অধ্যায় - ১: ব্যবসায় পরিচিতি


১. শিল্প বিকাশে সহায়ক হলো-
i . খনিজ কয়লা
i i . চুনাপাথর
i i i . কঠিন শিলা
নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ২. মাসুম ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে ঢাকার ধোলাইখালে একটি খাবারের দোকান চালু করেছে। মাসুমের ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভূক্ত?
  • ক) সেবা শিল্প
  • খ) নির্মাণ শিল্প
  • গ) উৎপাদন শিল্প
  • ঘ) প্রজনন শিল্প
  • সঠিক উত্তর: (ক)
    ৩. গ্যাস উৎপাদন ও বিতরণ কোন শিল্পের অন্তর্গত? ক) প্রজনন শিল্প
  • খ) নিষ্কাশন শিল্প
  • গ) উৎপাদন শিল্প
  • ঘ) সেবা শিল্প
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪. বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন হয় কখন?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্যযুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) অত্যাধুনিক যুগে
  • সঠিক উত্তর: (গ)
    ৫. চাহিদার পরিতৃপ্তি পায়-
    i.পণ্যের মাধ্যমে
    ii. সেবার মাধ্যমে
    iii. ব্যাংকের মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৬. কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
  • ক) মূলধন
  • খ) মানব সম্পদ
  • গ) প্রযুক্তি
  • ঘ) সরকারি নীতিমালা
  • সঠিক উত্তর: (ক)
    ৭. আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে?
  • ক) দুই
  • খ) তিন
  • গ) চার
  • ঘ) পাঁচ
  • সঠিক উত্তর: (খ)
    ৮. বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্তনির্ভরতা থেকে মুক্ত করতে পারলে কোনটি অর্জন সম্ভব হবে?
    i . শিল্প বাণিজ্যের অগ্রসরতা
    i i . গবেষণায় সৃজনশীলতা
    i i i . ব্যবসায় বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯. বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত-
    i . ভাগিরথী নদীর মাধ্যমে
    i i . তিস্তা নদীর মাধ্যমে
    i i i . সরস্বতী খালের মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ১০. পরিবেশের পারিপার্শ্বিক উপাদান হলো-
    i.ভূপ্রকৃতি, জলবায়ু ও নদনদী
    ii. পাহাড় ও বনভূমি
    iii. জাতি, ধর্ম ও শিক্ষা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১. চট্টগ্রামের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ার কারণ হলো-
    i . সমুদ্রবন্দর
    i i . মসলিন কাপড়
    i i i . জাহাজ নির্মাণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ১২. পণ্য বিনিময় সংক্রান্ত কাজের অন্তর্ভূক্ত-
    i.ক্রয়
    ii. বিক্রয়
    iii. উৎপাদন
    নিচের কোনটি সঠিক?
  • ক) iও ii
  • খ) iও iii
  • গ) iiও iii
  • ঘ) i, iiও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৩. শিল্পবিপ্লব শুরু হয় কখন?
  • ক) সপ্তদশ শতকের শেষের দিকে
  • খ) অষ্টাদশ শতকের শেষের দিকে
  • গ) অষ্টাদশ শতকের প্রথম দিকে
  • ঘ) সপ্তদশ শতকের প্রথম দিকে
  • সঠিক উত্তর: (খ)
    ১৪. কোনগুলো ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপাদান-
  • ক) ভূমি ও প্রাকৃতিক সম্পদ
  • খ) সরকার ও সার্বভৌমত্ব
  • গ) শিক্ষা ও সংস্কৃতি
  • ঘ) অর্থ ও ঋণ ব্যবস্থা
  • সঠিক উত্তর: (গ)
    ১৫. আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কোনটি?
  • ক) শিল্প
  • খ) বাণিজ্য
  • গ) প্রত্যক্ষ সেবা
  • ঘ) প্রত্যক্ষ বিনিময়
  • সঠিক উত্তর: (গ)
    ১৬. জাহাজ নির্মাণ শিল্পের জন্য বাংলাদেশের কোন স্থানটির নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
  • ক) মংলা
  • খ) কক্সবাজার
  • গ) চট্টগ্রাম
  • ঘ) পটুয়াখালী
  • সঠিক উত্তর: (গ)
    ১৭. সঞ্চয় ও বিনিয়োগ কোন পরিবেশের উপাদান?
  • ক) প্রাকৃতিক পরিবেশ
  • খ) আইনগত পরিবেশ
  • গ) রাজনৈতিক পরিবেশ
  • ঘ) অর্থনৈতিক পরিবেশ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮. পৌর মেয়র হিসেবে মি. সাইফুল তার পৌরবাসীদের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করতে চান। এক্ষেত্রে তিনি কোনটিকে প্রাধান্য দেবেন?
  • ক) নিষ্কাশন শিল্পকে
  • খ) সেবা শিল্পকে
  • গ) নির্মাণ শিল্পকে
  • ঘ) উৎপাদন শিল্পকে
  • সঠিক উত্তর: (খ)
    ১৯. আমাদের দেশে কীসের ফলে সহজেই কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব?
  • ক) মূলধন
  • খ) জনসংখ্যা
  • গ) নদী
  • ঘ) সমুদ্র
  • সঠিক উত্তর: (গ)
    ২০. কোনটি আইনগত পরিবেশের উপাদান?
  • ক) আইন-শৃঙ্খলা
  • খ) সরকারি নীতিমালা
  • গ) মানব সম্পদ
  • ঘ) পরিবেশ সংরক্ষণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১. বাংলদেশ কৃষিপ্রধান দেশে পরিণত হওয়ার পেছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানটির ভূমিকা বেশি?
  • ক) প্রাকৃতিক
  • খ) সামাজিক
  • গ) অর্থনৈতিক
  • ঘ) রাজনৈতিক
  • সঠিক উত্তর: (ক)
    ২২. বিমার মাধ্যমে-
  • ক) লেনদেনের ঝুঁকিসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর হয়-
  • খ) অর্থসংস্থানগত প্রতিবন্ধকতা দূর হয়
  • গ) জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর হয়
  • ঘ) কালগত প্রতিবন্ধকতা দূর হয়
  • সঠিক উত্তর: (ক)
    ২৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে?
  • ক) ৫ টি
  • খ) ৩ টি
  • গ) ৭ টি
  • ঘ) ৪ টি
  • সঠিক উত্তর: (খ)
    ২৪. ঢাকার মিরপুরের বাসিন্দা সালেহা বেগম বংশানুক্রমিকভাবে বেনারসি হাউসের পরিচালনাকারী। এটি কোন পরিবেশের উপাদান?
  • ক) প্রাকৃতি পরিবেশ
  • খ) সামাজিক পরিবেশ
  • গ) অর্থনৈতিক পরিবেশ
  • ঘ) আইনগত পরিবেশ
  • সঠিক উত্তর: (খ)
    ২৫. শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে প্রয়োজন হয়- i.দক্ষতাসম্পন্ন কর্মী ii. উন্নত যন্ত্রপাতি iii. প্রযুক্তি নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬. ভূমি কোন পরিবেশের উপাদান?
  • ক) প্রাকৃতিক
  • খ) অর্থনৈতিক
  • গ) সামাজক
  • ঘ) রাজনৈতিক
  • সঠিক উত্তর: (ক)
    ২৭. শিক্ষা ও সংস্কৃতি কোন পরিবেশের উপাদান?
  • ক) প্রাকৃতিক
  • খ) অর্থনৈতিক
  • গ) রাজনৈতিক
  • ঘ) সামাজিক
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮. বাংলাদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে কেমন?
    i . উদার
    i i . পরিশ্রমী
    i i i. সৃজনশীল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i ও i i
  • ঘ) i, i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯. এ অঞ্চলের বাণিজ্য খ্যাতি কোন দেশে পৌঁছেছিল?
  • ক) আমেরিকা
  • খ) অস্ট্রেলিয়া
  • গ) ইউরোপ
  • ঘ) আফ্রিকা
  • সঠিক উত্তর: (গ)
    ৩০. এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং এর কোন যুগে প্রচলন ঘটে?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্যযুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) অত্যাধুনিক যুগে
  • সঠিক উত্তর: (গ)
    ৩১. বাণিজ্য ব্যবসায়ের কোন ধরণের শাখা?
  • ক) পণ্য বন্টনকারী
  • খ) পণ্য উৎপাদনকারী
  • গ) পণ্য প্রচারকারী
  • ঘ) পণ্য সংরক্ষণকারী
  • সঠিক উত্তর: (ক)
    ৩২. সপ্তগ্রাম বন্দরটি কোন এলাকায় অবস্থিত ছিল?
  • ক) পূর্ববঙ্গে
  • খ) পশ্চিমবঙ্গে
  • গ) উত্তরবঙ্গে
  • ঘ) দক্ষিণবঙ্গে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩. বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা-বাণিজ্যে উন্নতি করে টিকে থাকার জন্যে প্রয়োজন-
    i.প্রাকৃতিক উপাদান
    ii. অর্থনৈতিক উপাদান
    iii. সামাজিক উপাদান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪. ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করাকে কী বলে?
  • ক) উৎপাদন শিল্প
  • খ) সেবা শিল্প
  • গ) নিষ্কাশন শিল্প
  • ঘ) প্রজনন শিল্প
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫. মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসায় কিসের দ্বারা প্রভাবিত হয়?
  • ক) সমাজ
  • খ) পরিবেশ
  • গ) ব্যবসায়
  • ঘ) বাণিজ্য
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬. কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?
  • ক) অর্থনৈতিক পরিবেশের ওপর
  • খ) সামাজিক পরিবেশের ওপর
  • গ) ব্যবসায়িক পরিবেশের ওপর
  • ঘ) বাণিজ্যিক পরিবেশের ওপর
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭. খনিজ শিল্প কোন শিল্পের অন্তর্গত?
  • ক) প্রজনন শিল্প
  • খ) নিষ্কাশন শিল্প
  • গ) নির্মাণ শিল্প
  • ঘ) উৎপাদন শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮. বিমা ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে?
  • ক) প্রাচীন
  • খ) মধ্য
  • গ) আধুনিক
  • ঘ) প্রাগৈতিহাসিক
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯. যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নিচের কোনটি?
  • ক) আত্মকর্মসংস্থান
  • খ) ব্যবসায়-বাণিজ্য
  • গ) সঞ্চয়
  • ঘ) সম্পদের ব্যবহার
  • সঠিক উত্তর: (খ)
    ৪০. ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্য ও সেবা বন্টনের কার্যাবলিকে কী বলে?
  • ক) ব্যবসায়
  • খ) শিল্প
  • গ) বাণিজ্য
  • ঘ) প্রত্যক্ষ সেবা
  • সঠিক উত্তর: (গ)
    ৪১. পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করার কারণ কী?
  • ক) এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করা
  • খ) যথাসময়ে পণ্য ভোক্তাদের নিকট পৌছানো
  • গ) এক স্থানের পণ্য অন্য স্থানে সময়মতো প্রেরণের ব্যবস্থা
  • ঘ) পণ্যকে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা
  • সঠিক উত্তর: (ক)
    ৪২. বাণিজ্য কোন ধরণের বাঁধা দূর করে?
    i . অর্থ ও ঝুঁকিগত
    i i . স্থান ও কালগত
    i i i . স্বত্ব ও তথ্যগত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩. আইন-শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান?
  • ক) অর্থনৈতিক
  • খ) সামাজিক
  • গ) রাজনৈতিক
  • ঘ) আইনগত
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪. চাহিদা ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধির ফলে যে ধরণের কর্মকান্ডের আওতা বাড়তে থাকে তা হলো-
    i.পশু শিকার
    ii. খাদ্যশস্য উৎপাদন
    iii. পণ্য বিনিময়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৫. বাংলাদেশে কীভাবে ব্যবসায়ের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা যায়?
  • ক) শ্রমিক অসন্তোষ, ধর্মঘট ও হরতাল পরিহার করে
  • খ) শিল্পোন্নত দেশেগুলোর ন্যায় শিল্পবন্ধব আইন প্রণয়ন করে
  • গ) শ্রমিক অসন্তোষ রোধে কঠোর ব্যবস্থা নিলে
  • ঘ) আইন করে হরতাল নিষিদ্ধকরণের মাধ্যমে
  • সঠিক উত্তর: (ক)
    ৪৬. বাণিজ্য বিষয়ে এ অঞ্চলের প্রতিযোগিতা চলত-
    i . তাম্রলিপ্তর সাথে
    i i . সপ্তগ্রামের সাথে
    i i i . ইউরোপের সাথে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. মি. শফিক বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি, খেলনা ও সোফা তৈরী করেন। এটির মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন শাখার কাজ করেন?
  • ক) শিল্প
  • খ) বাণিজ্য
  • গ) প্রত্যক্ষ সেবা
  • ঘ) পরোক্ষ সেবা
  • সঠিক উত্তর: (ক)
    ৪৮. Agora ঢাকার অভিজাত খুচরা ব্যবসায়ের স্টোর। এটি সমগ্র বাংলাদেশ থেকে বিশিষ্ট পণ্যগুলো বিভিন্ন সময়ে সংগ্রহ করে। যেমন: শীতকালে উৎপন্ন হওয়া টমেটো বর্ষাকালে কুমিল্লা থেকে নিয়ে আসে। এক্ষেত্রে Agora ক্রেতার জন্যে যেসব উপযোগ সৃষ্টি করে-
    i.সময়গত
    ii. রূপগত
    iii. স্থানগত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪৯. শিক্ষার্থীদের বাবার হাঁস-মুরগীর খামার কোন ধরণের কাজের অন্তর্ভূক্ত?
  • ক) উৎপাদন
  • খ) প্রক্রিয়াজাতকরণ
  • গ) প্রমিতকরণ
  • ঘ) পর্যায়িতকরণ
  • সঠিক উত্তর: (ক)
    ৫০. সামাজিক পরিবেশের উপাদান হলো
    i.ভোক্তাদের মনোভাব
    ii.ব্যাংকিং
    iii. ঐতিহ্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৫১. বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো কেমন হওয়া উচিত?
  • ক) ভারসাম্যপূর্ণ
  • খ) যুক্তিসংগত
  • গ) অনুকূল
  • ঘ) প্রাসঙ্গিক
  • সঠিক উত্তর: (গ)
    ৫২. বাংলাদেশ কোন প্রকৃতির রাষ্ট্র?
  • ক) উন্নয়নশীল
  • খ) গতানুগতিক
  • গ) অনুন্নত
  • ঘ) উন্নত
  • সঠিক উত্তর: (ক)
    ৫৩. প্রত্যক্ষ সেবার অসুবিধার অন্তর্গত-
    i . ডাক্তার ও আইনজীবীর অভাব
    i i . প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের অভাব
    i i i . দক্ষ প্রশিক্ষণের অভাব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৪. প্রজনন শিল্প হল-
    i . নার্সারি
    i i . খনিজ শিল্প
    i i i . হ্যাচারি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ৫৫. বর্তমান যুগে প্রযুক্তির উদাহরণ হলো-
    i.টেলিকমিউনিকেশন
    ii. ডেটাবেজ ম্যানেজমেন্ট
    iii. কম্পিউটার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৬. জনাব শেখ ফরিদ নিজের নার্সারিতে বীজ থেকে চারাগাছ উৎপাদন করেন। জনাব ফরিদ কোন শিল্পের সাথে জড়িত?
  • ক) প্রজনন
  • খ) নিষ্কাশন
  • গ) নির্মাণ
  • ঘ) উৎপাদন
  • সঠিক উত্তর: (ক)
    ৫৭. সম্পদের উপযুক্ত ব্যবহার ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
  • ক) অর্থনৈতিক
  • খ) সামাজিক
  • গ) পারিপার্শ্বিক
  • ঘ) রাষ্ট্রীয়
  • সঠিক উত্তর: (ক)
    ৫৮. সাইফুল ইসলাম কাপড়ের ব্যবসায় করেন। গফরগাঁও হতে কাপড় আনতে তিনি নানান ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন। এক্ষেত্রে কোনটির মাধ্যমে তার ঝুঁকি দূর করা সম্ভব?
