অধ্যায়-১২: প্রাত্যহিক জীবনে তড়িৎ
১. এক মেগাওয়াট সমান কত ওয়াট?
ক) ১০৩ ওয়াট
খ) ১০৪ ওয়াট
গ) ১০৬ ওয়াট
ঘ) ১০২ ওয়াট
২. ইলেক্ট্রোপ্লেটিং এর জন্য তড়িৎ বিশ্লেষণ কোষে ব্যবহার করতে হবে কোনটি?
ক) CuSO4
খ) ZnSO4
গ) FeSO4
ঘ) Al2(SO4)3
৩. ব্যাটারিতে রাসায়নিক ক্রিয়ার ফলে কোথায় ইলেক্ট্রন জমা হয়?
ক) অ্যানোডে
খ) ক্যাথোডে
গ) ইলেকট্রোলাইটে
ঘ) পাত্রে
৪. বিয়ে বাড়ির আলোক সজ্জায় ব্যবহৃত বাতিগুলো কীভাবে সংযুক্ত থাকে?
ক) সমান্তরালে
খ) শ্রেণিতে
গ) সিরিজে
ঘ) সবগুলো
৫. ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কী বলে?
ক) আধান
খ) ধনাত্মক আয়ন
গ) ঋণাত্মক আয়ন
ঘ) তড়িৎ দ্রব
৬. ক্ষমতা p, বিভব পার্থক্য v এবং তড়িৎ প্রবাহ I হলে নিচের কোনটি সঠিক?
ক) P=VI
খ) I=VP
গ) V=PI
ঘ) I=V/P
৭. ১ মেগাওয়াট কত ওয়াটের সমান?
ক) ১০৬
খ) ১০৩
গ) ১০
ঘ) ১০-৬
৮. UPS এর ক্ষেত্রে-
i. জেনারেটরের কার্যক্রম থেকে একটু ভিন্ন
ii. আইন্টারাপটিবল পাওয়ার সা্প্লাই
iii. মূলত তিনটি অংশ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৯. নিরাপত্তা ফিউজ তৈরিতে ব্যবহৃত হয়-
i. টিন
ii. সীসা
iii. তামা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
১০. বিদ্যুৎবাহী তারকে কী বলা হয়?
ক) ঋণাত্মক তার
খ) জীবন্ত তার
গ) সক্রিয় তার
ঘ) নিরপেক্ষ তার
১১. অ্যানোড হলো-
ক) ধনাত্মক তড়িৎদ্বার
খ) ঋণাত্মক তড়িৎদ্বার
গ) ব্যাটারি
ঘ) তড়িৎওয়ার
১২. পানি থেকে কীভাবে হাইড্রোজেন পাওয়া যায়?
ক) বাষ্পীভূত করে
খ) শীতলীকরণ প্রক্রিয়ায়
গ) তড়িৎ বিশ্লেষণের সাহায্যে
ঘ) স্প্রে করে
১৩. হাউজ ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি-
ক) জীবন্ত
খ) নিরপেক্ষ
গ) ধনাত্মক আধানযুক্ত
ঘ) ঋণাত্মক আধানযুক্ত
১৪. মেইন তারের নিরপেক্ষ তার সাধারণত কোন রঙের হয়?
ক) লাল
খ) কালো
গ) বেগুনি
ঘ) সাদা
১৫. তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের দিকে যায়-
ক) অ্যানায়ন
খ) দ্রাবকের অণু
গ) ধণাত্মক আয়ন
ঘ) নিউট্রন
১৬. নিচের কোনটিতে ভবিষ্যতে ব্যবহারে জন্য তড়িৎ শক্তি জমা থাকে?
ক) তড়িৎ মোটর
খ) জেনারেটর
গ) ব্যাটারি
ঘ) বৈদ্যুতিক পাম্প
১৭. খনিতে প্রাপ্ত বিভিন্ন ধাতুর মিশ্রণকে কী বলে?
ক) যৌগ
খ) জীবাশ্ম
গ) আকরিক
ঘ) ধাতু সংকর
১৮. সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন কে?
ক) আলফ্রেড
খ) আরহেনিয়াস
গ) নিউটন
ঘ) ফ্যারাডে
১৯. তড়িৎ প্রলেপন দেওয়ার সময় কোন ধাতুটি ব্যবহার করা হয়?
ক) লৌহ
খ) নিকেল
গ) তামা
ঘ) ব্রোঞ্জ
২০. তড়িৎ মুদ্রণে অ্যানোড হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়?
ক) তামা
খ) রূপা
গ) গ্রাফাইট
ঘ) জিংক
২১. খনিতে ধাতুসমূহ-
i. বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়
ii. আকরিক রূপে পাওয়া যায়
iii. নানা ধাতুর মিশ্রণ রূপে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) ii
ঘ) iii
২২. কোনটি চালনায় UPS ব্যবহার করা হয়?
ক) বাল্ব
খ) পাখা
গ) কম্পিউটার
ঘ) এসি
২৩. জীবন্ত তার-
i. সাধারণ লাল রঙের
ii. তড়িৎ ভোল্টেজ থাকে না
iii. বর্তনীর মেরু নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i, ii ও iii
ঘ) i ও ii
২৪. মেইন লাইনে অতিরিক্ত চাপ প্রতিহত করে কোনটি?
ক) অ্যামিটার
খ) ভোল্টমিটার
গ) ফিউজ
ঘ) রোধ
২৫. কোন বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে?
ক) সিরিজ
খ) সমান্তরাল
গ) মিশ্র বর্তনী
ঘ) নিয়মিত বর্তনী
২৬. ইলেক্ট্রোলাইট বলতে বুঝায়-
ক) অ্যানোড
খ) ক্যাথোড
গ) ব্যাটারি
ঘ) তড়িৎ বিশ্লেষ্য
২৭. সিরিজ বর্তনীর ব্যবহারে মূল সমস্যা কী?
ক) আউটপুটগুলো এক সাথে জ্বলবে ও অফ হবে
খ) আউটপুটগুলো জ্বলবে না
গ) আউটপুটগুলো অফ হবে না
ঘ) সব আউটপুটগুলো পুরোপুরি ভোল্টেজ পাবে
২৮. একক সময়ে সম্পন্ন কৃতকাজকে কী বলে?
ক) শক্তি
খ) ক্ষমতা
গ) বলের দ্বারা কাজ
ঘ) বলের বিরুদ্ধে কাজ
২৯. এক সাথে অনেকগুলো আউটপুট চালাতে সক্ষম কোনটি?
