১. কত সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়?
  • ক) ১৬৫৭
  • খ) ১৭৩৯
  • গ) ১৭৫৭
  • ঘ) ১৮৫৭
  • সঠিক উত্তর: (গ)
    ২. বর্তমানে বাংলাদেশকে কোন ধরনের দেশ হিসেবে আখ্যায়িত করা যায়?
  • ক) শিল্পপ্রধান দেশ
  • খ) কৃষিপ্রধান দেশ
  • গ) কৃষি ও শিল্পপ্রধান দেশ
  • ঘ) কৃষি ও শিল্পনির্ভর দেশ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩. নতুন শিল্প স্থাপনে বড় প্রতিবন্ধকতা -
    i. বিদেশি সাহায্য ও অনুদানের অভাব
    ii. দক্ষ উদ্যোক্তা ও পুঁজির অভাব
    iii. শিল্প সহায়ক অবকাঠামোগত দুর্বলতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৪. উন্নত দেশ বাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য দেশের সাথে কেমন সম্পর্ক গড়তে পারে?
  • ক) অনুকূল
  • খ) প্রতিকূল
  • গ) সামঞ্জস্যপূর্ণ
  • ঘ) সৌহার্দ্যপূর্ণ
  • সঠিক উত্তর: (ক)
    ৫. কোনটি সামাজিক অবকাঠামোর অন্তর্ভুক্ত?
  • ক) পরিবহণ
  • খ) বিদ্যুৎ
  • গ) বিমা
  • ঘ) স্বাস্থ্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬. সাধারণ শ্রমিকদের উৎপাদনশীলতা অল্পের কারণ হলো -
    i. জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার
    ii. জনগণের সাক্ষরতার নিম্নহার
    iii. কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতার অভাব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭. কৃষিক্ষেত্রে জমিদারি প্রথা চালু হয় কোন বন্দোবস্তের মাধ্যমে?
  • ক) একসনা
  • খ) পাঁচসনা
  • গ) দশসনা
  • ঘ) চিরস্থায়ী
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮. আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ক্ষেত্রে বলা যায় -
    i. আন্তর্জাতিক বাণিজ্যের ঘাটতি দেশ
    ii. রপ্তানি বাণিজ্যে প্রধানত উন্নত দেশগুলোর সাথে সম্পন্ন হয়
    iii. সার্কভুক্ত দেশগুলোর সাথেও রপ্তানি বাণিজ্য রয়েছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯. অর্থনীতির খাত বলতে অর্থনীতিতে বোঝায় অর্থনীতির বিভিন্ন -
    i. শাখাকে
    ii. অংশকে
    iii. বৈশিষ্ট্যকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১০. কোনটি উন্নত দেশ?
  • ক) ভারত
  • খ) সুইডেন
  • গ) তুরস্ক
  • ঘ) ব্রাজিল
  • সঠিক উত্তর: (খ)
    ১১. মাথাপিছু আয়ের ভিত্তিতে নরওয়ে কী ধরনের দেশ?
  • ক) মধ্য আয়ের
  • খ) উচ্চ আয়ের
  • গ) উচ্চ মধ্য আয়ের
  • ঘ) নিম্ন মধ্য আয়ের
  • সঠিক উত্তর: (খ)
    ১২. আমাদের দেশে অর্থনীতিতে এখনো অন্যতম প্রধান খাত কী?
  • ক) কৃষি
  • খ) শিল্প
  • গ) ব্যবসায়
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (ক)
    ১৩. কত সালে জাতীয় কৃষিনীতি প্রণয়ন করা হয়েছে?
  • ক) ১৯৯৭
  • খ) ১৯৯৮
  • গ) ১৯৯৯
  • ঘ) ২০০০
  • সঠিক উত্তর: (গ)
    ১৪. দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায় কোন হিসাব থেকে?