  • ক) ব্যাংকিং সেবা
  • খ) বিমা
  • গ) পরিবহন
  • ঘ) পণ্য বিনিময়
  • সঠিক উত্তর: (খ)
    ৫৯. ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
    i.অনিশ্চয়তা
    ii. কর্মে স্বাধীনতা
    iii. উপযোগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৬০. কোনটি শিল্প ও বাণিজ্যের প্রসারে বাঁধা সৃষ্টি করে?
  • ক) জনশক্তির অভাব
  • খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
  • গ) চাহিদার অপ্রতুলতা
  • ঘ) যোগানের স্বল্পতা
  • সঠিক উত্তর: (খ)
    ৬১. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা কয়টি?
  • ক) ৩
  • খ) ৪
  • গ) ৫
  • ঘ) ৬
  • সঠিক উত্তর: (ক)
    ৬২. প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায় পরিবেশের কততম উপাদান?
  • ক) চতুর্থ
  • খ) পঞ্চম
  • গ) ষষ্ঠ
  • ঘ) তৃতীয়
  • সঠিক উত্তর: (গ)
    ৬৩. উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
  • ক) অর্থনৈতিক
  • খ) সামাজিক
  • গ) রাজনৈতিক
  • ঘ) মানবিক
  • সঠিক উত্তর: (ক)
    ৬৪. ব্যবসায়ের কোন পরিবেশের কারণে বাংলাদেশ ইসরাইলের সাথে বাণিজ্য চুক্তি থেকে বিরত রয়েছে?
  • ক) সামাজিক পরিবেশ
  • খ) অর্থনৈতিক পরিবেশ
  • গ) রাজনৈতিক পরিবেশ
  • ঘ) আইনগত পরিবেশ
  • সঠিক উত্তর: (গ)
    ৬৫. শিল্পনীতি কোন পরিবেশের অন্তর্ভূক্ত?
  • ক) অর্থনৈতিক পরিবেশ
  • খ) সামাজিক পরিবেশ
  • গ) রাজনৈতিক পরিবেশ
  • ঘ) আইনগত পরিবেশ
  • সঠিক উত্তর: (গ)
    ৬৬. ব্যবসায়ের প্রধান ভাগগুলো হলো-
    i.শিল্প
    ii. বাণিজ্য
    iii. প্রত্যক্ষ সেবা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬৭. পণ্যের স্বত্বগত/মালিকানাগত উপযোগ সৃষ্টি ব্যবসায়ের কোন শাখার আওতায় পড়ে?
  • ক) শিল্প
  • খ) বাণিজ্য
  • গ) প্রত্যক্ষ সেবা
  • ঘ) শিল্প ও প্রত্যক্ষ সেবা
  • সঠিক উত্তর: (খ)
    ৬৮. ভোক্তা সাধারণের রুচি, পছন্দ ও ফ্যাশন কিসের দ্বারা প্রভাবিত হয়?
  • ক) প্রাকৃতিক পরিবেশের উপাদান দ্বারা
  • খ) অর্থনৈতিক পরিবেশের উপাদান দ্বারা
  • গ) সামাজিক পরিবেশের উপাদান দ্বারা
  • ঘ) রাজনৈতিক পরিবেশের উপাদান দ্বারা
  • সঠিক উত্তর: (গ)
    ৬৯. সেবা শিল্পের অন্তর্ভূক্ত হলো-
    i.বিদ্যুৎ উৎপাদন
    ii. ব্যাংকিং
    iii. পণ্য রপ্তানি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৭০. কোনটি উন্নত হওয়ার কারণে জাপান বিশ্বে উন্নতির শীর্ষে অবস্থান করছে?
  • ক) উৎপাদন
  • খ) যোগাযোগ
  • গ) ব্যবসা-বাণিজ্য
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (গ)
    ৭১. ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন হল-
    i . ব্যাংক ও বিমা
    i i . এটিএম কার্ড
    i i i . শিল্প বিপ্লব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i i
  • খ) i i i
  • গ) i ও i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ৭২. পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
    i . পরিবহন ও বিমা
    i i . ব্যাংকিং ও গুদামজাতকরণ
    i i i . উৎপাদন ও নিয়ন্ত্রণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৭৩. মুনাফার উদ্দেশ্য ও ঝুঁকি নিয়ে মানুষ যে বৈধ কাজ করে তাকে কী বলে?
  • ক) ব্যবসায়
  • খ) বাণিজ্য
  • গ) বাজারজাতকরণ
  • ঘ) বিক্রয়
  • সঠিক উত্তর: (ক)
    ৭৪. ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে?
  • ক) আধুনিক যুগ
  • খ) প্রাগৈতিহাসিক যুগ
  • গ) মধ্য যুগ
  • ঘ) প্রাচীন যুগ
  • সঠিক উত্তর: (ক)
    ৭৫. মি. সালাম তার পুরাতন মটর সাইকেলটি বিক্রি করে মালিকানা সংক্রান্ত বাধা দূর করতে বাণিজ্যের কোন উপাদানের সহায়তা নিবেন?
  • ক) বিজ্ঞাপন
  • খ) পরিবহন
  • গ) পণ্য বিনিময়
  • ঘ) বিমা
  • সঠিক উত্তর: (গ)
    ৭৬. ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হয়?
  • ক) মুনাফা
  • খ) আর্থিক মূল্য
  • গ) ঝুঁকি
  • ঘ) প্রমিতকরণ
  • সঠিক উত্তর: (খ)
    ৭৭. ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে কোন যুগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়?
  • ক) প্রাচীন
  • খ) মধ্য
  • গ) আধুনিক
  • ঘ) প্রাগৈতিহাসিক
  • সঠিক উত্তর: (গ)
    ৭৮. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কখন?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্য যুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) প্রাগৈতিহাসিক যুগে
  • সঠিক উত্তর: (খ)
    ৭৯. কোনটি পরিবেশের পারিপার্শ্বিক উপাদান?
  • ক) সংস্কৃতি
  • খ) অর্থনীতি
  • গ) জলবায়ু
  • ঘ) জীবনধারা
  • সঠিক উত্তর: (গ)
    ৮০. অর্থসংক্রান্ত বাঁধা দূর করে-
    i . বিমা
    i i . ব্যাংকিং
    i i i . বিজ্ঞাপন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i ও i i
  • ঘ) i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ৮১. ট্রেড কোন ধরণের বাধা দূর করে?
  • ক) স্বত্বগত
  • খ) প্রচারগত
  • গ) অর্থগত
  • ঘ) রূপগত
  • সঠিক উত্তর: (ক)
    ৮২. যে কোন অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভূক্ত হবে যদি-
    i . জীবিকা নির্বাহের জন্যে করা হয়
    i i . মুনাফা অর্জনের জন্যে করা হয়
    i i i . বিনোদনের জন্যে করা হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৮৩. প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রূপদান ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে কী বলে?
  • ক) বাণিজ্য
  • খ) শিল্প
  • গ) ব্যবসায়
  • ঘ) প্রত্যক্ষ সেবা
  • সঠিক উত্তর: (খ)
    ৮৪. ব্যবসা-বাণিজ্য প্রসারে সহায়তা করে-
    i.সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি
    ii. অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি
    iii. ঘন ঘন সরকার পরিবর্তন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৮৫. কোনটি সেবা শিল্পের উদাহরণ?
  • ক) গ্যাস উৎপাদন ও বিতরণ
  • খ) খনিজ উত্তোলন
  • গ) রাস্তাঘাট নির্মাণ
  • ঘ) সেতু ও বাঁধ নির্মাণ
  • সঠিক উত্তর: (ক)
    ৮৬. চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত?
  • ক) পাট শিল্পের জন্য
  • খ) জাহাজ নির্মাণ শিল্পের জন্য
  • গ) ইস্পাত শিল্পের জন্য
  • ঘ) কাগজ শিল্পের জন্য
  • সঠিক উত্তর: (খ)
    ৮৭. মূলত ব্যবসায়ের উদ্ভব হয়-
  • ক) অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনকে ঘিরে
  • খ) অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডকে ঘিরে
  • গ) সৃজনশীল চিন্তা-ভাবনার মাধ্যমে
  • ঘ) উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের মাধ্যমে
  • সঠিক উত্তর: (ক)
    ৮৮. প্রাকৃতিক পরিবেশ কিসের সমন্বয়ে সৃষ্টি হয়?
    i . জলবায়ূ
    i i . ভূমি ও প্রাকৃতিক সম্পদ
    i i i . সংস্কৃতি ও ঐতিহ্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i i i
  • ঘ) i ও i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৯. কোনটি আইনগত পরিবেশের অন্তর্গত নয়?
  • ক) বানিজ্যিক আইন
  • খ) শিল্প আইন
  • গ) পরিবেশ সংরক্ষণ
  • ঘ) বাণিজ্য নীতি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯০. আমাদের দেশ প্রসিদ্ধ ছিল-
  • ক) সমুদ্র পথে ব্যবসায়ের জন্য
  • খ) নদীপথে ব্যবসায়ের জন্য
  • গ) সড়ক পথে ব্যবসায়ের জন্য
  • ঘ) আকাশ পথে ব্যবসায়ের জন্য
  • সঠিক উত্তর: (ক)
    ৯১. যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে কী বলে?
  • ক) স্থিতিশীল পরিবেশ
  • খ) অস্থিতিশীল পরিবেশ
  • গ) ব্যবসায়িক পরিবেশ
  • ঘ) বৈশ্বিক পরিবেশ
  • সঠিক উত্তর: (গ)
    ৯২. রহিম মিয়া ৫,০০,০০০ টাকা দিয়ে একটি ট্রাক ক্রয় করে ভাড়ার বিনিময়ে পণ্যদ্রব্য একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যান। রহিম মিয়ার ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভূক্ত?
  • ক) শিল্প
  • খ) বাণিজ্য
  • গ) পণ্য বিনিময়
  • ঘ) পরিবহন
  • সঠিক উত্তর: (খ)
    ৯৩. বাংলাদেশের অর্থনীতি কোনটির ওপর নির্ভরশীল?
  • ক) কৃষি
  • খ) সেবা
  • গ) শিল্প
  • ঘ) বাণিজ্য
  • সঠিক উত্তর: (ক)
    ৯৪. পণ্য বন্টন সংক্রান্ত কাজকে কী বলে?
  • ক) শিল্প
  • খ) উৎপাদন
  • গ) বাণিজ্য
  • ঘ) ব্যবসায়
  • সঠিক উত্তর: (গ)
    ৯৫. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি?
  • ক) উৎপাদন
  • খ) উপযোগ সৃষ্টি
  • গ) নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
  • ঘ) পারস্পরিক প্রতিযোগিতা
  • সঠিক উত্তর: (গ)
    ৯৬. কোন অবস্থা কাটাতে পারলে বাংলাদেশ ব্যবসায় বাণিজ্যের বিকাশে আরও অগ্রসর হতে পারবে?
    i . প্রশাসনিক জটিলতা
    i i . দালালদের হয়রান
    i i i . দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৭. বর্তমান বিশ্বে কোনটির গুরুত্ব অপরিসীম?
  • ক) প্রত্যক্ষ সেবা
  • খ) দ্রব্য বিনিময়
  • গ) বাজার ব্যবস্থা
  • ঘ) ব্যবসায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৮. কোনটি যে কোন দেশের অর্থনৈতিক কর্মকান্ডের গতিশীলতা বৃদ্ধি করে?
  • ক) ব্যবসায়
  • খ) ব্যবসায়-বাণিজ্য
  • গ) বাণিজ্য
  • ঘ) শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ৯৯. নিচের কোনটিকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে উঠে?
  • ক) ব্যবসায়
  • খ) বাণিজ্য
  • গ) কৃষি
  • ঘ) ব্যবসায়-বাণিজ্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০০. কাগজি মুদ্রার প্রচলন ব্যবসায়ের কোন যুগ থেকে শুরু হয়?
  • ক) মধ্য
  • খ) আধুনিক
  • গ) প্রাচীন
  • ঘ) মধ্য-পূর্ব
  • সঠিক উত্তর: (ক)
    ১০১. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সম্ভব হয়?
  • ক) ডাক্তারি সেবা প্রদান
  • খ) অর্থনৈতিক উন্নয়ন
  • গ) আইন প্রণয়ন
  • ঘ) সামাজিক কাঠামোর পরিবর্তন
  • সঠিক উত্তর: (খ)
    ১০২. হিসাব নিরীক্ষা কোন ধরণের পেশা?
  • ক) ব্যবসায়
  • খ) শিল্প
  • গ) বাণিজ্য
  • ঘ) প্রত্যক্ষ সেবা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৩. মসলিন কাপড় রপ্তানি হতো-
    i . ইউরোপের বিভিন্ন দেশে
    i i . মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে
    i i i . আফ্রিকার বিভিন্ন দেশে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ১০৪. ব্যবসায়ের ফলে বৃদ্ধি পায়-
    i . সঞ্চয়
    i i . মূলধন
    i i i . জাতীয় আয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৫. সেবা শিল্পের পণ্য-
    i . বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ
    i i . ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা
    i i i . তেলকে পরিশোধন করে কেরোসিন তৈরি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ১০৬. একটি দেশের উন্নতির চালিকাশক্তি বলা হয় কোনটিকে?
  • ক) চাকরিকে
  • খ) আত্মকর্মসংস্থানকে
  • গ) কৃষিকে
  • ঘ) ব্যবসায়কে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৭. এক সময় এদেশে নির্মাণ হতো-
  • ক) সমুদ্রগামী জাহাজ
  • খ) নৌবাহিনীর বিশেষ জাহাজ
  • গ) যুদ্ধ জাহাজ
  • ঘ) বাণিজ্য জাহাজ
  • সঠিক উত্তর: (ক)
    ১০৮. ব্যবসায়ের ফলে বৃদ্ধি ঘটে-
    i. অর্থনৈতিক কর্মকান্ডের
    ii. লেনদেনের
    ii. মূলধনের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৯. ব্যবসায়িক লেনদেনের থাকতে হবে-
  • ক) ক্রয়মূল্য
  • খ) বিক্রয়মূল্য
  • গ) সামাজিক মূল্য
  • ঘ) আর্থিক মূল্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১০. পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা-
  • ক) ব্যবসা হিসেবে গণ্য
  • খ) বাণিজ্য হিসেবে গণ্য
  • গ) সেবা হিসেবে গণ্য
  • ঘ) ব্যবসায় হিসেবে গণ্য হবে না
  • সঠিক উত্তর: (খ)
    ১১১. পরিবেশের পারিপার্শ্বিক উপাদান হল-
    i . ভূপ্রকৃতি, জলবায়ূ, ও নদনদী
    i i . পাহাড় ও বনভূমি
    i i i . জাতি, ধর্ম ও শিক্ষা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১২. সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্যে কোন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
  • ক) ঢাকা
  • খ) খুলনা
  • গ) নারায়নগঞ্জ
  • ঘ) চট্টগ্রাম
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৩. রতন ফরমালিন মিশ্রিত ফল বিক্রি করে। এটি কোন ধরণের কর্মকান্ড?
  • ক) অনৈতিক কর্মকান্ড
  • খ) সেবামূলক কর্মকান্ড
  • গ) জনকল্যাণমূলক কর্মকান্ড
  • ঘ) মুনাফাজাতীয় কর্মকান্ড
  • সঠিক উত্তর: (ক)
    ১১৪. মূলধন গঠিত হয় কিসের মাধ্যমে?
  • ক) কর্মসংস্থানের মাধ্যমে
  • খ) চাকরির মাধ্যমে
  • গ) সঞ্চয়ের মাধ্যমে
  • ঘ) উৎপাদনের মাধ্যমে
  • সঠিক উত্তর: (গ)
    ১১৫. দেবিদ্বার থানার রাধানগর গ্রামে ৮০% লোক হিন্দু। হিন্দু ধর্মে গরুর মাংস নিষেধ। উক্ত গ্রামে কোন ব্যবসায়টি বিস্তৃত হবে?
