অধ্যায় - ১: ব্যবসায় পরিচিতি
১. শিল্প বিকাশে সহায়ক হলো-
i . খনিজ কয়লা
i i . চুনাপাথর
i i i . কঠিন শিলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২. মাসুম ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে ঢাকার ধোলাইখালে একটি খাবারের দোকান চালু করেছে। মাসুমের ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভূক্ত?
ক) সেবা শিল্প
খ) নির্মাণ শিল্প
গ) উৎপাদন শিল্প
ঘ) প্রজনন শিল্প
৩. গ্যাস উৎপাদন ও বিতরণ কোন শিল্পের অন্তর্গত? ক) প্রজনন শিল্প
খ) নিষ্কাশন শিল্প
গ) উৎপাদন শিল্প
ঘ) সেবা শিল্প
৪. বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন হয় কখন?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) অত্যাধুনিক যুগে
৫. চাহিদার পরিতৃপ্তি পায়-
i.পণ্যের মাধ্যমে
ii. সেবার মাধ্যমে
iii. ব্যাংকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬. কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
ক) মূলধন
খ) মানব সম্পদ
গ) প্রযুক্তি
ঘ) সরকারি নীতিমালা
৭. আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৮. বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্তনির্ভরতা থেকে মুক্ত করতে পারলে কোনটি অর্জন সম্ভব হবে?
i . শিল্প বাণিজ্যের অগ্রসরতা
i i . গবেষণায় সৃজনশীলতা
i i i . ব্যবসায় বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৯. বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত-
i . ভাগিরথী নদীর মাধ্যমে
i i . তিস্তা নদীর মাধ্যমে
i i i . সরস্বতী খালের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
১০. পরিবেশের পারিপার্শ্বিক উপাদান হলো-
i.ভূপ্রকৃতি, জলবায়ু ও নদনদী
ii. পাহাড় ও বনভূমি
iii. জাতি, ধর্ম ও শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১. চট্টগ্রামের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ার কারণ হলো-
i . সমুদ্রবন্দর
i i . মসলিন কাপড়
i i i . জাহাজ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১২. পণ্য বিনিময় সংক্রান্ত কাজের অন্তর্ভূক্ত-
i.ক্রয়
ii. বিক্রয়
iii. উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক) iও ii
খ) iও iii
গ) iiও iii
ঘ) i, iiও iii
১৩. শিল্পবিপ্লব শুরু হয় কখন?
ক) সপ্তদশ শতকের শেষের দিকে
খ) অষ্টাদশ শতকের শেষের দিকে
গ) অষ্টাদশ শতকের প্রথম দিকে
ঘ) সপ্তদশ শতকের প্রথম দিকে
১৪. কোনগুলো ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপাদান-
ক) ভূমি ও প্রাকৃতিক সম্পদ
খ) সরকার ও সার্বভৌমত্ব
গ) শিক্ষা ও সংস্কৃতি
ঘ) অর্থ ও ঋণ ব্যবস্থা
১৫. আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কোনটি?
ক) শিল্প
খ) বাণিজ্য
গ) প্রত্যক্ষ সেবা
ঘ) প্রত্যক্ষ বিনিময়
১৬. জাহাজ নির্মাণ শিল্পের জন্য বাংলাদেশের কোন স্থানটির নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
ক) মংলা
খ) কক্সবাজার
গ) চট্টগ্রাম
ঘ) পটুয়াখালী
১৭. সঞ্চয় ও বিনিয়োগ কোন পরিবেশের উপাদান?
ক) প্রাকৃতিক পরিবেশ
খ) আইনগত পরিবেশ
গ) রাজনৈতিক পরিবেশ
ঘ) অর্থনৈতিক পরিবেশ
১৮. পৌর মেয়র হিসেবে মি. সাইফুল তার পৌরবাসীদের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করতে চান। এক্ষেত্রে তিনি কোনটিকে প্রাধান্য দেবেন?
ক) নিষ্কাশন শিল্পকে
খ) সেবা শিল্পকে
গ) নির্মাণ শিল্পকে
ঘ) উৎপাদন শিল্পকে
১৯. আমাদের দেশে কীসের ফলে সহজেই কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব?
ক) মূলধন
খ) জনসংখ্যা
গ) নদী
ঘ) সমুদ্র
২০. কোনটি আইনগত পরিবেশের উপাদান?
ক) আইন-শৃঙ্খলা
খ) সরকারি নীতিমালা
গ) মানব সম্পদ
ঘ) পরিবেশ সংরক্ষণ
২১. বাংলদেশ কৃষিপ্রধান দেশে পরিণত হওয়ার পেছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানটির ভূমিকা বেশি?
ক) প্রাকৃতিক
খ) সামাজিক
গ) অর্থনৈতিক
ঘ) রাজনৈতিক
২২. বিমার মাধ্যমে-
ক) লেনদেনের ঝুঁকিসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর হয়-
খ) অর্থসংস্থানগত প্রতিবন্ধকতা দূর হয়
গ) জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর হয়
ঘ) কালগত প্রতিবন্ধকতা দূর হয়
২৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে?
ক) ৫ টি
খ) ৩ টি
গ) ৭ টি
ঘ) ৪ টি
২৪. ঢাকার মিরপুরের বাসিন্দা সালেহা বেগম বংশানুক্রমিকভাবে বেনারসি হাউসের পরিচালনাকারী। এটি কোন পরিবেশের উপাদান?
ক) প্রাকৃতি পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) অর্থনৈতিক পরিবেশ
ঘ) আইনগত পরিবেশ
২৫. শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে প্রয়োজন হয়- i.দক্ষতাসম্পন্ন কর্মী ii. উন্নত যন্ত্রপাতি iii. প্রযুক্তি নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬. ভূমি কোন পরিবেশের উপাদান?
ক) প্রাকৃতিক
খ) অর্থনৈতিক
গ) সামাজক
ঘ) রাজনৈতিক
২৭. শিক্ষা ও সংস্কৃতি কোন পরিবেশের উপাদান?
ক) প্রাকৃতিক
খ) অর্থনৈতিক
গ) রাজনৈতিক
ঘ) সামাজিক
২৮. বাংলাদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে কেমন?
i . উদার
i i . পরিশ্রমী
i i i. সৃজনশীল
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i ও i i
ঘ) i, i ও i i i
২৯. এ অঞ্চলের বাণিজ্য খ্যাতি কোন দেশে পৌঁছেছিল?
ক) আমেরিকা
খ) অস্ট্রেলিয়া
গ) ইউরোপ
ঘ) আফ্রিকা
৩০. এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং এর কোন যুগে প্রচলন ঘটে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) অত্যাধুনিক যুগে
৩১. বাণিজ্য ব্যবসায়ের কোন ধরণের শাখা?
ক) পণ্য বন্টনকারী
খ) পণ্য উৎপাদনকারী
গ) পণ্য প্রচারকারী
ঘ) পণ্য সংরক্ষণকারী
৩২. সপ্তগ্রাম বন্দরটি কোন এলাকায় অবস্থিত ছিল?
ক) পূর্ববঙ্গে
খ) পশ্চিমবঙ্গে
গ) উত্তরবঙ্গে
ঘ) দক্ষিণবঙ্গে
৩৩. বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা-বাণিজ্যে উন্নতি করে টিকে থাকার জন্যে প্রয়োজন-
i.প্রাকৃতিক উপাদান
ii. অর্থনৈতিক উপাদান
iii. সামাজিক উপাদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪. ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করাকে কী বলে?
ক) উৎপাদন শিল্প
খ) সেবা শিল্প
গ) নিষ্কাশন শিল্প
ঘ) প্রজনন শিল্প
৩৫. মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসায় কিসের দ্বারা প্রভাবিত হয়?
ক) সমাজ
খ) পরিবেশ
গ) ব্যবসায়
ঘ) বাণিজ্য
৩৬. কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?
ক) অর্থনৈতিক পরিবেশের ওপর
খ) সামাজিক পরিবেশের ওপর
গ) ব্যবসায়িক পরিবেশের ওপর
ঘ) বাণিজ্যিক পরিবেশের ওপর
৩৭. খনিজ শিল্প কোন শিল্পের অন্তর্গত?
ক) প্রজনন শিল্প
খ) নিষ্কাশন শিল্প
গ) নির্মাণ শিল্প
ঘ) উৎপাদন শিল্প
৩৮. বিমা ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে?
ক) প্রাচীন
খ) মধ্য
গ) আধুনিক
ঘ) প্রাগৈতিহাসিক
৩৯. যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নিচের কোনটি?
ক) আত্মকর্মসংস্থান
খ) ব্যবসায়-বাণিজ্য
গ) সঞ্চয়
ঘ) সম্পদের ব্যবহার
৪০. ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্য ও সেবা বন্টনের কার্যাবলিকে কী বলে?
ক) ব্যবসায়
খ) শিল্প
গ) বাণিজ্য
ঘ) প্রত্যক্ষ সেবা
৪১. পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করার কারণ কী?
ক) এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করা
খ) যথাসময়ে পণ্য ভোক্তাদের নিকট পৌছানো
গ) এক স্থানের পণ্য অন্য স্থানে সময়মতো প্রেরণের ব্যবস্থা
ঘ) পণ্যকে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা
৪২. বাণিজ্য কোন ধরণের বাঁধা দূর করে?
i . অর্থ ও ঝুঁকিগত
i i . স্থান ও কালগত
i i i . স্বত্ব ও তথ্যগত
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৪৩. আইন-শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান?
ক) অর্থনৈতিক
খ) সামাজিক
গ) রাজনৈতিক
ঘ) আইনগত
৪৪. চাহিদা ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধির ফলে যে ধরণের কর্মকান্ডের আওতা বাড়তে থাকে তা হলো-
i.পশু শিকার
ii. খাদ্যশস্য উৎপাদন
iii. পণ্য বিনিময়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৫. বাংলাদেশে কীভাবে ব্যবসায়ের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা যায়?
