অধ্যায় - ২: ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা


১. নাটক আয়োজন একটি-
i. কষ্টসাধ্য কাজ
ii. সৃজনশীল কাজ
iii. চাঞ্চল্যকর কাজ
নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i
  • ঘ) ii
  • সঠিক উত্তর: (ক)
    ২. একটি ব্যবসায় প্রতিষ্ঠান কিসের বাস্তব রূপ?
  • ক) উদ্যোগ
  • খ) সরকার
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) ব্যবস্থাপক
  • সঠিক উত্তর: (গ)
    ৩. অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নিচের কোনটি প্রয়োজন?
  • ক) সীমিত সম্পদ পরিকল্পনা
  • খ) সুযোগের অপেক্ষা
  • গ) অর্থ
  • ঘ) পদক্ষেপ গ্রহণ
  • সঠিক উত্তর: (ক)
    ৪. কনোকে ম্যাটসুসিটা কোন দেশের শিল্পোদ্যোক্তা?
  • ক) জাপান
  • খ) জার্মান
  • গ) অস্ট্রেলিয়া
  • ঘ) আমেরিকা
  • সঠিক উত্তর: (ক)
    ৫. ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি কোনটি?
  • ক) প্রতিকুল আইন-শৃঙ্খলা পরিস্থিতি
  • খ) বিক্রয় হ্রাস
  • গ) যাতায়াত সমস্যা
  • ঘ) বিমার অভাব
  • সঠিক উত্তর: (ক)
    ৬. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কী?
  • ক) ভবিষ্যত পরিকল্পনা
  • খ) ব্যবসায় সম্প্রসারণ
  • গ) জনকল্যাণ
  • ঘ) উন্নয়ন
  • সঠিক উত্তর: (গ)
    ৭. ব্যবসায় প্রবর্তন উদ্যোক্তার প্রাথমিক কাজ। এজন্য উদ্যোক্তাকে নিচের কাজগুলো সম্পাদন করতে হয়-
    i.ব্যবসায়ের প্রকৃতি নির্ধারণ
    ii. ব্যবসায়ের অবস্থান নির্ধারণ
    iii. আনুষঙ্গিক সরকারি নীতিমালা পর্যালোচনা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮. একটি নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন-
    i.সাধারণ জ্ঞান
    ii. শিক্ষাগত যোগ্যতা
    iii. অভিজ্ঞতা ও প্রশিক্ষণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও iii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i ও ii
  • সঠিক উত্তর: (ক)
    ৯. কোন কাল থেকে বাংলাদেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল?
  • ক) ভবিষ্যতকাল
  • খ) অতীতকাল
  • গ) স্মরণাতীতকাল
  • ঘ) কোনোটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১০. উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান কেন?
  • ক) সীমিত সাফল্য অর্জন করা যায়
  • খ) অধিক ঝুঁকি গ্রহণ করা যায়
  • গ) মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের সদ্ব্যবহার করা যায়
  • ঘ) পেশাগত অভিজ্ঞতা বৃদ্ধি পায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১. যেকোন ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য কী প্রয়োজন?
  • ক) সম্পদ
  • খ) পুঁজি বা মূলধন
  • গ) জমি
  • ঘ) উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (খ)
    ১২. একজন উদ্যোক্তা সুযোগ-সুবিধা চিহ্নিত করে তা কোন উদ্দেশ্যে ব্যবহার করেন?
  • ক) অর্থনৈতিক
  • খ) সামাজিক
  • গ) বাণিজ্যিক
  • ঘ) রাজনৈতিক
  • সঠিক উত্তর: (গ)
    ১৩. অন্য ব্যবসায়ের ওপর নিজের ব্যবসায়ের প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষমতা সফল উদ্যোক্তার কী বলে বিবেচিত হয়?
  • ক) সাধারণ যুগ
  • খ) সাধারণ বৈশিষ্ট্য
  • গ) বিশেষ গুণ
  • ঘ) বিশেষ বৈশিষ্ট্য
  • সঠিক উত্তর: (গ)
    ১৪. জনাব হাসান নিজের এবং অন্যদের নিকট থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে নিজ গ্রামে একটি পাঠাগার স্থাপন করলেন। এটি পরিচয় বহন করে-
    i . দৃঢ় মনোবলের ফল
    i i . উদ্যোগ গ্রহণের ফসল
    i i i . মুনাফা অর্জনের উপায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i I
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ১৫. যেকোন পরিকল্পনাকে ব্যর্থতার পর্যবসিত করতে পারে-
    i . মাত্রাতিরিক্ত ঝুঁকি
    i i . অতি আত্মবিশ্বাস
    i i i . অধিক পরামর্শ গ্রহণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ১৬. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা উদ্যোক্তার কোন ধরণের গুণ?
  • ক) বিশেষ গুণ
  • খ) সাধারণ গুণ
  • গ) অন্যতম গুণ
  • ঘ) প্রধান গুণ
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন-
    i.উন্নত অবকাঠামোগত উপাদান
    ii. সরকারি পৃষ্ঠপোষকতা
    iii. আর্থসামাজিক স্থিতিশীলতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮. ক্রিকেট খেলা আয়োজন করা কী?
  • ক) উদ্যোগ
  • খ) শিল্প উদ্যোগ
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) সমাজসেবার উদ্যোগ
  • সঠিক উত্তর: (ক)
    ১৯. ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝ?
  • ক) ব্যবসার প্রতি আগ্রহ
  • খ) ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন
  • গ) ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের জন্য গৃহীত কার্যক্রম
  • ঘ) ব্যবসায় পরিচালনা
  • সঠিক উত্তর: (গ)
    ২০. নিচের কোনটি দ্বারা আমিনুলের কাহিনির আমিনুল ধীরে ধীরে ব্যবসায়ের সুনাম ছড়ায়?
    i. কঠোর পরিশ্রম
    ii. দক্ষ সেবা
    iii. সততা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কোনটি নিশ্চিত করা সম্ভব?
    i.বিনিয়োগ বৃদ্ধি
    ii. সম্পদের সুষ্ঠু ব্যবহার
    iii. জাতীয় উৎপাদন বৃদ্ধি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কে ভূমিকা রাখে?
  • ক) ক্রেতা
  • খ) ভোক্তা
  • গ) উদ্যোক্তা
  • ঘ) বৈদেশিক কুটনৈতিক
  • সঠিক উত্তর: (গ)
    ২৩. উদ্যোক্তারা দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ-সুবিধাগুলো চিহ্নিত করে তা বাণিজ্যিক লক্ষ্যে ব্যবহার করতে সক্ষম। কারণ-
    i . আকর্ষণীয় ব্যক্তিত্ব, ত্যাগী মনোভাব সম্পর্কিত গুণাবলির জন্যে
    i i . অধ্যবসায়, দূরদর্শিতা সম্পর্কিত গুণাবলির জন্যে
    i i i . সাহসী, পূর্বানুমান সম্পর্কিত গুণাবলির জন্যে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ২৪. ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি কোনটি?
  • ক) মুনাফা অর্জন
  • খ) সংবেদনশীলতা
  • গ) সামাজিক দায়বদ্ধতা
  • ঘ) সম্পদ সৃষ্টি করা
  • সঠিক উত্তর: (খ)
    ২৫. সরকারের জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করে কে?
  • ক) উদ্যোক্তা
  • খ) বিদেশী কুটনৈতিক
  • গ) ভোক্তা
  • ঘ) বেকার যুবক
  • সঠিক উত্তর: (ক)
    ২৬. শিল্প উদ্যোগের নব দিগন্ত উন্মোচন করেন কে?
  • ক) উদ্যোক্তা
  • খ) উদ্যোগ
  • গ) সরকার
  • ঘ) ব্যাংক
  • সঠিক উত্তর: (ক)
    ২৭. ব্যবস্থাপক কৌশল সম্পর্কে কারা জ্ঞান রাখেন?
  • ক) চাকরিজীবী
  • খ) উদ্যোক্তা
  • গ) সফল উদ্যোক্তা
  • ঘ) প্রকৃত উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (গ)
    ২৮. কর মওকুফ কোন ধরণের সুবিধা?
  • ক) সামাজিক
  • খ) সরকারি
  • গ) অর্থনৈতিক
  • ঘ) বেসরকার
  • সঠিক উত্তর: (খ)
    ২৯. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠার জন্যে কোনটি অপরিহার্য?
  • ক) শ্রমিক
  • খ) মূলধন
  • গ) কাঁচামাল
  • ঘ) সংগঠন
  • সঠিক উত্তর: (খ)
    ৩০. ডিগ্রি পাস করে আমিনুল কিসের ব্যবসায় করেন?
  • ক) ফলের
  • খ) কাপড়ের
  • গ) পোশাকের
  • ঘ) মাছের
  • সঠিক উত্তর: (খ)
    ৩১. একজন সফল উদ্যোক্তা গতিশীল নেতৃত্ব গুণের অধিকারী হয়ে থাকেন-
    i . উদ্যোক্তা পূর্বেই ঝুঁকির সম্ভব্য কারণ ও মাত্রা অনুমান করে
    i i . ঝুঁকিতে মোকাবেলা করার জন্যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে
    i i i . বিচার বিশ্লেষণের মাধমে সিদ্ধান্ত নিয়ে নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ৩২. মোবাইল ব্যবসায় করার জন্য ইশতা-
    i . ব্যাংক থেকে ঋণ নিলেন
    i i . বর্তমান ব্যবসায় থেকে টাকা নিলেন
    i i i . স্বল্পমূল্যে বিদেশ থেকে মোবাইল ফোন আমদানি করলেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩. ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজ করতে আগ্রহী হওয়াকে কী বলে?
  • ক) উদ্যোগ
  • খ) উদ্যোক্তা
  • গ) ব্যবসায়
  • ঘ) ঝুঁকি গ্রহণ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪. বর্তমান সময়ে কোনটি প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়?
    i.শিক্ষা
    ii. প্রশিক্ষণ
    iii. সুযোগ সুবিধা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫. কোনটি উদ্যোক্তার উদ্যোগ গ্রহণ কার্যক্রমের অন্তর্ভূক্ত নয়?
  • ক) উদ্যোগের প্রকল্প চিহ্নিতকরণ
  • খ) পূর্ব প্রস্তুতিমূলক জ্ঞান অর্জন ও তথ্য সংগ্রহ
  • গ) আরাম-আয়েশের ব্যবস্থা করা
  • ঘ) প্রয়োজনীয় মূলধনের সংস্থান
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬. যে কোন কাজের কর্ম প্রচেষ্টাই-
  • ক) ব্যবসায় উদ্যোগ
  • খ) ব্যবসায় ব্যবস্থাপনা
  • গ) উদ্যোক্তা
  • ঘ) উদ্যোগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭. আমিনুল নিচের কোনটি স্থাপন করেন?
    i. বাড়িঘর
    ii. ওয়ার্কশক
    iii. পেট্রোল পাম্প
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮. কোনটি উদ্যোক্তার গুণ?
    i.সৃজনশীলতা
    ii. উদ্ভাবনী শক্তি
    iii. কঠোর পরিশ্রম করার ক্ষমতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা হলো-
    i . সুষ্ঠু পরিকল্পনার অভাব
    i i . চাকরির প্রতি অধিক আগ্রহ
    i i i . রাজনৈতিক অস্থিরতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০. ব্যবসায় উদ্যোগের ফলে-
    i . প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত হয়
    i i . মানব সম্পদের ব্যবহার নিশ্চিত হয়
    i i i . অর্থের গতিশীলতা বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১. মি. বিপুল যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মাছ চাষ শুরু করেন। ব্যবসায়ে লাভ হলে তিনি ব্যবসায়ের পরিধি সৃষ্টি করেন। তিনি কীভাবে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখেন?
  • ক) মুনাফা অর্জন
  • খ) সামাজিক দায়বদ্ধতা
  • গ) জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি
  • ঘ) পারিবারিক সম্পদ বৃদ্ধি
  • সঠিক উত্তর: (গ)
    ৪২. বাংলাদেশে খুব বেশি ঘাটতি নেই কোনটির?
    i.মেধা
    ii. মনন
    iii. দক্ষতার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩. কীসের কৌশল সম্পর্কে সফল উদ্যোক্তা গভীর জ্ঞান রাখেন?
  • ক) সংগঠনের
  • খ) ব্যবস্থাপনার
  • গ) মুনাফার
  • ঘ) পরিকল্পনার
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪. কোনটি দেশের প্রাকৃতিক ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) যৌথ উদ্যোগ
  • ঘ) একক উদ্যোগ
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫. কোনটি উদ্যোক্তার গুণ?
    i.ঝুঁকি গ্রহণের ক্ষমতা
    ii. নেতৃত্বদানের যোগ্যতা
    iii. পুঁজি সংগ্রহের ক্ষমতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৬. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকেই ব্যবসায়ের কী বলে গণ্য করা হয়?
  • ক) কৃতিত্ব
  • খ) সাহস
  • গ) উদ্যম
  • ঘ) ঝুঁকি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৭. কোনটি থাকার ফলে ব্যবসায়ে লাভের সম্ভাবনা বেশি থাকে?
  • ক) কম ঝুঁকি
  • খ) বেশি ঝুঁকি
  • গ) অধিক মূলধন
  • ঘ) অধিক শ্রমিক
  • সঠিক উত্তর: (খ)
    ৪৮. লাভের আশায় কী নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে ব্যবসায় উদ্যোগ বলে?
  • ক) সম্পদ
  • খ) শ্রমিক
  • গ) ঝুঁকি
  • ঘ) জমি
  • সঠিক উত্তর: (গ)
    ৪৯. কোনটি উদ্যোক্তার গুণাবলি নয়?
  • ক) উদ্যমী
  • খ) অধ্যবসায়ী
  • গ) সৃজনশীল
  • ঘ) বয়স
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫০. একজন সফল উদ্যোক্তা কোন বিষয়ে গভীর জ্ঞান রাখেন?
