিটি তেজস্ক্রিয় রশ্নি নয়?
ক) α রশ্নি
খ) β রশ্নি
গ) γ রশ্নি
ঘ) χ রশ্নি
১১৫. রেডিওর গ্রাহকযন্ত্র-
i. বেতার তরঙ্গ গ্রহণ করে
ii. বাহকতরঙ্গ হতে শব্দকে পৃথক করে
iii. শব্দকে সরাসরি বর্ধিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১১৬. রেডিও ফ্যাক্স এর যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৯২০
খ) ১৯২৫
গ) ১৯৩০
ঘ) ১৯৩৫
১১৭. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রগুলো হলো-
i. ব্যবসা-বাণিজ্য
ii. যাতায়াত ব্যবস্থা
iii. গবেষণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১১৮. অর্ধপরিবাহিকে কয়টি টাইপে ভাগ করা যায়?
ক) দুই
খ) চার
গ) তিন
ঘ) ছয়
১১৯. কোথায় ই-মেইল বর্ণ জমা রাখে?
ক) কম্পিউটারে
খ) মেইলবক্সে
গ) হার্ডডিস্কে
ঘ) অফিস
১২০. মাইক্রোফোনে শক্তির কী রকম রূপান্তর হয়?
ক) তড়িৎশক্তি→ শব্দ শক্তি
খ) শব্দ শক্তি→ যান্ত্রিক শক্তি
গ) শব্দ শক্তি→ তড়িৎ শক্তি
ঘ) যান্ত্রিক শক্তি→ শব্দ শক্তি
১২১. নিম্নের কোনটিকে সিলিকনের সাথে যোগ করে n টাইপ অর্ধপরিবাহী তৈরি করা যায়?
ক) সালফার
খ) অ্যালুমিনিয়াম
গ) ফসফরাস
ঘ) বোরন
১২২. টেলিভিশন এবং বেতার তরঙ্গের মধ্যে পার্থক্য হলো-
i. এদের তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন
ii. শূন্য মাধ্যমে এদের গতিবেগ ভিন্ন
iii. টেলিভিশন তরঙ্গ উর্ধ্ব বায়ুস্তর হতে প্রতিচ্ছবি না হলেও বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১২৩. ৬০. গামা রশ্নি-
i. স্বল্প তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট
ii. একটি তাড়িত চৌম্বক তরঙ্গ
iii. দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১২৪. P-n জাংশন কত প্রকার?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 8
১২৫. রেডিওর গ্রাহক যন্ত্র বেতার তরঙ্গকে গ্রহণ করে একে কিসে রূপান্তরিত করে?
ক) শব্দে
খ) তড়িৎপ্রবাহে
গ) আলাক তরঙ্গে
ঘ) চুম্বক তরঙ্গে
১২৬. টেলিফোনের কাজ হলো-
i. তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করা
ii. তড়িৎ সংকেতকে তারের মাধ্যমে সঞ্চালন করা
iii. শব্দকে অডিও সংকেতকে রূপান্তরিত করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১২৭. কোন তেজস্ক্রিয় মৌলে ১০০০০০টি তেজস্ক্রিয় পরমাণু আছে। মৌলটির অর্ধায়ু সময় পার হলে কতটি পরমাণু অবশিষ্ট থাকবে?
ক) ১০০০০টি
খ) ১০০০টি
গ) ৫০০০০টি
ঘ) ৫০০০টি
১২৮. কোন মৌলের পরমাণু ইলেকট্রন কাঠামোর মধ্যে ঋনাত্মক হলো তৈরি করে?
ক) সালফার
খ) ইন্ডিয়াম
গ) ফসফরাস
ঘ) বোরন
১২৯. চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কোনটি?
ক) থাইরয়েডের সমস্যা নির্ণয়ে
খ) চোখের রোগ নির্ণয়ে
গ) মূলবর্ধক হিসাবে
ঘ) পাকস্থলী এসিডিটি নিরাময়ে
১৩০. নিচের কোনটি পরস্পরের সাথে যে কোনো তথ্য বা উপাত্ত আদান প্রদানে সক্ষম?
ক) ইন্টারনেট
খ) রেডিও
গ) টিভি
ঘ) ই-মেইল
১৩১. হিলিয়াম নিউক্লীয়াসে রয়েছে-
i. দুটি প্রোটন
ii. দুটি নিউট্রন
iii. একটি প্রোটন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩২. কম্পিউটার নিম্নোক্ত কাজে ব্যবহৃত হয়। যেমন-
i. তথ্য সংগ্রহ
ii. পণ্য উৎপাদন স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ
iii. কাজের সিডিওলের হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৩৩. নিম্নের কোনটি যোগাযোগের ক্ষেত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক) ডায়োড
খ) ব্যারোমিটার
গ) ট্রায়োড
ঘ) থার্মোমিটার
১৩৪. হেনরী বেকরেল কোন দেশের অধিবাসি ছিলেন?
ক) যুক্তরাষ্ট্র
খ) ইতালি
গ) হল্যান্ড
ঘ) ফ্রান্স
১৩৫. নিচের বিবরণগুলো পড়:
i. ডিজিটাল কথাটি এসেছে ডিজিট থেকে
ii. মোডেমের সাহায্য এনালগ ডাটাকে ডিজিটাল ডাটায় রূপান্তর করা যায়
iii. মোডেমের সাহায্য ডিজিটাল ডাটাকে এনালগ ডাটায় রূপান্তর করা যায় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৩৬. মাইক্রোফেন ও স্পীকার দুটোই থাকে-
i. টেপরেকর্ডারে
ii. ভিসি আরে
iii. ডায়াফ্রোমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৩৭. কত সালে আমেরিকান প্রতিরক্ষা বিভাগ ইন্টারনেট চালু করে?
ক) ১৯৭০
খ) ১৯৬৯
গ) ১৯৭৯
ঘ) ১৯৮০
১৩৮. নিম্নের কোনটি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে?
ক) থার্মোমিটার
খ) ট্রায়োড
গ) ডায়োড
ঘ) অ্যামিটার
১৩৯. শব্দ তরঙ্গের মতই থাকে অডিও তরঙ্গের-
i. তরঙ্গদৈর্ঘ্য
ii. কম্পাঙ্ক
iii. অপেক্ষিক বিস্তার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৪০. টেলিফোনের আধুনিক রূপ-
i. কডলেস
ii. সেলুলার
iii. মোবাইল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৪১. তেজস্ক্রিয় বিকিরণ একটি-
ক) নিউক্লিয় ঘটনা
খ) প্রাকৃতিক ঘটনা
গ) স্বাভাবিক ঘটনা
ঘ) সবকয়টি
১৪২. টেলিভিশন সেটের শব্দ গ্রহণকারী গ্রাহকযন্ত্র তড়িত সংকেত গ্রহণ করে কী করে?
ক) অপরিবর্তিত
খ) খর্বিত
গ) ক ও খ উভয়ই
ঘ) বিবর্ধিত
১৪৩. নিচের কোনটি বর্তমানে বহুল ব্যবহৃত ডাক মাধ্যম?
ক) ই-মেইল
খ) টেলিফোন
গ) ফ্যাক্স
ঘ) কম্পিউটার
১৪৪. তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কোনটি সঠিক?
i. এটি একটি নিউক্লিয় ঘটনা
ii. তেজস্ক্রিয়তা পরিমাপের একক বেকরেল
iii. তেজস্ক্রিয়তা মানব শরীরের জন্য উপকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৪৫. হেনরী বেকরেল কোন ধাতুকে তেজস্ক্রিয়তা প্রত্যক্ষ করেন?
ক) রেডিয়াম
খ) থোরিয়াম
গ) পোলিানিয়াম
ঘ) ইউরেনিয়াম
১৪৬. কোন ধাতু তেজস্ক্রিয়তার ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়?
ক) রেডিয়াম
খ) পেলেনিয়াম
গ) থোরিয়াম
ঘ) অ্যাকটিলিনয়াম
১৪৭. কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে বেশি?
ক) গামা রশ্নি
খ) বিটা রশ্নি
গ) আলফা রশ্নি
ঘ) এক্স রশ্নি
১৪৮. কোনটি টেলিফোনের হ্যান্ডসেটর মাইক্রোফোন?
ক) মাউথপিস
খ) ইয়ার পিস
গ) স্পীকার
ঘ) ডায়েলিং বোর্ড
১৪৯. প্রথম ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন কে?
ক) এডিসন
খ) ফ্যারাডে
গ) ফ্লোমিং ক্রিয়া
ঘ) ফ্রাংকলিন
১৫০. নিচের কোনটি বেতার তরঙ্গ প্রেরণ ও টেলিফোন সুইচিং এর সমন্বয়ে কাজ করে?
ক) টেলিফোন
খ) মোবাইল ফোন
গ) মাইক্রোফোন
ঘ) স্পিকার
১৫১. টেলিভিশন ক্যামেরা কোনো দৃশ্যের ছবির উজ্জ্বল ও অনুজ্জ্বল অংশকে রুপান্তরিত করে-
i. তড়িৎপ্রবাহে
ii. তড়িৎ তরঙ্গে
iii. তড়িৎ আধানে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
১৫২. ট্রানজিস্টারে মোট কতটি p-n জংশন থাকে?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
১৫৩. ট্রায়োডের-
i. তিনটি তড়িৎদ্বার থাকে
ii. অ্যানোড থাকে না
iii. তৃতীয় ইলেক্ট্রোডের নাম গ্রিড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৫৪. অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারে জ্বলজ্বল করতে দেখা যায়। এর কারণ কী?
ক) জিঙ্ক সালফাইডের ব্যবহার
খ) তেজস্ক্রিয় থোরিয়ামের ব্যবহার
গ) তেজস্ক্রিয় ইউরোনিয়ামের ব্যবহার
ঘ) ব্যাটারি ব্যবহার
১৫৫. কৃষি ক্ষেত্রে তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. আগাছা পরিষ্কারক হিসেবে
ii. সার উৎপাদনে
iii. উন্নত জাতের বীজ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৫৬. ১৯২৬ সালে কে টেলিভিশনে শব্দ প্রেরণে সক্ষম হয়?
ক) গুগলিয়েলমো মার্কনি
খ) জগদীশ চন্দ্র বসু
গ) লজি বেয়ার্ড
ঘ) নিউটন
১৫৭. যোগাযোগ মানুষের কার্যক্রমকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে-
i. বিংশ শতকের প্রারম্ভে
ii. ক্রয়োদশ শতকের প্রারম্ভে
iii. একবিংশ শতকের প্রারম্ভে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৫৮. তেজস্ক্রিয়তা হল-
i. স্বতঃস্ফূর্ত ঘটনা
ii. অবিরাম ঘটনা
iii. প্রকৃতি নিয়ন্ত্রিত ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৯. কোনটির পিকচার টিউবের পিছনে প্রান্তে ইলেকট্রন গান সংযুক্ত থাকে?
ক) রেডিও
খ) ফ্যাক্স
গ) টিভি
ঘ) টেলিফোন
১৬০. টেলিফোনে ব্যবহৃত হয় যেকোনো দেশে-
i. ফ্যাক্স বার্তা পাঠানোর ক্ষেত্রে
ii. ই-মেইল আদান প্রদানের
iii. কথাবার্তা বলায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৬১. কোথায় থেকে কোথায় গ্রিড তড়িৎপ্রবাহ নিয়ন্ত্রণ করে?
ক) ক্যাথোড থেকে অ্যানোডে
খ) অ্যানোড থেকে ক্যাথোডে
গ) ক্যাথোড থেকে ক্যাথোডে
ঘ) অ্যানোড থেকে অ্যানোডে
১৬২. তাড়িৎ চৌম্বক বিকিকরণের বৈশিষ্ট্য-
i. এটি আড় তরঙ্গ
ii. এটি সরল রেখায় চলে
iii. এর তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৬৩. p-n-p ট্রানজিস্টারে-
i. সরু p টাইপ অঞ্চল হলো ভূমি
ii. সরু n টাইপ অঞ্চল হলো ভূমি
iii. p-টাইপ অঞ্চলে হলো সংগ্রাহক ও নিঃসারক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৬৪. নিম্নের কোনটি বিবর্ধক হিসাবে কাজ করতে পারে?
ক) ডায়োড
খ) ব্যারোমিটার
গ) হাত ঘড়ি
ঘ) ট্রানজিস্টর
১৬৫. নিচের কোনটি হিলিয়াম নিউক্লিয়াস-
ক) আলফা কণা
খ) বিটা কণা
গ) গামা রশ্নি
ঘ) এক্স রশ্নি
১৬৬. নিম্নের কোনটির পরিমাণ নির্ণয়ে তেজস্ক্রিয়তার ব্যবহার রয়েছে?
ক) এসিডিটি
খ) চোখের রোগ
গ) খনিজ পদার্থে বিভিন্ন ঋতু
ঘ) উদ্ভিদের রোগ
১৬৭. অর্ধপরিবাহী বলা হয়-
i. সিলিকনকে
ii. জার্মেনিয়ামকে
iii. এনালগের চেয়ে সর্বমোট খরচ বেশি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৬৮. প্রতিটি টেলিফোন সেটেই থাকে-
i. সংকেত গ্রহণ ব্যবস্থা
ii. সংকেত প্রেরণ ব্যবস্থা
iii. ই-মেইল পাঠানো ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৬৯. মোবাইল বা সেলুলার টেলিফোন যোগাযোগ কোনটি ব্যবহৃত হয়?
ক) টেলিভিশন
খ) ইন্টারনেট
গ) রেডিও
ঘ) টেলিগ্রাফ
১৭০. ইলেকট্রনিক্সের অবদানে আবিষ্কৃত ডিভাইস হলো-
i. টেলিভিশন
ii. ফ্র্যাক্স
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৭১. বিভিন্ন রকমের শব্দের কম্পন কোনটিকে বিভিন্নভাবে কম্পিত করে?
ক) ডায়াফ্রাম
খ) চলকুন্ডলী
গ) স্পীকার
ঘ) চৌম্বকক্ষেত্র
১৭২. নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনলীল ভোল্টেজ বা কারেন্টাকে কী বলে?
ক) ডিজিটাল সংকেত
খ) এনালগ সংকেত
গ) অডিও সংকেত
ঘ) ভিডিও সংকেত
১৭৩. ডায়োডের পরিবর্তে ট্রানজিস্টর ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয় কেন?
ক) এটি বড় আকৃতিবিশিষ্ট হওয়ায়
খ) এটির শীতলীকরণ ব্যবস্থা উন্নততর হওয়ায়
গ) এটির নির্ভরযোগ্যতা কম হওয়ায়
ঘ) এটির নির্ভরযোগ্যতা অধিক হওয়ায়
১৭৪. ইন্টারনেট হলো এমন একদল নেটওয়ার্ক যা তৈরি হয় অসংখ্যা-
i. কম্পিউটার দিয়ে
ii. মোডেম দিয়ে
iii. টেলিফোন লাইন দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৭৫. আইসির ক্ষেত্রে-
i. প্রথমে ক্যালকুলেটর ও কম্পিউটারে ব্যবহৃত হত
ii. ইনটেল চিপ একটি আইসি
iii. অনেক বেশি অপচয় করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৭৬. ডিজিটাল সংকেত ব্যবস্থায় ‘অন’ অবস্থার মান কত?
ক) 1
খ) 0
গ) 11
ঘ) 01
১৭৭. ডায়োতে কয়টি ইলেকট্রোড থাকে?
ক) ৪টি
খ) ১টি
গ) ৩টি
ঘ) ২টি
১৭৮. সি.পি.ইউ তে থাকে-
i. গাণিতিক ইউনিট
ii. নিয়ন্ত্রণ ইউনিট
iii. স্মৃতি ইউনিট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৭৯. কোনো সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তাকে কী বলে?
ক) সমান্তরাল বর্তনী
খ) অর্ধপরিবাহী ট্রানজিস্টর
গ) সমন্বিত বর্তনী
ঘ) অর্ধপরিবাহী ডায়োড
১৮০. নিচের বিবরণগুলো পড়:
i. ১৯৬০ সালে IC আবিষ্কার হয়
ii. মোবাইল ফোনে IC ব্যবহার করা হয়
iii. এমপিথ্রি প্লেয়ারে IC ব্যবহার করা হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৮১. ডিজিটাল ডাটার ব্যবহার-
i. কম্পিউটার উপাত্ত সংরক্ষণ
ii. ইন্টারনেটে উপাত্ত প্রেরণ
iii. টিভি সম্প্রচার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৮২. ই-মেইলের জন্য প্রয়োজন-
i. গ্রাহক ও প্রেরকের ইমেইল এড্রেস
ii. ইন্টারনেট
iii. ল্যাপটপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৮৩. মাইক্রোফোনকে চলতি কথায় কি বলে?
ক) ক্ষুদ্র ফোন
খ) বৃহৎ ফোন
গ) মাইক
ঘ) রেডিও
১৮৪. শব্দ দূষণে বেশি অস্থিরতা ও অসুস্থতাবোধ করেন-
i. হৃদরোগীরা
ii. ডায়াবেটিস রোগীরা
iii. প্রেশার রোগীরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৮৫. একটি রঙিন টেলিভিশনে তিনটি মৌলিক রঙের ইলেকট্রন গানের মধ্যে লাল রঙটি নষ্ট হয়ে গেল। এখন-
i. কোনো সাদা বস্তুকেও টেলিভিশনে রঙ্গিন দেখাবে
ii. কোনো সবুজ বস্তুর রঙ টেলিভিশনে অপরিবর্তিত থাকবে
iii. কোনো লাল বস্তুর রঙ টেলিভিশনে অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৮৬. ৮০০০০০ পরমাণুবিশিষ্ট তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ু 3hr হলে কত সময় পর এর অবশিষ্ট পরমাণুর সংখ্যা ১০০০০০ টি হবে?
ক) 3hr
খ) 4hr
গ) 9hr
ঘ) 12hr
১৮৭. এনালগ সংকেত ব্যবহারের ফলে-
i. নয়েজ বাড়ে
ii. সংকেত বিবর্ধিত হয়
iii. সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৮৮. টেলিভিশন অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয় কেন?
ক) গ্রাহকযন্ত্রে প্রাপ্ত তড়িৎ সংকেতকে ছবিতে রূপান্তরিত করার জন্য
খ) গ্রাহকযন্ত্রে প্রাপ্ত তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তরিত করার জন্য
গ) বাহক তরঙ্গের তড়িৎ সংকেতকে ছবি ও শব্দে রূপান্তরিত করার জন্য
ঘ) বাহক তরঙ্গের সাহায্য প্রেরক এন্টেনার মাধ্যমে ছবি ও শব্দ প্রেরণ করার জন্য
১৮৯. এনালগ উপাত্ত প্রেরণ করে থাকে-
i. রেডিও
ii. টিভি সম্প্রচার
iii. টেলিফোন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৯০. ৫৭. বিটা কণা-
i. প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে
ii. র ভেদন ক্ষমতা আলফা কণার চেয়ে বেশি
iii. র ভর 9.11 x1028g
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৯১. কোনটি অর্ধ-পরিবাহী বস্তু?
ক) অ্যালুমিনিয়াম
খ) সিলিকন
গ) তামা
ঘ) পিতল
১৯২. কোনটিকে অ্যামপ্লিফায়ারে বিবর্ধিত করে প্রেরক যন্ত্রের এন্টেনার সাহায্য তাড়িতচৌম্বক তরঙ্গ হিসেবে শূণ্য প্রেরণ করা হয়?
ক) অডিও সংকেত
খ) ডায়াফ্রাম
গ) বেতার তরঙ্গ
ঘ) ওজোনমন্ডল
১৯৩. ফ্যাক্স মেশিন-
i. তড়িৎ আলোকীয় মেশিন
ii. মোডেম ব্যবহৃত হয়
iii. ডায়াগ্রাম প্রেরণ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৯৪. কোনটির সাহায্যে টিভি সেট ছবির প্রেরিত তাড়িত চৌম্বক বাহক তরঙ্গ গ্রহণ করে?