ক) IPS
খ) UPS
গ) ব্যাটারি
ঘ) বর্তনী
৩০. কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চলে?
ক) মানবদেহ
খ) শুষ্ক প্লাস্টিকের জুতা
গ) শুকনো কাঠ
ঘ) রাবার
৩১. সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করে যে শক্তি বাঁচানো যায় তা দিয়ে প্রতি বছর কত সংখ্যক পরিবারে তড়িৎ সংযোগ দেওয়া সম্ভব?
ক) ২০ লক্ষ
খ) ২৫ লক্ষ
গ) ৩০ লক্ষ
ঘ) ৩৫ লক্ষ
৩২. তড়িৎ বন্টনের জন্য তড়িৎ প্রবাহ বন্ধ করার পদ্ধতিকে কী বলে?
ক) লোডশেডিং
খ) সিস্টেম লস
গ) তড়িৎ কোষ
ঘ) তড়িৎ বিশ্লেষণ
৩৩. সিস্টেম লসের প্রতিকার-
i. সরবরাহ পদ্ধতির উন্নয়ন
ii. অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ
iii. দক্ষ ও সফল মনিটর ঠিক করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩৪. কোনো পরমাণুতে ইলেক্ট্রন সংখ্যা স্বাভাবিক-
i. অপেক্ষা বেশি হলে তা ঋণাত্মক আয়ন
ii. অপেক্ষা কম হলে তা ধনাত্মক আয়ন
iii. হলে তা নিরপেক্ষ আয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৩৫. লোড শেডিং-এর মূল কারণ কোনটি?
ক) চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্প উৎপাদন
খ) তড়িৎ সরবরাহ পদ্ধতির ত্রুটি
গ) মনিটরিং ব্যবস্থার দুর্বলতা
ঘ) তড়িতের অবৈধ সংযোগ
৩৬. নিচের কোনটি নিকৃষ্ট ধাতু?
ক) সোনা
খ) লোহা
গ) রুপা
ঘ) নিকেল
৩৭. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়?
ক) H2SO4
খ) CuSO4
গ) HCl
ঘ) NaOH
৩৮. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর ওপর সুবিধামতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
ক) তড়িৎ বিশ্লেষণ
খ) তড়িৎ আধান
গ) তড়িৎ প্রলেপন
ঘ) তড়িৎ বিশ্লেষ্য দ্রব
৩৯. উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হলে নিচের কোনটি ঘটবে?
ক) নিরবচ্ছিন্ন তড়িৎ প্রবাহ
খ) প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা যাবে
গ) লোডশেডিং
ঘ) সবগুলো
৪০. হাউজ ওয়্যারিং-এ মেইন তার থাকে কয়টি?
ক) ২টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৩টি
৪১. নিচের কোনটি ইউপিএস এর অংশ?
ক) ফিউজ
খ) সুইচ
গ) ইনভারটার
ঘ) প্লাাগ-সকেট
৪২. তড়িৎকোষে অ্যানোড কী?
ক) ধনাত্মক তড়িৎদ্বার
খ) ঋণাত্মক তড়িৎদ্বার
গ) চার্জহীন তড়িৎদ্বার
ঘ) নিরপেক্ষ তড়িৎদ্বার
৪৩. বাড়িতে বাতি ও পাওয়ার সুইচের যাবতীয় ফিউজ কোন তারের সাথে সংযোগ করা হয়?
ক) অন্তরক তার
খ) নিরপেক্ষ তার
গ) জীবন্ত তার
ঘ) কুপরিবাহী তার
৪৪. আইপিএস মূলত কী প্রবাহ?
ক) ডিসি
খ) এসি
গ) ডিসি-এসি
ঘ) কোনোটিই নয়
৪৫. বাড়ির ওয়ারিং এ মেইন তারটি ফিউজের মধ্য দিয়ে কোথায় যায়?
ক) মেইন বক্সে
খ) বৈদ্যুতিক বাল্বে
গ) মেইন সুইচে
ঘ) মিটারে
৪৬. দুর্বল মনিটরিং ব্যবস্থা কোনটির কারণ?
ক) লোডশেডিং
খ) তড়িৎ বিশ্লেষণ
গ) সিস্টেম লস
ঘ) তড়িৎ আধান
৪৭. আন ইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই এর অংশ-
i. রেকটিফায়ার
ii. ব্যাটারি
iii. ইনভারটর
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৪৮. একসাথে অনেক গুলো আউটপুট চালাতে সক্ষম কোনটি?
ক) IP
খ) UPS
গ) ব্যাটারি
ঘ) বর্তনী
৪৯. ব্যাটারিতে থাকে-
i. একটি অ্যানোড
ii. একটি ক্যাথোড
iii. তড়িৎ বিশ্লেষ্য
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৫০. বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোন বর্তনী উপযোগী?
ক) সিরিজ বর্তনী
খ) সমান্তরাল বর্তনী
গ) শর্ট বর্তনী
ঘ) খোলা বর্তনী
৫১. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে লৌহের ওপর নিকেল ধাতুর ইলেকট্রোপ্লেটিং এর সময় সংঘটিত হয়-
i. অ্যানোডে: Ni-2e- Ni2+
ii. ক্যাথোডে: Ni2++2e- Ni
iii. ক্যাথোডে: Ni-2e- Ni2+
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৫২. তড়িৎ উৎস ও কম্পিউটারের সাথে লাগানো থাকে কোনটি?
ক) আইপিএস
খ) ইউপিএস
গ) সিপিইউ
ঘ) কী-বোর্ড
৫৩. আইপিএস কী?
ক) ইনস্ট্যান্ট পাওয়ার
খ) ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই
গ) ইনস্ট্যান্ট পাওয়ার সুপার
ঘ) আনইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই
৫৪. মেইন সুইচের সাথে কোনটি থাকে?
ক) ফিউজ
খ) প্লাগ-সকেট
গ) বাতি
ঘ) পাখা
৫৫. যে ধাতুর প্রলেপ দিতে হবে সেটি কী হিসেবে ব্যবহার করা হয়?
ক) অ্যানোড
খ) ক্যাথোড
গ) তড়িৎকোষ
ঘ) তড়িৎদ্বার
৫৬. তড়িৎ মুদ্রণ করার সময় মোমের ছাপকে তড়িৎ পরিবাহী করতে কী ছিটিয়ে দেওয়া হয়?
ক) লোহার গুঁড়া
খ) তামার গুঁড়া
গ) গ্রাফাইটের গুঁড়া
ঘ) কাচের গুঁড়া
৫৭. পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে কীসে পরিণত হয়?
ক) অণুতে
খ) কণায়
গ) আয়নে
ঘ) নিউটনে
৫৮. HNO3 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
ক) তড়িৎ বিশ্লেষণে
খ) গ্যালভানাইজেশনে
গ) তড়িৎ প্রলেপনে
ঘ) তড়িৎ সংযোগে
৫৯. একটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে 3 mg তামা সঞ্চিত হলে, অ্যানোডের ভর কত হ্রাস পাবে?
ক) l mg
খ) l.5 mg
গ) 3 mg
ঘ) 6 mg
৬০. লোডশেডিং - এর কারণ কোনটি?
ক) দুর্বল মনিটরিং ব্যবস্থা
খ) তড়িতের অবৈধ সংযোগ
গ) বিদ্যুতের সিস্টেম লস
ঘ) অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ
৬১. বিজ্ঞানী আরহেনিয়াস সর্বপ্রথম কত সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
ক) ১৯৮০
খ) ১৯৮১
গ) ১৮৮০
ঘ) ১৮৮১
৬২. ঋণাত্মক তড়িৎদ্বারকে কী বলে?
ক) তড়িৎ বিশ্লেষ্য
খ) ব্যাটারি
গ) অ্যানোড
ঘ) ক্যাথোড
৬৩. ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যাথোডে কী জমা হয়?
ক) ইলেকট্রন
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) অপদ্রব্য
৬৪. বাজারে কয় ধররেনর ইউপিএস পাওয়া যায়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
৬৫. বিদ্যুৎ উচ্চ ভোল্টেজে সঞ্চালিত হলে লসের কী পরিবর্তন হবে?
ক) বেড়ে যাবে
খ) স্থির থাকবে
গ) কমে যাবে
ঘ) শূন্য হবে
৬৬. একই পদার্থের তৈরি যে দুটি পরিবাহীর সাহায্যে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাদেরকে বলা হয় -
ক) তড়িৎ বিশ্লেষ্য
খ) তড়িৎ কপাটিকা
গ) তড়িৎদ্বার
ঘ) তড়িৎ বিশ্লেষণ
৬৭. সিস্টেম লসের কারণ-
i. সরবরাহ পদ্ধতির ত্রুটি
ii. তড়িতের অবৈধ সংযোগ
iii. দুর্বল মনিটরিং ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৬৮. আইপিএসকে গৃহে ব্যবহৃত তড়িতের কোন অংশের সাথে সংযুক্ত করা হয়?
ক) বাইরের অংশ
খ) আউট পুট
গ) ইনপুট
ঘ) সবগুলো
৬৯. তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতিকে কী বলে?
ক) তড়িৎ বিশ্লেষণ
খ) তড়িৎ মুদ্রণ
গ) তড়িৎকোষ
ঘ) তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য
৭০. নিচের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে না?
ক) মানবদেহ
খ) তামা
গ) রাবার
ঘ) নাইক্রোম
৭১. তড়িৎ দ্রব্যের মধ্যে তড়িৎ প্রবাহ চলে কোনটির মাধ্যমে?
ক) ধনাত্মক আয়ন
খ) ঋণাত্মক আয়ন
গ) উভয়ই
ঘ) পরিবাহী তার
৭২. আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কোন এককে পরিমাপ করা হয়?
ক) মেগাওয়াট-ঘন্টা
খ) কিলোওয়াট-ঘন্টা
গ) মেগাওয়াট-মিনিট
ঘ) ওয়াট-ঘন্টা
৭৩. তড়িৎ বিশ্লেষ্যের সময় ক্যাথোডের দিকে যায় কোনটি?
ক) ধনাত্মক আয়ন
খ) ঋণাত্মক আয়ন
গ) দ্রাবকের অণুগুলো
ঘ) নিউট্রন
৭৪. একাধিক তড়িৎ কোষের সমন্বয়কে বলা হয়-
ক) তড়িৎ বর্তনী
খ) তড়িৎ প্রাবল্য
গ) গ্যালভানোমিটার
ঘ) ব্যাটারি
৭৫. খনি থেকে প্রাপ্ত ধাতু মিশ্রণকে কী বলে?
ক) তড়িৎ মুদ্রণ
খ) তড়িৎকোষ
গ) আকরিক
ঘ) ধাতু নিষ্কাশন
৭৬. তড়িৎ প্রবাহের দ্বারা দ্রবণের যে দ্রবটিকে দুই ভাগে বিভক্ত বা বিশ্লেষণ করা হয় তাকে কী বলে?
ক) তড়িৎকোষ
খ) তড়িৎ বিশ্লেষণ
গ) তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
ঘ) তড়িৎ মুদ্রণ
৭৭. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়-
i. পানি প্রবাহ
ii. গ্যাস
iii. মাটি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
৭৮. তামার উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ পাত্রে কোন দ্রব্যটি ব্যবহার করতে হবে?
ক) কপার সালফেট
খ) জিংক সালফেট
গ) ফেরাস সালফেট
ঘ) নিকেল সালফেট
৭৯. ব্যাটারিতে সাধারনত কয়টি অংশ থাকে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
৮০. বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে ভোল্টেজ উৎসের সংযোগকারী তার দুটিকে বলা হয়-
i. জীবন্ত তার
ii. মৃত তার
iii. নিরপেক্ষ তার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
৮১. মেইন তারটি কোনটি হয়ে মিটারে যায়?
ক) ফিউজ
খ) রোধ
গ) ধারক
ঘ) ভোল্টমিটার
৮২. পরিবাহিতার উপর ভিত্তি করে কঠিন পদার্থের প্রকারভেদ হলো-
i. পরিবাহী
ii. অর্ধ পরিবাহী
iii. অন্তরক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৮৩. আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহের একক হলো-
ক) ওয়াট
খ) কিলোওয়াট
গ) ওয়াট ঘন্টা
ঘ) কিলোওয়াট-ঘন্টা
৮৪. আইপিএস এর ক্ষেত্রে-
i. ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই
ii. একসাথে অনেকগুলো আউটপুটকে চালাতে সক্ষম
iii. এসি চালানো যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৮৫. নিচের কোন ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়?
ক) সোনা
খ) রূপা
গ) তামা
ঘ) নিকেল
৮৬. তড়িৎ বর্তনীর চিত্র বা নকশা আঁকার সুবিধার জন্য -
ক) প্রত্যেকটি সংযোগের সংকেত চিহ্ন ব্যবহার করে থাকি
খ) প্রত্যেকটি সংযোগের সংকেত চিহ্ন ব্যবহার করা হয় না
গ) প্রত্যেকটি সংযোগের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়
ঘ) প্রত্যেকটি সংযোগের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় না
৮৭. 60W এর একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
ক) 0.9
খ) 9
গ) 90
ঘ) 900
৮৮. সাধারণ বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোন বর্তনী উপযোগী নয়?
ক) সিরিজ
খ) সমান্তরাল
গ) উভয়ই
ঘ) অনুক্রম
৮৯. একটি বাল্বের গায়ে 100W-220V লেখা আছে। অতএব বাল্বটির-
i. ফিলামেন্টের রোধ 484 ওহম
ii. প্রবাহিত তড়িৎ 0.455 ওহম
iii. ক্ষমতা 100 ওয়াট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৯০. লোহার উপর দস্তার ইলেক্ট্রোপ্লেটিং এর সময়-
i. লোহাকে ক্যাথোডরূপে ব্যবহার করতে হবে
ii. আয়রনের কোনো লবণের দ্রবণ ব্যবহার করতে হবে
iii. দস্তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
৯১. তড়িৎ উৎপাদন ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়কে কী বলে?
ক) তড়িৎ বিশ্লেষণ
খ) সিস্টেম লস
গ) লোডশেডিং
ঘ) তড়িৎ প্রলেপন
৯২. এনার্জি সেভিং বাল্বের সুবিধা-
i. খরচ সাশ্রয়
ii. শক্তির অপচয় কমায়
iii. পরিত্যক্ততার চাপ কমায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৯৩. তড়িৎ বিশ্লেষণের সাহায্যে-
i. আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়
ii. ধাতু শোধন করা হয়
iii. যন্ত্রাংশ মেরামত করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৯৪. একটি ইউপিএসের কয়টি অংশ?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৯৫. আনইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই এর অংশ-
i. রেকটিফায়ার
ii. ব্যাটারি
iii. ইনভারটার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৯৬. ইউপিএস এক সাথে কতটি তড়িৎযন্ত্র অপারেট করতে পারে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
৯৭. বিদ্যুৎ প্রবাহের একক কী?
ক) অ্যাম্পিয়ার
খ) ভোল্ট
গ) ওয়াট
ঘ) ক্যালরি
৯৮. কোন এককে বিদ্যুৎ বিল হিসাব করা হয়?
ক) অ্যাম্পিয়ার
খ) BOT
গ) জুল
ঘ) ভোল্ট
৯৯. ইলেক্ট্রোটাইপিং এ তৈরি করা হয়-
i. হরফ
ii. ব্লক
iii. মডেল
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১০০. কোন তারে ভোল্টেজ থাকে?
ক) জীবন্ত তারে
খ) নিরপেক্ষ তারে
গ) মৃত তারে
ঘ) সবগুলো
১০১. নিচের কোনটি আইপিএস দ্বারা চালানো সম্ভব?
ক) বাল্ব
খ) পাখা
গ) এসি
ঘ) সবগুলো
১০২. যে তড়িদদ্বারের মাধ্যমে তড়িৎ প্রবাহ তড়িৎ বের হয়ে আসে তাকে বলা হয়-
ক) অ্যানোড
খ) ক্যাথোড
গ) ইলেক্টোড
ঘ) ইলেক্ট্রোলাইট
১০৩. বাড়িতে তড়িৎ সংযোগের জন্য কোন ধরনের সংযোগ ব্যবহার করা হয়?
ক) সিরিজ
খ) সমান্তরাল
গ) শ্রেণী
ঘ) সমতুল্য
১০৪. ওয়ারিং-এর তার-
i. পি, ভি, সি অন্তরক দ্বারা মোড়ানো থাকতে পারে
ii. যে কোনো অন্তরক দ্বারা মোড়ানো থাকতে পারে
iii. অনেক সময় অন্তরক হিসাবে রাবারও ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১০৫. ইউপিএসের সাহায্যে কত সময় কম্পিউটার চালানো যায়?
ক) ২-৩ ঘন্টা
খ) ১/২ ঘন্টা-২ ঘন্টা
গ) ১-২ ঘন্টা
ঘ) ২-৫ ঘন্টা
১০৬. AgNO3 নিচের কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
ক) তড়িৎ বিশ্লেষণে
খ) গ্যালভানাইজেশনে
গ) তড়িৎ প্রলেপনে
ঘ) তড়িৎ সংযোগে
১০৭. পরিবাহকের দুই প্রান্তের বিভান্তর বজায় রাখার জন্য অনবরত কীসের জোগান দেওয়া প্রয়োজন?
ক) বিভবের
খ) আধানের
গ) ইলেকট্রনের
ঘ) শক্তির
১০৮. অ্যানোড ও ক্যাথোড সংযুক্ত করা হয় কোনটিতে?
ক) তড়িৎ কোষে
খ) তড়িৎ বর্তনীতে
গ) তড়িৎদ্বারে
ঘ) অ্যামিটারে
১০৯. কোনো বস্তুর ওপর তড়িৎ প্রলেপন দেওয়ার কারণ-
i. জলবায়ু থেকে রক্ষা করা
ii. সুন্দর দেখানো
iii. খরচ কমানো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১১০. প্রকৃতপক্ষে ব্যাটারি হলো-
ক) একাধিক তড়িৎকোষের সমন্বয়
খ) একটি তড়িৎ কোষের সমন্বয়
গ) অ্যানোডের সমন্বয়
ঘ) ক্যাথোডের সমন্বয়
১১১. সক্রিয় তড়িৎদ্বার বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষের বৈশিষ্ট্য কোনটি?
ক) এতে তড়িৎ শক্তি পাওয়া যায়
খ) তড়িৎ বিশ্লেষ্যের ঘনত্ব স্থির থাকে
গ) একটি তড়িৎদ্বার থাকে
ঘ) উৎপন্ন পদার্থ সর্বদাই তরল হয়
১১২. 1 BOT = কত?
ক) Ikw
খ) IWh
গ) IkWh
ঘ) I00Wh
১১৩. এক কিলোওয়াট-ঘন্টা সমান কত জুল?
ক) ৩৬০০ জুল
খ) ৩৬০০০ জুল
গ) ৩৬০০০০০ জুল
ঘ) ৩৬০০০০ জুল
১১৪. মিটার হতে কয়টি তার মেইন সুইচ এ যায়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১১৫. মেইন সুইচের সাথে কী যুক্ত থাকে?
ক) রোধ
খ) অ্যামিটার
গ) ফিউজ
ঘ) ভোল্টমিটার
১১৬. কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
ক) আলেসান্দ্রা ভোল্ট
খ) আরহেনিয়াস
গ) মাইকেল ফ্যারাডে
ঘ) আইজ্যাক নিউটন
১১৭. কোন তারে কম তড়িৎ ভোল্টেজ থাকে?
ক) জীবন্ত তার
খ) নিরপেক্ষ তার
গ) তামার তার
ঘ) রূপার তার
১১৮. সাধারণত জীবন্ত তারের রং কী?
ক) নীল
খ) হলুদ
গ) লাল
ঘ) কালো
১১৯. বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে কী বলে?
ক) বর্তনী
খ) রোধ
গ) কোষ
ঘ) ব্যাটারি
১২০. মেইন তারটি কোনটি হয়ে মিটারে যায়?
ক) বাল্ব
খ) সকেট
গ) ফিউজ
ঘ) পাখা
১২১. কোনো অণু, পরমাণু বা যৌগমূলকে যদি স্বাভাবিক সংখ্যার ইলেকট্রনের চেয়ে কম বা বেশি ইলেকট্রন থাকে তাকে কী বলে?
ক) আধান
খ) আয়ন
গ) তড়িৎ বিশ্লেষণ
ঘ) তড়িৎ দ্রব
১২২. কাজ করার হারকে কী বলে?
ক) শক্তি
খ) ক্ষমতা
গ) বল
ঘ) চাপ
১২৩. কোনো পরিবাহীর প্রান্তে বিভব পার্থক্যের কারণে এর মধ্য দিয়ে কী প্রবাহিত হয়?
ক) প্রোটন
খ) ইলেকট্রন
গ) নিউটন
ঘ) মেসন
১২৪. অ্যানোড ও ক্যাথোডে তড়িৎ বিভবের পার্থক্যের জন্য দায়ী কোনটি?
ক) ইলেকট্রন প্রবাহ
খ) ব্যাটারী
গ) ইলেকট্রনের পরস্পর বিকর্ষণ ধর্ম
ঘ) তড়িৎ বিশ্লেষণের রাসায়নিক ক্রিয়া
১২৫. সিস্টেম লসের প্রতিকার কোনটি?
ক) সরবরাহ পদ্ধতির ত্রুটি
খ) তড়িৎ-এর অবৈধ সংযোগ
গ) অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ
ঘ) দুর্বল মনিটরিং ব্যবস্থা
১২৬. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রলেপ দেওয়া হয়-
i. লোহার ওপর নিকেলের
ii. দস্তার ওপর লোহার
iii. তামার ওপর সোনার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
১২৭. কিলোওয়াট-ঘন্টা নিচের কোনটির একক?
ক) বৈদ্যুতিক ক্ষমতা
খ) বিদ্যুৎ শক্তি
গ) বিভব পার্থক্য
ঘ) আপেক্ষিক রোধ
১২৮. তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবহন করে?
ক) পরমাণু
খ) ইলেকট্রন
গ) আয়ন
ঘ) প্রোটন
১২৯. স্বাভাবিক অবস্থায় কোনো পরমাণু বা অণুতে-
i. ইলেক্ট্রন ও প্রোটন সংখ্যা সমান
ii. মোট চার্জের পরিমাণ শূণ্য
iii. নিউট্রন ও প্রোটন সংখ্যা সর্বদা সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১৩০. তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতি কোনটি?
ক) ধাতু নিষ্কাশন
খ) তড়িৎ মুদ্রণ
গ) বর্তনীর মেরু নির্ণয়
ঘ) তড়িৎ রিপেয়ারিং
১৩১. ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে কী বলে?
ক) ধনাত্মক আয়ন
খ) প্রোটন
গ) ঋণাত্মক আয়ন
ঘ) নিউট্রন
১৩২. নিচের কোনটি ইউপিএস?
ক) অনলাইন
খ) নন ইন্টারেটিভ
গ) অফ ইন্টারেটিভ
ঘ) অন ইন্টারেটিভ
১৩৩. বর্তনীতে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য প্রয়োজন-
ক) তাপ
খ) চাপ
গ) তড়িৎ প্রাবল্য
ঘ) তড়িৎ শক্তি
১৩৪. ইউপিএস সাধারণত কত ঘন্টা পর্যন্ত ব্যাক-আপ দেয়?
ক) ১/২ ঘন্টা থেকে ২ ঘন্টা
খ) ১ ঘন্টা থেকে ৩ ঘন্টা
গ) ২ ঘন্টা থেকে ৪ ঘন্টা
ঘ) ৩ ঘন্টা থেকে ৫ ঘন্টা
১৩৫. বাজারে সাধারণত দেখা যায়-
i. অফলাইন ইউপিএস
ii. লাইন ইন্টারেটিভ ইউপিএস
iii. অনলাইন ইউপিএস
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৩৬. কোন তার স্পর্শ করলে বৈদ্যুতিক শক অনুভূত হয়?
ক) নিরপেক্ষ তার
খ) তামার তার
গ) অ্যালুমিনিয়ামের তার
ঘ) জীবন্ত তার
১৩৭. কোনটি এসিড?
ক) H2SO4
খ) CuSO4
গ) NaOH
ঘ) Na2OH4
১৩৮. ভেজালযুক্ত ধাতুর তড়িৎ বিশ্লেষণে-
i. ক্যাথোডে বিশুদ্ধ ধাতু সঞ্চিত হয়
ii. অ্যানোডের ভর ক্রমশ বৃদ্ধি পায়
iii. খাদগুলো পাত্রের নিচে থিতিয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
১৩৯. বাইরের কোনো তড়িৎ উৎসের সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য নিমজ্জিত তড়িৎদ্বার দুটির মধ্যে যখন বিভব পার্থক্য সৃষ্টি করা হয়, তখন তড়িৎ ক্ষেত্রের প্রভাব-
i. ধনাত্মক অায়নগুলো অ্যানোডে ধনাত্মক আধান বর্জন করে
ii. ধনাত্মক আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়
iii. ঋণাত্মক আয়ন অ্যানোডের দিকে ধাবিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
১৪০. ব্যাটারি বলতে কী বোঝায়?
ক) একাধিক রোধের সমন্বয়
খ) একাধিক তড়িৎ কোষের সমন্বয়
গ) একাধিক ট্রানজিস্টরের সমন্বয়
ঘ) একাধিক ক্যাপাসিটরের সমন্বয়
১৪১. একক সময়ে সম্পন্নকৃত কাজকে কী বলে?
ক) শক্তি
খ) ক্ষমতা
গ) ভর
ঘ) কাজ
১৪২. এক কিলোওয়াট সমান কত?
ক) ১০০০০ ওয়াট
খ) ১০০ ওয়াট
গ) ১০০০ ওয়াট
ঘ) ১০ ওয়াট
১৪৩. রাহাত সাহেব নতুন বাড়ি করেছেন। তিনি এতে তড়িৎ ওয়ারিং-এ অন্তরকরূপে ব্যবহার করতে পারেন-
i. গ্রাফাইট
ii. পলিভিনাইল ক্লোরাইড
iii. রবার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
১৪৪. বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত?
ক) পঞ্চগড়
খ) রংপুর
গ) দিনাজপুর
ঘ) সিলেট
১৪৫. নিচের কোনটি কপার আয়নের সংকেত?
ক) Cu+
খ) Cu2+
গ) Cu
ঘ) Cu2-
১৪৬. ওয়্যারিং-এ নিচের কোন অন্তরকটি ব্যবহার করা হয়?
ক) পিভিসি
খ) আয়রন
গ) কপার
ঘ) জিঙ্ক
১৪৭. তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব-
i. তড়িৎ মুদ্রণে
ii. ধাতু নিষ্কাশন ও শোধনে
iii. বর্তনীর মেরু নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i, ii ও iii
ঘ) iii
১৪৮. ব্যাটারী-
i. প্রচলিত ভাষায় তড়িৎকোষ
ii. এটি প্রকৃতপক্ষে একাধিক কোষের সমবায়
iii. এর তড়িচ্চালক শক্তি থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৪৯. নিচের কোনটি মূল্যবান ধাতু?
ক) তামা
খ) লোহা
গ) নিকেল
ঘ) ব্রোঞ্জ
১৫০. পরিবাহীর রোধকে অতিক্রম করার জন্য তড়িৎ শক্তির একটি অংশ কীসে রূপান্তরিত হয়?
ক) আলো
খ) তাপে
গ) শব্দে
ঘ) গতিতে
১৫১. কোন তারে ভোল্টেজ কম থাকে?
ক) জীবন্ত তারে
খ) নিরপেক্ষ তারে
গ) মৃত তারে
ঘ) সক্রিয় তারে
১৫২. তুঁতের সংকেত কোনটি?
ক) Ag2SO4
খ) Fe2(SO4)3
গ) CuSO4.5H2O
ঘ) Na2SO4
১৫৩. নিরপেক্ষ তারের সাথে সংযোগ দেওয়া হলে কী হবে?
ক) বিদ্যুৎ প্রবাহ চলবে
খ) বিদ্যুৎ প্রবাহ চলবে না
গ) দুর্ঘটনা ঘটবে না
ঘ) আউটপুটগুলো চলবে
১৫৪. বকশীগঞ্জের সমস্যার কারণ-
i. বিদ্যুতের সিস্টেম লস
ii. সরবরাহ পদ্ধতির ত্রুটি
iii. চাহিদার তুলনায় তড়িতের স্বল্প উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৫৫. CuSO4 পানিতে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে-
i. Cu2+
ii. Cu+
iii. SO42-
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
১৫৬. কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কী বলে?
ক) তড়িৎ প্রলেপন
খ) তড়িৎ মুদ্রণ
গ) তড়িৎ বর্তনী
ঘ) তড়িৎ বিশ্লেষণ
১৫৭. ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
১৫৮. ফিউজ হলো-
i. টিন সীসার সঙ্কর ধাতু
ii. চীনমাটির হোল্ডারে সংযুক্ত তার
iii. কম গলনাঙ্কের ধাতব তার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৫৯. রাসায়নিক বিক্রিয়ার ফলে ব্যাটারিতে অ্যানোডে কী কমে যায়?
ক) নিউট্রন
খ) প্রোটন
গ) ইলেকট্রন
ঘ) অপদ্রব্য
১৬০. কত সালে আরহেনিয়াস তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন?
ক) ১৮৮০
খ) ১৮৮২
গ) ১৮৮৪
ঘ) ১৮৮১
১৬১. তড়িৎ মুদ্রণের জন্য অ্যানোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়?
ক) দস্তা
খ) তামা
গ) লোহা
ঘ) অ্যালুমিনিয়াম
১৬২. CuSO4 এর তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করলে অ্যানোডে কী পাওয়া যায়?
ক) কপার
খ) সালফার
গ) অক্সিজেন
ঘ) হাইড্রোজেন
১৬৩. সিস্টেম লসের কারণ কোনটি?
ক) তড়িৎ এর অবৈধ সংযোগ
খ) সরবরাহ পদ্ধতির উন্নয়ন
গ) অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ
ঘ) দক্ষ ও সফল মনিটর ঠিক করতে হবে
১৬৪. অন্তরকের উদাহরণ হলো-
i. মানবদেহে
ii. রাবার
iii. প্লাস্টিক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
১৬৫. ইলেক্ট্রনের আধানকে একক ধরলে ত্রিযোজী আয়নে আধান থাকবে-
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
১৬৬. বাড়িতে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে তা নিচের কোনটিতে লিপিবদ্ধ হয়?
ক) ফিউজ
খ) মিটার
গ) হিটার
ঘ) মেইন সুইচ
১৬৭. তড়িৎ প্রবাহ উৎপাদনের উৎস হচ্ছে-
i. ব্যাটারি
ii. মোটর
iii. জেনারেটর
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
১৬৮. প্রতিটি সালফেট আয়নে কয়টি ঋণাত্মক আধান থাকে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১৬৯. দেশের প্রতিটি পরিবার একটি করে সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করলে অতিরিক্ত কত পরিবারে তড়িৎ সংযোগ দেওয়া সম্ভব হবে?
ক) ৩ হাজার
খ) ৩০ হাজার
গ) ৩ লক্ষ
ঘ) ৩০ লক্ষ
১৭০. এক ওয়াট-ঘন্টা সমান কোনটি?
ক) ১ ওয়াট × ১ ঘন্টা
খ) ১ ওয়াট × ২ ঘন্টা
গ) ২ ওয়াট × ২ ঘন্টা
ঘ) ২ ওয়াট × ১ ঘন্টা
১৭১. বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে কী বলা হয়?
ক) বর্তনী
খ) রোধ
গ) কোষ
ঘ) ব্যাটারি
১৭২. 40 W এর একটি বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে 30 দিন জ্বালালে কত ইউনিট বিদ্যুৎশক্তির প্রয়োজন হবে?
i. 12 kWh
ii. 1200 Wh
iii. 12103Wh
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
১৭৩. ইলেকট্রনকে তারের মধ্য দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডে যেতে সহায়তা করে কোনটি?
ক) অ্যানোড
খ) তড়িৎ বিশ্লেষ্য
গ) ক্যাথোড
ঘ) ব্যাটারী
১৭৪. বিদ্যুতের বিকল্প হিসেবে লাগানো যন্ত্রটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি অপর্যাবৃত্ত প্রবাহে চলে
ii. নিম্ন ভোল্টেজেও চার্জিত হয়
iii. তড়িতের আউটপুটের সাথে সংযুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১৭৫. কোনটির জন্য বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়?
ক) ভোল্টেজ
খ) শক্তি
গ) কারেন্ট
ঘ) ক্ষমতা
১৭৬. তড়িৎ বিশ্লেষ্য কোষকে কী বলে?
ক) ভোল্টমিটার
খ) অ্যামিটার
গ) গ্যালভানোমিটার
ঘ) ভোল্টামিটার
১৭৭. ইলেক্ট্রাইপিং কালে কিছু সময় ধরে উপযুক্ত পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে ছাঁচের ওপর কোন ধাতুর আস্তরণ পড়ে?
ক) লোহা
খ) তামা
গ) অ্যালুমিনিয়াম
ঘ) জিংক
১৭৮. কোনটি দ্বারা বাড়ির ভেতরের প্রবাহ বন্ধ বা চালনা করা যায়?
ক) সুইচ
খ) ফিউজ
গ) প্লাগ-সকেট
ঘ) ডিস্ট্রিবিউশন
১৭৯. সমান্তরাল বর্তনী-
i. হাউজ ওয়্যারিং-এ উপযোগী নয়
ii. হাউজ ওয়্যারিং-এ উপযোগী
iii. সংযুক্ত বাতিগুলো ব্যাটারির পুরোপুরি ভোল্টেজ পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
১৮০. অ্যানোড ও ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত-
ক) কম হবে
খ) বেশি হবে
গ) কোনো পরিবর্তন হবে না
ঘ) শূণ্য হবে
১৮১. BOT কী?
ক) বোর্ড অব ট্রেড ইউনিট
খ) বোর্ড অব ট্রেডার্স
গ) বোর্ড অব ট্রেড
ঘ) সবগুলো
১৮২. বিদ্যুৎ শক্তির খরচ কোথায় লিপিবদ্ধ হয়?
ক) ফিউজে
খ) প্লাগ-সকেটে
গ) মিটারে
ঘ) সুইচে
১৮৩. CuSO4 এর জলীয় দ্রবণে বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে কী জমা হয়?
ক) তামার অণু
খ) সালফারের অণু
গ) অক্সিজেন অণু
ঘ) হাইড্রোজেন অণু
১৮৪. মেইন তারের জীবন্ত তারটি সাধারণত কোন রঙের হয়?
ক) কালো
খ) বেগুনি
গ) আসমানি
ঘ) লাল
১৮৫. একটি তড়িৎ বর্তনীতে তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ সংযুক্ত থাকতে পারে-
i. অনুক্রমিক সংযোগে
ii. সমান্তরাল সংযোগে
iii. মিশ্র সংযোগে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৮৬. কোন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে কী বলে?
ক) তড়িৎকোষ
খ) তড়িৎ বিশ্লেষণ
গ) তড়িৎ প্রলেপন
ঘ) তড়িৎ মুদ্রণ
১৮৭. তড়িৎ মুদ্রণে মোমের ছাপাতে পরিবাহী কোনটির গুড়া ব্যবহার করা হয়?
ক) দস্তা
খ) নিকেল
গ) তামা
ঘ) গ্রাফাইট
১৮৮. আিই পি এস একটি-
i. ডিসি প্রবাহ
ii. সিসি প্রবাহ
iii. এসি প্রহাব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
১৮৯. কোনো তড়িৎযন্ত্র একক সময়ে যে পরিমাণ তড়িৎশক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে কী বলে?
ক) তড়িৎ ক্ষমতা
খ) তড়িৎ আধান
গ) শক্তি
ঘ) তড়িৎ বিশ্লেষণ
১৯০. বর্তনীর মেরু নির্ণয় করা যায় কীভাবে?
ক) তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে
খ) তড়িৎ প্রলেপনের মাধ্যমে
গ) তড়িৎ মুদ্রণের মাধ্যমে
ঘ) ধাতু নিষ্কাশনের মাধ্যমে
১৯১. ইলেক্ট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে কোন আয়ন বলে?
ক) ধনাত্মক আয়ন
খ) ঋণাত্মক আয়ন
গ) উভয়
ঘ) কোনটিই নয়
১৯২. বাড়িতে তড়িৎ ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা হলো-
i. সার্কিট ব্রেকার
ii. ফিউজ
iii. ভূ-সংযোগ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৯৩. ইউপিএসে থাকে-
i. রেকটিফায়ার
ii. ব্যাটারি
iii. ইনভারটার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৯৪. বর্তমানে আমাদের কোন শক্তিটির উপর অধিক নির্ভরশীলতা কমানো উচিত?
ক) সৌরশক্তি
খ) জীবাশ্ম জ্বালানি
গ) বায়োগ্যাস
ঘ) পানি বিদ্যুৎ
১৯৫. CuSO4 এর বাণিজ্যিক নাম কী?
ক) নিশাদল
খ) তুঁতে
গ) গন্ধক
ঘ) ন্যাপথালিন
১৯৬. ভোল্টমিটারের উদ্দেশ্য-
ক) বর্তনীর রোধের প্রবাহমাত্রা পরিমাপ করা
খ) রোধ নির্ণয় করা
গ) বর্তনীর রোধের বিভব পার্থক্য পরিমাপ করা
ঘ) তুল্যরোধ নির্ণয়
১৯৭. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?
ক) তড়িৎ বিশ্লেষ্য
খ) তড়িৎ বিশ্লেষণ
গ) তড়িৎ মুদ্রণ
ঘ) তড়িৎ প্রলেপন
১৯৮. ইউপিএস কী?
ক) ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই
খ) ইনস্ট্যান্ট পাওয়ার
গ) আনইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই
ঘ) ইন্টারাপটিবল পাওয়ার সাপ্লাই
১৯৯. ইউপিএস এ মূলত কয়টি অংশ থাকে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
২০০. কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হলে মোট কয়টি আয়ন উৎপন্ন হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
২০১. বিদ্যুৎ বিল কমানোর জন্য আমাদের কোনটি ব্যবহার করা উচিত?
ক) সাধারণ বাল্ব
খ) এনার্জি সেভিং বাল্ব
গ) আই পি এস
ঘ) সবগুলো
২০২. সিরিজ সংযোগে সুইচ অন করলে-
i. সবগুলো বাল্ব জ্বলে উঠে
ii. অল্প কিছু বাল্ব জ্বলে উঠে
iii. সবগুলো বাল্ব অফ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
২০৩. তড়িৎ বিশ্লেষণ প্রণালিতে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে কী বলে ?
ক) তড়িৎ প্রলেপন
খ) তড়িৎ মুদ্রণ
গ) ধাতু নিষ্কাশন
ঘ) ধাতু শোধন
২০৪. সিস্টেম লসের প্রভাবে কোনটি ঘটে?
ক) সমাজে নৈতিক অবক্ষয় দেখা দেয়
খ) লোড শেডিং হ্রাস পায়
গ) অনেক মানুষ উপকৃত হয়
ঘ) শুধু আর্থিক ক্ষতি হয়
২০৫. নিচের কোনটি ইউপিএস এর অংশ নয়?
ক) রেকটিফায়ার
খ) ব্যাটারি
গ) লাইন ইন্টারোটিভ
ঘ) ইনভারটাস
২০৬. CuSO4 কোন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়?
ক) তড়িৎ বিশ্লেষণে
খ) গ্যালভানাইজেশনে
গ) তড়িৎ প্রলেপনে
ঘ) তড়িৎ সংযোগে
২০৭. কপার সালফেট দ্রবণে কপার আয়নের চার্জ-
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) নিরপেক্ষ
ঘ) ধনাত্মক বা নিরপেক্ষ
২০৮. যে বস্তুতে প্রলেপ দিতে হবে সেটি ভোল্টমিটারের কী হিসেবে ব্যবহার করা হয়?
ক) অ্যানোড
খ) ক্যাথোড
গ) তড়িৎদ্বার
ঘ) তড়িৎ মুদ্রণ
২০৯. ব্যাটারি কোন কাজে ব্যবহার করা হয়?
ক) রাসায়নিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তর করতে
খ) বিদ্যুতের সাহায্যে কোনো পদার্থকে ভাঙতে
গ) ব্যয়িত বিদ্যুশক্তির হিসাব রাখতে
ঘ) বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদ রাখতে
২১০. এনার্জি সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?
ক) খরচ বৃদ্ধি হয়
খ) শক্তির ব্যবহার বেড়ে যায়
গ) খরচ সাশ্রয় হয়
ঘ) শক্তির অপচয় বেড়ে যায়
২১১. স্বাভাবিক অবস্থায় পরমাণু বা অণুতে ইলেকট্রনের সংখ্যা কার সমান থাকে?
ক) নিউট্রন সংখ্যার
খ) প্রোটন সংখ্যার
গ) আধান সংখ্যার
ঘ) সবগুলোর
২১২. লোডশেডিং-এর কারণ-
i. বিদ্যুতের সিস্টেম লস
ii. বিদ্যুতের অপচয়
iii. বিদ্যুতের যান্ত্রিক ত্রুটি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২১৩. নিচের কোনটি আয়ন?
ক) Na
খ) CI
গ) AI
ঘ) Mg2+
২১৪. তড়িৎকোষের অ্যানোডে কী জমা হয়?
ক) ধনাত্মক আয়ন
খ) ইলেকট্রন
গ) পানি
ঘ) হাইড্রোজেন
২১৫. ব্যাটারিতে ক্যাথোড কী?
ক) ধনাত্মক তড়িৎদ্বার
খ) ঋণাত্মক তড়িৎদ্বার
গ) তড়িৎ বিশ্লেষ্য
ঘ) ধনাত্মক আয়ন
২১৬. কোনো আয়নে মোট আধানের সংখ্যা নির্ভর করে কোনটির উপর?
ক) ভর
খ) আয়তন
গ) ঘনত্ব
ঘ) যোজ্যতা
২১৭. ইলেকট্রন সংখ্যা সংশ্লিষ্ট পরমাণুর চেয়ে বেশি-
i. ঋণাত্মক আয়নের
ii. অ্যানায়নের
iii. ধনাত্মক আয়নের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
২১৮. তড়িৎ সংযোগে কয়টি মেইন তার থাকে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ১
২১৯. অ্যানোড বলতে কোন ধরনের তড়িৎদ্বারকে বুঝায়?
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) নিরপেক্ষ
ঘ) সবগুলো
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নর উত্তর দাও:
* বর্তমানে বাজারে সাধারণ বাল্বের পাশাপাশি এনার্জি সেভিং বাল্বের ব্যবহার বাড়ছে। এই বাল্ব ব্যবহারের ফলে নিজস্ব অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পরিবেশের বিভিন্ন দিক থেকে সুবিধা হয়।
২২০. একটি সাধারণ বাল্বের জায়গায় উক্ত বাল্ব ব্যবহার করে বছরে কত লক্ষ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব?
ক) ২০
খ) ২৫
গ) ৩০
ঘ) ৪০
২২১. উপরোক্ত বাল্বের সুবিধাসমূহ-
i. খরচ সাশ্রয়
ii. শক্তির ব্যবহার বৃদ্ধি
iii. জীবশ্ম জ্বালানীর উপর চাপ কমানো
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
No comments:
Post a Comment