ক) শ্রমিক অসন্তোষ, ধর্মঘট ও হরতাল পরিহার করে
খ) শিল্পোন্নত দেশেগুলোর ন্যায় শিল্পবন্ধব আইন প্রণয়ন করে
গ) শ্রমিক অসন্তোষ রোধে কঠোর ব্যবস্থা নিলে
ঘ) আইন করে হরতাল নিষিদ্ধকরণের মাধ্যমে
৪৬. বাণিজ্য বিষয়ে এ অঞ্চলের প্রতিযোগিতা চলত-
i . তাম্রলিপ্তর সাথে
i i . সপ্তগ্রামের সাথে
i i i . ইউরোপের সাথে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৪৭. মি. শফিক বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি, খেলনা ও সোফা তৈরী করেন। এটির মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন শাখার কাজ করেন?
ক) শিল্প
খ) বাণিজ্য
গ) প্রত্যক্ষ সেবা
ঘ) পরোক্ষ সেবা
৪৮. Agora ঢাকার অভিজাত খুচরা ব্যবসায়ের স্টোর। এটি সমগ্র বাংলাদেশ থেকে বিশিষ্ট পণ্যগুলো বিভিন্ন সময়ে সংগ্রহ করে। যেমন: শীতকালে উৎপন্ন হওয়া টমেটো বর্ষাকালে কুমিল্লা থেকে নিয়ে আসে। এক্ষেত্রে Agora ক্রেতার জন্যে যেসব উপযোগ সৃষ্টি করে-
i.সময়গত
ii. রূপগত
iii. স্থানগত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৯. শিক্ষার্থীদের বাবার হাঁস-মুরগীর খামার কোন ধরণের কাজের অন্তর্ভূক্ত?
ক) উৎপাদন
খ) প্রক্রিয়াজাতকরণ
গ) প্রমিতকরণ
ঘ) পর্যায়িতকরণ
৫০. সামাজিক পরিবেশের উপাদান হলো
i.ভোক্তাদের মনোভাব
ii.ব্যাংকিং
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫১. বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো কেমন হওয়া উচিত?
ক) ভারসাম্যপূর্ণ
খ) যুক্তিসংগত
গ) অনুকূল
ঘ) প্রাসঙ্গিক
৫২. বাংলাদেশ কোন প্রকৃতির রাষ্ট্র?
ক) উন্নয়নশীল
খ) গতানুগতিক
গ) অনুন্নত
ঘ) উন্নত
৫৩. প্রত্যক্ষ সেবার অসুবিধার অন্তর্গত-
i . ডাক্তার ও আইনজীবীর অভাব
i i . প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের অভাব
i i i . দক্ষ প্রশিক্ষণের অভাব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i i i
ঘ) i, i i ও i i i
৫৪. প্রজনন শিল্প হল-
i . নার্সারি
i i . খনিজ শিল্প
i i i . হ্যাচারি
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৫৫. বর্তমান যুগে প্রযুক্তির উদাহরণ হলো-
i.টেলিকমিউনিকেশন
ii. ডেটাবেজ ম্যানেজমেন্ট
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৬. জনাব শেখ ফরিদ নিজের নার্সারিতে বীজ থেকে চারাগাছ উৎপাদন করেন। জনাব ফরিদ কোন শিল্পের সাথে জড়িত?
ক) প্রজনন
খ) নিষ্কাশন
গ) নির্মাণ
ঘ) উৎপাদন
৫৭. সম্পদের উপযুক্ত ব্যবহার ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
ক) অর্থনৈতিক
খ) সামাজিক
গ) পারিপার্শ্বিক
ঘ) রাষ্ট্রীয়
৫৮. সাইফুল ইসলাম কাপড়ের ব্যবসায় করেন। গফরগাঁও হতে কাপড় আনতে তিনি নানান ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন। এক্ষেত্রে কোনটির মাধ্যমে তার ঝুঁকি দূর করা সম্ভব?
ক) ব্যাংকিং সেবা
খ) বিমা
গ) পরিবহন
ঘ) পণ্য বিনিময়
৫৯. ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
i.অনিশ্চয়তা
ii. কর্মে স্বাধীনতা
iii. উপযোগ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬০. কোনটি শিল্প ও বাণিজ্যের প্রসারে বাঁধা সৃষ্টি করে?
ক) জনশক্তির অভাব
খ) রাজনৈতিক অস্থিতিশীলতা
গ) চাহিদার অপ্রতুলতা
ঘ) যোগানের স্বল্পতা
৬১. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা কয়টি?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
৬২. প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায় পরিবেশের কততম উপাদান?
ক) চতুর্থ
খ) পঞ্চম
গ) ষষ্ঠ
ঘ) তৃতীয়
৬৩. উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
ক) অর্থনৈতিক
খ) সামাজিক
গ) রাজনৈতিক
ঘ) মানবিক
৬৪. ব্যবসায়ের কোন পরিবেশের কারণে বাংলাদেশ ইসরাইলের সাথে বাণিজ্য চুক্তি থেকে বিরত রয়েছে?
ক) সামাজিক পরিবেশ
খ) অর্থনৈতিক পরিবেশ
গ) রাজনৈতিক পরিবেশ
ঘ) আইনগত পরিবেশ
৬৫. শিল্পনীতি কোন পরিবেশের অন্তর্ভূক্ত?
ক) অর্থনৈতিক পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) রাজনৈতিক পরিবেশ
ঘ) আইনগত পরিবেশ
৬৬. ব্যবসায়ের প্রধান ভাগগুলো হলো-
i.শিল্প
ii. বাণিজ্য
iii. প্রত্যক্ষ সেবা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৭. পণ্যের স্বত্বগত/মালিকানাগত উপযোগ সৃষ্টি ব্যবসায়ের কোন শাখার আওতায় পড়ে?
ক) শিল্প
খ) বাণিজ্য
গ) প্রত্যক্ষ সেবা
ঘ) শিল্প ও প্রত্যক্ষ সেবা
৬৮. ভোক্তা সাধারণের রুচি, পছন্দ ও ফ্যাশন কিসের দ্বারা প্রভাবিত হয়?
ক) প্রাকৃতিক পরিবেশের উপাদান দ্বারা
খ) অর্থনৈতিক পরিবেশের উপাদান দ্বারা
গ) সামাজিক পরিবেশের উপাদান দ্বারা
ঘ) রাজনৈতিক পরিবেশের উপাদান দ্বারা
৬৯. সেবা শিল্পের অন্তর্ভূক্ত হলো-
i.বিদ্যুৎ উৎপাদন
ii. ব্যাংকিং
iii. পণ্য রপ্তানি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭০. কোনটি উন্নত হওয়ার কারণে জাপান বিশ্বে উন্নতির শীর্ষে অবস্থান করছে?
ক) উৎপাদন
খ) যোগাযোগ
গ) ব্যবসা-বাণিজ্য
ঘ) সেবা
৭১. ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন হল-
i . ব্যাংক ও বিমা
i i . এটিএম কার্ড
i i i . শিল্প বিপ্লব
নিচের কোনটি সঠিক?
ক) i i
খ) i i i
গ) i ও i i
ঘ) i, i i ও i i i
৭২. পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i . পরিবহন ও বিমা
i i . ব্যাংকিং ও গুদামজাতকরণ
i i i . উৎপাদন ও নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৭৩. মুনাফার উদ্দেশ্য ও ঝুঁকি নিয়ে মানুষ যে বৈধ কাজ করে তাকে কী বলে?
ক) ব্যবসায়
খ) বাণিজ্য
গ) বাজারজাতকরণ
ঘ) বিক্রয়
৭৪. ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে?
ক) আধুনিক যুগ
খ) প্রাগৈতিহাসিক যুগ
গ) মধ্য যুগ
ঘ) প্রাচীন যুগ
৭৫. মি. সালাম তার পুরাতন মটর সাইকেলটি বিক্রি করে মালিকানা সংক্রান্ত বাধা দূর করতে বাণিজ্যের কোন উপাদানের সহায়তা নিবেন?
ক) বিজ্ঞাপন
খ) পরিবহন
গ) পণ্য বিনিময়
ঘ) বিমা
৭৬. ব্যবসায়ের সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হয়?
ক) মুনাফা
খ) আর্থিক মূল্য
গ) ঝুঁকি
ঘ) প্রমিতকরণ
৭৭. ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করতে কোন যুগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়?
ক) প্রাচীন
খ) মধ্য
গ) আধুনিক
ঘ) প্রাগৈতিহাসিক
৭৮. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কখন?
ক) প্রাচীন যুগে
খ) মধ্য যুগে
গ) আধুনিক যুগে
ঘ) প্রাগৈতিহাসিক যুগে
৭৯. কোনটি পরিবেশের পারিপার্শ্বিক উপাদান?
ক) সংস্কৃতি
খ) অর্থনীতি
গ) জলবায়ু
ঘ) জীবনধারা
৮০. অর্থসংক্রান্ত বাঁধা দূর করে-
i . বিমা
i i . ব্যাংকিং
i i i . বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i ও i i
ঘ) i ও i i i
৮১. ট্রেড কোন ধরণের বাধা দূর করে?
ক) স্বত্বগত
খ) প্রচারগত
গ) অর্থগত
ঘ) রূপগত
৮২. যে কোন অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভূক্ত হবে যদি-
i . জীবিকা নির্বাহের জন্যে করা হয়
i i . মুনাফা অর্জনের জন্যে করা হয়
i i i . বিনোদনের জন্যে করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৮৩. প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে রূপদান ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে কী বলে?
ক) বাণিজ্য
খ) শিল্প
গ) ব্যবসায়
ঘ) প্রত্যক্ষ সেবা
৮৪. ব্যবসা-বাণিজ্য প্রসারে সহায়তা করে-
i.সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি
ii. অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি
iii. ঘন ঘন সরকার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৫. কোনটি সেবা শিল্পের উদাহরণ?
ক) গ্যাস উৎপাদন ও বিতরণ
খ) খনিজ উত্তোলন
গ) রাস্তাঘাট নির্মাণ
ঘ) সেতু ও বাঁধ নির্মাণ
৮৬. চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত?
ক) পাট শিল্পের জন্য
খ) জাহাজ নির্মাণ শিল্পের জন্য
গ) ইস্পাত শিল্পের জন্য
ঘ) কাগজ শিল্পের জন্য
৮৭. মূলত ব্যবসায়ের উদ্ভব হয়-
ক) অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনকে ঘিরে
খ) অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডকে ঘিরে
গ) সৃজনশীল চিন্তা-ভাবনার মাধ্যমে
ঘ) উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের মাধ্যমে
৮৮. প্রাকৃতিক পরিবেশ কিসের সমন্বয়ে সৃষ্টি হয়?
i . জলবায়ূ
i i . ভূমি ও প্রাকৃতিক সম্পদ
i i i . সংস্কৃতি ও ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i i i
ঘ) i ও i i
৮৯. কোনটি আইনগত পরিবেশের অন্তর্গত নয়?