ক) এন্টেনা
খ) স্পীকার
গ) চলকুন্ডলী
ঘ) আকাশ তরঙ্গ
১৯৫. আইসি-র ব্যবহার দেখা যায়-
i. কম্পিউটার
ii. মোবাইলফোনে
iii. মাইক্রোওভেনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৯৬. ইন্টারনেটের মাধ্যমে করা যায়-
i. ওয়েব সাইট ব্রাউজিং
ii. ডিডিও কনফারেনসিং
iii. ই-মেইল পাঠানো বা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
১৯৭. কম্পিউটার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট কীভাবে কাজ করে?
ক) উপাত্ত গ্রহণ করে
খ) উপাত্ত প্রেরণ করে
গ) উপাত্ত প্রক্রিয়াজাত করে
ঘ) ফলাফল প্রদান করে
১৯৮. নিচের কোনটি হৃদরোগীর জন্য বেশি ক্ষতিকর?
ক) শব্দ দূষণ
খ) কম্পিউটার সিনড্রোম
গ) অতিরিক্ত ঘুম
ঘ) চিনিযুক্ত খাবার
১৯৯. কোনো মৌল থেকে তেজস্ক্রিয় কণা নির্গমনের ঘটনাকে কী বলে?
ক) তেজস্ক্রিয়তা
খ) চৌম্বকত্ব
গ) আপেক্ষিকতা
ঘ) প্লবতা
২০০. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. ট্রানজিস্টরে দুটি p-টাইপ ও একটি n-টাইপ অর্ধপরিবাহী থাকে
ii. ট্রানজিস্টরে দুটি n- টাইপ ও একটি টাইপ অর্ধপরিবাহী থাকে
iii. ডায়োড তড়িৎ প্রবাহকে একমুখী করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২০১. কম্পিউটার অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র হিসেবে বিবেচিত হওয়ার কারণ হচ্ছে এর-
i. তথ্য জমা করে রাখার ক্ষমতা
ii. কাজ করার ক্ষমতা
iii. ক্লান্তিহীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২০২. তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটারশ্নি নির্গত হয় তা আসলে কী?
ক) ঋণাত্মক ইলেকট্রনের স্রোত
খ) একটি তড়িৎ নিরপেক্ষ কণা
গ) এক ধনাত্মক নিউক্লিয়াস
ঘ) ধনাত্মক প্রোটনে স্রোত
২০৩. তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের সাহায্যে প্রভাবিত হয়-
i. আলফা রশ্নি
ii. বিটা রশ্নি
iii. গামা রশ্নি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২০৪. গাইগার মূলার কাউন্টার দ্বারা কোনটির উপস্থিতি নির্ণয় করা যায়?
ক) আলফা কণা
খ) গামা রশ্নি
গ) বিটা কণা
ঘ) এক্স রশ্নি
২০৫. আলফা কণার আধান কত?
ক) 1.6 x1019C
খ) 3.2 x1019C
গ) 3.2x1019C
ঘ) 3.2 x1020C
২০৬. কত সালে টেলিভিশন আবিষ্কৃত হয়?
ক) ১৮১৬
খ) ১৯৪৬
গ) ১৯২৬
ঘ) ১৮৬৪
২০৭. নয়েজ বেড়ে গেলে নিচের কোনটি ঘটে?
ক) সংকেত দূর্বল হয়
খ) সংকেত সবল হয়
গ) সংকেত বিকৃত হয়
ঘ) সংকেত বিবর্ধিত হয়
২০৮. একটি শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি গামা রশ্নি প্রয়োগ করা হয়, তা হলে গামা রশ্নি-
i. বেঁকে যাবে
ii. একই পথে যাবে
iii. ক্ষেত্র ভেদ করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii
২০৯. আলফা রশ্নির-
i. আধান 3.2 x10-19c
ii. একটি He নিউক্লিয়াস
iii. ভর নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২১০. ইলেকট্রনিক হলো-
i. ভ্যাকুয়াম টিউবের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ
ii. চিপসের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ
iii. বিশেষ ধরনের কেলাসের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২১১. টেলিভিশনের ক্যাথোড-রে টিউবের অপর নাম কী?
ক) ইলেকট্রন গান
খ) লেন্স
গ) গ্রাহক এন্টেনা
ঘ) পিকচার টিউব
২১২. নিচের কোনটি রোগের লক্ষণ ধরার ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক) কম্পিউটার
খ) টেলিভিশন
গ) ফ্যাক্স
ঘ) ইন্টারনেট
২১৩. বিংশ শতকে যোগাযোগের বিপ্লব এনেছে-
i. রেডিও
ii. সেলফোন
iii. ফ্যাক্স মেশিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২১৪. বর্তমান যুগকে কম্পিউটারের যুগ বলা হয় কেন?
ক) কম্পিউটার গণনা করা সহজতর হওয়ায়
খ) কম্পিউটার প্রোগ্রামকৃত নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায়
গ) কম্পিউটার বহুমুখী সেবা গ্রহণে সহায়তা করে বলে
ঘ) কম্পিউটার ভুল সংশোধন করতে পারে বলে
২১৫. কোন বিজ্ঞানী সর্বপ্রথম তেজস্ক্রিয় পর্যবেক্ষণ করেন?
ক) মাদাম কুরী
খ) বেকরেল
গ) পিয়েরী কুরী
ঘ) রাদারফোর্ড
২১৬. নিচের কোনটিতে এনালগ ডেটাকে ডিজিটাল বা ডিজিটাল ডেটাকে এনালগ ডেটাতে রূপান্তর করে?
ক) মডেম
খ) মডুলেটর
গ) ডিমডুলেটর
ঘ) অ্যাডার
২১৭. কোনো অর্ধপরিবাহীর ভিতর দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা নির্ভর করে-
i. অর্ধপরিবাহী বস্তুতে মিশ্রিত ভেজালের পরিমাণের ওপর
ii. অর্ধপরিবাহী পদার্থের ঘনত্বের ওপর
iii. অর্ধপরিবাহীর তাপমাত্রা ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২১৮. কোনটি দিক পরবর্তী তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহের পরিবর্তিত করে?
ক) ভ্যাকুয়াম টিউব
খ) রোধ
গ) টাংস্টেন ধাতু
ঘ) কোনটিই নয়
২১৯. স্পীকারের ক্ষেত্রে-
i. তড়িৎ সংকেতকে শব্দে রুপান্তর করে
ii. এতে পেপার লাগানো থাকে
iii. ডায়াফ্রাম বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২২০. বিশুদ্ধ সিলিকন কোনটি হিসেবে আচরণ করে?
ক) পরিবাহী
খ) অর্ধপরিবাহী
গ) উত্তম অন্তরক
ঘ) সুপরিবাহী
২২১. তেজস্ক্রিয় বিকিরণের ফলে মৌলের-
i. পারমাণবিক সংখ্যা কমে
ii. পারমাণবিক সংখ্যা বাড়ে
iii. ভর সংখ্যা কমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২২. আইসি চিপসের আবিষ্কার ও বিকাশের ফলস্বরূপ নিচের কোন যন্ত্রটি আবিষ্কৃত হয়?
ক) টেলিফোন
খ) মোবাইল
গ) টেলিভিশন
ঘ) রেডিও
২২৩. গামা রশ্নির দ্রুতি কত?
ক) 3 x108ms-1
খ) 9.11 x108ms-1
গ) 3.9 x108ms-1
ঘ) 3 x108ms-1
২২৪. তেজস্ক্রিয়তা পরিমাপের একক কী?
ক) বেকরেল
খ) রন্টজেন
গ) নিউটন
ঘ) কুলম্ব
২২৫. কত সালে ফ্যাক্স যাত্রা শুরু করেন?
ক) ১৯২০
খ) ১৯৩০
গ) ১৯৪০
ঘ) ১৯৫০
২২৬. হেনরী বেকরেল কোন দেশের বিজ্ঞনী-
ক) ফ্রান্স
খ) বৃটেন
গ) অস্ট্রেলিয়া
ঘ) যুক্তরাষ্ট্র
২২৭. মানবসৃষ্ট বাহ্যিক প্রভাবগুলো হচ্ছে-
i. চাপ
ii. তাপ
iii. বিদ্যুৎ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২৮. মিশ্রিত তরঙ্গকে কি বলে?
ক) রূপারোপিত তরঙ্গ
খ) মডুলেশন
গ) বাহক তরঙ্গ
ঘ) অডিও সংকেত
২২৯. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রগুলো হচ্ছে-
i. স্বশিখন
ii. মুদ্রণ শিল্প
iii. টিকেট বুকিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৩০. ফ্যাক্স আবিষ্কার করেন কে?
ক) লজি বেয়ার্ড
খ) স্যামুয়েল মোর্স
গ) আলেকজেন্ডার বেইন
ঘ) গ্রাহামবেল
২৩১. আলফা রশ্নির ধর্ম হলো-
i. এর ভর বেশি হওয়ায় ভেদন ক্ষমতা কম
ii. এ রশ্নি তীব্র আয়নায়ন সৃষ্টি করতে পারে
iii. এ রশ্নি কম বেগে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৩২. যে যোগাযোগ সংকেত শুধু মান গ্রহণ করতে পারে তাকে কী বলে?
ক) এনালগ সংকেত
খ) ডিজিটাল সংকেত
গ) ভিডিও সংকেত
ঘ) অডিও সংকেত
২৩৩. প্রথম টিভি শিল্পী কে?
ক) লজি বেয়ার্ড
খ) জেমস বন্ড
গ) পুতুল
ঘ) মেরলিন মনরো
২৩৪. তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হয় শক্তিশালী-
i. আলফা রশ্নি
ii. গামা রশ্নি
iii. বিটা রশ্নি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৩৫. নিচের কোনটি বাহক টিউবের পেছনের প্রান্তে কী থাকে?
ক) পিকচার টিউব
খ) রেকটিফায়ার
গ) ইলেক্ট্রন
ঘ) ইলেক্ট্রন গান
২৩৬. কোনটির দ্রুতি শতকরা ৯৮ ভাগ পর্যন্ত হতে পারে?
ক) বিটা কণা
খ) হিলিয়াম কণা
গ) আলফা কণা
ঘ) গামা রশ্নি
২৩৭. রেডিও সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
ক) স্পীকার
খ) মাইক্রোফোন
গ) ডায়োড
ঘ) রেকটিফায়ার
২৩৮. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. চিকিৎসা বিজ্ঞানে
ii. কৃষিক্ষেত্রে
iii. কাগজ শিল্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৩৯. কোয়ান্টাম তত্ত্ব ও আপেক্ষিক তত্ত্ব কখন আবিস্কৃত হয়?
