১. একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টনের ব্যাস ছোট পিস্টনের ব্যাসের দ্বিগুণ। ছোট পিস্টনের উপর 100 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল ক্রিয়া করবে?
ক) 200N
খ) 300N
গ) 400N
ঘ) 500N
২. সঞ্চায়ক কোষ ব্যবহৃত হয়-
i. গাড়িতে
ii. মাইকে
iii. ঘড়িতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩. একটি লম্বা পাত্র পানিপূর্ণ করে পাত্রের গায়ে বিভিন্ন উচ্চতায় পার্শ্বনল লাগিয়ে দিলে দেখা যাবে সবচেয়ে নিচের নল� দিয়ে নির্গত পানির দ্রুতি সবচেয়ে বেশি। এ থেকে কী বুঝা যায়?
ক) পানির চাপ গভীরতার সাথে বৃদ্ধি পায়
খ) পানির চাপ গভীরতার সাথে কমতে থাকে
গ) পানির চাপ সকল গভীরতায় একই থাকে
ঘ) পানির চাপ গভীরতার সমান হয়
৪. বস্তুর ওজন W1 প্লবতা W2 হলে এবং বস্তু তরলে ভাসলে-
i. W1 < W2
ii. W1 = W2
iii. W1 > W2
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫. কোন সমীকরণটি ধাক্কা ও চাপের সম্পর্ক নির্দেশ করে।
ক) P = F x A
খ) F = P/A
গ) F = P x A
ঘ) A + P = F
৬. প্লাজমার উৎস-
i. সূর্য
ii. গ্রহ
iii. নক্ষত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭. গ্যাস ও তরল পদার্থের ক্ষেত্রে-
i. কণাগুলো এলোমেলো ছোটাছুটি করে
ii. পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
iii. পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮. চাপ বেশি পাওয়ার জন্য-
i. বেশি বল প্রয়োগ করতে হবে
ii. পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমাতে হবে
iii. বল ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল উভয়ই বাড়াতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯. কঠিন পদার্থের ক্ষেত্রে-
i. কণাগুলো খুব কাছাকাছি থাকে
ii. কণাগুলোর মাঝে তীব্র আকর্ষণ বল কাজ করে
iii. কণাগুলো পাত্রের আকার ধারণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০. কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল কাজ করে না?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) ক ও গ
১১. ঘনত্ব কীসের উপর নির্ভরশীল-
ক) বস্তুর উপাদান
খ) বস্তুর তাপমাত্রা
গ) বস্তুর উপাদান ও তাপমাত্রা
ঘ) বস্তুর উচ্চতা
১২. মারিয়ানা ট্রেপ সমুদ্রের গভীরতম (10863 m) স্থান। সমুদ্রের পানির ঘনত্ব 1025kgm-3 হলে মারিয়ানা ট্রেন্সের তলদেশে পানির চাপ কত?
ক) 1.09x107Pa
খ) 1.09x108Pa
গ) 1.5x108Pa
ঘ) 1. 9x108Pa
১৩. স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বস্তুর-
i. একক মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলে
ii. একক ক্ষেত্রফলে উদ্ভুত বলকে পীড়ন বলে
iii. পীড়ন ও স্থিতিস্থাপক গুণাঙ্কের একক একই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪. P ঘনত্বের তরলের অভ্যন্তরে h গভীরতায় কোনো বিন্দুতে চাপের মান কত হবে?
ক) Hpg
খ) Hp
গ) Hp2g
ঘ) hg/p
১৫. বরফের ঘনত্ব কত (kmg-3)?
ক) 920
খ) 500
গ) 300
ঘ) 1000
১৬. সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায় ততোই হ্রাস পায় কোনটি?
ক) বায়ুমন্ডলীয় ওজন
খ) বায়ুস্তম্ভের ঘনত্ব
গ) বায়ুমন্ডলীয় চাপ
ঘ) সবকয়টি
১৭. প্লাজমার বৃহৎ উৎস কোনটি?
ক) সূর্য
খ) চন্দ্র
গ) পারমাণবিক চুল্লী
ঘ) পৃথিবীর বায়ুমণ্ডল
১৮. বায়ুর ঘনত্ব কত (kgm-3)?
ক) 2.50
খ) 1.29
গ) 300
ঘ) 500
১৯. বলের একককে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়?
ক) ঘনত্বের একক
খ) চাপের একক
গ) শক্তির একক
ঘ) কাজের একক
২০. প্লাজমার উৎসা হলো-
i. সূর্য
ii. গ্রহ
iii. নক্ষত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১. নিচের কোনটি দিয়ে সঞ্চয়ী কোষে এসিডের ঘনত্ব পরিমাণ করা হয়?
ক) হাইড্রোমিটার
খ) হাইড্রোলিক প্রেস
গ) ব্যারোমিটার
ঘ) ভোল্টমিটার
২২. প্লাজমার উৎস কোনটি?
ক) গ্রহ
খ) উপগ্রহ
গ) ধূমকেতু
ঘ) নক্ষত্র
২৩. মাপচোঙ দিয়ে কী পরিমাপ করা হয়?
ক) ভর
খ) ক্ষেত্রফল
গ) আয়তন
ঘ) ঘনত্ব
২৪. কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটাতে চেষ্টা করলে-
i. ঐ বস্তুর অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক বল প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে
ii. এর আকার ও আকৃতির পরিবর্তনের বাঁধা সৃষ্টি হয়
iii. এর আকার ও আকৃতির দ্রুত পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫. শিল্প-কারখানায় ধাতব পদার্থ কাটতে কি ব্যবহার করা হয়?
ক) করাত
খ) ছুরি
গ) গ্যাস
ঘ) প্লাজমা
২৬. “বস্তু কর্তৃক হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান”-এটি কার নীতি?
ক) গ্যালিলিও
খ) প্যাসকেল
গ) আর্কিমিডিস
ঘ) আইনস্টাইন
২৭. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে আবহাওয়া কেমন হবে?
ক) ঝড়
খ) বৃষ্টিপাত
গ) জলোচ্ছ্বাস
ঘ) শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া
২৮. ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে নিচের কোনটি বাড়তে থাকে?
ক) তাপমাত্রা
খ) তাপ
গ) জলীয় বায়ু
ঘ) পানি
২৯. সঞ্চায়ক কোষে ব্যবহৃত হয়-
i. নাইট্রিক এসিড
ii. সালফিউরিক এসিড
iii. হাইড্রোক্লোরিক এসিড
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০. পদার্থের আণবিক গতিতত্ত্ব অনুযায়ী-
i. অণুগুলো সর্বদা গতিশীল
ii. কঠিন পদার্থের অণুগুলো খুব দূরে দূরে থাকে
iii. বায়বীয় পদার্থের অণুগুলো বেশ দূরে দূরে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১. ঘনত্বের মাত্রা কোনটি?
ক) ML-3
খ) LT-2
গ) ML3
ঘ) ML-2
৩২. প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) F2/F1=A1/A2
খ) F2/F1=A2/A1
গ) F1F2=A1A2
ঘ) F1/F2=A2/A1
৩৩. কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে কী বলে?
ক) ভর
খ) ওজন
গ) আয়তন
ঘ) ক্ষেত্রফল
৩৪. কখন বস্তু পানিতে সম্পূর্ণ ডুবে যাবে?
ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হলে
খ) বস্তুর ওজন বস্তুর সমায়তনের পানির ওজনের চেয়ে কম হলে
গ) বস্তুর ওজন বস্তুর সমায়তনের পানির ওজনের চেয়ে বেশি হলে
ঘ) বস্তু পানিতে অদ্রবণীয় হলে
৩৫. একটি আয়তাকার ব্লককে 1000kgm-3 ঘনত্বের পানির মধ্যে ডুবনো হলে, পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা হয় 5cm। ব্লকের উপরিতলে পানির চাপ কত?
ক) 490Nm-2
খ) 490Nm-1
গ) 409Nm-2
ঘ) 409Nm-1
৩৬. সঞ্চয়ী কোষে কোন এসিড ব্যবহার করা হয়?
ক) হাইড্রোক্লোরিক এসিড
খ) নাইট্রিক এসিড
গ) কার্বনিক এসিড
ঘ) সালফিউরিক এসিড
৩৭. প্রতি 1m2 ক্ষেত্রফলের উপর 1N বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে?
ক) 1W
খ) 1Pa
গ) 1Cd
ঘ) 1J
৩৮. স্থিতিস্থাপক বস্তুর-
i. উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে না
ii. উপরকার বল অপসারণ করা হলে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যায়
iii. উপর প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বৃদ্ধি করা হলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনও বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৯. স্থির তরলের গভীরতা বৃদ্ধি পেলে-
i. তরলের উপর প্রযুক্ত চাপ বৃদ্ধি পায়
ii. কোনো বস্তুর প্লবতা অপরিবর্তিত থাকে
iii. তরলের ঘনত্ব হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪০. 100 N বল 1m2 ক্ষেত্রের উপর ক্রিয়া করলে, চাপ কত?
ক) 100Pa
খ) 10Pa
গ) 1000Pa
ঘ) 200Pa
৪১. প্লাজমার বড় উৎস কোনটি?
ক) চন্দ্র
খ) সূর্য
গ) সমুদ্র
ঘ) পাহাড়
৪২. তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন?
