অধ্যায় - ৩: আত্মকর্মসংস্থান
১. একটি নতুন ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন-
i. সাধারণ জ্ঞানবুদ্ধি
ii. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা
iii. কিছু অভিজ্ঞতা বা প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
২. কোনটি সেরিকালচার?
ক) মৌমাছি চাষ
খ) রেশম চাষ
গ) মৎস চাষ
ঘ) নার্সারি
৩. ব্যবসায়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখা প্রয়োজন-
i. কাঁচামালের সহজলভ্যতার দিকে
ii. বাজারজাতকরণের সুবিধার দিকে
iii. অবকাঠামোগত সুবিধার দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪. আত্মকর্মসংস্থান বর্তমানে আমাদের দেশে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করছে। এর অন্যতম কারণ-
i. চাকরির ব্যবস্থা করতে না পারা
ii. আত্মমর্যাদা ও প্রভাব বৃদ্ধির জন্যে
iii. স্বল্প সময়ে অধিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫. মহিলাদের জন্য উন্নয় কর্মসূচি গ্রহণ কোন ধরণের প্রশিক্ষনের ব্যবস্থা করে?
ক) সমাজকল্যাণ
খ) মহিলা বিষয়ক
গ) শিল্প
ঘ) বাণিজ্য
৬. প্রশিক্ষণ কর্মীদের যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে কোনটি এড়াতে সাহায্য করে?
ক) সম্পর্কহীনতা
খ) দূর্ঘটনা
গ) শ্রমিক অসন্তোষ
ঘ) ষড়যন্ত্র
৭. নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
ক) শিক্ষা মন্ত্রণালয়
খ) সংস্কৃতি মন্ত্রণালয়
গ) প্রযুক্তি মন্ত্রণালয়
ঘ) ধর্ম মন্ত্রণালয়
৮. বেকার সমস্যা একটি-
ক) জাতীয় সমস্যা
খ) ব্যক্তিগত সমস্যা
গ) পারিবারিক সমস্যা
ঘ) প্রাতিষ্ঠানিক সমস্যা
৯. ব্যবসায় পরিচালনার জন্য আনুষঙ্গিক কোন সুযোগ সুবিধা প্রয়োজন?
i. বিদ্যুৎ
ii. গ্যাস
iii. যাতায়াত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকুল পরিবেশ সৃষ্টি করে?
i. অর্থনৈতিক স্থিতিশীলতা
ii. রাজনৈতিক স্থিতিশীলতা
iii. সামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১. মি. ইয়াজ এম.এ. পাস করার পর চাকরি না পেয়ে হতাশায় ভোগার পর তার এক বন্ধুর পরামর্ মৎস্য চাষ করে আত্মনির্ভরশীলতা অর্জন করেছেন। এখানে কোনটির গুরুত্ব বোঝানা হয়েছে?
ক) শিক্ষার
খ) আত্মকর্মসংস্থানের
গ) ব্যবসার
ঘ) চাকরির
১২. তরুন সমাজকে আত্মকর্সংস্থানে উদ্বুদ্ধ করার জন্য কোন কাজটি প্রয়োজন?
ক) চাকরি বৃদ্ধি করা
খ) যুব উন্নয় ব্যাংক প্রতিষ্ঠা
গ) অর্র যোগান বৃদ্ধি করা
ঘ) পণ্যের চাহিদা বৃদ্ধি করা
১৩. ব্যবসায় একবার ব্যর্থ হলে করণীয় কী?
i. ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ
ii. ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েনতুন উদ্যমে কাজ শুরু করা
iii. প্রকল্প পরিবর্তন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪. একটি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ বিবেচনা করে-
i. উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত কর্মী
ii. অভিজ্ঞতাসম্পন্ন কর্মী
iii. প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫. যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
ক) মহিলা বিষয়ক
খ) স্বাস্থ্য
গ) যুব ও ক্রীড়া
ঘ) শিক্ষা
১৬. বাংলাদেশে প্রকট বেকার সমস্যার সমাধানে পরামর্শ হচ্ছে-
i. বেকারদের সংখ্যা অনুযায়ী সরকারি চাকরির পদ বৃদ্ধি
ii. বেসরকারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত জনবল নিয়োগে বাধ্য করা
iii. প্রশিক্ষণ গ্রহণপূর্বক ব্যবসায়/আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
১৭. বেকার সমস্যা একটি- সমস্যা?
ক) ব্যক্তিগত
খ) পারিবারিক
গ) প্রতিষ্ঠানিক
ঘ) জাতীয়
১৮. জীবিকার্জনের বিভিন্ন পেশার মধ্যে কোনটি জনপ্রিয় পেশা?
ক) চাকরি
খ) ব্যবসায়
গ) শিল্প
ঘ) আত্মকর্মসংস্থান
১৯. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট যেসব কার্যাবলি পালন করে সেগুলো হলো-
i. ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া
ii. নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ
iii. মহিলা উদ্যোক্তা উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০. প্রশিক্ষণের ফলে কর্মীদের কী বৃদ্ধি পায়?
ক) সামাজিক বল
খ) নৈতিক বল
গ) ধর্মীয় অনুভূতি
ঘ) রাজনৈতিক বল
২১. উন্নয়শীল দেশে সরকারি চাকরির জনপ্রিয়তার জন্য গুরুত্বপূর্ণ নয় কোনটি?
ক) নিয়মিত আয়
খ) নিশ্চয়তা
গ) বেশি আয়
ঘ) পদোন্নতির সম্ভাবনা
২২. মি. শফিক টি.ভি মেরামতকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরিতে বেতন কম বিধায় তিনি নিজেই একটি টি.ভি মেরামতের দোকান স্থাপন করেন। মি. শফিকের বর্তমান পেশাটি কোন ধরণের?
ক) চাকরি
খ) আত্মকর্মসংস্থান
গ) ব্যবসায়
ঘ) শিল্প
২৩. নতুন কর্মীকে দক্ষতা বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
ক) দক্ষতা
খ) অভিজ্ঞতা
গ) প্রশিক্ষণ
ঘ) শিক্ষা
২৪. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয় হল-
ক) প্রশিক্ষণ ও ঋণদান
খ) চাকরির গুরুত্ব তুলে ধরা
গ) ব্যবসায় গুরুত্ব তুলে ধরা
ঘ) শিল্পপতির গল্প শুনানো
২৫. ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়ের প্রতি লক্ষ রাখা প্রয়োজন?
i. কাঁচামালের সহজলভ্যতা
ii. বাজারজাতকরণের সুবিধা
iii. অবকাঠামোগত সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র?
ক) হস্তচালিত তাঁত
খ) সার
গ) সিমেন্ট
ঘ) চা
২৭. আমাদের দেশে মজুরি কম কেন?
ক) জনসংখ্যা বেশি
খ) অদক্ষ শ্রমিক
গ) শ্রম সস্তা
ঘ) জীবনযাত্রা সহজ
২৮. বাংলাদেশে গত দু দশকে চাহিদার তুলনায় কর্মসংস্থানের তেমন সুযোগ হয়নি কেন?
ক) অর্থনৈতিক অনগ্রসরতার কারণে
খ) চাকরির প্রতি অনীহা
গ) ব্যবসায় বাণিজ্যের সমৃদ্ধি
ঘ) কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন
২৯. কোন প্রতিষ্ঠান হাঁস-মুরগির খামার তৈরির প্রশিক্ষণ দিয়ে থাকে?
ক) যুব প্রশিক্ষণ কেন্দ্র
খ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
গ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
ঘ) গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
৩০. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্ধারণে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে কোনটি নির্ধারণের পথ খুঁজে পাওয়া যাবে?
ক) সঠিক লক্ষ্য
খ) মুলধন
গ) পণ্য
ঘ) ঝুঁকি
৩১. বলতে গেলে একটি দেশের কর্কক্ষম জনসংখ্যার কত ভাগ আত্মকর্মসংস্থানে নিযোজিত?
ক) শতকরা ৬০ ভাগ
খ) শতকরা ৪০ ভাগ
গ) সিংহ ভাগ
ঘ) শতকরা ৫০ ভাগ
৩২. কর্মীদের নৈতিক বল বৃদ্ধি পায় কোনটির মাধ্যমে?
ক) প্রশিক্ষণ
খ) শিক্ষা
গ) অভিজ্ঞতা
ঘ) দক্ষতা
৩৩. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র কোনটি?
ক) সবজি চাষ
খ) বাড়ি নির্মাণ
গ) চাকরি
ঘ) কোম্পানি গঠন
৩৪. কোন প্রতিষ্ঠান আত্মকর্মসংস্থানের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে?
ক) যুব প্রশিক্ষণ কেন্দ্র
খ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
গ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
ঘ) বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট
৩৫. কী নির্বাচনের পূর্বে পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা নিরূপণ করতে হয়?
ক) বাজার
খ) শ্রমিক
গ) পণ্য
ঘ) যোগান
৩৬. কোন মন্ত্রণালয় মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে?
ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
খ) যুব মন্ত্রণালয়
গ) অর্থ মন্ত্রণালয়
ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
৩৭. নট্রামস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মি. তুহিনের কর্মক্ষেত্র হিসেবে কোনটি উপযুক্ত?
ক) কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
খ) মৎস্য খামার
গ) ফটোকপিয়ারের দোকান
ঘ) নার্সারি বাগান
৩৮. কোনো বিশেষ কাজ যথার্থভাবে সম্পাদন করার স্বার্থে কোনটি প্রয়োজন?
ক) প্রশিক্ষণ
খ) অভিজ্ঞতা
গ) শিক্ষাগত যোগ্যতা
ঘ) আত্মবিশ্বাস
৩৯. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজকে-
i. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
ii. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে
iii. সামাজিক উন্নয়নে উৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪০. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অর্থনীতিতে কোন উক্তিটি সত্য বলে প্রতীয়মান হয়?
ক) ৫০ ভাগ লোক গ্রামে বাস করে
খ) বাড়তি বেকার সমস্যা
গ) শিল্পখাতের অবদান সবচেয়ে বেশি
ঘ) কৃষিখাতের অবদান সবচেয়ে কম
৪১. হাজিফুর রহমান কত সালে জাহাজে কাজ শুরু করেন?
ক) ১৯৮০ সালে
খ) ১৯৮৭ সালে
গ) ১৯৯০ সালে
ঘ) ২০০০ সালে
৪২. বাংলাদেশ কোন ধরণের দেশ?
ক) উন্নত
খ) অনুন্নত
গ) উন্নয়নশীল
ঘ) স্বল্প উন্নত
৪৩. লন্ড্রী, মেরামত ও খাবারের দোকান কী ধরনের পেশার নির্দেশক?
ক) বেসরকারি চাকরি
খ) আত্মকর্মসংস্থান
গ) সরকারি চাকরি
ঘ) কোনটিই নয়
৪৪. সানজিদা ইসলাম কোন জেলার অধিবাসী?
ক) ঢাকা
খ) নোয়াখালী
গ) লক্ষীপুর
ঘ) ভোলা
৪৫. আত্মকর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণে কয়টি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন?
ক) ৭টি
খ) ৮টি
গ) ৯টি
ঘ) ১০টি
৪৬. কোনটির মাধ্যমে পণ্যের সঠিক চাহিদা নিরূপণ করা যায়?
ক) পত্রিকা
খ) বাজার জরিপ
গ) অনলাইন
ঘ) পরিচালকদের মতামত
৪৭. আত্মকর্মসংস্থানের সফলতা ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে কীসের ওপর?
ক) উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের
খ) অধিক বিনিয়োগের
গ) কম পরিশ্রম
ঘ) অদক্ষ কর্মী নিয়োগ
৪৮. কোন ব্যবসায়ে ব্যর্থ হওয়ার প্রধান কারণ কী?
ক) পূর্ব অভিজ্ঞতা ও অর্থের অভাব
খ) ব্যবস্থাপনার কৌশল ও অর্থের অভাব
গ) পূর্ব অভিজ্ঞতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা জ্ঞানের অভাব
ঘ) ব্যবস্থাপনার কৌশল ও প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব3
৪৯. প্রশিক্ষণ কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধির সাথে সাথে কোনটির সদ্ব্যবহার করে থাকে?
ক) মূলধনের
খ) সম্পদের
গ) জনশক্তির
ঘ) সময়ের
৫০. কোনটির সাথে আত্মকর্মসংস্থানের নিবিড় সম্পর্ক রয়েছে?
ক) মূলধন
খ) অভিজ্ঞতা
গ) ব্যবসায় উদ্যোগ
ঘ) সুনাম
৫১. কোনটির মাধ্যমে সম্পদের সদ্ব্যবহার সম্ভব?
ক) প্রদক্ষিণ
খ) প্রমোশন
গ) প্রণোদনা
ঘ) প্রশিক্ষণ
৫২. আমাদের দেশে আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প পথ নেই। কারণ-
i. চাকরির সংখ্যা অত্যন্ত সীমিত
ii. সরকারি চাকরির সংখ্যা অসীম
iii. সরকারি ও বেসরকারি খাতের সামর্থ্য সীমিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৩. ব্যবসায়সংক্রান্ত কোনটি আগে নিরূপণ করা উচিত?
ক) নিট লাভ
খ) ঝুঁকি
গ) মূলধনের সুদ
ঘ) উত্তোলণের সুদ
৫৪. জীবিকার্জনে বিভিন্ন পেশার মধ্যে কোনটি জনপ্রিয় পেশা?
ক) চাকরি
খ) ব্যবসায়
গ) শিল্প
ঘ) আত্মকর্মসংস্থান
৫৫. কোন ধরনের কাজে আয়ের ধারাবাহিকতা অনিশ্চিত?
ক) সরকারি চাকরি
খ) ব্যবসায় শিল্পে চাকরি
গ) আত্মকর্মসংস্থান
ঘ) ক+খ+গ
৫৬. বেতন ও মজুরি হল-
i. একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিশ্চিত অর্থপ্রাপ্তি
ii. চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত অর্থ
iii. অন্যের অধীনে কাজ করার পারিশ্রমিক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
৫৭. বাংলাদেশ ব্যবস্থাপনা ইন্সটিটিউট কোন মন্ত্রণালয়ের অধীন?
ক) শিল্প
খ) বাণিজ্য
গ) অর্থ
ঘ) ধর্ম
৫৮. হাফিজুরের পরিবারের সদস্যসংখ্যা কতজন?
ক) ১২ জন
খ) ৩ জন
গ) ৫ জন
ঘ) ৬ জন
৫৯. ব্যবসায়ের কাজ কখন এবং কীভাবে করা হবে তা অগ্রিম চিন্তাভাবনা করাকে কী বলে?
ক) ঝুঁকি
খ) বিমা
গ) পরিচালনা
ঘ) পরিকল্পনা
৬০. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র-
i. ওয়েল্ডিং
ii. ব্লক ও বাটিক
iii. গ্রামীণ ফোন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬১. কোন পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানার উৎপাদন ব্যহত হচ্ছে?
ক) চলতি
খ) স্থায়ী
গ) নিজস্ব
ঘ) ঋণ
৬২. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i. প্রচার-প্রচারণার অভাব
ii. প্রয়োজনীয় অর্থসংস্থানের অভাব
iii. কারিগরি শিক্ষার অপর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৩. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকান্ড পরিচালনার জন্য প্রয়োজন হয়-
i. উচ্চ পর্যায়ের কর্মীর
ii. মধ্য পর্যায়ের কর্মীর
iii. নিম্ন পর্যায়ের কর্মীর
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) i, ii ও iii
৬৪. কে সম্প্রতি তার জেলার সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পান?
ক) সাইফুল ইসলাম
খ) মনিরুল ইসলাম
গ) রফিকুল ইসলামৎ
ঘ) সানজিদা ইসলাম
৬৫. কর্মী নির্বাচনে বিবেচনা করে-
i. শিক্ষাগত যোগ্যতা
ii. পেশাগত দক্ষতা
iii. বিশ্বস্ততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৬. আত্মকর্মসংস্থান হচ্ছে মজুরি/বেতনভিত্তিক চাকরির-
ক) অনুরূপ পেশা
খ) বিকল্প পেশা
গ) অনুরূপ পেশা নয়
ঘ) সাধারণ পেশা
৬৭. প্রশিক্ষণ ব্যবস্থা নতুন কর্মীদের কোন পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেয়?
ক) প্রাকৃতিক পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) কর্ম পরিবেশ
ঘ) রাজনৈতিক পরিবেশ
৬৮. ব্যবসায় নির্বাচনে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?
ক) বাজার
খ) পণ্য
গ) শ্রমিক
ঘ) যোগান
৬৯. বেকার সমস্যা বৃদ্ধির ফলে এ সমস্যা জাতীয় জীবনে কীরূপ অবস্থা ধারণ করে?
ক) স্বাভাবিক রূপ
খ) ভয়াবহ রূপ
গ) অস্বাভাবিক রূপ
ঘ) সুন্দর রূপ
৭০. ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ কোনটি?
ক) অর্থের অভাব
খ) কৌশলের অভাব
গ) সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব
ঘ) প্রশিক্ষণের অভাব
৭১. কীভাবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়?
ক) উদ্যোক্তার শিক্ষা ও অভিজ্ঞতা দ্বারা
খ) উদ্যোক্তার শক্তিমত্তা দ্বারা
গ) উদ্যোক্তার গুণাবলি দ্বারা
ঘ) উদ্যোক্তার সাহসিকতা দ্বারা
৭২. কোন প্রতিষ্ঠানটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
ক) যুব প্রশিক্ষণ কেন্দ্র
খ) নট্রামস্
গ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
ঘ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
৭৩. হাফিজ কেন চাকরিতে ইস্তফা দিলেন?
ক) ভালো চাকরি পাওয়ায়
খ) বেতন অনেক কম হওয়ায়
গ) কাজ অনেক কঠিন বিধায়
ঘ) অনেক কষ্টের কাজ বিধায়
৭৪. সফলতার সাথে ব্যবসায় পরিচালনার জন্যে প্রয়োজন-
i. স্থায়ী মূলধন
ii. জনশক্তি
iii. চলতি মূলধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৫. যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কী কী বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়?
i. সেলাইয়ের কাজ
ii. কুটিরশিল্পের কাজ
iii. কম্পিউটার চালনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৬. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন?
i. অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি
ii. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
iii. প্রশিক্ষণের সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৭. কোনটির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা কাঙ্খিত মাত্রা উৎপাদনে ব্যর্থ হয়?
ক) স্থায়ী মূলধন
খ) চলতি মূলধন
গ) বিনিয়োগ সুবিধা
ঘ) স্থায়ী সম্পদ
৭৮. আত্মকর্মসংস্থানের জন্য অপরিহার্য কী?
ক) নৈপুণ্য ও আন্তরিকতা
খ) অনেক পুঁজি
গ) অনেক অভিজ্ঞতা
ঘ) অনেক পুঁজি ও আন্তরিকতা
৭৯. সপ্তাহে হাফিজের ক্ষেতে কত মন করলা ফলে?
ক) ২ মন
খ) ৩ মন
গ) ৪ মন
ঘ) ৭ মন
৮০. বাংলাদেশে কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে-
ক) আত্মকর্মসংস্থান
খ) বেসরকারি খাত
গ) সরকারিক খাত
ঘ) বেসরকারি উন্নয়ন সংস্থা
৮১. পাট থেকে তৈরি করা সম্ভব-
i. ম্যাট
ii. খেলনা
iii. সৌখিন দ্রব্যাদি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮২. দেশের প্রতিটি থানায় কোন প্রতিষ্ঠানের কেন্দ্র রয়েছে?
ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
খ) পল্লী উন্নয়ন বোর্
গ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
ঘ) নট্রামস
৮৩. ২০১২ সালের ১৬ই জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা কত ছিল?
ক) ১৪ কোটি ২০ লক্ষ
খ) ১৪ কোটি ২৫ লক্ষ
গ) ১৫ কোটি ২০ লক্ষ
ঘ) ১৫ কোটি ২৫ লক্ষ
৮৪. আত্মকর্মসংস্থান বেছে নেওয়ার পূর্বে কী নির্ধারণ করা আবশ্যক?
ক) মূলধন
খ) পণ্য
গ) লক্ষ্য
ঘ) ঝুঁকি
৮৫. মিস সাজিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে অধিক আয় করতে পারবেন এ রকম কাজ খুঁজছেন। তর জন্যে নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত?
ক) সরকারি চাকরি
খ) বেসরকারি চাকরি
গ) আত্মকর্মসংস্থান
ঘ) সামাজিক কর্মকান্ড
৮৬. ২০১২ সালের ১৬ জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা কত?
ক) ১৪ কোটি ২৫ লক্ষ
খ) ১৫ কোটি ২৫ লক্ষ
গ) ১৬ কোটি ২৫ লক্ষ
ঘ) ১৭ কোটি ২৫ লক্ষ
৮৭. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্টের প্রধান প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে কোনটি?
i. ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা
ii. নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ
iii. মহিলা উদ্যোক্তা উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৮. দেশের কোন অবস্থা ব্যবসায়ের সাফল্যকে প্রভাবিত করে?
ক) সাংস্কৃতিক
খ) অর্থনৈতিক
গ) রাজনৈতিক
ঘ) সামাজিক
৮৯. আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাজ কী?
i. বিত্তহীন জনগণকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ
ii. দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণদান
iii. ক্ষুদ্র ঋণ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯০. জনাব আলম স্বাধীনচেতা মনোভাবের কারণে আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা অর্জনে আগ্রহী। তার জন্যে উপযুক্ত ক্ষেত্র কোনটি?
ক) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
খ) প্রিন্টিং এন্ড পাবলিশিং
গ) পার্টনারশিপ
ঘ) ফাইন্যান্সিং কর্পোরেশন
৯১. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-২০১০ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা হচ্ছে-
ক) ৬ লক্ষ
খ) ১৬ লক্ষ
গ) ২৬ লক্ষ
ঘ) ৩৬ লক্ষ
৯২. নট্রামস এর প্রধান কাজ কী?
i. কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা দেওয়া
ii. কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া
iii. সেলাইয়ের কাজ শিক্ষা দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৩. যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
ক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
খ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
গ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
ঘ) শিল্প মন্ত্রণালয়
৯৪. কর্মীদের দক্ষতা বাড়ে কীভাবে?
ক) প্রেষণার মাধ্যমে
খ) পরিশ্রমের মাধ্যমে
গ) শিক্ষার মাধ্যমে
ঘ) প্রশিক্ষণের মাধ্যমে
৯৫. জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কোনটি একান্ত প্রয়োজন?
ক) প্রশিক্ষণ
খ) অভিজ্ঞতা
গ) শিক্ষাগত যোগ্যতা
ঘ) আত্মবিশ্বাস
৯৬. জগদীস চন্দ্র একজন সফল উদ্যোক্তা। তনি সমাজ ও দেশের জন্যে কোনটি করেন?
ক) বৈদেশিক মুদ্রা অর্জন
খ) অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত
গ) রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন
ঘ) নগরায়নে ভূমিকা পালন
৯৭. পণ্য উৎপাদন ও বিক্রয় করে অর্থোপার্জন করা যায় কীসের মাধ্যমে?
ক) চাকরির মাধ্যমে
খ) ব্যবসায়ের মাধ্যমে
গ) আত্মকর্মসংস্থানের মাধ্যমে
ঘ) ইন্টারনেটের মাধ্যমে
৯৮. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?
i. শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা
ii. সফল আত্মকর্মীর জীবনকাহিনী শোনা
iii. প্রশিক্ষণ ও ঋণদানের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৯. আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে কীসের ওপর?
ক) উপযুক্ত শিক্ষা
খ) উপযুক্ত ক্ষেত্র
গ) পর্যাপ্ত পুঁজি
ঘ) দক্ষ শ্রমিক
১০০. মি. রহিম একজন ফটোস্ট্যাট ব্যবসায়ের মালিক। তিনি তার কর্মীদের নিয়োগদানের সাথে সাথে প্রশিক্ষণের ব্যবস্থা করলে কোন সুবিধাটি লাভ করবেন?
ক) ঝুঁকি-হ্রাসকরণ
খ) মোকাবেলা কৌশল নির্ণয়
গ) সম্পদের সদ্ব্যবহার
ঘ) সুনাম বৃদ্ধি
১০১. মি. রাহাত পাট দিয়ে বিভিন্ন খেলনা, পুতুল তৈরি করে বিক্রি করেন। তিনি কোনটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন?
ক) কৌশল
খ) দেশীয় সম্পদ
গ) অর্থ
ঘ) জনশক্তি
১০২. বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের অবদান শতকরা কতভাগ?
ক) ২০ ভাগ
খ) ৩০ ভাগ
গ) ৪০ ভাগ
ঘ) ৫০ ভাগ
১০৩. কোন প্রকল্পের মাধ্যমে পল্লি অঞ্চলের মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়?
ক) গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
খ) যুব উন্নয়ন কেন্দ্র
গ) নট্রামস
ঘ) নিডাসা
১০৪. কোন প্রতিষ্ঠান গ্রামের দুগ্ধ ও ভুমিহীন নারী-পুরষদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে?
ক) বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
গ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
ঘ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
১০৫. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতভাগ লোক গ্রামে বাস করে?
ক) ৫০ ভাগ
খ) ৬০ ভাগ
গ) ৭০ ভাগ
ঘ) ৮০ ভাগ
১০৬. কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি করে কোনটি?
ক) সংগঠন
খ) প্রশিক্ষণ
গ) প্রেষণা
ঘ) নির্দেশনা
১০৭. কোনটি নিরূপণ ব্যবসায় সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত?
ক) পণ্যের সঠিক চাহিদা
খ) ঋণের উৎস নির্বাচন
গ) সরকারি সাহায্য
ঘ) বেসরকারি সাহায্য
১০৮. বাংলাদেশের জাতীয় আয়ে সেবাখাতের অবদান শতকরা কতভাগ?
ক) ৩০ ভাগ
খ) ৪০ ভাগ
গ) ৫০ ভাগ
ঘ) ৬০ ভাগ
১০৯. হাফিজুর জমিতে কী আবাদ করেন?
i. কুমড়া
ii. বেগুন
iii. চিচিঙ্গা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১০. হাফিজ প্রতিমণ করলা কত দরে বিক্রয় করেন?
ক) ১,০০০ টাকা
খ) ১,১০০ টাকা
গ) ১,২০০ টাকা
ঘ) ১,৫০০ টাকা
১১১. আত্মকর্মসংস্থান নয় কোনটি?
ক) বিমা ব্যবসায়
খ) লন্ড্রি
গ) চুলকাটা
ঘ) বৈদ্যুতিক মেরামত
১১২. বাংলাদেশের জন্যে নতুন ব্যবসায় স্থাপন করা প্রয়োজন। কারণ-
i. সরকারি চাকরির সুযোগ সীমিত
ii. ব্যবসায়ের মাধ্যমে সম্পদ কাজে লাগে
iii. ব্যবসায়ের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৩. সমাজের লোকজনের কর্মসংস্থানের কথা চিন্তা করেন কে?
ক) আত্মকর্মসংস্থানকারী
খ) ব্যবসায়ী
গ) বিনিয়োগকারী
ঘ) উদ্যোক্তা
১১৪. কোন কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম?
ক) চাকরি
খ) আত্মকর্মসংস্থান
গ) শিক্ষা
ঘ) ব্যবসায়
১১৫. জনাবা রুমানা মাখন তৈরির ব্যবসায়ে নিয়োজিত। তিনি সম্প্রতি ১০ জন মহিলাকে কর্মী হিসেবে নিয়োগ দিয়েছেন। তাদের কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে তিনি কোনটি করতে পারেন?
ক) বেতন বৃদ্ধি
খ) পেনশন বৃদ্ধি
গ) প্রশিক্ষণ বৃদ্ধি
ঘ) নিরাপত্তা
১১৬. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে-
i. বৃত্তিমূলক শিক্ষাকে
iii. কারিগরি শিক্ষাকে
iii. কর্মমুখী শিক্ষাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৭. হাফিজুর রহমান কী পাস?
ক) অষ্টম শ্রেণি
খ) নবম শ্রেণি
গ) এসএসসি
ঘ) এইচএসসি
১১৮. বাংলাদেশের আত্ম কর্মসংস্থানে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো যেসব অবদান রাখেশ সেগুলো হলো-
i. দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দান
ii. ক্ষুদ্র ঋণ প্রদান
iii. ঋণ ব্যবহার তত্ত্বাবধান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৯. যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার পদক্ষেপ কয়টি?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি
১২০. জনাব গাজী একজন সিমেন্ট ব্যবসায়ী। ব্যবসায়ের অনিশ্চয়তা রোধে তিনি কোন ধরণের পদক্ষেপ নিতে পারেন?