ক) বানিজ্যিক আইন
খ) শিল্প আইন
গ) পরিবেশ সংরক্ষণ
ঘ) বাণিজ্য নীতি
৯০. আমাদের দেশ প্রসিদ্ধ ছিল-
ক) সমুদ্র পথে ব্যবসায়ের জন্য
খ) নদীপথে ব্যবসায়ের জন্য
গ) সড়ক পথে ব্যবসায়ের জন্য
ঘ) আকাশ পথে ব্যবসায়ের জন্য
৯১. যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে কী বলে?
ক) স্থিতিশীল পরিবেশ
খ) অস্থিতিশীল পরিবেশ
গ) ব্যবসায়িক পরিবেশ
ঘ) বৈশ্বিক পরিবেশ
৯২. রহিম মিয়া ৫,০০,০০০ টাকা দিয়ে একটি ট্রাক ক্রয় করে ভাড়ার বিনিময়ে পণ্যদ্রব্য একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যান। রহিম মিয়ার ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভূক্ত?
ক) শিল্প
খ) বাণিজ্য
গ) পণ্য বিনিময়
ঘ) পরিবহন
৯৩. বাংলাদেশের অর্থনীতি কোনটির ওপর নির্ভরশীল?
ক) কৃষি
খ) সেবা
গ) শিল্প
ঘ) বাণিজ্য
৯৪. পণ্য বন্টন সংক্রান্ত কাজকে কী বলে?
ক) শিল্প
খ) উৎপাদন
গ) বাণিজ্য
ঘ) ব্যবসায়
৯৫. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি?
ক) উৎপাদন
খ) উপযোগ সৃষ্টি
গ) নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
ঘ) পারস্পরিক প্রতিযোগিতা
৯৬. কোন অবস্থা কাটাতে পারলে বাংলাদেশ ব্যবসায় বাণিজ্যের বিকাশে আরও অগ্রসর হতে পারবে?
i . প্রশাসনিক জটিলতা
i i . দালালদের হয়রান
i i i . দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৯৭. বর্তমান বিশ্বে কোনটির গুরুত্ব অপরিসীম?
ক) প্রত্যক্ষ সেবা
খ) দ্রব্য বিনিময়
গ) বাজার ব্যবস্থা
ঘ) ব্যবসায়
৯৮. কোনটি যে কোন দেশের অর্থনৈতিক কর্মকান্ডের গতিশীলতা বৃদ্ধি করে?
ক) ব্যবসায়
খ) ব্যবসায়-বাণিজ্য
গ) বাণিজ্য
ঘ) শিল্প
৯৯. নিচের কোনটিকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে উঠে?
ক) ব্যবসায়
খ) বাণিজ্য
গ) কৃষি
ঘ) ব্যবসায়-বাণিজ্য
১০০. কাগজি মুদ্রার প্রচলন ব্যবসায়ের কোন যুগ থেকে শুরু হয়?
ক) মধ্য
খ) আধুনিক
গ) প্রাচীন
ঘ) মধ্য-পূর্ব
১০১. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সম্ভব হয়?
ক) ডাক্তারি সেবা প্রদান
খ) অর্থনৈতিক উন্নয়ন
গ) আইন প্রণয়ন
ঘ) সামাজিক কাঠামোর পরিবর্তন
১০২. হিসাব নিরীক্ষা কোন ধরণের পেশা?
ক) ব্যবসায়
খ) শিল্প
গ) বাণিজ্য
ঘ) প্রত্যক্ষ সেবা
১০৩. মসলিন কাপড় রপ্তানি হতো-
i . ইউরোপের বিভিন্ন দেশে
i i . মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে
i i i . আফ্রিকার বিভিন্ন দেশে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
১০৪. ব্যবসায়ের ফলে বৃদ্ধি পায়-
i . সঞ্চয়
i i . মূলধন
i i i . জাতীয় আয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
১০৫. সেবা শিল্পের পণ্য-
i . বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ
i i . ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা
i i i . তেলকে পরিশোধন করে কেরোসিন তৈরি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১০৬. একটি দেশের উন্নতির চালিকাশক্তি বলা হয় কোনটিকে?
ক) চাকরিকে
খ) আত্মকর্মসংস্থানকে
গ) কৃষিকে
ঘ) ব্যবসায়কে
১০৭. এক সময় এদেশে নির্মাণ হতো-
ক) সমুদ্রগামী জাহাজ
খ) নৌবাহিনীর বিশেষ জাহাজ
গ) যুদ্ধ জাহাজ
ঘ) বাণিজ্য জাহাজ
১০৮. ব্যবসায়ের ফলে বৃদ্ধি ঘটে-
i. অর্থনৈতিক কর্মকান্ডের
ii. লেনদেনের
ii. মূলধনের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৯. ব্যবসায়িক লেনদেনের থাকতে হবে-
ক) ক্রয়মূল্য
খ) বিক্রয়মূল্য
গ) সামাজিক মূল্য
ঘ) আর্থিক মূল্য
১১০. পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা-
ক) ব্যবসা হিসেবে গণ্য
খ) বাণিজ্য হিসেবে গণ্য
গ) সেবা হিসেবে গণ্য
ঘ) ব্যবসায় হিসেবে গণ্য হবে না
১১১. পরিবেশের পারিপার্শ্বিক উপাদান হল-
i . ভূপ্রকৃতি, জলবায়ূ, ও নদনদী
i i . পাহাড় ও বনভূমি
i i i . জাতি, ধর্ম ও শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
১১২. সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্যে কোন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
ক) ঢাকা
খ) খুলনা
গ) নারায়নগঞ্জ
ঘ) চট্টগ্রাম
১১৩. রতন ফরমালিন মিশ্রিত ফল বিক্রি করে। এটি কোন ধরণের কর্মকান্ড?
ক) অনৈতিক কর্মকান্ড
খ) সেবামূলক কর্মকান্ড
গ) জনকল্যাণমূলক কর্মকান্ড
ঘ) মুনাফাজাতীয় কর্মকান্ড
১১৪. মূলধন গঠিত হয় কিসের মাধ্যমে?
ক) কর্মসংস্থানের মাধ্যমে
খ) চাকরির মাধ্যমে
গ) সঞ্চয়ের মাধ্যমে
ঘ) উৎপাদনের মাধ্যমে
১১৫. দেবিদ্বার থানার রাধানগর গ্রামে ৮০% লোক হিন্দু। হিন্দু ধর্মে গরুর মাংস নিষেধ। উক্ত গ্রামে কোন ব্যবসায়টি বিস্তৃত হবে?
ক) চামড়া প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়
খ) পোল্ট্রি শিল্প
গ) মাংস উৎপাদন
ঘ) ডেইরি শিল্প
১১৬. ব্যবসায় হল-
i . পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন
i i . পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন
i i i . মুনাফার আশায় সবজি চাষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
১১৭. বিজ্ঞাপন হল-
i . তথ্য সংক্রান্ত বাঁধা দূর করে
i i . প্রচার সংক্রান্ত বাঁধা দূর করে
i i i . ঝুঁকি সংক্রান্ত বাঁধা দূর করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i i
খ) i ও i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১১৮. পণ্য বিনিময় কোন ধরণের বাধা দূর করে?
ক) স্বত্বগত
খ) স্থানগত
গ) সময়গত
ঘ) অর্থগত
১১৯. পর্তুগিজরা কোন স্থানকে ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করেন?
ক) তাম্রলিপ্ত
খ) সপ্তগ্রাম
গ) নারায়নগঞ্জ
ঘ) চট্টগ্রাম
১২০. ভোক্তাদের মনোভাব কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ক) অর্থনৈতিক পরিবেশ
খ) রাজনৈতিক পরিবেশ
গ) সামাজিক পরিবেশ
ঘ) প্রযুক্তিগত পরিবেশ
১২১. ব্যাংকিং কোন ধরণের শিল্প?
ক) প্রজনন শিল্প
খ) উৎপাদন শিল্প
গ) সেবা শিল্প
ঘ) নির্মাণ শিল্প
১২২. প্রত্যক্ষ সেবায় নিয়োজিত থাকে-
i.ডাক্তার
ii. ব্যবসায়ী
iii. শিক্ষক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২৩. কোনটি পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে?
ক) পরিবহন
খ) গুদামজাতকরণ
গ) বিজ্ঞাপন
ঘ) প্রমিতকরণ
১২৪. পণ্য কেন প্যাকিং করা হয়?
ক) পরিবহনের সুবিধার জন্য
খ) সৌন্দর্য বৃদ্ধির জন্য
গ) বিক্রয় সুবিধার জন্য
ঘ) গুদামজাতকরণের জন্য
১২৫. ব্যবসায়ের উন্নয়ন ঘটে-
i . গবেষণার
i i . সৃজনশীল কাজের
i i i . প্রযুক্তির
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i i i
ঘ) i, i i ও i i i
১২৬. কোনো স্থানের ব্যবসার ব্যবস্থার উন্নতি নির্ভর করে কীসের ওপর?
ক) ব্যবসায়িক পরিবেশের ওপর
খ) মুলধনের ওপর
গ) ব্যবসায়িক কৌশলের ওপর
ঘ) বাজার সৃষ্টির ওপর
১২৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভূক্ত?
ক) ধর্মীয় বিশ্বাস
খ) নদনদী
গ) ঐতিহ্য
ঘ) শিক্ষা ও সংস্কৃতি
১২৮. কত শতাব্দিতে এদেশে এসে পর্তুগিজরা বাণিজ্য করতে শুরু করে?
ক) পঞ্চদশ শতাব্দিতে
খ) ষোড়শ শতাব্দিতে
গ) বিংশ শতাব্দিতে
ঘ) একবিংশ শতাব্দিতে
১২৯. রাস্তাঘাট নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?
ক) সেবা শিল্প
খ) প্রজনন শিল্প
গ) নির্মাণ শিল্প
ঘ) উৎপাদন শিল্প
১৩০. ব্যবসায়ে পণ্য বন্টনকারী শাখা কোনটি?