ক) নিম্নমুখী বলের জন্য
খ) ঊর্ধ্বমুখী বলের জন্য
গ) পৃষ্ঠটানের জন্য
ঘ) বায়ুরচাপের জন্য
৪৩. সমআয়তনের মধু ভর্তি জগ এবং পানি ভর্তি জগের মধ্যে কোনটি বেশি ভারী মনে হবে?
ক) মধু
খ) পানি
গ) সমান ভারী হবে
ঘ) কোনোটিই নয়
৪৪. সোনার তৈরি একটি মুকুটের বাতাসে ওজন 41.94N, পানিতে ওজন 39.20N, মুকুটের উপাদানের ঘনত্ব কত?
ক) প্রায় 11234kgm-3
খ) প্রায় 15284kgm-3
গ) প্রায় 16307kgm-3
ঘ) প্রায় 17235kgm-3
৪৫. প্লবতা কোনদিকে ক্রিয়া করে?
ক) পার্শ্বের দিকে
খ) নিচের দিকে
গ) উপরের দিকে
ঘ) কেন্দ্রের দিকে
৪৬. এক লিটার পানিকে বরফে পরিণত করলে এর আয়তন কত?
ক) 0 লিটার
খ) 1/12 লিটার
গ) 11/12 লিটার
ঘ) 12/11 লিটার
৪৭. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলীয় চাপের কীরূপ পরবর্তন হয়?
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) হ্রাস বা বৃদ্ধি উভয়ই ঘটে
৪৮. বায়ুমণ্ডলের-
i. ওজন আছে
ii. চাপ আছে
iii. চাপ পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে 105N প্রায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৯. কোন বস্তুর ঘনত্ব কোনটির উপর নির্ভর করে?
i. বস্তুর উপাদান
ii. বস্তুর তাপমাত্রা
iii. বস্তুর দৈর্ঘ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫০. একটি হাইড্রলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 5 cm2 ও 25cm2। ছোট পিস্টনে 100N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?
ক) 500N
খ) 25N
গ) 2500N
ঘ) 125N
৫১. এস.আই. পদ্ধতিতে পীড়নের একক কী?
ক) Nm-1
খ) Nm
গ) Nm-2
ঘ) m/N
৫২. কোন সূত্রমতে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক?
ক) নিউটনের সূত্র
খ) হুকের সূত্র
গ) পয়সনের সূত্র
ঘ) ভীনের সূত্র
৫৩. যে কোনো পদার্থ-
i. অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত
ii. এর পরমাণুগুলো এত ছোট যে, তাদেরকে বিন্দুর বিবেচনা করা হয়
iii. এর কণাগুলো সর্বদা গতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৪. প্লাজমা-
i. অতি উচ্চ তাপমাত্রার আয়নিক গ্যাস
ii. পদার্থের চতুর্থ অবস্থা
iii. নির্দিষ্ট আকার ও আয়তনবিহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৫. কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট তরলের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক?
ক) Pαh
খ) Pαg
গ) PαA
ঘ) Pαp
৫৬. সমান আয়তনের দুটি জগের একটি পানি দ্বারা ও একটি মধু দ্বারা পূর্ণ করা হলে এ ক্ষেত্রে-
i. হাত দিয়ে জগ দুটো উঠালে মধু ভর্তি জগটি বেশি ভারী মনে হবে
ii. হাত দিয়ে জগ দুটো উঠালে পানি ভর্তি জগটি বেশি ভারী মনে হবে
iii. মধুর ঘনত্ব পানি অপেক্ষা বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৭. বস্তুর ওপর বল প্রয়োগ করা হলো বস্তুর-
i. দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে
ii. উপাদানের পরিবর্তন ঘটে
iii. আয়তনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৮. কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটিয়ে প্রযুক্ত বল সরিয়ে নিলে এটি-
i. পূর্বের অবস্থায় ফিরে আসতে প্রয়াস পায়
ii. একই অবস্থাতেই থেকে যায়
iii. স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৯. চাপের ক্ষেত্রে আমরা বলতে পারি-
i. চাপ, P=বল, F/ক্ষেত্রফল, A
ii. ক্ষেত্রফল A যত বেশি হয়, চাপ P তত বেশি হয়
iii. বল যত বেশি হয়, চাপ P তত বেশি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬০. কোন বস্তুর উপর প্রযুক্ত বলকে বস্তুর ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়?
i. ওজন
ii. ঘনত্ব
iii. চাপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬১. ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে-
i. হাইড্রোমিটার দিয়ে সঞ্চায়ক কোষে সালফিউরিক এসিডের ঘনত্ব পরিমাপ করা হয়।
ii. ল্যাক্টোমিটার দিয়ে দুধের ঘনত্ব পরিমাপ করা হয়
iii. ব্যারোমিটার দিয়ে বায়ুর ঘনত্ব পরিমাপ করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬২. স্থির তরলে কোনো বস্তুকে ছেড়ে দিলে-
i. বস্তুটির উপর একই সঙ্গে দুটি বল ক্রিয়া করে
ii. বস্তুর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে
iii. নিমজ্জিত বস্তুর উপর তরলের প্লবতা উলম্বভাবে ওপরের দিকে ক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৩. সঞ্চয়ী কোষে সালফিউরিক এসিডের ঘনত্ব বেশি হলে কী ঘটবে?
ক) কোষটি ধীরে চার্জ নিবে
খ) কোষটি দ্রুত চার্জ নিবে
গ) কোষটি দীর্ঘদিন টিকবে
ঘ) কোষটি নষ্ট হয়ে যাবে
৬৪. ঘনত্বের একক কোনটি?
i. kgm-2
ii. kgm-3
iii. Nm-2
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৫. বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে কয়টি অবস্থার সৃষ্টি হয়?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
৬৬. কোন স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন ঘটে, কারণ-
i. বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের হ্রাস বৃদ্ধি
ii. বায়ুর তাপমাত্রার পরিবর্তন
iii. বায়ুর ঘনত্বের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৭. বায়ুমন্ডলীয় চাপ নির্ভর করে-
i. বায়ুমন্ডলের উচ্চতার ওপর
ii. বায়মন্ডলের ব্যাসার্ধের ওপর
iii. বায়ুর ঘনত্বের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৮. বায়ুমন্ডলের চাপ-
i. ভৃ-পৃষ্ঠ থেকে উপরের উচ্চতায় কম থাকে
ii. বায়ুর ঘনত্বের বৃদ্ধির সাথে হ্রাস পায়
iii. বায়ুস্তম্ভের ওজনের বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৯. মানুষ বেশি উচ্চতায় উঠলে-
i. শ্বাস-প্রশ্বাসে আরাম হয়
ii. শ্বাস-প্রস্বাসে কষ্ট হয়
iii. নাক দিয়ে রক্ত পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭০. নিচের কোনটির ঘনত্ব বেশি?
ক) লোহা
খ) রূপা
গ) সোনা
ঘ) পারদ
৭১. বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের কারণ-
ক) বায়ুর ঘনত্বের পরিবর্তন
খ) বায়ুর জলীয়বাষ্পের পরিমাণের হ্রাস-বৃদ্ধি
গ) ভূ-পৃষ্ঠে থেকে উচ্চতা
ঘ) সবগুলো
৭২. তরলের মধ্যে কোনো কঠিন বস্তুকে নিমজ্জিত করলে বস্তুর প্রতি বিন্দুতে কী অনভূত হবে?
ক) সর্বমুখী বল
খ) একমুখী চাপ
গ) একমুখী বল
ঘ) সর্বমুখী চাপ
৭৩. বল প্রয়োগে বস্তুর একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিরোধকারী বলকে কী বলা হয়?
ক) চাপ
খ) পীড়ন
গ) ঘর্ষণ
ঘ) ওজন
৭৪. 100N বল 0.01m2 ক্ষেত্রের উপর প্রযুক্ত হলে চাপ কত?
ক) 100Pa
খ) 1000Pa
গ) 10Pa
ঘ) 10000Pa
৭৫. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়াতে বুঝতে হবে-
i. বায়ুমন্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে
ii. শুষ্ক বাতাস সেই স্থান অধিকার করছে
iii. আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৬. বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি হলে নিচের কোনটি ঘটবে?
ক) বস্তু তরলে ভাসবে
খ) বস্তু তরলে ডুবে যাবে
গ) বস্তু তরলে নিমজ্জিত অবস্থায় ভাসবে
ঘ) বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে
৭৭. নৌদুর্ঘটনা এড়ানো যায়-
i. ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে
ii. আবহাওয়ার সতর্ক সংকেত মেনে
iii. ধারণক্ষমতার চেয়ে কম যাত্রী বহন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৮. মৃত সাগরে-
i. লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকে
ii. পানির ঘনত্ব বেশি
iii. মানুষ ডুবে যায় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৯. ব্যারোমিটার দ্বারা নির্ণয় করা যায়-
i. বায়ুচাপের পরিবর্তন
ii. আবহাওয়ার পূর্বাভাস
iii. জলবায়ুর স্থায়ী পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮০. প্লাজমার কণাগুলো কোনটি বহন করে?
ক) তড়িৎ আধান
খ) তড়িৎ বিভব
গ) চুম্বকত্ব
ঘ) আলো
৮১. হাইহিল জুতা পরে নরম মাটির উপর দিয়ে হাঁটলে জুতা মাটির মধ্যে দেবে যায় কেন?
ক) জুতা খুব শক্ত বলে
খ) বেশি বল প্রযুক্ত হয় বলে
গ) বেশি চাপ পড়ে বলে
ঘ) ভর বেড়ে যায় বলে
৮২. অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাসকে কী বলে?