ক) বিংশ শতাব্দীর শেষে
খ) বিংশ শতাব্দীর শুরুতে
গ) বিংশ শতাব্দীর মাঝামাঝিতে
ঘ) উনিবিংশ শতাব্দীতে
২৪০. যেসব পদার্থের পরিবাহিতা অন্তরকের চেয়ে বেশি কিন্তু পরিবাহীর চেয়ে কম তাদেরকে কী বলে?
ক) অর্ধঅন্তরক
খ) অর্ধপরিবাহী
গ) অপরিসীম
ঘ) কুপরিবাহী
২৪১. সকল নেটওয়ার্কের জননী কোনটি?
ক) কম্পিউটার
খ) গুগল
গ) ইন্টারনেট
ঘ) ফায়ারফক্স
২৪২. স্পীকার আসলে একটি-
i. তাড়িতচৌম্বক যন্ত্র
ii. অ্যাম্পপ্লিফায়ার
iii. ডায়োড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৪৩. কিসের বিকিরণ থেকে মরণঘাতি ক্যান্সার হতে পারে?
ক) আলোর বিকিরণ
খ) তাপের বিকিরণ
গ) তেজস্ক্রিয় বিকিরণ
ঘ) ইলেক্ট্রন নিঃসরণ
২৪৪. ডিজিটাল সংকেত ব্যবহারের ফলে-
i. ক্রম কানেকশন হয় না
ii. অনেক বেশি সংকেত প্রেরণ করা যায়
iii. এনালগের চেয়ে সর্বমোট খরচ বেশি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৪৫. নিচের বিবরণগুলো পড়:
i. মাইক্রোফোনকে চলতি কথায় মাইক বলে
ii. মাইক্রোফোন তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তর করে
iii. মাইক্রোফোনের মধ্যে একটি চলকুন্ডলী ও ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৪৬. মাইক্রোফোনের মধ্যে থাকে-
i. একটি চলকুন্ডলী
ii. ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত
iii. শঙ্কু আকৃতির কাগজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৪৭. তাপমাত্রা বাড়লে নিচের কোনটির পরিবাহিতা বেড়ে যায়?
ক) সিলিকন
খ) লোহা
গ) রূপা
ঘ) তামা
২৪৮. নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক) মাউসটাচপ্যাড
খ) স্ক্যানার
গ) মাইক্রোফোন
ঘ) প্রিন্টার
২৪৯. ইলেকট্রনিক্সের অবদান হলো-
i. ক্যামেরা
ii. কম্পিউটার
iii. ঘড়ি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৫০. আলফা কণার বেগ আলোর বেগের শতকরা কত ভাগ?
ক) ১০০
খ) ১/১০
গ) ১০
ঘ) ১/১০০
২৫১. আইসি চিপস আবিস্কৃত হয় কত সালে?
ক) ১৯৫০
খ) ১৯৭০
গ) ১৯৬০
ঘ) ১৯৪০
২৫২. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
ক) রন্টজেন
খ) মার্কনী
গ) বেকরেল
ঘ) হেনরিখ হার্জ
২৫৩. ফ্যাক্স মেশিন মূলত একটি-
ক) প্রিন্টার
খ) স্ক্যানার
গ) তড়িৎ আলোকীয় মেশিন
ঘ) ডাউনলোডার
২৫৪. রেডিওতে আমরা শুনতে পাই-
i. আলোচনা বির্তক
ii. পণ্যের বিজ্ঞাপন
iii. নাটক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৫৫. কম্পিউটার প্রয়োগ বেড়ে চলেছে-
i. শিক্ষা ক্ষেত্রে
ii. শিল্প ক্ষেত্রে
iii. চিকিৎসা ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৫৬. কোনটির ভেদনক্ষমতা আলফা কণার চেয়ে চেশি?
ক) হিলিয়াম কণা
খ) বিটা কণা
গ) রঞ্জন রশ্নি
ঘ) কোনটিই নয়
২৫৭. কোন যন্ত্র ব্যবহারের ফলে মুদ্রণের ব্যায় অস্বাভাবিকভাবে কমে গেছে?
ক) প্রিন্টার
খ) মনিটর
গ) কম্পিউটার
ঘ) স্ক্যানার
২৫৮. রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে কোন মৌলে পরিণত হয়?
ক) থেরিয়াম
খ) পোলেনিয়াম
গ) অ্যাক্টিনিয়াম
ঘ) সীসা
২৫৯. নিচের কোনটি হলো ‘নেটওর্য়ার্কের নেটওয়ার্ক’?
ক) কম্পিউটার
খ) ফ্যাক্স
গ) ই-মেইল
ঘ) ইন্টারনেট
২৬০. টেলিফোন কোনটি তড়িৎ সংকেতকে শব্দে রূপান্তর করে?
ক) মাইক্রোফোন
খ) স্পিকার
গ) রেকটিফায়ার
ঘ) রেডিও
২৬১. কম্পিউটার ভিশন সিলড্রোমের মধ্যে রয়েছে-
i. চোখ জ্বালা পোড়া করা
ii. চোখ চুলকানো
iii. চোখ লাল হয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৬২. রঙিন টেলিভিশন ক্যামেরার মৌলিক রং কোনটি?
ক) হলুদ
খ) লাল
গ) কালো
ঘ) বেগুনি
২৬৩. বেতার তরঙ্গের আরেক নাম কী?
ক) আকাশ তরঙ্গ
খ) ভূমি তরঙ্গ
গ) মড্যুলটেড তরঙ্গ
ঘ) শব্দ তরঙ্গ
২৬৪. নিচের কোনটি সরাসরি গ্রাহক যন্ত্রের এরিয়েলে পৌছায়?
ক) আকাশ তরঙ্গ
খ) ভূমি তরঙ্গ
গ) পানি তরঙ্গ
ঘ) বাহক তরঙ্গ
২৬৫. যে সময়ে কোন তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের কি হলো?
ক) গড় আয়ু
খ) অর্ধায়ু
গ) পূর্ণ আয়ু
ঘ) উপরের সবকয়টি
২৬৬. মাইক্রোফোনে শব্দকে প্রথম ধারণ করে কোনটি?
ক) চলকুন্ডলী
খ) ডায়াফ্রোম
গ) চৌম্বকক্ষেত্র
ঘ) স্থিরকুন্ডলী
২৬৭. ইন্টারনেট বিভিন্ন দেশের ছোট ছোট কতগুলো নের্টওয়ার্ককে সংযুক্ত করেছে?
ক) প্রায় ৪০,০০০
খ) প্রায় ৪০,০০,০০
গ) প্রায় ৪০,০০,০০০
ঘ) প্রায় ৪,০০০
২৬৮. এনালগ সংকেত হলো-
i. সাইন তরঙ্গ
ii. অডিও ও ভিডিও ভোল্টেজ
iii. নিরবচ্ছিন্ন ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৬৯. নিচের কোনটি বাহক তরঙ্গ থেকে ভিডিও তড়িৎ সংকেতকে পৃথক করে?
ক) ডায়াফ্রাম
খ) রেকটিফায়ার
গ) চলকুন্ডলী
ঘ) স্পীকার
২৭০. সফটওয়্যার হলো বিভিন্ন প্রোগ্রাম যেমন-
i. উইন্ডোজ ৯৮
ii. উইন্ডোজ ২০০৩
iii. উইন্ডোজ ২০০৭
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৭১. কোন বিজ্ঞানীর আবিষ্কারের মধ্যে দিয়ে ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু করে?
ক) এডিসনের
খ) ফ্লোমিং
গ) মার্কনীর
ঘ) হেনরী বেকেরেল
২৭২. টেলিভিশন সম্প্রচারে ক্যামেরার কাজ কী?
ক) ছবিকে তড়িৎসংকেতে রূপান্তর করা
খ) ছবিকে শব্দ তরঙ্গে রূপান্তর করা
গ) তড়িৎসংকেতকে ছবিতে রুপান্তর করা
ঘ) শব্দ তরঙ্গকে ছবিতে রুপান্তর করা
২৭৩. হেনরী বেকরেল কত সালে তেজস্ক্রিয়তা প্রত্যেক্ষ করেন?
ক) ১৮৯৬
খ) ১৯৯৬
গ) ১৯৬০
ঘ) ১৯৩০
২৭৪. নিচের কোনটি কম্পিউটার দেহ নামে পরিচিতি?
ক) প্রিন্টার
খ) স্ক্যানার
গ) কী-বোর্ড
ঘ) হার্ডওয়্যার
২৭৫. নিচের কোনটির দ্রুতি আলোর দ্রুতির সমান?
ক) আলফা কণা
খ) বিটা কণা
গ) গামা রশ্নি
ঘ) ইলেক্ট্রন
২৭৬. আকাশ তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমন্ডলে কোন স্তর থেকে?
ক) ট্রপোমন্ডল
খ) আয়নমন্ডল
গ) স্ট্রাটোমন্ডল
ঘ) ওজোনমন্ডল
২৭৭. ফ্লোমিং এর আবিস্কারের কত বছর ট্রায়োড নামে আর কয়টি ভ্যাকুয়াম টিউব আবিস্কৃত হয়?
ক) চার
খ) তিন
গ) পাঁচ
ঘ) দুই
২৭৮. নিচের কোনটি বাইনারি কোড হিসেবে কাজ করে?
ক) 1 ও 2
খ) 0 ও 5
গ) 0 ও 2
ঘ) 0 ও 1
২৭৯. রঙিন টেলিভিশনে-
i. পর্দা তিন রকম ফসফর দানা দিয়ে গঠিত
ii. লাল রং সবুজ রংয়ের ফসফর দানাকে আলোকিত করে
iii. পর্দায় বিভিন্ন রংয়ের ছবি ফুটে উঠে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৮০. লাউড স্পীকারের রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) শব্দতরঙ্গকে তড়িৎ তরঙ্গে
খ) বেতার তরঙ্গকে শব্দতরঙ্গে
গ) শব্দতরঙ্গকে বেতার তরঙ্গে
ঘ) তড়িৎ তরঙ্গকে শব্দতরঙ্গে
২৮১. নিম্নের কোনটি সাধারণত এনালগ উপাত্ত প্রেরণ করে?