  • ক) চামড়া প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়
  • খ) পোল্ট্রি শিল্প
  • গ) মাংস উৎপাদন
  • ঘ) ডেইরি শিল্প
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৬. ব্যবসায় হল-
    i . পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন
    i i . পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন
    i i i . মুনাফার আশায় সবজি চাষ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ১১৭. বিজ্ঞাপন হল-
    i . তথ্য সংক্রান্ত বাঁধা দূর করে
    i i . প্রচার সংক্রান্ত বাঁধা দূর করে
    i i i . ঝুঁকি সংক্রান্ত বাঁধা দূর করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i i
  • খ) i ও i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ১১৮. পণ্য বিনিময় কোন ধরণের বাধা দূর করে?
  • ক) স্বত্বগত
  • খ) স্থানগত
  • গ) সময়গত
  • ঘ) অর্থগত
  • সঠিক উত্তর: (ক)
    ১১৯. পর্তুগিজরা কোন স্থানকে ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন?
  • ক) তাম্রলিপ্ত
  • খ) সপ্তগ্রাম
  • গ) নারায়নগঞ্জ
  • ঘ) চট্টগ্রাম
  • সঠিক উত্তর: (খ)
    ১২০. ভোক্তাদের মনোভাব কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
  • ক) অর্থনৈতিক পরিবেশ
  • খ) রাজনৈতিক পরিবেশ
  • গ) সামাজিক পরিবেশ
  • ঘ) প্রযুক্তিগত পরিবেশ
  • সঠিক উত্তর: (গ)
    ১২১. ব্যাংকিং কোন ধরণের শিল্প?
  • ক) প্রজনন শিল্প
  • খ) উৎপাদন শিল্প
  • গ) সেবা শিল্প
  • ঘ) নির্মাণ শিল্প
  • সঠিক উত্তর: (গ)
    ১২২. প্রত্যক্ষ সেবায় নিয়োজিত থাকে-
    i.ডাক্তার
    ii. ব্যবসায়ী
    iii. শিক্ষক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১২৩. কোনটি পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে?
  • ক) পরিবহন
  • খ) গুদামজাতকরণ
  • গ) বিজ্ঞাপন
  • ঘ) প্রমিতকরণ
  • সঠিক উত্তর: (ক)
    ১২৪. পণ্য কেন প্যাকিং করা হয়?
  • ক) পরিবহনের সুবিধার জন্য
  • খ) সৌন্দর্য বৃদ্ধির জন্য
  • গ) বিক্রয় সুবিধার জন্য
  • ঘ) গুদামজাতকরণের জন্য
  • সঠিক উত্তর: (খ)
    ১২৫. ব্যবসায়ের উন্নয়ন ঘটে-
    i . গবেষণার
    i i . সৃজনশীল কাজের
    i i i . প্রযুক্তির
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৬. কোনো স্থানের ব্যবসার ব্যবস্থার উন্নতি নির্ভর করে কীসের ওপর?
  • ক) ব্যবসায়িক পরিবেশের ওপর
  • খ) মুলধনের ওপর
  • গ) ব্যবসায়িক কৌশলের ওপর
  • ঘ) বাজার সৃষ্টির ওপর
  • সঠিক উত্তর: (ক)
    ১২৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভূক্ত?
  • ক) ধর্মীয় বিশ্বাস
  • খ) নদনদী
  • গ) ঐতিহ্য
  • ঘ) শিক্ষা ও সংস্কৃতি
  • সঠিক উত্তর: (খ)
    ১২৮. কত শতাব্দিতে এদেশে এসে পর্তুগিজরা বাণিজ্য করতে শুরু করে?
  • ক) পঞ্চদশ শতাব্দিতে
  • খ) ষোড়শ শতাব্দিতে
  • গ) বিংশ শতাব্দিতে
  • ঘ) একবিংশ শতাব্দিতে
  • সঠিক উত্তর: (খ)
    ১২৯. রাস্তাঘাট নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?
  • ক) সেবা শিল্প
  • খ) প্রজনন শিল্প
  • গ) নির্মাণ শিল্প
  • ঘ) উৎপাদন শিল্প
  • সঠিক উত্তর: (গ)
    ১৩০. ব্যবসায়ে পণ্য বন্টনকারী শাখা কোনটি?
  • ক) বাণিজ্য
  • খ) শিল্প
  • গ) বন্টন
  • ঘ) পাইকারি
  • সঠিক উত্তর: (ক)
    ১৩১. কোনটি অর্থনৈতিক কাজের অন্তর্গত?
  • ক) বিউটি পার্লার
  • খ) নিজের প্রয়োজনে কম্পিউটার ক্রয়
  • গ) ফরমায়েশ প্রদান
  • ঘ) মূল্য তালিকা প্রাপ্তি
  • সঠিক উত্তর: (গ)
    ১৩২. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশকে পর্যায়ক্রমে শিল্পোন্নত করতে হলে প্রাথমিক অবস্থায় কী ধরণের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত বলে তুমি মনে কর?
  • ক) কৃষিনির্ভর শিল্প
  • খ) লৌহ ও ইস্পাত শিল্প
  • গ) বস্ত্রশিল্প
  • ঘ) রসায়ন শিল্প
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৩. সেবা শিল্পের অন্তর্ভূক্ত-
    i . গ্যাসসরবরাহ
    i i . সেতু নির্মাণ
    i i i . পানি সরবরাহ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৪. খুচরা ব্যবসায় কোন ধরণের বাণিজ্য?
  • ক) অভ্যন্তরীণ
  • খ) বৈদেশিক
  • গ) ভৌগলিক
  • ঘ) রাজনৈতিক
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৫. মি. তাহের আমের মৌসুমে রাসায়নিক দ্রব্যের মাধ্যমে কাঁচা আম পাকিয়ে বাজারে বিক্রি করে জনগণের চাহিদা মেটান। এটি কোন ধরণের কর্মকান্ড?
  • ক) সেবামুলক
  • খ) মুনাফা জাতীয়
  • গ) জনকল্যাণমূলক
  • ঘ) আইনত দণ্ডনীয়
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৬. স্বাস্থ্য সেবা কোন ধরণের শিল্প?
  • ক) প্রজনন শিল্প
  • খ) উৎপাদন শিল্প
  • গ) সেবা শিল্প
  • ঘ) নির্মাণ শিল্প
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৭. যাত্রাবাড়ী ফ্লাইওভার তৈরী কোন শিল্পের আওতাধীন?
  • ক) নিষ্কাশন
  • খ) সেবা
  • গ) নির্মাণ
  • ঘ) উৎপাদন
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৮. অতীতে এদেশের মানুষ কিসের মাধ্যমে তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে?
    i . পাটের জিন রহস্য আবিষ্কার করে
    i i . জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে
    i i i . মসলিন কাপড় উৎপাদনের মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৯. ব্যবসায়িক পরিবেশের উপাদানকে কয়ভাবে ভাগ করা যায়?
  • ক) ৪
  • খ) ৬
  • গ) ৫
  • ঘ) ৭
  • সঠিক উত্তর: (খ)
    ১৪০. সপ্তগ্রাম সমুদ্র বন্দরটি কোথায়?
  • ক) চট্টগ্রাম
  • খ) মংলা
  • গ) পশ্চিমবঙ্গ
  • ঘ) করাচি
  • সঠিক উত্তর: (গ)
    ১৪১. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক হলো-
    i . সামাজিক দায়বদ্ধতা
    i i . নৈতিকতা
    i i i . সততা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i, i i ও i i i
  • ঘ) i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ১৪২. অনেকগুলো জাহাজ নির্মাণের কারখানা ছিল-
    i . হালিশহর
    i i . বহদ্দারহাট
    i i i . পতেঙ্গা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় কোন কাজটি প্রাচীনযুগে করা হতো?
  • ক) বাজার সৃষ্টি
  • খ) মোবাইল ব্যাংকিং
  • গ) পশু শিকার
  • ঘ) টেলিগ্রাম
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৪. পণ্য বা দ্রব্য বিনিময়ের মাধ্যমে প্রয়োজন মেটানো না গেলে কোনটির প্রচলন ঘটে?
  • ক) স্বর্ণ ও রৌপ্যের মুদ্রার
  • খ) ডেবিট কার্ডের
  • গ) দ্রব্য বিনিময়ের
  • ঘ) এটিএম কার্ডের
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৫. পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত শিল্পকে কী বলে?
  • ক) প্রজনন শিল্প
  • খ) নির্মাণ শিল্প
  • গ) উৎপাদন শিল্প
  • ঘ) নিষ্কাশন শিল্প
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৬. প্রযুক্তিগত পরিবর্তন ঘটে কোন যুগে?
  • ক) প্রাগৈতিহাসিক
  • খ) প্রাচীন
  • গ) মধ্য
  • ঘ) আধুনিক
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৭. মুদ্রার প্রচলন শুরু হয় কোন কর্মকান্ডের ব্যর্থতার জন্য ?
  • ক) পণ্য উৎপাদন
  • খ) পণ্য উন্নয়ন
  • গ) পণ্য বিনিময়
  • ঘ) পণ্য বন্টন
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৮. শিল্পকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়েছে?
  • ক) ৩ ভাগে
  • খ) ৪ ভাগে
  • গ) ৫ ভাগে
  • ঘ) ৬ ভাগে
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৯. শরীফ রেস্টুরেন্টে মরা মুরগি কম দামে ক্রয় করে ভোক্তাদেরকে পরিবেশন করেন। এটি তার কোন ধরণের কর্মকান্ড?
  • ক) অনৈতিক কর্মকান্ড
  • খ) সেবামূলক কর্মকান্ড
  • গ) জনকল্যাণমূলক কর্মকান্ড
  • ঘ) মুনাফাজাতীয় কর্মকান্ড
  • সঠিক উত্তর: (ক)
    ১৫০. বাণিজ্যের প্রতি প্রলুব্ধ হয়ে কারা দলে দলে এদেশে আসেন?
  • ক) পর্তুগিজরা
  • খ) আরবরা
  • গ) ফরাসিরা
  • ঘ) ব্রিটিশরা
  • সঠিক উত্তর: (খ)
    ১৫১. নিচের কোনটি প্রযুক্তিগত পরিবেশের উপাদান?
  • ক) কারিগরি দক্ষতা
  • খ) ভূমি
  • গ) আন্তর্জাতিক সম্পর্ক
  • ঘ) জলবায়ূ
  • সঠিক উত্তর: (ক)
    ১৫২. সার্বভৌমত্ব কোন ধরণের ব্যবসায়িক পরিবেশের উপাদান?
  • ক) প্রাকৃতিক
  • খ) অর্থনৈতিক
  • গ) রাজনৈতিক
  • ঘ) সামাজিক
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৩. ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
  • ক) পাঁচ
  • খ) ছয়
  • গ) সাত
  • ঘ) আট
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৪. সকলেই অন্য ধর্ম থেকে নিজ ধর্মকে প্রাধান্য দিতে পছন্দ করে। এক্ষেত্রে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব পরলক্ষিত হয়?
  • ক) রাজনৈতিক
  • খ) সামাজিক
  • গ) অর্থনৈতিক
  • ঘ) আইনগত
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৫. দ্রব্য বিনিময় করা হতো কোন যুগে?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্যযুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) অত্যাধুনিক যুগে
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৬. ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্য আমাদের দেশে কোন উপাদান বিদ্যমান?
  • ক) প্রাকৃতিক গ্যাস
  • খ) বায়োগ্যাস
  • গ) জনসংখ্যা
  • ঘ) মূলধন
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৭. নিচের কোন কাজটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়?
  • ক) বিদ্যালয় পরিষ্কার রাখা
  • খ) বিউটি পার্লার
  • গ) দাতব্য চিকিৎসা কেন্দ্র
  • ঘ) বাড়ির পাশের ফুলের বাগান
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৮. শিল্পকে কী বলা হয়?
  • ক) উৎপাদনের মাধ্যম
  • খ) উৎপাদনের বাহন
  • গ) ব্যবসায়ের মাধ্যম
  • ঘ) ব্যবসায়ের বাহন
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৯. প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা কী সৃষ্টি হয়?
  • ক) বৈশ্বিক পরিবেশ
  • খ) ব্যবসায়িক পরিবেশ
  • গ) স্থিতিশীল পরিবেশ
  • ঘ) অস্থিতিশীল পরিবেশ
  • সঠিক উত্তর: (খ)
    ১৬০. জনাব আমজাদ সাহেব চাঁপাইনবাবগঞ্জ থেকে উন্নতমানের আম সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করেন। জনাব আমজাদের জুস তৈরি কীসের অন্তর্ভূক্ত?
  • ক) বণিজ্যের
  • খ) শিল্পের
  • গ) পণ্য বিনিময়ের
  • ঘ) পরিবহনের
  • সঠিক উত্তর: (খ)
    ১৬১. হরতাল কোন পরিবেশের উপাদান?
  • ক) রাজনৈতিক
  • খ) সামাজিক
  • গ) অর্থনৈতিক
  • ঘ) আইনগত
  • সঠিক উত্তর: (ক)
    ১৬২. নির্মাণ শিল্প হলো-
    i.রাস্তাঘাট নির্মাণ
    ii. সেতু নির্মাণ
    iii. ফ্লাইওভার নির্মাণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৩. রিনা কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে ঝিনুক সংগ্রহ করে পর্যটকদের নিকট বিক্রয় করে। এটি কোন শিল্পের অন্তর্ভূক্ত?
  • ক) প্রজনন শিল্পের
  • খ) সেবা শিল্পের
  • গ) নিষ্কাশন শিল্পের
  • ঘ) নির্মাণ শিল্পের
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৪. আইনগত পরিবেশ হল-
    i . আইন-শৃঙ্খলা
    i i . সার্বভৌমত্ব
    i i i . পরিবেশ সংরক্ষণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i
  • গ) i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৫. ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখা কোনটি?
  • ক) বাণিজ্য
  • খ) শিল্প
  • গ) সেবা
  • ঘ) উৎপাদন
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৬. নির্মাণ শিল্প হল-
    i . রাস্তাঘাট নির্মাণ
    i i . সেতু নির্মাণ
    i i i . বাঁধ নির্মাণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৭. ব্যবসায়ের প্রয়োজনে গড়ে ওঠে-
    i . নতুন নতুন শহর ও বন্দর
    i i . ছোট-বড় দোকান
    i i i . শিল্পকারখানা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৮. সম্পদ সংগ্রহকরণ, পণ্যদ্রব্য ও সেবাকর্মাদি উৎপাদন ও বন্টন এবং উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যকলাপ কী উদ্দেশ্যে সম্পাদিত হয়?
  • ক) ব্যবসায়ের উদ্দেশ্যে
  • খ) সমাজসেবার উদ্দেশ্যে
  • গ) মুনাফার উদ্দেশ্যে
  • ঘ) সরকারের নির্দেশে
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৯. মানুষের অভাব মোচনের উপকরণ ও সেবা কার্যাদির সরবরাহকে কেন্দ্র করে কিসের সূচনা হয়?
  • ক) বাণিজ্যের
  • খ) সভ্যতার
  • গ) কৃষিকাজের
  • ঘ) ব্যবসায়ের
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭০. মি. তাহের পারিবারিক পেশা ধরে রাখার জন্যে তাঁত শিল্পের কাজ চালিয়ে যান। তার কাজের মধ্যে সামাজিক পরিবেশের কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়?
  • ক) সংস্কৃতি
  • খ) ঐতিহ্য
  • গ) শিক্ষা
  • ঘ) প্রযুক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ১৭১. ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ কোনটি?