ক) প্লাজমা অবস্থা
খ) আয়নিক অবস্থা
গ) বায়বীয় অবস্থা
ঘ) কেলাসী অবস্থা
৮৩. পদার্থের আণবিক গতিতত্ত্বের মূল বিষয় কোনটি?
ক) অণুগুলোর গতিশীলতা
খ) অণুগুলোর আন্তঃআণবিক শক্তি
গ) অণুগুলোর ঘনত্ব
ঘ) অণুগুলোর আকার
৮৪. ইস্পাত কেন রবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক?
ক) ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি বলে
খ) ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম বলে
গ) ইস্পাতের পীড়ন ও বিকৃতির অনুপাত কম বলে
ঘ) ইস্পাতের পীড়ন ও বিকৃতির সমান বলে
৮৫. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ক্ষেত্রফল 1.5m2 এবং বায়ুমণ্ডল তা দেহের উপর 1.5x105N বল প্রয়োগ করলে পূর্ণবয়স্ক মানুষের চাপ কত?
ক) 105Pa
খ) 104Pa
গ) 106Pa
ঘ) 107Pa
৮৬. আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে-
i. এর বৃহ্ত্তম পিস্টন সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে
ii. একে তরলীকরণ সূত্র বলে
iii. একে বল বৃদ্ধিকরণ নীতি বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৭. পদার্থের আণবিক তত্ত্বানুসারে গ্যাসীয় পদার্থে-
i. কণাগুলোর মধ্যে তীব্র আকর্ষণ বল থাকে
ii. কণাগুলো পরস্পর এবং পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
iii. কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৮. পীড়নের একক কোনটি?
ক) Nm-1
খ) Nm-3
গ) Nm-2
ঘ) mN-2
৮৯. কঠিন বস্তুর ঘনত্ব হিসাব করা যায়-
i. বস্তুর ভর ও আয়তন মেপে
ii. বায়ু ও পানিতে বস্তুর ভর মেপে
iii. হাইড্রোমিটার ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯০. বস্তুর ওজনের চেয়ে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন বেশি হলে বস্তুটি ঐ তরলে কী অবস্থায় থাকবে?
ক) ভেসে থাকবে
খ) ডুবে যাবে
গ) সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
ঘ) ডুবে যাবে কিংবা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
৯১. কত তাপমাত্রায় প্লাজমা অবস্থার উৎপত্তি হয়?
ক) শূন্য ডিগ্রি সেলসিয়াস
খ) ৩২ ডিগ্রি সেলসিয়াস
গ) ২৭৩ ডিগ্রি সেলসিয়াস
ঘ) কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস
৯২. প্লাজমা বলতে কী বুঝায়?
ক) অতি নিম্ন তাপমাত্রায় আয়নিত গ্যাস
খ) অতি উচ্চ তাপমাত্রায় আয়নিক গ্যাস
গ) অতি উচ্চ তাপে আয়নিক গ্যাস
ঘ) অতি নিম্ন চাপে আয়নিক গ্যাস
৯৩. চাপ = বল/ক্ষেত্রফল হলে কোন তথ্যটি পাওয়া যায়?
i. ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে
ii. বল বাড়লে চাপ বাড়ে
iii. ক্ষেত্রফল বাড়লে চাপ বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৪. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে কম?
ক) বায়ু
খ) হাইড্রোজেন গ্যাস
গ) কর্ক
ঘ) বরফ
৯৫. 1N বল 1m2 ক্ষেত্রের ওপর ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে?
ক) 1Nm-1
খ) 1Nm-3
গ) 1Nm
ঘ) 1N
৯৬. পদার্থের আণবিক গতিতত্ত্ব অনুযায়ী-
i. পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত
ii. কণাগুলো সর্বদা গতিশীল
iii. গ্যাসের ক্ষেত্রে অণুগুলো বেশ দূরে দূরে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৭. সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব ঠিক রাখার জন্য এসিডে কী মেশানো হয়?
ক) পানি
খ) নাইট্রিক এসিড
গ) পারদ
ঘ) গ্লিসারিন
৯৮. কোন পাদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে?
ক) কঠিন
খ) তরল
গ) বায়বীয়
ঘ) প্লাজমা
৯৯. কয় শ্রেণির পদার্থ প্রবাহীর অন্তর্ভূক্ত?
ক) ৫ শ্রেণি
খ) ৪ শ্রেণি
গ) ৩ শ্রেণি
ঘ) ২ শ্রেণি
১০০. টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত কাচের নলটি-
i. নলটি পুরু
ii. একমুখ খোলা
iii. মধ্যপ্রান্ত অপেক্ষাকৃত মোটা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০১. প্যাসকেলের সূত্রানুসারে-
i. তরল পদার্থের ওপর চাপ সঞ্চালনের ধারণা পাওয়া যায়
ii. চাপ তরলের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয়
iii. চাপ পাত্রের গায়ে সমান্তরালে ক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০২. কোনো মানুষ শূন্যে ভাসতে পারে না কিন্তু পানিতে ভাসতে পারে। কারণ-
i. পানির ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশি
ii. বায়ুর উর্ধ্বমুখী বল পানির উর্ধ্বমুখী বল অপেক্ষা কম
iii. অপসারিত বায়ুর ওজন অপসারিত পানির ওজনের চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৩. স্থিতিস্থাপক সীমার-
i. মধ্যে বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে
ii. বাইরে গেলে প্রযুক্ত বল অপসারণ করলেও বস্তু এর পূর্বেকার অবস্থায় ফিরে আসে না
iii. বাইরেও বস্তু পূর্ণ স্থিতিস্থাপক রূপে আচরণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৪. পদার্থের অণুগুলো কেমন?
ক) সর্বদা গতিশীল
খ) সর্বদা স্থিতিশীল
গ) কখনও গতিশীল
ঘ) কখনও স্থিতিশীল
১০৫. একটি কঠিন বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকলে
i. বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান
ii. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান
iii. বস্তুর ওপর প্লাবতা ক্রিয়া করে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৬. কোনো বস্তু কখন পানিতে সম্পূর্ণ ডুবে যায়?
ক) যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়
খ) যখন বস্তুর ওজন সমআয়তনের পানির ওজনের চেয়ে কম হয়
গ) যখন বস্তুর ওজন সমআয়তনের পানির ওজনের চেয়ে বেশি হয়
ঘ) যখন বস্তু পনিতে অদ্রবনীয় হয়
১০৭. কোন শতাব্দীতে আর্কিমিডিসের সূত্র আবিষ্কৃত হয়?
ক) খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে
খ) খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে
গ) সপ্তম শতাব্দীতে
ঘ) নবম শতাব্দীতে
১০৮. হঠাৎ ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা খুব কমে গেলে-
i. নিম্নচাপের সৃষ্টি হবে
ii. ঝড়ের সম্ভাবনা আছে
iii. বায়ুমন্ডলের চাপ ধীরে ধীরে কমে যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৯. স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কী?
ক) N
খ) n-m
গ) Nm-1
ঘ) Nm-2
১১০. স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাল ঐ বিন্দুর-
i. গভীরভাবে ব্যস্তানুপাতিক
ii. গভীরতার সমানুপাতিক
iii. ঘনত্বের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১১. বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপতার জন্য-
i. বস্তুর ভিতরে একটি প্রতিরোধ বলের উদ্ভব হয়
ii. এই প্রতিরোধ বল বাহ্যিক বলকে বাধাদানের চেষ্টা করে
iii. বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত এ প্রতিরোধকারী বলকে পীড়ন বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১২. A ক্ষেত্রফলবিশিষ্ট কোনো বস্তুতে লম্বভাবে F বল প্রয়োগ করা হলে পীড়ন কোনটির সমান?
ক) A/F
খ) F x A
গ) F/A
ঘ) AF-1
১১৩. পাত্রের নিম্নতলে কী পরিমাণ চাপ অনুভূত হবে?
ক) 98Pa
খ) 980Pa
গ) 196Pa
ঘ) 1960Pa
১১৪. একটি হাইড্রোলিক প্রেসের বড় ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত 3:1 । বড় পিস্টনে 1800N বল পেতে হলে ছোট পিস্টনে কত বল প্রয়োগ করতে হবে?
ক) 100N
খ) 200N
গ) 300N
ঘ) 600N
১১৫. বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে কী বলা হয়?
ক) স্থিতিস্থাপকতা
খ) স্থিতিস্থাপক সীমা
গ) পীড়ন
ঘ) বিকৃতি
১১৬. কার সূত্রকে বলবৃদ্ধিকরণ নীতি বলা হয়?
ক) প্যাসকেলের
খ) আর্কিমিডিসের
গ) পয়সনের
ঘ) ইয়ং-এর
১১৭. তরলের চাপের পরিমাণ কী হবে?
ক) গভীরতার সমানুপাতিক
খ) ক্ষেত্রফলের সমানুপাতিক
গ) ঘনত্বের ব্যস্তানুপাতিক
ঘ) অভিকর্ষীয় ত্বরণের সমান
১১৮. কোনো বস্তুর জানা ওজন থেকে বস্তুটির নিমজ্জিত অবস্থার ওজন বাদ দিলে কোনটি পাওয়া যাবে?
ক) বস্তুর আপাত ওজন বৃদ্ধি
খ) বস্তুর আপাত ওজন হ্রাস
গ) বস্তুর প্রকৃত ওজন বৃদ্ধি বস্তুর
ঘ) প্রকৃত ওজন হ্রাস
১১৯. P=P/A সমীকরণে A এর মান কম হলে চাপের মান কী হবে?
ক) P এর মান কমে যাবে
খ) P এর মান বেড়ে যাবে
গ) P এর মান স্থির থাকবে
ঘ) P এর মান সর্বনিম্ন হবে
১২০. পঁচা ডিম পানিতে ভাসে কেন?
ক) পঁচা ডিসের ঘনত্ব পানির ঘনত্বের সমান বলে
খ) পঁচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম বলে
গ) পঁচা ডিমের ঘনত্ব পানির চেয়ে বেশি বলে
ঘ) পঁচা ডিমের ভিতরে জীবাণু সৃষ্টি হয় বলে
১২১. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
ক) তরলে ওজনহীন মনে হবে
খ) তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্তায় ভাসবে
গ) তরলে ডুবে যাবে
ঘ) তরলে ভেসে উঠবে
১২২. কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কী বলে?
ক) চাপ
খ) পীড়ন
গ) প্লবতা
ঘ) ওজন
১২৩. বল 100N এবং চাপ 5Pa হলে ক্ষেত্রফল কত?
ক) 2m2
খ) 20m2
গ) 500m2
ঘ) 10m2
১২৪. কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর কোনটির পরিবর্তন ঘটে?
ক) অণু
খ) আধান
গ) অবস্থা
ঘ) আকার-আকৃতি
১২৫. একটি সোনার গহনায় ভেজাল আছে কিনা তা কীভাবে বুঝা যায়?
ক) ঘষে পরিষ্কার করে
খ) এতে অতি বেগুনি রশ্মি ফেলে
গ) সালফিউরিক এসিডে ডুবিয়ে রেখে
ঘ) এর উপাদনের ঘনত্ব নির্ণয় করে
১২৬. চাপের একক-
i. Nm-2
ii. Pa
iii. N
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৭. পীড়ন সম্পর্কে-
i. বস্তুর একক আয়তনের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে
ii. পীড়নের একক Nm-2
iii. পীড়ন=ধ্রবকxবিকৃত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৮. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে কোনটি ঘটবে?
ক) তরলে ভেসে থাকবে
খ) তরলে ডুবে যাবে
গ) তরলে ওজনহীন মনে হবে
ঘ) তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে
১২৯. ভূ-পৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায়-
i. বায়ুস্তম্ভের ওজন তত বৃদ্ধি পায়
ii. বায়ুর ঘনত্ব তত হ্রাস পায়
iii. বায়ুর চাপ তত হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩০. কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কী বলে?
ক) পীড়ন
খ) ঘর্ষণ
গ) চাপ
ঘ) ওজন
১৩১. কোন পদার্থের কণাগুলো এলোমেলো ছোটাছুটি করে?
ক) কঠিন
খ) গ্যাস
গ) তরল
ঘ) গ্যাস ও তরল
১৩২. প্লাজমার তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস?
ক) কয়েক শত
খ) কয়েক হাজার
গ) কয়েক লক্ষ
ঘ) কয়েক কোটি
১৩৩. ঘনত্বের একক কী?
ক) Kgm3
খ) Kgm-3
গ) Kgm2
ঘ) Kgm-2
১৩৪. 1NM-2 =?
ক) 1kg
খ) 1Pa
গ) 1cc
ঘ) 1kgms-1
১৩৫. 2m3 আয়তনের তরলের ভর 2000 kg হলে তরলের ঘনত্ব কত?
ক) 100kgm-3
খ) 1000kgm-3
গ) 100kgm3
ঘ) 1000kgm3
১৩৬. তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে কি বলে?
ক) পৃষ্ঠটান
খ) প্রবাহী
গ) চাপ
ঘ) প্লবতা
১৩৭. বল বৃদ্ধিকরণ নীতিটি নিচের কোন সূত্র থেকে প্রতিপাদিত হয়েছে?
ক) কুলম্বের সূত্র
খ) নিউটনের বল সম্পর্কিত দ্বিতীয় সূত্র
গ) প্যাসকেলের সূত্র
ঘ) আর্কিমিডিসের সূত্র
১৩৮. A ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত লম্বভাবে প্রযুক্ত বল F হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক) F=P/A
খ) A=P/F
গ) P=F/A
ঘ) F=A/p
১৩৯. এক প্যাসকেল=কত?
ক) 1Nm-1
খ) 1Nm
গ) 1Nm-2
ঘ) iN-1m-2
১৪০. একটি বস্তুকে তরলে ছেড়ে দেওয়া হলো। তরলের ঘনত্ব 800 kgm-3 এবং বস্তুর ঘনত্ব 2700kgm-3 হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
ক) ভাসবে
খ) ডুবে যাবে
গ) আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে
ঘ) সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
১৪১. চাপের এস.আই. একক কোনটি?
ক) Nm2
খ) Ncm2
গ) Nm-2
ঘ) Ncm-2
১৪২. কোনো স্থানে সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমন্ডলীয় চাপের পরিবর্তন ঘটে। এর কারণ-
i. বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণের হ্রাস বৃদ্ধি
ii. বায়ুর ঘনত্বের পরিবর্তন
iii. বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৩. বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে-
i. বায়ুমণ্ডলের উচ্চতার উপর
ii. বায়ুর ঘনত্বের উপর
iii. বায়ুর আয়তনের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৪. A ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত লম্বভাবে প্রযুক্ত বল F হলে
i. বল, F=চাপ, P/ক্ষেত্রফল, A
ii. চাপ, P=বল, F/ক্ষেত্রফল,A
iii. ক্ষেত্রফল, A=বল, F/চাপ, P
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৫. ঘনত্ব পদার্থের কী নির্দেশ করে?
ক) ধর্ম
খ) মৌলিক ধর্ম
গ) একটি সাধারণ ধর্ম
ঘ) কোনো ধর্ম নির্দেশ করে না
১৪৬. ওজনের একক কী?
ক) কে. জি.
খ) নিউটন
গ) প্যাসকেল
ঘ) জুল
১৪৭. ঘনত্বের ক্ষেত্রে বলা যায়-
i. পদার্থের একটি সাধারণ ধর্ম
ii. বস্তুর উপাদানের উপর নির্ভরশীল
iii. বস্তুর তাপমাত্রার উপর নির্ভরশীল নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৮. পদার্থের কণাগুলো পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়-
i. কঠিন পদার্থের ক্ষেত্রে
ii. তরল পদার্থের ক্ষেত্রে
iii. বায়বীয় পদার্থের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৯. ইস্পাত রাবার অপেক্ষা অধিক স্থিতিস্থাপক কারণ-
ক) স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি
খ) পীড়ন ও বিকৃতি অনুপাত কম
গ) স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কম
ঘ) স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাত সমান
১৫০. তরল স্তম্ভের উচ্চতা ব্যবহার করে-
i. বায়ুমন্ডলীয় তাপ পরিমাপ করা যায়
ii. বায়ুমন্ডলীয় চাপ পরিমাপ করা যায়
iii. বায়ুর ঘনত্ব পরিমাপ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫১. যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। আণবিক গতিতত্ত্ব অনুসারে এই কণাগুলোকে কী বলে?
ক) অনু
খ) পরমাণু
গ) আয়ন
ঘ) মূলক
১৫২. বায়ুমন্ডলের চাপ হ্রাস পেলে-
i. বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়
ii. মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়
iii. বায়ুস্তম্ভের ওজন হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৩. বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে-
i. বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে, বস্তুটি তরলে ডুবে যাবে
ii. বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে কম হলে, বস্তুটি তরলের ডুবে যাবে
iii. বস্তুর ওজন তরলের প্লবতার সমান হলে, বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৪. স্থিতিস্থাপক সীমা কোনটি?
ক) প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের জন্য বিকৃত বস্তু আগের আকার ও আয়তন ফিরে পায়
খ) বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়
গ) যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে
ঘ) সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায়
১৫৫. পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এ ধ্রুবককে বলা হয়-
i. স্থিতিস্থাপক ধ্রুবক
ii. স্থিতিস্থাপক গুণাঙ্ক
iii. স্থিতিস্থাপকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৬. প্রযুক্ত বলের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) ভূমির ক্ষেত্রফল x গভীরতা
খ) ভূমির ক্ষেত্রফল x গভীরতা x ঘনত্ব x g
গ) ভূমির ক্ষেত্রফল x গভীরতা x g
ঘ) ভূমির ক্ষেত্রফল x ঘনত্ব
১৫৭. বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে-
i. বস্তুটি তরলে ডুবে যাবে
ii. বস্তুটি তরলে ভেসে থাকবে
iii. বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৮. 10N বল 2m2 ক্ষেত্রে প্রযুক্ত হলে চাপ কত হবে?
ক) 5 Pa
খ) 20 Pa
গ) 0.2 Pa
ঘ) 0.5 Pa
১৫৯. বায়ুর ঘনত্ব পরিমাপক যন্ত্র কোনটি?
ক) ব্যারোমিটার
খ) থার্মোমিটার
গ) ল্যাকটোমিটার
ঘ) হাইড্রোমিটার
১৬০. তরল পদার্থের ভেতরের কোনো বিন্দুতে চাপের মান কোনটির উপর নির্ভর করে না ?
ক) তরলের গভীরতা
খ) ভূমির ক্ষেত্রফল
গ) তরলের ঘনত্ব
ঘ) অভিকর্ষজ ত্বরণ
১৬১. C.G.S. পদ্ধতিতে পারদের ঘনত্ব 13.6 gm/cc হলে MKS পদ্ধতিতে ঘনত্ব কত হবে?
ক) 13600gm/m3
খ) 1360gm/cc
গ) 13600kg/m3
ঘ) 1360kg/m3
১৬২. প্রবাহীর অন্তর্ভূক্ত কোনটি?
ক) কঠিন ও তরল
খ) কঠিন ও গ্যাস
গ) তরল ও গ্যাস
ঘ) কঠিন, তরল ও গ্যাস
১৬৩. পীড়ন সম্পর্কে নিচের বিবৃতিগুলো লক্ষ কর:
i. বস্তুর একক আয়তনের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে
ii. পীড়নের একক Nm-2
iii. পীড়ন α বিকৃতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৪. মৃতসাগর কোথায় অবস্থিত?
ক) আমেরিকায়
খ) জাপানে
গ) জর্ডানে
ঘ) চীনে
১৬৫. বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?
ক) থার্মোমিটার
খ) ব্যারোমিটার
গ) ম্যানোমিটার
ঘ) সিসমোমিটার
১৬৬. বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
ক) তরলে সম্পূর্ণ ডুবে যাবে
খ) তরলে আংশিক ডুবে যাবে
গ) তরলে ওজন হীন মনে হবে
ঘ) তরলে ভেসে উঠবে
১৬৭. একটি পুকুরের তলদেশের চাপ 2.99x104Pa হলে ঐ পুকুরের গভীরতা নির্ণয় কর।
ক) 1m
খ) 2m
গ) 3m
ঘ) 4m
১৬৮. প্রবাহীর অন্তর্ভূক্ত হলো-
i. কঠিন পদার্থ
ii. তরল পদার্থ
iii. বায়বীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৯. চাপের তারতম্যের কারণে-
i. হাইহিল জুতা পরে কেউ নরম মাটির উপর দিয়ে হাটলে জুতা মাটির মধ্যে দেবে যায়
ii. যদি কেউ চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরেন, তবে তা মাটিতে দেবে যাবে
iii. যদি কেউ চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরেন, তবে তা মাটিতে দেবে যাবে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭০. তরল ও বায়বীয় এ দুই শ্রেণীর পদার্থকে কি বলে?
ক) পৃষ্ঠটান
খ) সান্দ্রতা
গ) প্রবাহী
ঘ) ঘনত্ব
১৭১. ছুরি দিয়ে কোনো বস্তু কাটার সময়-
i. ধারালো প্রান্তে বেশি চাপ পড়ে
ii. ভোতা প্রান্তে কম চাপ পড়ে
iii. ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭২. তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ নির্ভর করে-
i. কঠিন পদার্থ
ii. তরল পদার্থ
iii. বায়বীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৩. 5m2 ক্ষেত্রফলের বস্তুর উপর 10Pa চাপ সৃষ্টি করতে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
ক) 50N
খ) 2N
গ) 500N
ঘ) 20N
১৭৪. পদার্থের কণাগুলো কীরূপ?
ক) সর্বদা স্থিতিশীল
খ) সর্বদা গতিশীল
গ) মাঝে মাঝে স্থিতিশীল
ঘ) মাঝে মাঝে গতিশীল
১৭৫. বস্তুর ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হলে নিচের কোনটি ঘটবে?
ক) বস্তু তরলে ভাসবে
খ) বস্তু তরলে ডুবে যাবে
গ) বস্তু তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
ঘ) বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে
১৭৬. কত তাপমাত্রায় প্লাজমা অবস্থার সৃষ্টি হয়?
ক) 1000C তাপমাত্রার ওপরে
খ) 5000C তাপমাত্রার ওপরে
গ) 8000C তাপমাত্রার ওপরে
ঘ) কয়েক হাজার ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার ওপরে
১৭৭. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. বায়ুর ঘনত্ব 1.29kgm-3
ii. হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে কম
iii. সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব 1.5x103kgm-3 থেকে 1.3x103kgm-3
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৮. একটি পুকুরের গভীরতা 3m হলে উহার তলদেশে চাপ কত হবে?
ক) 2.94 x 104Pa
খ) 2.09 x 104Pa
গ) 0.29 x 104Pa
ঘ) 2.9 x 10-4Pa
১৭৯. যেকোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে কি বলে?
ক) পরমাণু
খ) ইলেক্ট্রন
গ) প্রোটন
ঘ) অণু
১৮০. আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের ওপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ-
i. কিছু মাত্র কমবে না
ii. তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হবে
iii. প্রবাহী পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮১. ধারালো ছুরি দিয়ে কাটা সহজ হয়, কারণ-
i. বেশি বল প্রয়োগ করা যায়
ii. একই বল প্রয়োগে চাপ বেশি পড়ে
iii. ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮২. কোনো ব্যক্তির ভর 60kg এবং তার জুতার তলার ক্ষেত্রফল 0.03m2 হলে চাপ কত?
ক) 20000Pa
খ) 16900Pa
গ) 19600Pa
ঘ) 15000Pa
১৮৩. ভূ-পৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ কত?
ক) 76cmHg
খ) 75cmHg
গ) 72cmHg
ঘ) 7.6cmHg
১৮৪. কখন ঝড়ের সম্ভাবনা থাকে?
ক) বায়ুমণ্ডলের চাপ কমে গেলে
খ) বায়ুমণ্ডলের চাপ বেড়ে গেলে
গ) বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে গেলে
ঘ) বায়ুমন্ডলের তাপমাত্রা কমে গেল
১৮৫. কোনটি বায়ুর চেয়ে হালকা?
ক) জলীয় বাষ্প
খ) বড় পানির কণা
গ) কর্ক
ঘ) পারদ
১৮৬. কোন বিজ্ঞানী স্থিতিস্থাপকতার মূল সূত্রটি আবিষ্কার করেন?
ক) নিউটন
খ) প্যাসকেল
গ) আর্কিমিডিস
ঘ) রবার্ট হুক
১৮৭. বল F, চাপ P এবং ক্ষেত্রফল A হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক) P α A
খ) P α F
গ) P α 1/F
ঘ) F α 1/P
১৮৮. 40C তাপমাত্রায় পানি-
i. এর ঘনত্ব 1000kgm-3
ii. সোনার তুলনায় 19.3 গুণ হালকা
iii. বরফের চেয়ে ভারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৯. যদি পাত্রের মূখে F বল প্রয়োগ করা হয় তবে এ বল-
i. শুধমাত্র পাত্রের তলায় চাপ প্রয়োগ করবে
ii. শুধুমাত্র পাত্রের বক্র তলে চাপ প্রয়োগ করবে
iii. পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯০. কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে?
ক) চাপ
খ) বল
গ) ঘনত্ব
ঘ) নিউটন
১৯১. পেরেকের ক্ষেত্রে আমরা বলতে পারি-
i. সূচালো মুখের ক্ষেত্রফল খুব বেশি
ii. সূচালো মুখের ক্ষেত্রফল খুব কম
iii. কাঠ জাতীয় কোনো তলের উপর সূচালো মুখটি রেখে পেরেকের চওড়া মাথায় আঘাত করলে সূচালো মাথায় অপেক্ষাকৃত বেশি চাপ পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯২. মাঝে মধ্যে প্রয়োজনীয় কী দিয়ে ঘনত্ব ঠিক রাখতে হয়?
ক) পানি
খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন
ঘ) কার্বন
১৯৩. স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 1m লম্বা কাচনল দিয়ে টরিসেলির পরীক্ষা করা হলে টরিসেলির শূন্যস্থানের উচ্চতা কত হবে?
ক) 100cm
খ) 76cm
গ) 30cm
ঘ) 24cm
১৯৪. পৃথিবী কী দ্বারা বেষ্টিত?
ক) বায়ুমন্ডল
খ) কেন্দ্রমন্ডল
গ) অশ্রুমন্ডল
ঘ) সপ্তর্ষিমন্ডল
১৯৫. টরিসেলির শূন্যস্থানে কী থাকে?
ক) জলীয়বাষ্প
খ) পারদবাষ্প
গ) বায়ু
ঘ) হাইড্রোজেন
১৯৬. ভূ-পৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায়, তত-
i. বায়ুস্তম্ভের ওজন হ্রাস পায়
ii. বায়ুস্তম্ভের ঘনত্ব হ্রাস পায়
iii. বায়ু চাপ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৭. বায়ুমণ্ডলীয় চাপ-
i. স্বাভাবিক অবস্থায় 76cm পারদস্তম্ভের চাপের সমান
ii. বায়ুর ঘনত্ব এবং বায়ুমন্ডলের উচ্চতার উপর নির্ভরশীল
iii. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৮. লোহার ঘনত্ব 7800kgm-3.1mm পুরু এবং 5m দৈর্ঘ্য ও 2m প্রস্থবিশিষ্ট লোহার� শিটের ভর কত?