  • ক) মুনাফা সংক্রান্ত
  • খ) ঝুঁকি সংক্রান্ত
  • গ) প্রেষণা বিষয়ে
  • ঘ) ব্যবস্থাপনা বিষয়ে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫১. কোন উক্তিটি সত্য?
    i. উদ্যেক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা
    ii. ব্যবসায় উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি করে
    iii. ব্যবসায়ে ঝুঁকি কম হলে লাভের সম্ভাবনা বেশি হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৫২. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ?
    i.পাড়ার ছেলেমেয়েকে বিনা পয়সায় পড়ানো
    ii. পরিবারের জন্য সবজি চাষ
    iii. মুদি দোকান চালনা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii
  • ঘ) iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৩. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে?
    i.অর্থনৈতিক স্থিতিশীলতা
    ii. রাজনৈতিক স্থিতিশীলতা
    iii. সামাজিক স্থিতিশীলতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৪. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝায়?
  • ক) যে কাজে ঝুঁকি ও সাফল্য সমানভাবে বিদ্যমান
  • খ) স্বল্প ঝুঁকি এবং সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজ
  • গ) ঝুঁকিবিহীন নিশ্চিত সাফল্যের কাজ
  • ঘ) ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু সাফল্য অনিশ্চিত
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৫. কবির সাহেব একজন সফল উদ্যোক্তা। তিনি ব্যবসায়ের জন্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটির সাহায্য নেবেন?
  • ক) ইন্টারনেটের
  • খ) পরিকল্পনার
  • গ) বিচার বিশ্লেষণের
  • ঘ) গবেষণার
  • সঠিক উত্তর: (গ)
    ৫৬. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করার উপায় হলো-
    i . প্রচার-প্রচারণা
    i i . কারিগরি শিক্ষা
    i i i . বিনিয়োগ পরামর্শ প্রদান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৭. যানবাহন মেরামত ব্যবসায়ে লাভবান হয়ে জনাব আমিনুল কী স্থাপনের চিন্তাভাবনা করেন?
  • ক) ওয়ার্কসপ
  • খ) ফলের দোকান
  • গ) হাট
  • ঘ) পেট্রোলপাম্প
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৮. বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই বিশাল জনসংখ্যা আমাদের জন্য হতে পারে-
  • ক) মর্যাদা
  • খ) ঝুঁকি
  • গ) বোঝা
  • ঘ) সম্পদ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৯. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূর করা যায় কোনটির মাধ্যমে?
  • ক) বাস্তবভিত্তিক পরিকল্পনা
  • খ) বৈদেশিক সাহায্য
  • গ) অর্থনৈতিক নীতি
  • ঘ) প্রয়োজনীয় ব্যাংক স্থাপন
  • সঠিক উত্তর: (ক)
    ৬০. কোনটি ব্যবসায় ঝুঁক পরিমাপে সহায়তা করে?
  • ক) উদ্যোক্তা
  • খ) উদ্যোগ
  • গ) ব্যবস্থাপক
  • ঘ) ব্যবসায় উদ্যোগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬১. কোনটি জেনেও উদ্যোক্তা ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন?
  • ক) অনিশ্চিত ঝুঁকি
  • খ) নিশ্চিত সাফল্য
  • গ) ভাবিষ্যৎ সম্ভাবনা
  • ঘ) ঋণ সুবিধা
  • সঠিক উত্তর: (ক)
    ৬২. কোনটি সফল উদ্যোক্তার বিশেষ গুণ বলে বিবেচিত হয়?
    i.পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা
    ii. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা
    iii. বিচার বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকি গ্রহণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬৩. সামির ব্যাংক ঋণ নিয়ে একটি খামার গড়ে তুলেছিল। কিন্তু প্রথম প্রচেষ্টায় সফল হতে পারেনি। এক্ষেত্রে তার করণীয় ছিল-
    i . ব্যর্থতার কারণ খুঁজে বের করা
    i i . নতুন ব্যবসায় আরম্ভ করা
    i i i . দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ শুরু করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ৬৪. বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণের উপায় কী?
    i.কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে
    ii. ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে
    iii. ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৫. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা উদ্যাক্তার কোন গুণের অন্তর্গত?
  • ক) অন্যতম গুণ
  • খ) সাধারণ গুণ
  • গ) বিশেষ গুণ
  • ঘ) প্রধান গুণ
  • সঠিক উত্তর: (গ)
    ৬৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা কত এর মতে আমাদের জাতীয় উৎপাদনের ৫০ ভাগ সেবা খাত থেকে আসে এর উল্লেখ আছে?
  • ক) ২০০৯
  • খ) ২০১০
  • গ) ২০১১
  • ঘ) ২০১২
  • সঠিক উত্তর: (খ)
    ৬৭. আমাদের দেশে ব্যাপকভাবে কোনটির অভাব রয়েছে?
  • ক) সুপরিকল্পনা গ্রহণের
  • খ) শ্রমিকের
  • গ) কাঁচামালের
  • ঘ) অর্থের
  • সঠিক উত্তর: (ক)
    ৬৮. ব্যবসায়ে কী বিদ্যমান থাকে?
  • ক) কম মুনাফা
  • খ) বেশি মুনাফা
  • গ) ঝুঁকি
  • ঘ) নিশ্চিত সফলতা
  • সঠিক উত্তর: (গ)
    ৬৯. বিচার বিশ্লেষণের মাধ্যমে সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কেন?
  • ক) ব্যবসায় সুদক্ষভাবে পরচালনার জন্যে
  • খ) ভবিষ্যতে মুনাফা লাভের আশায়
  • গ) ব্যবসায়ের উন্নতি সাধনের জন্যে
  • ঘ) ব্যবসায়ী তার অভীষ্ট লক্স্যে পৌছানোর জন্যে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭০. কোনো উদ্যোক্তার কার্যক্রম যদি ব্যর্থ হয় তাহলে তার করণীয় কী হবে?
  • ক) পূর্বোক্ত প্রকল্পটি বাতিল করে ভিন্নধর্মী প্রকল্পে হাত দেওয়া
  • খ) ব্যর্থতার কারণ খুঁজে বের করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
  • গ) ব্যবসায় উদ্যোগের চিন্তা বাদ দিয়ে চাকরির সন্ধান করা
  • ঘ) অপেক্ষাকৃত ছোট আকারের প্রকল্প চালু করা
  • সঠিক উত্তর: (খ)
    ৭১. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
  • ক) উদ্যোক্তার
  • খ) সংগঠনের
  • গ) ব্যবসায় পরিকল্পনার
  • ঘ) মালিকের
  • সঠিক উত্তর: (ক)
    ৭২. যে কোন পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-

    i . প্রচার
    i i . বিজ্ঞাপন
    i i i . উদ্যোক্তা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৭৩. মি. আসলাম একজন মাছ ব্যবসায়ী। লাভ কম হলেও তনি তার মাছে ফরমালিন মেশান না। তার মধ্যে নিচের কোন দিকটি ফুটে ওঠেছে?
  • ক) সামাজিক দায়বদ্ধতা
  • খ) অধিক মুনাফা অর্জন
  • গ) জনপ্রিয়তার
  • ঘ) সচেতনতার অভাব
  • সঠিক উত্তর: (ক)
    ৭৪. বাড়ির আশপাশে বৃক্ষরোপণ কী?
  • ক) উদ্যোগ
  • খ) শিল্প উদ্যোগ
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) সমাজসেবার উদ্যোগ
  • সঠিক উত্তর: (ক)
    ৭৫. ব্যবসায়ীদের কর মওকুফ ও বিনা সুদে মূলধন সরবরাহে সহায়তা করে কে?
  • ক) বৈদেশিক কুটনীতি
  • খ) এনজিও
  • গ) সরকার
  • ঘ) ভোক্তা
  • সঠিক উত্তর: (গ)
    ৭৬. কোনটি ব্যবসায় পরিচালনার আনুষঙ্গিক সুযোগ-সুবিধা?
  • ক) অর্থ
  • খ) মূলধন
  • গ) বিদ্যুৎ
  • ঘ) সংগঠন
  • সঠিক উত্তর: (গ)
    ৭৭. ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা কী ধরণের কাজ?
  • ক) আনন্দদায়ক
  • খ) ঝুঁকিপূর্ণ
  • গ) লাভজনক
  • ঘ) অলাভজনক
  • সঠিক উত্তর: (খ)
    ৭৮. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়-
    i . কার্যকর ও বাস্তবিক পারিকল্পনা গ্রহণ
    i i . ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ
    i i i . কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৯. কারা দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো চিহ্নিত করে তা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে সক্ষম?
  • ক) উদ্যোক্তাগণ
  • খ) সফল উদ্যোক্তাগণ
  • গ) কবিগণ
  • ঘ) শিক্ষকগণ
  • সঠিক উত্তর: (খ)
    ৮০. কোন শক্তির বলে উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন?
  • ক) সৃজনশীলতা
  • খ) উদ্ভাবনী শক্তি
  • গ) ঝুঁকি গ্রহণ
  • ঘ) সংবেদনশীলতা
  • সঠিক উত্তর: (খ)
    ৮১. সুষ্ঠু শিল্প ও বিনিয়োগ নীতি নির্ধারণে শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে কেন?
  • ক) বাস্তবসম্মত নীতি নির্ধারণের জন্যে
  • খ) জনগণের কল্যাণ সাধনের জন্যে
  • গ) পরনির্ভরশীলতা কমানোর জন্যে
  • ঘ) বিদেশি নীতি প্রতিফলনের জন্যে
  • সঠিক উত্তর: (ক)
    ৮২. চামড়াজাত দ্রব্যাদির উৎপাদন ও বিক্রয় করা কী?
  • ক) উদ্যোগ
  • খ) শিল্প উদ্যোগ
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) সমাজসেবার উদ্যোগ
  • সঠিক উত্তর: (গ)
    ৮৩. মি. অজয় চারুকলা ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেই টি-শার্টের ডিজাইন করে শাহবাগে ব্যবসায় শুরু করল। এখানে তার কোন গুণটি প্রকাশ পায়?
  • ক) নমনীয়তা
  • খ) একগ্রতা
  • গ) সৃজনশীলতা
  • ঘ) পুঁজি সংগ্রহের ক্ষমতা
  • সঠিক উত্তর: (গ)
    ৮৪. আমিনুল প্রতিদিন কোথায় যেতেন?
  • ক) দোকানে
  • খ) বাজারে
  • গ) বেড়াতে
  • ঘ) হাসপাতালে
  • সঠিক উত্তর: (খ)
    ৮৫. কোনটি ব্যবসায় উদ্যোগের মধ্যে পড়ে?
  • ক) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন
  • খ) বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা
  • গ) খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন
  • ঘ) বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ
  • সঠিক উত্তর: (গ)
    ৮৬. বাংলাদেশ কী ধরণের দেশ?
  • ক) উন্নত
  • খ) উন্নয়নশীল
  • গ) অনুন্নত
  • ঘ) মধ্যম উন্নত
  • সঠিক উত্তর: (খ)
    ৮৭. কোনটির অভাবে সুযোগ থাকা সত্বেও সঠিক পদক্ষেপ নেয়া ব্যহত হয়?
  • ক) প্রশিক্ষণ
  • খ) সম্পদ
  • গ) জনশক্তি
  • ঘ) মেধা
  • সঠিক উত্তর: (ক)
    ৮৮. কোনটি উদ্যোক্তার গুণ?
    i.সংবেদনশীলতা
    ii. একাগ্রতা
    iii. নমনীয়তা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৯. অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী উৎপাদনের কত ভাগ শিল্প খাত থেকে আসে?
  • ক) ৩৫ ভাগ
  • খ) ৩০ ভাগ
  • গ) ২৫ ভাগ
  • ঘ) ২০ ভাগ
  • সঠিক উত্তর: (খ)
    ৯০. উদ্যোক্তাদের চরিত্রের উল্লেখযোগ্য দিক কোনটি?
  • ক) সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
  • খ) শিল্প গড়ার আকাঙ্খা
  • গ) অধিক ক্রয়-বিক্রয়ের প্রত্যাশা
  • ঘ) প্রতিযোগিকে পিছনে ফেলার প্রত্যাশা
  • সঠিক উত্তর: (ক)
    ৯১. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝানো হয়েছে?
  • ক) ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু সাফল্য অনিশ্চিত
  • খ) নামমাত্র ঝুঁকি, কিন্তু সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজ
  • গ) এমন কাজ যাতে ঝুঁকি ও সাফল্য সমান
  • ঘ) কোন ঝুঁকি নেই কিন্তু সাফল্য নিশ্চিত
  • সঠিক উত্তর: (ক)
    ৯২. দরিদ্র রুবেলের মুদির দোকান প্রতিষ্ঠার খুব ইচ্ছা থাকা সত্বেও সে তা চালু করতে পারছে না। এর প্রধান কারণ কোনটি?
  • ক) রাজনৈতিক অস্থিরতা
  • খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব
  • গ) অপর্যাপ্ত মূলধন
  • ঘ) শিক্ষার অভাব
  • সঠিক উত্তর: (গ)
    ৯৩. উদ্যোগ ও উদ্যোক্তা শব্দ দু’টি একটি অপরটির সাথে-
  • ক) জড়িত
  • খ) জড়িত নয়
  • গ) একই
  • ঘ) বিপরীত
  • সঠিক উত্তর: (ক)
    ৯৪. সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কীভাবে?
  • ক) পরিকল্পনার মাধ্যমে
  • খ) বিশ্লেষণের মাধ্যমে
  • গ) গবেষণার মাধ্যমে
  • ঘ) বিচার- বিশ্লেষণের মাধ্যমে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৫. যেকোন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রাথমিক ঝুঁকি ও দায়দায়িত্ব কে বহন করে?
  • ক) শিল্পপতি
  • খ) বেকার যুবক-যুবতী
  • গ) সরকার
  • ঘ) উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৬. একজন সফল উদ্যোক্তা দক্ষতার পরিচয় দেন-
    i . বস্তুগত সম্পদ ব্যবহারে
    i i জনসম্পদ ব্যবহারে
    i i i . জাতীয় সম্পদ ব্যবহারে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৯৭. ব্যবসায় উদ্যোগ কোন বিষয়টিকে বাস্তবে রূপদান করে?
  • ক) মানুষের চিন্তা-ভাবনাকে
  • খ) সরকারের গৃহীত পদক্ষেপকে
  • গ) বৃত্তিমূলক শিক্ষাকে
  • ঘ) ব্যবসায়ের কলা-কৌশলকে
  • সঠিক উত্তর: (ক)
    ৯৮. বাঁশ বা বেতের সামগ্রী তৈরি করে ব্যবসায় পরিচালনা করলে তাকে কী বলে?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) উদ্যোক্তা
  • ঘ) ব্যবসায় উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (খ)
    ৯৯. নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়?
  • ক) আত্মবিশ্বাস
  • খ) উদ্ভাবনী ক্ষমতা
  • গ) পুঁজি সংগ্রহের দক্ষতা
  • ঘ) ঝুঁকি এড়ানোর মানসিকতা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০০. আজম অষ্টম শ্রেণিতে পড়ে। সে ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায়। এক্ষেত্রে কোন ধরণের শিক্ষা তাকে সহায়তা করতে পারে?
  • ক) সাধারণ শিক্ষা
  • খ) বৃত্তিমূলক শিক্ষা
  • গ) মুখস্তনির্ভর শিক্ষা
  • ঘ) তাত্বিক শিক্ষা
  • সঠিক উত্তর: (খ)
    ১০১. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলে?
  • ক) মুনাফা
  • খ) ঝুঁকি
  • গ) ক্ষতি
  • ঘ) চ্যালেঞ্জ
  • সঠিক উত্তর: (খ)
    ১০২. সরকারের পাশাপাশি কাদের মাধ্যমে দেশে শিল্পকারখানা সম্প্রসারিত হয়ে থাকে?
  • ক) কৃষক
  • খ) রাজনীতিবিদ
  • গ) অর্থনীতিবিদ
  • ঘ) উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৩. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি অনেকাংশে হ্রাস করা যায়?
  • ক) অশিক্ষা
  • খ) পরনির্ভরশীলতা
  • গ) অভাব
  • ঘ) সন্ত্রাস
  • সঠিক উত্তর: (খ)
    ১০৪. জনাব স্বপন ঝুঁকি আছে জেনেও লাভের আশায় স্থানীয় উৎপাদিত তুলা থেকে সুতা তৈরির কারখানা স্থাপন করেন। তার এ কাজটিকে কী বলা হয়?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) উদ্যোক্তা উন্নয়ন
  • ঘ) ঝুঁকি গ্রহণ
  • সঠিক উত্তর: (খ)
    ১০৫. আমিনুল কেন ঝুঁকি নিয়েছিলেন?
  • ক) ব্যবসায় করার জন্য
  • খ) শিল্প স্থাপনের জন্য
  • গ) ইচ্ছা পূরণের জন্য
  • ঘ) দেশভ্রমণের জন্য
  • সঠিক উত্তর: (খ)
    ১০৬. কোনটি ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি?
  • ক) অর্থ
  • খ) ভূমি
  • গ) শ্রম
  • ঘ) অস্থিতিশীল আইনশৃঙ্খলা
  • সঠিক উত্তর: (খ)
    ১০৭. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি বৃদ্ধি পায়?
  • ক) কাঁচামাল
  • খ) সম্পদের সুষ্ঠু ব্যবহার
  • গ) কর্মী
  • ঘ) ব্যয়
  • সঠিক উত্তর: (ক)
    ১০৮. ব্যবসায় উদ্যোগ ব্যতিত অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কোনটি?
  • ক) মুনাফা অর্জন
  • খ) জনকল্যাণ
  • গ) রাষ্ট্রীয় কল্যাণ
  • ঘ) আন্তর্জাতিক সম্পর্ক
  • সঠিক উত্তর: (খ)
    ১০৯. ব্যবসায় উদ্যোগের ফলাফল কোনটি?
    i.একটি পণ্য
    ii. একটি সেবা
    iii. একটি ব্যবসায় প্রতিষ্ঠান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১০. আমাদের দেশে সাধারণ শিক্ষা ব্যবস্থায় কোন বিষয়টি অন্তর্ভূক্ত নেই?
  • ক) কারিগরি শিক্ষা
  • খ) গণিত শিক্ষা
  • গ) ধর্মীয় শিক্ষা
  • ঘ) অর্থনৈতিক শিক্ষা
  • সঠিক উত্তর: (ক)
    ১১১. ইশতা আক্তার নিচের কোন ব্যবসায়টর অনেক চাহিদা ও লাভের সম্ভাবনা দেখেছিলেন?
  • ক) কাপড়
  • খ) খেলনা
  • গ) মোবাইল
  • ঘ) গাড়ি
  • সঠিক উত্তর: (গ)
    ১১২. যেকোন দেশের সমৃদ্ধিতে কোনটি মুখ্য ভূমিকা পালন করে?
  • ক) শিল্প
  • খ) সেবা
  • গ) কৃষি
  • ঘ) খনিজ
  • সঠিক উত্তর: (ক)
    ১১৩. ব্যবসায় উদ্যোগের সাথে কীসের সম্পর্ক বিদ্যমান?
  • ক) লাভ
  • খ) লোকসান
  • গ) ঝুঁকি
  • ঘ) মূলধন
  • সঠিক উত্তর: (গ)
    ১১৪. নিচের কোনটি যেকোন দেশের অর্থনৈতিক ও প্রবৃদ্ধি অর্জনের অন্যতম বাধা?
  • ক) সামাজিক কর্মকান্ড
  • খ) রাজনৈতিক অস্থিরতা
  • গ) সার্বভৌমত্ব
  • ঘ) জনসংখ্যা
  • সঠিক উত্তর: (খ)
    ১১৫. একজন উদ্যোক্তা কোনো কাজে ব্যর্থ হলে-
    i.ব্যর্থতায় বিব্রত হয়ে পড়েন
    ii. ব্যর্থতার কারণ খুঁজেন এবং দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ করেন
    iii. ব্যর্থতার কারণ খুঁজতে থাকেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) i ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১১৬. একজন সফল উদ্যোক্তা সর্বদা-
    i . ঝুঁকি আগেই নিরূপণ করেন
    i i . ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
    i i i . পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ করেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৭. অনুকূল ব্যবসায়িক পরিবেশের জন্যে কোনটি থাকা উচিত?
  • ক) ব্যাংক ঋণ
  • খ) উদ্যোক্তা
  • গ) সরকারি পৃষ্ঠপোষকতা
  • ঘ) বৈদেশিক সাহায্য
  • সঠিক উত্তর: (গ)
    ১১৮. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতেরই উন্নয়ন সম্ভব?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) শিল্পোদ্যোগ
  • ঘ) শিল্পোদ্যেক্তা
  • সঠিক উত্তর: (খ)
    ১১৯. ব্যবসায় থেকে প্রত্যাশিত লাভ হবে না- এ আকাঙ্খাকে ব্যবসায়ের কী হিসেবে গণ্য করা যায়?
  • ক) চ্যালেঞ্জ
  • খ) ক্ষতি
  • গ) ঝুঁকি
  • ঘ) লাভ
  • সঠিক উত্তর: (গ)
    ১২০. কে ঝুঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করেন?
  • ক) উদ্যোক্তা
  • খ) সফল উদ্যোক্তা
  • গ) শিল্পপতি
  • ঘ) মনোবিজ্ঞানী
  • সঠিক উত্তর: (খ)
    ১২১. একজন সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য-
  • ক) পরিমিত ঝুঁকি গ্রহণ
  • খ) চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস
  • গ) বিক্রয় করার গুণাবলি
  • ঘ) কঠোর পরিশ্রমী
  • সঠিক উত্তর: (ক)
    ১২২. সকল শিল্প প্রতিষ্ঠানের মালিককে কী নামে অভিহিত করা যেতে পারে?
  • ক) পরিচালক
  • খ) নির্দেশক
  • গ) ব্যবস্থাপক
  • ঘ) উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৩. উদ্যোক্তার কীসের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেন?
  • ক) একাগ্রতার মাধ্যমে
  • খ) বিচার-বিশ্লেষণের মাধ্যমে
  • গ) নমনীয়তার মাধ্যমে
  • ঘ) চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে
  • সঠিক উত্তর: (খ)
    ১২৪. কোনটি উদ্যোক্তা সৃষ্টি করে?
  • ক) ব্যবসায়ে স্থায়িত্ব
  • খ) মুনাফা বৃদ্ধির উপায়
  • গ) কর্মসংস্থান
  • ঘ) শিল্পের কাঁচামাল
  • সঠিক উত্তর: (গ)
    ১২৫. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি ঘটে?
  • ক) মূলধন গঠন
  • খ) প্রাকৃতিক সম্পদ হ্রাস
  • গ) ঝুঁকি হ্রাস
  • ঘ) ব্যক্তির আর্থিক ব্যয়
  • সঠিক উত্তর: (ক)
    ১২৬. যেকোন বাধা দূরীকরণের ক্ষমতা উদ্যোক্তার কোন বিষয়ের গুণ?
  • ক) বিশেষ
  • খ) সাধারণ
  • গ) উল্লেখযোগ্য
  • ঘ) প্রধান
  • সঠিক উত্তর: (ক)
    ১২৭. কোনটি ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করে?
  • ক) ক্রেতা বৃদ্ধি
  • খ) খনিজ সম্পদের আবিষ্কার
  • গ) প্রযুক্তিগত উন্নয়ন
  • ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৮. নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি নয়?
  • ক) আত্মবি
  • খ) সাহস
  • গ) ব্যর্থতা
  • ঘ) সৃজনশীলতা
  • সঠিক উত্তর: (গ)
    ১২৯. যেকোন ব্যবসায় কোন একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত ফসল। উল্লিখিত শূণ্যস্থানে নিচের কোনটি বসবে?
  • ক) উদ্যোগ
  • খ) কর্মসংস্থানের
  • গ) অর্থের
  • ঘ) প্রচেষ্টার
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩০. উদ্যোক্তারা প্রথমে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করলে কীসের মাধ্যমে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হন?
  • ক) শিক্ষাগত যোগ্যতার কারণে
  • খ) পরিবেশগত কারণে
  • গ) দৃঢ় মনোবল ও অধ্যবসায়ের কারণে
  • ঘ) প্রশিক্ষণের কারণে
  • সঠিক উত্তর: (গ)
    ১৩১. নিচের কোনটি উদ্যোক্তাকে ব্যর্থতার মুখ দেখাতে পারে?
  • ক) মাত্রাতিরিক্ত ঝুঁকি
  • খ) আত্মবিশ্বাস
  • গ) সততা
  • ঘ) ধৈর্য
  • সঠিক উত্তর: (ক)
    ১৩২. ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানী ?
  • ক) বাংলাদেশ
  • খ) আর্জেন্টিনা
  • গ) জাপান
  • ঘ) জার্মান
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৩. বাংলাদেশের বাইরের শিল্পোদ্যোক্তারা হলেন-
    i . হেনরি ফোর্ড
    i i . কনোকে ম্যাটসুসিটা
    i i i . স্যামসন এইচ চৌধুরী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৪. আলম সাহেব একটি গার্মেন্টের মালিক। তার ব্যবসায়ে বিরূপ প্রভাব রাখবে-
    i . অর্থনৈতিক অস্থিরতা
    i i . রাজনৈতিক অস্থিরতা
    i i i . কাঁচামালের সহজলভ্যতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৫. কারা শিল্প উদ্যোগের নব নব দিগন্ত উন্মোচন করেন?
  • ক) উদ্যোক্তারা
  • খ) ব্যবসায়ীরা
  • গ) ব্যবস্থাপকরা
  • ঘ) ভোক্তারা
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৬. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার কী?
  • ক) একটি সাধারণ গুণ
  • খ) একটি বড় বৈশিষ্ট্য
  • গ) একটি বড় সমস্যা
  • ঘ) একটি ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৭. নিচের কোনটি কষ্টসাধ্য সৃজনশীল কাজ?
  • ক) নাটক আয়োজন
  • খ) খেলাধুলা
  • গ) ভিক্ষাবৃত্তি
  • ঘ) যানবাহন মেরামত
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৮. বাংলাদেশের মানুষের শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের ওপর আগ্রহ কম কেন?
  • ক) অলসতা
  • খ) চাকরির সহজলভ্যতা
  • গ) সরকারের কঠোর মনোভাব
  • ঘ) প্রচলিত শিক্ষাব্যবস্থা
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৯. কর্মসংস্থান সৃষ্টিতে কোনটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য?
  • ক) ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার
  • খ) অর্থের
  • গ) উদ্যোগের
  • ঘ) প্রেষণার
  • সঠিক উত্তর: (ক)
    ১৪০. জনাব মামুন ব্যবসায়ের কাজের জন্যে কম্পিউটারের কোর্স করছেন। যদিও তিনি টাইপরাইটারের কাজ পারেন। মামুন সাহেব পুরাতন ও নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা সময়োপযোগী করেছেন কেন?
  • ক) সঠিক ব্যবস্থাপনা কৌশল গ্রহণের জন্যে
  • খ) ঝুঁকি নিবারনের জন্যে
  • গ) চ্যালেঞ্জমূলক কাজ করার জন্যে
  • ঘ) ভুল থেকে শিক্ষা গ্রহণের জন্যে
  • সঠিক উত্তর: (খ)
    ১৪১. একজন সফল উদ্যোক্তা পূর্বেই কোনটি করেন?
    i.ঝুঁকির সম্ভাব্য কারণ অনুমান করেন
    ii. ঝুঁকির মাত্রা অনুমান করেন
    iii. ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি গ্রহণ করেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪২. নিচের কোন ব্যবসায় ঝুঁকির পরিমাণ কম?