ক) বাণিজ্য
খ) শিল্প
গ) বন্টন
ঘ) পাইকারি
১৩১. কোনটি অর্থনৈতিক কাজের অন্তর্গত?
ক) বিউটি পার্লার
খ) নিজের প্রয়োজনে কম্পিউটার ক্রয়
গ) ফরমায়েশ প্রদান
ঘ) মূল্য তালিকা প্রাপ্তি
১৩২. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশকে পর্যায়ক্রমে শিল্পোন্নত করতে হলে প্রাথমিক অবস্থায় কী ধরণের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত বলে তুমি মনে কর?
ক) কৃষিনির্ভর শিল্প
খ) লৌহ ও ইস্পাত শিল্প
গ) বস্ত্রশিল্প
ঘ) রসায়ন শিল্প
১৩৩. সেবা শিল্পের অন্তর্ভূক্ত-
i . গ্যাসসরবরাহ
i i . সেতু নির্মাণ
i i i . পানি সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১৩৪. খুচরা ব্যবসায় কোন ধরণের বাণিজ্য?
ক) অভ্যন্তরীণ
খ) বৈদেশিক
গ) ভৌগলিক
ঘ) রাজনৈতিক
১৩৫. মি. তাহের আমের মৌসুমে রাসায়নিক দ্রব্যের মাধ্যমে কাঁচা আম পাকিয়ে বাজারে বিক্রি করে জনগণের চাহিদা মেটান। এটি কোন ধরণের কর্মকান্ড?
ক) সেবামুলক
খ) মুনাফা জাতীয়
গ) জনকল্যাণমূলক
ঘ) আইনত দণ্ডনীয়
১৩৬. স্বাস্থ্য সেবা কোন ধরণের শিল্প?
ক) প্রজনন শিল্প
খ) উৎপাদন শিল্প
গ) সেবা শিল্প
ঘ) নির্মাণ শিল্প
১৩৭. যাত্রাবাড়ী ফ্লাইওভার তৈরী কোন শিল্পের আওতাধীন?
ক) নিষ্কাশন
খ) সেবা
গ) নির্মাণ
ঘ) উৎপাদন
১৩৮. অতীতে এদেশের মানুষ কিসের মাধ্যমে তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে?
i . পাটের জিন রহস্য আবিষ্কার করে
i i . জাহাজ নির্মাণ শিল্পের মাধ্যমে
i i i . মসলিন কাপড় উৎপাদনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
১৩৯. ব্যবসায়িক পরিবেশের উপাদানকে কয়ভাবে ভাগ করা যায়?
ক) ৪
খ) ৬
গ) ৫
ঘ) ৭
১৪০. সপ্তগ্রাম সমুদ্র বন্দরটি কোথায়?
ক) চট্টগ্রাম
খ) মংলা
গ) পশ্চিমবঙ্গ
ঘ) করাচি
১৪১. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক হলো-
i . সামাজিক দায়বদ্ধতা
i i . নৈতিকতা
i i i . সততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i, i i ও i i i
ঘ) i ও i i i
১৪২. অনেকগুলো জাহাজ নির্মাণের কারখানা ছিল-
i . হালিশহর
i i . বহদ্দারহাট
i i i . পতেঙ্গা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১৪৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারায় কোন কাজটি প্রাচীনযুগে করা হতো?
ক) বাজার সৃষ্টি
খ) মোবাইল ব্যাংকিং
গ) পশু শিকার
ঘ) টেলিগ্রাম
১৪৪. পণ্য বা দ্রব্য বিনিময়ের মাধ্যমে প্রয়োজন মেটানো না গেলে কোনটির প্রচলন ঘটে?
ক) স্বর্ণ ও রৌপ্যের মুদ্রার
খ) ডেবিট কার্ডের
গ) দ্রব্য বিনিময়ের
ঘ) এটিএম কার্ডের
১৪৫. পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত শিল্পকে কী বলে?
ক) প্রজনন শিল্প
খ) নির্মাণ শিল্প
গ) উৎপাদন শিল্প
ঘ) নিষ্কাশন শিল্প
১৪৬. প্রযুক্তিগত পরিবর্তন ঘটে কোন যুগে?
ক) প্রাগৈতিহাসিক
খ) প্রাচীন
গ) মধ্য
ঘ) আধুনিক
১৪৭. মুদ্রার প্রচলন শুরু হয় কোন কর্মকান্ডের ব্যর্থতার জন্য ?
ক) পণ্য উৎপাদন
খ) পণ্য উন্নয়ন
গ) পণ্য বিনিময়
ঘ) পণ্য বন্টন
১৪৮. শিল্পকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক) ৩ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৫ ভাগে
ঘ) ৬ ভাগে
১৪৯. শরীফ রেস্টুরেন্টে মরা মুরগি কম দামে ক্রয় করে ভোক্তাদেরকে পরিবেশন করেন। এটি তার কোন ধরণের কর্মকান্ড?
ক) অনৈতিক কর্মকান্ড
খ) সেবামূলক কর্মকান্ড
গ) জনকল্যাণমূলক কর্মকান্ড
ঘ) মুনাফাজাতীয় কর্মকান্ড
১৫০. বাণিজ্যের প্রতি প্রলুব্ধ হয়ে কারা দলে দলে এদেশে আসেন?
ক) পর্তুগিজরা
খ) আরবরা
গ) ফরাসিরা
ঘ) ব্রিটিশরা
১৫১. নিচের কোনটি প্রযুক্তিগত পরিবেশের উপাদান?
ক) কারিগরি দক্ষতা
খ) ভূমি
গ) আন্তর্জাতিক সম্পর্ক
ঘ) জলবায়ূ
১৫২. সার্বভৌমত্ব কোন ধরণের ব্যবসায়িক পরিবেশের উপাদান?
ক) প্রাকৃতিক
খ) অর্থনৈতিক
গ) রাজনৈতিক
ঘ) সামাজিক
১৫৩. ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) পাঁচ
খ) ছয়
গ) সাত
ঘ) আট
১৫৪. সকলেই অন্য ধর্ম থেকে নিজ ধর্মকে প্রাধান্য দিতে পছন্দ করে। এক্ষেত্রে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব পরলক্ষিত হয়?
ক) রাজনৈতিক
খ) সামাজিক
গ) অর্থনৈতিক
ঘ) আইনগত
১৫৫. দ্রব্য বিনিময় করা হতো কোন যুগে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) অত্যাধুনিক যুগে
১৫৬. ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্য আমাদের দেশে কোন উপাদান বিদ্যমান?
ক) প্রাকৃতিক গ্যাস
খ) বায়োগ্যাস
গ) জনসংখ্যা
ঘ) মূলধন
১৫৭. নিচের কোন কাজটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়?
ক) বিদ্যালয় পরিষ্কার রাখা
খ) বিউটি পার্লার
গ) দাতব্য চিকিৎসা কেন্দ্র
ঘ) বাড়ির পাশের ফুলের বাগান
১৫৮. শিল্পকে কী বলা হয়?
ক) উৎপাদনের মাধ্যম
খ) উৎপাদনের বাহন
গ) ব্যবসায়ের মাধ্যম
ঘ) ব্যবসায়ের বাহন
১৫৯. প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা কী সৃষ্টি হয়?
ক) বৈশ্বিক পরিবেশ
খ) ব্যবসায়িক পরিবেশ
গ) স্থিতিশীল পরিবেশ
ঘ) অস্থিতিশীল পরিবেশ
১৬০. জনাব আমজাদ সাহেব চাঁপাইনবাবগঞ্জ থেকে উন্নতমানের আম সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করেন। জনাব আমজাদের জুস তৈরি কীসের অন্তর্ভূক্ত?
ক) বণিজ্যের
খ) শিল্পের
গ) পণ্য বিনিময়ের
ঘ) পরিবহনের
১৬১. হরতাল কোন পরিবেশের উপাদান?
ক) রাজনৈতিক
খ) সামাজিক
গ) অর্থনৈতিক
ঘ) আইনগত
১৬২. নির্মাণ শিল্প হলো-
i.রাস্তাঘাট নির্মাণ
ii. সেতু নির্মাণ
iii. ফ্লাইওভার নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৩. রিনা কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে ঝিনুক সংগ্রহ করে পর্যটকদের নিকট বিক্রয় করে। এটি কোন শিল্পের অন্তর্ভূক্ত?
ক) প্রজনন শিল্পের
খ) সেবা শিল্পের
গ) নিষ্কাশন শিল্পের
ঘ) নির্মাণ শিল্পের
১৬৪. আইনগত পরিবেশ হল-
i . আইন-শৃঙ্খলা
i i . সার্বভৌমত্ব
i i i . পরিবেশ সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i
গ) i i i
ঘ) i, i i ও i i i
১৬৫. ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখা কোনটি?
ক) বাণিজ্য
খ) শিল্প
গ) সেবা
ঘ) উৎপাদন
১৬৬. নির্মাণ শিল্প হল-
i . রাস্তাঘাট নির্মাণ
i i . সেতু নির্মাণ
i i i . বাঁধ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
১৬৭. ব্যবসায়ের প্রয়োজনে গড়ে ওঠে-
i . নতুন নতুন শহর ও বন্দর
i i . ছোট-বড় দোকান
i i i . শিল্পকারখানা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i i i
ঘ) i, i i ও i i i
১৬৮. সম্পদ সংগ্রহকরণ, পণ্যদ্রব্য ও সেবাকর্মাদি উৎপাদন ও বন্টন এবং উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যকলাপ কী উদ্দেশ্যে সম্পাদিত হয়?
ক) ব্যবসায়ের উদ্দেশ্যে
খ) সমাজসেবার উদ্দেশ্যে
গ) মুনাফার উদ্দেশ্যে
ঘ) সরকারের নির্দেশে
১৬৯. মানুষের অভাব মোচনের উপকরণ ও সেবা কার্যাদির সরবরাহকে কেন্দ্র করে কিসের সূচনা হয়?
ক) বাণিজ্যের
খ) সভ্যতার
গ) কৃষিকাজের
ঘ) ব্যবসায়ের
১৭০. মি. তাহের পারিবারিক পেশা ধরে রাখার জন্যে তাঁত শিল্পের কাজ চালিয়ে যান। তার কাজের মধ্যে সামাজিক পরিবেশের কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়?