ক) মূলধন বৃদ্ধি করা
খ) কর্মী সংখ্যা বৃদ্ধি করা
গ) প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার কৌশল স্থির করা
ঘ) কর্মীদের বেতন বৃদ্ধি করা
১২১. আত্মকর্মসংস্থান থেকে প্রথমদিকে প্রাপ্ত আয়-
i. সীমিত
ii. অসীম
iii. অনিশ্চিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২২. মি. মশিউল আলম একজন অর্থ উপদেষ্টা। দেশের বেকারত্ব রোধে কোন দিকটির প্রতি তার সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা উচিত?
ক) সরকারি চাকরি
খ) বেসরকারি চাকরি
গ) আত্মকর্মসংস্থান
ঘ) বেকার ভাতা
১২৩. প্রশিক্ষণ ব্যবস্থা নতুন কর্মীদের কোনটির সাথে পরিচয় করিয়ে দেয়?
ক) কর্ম পরিবেশ
খ) অর্থনৈতিক পরিবেশ
গ) রাজনৈতিক পরিবেশ
ঘ) অর্থনৈতিক পরিবেশ
১২৪. কোথায় কোথায় যুব প্রশিক্ষণ রয়েছে?
ক) প্রতিটি জেলায়
খ) প্রতিটি উপজেলায়
গ) প্রতিটি থানায়
ঘ) প্রতিটি ইউনিয়নে
১২৫. যৌথ ব্যবসায়ের সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ উপাদান কী?
ক) ব্যক্তির সহযোগিতা
খ) পারিবারক সহযোগিতা
গ) সমাজের সহযোগতা
ঘ) বন্ধুদের সহযোগিতা
১২৬. কীসের মাধ্যমে ব্যবসায়ের ঝুঁকি নিরূপণ করা যায়?
ক) সঠিক পণ্য নির্বাচন
খ) চাহিদা নিরূপণ
গ) উপযুক্ত পদ্ধতি
ঘ) বাজার জরিপ
১২৭. কোনটির মাধ্যমে ব্যবসায়ের অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসায়কে রক্ষা করা যায়?
ক) ঝুঁকি নিরূপন করে মোকাবেলার কৌশল বের করা
খ) বাজেট প্রণয়ন করে সে অনুযায়ী কাজ করা
গ) শ্রমিক নিয়োগ করে যথাযথ তত্ত্বাবধান করা
ঘ) অধিক উৎপাদন করে যথাযথভাবে বন্টন করা
১২৮. আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনটি করা উচিত নয়?
ক) কর্মী নিয়োগ
খ) কর্মী প্রশিক্ষণ
গ) বিক্রয় প্রমোশন
ঘ) ধারে ক্রয়
১২৯. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোন ধরণের প্রতিষ্ঠান?
ক) সরকারি
খ) বেসরকারি
গ) স্বায়ত্বশাসিত
ঘ) যৌথ মালিকানধীন
১৩০. বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত, অধর্শিক্ষিত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া কোন মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য?
ক) সমাজকল্যাণ
খ) পরিবেশ
গ) মহিলা বিষয়ক
ঘ) শিক্ষা
১৩১. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প শুধুমাত্র কাদের ঋণ পাওয়ার বোগ্য বলে বিবেচনা করে?
ক) শিক্ষিতদের
খ) প্রশিক্ষণপ্রাপ্তদের
গ) অশিক্ষিতদের
ঘ) দুস্থদের
১৩২. সরকারি প্রতিষ্ঠানে চাকরির সংখ্যা কেমন?
ক) নির্দিষ্ট
খ) অনির্দিষ্ট
গ) ইচ্ছামত বাড়ানো সম্ভব
ঘ) বাড়ানো সম্ভব নয়
১৩৩. শিল্পোদ্যোক্তা কোন বিষয়ে সজাগ থাকলে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়?
ক) দক্ষতা
খ) নিজের দূর্বলতা
গ) নিজের যোগ্যতা
ঘ) নিজের পরিচয়
১৩৪. প্রশিক্ষণ প্রয়োজন-
i. নতুন কর্মীর
ii. পুরাতন কর্মীর
iii. উদ্যোক্তাদের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৫. ‘বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান’ কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে?
ক) শিক্ষা
খ) শিল্প
গ) সমাজকল্যাণ
ঘ) পররাষ্ট্র
১৩৬. যেকোন দেশে কর্মসংস্থানের একটি প্রধান উৎস হল-
ক) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি
খ) রাষ্ট্রায়ত্ত
গ) কৃষি
ঘ) শিক্ষা
১৩৭. বাংলাদেশের মোট শ্রম শক্তির কত অংশ যুবক-যুবতী?
ক) ১/২
খ) ১/৩
গ) ২/৩
ঘ) ২/৪
১৩৮. ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা ইনস্টিটিউটের প্রধান কাজ?
ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
খ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
গ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
ঘ) নট্রামস
১৩৯. বাংলাদেশের বহুসংখ্যক যুবকের বেকার থাকার মূল কারণ কোনটি?
ক) তারা অলস, যেকোন শারীরিক পরিশ্রমের কাজ করতে চায় না
খ) তাদের পিতা-মাতা তাদেরকে কাজ করতে উৎসাহিত করেন না
গ) অনেক সেক্টরেই যুবকদের কাজের সুযোগ অতি স্বল্প
ঘ) তাদের বয়সউপযোগী বৃত্তিমূলক প্রশিক্ষণেরসুযোগ কম
১৪০. হাফিজুর জমিতে কী আবাদ করেন?
i. করলা
ii. পুঁইশাক
iii. বরবটি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪১. আজাদ ভাড়ার বিনিময়ে রেনুকা বন্ত্রালয়ের একাংশে দর্জির কাজ করে। তার কাজটি আত্মকর্মসংস্থানমূলক কাজের আওতায় পড়ে। কারণ-
ক) সে স্বীয় দক্ষতা বলে উপার্জন করে
খ) সে বেতনের বিনিময়ে উপার্জন করে
গ) সে রেনুকা বস্ত্রালয়ের শেয়ার হোল্ডার
ঘ) স্বনির্ভর পেশায় নিয়োজিত থাকার মানসিকতা তার আছে
১৪২. ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে-
ক) দিকনির্দেশনা দলিল
খ) চক্ষুস্বরূপ
গ) হস্তস্বরূপ
ঘ) কর্ণস্বরূপ
১৪৩. কর্মসংস্থানের প্রকারভেদ-
i. দু প্রকার, যথা- বেতন ও মজুরি
ii. তিন প্রকার, যথা- চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়
iii. চার প্রকার, যথা- বেতন, মজুরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
১৪৪. কোনটির মধ্যে ব্যবসায়ের সাফল্য নিহিত?
ক) অধিক উৎপাদন
খ) সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা
গ) ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ
ঘ) শ্রমিকদের কাজে লাগানো
১৪৫. বাংলাদেশের আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো-
i. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট
ii. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
iii. ঋণ ব্যবহার তত্ত্বাবধান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৬. কর্মসংস্থানের প্রধান উৎস-
i. সরকারি প্রতিষ্ঠান
ii. বেসরকারি প্রতিষ্ঠান
iii. আধা-সরকারি প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৭. ধর, তুমি পড়ালেখা শেষ করে ভালো কোনো চাকরি পেলে না, তাছাড়া তোমার বৃহৎ ব্যবসায় করার মতো পর্যাপ্ত পুঁজিও নেই। সেক্ষেত্রে তুমি কী করবে?
ক) ভাগ্যের ওপর দোষ দিয়ে চুপচাপ বসে থাকবে
খ) পড়ালেখা করা ঠিক হয়নি মনে করবে
গ) সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে
ঘ) আত্মকর্মসংস্থানমূলক কাজ করার চেষ্টা করবে
১৪৮. হাফিজুর হাইব্রিড টিয়া প্রজাতির করলা চাষ করেছেন কত একর জমিতে?
ক) ১ একর
খ) ২ একর
গ) ৩ একর
ঘ) ৪ একর
১৪৯. আত্মকর্মসংস্থানে প্রবেশের বয়স কত?
ক) ১৬
খ) ১৮
গ) ২১
ঘ) যেকোন বয়স
১৫০. জনাব রহিম বেকারির মালিক। তিনি কাঁচামালের অপচয় রোধে কোন পদক্ষেপটি নিতে পারেন?
ক) নতুন কর্মী নিয়োগ
খ) মূলধনের পরিমাণ বৃদ্ধি
গ) বিক্রয় বৃদ্ধি করা
ঘ) কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা
১৫১. বিদ্যালয় বা কলেজ থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানের জন্য কী করতে হবে?
ক) ভূমির ব্যবস্থা
খ) ট্রেড লাইসেন্সের ব্যবস্থা
গ) সম্পদ সংগ্রহের ব্যবস্থা
ঘ) ঋণদানের ব্যবস্থা
১৫২. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে-
i. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
ii. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে
iii. সামাজিক অপরাধ নির্মূলে উৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৩. কোনটি ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা?
i. প্রশিক্ষণের অভাব
ii. রাজনৈতিক অস্থিরতা
iii. ধর্মীয় অনুভূতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৪. কোনটির সঠিক ব্যবহার উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন বাড়ানোর কাজকে সুগম করে?
ক) পুঁজি
খ) কাঁচামাল
গ) শ্রমিক
ঘ) প্রযুক্তি
১৫৫. কোনটির অভাবে শিল্পকারখানা উৎপাদন ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না?
ক) চলতি পুঁজি
খ) স্থায়ী পুঁজি
গ) বাজার
ঘ) ঋণের
১৫৬. প্রথম মৌসুমে সানজিদা ইসলামের কত টাকা আয় হল?
ক) ১০,০০০ টাকা
খ) ২০,০০০ টাকা
গ) ৪০,০০০ টাকা
ঘ) ৫০,০০০ টাকা
১৫৭. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন?
i. উন্নত অবকাঠামোগত উপাদান
ii. সরকারি পৃষ্ঠপোষকতা
iii. আর্থসামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৮. যুব প্রশিক্ষণ কেন্দ্র দেশের যুব সমাজকে যেসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে সেগুলো হলো-
i. হাঁস-মুরগরি খামার তৈরি
ii. সফট্ওয়্যার তৈরি
iii. নার্সারি করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৯. ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে কিসের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে?
ক) ব্যব্সায়
খ) কৃষি
গ) শিল্প
ঘ) আত্মকর্মসংস্থান
১৬০. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকুল পরিবেশ সৃষ্টিতে সহায়ক?
i. কর মওকুফ
ii. স্বল্প সুদে মূলধন সরবরাহ
iii. বিনাসুদে মূলধন সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬১. উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ কোনটি?
ক) জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি
খ) অর্থনীতির অনগ্রসরতা
গ) পরিকল্পনাবিহীন উন্নয়ন
ঘ) জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি, অর্থনীতির অনগ্রসরতা এবং পরিকল্পনাবিহীন উন্নয়ন
১৬২. বাংলাদেশে কোন ধরণের সমস্যা প্রকট?
ক) পূর্ণকালীন
খ) দীর্ঘকালীন
গ) মৌসুমি
ঘ) সাময়িক
১৬৩. নিচের কোনটি কর্মীদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আনয়নে সহায়তা করে?
ক) প্রদক্ষিণ
খ) প্রমোশন
গ) প্রশিক্ষণ
ঘ) প্রণোদনা
১৬৪. জনাব সুমন পাট দিয়ে বিভিন্ন খেলনা, পুতুল তৈরি করে বিক্রি করেন। তিনি কোনটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন?
ক) কৌশল
খ) দেশীয় সম্পদ
গ) জনশক্তি
ঘ) অর্থ
১৬৫. ক্ষুদ্র শিল্পস্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা কোন প্রতিষ্ঠানের কাজ?
ক) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
খ) বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট
গ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
ঘ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
১৬৬. ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষুদ্র ব্যবসায়ে উদ্যোগ গ্রহণ করতে পারে সেজন্য কীসের ব্যবস্থা করতে হবে?
ক) প্রয়োজনীয় ঋণদানের ব্যবস্থা করতে হবে
খ) প্রয়োজনীয় ভূমির ব্যবস্থা করতে হবে
গ) ট্রেড লইসেন্সের ব্যবস্থা করতে হবে
ঘ) সম্পদ সংগ্রহের ব্যবস্থা করতে হবে
১৬৭. ব্যক্তিগত দক্ষতা ও জীবিকা অর্জনের জন্য প্রবল ইচ্ছাশক্তি কোনটির জন্য প্রয়োজন?
ক) ব্যবসায়
খ) চাকরি
গ) আত্মকর্মসংস্থানের
ঘ) মজুরিভিত্তিক চাকরি
১৬৮. বাংলাদেশের মোট শ্রম শক্তির পরিমাণ কত?
ক) ৩ কোটি ৬৭ লক্ষ
খ) ৪ কোটি ৯০ লক্ষ
গ) ৫ কোটি ৬৭ লক্ষ
ঘ) ৬ কোটি ৬৭ লক্ষ
১৬৯. কোনটি যত বেশি সমৃদ্ধ হবে ব্যবসায়ে সফল হওয়ার নিশ্চয়তাও তার বেশি হবে?
ক) অর্থায়ন
খ) পরিকল্পনা প্রণয়ন
গ) মূল্যায়ন
ঘ) সংগঠন উন্নয়ন
১৭০. সফল হওয়ার জন্য কী প্রয়োজন?
ক) মূলধন
খ) শ্রমিক
গ) উদ্যম
ঘ) সাহস
১৭১. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র-
i. হস্তচালিত তাঁত
ii. মাদুর তৈরি
iii. লবন উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭২. কীসের মাধ্যমে কর্মী কর্তৃক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যন্ত্রপাতি সাজ-সরঞ্জাম ও অন্যান্য সম্পদের উৎকৃষ্ঠ ব্যবহার সম্ভব হয়?
ক) পরিবেশ
খ) প্রশিক্ষক
গ) প্রশিক্ষণ
ঘ) সরকার
১৭৩. সানজিদা ইসলাম কী পাস?
ক) এসএসসি
খ) এইচএসসি
গ) স্নাতক
ঘ) স্নাতকোত্তর
১৭৪. ব্যবসায় ঝুঁকি মোকাবিলায় উপায় কী?
i. ব্যবসায়সংক্রান্ত ঝুঁকি আগেই নিরূপণ করা
ii. ঝুঁকি মোকাবিলা করার কৌশল স্থির করে রাখা
iii. ঝুঁকিহীন প্রকল্প গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৫. দেশের কোন অবস্থা ব্যবসায়ের সাফল্যকে প্রভাবিত করে?
i. অর্থনৈতিক অবস্থা
ii. সামাজিক অবস্থা
iii. রাজনৈতিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৬. বর্তমানে দেশের কর্মসংস্থানের প্রধান উৎস কী?
ক) আত্মকর্মসংস্থান
খ) কৃষিকাজ
গ) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি
ঘ) কর্মসংস্থানের জন্য বিদেশে গমন
১৭৭. বাংলাদেশের মৌসুমি বেকার সমস্যা সমাধানে কোনটি ভূমিকা রাথতে পারে?
ক) বেসরকারি চাকরি
খ) বহুজাতিক কোম্পানি
গ) দেশীয় কোম্পানি
ঘ) আত্মকর্মসংস্থান
১৭৮. ব্যবসায়ের সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে-
i. পারিবারিক সহযোগিতা
ii. যৌথ উদ্যোগ
iii. সমাজের সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৯. সানজিদা ইসলাম কোনটির প্রশিক্ষণ নেন?
ক) মৎস্য চাষ
খ) হাঁস-মুরগির চাষ
গ) গবাধি পশু পালন
ঘ) ফুল চাষ
১৮০. ব্যবসায়ে সফল হতে সাহায্য করে-
i . ব্যবসায় সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা
i i . ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা
i i i . বিদেশি যন্ত্রপাতির সমাবেশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮১. দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
ক) দক্ষতা
খ) অভিজ্ঞতা
গ) প্রশিক্ষণ
ঘ) শিক্ষা
১৮২. এ বছর করলা বিক্রি করে কত টাকা আয় করবেন বলে আশাবাদী?
ক) প্রায় ১ লাখ টাকা
খ) প্রায় ২ লাখ টাকা
গ) প্রায় ৩ লাখ টাকা
ঘ) প্রায় ৪ লাখ টাকা
১৮৩. কোন প্রতিষ্ঠান পল্লি অঞ্চলের মহিলাদের প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করে?
ক) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
খ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
গ) গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
ঘ) নট্রামস
১৮৪. হাফিজুর কত একর জমিতে নানা ধরনের সবজির আবাদ করেছেন?
ক) ২ একর
খ) ৩ একর
গ) ৪ একর
ঘ) ৫ একর
১৮৫. আলম লন্ড্রি দোকানে মাসিক ৩,০০০ টাকা বেতনে কাজ করে। এটা আত্মকর্মসংস্থানমূলক কাজ নয়। করণ-
i. লন্ড্রি দোকানের কাজ আত্মকর্মসংস্থানমূলক নয়
ii. আলম বেতনের বিনিময়ে কাজ করে
iii. আলমের স্বনির্ভর পেশায় নিয়োজিত থাকার মানসিকতা নেই
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
১৮৬. ব্যবসায়ের ঝুঁকি নিরূপণ করা যায় কোনটির মাধ্যমে?
ক) পণ্য নির্বাচনের মাধ্যমে
খ) বাজার জরিপের মাধ্যমে
গ) উপযুক্ত পদ্ধতির মাধ্যমে
ঘ) চাহিদা নিরূপণের মাধ্যমে
১৮৭. কর্মসংস্থানের প্রধান উৎস কয়টি?
ক) ২টি
খ) ৪টি
গ) ৬টি
ঘ) ৮টি
১৮৮. বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড আত্মকর্মসংস্থানের জন্য কোন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে?
ক) মৎস্য চাষ
খ) সবজি চাষ
গ) বৃত্তিমূলক প্রশিক্ষণ
ঘ) প্রযুক্তিগত প্রশিক্ষণ
১৮৯. দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরীকরণ কিসের মাধ্যমে সম্ভব?
ক) প্রদক্ষিণ
খ) প্রমোশন
গ) প্রণোদনা
ঘ) প্রশিক্ষণ
১৯০. বেতন ও মজুরিভিত্তিক কর্মসংস্থানের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে-
i. আত্মকর্মসংস্থানের
ii. সেবা শিল্পের
iii. ক্ষুদ্র ব্যবসায়ের
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
১৯১. ব্যবসায় ঝুঁকি কীভাবে নিরূপণ করা যায়?
ক) উপযুক্ত পদ্ধতির মাধ্যমে
খ) বাজার জরিপের মাধ্যমে
গ) চাহিদা নিরূপণের মাধ্যমে
ঘ) সঠিক পণ্য নির্বাচনের মাধ্যমে
১৯২. হাফিজুর পেশায় কী?
ক) কৃষক
খ) জেলে
গ) শিক্ষক
ঘ) শিল্প উদ্যোক্তা
১৯৩. মহিলাদেরকে স্বকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া কোন মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য?
ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
খ) যুব মন্ত্রণালয়
গ) অর্থ মন্ত্রণালয়
ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
১৯৪. আত্মকর্মসংস্থানমূলক কাজ হলো-
i. কাঠের আসবাবপত্র তৈরি
ii. টেইলারিং
iii. রবার চাষ
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৫. মি. আনিস পড়াশোনা শেষ করে ব্যবসায়ের মাধ্যমে জীবিকা উপার্জনে আগ্রহী। এজন্য প্রথমেই কোন বিষয়টি বিবেচনার প্রয়োজন পড়ে?
ক) শেয়ারবাজার
খ) অর্থনৈতিক নীতি
গ) সঠিক পণ্য নির্বাচন
ঘ) রাজনৈতিক পরিস্থিতি
১৯৬. মি. শরীফ মৎস চাষ ও সবজি বাগান তৈরির ওপর প্রশিক্ষণ নিতে চান। কোন প্রতিষ্ঠান তাকে সাহায্য করতে পারে?
ক) পল্লী উন্নয়ন বোর্ড
খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
গ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
ঘ) গ্রামীন কর্মসংস্থান প্রকল্প
১৯৭. কোনো ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের পাশপাশি আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা করেন এবং এ লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলেন তখন তাকে কী বলা হয়?
ক) চিন্তাবিদ
খ) অর্থনীতিবিদ
গ) উদ্যোক্তা
ঘ) গবেষক
১৯৮. বাংলাদেশের যুবসমাজের নিকট আত্মকর্মসংস্থানের ধারণা কেমন?
i. স্বচ্ছ নয়
ii. যথেষ্ট নয়
iii. নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৯. পণ্যের চাহিদা নিরূপণ করা যায় কীসের মাধ্যমে?
ক) মূল্য নির্ধারণ
খ) যোগান জরিপ
গ) উৎপাদন
ঘ) বাজার জরিপ
২০০. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক) বিআরডিবি
খ) বিপিউবি
গ) বিপিডিবি
ঘ) বিআরভিপি
২০১. আত্মকর্মসংস্থানের জন্য বয়স কীরূপ সমস্যা?
ক) মারাত্মক
খ) সমস্যা নয়
গ) অল্পজ্ঞান
ঘ) মোটামুটি
২০২. প্রশিক্ষণ শেষে সানজিদা ইসলাম কত একর জমিতে ফুল চাষ করেন?
ক) ১ একর
খ) ২ একর
গ) ৩ একর
ঘ) ৪ একর
২০৩. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়-
i . সঠিক পণ্য
i i . মুনাফার নিশ্চয়তা
i i i . পণ্যের চাহিদা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৪. নিচের কোনটি উদ্যোক্তা বা কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন করে?
ক) প্রদক্ষিণ
খ) প্রমোশন
গ) প্রশিক্ষণ
ঘ) প্রণোদনা
২০৫. বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে কাজের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ কী?
ক) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি
খ) অর্থনৈতিক পশ্চাৎপদতা
গ) অপরিকল্পিত উন্নয়ন
ঘ) উপরের সবগুলো
২০৬. নিচের কোনটি বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট কর্মসূচির আওতাভূক্ত?
ক) নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ
খ) নতুন যন্ত্রপাতি উদ্ভাবন
গ) নতুন পদ্ধতি আবিষ্কার
ঘ) নিবন্ধন প্রদান
২০৭. ব্যবসায় শুরু করার পূর্বে উদ্যোক্তাদের কোন বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন?
ক) উদ্যোক্তাদের সংখ্যা
খ) সঠিক প্রযুক্তি ব্যবহার
গ) উদ্যোক্তাদের নাম
ঘ) উৎপাদিত পণ্য রপ্তানি
২০৮. পণ্যের চাহিদা নির্ধারণের পূর্বেই নিরূপণ করতে হবে-
i. পণ্যের বাজার পরিধি
ii. বাজারজাতকরণের কৌশল
iii. পণ্যের গ্রহণযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৯. মহিলা বিষয়ক মন্ত্রণালয় আগ্রহী মহিলাদের কোন ধরণের প্রশিক্ষণ প্রদান করে?
ক) কারিগরি
খ) প্রযুক্তিগত
গ) তথ্যগত ও কারিগরি
ঘ) কারিগরি ও প্রযুক্তিগত
২১০. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কোনটি?
i. ব্যবসায় প্রতিষ্ঠানের অনকুল পরিবেশ
ii. ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
iii. ব্যবসায় সম্প্রসারণের অনকুল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১১. হাফিজ পতিত জমিতে কী চাষ শুরু করেন?
ক) ধান
খ) পাঠ
গ) আখ
ঘ) করলা
২১২. পণ্যের সঠিক চাহিদা নিরূপণে কোনটি প্রয়োজন?
ক) মূল্য নির্ধারণ
খ) যোগান নির্ধারণ
গ) বাজার জরিপ
ঘ) উৎপাদন
২১৩. কোন ধরণের কর্মিগণ অধিকতর দক্ষতা ও মিতব্যয়িতার সাথে কার্য সম্পাদন করতে পারে?
ক) স্বাস্থ্যবান
খ) শিক্ষিত
গ) প্রশিক্ষিত
ঘ) প্রেষিত
২১৪. বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠিকে কাজে লাগানোর জন্যে কোনটি প্রয়োজন?
ক) চাকরি
খ) শিল্প
গ) ব্যবসায়
ঘ) আত্মকর্মসংস্থান
২১৫. বাংলাদেশের লোকসংখ্যা ১৫ কোটি ২৫ লক্ষ কত সালের আদমশুমারি ও গৃহ গণনা অনুযায়ী?
ক) ২০১১
খ) ২০০১
গ) ১৯৯১
ঘ) ২০০৭
২১৬. প্রশিক্ষণ একান্ত প্রয়োজন কেন?
ক) কর্মীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্যে
খ) কর্মীর সাহসিকতা বৃদ্ধির জন্যে
গ) কর্মীর অভিজ্ঞতা অর্জনের জন্যে
ঘ) কর্মীর চাকরির নিরাপত্তার জন্যে
২১৭. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে কোনটি নির্ধারণের পথ খুঁজে পাওয়া যাবে?
ক) সঠিক লক্ষ্য
খ) ঝুঁকি
গ) মূলধন
ঘ) পণ্য
২১৮. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক) অর্থ
খ) শিল্প
গ) পররাষ্ট্র
ঘ) যোগাযোগ
২১৯. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি?
i. সুষ্ঠু পরিকল্পনার অভাব
ii. চাকরির প্রতি অধিক আগ্রহ
iii. বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২০. কর্মীর কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করে নিচের কোনটি?
ক) শিক্ষা
খ) প্রশিক্ষণ
গ) কার্যদক্ষতা
ঘ) অভিজ্ঞতা
২২১. বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তির কী বৃদ্ধি পেয়েছে?
ক) ব্যক্তি মর্যাদা
খ) সামাজিক মর্যাদা
গ) রাষ্ট্রীয় মর্যাদা
ঘ) ধর্মীয় মর্যাদা
২২২. কোয়েল লালন-পালনে আত্মকর্মসংস্থানেসাকিব সফল হওয়ার কারণ-
i. কেয়েলের দ্রুত বৃদ্ধি ঘটায়
ii. কেয়েলের মাংসের চাহিদা বেশি হওয়ায়
iii. কেয়েলের রোগ-ব্যধি কম বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৩. প্রশিক্ষণ কর্মীদের মধ্যে সৃষ্টি করে-
i. সহযোগিতা
ii. সমন্বয়
iii. চাকরির নিরাপত্তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৪. আদমশুমারি ও গৃহ গননা ২০১১-এর হিসাব মতে আমাদের দেশের লোকসংখ্যা কত?
ক) ১৪,৭২,৯৭,৩৬৪ জন
খ) ১৪,৯৭,৭২,৩৬৪ জন
গ) ১৫,২৫,১৮,০১৫ জন
ঘ) ১৫,৭২,৯৭,৩৬৪ জন
২২৫. আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফলতা সম্ভব হয়-
i. কঠোর পরিশ্রমের কারণে
ii. অধিক পুঁজি বিনিয়োগের কারণে
iii. সুযোগের সঠিক ব্যবহারের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৬. আমাদের দেশে কোন ধরণের বেকারত্বের সংখ্যা প্রকট?
ক) সাময়িক
খ) পূর্ণকালীন
গ) মৌসুমি
ঘ) দীর্ঘকালীন
২২৭. আত্মকর্মসংস্থানের জন্য কোনটি প্রয়োজন?
i. ব্যক্তিগত দক্ষতা
ii. স্বনির্ভর পেশায় নিয়োজিত থাকার প্রবল ইচ্ছা
iii. প্রচুর পুঁজি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৮. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন-
i . স্বল্প পুঁজি
i i . নিজস্ব চিন্তা ও জ্ঞান
i i i . বুদ্ধিমত্তা ও দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৯. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয় কতটি?
ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি
২৩০. কোন প্রতিষ্ঠান কুটিরশিল্পের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে?
ক) নট্রামস্
খ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
গ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
ঘ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
২৩১. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজের ওপর কীরূপ প্রভাব ফেলে?
i. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
ii. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে
iii. সমাজবিরোধী কাজে লিপ্ত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩২. স্বনির্ভর পেশায় নিয়োজিত থেকে জীবিকা অর্জনের মানসিকতা সৃষ্টি করা যায়-
i. ব্যবসায়ের মাধ্যমে
ii. চাকরির মাধ্যমে
iii. বেসরকারি চাকরির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
২৩৩. কোনটি স্বাধীন পেশা হিসেবে স্বীকৃত?
ক) সরকারি চাকরি
খ) বেসরকারি চাকরি
গ) আত্মকর্মসংস্থান
ঘ) বহুজাতিক কোম্পানির চাকরি
২৩৪. আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে নানা ধরণের কর্মকান্ড পরিচালনা করে-
ক) যুব উন্নয়ন অধিদপ্তর
খ) বি ডি এল
গ) বিসিক
ঘ) বিটাক
২৩৫. যে দেশে উদ্যোক্তার সংখ্যা যত বেশি সে দেশ- ভাবে তত উন্নত।
ক) সামাজিক
খ) রাজনৈতিক
গ) অর্থনৈতিক
ঘ) ধর্মীয়
২৩৬. কোনটি মহিলাদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে?
ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
খ) অর্থ মন্ত্রণালয়
গ) যুব মন্ত্রণালয়
ঘ) বাণিজ্য মন্ত্রণালয়
২৩৭. কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া কোন প্রতিষ্ঠানের কাজ?
ক) বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
খ) পল্লী উন্নয়ন বোর্ড
গ) গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প
ঘ) নট্রামস
২৩৮. রুহিন ও মুহিন দুই ভাই। রুহিন ব্যবসায় করে এবং মুহিন সরকারি চাকরি করে জীবিকা নির্বাহ করে। রুহিন ও মুহিনের পেশাকে একত্রে কী বলে?
ক) আত্মকর্মসংস্থান
খ) কর্মসংস্থান
গ) ব্যবসায়
ঘ) চাকরি
২৩৯. আত্মকর্মসংস্থানে সবচেয়ে বড় মূলধন কোনটি?
ক) মনোবল
খ) নিজের দক্ষতা
গ) উদ্যোগ
ঘ) সাহসিকতা
২৪০. আত্মকর্মসংস্থান ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে কীসের ওপর নির্ভর করে?
ক) উপযুক্ত ক্ষেত্র
খ) উপযুক্ত শিক্ষা
গ) পর্যাপ্ত পুঁজি
ঘ) পর্যাপ্ত শ্রমিক
২৪১. কোনটির মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায়?
ক) আত্মকর্মসংস্থানের মাধ্যমে
খ) প্রশিক্ষণের মাধ্যমে
গ) জনশক্তি রপ্তানি করে
ঘ) জনসংখ্যা হ্রাস করার মাধ্যমে
২৪২. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত নয়?
ক) খুচরা বিক্রেতা
খ) রেডিও টেলিভিশন মেকানিকস্
গ) ডাক্তারি
ঘ) শিক্ষকতা
২৪৩. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নয়?
ক) পিতল দ্রব্যাদি প্রস্তুত
খ) কাঁসার দ্রব্যাদি প্রস্তুত
গ) ঝিনুক দ্রব্যাদি প্রস্তুত
ঘ) চা শিল্প
২৪৪. জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি, অর্থনীতির অনগ্রসরতা এবং পরিকল্পনাহীন উন্নয়ন প্রভৃতির প্রধান শিকার হয়-
ক) ছাত্রসমাজ
খ) শিশুরা
গ) সরকার
ঘ) যুবসমাজ
২৪৫. ব্যবসায় শুরু করার পূর্বেই কোন কাজ কখন ও কীভাবে করা হবে তা ঠিক করাকে কী বলে?
ক) পরিচালনা
খ) পরিকল্পনা
গ) সিদ্ধান্ত
ঘ) সংগঠন
২৪৬. কোন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভবনা অসীম?
ক) আত্মকর্মসংস্থান
খ) ব্যবসায়
গ) সরকারি চাকরি
ঘ) বেসরকারি চাকরি
২৪৭. মি. সজল মাস্টার্স পাস করার পর বুঝতে পারল সরকারি বা বেসরকারি চাকরির মাধ্যমে কর্মসংস্থান সহজ নয়। বিকল্প হিসেবে তিনি নিচের কোনটি করতে পারেন?
ক) বিদেশ গমন
খ) আত্মকর্মসংস্থান
গ) ফ্যাশন ডিজাইন
ঘ) চারু ও কারুকলা
২৪৮. কোন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল?
ক) সরকারি চাকরি
খ) বেসরকারি চাকরি
গ) আত্মকর্মসংস্থান
ঘ) আধা-সরকারি চাকরি
২৪৯. নট্রামস কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়?
ক) শিক্ষা
খ) স্বাস্থ্য
গ) যুব ও ক্রীড়া
ঘ) মহিলা বিষয়ক
২৫০. আত্মকর্মসংস্থানে উদ্বুব্ধকরণে করণীয় হলো-
ক) চাকরির অভাব তুলে ধরা
খ) শিল্পপতির জীবনী ব্যাখ্যা
গ) আত্মকর্মসংস্থানের কারণ জানা
ঘ) প্রশিক্ষণ ও ঋণদান
২৫১. আত্মকর্মসংস্থানের মোধ্যমে নিশ্চিত করা যায়-
i. শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ
ii. বেকারত্ব দূরীকরণ
iii. অর্থনৈতিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫২. পতিত জমি চাষের মাধ্যমে দেশের কোনটি বৃদ্ধি পায়?
ক) পুঁজি
খ) শিল্প
গ) জমি
ঘ) উৎপাদন
২৫৩. বাংলাদেশের যুবসমাজ জীবিকা বলতে চাকরিকে বুঝে থাকে কেন?
i. দীর্ঘদিনের সামাজিক মূল্যবোধের কারণে
ii. পুঁথিগত পড়াশুনার কারণে
iii. চাকরির মাধ্যমে অধিক উপার্জন করা যায় বিধায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৪. কোনটি ব্যবসায়ের দিক নির্দেশনার দলিল?
ক) সংগঠন
খ) পরিকল্পনা
গ) নির্দেশনা
ঘ) নিয়ন্ত্রণ
২৫৫. আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত ব্যবসায়-
i. রেডিও ও টেলিভিশন মেরামত
ii. মৌমাছি চাষ
iii. জাহাজ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৬. তুহিনের কাজটি কোন ধরণের?
ক) বৃত্তিমূলক কাজ
খ) কেনা-বেচা
গ) খন্ডকালীন কর্মসংস্থান
ঘ) আত্মকর্মসংস্থান
২৫৭. বাংলাদেশে খুব বেশি ঘাটতি নেই কোনটির?
i. মেধা
ii. মনন
iii. দক্ষতার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৮. অর্থনৈতিক রিভিউ ২০১১-এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান শতকরা কতভাগ?
ক) ১০ ভাগ
খ) ২০ ভাগ
গ) ৩০ ভাগ
ঘ) ৪০ ভাগ
২৫৯. বেকার যুবকসমাজের আগ্রহ সৃষ্টি এবং সাহায্য-সহযোগিতা প্রদানের মাধ্যমে কোনটি সম্ভব?
ক) চাকরির ক্ষেত্র বৃদ্ধি
খ) সামাজিক অপরাধ হ্রাস
গ) বেকার সমস্যা সমাধান
ঘ) শিল্প উন্নয়ন
২৬০. কী করলে অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসায়কে রক্ষা করা যায়?
ক) অধিক ব্যয়
খ) অধিক বিনিয়োগ
গ) ঝুঁকি নিরূপণ
ঘ) ম্যানেজার নিয়োগ
২৬১. মি. সুমন বৈদ্যুতিক মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করে। তার কাজকে তুমি কোন ধরনের কাজ হিসেবে মূল্যায়ন করবে?
i. ব্যবসায়
ii. ক্ষুদ্র শিল্প
iii. আত্মকর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
২৬২. ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা কীসের দলিল?
ক) মূল দলিল
খ) সহযোগী দলিল
গ) দিক-নির্দেশনা দলিল
ঘ) বিবরণপত্র
২৬৩. দরিদ্র ও উন্নয়নশীল বাংলাদেশের দারিদ্র ও বেকারত্ব নিরসেনকল্পে কী ধরণের পদক্ষেপ গ্রহণ যুক্তিযুক্ত হবে?
ক) চাকরির সংখ্যা বৃদ্ধি করা
খ) আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবশক্তিকে উন্নয়নকর্মকান্ডে সম্পৃক্ত করা
গ) কৃষি উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা
ঘ) অধিক পরিমাণে বিদেশি সাহায্য-সহযোগিতা গ্রহণ করা
২৬৪. আত্মকর্মসংস্থানের গুরুদায়িত্ব যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার ওপর অর্পিত হয়েছে। এ ক্ষেত্রগুলো-
i . প্রশিক্ষণ কর্মসূচি চালূ করেছে
i i . ঋণ কর্মসূচি চালূ করেছে
i i i . শিল্প কর্মসূচি চালূ করেছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬৫. ব্যবসায়ে সফলতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক) ঝুঁকি গ্রহণ
খ) বিমা গ্রহণ
গ) ঋণ গ্রহণ
ঘ) পরিকল্পনা
২৬৬. বাংলদেশে কোনটির সুযোগ সীমিত?
ক) চাকরি
খ) আত্মকর্মসংস্থান
গ) ব্যবসায়
ঘ) বাণিজ্য
২৬৭. কোনটি কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করে?
ক) প্রশিক্ষণ
খ) সাধারণ শিক্ষা
গ) কারিগরি শিক্ষা
ঘ) সাংস্কৃতিক পরিবেশ
২৬৮. কর্মীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কী প্রয়োজন?
ক) প্রশিক্ষণ
খ) শিক্ষা
গ) অভিজ্ঞতা
ঘ) কার্যদক্ষতা
২৬৯. কোনটিতে অধিকতর পেশাগত উন্নতি হয়?
ক) ক্ষুদ্র ব্যবসায়
খ) ক্ষুদ্র শিল্প
গ) অংশীদারি ব্যবসায়
ঘ) যৌথ কোম্পানি
২৭০. কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে-
ক) মজুরি বা বেতনভিত্তিক কর্সংস্থান
খ) বেসরকারি খাত
গ) সরকারি খাত
ঘ) আত্মকর্মসংস্থানের সুযোগ
২৭১. নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে কী বলা হয়?
ক) কর্মসংস্থান
খ) আত্মকর্মসংস্থান
গ) ব্যবসায়
ঘ) বাণিজ্য
২৭২. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয় নয়?
ক) সঠিক পণ্য নির্বাচন
খ) প্রাথমিক মুলধন
গ) পণ্যের চাহিদা নির্ধারণ
ঘ) আন্তর্জাতিক বাজার
২৭৩. কোন প্রতিষ্ঠান যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে ঋনদানের ব্যবস্থা করে?
ক) বাংলাদেশ ব্যাংক
খ) যুব উন্নয়ন ব্যাংক
গ) গ্রামীণ ব্যাংক
ঘ) সোনালী ব্যাংক
২৭৪. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বহির্ভূত?
ক) লবন উৎপাদন
খ) নৌকা তৈরি
গ) বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ
ঘ) সিটিসেল
২৭৫. কোনটি বাঁশ বা কাঠ থেকে তৈরি করা যায়?
ক) প্যাড
খ) ম্যাট
গ) প্রিন্টিং দ্রব্য
ঘ) টুথ পিক
২৭৬. তোমার মতে একটি দেশের জাতীয় অর্থনীতির মূল লক্ষ্য-
i. বেকার সমস্যা সমাধান
ii. উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি
iii. জনশক্তি রপ্তানি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
২৭৭. ব্যবসায় সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক) ব্যবসায় পরিকল্পনা
খ) চলতি পুঁজির যোগান
গ) ঋণ সরবরাহ
ঘ) নিজস্ব পুঁজি
২৭৮. কীসের মাধ্যমে কর্মীদের মনোভাব উন্নত হয়?
ক) প্রশিক্ষণ
খ) প্রশিক্ষক
গ) পরিবেশ
ঘ) পেষণা
২৭৯. নিয়োগকৃত কর্মীকে কোনটি প্রদান করতে হবে?
ক) প্রশিক্ষণ
খ) স্থায়ীকরণ
গ) পুঁজি
ঘ) কাঁচামাল
২৮০. মিস রাশিদা বেগম ৩ মাসের দর্জি প্রশিক্ষণ শেষ করলে সেলাই মেশিন কেনার জন্যে কোন প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে পারে?
ক) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
খ) গ্রামীন মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
গ) বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
ঘ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
২৮১. বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে-
i. জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধির প্রবণতার জন্যে
ii. অর্থনৈতিক অনগ্রসরতার জন্যে
iii. কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮২. গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এ পেশা কারও জন্য প্রচুর অর্থ উপার্জনের পথ সুগম করে দেয়, পেশাটি কী?
ক) চাকরি
খ) বেসরকারি চাকরি
গ) আত্মকর্মসংস্থান
ঘ) ব্যবসায়
২৮৩. যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে কোন প্রতিষ্ঠান ঋণ প্রদান করে?
ক) সোনালী ব্যাংক
খ) রূপালী ব্যাংক
গ) গ্রামীণ ব্যাংক
ঘ) যুব উন্নয়ন ব্যাংক
২৮৪. যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কী কী বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়?
i. হাঁস মুরগির খামার তৈরি
ii. মৎস্য চাষ
iii. নার্সারি করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮৫. কোনো কিছু হাতেনাতে শিখানোকে সাধারণত কী বলে?
ক) শিক্ষা
খ) কার্যদক্ষতা
গ) প্রশিক্ষণ
ঘ) অভিজ্ঞতা
২৮৬. নিজের দক্ষতা ও গুণাবলি দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করাকে কী বলা হয়?
ক) আত্মনির্ভরতা
খ) আত্মকর্মসংস্থান
গ) আত্মপ্রত্যয়
ঘ) আত্মপ্রতিষ্ঠা
২৮৭. ব্যবসায়ের সাফল্যকে প্রভাবিত করে-
ক) রাজনৈতিক অবস্থা
খ) প্রাকৃতিক অবস্থা
গ) অর্থনৈতিক অবস্থা
ঘ) সামাজিক অবস্থা
২৮৮. হাফিজ কোথায় চাকরি নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন?
ক) প্রকাশনীতে
খ) ওষুধ কোম্পানিতে
গ) বিমান বাহিনীতে
ঘ) সেনাবাহিনীতে
২৮৯. শিল্পোদ্যোক্তা হিসেবে শফিক কোনটি সম্পর্কে সজাগ থাকলে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়াতে পারবেন?
ক) নিজের দূর্বলতা
খ) নিজের দক্ষতা
গ) নিজের যোগ্যতা
ঘ) নিজের পরিচয়
২৯০. ক্ষুদ্র ব্যবসায়ী মি. তুহিন ব্যবসায়ের ধারাবহিকতা রক্ষা করতে চান। এক্ষেত্রে তাকে কোন অবস্থা সম্পর্কে অবহিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে?
ক) আর্থ-সামাজিক
খ) রাজনৈতিক
গ) সাংস্কৃতিক
ঘ) সামাজিক
২৯১. নিচের কোনটি কর্ম দক্ষতা বৃদ্ধি করে?
ক) প্রশিক্ষণ
খ) সংগঠন
গ) পুরস্কার প্রদান
ঘ) ধন্যবাদ জ্ঞাপন
২৯২. বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার অন্যতম কোনটি?
ক) ব্যবসায়
খ) কৃষি
গ) শিল্প
ঘ) আত্মকর্মসংস্থান
২৯৩. নতুন কর্মীদের কর্ম পরিবেশের সাথে পরিচয় করে দেয় কোনটি?
ক) শিক্ষা
খ) অভিজ্ঞতা
গ) প্রশিক্ষণ
ঘ) কার্য দক্ষতা
২৯৪. মহিলা উদ্যোক্তা উন্নয়ন কোন প্রতিষ্ঠানের কাজ?
ক) বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট
খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
গ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
ঘ) গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
২৯৫. দেশের কোন অবস্থা ব্যবসায়ের সাফল্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করে?
ক) অর্থনৈতিক
খ) কারিগরি
গ) সাংস্কৃতিক
ঘ) প্রাকৃতিক
২৯৬. নিচের কোনটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান?
ক) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
খ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
গ) বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট
ঘ) নট্রামস
২৯৭. আত্মকর্মসংস্থান কোন ধরণের পেশা?
ক) স্বাধীন
খ) পরাধীন
গ) ব্যয়বহুল
ঘ) সৃজনশীল
২৯৮. কর্মসংস্থানকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
২৯৯. উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ হল-
i. জনসংখ্যা বৃদ্ধির দূর্বার গতি
ii. অর্থনীতির অনগ্রসরতা
iii. পরিকল্পনাহীন উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০০. পণ্য নির্বাচনের পূর্বে নিরূপণ করতে হবে-
i. চাহিদা
ii. গ্রহণযোগ্যতা
iii. সহজ প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০১. যুবসমাজ জীবিকা বলতে চাকরিকে বুঝে থাকে। কারণ-
i. সামাজিক মূল্যবোধ
ii. পুঁথিগত পড়াশোনা
iii. আত্মকর্সংস্থানের অস্বচ্ছ ধারণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০২. ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যা কোন উপায়ে?
ক) উদ্যোক্তার দূরদর্শিতার দ্বারা
খ) উদ্যোক্তার গুণাবলি দ্বারা
গ) উদ্যোক্তার শক্তিমত্তা দ্বারা
ঘ) উদ্যোক্তার সাহসিকতার দ্বারা
৩০৩. বেকার সমস্যা লাঘবের অন্যতম খাত-
ক) বৈদেশিক অনুদান
খ) বেসরকারি খাত
গ) বৈদেশিক সাহায্য
ঘ) কোনোটিই নয়
৩০৪. আত্মকর্মসংস্থানের জন্য কোনটি সমস্যা নয়?
ক) বয়স
খ) অদক্ষতা
গ) পুঁজির অভাব
ঘ) নিজস্ব চিন্তার অভাব
৩০৫. নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ কোন প্রতিষ্ঠানের কাজ?
ক) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
খ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
গ) যুব প্রশিক্ষণ কেন্দ্র
ঘ) মহিলা বিষয়ক মন্ত্রণালয়
৩০৬. কোনটি আত্মকর্সংস্থানের আওতাভুক্ত?
ক) শিক্ষকতা
খ) ডাক্তারি
গ) চাকরি
ঘ) মৌমাছি চাষ
৩০৭. দেশের যুবশক্তিকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কারণ-
i. শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে
ii. সামাজিক অপরাধ হ্রাস করতে
iii. জনশক্তি রপ্তানি বৃদ্ধি করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩টি প্রশ্নের উত্তর দাও:
আবু সায়েম একজন বেকার যুবক। সে ভালো কোনো চাকরি না পেয়ে অবশেষে ১,০০,০০০ টাকা পুঁজি নিয়ে কম্পিউটার কম্পোজের দোকান দিল। প্রথম দিকে ব্যবসায়ে ক্ষতি এবং বিভিন্ন সমস্যাদেখা দিলেও পরবর্তীতে ব্যবসায় ভালোই চলতে লাগলো।
৩০৮. আবু সায়েমের উদ্যোগটি-
i. একটি আত্মকর্মসংস্থান
ii. একটি মাঝারি ব্যবসায়
iii. একটি মালিকানা ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
৩০৯. আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে উপার্জন-
i. অনিশ্চিত আয়
ii. নির্দিষ্ট নয়
iii. একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রাপ্য
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
৩১০. আবু সয়েম সন্তুষ্ট কারণ-
i. সে স্বাধীনভাবে উপার্জন করতে পারছে
ii একটি নির্দিষ্ট সময় পর পর্যাপ্ত উপার্জন করছে
iii. সে নিজের দক্ষতা ব্যবহারের সুযোগ পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
No comments:
Post a Comment