  • ক) জাতীয় আয়
  • খ) জাতীয় ব্যয়
  • গ) জাতীয় উৎপাদন
  • ঘ) নিট জাতীয় উৎপাদন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫. সুইজারল্যান্য ও ফ্রান্সের জনগণের মাথাপিছু আয় সর্বোচ্চ। এ দুটি দেশ কোনটিতে উন্নত?
  • ক) শিল্পে
  • খ) কৃষিতে
  • গ) বাণিজ্যে
  • ঘ) শিল্প ও বাণিজ্যে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬. উন্নত দেশসমূহ যতই উন্নতির পথে অগ্রসর হয় ততই তাদের -
    i. ব্যবস্থাপনা উন্নত হয়
    ii. উৎপাদন পদ্ধতি উন্নত হয়
    iii. কৃষি ব্যবস্থা আধুনিক হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে বিভক্ত করেছে?
  • ক) দুই ভাগে
  • খ) তিন ভাগে
  • গ) চার ভাগে
  • ঘ) পাঁচ ভাগে
  • সঠিক উত্তর: (খ)
    ১৮. বাংলাদেশের শিক্ষায় জেন্ডার সমতা, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস পেয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে কী ধরনের দেশের অন্তর্ভুক্ত করা যায়?
  • ক) উন্নত
  • খ) উন্নয়নশীল
  • গ) স্বল্পোন্নত
  • ঘ) অনুন্নত
  • সঠিক উত্তর: (খ)
    ১৯. আর্থসামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ অতিমাত্রায় যেটির ওপর নির্ভরশীল -
    i. বৈদেশিক ঋণের ওপর
    ii. বৈদেশিক অনুদানের ওপর
    iii. দেশীয় আর্থিক প্রতিষ্ঠানের ওপর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২০. দেশে অবস্থিত বিদেশি জনগণের আয় বেশি হলে কী ঘটবে?
  • ক) GDP > GNP
  • খ) GDP < GNP
  • গ) GDP = GNP
  • ঘ) কোনটিই নয়
  • সঠিক উত্তর: (খ)
    ২১. কী কারণে দেশের উন্নয়নে শিক্ষিত জনগোষ্ঠী আশানুরূপ অবদান রাখতে পারে না?
  • ক) শিক্ষা ব্যবস্থায় ত্রুটি
  • খ) অহংকারী হয়ে ওঠে
  • গ) সুযোগের অভাব
  • ঘ) কাজে ফাঁকি দেয়
  • সঠিক উত্তর: (ক)
    ২২. কোন সংস্থা মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে বিভক্ত করেছে?
  • ক) জাতিসংঘ
  • খ) এশিয়া উন্নয়ন ব্যাংক
  • গ) বিশ্বব্যাংক
  • ঘ) কেন্দ্রীয় ব্যাংক
  • সঠিক উত্তর: (গ)
    ২৩. দেশের শ্রমশক্তির মোট কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
  • ক) ১৭.৩১
  • খ) ২৪.৭৩
  • গ) ২৮.৪০
  • ঘ) ৪৩.৬০
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪. কয়টি উপাদান থেকে একটি দেশের জাতীয় আয় হিসাব করা হয়?
  • ক) দুইটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি
  • সঠিক উত্তর: (গ)
    ২৫. জাতীয় সম্পদ হিসাবের সময় -
    i. দেশের ভিতরের বিদেশি মালিকানাধীন সম্পদ বাদ দিতে হয়
    ii. বিদেশি দেশি মালিকানাধীন সম্পদ যোগ করা হয়
    iii. বিদেশি দেশি মালিকানাধীন সম্পদ বাদ দিতে হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৬. ‘জাতীয় শিল্পনীতি - ২০১০’ এ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে -
    i. ছাত্র ভর্তির ক্ষেত্রে
    ii. ছাত্র উপস্থিতির হার বৃদ্ধির ক্ষেত্রে
    iii. ঝড়ে পড়া রোধে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭. ২০০৫-০৬ সালে কৃষিখাতে অবদান হ্রাস পাওয়ার কারণ কোনটি হতে পারে বলে তুমি মনে কর?