ক) 70kg
খ) 78kg
গ) 87kg
ঘ) 100kg
১৯৯. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ খুব কমে গেলে বুঝাতে হবে ঐ স্থানে-
i. বায়ুমণ্ডলের চাপ সহসা কমে গেছে
ii. নিম্নচাপ সৃষ্টি হয়েছে
iii. ঝড়ের সম্ভাবনা রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০০. রফিকের ওজন 490N হলে এবং তার জুতার তলার ক্ষেত্রফল 200x10-4m হলে রফিকের চাপ কত?
ক) 2.45x105 Pa
খ) 2.5x1010 Pa
গ) 2.45x106 Pa
ঘ) 2.45x104 Pa
২০১. একটি নির্দিষ্ট স্থানে A প্রস্থচ্ছেদের এবং h উচ্চতার একটি সিলিন্ডারকে p ঘনত্বের প্রবাহীতে সম্পূর্ণ নিমজ্জিত করলে কোন সম্পর্কটি সঠিক?
ক) প্রবাহীর উপর উর্ধ্বমুখী বল, W=hpg/A
খ) প্রবাহী উপর নিম্নমুখী বল W=hpgA
গ) প্রবাহীর উপর উর্ধ্বমুখী বল W=hpgA
ঘ) প্রবাহীর উপর নিম্নমুখী বল W=hpg/A
২০২. কোনটি পদার্থের বিশেষ ধর্ম?
ক) স্থিতিস্থাপকতা
খ) চাপ
গ) ভর
ঘ) ঘনত্ব
২০৩. প্যাসকেলের সূত্রানুযায়ী আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থে চাপ-
i. সবদিকে সঞ্চালিত হয়
ii. সমভাবে সঞ্চালিত হয়
iii. তরল সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৪. 40C তাপমাত্রায় পানির ঘনত্ব কত?
ক) 1000 kgm-3
খ) 1260 kgm-3
গ) 1750 kgm-3
ঘ) 3600 kgm-3
২০৫. পাত্রে আবদ্ধ স্থির তরলের কোনো বিন্দুতে চাপের মান কোনটির উপর নির্ভর করে না?
ক) তরলের ঘনত্ব
খ) তরলের মুক্ত তল হতে বিন্দুর গভীরতা
গ) পাত্রের ক্ষেত্রফল
ঘ) অভিকর্ষজ ত্বরণ
২০৬. চাপের একককে কী বলা হয়?
ক) নিউটন
খ) প্যাসকেল
গ) জুল
ঘ) ক্যালরি
২০৭. বলের একককে ক্ষেত্রেফলের এক দিয়ে ভাগ করলে কিসের একক পাওয়া যায়?
ক) ঘনত্ব
খ) চাপ
গ) বিকৃতি
ঘ) কাজ
২০৮. একটি পাত্রে কেরোসিন আছে। কেরোসিনের উপরিতল থেকে 75cm গভীরে কোনো বিন্দুতে চাপের মান কত?
ক) 6880pa
খ) 5880pa
গ) 5808pa
ঘ) 5088pa
২০৯. হঠাৎ যদি পরদস্তম্ভের উচ্চতা খুব কমে যায় তবে বুঝাতে হবে-
i. চারদিকে বায়ুমন্ডলের চাপ সহসা কমে গেছে
ii. পার্শ্ববর্তী উচ্চচাপের স্থান থেকে প্রবল বেগে বায়ু ঐ নিম্নচাপের অঞ্চলে ছুটে আসবে
iii. ঝড়ের সম্ভাবনা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১০. গ্লিসারিনের ঘনত্ব কত (kgm-3)?
ক) 10500
খ) 1260
গ) 19300
ঘ) 1640
২১১. প্যাসকেলের সূত্র অনুযায়ী-
i. চাপ পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে
ii. বল বৃদ্ধি করা যায়
iii. শক্তির সংরক্ষণশীলতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১২. আণবিক তত্ত্ব অনুসারে পদার্থের কণাগুলো সর্বদা কেমন?
ক) স্থিতিশীল
খ) গতিশীল
গ) স্থিতিশীল ও গতিশীল
ঘ) স্থিতিস্থাপক
২১৩. পদার্থের অণুর বৈশিষ্ট্য হলো-
i. এরা বিন্দুবৎ
ii. একটি অন্যটিকে আকর্ষণ করে
iii. এরা সর্বদা গতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৪. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে যাওয়া কিসের পূর্বাভাস দেয়?
ক) বৃষ্টিপাত
খ) ঝড়
গ) জলোচ্ছ্বাস
ঘ) শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া
২১৫. স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটি কার সূত্র?
ক) প্যাসকেল
খ) আর্কিমিডিস
গ) রবার্ট হুক
ঘ) রবার্ট বয়েল
২১৬. ঘনত্বের একক কোনটি?
ক) kgm-3
খ) kmg
গ) gm-3
ঘ) kmg2
২১৭. নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ভর করে-
i. তরলের ঘনত্বের ওপর
ii. বিন্দুর গভীরতার ওপর
iii. ভূমির ক্ষেত্রফলের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৮. এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের শতকরা কত ভাগ-
ক) 40%
খ) 35%
গ) 30%
ঘ) 45%
২১৯. টরসেলির পরীক্ষার সাহায্যে কি পরিমাপ করা হয়?
ক) চাপ
খ) ঘনত্ব
গ) ওজন
ঘ) বায়ুমণ্ডলী চাপ
২২০. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশের উপর চাপ প্রয়োগ করলে কী ঘটে?
ক) পদার্থের ঐ অংশে চাপ স্থির থাকে
খ) পদার্থের সবদিকে চাপ কমে যায়
গ) পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়
ঘ) পদার্থের সবদিকে চাপ সমাভাবে সঞ্চালিত হয়
২২১. বাইরে থেকে প্রযুক্ত বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোনো বস্তু একটি স্থিথিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে তা হলো-
i. স্থিতিস্থাপক ক্লান্তি
ii. স্থিতিস্থাপক সীমা
iii. স্থিতিস্থাপক গুণাঙ্ক
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২২. পানির মধ্যে ডুবন্ত অবস্থায় কলস বেশ হালকা মনে হওয়ার কারণ কী?
ক) নিম্নমুখী বল
খ) উর্ধ্বমুখী বল
গ) পৃষ্টটান
ঘ) পৃষ্ঠচাপ
২২৩. প্লাজমার ক্ষেত্রে বলা যায়-
i. অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস
ii. কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা অবস্থার সৃষ্টি হয়
iii. বড় উৎস হচ্ছে সূর্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৪. তরলের ভর 1000kg এবং আয়তন 0.8m3 হলে ঘনত্ব কত?
ক) 1000kgm-3
খ) 1200kgm-3
গ) 1250kgm-3
ঘ) 1300kgm-3
২২৫. নৌযান দুর্ঘটনার কারণ-
i. নৌযানের ক্রটিপূর্ণ নক্সা
ii. নৌযানের ভরকেন্দ্র পরিবর্তিত হওয়া
iii. স্রোতবহুল নদী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৬. চাপ ও পীড়নের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) এদের একক ভিন্ন
খ) যথাক্রমে বল ও ভর বুঝায়
গ) যথাক্রমে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল নির্দেশ করে
ঘ) ভিন্ন ক্ষেত্রফলে প্রযুক্ত বল বুঝায়
২২৭. পঁচা ডিম পানিতে ভাসে কেন?
i. পঁচা ডিমের ঘনত্ব বেশি
ii. পঁচা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
iii. পঁচা ডিম খাওয়ার অযোগ্য বলে
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৮. নির্দিষ্ট জায়গায় তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিসের উপর নির্ভর করে?
ক) তরলের ঘনত্বের
খ) বিন্দুর গভীরতার
গ) ভূমির ক্ষেত্রফলের
ঘ) তরলের ঘনত্ব ও বিন্দুর গভীরতার
২২৯. বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয়ের পরীক্ষা করেন কে?
ক) আর্কিমিডিস
খ) গ্যালিলিও
গ) নিউটন
ঘ) টরিসেলি
২৩০. বেশি উচ্চতায় বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে মানুষের রক্তচাপ বেশি হলে কী ঘটতে পারে?
ক) চোখ দিয়ে পানি পড়তে পারে
খ) মাথা ব্যাথা করতে পারে
গ) নাক দিয়ে রক্ত পড়তে পারে
ঘ) কিছুই হবে না
২৩১. মানুষ বেশি উচ্চতরে উঠলে-
i. শ্বাস প্রশ্বাসে আরাম হয়
ii. শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়
iii. নাক দিয়ে রক্ত পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩২. কোনো বস্তুর নিম্নমুখী বল কম এবং উর্ধ্বমুখী বল বেশি হয় তাহলে কোনটি ঘটবে?
ক) বস্তুটি ভেসে উঠবে
খ) বস্তুটি সম্পূর্ণ ডুবে যাবে
গ) বস্তুটিকে তরলে ওজন হীন মনে হবে
ঘ) বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
২৩৩. আণবিক গতিতত্ত্ব অনুসারে-
i. গ্যাসের ক্ষেত্রে অণুগুলো বেশ দূরে দূরে থাকে
ii. কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো খুব কাছাকাছি থাকে
iii. গ্যাস ও তরলের ক্ষেত্রে কণাগুলো এলোমেলো ছুটাছুটি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩৪. কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর অণুগুলো পরস্পর থেকে সরে যায়। তার ফলে বস্তুর-
i. দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে
ii. আয়তনের পরিবর্তন ঘটে
iii. আকৃতির পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩৫. সোনার ঘনত্ব কত?
ক) 7800kgm-3
খ) 10500kgm-3
গ) 13600kgm-3
ঘ) 19300kgm-3
২৩৬. স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভুত প্রতিযোগকারী বলকে কি বলে?
ক) বিকৃতি
খ) পীড়ন
গ) স্থিতিস্থাপকতা
ঘ) পৃষ্ঠটান
২৩৭. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. P α F
ii. P α 1/A
iii. P α A
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩৮. কোন সাগরের পানিতে মানুষ ডুবে না?
ক) আরব সাগর
খ) লোহিত সাগর
গ) কাস্পিয়ান সাগর
ঘ) মৃতসাগর
২৩৯. পদার্থের চতুর্থ অবস্থার নাম কী?
ক) গ্যাস
খ) প্লাজমা
গ) কঠিন
ঘ) তরল
২৪০. ঘনত্বের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক?
ক) ঘনত্ব=বস্তুর ওজন/বস্তুর আয়তন
খ) ঘনত্ব=বস্তুর ভর/বস্তুর আয়তন
গ) ঘনত্ব=বস্তুর ভরxবস্তুর আয়তন
ঘ) ঘনত্ব=বস্তুর আয়তন/বস্তুর ভর
২৪১. যখনই বস্তু বিকৃত ও তখনই বস্তুর ভিতরে-
i. একটা বাঁধাদানকারী বলের সৃষ্টি হয়
ii. যার জন্য সেটি পূর্বের অবস্থায় ফিরে আসতে সচেষ্ট হয়
iii. কোনো বাধাদানকারী বলের সৃষ্টি হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪২. একটি 1mm ব্যাসের তারে 98N টানা বল প্রয়োগ করলে পীড়ন কত হবে?
ক) 1.25x1010Nm-2
খ) 1.5x108Nm-2
গ) 1.25x106Nm-2
ঘ) 2.5x104Nm-2
২৪৩. পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুমণ্ডলের চাপ কত?
ক) 104N
খ) 103N
গ) 105N
ঘ) 106N
২৪৪. Nm-2 এককবিশিষ্ট রাশি হলো-
i. চাপ
ii. পীড়ন
iii. স্থিতিস্থাপক গুণাঙ্ক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪৫. বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভৃ-পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের কী বলে?
ক) বাষ্পীয় চাপ
খ) বায়ুমণ্ডলীয় চাপ
গ) শুষ্কতা
ঘ) আর্দ্রতা
২৪৬. কোনো স্থানে বায়ুর চাপ 76cm পারদ স্তম্ভের সমান, পারদে ঘনত্ব 13600kgm-3 হলে ঐ স্থানের বায়ুর চাপ-
i. 1.01x105Pa
ii. 1.01x105N
iii. 1.01x105Nm-2
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪৭. কোনটি পদার্থের সাধারণ ধর্ম?
ক) সান্দ্রতা
খ) ঘনত্ব
গ) কৈশিকতা
ঘ) স্থিতিস্থাপকতা
২৪৮. জাহাজ সাগর থেকে নদীতে প্রবেশ করলে কোনটি ঘটবে?
ক) এর পানিতে নিমজ্জিত অংশ বৃদ্ধি পাবে
খ) এর তলদেশ মাটিতে লেগে যাবে
গ) এর পানিতে নিমজ্জিত অংশ হ্রাস পাবে
ঘ) এটি পানিতে সম্পূর্ণরূপে ডুবে যাবে
২৪৯. কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো কীরূপ থাকে?
ক) কণাগুলোর আন্তঃআণবিক শক্তি বেশি থাকে
খ) কণাগুলো এলোমেলো ছুটাছুটি করে
গ) কণাগুলোর আন্তঃআণবিক দূরত্ব বেশি থাকে
ঘ) কণাগুলোর পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়
২৫০. হুকের স্থিতিস্থাপকতার সূত্র থেকে পাওয়া যায়-
i. পীড়ন α বিকৃতি
ii. পীড়ন=ধ্রুবকxবিকৃতি
iii. পীড়ন/বিকৃতি=ধ্রুবক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫১. বেলুন উড়াতে হাইড্রোজেন গ্যাস কেন ব্যবহার করা হয়?
ক) উৎপাদন করা সহজ বলে
খ) বায়ু অপেক্ষা ভারী বলে
গ) বেলুনে ভরা যায় বলে
ঘ) বায়ু অপেক্ষা হালকা বলে
২৫২. নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক) বায়ু
খ) মধু
গ) পানি
ঘ) কর্ক
২৫৩. একক দৈর্ঘ্যের বা একক আয়তনের পরিবর্তনকে কি বলে?
ক) বিকৃতি
খ) পীড়ন
গ) স্থিতিস্থাপকতা
ঘ) ঘনত্ব
২৫৪. নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন?
ক) উর্ধ্বমুখী বলের জন্য
খ) নিম্নমুখী বলের জন্য
গ) পৃষ্ঠটানের জন্য
ঘ) পৃষ্ঠশক্তি
২৫৫. ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা-
i. ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে
ii. ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝাতে হবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প অপসারিত হচ্ছে
iii. খুব কমে যায় বুঝতে হবে চারিদিকে বায়ুমণ্ডলের চাপ সহসা বেড়ে গেছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৬. নিচের বিবৃতিগুলো লক্ষ্য কর:
i. পীড়নের মাত্রা ML-1T-2
ii. পীড়নের একক Nm-2
iii. বিকৃতির মাত্রা ও একক নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৭. আর্কিমিডিসের নীতি অনুসারে-
i. বস্তুকে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে ডুবানো যায়
ii. তরল বা বায়বীয় পদার্থে বস্তুকে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তু কিছু ওজন হারায়
iii. বস্তুটির হারানো ওজন অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৮. প্যাসকেলের সূত্র প্রযোজ্য-
i. কঠিন পদার্থের ক্ষেত্রে
ii. তরল পদার্থের ক্ষেত্রে
iii. বায়বীয় পদার্থের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৯. গ্লিসারিনের ঘনত্ব 1260kgm-3 হলে 2m3 গ্লিসারিনের ভর কত?
ক) 2500kg
খ) 2520kg
গ) 3000kg
ঘ) 3250kg
২৬০. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমা কিসের পূর্বাভাস?
ক) স্বাভাবিক আবহাওয়া
খ) বৃষ্টিপাত
গ) ঝড়
ঘ) জলোচ্ছ্বাস
২৬১. নিক্তি দিয়ে কী পরিমাপ করা হয়?
ক) আয়তন
খ) ভর
গ) ক্ষেত্রফল
ঘ) ঘনত্ব
২৬২. একটি রবারের ফিতা টানলে-
i. এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে
ii. এতে পীড়নের উদ্ভব হবে
iii. বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬৩. তরলের অভ্যন্তরে চাপ বাড়ে যখন-
i. গভীরতা বাড়ে
ii. আয়তন বাড়ে
iii. ঘনত্ব বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬৪. কোন বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়?
i. ওজন
ii. চাপ
iii. ঘনত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬৫. তরল বা গ্যাসে নিমজ্জিত বস্তুর প্লবতা নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাসের সমান-এ তত্ত্বটি কে দিয়েছিলেন?
ক) প্যাসকেল
খ) নিউটন
গ) আর্কিমিডিস
ঘ) ডাল্টন
২৬৬. বায়ুচাপ 1.1x105Nm-2 হলে 20m দৈর্ঘ্য ও 1 m প্রস্থবিশিষ্ট টেবিলের উপরিতলে বায়ুমণ্ডল কত বল প্রয়োগ করে?
ক) 2.2x105N
খ) 5.5x104N
গ) 2.2x104N
ঘ) 1.1x103N
২৬৭. কোন বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে-
i. বস্তুটি তরলে একেবারে ডুবে যেতে পারে
ii. বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে
iii. বস্তুটিকে তরলে ওজনহীন মনে হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬৮. জুতা পায়ে একজন লোকের ভর 50 kg। জুতার তলার ক্ষেত্রফল 2.00 cm2 হলে চাপ কত হবে?
ক) 2.45x106Pa
খ) 2.45x104Pa
গ) 2.45x10-4Pa
ঘ) 2.45x10-6Pa
২৬৯. সমান আয়তনের এক টুকরা কর্ক আর এক টুকরা লোহা পানিতে ছেড়ে দিলে দেখা যাবে-
i. কর্কের টুকরা পানিতে ভেসে আছে
ii. লোহার টুকরা পানিতে ডুবে আছে
iii. লোহার টুকরা পানিতে ভেসে আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭০. তরল বা গ্যাসে নিমজ্জিত বস্তুর প্লবতা সম্পর্কে ধারণা দেন কে?
ক) আর্কিমিডিস
খ) প্যাসকেল
গ) গ্যালিলিও
ঘ) আইনস্টাইন
২৭১. আর্কিমিডিস কত শতাব্দীতে জন্মগ্রহণ করেন?
ক) তৃতীয় খ্রিস্টাব্দ
খ) খিস্টপূর্ব তৃতীয়
গ) দ্বিতীয় খ্রিস্টব্দ
ঘ) খিস্টপূর্ব দ্বিতীয়
২৭২. বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে নিচের কোন অবস্থায় সৃষ্টি হতে পারে?
i. বস্তু তরলে একেবারে ডুবে যেতে পারে
ii. বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে
iii. বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৩. আমরা সাধারণত বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না কেন?
ক) রক্তের চাপ ও বায়ুর চাপ সমান
খ) রক্তের চাপ বায়ুর চাপের চেয়ে কম
গ) রক্তে চাপ বায়ুর চাপের চেয়ে বেশি
ঘ) বায়ু কোনো চাপ প্রয়োগ করে না
২৭৪. কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনের একটি নির্দিষ্ট সীমা আছে। এ সীমাকে কী বলে?
ক) দৃঢ়তার সীমা
খ) স্থিতিস্থাপক সীমা
গ) বিকৃতি সীমা
ঘ) নমনীয়তার সীমা
২৭৫. ৬৮. নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক) বিকৃতি=১/পীড়ন
খ) পীড়ন/বিকৃতি=ধ্রুবক
গ) বিকৃতি=ধ্রুবক
ঘ) পীড়নxবিকৃতি=ধ্রুবক
২৭৬. স্প্রিং নিক্তি ব্যবহার করা হয়-
i. স্বর্ণের ভেজাল নিরূপণে
ii. তরলের ঘনত্ব নির্ণয়ে
iii. ওজন পরিমাপে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৭. পদার্থের আণবিক গতিতত্ত্বের অনুসারে-
i. পদার্থের কণাগুলো সর্বদা গতিশীল
ii. কঠিন পদার্থের নিজস্ব আকার আছে
iii. পদার্থের অণুগুলো বিন্দুবৎ বিবেচনা করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৮. সঞ্চয়ী কোষে মাঝে মাঝে পানি দিতে হয় কেন?
ক) তাপমাত্রা কমানোর জন্য
খ) চাপ ঠিক রাখার জন্য
গ) আয়তন ঠিক রাখার জন্য
ঘ) এসিডের ঘনত্ব ঠিক রাখার জন্য
২৭৯. কোনো বস্তুর ভর m এবং আয়তন V হলে বস্তুটির ঘনত্ব কোনটি?
ক) m/v
খ) m/v3
গ) v/m
ঘ) v3/m
২৮০. জর্ডানের মৃতসাগরের ক্ষেত্রে-
i. পানির ঘনত্ব বেশি
ii. পানির ঘনত্ব কম
iii. পানিতে মানুষ ডুবে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮১. দুটি বস্তুর আয়তন সমান হলেও যার-
i. ঘনত্ব বেশি সেটি ভারী
ii. ঘনত্ব কম সেটি ভারী
iii. ঘনত্ব কম সেটি হালকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮২. কর্ক-এর ঘনত্ব কত (kmg-3)
ক) 129
খ) 250
গ) 350
ঘ) 450
২৮৩. স্থিতিস্থাপক সীমার মধ্যে-
i. পীড়ন বিকৃতির সমানুপাতিক
ii. পীড়ন ও বিকৃতির অনুপাত ধ্রুব
iii. পীড়ন বিকৃতির ব্যস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮৪. লোহার ঘনত্ব কত?
ক) 7000kgm-3
খ) 7600kgm-3
গ) 7800kgm-3
ঘ) 7900kgm-3
২৮৫. ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতার পরিবর্তন কী নির্দেশ করে?
ক) তাপমাত্রার পরিবর্তন
খ) বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন
গ) তাপের পরিবর্তন
ঘ) বায়ুর পরিবর্তন
২৮৬. কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলে?
ক) প্রবাহী
খ) প্রবাহীর চাপ
গ) প্লবতা
ঘ) প্রবাহীর ঘনত্ব
২৮৭. ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে-
i. আবহাওয়া শুষ্ক থাকবে
ii. আবহাওয়া পরিষ্কার থাকবে
iii. জলীয় বাষ্প হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮৮. রূপার ঘনত্ব কত?
ক) 7,800kgm-3
খ) 1,000kgm-3
গ) 19,300 kgm-3
ঘ) 10,500kgm-3
২৮৯. কোনটি ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাপ করা যায়?
ক) তরল স্তম্ভের উচ্চতা
খ) তরলের আয়তন
গ) তরলের আকৃতি
ঘ) তরলের ক্ষেত্রফল
২৯০. বাংলাদেশে নৌপথে দুর্ঘনার কারণ-
i. অতিরিক্ত যাত্রী বোঝাই
ii. নৌযানের আকার ও আকৃতির ত্রুটি
iii. আবহাওয়ার সতর্কতা অনুসরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯১. নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক) চাপ=বল/ক্ষেত্রফল
খ) চাপ=ক্ষেত্রফল/বল
গ) চাপ=বলxক্ষেত্রফল
ঘ) বল=চাপ/ক্ষেত্রফল
২৯২. এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমন্ডলীয় চাপ ভূ-পৃষ্ঠের চাপের কত ভাগ?
ক) ৩০%
খ) ৩৫%
গ) ৩৭%
ঘ) ৪০%
২৯৩. প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির প্রয়োগ রয়েছে-
i. হাইড্রোলিক মেশিনে
ii. মাটি খনন কাজে ব্যবহৃত মেশিনে
iii. সমুদ্রে শত্রুর ডুবোজাহাজের অবস্থান নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯৪. ML-1T-2 কোন রাশির মাত্রা সমীকরণ?
ক) পীড়ন
খ) বিকৃতি
গ) আয়তন বিকৃতি
ঘ) বিভব শক্তি
২৯৫. চাপের মাত্রা কোনটি?
ক) ML-3
খ) ML-3T
গ) ML-1T-2
ঘ) L3M-1T-2
২৯৬. মৃত সাগরে সাধারণত-
i. লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকে বেশি পরিমাণে
ii. পানির ঘনত্ব খুব বেশি
iii. মানুষ ডুবে যায় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯৭. P=F/A সমীকরণে F এর মান বেশি হলে P এর মান কেমন হবে-
ক) P বেশি হবে
খ) P কমে যাবে
গ) P এর মান স্থির থাকবে
ঘ) সর্বনিম্ন হবে
২৯৮. ব্যারোমিটার পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে?
ক) জলীয় বাষ্প দ্রুত হ্রাস পাচ্ছে
খ) জলীয় বাষ্প আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে
গ) জলীয় বাষ্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে
ঘ) জলীয় বাষ্প ধীরে ধীরে হ্রাস পাচ্ছে
২৯৯. কোনো কঠিন বস্তুকে পানিতে ডুবালে-
i. বস্তুটিকে হালকা মনে হবে
ii. হালকা হওয়ার কারণ ডুবন্ত বস্তুর উপর প্লবতা কাজ করবে
iii. বস্তুটিকে ভারী মনে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০০. কত কেলভিন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক) 4
খ) 100
গ) 277
ঘ) 0
৩০১. বায়ুমণ্ডলের সাধারণ চাপ কত?
ক) 76cmHg
খ) 75cmHg
গ) 73cmHg
ঘ) 72cmHg
৩০২. তড়িৎ পরিবাহী হিসাবে কাজ করে কোনটি?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাস
ঘ) প্লাজমা
৩০৩. শিল্পকারখানায় কোনটি ব্যবহার করে ধাতব পদার্থ কাটা হয়?
ক) তেজস্ক্রিয়তা
খ) অতিবেগুনি রশ্মি
গ) প্লাজমা টর্চ
ঘ) হাইড্রোজেন গ্যাস
৩০৪. পদার্থের অণুগুলোর মাঝে যে ফাঁকা স্থান বিরাজ করে তাকে কী বলে?
ক) আণবিক স্থান
খ) আন্তঃআণবিক স্থান
গ) পারমাণবিক স্থান
ঘ) আন্তঃপারমাণবিক স্থান
৩০৫. তরলে ভিতরে কোন বিন্দুতে চাপ নির্ভর করে? i. ক্ষেত্রফলের ওপর ii. ঘনত্বের উপর iii. তরলের গভীরতার নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৬. নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়ারত উর্ধ্বমুখী বল-
i. বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে
ii. বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান
iii. প্রবাহীর ঘনত্বের উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৭. কোনো বস্তুর ঘনত্ব নির্ভর করে-
i. এর উপাদানের উপর
ii. এর তাপমাত্রার উপর
iii. এর উপাদান ও প্রস্থচ্ছেদের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৮. কর্কের ঘনত্ব কত?
ক) 1.29kgm-3
খ) 1260kgm-3
গ) 250kgm-3
ঘ) 920kgm-3
৩০৯. ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেলে বুঝতে হবে-
i. জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে
ii. ঝড়ের সম্ভাবনা আছে
iii. বৃষ্টি পাতের সম্ভাবনা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
আবিরের ভর 50kg। সিনেমায় শূন্যে ভাসার দৃশ্য দেখে সে অনুপ্রাণিত হয়ে শূন্যে ভাসতে গিয়ে পড়ে গেল। কিন্তু পুকুরে গোসল করার সময় সে সহজেই পানিতে ভাসতে পারল।
উপরের তথ্যের আলোকে নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
৩১০. পড়ে যাওয়ায় আবিরের উপর ভূমির প্রতিক্রিয়া বল কত?
ক) 41N
খ) 490N
গ) 52N
ঘ) 57N
৩১১. বায়ুতে আবির ভাসতে না পারলেও পানিতে ভাসতে পারল: কারণ-
i. পানির ঘনত্ব, বায়ুর ঘনত্বের চেয়ে বেশি
ii. বায়ুর উর্ধ্বমুখী বল পানির উর্ধ্বমুখী বলের তুলনায় কম
iii. অপসারিত বায়ুর ওজন, অপসারিত পানির ওজনের চেয়ে কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment