অধ্যায় - ১২ আমাদের জীবনে রসায়ন
১. শিল্প গ্রেডের CaC2-এ কোন বিষাক্ত মৌলদ্বয় বিদ্যমান?
ক) N ও P
খ) S ও N
গ) As ও P
ঘ) As ও N
২. বায়োডিগ্রেডেবল যৌগসমূহ – কর্তৃক বিয়োজিত হয়?
ক) H2SO4 এসিড
খ) অণুজীব
গ) অ্যালকোহল
ঘ) পানি
৩. গ্রিক ও রোমানরা কত বছর পূর্বে সাবান ব্যবহার করত?
ক) 100 বছর
খ) 2500 বছর
গ) 1500 বছর
ঘ) 3000 বছর
৪. ফল পাকানোর গুদাম ঘরে কী পরিমাণ ইথিলিন গ্যাস থাকা প্রয়োজন?
ক) 1%
খ) 2%
গ) 0.01%
ঘ) 0.1%
৫. RX(1)+KOH(aIc)→A+KX+H2O; A থেকে সরাসরি উৎপাদন সম্ভব –i. অ্যালকিনii. অ্যালকোহলiii. ফ্যাটি এসিডনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬. কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড?
ক) C15H31COOH
খ) C17H35COOH
গ) C17H33COOH
ঘ) C15H35COOH
৭. ব্লিচিং পাউডার –i. আমাদের দেশের সবচেয়ে পরিচিত ব্লিচii. এটি কাপড়ের দাগ উঠানোর জন্য ব্যবহার করা হয়iii. এর সংকেত Ca(OH)2নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮. ডিটারজেন্ট অণুর গঠন সাবানের অণুর –
ক) থেকে ভিন্ন
খ) একই
গ) একে অপরের সমাণু
ঘ) অভিন্ন
৯. ফুড প্রিজারভেটিভস্ সোডিয়াম বেনজোয়েট এর গ্রহণযোগ্য মাত্রা কত?
ক) 0.001%
খ) 0.01%
গ) 0.1%
ঘ) 0.02%
১০. রং বা পেইন্ট শিল্পে ফিলার হিসেবে ব্যবহার করা হয় নিচের কোনটি?
ক) NaHCO3
খ) Ca(OCl)Cl
গ) NH3
ঘ) CaCO3
১১. কোনটি অলিভ তেলের উপাদান?
ক) গ্লিসারিল
খ) গ্লিসারিল প্যামিটেট
গ) গ্লিসারিল অলিয়েট
ঘ) গ্লিসারিল স্টিয়ারেট
১২. ভালো ফলন হয় না কোন মাটিতে?
ক) এসিডীয় মাটি
খ) দোআঁশ মাটি
গ) পলিমাটি
ঘ) ক্ষারীয় মাটি
১৩. নিচের কোনগুলো প্রিজারভেটিভস –i. সোডিয়াম বেনজোয়েটii. ফরমালিনiii. বেনজয়িক এসিডনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪. বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত?
ক) 20%
খ) 40%
গ) 60%
ঘ) 80%
১৫. চুনাপাথর, অ্যামোনিয়া গ্যাস ও খাবার লবণ ব্যবহার করে কী প্রস্তুত করা হয়?
ক) ভিনেগার
খ) সোডা অ্যাস
গ) টয়লেট ক্লিনার
ঘ) বেকিং পাওডার
১৬. কোনটি ডিটারজেন্টের বৈশিষ্ট্য?
ক) পানিতে কম দ্রবণীয়
খ) খর পানিতে অদ্রবণীয় গাঁদ সৃষ্টি করে
গ) অম্লীয় ও ক্ষারীয় মাধ্যমে ব্যবহার করা যায়
ঘ) শুধু কঠিন আকারে পাওয়া যায়
১৭. নিচের তথ্যগুলো লক্ষ কর –i. লবণ ছাড়া খাদ্যসামগ্রী কল্পনা করা যায় নাii. মাছ-মাংস ও সুস্বাদু করার জন্য সিরকা ব্যবহার করা হয়iii. কেক বা পিঠা ফোলানোর জন্য বেকিং পাউডার ব্যবহার হয়v নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮. সাবান উৎপাদনের সময় উপজাত হিসেবে কী পাওয়া যায়?
ক) গ্লিসারিন
খ) মিথানল
গ) অ্যালকোহল
ঘ) এস্টার
১৯. পাকস্থলিতে কোন এসিড উৎপন্ন হয়?
ক) HNO3
খ) H2SO4
গ) HClO4
ঘ) HCl
২০. সোডিয়াম লরাইল সালফোনেটরের অপর নাম কী?
ক) ডিটারজেন্ট
খ) বেকিং পাউডার
গ) গ্লাস ক্লিনার
ঘ) সাবান
২১. HCl ও NaHCO3 এর বিক্রিয়ায় –i. খাদ্য লবণii. সার্বজনীন দ্রাবকiii. 44g গ্যাসীয় উৎপাদনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২. পরীক্ষাগারে NH3 প্রস্তুতিতে ব্যবহৃত হয় –i. নিশাদলii. কুইক লাইমiii. Ca(OH)2নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩. NH3 গ্যাসের শিল্পোৎপাদনে প্রয়োজন হয় –i. সর্বাধিক হালকা গ্যাসii. বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদানiii. প্রাকৃতিক গ্যাসনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪. নিচের কোনটি স্টিয়ারিক অ্যাসিডের সংকেত?
ক) C15H33COOH
খ) C15H35COOH
গ) C17H35COOH
ঘ) C17H31COOH
২৫. ভিনেগার এর অপর নাম কী?
ক) বেকিং পাউডার
খ) ফরমালিন
গ) সিরকা
ঘ) সোডা অ্যাস
২৬. নিচের কোনটি প্রিজারভেটিভস?
ক) সোডিয়াম বেনজোয়েট
খ) বেনজয়িক এসিড
গ) পটাসিয়াম সরবেট
ঘ) হাইড্রোক্লোরিক এসিড
২৭. কাফকোর বার্ষিক উৎপাদন কত?
ক) 58 লক্ষ মেট্রিক টন
খ) 68 লক্ষ মেট্রিক টন
গ) 78 লক্ষ মেট্রিক টন
ঘ) 88 লক্ষ মেট্রিক টন
২৮. প্রথম বিশ্বযুদ্ধের পর কিসের অভাবের ফলে পেট্রোলিয়াম উপজাত থেকে ডিটারজেন্ট থেকে ডিটারজেন্ট উদ্ভাবন করা হয়?
ক) তেল ও চর্বি
খ) সাবান
গ) গোলাবারুদ
ঘ) ইনডাস্ট্রি
২৯. কোন অণুঘটকের দ্বারা তেলকে চর্বিতে পরিণত করা যায়?
ক) Ni
খ) Fe
গ) Al
ঘ) Pd
৩০. IUPAC কোন সালকে রসায়নের বছর হিসেবে পালন করে?
ক) 2004
খ) 2009
গ) 2010
ঘ) 2011
৩১. CH3CH2OH এবং CH3COOH যৌগগুলো –i. সমগোত্রীয়ii. পরস্পরের সাথে ক্রিয়ায় এস্টার তৈরি করেiii. জারণ ক্রিয়ার মাধ্যমে পারস্পরিক রূপান্তর করতে পারেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩২. কোমল পানীয়তে যে উপাদানটি থাকে তা –i. শক্তিশালী অম্ল গঠন করেii. উচ্চ তাপধারণ ক্ষমতা সম্পন্নiii. সাপ তাড়াতে ব্যবহৃত হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৩. ঈস্ট দ্বারা রুটি ফোলানোর সময় ওভেনে বেকিং করা হয় কেন?