  • ক) কৃষিখাতে সরকারি ঋণ হ্রাস পেয়েছে
  • খ) কৃষি উৎপাদন পূর্বের তুলনায় কমেছে
  • গ) কৃষিখাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে
  • ঘ) কৃষির তুলনায় অন্যান্য খাতে উৎপাদন বেড়েছে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮. প্রধানত ব্যয়কারীদের কয়টি শ্রেণিতে বিন্যাস করা যায়?
  • ক) দুইটি
  • খ) তিনটি
  • গ) পাঁচটি
  • ঘ) ছয়টি
  • সঠিক উত্তর: (খ)
    ২৯. বাংলাদেশে দারিদ্রসীমার নিচে অবস্থান করছে কত অংশ লোক?
  • ক) এক-পঞ্চমাংশ
  • খ) দুই-পঞ্চমাংশ
  • গ) দুই-তৃতীয়াংশ
  • ঘ) এক-চতুর্থাংশ
  • সঠিক উত্তর: (খ)
    ৩০. জাপানের মাথাপিছু আয় কত?
  • ক) ৩২৭৭৮ মার্কিন ডলার
  • খ) ৪২১৫০ মার্কিন ডলার
  • গ) ৩৬০৩১ মার্কিন ডলার
  • ঘ) ৩৮৭৪৯ মার্কিন ডলার
  • সঠিক উত্তর: (খ)
    ৩১. আমাদের জাতীয় উৎপাদনের কত ভাগ কৃষি থেকে আসে?
  • ক) প্রায় ২১%
  • খ) প্রায় ১৯.৯৫%
  • গ) প্রায় ৩৫%
  • ঘ) প্রায় ৪০%
  • সঠিক উত্তর: (খ)
    ৩২. ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় কত ছিল?
  • ক) ৫৮,০০০ টাকা
  • খ) ৫৮,০০০ ডলার
  • গ) ৮১৮ টাকা
  • ঘ) ৮৯০ ডলার
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩. (মোট দেশজ উৎপাদন + বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয়) - দেশে অবস্থানরত বিদেশিদের আয় = ?
  • ক) মোট উৎপাদন
  • খ) মোট জাতীয় উৎপাদন
  • গ) মোট দেশজ আয়
  • ঘ) মোট আয়
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪. খনিজ সম্পদ কোনটি?
  • ক) সিলিকা বালু
  • খ) নদনদীর পানি
  • গ) সামুদ্রিক মাছ
  • ঘ) সুন্দরী কাঠ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫. জাপানের মাথাপিছু মোট জাতীয় আয় কত ইউএস ডলার?
  • ক) ৫৩,৬১৯ ডলার
  • খ) ৪২,১৫০ ডলার
  • গ) ২৪,১৫০ ডলার
  • ঘ) ২৪,৯৪০ ডলার
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬. ২০১০-১১ অর্থবছরে শতকরা কত ভাগ সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে?
  • ক) ৪.০১ ভাগ
  • খ) ৪.১৫ ভাগ
  • গ) ৬.১৫ ভাগ
  • ঘ) ৬.০৯ ভাগ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭. অনুন্নত দেশে প্রাধান্য দেখা যায় -
    i. কুটির শিল্পের
    ii. ভারী শিল্পের
    iii. ক্ষুদ্র শিল্পের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) iii
  • গ) i ও iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮. স্বল্পোন্নত দেশ বলা হয় -
    i. নেপালকে
    ii. বাংলাদেশকে
    iii. ভারতকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i ও ii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯. অবকাঠামোর জন্য অত্যাবশ্যক -
    i. সিমেন্ট শিল্প
    ii. বিদ্যুৎ উৎপাদন
    iii. জ্বালানি শিল্প
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪০. সেবা খাতের অন্তর্গত কোনটি?
  • ক) হাসপাতাল
  • খ) ব্যাংক
  • গ) বিদ্যালয়
  • ঘ) শপিংমল
  • সঠিক উত্তর: (খ)
    ৪১. একটি দেশের অর্থনীতি ও অর্থনীতির অবস্থা জানার জন্য জানা দরকার সে দেশের -
    i. মোট জাতীয় উৎপাদন সম্পর্কে
    ii. নিয়োগকৃত মোট শ্রম ও মূলধন সম্পর্কে
    iii. মাথাপিছু জাতীয় উৎপাদন সম্পর্কে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৪২. অনুন্নত দেশে জনগণের বৃহত্তর অংশই বঞ্চিত হয় -
    i. শিক্ষা থেকে
    ii. স্বাস্থ্য থেকে
    iii. যোগাযোগ সেবা থেকে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩. দেশের দ্রুত শিল্পায়ন নিশ্চিত করার জন্য সরকার কোন শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে?
  • ক) পাট শিল্প
  • খ) ক্ষুদ্র শিল্প
  • গ) মাঝারি শিল্প
  • ঘ) বৃহৎ শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশে বাংলাদেশের রপ্তানির পরিমাণ সর্বোচ্চ?
  • ক) ভারতে
  • খ) পাকিস্তানে
  • গ) নেপালে
  • ঘ) শ্রীলঙ্কায়
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫. বিশ্বের যেকোনো অর্থনীতিকে প্রধান কয়টি খাতে ভাগ করা যায়?
  • ক) দুইটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬. মোট জাতীয় উৎপাদনের অংশ কোনটি?
  • ক) নিট জাতীয় উৎপাদন
  • খ) মাথাপিছু আয়
  • গ) রপ্তানি
  • ঘ) দেশি ও বিদেশি আয়সমূহ
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস কারখানার কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়?
  • ক) তুলা
  • খ) সুতা
  • গ) কাপড়
  • ঘ) শার্ট
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৮. ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?
  • ক) ৩৭৭ মার্কিন ডলার
  • খ) ৮১৮ মার্কিন ডলার
  • গ) ৮১৮ মার্কিন ডলার
  • ঘ) ৮৮০ মার্কিন ডলার
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের কম ভূমিকার প্রভাব -
    i. যৌতুক প্রথার বৃদ্ধি
    ii. পারিবারিক সহিংসতা
    iii. অধিকসংখ্যক সন্তানের জন্মদান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৫০. আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ সবসময়ই কোন অবস্থায় থাকে?
  • ক) সামঞ্জস্যপূর্ণ
  • খ) অনুকূলে
  • গ) ঘাটতি
  • ঘ) লাভজনক
  • সঠিক উত্তর: (গ)
    ৫১. একটি দেশের মাথাপিছু আয় ক্রমেই বাড়ছে, কৃষির ওপর নির্ভরশীলতাও ক্রমশ কমছে - এক্ষেত্রে দেশটি কেমন হবে?
  • ক) উন্নত
  • খ) অনুন্নত
  • গ) উন্নয়নশীল
  • ঘ) স্বল্পোন্নত
  • সঠিক উত্তর: (গ)
    ৫২. উন্নত দেশে জনসংখ্যার প্রকৃতি কেমন?
  • ক) নিয়ন্ত্রিত
  • খ) অনিয়ন্ত্রিত
  • গ) বৃদ্ধির হার অনেক বেশি
  • ঘ) বৃদ্ধির হার সন্তোষজনক
  • সঠিক উত্তর: (ক)
    ৫৩. প্রকৃতিগত পরিবর্তনের ফল হলো -
    i. গ্রামীণ অর্থনতি শহরভিত্তিক অর্থনীতিতে রূপান্তর
    ii. জনগণের আয় বৃদ্ধি পায়
    iii. স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫৪. মধ্য আয়ের দেশ কোন অঞ্চলের দেশগুলো?
  • ক) সাব সাহারান আফ্রিকা
  • খ) দক্ষিণ এশিয়া
  • গ) উত্তর আফ্রিকা
  • ঘ) ইউরোপ
  • সঠিক উত্তর: (খ)
    ৫৫. দেশে জনগণের মাথাপিছু আয় কম হওয়ার কারণ -
    i. মজুরির হার নিম্ন পর্যায়ের
    ii. বেকারত্বের হার অত্যধিক
    iii. অর্ধবেকারত্ব ক্রমবর্ধমান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৬. মাদ্রাসাসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন কোর্স?
  • ক) কারিগরি কোর্স
  • খ) বৃত্তিমূলক কোর্স
  • গ) ভোকেশনাল কোর্স
  • ঘ) সার্টিফিকেট কোর্স
  • সঠিক উত্তর: (গ)
    ৫৭. ২০০৯ সালের হিসাব মতে প্রতি বর্গকিলোমিটারে পাকিস্তানের জনসংখ্যার ঘনত্ব ছিল কত জন?
  • ক) ২২০ জন
  • খ) ৩৭০ জন
  • গ) ৩১৯ জন
  • ঘ) ৩২৫ জন
  • সঠিক উত্তর: (ক)
    ৫৮. কৃষিতে দেশের মোট শ্রমশক্তির কত ভাগ নিয়োজিত আছে?
  • ক) ৪১.৩%
  • খ) ৪২.৪২%
  • গ) ৪৩.৬০%
  • ঘ) ৪৩.০৬%
  • সঠিক উত্তর: (গ)
    ৫৯. কোন দেশসমূহ মাথাপিছু জাতীয় আয়ভিত্তিক শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচে?
  • ক) নিম্ন মধ্য আয়ের দেশ
  • খ) নিম্ন আয়ের দেশ
  • গ) মধ্য আয়ের দেশ
  • ঘ) উচ্চ মধ্য আয়ের দেশ
  • সঠিক উত্তর: (খ)
    ৬০. কৃষি উৎপাদনের ওপর ব্যাপক প্রভাব ফেলে -
    i. মাটির উর্বরতা
    ii. বৃষ্টিপাতের সময়
    iii. বৃষ্টিপাতের পরিমাণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৬১. কোন দেশটির মাথাপিছু আয় সর্বনিম্ন?
  • ক) ভারত
  • খ) নেপাল
  • গ) কম্বোডিয়া
  • ঘ) কেনিয়া
  • সঠিক উত্তর: (খ)
    ৬২. জাতীয় শিল্পনীতি ২০১০ এর অন্তর্নিহিত উদ্দেশ্য হলো -
    i. নারীদেরকে শিল্পায়ন প্রক্রিয়ার মূল ধারায় নিয়ে আসা
    ii. আমদানি বিকল্প শিল্প স্থান
    iii. দেশের শিল্পায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব নিশ্চিত করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৩. কোনটি কৃষিক্ষেত্রে অগ্রসরতার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা?
  • ক) অনুর্বর জমি
  • খ) অবকাঠামোর দুর্বলতা
  • গ) ধনী কৃষকদের দুর্নীতি
  • ঘ) অপর্যাপ্ত বৃষ্টিপাত
  • সঠিক উত্তর: (খ)
    ৬৪. দেশের অভ্যন্তরে কর্মরত কোনো বিদেশির আয় হিসাব করা হয় না কোন হিসাবের ক্ষেত্রে?
  • ক) মোট জাতীয় উৎপাদন
  • খ) মোট জাতীয় আয়
  • গ) মোট উৎপাদন
  • ঘ) মোট আয়
  • সঠিক উত্তর: (ক)
    ৬৫. নিট জাতীয় উৎপাদন বলতে বুঝায় -
  • ক) বিদেশ থেকে প্রাপ্ত আয়সহ দেশীয় উৎপাদনের পরিমাণ
  • খ) দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত দ্রব্য ও সেবার পরিমাণ
  • গ) বিদেশি বিনিয়োগের উৎপাদন বাদ দিয়ে দেশীয় উৎপাদনের পরিমাণ
  • ঘ) ক্ষয়-ক্ষতির খরচ বাদ দিয়ে দেশে উৎপাদিত দ্রব্য ও সেবার পরিমাণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৬. আমাদের জীবনযাত্রার নানা ধরনের সেবা সুবিধা সংযোজিত হচ্ছে। এ প্রেক্ষিতে প্রযোজ্য উক্তি কোনটি?
  • ক) অর্থনীতির কাঠামোগত পরিবর্তন এসেছে
  • খ) সামাজিক অবকাঠামোর পরিবর্তন ঘটেছে
  • গ) উন্নত প্রযুক্তি ব্যবহার বেড়েছে
  • ঘ) উপকরণসমূহ সহজলভ্য হয়েছে
  • সঠিক উত্তর: (খ)
    ৬৭. ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বাংলাদেশে স্থায়ী ছিল কত বছর?
  • ক) প্রায় পঞ্চাশ বছর
  • খ) প্রায় এক শত বছর
  • গ) প্রায় দুই শত বছর
  • ঘ) প্রায় তিন শত বছর
  • সঠিক উত্তর: (গ)
    ৬৮. ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃতি কেমন?
  • ক) স্বল্পমেয়াদি
  • খ) মধ্যমেয়াদি
  • গ) দীর্ঘমেয়াদি
  • ঘ) অন্তিম মেয়াদি
  • সঠিক উত্তর: (খ)
    ৬৯. প্রায় ১ দশক ধরে বাংলাদেশে কোন উৎস থেকে ঋণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে?
  • ক) বাহ্যিক উৎস
  • খ) বৈদেশিক অনুদান
  • গ) অভ্যন্তরীণ উৎস
  • ঘ) আন্তর্জাতিক তহবিল
  • সঠিক উত্তর: (গ)
    ৭০. বাংলাদেশের কৃষিখাত কী খাতের কাঁচামাল যোগান দেয়?
  • ক) শিল্পখাত
  • খ) বাণিজ্য খাত
  • গ) স্বাস্থ্য খাত
  • ঘ) শিক্ষা খাত
  • সঠিক উত্তর: (ক)
    ৭১. পাকিস্তানি শাসনামলে বর্তমান বাংলাদেশের নাম কী ছিল?
  • ক) পূর্ববঙ্গ
  • খ) পশ্চিমবঙ্গ
  • গ) পশ্চিম পাকিস্তান
  • ঘ) পূর্ব পাকিস্তান
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭২. ‘অনুন্নত দেশ হচ্ছে সেসব দেশ যেগুলোতে জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম’ - উক্তিটি কে করেছেন?
  • ক) পল অ্যাডামস
  • খ) র‌্যাগনার নার্কস
  • গ) জন অস্টিন
  • ঘ) এরিস্টটল
  • সঠিক উত্তর: (খ)
    ৭৩. উন্নয়নশীল দেশগুলোর বৈশিষ্ট্য -
    i. দ্রুত শিল্পায়িত হচ্ছে
    ii. শিক্ষা খাতে দ্রুত উন্নয়ন ঘটছে
    iii. স্বাস্থ্য সেবার দ্রুত উন্নয়ন ঘটছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৪. বেকারত্বের মূল কারণ হলো -
    i. অধিক জনসংখ্যা
    ii. শিল্পের অনুন্নয়ন
    iii. কর্মবিমুখতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৭৫. উক্ত সংস্থাগুলোর অবদানের মাধ্যমে বাংলাদেশ -
    i. উন্নয়নের ধারা অব্যাহত রাখছে
    ii. গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে
    iii. অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হয়েছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৭৬. মোট জাতীয় উৎপাদন বলতে বুঝি -
    i. প্রতিটি দ্রব্যের মোট উৎপাদন x বাজার দাম
    ii. প্রত্যেক সেবার মোট উৎপাদন x বাজার দাম
    iii. চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৭৭. কোনো দেশ উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল কি না তা বুঝতে হলে প্রথমে আমাদের কী বিষয়ে জানতে হবে?
  • ক) অর্থনৈতিক উন্নয়ন
  • খ) অর্থনৈতিক অবকাঠামো
  • গ) বৃহদায়তন শিল্প
  • ঘ) অর্থনীতির মেরুদন্ড
  • সঠিক উত্তর: (ক)
    ৭৮. মোট দেশজ উৎপাদনে হিসাব করা হয় -
    i. ভৌগোলিক সীমানার মধ্যকার সকল উৎপাদন
    ii. বিদেশে অবস্থানরত নাগরিকদের প্রেরিত অর্থ
    iii. দেশে অবস্থানরত বিদেশি সংস্থার আয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৭৯. ধরা যাক, বাংলাদেশের জাতীয় উৎপাদন ৩,৫০০ টাকা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ২,৩০০ টাকা। এক্ষেত্রে বাংলাদেশের নিট জাতীয় উৎপাদন কত হবে?
  • ক) ১,৩০০ টাকা
  • খ) ২,৩০০ টাকা
  • গ) ৩,৩০০ টাকা
  • ঘ) ৪,৩০০ টাকা
  • সঠিক উত্তর: (ক)
    ৮০. বাংলাদেশে সাক্ষরতার হার বিবেচনার ক্ষেত্রে বয়স সীমা কত ধরা হয়েছে?
  • ক) সাত বছরের বেশি
  • খ) বার বছরের কম
  • গ) পনেরো বছরের বেশি
  • ঘ) চৌদ্দ বছরের কম
  • সঠিক উত্তর: (ক)
    ৮১. উন্নয়নশীল দেশে পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির আওতায় কোনটির প্রচেষ্টা নেওয়া হয়?
  • ক) শিক্ষা প্রসারের
  • খ) দক্ষ জনশক্তি আমদানি
  • গ) বৈদেশিক পুঁজি সংগ্রহের
  • ঘ) দ্রুত শিল্পায়নের
  • সঠিক উত্তর: (খ)
    ৮২. কোনটি নিম্ন আয়ের দেশ?
  • ক) মিশর
  • খ) শ্রীলঙ্কা
  • গ) কেনিয়া
  • ঘ) নাইজেরিয়া
  • সঠিক উত্তর: (গ)
    ৮৩. একটি দেশ তার অর্থনৈতিক উন্নয়নের অবস্থা সম্পর্কে সচেতন হয়ে তা পরিবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটি কোন ধরনের?
  • ক) উন্নত
  • খ) স্বল্পোন্নত
  • গ) উন্নয়নশীল
  • ঘ) অনুন্নত
  • সঠিক উত্তর: (গ)
    ৮৪. বর্তমানে বাংলাদেশের কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে -
    i. উন্নত বীজ
    ii. আধুনিক চাষ পদ্ধতি
    iii. উন্নত সার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৫. এদেশের দরিদ্র জনগোষ্ঠীর গড় মাথাপিছু আয় কত?
  • ক) ১১০ ডলারের কম
  • খ) ৩০০ ডলার
  • গ) ৩৭৭ ডলার
  • ঘ) ৪৭৭ ডলার
  • সঠিক উত্তর: (ক)
    * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
    মুসা ও জাহিদ দুই বন্ধু মিলে বন থেকে গাছ কেটে এনে তা থেকে তক্তা তৈরি করল। তক্তা দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানিয়ে বাজারে বিক্রি করল।
    ৮৬. এখানে মাধ্যমিক স্তরের দ্রব্য হলো -
  • ক) দুই বন্ধু
  • খ) গাছ
  • গ) তক্তা
  • ঘ) আসবাবপত্র
  • সঠিক উত্তর: (গ)
    ৮৭. উদ্দীপকে উল্লিখিত চূড়ান্ত দ্রব্য কোনটি?
  • ক) শ্রম
  • খ) আসবাবপত্র
  • গ) গাছ
  • ঘ) তক্তা
  • সঠিক উত্তর: (খ)