১. কোন ব্যাংক দেশের অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করে?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) কেন্দ্রীয় ব্যাংক
গ) শিল্প ব্যাংক
ঘ) গ্রামীণ ব্যাংক
২. কোনটি ব্যক্তিগত আয়ের ওপর ধার্যকৃত কর?
ক) বাণিজ্য শুল্ক
খ) আবগারি শুল্ক
গ) মূল্য সংযোজন কর
ঘ) আয়কর
৩. কোনটি নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করে?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) বাংলাদেশ ব্যাংক
গ) বিশেষায়িত ব্যাংক
ঘ) অর্থলগ্নিকারী ব্যাংক
৪. দলিলপত্র নিবন্ধন করার জন্য কোনটি দিতে হয়?
ক) উকিল ফি
খ) কোর্ট ফি
গ) রেজিষ্ট্রেশন ফি
ঘ) বিচারপতির ফি
৫. কোন ব্যাংক দেশের কাগজি মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী?
ক) শিল্প ব্যাংক
খ) অগ্রণী ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) রূপালী ব্যাংক
৬. কোন ব্যাংককে ‘নিকাশ ঘর’ বলা হয়?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) কেন্দ্রীয় ব্যাংক
গ) শিল্প ব্যাংক
ঘ) গ্রামীণ ব্যাংক
৭. কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে আন্তঃব্যাংক দেনা-পাওনা মিটিয়ে থাকে কোনটির মাধ্যমে?
ক) ড্রাফট
খ) হুন্ডি
গ) চেক
ঘ) বন্ড
৮. কোনটি মূল্যবান অলঙ্কার, দলিলপত্র প্রভৃতি নিরাপদে গচ্ছিত রাখে?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) কেন্দ্রীয় ব্যাংক
গ) বিশেষায়িত ব্যাংক
ঘ) গ্রামীণ ব্যাংক
৯. কোন আমানতের ওপর ব্যাংক কোনো সুদ দেয় না?
ক) অস্থায়ী আমানত
খ) চলতি আমানত
গ) সঞ্চয়ী আমানত
ঘ) স্থায়ী আমানত
১০. সরকার একটি বিমান ক্রয় করেছে এটা সরকারের কোন ধরনের ব্যয়?
ক) প্রতিরক্ষা ব্যয়
খ) বেসামরিক প্রশাসন ব্যয়
গ) বিবিধ ব্যয়
ঘ) উন্নয়ন ব্যয়
১১. ন্যাশনাল ব্যাংক কী ধরনের ব্যাংক?
ক) কেন্দ্রীয় ব্যাংক
খ) বিশেষায়িত ব্যাংক
গ) বাণিজ্যিক ব্যাংক
ঘ) বিশেষ আর্থিক প্রতিষ্ঠান
১২. বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি?
ক) প্রতিরক্ষা
খ) শিক্ষা
গ) বেসরকারি প্রশাসন
ঘ) বৈদেশিক বিষয়াবলি
১৩. অর্থ তরল সম্পদ কেন?
ক) স্থানান্তরযোগ্য
খ) চাহিদার গ্রাহককে প্রদানের ক্ষমতা
গ) সহজে সঞ্চয় করা যায়
ঘ) মূল্যের পরিমাপক বলে
১৪. বাংলাদেশ শিল্প ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে?
ক) দীর্ঘমেয়াদি
খ) স্বল্পমেয়াদি
গ) মধ্যমেয়াদি
ঘ) স্বল্প ও মধ্যমেয়াদি
১৫. সপ্তাহে এক বা দুইবার অর্থ তোলা যায় কোন আমানত থেকে?
ক) চলতি
খ) সঞ্চয়ী
গ) স্থায়ী
ঘ) বিশেষ
১৬. কোন ব্যাংক দরিদ্র পুরুষ ও মহিলাদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে?
ক) গ্রামীণ ব্যাংক
খ) শিল্প ব্যাংক
গ) কৃষি ব্যাংক
ঘ) সোনালী ব্যাংক
১৭. সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করতে হবে কেন?
ক) সরকারের উন্নয়নের জন্য
খ) সামাজিক উন্নয়নের জন্য
গ) দেশের সামষ্টিক উন্নয়নের
ঘ) অর্থনৈতিক উন্নয়নের জন্য
১৮. কোনটি দেশের অর্থ-বাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে?
ক) গভর্নর
খ) অর্থমন্ত্রী
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) বিশেষ ব্যাংক
১৯. কোনটি কর বহির্ভূত আয়ের অন্তর্ভুক্ত?
ক) চিনি
খ) ভূমি
গ) টেলিফোন
ঘ) মাদক
২০. কোনটির ওপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে?
ক) সুদ
খ) মুনাফা
গ) ঋণ
ঘ) সঞ্চয়কারীর আমানত
২১. কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা ধরন হলো -
i. সম্পূর্ণ সরকারি
ii. আংশিক সরকারি
iii. সরকারি অথবা বেসরকারি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২. বাংলাদেশে অবস্থিত লয়েড ব্যাংক, চাটার্ড ব্যাংক, ব্যাংক অব চায়না প্রভৃতি কোন ধরনের ব্যাংক?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) বিনিময় ব্যাংক
গ) সঞ্চয়ী ব্যাংক
ঘ) আন্তর্জাতিক ব্যাংক
২৩. কেন্দ্রীয় ব্যাংক কার প্রতিনিধি হিসেবে কাজ করে?
ক) রাষ্ট্রের
খ) সরকারের
গ) অন্যান্য ব্যাংকের
ঘ) জামানতকারীর
২৪. ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে কোন ব্যাংক?
ক) আন্তর্জাতিক ব্যাংক
খ) শিল্প ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) বিনিময় ব্যাংক
২৫. গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক) বিশেষ ঋণদানকারী সংস্থা
খ) সরকারি ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) বাণিজ্যিক ব্যাংক
২৬. কোনটি পূর্ত কাজ?
ক) মেডিকেল কলেজ স্থাপন
খ) রাস্তাঘাট নির্মাণ
গ) কর্মচারীকে বেতন প্রদান
ঘ) স্কুল কলেজ নির্মাণ
২৭. মোট অর্থের পরিমাণ বেড়ে গেলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে?
ক) দুর্নীতি বাড়তে পারে
খ) মুদ্রাস্ফীতি
গ) পণ্যের দাম কমতে পারে
ঘ) পণ্যের দাম বাড়তে পারে
২৮. সরকার বিপুল অর্থ ব্যয় করে -
i. জনকল্যাণ সাধনে
ii. প্রশাসন পরিচালনায়
iii. আর্থসামাজিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯. বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় প্রধান কাজ কী?
ক) হুন্ডি বাট্টা করা
খ) সঞ্চয় বৃদ্ধি করা
গ) অর্থ স্থানান্তর করা
ঘ) ঋণদান করা
৩০. কোনটি বাংলাদেশের দরিদ্র পুরুষ ও মহিলাদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে?
ক) ইসলামী ব্যাংক
খ) সোনালী ব্যাংক
গ) গ্রামীণ ব্যাংক
ঘ) উত্তরা ব্যাংক
৩১. বাংলাদেশ ব্যাংক মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে?
ক) মুদ্রা কম ছাপায়
খ) ঋণ নিয়ন্ত্রণ করে
গ) বাণিজ্যিক ব্যাংককে চাপে রাখে
ঘ) বার্ষিক বাজেটের সমালোচনা করে
৩২. বাংলাদেশ ব্যাংক নিজ দেশে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করে -
i. সরকারের প্রতিনিধি
ii. আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের প্রতিনিধি
iii. বিশ্বব্যাংকের প্রতিনিধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৩. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য -
ক) ঋণদান করা
খ) হুন্ডি বাট্টা করা
গ) বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
ঘ) অর্থ জমা রাখা
৩৪. কোনটি বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত?
ক) প্রতিরক্ষা
খ) শিক্ষা
গ) স্বাস্থ্য
ঘ) কৃষি
৩৫. কর বহির্ভূত রাজস্ব কোনটি?
ক) ভূমি রাজস্ব
খ) আয়কর
গ) বন
ঘ) যানবাহন কর
৩৬. আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত আরোপিত শুল্ককে কী বলে?
ক) সম্পূরক শুল্ক
খ) আয়কর
গ) কর রাজস্ব
ঘ) বাণিজ্য শুল্ক
৩৭. বাংলাদেশ ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে -
i. বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা
ii. মূল্যবান মুদ্রার প্রচলন
iii. বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৮. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কোনটি?
ক) ঋণদান করা
খ) বিনিময় হার ঠিক করা
গ) অর্থ স্থানান্তর করা
ঘ) মুদ্রা প্রচলন করা
৩৯. যানবাহন নিবন্ধনের জন্য কোন ধরনের কর দিতে হয়?
ক) আবগারি শুল্ক
খ) যানবাহন কর
গ) আয়কর
ঘ) মূল্য সংযোজন কর
৪০. বাণিজ্যিক ব্যাংক কোন ঋণ প্রদান করে থাকে?
ক) স্বল্পমেয়াদি
খ) দীর্ঘমেয়াদি
গ) অতি স্বল্পমেয়াদি
ঘ) অতি দীর্ঘমেয়াদি
৪১. সরকারি ব্যয় ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বিষয় হলো -
i. উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি
ii. অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি
iii. অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪২. বাংলাদেশ সরকার কোন ধরনের সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ‘ফি’ আদায় করে?
ক) স্বাস্থ্য
খ) শিক্ষা
গ) আর্থিক
ঘ) প্রশাসনিক
৪৩. কোন আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে?
ক) চলতি
খ) সঞ্চয়ী
গ) স্থায়ী
ঘ) বিশেষ
৪৪. বাংলাদেশ ব্যাংকের কাজ হলো -
i. সরকারকে ঋণ প্রদান
ii. আর্থিক সংকটকালে বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান
iii. ব্যবসা করার জন্য ঋণ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৫. বাংলাদেশ ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে -
i. আর্থিক সংকটে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণ দান করে
ii. বিভিন্ন উৎস থেকে সরকারের পাওনা আদায় করে
iii. ক্রিয়ারিং হাউস হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৬. কোন আমানত একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তোলা যায়?
ক) চলতি
খ) সঞ্চয়ী
গ) স্থায়ী
ঘ) বিশেষ
৪৭. কোন খাতে প্রায়ই ঘাটতি থাকে?
ক) রেলওয়ে
খ) ডাক
গ) ব্যাংকিং
ঘ) সমবায়
৪৮. কোন আমানতের ওপর অপেক্ষাকৃত বেশি হারে সুদ দেওয়া হয়?
ক) চলতি আমানত
খ) সঞ্চয়ী আমানত
গ) স্থায়ী আমানত
ঘ) সাধারণ আমানত
৪৯. কোন ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়?
ক) ইসলামী ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) কৃষি ব্যাংক
ঘ) সমবায় ব্যাংক
৫০. কোনটি ঋণ গ্রহীতার প্রদেয় সুদ ও সঞ্চয়কারীর প্রাপ্ত সুদের পার্থক্য নির্দেশ করে?
ক) সুদ
খ) মুনাফা
গ) ঋণ
ঘ) আমানত
৫১. জনসাধারণের অর্থ জমা রাখা ও ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে কী বলে?
ক) ব্যাংক
খ) বীমা কোম্পানি
গ) মহাজনি ব্যবসা
ঘ) এনজিও
৫২. সরকারি অর্থ ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকে রাষ্ট্রের -
i. সব ধরনের আয়-ব্যয়
ii. ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা
iii. ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানের উপায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৩. ব্যাংককে কী বলা হয়?
ক) সুদের কারবারি
খ) মুনাফার কারবারি
গ) ঋণের কারবারি
ঘ) লেনদেনের কারবারি
৫৪. আবগারি শুল্ক ধার্য করা হয় -
i. দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের ওপর
ii. দেশের অভ্যন্তরে ব্যবহৃত দ্রব্যের ওপর
iii. আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৫. যে আমানত একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পর তোলা যায় তাকে কী ধরনের আমানত বলে?
ক) চলতি আমানত
খ) অস্থায়ী আমানত
গ) সঞ্চয়ী আমানত
ঘ) স্থায়ী আমানত
৫৬. অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা কোনটি?
ক) কৃষি ব্যবস্থা
খ) সরকারি অর্থব্যবস্থা
গ) ব্যাংক ব্যবস্থা
ঘ) শিল্প প্রতিষ্ঠান
৫৭. কোন ব্যাংক সর্বশেষ পর্যায়ের ঋণদাতা হিসেবে কাজ করে?
ক) সমবায় ব্যাংক
খ) কৃষি ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) শিল্প ব্যাংক
৫৮. কোন ব্যাংক বিশেষ ঋণদানকারী সংস্থা?
ক) সোনালী ব্যাংক
খ) জনতা ব্যাংক
গ) গ্রামীণ ব্যাংক
ঘ) অগ্রণী ব্যাংক
৫৯. কর্মক্ষম মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক) ব্যাংক
খ) বিমা
গ) সরকার
ঘ) যুব মন্ত্রণালয়
৬০. কোনটি দেশীয ব্যাংকের উদাহরণ?
ক) অগ্রণী ব্যাংক
খ) বাংলাদেশ ব্যাংক
গ) সাহুকার
ঘ) গ্রামীণ ব্যাংক
৬১. কোনটি সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করে?
ক) কেন্দ্রীয় ব্যাংক
খ) প্রাইম ব্যাংক
গ) বাণিজ্যিক ব্যাংক
ঘ) গ্রামীণ ব্যাংক
৬২. ব্যাংক আমানতকারীকে কোনো সুদ প্রদান করে না কোন আমানতের জন্য?
ক) চলতি
খ) সঞ্চয়ী
গ) স্থায়ী
ঘ) বিশেষ
৬৩. কত সালে বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৫
৬৪. জনাব ‘ক’ একটি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য। তার ব্যাংক আর্থিক সংকটে আছে, তিনি কার কাছ থেকে ঋণ নেবেন?
ক) শিল্প ব্যাংকের কাছ থেকে
খ) বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে
গ) সোনালী ব্যাংকের
ঘ) আইএমএফের
৬৫. কোনটি বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে?
ক) ব্যাংক ড্রাফট
খ) নোট প্রচলন
গ) বৈদেশিক ঋণের হিসাব করা
ঘ) ঋণ নিয়ন্ত্রণ
৬৬. জনাব মিজান একজন বেসরকারি চাকরিজীবী। তিনি তার হিসাব থেকে সপ্তাহে এক অথাব দুবার টাকা তোলেন। তার হিসাবটি -
i. চলতি হিসাব
ii. সঞ্চয়ী হিসাব
iii. স্থায়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৬৭. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা কোনটির কাজ?
ক) বাংলাদেশ ব্যাংকের
খ) বাণিজ্যিক ব্যাংকের
গ) বিশেষায়িত ব্যাংকের
ঘ) ঋণদানকারী সংস্থার
৬৮. বাণিজ্যিক মুনাফা ব্যাংকসমূহ লাভের উদ্দেশ্যে কোনটি প্রদান করে?
ক) দীর্ঘমেয়াদি ঋণ
খ) মধ্যমেয়াদি ঋণ
গ) স্বল্পমেয়াদি ঋন
ঘ) বার্ষিক সঞ্চয়পত্র
৬৯. কোনটি ব্যবসা বাণিজ্যের প্রাণ?
ক) কেন্দ্রীয় ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) গ্রামীণ ব্যাংক
ঘ) সমবায় ব্যাংক
৭০. মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থিতিশীল রাখার দায়িত্ব কোনটির ওপর ন্যস্ত?
ক) সরকারের
খ) কেন্দ্রীয় ব্যাংকের
গ) বাণিজ্যিক ব্যাংকের
ঘ) ব্যবসায়ীদের
৭১. মামলা মোকদ্দমার জন্য কোনটি প্রদান করতে হয়?
ক) উকিল ফি
খ) কোর্ট ফি
গ) রেজিষ্ট্রেশন
ঘ) বিচারপতির ফি
৭২. বাংলাদেশ গৃহ নির্মাণ ঋণদান সংস্থার অনুমোদিত মূলধন কত?
ক) ১০ কোটি টাকা
খ) ১৫ কোটি টাকা
গ) ২০ কোটি টাকা
ঘ) ২৫ কোটি টাকা
৭৩. “বাণিজ্যিক ব্যাংককে জনসাধারণের সঞ্চিত অর্থের সুদ মূলত জনসাধারণই দিয়ে থাকে -
i. ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে
ii. ব্যাংককে ঋণ প্রদানের মাধ্যমে
iii. ব্যাংককে জরিমানা প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৭৪. নিচের কোন কাজটি সোনালী ব্যাংকের?
ক) বিদেশ থেকে গাড়ি আমদানিতে অর্থ দেওয়া
খ) বৈদেশিক ঋণের হিসাব রাখা
গ) জমিতে সেচের নলকূপ স্থাপনে অর্থ দেওয়া
ঘ) বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করা
৭৫. বাংলাদেশের ১ ও ২ টাকার নোট কোন ধরনের মুদ্রা?
ক) ব্যাংক মুদ্রা
খ) আদিষ্ট মুদ্রা
গ) অসীম মুদ্রা
ঘ) ঐচ্ছিক মুদ্রা
৭৬. সঞ্চয়ী আমানত সপ্তাহে কতবার উঠানো যায়?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
৭৭. কোনটি বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর্থিক সংকটের হাত থেকে রক্ষা করে?
ক) সরকার
খ) রাষ্ট্র
গ) বাংলাদেশ ব্যাংক
ঘ) জনসাধারণ
৭৮. মারুফ সাহেব কৃষি ব্যাংক থেকে সার, বীজ, কীটনাশক প্রভৃতি ক্রয় এবং ফসল নিড়ানো, কাটা, মাড়াই ইত্যাদি কাজের ব্যয় নির্বাহের জন্য কৃষিঋণ তোলেন। তার এ ঋণ হলো -
i. স্বল্পমেয়াদি
ii. মধ্যম মেয়াদি
iii. দীর্ঘমেয়াদি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৭৯. বাণিজ্যিক ব্যাকে সাধারণত কত প্রকার হিসাব খোলা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৮০. কোনটির প্রদত্ত ঋণ দেশের মোট মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত?
ক) বাংলাদেশ ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) বিশেষায়িত ব্যাংক
ঘ) ঋণদানকারী সংস্থা
৮১. আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থনৈতিক সহায়তা প্রদান করে -
i. অনুন্নত দেশসমূহকে
ii. উন্নয়নশীল দেশসমূহকে
iii. উন্নত, অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৮২. আবগারি শুল্ক ধার্য করা হয় যে ধরনের দ্রব্যর -
i. চিনির ওপর
ii. লবণের ওপর
iii. তামাকের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৩. বাংলাদেশ কী ধরনের দেশ?
ক) উন্নত
খ) অনুন্নত
গ) উন্নয়নশীল
ঘ) নিম্ন আয়ের
৮৪. হুন্ডির মাধ্যমে ব্যবসায়িক লেনদেন হওয়ার কারণ -
i. নগদ অর্থের অভাব
ii. বৈদেশিক মুদ্রার সংকট
iii. সহজ ও নিরাপদ লেনদেনের তাগিদ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
৮৫. বাণিজ্যিক ব্যাংক কোন ক্ষেত্রে মূল্যবান সম্পত্তি বন্ধক রাখে?
ক) জামানতের
খ) ঋণ প্রদানের
গ) অর্থপ্রাপ্তির
ঘ) কর্মকর্তা নিয়োগের
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
রহমান সাহেব কাপড়ের ব্যবসা করেন। এ কাজে প্রয়োজনে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। কখনো কখনো কাপড় বেশি বিক্রি হলে তিনি উদ্বৃত্ত টাকা উক্ত ব্যাংকে জমা রাখেন।
৮৬. রহমান সাহেবের লেনদেনকৃত ব্যাংকটি কী ধরনের ব্যাংক?
ক) কেন্দ্রীয় ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) বিশেষায়িত ব্যাংক
ঘ) সমবায় ব্যাংক
৮৭. উক্ত ব্যাংকের স্বল্পকালের ঋণ প্রদানের কারণ -
i. চাওয়া মাত্র আমানতকারীদের অর্থ ফেরত দিতে হয়
ii. ঋণের ঝুঁকি হ্রাসের জন্য
iii. স্বল্পকালীন ঋণে বেশি মুনাফা অর্জিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
No comments:
Post a Comment