ক) CO2 বের করার জন্য
খ) ঈস্ট মেরে ফেলার জন্য
গ) CO2 উৎপন্নের জন্য
ঘ) কোনটি নয়
৩৪. বাংলাদেশের ট্যানারির বর্জ্যে –i. মানুষের স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়ii. বিভিন্ন ক্ষতিকর হালকা ধাতুর আয়ন থাকেiii. বিদ্যমান ধাতু অপসারণ না করলে খাদ্য শৃঙ্খলে সহজে প্রবেশ করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৫. বেকিং পাউডারের মূল উপাদান কোনটি?
ক) খাবার লবণ
খ) চুনাপাথর
গ) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট
ঘ) সোডিয়াম কার্বনেট
৩৬. ঈষ্ট মিশ্রিত পাউরুটিকে ফোলাতে সাহায্য করে কোনটি?
ক) C6H12O6
খ) O2
গ) CO2
ঘ) NaHCO3
৩৭. ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ –i. ব্যাকটেরিয়াকে ধ্বংস করেii. ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারেiii. প্রোটিনকে ভেঙে ফেলেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৮. গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি?
ক) CO2
খ) NH3
গ) SO2
ঘ) NO2
৩৯. নন বায়োডিগ্রেডেবল পদার্থের ধর্ম কী?
ক) ডিটারজেন্ট থেকে উৎপন্ন হয়
খ) ওজোন স্তরের জন্য ক্ষতিকারক
গ) গ্রীন হাউজ প্রতিক্রিয়া তৈরি করে
ঘ) সহজে পরিবেশে আত্তীকরণ হয় না
৪০. HClO যৌগে Cl এর জারণ সংখ্যা কত?
ক) +7
খ) +5
গ) +3
ঘ) +1
৪১. কোন গ্যাসের কারণে গাছের ফল পাকে?
ক) কার্বন ডাইঅক্সাইড গ্যাস
খ) ইথিলিন গ্যাস
গ) মিথেন গ্যাস
ঘ) ক্যালসিয়াম কার্বাইড
৪২. X+H+→Ca2++CO2+H2O; বিক্রিয়াটির X পদার্থটি –i. খাবার সোডা উৎপাদনে ব্যবহৃত হয়ii. সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামালiii. মাটির pH বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৩. বেনজয়িক এসিড পাওয়া যায় –i. আলুবোখারাii. দারুচিনিiii. পাকা জলপাইনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৪. ব্লিচিং পাউডার বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে?
ক) হাইপোক্লোরাস এসিড
খ) হাইপোক্লোরিক এসিড
গ) পারক্লোরাস এসিড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড
৪৫. ABS তৈরিতে কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়?
ক) অ্যালকাইলেশ
খ) নাইট্রেশন
গ) সালফোনেশন
ঘ) ক্লোরিনেশন
৪৬. কত বছর পূর্বে সর্ব প্রথম রসায়ন ব্যবহার শুরু হয়েছিল?
ক) 1000
খ) 1500
গ) 2000
ঘ) 2500
৪৭. দুগ্ধবতী গাভীর ক্যালসিয়াম ঘাটতি পূরণের জন্য খাদ্যের সাথে কী খাওয়ানো হয়?
ক) NaHCO3
খ) CaCO3
গ) CaO
ঘ) Ca(OH)2
৪৮. কোন বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয় না?
ক) কার্বক্সিলিক এসিড + অ্যালকোহল
খ) গ্রিগনার্ড বিকারক ও অ্যালকোহল
গ) এসিড হ্যালাইড + অ্যালকোহল
ঘ) অ্যালকাইল হ্যালাইড + কার্বক্সিলিক এসিডের লবণ
৪৯. সোডিয়াম ক্লোরাইডের প্রধান উৎস কী?
ক) সমুদ্রের পানি
খ) নদীর পানি
গ) ঝরনার পানি
ঘ) সবগুলো
৫০. ভিনেগার –i. ইথানয়িক এসিডের জলীয় দ্রবণii. এতে ইথানয়িক এসিডের পরিমাণ 6-10%iii. এর pH > 7নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫১. প্রোটিনের যথার্থ কার্যক্রম সম্পাদনে বিঘ্ন সৃষ্টি করে কোনটি?
ক) Ca
খ) Mg
গ) Hg
ঘ) Na
৫২. বেকারির পাউরুটি ফোলানোর জন্য কিসের ঈস্ট মেশানো হয়?
ক) লবণের
খ) পানির
গ) চিনির
ঘ) দুধের
৫৩. তেল ও চর্বিকে আর্দ্রবিশ্লেষণ ও হাইড্রোজিনেশন করলে কি উৎপন্ন হয়?
ক) কিটোন
খ) এসিড
গ) ইথার
ঘ) অ্যালকোহল
৫৪. পাউরুটি তৈরিতে ময়দা ফোলার কারণ কোনটি?
ক) স্ববাত শ্বসন
খ) অবাত শ্বসন
গ) সালোকসংশ্লেষণ
ঘ) বেকিং পাউডার
৫৫. হেবার প্রণালীতে সর্বোচ্চ অ্যামোনিয়া উৎপাদনে –i. হাইড্রোজেন ও নাইট্রোজেনের অনুপাত 1:3ii. 200-250 atm চাপের প্রয়োজনiii. 450C – 5500C তাপমাত্রায় উত্তপ্ত করা প্রয়োজননিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৬. আমাদের দেশে কোথায় চুনাপাথর পাওয়া যায়?
ক) হবিগঞ্জ
খ) সুনামগঞ্জ
গ) মৌলভীবাজার
ঘ) সিলেট
৫৭. তড়িৎ বিশ্লেষ্য কোষে ক্যাথোডে তড়িৎদ্বার হিসেবেi. Hg ব্যবহৃত হলে অ্যানোডে Cl2 উৎপন্ন হয়ii. Pt ব্যবহৃত হলে Na জমা হয়iii. কার্বন ব্যবহার করা যায়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৮. গ্লিসারিন স্টিয়ারেট –i. চর্বির উপাদানii. পাম তেলে থাকেiii. সম্পৃক্ত ফ্যাটি এসিডনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৯. তৈল ও চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণকে কী বলে?
ক) ডায়াজোকরণ
খ) ফারমেন্টেশন
গ) সাবানায়ন
ঘ) আর্দ্র বিশ্লেষণ
৬০. পামিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কোনটি?
ক) C15H31COOH
খ) C17H35COOH
গ) C17H33COOH
ঘ) CH3COOH
৬১. দীর্ঘ শিকলযুক্ত অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সোডিয়াম লবণ কী নামে পরিচিত?
ক) সাবান
খ) ডিটারজেন্ট
গ) তেল
ঘ) চর্বি
৬২. হাইপোক্লোরাস এসিডের সংকেত কোনটি?
ক) HClO
খ) HCl
গ) HClO2
ঘ) HCl2O
৬৩. অ্যামোনিয়াম ফসফেট –i. সাদা অদানাদার পদার্থii. মাটির pH কমায়iii. উদ্ভিদকে নাইট্রোজেন সরবরাহ করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৪. নিচের উক্তিগুলো পড় –i. ঈস্ট, মোল্ডস্ প্রতিরোধে বেনজয়িক এসিড কার্যকরীii. ফরমালডিহাইড পেট ব্যথা, বমি ও কিডনির সমস্যা সৃষ্টি করেiii. ভারী ধাতুর আয়ন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৫. সোডিয়াম ক্লোরাইডের বৈশিষ্ট্য হচ্ছে –i. শরীরের ইলেক্ট্রোলাইটের চাহিদা পূরণ করেii. বস্ত্রা ও রঞ্জন শিল্পে রং পাকা করার জন্যiii. পিঠা ফোলানোর জন্যনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৬. ইউরিয়া উৎপাদনে –i. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়ii. প্রাকৃতিক গ্যাস দহনের প্রয়োজন হয়iii. অধিক N2 প্রয়োজন হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৭. CH3(CH2)10CH2-O.SO-3Na+ যৌগটি –i. ক্যাটায়নিক ডিটারজেন্টii. অ্যানায়নিক ডিটারজেন্টiii. অম্লীয় ও ক্ষারীয় মাধ্যমে ব্যবহৃত হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৮. পরিবেশের জন্য –i. বায়োডিগ্রেডেবল পদার্থ প্রয়োজনii. নন বায়োডিগ্রেডেবল পদার্থ প্রয়োজনiii. অতিরিক্ত সাবান ও ডিটারজেন্ট ব্যবহার বন্ধ করা উচিতনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৯. সাবান তৈরির প্রক্রিয়াকে বলে –
ক) বাষ্পীকরণ
খ) সাবানীকরণ
গ) সাবানায়ন
ঘ) পাতন
৭০. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কি থেকে ডিটারজেন্ট উৎপন্নের প্রয়াস নেওয়া হয়?
ক) ক্যালসিয়াম লবণ
খ) ম্যাগনেসিয়াম লবণ
গ) পেট্রোলিয়াম
ঘ) সোডিয়াম লবণ
৭১. আগের দিনের গ্রামের লোকেরা কি দিয়ে মল্ট ভিনেগার তৈরি করে?
ক) খেজুরের রস
খ) তালের রস
গ) ফরমালিন
ঘ) কার্বাইড
৭২. আয়ারল্যান্ডের লোকেরা প্রাচীনকালে কিভাবে সাবান তৈরি করত?
ক) পশুর চর্বি থেকে
খ) সরিষার খইল থেকে
গ) বড়ই গাছের ছাই থেকে
ঘ) লাই জাতীয় দ্রব্য থেকে
৭৩. মধ্যযুগে কোন দেশের লোকেরা লাই থেকে সাবান তৈরি করত?
ক) ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স ও জার্মানি
গ) গ্রিক ও রোমান
ঘ) ইংল্যান্ড ও আয়ারল্যান্ড
৭৪. কার্বনিক এসিড –i. পরিপাকে সহায়তা করেii. এটি একটি তীব্র এসিডiii. পানিতে এর খুব কম সংখ্যক অণু বিয়োজিত হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৫. নিচের কোনটি সাবানের সংকেত?
ক) C17H35COOH
খ) C17H31COOH
গ) C17H33COOH
ঘ) C17H35COONa
৭৬. সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে তাপ দিলে –i. কাপড় কাচার সোডা পাওয়া যায়ii. 1 আণবিক ভর বিশিষ্ট যৌগ পাওয়া যায়iii. 1 মোল পানি উৎপন্ন হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৭. পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় –i. ব্লিচিং পাউডারii. সাবানiii. ডিটারজেন্টনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৮. অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে ব্যবহৃত হাইড্রোজেন ও নাইট্রোজেনের অনুপাত কত?
ক) 1:2
খ) 1:3
গ) 2:1
ঘ) 3:1
৭৯. আমাদের শরীরের ইলেক্ট্রোলাইটের চাহিদা পূরণ করে –
ক) CaCl2
খ) MgCl2
গ) KCl
ঘ) NaCl
৮০. সোনটি সাবানের রাসায়নিক নাম?
ক) সোডিয়াম সালফোনেট
খ) সোডিয়াম অলিয়েট
গ) অ্যালকাইল বেনজিন
ঘ) সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেট
৮১. সাবানের কোন প্রাপ্ত তৈলাক্ত পদার্থ পরিষ্কার করে?
ক) পোলার প্রান্ত
খ) কার্বক্সিলেট প্রান্ত
গ) লবণ প্রান্ত
ঘ) হাইড্রোকার্বন প্রান্ত
৮২. শেভিং ক্রীম প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?
ক) গ্লিসারিন
খ) সোডিয়াম সাবান
গ) পটাসিয়াম সাবান
ঘ) সোডিয়াম অলিয়েট
৮৩. নিচের বিবৃতিগুলো পর্যবেক্ষণ কর –i. লাই একটি ক্ষারীয় তরলii. সাবান তৈরির প্রধান কাঁচামাল হলো চর্বি ও ক্ষারiii. কস্টিক সোডা একটি তীব্র ক্ষারনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৪. জীববিজ্ঞানের ল্যাবরেটরি নমুনা, প্যাথলজিক্যাল টিস্যু সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়?
ক) CH3CHO
খ) HCHO
গ) CH3COOH
ঘ) CH3CH2CH2OH
৮৫. সোডিয়াম বেনজোয়েট কোনটিতে পাওয়া যায়?
ক) পেয়ারা
খ) লেবু
গ) তেঁতুল
ঘ) আপেল
৮৬. অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটকে তাপ দিলে –i. 17 আণবিক ভর বিশিষ্ট গ্যাস পাওয়া যায়ii. অগ্নি নির্বাপক গ্যাস উৎপন্ন হয়iii. সার্বজনীন দ্রাবক পাওয়া যায়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৭. ২০১০ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের FDCA ফল পাকাতে কোনটির ব্যবহার নিষিদ্ধ করেছে?
ক) ক্যালসিয়াম কার্বাইড
খ) ক্যালসিয়াম সালফাইড
গ) ইথোফেন
ঘ) অ্যাসিটিলিন
৮৮. কোমল পানীয় কোন অবস্থায় পান করা উচিত?
ক) ঠান্ডা
খ) গরম
গ) হালকা গরম
ঘ) কোনটিই নয়
৮৯. সাবানায়ন বিক্রিয়ায় –i. বিক্রিয়ক হিসেবে তেল বা চর্বি থাকেii. সোডিয়াম কার্বক্সিলেট উৎপন্ন হয়iii. গ্লিসারল পাওয়া যায়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯০. ভিনেগারে ইথানয়িক এসিডের পরিমাণ কত?
ক) 3.5-4.0%
খ) 5-6%
গ) 5.5-6%
ঘ) 6-10%
৯১. নিচের বাক্যগুলো পড় –i. বাতাসের পাঁচ ভাগের চার ভাগই হাইড্রোজেনii. বাতাসকে শীতল করে N2 তরল পৃথক করা হয়iii. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান CH4নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯২. কোন দেশ সর্বপ্রথম ডিটারজেন্ট উদ্ভাবন করে?
ক) ইংল্যান্ড
খ) ফ্রান্স
গ) রাশিয়া
ঘ) জার্মান
৯৩. জায়মান অক্সিজেন –i. হাইপোক্লোরাস এসিডের বিয়োজনে উৎপন্ন হয়ii. জারণ ক্রিয়ার মাধ্যমে কাপড়ের দাগ দূর করেiii. জীবাণুর প্রোটিনকে বিজারিত করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৪. এস্টারের অ্যামিনো বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয়?
ক) অ্যামাইড ও অ্যালকোহল
খ) অ্যামাইড ও কার্বক্সিলিক এসিড
গ) কার্বক্সিলিক এসিড ও অ্যালকোহল
ঘ) অ্যামিন ও অ্যালকোহল
৯৫. পরিষ্কারক হলো –i. সাবানii. ডিটারজেন্টiii. টয়লেট ক্লিনারনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৬. হাইপোক্লোরাস এসিড তাৎক্ষণিক বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে?
ক) [Cl]
খ) [H]
গ) [O]
ঘ) Cl2
৯৭. কোনটি কস্টিক সোডা?
ক) Na2CO3
খ) NaHCO3
গ) NaOH
ঘ) KOH
৯৮. তড়িৎ বিশ্লেষ্য কোষে ক্যাথোড হিসেবে –i. Hg ব্যবহৃত হলে অ্যানোডে Cl2 উৎপন্ন হয়ii. গ্যাস ব্যবহৃত অ্যানোডে O2 উৎপন্ন হয়iii. Hg ব্যবহৃত হলে ক্যাথোডে Na জমা হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৯. ইউরিয়া সারে উদ্ভিদের পুষ্টি উপাদান নাইট্রোজেন কত ভাগ থাকে?
ক) 36%
খ) 40%
গ) 44%
ঘ) 46%
১০০. তেল ও চর্বির প্রতি গ্রামে কতটুকু খাদ্যশক্তি থাকে?
ক) 29.3 kJ
খ) 29.36 kJ
গ) 29.46 kJ
ঘ) 29.56 kJ
১০১. ওলিক অ্যাসিডের সংকেত কোনটি?
ক) C17H31COOH
খ) C17H35COOH
গ) C17H33COOH
ঘ) C17H35COOH
১০২. কেকের ময়দার সাথে মিশ্রিত পাউডার –i. NaHCO3ii. কেককে ফুলতে সাহায্য করেiii. বদহজম সমস্যার সমাধান দেয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৩. 2NH3+H2SO4→A; A যৌগটি –i. সাদা দানাদার পদার্থii. জলীয় দ্রবণে ক্ষারধর্মীiii. মাটির pH নিয়ন্ত্রণ করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৪. পটাসিয়াম ডাইক্রোমেট একটি –
ক) প্রোপাইন
খ) ইথিন
গ) পরিষ্কারক
ঘ) জারক
১০৫. ফলিত রসায়নের আন্তর্জাতিক সংস্থার নাম কী?
ক) OIC
খ) IUPAC
গ) IUPEC
ঘ) UNDP
১০৬. সাবান শিল্পে কোনটি উপজাত হিসেবে পাওয়া যায়?
ক) সোডিয়াম স্টিয়ারেট
খ) পটাশিয়াস স্টিয়ারেট
গ) গ্লিসারিন
ঘ) ফ্যাটি এসিড
১০৭. Hg+2 আয়ন –i. লিভারের ক্ষতি করেii. প্রোটিনের কার্যক্রম বিঘ্ন ঘটায়iii. ক্যান্সার রোগ সৃষ্টি করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –i. অশোধিত সাবানকে পানিযোগে ছটালে অপদ্রব্য দ্রবীভূত ii. টয়লেট সাবানে জীবাণুনাশক ব্যবহৃত হয়iii. সাবান প্রস্তুতিতে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৯. ব্রাইনকে কোন গ্যাস দ্বারা সম্পৃক্ত করা হয়?
ক) CO2
খ) NO2
গ) NH3
ঘ) SO2
১১০. CO2 গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে কিসে পরিণত হয়?
ক) CH3-CHO
খ) CH3COOH
গ) H2CO3
ঘ) CH3COOH
১১১. ড্রিংকসের বোতল খুললেই কোন গ্যাস বুদবুদ আকারে বের হয়?
ক) N2O
খ) NO2
গ) CO
ঘ) CO2
১১২. মানবশরীরে ভারী ধাতু প্রবেশে –i. স্নায়ুতন্ত্রে সমস্যাii. কিডনি ও লিভারের সমস্যাiii. মানসিক বৃদ্ধি সহায়তা করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১৩. ABS বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক) অ্যালকিন বেনজিন সালফোনেট
খ) অ্যালকাইল বেনজিন সালফোনেট
গ) অ্যারাইল বেনজিন সালফোনেট
ঘ) অ্যালকাইল বেনজিন সালফোনেট
১১৪. চুনাপাথরকে 6000C তাপমাত্রায় উত্তপ্ত করলে চুনের সাথে কী উৎপন্ন হয়?
ক) H2O
খ) CO2
গ) NH3
ঘ) H2
১১৫. এসিডিক মাটিতে কোন জাতীয় উদ্ভিদ জন্মায় না?
ক) আম
খ) মরিচ
গ) তেতুল
ঘ) সীম
১১৬. সাবান অদ্রবণীয় –i. খর পানিতেii. মৃদু পানিতেiii. CaHCO3 দ্রবণেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১৭. বস্ত্র রঞ্জন শিল্পে কোনটি ব্যবহৃত হয়?
ক) CaCO3
খ) CaO
গ) HaHCO3
ঘ) NaCl
১১৮. সাবান ও ডিটারজেন্ট –i. লম্বা কার্বন শিকলযুক্ত অণুii. দ্রবীভূত অবস্থায় ঋণাত্মক ও ধনাত্মক আয়নে বিশ্লিষ্ট হয়iii. উভয় খর পানিতে সমানভাবে কাপড় পরিষ্কার করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১৯. চর্বির বৈশিষ্ট্যযুক্ত কার্যকরী মূলক কোনটি?
ক) একটি পেপটাইড গ্রুপ
খ) একটি এস্টার গ্রুপ
গ) একটি অ্যালকোহলীয় গ্রুপ
ঘ) একটি কিটোনিক গ্রুপ
১২০. ডিটারজেন্ট ও সাবানের –i. কার্যকারিতা ভিন্নii. গাঠনিক সংকেত ভিন্নiii. রাসায়নিক সংকেত একইনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২১. কোমল পানীয়তে অতিরিক্ত পরিমাণে কী দ্রবীভূত থাকে?
ক) লবণ
খ) চিনি
গ) গ্লুকোজ
ঘ) সবগুলো
১২২. ইথাইন থেকে ইথান্যাল উৎপাদনে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়?
ক) 2% H2SO4
খ) 20% HgSO4
গ) 2% HgSO4
ঘ) 12% H2SO4
১২৩. ইউরিয়াকে বিয়োজিত করে কোন এনজাইম?
ক) ইউরাজ
খ) ইউরিয়েজ
গ) জাইমেজ
ঘ) মল্টোজ
১২৪. মার্গারিন –i. একটি চর্বিii. সম্পৃক্ত গ্লিসারাইডiii. সয়াবিন তেল হতে পাওয়া যায়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২৫. গ্লিসারিনে কয়টি –OH গ্রুপ থাকে?
ক) 1টি
খ) 2টি
গ) 3টি
ঘ) 4টি
১২৬. টমেটো সস, আচার প্রভৃতি খাবার প্রক্রিয়াজাতকরণে কোনটি ব্যবহৃত হয়?
ক) বেনজালডিহাইড
খ) বেনজয়িক এসিড
গ) সোডিয়াম বেনজয়েট
ঘ) ক্যালসিয়াম কার্বাইড
১২৭. কোনটি জৈব এসিড?
ক) NH3
খ) H2SO4
গ) CH3COOH
ঘ) H2CO3
১২৮. সাবান অণুর কয়টি প্রান্ত আছে?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
১২৯. সাবানায়ন প্রক্রিয়ায় লবণের গুরুত্ব কী?
ক) সাবান নিজেই এক প্রকার লবণ
খ) সাবানকে জলীয় মাধ্যম হতে পৃথক করা
গ) সাবানের সুগন্ধ ধরে রাখার জন্য
ঘ) সাবান থেকে গ্লিসারিন সরানোর জন্য
১৩০. তড়িৎ বিশ্লেষ্য কোষে ক্যাথোড হিসেবে –i. Pt ব্যবহৃত হলে অ্যানোডে Cl2 উৎপন্ন হয়ii. গ্রাফাইট ব্যবহৃত অ্যানোডে O2 জমা হয়iii. ক্যাথোডে H2 উৎপন্ন হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩১. ভারী ধাতুর আয়ন –i. দূষণাক্রান্ত পানি ও খাদ্য হতে ছাগলের মাংসে জমা হয়ii. কিডনীর ক্ষতিসাধন করেiii. অল্প ঘনমাত্রার দ্রবণ হতে পৃথক করা সম্ভবনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩২. অনুমোদিত ফুড প্রিজারভেটিভস –i. সোডিয়াম বেনজোয়েট ও বেনজয়িক এসিডii. প্যারা মিথোক্সিবেনজোয়িক এসিডiii. পটাসিয়াম সরবেট ও সোডিয়াম সরবেটনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩৩. কোনটি শিল্প বর্জ্যের দ্বারা দূষণের জন্য বদ্ধ জলাশয়ে থাকে?
ক) Ca
খ) Hg
গ) Na
ঘ) Mg
১৩৪. ঈস্ট মোল্ডস কি প্রতিরোধ করে?
ক) ভাইরাস
খ) ছত্রাক
গ) ব্যাকটেরিয়া
ঘ) পরজীবী
১৩৫. কোন দেশে সর্বপ্রথম ডিটারজেন্ট উদ্ভাবনের প্রয়াস নেয়া হয়?
ক) জাপান
খ) জার্মানি
গ) জ্যামাইকা
ঘ) গ্রীস
১৩৬. সোডা অ্যাস কোনটির বাণিজ্যিক নাম?
ক) Na2CO3
খ) NaHCO3
গ) Na2O
ঘ) NaOH
১৩৭. মিথেন গ্যাস থেকে H2 গ্যাস পেতে হলে কত তাপমাত্রার প্রয়োজন?
ক) 6500C
খ) 7000C
গ) 7500C
ঘ) 9000C
১৩৮. CaCO3 কে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে চুন পাওয়া যায়?
ক) 4000C
খ) 5000C
গ) 6000C
ঘ) 7000C
১৩৯. কেক বা পিঠা ফোলানোর জন্য ব্যবহার করা হয় –
ক) ব্লিচিং পাউডার
খ) বেকিং পাউডার
গ) খাবার লবণ
ঘ) ভিনেগার
১৪০. খাদ্য লবণের জলীয় দ্রবণে উৎপন্ন ক্যাটায়নগুলো কী কী?
ক) Na+, K+
খ) K+, H+
গ) Na+, H+
ঘ) Ca2+, H+
১৪১. ব্রাইন কাকে বলে?
ক) NaCl এর অসম্পৃক্ত দ্রবণ
খ) NaCl এর সম্পৃক্ত দ্রবণ
গ) NaCl এর অতিপৃক্ত দ্রবণ
ঘ) NaCl এর ঘন তরল কঠিন দ্রবণ
১৪২. ডিটারজেন্ট প্রধানত কত প্রকার?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
১৪৩. নিচের বাক্যগুলো পড় –i. সোডা অ্যাস পানিতে দ্রবীভূতii. সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র অম্লধর্মীiii. NaHCO3 যৌগ অ্যাস নামে পরিচিতনিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
১৪৪. উৎপন্ন ডিটারজেন্টকে বাজারজাত করার জন্য এর সাথে কি মেশানো হয়?
ক) গ্লিসারিন
খ) বিরঞ্জক পদার্থ
গ) লবণ
ঘ) চিনি
১৪৫. দুধের প্রধান উপাদান কোনটি?
ক) Na
খ) K
গ) Mg
ঘ) Ca
১৪৬. CaC2+H2O→A+Ca(OH)2; বিক্রিয়াটিতে A –i. আম, কলাসহ প্রায় সকল ফল পাকাতে সাহায্য করেii. ইথিলিনের সঙ্গে ধর্মে সাদৃশ্যiii. কোনো ক্ষতিকর প্রভাব নেইনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৭. তেল ও চর্বিকে কোন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহলে পরিণত করা হয়?
ক) পাতন
খ) আর্দ্র বিশ্লেষণ ও হাইড্রোজিনেশন
গ) বাষ্পীভবন
ঘ) ঊর্ধ্বপাতন
১৪৮. ফরমালিনে শতকরা কতভাগ ফরম্যালডিহাইড থাকে?
ক) 6%
খ) 10%
গ) 20%
ঘ) 40%
১৪৯. ইথ্যানাল কোন প্রভাবকের উপস্থিতিতে ইথানয়িক এসিডে রূপান্তরিত হয়?
ক) ম্যাঙ্গানাস এসিটেট
খ) মারকিউরিক সালফেট
গ) সালফিউরিক এসিড
ঘ) অক্সিজেন
১৫০. রসায়নে নোবেল পুরস্কার পায় কোন বিজ্ঞানী?
ক) আলবার্ট আইনস্টাইন
খ) নিউটন
গ) মেরি কুরি
ঘ) প্যাসকেল
১৫১. কোমল পানীয় হলো পানিতে --- এর দ্রবণ।
ক) CO
খ) O2
গ) CH3COOH
ঘ) CO2
১৫২. পাকা আনারসে কোন এস্টারটি থাকে?
ক) ইথাইল অ্যাসিটেট
খ) অ্যামাইল অ্যাসিটেট
গ) অকটাইল অ্যাসিটেট
ঘ) ইথাইল বিউটারেট
১৫৩. অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দিলে উৎপন্ন হয় –i. NH3ii. HCliii. H2 গ্যাসনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৪. CaCO3 X + Y; বিক্রিয়াটিতে –i. X এর জলীয় দ্রবণ ক্ষারীয় হয়ii. X কে স্ল্যাকেড লাইম বলা হয়iii. Y যৌগটি চুনের পানিকে ঘোলা করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৫. সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি?
ক) ক্ষার ও লবণ
খ) ক্ষার ও চর্বি
গ) এসিড ও চর্বি
ঘ) ক্ষার ও রঞ্জক
১৫৬. সোডিয়াম কার্বনেটের বাণিজ্যিক নাম –
ক) কাপড় কাচা সোডা
খ) খাবার সোডা
গ) ভিনেগার
ঘ) বেকিং পাউডার
১৫৭. সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তাহলে CH3COOH এর সোডিয়াম বা পটাশিয়াম লবণ সাবান হিসেবে ব্যবহৃত হয় না, কারণ –i. এর কার্বন-কার্বন শিকল দৈর্ঘ্য কমii. Na/K এর CH3COOH লবণ পানিতে দ্রবণীয় নয়iii. ইহা পানিতে দ্রুত দ্রবণীয় হয়ে শেষ হয়ে যায়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৮. সরবিক এসিড –i. ৬.৫, pH পর্যন্ত অত্যন্ত কার্যকরii. এর অনুমোদিত গ্রহণযোগ্য মাত্রা ১%iii. কার্যকর অবস্থায় ঈস্ট, মোল্ডস দমন করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৯. সোডিয়াম বেনজোয়েট জলীয় দ্রেবণে কোনটি উৎপন্ন করে?
ক) বেনজয়িক এসিড
খ) বেনজালডিহাইড
গ) ফেনল
ঘ) বেনজিন ডায়াজোলিয়াম ক্লোরাইড
১৬০. মাছ মাংস মেরিনেট করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক) বেকিং পাউডার
খ) খাবার লবণ
গ) ক্যালসিয়াম কার্বাইড
ঘ) সিরকা
১৬১. (NH4)2SO4 এর বর্ণ কী?
ক) নীলাভ হলুদ
খ) সবুজাভ নীল
গ) সাদা
ঘ) ধূসর
১৬২. খর পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে –i. ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটii. ক্যালসিয়াম কার্বনেটiii. ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেটনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৩. NH3+H2SO4 বিক্রিয়াটিতে –i. একটি প্রশমন বিক্রিয়াii. উৎপাদ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানiii. উৎপাদের জলীয় দ্রবণের pH মান 7 এর বেশিনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৪. সোডিয়াম ক্লোরাইডের ঘন সম্পৃক্ত দ্রবণকে বলা হয় –
ক) ব্রাইন
খ) খাদ্য লবণ
গ) সিরকা
ঘ) কোমল পানীয়
১৬৫. টয়লেট সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয় –i. কষ্টিক সোডাii. কষ্টিক পটাসiii. জীবাণুনাশক পদার্থনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৬. কোন যৌগটি দ্রবণীয় নয়?
ক) CaHCO3
খ) MgHCO3
গ) CaCO3
ঘ) NaHCO3
১৬৭. উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম লবণ কী নামে পরিচিত?
ক) সাবান
খ) ডিটারজেন্ট
গ) তেল
ঘ) চর্বি
১৬৮. কোন মাটিতে শিম বীজ ভালো জন্মায় না?
ক) এসিডীয় মাটি
খ) ক্ষারীয় মাটি
গ) দোআঁশ মাটি
ঘ) এঁটেল মাটি
১৬৯. বদহজম সমস্যার সমাধান দেয় নিচের কোনটি?
ক) বেকিং পাউডার
খ) কর্পূর
গ) কার্বনিক এসিড
ঘ) ফিটকিরি
১৭০. সাবান তৈরির প্রধান কাঁচামাল নিচের কোনটি?
ক) প্রোটিন
খ) ডালডা ও ঘি
গ) চর্বি ও ক্ষার
ঘ) লিপিড
১৭১. ফল পাকানোর জন্য গুদাম ঘরের বাতাসে শতকরা কত ভাগ ইথিলিন গ্যাস যথেষ্ট?
ক) 0.07%
খ) 0.1%
গ) 0.02%
ঘ) 0.2%
১৭২. কত সালে বাণিজ্যিকভাবে সাবান উৎপাদন শুরু হয়?
ক) 1780
খ) 1790
গ) 1880
ঘ) 1890
১৭৩. কাপড়ের রং ও বুনন নষ্ট হয় যে কারণে –
ক) রোদের কারণে
খ) অতিরিক্ত সাবান ব্যবহারে
গ) বৃষ্টির কারণে
ঘ) সবগুলো
১৭৪. পরিপাকে সহায়ক কোনটি?
ক) H2SO4
খ) HCl
গ) H2CO3
ঘ) CH3COOH
১৭৫. সাবান উৎপাদনে ব্যবহৃত হয় –i. কষ্টিক পটাশii. সোডা অ্যাশiii. উদ্ভিজ্জ তেলনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭৬. কোনটি উদ্ভিদের প্রোটিনের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে?
ক) Cd
খ) Mg
গ) Ca
ঘ) Na
১৭৭. CH3COOH এর রাসায়নিক নাম কী?
ক) ফরমিক অ্যাসিড
খ) অ্যাসিটিক অ্যাসিড
গ) ফ্যাটিক অ্যাসিড
ঘ) ওলিক অ্যাসিড
১৭৮. বাড়িতে বা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য কী ব্যবহৃত হয়?
ক) সিরকা
খ) ফরমালিন
গ) মোল্ড
ঘ) ঈস্ট
১৭৯. ইউরিয়ার জন্য প্রযোজ্য –i. ৪৬% N2 থাকেii. ইউরিয়া তৈরিতে তরল CO2 ও NH3 এর মিশ্রণ লাগেiii. 1300 – 1500 C তাপমাত্রা প্রয়োজননিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮০. লরাইল হাইড্রোজেন সালফেটকে NaOH দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে কি উৎপন্ন হয়?
ক) সাবান
খ) সোডিয়াম হাইড্রোজেন সালফেট
গ) সোডিয়াম হাইড্রোজেন সালফোনেট
ঘ) গ্লিসারিন
১৮১. নিচের তথ্যগুলো পড় –i. ম্যাডাম কুরি রসায়নে নোবেল পুরস্কার পানii. ২০১২ সালে রসায়ন বছর হিসেবে পালন করা হয়iii. রসায়নই আমাদের জীবন এবং রসায়নই আমাদের ভবিষ্যৎনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮২. লরাইল হাইড্রোজেন সালফেটকে কিসের মধ্য দিয়ে চালনা করলে ডিটারজেন্ট উৎপন্ন হয়?
ক) কস্টিক সোডা
খ) বায়ু
গ) পানি
ঘ) চর্বি ও তেল
১৮৩. লরাইল অর্থ কী?
ক) অ্যালকেন
খ) অ্যালকাইন
গ) অ্যালকাইল
ঘ) অ্যালকিন
১৮৪. ইউরিয়া ব্যবহৃত হয় –i. অ্যামোনিয়া উৎপাদনেii. ম্যালামাইন উৎপাদনেiii. ফরমিকা উৎপাদনেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮৫. কোনটির 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে?
ক) CH3COOH
খ) CH3CHO
গ) HCHO
ঘ) CH3CH2OH
১৮৬. সর্বপ্রথম কোন দেশে সাবান ব্যবহারের প্রচলন শুরু হয়?
ক) গ্রিক
খ) ইংল্যান্ড
গ) ভারত
ঘ) আমেরিকা
১৮৭. X একটি সুগন্ধিযুক্ত এস্টার। প্রকৃতিতে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। যৌগটিকে আর্দ্রবিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায়?
ক) RCOOH, ROH
খ) ROH, RCOOH2
গ) RCHO, RCOOH
ঘ) RCOOH, RCOOHR
১৮৮. ডিটারজেন্ট –i. খর পানিতে ভালো কাজ করেii. মৃদু পানিতে ভালো কাজ করেiii. CaHCO3 দ্রবণে অদ্রবণীয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮৯. বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কয়টি ইউরিয়া সার কারখানা রয়েছে?
ক) 5
খ) 6
গ) 7
ঘ) 8
১৯০. শিল্পক্ষেত্রে ইথাইন থেকে ইথানয়িক এসিড সংশ্লেষণে ব্যবহৃত হয় –i. 20% HgSO4ii. 20% লঘু H2SO4iii. 600C তাপমাত্রানিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯১. হাইপোক্লোরাস এসিড –i. এর সংকেত HClOii. বিয়োজন বিক্রিয়ায় [Cl] উৎপন্ন করেiii. ব্লিচিং পাউডার, H2 ও CO2 বিক্রিয়ায় উৎপন্ন হয়নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
১৯২. কোন মাটির পানি ধারণক্ষমতা বেশি থাকে?
ক) ক্ষারীয় মাটি
খ) এসিডীয় মাটি
গ) বালি মাটি
ঘ) দোআঁশ মাটি
১৯৩. নিচের উক্তিগুলো পড় –i. NaCl এর ঘন সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলেii. চুনাপাথরকে তাপ দিলে চুন ও পানি উৎপন্ন হয়iii. NH4HCO3 ও NaCl এর বিক্রিযায় NaHCO3 উৎপন্ন হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯৪. কোনটি ভারী ধাতু?
ক) Pb
খ) Ca
গ) Na
ঘ) Mg
১৯৫. অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়ে কোনটি উৎপন্ন করে?
ক) NH4Cl
খ) NH4OH
গ) (NH4)SO2H
ঘ) (NH2)2-C=O
১৯৬. কত বায়ুমন্ডলীয় চাপে মিথেন থেকে হাইড্রোজেন উৎপন্ন করা হয়?
ক) 10 atm
খ) 20 atm
গ) 30 atm
ঘ) 40 atm
১৯৭. কাপড় কাচার সাবান তৈরিতে নিচের কোন ক্ষারটি ব্যবহৃত হয়?
ক) Mg(OH)2
খ) Ca(OH)2
গ) NaOH
ঘ) KOH
১৯৮. নিচের কোনটি দ্রবণীয়?
ক) ক্যালসিয়াম কার্বনেট
খ) ম্যাগনেসিয়াম কার্বনেট
গ) ক্যালসিয়াম স্টিয়ারেট
ঘ) ক্যালসিয়াম লরাইল সালফোনেট
১৯৯. টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক) নিশাদল
খ) কষ্টিক সোডা
গ) সোডা অ্যাশ
ঘ) অ্যামোনিয়া
২০০. নিচের বাক্যগুলো পড় –i. উদ্ভিদ কান্ডের মুকুলে ইনাবোল অ্যাসিটিক এসিড উৎপন্ন হয়ii. ফল পাকানোর জন্য গুদামঘরের বাতাসে 0.1% ইথিলিন গ্যাস যথেষ্টiii. 2010 সালে FDCA ফল পাকাতে ইথোফেনের ব্যবহার নিষিদ্ধ করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০১. কাচ পরিষ্কারকের মূল উপাদান কোনটি?
ক) CH4
খ) NH3
গ) CaCl2
ঘ) CO2
২০২. CH3 – (CH2)10 – CH2 – O – SO3H যৌগটির নাম কী?
ক) লরাইল সালফোনেট
খ) লরাইল হাইড্রোজেন সালফেট
গ) লরাইল অ্যালকোহল
ঘ) কোনটি নয়
২০৩. X + H2O → স্লেকেড লাইম; বিক্রিয়াটিতে –i. X মাটির pH বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ii. তাপ উৎপন্ন হয়iii. Ca(OH)2 উৎপন্ন হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৪. লাই একটি –
ক) ক্ষারীয় তরল
খ) অম্লীয় তরল
গ) নিরপেক্ষ তরল
ঘ) কঠিন পদার্থ
২০৫. কোন রাসায়নিক উপাদানটির মানবদেহে ক্ষতিকর প্রভাব নেই?
ক) ক্যালসিয়াম কার্বাইড
খ) ইথোফোন
গ) ইথিলিন
ঘ) মিথাইলিন
২০৬. পাকা জলপাই-এ কোনটি বিদ্যমান?
ক) সোডিয়াম বেনজোয়েট
খ) ম্যাগনেশিয়াম বেনজোয়েট
গ) সরবেট
ঘ) বেনজালডিহাইড
২০৭. ডিটারজেন্ট একটি –
ক) জীবাণুনাশক
খ) বিরঞ্জক
গ) ময়লা পরিষ্কারক
ঘ) উপাদেয় খাবার
২০৮. সরবিক এসিডের গ্রহণযোগ্য মাত্রা কত?
ক) 0.05%
খ) 0.1%
গ) 0.01%
ঘ) 0.5%
২০৯. তৈল বা চর্বি কী ধরনের পদার্থ?
ক) অ্যালডিহাইড
খ) অ্যালকোহল
গ) ডিটারজেন্ট
ঘ) এস্টার
২১০. কোমল পানীয় হল –i. পানিতে কার্বন ডাই-অক্সাইড দ্রবণii. পানিতে চিনির মিশ্রণiii. এনজাইমের ক্রিয়া ত্বরান্বিতকারীনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১১. ফরমালিন –i. হাসির উদ্রেক করেii. মৃত মানুষ সংরক্ষণে ব্যবহৃত হয়iii. ৪ কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যৌগনিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
২১২. দীর্ঘ শিকলবিশিষ্ট অ্যালকোহলের সাথে সালফিউরিক এসিড যোগ করলে কি উৎপন্ন হয়?
ক) অ্যালকাইন হাইড্রোজেন সালফেট
খ) অ্যালকাইল হাইড্রোজেন সালফেট
গ) অ্যালকাইল হাইড্রোজেন সালফাইট
ঘ) অ্যালকাইল নাইট্রোজেন সালফেট
২১৩. ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হয় –i. অগ্নিনির্বাপক গ্যাসii. ধাতব মৌলiii. ধাতব অক্সাইডনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১৪. সরবিক এসিড কার্যকরভাবে কাজ করতে কত pH পর্যন্ত?
ক) 5.5
খ) 5.6
গ) 6.5
ঘ) 6.6
২১৫. কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভস্?
ক) ক্যালসিয়াম কার্বাইড
খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) ক্যালসিয়াম সরবেট
ঘ) ক্যালসিয়াম অক্সাইড
২১৬. RCOOH যৌগটি –i. এস্টার তৈরি করতে পারেii. জলীয় দ্রবণ প্রোটন দান করেiii. ধাতব Mg এর সাথে ক্রিয়া করে অক্সিজেন গ্যাস তৈরি করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১৭. ফল পাকাতে কোন উদ্ভিদ হরমোনটি ব্যবহৃত হয়?
ক) ইথোফেন
খ) সাইটোকাইনিন
গ) অক্সিন
ঘ) জিবেরেলিন
২১৮. আয়রন নিষ্কাশন ও খাবার সোডার শিল্পোৎপাদনে কোনটি ব্যবহৃত হয়?
ক) চুনাপাথর
খ) কুইক লাইম
গ) কস্টিক সোডা
ঘ) কস্টিক পটাশ
২১৯. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কোনটি?
ক) পটাসিয়াম
খ) ম্যাঙ্গানিজ
গ) মলিবডেনাম
ঘ) জিংক
২২০. বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কয়টি কারখানা?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ১৪
২২১. সোডা অ্যাস এর জলীয় দ্রবণে –i. ক্ষার ধাতুর আয়ন উৎপন্ন হয়ii. প্রাপ্ত আয়ন KOH হতে পাওয়া যায়iii. প্রাপ্ত আয়ন খাদ্য লবণে থাকেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২২. কোনটি ডিটারজেন্টের রাসায়নিক নাম?
ক) সোডিয়াম স্টিয়ারেট
খ) সোডিয়াম পাটিটেট
গ) সোডিয়াম অলিয়েট
ঘ) সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফানেট
২২৩. ফ্যাটি এসিড ও ইথানলের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হয়?
ক) ইয়ার
খ) অ্যালডিহাইড
গ) এস্টার
ঘ) সাবান
২২৪. BCIC এর বার্ষিক ইউরিয়া সার উৎপাদনের পরিমাণ কত?
ক) 2,31,000 মেট্রিক টন
খ) 2,231,000 মেট্রিক টন
গ) 2,312,000 মেট্রিক টন
ঘ) 2,213,000 মেট্রিক টন
২২৫. সিমেন্ট শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল কোনটি?
ক) Na2CO3
খ) MgCO3
গ) CaCO3
ঘ) K2CO3
২২৬. কত তাপমাত্রায় Ca(OH)2 এর মধ্যে Cl2 গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়?
ক) 100C
খ) 200C
গ) 300C
ঘ) 400C
তড়িৎ বিশ্লেষণ করে NaOH উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য –
ক) NaCl-এ লঘু জলীয় দ্রবণ
খ) গলিত NaCl
গ) প্লাটিনাম তড়িৎদ্বার
ঘ) মারকারি তড়িৎদ্বার
২২৮. ইথোফেন বিয়োজিত হয়ে কোনটি উৎপন্ন করে?
ক) CH4
খ) C2H4
গ) C2H2
ঘ) C6H6
২২৯. লাই কে কিসের সাথে ফুটিয়ে সাবান প্রস্তুত করা হত?
ক) চর্বি
খ) ঈস্ট
গ) পামফল
ঘ) ছাই
২৩০. ব্লিচিং পাউডার –i. কাপড়ের দাগ উঠানোর কাজে ব্যবহৃত হয়ii. জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়iii. থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩১. কোন এসিড এনজাইমের ক্রিয়া ত্বরান্বিত করে পরিপাকে সহায়তা করে?
ক) হাইড্রোক্লোরিক এসিড
খ) অ্যামাইনো এসিড
গ) ইথানয়িক এসিড
ঘ) কার্বনিক এসিড
২৩২. ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে?
ক) মিথেন
খ) ইথিলিন
গ) অক্সিন
ঘ) জিবেরেলিন
২৩৩. কাচ পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক) সাবান
খ) কস্টিক সোডা
গ) সোডা অ্যাশ
ঘ) অ্যামোনিয়া
২৩৪. নিচের বাক্যগুলো পড় –i. এসিড পানিতে মাছের ঘা দেখা দেয়ii. এসিডীয় মাটির pH কমানোর জন্য ক্ষারীয় চুন ব্যবহার করা হয়iii. ব্লিচিং পাউডার শিল্পোৎপাদনে Ca(OH)2 ব্যবহৃত হয়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৫. সাবান –i. ১৮৯০ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়ii. এর মূল উপাদান চর্বি ও ক্ষারiii. একসময় সিংহের চর্বি থেকেও এটি তৈরি হতোনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৬. এসিডীয় মাটিতে –i. উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান পরিশোষণ বাধাগ্রস্ত হয়ii. সীম জাতীয় উদ্ভিদ জন্মায় নাiii. pH > 7নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৭. কোনটিকে কস্টিক পটাশ বলে?
ক) Na2CO3
খ) KHCO3
গ) NaOH
ঘ) KOH
২৩৮. প্রাচীনকালে গোসলের জন্য মানুষ কী ব্যবহার করত?
ক) নদীর পলিমাটি
খ) খালের পলিমাটি
গ) সরিষর খাইল
ঘ) সবগুলো
২৩৯. ফসফেট –i. ডিটারজেন্টের ক্ষমতা বৃদ্ধি করেii. শৈবালের জন্য ভালো সারiii. উদ্ভিদের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪০. কোনটি কাপড় কাঁচা সাবান?
ক) সোডিয়াম সাবান
খ) পটাশিয়াম সাবান
গ) ডিটারজেন্ট
ঘ) ক্যালসিয়াম সাবান
২৪১. কোন রাসায়নিক দ্রব্যটি খাদ্যদ্রব্য প্রিজারভেটিভ করতে ব্যবহৃত হয়?
ক) MgS
খ) CaC2
গ) CaSO4
ঘ) MgC
২৪২. ম্যাডাম মেরি কুরি কত সালে রসায়নে নোবেল পুরস্কার পান?
ক) 1910
খ) 1911
গ) 1912
ঘ) 1913
২৪৩. পানিতে কোনটি থাকলে সাবান ময়লা পরিষ্কার করতে পারে না?
ক) Na+
খ) Ca2+
গ) Cu2+
ঘ) K+
২৪৪. নিচের কোনটি এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিত করে?
ক) H2O
খ) NaCl
গ) H2CO3
ঘ) CH3COOH
২৪৫. ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত কোনটি?
ক) RCOOH
খ) R-OH
গ) RCHO
ঘ) RCHOOR
২৪৬. বদহজমের সমস্যায় পাকস্থলীতে কী উৎপন্ন হয়?
ক) NH4Cl
খ) HCl
গ) H2SO4
ঘ) NaOH
২৪৭. মার্কারি, লেড মৌল সমূহ –i. প্রাণী ও উদ্ভিদের প্রোটিনের মাধ্যমে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করেii. প্রোটিনের কার্যক্রম সম্পাদনে বিঘ্ন সৃষ্টি করেiii. মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি করেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪৮. উদ্ভিদের ফলের মুকুলে কী থাকে যার কারণে ফল পাকে?
ক) ফিনল
খ) ইথানল
গ) ইনডোল এসিটিক এসিড
ঘ) ইথানয়িক এসিড
২৪৯. ডিটারজেন্টের রাসায়নিক নাম নিচের কোনটি?
ক) ম্যাগনেসিয়াম লরাইল সালফেট
খ) অ্যালকাইল হাইড্রোজেন সালফেট
গ) সোডিয়াম লরাইল সালফোনেট
ঘ) অ্যালকোহল
২৫০. পিরিডিনের উপস্থিতিতে বেনজোয়িন ফ্লোরাইড ও ফেনলের বিক্রিয়ায় উৎপন্ন হয়?
ক) ফিনাইল ইথানোয়েট
খ) ফিনাইল বেনজোয়েট
গ) ইথাইল বেনজোয়েট
ঘ) ফিনাইল বেনজ্যামাইড
২৫১. প্রাকৃতিকভাবে আলুবোখরা, তাল, দারুচিনি হতে পাওয়া যায় কোন এসিড?
ক) সালফিউরিক এসিড
খ) নাইট্রিক এসিড
গ) বেনজয়িক এসিড
ঘ) হাইড্রোক্লোরিক এসিড
২৫২. CaC2 ব্যবহৃত হয় –i. ফল পাকানোর জন্যii. অ্যাসিটিলিন গ্যাস প্রস্তুত করতেiii. ফল সংরক্ষণেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫৩. ডিটারজেন্ট কোন পানিতেও সমানভাবে কার্যকর?
ক) মৃদু পানি
খ) লোনা পানি
গ) খর পানি
ঘ) ঝরনার পানি
উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:জমিলা ও মর্জিনা কাপড় পরিষ্কারের জন্য দু’জনে দু’ধরনের পরিষ্কারক পদার্থ ব্যবহার করে। জমিলার ব্যবহৃত পদার্থ ব্যবহার করে। জমিলার ব্যবহৃত পদার্থ মৃদু পানিতে কার্যকরী হলেও খর পানিতে কার্যকরী নয়।২৫৪. উদ্দীপকের জমিলার ব্যবহৃত যৌগটি কোনটি?
ক) জেট পাউডার
খ) সাবান
গ) ডিটারজেন্ট
ঘ) ব্লিচিং পাউডার
২৫৫. উদ্দীপকের ব্যবহৃত যৌগদ্বয়ের মধ্যে জমিলার –i. মর্জিনা ব্যবহৃত পদার্থটি জলীয় মাধ্যমে কাজ করেii. ব্যবহৃত পদার্থটি খর পানিতে অদ্রবণীয়iii. মর্জিনা ব্যবহৃত উভয় যৌগের মধ্যে হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক প্রান্ত রয়েছেনিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment