অধ্যায় - ২: ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
১. নাটক আয়োজন একটি-
i. কষ্টসাধ্য কাজ
ii. সৃজনশীল কাজ
iii. চাঞ্চল্যকর কাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i
ঘ) ii
২. একটি ব্যবসায় প্রতিষ্ঠান কিসের বাস্তব রূপ?
ক) উদ্যোগ
খ) সরকার
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) ব্যবস্থাপক
৩. অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নিচের কোনটি প্রয়োজন?
ক) সীমিত সম্পদ পরিকল্পনা
খ) সুযোগের অপেক্ষা
গ) অর্থ
ঘ) পদক্ষেপ গ্রহণ
৪. কনোকে ম্যাটসুসিটা কোন দেশের শিল্পোদ্যোক্তা?
ক) জাপান
খ) জার্মান
গ) অস্ট্রেলিয়া
ঘ) আমেরিকা
৫. ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি কোনটি?
ক) প্রতিকুল আইন-শৃঙ্খলা পরিস্থিতি
খ) বিক্রয় হ্রাস
গ) যাতায়াত সমস্যা
ঘ) বিমার অভাব
৬. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কী?
ক) ভবিষ্যত পরিকল্পনা
খ) ব্যবসায় সম্প্রসারণ
গ) জনকল্যাণ
ঘ) উন্নয়ন
৭. ব্যবসায় প্রবর্তন উদ্যোক্তার প্রাথমিক কাজ। এজন্য উদ্যোক্তাকে নিচের কাজগুলো সম্পাদন করতে হয়-
i.ব্যবসায়ের প্রকৃতি নির্ধারণ
ii. ব্যবসায়ের অবস্থান নির্ধারণ
iii. আনুষঙ্গিক সরকারি নীতিমালা পর্যালোচনা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৮. একটি নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন-
i.সাধারণ জ্ঞান
ii. শিক্ষাগত যোগ্যতা
iii. অভিজ্ঞতা ও প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i ও ii
৯. কোন কাল থেকে বাংলাদেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল?
ক) ভবিষ্যতকাল
খ) অতীতকাল
গ) স্মরণাতীতকাল
ঘ) কোনোটিই নয়
১০. উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান কেন?
ক) সীমিত সাফল্য অর্জন করা যায়
খ) অধিক ঝুঁকি গ্রহণ করা যায়
গ) মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের সদ্ব্যবহার করা যায়
ঘ) পেশাগত অভিজ্ঞতা বৃদ্ধি পায়
১১. যেকোন ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য কী প্রয়োজন?
ক) সম্পদ
খ) পুঁজি বা মূলধন
গ) জমি
ঘ) উদ্যোক্তা
১২. একজন উদ্যোক্তা সুযোগ-সুবিধা চিহ্নিত করে তা কোন উদ্দেশ্যে ব্যবহার করেন?
ক) অর্থনৈতিক
খ) সামাজিক
গ) বাণিজ্যিক
ঘ) রাজনৈতিক
১৩. অন্য ব্যবসায়ের ওপর নিজের ব্যবসায়ের প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষমতা সফল উদ্যোক্তার কী বলে বিবেচিত হয়?
ক) সাধারণ যুগ
খ) সাধারণ বৈশিষ্ট্য
গ) বিশেষ গুণ
ঘ) বিশেষ বৈশিষ্ট্য
১৪. জনাব হাসান নিজের এবং অন্যদের নিকট থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে নিজ গ্রামে একটি পাঠাগার স্থাপন করলেন। এটি পরিচয় বহন করে-
i . দৃঢ় মনোবলের ফল
i i . উদ্যোগ গ্রহণের ফসল
i i i . মুনাফা অর্জনের উপায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i I
ঘ) i, i i ও i i i
১৫. যেকোন পরিকল্পনাকে ব্যর্থতার পর্যবসিত করতে পারে-
i . মাত্রাতিরিক্ত ঝুঁকি
i i . অতি আত্মবিশ্বাস
i i i . অধিক পরামর্শ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১৬. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা উদ্যোক্তার কোন ধরণের গুণ?
ক) বিশেষ গুণ
খ) সাধারণ গুণ
গ) অন্যতম গুণ
ঘ) প্রধান গুণ
১৭. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন-
i.উন্নত অবকাঠামোগত উপাদান
ii. সরকারি পৃষ্ঠপোষকতা
iii. আর্থসামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮. ক্রিকেট খেলা আয়োজন করা কী?
ক) উদ্যোগ
খ) শিল্প উদ্যোগ
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) সমাজসেবার উদ্যোগ
১৯. ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝ?
ক) ব্যবসার প্রতি আগ্রহ
খ) ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন
গ) ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের জন্য গৃহীত কার্যক্রম
ঘ) ব্যবসায় পরিচালনা
২০. নিচের কোনটি দ্বারা আমিনুলের কাহিনির আমিনুল ধীরে ধীরে ব্যবসায়ের সুনাম ছড়ায়?
i. কঠোর পরিশ্রম
ii. দক্ষ সেবা
iii. সততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কোনটি নিশ্চিত করা সম্ভব?
i.বিনিয়োগ বৃদ্ধি
ii. সম্পদের সুষ্ঠু ব্যবহার
iii. জাতীয় উৎপাদন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কে ভূমিকা রাখে?
ক) ক্রেতা
খ) ভোক্তা
গ) উদ্যোক্তা
ঘ) বৈদেশিক কুটনৈতিক
২৩. উদ্যোক্তারা দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ-সুবিধাগুলো চিহ্নিত করে তা বাণিজ্যিক লক্ষ্যে ব্যবহার করতে সক্ষম। কারণ-
i . আকর্ষণীয় ব্যক্তিত্ব, ত্যাগী মনোভাব সম্পর্কিত গুণাবলির জন্যে
i i . অধ্যবসায়, দূরদর্শিতা সম্পর্কিত গুণাবলির জন্যে
i i i . সাহসী, পূর্বানুমান সম্পর্কিত গুণাবলির জন্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২৪. ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি কোনটি?
ক) মুনাফা অর্জন
খ) সংবেদনশীলতা
গ) সামাজিক দায়বদ্ধতা
ঘ) সম্পদ সৃষ্টি করা
২৫. সরকারের জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করে কে?
ক) উদ্যোক্তা
খ) বিদেশী কুটনৈতিক
গ) ভোক্তা
ঘ) বেকার যুবক
২৬. শিল্প উদ্যোগের নব দিগন্ত উন্মোচন করেন কে?
ক) উদ্যোক্তা
খ) উদ্যোগ
গ) সরকার
ঘ) ব্যাংক
২৭. ব্যবস্থাপক কৌশল সম্পর্কে কারা জ্ঞান রাখেন?
ক) চাকরিজীবী
খ) উদ্যোক্তা
গ) সফল উদ্যোক্তা
ঘ) প্রকৃত উদ্যোক্তা
২৮. কর মওকুফ কোন ধরণের সুবিধা?
ক) সামাজিক
খ) সরকারি
গ) অর্থনৈতিক
ঘ) বেসরকার
২৯. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠার জন্যে কোনটি অপরিহার্য?
ক) শ্রমিক
খ) মূলধন
গ) কাঁচামাল
ঘ) সংগঠন
৩০. ডিগ্রি পাস করে আমিনুল কিসের ব্যবসায় করেন?
ক) ফলের
খ) কাপড়ের
গ) পোশাকের
ঘ) মাছের
৩১. একজন সফল উদ্যোক্তা গতিশীল নেতৃত্ব গুণের অধিকারী হয়ে থাকেন-
i . উদ্যোক্তা পূর্বেই ঝুঁকির সম্ভব্য কারণ ও মাত্রা অনুমান করে
i i . ঝুঁকিতে মোকাবেলা করার জন্যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে
i i i . বিচার বিশ্লেষণের মাধমে সিদ্ধান্ত নিয়ে নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৩২. মোবাইল ব্যবসায় করার জন্য ইশতা-
i . ব্যাংক থেকে ঋণ নিলেন
i i . বর্তমান ব্যবসায় থেকে টাকা নিলেন
i i i . স্বল্পমূল্যে বিদেশ থেকে মোবাইল ফোন আমদানি করলেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩. ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজ করতে আগ্রহী হওয়াকে কী বলে?
ক) উদ্যোগ
খ) উদ্যোক্তা
গ) ব্যবসায়
ঘ) ঝুঁকি গ্রহণ
৩৪. বর্তমান সময়ে কোনটি প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়?
i.শিক্ষা
ii. প্রশিক্ষণ
iii. সুযোগ সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৫. কোনটি উদ্যোক্তার উদ্যোগ গ্রহণ কার্যক্রমের অন্তর্ভূক্ত নয়?
ক) উদ্যোগের প্রকল্প চিহ্নিতকরণ
খ) পূর্ব প্রস্তুতিমূলক জ্ঞান অর্জন ও তথ্য সংগ্রহ
গ) আরাম-আয়েশের ব্যবস্থা করা
ঘ) প্রয়োজনীয় মূলধনের সংস্থান
৩৬. যে কোন কাজের কর্ম প্রচেষ্টাই-
ক) ব্যবসায় উদ্যোগ
খ) ব্যবসায় ব্যবস্থাপনা
গ) উদ্যোক্তা
ঘ) উদ্যোগ
৩৭. আমিনুল নিচের কোনটি স্থাপন করেন?
i. বাড়িঘর
ii. ওয়ার্কশক
iii. পেট্রোল পাম্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) iii
৩৮. কোনটি উদ্যোক্তার গুণ?
i.সৃজনশীলতা
ii. উদ্ভাবনী শক্তি
iii. কঠোর পরিশ্রম করার ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৯. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা হলো-
i . সুষ্ঠু পরিকল্পনার অভাব
i i . চাকরির প্রতি অধিক আগ্রহ
i i i . রাজনৈতিক অস্থিরতা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৪০. ব্যবসায় উদ্যোগের ফলে-
i . প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত হয়
i i . মানব সম্পদের ব্যবহার নিশ্চিত হয়
i i i . অর্থের গতিশীলতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৪১. মি. বিপুল যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মাছ চাষ শুরু করেন। ব্যবসায়ে লাভ হলে তিনি ব্যবসায়ের পরিধি সৃষ্টি করেন। তিনি কীভাবে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখেন?
ক) মুনাফা অর্জন
খ) সামাজিক দায়বদ্ধতা
গ) জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি
ঘ) পারিবারিক সম্পদ বৃদ্ধি
৪২. বাংলাদেশে খুব বেশি ঘাটতি নেই কোনটির?
i.মেধা
ii. মনন
iii. দক্ষতার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৩. কীসের কৌশল সম্পর্কে সফল উদ্যোক্তা গভীর জ্ঞান রাখেন?
ক) সংগঠনের
খ) ব্যবস্থাপনার
গ) মুনাফার
ঘ) পরিকল্পনার
৪৪. কোনটি দেশের প্রাকৃতিক ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) যৌথ উদ্যোগ
ঘ) একক উদ্যোগ
৪৫. কোনটি উদ্যোক্তার গুণ?
i.ঝুঁকি গ্রহণের ক্ষমতা
ii. নেতৃত্বদানের যোগ্যতা
iii. পুঁজি সংগ্রহের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৬. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকেই ব্যবসায়ের কী বলে গণ্য করা হয়?
ক) কৃতিত্ব
খ) সাহস
গ) উদ্যম
ঘ) ঝুঁকি
৪৭. কোনটি থাকার ফলে ব্যবসায়ে লাভের সম্ভাবনা বেশি থাকে?
ক) কম ঝুঁকি
খ) বেশি ঝুঁকি
গ) অধিক মূলধন
ঘ) অধিক শ্রমিক
৪৮. লাভের আশায় কী নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে ব্যবসায় উদ্যোগ বলে?
ক) সম্পদ
খ) শ্রমিক
গ) ঝুঁকি
ঘ) জমি
৪৯. কোনটি উদ্যোক্তার গুণাবলি নয়?
ক) উদ্যমী
খ) অধ্যবসায়ী
গ) সৃজনশীল
ঘ) বয়স
৫০. একজন সফল উদ্যোক্তা কোন বিষয়ে গভীর জ্ঞান রাখেন?
ক) মুনাফা সংক্রান্ত
খ) ঝুঁকি সংক্রান্ত
গ) প্রেষণা বিষয়ে
ঘ) ব্যবস্থাপনা বিষয়ে
৫১. কোন উক্তিটি সত্য?
i. উদ্যেক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা
ii. ব্যবসায় উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি করে
iii. ব্যবসায়ে ঝুঁকি কম হলে লাভের সম্ভাবনা বেশি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii
৫২. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ?
i.পাড়ার ছেলেমেয়েকে বিনা পয়সায় পড়ানো
ii. পরিবারের জন্য সবজি চাষ
iii. মুদি দোকান চালনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii
ঘ) iii
৫৩. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে?
i.অর্থনৈতিক স্থিতিশীলতা
ii. রাজনৈতিক স্থিতিশীলতা
iii. সামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৪. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝায়?
ক) যে কাজে ঝুঁকি ও সাফল্য সমানভাবে বিদ্যমান
খ) স্বল্প ঝুঁকি এবং সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজ
গ) ঝুঁকিবিহীন নিশ্চিত সাফল্যের কাজ
ঘ) ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু সাফল্য অনিশ্চিত
৫৫. কবির সাহেব একজন সফল উদ্যোক্তা। তিনি ব্যবসায়ের জন্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটির সাহায্য নেবেন?
ক) ইন্টারনেটের
খ) পরিকল্পনার
গ) বিচার বিশ্লেষণের
ঘ) গবেষণার
৫৬. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করার উপায় হলো-
i . প্রচার-প্রচারণা
i i . কারিগরি শিক্ষা
i i i . বিনিয়োগ পরামর্শ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৭. যানবাহন মেরামত ব্যবসায়ে লাভবান হয়ে জনাব আমিনুল কী স্থাপনের চিন্তাভাবনা করেন?
ক) ওয়ার্কসপ
খ) ফলের দোকান
গ) হাট
ঘ) পেট্রোলপাম্প
৫৮. বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই বিশাল জনসংখ্যা আমাদের জন্য হতে পারে-
ক) মর্যাদা
খ) ঝুঁকি
গ) বোঝা
ঘ) সম্পদ
৫৯. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করা যায় কোনটির মাধ্যমে?
ক) বাস্তবভিত্তিক পরিকল্পনা
খ) বৈদেশিক সাহায্য
গ) অর্থনৈতিক নীতি
ঘ) প্রয়োজনীয় ব্যাংক স্থাপন
৬০. কোনটি ব্যবসায় ঝুঁক পরিমাপে সহায়তা করে?
ক) উদ্যোক্তা
খ) উদ্যোগ
গ) ব্যবস্থাপক
ঘ) ব্যবসায় উদ্যোগ
৬১. কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন?
ক) অনিশ্চিত ঝুঁকি
খ) নিশ্চিত সাফল্য
গ) ভাবিষ্যৎ সম্ভাবনা
ঘ) ঋণ সুবিধা
৬২. কোনটি সফল উদ্যোক্তার বিশেষ গুণ বলে বিবেচিত হয়?
i.পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা
ii. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা
iii. বিচার বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকি গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৩. সামির ব্যাংক ঋণ নিয়ে একটি খামার গড়ে তুলেছিল। কিন্তু প্রথম প্রচেষ্টায় সফল হতে পারেনি। এক্ষেত্রে তার করণীয় ছিল-
i . ব্যর্থতার কারণ খুঁজে বের করা
i i . নতুন ব্যবসায় আরম্ভ করা
i i i . দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ শুরু করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৬৪. বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণের উপায় কী?
i.কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে
ii. ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে
iii. ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৫. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা উদ্যাক্তার কোন গুণের অন্তর্গত?
ক) অন্যতম গুণ
খ) সাধারণ গুণ
গ) বিশেষ গুণ
ঘ) প্রধান গুণ
৬৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা কত এর মতে আমাদের জাতীয় উৎপাদনের ৫০ ভাগ সেবা খাত থেকে আসে এর উল্লেখ আছে?
ক) ২০০৯
খ) ২০১০
গ) ২০১১
ঘ) ২০১২
৬৭. আমাদের দেশে ব্যাপকভাবে কোনটির অভাব রয়েছে?
ক) সুপরিকল্পনা গ্রহণের
খ) শ্রমিকের
গ) কাঁচামালের
ঘ) অর্থের
৬৮. ব্যবসায়ে কী বিদ্যমান থাকে?
ক) কম মুনাফা
খ) বেশি মুনাফা
গ) ঝুঁকি
ঘ) নিশ্চিত সফলতা
৬৯. বিচার বিশ্লেষণের মাধ্যমে সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কেন?
ক) ব্যবসায় সুদক্ষভাবে পরচালনার জন্যে
খ) ভবিষ্যতে মুনাফা লাভের আশায়
গ) ব্যবসায়ের উন্নতি সাধনের জন্যে
ঘ) ব্যবসায়ী তার অভীষ্ট লক্স্যে পৌছানোর জন্যে
৭০. কোনো উদ্যোক্তার কার্যক্রম যদি ব্যর্থ হয় তাহলে তার করণীয় কী হবে?
ক) পূর্বোক্ত প্রকল্পটি বাতিল করে ভিন্নধর্মী প্রকল্পে হাত দেওয়া
খ) ব্যর্থতার কারণ খুঁজে বের করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
গ) ব্যবসায় উদ্যোগের চিন্তা বাদ দিয়ে চাকরির সন্ধান করা
ঘ) অপেক্ষাকৃত ছোট আকারের প্রকল্প চালু করা
৭১. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক) উদ্যোক্তার
খ) সংগঠনের
গ) ব্যবসায় পরিকল্পনার
ঘ) মালিকের
৭২. যে কোন পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i . প্রচার
i i . বিজ্ঞাপন
i i i . উদ্যোক্তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৭৩. মি. আসলাম একজন মাছ ব্যবসায়ী। লাভ কম হলেও তনি তার মাছে ফরমালিন মেশান না। তার মধ্যে নিচের কোন দিকটি ফুটে ওঠেছে?
ক) সামাজিক দায়বদ্ধতা
খ) অধিক মুনাফা অর্জন
গ) জনপ্রিয়তার
ঘ) সচেতনতার অভাব
৭৪. বাড়ির আশপাশে বৃক্ষরোপণ কী?
ক) উদ্যোগ
খ) শিল্প উদ্যোগ
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) সমাজসেবার উদ্যোগ
৭৫. ব্যবসায়ীদের কর মওকুফ ও বিনা সুদে মূলধন সরবরাহে সহায়তা করে কে?
ক) বৈদেশিক কুটনীতি
খ) এনজিও
গ) সরকার
ঘ) ভোক্তা
৭৬. কোনটি ব্যবসায় পরিচালনার আনুষঙ্গিক সুযোগ-সুবিধা?
ক) অর্থ
খ) মূলধন
গ) বিদ্যুৎ
ঘ) সংগঠন
৭৭. ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা কী ধরণের কাজ?
ক) আনন্দদায়ক
খ) ঝুঁকিপূর্ণ
গ) লাভজনক
ঘ) অলাভজনক
৭৮. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়-
i . কার্যকর ও বাস্তবিক পারিকল্পনা গ্রহণ
i i . ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ
i i i . কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৯. কারা দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো চিহ্নিত করে তা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে সক্ষম?
ক) উদ্যোক্তাগণ
খ) সফল উদ্যোক্তাগণ
গ) কবিগণ
ঘ) শিক্ষকগণ
৮০. কোন শক্তির বলে উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন?
ক) সৃজনশীলতা
খ) উদ্ভাবনী শক্তি
গ) ঝুঁকি গ্রহণ
ঘ) সংবেদনশীলতা
৮১. সুষ্ঠু শিল্প ও বিনিয়োগ নীতি নির্ধারণে শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কেন?
ক) বাস্তবসম্মত নীতি নির্ধারণের জন্যে
খ) জনগণের কল্যাণ সাধনের জন্যে
গ) পরনির্ভরশীলতা কমানোর জন্যে
ঘ) বিদেশি নীতি প্রতিফলনের জন্যে
৮২. চামড়াজাত দ্রব্যাদির উৎপাদন ও বিক্রয় করা কী?
ক) উদ্যোগ
খ) শিল্প উদ্যোগ
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) সমাজসেবার উদ্যোগ
৮৩. মি. অজয় চারুকলা ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেই টি-শার্টের ডিজাইন করে শাহবাগে ব্যবসায় শুরু করল। এখানে তার কোন গুণটি প্রকাশ পায়?
ক) নমনীয়তা
খ) একগ্রতা
গ) সৃজনশীলতা
ঘ) পুঁজি সংগ্রহের ক্ষমতা
৮৪. আমিনুল প্রতিদিন কোথায় যেতেন?
ক) দোকানে
খ) বাজারে
গ) বেড়াতে
ঘ) হাসপাতালে
৮৫. কোনটি ব্যবসায় উদ্যোগের মধ্যে পড়ে?
ক) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন
খ) বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা
গ) খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন
ঘ) বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ
৮৬. বাংলাদেশ কী ধরণের দেশ?
ক) উন্নত
খ) উন্নয়নশীল
গ) অনুন্নত
ঘ) মধ্যম উন্নত
৮৭. কোনটির অভাবে সুযোগ থাকা সত্বেও সঠিক পদক্ষেপ নেয়া ব্যহত হয়?
ক) প্রশিক্ষণ
খ) সম্পদ
গ) জনশক্তি
ঘ) মেধা
৮৮. কোনটি উদ্যোক্তার গুণ?
i.সংবেদনশীলতা
ii. একাগ্রতা
iii. নমনীয়তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৯. অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী উৎপাদনের কত ভাগ শিল্প খাত থেকে আসে?
ক) ৩৫ ভাগ
খ) ৩০ ভাগ
গ) ২৫ ভাগ
ঘ) ২০ ভাগ
৯০. উদ্যোক্তাদের চরিত্রের উল্লেখযোগ্য দিক কোনটি?
ক) সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
খ) শিল্প গড়ার আকাঙ্খা
গ) অধিক ক্রয়-বিক্রয়ের প্রত্যাশা
ঘ) প্রতিযোগিকে পিছনে ফেলার প্রত্যাশা
৯১. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু সাফল্য অনিশ্চিত
খ) নামমাত্র ঝুঁকি, কিন্তু সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজ
গ) এমন কাজ যাতে ঝুঁকি ও সাফল্য সমান
ঘ) কোন ঝুঁকি নেই কিন্তু সাফল্য নিশ্চিত
৯২. দরিদ্র রুবেলের মুদির দোকান প্রতিষ্ঠার খুব ইচ্ছা থাকা সত্বেও সে তা চালু করতে পারছে না। এর প্রধান কারণ কোনটি?
ক) রাজনৈতিক অস্থিরতা
খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব
গ) অপর্যাপ্ত মূলধন
ঘ) শিক্ষার অভাব
৯৩. উদ্যোগ ও উদ্যোক্তা শব্দ দু’টি একটি অপরটির সাথে-
ক) জড়িত
খ) জড়িত নয়
গ) একই
ঘ) বিপরীত
৯৪. সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কীভাবে?
ক) পরিকল্পনার মাধ্যমে
খ) বিশ্লেষণের মাধ্যমে
গ) গবেষণার মাধ্যমে
ঘ) বিচার- বিশ্লেষণের মাধ্যমে
৯৫. যেকোন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রাথমিক ঝুঁকি ও দায়দায়িত্ব কে বহন করে?
ক) শিল্পপতি
খ) বেকার যুবক-যুবতী
গ) সরকার
ঘ) উদ্যোক্তা
৯৬. একজন সফল উদ্যোক্তা দক্ষতার পরিচয় দেন-
i . বস্তুগত সম্পদ ব্যবহারে
i i জনসম্পদ ব্যবহারে
i i i . জাতীয় সম্পদ ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৯৭. ব্যবসায় উদ্যোগ কোন বিষয়টিকে বাস্তবে রূপদান করে?
ক) মানুষের চিন্তা-ভাবনাকে
খ) সরকারের গৃহীত পদক্ষেপকে
গ) বৃত্তিমূলক শিক্ষাকে
ঘ) ব্যবসায়ের কলা-কৌশলকে
৯৮. বাঁশ বা বেতের সামগ্রী তৈরি করে ব্যবসায় পরিচালনা করলে তাকে কী বলে?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) উদ্যোক্তা
ঘ) ব্যবসায় উদ্যোক্তা
৯৯. নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়?
ক) আত্মবিশ্বাস
খ) উদ্ভাবনী ক্ষমতা
গ) পুঁজি সংগ্রহের দক্ষতা
ঘ) ঝুঁকি এড়ানোর মানসিকতা
১০০. আজম অষ্টম শ্রেণিতে পড়ে। সে ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায়। এক্ষেত্রে কোন ধরণের শিক্ষা তাকে সহায়তা করতে পারে?
ক) সাধারণ শিক্ষা
খ) বৃত্তিমূলক শিক্ষা
গ) মুখস্তনির্ভর শিক্ষা
ঘ) তাত্বিক শিক্ষা
১০১. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলে?
ক) মুনাফা
খ) ঝুঁকি
গ) ক্ষতি
ঘ) চ্যালেঞ্জ
১০২. সরকারের পাশাপাশি কাদের মাধ্যমে দেশে শিল্পকারখানা সম্প্রসারিত হয়ে থাকে?
ক) কৃষক
খ) রাজনীতিবিদ
গ) অর্থনীতিবিদ
ঘ) উদ্যোক্তা
১০৩. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি অনেকাংশে হ্রাস করা যায়?
ক) অশিক্ষা
খ) পরনির্ভরশীলতা
গ) অভাব
ঘ) সন্ত্রাস
১০৪. জনাব স্বপন ঝুঁকি আছে জেনেও লাভের আশায় স্থানীয় উৎপাদিত তুলা থেকে সুতা তৈরির কারখানা স্থাপন করেন। তার এ কাজটিকে কী বলা হয়?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) উদ্যোক্তা উন্নয়ন
ঘ) ঝুঁকি গ্রহণ
১০৫. আমিনুল কেন ঝুঁকি নিয়েছিলেন?
ক) ব্যবসায় করার জন্য
খ) শিল্প স্থাপনের জন্য
গ) ইচ্ছা পূরণের জন্য
ঘ) দেশভ্রমণের জন্য
১০৬. কোনটি ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি?
ক) অর্থ
খ) ভূমি
গ) শ্রম
ঘ) অস্থিতিশীল আইনশৃঙ্খলা
১০৭. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি বৃদ্ধি পায়?
ক) কাঁচামাল
খ) সম্পদের সুষ্ঠু ব্যবহার
গ) কর্মী
ঘ) ব্যয়
১০৮. ব্যবসায় উদ্যোগ ব্যতিত অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কোনটি?
ক) মুনাফা অর্জন
খ) জনকল্যাণ
গ) রাষ্ট্রীয় কল্যাণ
ঘ) আন্তর্জাতিক সম্পর্ক
১০৯. ব্যবসায় উদ্যোগের ফলাফল কোনটি?
i.একটি পণ্য
ii. একটি সেবা
iii. একটি ব্যবসায় প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১০. আমাদের দেশে সাধারণ শিক্ষা ব্যবস্থায় কোন বিষয়টি অন্তর্ভূক্ত নেই?
ক) কারিগরি শিক্ষা
খ) গণিত শিক্ষা
গ) ধর্মীয় শিক্ষা
ঘ) অর্থনৈতিক শিক্ষা
১১১. ইশতা আক্তার নিচের কোন ব্যবসায়টর অনেক চাহিদা ও লাভের সম্ভাবনা দেখেছিলেন?
ক) কাপড়
খ) খেলনা
গ) মোবাইল
ঘ) গাড়ি
১১২. যেকোন দেশের সমৃদ্ধিতে কোনটি মুখ্য ভূমিকা পালন করে?
ক) শিল্প
খ) সেবা
গ) কৃষি
ঘ) খনিজ
১১৩. ব্যবসায় উদ্যোগের সাথে কীসের সম্পর্ক বিদ্যমান?
ক) লাভ
খ) লোকসান
গ) ঝুঁকি
ঘ) মূলধন
১১৪. নিচের কোনটি যেকোন দেশের অর্থনৈতিক ও প্রবৃদ্ধি অর্জনের অন্যতম বাধা?
ক) সামাজিক কর্মকান্ড
খ) রাজনৈতিক অস্থিরতা
গ) সার্বভৌমত্ব
ঘ) জনসংখ্যা
১১৫. একজন উদ্যোক্তা কোনো কাজে ব্যর্থ হলে-
i.ব্যর্থতায় বিব্রত হয়ে পড়েন
ii. ব্যর্থতার কারণ খুঁজেন এবং দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ করেন
iii. ব্যর্থতার কারণ খুঁজতে থাকেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
১১৬. একজন সফল উদ্যোক্তা সর্বদা-
i . ঝুঁকি আগেই নিরূপণ করেন
i i . ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
i i i . পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১১৭. অনুকূল ব্যবসায়িক পরিবেশের জন্যে কোনটি থাকা উচিত?
ক) ব্যাংক ঋণ
খ) উদ্যোক্তা
গ) সরকারি পৃষ্ঠপোষকতা
ঘ) বৈদেশিক সাহায্য
১১৮. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতেরই উন্নয়ন সম্ভব?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) শিল্পোদ্যোগ
ঘ) শিল্পোদ্যেক্তা
১১৯. ব্যবসায় থেকে প্রত্যাশিত লাভ হবে না- এ আকাঙ্খাকে ব্যবসায়ের কী হিসেবে গণ্য করা যায়?
ক) চ্যালেঞ্জ
খ) ক্ষতি
গ) ঝুঁকি
ঘ) লাভ
১২০. কে ঝুঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করেন?
ক) উদ্যোক্তা
খ) সফল উদ্যোক্তা
গ) শিল্পপতি
ঘ) মনোবিজ্ঞানী
১২১. একজন সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য-
ক) পরিমিত ঝুঁকি গ্রহণ
খ) চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস
গ) বিক্রয় করার গুণাবলি
ঘ) কঠোর পরিশ্রমী
১২২. সকল শিল্প প্রতিষ্ঠানের মালিককে কী নামে অভিহিত করা যেতে পারে?
ক) পরিচালক
খ) নির্দেশক
গ) ব্যবস্থাপক
ঘ) উদ্যোক্তা
১২৩. উদ্যোক্তার কীসের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেন?
ক) একাগ্রতার মাধ্যমে
খ) বিচার-বিশ্লেষণের মাধ্যমে
গ) নমনীয়তার মাধ্যমে
ঘ) চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে
১২৪. কোনটি উদ্যোক্তা সৃষ্টি করে?
ক) ব্যবসায়ে স্থায়িত্ব
খ) মুনাফা বৃদ্ধির উপায়
গ) কর্মসংস্থান
ঘ) শিল্পের কাঁচামাল
১২৫. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি ঘটে?
ক) মূলধন গঠন
খ) প্রাকৃতিক সম্পদ হ্রাস
গ) ঝুঁকি হ্রাস
ঘ) ব্যক্তির আর্থিক ব্যয়
১২৬. যেকোন বাধা দূরীকরণের ক্ষমতা উদ্যোক্তার কোন বিষয়ের গুণ?
ক) বিশেষ
খ) সাধারণ
গ) উল্লেখযোগ্য
ঘ) প্রধান
১২৭. কোনটি ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করে?
ক) ক্রেতা বৃদ্ধি
খ) খনিজ সম্পদের আবিষ্কার
গ) প্রযুক্তিগত উন্নয়ন
ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
১২৮. নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি নয়?
ক) আত্মবি
খ) সাহস
গ) ব্যর্থতা
ঘ) সৃজনশীলতা
১২৯. যেকোন ব্যবসায় কোন একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত ফসল। উল্লিখিত শূণ্যস্থানে নিচের কোনটি বসবে?
ক) উদ্যোগ
খ) কর্মসংস্থানের
গ) অর্থের
ঘ) প্রচেষ্টার
১৩০. উদ্যোক্তারা প্রথমে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করলে কীসের মাধ্যমে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হন?
ক) শিক্ষাগত যোগ্যতার কারণে
খ) পরিবেশগত কারণে
গ) দৃঢ় মনোবল ও অধ্যবসায়ের কারণে
ঘ) প্রশিক্ষণের কারণে
১৩১. নিচের কোনটি উদ্যোক্তাকে ব্যর্থতার মুখ দেখাতে পারে?
ক) মাত্রাতিরিক্ত ঝুঁকি
খ) আত্মবিশ্বাস
গ) সততা
ঘ) ধৈর্য
১৩২. ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানী ?
ক) বাংলাদেশ
খ) আর্জেন্টিনা
গ) জাপান
ঘ) জার্মান
১৩৩. বাংলাদেশের বাইরের শিল্পোদ্যোক্তারা হলেন-
i . হেনরি ফোর্ড
i i . কনোকে ম্যাটসুসিটা
i i i . স্যামসন এইচ চৌধুরী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৪. আলম সাহেব একটি গার্মেন্টের মালিক। তার ব্যবসায়ে বিরূপ প্রভাব রাখবে-
i . অর্থনৈতিক অস্থিরতা
i i . রাজনৈতিক অস্থিরতা
i i i . কাঁচামালের সহজলভ্যতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১৩৫. কারা শিল্প উদ্যোগের নব নব দিগন্ত উন্মোচন করেন?
ক) উদ্যোক্তারা
খ) ব্যবসায়ীরা
গ) ব্যবস্থাপকরা
ঘ) ভোক্তারা
১৩৬. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার কী?
ক) একটি সাধারণ গুণ
খ) একটি বড় বৈশিষ্ট্য
গ) একটি বড় সমস্যা
ঘ) একটি ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য
১৩৭. নিচের কোনটি কষ্টসাধ্য সৃজনশীল কাজ?
ক) নাটক আয়োজন
খ) খেলাধুলা
গ) ভিক্ষাবৃত্তি
ঘ) যানবাহন মেরামত
১৩৮. বাংলাদেশের মানুষের শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের ওপর আগ্রহ কম কেন?
ক) অলসতা
খ) চাকরির সহজলভ্যতা
গ) সরকারের কঠোর মনোভাব
ঘ) প্রচলিত শিক্ষাব্যবস্থা
১৩৯. কর্মসংস্থান সৃষ্টিতে কোনটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য?
ক) ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার
খ) অর্থের
গ) উদ্যোগের
ঘ) প্রেষণার
১৪০. জনাব মামুন ব্যবসায়ের কাজের জন্যে কম্পিউটারের কোর্স করছেন। যদিও তিনি টাইপরাইটারের কাজ পারেন। মামুন সাহেব পুরাতন ও নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা সময়োপযোগী করেছেন কেন?
ক) সঠিক ব্যবস্থাপনা কৌশল গ্রহণের জন্যে
খ) ঝুঁকি নিবারনের জন্যে
গ) চ্যালেঞ্জমূলক কাজ করার জন্যে
ঘ) ভুল থেকে শিক্ষা গ্রহণের জন্যে
১৪১. একজন সফল উদ্যোক্তা পূর্বেই কোনটি করেন?
i.ঝুঁকির সম্ভাব্য কারণ অনুমান করেন
ii. ঝুঁকির মাত্রা অনুমান করেন
iii. ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪২. নিচের কোন ব্যবসায় ঝুঁকির পরিমাণ কম?
ক) মুদি দোকান
খ) গাড়ির ব্যবসায়
গ) হাউজিং ব্যবসায়
ঘ) ধান-চালের ব্যবসায়
১৪৩. যে গুণগুলো উদ্যোক্তার ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ-
i.মুনাফার প্রতি আকর্ষণ
ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i ও iii
১৪৪. ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়-
i. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে
ii. গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে
iii. এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) i ও iii
ঘ) i, iiও iii
১৪৫. মিস রুমা চারুকলা বিষয়ে পড়াশোনা শেষ করে নিজেই একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করলো। তিনি কোন ধরণের উদ্যোগ গ্রহণ করলেন?
ক) সাংস্কৃতিক উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) সামাজিক উদ্যোগ
ঘ) শিল্পোদ্যোগ
১৪৬. দেবাশিষ রায়ের বন্ধু সমীর একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। দেবাশিষ রায়ও একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। এক্ষেত্রে কোন কাজটি তাকে সাহায্য করতে পারে?
ক) অধিক ঝুঁকি গ্রহণ
খ) অতি আত্মবিশ্বাস
গ) ব্যবসায়ী বন্ধুর অভিজ্ঞতা থেকে শিক্ষা
ঘ) সুযোগগুলো চিহ্নিত করে সামাজিক লক্ষ্যে ব্যবহার
১৪৭. উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন-
i . নিয়মতান্ত্রিক পরিকল্পনা
i i . কারিগরি শিক্ষা
i i i . প্রচার-প্রচারণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৮. অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে উদ্যোক্তা কী ধরণের ভূমিকা পালন করছে?
ক) নিষ্ক্রিয়
খ) সক্রিয়
গ) কম
ঘ) মোটামুটি ভাল
১৪৯. পণ্য ও সেবা কীসের বৈশিষ্ট্য?
ক) পরিকল্পনা
খ) সংগঠন
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) উদ্যোগ
১৫০. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ-
ক) অনুকূল
খ) প্রতিকূল
গ) সকল ক্ষেত্রে অনুকূল নয়
ঘ) কোনটিই নয়
১৫১. চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পায় কে?
ক) উদ্যোক্তা
খ) সফল উদ্যোক্তা
গ) প্রকৃত উদ্যোক্তা
ঘ) চাকরিজীবী
১৫২. বিদ্যালয়ের আশপাশে ফুলের বাগান তৈরির জন্য পরিষ্কার করা কী?
ক) সামাজিক কাজ
খ) উদ্যোগ
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) সৃজনশীল কাজ
১৫৩. সফল উদ্যোক্তার কোনটি প্রয়োজন বেশি?
ক) অলস
খ) সরলতা
গ) চ্যালেঞ্জ
ঘ) কঠোর পরিশ্রম
১৫৪. কোনটি উদ্যোক্তার বিশেষ গুণ?
ক) সৃজনশীলতা
খ) উদ্ভাবনী শক্তি
গ) একাগ্রতা
ঘ) অন্যের ওপর প্রভাব বিস্তার ক্ষমতা
১৫৫. মি. তমাল সাহসী ও উদ্যমী। তিনি এম.এ পাশের পর ব্যবসায়কে পেশা হিসেবে গ্রহণ করেন। এখানে মি. তমাল-এর সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
i.শিক্ষিত
ii. উদ্যমী
iii. সাহসী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii
১৫৬. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে-
i . মানবসম্পদ উন্নয়নে
i i দেশের আয় বৃদ্ধিতে.
i i i . বেকার সমস্যার সমাধানে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১৫৭. কীভাবে পরনির্ভরশীলতা হ্রাস পায়?
ক) ব্যবসায় উদ্যোগের মাধ্যমে
খ) বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে
গ) পুঁজি বিনিয়োগের মাধ্যমে
ঘ) প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে
১৫৮. বাংলাদেশের উদ্যোক্তারা হলেন-
i . জহুরুল ইসলাম
i i . রণদা প্রসাদ সাহা
i i i . স্যামসন এইচ চৌধুরী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৯. অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে কোনটি?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) সামাজিক উদ্যোগ
ঘ) শিল্পেদ্যোগ
১৬০. অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ উদ্যোক্তার কোন জাতীয় গুণ?
ক) পছন্দনীয়
খ) সাধারণ
গ) চিন্তনীয়
ঘ) বিশেষ
১৬১. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য?
i. ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ
ii. সফলভাবে প্রতিষ্ঠান পরিচালনা
iii. মুনাফার পাশাপশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬২. শিল্পোদ্যোগে কিছু প্রতিবন্ধকতা হচ্ছে-
i . বিনিয়োগ পরামর্শের অভাব
i i . টেকসই প্রযুক্তির অভাব
i i i . আমলাদের অসহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১৬৩. নিচের কোনটি উদ্যোক্তার গুণাবলি?
i. সংবেদনশীলতা
ii. সৃজনশীলতা
iii. উদ্যম
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৬৪. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটির উন্নয়ন ঘটানো যায়?
ক) চাকরি
খ) সমাজ সেবা
গ) মানবসম্পদ
ঘ) সরকারি সম্পদ
১৬৫. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে-
i.কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে
ii. মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে
iii. জাতীয় আয় বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
১৬৬. সফল উদ্যোক্তা ঝুঁকিগুলোকে-
i . এড়ানোর পদক্ষেপ নেন
i i . কমানোর পদক্ষেপ নেন
i i i . গ্রহণের পদক্ষেপ নেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১৬৭. ইশতা ফ্যাশন হাউজ থেকে মালিক-
i . ক্ষতিগ্রস্ত হন
i i . ভালো উপার্জন করেন
i i i . মুনাফা অর্জন করেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৬৮. মিস রাজিয়া একজন মোবাইল রপ্তানিকারক। তার ব্যবসায়ের অনুকূল পরবেশ সৃষ্টির জন্যে কোনটি ভূমিকা রাখে?
ক) সরকারি পৃষ্ঠপোষকতা
খ) শিক্ষাগত যোগ্যতা
গ) প্রশিক্ষণের সুযোগ
ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
১৬৯. উদ্যোক্তা কোন পরিকল্পনা গ্রহণ করেন?
ক) সৃযোগ সৃষ্টির জন্য
খ) মুনাফা বৃদ্ধির জন্য
গ) ঝুঁকি হ্রাসের জন্য
ঘ) অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য
১৭০. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i.সুষ্ঠু পরিকল্পনার অভাব
ii. চাকরির প্রতি অধিক আগ্রহ
iii. বৃত্তিমূলক শিক্ষার পর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭১. কিসের বলে সফল উদ্যোক্তাগণ উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন?
ক) শিক্ষা
খ) উদ্ভাবনী শক্তির বলে
গ) মনোবলে
ঘ) শক্তির বলে
১৭২. উদ্যোক্তা কোন ধরণের কাজ করতে বিশেষ আনন্দ পান?
ক) চ্যালেঞ্জমূলক
খ) সৃজনশীল
গ) উন্নয়নমূলক
ঘ) ঝুঁকিপূর্ণ
১৭৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়-
i . প্রশিক্ষণ
i i . বৃত্তিমূলক শিক্ষা
i i i . তাত্বিক জ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১৭৪. প্রকৃত উদ্যোক্তাগন কোনটি করে থাকেন?
ক) অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন
খ) অতি আত্মবিশ্বাসী হন
গ) অল্প ঝুঁকি সম্পন্ন কাজ করেন
ঘ) ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন না
১৭৫. ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সরকারি সিদ্ধান্ত হলো-
i . কর মওকুফ
i i . বিনা সুদে মূলধন সরবরাহ
i i i . স্বল্প মূল্যে শ্রমিক সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১৭৬. উদ্যোক্তার যে কোন পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ?
ক) প্রচার ও বিজ্ঞাপন
খ) পণ্য সেবা
গ) ব্যক্তিত্ব
ঘ) সময়োপযোগী ধারণা
১৭৭. নিচের কোনটি বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা নয়?
ক) অর্থসংস্থানের অভাব
খ) প্রশিক্ষণের অভাব
গ) রাজনৈতিক অস্থিরতা
ঘ) কারিগরি শিক্ষার পর্যাপ্ততা
১৭৮. কে ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে গভীর জ্ঞান রাখে?
i.ব্যবস্থাপক
ii. উদ্যেক্তা
iii. জনগণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
১৭৯. একজন মানুষের বড় গুণ কোনটি?
ক) চাকরি করা
খ) পরিকল্পনা করা
গ) বিদেশ ভ্রমণ করা
ঘ) উদ্যোগ গ্রহণ করা
১৮০. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে-
i . জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
i i . জাতীয় আয় বৃদ্ধি পায়
i i i . সরকার কর্তৃক জাতীয় আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮১. কোনটি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ হয়?
ক) মূলধন ব্যবস্থা
খ) জলবায়ূ
গ) আইন-শৃঙ্খলা পরিস্থিতি
ঘ) জনশক্তির যথার্থ প্রশিক্ষণ
১৮২. একজন উদ্যোক্তা বিভিন্ন কারণে ব্যর্থ হতে পারেন, যেমন-
i.ভুল পণ্য নির্বাচন
ii. সঠিক পরিকল্পনার অভাব
iii. উচ্চ শিক্ষার অভাব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
১৮৩. একজন উদ্যোক্তা-
i. নতুন ধারণার উদ্ভাবন করেন
i i . আবিষ্কৃত ধারণাকে কাজে প্রয়োগ করেন
i i i . উদ্ভাবন ও প্রয়োগের সমন্বয়সাধন করেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৮৪. ব্যবসায় উদ্যোগ গ্রহণের ফলে-
i . কর্মসংস্থানের সুযোগ সৃস্টি করা যায়
i i . নিজের উপার্জনের ব্যবস্থা করা যায়
i i i . স্বাধীনভাবে কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৮৫. আকর্ষণয় ব্যক্তিত্ব উদ্যোক্তার কোন জাতীয় গুণ?
ক) সামাজিক গুণ
খ) পারিবারিক গুণ
গ) ব্যবসায়িক গুণ
ঘ) ব্যক্তিগত গুণ
১৮৬. যেকোন দেশের উন্নয়নে কোন খাত মুখ্য ভূমিকা পালন করে?
ক) কৃষি
খ) অর্থনৈতিক
গ) শিল্প
ঘ) প্রাকৃতিক
১৮৭. পরনির্ভরশীলতা দূরীকরণের উপায় কোনটি?
ক) বিদেশি সাহায্য
খ) ব্যবসায় উদ্যোগ
গ) ঝুঁকি হ্রাস
ঘ) সরকারি সাহায্য
১৮৮. উদ্যোক্তার গুণাবলি হল-
i. আত্মবিশ্বাস,স্বাধীনতা, অধ্যবসায়
ii. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল
iii. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
১৮৯. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিচের কোনটি বৃদ্ধি পায়?
ক) অর্থ
খ) দক্ষতা
গ) আয়
ঘ) বিনিয়োগ
১৯০. ম্যাটসুসিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
ক) হেনরি ফোর্ড
খ) উইলয়াম সস
গ) কনোকে ম্যাটসুসিটা
ঘ) হায়াতী ম্যাটসুসিটা
১৯১. আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ গ্রহণে অভ্যাস গড়ে না উঠার কারণ হলো-
i . কারিগরি শিক্ষা
i i . বৃত্তিমূলক শিক্ষা
i i i . সাধারণ শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯২. ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ কোনটির জন্যে প্রয়োজন?
ক) ব্যবসায় উন্নয়ন
খ) ব্যবসায় উদ্যোগ উন্নয়ন
গ) শ্রমিক উন্নয়ন
ঘ) অর্থনৈতিক উন্নয়ন
১৯৩. আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ-
ক) প্রতিকূল
খ) সকল ক্ষেত্রে প্রতিকূল না
গ) অনুকূল
ঘ) সকল ক্ষেত্রে অনুকূল না
১৯৪. আমিনুল মেরামত চাহিদা অনুধাবন করে কী স্থাপন করেন?
ক) দোকান
খ) পেট্রোল পাম্প
গ) ওয়ার্কসপ
ঘ) কারখানা
১৯৫. আর্থসামাজিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকাই প্রধান কেন?
ক) উদোক্তা প্রথম উদ্যোগ নেন
খ) উদোক্তা ব্যবসায়ের প্রাথমিক মূলধন যোগান দেন
গ) উদোক্তা পরিকল্পনা গ্রহণ ও ঝুঁকি নেন
ঘ) উদোক্তা ব্যবসায় দেখাশুনা করেন
১৯৬. বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণের উপায় কী?
i.বৃত্তিমূলক শিক্ষার প্রসার
ii. উদ্যোক্তাদের পরামর্শ প্রদান
iii. প্রয়োজনীয় অর্থসংস্থানের ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৭. পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়-
i . মাত্রাতিরিক্ত ঝুঁকির কারণে
i i . অতি আত্মবিশ্বাসের কারণে
i i i . মানসিক সমস্যার কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৮. ব্যবসায় উদ্যোগ সহায়তা করে-
i.সঠিকভাবে ঝুঁকির পরিমাপ করতে
ii. পরিমিত ঝুঁকি নিতে
iii. ঝুঁকিমুক্তভাবে ব্যবসা করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৯. উদ্যোক্তাগণ- উদ্যোক্তা, উল্লিখিত শূণ্যস্থানে কী বসবে?
ক) পরিবেশগত
খ) জন্মগতভাবে
গ) কৃত্রিমভাবে
ঘ) অর্থনৈতিকভাবে
২০০. সফল উদ্যোক্তা অর্থসংস্থান ও তার যথাযথ ব্যবহার-
ক) নিশ্চিত করেন
খ) অনিশ্চিত থাকে
গ) বিক্রয় নিশ্চিত
ঘ) অনিশ্চিত করেন
২০১. সফল উদ্যোক্তা তাদের কাজের উন্নতিতে লাভ করেন-
i . পরিতৃপ্তি
i i . অসীম আনন্দ
i i i . ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২০২. আফরোজা একজন-
ক) শিল্পপতি
খ) উদ্যোক্তা
গ) ম্যানেজার
ঘ) প্রশিক্ষক
২০৩. কীভাবে উদ্যোক্তা সৃষ্টি করা যায়?
ক) অর্থের যোগান দিয়ে
খ) ভূমির ব্যবস্থা করে
গ) প্রশিক্ষণের মাধ্যমে
ঘ) আইনশৃঙ্খলার মাধ্যমে
২০৪. যে কোন ধরণের পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক) শিল্প
খ) কৃষি
গ) ব্যবসা-বাণিজ্য
ঘ) সেবা
২০৫. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন কাঙ্খিত পর্যায়ে আসেনি কেন?
ক) চাকরির সহজলভ্যতা
খ) পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধা
গ) ব্যাপক প্রচার
ঘ) অনুকূল পরিবেশের অভাব
২০৬. বাংলাদেশের মানুষ কোনটির প্রতি সবচেয়ে বেশি নির্ভরশীল-
ক) শিল্প
খ) কৃষি
গ) ব্যবসা-বাণিজ্য
ঘ) সেবা
২০৭. উদ্যোক্তার গুণাবলি হলে-
i . আত্মবিশ্বাস, স্বাধীনচেতা, উদ্যমী
ii. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল
iii. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২০৮. রাকিব একজন শিক্ষিত বেকার। তিন অন্যের আধি চাকরি করা পছন্দ করেন না। তিনি যদি ব্যবসায় করতে চান তবে তাকে প্রথমে কী করতে হবে?
ক) ঋণ গ্রহণ করতে হবে
খ) মূলধন গঠন করতে হবে
গ) ঝুঁকি গ্রহণ করতে হবে
ঘ) উদ্যোগ গ্রহণ করতে হবে
২০৯. ব্যবসায় পরিচালনার জন্যে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা হলো-
i . বিদ্যুৎ ব্যবস্থা
i i . গ্যাসের ব্যবস্থা
i i I . যাতায়াত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২১০. যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি কী?
ক) উদ্যোক্তা
খ) ব্যবসায় উদ্যোক্তা
গ) কর্মঠ
ঘ) মালিক
২১১. ব্যবসায় উদ্যোগের ক্ষেত্র কোনগুলো?
ক) ক্রয়-বিক্রয়, লেনদেন, সেবামূলক
খ) বাণিজ্য, লেনদেন, উৎপাদনমূলক
গ) ক্রয়-বিক্রয়, সেবামূলক, উৎপাদনমূলক
ঘ) সেবামূলক, উৎপাদন
২১২. কীভাবে জাতীয় আয় বৃদ্ধি পায়?
ক) কৃষি
খ) শিল্প
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) ব্যবসায়
২১৩. কোনটি ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা?
i.প্রশিক্ষনের অভাব
ii. রাজনৈতিক অস্থিরতা
iii. ধর্মীয় অনুভূতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৪. বাঁশ বা বেতের তৈরি জিনিসের ব্যবসায়ের সাথে সাথে কোনো ব্যক্তির নতুন ধরণের বেতের চেয়ার তৈরির পদক্ষেপকে কী বলা হয়?
ক) উদ্যোগ
খ) উদ্যোক্তা
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) ব্যবসায় উদ্যোক্তা
২১৫. উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়?
ক) ব্যক্তিগত নৈপূণ্যের দ্বারা
খ) জন্মগতভাবে
গ) শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে
ঘ) উদ্যমহীন ব্যক্তিকে অনুপ্রাণিত করে
২১৬. মুদি দোকান স্থাপন করা কী?
ক) সমাজসেবা
খ) ব্যবসায় উদ্যোগ
গ) উদ্যোগ
ঘ) সামাজিক ব্যবসায়
২১৭. ফটোকপি এর দোকান স্থাপন ও পরিচালনা করা কী?
ক) উদ্যোগ
খ) শিল্প উদ্যোগ
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) সমাজসেবার উদ্যোগ
২১৮. কীসের মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের সম্প্রসারণ ও সমৃদ্ধি ঘটে?
ক) অবকাঠামোর
খ) পর্যাপ্ত পুঁজির
গ) সরকারি পৃষ্ঠপোষকতার
ঘ) প্রশিক্ষণের
২১৯. নিচের কোনটি বাংলাদেশের স্বনামধন্য উদ্যোক্তা?
i. জহুরুল ইসলাম
ii. হেনরি ফোর্ড
iii. স্যামসন এইচ চৌধুরী
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২০. উদ্যোক্তা জন্মগতভাবে কোন গুণের অধিকারী হন?
ক) নমনীয়তা গুণের
খ) ব্যক্তিগত গুণের
গ) সামাজিক গুণের
ঘ) সৃজনশীল গুণের
২২১. একজন উদ্যোক্তা প্রথমত কোন কাজটি করে থাকেন?
ক) বেকার সমস্যার সমাধান করেন
খ) যোগ্য কর্মী নির্বাচন করেন
গ) বিরাজমান সুযোগ-সুবিধা চিহ্নিত করেন
ঘ) সরকারের সহায়তা নেন
২২২. হাবিব ‘ক’ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। তার অর্জিত শিক্ষা ব্যবস্থা-
i . মুখস্তনির্ভর
i i . তাত্বিক
i i i . বৃত্তিমূলক
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২২৩. উদ্যোক্তা জনামগতভবেই উদ্যোক্তা কেন?
ক) ব্যক্তিগত কারণে
খ) পারিবারিক কারণে
গ) সামাজিক কারণে
ঘ) অর্থনৈতিক কারণে
২২৪. উদ্যোক্তা কেন আরাম-আয়েশ পরিত্যাগ করেন?
ক) ব্যক্তিগত কারণে
খ) অর্থনৈতিক কারণে
গ) লক্ষ্য অর্জনে
ঘ) মুনাফার আশায়
২২৫. ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাসআমাদের দেশে গড়ে না ওঠার কারণ কোনটি?
ক) বৃত্তিমূলক শিক্ষার অভাব
খ) প্রচার-প্রচারণার অভাব
গ) উৎসাহ প্রদানের অভাব
ঘ) মূলধনের অভাব
২২৬. একজন সফল উদ্যোক্তা তার কাজের সাফল্যে-
i . অহংকারবোধ করেন
i i . পরিতৃপ্তি পান
i i i . অসীম আনন্দ পান
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২২৭. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধাসমূহ কী কী?
i.সুষ্ঠু পরিকল্পনার অভাব
ii. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
iii. প্রচার-প্রচারণার অভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৮. একজন উদ্যোক্তার প্রধান গুণ কয়টি?
ক) ১৪ টি
খ) ১৮ টি
গ) ২০ টি
ঘ) ২২ টি
২২৯. কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অন্যতম বাধা কোনটি?
ক) প্রশিক্ষণের অভাব
খ) আইনের অভাব
গ) অশিক্ষিত জনগণ
ঘ) রাজনৈতিক অস্থিরতা
২৩০. কী অর্জন না করা পর্যন্ত উদ্যোক্তা কাজে নিয়োজিত থাকেন?
ক) ফলাফল
খ) মুনাফা
গ) সুনাম
ঘ) জনপ্রিয়তা
২৩১. একজন সফল উদ্যোক্তার বড় গুণ কোনটি?
ক) পরিমিত ঝুঁকি গ্রহণ
খ) সাংগঠনিক ক্ষমতা
গ) নমনীয়তা
ঘ) ঝুঁকি গ্রহণের ক্ষমতা
২৩২. উদ্যোক্তাগণ জন্মগতভাবেই কী?
ক) শিল্পোদ্যোক্তা
খ) উদ্যোক্তা
গ) বিজ্ঞানী
ঘ) কৌতুহলী
২৩৩. খেলনা তৈরির ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা কী?
ক) উদ্যোগ
খ) শিল্প উদ্যোগ
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) সমাজসেবার উদ্যোগ
২৩৪. যে গুণগুলো উদ্যেক্তার ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণতা হল-
i.মুনাফার প্রতি আকর্ষণ
ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৩৫. আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে-
i . সম্পদের সঠিক ব্যবহার
i i . জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধিতে
i i i . দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩৬. নিচের কোনটি সরকারি পৃষ্ঠপোষকতার অন্তর্গত?
ক) বাজার সৃষ্টি
খ) বিনামূল্যে পণ্য বিতরণ
গ) বিনা সুদে মূলধন সরবরাহ
ঘ) পর্যাপ্ত পুঁজির নিশ্চয়তা
২৩৭. ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে কেন?
ক) উদ্যোক্তা সৃষ্টি করতে
খ) পুঁজির যোগান নিশ্চিত করতে
গ) ঝুঁকি হ্রাস করতে
ঘ) মুনাফা বৃদ্ধি করতে
২৩৮. আমেরিকায় ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
ক) অ্যামফোর্ড
খ) লীফোর্ড
গ) হেনরি ফোর্ড
ঘ) এল.এ. এলেন
২৩৯. যানবাহন মেরামত দক্ষতা না থাকায় কোথা থেকে আমিনুল প্রশিক্ষণ নেন?
ক) ওয়ার্কসপ
খ) উদ্যোক্তা প্রশিক্ষণকেন্দ্র
গ) গ্রামীণ ব্যাংক
ঘ) যুব উন্নয়ন অধিদপ্তর
২৪০. বাংলাদেশের মতো দেশে কিসের উন্নয়ন প্রয়োজন?
ক) জনসংখ্যার
খ) সামাজিক
গ) অর্থনৈতিক
ঘ) দারিদ্র
২৪১. জনাব মুরাদের সফল হওয়ার জন্যে প্রয়োজন-
i . দৃঢ় মনোবল
i i . সাহস
i i i . মুনাফার নিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২৪২. কোনটি শিল্পোদ্যোগ?
ক) বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ
খ) মুদির দোকান প্রতিষ্ঠার উদ্যোগ
গ) শেয়ার ব্যবসায়ের উদ্যোগ
ঘ) সিমেন্ট কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ
২৪৩. ফোর্ড কোন দেশের কোম্পানী?
ক) জাপান
খ) ইংল্যান্ড
গ) আমেরিকা
ঘ) বাংলাদেশ
২৪৪. দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদের সদ্ব্যবহার এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কারা অবদান রেখে চলছে?
ক) শ্রমিক
খ) উদ্যোক্তা
গ) সরকার
ঘ) জনগণ
২৪৫. মি. শেখ মমিন উদ্দীন শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের ব্যবস্থা করেছেন। তিনি এ মাধ্যমে কোনটি দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন?
ক) অশিক্ষা
খ) সন্ত্রাস
গ) বেকারত্ব
ঘ) কুশিক্ষা
২৪৬. নিচের কোনটি বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন বাধা দূরীকরণে সহায়ক?
ক) স্বল্পমেয়াদি পরিকল্পনা
খ) মধ্যমেয়াদি পরিকল্পনা
গ) স্থায়ী পরিকল্পনা
ঘ) বাস্তবভিত্তিক পরিকল্পনা
২৪৭. ব্যবসায় উদ্যোগের সাথে কিসের সম্পর্ক বিদ্যমান?
ক) উদ্যোক্তার
খ) পরিচালনার
গ) অর্থের
ঘ) ঝুঁকির
২৪৮. ইশতা আক্তারের কোন ব্যবসায়টি পূর্ণ ছিল?
ক) ফ্যাশন হাউজ
খ) মোবাইল
গ) গাড়ি
ঘ) কাপড়
২৪৯. উদ্যোগ গ্রহণের জনহিতকরমূলক কাজ হলো-
i . স্কুল কলেজ প্রতিষ্ঠা
i i . খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা
i i i . হাসপাতাল প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২৫০. ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকান্ড সফলভাবে পরিচালনা করতে সহায়তা করে কোনটি?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) অর্থ
ঘ) শ্রম
২৫১. নিচের কোনটি উদ্যোক্তার গুণ নয়?
ক) উদ্যম
খ) সাহস
গ) উদ্ভাবনী শক্তি
ঘ) অভিযোজন ক্ষমতা
২৫২. বর্তমানে বাজারে লিচুর চাহিদা প্রচুর। কিন্তু হাসান কম পরিমাণে বাজারে লিচু সরবরাহ করেছেন। এক্ষেত্রে হাসানের কম সরবরাহের কারণ কোনটি?
ক) অভিজ্ঞতার অভাব
খ) ঝুঁকি গ্রহণের সাহসিকতার অভাব
গ) মূলধনের অভাব
ঘ) দূরদৃষ্টির অভাব
২৫৩. আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভূমিকা রয়েছে?
ক) শ্রমিকদের
খ) উদ্যোক্তাদের
গ) সরকারের
ঘ) জমিদারদের
২৫৪. জনাব রহমান মুদির দোকানি থেকে xyz গ্রুপের মালিক হলেন। তার এ সফলতার পিছনে কাজ করছে-
i . দৃঢ় মনোবল
i i . কঠোর পরিশ্রম
i i i . উচ্চ পর্যায়ের যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২৫৫. নতুন কর্মসংস্থান সৃষ্টির ফলে-
i . বেকার সমস্যা দূর হয়
i i . শিল্প সম্প্রসারণ হয়
i i i . জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৬. প্রকৃত উদ্যোক্তারা কী থেকে শিক্ষা গ্রহণ করেন?
ক) আলোচনা
খ) পরামর্শ
গ) ভুল
ঘ) নির্দেশনা
২৫৭. নিচে কোনটি জনবহুল দেশ?
ক) আমেরিকা
খ) ঘানা
গ) বাংলাদেশ
ঘ) ইংল্যান্ড
২৫৮. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতের উন্নয়ন সম্ভব?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) শিল্প উদ্যোগ
ঘ) যৌথ উদ্যোগ
২৫৯. ইশতার মোবাইল ব্যবসায়ে ব্যর্থতার কারণ হলো-
i . অর্থের পরিমাণ বিবেচনা না করা
i i . ঝুঁকির পরিমাণ বিবেচনা না করা
i i i . বাজার চাহিদা বিবেচনা না করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৬০. উদ্যোক্তারা কোন ধরণের কাজ করতে বেশি আনন্দ পান?
ক) পিছিয়ে পড়া
খ) পুরোনো
গ) চ্যালেঞ্জমূলক
ঘ) নতুন
২৬১. নিচের কোনটি উদ্যোক্তার গুণ?
ক) আত্মবিশ্বাস
খ) ঝুঁকি না নেওয়ার ক্ষমতা
গ) শিক্ষা
ঘ) বয়স
২৬২. উদ্যোক্তা সরকার প্রদত্ত সুযোগ ব্যবহার করে কীসের পরিচয় দেয়?
ক) সাহসের
খ) উদ্ভাবনী শক্তির
গ) দক্ষতার
ঘ) সৃষ্টিশীলতার
২৬৩. ব্যবসায়িক লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করেন কে?
ক) চাকরিজীবী
খ) উদ্যোক্তা
গ) শ্রমিক
ঘ) পাওনাদার
২৬৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
ক) ২০ ভাগ
খ) ৩০ ভাগ
গ) ৪০ ভাগ
ঘ) ৫০ ভাগ
২৬৫. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে-
i. ব্যবসায় উদ্যোগ
ii. উদ্যোক্তা
iii. শ্রমিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬৬. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ?
ক) নিজেদের ব্যবহারের জন্য আসবাবপত্র তৈরি
খ) বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র তৈরি
গ) বিবাহভোজের উদ্দেশ্যে আসবাবপত্র ভাড়া নেওয়া
ঘ) আসবাবপত্রের দোকানে চাকরির উদ্যোগ
২৬৭. ব্যবসায়িক ঝুঁকি হলো-
i . উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়া
i i . সেবার চাহিদা কমে যাওয়া
i i i . উৎপাদনের পরমাণ কমে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৬৮. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কোনটি?
i.পরনির্ভরশীলতা দূরীকরণ
ii. বেকারসমস্যা হ্রাস
iii. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬৯. ইশতা আক্তার তার ব্যবসায়ের আয় থেকে-
i . পরিবারকে সহায়তা করেন
i i . নতুন ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেন
i i i . পরিবারের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭০. বাংলদেশের স্বনামধন্য উদ্যোক্তা হলেন-
ক) হেনরি ফোর্ড
খ) এল. এলেন
গ) কনোকে ম্যাটসুসিটা
ঘ) স্যামসন এইচ চৌধুরী
২৭১. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে নিচের কোনটির ভূমিকা রয়েছে-
ক) উদ্যোগ ও উদ্যোক্তা
খ) ব্যবসায় উদ্যোগ
গ) অর্থ
ঘ) কৃষি
২৭২. আমাদের দেশে বেকার যুবশক্তি বিভিন্ন মুখে ব্যবসায় উদ্যোগ সম্পর্কে জানতে পারে না কেন?
ক) সুষ্ঠু পরিকল্পনার অভাবে
খ) প্রচার-প্রচারণার অভাবে
গ) পর্যাপ্ত কারিগরি শিক্ষার অভাবে
ঘ) অনুকূল পরিবেশের অভাবে
২৭৩. যেকোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা কোনটি?
ক) রাজনৈতিক অস্থিরতা
খ) সামাজিক অস্থিরতা
গ) আর্থিক প্রতিষ্ঠানের পর্যাপ্ততা
ঘ) মূলধনের অভাব
২৭৪. জনাব আলম একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। তাকে গার্মেন্টস প্রতিষ্ঠা সংক্রান্ত যাবতীয় কাজ সফলভাবে পরিচালনা করতে সহায়তা করবে কোনটি?
ক) ব্যবসায় উদ্যোগ
খ) বৈদেশিক বাণিজ্য
গ) সরকার
ঘ) ব্যাংক
২৭৫. ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্যে প্রয়োজন হয়-
i . অর্থ বিনিয়োগ
i i . শ্রম বিনিয়োগ
i i i . ব্যাংকের সাথে ভালো সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২৭৬. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা উদ্যোক্তারে কীসের মধ্যে পড়ে?
ক) সুবিধা
খ) সুযোগ
গ) গুণাবলি
ঘ) কার্যাবলী
২৭৭. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ নয়?
i. কারখানা নির্মাণ
ii. নার্সারি তৈরি
iii. পারিবারিক চাহিদা মেটানোর জন্য ফলের বাগান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৭৮. ব্যবসায়ে সকল বাধা মোকাবিল করে কে?
ক) অর্থনীতিবিদ
খ) কর্মচারী
গ) শিল্পপতি
ঘ) উদ্যোক্তা
২৭৯. শিল্পোদ্যোক্তা সৃষ্টি করা যায়-এর অনুকূলে নিচে কতিপয় যুক্তি উপস্থাপন করা হল-
i.বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম দ্বারা শিল্পোদ্যোগ সম্পর্কীয় গুণ ও দক্ষতা অর্জন করা যায়
ii. মানুষের সুপ্ত মেধা ও যোগ্যতা প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হয়।
iii. শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিল্পোদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হলে কেউ আর চাকরি করত না।
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
২৮০. যে কোন কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?
ক) ব্যবসায়
খ) উদ্যোগ
গ) উদ্যোক্তা
ঘ) ব্যবসায় উদ্যোগ
২৮১. ব্যবসায় উদ্যোগের ফলাফল কী?
ক) একটি ব্যবসায় প্রতিষ্ঠান
খ) একটি কর্মসংস্থান
গ) একটি ঝুঁকি গ্রহণ
ঘ) পণ্য উৎপাদন
২৮২. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য?
ক) পণ্য ও সেবা
খ) উদ্যোগ
গ) চিন্তা-ভাবনা
ঘ) ঋণ
২৮৩. ইশতা ঝুঁকির পরিমাণ বিবেচনা না করায় ব্যবসায়ে কী হয়?
ক) লাভ
খ) লোকসান
গ) অধিক লাভ
ঘ) অধিক লোকসান
২৮৪. কিসের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব?
ক) সরকারি
খ) বেসরকারি
গ) রাজনৈতিক
ঘ) জনগণ
২৮৫. আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজন রয়েছে-
i . অর্থনৈতিক স্থিতিশীলতার
i i . রাজনৈতিক স্থিতিশীলতার
i i i . সামাজিক স্থিতিশীলতার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৮৬. কোনটি সফল উদ্যোক্তার গুণ নয়?
ক) স্বাধীনচেতা
খ) সাহসী
গ) আত্মবিশ্বাস
ঘ) পারিবারিক মর্যাদা
২৮৭. আমাদের দেশে উদ্যোগ গ্রহণে আগ্রহী ব্যক্তিগণ কেন এগিয়ে আসতে পারেন না?
ক) জ্ঞানের অভাব
খ) পর্যাপ্ত শ্রমিকের অভাব
গ) প্রয়োজনীয় মূলধনের অভাব
ঘ) ভূমির অভাব
২৮৮. মি. মহসিন ফলের ব্যবসায়ী। লাভ কম হলেও তিনি তার ফলে ফরমালিন মেশান না। তার মধ্যে সামাজিক পরিবেশের কোন দিকটি ফুটে ওঠেছে?
ক) সফলতার
খ) দায়বদ্ধতার
গ) নেতৃত্বের
ঘ) জনপ্রিয়তার
২৮৯. ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তার সাথে শব্দ দুটির একটি অন্যটির সাথে সম্পর্ক কেমন?
ক) আংশিক জড়িত
খ) পরিপূরক
গ) অঙ্গাঙ্গিভাবে জড়িত
ঘ) সমর্থক
২৯০. নিচের কোনটি বংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা নয়?
ক) সুষ্ঠু পরিকল্পনার অভাব
খ) চাকরির প্রতি আগ্রহীনতা
গ) প্রচার-প্রচারণার অভাব
ঘ) কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
২৯১. উদ্যোক্তার বিশেষ গুণ কোনটি?
ক) সাহস
খ) আত্মবিশ্বাস
গ) অধ্যাবসায়
ঘ) শিক্ষা গ্রহণ
২৯২. ঢাকার রানা প্লাজায় ইশতা ফ্যাশন হাউজ-এর মালিক কে?
ক) ইশতা জামান
খ) ইশতা আক্তার
গ) জনাব কামাল
ঘ) জনাব জামাল
২৯৩. সফল উদ্যোক্তাগণ দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ-সুবিধাকে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে সক্ষম হন?
ক) সামাজিক
খ) রাষ্ট্রীয়
গ) পারিবারিক
ঘ) বাণিজ্যিক
২৯৪. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i.প্রচার-প্রচারণার অভাব
ii. প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব
iii. কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯৫. কোনটির কারণে বিদেশিরা এদেশে শিল্প কলকারখানা স্থাপনে বেশি অনুৎসাহিত হতে পারেন?
ক) আইনগত জটিলতা
খ) প্রতিকূল বিনিয়োগ নীতি
গ) শ্রমিকের স্বল্পতা
ঘ) প্রতিকূল জলবায়ূ
২৯৬. নিচের কোনটি জাপানের পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান?
ক) ফোর্ড
খ) বাটা
গ) এপক্স
ঘ) স্যাটসুসিটা
২৯৭. পরিবারের সদস্যরা ইশতা আক্তারকে মোবাইল ব্যবসায় সম্পর্কে সতর্ক করল কেন?
ক) জ্ঞান না থাকার কারণে
খ) পর্যাপ্ত মূলধন না থাকার জন্য
গ) ঝুঁকি বেশি থাকার কারণে
ঘ) পর্যাপ্ত লোকবলের অভাবের কারণে
২৯৮. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন-
ক) শিল্প জাতীয়করণ
খ) সাধারণ শিক্ষা
গ) জামানতবিহীন ঋণ
ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
২৯৯. আবিদ নামের একজন বেকার যুবক যদি কারো অধীনে না থেকে নিজেই ব্যবসায় করতে চায় তবে তাকে প্রথমে কী করতে হবে?
ক) মূলধন গঠন করতে হবে
খ) ঋণ গ্রহণ করতে হবে
গ) উদ্যোগ গ্রহণ করতে হবে
ঘ) ঝুঁকি গ্রহণ করতে হবে
৩০০. কোন বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রমে ব্যাপকভাবে অন্তর্ভূক্ত করা উচিত?
ক) সামাজিক উন্নয়ন
খ) শিল্পোদ্যোগ উন্নয়ন
গ) বৈদেশিক উন্নয়ন
ঘ) উদ্যোক্তা
৩০১. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কোনটি?
i.জাতীয় আয় বৃদ্ধি
ii. নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি
iii. দক্ষ মানবসম্পদ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০২. আলমাস একটি মুদির দোকান দিল। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কীরূপ?
ক) সীমিত
খ) বেশি
গ) পর্যাপ্ত
ঘ) অত্যধিক
৩০৩. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ হলো-
i . উন্নত কাঠামোগত উন্নয়ন
i i . সরকারি পৃষ্ঠপোষকতা
i i i . আর্থসামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৪. যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন-
i.পরিশ্রম
ii. ইচ্ছা
iii. কর্ম প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩০৫. কোন কারণে উদ্যোক্তার যে কোন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে?
ক) মাত্রাতিরিক্ত ঝুঁকি
খ) আর্থিক ঝুঁকি
গ) অনার্থিক ঝুঁকি
ঘ) সম্পদের ঝুঁকি
৩০৬. কম ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে কোনটি সীমিত?
ক) লোকসান
খ) মুনাফা
গ) ব্যয়
ঘ) মূলধন
৩০৭. একজন উদ্যোক্তা বিশেষ আনন্দ পান-
i.শিক্ষামূলক কাজ করতে
ii. চ্যালেঞ্জমূলক কাজ করতে
iii. গবেষণামূলক কাজ করতে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
৩০৮. আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কী কী?
i.দক্ষ মানবসম্পদ সৃষ্টি
ii. পরনির্ভরশীলতা দূরীকরণ
iii. জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৯. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলা যায়?
ক) ঝুঁকি
খ) ব্যবসায়ের ঝুঁকি
গ) অনিশ্চয়তা
ঘ) ক্ষতি
৩১০. ব্যবসায় উদ্যোগ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে-
i .প্রাকৃতিক সম্পদের
i i . মানব সম্পদের
i i i . শিল্প সম্পদের
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৩১১. কে গতিশীল নেতৃত্ব গুণের অধিকারী হয়ে থাকেন?
ক) বিজ্ঞানী
খ) শিল্পপতি
গ) উদ্যোক্তা
ঘ) সফল উদ্যোক্তা
৩১২. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি?
ক) অত্যধিক প্রচার
খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব
গ) চাকরিরর সহজলভ্যতা
ঘ) পর্যাপ্ত কারিগরি শিক্ষা
৩১৩. হাসিব আলী তার কাপড়ের ব্যবসায় হতে ২০১২ সাথে ১,০০,০০০ টাকা মুনাফা আশা করেছিল। কিন্তু বাস্তবে ৮০,০০০ টাকা মুনাফা হলো। এটি তার ব্যবসায়ের কোন ধরণের ঝুঁকি?
ক) আর্থিক ঝুঁকি
খ) অনার্থিক ঝুঁকি
গ) মূলধনের ঝুঁকি
ঘ) সম্পদের ঝুঁকি
৩১৪. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন-
অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি
পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
প্রশিক্ষণে সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১৫. উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
ক) Entrepreneur
খ) Extrapreneur
গ) Ertrepreneurohip
ঘ) Business Entrepreneur
৩১৬. মি. রাফি বেসাকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও চাকরির ধরা বাধা নিয়ম-কানুন ভালো না লাগায় তিনি চাকরি ছেড়ে ব্যবসায় শুরু করেন। এখানে মি. রাফির কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে?
ক) স্বাধীনতা
খ) ত্যাগী মনোভাব
গ) সরলতা
ঘ) অধ্যবসায়
৩১৭. সফল উদ্যোক্তার চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
ক) ব্যবসায়ক লক্ষ্য অর্জনে বিরামহীন শ্রম দেওয়া
খ) কাজে সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
গ) অন্যের ওপর প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালানো
ঘ) পরিবর্তিত পরিস্থিতির বিপক্ষে চলা
৩১৮. যেকোন ব্যবসায় উদ্যোগ সফল বাস্তবায়নের জন্য কীসের প্রয়োজন?
ক) পর্যাপ্ত পুঁজি
খ) ভূমি
গ) শ্রম
ঘ) প্রযুক্তি
৩১৯. দেশের অদক্ষ জনযোগষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারে কে?
ক) সরকার
খ) শিল্পপতি
গ) ব্যবসায়ী
ঘ) উদ্যোক্তা
৩২০. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক) জনকল্যাণ
খ) মুনাফা অর্জন
গ) ব্যবসায় সম্প্রসারণ
ঘ) ভবিষ্যৎ পরিকল্পনা
৩২১. কোনো উদ্যোক্তা কোন কারণে প্রথমবার ব্যর্থ হলে তার করণীয় হবে-
ক) পূর্বের প্রকল্পটি বাতিল করে ভিন্নধর্মী প্রকল্প দেওয়া
খ) ব্যর্থতার কারণ খুঁজে বের করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
গ) ব্যবসায় উদ্যোগের চিন্তা বাদ দিয়ে চাকরির সন্ধান করা
ঘ) অপেক্ষাকৃত ছোট আকারের প্রকল্প চালু করা
৩২২. একজন উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্য-
i . মুনাফার প্রতি তীব্র আকর্ষণ
i i . মূলধন যোগান ও ব্যবহারের ক্ষমতা
i i i . পেশাগত ও প্রযুক্তিগত অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩২৩. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ নয়?
ক) বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান
খ) ফটোকপি এর দোকান স্থাপন ও পরিচালনা
গ) চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও বিক্রয়
ঘ) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন
৩২৪. প্রতিকূল আইনশৃঙ্খলা ব্যবসায়ে কী ধরণের প্রভাব ফেলে?
ক) অধিক মুনাফা
খ) অনুকূল পরিবেশ
গ) মারাত্মক হুমকি
ঘ) কোনো প্রভাব পড়ে না
৩২৫. ব্যবসায় পরিচালনার জন্য আনুষঙ্গিক কোন সুযোগ সুবধিা প্রয়োজন?
i.বিদ্যুৎ
ii. গ্যাস
iii. যাতায়াত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২৬. কোন পরিবেশের অভাবে ব্যবসায় উদ্যোগের অগ্রযাত্রা ব্যহত হয়?
ক) প্রতিকূল
খ) অর্থনৈতিক
গ) অনুকূল
ঘ) কাঠামোগত
৩২৭. উদ্যোক্তা কে?
ক) যিনি শিল্পকারখানা স্থপন করেন
খ) যিনি ব্যবসায় শুরু করেন
গ) যিনি শিল্প বা ব্যবসায় শুরুর উদ্যোগ গ্রহণ করেন
ঘ) যিনি শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করেন
৩২৮. যে ব্যবসায়ে ঝুঁকির সম্ভাবনা কম সে ব্যবসায়ের লাভের সম্ভাবনা কেমন হয়?
ক) অর্ধেক
খ) পুরো
গ) কম
ঘ) বেশি
৩২৯. আমিনুল কোন কলেজ থেকে ডিগ্রি পাশ করেন?
ক) গুলশান মডেল কলেজ
খ) রাজউক কলেজ
গ) স্থানীয় কলেজ
ঘ) ঢাকা কলেজ
৩৩০. আমাদের দেশে কীসের ঘাটতি রয়েছে?
ক) মেধা
খ) মনন
গ) দক্ষতা
ঘ) অনুকূল পরিবেশ
৩৩১. ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি প্রতিশব্দ কী?
ক) Entrepreneurship
খ) Entrepreneurship
গ) Enterepreneur
ঘ) Extrepreneur
৩৩২. উদ্যোক্তা সৃষ্টি করা যায়-
i . শিক্ষার মাধ্যমে
i i . প্রশিক্ষণের মাধ্যমে
i i i . সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩৩৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য দরকার-
ক) সাধারণ শিক্ষা
খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
গ) কর্মসংস্থান
ঘ) প্রয়োজনীয় অর্থসংস্থান
৩৩৪. অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে?
ক) ২০ ভাগ
খ) ৪০ ভাগ
গ) ৬০ ভাগ
ঘ) ৮০ ভাগ
৩৩৫. জামিল একটি ফলের দোকান দিল। তার এ উদ্যোগের বৈশিষ্ট্য হলো-
i . কর্মসংস্থান সৃষ্টি
i i . মূলধন গঠন
i i i . খাদ্যজাত দ্রব্যাদির উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৩৩৬. বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা কী?
ক) উদ্যোগ
খ) শিল্প উদ্যোগ
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) সমাজসেবার উদ্যোগ
৩৩৭. নিচের কোন শব্দগুচ্ছ উদ্যোক্তার গুণাবলি প্রকাশ পায়?
i.অতিরিক্ত আত্মবিশ্বাস, পরাধীন
ii. পুঁজি সংগ্রহে ব্যর্থ, নেতৃত্ব
iii. উদ্যম, অধ্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
৩৩৮. নতুন নতুন শিল্প স্থাপনের ফলে নিচের কোনটি বৃদ্ধি পায়?
ক) আয়
খ) ব্যয়
গ) বিনিয়োগ
ঘ) দক্ষতা
৩৩৯. দেশে কোনটির সরবরাহ করলে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পাবে?
ক) মূলধন
খ) ব্যাংকিং
গ) সমবায়
ঘ) শিল্প
৩৪০. ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্যে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন কোনটি?
ক) শ্রমিক
খ) উদ্যোগ গ্রহণ
গ) মূলধন
ঘ) কলাকৌশল
৩৪১. সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোক্তা সমস্যাগুলো পূর্বেই কী করেন?
ক) অনুমান করেন
খ) সরিয়ে দেন
গ) চিন্তা করেন না
ঘ) সমস্যা থাকে না
৩৪২. কিসের উন্নয়ন ঘটালে নতুন উদ্যোক্তারা পুজির যোগান পেতে পারে?
ক) বিমা ব্যবস্থা
খ) ব্যাংকিং ব্যবস্থা
গ) অর্থ ব্যবস্থা
ঘ) শিল্প ব্যবস্থা
৩৪৩. ইশতা আক্তার কোন কারণে ব্যবসায় শুরু করেন?
ক) অভাবের জন্য
খ) কর্মসংস্থানের জন্য
গ) মুনাফার জন্য
ঘ) শখের বশে
৩৪৪. বর্তমানে ব্যবহৃত প্রযুক্তির সাথে নতুন আবিষ্কৃত প্রযুক্তির তুলনা করে কাজে গতিশীলতা আনয়নে সফল উদ্যোক্তার ধারণা কেমন?
ক) যথার্থ
খ) মানসম্মত
গ) সঠিক
ঘ) সময়োপযোগী
৩৪৫. হাসিব সাহেব একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি অদক্ষ জনসংখ্যার জন্যে করতে পারেন-
i . উৎপাদনশীল কাজে নিয়োজিতকরণ
i i . দক্ষ মানব সম্পদে রূপান্তর
i i i .ঋণদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৩৪৬. স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে কারা?
ক) উদ্যোক্তারা
খ) বিজ্ঞানীরা
গ) প্রকৃত উদ্যোক্তারা
ঘ) ব্যবসায়ীরা
৩৪৭. কোনটি অর্জিত না হওয়া পর্যন্ত উদ্যোক্তা কাজে নিয়োজিত থাকেন?
ক) মুনাফা
খ) ফলাফল
গ) সুনাম
ঘ) জনপ্রিয়তা
৩৪৮. বর্তমানে উদ্যোক্তা হতে হলে নিচের কোনটি না থাকলেও চলে?
ক) শিক্ষা
খ) প্রশিক্ষণ
গ) সুযোগ-সুবিধা
ঘ) জন্মসূত্র
৩৪৯. ব্যবসায় স্থাপন করতে কে সহায়তা করে?
ক) অর্থ
খ) সরকার
গ) শ্রম
ঘ) ব্যবসায় উদ্যোগ
৩৫০. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কোনটি?
i.ব্যবসায় প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ
ii. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
iii. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৫১. ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে কে গভীর জ্ঞান রাখেন?
ক) উদ্যোক্তা
খ) ব্যবসায় উদ্যোক্তা
গ) শিল্প উদ্যোক্তা
ঘ) সফল উদ্যোক্তা
৩৫২. একজন উদ্যোক্তা হিসেবে জনাব ‘x’ যে কাজটি করে বিশেষ আনন্দ পাবেন তা হলো-
i . সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ
i i .চ্যালেঞ্জমূলক কাজে আত্মনিয়োগ
i i i . গবেষণাধর্মী কাজে আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩৫৩. যেকোন শিল্প প্রতিষ্ঠান গঠন করার জন্যে কয় ধরণের শিক্ষার প্রসার বাড়াতে হবে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৩৫৪. ব্যবসায় উদ্যোগের ফলে-
i . মানবসম্পদ উন্নয়ন হয়
i i . মূলধন গঠিত হয়
i i i . মোট উৎপাদন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩৫৫. উদ্যোক্তাগণ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে সীমিত সম্পদের মধ্যে কী তৈরি করেন?
ক) যোগাযোগ
খ) সম্পর্ক
গ) পরিকল্পনা
ঘ) সমন্বয়
৩৫৬. উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহণ করেন কীভাবে?
ক) অধ্যবসায়ের মাধ্যমে
খ) মূলধন গঠন করে
গ) উদ্ভাবনী শক্তির বলে
ঘ) প্রযুক্তির মাধ্যমে
৩৫৭. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়ক?
i.কর মওকুফ
ii. স্বল্প সুদে মুলধন সরবরাহ
iii. বিনা সূদে মূলধন সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৫৮. আফরোজার এই কর্ম প্রচেষ্টাকে কী বলে?
ক) ঝুঁকি
খ) শিল্প
গ) উদ্যোগ
ঘ) বিনিয়োগ
৩৫৯. শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে দেশে কী সৃষ্টি হয়?
ক) সম্পদ
খ) কর্মসংস্থান
গ) মূলধন
ঘ) উন্নয়ন
৩৬০. উদ্যোক্তারা প্রদত্ত সুযোগ-সুবধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেন?
ক) দেনাদারদের
খ) ক্রেতাদের
গ) সরকারের
ঘ) জনগণের
৩৬১. আশানুরূপ মুনাফা থেকে বাস্তবে কম মুনাফা অর্জিত হলে এটি কী ধরণের ঝুঁকির শামিল?
ক) আর্থিক
খ) অনার্থিক
গ) বাবশায়িক
ঘ) ফটকা
৩৬২. হেনরি ফোর্ড কোন দেশের শিল্পোদ্যোক্তা?
ক) আমেরিকা
খ) অস্ট্রেলিয়া
গ) জাপান
ঘ) জার্মান
৩৬৩. রূপদা প্রসাদ সাহা কোন দেশের শিল্পোদ্যোক্তা?
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) পাকিস্তান
ঘ) মায়ানমার
৩৬৪. সফল উদ্যোক্তা পরিতৃপ্তি ও অসীম আনন্দ পান কোন ক্ষেত্রে?
ক) চ্যালেঞ্জমূলক কাজ করে
খ) নতুন কিছু জানতে পেরে
গ) তাদের কাজের সাফল্যে
ঘ) ভুল অকপটে স্বীকার করে
৩৬৫. নতুন ও পুরাতন প্রযুক্তির সমন্বয়সাধন করা উদ্যোক্তার কোন ধরণের ধারণা?
ক) সময়োপযোগী
খ) গতানুগতিক
গ) আধুনিক
ঘ) সনাতন
৩৬৬. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ উন্নয়
ক) স্থায়ী পরিকল্পনা
খ) দীর্ঘমেয়াদি পরিকল্পনা
গ) স্বল্পমেয়াদি পরিকল্পনা
ঘ) বাস্তবভিত্তিক পরিকল্পনা
৩৬৭. নিচের কোনটি ঝুঁকিপূর্ণ কাজ?
ক) অর্থসংগ্রহ
খ) ব্যাংকিং ব্যবসায়
গ) ঋণ গ্রহণ
ঘ) ব্যবসায় স্থাপন
৩৬৮. কোনটি মানুষের সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে?
ক) উদ্যোগ
খ) চাকরি
গ) সমাজসেবা
ঘ) রাজনীতি
৩৬৯. জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে কারা?
ক) উদ্যোক্তা
খ) পরিচালক
গ) ব্যবস্থাপক
ঘ) শ্রমিক
৩৭০. নিচের কোনটি উদ্যোক্তার গুণাবলি নয়?
i.সততা
ii. সাংগঠনিক অদক্ষতা
iii. ব্যর্থতা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
৩৭১. কিসের জন্য আমিনুল প্রশিক্ষণ নেয়?
ক) পোল্ট্রি খামার করার জন্য
খ) বাড়ির আঙিনায় গাছ লাগানোর জন্য
গ) যানবাহন মেরামত দক্ষতা বৃদ্ধি
ঘ) বিদ্যালয় স্থাপনের জন্য
৩৭২. বর্তমান সময়ে উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়?
ক) ব্যক্তিগত নৈপুন্য দ্বারা
খ) জন্মগতভাবে
গ) শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে
ঘ) সদিচ্ছার দ্বারা
৩৭৩. আমিনুলের কাহিনি গল্পে আমিনুলের শিক্ষাগত যোগ্যতা কতটুকু?
ক) এস.এস.সি
খ) এইচ.এস.সি
গ) ডিগ্রি
ঘ) অনার্স
৩৭৪. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়-
i . নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে
i i . বেকার জনগণের প্রশিক্ষণের মাধ্যমে
i i i . মুনাফা অর্জনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৭৫. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তার প্রয়োজন কেন?
ক) বৈদেশিক সুনাম অর্জনের জন্যে
খ) অর্থনৈতিক উন্নয়নের জন্যে
গ) ব্যবসায়ে অভিজ্ঞতার জন্যে
ঘ) মূলধন সংগ্রহের জন্যে
৩৭৬. ব্যবসায় উদ্যোগের ঝুঁকি নিরসনে কোনটি প্রয়োজন?
ক) সহায়তা
খ) অধিক মুনাফা অর্জন
গ) অধিক প্রতিযোগিতা
ঘ) উন্নত পণ্য
৩৭৭. জনাব মনসুর আলী আসন্ন বৈশাখী মেলার চাহিদার কথা চিন্তা করে একটি জামদানি শাড়ির দোকান দেয়ার চিন্তা করলেন। এটি কী হিসেবে পরিচিত হবে?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) বৈশাখী উদ্যোগ
ঘ) মৌসুমী উদ্যোগ
৩৭৮. যার উদ্যোগ আছে তিনিই-
ক) শিল্পোদ্যোক্তা
খ) উদ্যোক্তা
গ) বিজ্ঞানী
ঘ) কৌতুহলী
৩৭৯. আমাদের দেশে কোনটির ব্যাপক অভাব রয়েছে?
ক) ভূমি
খ) শ্রমিক
গ) কাঁচামাল
ঘ) সুপরিকল্পনা
৩৮০. একজন উদ্যোক্তা-
i . নতুন ধারণার উদ্ভাবন করেন
i i . আবিস্কৃত ধারণাকে কাজে প্রয়োগ করেন্
i i i . উদ্ভাবন ও প্রয়োগের সময়সাধন করেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩৮১. উদ্যোগ ও উদ্যোক্তা একে অপরের সাথে-
ক) পরোক্ষভাবে জড়িত
খ) বিপরীত
গ) প্রত্যক্ষভাবে জড়িত
ঘ) জড়িত নয়
৩৮২. কোনটি উদ্যোক্তার গুণ?
i.কৃতিত্ব অর্জনের আকাঙ্খা
ii. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
iii. ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহনের মানসিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৮৩. ব্যবসায় উদ্যোগ সুযোগ সৃষ্টি করে-
i . কর্মসংস্থান
i i . অর্থ উপার্জন
i i i . নতুন সম্পদ তৈরি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩৮৪. জনাব আসলাম শহরে একটি ইস্পাত কারখানা স্থাপন করলে তার ব্যবসায়টি কোন ক্ষেত্রে অবদান রাখবে?
ক) জাতীয় আয় বৃদ্ধিতে
খ) বৈদেশিক সাহায্য আনতে
গ) সম্পদ গঠনে
ঘ) ইস্পাতের চাহিদা বাড়াতে
৩৮৫. ব্যবসায় উদ্যোগ সহায়তা করে-
i . ঝুঁকি পরিমাপ করতে
i i . সরকারকে সহায়তা করতে
i i i . প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৩৮৬. আমিনুল কত মাসের প্রশিক্ষণ নেন?
ক) ২ মাস
খ) ৩ মাস
গ) ৪ মাস
ঘ) ৫ মাস
৩৮৭. মিরাজ একজন বেকার যুবক। তিনি কারো অধনে না থেকে নিজেই ব্যবসায় করতে চান। সেক্ষেত্রে তাকে প্রথমে-
i . মূলথধন গঠন করতে হবে
i i . উদ্যোগ গ্রহণ করতে হবে
i i i . ঝুঁকি গ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩৮৮. কোন গুণটি উদ্যোক্তার সুনাম অর্জনে সহায়তা করে?
ক) ঝুঁকি গ্রহণের ক্ষমতা
খ) চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
গ) ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ
ঘ) আকর্ষণীয় ব্যক্তিত্ব
৩৮৯. নিজের অভিজ্ঞতা ও অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং নিজের কর্মক্ষেত্রে প্রয়োগ উদ্যোক্তার কেমন গুণ?
ক) সাধারণ
খ) বিশেষ
গ) চিন্তনীয়
ঘ) পছন্দনীয়
৩৯০. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগমূলক কার্যক্রম?
ক) বিনোদনের উদ্দেশ্যে গান করা
খ) জনসেবার উদ্দেশ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ
গ) শিক্ষকতার মাধ্যমে অর্থ উপার্জন
ঘ) লাভের আশায় ঝুঁকি থাকা সত্বেও মৎস চাষ
৩৯১. উদ্যোক্তারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন কী উদ্দেশ্যে?
ক) ভবিষ্যতে সফলভাবে ব্যবসায় পরিচালনার জন্যে
খ) ভবিষ্যতে কম ভুল হবে সেজন্যে
গ) ভবিষ্যতে ব্যবসায়ের উন্নতির জন্যে
ঘ) নিজেকে সংশোধন ও আত্মউন্নয়ন করার জন্যে
৩৯২. জনাব মুরাদকে আমরা কী হিসেবে অভিহিত করতে পারি?
ক) মিতব্যয়ী
খ) ব্যবসায় উদ্যোক্তা
গ) স্বাধীনচেতা
ঘ) পরিশ্রমী
৩৯৩. কোনটি উন্নত বিশ্বে অগ্রগতির প্রধান কারণ?
ক) মেধা
খ) মননশীলতা
গ) প্রশিক্ষণ
ঘ) অনুকূল পরিবেশ
৩৯৪. কোনটির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব?
ক) নতুন যন্ত্রপাতি ক্রয়
খ) নতুন উদ্যোক্তা সৃষ্টি
গ) নতুন শিল্প স্থাপন
ঘ) ব্যাপক এলাকা বিদ্যুতায়ন
৩৯৫. যেকোন কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) উদ্যোক্তা
ঘ) কর্মসংস্থান
৩৯৬. নিচে কোনটি উদ্যোক্তার উল্লেখযোগ্য দিক?
ক) ঝুঁকি গ্রহণের ক্ষমতা
খ) সততা
গ) সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
ঘ) সৃজনশীলতা
৩৯৭. ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) আত্মকর্মসংস্থান
ঘ) শিল্প
৩৯৮. প্রশিক্ষণ প্রদানের জন্য নিচের কোনটি গ্রহণ করতে হবে?
ক) কর্মসূচী
খ) প্রকল্প
গ) পরিকল্পনা
ঘ) খ+গ
৩৯৯. মি. রেদওয়ান ঝুঁকি আছে জেনেও লাভের আশায় স্থানীয় উৎপাদিত তলা থেকে সুতা তৈরির কারখানা স্থাপন করেন। তার এ কাজটিকে কী বলা হয়?
ক) উদ্যোগ
খ) ব্যবসায় উদ্যোগ
গ) ঝুঁকি গ্রহণ
ঘ) উদ্যোক্তা উন্নয়ন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও।
শ্রীপুরের জনাব শিমূল তার নিজ এলাকায় নজস্ব পুঁজি নিয়ে একটি মাছের খামার গড়ে তোলেন। কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা ও অধ্যবসায়ের ফলে তিনি সফলতা লাভ করেছেন।বছর দুইপরে তিনি আরও তিনটি মাছের খামার প্রতিষ্ঠা করে বেকার যুবকদের চাকরি দিয়েছেন। তিনি এখন বেশ স্বাবলম্বী।
৪০০. কঠোর পরিশ্রম জনাব শিমূলের কোন ধরণের বৈশিষ্ট্য?
ক) ব্যক্তিগত বৈশিষ্ট্য
খ) সামাজিক বৈশিষ্ট্য
গ) মনস্তাত্বিক বৈশিষ্ট্য
ঘ) অর্থনৈতিক বৈশিষ্ট্য
৪০১. জনাব শিমূল এলাকার যুবকদের চাকরি দেয়ার ফলে-
i . কর্মসংস্থান সৃষ্টি হয়েছে
i i . বেকারত্ব হ্রাস পেয়েছে
i i i . আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
No comments:
Post a Comment