ক) ডিজিটাল ঘড়ি
খ) টিউবওয়েল
গ) ল্যাপটপ
ঘ) টিভি
২৮২. উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তাড়িত চৌম্বক তরঙ্গকে কী বলে?
ক) অডিও সংকেত
খ) তরঙ্গদৈর্ঘ্য
গ) প্লবতা
ঘ) বাহক তরঙ্গ
২৮৩. ট্রানজিস্টরের দ্বারা কোন কাজটি সম্পন্ন করা হয়?
ক) নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা
খ) উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করা
গ) শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা
ঘ) দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধিত করা
২৮৪. অর্ধপরিবাহী ডায়োড-
i. দুটি p-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে তৈরি করা হয়
ii. একটি p-টাইপ ও একটি n-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে তৈরি করা হয়
iii. রেকটিফায়ার হিসাবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৮৫. কম্পিউটার ভিশন সিলড্রোম হল-
i. মাথা চুলকানো
ii. চোখ শুষ্ক হওয়া
iii. চোখের পানি শুকিয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৮৬. পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য কয়টি পরমাণু বিবেচনা করা হয়?
ক) একটি
খ) দুটি
গ) কয়েকটি
ঘ) এক গুচ্ছ
২৮৭. কার্বন ফিলামেন্ট ব্যবহৃত প্লেটকে ঋণাত্মক বিভব দিলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাওয়াকে কী বলে?
ক) এডিসন ক্রিয়া
খ) ফ্লোমিং ক্রিয়া
গ) ফ্যারাডে ক্রিয়া
ঘ) কুলম্ব ক্রিয়া
২৮৮. আলফা কণা কিসের পর্দায় প্রতি প্রভা সৃষ্টি করে?
ক) Zns
খ) ZnCo3
গ) CaCo3
ঘ) Nac1
২৮৯. নিচের কোনটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে হয়ে উঠেছে অপরিহার্য?
ক) রেডিও
খ) টেলিফোন
গ) কম্পিউটার
ঘ) সাইকেল
২৯০. যদি p-টাইপের সাথে n-টাইপ অর্ধপরিবাহী যুক্ত করে কোনটি পাওয়া যায়?
ক) ডায়োড
খ) p-n জংশন
গ) রেকটিফায়ার
ঘ) উপরের সবকয়টি
২৯১. রঙিন টেলিভিশন ক্যামরায় তিনটি মৌলিক রঙ এর জন্যে কয়টি পৃথক ইলেকট্রন গান থাকে?
ক) চারটি
খ) তিনটি
গ) দুটি
ঘ) পাঁচটি
২৯২. অর্ধপরিবাহী বলা হয়-
i. শীতল অবস্থায় সুপরিবাহীর মতো কাজ করে
ii. শীতল অবস্থায় অন্তরকের মতো কাজ করে
iii. স্বাভাবিক কক্ষতাপমাত্রায় খুব সামান্য পরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৯৩. বিটা রশ্নির ধর্ম-
i. এ রশ্নি ঋণাত্মক আধানযুক্ত
ii. এ রশ্নি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না
iii. গ্যাস যথেষ্ট আয়নায়ন সৃষ্টি করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৯৪. নিচের কোন রশ্নিটি একটি হিলিয়াম নিউক্লিয়াস?
ক) আলফা
খ) বিটা
গ) গামা
ঘ) এক্সরে
২৯৫. লাউডস্পীকার থাকে-
i. একটি ছোট কয়েল
ii. বেলনাকৃতির একটি স্থায়ী চুম্বক
iii. শঙ্কু আকৃতির কাগজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৯৬. কোনটির ভেদনক্ষমতা সবচেয়ে কম?
ক) আলফা কণা
খ) বিটা কণা
গ) গামা রশ্নি
ঘ) বিটা কণা ও গামা রশ্নি
২৯৭. তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের তড়িৎ পরিবাহকত্ব বৃদ্ধি পায়?
ক) তামা
খ) রূপা
গ) সিলিকন
ঘ) অ্যালুমিনিয়াম
২৯৮. ফ্যাক্স হলো ইলেকট্রনিক্স ব্যবস্থা যার মাধ্যমে প্রেরণ করা যায়-
i. ছবি
ii. ডায়াগ্রাম
iii. যেকোনো তথ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
২৯৯. ক্লাউড চেম্বার দ্বারা কিসের উপস্থিতি নির্ণয় করা যায়?
ক) আলফা কণা
খ) গামা রশ্নি
গ) বিটা কণা
ঘ) সবকয়টি
৩০০. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. ১৮৪২ সালে ফ্যাক্স মেশিন আবিষ্কার হয়
ii. ফ্যাক্সিমিল এর সংক্ষিপ্ত নাম ফ্যাক্স
iii. মাইক্রোফোনের সাহায্য শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩০১. আলফা কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের কত গুণ?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
৩০২. যারা খুব বেশি শব্দে রেডিও বা টিভি চালান তারা-
i. কানে কম শুনতে পারেন
ii. অবসন্নতার পড়তে পারেন
iii. মাথায় ব্যাথা অনুভব করতে পারেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩০৩. তেজস্ক্রিয়তায় কত প্রকার রশ্নি নির্গত হয়?
ক) দুই
খ) তিন
গ) পাঁচ
ঘ) ছয়
৩০৪. নিচের কোনটি হার্ডওয়্যার?
ক) মজিলা
খ) উইন্ডোজ-৮
গ) কীবোর্ড
ঘ) এ্যাডবি
৩০৫. ফ্যাক্সিমিলকে সংক্ষেপে কী বলে?
ক) ফ্যাক্সি
খ) ফেক্স
গ) ফ্যাক্সিল
ঘ) ফ্যাক্স
৩০৬. মাইক্রোফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. টেলিফোনের ক্ষেত্রে
ii. রেডিও সম্প্রচারের ক্ষেত্রে
iii. টিভির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩০৭. একটি অর্ধপরিবাহী ডায়োডে কোনো তড়িৎ প্রবাহ হবে না যদি-
i. এতে বাইরে থেকে কোনো ভোল্টেজ প্রয়োগ না করা হয়
ii. এর p- টাইপ বস্তুর সাথে ব্যাটারীর ঋণাত্মক যুক্ত করা হয়
iii. এর n- টাইপ বস্তুর ব্যাটারীর ধনাত্মক প্রাপ্ত যুক্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩০৮. ১৯৭০ সালে আইসি কোথায় ব্যবহার করা হয়?
ক) কম্পিউটারে
খ) পকেট ক্যালকুলেটরে
গ) টিভিতে
ঘ) কম্পিউটার ও পকেট ক্যালকুলেটরে
৩০৯. কোনটিতে কাজ করার সময় সঠিকভাবে বসতে হবে এবং সোজা সামনে তাকাতে হবে?
ক) ফ্যাক্স
খ) ই-মেইল
গ) কম্পিউটার
ঘ) অফিস
৩১০. দূরবর্তী স্থানে টেলিভিশন তরঙ্গ প্রেরণের ক্ষেত্রে-
i. প্রেরক এন্টেনা থেকে গ্রাহক (টিভি) এরিয়েল পর্যন্ত ভ্রমণ পথ বক্ররেখা হওয়া উচিত
ii. প্রেরণ এন্টেনা থেকে গ্রাহক (টিভি) এরিয়েল পর্যন্ত ভ্রমণ পথ সরলরেখা হওয়া উচিত
iii. তরঙ্গ কৃত্রিম উপগ্রহ (বা স্যাটেলাইট)-এর মাধ্যমে রিলে করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩১১. চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কোনটি?
ক) কিডনির ব্লকেজ নির্ণয়ে
খ) চোখের রোগ নির্ণয়ে
গ) পাকস্থলীর এসিডিটি নিরাময়ে
ঘ) মূত্রবর্ধক হিসাবে
৩১২. কম্পিউটার যেখানে তথ্য প্রক্রিয়াজাত করে তাকে কী বলে?
ক) আউটপুট
খ) সিপিইউ
গ) মনিটর
ঘ) গ্রহণমুখ
৩১৩. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. সেনাবাহিনী পরিচালনা করতে কম্পিউটার ব্যবহার করা হয়
ii. বিভিন্ন গবেষণায় কম্পিউটার ব্যবহার করা হয়
iii. কম্পিউটারের নিজস্ব বুদ্ধি বিবেচনা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i ii ও iii
৩১৪. ইন্টারনেটের মাধ্যমে আমরা-
i. ইমেইল পাঠাতে পারি
ii. রোগ সনাক্ত করতে পারি
iii. বাসের টিকেট বুকিং দিতে পারি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩১৫. কম্পিউটার ভিশন সিনড্রোম এর কারণে সৃষ্ট চোখের সমস্যা প্রতিরোধ করা যায়-
i. টাইপ করার সময় হাত সোজা রেখে
ii. টাইপ করার সময় হাতের আঙুল সমান্তরালে রেখে
iii. সঠিক নিয়মে বসে ও সামনে সোজাভাবে তাকিয়ে থেকে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩১৬. নিচের কোনটি অর্ধপরিবাহী নয়?
ক) লোহা
খ) সিলিকন
গ) গ্যালিয়াম
ঘ) জার্মেনিয়াম
৩১৭. কত সালে বেকরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন?
ক) ১৮৯৬ সালে
খ) ১৮৯৫ সালে
গ) ১৮৯৬ সালে
ঘ) ১৮৯৮ সালে
৩১৮. নিচের কোন রশ্নিটি তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?
ক) আলফা রশ্নি
খ) বিটা রশ্নি
গ) গামা রশ্নি
ঘ) সবগুলোই বিক্ষিপ্ত হয়
৩১৯. যে সময়ে কোনো পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে কী বলে?
ক) আয়ু
খ) গড় আয়ু
গ) অর্ধায়ু
ঘ) আয়ুষ্কাল
৩২০. তেজস্ক্রিয়তা ব্যবহার হয়-
i. রোগ নির্ণয়ে
ii. উন্নত বীজ তৈরির গবেষণায়
iii. জ্বালানির বর্জ্য পদার্থ নিৎঃশেষ করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩২১. কম্পিউটারে কাজ করার সময় পর্দাটি চোখ থেকে কত দূরে থাকা উচিত-
ক) ৫০-৬০ ইঞ্চি
খ) ২০-৩০ ইঞ্চি
গ) ২৪-৩৫ ইঞ্চি
ঘ) ২০-২৪ ইঞ্চি
৩২২. কোনটি রঙিন টেলিভিশনের ক্যামেরায় মৌলিক রং?
ক) লাল
খ) হলুদ
গ) বেগুনী
ঘ) কাল
৩২৩. যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদেরকে কী বলা হয়?
ক) ইনপুট
খ) সফটওয়্যার
গ) হার্ডওয়্যার
ঘ) মাউসটাচপ্যাড
৩২৪. রেডিও গ্রাহকযন্ত্রের ক্ষেত্রে-
i. ভূমি তরঙ্গ সরাসরি গ্রাহক যন্ত্রের এরিয়েল পৌছায়
ii. আকাশ তরঙ্গ আয়নমন্ডলে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে এসে গ্রাহক যন্ত্রের এরিয়েলে ধরা পড়ে
iii. আমরা বাসাবাড়িতে যে রেডিও বা ট্রানজিস্টর সেট ব্যবহার করি তা আসলে গ্রাহক যন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩২৫. আলফা কণা-
i. একটি হিলিয়াম নিউক্লিয়াস
ii. একটি হিলিয়াম পরমাণু
iii. এর আধান 3.2 x1019C
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩২৬. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক) কী বোর্ড
খ) প্রিন্টার
গ) মনিটর
ঘ) সিপিইউ
৩২৭. কীভাবে তেজস্ক্রিয় পদার্থ আলফা, বিটা ও গামা রশ্নি নির্গত হয়?
ক) যখন সেটি উত্তপ্ত করা হয়
খ) যখন তার উপর উচ্চ চাপ প্রয়োগ করা হয়
গ) যখন অন্য পদার্থের সাথে সংঘর্ষ হয়
ঘ) কোনো রকম প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে
৩২৮. রেডিওতে শব্দকে প্রেরণ করা হয়-
i. শব্দকে তাপে রূপান্তরিত করে
ii. তাড়িতচৌম্বক তরঙ্গ হিসেবে
iii. চৌম্বক তরঙ্গ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
৩২৯. ক্রিং ক্রিং বাজানোর জন্য টেলিফোন সেটে থাকে একটি-
i. রিংগার
ii. ডায়ালিং ব্যবস্থা
iii. চলকুন্ডলী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৩০. ভারী মৌল হচ্ছে-
i. অ্যাকটিনিয়াম
ii. থোরিয়াম
iii. পোলোনিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৩১. মোবাইল ফোন ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়?
ক) টেলিফোন অফিস
খ) প্রেরন টাওয়ার
গ) গ্রাহক টাওয়ার
ঘ) প্রেরক-গ্রাহক টাওয়ার
৩৩২. ৮৪. তেজস্ক্রিয় বিকিরণ-
i. নিয়ে যারা কাজ করেন তাদের সর্তক থাকতে হবে
ii. উচ্চ মাত্রায় মরণঘাতি ক্যান্সার হতে পারে
iii. থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৩৩. কোনটি দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও প্রতিপ্রভা করতে পারে?
ক) রঞ্জন রশ্নি
খ) বিটা রশ্নি
গ) আলফা রশ্নি
ঘ) গামা রশ্নি
৩৩৪. নিচের কোনটিতে মাইক্রোফোন ও স্পীকার থাকে?
ক) ফ্যাক্স
খ) মোবাইল
গ) টেপরেকর্ডার
ঘ) ই-মেইল
৩৩৫. ডিজিটাল সংকেত-
i. ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে
ii. কে পৃথকভাবে চেনা যায়
iii. কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৩৬. কোন বিজ্ঞানী ফ্যাক্স আবিষ্কার করেন?
ক) লজি বেয়ার্ড
খ) জগদীশ চন্দ্র বসু
গ) আলেকজান্ডার বেইন
ঘ) আলেকজান্ডার গ্রাহাম বেল
৩৩৭. কম কম্পাঙ্ক বিশিষ্ট অঙ্গকে উচ্চ কম্পাংক বিশিষ্ট কম্পাঙ্ককে পরিণত করতে তরঙ্গকে কী করা হয়?
ক) মডুলেশন
খ) ডিসডুলেশন
গ) রেকটিফায়ার
ঘ) ডায়োর্ড
৩৩৮. অর্ধপরিবাহী ডায়োড কীভাবে তৈরি হয়?
ক) দুটি p-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে
খ) দুটি n-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে
গ) একটি p-টাইপ ও একটি n- টাইপ অর্ধপরিবাহী জোড়া লাগিয়ে
ঘ) দুটি p-টাইপ বস্তুর মাঝে একটি পাতলা n-টাইপ বস্তু জোড়া লাগিয়ে
৩৩৯. তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুর ক্ষেত্রে-
i. পরমাণুর ক্ষয় বিবেচনার জন্য একগুচ্ছ পরমাণু বিবেচনা করা হয়
ii. তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর দ্বিগুণ পরিমাণ পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়
iii. তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর অর্ধেক পরিমাণ পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৪০. যে ঘটনার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদের কী বলা হয়?
ক) এনালগ
খ) ডিজিটাল
গ) অন
ঘ) অফ
৩৪১. হিসাব নিয়ন্ত্রণের কাজে কোনটিকে ব্যবহার করা হয়?
ক) কম্পিউটার
খ) ইন্টারনেট
গ) ফ্যাক্স
ঘ) টেলিফোন
৩৪২. অর্ধপরিবাহী বস্তুর বৈশিষ্ট্য হলো-
i. তাপমাত্রা বৃদ্ধির সাথে এর আপেক্ষিক রোধ হ্রাস পায়
ii. এটি নিম্ন তাপমাত্রায় অন্তরকরূপে কাজ করে
iii. এটি উচ্চ তাপমাত্রায় পরিবাহকরূপে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৪৩. বিংশ শতকের বৈপ্লবিক আবিষ্কার কোনটি?
ক) টেলিফোন
খ) টেলিগ্রাফ
গ) অণুবীক্ষণ যন্ত্র
ঘ) টেলিভিশন
৩৪৪. নিচের কোনটির নিউক্লিয়াসে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে।
ক) আলফা কণা
খ) বিটা কণা
গ) ক ও খ উভয়ই
ঘ) আলফা কণা
৩৪৫. আলফা রশ্নির বেগ কত?
ক) 3 x108ms-1
খ) 3 x1010ms-1
গ) 3 x107ms-1
ঘ) 3 x106ms-1
৩৪৬. আলফা রশ্নির ভর-
i. হাইড্রোজেন পরমাণুর চার গুণ
ii. বোরন পরমাণুর দ্বিগুণ
iii. হিলিয়াম পরমাণুর সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৪৭. নিম্নের কোনটি নিয়ে কাজ করার সময় এডিসনকে একটি জিনিস খুব বিব্রত করেছিল?
ক) থার্মোমিটার
খ) দন্ডচুম্বক
গ) তার
ঘ) তড়িৎবাতি
৩৪৮. টেলিভিশনের পর্দা কী দ্বারা প্রলেপ দেওয়া হয়?
ক) মোজাইক
খ) সিজিয়াম
গ) ফসফার দানা
ঘ) সিলভার হ্যালাইড
৩৪৯. নিচের কোনটি তড়িৎ সংকেতকে রুপান্তর করে?
ক) মাইক্রোফোন
খ) স্পিকার
গ) ডায়োড
ঘ) রেকটিফায়ার
৩৫০. বিংশ শতকের পর যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে-
i. কম্পিউটার
ii. ইন্টারনেট
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৫১. কে টেলিফোন আবিষ্কার করেন?
ক) আলেকজান্ডার ফ্লেমিং
খ) আলেকজান্ডার গ্রাহাম বেল
গ) স্যামুয়েল মোর্স
ঘ) মার্কনি
৩৫২. নিচের কোনটি অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে?
ক) ডায়োড
খ) রেকটিফায়ার
গ) ভ্যাকুয়াম টিউব
ঘ) ট্রানজিস্টর
৩৫৩. তেজস্ক্রিয়তার বহুল ব্যবহার রয়েছে-
i. চিকিৎসা বিজ্ঞানে
ii. কৃষিক্ষেত্রে
iii. শিল্প কারখানাতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৫৪. কোয়ান্টাম তত্ত্ব ও আপেক্ষিক তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়-
i. উচ্চগতিসম্পন্ন কণার গতি
ii. নিউক্লিয় ঘটনা
iii. পারমাণবিক সংঘর্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৫৫. কোনটি দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও প্রতিপ্রভা করতে পারে?
ক) oc রশ্নি
খ) β রশ্নি
গ) γ রশ্নি
ঘ) রঞ্জন রশ্নি
৩৫৬. কোনটি ঋণাত্মক আধানযুক্ত?
ক) আলফা রশ্নি
খ) বিটা রশ্নি
গ) গামা রশ্নি
ঘ) রঞ্জন রশ্নি
৩৫৭. তেজস্ক্রিয় পদার্থ হতে আলফা, বিটা ও গামা রশ্নি নির্গত হয়-
i. অবিরামভাবে
ii. এর ওপর উচ্চ চাপ প্রয়োগ করা হলে
iii. স্বতঃস্ফূর্তভাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৫৮. রেডিও আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশের কোন বিজ্ঞানীর অবদান আছে?
ক) ড. ওয়াজেদ মিয়া
খ) জগদীশ চন্দ্র বসু
গ) ড. আবদুল্লাহ আল মুতী
ঘ) কুদরাত-এ-খুদা
৩৫৯. তড়িৎ বর্তনীতে ডায়োড কী হিসেবে ব্যবহৃত হয়?
ক) রেকটিফায়ার
খ) অ্যামপ্লিফায়ার
গ) মোটর
ঘ) ট্রানজিস্টর
৩৬০. নিচের কোনটির সাহায্য বিটা কণার উপস্থিতি নির্ণয় করা যায়?
ক) ফটোগ্রাফিক প্লেট
খ) ক্লাউড চেম্বার
গ) স্বর্ণপাত বীক্ষণ যন্ত্র
ঘ) ক ও ঘ উভয়
৩৬১. কম্পিউটারের যে প্রান্ত থেকে ফলাফল পাওয়া যায় তাকে কী বলা হয়?
ক) অন্তর্গামী
খ) বহির্গামী
গ) নিয়ন্ত্রণ ইউনিট
ঘ) স্মৃতি ইউনিট
৩৬২. আঙুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আনুবীক্ষণিক বর্তনী অঙ্গীভূত করার কৌশলকে কী বলে?
ক) মাদারবোর্ড
খ) আইসি
গ) র্যাম
ঘ) প্রসেসর
৩৬৩. এনালগ সংকেতকে পুনর্বিবর্ধন করতে হয় কেন?
ক) এটির মান বৃদ্ধি পায় বলে
খ) এটির মান হ্রাস পেতে থাকে বলে
গ) অডিও সংকেতের কম্পাঙ্ক বেশি হওয়ায়
ঘ) অতিরিক্তি তড়িৎপ্রবাহ হওয়ার কারণে
৩৬৪. এডিসন ক্রিয়ার-
i. তড়িৎপ্রবাহ বেড়ে যায়
ii. প্লেট ও ফিলামেন্টের বিকর্ষণ হয়
iii. তড়িৎ প্রবাহ বন্ধ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৬৫. নিচের বিবরণগুলো লক্ষ করো-
i. বর্তমান যুগ হলো ইলেক্টোড যুগ
ii. ডায়োডে দুটি ইলেক্টোড থাকে
iii. ভ্যাকুয়াম টিউব রেকটিফায়ার হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৬৬. টেলিভিশনে চিত্র প্রেরণে কোন বিজ্ঞানী সক্ষম হন?
ক) হাইনরিখ হার্জ
খ) মার্কনি
গ) লী দ্য ফরেস্ট
ঘ) লজি বেয়ার্ড
৩৬৭. র্যাব সদসস্যের অপরাধী শনাক্তরণে ফ্যাক্স মেশিনকে কীভাবে কাজে লাগাতে পারে?
ক) হাতের আঙুলের ছাপ সংরক্ষণ করে
খ) অপরাধীর কন্ঠস্বর রেকর্ড করে
গ) অরাধীর অস্ত্রের ব্যবহার রোধ করে
ঘ) দ্রুত-ইন্টারপোলে তথ্যের আদান-প্রদান করে
৩৬৮. নিচের কোন যন্ত্রটি আইসি চিপসের আবিষ্কার ও বিকাশের ফলস্বরুপ?
ক) টেলিফোন
খ) ইন্টারনেট
গ) সাইকেল
ঘ) রেডিও
৩৬৯. সকল নেটওর্য়াকের জননী কোনটি?
ক) উইন্ডোজ ৯৮
খ) কম্পিউটার
গ) টিভি
ঘ) ইন্টারনেট
৩৭০. দীর্ঘক্ষণ ও দীর্ঘদিন কম্পিউটারে কাজ করার ফলে সৃষ্ট সমস্যার নাম কী?
ক) কম্পিউটার ডিসিজ
খ) কম্পিউটার ভাইরাস
গ) কম্পিউটার সিনড্রোম
ঘ) কম্পিউটার ভিশন সিনড্রোম
৩৭১. কোনটির মাধ্যমে ক্যাশ পেমেন্ট করা যায়?
ক) মোবাইল
খ) টেলিফোন
গ) রেডিও
ঘ) টেলিভিশন
৩৭২. রেডিয়ামকে তেজস্ক্রিয় মৌল বলা হয় কেন?
ক) এটি ভেঙে ক্ষুদ্রতর ভরের পরমাণুতে পরিণত হয় বলে
খ) এটি ভেঙে বৃহত্তর ভরের পরমাণুতে পরিণত হয় বলে
গ) এটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় বলে
ঘ) এটির নিউক্লিয়াস থেকে ভিন্ন ধরনের বিকিরণ নির্গত হয় বলে
৩৭৩. একটি ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে-
i. যখন উৎসের বিভব p-n সংযোগের চেয়ে বেশি হয়
ii. যখন ব্যাটারির ধনাত্মক প্রান্ত n-টাইপ এবং ঋণাত্মক প্রান্ত p-টাইপ অর্ধপরিবাহীর সাথে যুক্ত করা হয়
iii. যখন ব্যাটারির ধনাত্মক প্রান্ত p-টাইপ এবং ঋণাত্মক প্রান্ত n-টাইপ অর্ধপরিবাহীর সাথে যুক্ত করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৭৪. মোবাইলে প্রথম বেতার তরঙ্গ কোথায় যায়?
ক) মাইক্রোফোনে
খ) গ্রাহক টাওয়ারে
গ) স্পিকারে
ঘ) উপরের সবকয়টিতে
৩৭৫. কম্পিউটারকে কী কাজ করতে হবে তা যার মাধ্যমে জানা যায় তাকে কী বলে?
ক) হার্ডওয়্যার
খ) সিপিইউ
গ) আউটপুট
ঘ) সফটওয়্যার
৩৭৬. নিচের কোন সংকেত যেতে যেতে বিবর্ধিত হয়?
ক) এনালগ
খ) ডিজিটাল
গ) ভিডিও
ঘ) অডিও
৩৭৭. আলফা কণা সর্বোচ্চ কত সে.মি. বাতাস ভেদ করতে পারে?
ক) 3 cm
খ) 4 cm
গ) 5 cm
ঘ) 6 cm
৩৭৮. নিচের কোনটি ব্যাংকিং সিস্টেমে ব্যবহৃত হয়?
ক) সাইকেল
খ) ক্ষতিপূরণ
গ) কম্পিউটার
ঘ) টেলিভিশন
৩৭৯. কম্পিউটার ব্যবহার দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে, কারণ-
i. দ্রুত গতিতে কাজ করে কিন্তু ক্লান্ত হয় না
ii. দীর্ঘক্ষণ একনাগাড়ে কাজ করে কিন্তু নির্ভুল মান দেয়
iii. জটিল সমস্যার সমাধান করে কিন্তু স্বয়ংক্রিয়তা নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৮০. ডিজিটাল ঘড়িতে কত ক্ষণ পরপর সংখ্যা পরিবর্তিত হয়ে সময় দেয়?
ক) 6 সেকেন্ড
খ) 60 মিনিট
গ) 60 সেকেন্ড
ঘ) 30 সেকেন্ড
৩৮১. তেজস্ক্রিয় মৌল নিগর্মণ করে-
i. আলফা রশ্নি
ii. বিটা রশ্নি
iii. গামা রশ্নি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৮২. নিচের কোন ক্রমটি টেলিফোনের ক্ষেত্রে প্রযোজ্য?
ক) কন্ঠস্বর নিঃসৃত শব্দ →তড়িৎসংকেত →শব্দ
খ) তড়িৎসংকেত →মডুলেশন →শব্দ
গ) ডিমডুলেশন→শব্দ →তড়িৎসংকেত
ঘ) তড়িৎসংকেত →ডিমডুলেশন →শব্দ
৩৮৩. হার্ডওয়্যার এর ক্ষেত্রে-
i. কম্পিউটারের দেহ বলা যায়
ii. স্পর্শ করা যায় এমন যন্ত্র
iii. ফায়ারফক্স একটি হার্ডওয়্যার ডিভাইস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৮৪. P-n জংশন ডায়োডের অপর নাম কী?
ক) অর্ধপরিবাহী
খ) অর্ধপরিবাহী রেকটিফায়ার
গ) ট্রানজিস্টর
ঘ) ট্রায়োড
৩৮৫. নিচের কোনটির মাধ্যমে নতুন মৌল পাওয়া যায়?
ক) তেজস্ক্রিয় বিবিকরণ
খ) ইলেক্ট্রন বর্জন
গ) ইলেক্ট্রন গ্রহণ
ঘ) কোনটিই নয়
৩৮৬. দীর্ঘদিন মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয়তার সংস্পর্শে থাকলে-
i. বিকলাঙ্গতা হতে পারে
ii. রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে
iii. মানসিক বিকারগ্রস্ততা হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৮৭. কম্পিউটারের প্রাণ কোনটি?
ক) সফটওয়্যার
খ) সিপিইউ
গ) মাউস
ঘ) কী-বোর্ড
৩৮৮. রঙিন টেলিভিশনের ক্যামেরায় কয়টি ইলেকট্রন টিউব থাকে?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
৩৮৯. ইলেক্ট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৭৮৩
খ) ১৮৮৩
গ) ১৯৮৩
ঘ) ১৯৮৫
৩৯০. ৬১. গামা রশ্নির উপস্থিতি নির্ণয় করা যায়-
i. ফটোগ্রাফিক ফিল্মের সাহায্যে
ii. ক্লাউড চেম্বারের সাহায্যে
iii. গাইগার মূলার কাউন্টারের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৯১. মোবাইল ফোনে করতে পারা যায়-
i. ইন্টারনেট ব্যবহার
ii. মিউজিক ডাউনলোড
iii. ক্যাশ পেমেন্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৯২. কম্পিউটার শব্দের অর্থ কী?
ক) রক্ষক
খ) গণক
গ) প্রেরক
ঘ) দূরদর্শন
৩৯৩. n-p-n ট্রানজিস্টরে ‘p’ অংশটি কী?
ক) নিংসারক
খ) সংগ্রাহক
গ) বিবর্ধক
ঘ) পীঠ
৩৯৪. দীর্ঘ দিন মাত্রারিক্তি তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে মানুষের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে?
ক) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে
খ) রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে
গ) হজম শক্তি বৃদ্ধি পাবে
ঘ) স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে
৩৯৫. নিচের বিবরণগুলো পড়:
i. এনালগ সংকেত মূলত সাইন ওয়েভ
ii. ডিজিটাল সংকেতে অন ও অফ দুটি অংশ থাকে
iii. অডিও ও ভিডিও ভোল্টেজ হলো এনালগ সংকেত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৩৯৬. নিচের কোনটি যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে?
ক) ইন্টারনেট
খ) বাই সাইকেল
গ) রেডিও
ঘ) টেলিভিশন
৩৯৭. অধিক দূরত্বে তথ্য পাঠাতে কোন সংকেত সর্বোত্তম?
ক) এনালগ সংকেত
খ) মোর্স সংকেত
গ) ডিজিটাল সংকেত
ঘ) তড়িৎ সংকেত
৩৯৮. কোন রশ্নির ভর নেই?
ক) আলফা
খ) বিটা
গ) গামা
ঘ) বেকেরেল
৩৯৯. যোগাযোগের জন্য ব্যবহার করা হয় নানান রকম যন্ত্রপাতি যেমন-
i. কর্ডলেস ফোন
ii. ফ্যাক্স মেশিন
iii. ল্যান্ড ফোন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪০০. কোনটির সাহায্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে চিঠি পাঠানো ও গ্রহণ করা যায়?
ক) ইন্টারনেট
খ) মোবাইল
গ) ই-মেইল
ঘ) ফ্যাক্স
৪০১. টেলিভিশনে দেখার সাথে জড়িত শব্দ দূষণজনিত স্বাস্থ্য সমস্যা কীভাবে প্রতিরোধ করা যায়?
ক) উচ্চ শব্দে টেলিভিশন চালিয়ে
খ) দীর্ঘক্ষণ একনাগাড়ে টেলিভিশনের দিকে তাকিয়ে থেকে
গ) চ্যানেল ঘন ঘন পরিবর্তনের মাধ্যমে টেলিভিশন দেখে
ঘ) টেলিভিশন দেখার সময় শব্দ শোনা নিয়ন্ত্রিত রেখে
৪০২. ভ্যাকুয়াম টিউব দ্বারা তৈরি ডায়োড ও ট্রায়োড ব্যবহার অসুবিধা-
i. শক্তির ব্যয় বেশি
ii. নির্ভরযোগ্যতা কম
iii. অধিক তাপ উৎপন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪০৩. কোনটি দূরারোগ্য ক্যানসার রোগ নিরাময়ে ব্যবহার করা হয়?
ক) এক্স-এর
খ) আল্ট্রসোনোগ্রাফি
গ) তেজস্ক্রিয়তা
ঘ) ইসিজি
৪০৪. রেডিও আবিষ্কারে যেসব বিজ্ঞানী অবদান রেখেছেন তারা হলেন-
i. গুগলিয়েলমো মার্কনি
ii. আইনস্টাইন
iii. জগদীস চন্দ্র বসু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪০৫. নিচের কোনটি শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করে?
ক) স্পীকার
খ) মাইক্রোফোন
গ) ফ্যাক্স
ঘ) ইন্টারনেট
৪০৬. বেতার তরঙ্গকে কিসের মাধ্যমে বিবর্ধিত করা হয়?
ক) ডায়োড
খ) রেকটিফায়ার
গ) অ্যামপ্লিফায়ার
ঘ) উপরের সবকয়টি
৪০৭. রঙিন টেলিভিশন একটি বিশেষ রং শুধু তার বিশেষ রঙের কোন দানাগুলোকে আলোকিত করে?
ক) সালফার
খ) সিলিকন
গ) পটাসিয়াম
ঘ) ফসফরাস
৪০৮. কম্পিউটারের কাজ হলো-
i. উপাত্ত প্রকিয়াকরণ
ii. স্বয়ংক্রিয়ভাবে ভুল সংশোধন
iii. উপাত্ত সংশোধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪০৯. নিচের কোনটি চিকিংসা গবেষনায় ব্যবহৃত হয়?
ক) কম্পিউটার
খ) মোবাইল
গ) টেলিভিশন
ঘ) টেলিফোন
৪১০. টাইপ অর্ধপরিবাহীতে ইলেট্রন সংখ্যা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
ক) Bi
খ) P
গ) B
ঘ) H
৪১১. টেলিফোন হ্যান্ডসেটের কোন অংশটি প্রেরকযন্ত্র হিসেবে কাজ করে?
ক) মাউথপিস
খ) ইয়ারপিস
গ) কাটন
ঘ) ডায়েলিং বোর্ড
৪১২. কম্পিউটার আউটপুট ডিভাইস থাকে-
i. মনিটর
ii. স্ক্যানার
iii. স্পীকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪১৩. নিচের কোনটি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়?
ক) কম্পিউটার
খ) সেলফোন
গ) ফ্যাক্স
ঘ) ডায়াগ্রাম
৪১৪. কথা বলার সময় মাউথপিসের কোন অংশটি কন্ঠস্বরের শব্দতরঙ্গকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে?
ক) ইয়ার পিস
খ) চল কুন্ডলী
গ) ডায়ালিং ব্যবস্থা
ঘ) মাইক্রোফোন
৪১৫. কম্পিউটার করে-
i. তথ্য সংগ্রহ
ii. সুনির্দিষ্ট নির্দেশ অনুযায়ী তথ্যকে প্রকিয়াজাত
iii. প্রয়োজনানুযায়ী ফলাফল উপস্থাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪১৬. কোনটির মধ্যে একটি চলকুন্ডলী ও ডায়াফ্রাম নামে ধাতুর একটি পাত থাকে?
ক) মোবাইল
খ) মাইক্রোফোন
গ) স্পীকার
ঘ) টেলিভিশন
৪১৭. ফিলামেন্ট সাপেক্ষে প্লেটে কোনটিকে দেওয়া হলে ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহ চলে?
ক) অন্তরক
খ) ঋণাত্মক বিভব
গ) ধনাত্মক বিভব
ঘ) প্রথমে ধনাত্মক পরে ঋণাত্মক বিভব
৪১৮. নিচের বিবরণগুলো পড়:
i. কম্পিউটার শব্দের অর্থ হিসাবকারী
ii. হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ
iii. কম্পিউটারের সাহায্য রোগ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪১৯. আইসি কত সালে আবিষ্কার হয়?
ক) ১৯৬০
খ) ১৮৬০
গ) ১৭২০
ঘ) ১৯৬১
৪২০. রেকটিফায়ার কী কাজ করে?
ক) তড়িৎ প্রবাহকে বৃদ্ধি করে
খ) ভোল্টেজের বিবর্ধন ঘটায়
গ) তড়িৎ প্রবাহকে একমুখী করে
ঘ) তড়িৎ প্রবাহের হ্রাস ঘটায়
৪২১. আলফা রশ্নির ভর হাইড্রোজেন পরমাণুর কত গুন?
ক) দ্বিগুণ
খ) চারগুণ
গ) ছয়গুণ
ঘ) আটগুণ
৪২২. নিচের কোনটি গতি নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়?
ক) ইমেইল
খ) ইন্টারনেট
গ) ফ্যাক্স
ঘ) কম্পিউটার
৪২৩. অর্ধপরিবাহী বস্তুতে হোল বলতে কী বোঝায়?
ক) আধান নিরপেক্ষ কণিকা
খ) ঋণাত্মক আধানযুক্ত কণিকা
গ) একটি ইলেকট্রনের অনুপস্থিতে বা ফাঁকা জায়গা
ঘ) দাতা পরমাণু
৪২৪. আইসি কি দিয়ে তৈরি?
ক) জামের্নিয়াম
খ) সিলিকন
গ) আর্সেনিক
ঘ) এন্টিমনি
৪২৫. কম্পিউটার করতে পারে-
i. অবিশ্বাস্য দ্রুত কাজ
ii. সেকেন্ডে হাজার গাণিতিক হিসাব
iii. সেকেন্ডে লক্ষ লক্ষ গাণিতিক হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪২৬. কে ট্রায়োড আবিষ্কার করেন?
ক) ফ্লোমিং
খ) দ্য ফরেস্ট
গ) আইনস্টাইল
ঘ) আলফা এডিসন
৪২৭. কম্পিউটার ব্যবহৃত হয়-
i. ঔষধ নির্বাচনের ক্ষেত্রে
ii. এক্সরে করার ক্ষেত্রে
iii. হার্ট অপারেশনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪২৮. টেলিফোন হ্যান্ডসেটের কোন অংশটি গ্রাহক হিসেবে কাজ করে?
ক) মাউথপিস
খ) ইয়ারপিস
গ) কাটন
ঘ) ডায়েলিং বোর্ড
৪২৯. ট্রানজিস্টর কাজ করে-
i. ব্যারোমিটার হিসাবে
ii. অ্যামপ্লিফায়ার হিসাবে
iii. বিবর্ধক হিসাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪৩০. কত সালে টেলিফোন আবিষ্কৃত হয়?
ক) ১৮৭৫ সালে
খ) ১৮৭৭ সালে
গ) ১৭৭৫ সালে
ঘ) ১৭৮০ সালে
৪৩১. নিচের কোনটি সফটওয়্যার?
ক) মাউস
খ) মনিটর
গ) উইন্ডোজ-৭
ঘ) প্রিন্টার
৪৩২. তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক রোধ কমতে থাকে-
i. অন্তরকের
ii. পরিবাহকের
iii. অর্ধপরিবাহকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
৪৩৩. নিচের কোনটি দ্বারা গামা রশ্নির উপস্থিতি নির্ণয় করা যায়?
ক) ফটো গ্রাফিক ফিল্ম
খ) ক্লাউড কাউন্টার
গ) গাইগার মূলার কাউন্টার
ঘ) উপরের সবকয়টি
৪৩৪. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-
i. দূরারোগ্য ক্যানসার রোগ নিরাময়ে
ii. ধাতুর পরিমাণ নির্ণয়ে
iii. লক্ষ লক্ষ বছরের পুরানো জিনিসের বয়স বা কাল নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দইটির উত্তর দাও:
ভারী মৌলের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা রশ্নির বিকিরণ ঘটে। এটিকে তেজস্ক্রিয়তা বলে। এর উপকারিতা এবং অপকারিতা উভয়ই রয়েছে।
৪৩৫. উপরোক্ত ঘটনা ব্যবহার করে নিচের কোনটি সম্ভব?
ক) ক্যান্সার কোষ ধ্বংস করা
খ) ঘূর্ণিঝড় ঠেকানো
গ) বৈশ্বিক তাপমাত্রা কমানো
ঘ) জনসংখ্যা নিয়ন্ত্রণ
৪৩৬. উদ্দীপকে উল্লিখিত ঘটনার অপকারিতার ক্ষেত্রে-
i. এটি স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে
ii. এটি প্রাণিদেহের ক্ষতি করলেও উদ্ভিদের ক্ষতি করে না
iii. এ ঘটনার ফলে মানুষ মানসিক বিকারগ্রস্থ হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i ii ও iii
No comments:
Post a Comment