  • ক) মুনাফা অর্জন
  • খ) মানুষের অভাববোধ
  • গ) শিল্পবিপ্লব
  • ঘ) বাজার সৃষ্টি
  • সঠিক উত্তর: (খ)
    ১৭২. অর্থনৈতিক পরিবেশে কয়টি উপাদান বিদ্যমান?
  • ক) ৫টি
  • খ) ৭টি
  • গ) ৩টি
  • ঘ) ৪টি
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৩. রাজনৈতিক পরিবেশের উপাদান কয়টি?
  • ক) ৮ টি
  • খ) ৬ টি
  • গ) ৪ টি
  • ঘ) ২ টি
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৪. আইনশৃঙ্খলা কোন পরিবেশের অন্তর্গত?
  • ক) আইনগত পরিবেশ
  • খ) সামাজিক পরিবেশ
  • গ) অর্থনৈতিক পরিবেশ
  • ঘ) রাজনৈতিক পরিবেশ
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৫. গ্যাস, বিদ্যুৎ, পানি, হেস্টেল, রেস্টুরেন্ট প্রৃভৃতি উৎাদন ও সরবরাহ কাজে নিয়োজিত কোন শিল্প?
  • ক) উৎপাদন শিল্প
  • খ) সেবা শিল্প
  • গ) নির্মাণ শিল্প
  • ঘ) প্রজনন শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৬. ধান-চাল, হাঁস-মুরগী, ওষুধ ও বিউটি পার্লার ব্যবসায়ের অন্তর্ভূক্ত হবে যদি উদ্দেশ্য থাকে-
    i . জীবিকা নির্বাহ
    i i . উৎপাদন করা
    i i i . মুনাফা অর্জন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i i i
  • ঘ) i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৭. মুনাফার আশায় কৃষক কর্তৃক ধান চাষ গণ্য হবে-
  • ক) সেবা হিসেবে
  • খ) ব্যবসায় হিসেবে
  • গ) শিল্প হিসেবে
  • ঘ) বাণিজ্য হিসেবে
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৮. পরিবেশগত পরিবেশ হল-
    i . প্রযুক্তি শিক্ষা
    i i . কারিগরি শিক্ষা
    i i i . ব্যবহারিক শিক্ষা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i, i i ও i i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i ও i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৯. বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌছাতে সহায়তা করে থাকে-
    i. স্থানগত বাধা দূর করার মাধ্যমে
    i i. সামাজিক সহায়তা দানের মাধ্যমে
    i i i. অর্থগত বাধা দূর করার মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) I, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ১৮০. বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্ব-
  • ক) অপরিসীম
  • খ) অপরিহার্য
  • গ) অনস্বীকার্য
  • ঘ) দিন দিন বাড়ছে
  • সঠিক উত্তর: (খ)
    ১৮১. বাণিজ্য ব্যবসায়ের কী ধরণের শাখা?
  • ক) পণ্য উৎপাদনকারী
  • খ) পণ্য বন্টনকারী
  • গ) পণ্য সংরক্ষণকারী
  • ঘ) পণ্য প্রচারকারী
  • সঠিক উত্তর: (খ)
    ১৮২. কোনটির মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সম্ভব হবে?
  • ক) বিনিময় প্রথার মাধ্যমে
  • খ) ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে
  • গ) ব্যবসায়ের মাধ্যমে
  • ঘ) প্রত্যক্ষ সেবার মাধ্যমে
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৩. শিল্পকে কী হিসেবে বিবেচনা করা হয়?
  • ক) উৎপাদনের মাধ্যম
  • খ) ব্যবসায়ের মাধ্যম
  • গ) উৎপাদনের বাহন
  • ঘ) ব্যবসায়ের বাহন
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৪. মি. রফিক তার প্রসাধনী সামগ্রীর দোকানে ভোক্তাদের চাহিদা অনুযায়ী মাল রাখতে চান। �এক্ষেত্রে তিনি ভোক্তাদের কী যাচাই করবেন?
  • ক) নিষ্ঠা
  • খ) আয়
  • গ) মনোভাব
  • ঘ) সততা
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৫. দেশের শিল্প বিকাশে সহায়ক-
    i.কয়লা
    ii. চুনাপাথর
    iii. বনজ সম্পদ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৬. সুন্দরবন সংরক্ষণের জন্যে সরকার কিছু আইন প্রণয়ন করেছেন। সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
  • ক) সামাজিক
  • খ) আইনগত
  • গ) অর্থনৈতিক
  • ঘ) রাজনৈতিক
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত নয়?
  • ক) জাতি
  • খ) জলবায়ূ
  • গ) ভূমি
  • ঘ) প্রাকৃতিক সম্পদ
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৮. বাংলাদেশে অনুকূল ব্যবসায়িক পরিবেশ থাকা সত্ত্বেও ব্যবসা-বাণিজ্যে উন্নতি লাভ করতে ব্যর্থ হওয়ার জন্যে অধিক দায়ী-
    i.মাত্রাতিরিক্ত জনসংখ্যা
    ii. ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার
    iii. কৃষির প্রতি অধিক নির্ভরশীলতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৯. নিচের কোনটি সামাজিক গুরুত্বের অন্তর্গত?
  • ক) শিল্প-সংস্কৃতির বিকাশ
  • খ) জাতীয় সম্পদ বৃদ্ধি
  • গ) ব্যক্তিগত আয় বৃদ্ধি
  • ঘ) মূলধন গঠন
  • সঠিক উত্তর: (ক)
    ১৯০. ব্যবসায় ব্যবস্থার উন্নতি নির্ভর করে কিসের ওপর?
  • ক) ব্যবসায়িক পরিবেশের
  • খ) বৈশ্বিক পরিবেশের
  • গ) স্থিতিশীল পরিবেশের
  • ঘ) অস্থিতিশীল পরিবেশের
  • সঠিক উত্তর: (ক)
    ১৯১. ব্যবসায় কার্যক্রমের উদ্ভব ঘটে-
    i . অর্থনৈতিক কর্মকান্ডকে ঘিরে
    i i . লেনদেনকে ঘিরে
    i i i . সংস্কৃতিকে ঘিরে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ১৯২. নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
  • ক) মূলধন
  • খ) জলবায়ূ
  • গ) ভূমি
  • ঘ) সরকার
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৩. কত খ্রিষ্টাব্দ পর্যন্ত চট্টগ্রামের জাহাজ নির্মাণ কারখানা নিজেদের প্রভাব অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছিল?
  • ক) ১৮২৫
  • খ) ১৮৫০
  • গ) ১৮৭৫
  • ঘ) ১৯০০
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৪. পরিবহন কোন ধরণের উপযোগ সৃষ্টি করে?
  • ক) কালগত
  • খ) স্বত্বগত
  • গ) ঝুঁকিগত
  • ঘ) স্থানগত
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৫. আমাদের এদেশ চিরকাল কী জন্য বিখ্যাত ছিল?
  • ক) বাণিজ্য
  • খ) শিল্প
  • গ) চাকরি
  • ঘ) কৃষি
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৬. ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্যে প্রয়োজনীয় কোন সম্পদ এদেশে বিদ্যমান?
  • ক) খনিজ তেল
  • খ) চুনাপাথর
  • গ) প্রাকৃতিক গ্যাস
  • ঘ) বিদ্যুৎ
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৭. বর্তমানে বাংলাদেশের কোন শাড়ি বিশ্বে বাসীর দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে?
  • ক) সিল্ক
  • খ) জামদানি
  • গ) টাঙ্গাইল
  • ঘ) সুতি
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৮. বাংলাদেশ একটি-
    i . কৃষিনির্ভর রাষ্ট্র
    i i . উন্নয়নশীল রাষ্ট্র
    i i i . ব্যবসায়নির্ভর রাষ্ট্র
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i ও i i
  • ঘ) i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ১৯৯. এটিএম এর পূর্ণরূপ কী?
  • ক) অটোমেটিক টেলার মেশিন
  • খ) অটোমেটিক টেলার মানি
  • গ) অটোমেটিভ টেলার মেশিন
  • ঘ) অটোমেটো টেলার মানি
  • সঠিক উত্তর: (গ)
    ২০০. নিচের কোনটি ব্যবসায়ের ধারার আওতাভুক্ত নয়?
  • ক) প্রাচীন যুগ
  • খ) মধ্যযুগ
  • গ) আধুনিক যুগ
  • ঘ) অত্যাধুনিক যুগ
  • সঠিক উত্তর: (ক)
    ২০১. শিল্প বিপ্লব ও বিভিন্ন শিল্পকারকানার বিকাশ ঘটে কোন যুগে?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্যযুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) অত্যাধুনিক যুগে
  • সঠিক উত্তর: (গ)
    ২০২. অর্থনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত হলো-
    হাঁস-মুরগী বিক্রয়
    ঔষধ বিক্রয়
    বিউটি পার্লার পরিচালনা করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৩. ব্যবসায় সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে-
    i.অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা
    ii. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা
    iii. সরকারের পৃষ্ঠপোষকতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৪. কোন শিল্পের উৎপাদন সামগ্রী পুণরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়?
  • ক) প্রজনন
  • খ) নিষ্কাশন
  • গ) নির্মাণ
  • ঘ) উৎপাদন
  • সঠিক উত্তর: (ক)
    ২০৫. ব্যবসায়ের বহির্ভূত হলো-
    i . পরিবারের সদস্যদের জন্যে খাদ্য উৎপাদন
    i i . মুনাফার আশায় ধান চাষ করা
    i i i . পরিবারের সদস্যদের জন্যে সবজি চাষ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ২০৬. কোনটি অর্থ উপার্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত?
  • ক) কৃষিক্ষেত
  • খ) মুদির দোকান
  • গ) স্টেশনারির দোকান
  • ঘ) আইন চেম্বার
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৭. শিল্পনীতি ও বাণিজ্যনীতি কোন পরিবেশের অন্তর্ভূক্ত?
  • ক) প্রাকৃতিক
  • খ) অর্থনৈতিক
  • গ) সামাজিক
  • ঘ) রাজনৈতিক
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৮. ভূপ্রকৃতি, জলবায়ূ, নদনদী, পাহাড়, বনভূমি, জাতি,ধর্ম, শিক্ষা ইত্যাদি পরিবেশের কোন ধরণের উপাদান?
  • ক) আবশ্যিক
  • খ) অপরিহার্য
  • গ) পারিপার্শ্বিক
  • ঘ) প্রয়োজনীয়
  • সঠিক উত্তর: (গ)
    ২০৯. লিমন মহাসড়কের পাশে জমি কিনলেন ভবিষ্যতে দাম বৃদ্ধির আশায়। এ ধরণের সিদ্ধান্ত উদ্যোক্তার কোন গুণ প্রকাশ করে?
  • ক) সৃজনশীলতা
  • খ) দূরদর্শিতা
  • গ) সততা
  • ঘ) পরিশ্রম
  • সঠিক উত্তর: (খ)
    ২১০. কোনটি উৎপাদিত পণ্যের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করে?
  • ক) প্রযুক্তিগত উন্নয়ন
  • খ) অনুকূল শিল্পনীতি
  • গ) দক্ষ শ্রমিক
  • ঘ) মূলধন
  • সঠিক উত্তর: (ক)
    ২১১. যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয়, তাকে কী বলে?
  • ক) বাণিজ্য
  • খ) প্রত্যক্ষ সেবা
  • গ) শিল্প
  • ঘ) পরিবহন
  • সঠিক উত্তর: (গ)
    ২১২. কোন কর্মকান্ডের ব্যর্থতার জন্যে মুদ্রার প্রচলন হয়?
  • ক) পণ্য উন্নয়ন
  • খ) পণ্য উৎপাদন
  • গ) পণ্য বন্টন
  • ঘ) পণ্য বিনিময়
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৩. জনসংখ্যা সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের প্রেক্ষাপটে এর ভালো দিক হলো-
    i.সস্তায় জনশক্তি সরবরাহ নিশ্চিত করেছে
    ii. পণ্য ও সেবার ব্যাপক বাজার সৃষ্টি করেছে
    iii. বিদেশে জনশক্তি রপ্তানি সুযোগ সৃষ্টি করেছে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৪. মানুষের অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ার কারণ কী?
  • ক) মুনাফা
  • খ) অভাব
  • গ) প্রয়োজন
  • ঘ) চাহিদা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২১৫. গুদামজাতকরণ বাণিজ্যে-
  • ক) সময়গত বাধা দূর করে
  • খ) স্থানগত বাধা দূর করে
  • গ) ঝুঁকিগত বাধা দূর করে
  • ঘ) অর্থ সংক্রান্ত বাধা দূর করে
  • সঠিক উত্তর: (ক)
    ২১৬. কোন বন্দরকে Porto Grando নামে অভিহিত করা হতো?
  • ক) চট্টগ্রাম
  • খ) খুলনা
  • গ) কলিকাতা
  • ঘ) সপ্তগ্রাম
  • সঠিক উত্তর: (ক)
    ২১৭. দেশের অর্থনীতিতে প্রতি বছর বেড়েই চলেছে-
    i.শিল্পের অবদান
    ii. বাণিজ্যের অবদান
    iii. বিমার অবদান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২১৮. ক্ষুদ্র বন্দর বলতে বোঝায়-
  • ক) Porto Grando
  • খ) Porto Graham
  • গ) Porto Piqueno
  • ঘ) Porto Phonetic
  • সঠিক উত্তর: (গ)
    ২১৯. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা-
    i.প্রাচীন যুগ
    ii. মধ্য যুগ
    iii. আধুনিক যুগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২০. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়-
    i . মানুষের জীবনধারা ও আচার-আচরণ
    i i . শিক্ষা, সংস্কৃতিও অর্থনীতি
    i i i . ব্যবসায়বাণিজ্য ও শিল্প
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২১. একটি অঞ্চলের জলবায়ূ, ভূমি ও প্রাকৃতিক সম্পদাদি মিলে কী সৃষ্টি হয়?
  • ক) অর্থনৈতিক পরিবেশ
  • খ) সামাজিক পরিবেশ
  • গ) ব্যবসায়িক পরিবেশ
  • ঘ) প্রাকৃতিক পরিবেশ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২২. মসলিন কাপড়ের জন্যে কোন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
  • ক) সোনারগাঁও
  • খ) ঢাকা
  • গ) রাজশাহী
  • ঘ) নারায়নগঞ্জ
  • সঠিক উত্তর: (ক)
    ২২৩. সমুদ্রগামী জাহাজ কোন দেশে নির্মিত হতো?
  • ক) ইউরোপ
  • খ) আমেরিকা
  • গ) বাংলাদেশ
  • ঘ) আরব
  • সঠিক উত্তর: (গ)
    ২২৪. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়-
    i . মানুষের জীবনধারা ও আচার-আচরণ
    i i . শিক্ষা,সংস্কৃতি ও অর্থনীতি
    i i i . ব্যবসায়-বাণিজ্য ও শিল্প
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৫. প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি-
  • ক) অপরিহার্য শাখা
  • খ) প্রয়োজনীয় শাখা
  • গ) অনস্বীকার্য শাখা
  • ঘ) গুরুত্বপূর্ণ শাখা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৬. বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত-
    i . ভাগীরথী নদীর মাধ্যমে
    i i . সরস্বতী খালের মাধ্যমে
    i i i . পদ্মা নদীর মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ২২৭. যেকোন দেশে ব্যবসায়ের অবদান রয়েছে-
    i . অর্থনৈতিক উন্নয়নে
    i i . ধর্মীয় অনুভূতি তৈরিতে
    i i i . রাজনৈতিক উন্নয়নে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ২২৮. বাংলাদেশে ব্যবসায়-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে কীসের ব্যবহার আরও বৃদ্ধি করতে হবে?
  • ক) প্রযুক্তির
  • খ) দক্ষ শ্রমিকের
  • গ) মূলধনের
  • ঘ) দক্ষ উদ্যোক্তার
  • সঠিক উত্তর: (ক)
    ২২৯. ব্যবসায় বিশেষ অবদান রেখে চলছে-
    i.অর্থনৈতিক উন্নয়নে
    ii. সামাজিক উন্নয়নে
    iii. রাজনৈতিক উন্নয়নে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩০. কোনটি বৃদ্ধির কারণে দিন দিন অর্থনৈতিক কর্মকান্ডের আওতা বাড়ছে?
  • ক) চাহিদা
  • খ) উৎপাদন
  • গ) লেনদেন
  • ঘ) পণ্য বন্টন
  • সঠিক উত্তর: (ক)
    ২৩১. তৈরি পোশাক শিল্প বাংলাদেশের একটি সম্প্রসারণশীল শিল্প। এ শিল্পের উন্নয়নে যেসব অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের উপাদানের প্রভাব রয়েছে তার মধ্যে কোনটি বাংলাদেশকে বিদেশ থেকে আমদানি করতে হবে না?
  • ক) মূলধন বা পুঁজি
  • খ) প্রযুক্তি
  • গ) জনশক্তি
  • ঘ) শক্তি সম্পদ
  • সঠিক উত্তর: (গ)
    ২৩২. ইশতিয়াক মাদকদ্রব্য বিক্রয় করে বিত্তশালী হয়েছেন। তার কাজটি ব্যবসায় বহির্ভূত হওয়ার প্রধান� কারণ হলো-
  • ক) ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান
  • খ) বিক্রয়ের অভিপ্রায়
  • গ) আইনগত বৈধতার অভাব
  • ঘ) লেনদেনের পৌনঃপুনিকতার অভাব
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৩. প্রাচীনকালে ব্যবসায়িক কর্মকান্ড ছিল-
    i . পশুপালন, মৎস্য শিকার ও কৃষিকার্য
    i i . মৎস্য শিকার, কৃষিকার্য ও দ্রব্য বিনিময়
    i i i . স্বর্ণ , রৌপ্য, পাথর ব্যবহার ও ধাতব মুদ্রা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i ও i i i
  • গ) i i i
  • ঘ) i ও i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৪. মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কর্মকান্ড ব্যবসায় হিসেবে গণ্য হওয়ার পূর্বশর্ত হল-
    i. দেশের প্রচলিত আইনে বৈধ হওয়া
    i i . সুবিধাজনক স্থান নির্বাচন করা
    i i i . সঠিক উপায়ে পরিচালিত হওয়া
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও i i
  • গ) i ও i i i
  • ঘ) i i i
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৫. অসংখ্য নদী বিধৌত ও সমুদ্র বেষ্টিত হওয়ায় কোন শিল্প বিকাশের উপযুক্ত পরিবেশ এদেশে বিদ্যমান?
  • ক) পরিবহন
  • খ) মৎস্য
  • গ) কৃষি
  • ঘ) জাহাজ
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৬. বস্ত্র শিল্প কোন শিল্পের অন্তর্ভূক্ত ?
  • ক) নিষ্কাশন
  • খ) উৎপাদন
  • গ) নির্মাণ
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (খ)
    ২৩৭. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা বিভক্ত-
    i . প্রাচীন ও মধ্য
    i i . মধ্য ও প্রাগৈতিহাসিক
    i i i . মধ্য ও আধুনিক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i ও i i
  • ঘ) i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৮. কোনটি প্রাচীন যুগের কাজ?
  • ক) কৃষিকাজ
  • খ) সংগঠন সৃষ্টি
  • গ) বৃহদায়ন উৎপাদন
  • ঘ) বাজার সৃষ্টি
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৯. পানি থেকে বিদ্যুৎ উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?
  • ক) প্রজনন
  • খ) নিষ্কাশন
  • গ) উৎপাদন
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (খ)
    ২৪০. সেবা শিল্পের অন্তর্গত নয়-
    i . গ্যাস উত্তোলন
    i i . বিমান
    i i i . সেতু নির্মাণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i i
  • সঠিক উত্তর: (গ)
    ২৪১. ছোট-বড় দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা গড়ে উঠেছে কোন উপলব্ধি থেকে?
  • ক) ব্যবসায়ের অপরিহার্যতা
  • খ) ব্যবসায়ের প্রয়োজনীয়তা
  • গ) ব্যবসায়ের গুরুত্ব
  • ঘ) ব্যবসায়ের বাস্তবতা
  • সঠিক উত্তর: (খ)
    ২৪২. পর্তুগিজরা এদেশে কোন শতাব্দীতে এসে বাণিজ্য করতে আরম্ভ করেন?
  • ক) পঞ্চদশ
  • খ) ষোড়শ
  • গ) সপ্তদশ
  • ঘ) অষ্টাদশ
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৩. কোনটি আধুনিক যুগের কাজ?
  • ক) কাগজি নোটের প্রচলন
  • খ) বাজার ও শহর সৃষ্টি
  • গ) ব্যবসায় সংগঠনের উদ্ভব
  • ঘ) বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৪. ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন কোনটি?
  • ক) শিল্প বিপ্লব
  • খ) ধাতব মুদ্রার ব্যবহার
  • গ) দ্রব্য বিনিময়
  • ঘ) ব্যবসায় সংগঠনের উদ্ভব
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৫. ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্য হল-
    i . পণ্য ও সেবা উৎপাদন
    i i . পণ্য ও সেবা বন্টন
    i i i . উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যকলাপ সম্পাদন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৬. আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
  • ক) ২ ভাগে
  • খ) ৩ ভাগে
  • গ) ৪ ভাগে
  • ঘ) ৫ ভাগে
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৭. ব্যবসায়ের বহির্ভূত হলো-
    i.পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন
    ii. পরিবারের সদস্যদের জন্য হাঁস-মুরগী পালন
    iii. পরিবারের সদস্যদের জন্য সবজি চাষ করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৮. শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চুড়ান্ত পণ্যে রূপান্তর করাকে কী বলে?
  • ক) সেবা
  • খ) উৎপাদন
  • গ) নিষ্কাশন
  • ঘ) প্রজনন
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৯. সোনারগাঁও-এর মসলিন রপ্তানি হতো-
    i.ইউরোপে
    ii. আমেরিকায়
    iii. আফ্রিকায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৫০. প্রত্যক্ষ সেবার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
  • ক) পেশাগত শ্রম
  • খ) মানসিক শ্রম
  • গ) পেশাজীবী
  • ঘ) স্বাধীন পেশা
  • সঠিক উত্তর: (খ)
    ২৫১. সম্পদের সদ্ব্যবহার নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
  • ক) অর্থনৈতিক কর্মকান্ডের সাথে
  • খ) সামাজিক কর্মকান্ডের সাথে
  • গ) রাজনৈতিক কর্মকান্ডের সাথে
  • ঘ) সেবামূলক কর্মকান্ডের সাথে
  • সঠিক উত্তর: (ক)
    ২৫২. তিথি টেলিভিশনে বিজ্ঞাপন দেখে ফেয়ারনেস ক্রিম কিনতে আগ্রহী হলো। এক্ষেত্রে বিজ্ঞাপন তিথির কী বৃদ্ধি করে?
  • ক) জ্ঞান
  • খ) বুদ্ধি
  • গ) মেধা
  • ঘ) কৌশল
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৩. যে কাজের মাধ্যমে পণ্যের মালিকানা পরিবর্তন হয় তা হলো-
    i . ক্রয়
    i i . বিক্রয়
    i i i . উৎপাদন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i i i
  • ঘ) i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৪. Porto Grando এর অর্থ কী?
  • ক) বৃহৎ বন্দর
  • খ) ক্ষুদ্র বন্দর
  • গ) বৃহৎ জাহাজ
  • ঘ) ক্ষুদ্র জাহাজ
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৫. বাংলাদেশের বন্ধ পাটকল চালুকরণের জন্যে মূলধন সরবরাহ করা হয়েছে। এর পেছনে কাজ করেছে-
    i.বিদেশে বাজার সৃষ্টি
    ii. শিল্প নীতি
    iii. সরকারি নীতিমালা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৬. পণ্যদ্রব্যের ক্রয়-বিক্রয়ের কার্য যথার্থভাবে সম্পাদনের জন্যে কয়টি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  • ক) ৩টি
  • খ) ৪টি
  • গ) ৫টি
  • ঘ) ৬টি
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৭. একসময় এদেশের বানিজ্যে প্রতিযোগিতা চলত-
    i . তাম্রলিপ্তের সাথে
    i i . সপ্তগ্রামের সাথে
    i i i . হরপ্পার সাথে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ২৫৮. জনাব সপনের ঢাকার ইস্টার্ণ প্লাজায় একটি জুয়েলারি দোকান রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবরোধের কারণে তিনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কোন ধরণের পরিবেশ তার ব্যবসায়কে প্রভাবিত করেছে?
  • ক) আইনগত পরিবেশ
  • খ) অর্থনৈতিক পরিবেশ
  • গ) রাজনৈতিক পরিবেশ
  • ঘ) প্রযুক্তিগত পরিবেশ
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৯. ব্যবসায়ের প্রাচীন যুগের নিদর্শণ কোনটি?
  • ক) মৎস্য শিকার
  • খ) শামুক ব্যবহার
  • গ) পাথর ব্যবহার
  • ঘ) ধাতব মুদ্রা ব্যবহার
  • সঠিক উত্তর: (ক)
    ২৬০. ব্যবসায়ের অনিশ্চয়তামূলক বৈশিষ্ট্য কোনটি?
  • ক) আয়
  • খ) ব্যয়
  • গ) ঝুঁকি
  • ঘ) লেনদেন
  • সঠিক উত্তর: (গ)
    ২৬১. প্রাকৃতিক পরিবেশের উপাদান-
    i . জলবায়ূ
    i i . প্রাকৃতিক সম্পদ
    i i i . আকাশ, চন্দ্র ইত্যাদি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i i i
  • ঘ) i ও i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬২. ব্যাংকিং কোন শিল্পের অন্তর্গত?
  • ক) নিষ্কাশন
  • খ) নির্মাণ
  • গ) উৎপাদন
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৩. রাস্তা-ঘাট তৈরী কোন শিল্পের অন্তর্গত?
  • ক) সেবা
  • খ) প্রজনন
  • গ) উৎপাদন
  • ঘ) নির্মাণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৪. অডিট ফার্ম কোন ব্যবসায়ের উদাহরণ?
  • ক) শিল্প
  • খ) বাণিজ্য
  • গ) প্রত্যক্ষ সেবা
  • ঘ) শিক্ষামূলক
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৫. পর্তুগিজরা কোন স্থানকে বৃহৎ বন্দর নামে অভিহিত করেন?
  • ক) নারায়নগঞ্জ
  • খ) তাম্রলিপ্ত
  • গ) চট্টগ্রাম
  • ঘ) সপ্তগ্রাম
  • সঠিক উত্তর: (গ)
    ২৬৬. অর্থনৈতিক কাজের অন্তর্ভূক্ত-
    i.ধান-চালের ব্যবসায়
    ii. হাঁস-মুরগির খামার
    iii. ঔষধের দোকান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৭. দেশীয় শিল্পীর কর্তৃত্বে জাহাজ নির্মাণ কারখানা ছিল-
    i . হালিশহর ও পতেঙ্গা
    i i . রামু ও কুতুবদিয়া
    i i i . সেন্টমান্টিন ও মহেশখালী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i i i
  • ঘ) i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ২৬৮. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা বন্টন কাজকে কী বলে?
  • ক) উৎপাদন
  • খ) শিল্প
  • গ) ব্যবসায়
  • ঘ) বাণিজ্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৬৯. পোলট্রি ফার্ম কোন ধরণের শিল্প?
  • ক) প্রজনন
  • খ) নিষ্কাশন
  • গ) উৎপাদন
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (ক)
    ২৭০. গ্যাস উৎপাদন কোন ধরণের শিল্প?
  • ক) উৎপাদন
  • খ) নির্মাণ
  • গ) নিষ্কাশন
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৭১. বাণিজ্য কী?
  • ক) ব্যবসায়ের একটি শাখা
  • খ) শিল্পের একটি শাখা
  • গ) বিজ্ঞাপনের একটি শাখা
  • ঘ) বন্টনের একটি শাখা
  • সঠিক উত্তর: (ক)
    ২৭২. জনগণের ধর্মীয় বিশ্বাস, ধ্যান-ধারণা, শিক্ষা-দীক্ষা ও আচার-আচরণের মাধ্যমে কোন ধরণের পরিবেশের সৃষ্টি হয়?
  • ক) রাজনৈতিক
  • খ) সামাজিক
  • গ) অর্থনৈতিক
  • ঘ) প্রাকৃতিক
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৩. কোনটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার?
  • ক) আত্মকর্মসংস্থান
  • খ) আমদানি-রপ্তানি
  • গ) ব্যবসায়-বাণিজ্য
  • ঘ) সম্পদের সুষ্ঠু ব্যবহার
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৪. বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটি ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি-
  • ক) তেমন শক্ত নয়
  • খ) খুব শক্ত
  • গ) তেমন সুদৃঢ় নয়
  • ঘ) খুব সুদৃঢ়
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৫. মানুষ প্রথমত কোন কারণে অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত হয়?
  • ক) ভোক্তা সন্তুষ্টি অর্জনের জন্য
  • খ) অভাব পূরণের জন্য
  • গ) সুনাম অর্জনের জন্য
  • ঘ) দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৬. মূলত ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করে কেন?
  • ক) ব্যবসায় বৃদ্ধির জন্য
  • খ) সম্পদ বৃদ্ধির জন্য
  • গ) মুনাফা অর্জনের জন্য
  • ঘ) কর্মসংস্থান বৃদ্ধির জন্য
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৭. মানুষের অর্থনৈতিক আওতা বৃদ্ধির সাথে সাথে কী বাড়তে থাকে?
  • ক) উৎপাদন
  • খ) মুনাফা
  • গ) চাহিদা
  • ঘ) যোগান
  • সঠিক উত্তর: (গ)
    ২৭৮. কোনটি ব্যবসার উৎপত্তির মূল কারণ?
  • ক) প্রয়োজনবোধ
  • খ) অভাববোধ
  • গ) চাহিদাবোধ
  • ঘ) দায়বোধ
  • সঠিক উত্তর: (খ)
    ২৭৯. বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে-
    i. অভাব পূরণ করা যায়
    i i. অর্থ উপার্জন প্রচেষ্টায় জড়িত হওয়া যায়
    i i i. সভ্যতার বিকাশ ঘটানো যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ২৮০. ব্যবসায় কোন ধরণের কর্মকান্ড?
  • ক) ব্যক্তিগত
  • খ) পারিবারিক
  • গ) অর্থনৈতিক
  • ঘ) সামাজিক
  • সঠিক উত্তর: (গ)
    ২৮১. নার্সারি কোন শিল্পের অন্তর্গত?
  • ক) নিষ্কাশন শিল্প
  • খ) নির্মাণ শিল্প
  • গ) প্রজনন শিল্প
  • ঘ) উৎপাদন শিল্প
  • সঠিক উত্তর: (গ)
    ২৮২. শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর ক্ষেত্রে সংঘটিত বাঁধা দূর করে কোনটি?
  • ক) বাণিজ্য
  • খ) পরিবহন
  • গ) বিজ্ঞাপন
  • ঘ) গুদামজাতকরণ
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৩. বিদ্যুৎ শিল্প একটি-
  • ক) নিষ্কাশন শিল্প
  • খ) উৎপাদন শিল্প
  • গ) সেবা শিল্প
  • ঘ) কোনটি নয়
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৪. প্রাচীনকালে আরবগণ দলে দলে এদেশে আগমন করেছিল কেন?
  • ক) মসলিন কাপড়ের জন্যে
  • খ) জাহাজ শিল্পের জন্যে
  • গ) বাণিজ্যের খ্যাতির জন্যে
  • ঘ) খাদ্যশস্যের জন্যে
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৫. সামাজিক পরিবেশের বহির্ভূত উপাদান কোনটি?
  • ক) মানবসম্পদ
  • খ) ঐতিহ্য
  • গ) জাতি
  • ঘ) নদনদী
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৮৬. যে প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ূ হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে কী বলে?