  • ক) মুদি দোকান
  • খ) গাড়ির ব্যবসায়
  • গ) হাউজিং ব্যবসায়
  • ঘ) ধান-চালের ব্যবসায়
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৩. যে গুণগুলো উদ্যোক্তার ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ-
    i.মুনাফার প্রতি আকর্ষণ
    ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
    iii. আত্মবিশ্বাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৪. ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়-
    i. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে
    ii. গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে
    iii. এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, iiও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৫. মিস রুমা চারুকলা বিষয়ে পড়াশোনা শেষ করে নিজেই একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করলো। তিনি কোন ধরণের উদ্যোগ গ্রহণ করলেন?
  • ক) সাংস্কৃতিক উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) সামাজিক উদ্যোগ
  • ঘ) শিল্পোদ্যোগ
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৬. দেবাশিষ রায়ের বন্ধু সমীর একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। দেবাশিষ রায়ও একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। এক্ষেত্রে কোন কাজটি তাকে সাহায্য করতে পারে?
  • ক) অধিক ঝুঁকি গ্রহণ
  • খ) অতি আত্মবিশ্বাস
  • গ) ব্যবসায়ী বন্ধুর অভিজ্ঞতা থেকে শিক্ষা
  • ঘ) সুযোগগুলো চিহ্নিত করে সামাজিক লক্ষ্যে ব্যবহার
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৭. উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন-
    i . নিয়মতান্ত্রিক পরিকল্পনা
    i i . কারিগরি শিক্ষা
    i i i . প্রচার-প্রচারণা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৮. অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে উদ্যোক্তা কী ধরণের ভূমিকা পালন করছে?
  • ক) নিষ্ক্রিয়
  • খ) সক্রিয়
  • গ) কম
  • ঘ) মোটামুটি ভাল
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৯. পণ্য ও সেবা কীসের বৈশিষ্ট্য?
  • ক) পরিকল্পনা
  • খ) সংগঠন
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) উদ্যোগ
  • সঠিক উত্তর: (গ)
    ১৫০. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ-
  • ক) অনুকূল
  • খ) প্রতিকূল
  • গ) সকল ক্ষেত্রে অনুকূল নয়
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (গ)
    ১৫১. চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পায় কে?
  • ক) উদ্যোক্তা
  • খ) সফল উদ্যোক্তা
  • গ) প্রকৃত উদ্যোক্তা
  • ঘ) চাকরিজীবী
  • সঠিক উত্তর: (ক)
    ১৫২. বিদ্যালয়ের আশপাশে ফুলের বাগান তৈরির জন্য পরিষ্কার করা কী?
  • ক) সামাজিক কাজ
  • খ) উদ্যোগ
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) সৃজনশীল কাজ
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৩. সফল উদ্যোক্তার কোনটি প্রয়োজন বেশি?
  • ক) অলস
  • খ) সরলতা
  • গ) চ্যালেঞ্জ
  • ঘ) কঠোর পরিশ্রম
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৪. কোনটি উদ্যোক্তার বিশেষ গুণ?
  • ক) সৃজনশীলতা
  • খ) উদ্ভাবনী শক্তি
  • গ) একাগ্রতা
  • ঘ) অন্যের ওপর প্রভাব বিস্তার ক্ষমতা
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৫. মি. তমাল সাহসী ও উদ্যমী। তিনি এম.এ পাশের পর ব্যবসায়কে পেশা হিসেবে গ্রহণ করেন। এখানে মি. তমাল-এর সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
    i.শিক্ষিত
    ii. উদ্যমী
    iii. সাহসী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৬. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে-
    i . মানবসম্পদ উন্নয়নে
    i i দেশের আয় বৃদ্ধিতে.
    i i i . বেকার সমস্যার সমাধানে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৭. কীভাবে পরনির্ভরশীলতা হ্রাস পায়?
  • ক) ব্যবসায় উদ্যোগের মাধ্যমে
  • খ) বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে
  • গ) পুঁজি বিনিয়োগের মাধ্যমে
  • ঘ) প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৮. বাংলাদেশের উদ্যোক্তারা হলেন-
    i . জহুরুল ইসলাম
    i i . রণদা প্রসাদ সাহা
    i i i . স্যামসন এইচ চৌধুরী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৯. অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে কোনটি?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) সামাজিক উদ্যোগ
  • ঘ) শিল্পেদ্যোগ
  • সঠিক উত্তর: (খ)
    ১৬০. অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ উদ্যোক্তার কোন জাতীয় গুণ?
  • ক) পছন্দনীয়
  • খ) সাধারণ
  • গ) চিন্তনীয়
  • ঘ) বিশেষ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬১. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য?
    i. ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ
    ii. সফলভাবে প্রতিষ্ঠান পরিচালনা
    iii. মুনাফার পাশাপশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬২. শিল্পোদ্যোগে কিছু প্রতিবন্ধকতা হচ্ছে-
    i . বিনিয়োগ পরামর্শের অভাব
    i i . টেকসই প্রযুক্তির অভাব
    i i i . আমলাদের অসহযোগিতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৩. নিচের কোনটি উদ্যোক্তার গুণাবলি?
    i. সংবেদনশীলতা
    ii. সৃজনশীলতা
    iii. উদ্যম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৪. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটির উন্নয়ন ঘটানো যায়?
  • ক) চাকরি
  • খ) সমাজ সেবা
  • গ) মানবসম্পদ
  • ঘ) সরকারি সম্পদ
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৫. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে-
    i.কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে
    ii. মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে
    iii. জাতীয় আয় বৃদ্ধি করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৬. সফল উদ্যোক্তা ঝুঁকিগুলোকে-
    i . এড়ানোর পদক্ষেপ নেন
    i i . কমানোর পদক্ষেপ নেন
    i i i . গ্রহণের পদক্ষেপ নেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৭. ইশতা ফ্যাশন হাউজ থেকে মালিক-
    i . ক্ষতিগ্রস্ত হন
    i i . ভালো উপার্জন করেন
    i i i . মুনাফা অর্জন করেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৮. মিস রাজিয়া একজন মোবাইল রপ্তানিকারক। তার ব্যবসায়ের অনুকূল পরবেশ সৃষ্টির জন্যে কোনটি ভূমিকা রাখে?
  • ক) সরকারি পৃষ্ঠপোষকতা
  • খ) শিক্ষাগত যোগ্যতা
  • গ) প্রশিক্ষণের সুযোগ
  • ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৯. উদ্যোক্তা কোন পরিকল্পনা গ্রহণ করেন?
  • ক) সৃযোগ সৃষ্টির জন্য
  • খ) মুনাফা বৃদ্ধির জন্য
  • গ) ঝুঁকি হ্রাসের জন্য
  • ঘ) অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭০. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
    i.সুষ্ঠু পরিকল্পনার অভাব
    ii. চাকরির প্রতি অধিক আগ্রহ
    iii. বৃত্তিমূলক শিক্ষার পর্যাপ্ততা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭১. কিসের বলে সফল উদ্যোক্তাগণ উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন?
  • ক) শিক্ষা
  • খ) উদ্ভাবনী শক্তির বলে
  • গ) মনোবলে
  • ঘ) শক্তির বলে
  • সঠিক উত্তর: (খ)
    ১৭২. উদ্যোক্তা কোন ধরণের কাজ করতে বিশেষ আনন্দ পান?
  • ক) চ্যালেঞ্জমূলক
  • খ) সৃজনশীল
  • গ) উন্নয়নমূলক
  • ঘ) ঝুঁকিপূর্ণ
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়-
    i . প্রশিক্ষণ
    i i . বৃত্তিমূলক শিক্ষা
    i i i . তাত্বিক জ্ঞান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৪. প্রকৃত উদ্যোক্তাগন কোনটি করে থাকেন?
  • ক) অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন
  • খ) অতি আত্মবিশ্বাসী হন
  • গ) অল্প ঝুঁকি সম্পন্ন কাজ করেন
  • ঘ) ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন না
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৫. ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সরকারি সিদ্ধান্ত হলো-
    i . কর মওকুফ
    i i . বিনা সুদে মূলধন সরবরাহ
    i i i . স্বল্প মূল্যে শ্রমিক সরবরাহ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৬. উদ্যোক্তার যে কোন পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ?
  • ক) প্রচার ও বিজ্ঞাপন
  • খ) পণ্য সেবা
  • গ) ব্যক্তিত্ব
  • ঘ) সময়োপযোগী ধারণা
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৭. নিচের কোনটি বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা নয়?
  • ক) অর্থসংস্থানের অভাব
  • খ) প্রশিক্ষণের অভাব
  • গ) রাজনৈতিক অস্থিরতা
  • ঘ) কারিগরি শিক্ষার পর্যাপ্ততা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৮. কে ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে গভীর জ্ঞান রাখে?
    i.ব্যবস্থাপক
    ii. উদ্যেক্তা
    iii. জনগণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i ও ii
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৯. একজন মানুষের বড় গুণ কোনটি?
  • ক) চাকরি করা
  • খ) পরিকল্পনা করা
  • গ) বিদেশ ভ্রমণ করা
  • ঘ) উদ্যোগ গ্রহণ করা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮০. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে-
    i . জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
    i i . জাতীয় আয় বৃদ্ধি পায়
    i i i . সরকার কর্তৃক জাতীয় আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮১. কোনটি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ হয়?
  • ক) মূলধন ব্যবস্থা
  • খ) জলবায়ূ
  • গ) আইন-শৃঙ্খলা পরিস্থিতি
  • ঘ) জনশক্তির যথার্থ প্রশিক্ষণ
  • সঠিক উত্তর: (গ)
    ১৮২. একজন উদ্যোক্তা বিভিন্ন কারণে ব্যর্থ হতে পারেন, যেমন-
    i.ভুল পণ্য নির্বাচন
    ii. সঠিক পরিকল্পনার অভাব
    iii. উচ্চ শিক্ষার অভাব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i ও ii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৩. একজন উদ্যোক্তা-
    i. নতুন ধারণার উদ্ভাবন করেন
    i i . আবিষ্কৃত ধারণাকে কাজে প্রয়োগ করেন
    i i i . উদ্ভাবন ও প্রয়োগের সমন্বয়সাধন করেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৪. ব্যবসায় উদ্যোগ গ্রহণের ফলে-
    i . কর্মসংস্থানের সুযোগ সৃস্টি করা যায়
    i i . নিজের উপার্জনের ব্যবস্থা করা যায়
    i i i . স্বাধীনভাবে কাজ করা যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৫. আকর্ষণয় ব্যক্তিত্ব উদ্যোক্তার কোন জাতীয় গুণ?
  • ক) সামাজিক গুণ
  • খ) পারিবারিক গুণ
  • গ) ব্যবসায়িক গুণ
  • ঘ) ব্যক্তিগত গুণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৬. যেকোন দেশের উন্নয়নে কোন খাত মুখ্য ভূমিকা পালন করে?
  • ক) কৃষি
  • খ) অর্থনৈতিক
  • গ) শিল্প
  • ঘ) প্রাকৃতিক
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৭. পরনির্ভরশীলতা দূরীকরণের উপায় কোনটি?
  • ক) বিদেশি সাহায্য
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) ঝুঁকি হ্রাস
  • ঘ) সরকারি সাহায্য
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৮. উদ্যোক্তার গুণাবলি হল-
    i. আত্মবিশ্বাস,স্বাধীনতা, অধ্যবসায়
    ii. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল
    iii. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) i ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৯. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিচের কোনটি বৃদ্ধি পায়?
  • ক) অর্থ
  • খ) দক্ষতা
  • গ) আয়
  • ঘ) বিনিয়োগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯০. ম্যাটসুসিটা কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
  • ক) হেনরি ফোর্ড
  • খ) উইলয়াম সস
  • গ) কনোকে ম্যাটসুসিটা
  • ঘ) হায়াতী ম্যাটসুসিটা
  • সঠিক উত্তর: (গ)
    ১৯১. আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ গ্রহণে অভ্যাস গড়ে না উঠার কারণ হলো-
    i . কারিগরি শিক্ষা
    i i . বৃত্তিমূলক শিক্ষা
    i i i . সাধারণ শিক্ষা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৯২. ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ কোনটির জন্যে প্রয়োজন?
  • ক) ব্যবসায় উন্নয়ন
  • খ) ব্যবসায় উদ্যোগ উন্নয়ন
  • গ) শ্রমিক উন্নয়ন
  • ঘ) অর্থনৈতিক উন্নয়ন
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৩. আমাদের দেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ-
  • ক) প্রতিকূল
  • খ) সকল ক্ষেত্রে প্রতিকূল না
  • গ) অনুকূল
  • ঘ) সকল ক্ষেত্রে অনুকূল না
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৪. আমিনুল মেরামত চাহিদা অনুধাবন করে কী স্থাপন করেন?
  • ক) দোকান
  • খ) পেট্রোল পাম্প
  • গ) ওয়ার্কসপ
  • ঘ) কারখানা
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৫. আর্থসামাজিক উন্নয়নে উদ্যোক্তার ভূমিকাই প্রধান কেন?
  • ক) উদোক্তা প্রথম উদ্যোগ নেন
  • খ) উদোক্তা ব্যবসায়ের প্রাথমিক মূলধন যোগান দেন
  • গ) উদোক্তা পরিকল্পনা গ্রহণ ও ঝুঁকি নেন
  • ঘ) উদোক্তা ব্যবসায় দেখাশুনা করেন
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৬. বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বিরাজমান বাধাসমূহ দূরীকরণের উপায় কী?
    i.বৃত্তিমূলক শিক্ষার প্রসার
    ii. উদ্যোক্তাদের পরামর্শ প্রদান
    iii. প্রয়োজনীয় অর্থসংস্থানের ব্যবস্থা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৭. পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়-
    i . মাত্রাতিরিক্ত ঝুঁকির কারণে
    i i . অতি আত্মবিশ্বাসের কারণে
    i i i . মানসিক সমস্যার কারণে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৮. ব্যবসায় উদ্যোগ সহায়তা করে-
    i.সঠিকভাবে ঝুঁকির পরিমাপ করতে
    ii. পরিমিত ঝুঁকি নিতে
    iii. ঝুঁকিমুক্তভাবে ব্যবসা করতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৯. উদ্যোক্তাগণ- উদ্যোক্তা, উল্লিখিত শূণ্যস্থানে কী বসবে?
  • ক) পরিবেশগত
  • খ) জন্মগতভাবে
  • গ) কৃত্রিমভাবে
  • ঘ) অর্থনৈতিকভাবে
  • সঠিক উত্তর: (খ)
    ২০০. সফল উদ্যোক্তা অর্থসংস্থান ও তার যথাযথ ব্যবহার-
  • ক) নিশ্চিত করেন
  • খ) অনিশ্চিত থাকে
  • গ) বিক্রয় নিশ্চিত
  • ঘ) অনিশ্চিত করেন
  • সঠিক উত্তর: (ক)
    ২০১. সফল উদ্যোক্তা তাদের কাজের উন্নতিতে লাভ করেন-
    i . পরিতৃপ্তি
    i i . অসীম আনন্দ
    i i i . ভালোবাসা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ২০২. আফরোজা একজন-
  • ক) শিল্পপতি
  • খ) উদ্যোক্তা
  • গ) ম্যানেজার
  • ঘ) প্রশিক্ষক
  • সঠিক উত্তর: (খ)
    ২০৩. কীভাবে উদ্যোক্তা সৃষ্টি করা যায়?
  • ক) অর্থের যোগান দিয়ে
  • খ) ভূমির ব্যবস্থা করে
  • গ) প্রশিক্ষণের মাধ্যমে
  • ঘ) আইনশৃঙ্খলার মাধ্যমে
  • সঠিক উত্তর: (গ)
    ২০৪. যে কোন ধরণের পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  • ক) শিল্প
  • খ) কৃষি
  • গ) ব্যবসা-বাণিজ্য
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (গ)
    ২০৫. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন কাঙ্খিত পর্যায়ে আসেনি কেন?
  • ক) চাকরির সহজলভ্যতা
  • খ) পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধা
  • গ) ব্যাপক প্রচার
  • ঘ) অনুকূল পরিবেশের অভাব
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৬. বাংলাদেশের মানুষ কোনটির প্রতি সবচেয়ে বেশি নির্ভরশীল-
  • ক) শিল্প
  • খ) কৃষি
  • গ) ব্যবসা-বাণিজ্য
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (খ)
    ২০৭. উদ্যোক্তার গুণাবলি হলে-
    i . আত্মবিশ্বাস, স্বাধীনচেতা, উদ্যমী
    ii. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল
    iii. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ২০৮. রাকিব একজন শিক্ষিত বেকার। তিন অন্যের আধি চাকরি করা পছন্দ করেন না। তিনি যদি ব্যবসায় করতে চান তবে তাকে প্রথমে কী করতে হবে?
  • ক) ঋণ গ্রহণ করতে হবে
  • খ) মূলধন গঠন করতে হবে
  • গ) ঝুঁকি গ্রহণ করতে হবে
  • ঘ) উদ্যোগ গ্রহণ করতে হবে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৯. ব্যবসায় পরিচালনার জন্যে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা হলো-
    i . বিদ্যুৎ ব্যবস্থা
    i i . গ্যাসের ব্যবস্থা
    i i I . যাতায়াত ব্যবস্থা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১০. যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি কী?
  • ক) উদ্যোক্তা
  • খ) ব্যবসায় উদ্যোক্তা
  • গ) কর্মঠ
  • ঘ) মালিক
  • সঠিক উত্তর: (খ)
    ২১১. ব্যবসায় উদ্যোগের ক্ষেত্র কোনগুলো?
  • ক) ক্রয়-বিক্রয়, লেনদেন, সেবামূলক
  • খ) বাণিজ্য, লেনদেন, উৎপাদনমূলক
  • গ) ক্রয়-বিক্রয়, সেবামূলক, উৎপাদনমূলক
  • ঘ) সেবামূলক, উৎপাদন
  • সঠিক উত্তর: (গ)
    ২১২. কীভাবে জাতীয় আয় বৃদ্ধি পায়?
  • ক) কৃষি
  • খ) শিল্প
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) ব্যবসায়
  • সঠিক উত্তর: (গ)
    ২১৩. কোনটি ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা?
    i.প্রশিক্ষনের অভাব
    ii. রাজনৈতিক অস্থিরতা
    iii. ধর্মীয় অনুভূতি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১৪. বাঁশ বা বেতের তৈরি জিনিসের ব্যবসায়ের সাথে সাথে কোনো ব্যক্তির নতুন ধরণের বেতের চেয়ার তৈরির পদক্ষেপকে কী বলা হয়?
  • ক) উদ্যোগ
  • খ) উদ্যোক্তা
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) ব্যবসায় উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (ক)
    ২১৫. উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়?
  • ক) ব্যক্তিগত নৈপূণ্যের দ্বারা
  • খ) জন্মগতভাবে
  • গ) শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে
  • ঘ) উদ্যমহীন ব্যক্তিকে অনুপ্রাণিত করে
  • সঠিক উত্তর: (গ)
    ২১৬. মুদি দোকান স্থাপন করা কী?
  • ক) সমাজসেবা
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) উদ্যোগ
  • ঘ) সামাজিক ব্যবসায়
  • সঠিক উত্তর: (খ)
    ২১৭. ফটোকপি এর দোকান স্থাপন ও পরিচালনা করা কী?
  • ক) উদ্যোগ
  • খ) শিল্প উদ্যোগ
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) সমাজসেবার উদ্যোগ
  • সঠিক উত্তর: (গ)
    ২১৮. কীসের মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের সম্প্রসারণ ও সমৃদ্ধি ঘটে?
  • ক) অবকাঠামোর
  • খ) পর্যাপ্ত পুঁজির
  • গ) সরকারি পৃষ্ঠপোষকতার
  • ঘ) প্রশিক্ষণের
  • সঠিক উত্তর: (গ)
    ২১৯. নিচের কোনটি বাংলাদেশের স্বনামধন্য উদ্যোক্তা?
    i. জহুরুল ইসলাম
    ii. হেনরি ফোর্ড
    iii. স্যামসন এইচ চৌধুরী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও iii
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২২০. উদ্যোক্তা জন্মগতভাবে কোন গুণের অধিকারী হন?
  • ক) নমনীয়তা গুণের
  • খ) ব্যক্তিগত গুণের
  • গ) সামাজিক গুণের
  • ঘ) সৃজনশীল গুণের
  • সঠিক উত্তর: (খ)
    ২২১. একজন উদ্যোক্তা প্রথমত কোন কাজটি করে থাকেন?
  • ক) বেকার সমস্যার সমাধান করেন
  • খ) যোগ্য কর্মী নির্বাচন করেন
  • গ) বিরাজমান সুযোগ-সুবিধা চিহ্নিত করেন
  • ঘ) সরকারের সহায়তা নেন
  • সঠিক উত্তর: (গ)
    ২২২. হাবিব ‘ক’ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। তার অর্জিত শিক্ষা ব্যবস্থা-
    i . মুখস্তনির্ভর
    i i . তাত্বিক
    i i i . বৃত্তিমূলক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ২২৩. উদ্যোক্তা জনামগতভবেই উদ্যোক্তা কেন?
  • ক) ব্যক্তিগত কারণে
  • খ) পারিবারিক কারণে
  • গ) সামাজিক কারণে
  • ঘ) অর্থনৈতিক কারণে
  • সঠিক উত্তর: (ক)
    ২২৪. উদ্যোক্তা কেন আরাম-আয়েশ পরিত্যাগ করেন?
  • ক) ব্যক্তিগত কারণে
  • খ) অর্থনৈতিক কারণে
  • গ) লক্ষ্য অর্জনে
  • ঘ) মুনাফার আশায়
  • সঠিক উত্তর: (গ)
    ২২৫. ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাসআমাদের দেশে গড়ে না ওঠার কারণ কোনটি?
  • ক) বৃত্তিমূলক শিক্ষার অভাব
  • খ) প্রচার-প্রচারণার অভাব
  • গ) উৎসাহ প্রদানের অভাব
  • ঘ) মূলধনের অভাব
  • সঠিক উত্তর: (ক)
    ২২৬. একজন সফল উদ্যোক্তা তার কাজের সাফল্যে-
    i . অহংকারবোধ করেন
    i i . পরিতৃপ্তি পান
    i i i . অসীম আনন্দ পান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ২২৭. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধাসমূহ কী কী?
    i.সুষ্ঠু পরিকল্পনার অভাব
    ii. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
    iii. প্রচার-প্রচারণার অভাব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২২৮. একজন উদ্যোক্তার প্রধান গুণ কয়টি?
  • ক) ১৪ টি
  • খ) ১৮ টি
  • গ) ২০ টি
  • ঘ) ২২ টি
  • সঠিক উত্তর: (খ)
    ২২৯. কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অন্যতম বাধা কোনটি?
  • ক) প্রশিক্ষণের অভাব
  • খ) আইনের অভাব
  • গ) অশিক্ষিত জনগণ
  • ঘ) রাজনৈতিক অস্থিরতা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩০. কী অর্জন না করা পর্যন্ত উদ্যোক্তা কাজে নিয়োজিত থাকেন?
  • ক) ফলাফল
  • খ) মুনাফা
  • গ) সুনাম
  • ঘ) জনপ্রিয়তা
  • সঠিক উত্তর: (ক)
    ২৩১. একজন সফল উদ্যোক্তার বড় গুণ কোনটি?
  • ক) পরিমিত ঝুঁকি গ্রহণ
  • খ) সাংগঠনিক ক্ষমতা
  • গ) নমনীয়তা
  • ঘ) ঝুঁকি গ্রহণের ক্ষমতা
  • সঠিক উত্তর: (ক)
    ২৩২. উদ্যোক্তাগণ জন্মগতভাবেই কী?
  • ক) শিল্পোদ্যোক্তা
  • খ) উদ্যোক্তা
  • গ) বিজ্ঞানী
  • ঘ) কৌতুহলী
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৩. খেলনা তৈরির ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা কী?
  • ক) উদ্যোগ
  • খ) শিল্প উদ্যোগ
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) সমাজসেবার উদ্যোগ
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৪. যে গুণগুলো উদ্যেক্তার ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণতা হল-
    i.মুনাফার প্রতি আকর্ষণ
    ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
    iii. আত্মবিশ্বাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৫. আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে-
    i . সম্পদের সঠিক ব্যবহার
    i i . জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধিতে
    i i i . দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৬. নিচের কোনটি সরকারি পৃষ্ঠপোষকতার অন্তর্গত?
  • ক) বাজার সৃষ্টি
  • খ) বিনামূল্যে পণ্য বিতরণ
  • গ) বিনা সুদে মূলধন সরবরাহ
  • ঘ) পর্যাপ্ত পুঁজির নিশ্চয়তা
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৭. ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে কেন?
  • ক) উদ্যোক্তা সৃষ্টি করতে
  • খ) পুঁজির যোগান নিশ্চিত করতে
  • গ) ঝুঁকি হ্রাস করতে
  • ঘ) মুনাফা বৃদ্ধি করতে
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৮. আমেরিকায় ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
  • ক) অ্যামফোর্ড
  • খ) লীফোর্ড
  • গ) হেনরি ফোর্ড
  • ঘ) এল.এ. এলেন
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৯. যানবাহন মেরামত দক্ষতা না থাকায় কোথা থেকে আমিনুল প্রশিক্ষণ নেন?
  • ক) ওয়ার্কসপ
  • খ) উদ্যোক্তা প্রশিক্ষণকেন্দ্র
  • গ) গ্রামীণ ব্যাংক
  • ঘ) যুব উন্নয়ন অধিদপ্তর
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪০. বাংলাদেশের মতো দেশে কিসের উন্নয়ন প্রয়োজন?
  • ক) জনসংখ্যার
  • খ) সামাজিক
  • গ) অর্থনৈতিক
  • ঘ) দারিদ্র
  • সঠিক উত্তর: (গ)
    ২৪১. জনাব মুরাদের সফল হওয়ার জন্যে প্রয়োজন-
    i . দৃঢ় মনোবল
    i i . সাহস
    i i i . মুনাফার নিশ্চয়তা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ২৪২. কোনটি শিল্পোদ্যোগ?
  • ক) বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ
  • খ) মুদির দোকান প্রতিষ্ঠার উদ্যোগ
  • গ) শেয়ার ব্যবসায়ের উদ্যোগ
  • ঘ) সিমেন্ট কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৩. ফোর্ড কোন দেশের কোম্পানী?
  • ক) জাপান
  • খ) ইংল্যান্ড
  • গ) আমেরিকা
  • ঘ) বাংলাদেশ
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৪. দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদের সদ্ব্যবহার এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কারা অবদান রেখে চলছে?
  • ক) শ্রমিক
  • খ) উদ্যোক্তা
  • গ) সরকার
  • ঘ) জনগণ
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৫. মি. শেখ মমিন উদ্দীন শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের ব্যবস্থা করেছেন। তিনি এ মাধ্যমে কোনটি দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন?
  • ক) অশিক্ষা
  • খ) সন্ত্রাস
  • গ) বেকারত্ব
  • ঘ) কুশিক্ষা
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৬. নিচের কোনটি বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন বাধা দূরীকরণে সহায়ক?
  • ক) স্বল্পমেয়াদি পরিকল্পনা
  • খ) মধ্যমেয়াদি পরিকল্পনা
  • গ) স্থায়ী পরিকল্পনা
  • ঘ) বাস্তবভিত্তিক পরিকল্পনা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৭. ব্যবসায় উদ্যোগের সাথে কিসের সম্পর্ক বিদ্যমান?
  • ক) উদ্যোক্তার
  • খ) পরিচালনার
  • গ) অর্থের
  • ঘ) ঝুঁকির
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৮. ইশতা আক্তারের কোন ব্যবসায়টি পূর্ণ ছিল?
  • ক) ফ্যাশন হাউজ
  • খ) মোবাইল
  • গ) গাড়ি
  • ঘ) কাপড়
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৯. উদ্যোগ গ্রহণের জনহিতকরমূলক কাজ হলো-
    i . স্কুল কলেজ প্রতিষ্ঠা
    i i . খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা
    i i i . হাসপাতাল প্রতিষ্ঠা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫০. ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকান্ড সফলভাবে পরিচালনা করতে সহায়তা করে কোনটি?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) অর্থ
  • ঘ) শ্রম
  • সঠিক উত্তর: (খ)
    ২৫১. নিচের কোনটি উদ্যোক্তার গুণ নয়?
  • ক) উদ্যম
  • খ) সাহস
  • গ) উদ্ভাবনী শক্তি
  • ঘ) অভিযোজন ক্ষমতা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫২. বর্তমানে বাজারে লিচুর চাহিদা প্রচুর। কিন্তু হাসান কম পরিমাণে বাজারে লিচু সরবরাহ করেছেন। এক্ষেত্রে হাসানের কম সরবরাহের কারণ কোনটি?
  • ক) অভিজ্ঞতার অভাব
  • খ) ঝুঁকি গ্রহণের সাহসিকতার অভাব
  • গ) মূলধনের অভাব
  • ঘ) দূরদৃষ্টির অভাব
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৩. আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভূমিকা রয়েছে?
  • ক) শ্রমিকদের
  • খ) উদ্যোক্তাদের
  • গ) সরকারের
  • ঘ) জমিদারদের
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৪. জনাব রহমান মুদির দোকানি থেকে xyz গ্রুপের মালিক হলেন। তার এ সফলতার পিছনে কাজ করছে-
    i . দৃঢ় মনোবল
    i i . কঠোর পরিশ্রম
    i i i . উচ্চ পর্যায়ের যোগাযোগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৫. নতুন কর্মসংস্থান সৃষ্টির ফলে-
    i . বেকার সমস্যা দূর হয়
    i i . শিল্প সম্প্রসারণ হয়
    i i i . জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৬. প্রকৃত উদ্যোক্তারা কী থেকে শিক্ষা গ্রহণ করেন?
  • ক) আলোচনা
  • খ) পরামর্শ
  • গ) ভুল
  • ঘ) নির্দেশনা
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৭. নিচে কোনটি জনবহুল দেশ?
  • ক) আমেরিকা
  • খ) ঘানা
  • গ) বাংলাদেশ
  • ঘ) ইংল্যান্ড
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৮. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতের উন্নয়ন সম্ভব?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) শিল্প উদ্যোগ
  • ঘ) যৌথ উদ্যোগ
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৯. ইশতার মোবাইল ব্যবসায়ে ব্যর্থতার কারণ হলো-
    i . অর্থের পরিমাণ বিবেচনা না করা
    i i . ঝুঁকির পরিমাণ বিবেচনা না করা
    i i i . বাজার চাহিদা বিবেচনা না করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৬০. উদ্যোক্তারা কোন ধরণের কাজ করতে বেশি আনন্দ পান?
  • ক) পিছিয়ে পড়া
  • খ) পুরোনো
  • গ) চ্যালেঞ্জমূলক
  • ঘ) নতুন
  • সঠিক উত্তর: (গ)
    ২৬১. নিচের কোনটি উদ্যোক্তার গুণ?
  • ক) আত্মবিশ্বাস
  • খ) ঝুঁকি না নেওয়ার ক্ষমতা
  • গ) শিক্ষা
  • ঘ) বয়স
  • সঠিক উত্তর: (ক)
    ২৬২. উদ্যোক্তা সরকার প্রদত্ত সুযোগ ব্যবহার করে কীসের পরিচয় দেয়?
  • ক) সাহসের
  • খ) উদ্ভাবনী শক্তির
  • গ) দক্ষতার
  • ঘ) সৃষ্টিশীলতার
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৩. ব্যবসায়িক লক্ষ্য অর্জনে অবিরাম কাজ করেন কে?
  • ক) চাকরিজীবী
  • খ) উদ্যোক্তা
  • গ) শ্রমিক
  • ঘ) পাওনাদার
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৪. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?
  • ক) ২০ ভাগ
  • খ) ৩০ ভাগ
  • গ) ৪০ ভাগ
  • ঘ) ৫০ ভাগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৫. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে-
    i. ব্যবসায় উদ্যোগ
    ii. উদ্যোক্তা
    iii. শ্রমিক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৬. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ?
  • ক) নিজেদের ব্যবহারের জন্য আসবাবপত্র তৈরি
  • খ) বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র তৈরি
  • গ) বিবাহভোজের উদ্দেশ্যে আসবাবপত্র ভাড়া নেওয়া
  • ঘ) আসবাবপত্রের দোকানে চাকরির উদ্যোগ
  • সঠিক উত্তর: (খ)
    ২৬৭. ব্যবসায়িক ঝুঁকি হলো-
    i . উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়া
    i i . সেবার চাহিদা কমে যাওয়া
    i i i . উৎপাদনের পরমাণ কমে যাওয়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৮. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কোনটি?
    i.পরনির্ভরশীলতা দূরীকরণ
    ii. বেকারসমস্যা হ্রাস
    iii. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৯. ইশতা আক্তার তার ব্যবসায়ের আয় থেকে-
    i . পরিবারকে সহায়তা করেন
    i i . নতুন ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেন
    i i i . পরিবারের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭০. বাংলদেশের স্বনামধন্য উদ্যোক্তা হলেন-
  • ক) হেনরি ফোর্ড
  • খ) এল. এলেন
  • গ) কনোকে ম্যাটসুসিটা
  • ঘ) স্যামসন এইচ চৌধুরী
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭১. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে নিচের কোনটির ভূমিকা রয়েছে-
  • ক) উদ্যোগ ও উদ্যোক্তা
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) অর্থ
  • ঘ) কৃষি
  • সঠিক উত্তর: (ক)
    ২৭২. আমাদের দেশে বেকার যুবশক্তি বিভিন্ন মুখে ব্যবসায় উদ্যোগ সম্পর্কে জানতে পারে না কেন?
  • ক) সুষ্ঠু পরিকল্পনার অভাবে
  • খ) প্রচার-প্রচারণার অভাবে
  • গ) পর্যাপ্ত কারিগরি শিক্ষার অভাবে
  • ঘ) অনুকূল পরিবেশের অভাবে
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৩. যেকোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা কোনটি?
  • ক) রাজনৈতিক অস্থিরতা
  • খ) সামাজিক অস্থিরতা
  • গ) আর্থিক প্রতিষ্ঠানের পর্যাপ্ততা
  • ঘ) মূলধনের অভাব
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৪. জনাব আলম একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। তাকে গার্মেন্টস প্রতিষ্ঠা সংক্রান্ত যাবতীয় কাজ সফলভাবে পরিচালনা করতে সহায়তা করবে কোনটি?
  • ক) ব্যবসায় উদ্যোগ
  • খ) বৈদেশিক বাণিজ্য
  • গ) সরকার
  • ঘ) ব্যাংক
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৫. ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্যে প্রয়োজন হয়-
    i . অর্থ বিনিয়োগ
    i i . শ্রম বিনিয়োগ
    i i i . ব্যাংকের সাথে ভালো সম্পর্ক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ২৭৬. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা উদ্যোক্তারে কীসের মধ্যে পড়ে?
  • ক) সুবিধা
  • খ) সুযোগ
  • গ) গুণাবলি
  • ঘ) কার্যাবলী
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৭. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ নয়?
    i. কারখানা নির্মাণ
    ii. নার্সারি তৈরি
    iii. পারিবারিক চাহিদা মেটানোর জন্য ফলের বাগান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৮. ব্যবসায়ে সকল বাধা মোকাবিল করে কে?
  • ক) অর্থনীতিবিদ
  • খ) কর্মচারী
  • গ) শিল্পপতি
  • ঘ) উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭৯. শিল্পোদ্যোক্তা সৃষ্টি করা যায়-এর অনুকূলে নিচে কতিপয় যুক্তি উপস্থাপন করা হল-
    i.বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম দ্বারা শিল্পোদ্যোগ সম্পর্কীয় গুণ ও দক্ষতা অর্জন করা যায়
    ii. মানুষের সুপ্ত মেধা ও যোগ্যতা প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হয়।
    iii. শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে শিল্পোদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হলে কেউ আর চাকরি করত না।
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৮০. যে কোন কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?
  • ক) ব্যবসায়
  • খ) উদ্যোগ
  • গ) উদ্যোক্তা
  • ঘ) ব্যবসায় উদ্যোগ
  • সঠিক উত্তর: (খ)
    ২৮১. ব্যবসায় উদ্যোগের ফলাফল কী?
  • ক) একটি ব্যবসায় প্রতিষ্ঠান
  • খ) একটি কর্মসংস্থান
  • গ) একটি ঝুঁকি গ্রহণ
  • ঘ) পণ্য উৎপাদন
  • সঠিক উত্তর: (ক)
    ২৮২. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য?
  • ক) পণ্য ও সেবা
  • খ) উদ্যোগ
  • গ) চিন্তা-ভাবনা
  • ঘ) ঋণ
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৩. ইশতা ঝুঁকির পরিমাণ বিবেচনা না করায় ব্যবসায়ে কী হয়?
  • ক) লাভ
  • খ) লোকসান
  • গ) অধিক লাভ
  • ঘ) অধিক লোকসান
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৪. কিসের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসায় উদ্যোগের সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব?
  • ক) সরকারি
  • খ) বেসরকারি
  • গ) রাজনৈতিক
  • ঘ) জনগণ
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৫. আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজন রয়েছে-
    i . অর্থনৈতিক স্থিতিশীলতার
    i i . রাজনৈতিক স্থিতিশীলতার
    i i i . সামাজিক স্থিতিশীলতার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৬. কোনটি সফল উদ্যোক্তার গুণ নয়?
  • ক) স্বাধীনচেতা
  • খ) সাহসী
  • গ) আত্মবিশ্বাস
  • ঘ) পারিবারিক মর্যাদা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৭. আমাদের দেশে উদ্যোগ গ্রহণে আগ্রহী ব্যক্তিগণ কেন এগিয়ে আসতে পারেন না?
  • ক) জ্ঞানের অভাব
  • খ) পর্যাপ্ত শ্রমিকের অভাব
  • গ) প্রয়োজনীয় মূলধনের অভাব
  • ঘ) ভূমির অভাব
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৮. মি. মহসিন ফলের ব্যবসায়ী। লাভ কম হলেও তিনি তার ফলে ফরমালিন মেশান না। তার মধ্যে সামাজিক পরিবেশের কোন দিকটি ফুটে ওঠেছে?
  • ক) সফলতার
  • খ) দায়বদ্ধতার
  • গ) নেতৃত্বের
  • ঘ) জনপ্রিয়তার
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৯. ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তার সাথে শব্দ দুটির একটি অন্যটির সাথে সম্পর্ক কেমন?
  • ক) আংশিক জড়িত
  • খ) পরিপূরক
  • গ) অঙ্গাঙ্গিভাবে জড়িত
  • ঘ) সমর্থক
  • সঠিক উত্তর: (গ)
    ২৯০. নিচের কোনটি বংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা নয়?
  • ক) সুষ্ঠু পরিকল্পনার অভাব
  • খ) চাকরির প্রতি আগ্রহীনতা
  • গ) প্রচার-প্রচারণার অভাব
  • ঘ) কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
  • সঠিক উত্তর: (খ)
    ২৯১. উদ্যোক্তার বিশেষ গুণ কোনটি?
  • ক) সাহস
  • খ) আত্মবিশ্বাস
  • গ) অধ্যাবসায়
  • ঘ) শিক্ষা গ্রহণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯২. ঢাকার রানা প্লাজায় ইশতা ফ্যাশন হাউজ-এর মালিক কে?
  • ক) ইশতা জামান
  • খ) ইশতা আক্তার
  • গ) জনাব কামাল
  • ঘ) জনাব জামাল
  • সঠিক উত্তর: (খ)
    ২৯৩. সফল উদ্যোক্তাগণ দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ-সুবিধাকে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে সক্ষম হন?
  • ক) সামাজিক
  • খ) রাষ্ট্রীয়
  • গ) পারিবারিক
  • ঘ) বাণিজ্যিক
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৪. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
    i.প্রচার-প্রচারণার অভাব
    ii. প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব
    iii. কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৫. কোনটির কারণে বিদেশিরা এদেশে শিল্প কলকারখানা স্থাপনে বেশি অনুৎসাহিত হতে পারেন?
  • ক) আইনগত জটিলতা
  • খ) প্রতিকূল বিনিয়োগ নীতি
  • গ) শ্রমিকের স্বল্পতা
  • ঘ) প্রতিকূল জলবায়ূ
  • সঠিক উত্তর: (খ)
    ২৯৬. নিচের কোনটি জাপানের পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান?
  • ক) ফোর্ড
  • খ) বাটা
  • গ) এপক্স
  • ঘ) স্যাটসুসিটা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৭. পরিবারের সদস্যরা ইশতা আক্তারকে মোবাইল ব্যবসায় সম্পর্কে সতর্ক করল কেন?
  • ক) জ্ঞান না থাকার কারণে
  • খ) পর্যাপ্ত মূলধন না থাকার জন্য
  • গ) ঝুঁকি বেশি থাকার কারণে
  • ঘ) পর্যাপ্ত লোকবলের অভাবের কারণে
  • সঠিক উত্তর: (ক)
    ২৯৮. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য প্রয়োজন-
  • ক) শিল্প জাতীয়করণ
  • খ) সাধারণ শিক্ষা
  • গ) জামানতবিহীন ঋণ
  • ঘ) রাজনৈতিক স্থিতিশীলতা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৯. আবিদ নামের একজন বেকার যুবক যদি কারো অধীনে না থেকে নিজেই ব্যবসায় করতে চায় তবে তাকে প্রথমে কী করতে হবে?
  • ক) মূলধন গঠন করতে হবে
  • খ) ঋণ গ্রহণ করতে হবে
  • গ) উদ্যোগ গ্রহণ করতে হবে
  • ঘ) ঝুঁকি গ্রহণ করতে হবে
  • সঠিক উত্তর: (গ)
    ৩০০. কোন বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রমে ব্যাপকভাবে অন্তর্ভূক্ত করা উচিত?
  • ক) সামাজিক উন্নয়ন
  • খ) শিল্পোদ্যোগ উন্নয়ন
  • গ) বৈদেশিক উন্নয়ন
  • ঘ) উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (খ)
    ৩০১. আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কোনটি?
    i.জাতীয় আয় বৃদ্ধি
    ii. নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি
    iii. দক্ষ মানবসম্পদ সৃষ্টি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০২. আলমাস একটি মুদির দোকান দিল। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কীরূপ?
  • ক) সীমিত
  • খ) বেশি
  • গ) পর্যাপ্ত
  • ঘ) অত্যধিক
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৩. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ হলো-
    i . উন্নত কাঠামোগত উন্নয়ন
    i i . সরকারি পৃষ্ঠপোষকতা
    i i i . আর্থসামাজিক স্থিতিশীলতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০৪. যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন-
    i.পরিশ্রম
    ii. ইচ্ছা
    iii. কর্ম প্রচেষ্টা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০৫. কোন কারণে উদ্যোক্তার যে কোন পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে?
  • ক) মাত্রাতিরিক্ত ঝুঁকি
  • খ) আর্থিক ঝুঁকি
  • গ) অনার্থিক ঝুঁকি
  • ঘ) সম্পদের ঝুঁকি
  • সঠিক উত্তর: (ক)
    ৩০৬. কম ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে কোনটি সীমিত?
  • ক) লোকসান
  • খ) মুনাফা
  • গ) ব্যয়
  • ঘ) মূলধন
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৭. একজন উদ্যোক্তা বিশেষ আনন্দ পান-
    i.শিক্ষামূলক কাজ করতে
    ii. চ্যালেঞ্জমূলক কাজ করতে
    iii. গবেষণামূলক কাজ করতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) i ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৮. আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কী কী?
    i.দক্ষ মানবসম্পদ সৃষ্টি
    ii. পরনির্ভরশীলতা দূরীকরণ
    iii. জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০৯. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলা যায়?
  • ক) ঝুঁকি
  • খ) ব্যবসায়ের ঝুঁকি
  • গ) অনিশ্চয়তা
  • ঘ) ক্ষতি
  • সঠিক উত্তর: (খ)
    ৩১০. ব্যবসায় উদ্যোগ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে-
    i .প্রাকৃতিক সম্পদের
    i i . মানব সম্পদের
    i i i . শিল্প সম্পদের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৩১১. কে গতিশীল নেতৃত্ব গুণের অধিকারী হয়ে থাকেন?
  • ক) বিজ্ঞানী
  • খ) শিল্পপতি
  • গ) উদ্যোক্তা
  • ঘ) সফল উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (গ)
    ৩১২. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি?
  • ক) অত্যধিক প্রচার
  • খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব
  • গ) চাকরিরর সহজলভ্যতা
  • ঘ) পর্যাপ্ত কারিগরি শিক্ষা
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৩. হাসিব আলী তার কাপড়ের ব্যবসায় হতে ২০১২ সাথে ১,০০,০০০ টাকা মুনাফা আশা করেছিল। কিন্তু বাস্তবে ৮০,০০০ টাকা মুনাফা হলো। এটি তার ব্যবসায়ের কোন ধরণের ঝুঁকি?
  • ক) আর্থিক ঝুঁকি
  • খ) অনার্থিক ঝুঁকি
  • গ) মূলধনের ঝুঁকি
  • ঘ) সম্পদের ঝুঁকি
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৪. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন-
    অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি
    পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
    প্রশিক্ষণে সুযোগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৫. উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
  • ক) Entrepreneur
  • খ) Extrapreneur
  • গ) Ertrepreneurohip
  • ঘ) Business Entrepreneur
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৬. মি. রাফি বেসাকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও চাকরির ধরা বাধা নিয়ম-কানুন ভালো না লাগায় তিনি চাকরি ছেড়ে ব্যবসায় শুরু করেন। এখানে মি. রাফির কোন বৈশিষ্ট্যটি ফুটে ওঠেছে?
  • ক) স্বাধীনতা
  • খ) ত্যাগী মনোভাব
  • গ) সরলতা
  • ঘ) অধ্যবসায়
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৭. সফল উদ্যোক্তার চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
  • ক) ব্যবসায়ক লক্ষ্য অর্জনে বিরামহীন শ্রম দেওয়া
  • খ) কাজে সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
  • গ) অন্যের ওপর প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালানো
  • ঘ) পরিবর্তিত পরিস্থিতির বিপক্ষে চলা
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৮. যেকোন ব্যবসায় উদ্যোগ সফল বাস্তবায়নের জন্য কীসের প্রয়োজন?
  • ক) পর্যাপ্ত পুঁজি
  • খ) ভূমি
  • গ) শ্রম
  • ঘ) প্রযুক্তি
  • সঠিক উত্তর: (ক)
    ৩১৯. দেশের অদক্ষ জনযোগষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারে কে?
  • ক) সরকার
  • খ) শিল্পপতি
  • গ) ব্যবসায়ী
  • ঘ) উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২০. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি?
  • ক) জনকল্যাণ
  • খ) মুনাফা অর্জন
  • গ) ব্যবসায় সম্প্রসারণ
  • ঘ) ভবিষ্যৎ পরিকল্পনা
  • সঠিক উত্তর: (খ)
    ৩২১. কোনো উদ্যোক্তা কোন কারণে প্রথমবার ব্যর্থ হলে তার করণীয় হবে-
  • ক) পূর্বের প্রকল্পটি বাতিল করে ভিন্নধর্মী প্রকল্প দেওয়া
  • খ) ব্যর্থতার কারণ খুঁজে বের করে আবার নতুন উদ্যমে কাজ শুরু করা
  • গ) ব্যবসায় উদ্যোগের চিন্তা বাদ দিয়ে চাকরির সন্ধান করা
  • ঘ) অপেক্ষাকৃত ছোট আকারের প্রকল্প চালু করা
  • সঠিক উত্তর: (খ)
    ৩২২. একজন উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্য-
    i . মুনাফার প্রতি তীব্র আকর্ষণ
    i i . মূলধন যোগান ও ব্যবহারের ক্ষমতা
    i i i . পেশাগত ও প্রযুক্তিগত অভিজ্ঞতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৩. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ নয়?
  • ক) বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান
  • খ) ফটোকপি এর দোকান স্থাপন ও পরিচালনা
  • গ) চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও বিক্রয়
  • ঘ) বিতর্ক প্রতিযোগিতার আয়োজন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৪. প্রতিকূল আইনশৃঙ্খলা ব্যবসায়ে কী ধরণের প্রভাব ফেলে?
  • ক) অধিক মুনাফা
  • খ) অনুকূল পরিবেশ
  • গ) মারাত্মক হুমকি
  • ঘ) কোনো প্রভাব পড়ে না
  • সঠিক উত্তর: (গ)
    ৩২৫. ব্যবসায় পরিচালনার জন্য আনুষঙ্গিক কোন সুযোগ সুবধিা প্রয়োজন?
    i.বিদ্যুৎ
    ii. গ্যাস
    iii. যাতায়াত ব্যবস্থা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৬. কোন পরিবেশের অভাবে ব্যবসায় উদ্যোগের অগ্রযাত্রা ব্যহত হয়?
  • ক) প্রতিকূল
  • খ) অর্থনৈতিক
  • গ) অনুকূল
  • ঘ) কাঠামোগত
  • সঠিক উত্তর: (গ)
    ৩২৭. উদ্যোক্তা কে?
  • ক) যিনি শিল্পকারখানা স্থপন করেন
  • খ) যিনি ব্যবসায় শুরু করেন
  • গ) যিনি শিল্প বা ব্যবসায় শুরুর উদ্যোগ গ্রহণ করেন
  • ঘ) যিনি শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করেন
  • সঠিক উত্তর: (গ)
    ৩২৮. যে ব্যবসায়ে ঝুঁকির সম্ভাবনা কম সে ব্যবসায়ের লাভের সম্ভাবনা কেমন হয়?
  • ক) অর্ধেক
  • খ) পুরো
  • গ) কম
  • ঘ) বেশি
  • সঠিক উত্তর: (গ)
    ৩২৯. আমিনুল কোন কলেজ থেকে ডিগ্রি পাশ করেন?
  • ক) গুলশান মডেল কলেজ
  • খ) রাজউক কলেজ
  • গ) স্থানীয় কলেজ
  • ঘ) ঢাকা কলেজ
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩০. আমাদের দেশে কীসের ঘাটতি রয়েছে?
  • ক) মেধা
  • খ) মনন
  • গ) দক্ষতা
  • ঘ) অনুকূল পরিবেশ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩১. ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি প্রতিশব্দ কী?
  • ক) Entrepreneurship
  • খ) Entrepreneurship
  • গ) Enterepreneur
  • ঘ) Extrepreneur
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩২. উদ্যোক্তা সৃষ্টি করা যায়-
    i . শিক্ষার মাধ্যমে
    i i . প্রশিক্ষণের মাধ্যমে
    i i i . সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য দরকার-
  • ক) সাধারণ শিক্ষা
  • খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
  • গ) কর্মসংস্থান
  • ঘ) প্রয়োজনীয় অর্থসংস্থান
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৪. অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে?
  • ক) ২০ ভাগ
  • খ) ৪০ ভাগ
  • গ) ৬০ ভাগ
  • ঘ) ৮০ ভাগ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৫. জামিল একটি ফলের দোকান দিল। তার এ উদ্যোগের বৈশিষ্ট্য হলো-
    i . কর্মসংস্থান সৃষ্টি
    i i . মূলধন গঠন
    i i i . খাদ্যজাত দ্রব্যাদির উৎপাদন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৬. বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা কী?
  • ক) উদ্যোগ
  • খ) শিল্প উদ্যোগ
  • গ) ব্যবসায় উদ্যোগ
  • ঘ) সমাজসেবার উদ্যোগ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৭. নিচের কোন শব্দগুচ্ছ উদ্যোক্তার গুণাবলি প্রকাশ পায়?
    i.অতিরিক্ত আত্মবিশ্বাস, পরাধীন
    ii. পুঁজি সংগ্রহে ব্যর্থ, নেতৃত্ব
    iii. উদ্যম, অধ্যবসায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৮. নতুন নতুন শিল্প স্থাপনের ফলে নিচের কোনটি বৃদ্ধি পায়?
  • ক) আয়
  • খ) ব্যয়
  • গ) বিনিয়োগ
  • ঘ) দক্ষতা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৯. দেশে কোনটির সরবরাহ করলে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পাবে?
  • ক) মূলধন
  • খ) ব্যাংকিং
  • গ) সমবায়
  • ঘ) শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪০. ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্যে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন কোনটি?
  • ক) শ্রমিক
  • খ) উদ্যোগ গ্রহণ
  • গ) মূলধন
  • ঘ) কলাকৌশল
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪১. সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোক্তা সমস্যাগুলো পূর্বেই কী করেন?
  • ক) অনুমান করেন
  • খ) সরিয়ে দেন
  • গ) চিন্তা করেন না
  • ঘ) সমস্যা থাকে না
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪২. কিসের উন্নয়ন ঘটালে নতুন উদ্যোক্তারা পুজির যোগান পেতে পারে?
  • ক) বিমা ব্যবস্থা
  • খ) ব্যাংকিং ব্যবস্থা
  • গ) অর্থ ব্যবস্থা
  • ঘ) শিল্প ব্যবস্থা
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৩. ইশতা আক্তার কোন কারণে ব্যবসায় শুরু করেন?
  • ক) অভাবের জন্য
  • খ) কর্মসংস্থানের জন্য
  • গ) মুনাফার জন্য
  • ঘ) শখের বশে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৪. বর্তমানে ব্যবহৃত প্রযুক্তির সাথে নতুন আবিষ্কৃত প্রযুক্তির তুলনা করে কাজে গতিশীলতা আনয়নে সফল উদ্যোক্তার ধারণা কেমন?
  • ক) যথার্থ
  • খ) মানসম্মত
  • গ) সঠিক
  • ঘ) সময়োপযোগী
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৫. হাসিব সাহেব একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি অদক্ষ জনসংখ্যার জন্যে করতে পারেন-
    i . উৎপাদনশীল কাজে নিয়োজিতকরণ
    i i . দক্ষ মানব সম্পদে রূপান্তর
    i i i .ঋণদান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৬. স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে কারা?
  • ক) উদ্যোক্তারা
  • খ) বিজ্ঞানীরা
  • গ) প্রকৃত উদ্যোক্তারা
  • ঘ) ব্যবসায়ীরা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪৭. কোনটি অর্জিত না হওয়া পর্যন্ত উদ্যোক্তা কাজে নিয়োজিত থাকেন?
  • ক) মুনাফা
  • খ) ফলাফল
  • গ) সুনাম
  • ঘ) জনপ্রিয়তা
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৮. বর্তমানে উদ্যোক্তা হতে হলে নিচের কোনটি না থাকলেও চলে?
  • ক) শিক্ষা
  • খ) প্রশিক্ষণ
  • গ) সুযোগ-সুবিধা
  • ঘ) জন্মসূত্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৯. ব্যবসায় স্থাপন করতে কে সহায়তা করে?
  • ক) অর্থ
  • খ) সরকার
  • গ) শ্রম
  • ঘ) ব্যবসায় উদ্যোগ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫০. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কোনটি?
    i.ব্যবসায় প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ
    ii. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
    iii. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫১. ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে কে গভীর জ্ঞান রাখেন?
  • ক) উদ্যোক্তা
  • খ) ব্যবসায় উদ্যোক্তা
  • গ) শিল্প উদ্যোক্তা
  • ঘ) সফল উদ্যোক্তা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫২. একজন উদ্যোক্তা হিসেবে জনাব ‘x’ যে কাজটি করে বিশেষ আনন্দ পাবেন তা হলো-
    i . সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ
    i i .চ্যালেঞ্জমূলক কাজে আত্মনিয়োগ
    i i i . গবেষণাধর্মী কাজে আত্মবিশ্বাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৩. যেকোন শিল্প প্রতিষ্ঠান গঠন করার জন্যে কয় ধরণের শিক্ষার প্রসার বাড়াতে হবে?
  • ক) ২
  • খ) ৩
  • গ) ৪
  • ঘ) ৫
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫৪. ব্যবসায় উদ্যোগের ফলে-
    i . মানবসম্পদ উন্নয়ন হয়
    i i . মূলধন গঠিত হয়
    i i i . মোট উৎপাদন বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৫. উদ্যোক্তাগণ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে সীমিত সম্পদের মধ্যে কী তৈরি করেন?
  • ক) যোগাযোগ
  • খ) সম্পর্ক
  • গ) পরিকল্পনা
  • ঘ) সমন্বয়
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৬. উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহণ করেন কীভাবে?
  • ক) অধ্যবসায়ের মাধ্যমে
  • খ) মূলধন গঠন করে
  • গ) উদ্ভাবনী শক্তির বলে
  • ঘ) প্রযুক্তির মাধ্যমে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৭. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়ক?
    i.কর মওকুফ
    ii. স্বল্প সুদে মুলধন সরবরাহ
    iii. বিনা সূদে মূলধন সরবরাহ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৮. আফরোজার এই কর্ম প্রচেষ্টাকে কী বলে?
  • ক) ঝুঁকি
  • খ) শিল্প
  • গ) উদ্যোগ
  • ঘ) বিনিয়োগ
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫৯. শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে দেশে কী সৃষ্টি হয়?
  • ক) সম্পদ
  • খ) কর্মসংস্থান
  • গ) মূলধন
  • ঘ) উন্নয়ন
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬০. উদ্যোক্তারা প্রদত্ত সুযোগ-সুবধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেন?
  • ক) দেনাদারদের
  • খ) ক্রেতাদের
  • গ) সরকারের
  • ঘ) জনগণের
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬১. আশানুরূপ মুনাফা থেকে বাস্তবে কম মুনাফা অর্জিত হলে এটি কী ধরণের ঝুঁকির শামিল?
  • ক) আর্থিক
  • খ) অনার্থিক
  • গ) বাবশায়িক
  • ঘ) ফটকা
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬২. হেনরি ফোর্ড কোন দেশের শিল্পোদ্যোক্তা?
  • ক) আমেরিকা
  • খ) অস্ট্রেলিয়া
  • গ) জাপান
  • ঘ) জার্মান
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৩. রূপদা প্রসাদ সাহা কোন দেশের শিল্পোদ্যোক্তা?
  • ক) ভারত
  • খ) বাংলাদেশ
  • গ) পাকিস্তান
  • ঘ) মায়ানমার
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৪. সফল উদ্যোক্তা পরিতৃপ্তি ও অসীম আনন্দ পান কোন ক্ষেত্রে?
  • ক) চ্যালেঞ্জমূলক কাজ করে
  • খ) নতুন কিছু জানতে পেরে
  • গ) তাদের কাজের সাফল্যে
  • ঘ) ভুল অকপটে স্বীকার করে
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬৫. নতুন ও পুরাতন প্রযুক্তির সমন্বয়সাধন করা উদ্যোক্তার কোন ধরণের ধারণা?
  • ক) সময়োপযোগী
  • খ) গতানুগতিক
  • গ) আধুনিক
  • ঘ) সনাতন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৬. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগ উন্নয়
  • ক) স্থায়ী পরিকল্পনা
  • খ) দীর্ঘমেয়াদি পরিকল্পনা
  • গ) স্বল্পমেয়াদি পরিকল্পনা
  • ঘ) বাস্তবভিত্তিক পরিকল্পনা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৭. নিচের কোনটি ঝুঁকিপূর্ণ কাজ?
  • ক) অর্থসংগ্রহ
  • খ) ব্যাংকিং ব্যবসায়
  • গ) ঋণ গ্রহণ
  • ঘ) ব্যবসায় স্থাপন
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৮. কোনটি মানুষের সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে?
  • ক) উদ্যোগ
  • খ) চাকরি
  • গ) সমাজসেবা
  • ঘ) রাজনীতি
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৯. জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে কারা?
  • ক) উদ্যোক্তা
  • খ) পরিচালক
  • গ) ব্যবস্থাপক
  • ঘ) শ্রমিক
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭০. নিচের কোনটি উদ্যোক্তার গুণাবলি নয়?
    i.সততা
    ii. সাংগঠনিক অদক্ষতা
    iii. ব্যর্থতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭১. কিসের জন্য আমিনুল প্রশিক্ষণ নেয়?
  • ক) পোল্ট্রি খামার করার জন্য
  • খ) বাড়ির আঙিনায় গাছ লাগানোর জন্য
  • গ) যানবাহন মেরামত দক্ষতা বৃদ্ধি
  • ঘ) বিদ্যালয় স্থাপনের জন্য
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭২. বর্তমান সময়ে উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়?
  • ক) ব্যক্তিগত নৈপুন্য দ্বারা
  • খ) জন্মগতভাবে
  • গ) শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে
  • ঘ) সদিচ্ছার দ্বারা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৩. আমিনুলের কাহিনি গল্পে আমিনুলের শিক্ষাগত যোগ্যতা কতটুকু?
  • ক) এস.এস.সি
  • খ) এইচ.এস.সি
  • গ) ডিগ্রি
  • ঘ) অনার্স
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৪. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়-
    i . নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে
    i i . বেকার জনগণের প্রশিক্ষণের মাধ্যমে
    i i i . মুনাফা অর্জনের মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৫. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তার প্রয়োজন কেন?
  • ক) বৈদেশিক সুনাম অর্জনের জন্যে
  • খ) অর্থনৈতিক উন্নয়নের জন্যে
  • গ) ব্যবসায়ে অভিজ্ঞতার জন্যে
  • ঘ) মূলধন সংগ্রহের জন্যে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৬. ব্যবসায় উদ্যোগের ঝুঁকি নিরসনে কোনটি প্রয়োজন?
  • ক) সহায়তা
  • খ) অধিক মুনাফা অর্জন
  • গ) অধিক প্রতিযোগিতা
  • ঘ) উন্নত পণ্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৭. জনাব মনসুর আলী আসন্ন বৈশাখী মেলার চাহিদার কথা চিন্তা করে একটি জামদানি শাড়ির দোকান দেয়ার চিন্তা করলেন। এটি কী হিসেবে পরিচিত হবে?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) বৈশাখী উদ্যোগ
  • ঘ) মৌসুমী উদ্যোগ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৮. যার উদ্যোগ আছে তিনিই-
  • ক) শিল্পোদ্যোক্তা
  • খ) উদ্যোক্তা
  • গ) বিজ্ঞানী
  • ঘ) কৌতুহলী
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৯. আমাদের দেশে কোনটির ব্যাপক অভাব রয়েছে?
  • ক) ভূমি
  • খ) শ্রমিক
  • গ) কাঁচামাল
  • ঘ) সুপরিকল্পনা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮০. একজন উদ্যোক্তা-
    i . নতুন ধারণার উদ্ভাবন করেন
    i i . আবিস্কৃত ধারণাকে কাজে প্রয়োগ করেন্
    i i i . উদ্ভাবন ও প্রয়োগের সময়সাধন করেন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮১. উদ্যোগ ও উদ্যোক্তা একে অপরের সাথে-
  • ক) পরোক্ষভাবে জড়িত
  • খ) বিপরীত
  • গ) প্রত্যক্ষভাবে জড়িত
  • ঘ) জড়িত নয়
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮২. কোনটি উদ্যোক্তার গুণ?
    i.কৃতিত্ব অর্জনের আকাঙ্খা
    ii. চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
    iii. ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহনের মানসিকতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৩. ব্যবসায় উদ্যোগ সুযোগ সৃষ্টি করে-
    i . কর্মসংস্থান 
    i i . অর্থ উপার্জন
    i i i . নতুন সম্পদ তৈরি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৪. জনাব আসলাম শহরে একটি ইস্পাত কারখানা স্থাপন করলে তার ব্যবসায়টি কোন ক্ষেত্রে অবদান রাখবে?
  • ক) জাতীয় আয় বৃদ্ধিতে
  • খ) বৈদেশিক সাহায্য আনতে
  • গ) সম্পদ গঠনে
  • ঘ) ইস্পাতের চাহিদা বাড়াতে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮৫. ব্যবসায় উদ্যোগ সহায়তা করে-
    i . ঝুঁকি পরিমাপ করতে
    i i . সরকারকে সহায়তা করতে
    i i i . প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৬. আমিনুল কত মাসের প্রশিক্ষণ নেন?
  • ক) ২ মাস
  • খ) ৩ মাস
  • গ) ৪ মাস
  • ঘ) ৫ মাস
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৭. মিরাজ একজন বেকার যুবক। তিনি কারো অধনে না থেকে নিজেই ব্যবসায় করতে চান। সেক্ষেত্রে তাকে প্রথমে-
    i . মূলথধন গঠন করতে হবে
    i i . উদ্যোগ গ্রহণ করতে হবে
    i i i . ঝুঁকি গ্রহণ করতে হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৮. কোন গুণটি উদ্যোক্তার সুনাম অর্জনে সহায়তা করে?
  • ক) ঝুঁকি গ্রহণের ক্ষমতা
  • খ) চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
  • গ) ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ
  • ঘ) আকর্ষণীয় ব্যক্তিত্ব
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৯. নিজের অভিজ্ঞতা ও অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং নিজের কর্মক্ষেত্রে প্রয়োগ উদ্যোক্তার কেমন গুণ?
  • ক) সাধারণ
  • খ) বিশেষ
  • গ) চিন্তনীয়
  • ঘ) পছন্দনীয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯০. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগমূলক কার্যক্রম?
  • ক) বিনোদনের উদ্দেশ্যে গান করা
  • খ) জনসেবার উদ্দেশ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ
  • গ) শিক্ষকতার মাধ্যমে অর্থ উপার্জন
  • ঘ) লাভের আশায় ঝুঁকি থাকা সত্বেও মৎস চাষ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯১. উদ্যোক্তারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন কী উদ্দেশ্যে?
  • ক) ভবিষ্যতে সফলভাবে ব্যবসায় পরিচালনার জন্যে
  • খ) ভবিষ্যতে কম ভুল হবে সেজন্যে
  • গ) ভবিষ্যতে ব্যবসায়ের উন্নতির জন্যে
  • ঘ) নিজেকে সংশোধন ও আত্মউন্নয়ন করার জন্যে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯২. জনাব মুরাদকে আমরা কী হিসেবে অভিহিত করতে পারি?
  • ক) মিতব্যয়ী
  • খ) ব্যবসায় উদ্যোক্তা
  • গ) স্বাধীনচেতা
  • ঘ) পরিশ্রমী
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৩. কোনটি উন্নত বিশ্বে অগ্রগতির প্রধান কারণ?
  • ক) মেধা
  • খ) মননশীলতা
  • গ) প্রশিক্ষণ
  • ঘ) অনুকূল পরিবেশ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৪. কোনটির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব?
  • ক) নতুন যন্ত্রপাতি ক্রয়
  • খ) নতুন উদ্যোক্তা সৃষ্টি
  • গ) নতুন শিল্প স্থাপন
  • ঘ) ব্যাপক এলাকা বিদ্যুতায়ন
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৫. যেকোন কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) উদ্যোক্তা
  • ঘ) কর্মসংস্থান
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৬. নিচে কোনটি উদ্যোক্তার উল্লেখযোগ্য দিক?
  • ক) ঝুঁকি গ্রহণের ক্ষমতা
  • খ) সততা
  • গ) সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
  • ঘ) সৃজনশীলতা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৭. ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) আত্মকর্মসংস্থান
  • ঘ) শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৮. প্রশিক্ষণ প্রদানের জন্য নিচের কোনটি গ্রহণ করতে হবে?
  • ক) কর্মসূচী
  • খ) প্রকল্প
  • গ) পরিকল্পনা
  • ঘ) খ+গ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৯. মি. রেদওয়ান ঝুঁকি আছে জেনেও লাভের আশায় স্থানীয় উৎপাদিত তলা থেকে সুতা তৈরির কারখানা স্থাপন করেন। তার এ কাজটিকে কী বলা হয়?
  • ক) উদ্যোগ
  • খ) ব্যবসায় উদ্যোগ
  • গ) ঝুঁকি গ্রহণ
  • ঘ) উদ্যোক্তা উন্নয়ন
  • সঠিক উত্তর: (খ)
    নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও।
    শ্রীপুরের জনাব শিমূল তার নিজ এলাকায় নজস্ব পুঁজি নিয়ে একটি মাছের খামার গড়ে তোলেন। কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা ও অধ্যবসায়ের ফলে তিনি সফলতা লাভ করেছেন।বছর দুইপরে তিনি আরও তিনটি মাছের খামার প্রতিষ্ঠা করে বেকার যুবকদের চাকরি দিয়েছেন। তিনি এখন বেশ স্বাবলম্বী। 
    ৪০০. কঠোর পরিশ্রম জনাব শিমূলের কোন ধরণের বৈশিষ্ট্য?
  • ক) ব্যক্তিগত বৈশিষ্ট্য
  • খ) সামাজিক বৈশিষ্ট্য
  • গ) মনস্তাত্বিক বৈশিষ্ট্য
  • ঘ) অর্থনৈতিক বৈশিষ্ট্য
  • সঠিক উত্তর: (গ)
    ৪০১. জনাব শিমূল এলাকার যুবকদের চাকরি দেয়ার ফলে-
    i . কর্মসংস্থান সৃষ্টি হয়েছে
    i i . বেকারত্ব হ্রাস পেয়েছে
    i i i . আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর ( ঘ)