ক) সংস্কৃতি
খ) ঐতিহ্য
গ) শিক্ষা
ঘ) প্রযুক্তি
১৭১. ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ কোনটি?
ক) মুনাফা অর্জন
খ) মানুষের অভাববোধ
গ) শিল্পবিপ্লব
ঘ) বাজার সৃষ্টি
১৭২. অর্থনৈতিক পরিবেশে কয়টি উপাদান বিদ্যমান?
ক) ৫টি
খ) ৭টি
গ) ৩টি
ঘ) ৪টি
১৭৩. রাজনৈতিক পরিবেশের উপাদান কয়টি?
ক) ৮ টি
খ) ৬ টি
গ) ৪ টি
ঘ) ২ টি
১৭৪. আইনশৃঙ্খলা কোন পরিবেশের অন্তর্গত?
ক) আইনগত পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) অর্থনৈতিক পরিবেশ
ঘ) রাজনৈতিক পরিবেশ
১৭৫. গ্যাস, বিদ্যুৎ, পানি, হেস্টেল, রেস্টুরেন্ট প্রৃভৃতি উৎাদন ও সরবরাহ কাজে নিয়োজিত কোন শিল্প?
ক) উৎপাদন শিল্প
খ) সেবা শিল্প
গ) নির্মাণ শিল্প
ঘ) প্রজনন শিল্প
১৭৬. ধান-চাল, হাঁস-মুরগী, ওষুধ ও বিউটি পার্লার ব্যবসায়ের অন্তর্ভূক্ত হবে যদি উদ্দেশ্য থাকে-
i . জীবিকা নির্বাহ
i i . উৎপাদন করা
i i i . মুনাফা অর্জন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i i i
ঘ) i ও i i i
১৭৭. মুনাফার আশায় কৃষক কর্তৃক ধান চাষ গণ্য হবে-
ক) সেবা হিসেবে
খ) ব্যবসায় হিসেবে
গ) শিল্প হিসেবে
ঘ) বাণিজ্য হিসেবে
১৭৮. পরিবেশগত পরিবেশ হল-
i . প্রযুক্তি শিক্ষা
i i . কারিগরি শিক্ষা
i i i . ব্যবহারিক শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i, i i ও i i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i ও i i
১৭৯. বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌছাতে সহায়তা করে থাকে-
i. স্থানগত বাধা দূর করার মাধ্যমে
i i. সামাজিক সহায়তা দানের মাধ্যমে
i i i. অর্থগত বাধা দূর করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) I, i i ও i i i
১৮০. বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্ব-
ক) অপরিসীম
খ) অপরিহার্য
গ) অনস্বীকার্য
ঘ) দিন দিন বাড়ছে
১৮১. বাণিজ্য ব্যবসায়ের কী ধরণের শাখা?
ক) পণ্য উৎপাদনকারী
খ) পণ্য বন্টনকারী
গ) পণ্য সংরক্ষণকারী
ঘ) পণ্য প্রচারকারী
১৮২. কোনটির মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সম্ভব হবে?
ক) বিনিময় প্রথার মাধ্যমে
খ) ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে
গ) ব্যবসায়ের মাধ্যমে
ঘ) প্রত্যক্ষ সেবার মাধ্যমে
১৮৩. শিল্পকে কী হিসেবে বিবেচনা করা হয়?
ক) উৎপাদনের মাধ্যম
খ) ব্যবসায়ের মাধ্যম
গ) উৎপাদনের বাহন
ঘ) ব্যবসায়ের বাহন
১৮৪. মি. রফিক তার প্রসাধনী সামগ্রীর দোকানে ভোক্তাদের চাহিদা অনুযায়ী মাল রাখতে চান। �এক্ষেত্রে তিনি ভোক্তাদের কী যাচাই করবেন?
ক) নিষ্ঠা
খ) আয়
গ) মনোভাব
ঘ) সততা
১৮৫. দেশের শিল্প বিকাশে সহায়ক-
i.কয়লা
ii. চুনাপাথর
iii. বনজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৬. সুন্দরবন সংরক্ষণের জন্যে সরকার কিছু আইন প্রণয়ন করেছেন। সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
ক) সামাজিক
খ) আইনগত
গ) অর্থনৈতিক
ঘ) রাজনৈতিক
১৮৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত নয়?
ক) জাতি
খ) জলবায়ূ
গ) ভূমি
ঘ) প্রাকৃতিক সম্পদ
১৮৮. বাংলাদেশে অনুকূল ব্যবসায়িক পরিবেশ থাকা সত্ত্বেও ব্যবসা-বাণিজ্যে উন্নতি লাভ করতে ব্যর্থ হওয়ার জন্যে অধিক দায়ী-
i.মাত্রাতিরিক্ত জনসংখ্যা
ii. ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার
iii. কৃষির প্রতি অধিক নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৯. নিচের কোনটি সামাজিক গুরুত্বের অন্তর্গত?
ক) শিল্প-সংস্কৃতির বিকাশ
খ) জাতীয় সম্পদ বৃদ্ধি
গ) ব্যক্তিগত আয় বৃদ্ধি
ঘ) মূলধন গঠন
১৯০. ব্যবসায় ব্যবস্থার উন্নতি নির্ভর করে কিসের ওপর?
ক) ব্যবসায়িক পরিবেশের
খ) বৈশ্বিক পরিবেশের
গ) স্থিতিশীল পরিবেশের
ঘ) অস্থিতিশীল পরিবেশের
১৯১. ব্যবসায় কার্যক্রমের উদ্ভব ঘটে-
i . অর্থনৈতিক কর্মকান্ডকে ঘিরে
i i . লেনদেনকে ঘিরে
i i i . সংস্কৃতিকে ঘিরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
১৯২. নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
ক) মূলধন
খ) জলবায়ূ
গ) ভূমি
ঘ) সরকার
১৯৩. কত খ্রিষ্টাব্দ পর্যন্ত চট্টগ্রামের জাহাজ নির্মাণ কারখানা নিজেদের প্রভাব অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছিল?
ক) ১৮২৫
খ) ১৮৫০
গ) ১৮৭৫
ঘ) ১৯০০
১৯৪. পরিবহন কোন ধরণের উপযোগ সৃষ্টি করে?
ক) কালগত
খ) স্বত্বগত
গ) ঝুঁকিগত
ঘ) স্থানগত
১৯৫. আমাদের এদেশ চিরকাল কী জন্য বিখ্যাত ছিল?
ক) বাণিজ্য
খ) শিল্প
গ) চাকরি
ঘ) কৃষি
১৯৬. ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্যে প্রয়োজনীয় কোন সম্পদ এদেশে বিদ্যমান?
ক) খনিজ তেল
খ) চুনাপাথর
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) বিদ্যুৎ
১৯৭. বর্তমানে বাংলাদেশের কোন শাড়ি বিশ্বে বাসীর দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে?
ক) সিল্ক
খ) জামদানি
গ) টাঙ্গাইল
ঘ) সুতি
১৯৮. বাংলাদেশ একটি-
i . কৃষিনির্ভর রাষ্ট্র
i i . উন্নয়নশীল রাষ্ট্র
i i i . ব্যবসায়নির্ভর রাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i ও i i
ঘ) i ও i i i
১৯৯. এটিএম এর পূর্ণরূপ কী?
ক) অটোমেটিক টেলার মেশিন
খ) অটোমেটিক টেলার মানি
গ) অটোমেটিভ টেলার মেশিন
ঘ) অটোমেটো টেলার মানি
২০০. নিচের কোনটি ব্যবসায়ের ধারার আওতাভুক্ত নয়?
ক) প্রাচীন যুগ
খ) মধ্যযুগ
গ) আধুনিক যুগ
ঘ) অত্যাধুনিক যুগ
২০১. শিল্প বিপ্লব ও বিভিন্ন শিল্পকারকানার বিকাশ ঘটে কোন যুগে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) অত্যাধুনিক যুগে
২০২. অর্থনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত হলো-
হাঁস-মুরগী বিক্রয়
ঔষধ বিক্রয়
বিউটি পার্লার পরিচালনা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২০৩. ব্যবসায় সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে-
i.অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা
ii. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা
iii. সরকারের পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৪. কোন শিল্পের উৎপাদন সামগ্রী পুণরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়?
ক) প্রজনন
খ) নিষ্কাশন
গ) নির্মাণ
ঘ) উৎপাদন
২০৫. ব্যবসায়ের বহির্ভূত হলো-
i . পরিবারের সদস্যদের জন্যে খাদ্য উৎপাদন
i i . মুনাফার আশায় ধান চাষ করা
i i i . পরিবারের সদস্যদের জন্যে সবজি চাষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২০৬. কোনটি অর্থ উপার্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত?
ক) কৃষিক্ষেত
খ) মুদির দোকান
গ) স্টেশনারির দোকান
ঘ) আইন চেম্বার
২০৭. শিল্পনীতি ও বাণিজ্যনীতি কোন পরিবেশের অন্তর্ভূক্ত?
ক) প্রাকৃতিক
খ) অর্থনৈতিক
গ) সামাজিক
ঘ) রাজনৈতিক
২০৮. ভূপ্রকৃতি, জলবায়ূ, নদনদী, পাহাড়, বনভূমি, জাতি,ধর্ম, শিক্ষা ইত্যাদি পরিবেশের কোন ধরণের উপাদান?
ক) আবশ্যিক
খ) অপরিহার্য
গ) পারিপার্শ্বিক
ঘ) প্রয়োজনীয়
২০৯. লিমন মহাসড়কের পাশে জমি কিনলেন ভবিষ্যতে দাম বৃদ্ধির আশায়। এ ধরণের সিদ্ধান্ত উদ্যোক্তার কোন গুণ প্রকাশ করে?
ক) সৃজনশীলতা
খ) দূরদর্শিতা
গ) সততা
ঘ) পরিশ্রম
২১০. কোনটি উৎপাদিত পণ্যের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করে?
ক) প্রযুক্তিগত উন্নয়ন
খ) অনুকূল শিল্পনীতি
গ) দক্ষ শ্রমিক
ঘ) মূলধন
২১১. যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয়, তাকে কী বলে?
ক) বাণিজ্য
খ) প্রত্যক্ষ সেবা
গ) শিল্প
ঘ) পরিবহন
২১২. কোন কর্মকান্ডের ব্যর্থতার জন্যে মুদ্রার প্রচলন হয়?