  • ক) প্রজনন শিল্প
  • খ) নিষ্কাশন শিল্প
  • গ) নির্মাণ শিল্প
  • ঘ) উৎপাদন শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ২৮৭. পণ্য বন্টনের পথে বাণিজ্যকে কয়টি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়?
  • ক) ৬
  • খ) ৭
  • গ) ৮
  • ঘ) ৯
  • সঠিক উত্তর: (ক)
    ২৮৮. কেনা বেচার কাজ সম্প্রসারণের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়-
    i . প্রাচীন যুগে
    i i . মধ্য যুগে
    i i i . আধুনিক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ২৮৯. প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের মাধ্যমে কী সৃষ্টি হয়?
  • ক) সামাজিক পরিবেশ
  • খ) ব্যবসায়িক পরিবেশ
  • গ) রাজনৈতিক পরিবেশ
  • ঘ) অর্থনৈতিক পরিবেশ
  • সঠিক উত্তর: (খ)
    ২৯০. ‘আইনগত পরিবেশ’- পরিবেশের কততম উপাদান?
  • ক) দ্বিতীয়
  • খ) চতুর্থ
  • গ) পঞ্চম
  • ঘ) তৃতীয়
  • সঠিক উত্তর: (গ)
    ২৯১. ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করেন কেন?
  • ক) মুনাফার আশায়
  • খ) সম্পদ বৃদ্ধি করতে
  • গ) ব্যবসায় বাড়াতে
  • ঘ) কর্মসংস্থান তৈরি করতে
  • সঠিক উত্তর: (ক)
    ২৯২. কোনটির মাধ্যমে গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটানো যাবে?
  • ক) কাঁচামালের সদ্ব্যবহার
  • খ) মূলধনের প্রাচুর্যতা
  • গ) ব্যবসায়
  • ঘ) সামাজিক কর্মকান্ড
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৩. পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরকে কী নামে অভিহিত করে?
  • ক) Port City
  • খ) Porto Piqueno
  • গ) Porto Grando
  • ঘ) Port Area
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৪. একটি সমাজ বা জাতির সমৃদ্ধির জন্য কিসের অবদান সবচেয়ে বেশি?
  • ক) ঐতিহ্য
  • খ) সংস্কৃতি
  • গ) চাকরি
  • ঘ) ব্যবসায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৫. যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলি, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেসব উপাদানের সমষ্টিকে কী বলে?
  • ক) সামাজিক পরিবেশ
  • খ) ব্যবসায়িক পরিবেশ
  • গ) বাণিজ্যিক পরিবেশ
  • ঘ) অর্থনৈতিক পরিবেশ
  • সঠিক উত্তর: (খ)
    ২৯৬. পেশাগত শ্রম বিনিময় করার কারণ হলো-
    i.অর্থোপার্জন
    ii. গ্রাহক সন্তুষ্টি
    iii. স্বাধীন পেশা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৯৭. কীভাবে দেশের ব্যবসায় বণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়?
    i . পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে
    i i . শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারের মাধ্যমে
    i i i . শিল্প ও বিনিয়োগবান্ধব আইন প্রণয়নের মাধ্যমে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৮. নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত?
  • ক) সঞ্চয়
  • খ) বিনিয়োগ
  • গ) ভূমি
  • ঘ) মূলধন
  • সঠিক উত্তর: (গ)
    ২৯৯. কোন কারণে আধুনিক যুগে সারা বিশ্বে একসাথে প্রচারণা চালানো সম্ভব হয়েছে?
  • ক) ফোনের
  • খ) চিঠির
  • গ) ব্যবসায়ের
  • ঘ) তথ্য প্রযুক্তির
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০০. দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে আসে-
    i . স্বর্ণ-রৌপ্যের মুদ্রা
    i i . কাগজি মুদ্রা
    i i i . পিতলের মুদ্রা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০১. কোন ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়?
  • ক) ভেজাল
  • খ) শ্রমিক অসন্তোষ
  • গ) দূর্নীতি
  • ঘ) অস্থিতিশীল রাজনীতি
  • সঠিক উত্তর: (গ)
    ৩০২. এস. কেমিক্যাল প্রাইভেট লি. তার উৎপাদিত প্রসাধনী সামগ্রীর অধিক বিক্রয়ের আশায় বিনামূল্যে পণ্য বিতরণ করলেন। এক্ষেত্রে তিনি বাণিজ্যের কোন উপাদানটির সহায়তা নেন?
  • ক) পরিবহন
  • খ) বিজ্ঞাপন
  • গ) পণ্য বিনিময়
  • ঘ) গুদামজাতকরণ
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৩. আমাদের দেশে শিল্প বা ব্যবসায় স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিমাণে কী বিদ্যমান রয়েছে?�
  • ক) তেল
  • খ) গ্যাস
  • গ) কয়লা
  • ঘ) খনিজ সম্পদ
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৪. আধুনিক ব্যবসায়কে কয়ভাগে ভাগ করা হয়েছে?
  • ক) পাঁচ
  • খ) তিন
  • গ) সাত
  • ঘ) চার
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৫. আমাদের দেশের কোন পথ ব্যবসায়ের জন্যে প্রসিদ্ধ ছিল?
  • ক) স্থল
  • খ) জল
  • গ) আকাশ
  • ঘ) রেল
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৬. অর্থ সংক্রান্ত বাধা দূর করে কোনটি?
  • ক) গুদামজাতকরণ
  • খ) বিমা
  • গ) ব্যাংকিং
  • ঘ) বিজ্ঞাপন
  • সঠিক উত্তর: (গ)
    ৩০৭. ব্যবসায়ের ক্ষেত্রে তথ্যগত বাধা দূর করা যায় কোনটির মাধ্যমে?
  • ক) পণ্য বিনিময়
  • খ) পরিবহন
  • গ) ব্যাংকিং
  • ঘ) বিজ্ঞাপন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩০৮. ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি?
  • ক) সার্বভৌমত্ব
  • খ) শিল্প আইন
  • গ) আন্তর্জাতিক সম্পর্ক
  • ঘ) সরকারি নীতিমালা
  • সঠিক উত্তর: (খ)
    ৩০৯. বিউটি পার্লার একটি-
  • ক) সামাজিক কাজ
  • খ) সেবামূলক কাজ
  • গ) অর্থনৈতিক কাজ
  • ঘ) ঐতিহ্যগত কাজ
  • সঠিক উত্তর: (গ)
    ৩১০. সোনারগাঁও কিসের জন্য বিখ্যাত ছিল?
  • ক) তাঁত শিল্পের জন্য
  • খ) মসলিন কাপড়ের জন্য
  • গ) কুটির শিল্পের জন্য
  • ঘ) জামদানি শাড়ির জন্য
  • সঠিক উত্তর: (খ)
    ৩১১. সেতু নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?
  • ক) সেবা শিল্প
  • খ) প্রজনন শিল্প
  • গ) নির্মাণ শিল্প
  • ঘ) উৎপাদন শিল্প
  • সঠিক উত্তর: (গ)
    ৩১২. আসলাম একজন পোশাক ডিজাইনার। তিনি প্রত্যেক ঈদে নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসেন। তিনি মূলত কোন কাজটি করেন?
  • ক) সম্পদের সুষ্ঠু ব্যবহার
  • খ) পুঁজির সদ্ব্যবহার
  • গ) উদ্ভাবন ও উন্নয়ন
  • ঘ) চাহিদামাফিক পণ্য সরবরাহ
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৩. প্রজনন শিল্পের অন্তর্গত-
    i . তুলা থেকে বস্ত্র তৈরি
    i i . নার্সারি তৈরি
    i i i . হ্যাচারিতে পণ্য উৎপাদন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩১৪. মুনাফার আশায় ধান-চাল, হাঁস-মুরগি ও ফার্মেসী এবং বিউটি পার্লার পরিচালনা-
  • ক) উৎপাদনমূলক কর্মকান্ড
  • খ) প্রত্যক্ষ সেবা
  • গ) অর্থনৈতিক কর্মকান্ড
  • ঘ) সব কয়টি
  • সঠিক উত্তর: (গ)
    ৩১৫. ঔষধ বিক্রয় কোন ধরণের কাজ?
  • ক) সামাজিক কাজ
  • খ) অর্থনৈতিক কাজ
  • গ) পারিবারিক কাজ
  • ঘ) সেবামূলক কাজ
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৬. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত?
  • ক) ধর্মীয় বিশ্বাস
  • খ) নদনদী
  • গ) ঐতিহ্য
  • ঘ) শিক্ষা ও সংস্কৃতি
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৭. রাজনৈতিক পরিবেশের উপাদান কোনটি?
  • ক) শিক্ষা
  • খ) সরকার
  • গ) জনসংখ্যা
  • ঘ) বিজ্ঞান ও প্রযুক্তি
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৮. কোনটি ব্যবসায়ের আওতায় পড়ে?
  • ক) কালভার্ট বা পুল স্থাপন স্থাপন
  • খ) ঠিকাদার কর্তৃক বিদ্যালয় স্থাপন
  • গ) ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন
  • ঘ) মালিক কর্তৃক ইমারত তৈরি
  • সঠিক উত্তর: (খ)
    ৩১৯. শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাকে কী বলে?
  • ক) প্রজনন শিল্প
  • খ) নিষ্কাশন শিল্প
  • গ) নির্মাণ শিল্প
  • ঘ) উৎপাদন শিল্প
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২০. সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলা হয়?
  • ক) বাণিজ্য
  • খ) ব্যবসায়
  • গ) শিল্প
  • ঘ) প্রত্যক্ষ সেবা
  • সঠিক উত্তর: (খ)
    ৩২১. সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে-
    i.ব্যবসা-বাণিজ্যে অনুকুল পরিবেশ তৈরিতে
    ii. শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে
    iii. রাজনীতির অনুকূল পরিবেশ তৈরিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩২২. প্রযুক্তিগত পরিবেশের উপাদান কয়টি?
  • ক) ৪ টি
  • খ) ৬ টি
  • গ) ৩ টি
  • ঘ) ৮ টি
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৩. মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলে?
  • ক) ব্যবসায়
  • খ) শিল্প
  • গ) বাণিজ্য
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (ক)
    ৩২৪. খনিজ শিল্প একটি-
  • ক) প্রজনন শিল্প
  • খ) নির্মাণ শিল্প
  • গ) উৎপাদন শিল্প
  • ঘ) নিষ্কাশন শিল্প
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৫. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্যযুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) অত্যাধুনিক যুগে
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৬. ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে কোনটি?
    i . অর্থ ও ব্যাংকিং ব্যবসা
    i i . শিল্প, সাহিত্য ও ঐতিহ্য
    i i i . জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ৩২৭. ব্যবসায়ের নৈতিকতা জড়িত-
    i.রাষ্ট্রের আইনকানুন
    ii. সামাজিক রীতিনীতি
    iii. ধর্মীয় অনুশাসন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২৮. নিচের কোনটি অর্থনৈতিক গুরুত্বের অন্তর্গত?
  • ক) পণ্য ও সেবার যোগান
  • খ) বেকার সমস্যার সমাধান
  • গ) ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি
  • ঘ) সম্পদের উন্নয়ন
  • সঠিক উত্তর: (গ)
    ৩২৯. শিক্ষা ও সংস্কৃতি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
  • ক) সামাজিক
  • খ) রাজনৈতিক
  • গ) আইনগত
  • ঘ) প্রাকৃতিক
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩০. জীবিকানির্বাহ ও মুনাফার আশায় পরিচালিত অর্থনৈতিক কর্মকন্ডকে কী বলে?
  • ক) ব্যবসায়
  • খ) বাণিজ্য
  • গ) শিল্প
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩১. মধ্য যুগে প্রচলন ঘটে-
    i . কাগজি মুদ্রার
    i i . বাজার ও শহরের
    i i i . বৃহদায়তন উৎপাদনের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩২. বাংলাদেশে আইনগত পরিবেশের অনেকগুলো উপাদান কেমন?
  • ক) পুরাতন
  • খ) নতুন
  • গ) বেশ পুরাতন
  • ঘ) বেশ নতুন
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৩. কোনো দেশের সরকার, আইন ও রাজনৈতিক অবস্থার সমন্বয়ে সৃষ্টি হয়-
  • ক) রাজনৈতিক পরিবেশ
  • খ) সামাজিক পরিবেশ
  • গ) অর্থনৈতিক পরিবেশ
  • ঘ) মানবিক পরিবেশ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৪. ভূ-প্রকৃতি, জলবায়ু, নদ-নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি পরিবেশের কোন ধরণের উপাদান?
  • ক) আবশ্যিক
  • খ) অপরিহার্য
  • গ) পারিপার্শ্বিক
  • ঘ) প্রয়োজনীয়
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৫. এদেশের বাণিজ্যের সাথে প্রতিযোগিতা চলতো-
    i.তাম্রলিপ্তের
    ii. সপ্তগ্রামের 
    iii. সুবর্ণগ্রামের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৩৬. শিল্পবিপ্লব কোন যুগের অন্তর্গত?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্যযুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) বিনিময় যুগে
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত?
  • ক) সঞ্চয়
  • খ) বিনিয়োগ
  • গ) মূলধন
  • ঘ) জলবায়ূ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩৮. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা কোন ব্যবসায় পরিবেশের উপাদান?
  • ক) প্রাকৃতিক
  • খ) অর্থনৈতিক
  • গ) সামাজিক
  • ঘ) রাজনৈতিক
  • সঠিক উত্তর: (খ)
    ৩৩৯. নিচের কোনটি সামাজিক পরিবেশের উপাদান?
  • ক) অর্থ
  • খ) জলবায়ূ
  • গ) সরকার
  • ঘ) জাতি
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪০. ব্যবসায় উন্নয়ন ঘটায়-
    i.গবেষণার
    ii. সৃজনশীল কাজের
    iii. শিল্পের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪১. এদেশ নদী ও সমুদ্রবেষ্টিত হওয়ায় কোন শিল্প বিকাশে উপযুক্ত পরিবেশ রয়েছে?
  • ক) পাট শিল্প
  • খ) মৎস্য শিল্প
  • গ) বন শিল্প
  • ঘ) কুটির শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪২. মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি অর্থনীতিতে প্রভাবিত হয় কীসের দ্বারা?
  • ক) ব্যবসায়ী পরিবেশ
  • খ) বৈশ্বিক পরিবেশ
  • গ) স্থিতিশীল পরিবেশ
  • ঘ) অস্থিতিশীল পরিবেশ
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৩. আধুনিক যুগে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমগুলো হলো-
    i.পিডিএ স্মার্ট ফোন
    ii. ল্যাপটপ
    iii. ব্যাংক
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও ii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৩৪৪. বাণিজ্যের বিভিন্ন কর্মকান্ডকে কী বলে অভিহিত করা হয়?
  • ক) ব্যবসায় টু ব্যবসায়
  • খ) বাণিজ্য টু বাণিজ্য
  • গ) শিল্প টু শিল্প
  • ঘ) ব্যবসায় টু বাণিজ্য
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৫. সেতু, বাঁধ, ইমারত প্রভৃতি নির্মাণ কার্যাদি-
  • ক) নির্মাণ শিল্প
  • খ) গঠনমূলক শিল্প
  • গ) নিষ্কাশন শিল্প
  • ঘ) সেবা পরিবেশক শিল্প
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৬. অতীতকাল থেকে আজ পর্যন্ত জামদানি শাড়ির কদর বিদ্যমান। এটি সামাজিক পরিবেশের কোন উপাদানের ফলাফল?
  • ক) সংস্কৃতি
  • খ) প্রযুক্তি
  • গ) ঐতিহ্য
  • ঘ) বিজ্ঞান
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪৭. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ মৌলিক দিক কোনটি?
  • ক) উপযোগ সৃষ্টি
  • খ) উৎপাদন বৃদ্ধি
  • গ) পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি
  • ঘ) নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪৮. ব্যবসায়ের মাধ্যমে সহজ হয়-
    i . সম্পদের যথাযথ ব্যবহার
    i i . দেশের অর্থনৈতিক উন্নয়ন
    i i i . তেল ও গ্যাস উত্তোলন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৩৪৯. জনাব সুমন তার গ্রামের কৃষকদের উৎপাদিত সবজি ক্রয় করে তা শহরে এনে বিক্রয় করেন। এটি কোন কাজের সাথে জড়িত?
  • ক) ব্যবসার
  • খ) শিল্প
  • গ) বাণিজ্য
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫০. কুড়িল ফ্লাইওভার তৈরি কোন শিল্পের অন্তর্গত?
  • ক) সেবা
  • খ) উৎপাদন
  • গ) নিষ্কাশন
  • ঘ) নির্মাণ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫১. হ্যাচারি কোন শিল্পের অন্তর্গত?
  • ক) প্রজনন শিল্প
  • খ) নির্মাণ শিল্প
  • গ) উৎপাদন শিল্প
  • ঘ) নিষ্কাশন শিল্প
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫২. আইনের পরামর্শ কী ধরণের ব্যবসায়?
    i . শিল্প
    i i . বন্টন
    i i i . সেবা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৩. ব্যবসায়ের ফলে -
    i.সঞ্চয় বৃদ্ধি পায়
    ii. মূলধন গঠিত হয়
    iii. জাতীয় আয় বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৪. বিজ্ঞাপন কিসের কাজ?
  • ক) শিল্প
  • খ) বাণিজ্য
  • গ) সেবা
  • ঘ) ব্যবসায়
  • সঠিক উত্তর: (খ)
    ৩৫৫. কোনটি ঝুঁকি সংক্রান্ত বাঁধা দূর করে?
  • ক) পরিবহন
  • খ) বিজ্ঞাপন
  • গ) ব্যাংকিং
  • ঘ) বিমা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৬. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়-
    i.মানুষের জীবনযাত্রা
    ii. সংস্কৃতি
    iii. অর্থনীতি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৭. সেবা শিল্প হলো-
    i.বিদ্যুৎ শিল্প
    ii. বিনোদন শিল্প
    iii. পরিবহন শিল্প
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৮. সেবা কর্ম বিক্রি করে অর্থ উপার্জন করে-
    i.ডাক্তার
    ii. উকিল
    iii. প্রকৌশলী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৫৯. আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা কোনটিকে?
  • ক) বাণিজ্যকে
  • খ) ব্যাংককে
  • গ) বিমাকে
  • ঘ) বিজ্ঞাপনকে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬০. পরিবহন কোন ধরনের বাঁধাকে দূর করে?
  • ক) স্বত্বগত
  • খ) স্থানগত
  • গ) অর্থগত
  • ঘ) ঝুঁকিগত
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬১. করিমের বাড়ি সিলেট জেলায়। সে দেশের ঐতিহ্য রক্ষা করা যায় এমন ব্যবসায় করতে আগ্রহী। তার জন্যে কোন ব্যবসায়টি উপযুক্ত হবে?
  • ক) তাঁত শিল্প
  • খ) বাঁশ-বেত শিল্প
  • গ) ঝিনুক শিল্প
  • ঘ) মৃৎ শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬২. এদেশের সওদাগরেরা কতকগুলো জাহাজের মালিক ছিলেন?
  • ক) শতাধিক
  • খ) অর্ধশতাধিক
  • গ) সহস্রাধিক
  • ঘ) অর্ধ সহস্রাধিক
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৩. মানুষ অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয় কেন?
  • ক) মুনাফা অর্জনের লক্ষে
  • খ) ব্যবসায়ী হওয়ার লক্ষে
  • গ) অভাব পূরণের লক্ষে
  • ঘ) চাহিদা পূরণের লক্ষে
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬৪. কোনটি সামাজিক পরিবেশের উপকরণ নয়?
  • ক) জনসংখ্যা
  • খ) ঐতিহ্য
  • গ) ধর্ম
  • ঘ) আইন-শৃঙ্খলা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৬৫. ব্যবসায় অন্য পেশা থেকে আলাদা কেন?
  • ক) কাজের জন্য
  • খ) বৈশিষ্টের জন্য
  • গ) আওতার জন্য
  • ঘ) অধিক মুনাফার জন্য
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৬. ব্যবসায় অন্য সব পেশা থেকে আলাদা। কারণ ব্যবসায়ের রয়েছে-
    i . আর্থিক মূল্য
    i i . ঝুকি
    i i i . সেবার মনোভাব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬৭. কী কারণে দেশি ও বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে নিরুৎসাহী হয়?
  • ক) প্রতিকূল প্রাকৃতিক উপাদান
  • খ) স্বল্প শ্রমের যোগান
  • গ) প্রতিকূল রাজনৈতিক উপাদান
  • ঘ) প্রতিকূল আইনগত উপাদান
  • সঠিক উত্তর: (গ)
    ৩৬৮. বস্ত্র শিল্প কোন শিল্পের অন্তর্ভূক্ত?
  • ক) উৎপাদন
  • খ) সেবা
  • গ) নির্মাণ
  • ঘ) নিষ্কাশন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬৯. ধর্মঘট কোন পরিবেশের উপাদান?
  • ক) প্রাকৃতিক
  • খ) সামাজিক
  • গ) রাজনৈতিক
  • ঘ) আইনগত
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭০. কিসের মাধ্যমে বেকার মানুষদের কর্মসংস্থান হয়?
  • ক) ব্যবসায়
  • খ) বাণিজ্য
  • গ) শিল্প
  • ঘ) কুটির শিল্প
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭১. কীভাবে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়?
  • ক) গুদামজাতকরণের ফলে
  • খ) পরিবহনের ফলে
  • গ) ক্রয়-বিক্রয়ের ফলে
  • ঘ) বিমাকরণের ফলে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭২. নিচের কোনটি দেশে বিদ্যমান শিল্প বিকাশে সহায়ক?
    i . খনিজ কয়লা
    i i . চুনাপাথর
    i i i . কঠিন শিলা ও খনিজ তৈল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৭৩. মালিকানা সংক্রান্ত বাধা দূরীকরণে বাণিজ্যের কোন উপাদানটি ভূমিকা রাখে?
  • ক) পরিবহন
  • খ) গুদামজাতকরণ
  • গ) পণ্য বিনিময়
  • ঘ) বিমা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৪. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
  • ক) ২টি
  • খ) ৩টি
  • গ) ৪টি
  • ঘ) ৫টি
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৫. বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ , রৌপ্য ব্যবহৃত হতো কোন যুগে?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্যযুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) অত্যাধুনিক যুগে
  • সঠিক উত্তর: (খ)
    ৩৭৬. প্রত্যক্ষ সেবায় কী ব্যবহৃত হয়?
  • ক) মানসিক শ্রম
  • খ) পাইকারি শ্রম
  • গ) খুচরা শ্রম
  • ঘ) বাণিজ্যিক শ্রম
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭৭. ব্যবসায় বাণিজ্যের প্রসিদ্ধ স্থান হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল-
    i.ঢাকা অঞ্চলের নাম
    ii. নারায়নগঞ্জ অঞ্চলের নাম
    iii. চট্টগ্রাম অঞ্চলের নাম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৮. কোনটি ব্যবসায় পরিবেশের সামাজিক উপাদান?
  • ক) জলবায়ু
  • খ) মূলধন
  • গ) জাতি
  • ঘ) সার্বভৌমত্ব
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭৯. অতীতকালে এদেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে-
    i.জাহাজ নির্মাণ করে
    ii. মসলিন কাপড় তৈরি করে
    iii. নকশি কাঁথা তৈরি করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮০. সপ্তগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য কোন দুটি নদীর মাধ্যমে সংঘটিত হতো?
  • ক) পদ্মা ও ভাগীরথী
  • খ) সরস্বতী ও মেঘনা
  • গ) ভাগীরথী ও সরস্বতী
  • ঘ) ভাগীরথী ও যমুনা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮১. কোনটি দেশে অর্থনৈতিক কর্মকান্ড ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে?
  • ক) ব্যবসায়
  • খ) বাণিজ্য
  • গ) ব্যবসায়-বাণিজ্য
  • ঘ) শিল্প
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮২. ব্যবসায়িক কর্মকান্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি উদ্যোক্তাকে কোনটি বিবেচনায় রাখতে হয়?
  • ক) সরকারি পৃষ্ঠপোষকতা
  • খ) নৈতিকতা
  • গ) নমনীয়তা
  • ঘ) সৃজনশীলতা
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৩. দ্রব্যমূল্য উর্ধ্বগতি কোন পরিবেশের প্রতিকূল অবস্থা?
  • ক) রাজনৈতিক পরিবেশ
  • খ) অর্থনৈতিক পরিবেশ
  • গ) সামাজিক পরিবেশ
  • ঘ) আইনগত পরিবেশ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৪. আইনের সহযোগিতা কোন ধরণের ব্যবসায়?
  • ক) শিল্প
  • খ) বন্টন
  • গ) সেবা
  • ঘ) বাণিজ্য
  • সঠিক উত্তর: (গ)
    ৩৮৫. ব্যবসায়ের লেনদেন বলতে কী বোঝায়?
  • ক) অর্থের আদান-প্রদান
  • খ) মূল্যের আদান-প্রদান
  • গ) সেবার আদান-প্রদান
  • ঘ) পণ্যের আদান-প্রদান
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৬. আধুনিক যুগে প্রযুক্তির উন্নয়নের ফলে পৃথিবী কীসে পরিণত হয়েছে?
  • ক) বৈশ্বিক গ্রামে
  • খ) বৈশ্বিক শহরে
  • গ) বৈশ্বিক বন্দরে
  • ঘ) বৈশ্বিক নগরীতে
  • সঠিক উত্তর: (ক)
    ৩৮৭. ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি?
  • ক) বন্টন
  • খ) উৎপাদন
  • গ) সেবা প্রদান
  • ঘ) বিজ্ঞাপন
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮৮. সেবা শিল্পের উদাহরণ কোনটি?
  • ক) সেতু নির্মাণ
  • খ) রাস্তাঘাট নির্মাণ
  • গ) থনিজ শিল্প
  • ঘ) বিদ্যুৎ শিল্প
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮৯. আইনগত পরিবেশে বেশকিছু উপাদান-
    i . আধুনিক
    i i . যুগোপযোগী
    i i i . চাহিদাসম্পন্ন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯০. জাতি, মানবসম্পদ, ঐতিহ্য কোন পরিবেশের উপাদান?
  • ক) প্রাকৃতিক পরিবেশ
  • খ) সামাজিক পরিবেশ
  • গ) রাজনৈতিক পরিবেশ
  • ঘ) আইনগত পরিবেশ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯১. বিদ্যুৎ শিল্প কোন শিল্পের অন্তর্গত?
  • ক) সেবা
  • খ) উৎপাদন
  • গ) নির্মাণ
  • ঘ) নিষ্কাশন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯২. কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলিকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টিকে কী বলে?
  • ক) ব্যবসায়
  • খ) পরিবেশ
  • গ) সমাজ
  • ঘ) বাণিজ্য
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯৩. যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে কোন শিল্প বলে?
  • ক) নিষ্কাশন
  • খ) নির্মাণ
  • গ) উৎপাদন
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯৪. ইউনিলিভার বাংলাদেশ লি. চার প্রকার লাক্স সাবান প্রস্তুত করে। চার প্রকার সাবান প্রস্তুতের জন্যে তারা বিবেচনা করেছে-
    i.জনসংখ্যা
    ii. ভোক্তাদের অভিরুচি
    iii. ভোক্তাদের চাহিদা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৫. ব্যবসায়ের মধ্য যুগের নিদর্শণ নয় কোনটি?
  • ক) ঝিনুক মুদ্রার
  • খ) ধাতব মুদ্রা ব্যবহার
  • গ) ব্যাংক ও বিমা
  • ঘ) পাথর ব্যবহার
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৬. অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত বিভিন্ন প্রকার সেবাকর্মকে কী বলে?
  • ক) ব্যবসায়
  • খ) বাণিজ্য
  • গ) প্রত্যক্ষ সেবা
  • ঘ) বিমা
  • সঠিক উত্তর: (গ)
    ৩৯৭. অডিট ফার্ম কোন ধরণের ব্যবসায়ের মধ্যে পড়ে?
  • ক) প্রত্যক্ষ সেবা
  • খ) পরোক্ষ সেবা
  • গ) শিল্প
  • ঘ) বাণিজ্য
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯৮. প্রত্যক্ষ সেবা হল-
    i . ডাক্তারি ক্লিনিক
    i i . অডিট ফার্ম
    i i i . আইন চেম্বার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i ও i i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৯৯. স্বাস্থ্যসেবা একটি-
  • ক) প্রজনন শিল্প
  • খ) সেবা শিল্প
  • গ) প্রজনন শিল্প
  • ঘ) উৎপাদন শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ৪০০. জনাব করিম ডাকবিভাগের চাকরির পাশাপাশি ছুটির দিনে বাড়ির পাশে সবজি বাগান করেন এবং তা বাজারে বিক্রি করে আয় করেন। এটি কোন ধরণের কর্মকান্ডের অন্তর্ভূক্ত?
  • ক) পারিবারিক
  • খ) প্রাতিষ্ঠানিক
  • গ) অর্থনৈতিক
  • ঘ) সামাজিক
  • সঠিক উত্তর: (গ)
    ৪০১. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য দ্রব্যের ব্যবহার শুরু হয় কখন?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্য যুগে
  • গ) আধুনিত যুগে
  • ঘ) প্রাগৈতিহাসিক যুগে
  • সঠিক উত্তর: (খ)
    ৪০২. অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনের ফলে কীসের উদ্ভব হয়?
  • ক) ব্যবসায়ের
  • খ) পরিবহনের
  • গ) গুদামজাতকরণের
  • ঘ) বিমার
  • সঠিক উত্তর: (ক)
    ৪০৩. শামুক, ঝিনুক ও কড়ি ব্যবহার কোন যুগের ব্যবসায়ের নিদর্শন?
  • ক) প্রাচীন যুগ
  • খ) মধ্যযুগ
  • গ) আধুনিক যুগ
  • ঘ) একটিও নয়
  • সঠিক উত্তর: (খ)
    ৪০৪. সেবাদানকারী ব্যক্তির জন্য কোনটির বেশি প্রয়োজন পড়ে?
  • ক) যথেষ্ঠ প্রশিক্ষণ
  • খ) পর্যাপ্ত মূলধন
  • গ) অবকাঠামোগত সুযোগ
  • ঘ) আইনপ্রয়োগকারী সংস্থা
  • সঠিক উত্তর: (ক)
    ৪০৫. উৎপাদন শিল্প হলো-
    i.বস্ত্র শিল্প
    ii. পাট
    iii. খনিজ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪০৬. বাজারজাতকরণ কোন ধরণের উপযোগ সৃষ্টি করে?
  • ক) কালগত
  • খ) স্থানগত
  • গ) স্বত্বগত
  • ঘ) প্রচারগত
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৭. অর্থ উপার্জনের স্বাধীন পেশা কোনটি?
  • ক) শিক্ষকতা
  • খ) মুদির দোকান
  • গ) স্টেশনারি দোকান
  • ঘ) উকিল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৮. নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান?
    i . নদনদী
    i i . ভূমি
    i i i . জলবায়ূ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i ও i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০৯. নিচের কোনটি সেবা শিল্পের আওতাভূক্ত?
    i . গ্যাস উৎপাদন ও বিতরণ
    i i . বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ
    i i i . সেতু নির্মাণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i ও i i
  • ঘ) i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ৪১০. ব্যবসা-বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়-
    i.দূর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করে
    ii. চাঁদাবাজি প্রতিরোধ করে
    iii. শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরী করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১১. নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান?
  • ক) সরকার
  • খ) সঞ্চয়
  • গ) বিনিয়োগ
  • ঘ) জলবায়ূ
  • সঠিক উত্তর: (ক)
    ৪১২. বাংলাদেশে ব্যবসায় স্থাপনের জন্য কোন পরিবেশের অধিকাংশ উপাদান অনুকূল?
  • ক) প্রাকৃতিক
  • খ) অর্থনৈতিক
  • গ) রাজনৈতিক
  • ঘ) সামাজিক
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৩. মোবাইল ফোন কোম্পানী কোন ধরণের শিল্প?
  • ক) সংযোজন
  • খ) নির্মাণ
  • গ) উৎপাদন
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১৪. ব্যবসায় বিশেষ অবদান রাখছে-
    i . আর্থসামাজিক উন্নয়নে
    i i . রাজনৈতিক উন্নয়নে
    i i i . দেশের সামগ্রিক উন্নয়নে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i
  • গ) i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪১৫. সামাজিক পরিবেশের উপাদান হল-
    i . আইন-শৃঙ্খলা
    i i . পরিবেশ সংরক্ষণ
    i i i . ভোক্তাদের মনোভাব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (খ)
    ৪১৬. কোন কারণে ব্যবসায় ধ্বংস হয়?
  • ক) অনৈতিক কারণে
  • খ) নৈতিক কারণে
  • গ) সামাজিক কারণে
  • ঘ) অর্থের কারণে
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৭. ব্যবসায়ের বস্তুগত বাঁধা দূর করে কোনটি?
  • ক) বিমা
  • খ) পণ্য বিনিময়
  • গ) পরিবহন
  • ঘ) বিজ্ঞাপন
  • সঠিক উত্তর: (খ)
    ৪১৮. পশু শিকার করা হতো কোন যুগে?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্যযুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) অত্যাধুনিক যুগে
  • সঠিক উত্তর: (ক)
    ৪১৯. ব্যবসায় কোন ধরণের পেশা?
  • ক) সম্মানজনক পেশা
  • খ) মহৎ পেশা
  • গ) স্বাধীন পেশা
  • ঘ) ছোটখাটো পেশা
  • সঠিক উত্তর: (গ)
    ৪২০. বাংলা কত শতাব্দীতে পর্তুগীজরা এদেশে বাণিজ্য করতে আরম্ভ করেন?
  • ক) পঞ্চদশ
  • খ) ষোড়শ
  • গ) সপ্তদশ
  • ঘ) অষ্টাদশ
  • সঠিক উত্তর: (খ)
    ৪২১. উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি?
  • ক) স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ
  • খ) প্রযুক্তিগত উন্নয়ন
  • গ) অনুকূল শিল্পনীতি
  • ঘ) কাঁচামালের সহজলভ্যতা
  • সঠিক উত্তর: (খ)
    ৪২২. একটি দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন-
    i . জলবায়ূ
    i i . ভূমি
    i i i . প্রাকৃতিক সম্পদ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও i i
  • গ) i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২৩. সানসিল্ক ব্রান্ডের নতুন শ্যাম্পুতে চুল পড়া রোধ সংক্রান্ত নতুন উপাদান যোগ হয়েছে। কিন্তু পণ্যটির বিজ্ঞাপন প্রচার করা হয়নি। এক্ষেত্রে নতুন ব্রান্ড সম্পর্কে ক্রেতার কীসের অভাব রয়েছে?
  • ক) অর্থের
  • খ) ঝুঁকির
  • গ) তথ্যের
  • ঘ) বিজ্ঞাপনের
  • সঠিক উত্তর: (গ)
    ৪২৪. আধুনিক যুগে এটিএম কার্ডের মাধ্যমে-
    i.অর্থ উত্তোলন করা যায়
    ii. বিল পরিশোধ করা যায়
    iii. হিসাব স্থাপনান্তর করা যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) ii
  • গ) i ও ii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৪২৫. মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে কীসের সৃষ্টি হয়?
  • ক) সভ্যতার
  • খ) সামাজিক কর্মকান্ডের
  • গ) কৃষিকাজের
  • ঘ) ব্যবসায়ের
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২৬. হরতাল, ধর্মঘট প্রভৃতি রাজনৈতিক কর্মসূচি ব্যবসায়-বাণিজ্যের ওপর কীরূপ প্রভাব ফেলবে বলে তুমি মনে কর?
  • ক) ব্যবসায় মন্দাভাব দেখা দেবে
  • খ) সার্বিক বিনিয়োগ হ্রাস পাবে
  • গ) উৎপাদনে তেমন পরিবর্তন হবে না
  • ঘ) উৎপাদন ও ভোগ হ্রাস পাবে
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৭. বিমা কোম্পানী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ব্যবসায়ের কী গ্রহণ করে?
  • ক) ঝুঁকি
  • খ) দায়
  • গ) ক্ষতি
  • ঘ) দায়িত্ব
  • সঠিক উত্তর: (ক)
    ৪২৮. এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ করতে কোনটির সহায়তা প্রয়োজন?
  • ক) পরিবহন
  • খ) গুদামজাতকরণ
  • গ) মোড়কিকরণ
  • ঘ) বিজ্ঞাপন
  • সঠিক উত্তর: (খ)
    ৪২৯. বাণিজ্যের কাজ হল-
    i . পণ্য বিনিময়
    i i . উৎপাদন
    i i i . বিজ্ঞাপন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i ও i i
  • ঘ) i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩০. অর্থনৈতিক কাজ-
    i.হাঁস-মুরগি পালন
    i i . ওষুধ বিক্রয়
    i i i . বিউটি পার্লার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i ও i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৩১. মৎস্য শিল্প বিকাশের জন্য আমাদের দেশে কেমন পরিবেশ বিদ্যমান?
  • ক) অনুকূল পরিবেশ
  • খ) উপযুক্ত পরিবেশ
  • গ) প্রতিকুল পরিবেশ
  • ঘ) অনুপযুক্ত পরিবেশ
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩২. সিলেটে সবচেয়ে বেশি চা এবং ময়মনসিংহে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। এরূপ বিভিন্ন স্থানে বিভিন্ন পণ্য উৎপাদনের কারণ কোনটি বলে তুমি মনে করো?
  • ক) ভূমির বিভিন্নতা
  • খ) ভৌগলিক অবস্থান
  • গ) অর্থনৈতিক অবস্থা
  • ঘ) সামাজিক পরিবেশ
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩৩. উৎপাদিত সামগ্রী পুণরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় কোন শিল্পে?
  • ক) প্রজনন
  • খ) নিষ্কাশন
  • গ) নির্মাণ
  • ঘ) উৎপাদন
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৪. চট্টগ্রামের কোন এলাকায় জাহাজ নির্মাণ কারখানা ছিল?
  • ক) ষোলশহর
  • খ) হালিশহর
  • গ) কর্ণেল হাট
  • ঘ) এয়ারপোর্ট
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩৫. বাণিজ্যের ঝুঁকিগত বাধা দূর করে কোনটি?
  • ক) পরিবহন
  • খ) গুদামজাতকরণ
  • গ) ব্যাংকিং
  • ঘ) বিমা
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৬. সংস্কৃতির বিনিময় ঘটার কারণ কী?
  • ক) পণ্যদ্রব্যের আদান-প্রদান
  • খ) শিল্পের বিকাশ
  • গ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
  • ঘ) সৃজনশীল কাজের উন্নয়ন
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩৭. বাজার ও শহর সৃষ্টি হয় কোন যুগে?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্যযুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) অত্যাধুনিক যুগে
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩৮. বিনিময়ের মাধ্যম হিসেবে দুস্প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?
  • ক) প্রাচীন
  • খ) মধ্য
  • গ) মোঘল
  • ঘ) আধুনিক
  • সঠিক উত্তর: (খ)
    ৪৩৯. ব্যবসায় পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
  • ক) ৪ ভাগে
  • খ) ৫ ভাগে
  • গ) ৬ ভাগে
  • ঘ) ৭ ভাগে
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪০. জনাব তাহের নিজের হ্যাচারিতে মাছের ডিম থেকে পোনা সংগ্রহ করেন। এখান থেকে তিনি ছোট-বড় বিভিন্ন ধরণের মাছের পোনা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। জনাব তাহের কোন শিল্পের সাথে জড়িত?
  • ক) উৎপাদন শিল্প
  • খ) সম্পদ উত্তোলন শিল্প
  • গ) প্রজনন শিল্প
  • ঘ) নির্মাণ শিল্প
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪১. ব্যাংক পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিছু নীতিমালা বাংলাদেশ ব্যাংককে প্রদান করলো। এ নীতিমালা ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
  • ক) অর্থনৈতিক
  • খ) সামাজিক
  • গ) রাজনৈতিক
  • ঘ) আইনগত
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪২. কোন যুগে ব্যাংক ও বিমার সম্প্রসারণ ঘটে?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্য যুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) বিনিময় যুগে
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪৩. প্রাচীন যুগের কাজ কোনটি?
  • ক) সংগঠন সৃষ্টি
  • খ) দ্রব্য বিনিময়
  • গ) প্রযুক্তির উন্নয়ন
  • ঘ) শহর সৃষ্টি
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪৪. প্রযুক্তিগত পরিবেশের উপাদান-
    i.প্রযুক্তি শিক্ষা
    ii. কারিগরি দক্ষতা
    iii. মানব সম্পদ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪৫. ব্যাবসায় বাণিজ্য ও শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি কাদেরকে এগিয়ে আসতে হবে?
  • ক) শিল্পপতিদের
  • খ) সবাইকে
  • গ) ব্যবসায়কে
  • ঘ) উদ্যোক্তাদের
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪৬. ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ হয় কখন?
  • ক) প্রাচীন যুগে
  • খ) মধ্যযুগে
  • গ) আধুনিক যুগে
  • ঘ) অত্যাধুনিক যুগে
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪৭. ফখরুল মাদকদ্রব্য বিক্রয়ের মাধ্যমে বিত্তশালী হয়েছে। ফখরুলের এ কাজটি ব্যবসার বহির্ভূত। এর প্রধান কারণ কী?
  • ক) ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান
  • খ) বিক্রয়ের অভিপ্রায়
  • গ) আইনগত বৈধতার অভাব
  • ঘ) লেনদেনের পৌনঃপুনিকতার অভাব
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪৮. যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয় তাদের কী শিল্প বলে?
  • ক) প্রজনন
  • খ) নিষ্কাশন
  • গ) নির্মাণ
  • ঘ) উৎপাদন
  • সঠিক উত্তর: (খ)
    ৪৪৯. ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?
  • ক) প্রজনন
  • খ) উৎপাদন
  • গ) নিষ্কাশন
  • ঘ) সেবা
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫০. আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো-
    i . কাগজি মুদ্রার প্রচলন
    i i . শিল্প বিপ্লব
    i i i . প্রযুক্তির উন্নয়ন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও i i
  • খ) i ও i i i
  • গ) i i ও i i i
  • ঘ) i, i i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫১. মিস সালমা অল্পশিক্ষিত হওয়ায় চাকরী পেতে কষ্ট হয়। ফলে তিনি স্বল্প মূলধন নিয়ে একটি মৌসুমি ফুলের নার্সারী স্থাপন করেন। এটি কোন শিল্পের অন্তর্ভূক্ত?
  • ক) প্রজনন
  • খ) উৎপাদন
  • গ) নিষ্কাশন
  • ঘ) নির্মাণ
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫২. বস্ত্র শিল্প কোন শিল্পের উদাহরণ?
  • ক) নির্মাণ শিল্প
  • খ) উৎপাদন শিল্প
  • গ) সেবা শিল্প
  • ঘ) নিষ্কাশন শিল্প
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫৩. রোমের সম্রাট কোথা থেকে জাহাজ তৈরি করে নিতেন?
  • ক) কলকাতা
  • খ) চট্টগ্রাম
  • গ) করাচি
  • ঘ) লন্ডন
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫৪. কোনটি পরিবেশের পারিপার্শ্বিক উপাদান?
  • ক) সংস্কৃতি
  • খ) অর্থনীতি
  • গ) নদনদী
  • ঘ) জীবনধারা
  • সঠিক উত্তর: (গ)
    ৪৫৫. Trade কী?
  • ক) স্বত্বগত রূপান্তর
  • খ) পণ্য ক্রয়
  • গ) পণ্য বিক্রয়
  • ঘ) পণ্য বিনিময়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৫৬. উৎপাদনের বাহন কোনটি?
  • ক) শিল্প
  • খ) বাণিজ্য
  • গ) প্রত্যক্ষ সেবা
  • ঘ) পরিবহন
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫৭. সম্পদের উন্নয়ন ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
  • ক) সামাজিক
  • খ) অর্থনৈতিক
  • গ) রাজনৈতিক
  • ঘ) মানবিক
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫৮. কোনটি ব্যবসায় উৎপত্তির মূল কারণ?
  • ক) প্রয়োজনবোধ
  • খ) অভাববোধ
  • গ) চাহিদাবোধ
  • ঘ) দায়বোধ
  • সঠিক উত্তর: (খ)
    ৪৫৯. পরিবেশের দ্বিতীয় উপাদান কোনটি?
  • ক) সামাজিক পরিবেশ
  • খ) রাজনৈতিক পরিবেশ
  • গ) অর্থনৈতিক পরিবেশ
  • ঘ) আইনগত পরিবেশ
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬০. কোনটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান নয়?
  • ক) পোল্ট্রি ফার্ম
  • খ) দাতব্য প্রতিষ্ঠান
  • গ) কাপড়ের দোকান
  • ঘ) ফুলের দোকান
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬১. ব্যবসায়ে জীবনীশক্তি কী?
  • ক) পণ্যদ্রব্য
  • খ) ক্রেতা
  • গ) মূলধন
  • ঘ) মুনাফা
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬২. ব্যবসায়ের সথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে?
  • ক) বিমা
  • খ) আর্থিক মুল্য
  • গ) মান
  • ঘ) মোড়ক
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬৩. মুনাফা অর্জন ব্যবসায়ের কী?
  • ক) বৈশিষ্ট্য
  • খ) কার্যাবলী
  • গ) উদ্দেশ্য
  • ঘ) ক্ষতি
  • সঠিক উত্তর: (ক)
    ৪৬৪. ব্যবসায় বাণিজ্য প্রসারে সহায়তাকরে-
    i . সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি
    i i . অনুকূল শিল্প ও বাণিজ্যনীতি
    i i i . ঘনঘন সরকার পরিবর্তন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i
  • খ) i i
  • গ) i ও i i
  • ঘ) i ও i i i
  • সঠিক উত্তর: (গ)
    ৪৬৫. নূর মোহাম্মদ অর্থের বিনিময়ে এক প্রতিষ্ঠানের বিক্রীত পণ্যদ্রব্য অন্য প্রতিষ্ঠানে পৌঁছে দেন। তিনি ব্যবসায়ের কোন ধরণের উপযোগ সৃষ্টি করেন?
  • ক) অর্থগত
  • খ) ঝুকিগত
  • গ) স্থানগত
  • ঘ) কালগত
  • সঠিক উত্তর: (গ)
    নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও।
    মি. রহিম গ্রামের মহিলাদের সহায়তায় বাঁশ, মাটি, শোলা ও পাটের সাহায্যে বিভিন্ন খেলনা ও গৃহস্থালী সামগ্রী তৈরী করে বাজারে বিক্রি করে বেশ টাকা-পয়সার মালিক হয়েছেন। 
    ৪৬৬. মি. রহিমের কাজের মাধ্যমে কীসের যথাযথ ব্যবহারের পথ প্রশস্ত হয়েছে?
  • ক) কাঁচামাল
  • খ) সম্পদ
  • গ) কৃষি পণ্য
  • ঘ) শিল্প পণ্য
  • সঠিক উত্তর: (খ)
    ৪৬৭. মি. রহিম গ্রামের মহিলাদের জন্যে অবদান রেখেছেন-
    i.আর্থিক অবস্থার উন্নয়নে
    ii. বেকার সমস্যা সমাধানে
    iii. জীবনযাত্রার মানোন্নয়নে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)