ক) পণ্য উন্নয়ন
খ) পণ্য উৎপাদন
গ) পণ্য বন্টন
ঘ) পণ্য বিনিময়
২১৩. জনসংখ্যা সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের প্রেক্ষাপটে এর ভালো দিক হলো-
i.সস্তায় জনশক্তি সরবরাহ নিশ্চিত করেছে
ii. পণ্য ও সেবার ব্যাপক বাজার সৃষ্টি করেছে
iii. বিদেশে জনশক্তি রপ্তানি সুযোগ সৃষ্টি করেছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৪. মানুষের অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি পাওয়ার কারণ কী?
ক) মুনাফা
খ) অভাব
গ) প্রয়োজন
ঘ) চাহিদা
২১৫. গুদামজাতকরণ বাণিজ্যে-
ক) সময়গত বাধা দূর করে
খ) স্থানগত বাধা দূর করে
গ) ঝুঁকিগত বাধা দূর করে
ঘ) অর্থ সংক্রান্ত বাধা দূর করে
২১৬. কোন বন্দরকে Porto Grando নামে অভিহিত করা হতো?
ক) চট্টগ্রাম
খ) খুলনা
গ) কলিকাতা
ঘ) সপ্তগ্রাম
২১৭. দেশের অর্থনীতিতে প্রতি বছর বেড়েই চলেছে-
i.শিল্পের অবদান
ii. বাণিজ্যের অবদান
iii. বিমার অবদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৮. ক্ষুদ্র বন্দর বলতে বোঝায়-
ক) Porto Grando
খ) Porto Graham
গ) Porto Piqueno
ঘ) Porto Phonetic
২১৯. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা-
i.প্রাচীন যুগ
ii. মধ্য যুগ
iii. আধুনিক যুগ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২০. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়-
i . মানুষের জীবনধারা ও আচার-আচরণ
i i . শিক্ষা, সংস্কৃতিও অর্থনীতি
i i i . ব্যবসায়বাণিজ্য ও শিল্প
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
২২১. একটি অঞ্চলের জলবায়ূ, ভূমি ও প্রাকৃতিক সম্পদাদি মিলে কী সৃষ্টি হয়?
ক) অর্থনৈতিক পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) ব্যবসায়িক পরিবেশ
ঘ) প্রাকৃতিক পরিবেশ
২২২. মসলিন কাপড়ের জন্যে কোন স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
ক) সোনারগাঁও
খ) ঢাকা
গ) রাজশাহী
ঘ) নারায়নগঞ্জ
২২৩. সমুদ্রগামী জাহাজ কোন দেশে নির্মিত হতো?
ক) ইউরোপ
খ) আমেরিকা
গ) বাংলাদেশ
ঘ) আরব
২২৪. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়-
i . মানুষের জীবনধারা ও আচার-আচরণ
i i . শিক্ষা,সংস্কৃতি ও অর্থনীতি
i i i . ব্যবসায়-বাণিজ্য ও শিল্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২২৫. প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি-
ক) অপরিহার্য শাখা
খ) প্রয়োজনীয় শাখা
গ) অনস্বীকার্য শাখা
ঘ) গুরুত্বপূর্ণ শাখা
২২৬. বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত-
i . ভাগীরথী নদীর মাধ্যমে
i i . সরস্বতী খালের মাধ্যমে
i i i . পদ্মা নদীর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২২৭. যেকোন দেশে ব্যবসায়ের অবদান রয়েছে-
i . অর্থনৈতিক উন্নয়নে
i i . ধর্মীয় অনুভূতি তৈরিতে
i i i . রাজনৈতিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
২২৮. বাংলাদেশে ব্যবসায়-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে কীসের ব্যবহার আরও বৃদ্ধি করতে হবে?
ক) প্রযুক্তির
খ) দক্ষ শ্রমিকের
গ) মূলধনের
ঘ) দক্ষ উদ্যোক্তার
২২৯. ব্যবসায় বিশেষ অবদান রেখে চলছে-
i.অর্থনৈতিক উন্নয়নে
ii. সামাজিক উন্নয়নে
iii. রাজনৈতিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩০. কোনটি বৃদ্ধির কারণে দিন দিন অর্থনৈতিক কর্মকান্ডের আওতা বাড়ছে?
ক) চাহিদা
খ) উৎপাদন
গ) লেনদেন
ঘ) পণ্য বন্টন
২৩১. তৈরি পোশাক শিল্প বাংলাদেশের একটি সম্প্রসারণশীল শিল্প। এ শিল্পের উন্নয়নে যেসব অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের উপাদানের প্রভাব রয়েছে তার মধ্যে কোনটি বাংলাদেশকে বিদেশ থেকে আমদানি করতে হবে না?
ক) মূলধন বা পুঁজি
খ) প্রযুক্তি
গ) জনশক্তি
ঘ) শক্তি সম্পদ
২৩২. ইশতিয়াক মাদকদ্রব্য বিক্রয় করে বিত্তশালী হয়েছেন। তার কাজটি ব্যবসায় বহির্ভূত হওয়ার প্রধান� কারণ হলো-
ক) ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান
খ) বিক্রয়ের অভিপ্রায়
গ) আইনগত বৈধতার অভাব
ঘ) লেনদেনের পৌনঃপুনিকতার অভাব
২৩৩. প্রাচীনকালে ব্যবসায়িক কর্মকান্ড ছিল-
i . পশুপালন, মৎস্য শিকার ও কৃষিকার্য
i i . মৎস্য শিকার, কৃষিকার্য ও দ্রব্য বিনিময়
i i i . স্বর্ণ , রৌপ্য, পাথর ব্যবহার ও ধাতব মুদ্রা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i ও i i i
গ) i i i
ঘ) i ও i i
২৩৪. মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কর্মকান্ড ব্যবসায় হিসেবে গণ্য হওয়ার পূর্বশর্ত হল-
i. দেশের প্রচলিত আইনে বৈধ হওয়া
i i . সুবিধাজনক স্থান নির্বাচন করা
i i i . সঠিক উপায়ে পরিচালিত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও i i
গ) i ও i i i
ঘ) i i i
২৩৫. অসংখ্য নদী বিধৌত ও সমুদ্র বেষ্টিত হওয়ায় কোন শিল্প বিকাশের উপযুক্ত পরিবেশ এদেশে বিদ্যমান?
ক) পরিবহন
খ) মৎস্য
গ) কৃষি
ঘ) জাহাজ
২৩৬. বস্ত্র শিল্প কোন শিল্পের অন্তর্ভূক্ত ?
ক) নিষ্কাশন
খ) উৎপাদন
গ) নির্মাণ
ঘ) সেবা
২৩৭. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা বিভক্ত-
i . প্রাচীন ও মধ্য
i i . মধ্য ও প্রাগৈতিহাসিক
i i i . মধ্য ও আধুনিক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i ও i i
ঘ) i ও i i i
২৩৮. কোনটি প্রাচীন যুগের কাজ?
ক) কৃষিকাজ
খ) সংগঠন সৃষ্টি
গ) বৃহদায়ন উৎপাদন
ঘ) বাজার সৃষ্টি
২৩৯. পানি থেকে বিদ্যুৎ উৎপাদন কোন শিল্পের অন্তর্গত?
ক) প্রজনন
খ) নিষ্কাশন
গ) উৎপাদন
ঘ) সেবা
২৪০. সেবা শিল্পের অন্তর্গত নয়-
i . গ্যাস উত্তোলন
i i . বিমান
i i i . সেতু নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i i
২৪১. ছোট-বড় দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা গড়ে উঠেছে কোন উপলব্ধি থেকে?
ক) ব্যবসায়ের অপরিহার্যতা
খ) ব্যবসায়ের প্রয়োজনীয়তা
গ) ব্যবসায়ের গুরুত্ব
ঘ) ব্যবসায়ের বাস্তবতা
২৪২. পর্তুগিজরা এদেশে কোন শতাব্দীতে এসে বাণিজ্য করতে আরম্ভ করেন?
ক) পঞ্চদশ
খ) ষোড়শ
গ) সপ্তদশ
ঘ) অষ্টাদশ
২৪৩. কোনটি আধুনিক যুগের কাজ?
ক) কাগজি নোটের প্রচলন
খ) বাজার ও শহর সৃষ্টি
গ) ব্যবসায় সংগঠনের উদ্ভব
ঘ) বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা
২৪৪. ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন কোনটি?
ক) শিল্প বিপ্লব
খ) ধাতব মুদ্রার ব্যবহার
গ) দ্রব্য বিনিময়
ঘ) ব্যবসায় সংগঠনের উদ্ভব
২৪৫. ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্য হল-
i . পণ্য ও সেবা উৎপাদন
i i . পণ্য ও সেবা বন্টন
i i i . উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যকলাপ সম্পাদন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২৪৬. আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
২৪৭. ব্যবসায়ের বহির্ভূত হলো-
i.পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন
ii. পরিবারের সদস্যদের জন্য হাঁস-মুরগী পালন
iii. পরিবারের সদস্যদের জন্য সবজি চাষ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪৮. শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চুড়ান্ত পণ্যে রূপান্তর করাকে কী বলে?
ক) সেবা
খ) উৎপাদন
গ) নিষ্কাশন
ঘ) প্রজনন
২৪৯. সোনারগাঁও-এর মসলিন রপ্তানি হতো-
i.ইউরোপে
ii. আমেরিকায়
iii. আফ্রিকায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫০. প্রত্যক্ষ সেবার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
ক) পেশাগত শ্রম
খ) মানসিক শ্রম
গ) পেশাজীবী
ঘ) স্বাধীন পেশা
২৫১. সম্পদের সদ্ব্যবহার নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
ক) অর্থনৈতিক কর্মকান্ডের সাথে
খ) সামাজিক কর্মকান্ডের সাথে
গ) রাজনৈতিক কর্মকান্ডের সাথে
ঘ) সেবামূলক কর্মকান্ডের সাথে
২৫২. তিথি টেলিভিশনে বিজ্ঞাপন দেখে ফেয়ারনেস ক্রিম কিনতে আগ্রহী হলো। এক্ষেত্রে বিজ্ঞাপন তিথির কী বৃদ্ধি করে?
ক) জ্ঞান
খ) বুদ্ধি
গ) মেধা
ঘ) কৌশল
২৫৩. যে কাজের মাধ্যমে পণ্যের মালিকানা পরিবর্তন হয় তা হলো-
i . ক্রয়
i i . বিক্রয়
i i i . উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i i i
ঘ) i i ও i i i
২৫৪. Porto Grando এর অর্থ কী?
ক) বৃহৎ বন্দর
খ) ক্ষুদ্র বন্দর
গ) বৃহৎ জাহাজ
ঘ) ক্ষুদ্র জাহাজ
২৫৫. বাংলাদেশের বন্ধ পাটকল চালুকরণের জন্যে মূলধন সরবরাহ করা হয়েছে। এর পেছনে কাজ করেছে-
i.বিদেশে বাজার সৃষ্টি
ii. শিল্প নীতি
iii. সরকারি নীতিমালা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৬. পণ্যদ্রব্যের ক্রয়-বিক্রয়ের কার্য যথার্থভাবে সম্পাদনের জন্যে কয়টি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
২৫৭. একসময় এদেশের বানিজ্যে প্রতিযোগিতা চলত-
i . তাম্রলিপ্তের সাথে
i i . সপ্তগ্রামের সাথে
i i i . হরপ্পার সাথে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
২৫৮. জনাব সপনের ঢাকার ইস্টার্ণ প্লাজায় একটি জুয়েলারি দোকান রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবরোধের কারণে তিনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কোন ধরণের পরিবেশ তার ব্যবসায়কে প্রভাবিত করেছে?
ক) আইনগত পরিবেশ
খ) অর্থনৈতিক পরিবেশ
গ) রাজনৈতিক পরিবেশ
ঘ) প্রযুক্তিগত পরিবেশ
২৫৯. ব্যবসায়ের প্রাচীন যুগের নিদর্শণ কোনটি?
ক) মৎস্য শিকার
খ) শামুক ব্যবহার
গ) পাথর ব্যবহার
ঘ) ধাতব মুদ্রা ব্যবহার
২৬০. ব্যবসায়ের অনিশ্চয়তামূলক বৈশিষ্ট্য কোনটি?
ক) আয়
খ) ব্যয়
গ) ঝুঁকি
ঘ) লেনদেন
২৬১. প্রাকৃতিক পরিবেশের উপাদান-
i . জলবায়ূ
i i . প্রাকৃতিক সম্পদ
i i i . আকাশ, চন্দ্র ইত্যাদি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i i i
ঘ) i ও i i
২৬২. ব্যাংকিং কোন শিল্পের অন্তর্গত?
ক) নিষ্কাশন
খ) নির্মাণ
গ) উৎপাদন
ঘ) সেবা
২৬৩. রাস্তা-ঘাট তৈরী কোন শিল্পের অন্তর্গত?
ক) সেবা
খ) প্রজনন
গ) উৎপাদন
ঘ) নির্মাণ
২৬৪. অডিট ফার্ম কোন ব্যবসায়ের উদাহরণ?
ক) শিল্প
খ) বাণিজ্য
গ) প্রত্যক্ষ সেবা
ঘ) শিক্ষামূলক
২৬৫. পর্তুগিজরা কোন স্থানকে বৃহৎ বন্দর নামে অভিহিত করেন?
ক) নারায়নগঞ্জ
খ) তাম্রলিপ্ত
গ) চট্টগ্রাম
ঘ) সপ্তগ্রাম
২৬৬. অর্থনৈতিক কাজের অন্তর্ভূক্ত-
i.ধান-চালের ব্যবসায়
ii. হাঁস-মুরগির খামার
iii. ঔষধের দোকান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬৭. দেশীয় শিল্পীর কর্তৃত্বে জাহাজ নির্মাণ কারখানা ছিল-
i . হালিশহর ও পতেঙ্গা
i i . রামু ও কুতুবদিয়া
i i i . সেন্টমান্টিন ও মহেশখালী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i i i
ঘ) i ও i i i
২৬৮. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা বন্টন কাজকে কী বলে?
ক) উৎপাদন
খ) শিল্প
গ) ব্যবসায়
ঘ) বাণিজ্য
২৬৯. পোলট্রি ফার্ম কোন ধরণের শিল্প?
ক) প্রজনন
খ) নিষ্কাশন
গ) উৎপাদন
ঘ) সেবা
২৭০. গ্যাস উৎপাদন কোন ধরণের শিল্প?
ক) উৎপাদন
খ) নির্মাণ
গ) নিষ্কাশন
ঘ) সেবা
২৭১. বাণিজ্য কী?
ক) ব্যবসায়ের একটি শাখা
খ) শিল্পের একটি শাখা
গ) বিজ্ঞাপনের একটি শাখা
ঘ) বন্টনের একটি শাখা
২৭২. জনগণের ধর্মীয় বিশ্বাস, ধ্যান-ধারণা, শিক্ষা-দীক্ষা ও আচার-আচরণের মাধ্যমে কোন ধরণের পরিবেশের সৃষ্টি হয়?
ক) রাজনৈতিক
খ) সামাজিক
গ) অর্থনৈতিক
ঘ) প্রাকৃতিক
২৭৩. কোনটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার?
ক) আত্মকর্মসংস্থান
খ) আমদানি-রপ্তানি
গ) ব্যবসায়-বাণিজ্য
ঘ) সম্পদের সুষ্ঠু ব্যবহার
২৭৪. বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটি ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি-
ক) তেমন শক্ত নয়
খ) খুব শক্ত
গ) তেমন সুদৃঢ় নয়
ঘ) খুব সুদৃঢ়
২৭৫. মানুষ প্রথমত কোন কারণে অর্থনৈতিক কর্মকান্ডে জড়িত হয়?
ক) ভোক্তা সন্তুষ্টি অর্জনের জন্য
খ) অভাব পূরণের জন্য
গ) সুনাম অর্জনের জন্য
ঘ) দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য
২৭৬. মূলত ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করে কেন?
ক) ব্যবসায় বৃদ্ধির জন্য
খ) সম্পদ বৃদ্ধির জন্য
গ) মুনাফা অর্জনের জন্য
ঘ) কর্মসংস্থান বৃদ্ধির জন্য
২৭৭. মানুষের অর্থনৈতিক আওতা বৃদ্ধির সাথে সাথে কী বাড়তে থাকে?
ক) উৎপাদন
খ) মুনাফা
গ) চাহিদা
ঘ) যোগান
২৭৮. কোনটি ব্যবসার উৎপত্তির মূল কারণ?
ক) প্রয়োজনবোধ
খ) অভাববোধ
গ) চাহিদাবোধ
ঘ) দায়বোধ
২৭৯. বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে-
i. অভাব পূরণ করা যায়
i i. অর্থ উপার্জন প্রচেষ্টায় জড়িত হওয়া যায়
i i i. সভ্যতার বিকাশ ঘটানো যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২৮০. ব্যবসায় কোন ধরণের কর্মকান্ড?
ক) ব্যক্তিগত
খ) পারিবারিক
গ) অর্থনৈতিক
ঘ) সামাজিক
২৮১. নার্সারি কোন শিল্পের অন্তর্গত?
ক) নিষ্কাশন শিল্প
খ) নির্মাণ শিল্প
গ) প্রজনন শিল্প
ঘ) উৎপাদন শিল্প
২৮২. শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর ক্ষেত্রে সংঘটিত বাঁধা দূর করে কোনটি?
ক) বাণিজ্য
খ) পরিবহন
গ) বিজ্ঞাপন
ঘ) গুদামজাতকরণ
২৮৩. বিদ্যুৎ শিল্প একটি-
ক) নিষ্কাশন শিল্প
খ) উৎপাদন শিল্প
গ) সেবা শিল্প
ঘ) কোনটি নয়
২৮৪. প্রাচীনকালে আরবগণ দলে দলে এদেশে আগমন করেছিল কেন?
ক) মসলিন কাপড়ের জন্যে
খ) জাহাজ শিল্পের জন্যে
গ) বাণিজ্যের খ্যাতির জন্যে
ঘ) খাদ্যশস্যের জন্যে
২৮৫. সামাজিক পরিবেশের বহির্ভূত উপাদান কোনটি?
ক) মানবসম্পদ
খ) ঐতিহ্য
গ) জাতি
ঘ) নদনদী
২৮৬. যে প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ূ হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে কী বলে?
ক) প্রজনন শিল্প
খ) নিষ্কাশন শিল্প
গ) নির্মাণ শিল্প
ঘ) উৎপাদন শিল্প
২৮৭. পণ্য বন্টনের পথে বাণিজ্যকে কয়টি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়?
ক) ৬
খ) ৭
গ) ৮
ঘ) ৯
২৮৮. কেনা বেচার কাজ সম্প্রসারণের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়-
i . প্রাচীন যুগে
i i . মধ্য যুগে
i i i . আধুনিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
২৮৯. প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের মাধ্যমে কী সৃষ্টি হয়?
ক) সামাজিক পরিবেশ
খ) ব্যবসায়িক পরিবেশ
গ) রাজনৈতিক পরিবেশ
ঘ) অর্থনৈতিক পরিবেশ
২৯০. ‘আইনগত পরিবেশ’- পরিবেশের কততম উপাদান?
ক) দ্বিতীয়
খ) চতুর্থ
গ) পঞ্চম
ঘ) তৃতীয়
২৯১. ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করেন কেন?
ক) মুনাফার আশায়
খ) সম্পদ বৃদ্ধি করতে
গ) ব্যবসায় বাড়াতে
ঘ) কর্মসংস্থান তৈরি করতে
২৯২. কোনটির মাধ্যমে গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটানো যাবে?
ক) কাঁচামালের সদ্ব্যবহার
খ) মূলধনের প্রাচুর্যতা
গ) ব্যবসায়
ঘ) সামাজিক কর্মকান্ড
২৯৩. পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরকে কী নামে অভিহিত করে?
ক) Port City
খ) Porto Piqueno
গ) Porto Grando
ঘ) Port Area
২৯৪. একটি সমাজ বা জাতির সমৃদ্ধির জন্য কিসের অবদান সবচেয়ে বেশি?
ক) ঐতিহ্য
খ) সংস্কৃতি
গ) চাকরি
ঘ) ব্যবসায়
২৯৫. যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলি, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেসব উপাদানের সমষ্টিকে কী বলে?
ক) সামাজিক পরিবেশ
খ) ব্যবসায়িক পরিবেশ
গ) বাণিজ্যিক পরিবেশ
ঘ) অর্থনৈতিক পরিবেশ
২৯৬. পেশাগত শ্রম বিনিময় করার কারণ হলো-
i.অর্থোপার্জন
ii. গ্রাহক সন্তুষ্টি
iii. স্বাধীন পেশা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৯৭. কীভাবে দেশের ব্যবসায় বণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়?
i . পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে
i i . শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারের মাধ্যমে
i i i . শিল্প ও বিনিয়োগবান্ধব আইন প্রণয়নের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
২৯৮. নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত?
ক) সঞ্চয়
খ) বিনিয়োগ
গ) ভূমি
ঘ) মূলধন
২৯৯. কোন কারণে আধুনিক যুগে সারা বিশ্বে একসাথে প্রচারণা চালানো সম্ভব হয়েছে?
ক) ফোনের
খ) চিঠির
গ) ব্যবসায়ের
ঘ) তথ্য প্রযুক্তির
৩০০. দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে আসে-
i . স্বর্ণ-রৌপ্যের মুদ্রা
i i . কাগজি মুদ্রা
i i i . পিতলের মুদ্রা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i i
খ) i i ও i i i
গ) i ও i i
ঘ) i, i i ও i i i
৩০১. কোন ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়?
ক) ভেজাল
খ) শ্রমিক অসন্তোষ
গ) দূর্নীতি
ঘ) অস্থিতিশীল রাজনীতি
৩০২. এস. কেমিক্যাল প্রাইভেট লি. তার উৎপাদিত প্রসাধনী সামগ্রীর অধিক বিক্রয়ের আশায় বিনামূল্যে পণ্য বিতরণ করলেন। এক্ষেত্রে তিনি বাণিজ্যের কোন উপাদানটির সহায়তা নেন?
ক) পরিবহন
খ) বিজ্ঞাপন
গ) পণ্য বিনিময়
ঘ) গুদামজাতকরণ
৩০৩. আমাদের দেশে শিল্প বা ব্যবসায় স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিমাণে কী বিদ্যমান রয়েছে?�
ক) তেল
খ) গ্যাস
গ) কয়লা
ঘ) খনিজ সম্পদ
৩০৪. আধুনিক ব্যবসায়কে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক) পাঁচ
খ) তিন
গ) সাত
ঘ) চার
৩০৫. আমাদের দেশের কোন পথ ব্যবসায়ের জন্যে প্রসিদ্ধ ছিল?
ক) স্থল
খ) জল
গ) আকাশ
ঘ) রেল
৩০৬. অর্থ সংক্রান্ত বাধা দূর করে কোনটি?
ক) গুদামজাতকরণ
খ) বিমা
গ) ব্যাংকিং
ঘ) বিজ্ঞাপন
৩০৭. ব্যবসায়ের ক্ষেত্রে তথ্যগত বাধা দূর করা যায় কোনটির মাধ্যমে?
ক) পণ্য বিনিময়
খ) পরিবহন
গ) ব্যাংকিং
ঘ) বিজ্ঞাপন
৩০৮. ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি?
ক) সার্বভৌমত্ব
খ) শিল্প আইন
গ) আন্তর্জাতিক সম্পর্ক
ঘ) সরকারি নীতিমালা
৩০৯. বিউটি পার্লার একটি-
ক) সামাজিক কাজ
খ) সেবামূলক কাজ
গ) অর্থনৈতিক কাজ
ঘ) ঐতিহ্যগত কাজ
৩১০. সোনারগাঁও কিসের জন্য বিখ্যাত ছিল?
ক) তাঁত শিল্পের জন্য
খ) মসলিন কাপড়ের জন্য
গ) কুটির শিল্পের জন্য
ঘ) জামদানি শাড়ির জন্য
৩১১. সেতু নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?
ক) সেবা শিল্প
খ) প্রজনন শিল্প
গ) নির্মাণ শিল্প
ঘ) উৎপাদন শিল্প
৩১২. আসলাম একজন পোশাক ডিজাইনার। তিনি প্রত্যেক ঈদে নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে নিয়ে আসেন। তিনি মূলত কোন কাজটি করেন?
ক) সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ) পুঁজির সদ্ব্যবহার
গ) উদ্ভাবন ও উন্নয়ন
ঘ) চাহিদামাফিক পণ্য সরবরাহ
৩১৩. প্রজনন শিল্পের অন্তর্গত-
i . তুলা থেকে বস্ত্র তৈরি
i i . নার্সারি তৈরি
i i i . হ্যাচারিতে পণ্য উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৩১৪. মুনাফার আশায় ধান-চাল, হাঁস-মুরগি ও ফার্মেসী এবং বিউটি পার্লার পরিচালনা-
ক) উৎপাদনমূলক কর্মকান্ড
খ) প্রত্যক্ষ সেবা
গ) অর্থনৈতিক কর্মকান্ড
ঘ) সব কয়টি
৩১৫. ঔষধ বিক্রয় কোন ধরণের কাজ?
ক) সামাজিক কাজ
খ) অর্থনৈতিক কাজ
গ) পারিবারিক কাজ
ঘ) সেবামূলক কাজ
৩১৬. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত?
ক) ধর্মীয় বিশ্বাস
খ) নদনদী
গ) ঐতিহ্য
ঘ) শিক্ষা ও সংস্কৃতি
৩১৭. রাজনৈতিক পরিবেশের উপাদান কোনটি?
ক) শিক্ষা
খ) সরকার
গ) জনসংখ্যা
ঘ) বিজ্ঞান ও প্রযুক্তি
৩১৮. কোনটি ব্যবসায়ের আওতায় পড়ে?
ক) কালভার্ট বা পুল স্থাপন স্থাপন
খ) ঠিকাদার কর্তৃক বিদ্যালয় স্থাপন
গ) ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন
ঘ) মালিক কর্তৃক ইমারত তৈরি
৩১৯. শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করাকে কী বলে?
ক) প্রজনন শিল্প
খ) নিষ্কাশন শিল্প
গ) নির্মাণ শিল্প
ঘ) উৎপাদন শিল্প
৩২০. সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলা হয়?
ক) বাণিজ্য
খ) ব্যবসায়
গ) শিল্প
ঘ) প্রত্যক্ষ সেবা
৩২১. সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে-
i.ব্যবসা-বাণিজ্যে অনুকুল পরিবেশ তৈরিতে
ii. শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে
iii. রাজনীতির অনুকূল পরিবেশ তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২২. প্রযুক্তিগত পরিবেশের উপাদান কয়টি?
ক) ৪ টি
খ) ৬ টি
গ) ৩ টি
ঘ) ৮ টি
৩২৩. মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলে?
ক) ব্যবসায়
খ) শিল্প
গ) বাণিজ্য
ঘ) সেবা
৩২৪. খনিজ শিল্প একটি-
ক) প্রজনন শিল্প
খ) নির্মাণ শিল্প
গ) উৎপাদন শিল্প
ঘ) নিষ্কাশন শিল্প
৩২৫. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) অত্যাধুনিক যুগে
৩২৬. ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে কোনটি?
i . অর্থ ও ব্যাংকিং ব্যবসা
i i . শিল্প, সাহিত্য ও ঐতিহ্য
i i i . জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৩২৭. ব্যবসায়ের নৈতিকতা জড়িত-
i.রাষ্ট্রের আইনকানুন
ii. সামাজিক রীতিনীতি
iii. ধর্মীয় অনুশাসন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২৮. নিচের কোনটি অর্থনৈতিক গুরুত্বের অন্তর্গত?
ক) পণ্য ও সেবার যোগান
খ) বেকার সমস্যার সমাধান
গ) ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি
ঘ) সম্পদের উন্নয়ন
৩২৯. শিক্ষা ও সংস্কৃতি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
ক) সামাজিক
খ) রাজনৈতিক
গ) আইনগত
ঘ) প্রাকৃতিক
৩৩০. জীবিকানির্বাহ ও মুনাফার আশায় পরিচালিত অর্থনৈতিক কর্মকন্ডকে কী বলে?
ক) ব্যবসায়
খ) বাণিজ্য
গ) শিল্প
ঘ) সেবা
৩৩১. মধ্য যুগে প্রচলন ঘটে-
i . কাগজি মুদ্রার
i i . বাজার ও শহরের
i i i . বৃহদায়তন উৎপাদনের
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৩৩২. বাংলাদেশে আইনগত পরিবেশের অনেকগুলো উপাদান কেমন?
ক) পুরাতন
খ) নতুন
গ) বেশ পুরাতন
ঘ) বেশ নতুন
৩৩৩. কোনো দেশের সরকার, আইন ও রাজনৈতিক অবস্থার সমন্বয়ে সৃষ্টি হয়-
ক) রাজনৈতিক পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) অর্থনৈতিক পরিবেশ
ঘ) মানবিক পরিবেশ
৩৩৪. ভূ-প্রকৃতি, জলবায়ু, নদ-নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি পরিবেশের কোন ধরণের উপাদান?
ক) আবশ্যিক
খ) অপরিহার্য
গ) পারিপার্শ্বিক
ঘ) প্রয়োজনীয়
৩৩৫. এদেশের বাণিজ্যের সাথে প্রতিযোগিতা চলতো-
i.তাম্রলিপ্তের
ii. সপ্তগ্রামের
iii. সুবর্ণগ্রামের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩৬. শিল্পবিপ্লব কোন যুগের অন্তর্গত?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) বিনিময় যুগে
৩৩৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত?
ক) সঞ্চয়
খ) বিনিয়োগ
গ) মূলধন
ঘ) জলবায়ূ
৩৩৮. জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা কোন ব্যবসায় পরিবেশের উপাদান?
ক) প্রাকৃতিক
খ) অর্থনৈতিক
গ) সামাজিক
ঘ) রাজনৈতিক
৩৩৯. নিচের কোনটি সামাজিক পরিবেশের উপাদান?
ক) অর্থ
খ) জলবায়ূ
গ) সরকার
ঘ) জাতি
৩৪০. ব্যবসায় উন্নয়ন ঘটায়-
i.গবেষণার
ii. সৃজনশীল কাজের
iii. শিল্পের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪১. এদেশ নদী ও সমুদ্রবেষ্টিত হওয়ায় কোন শিল্প বিকাশে উপযুক্ত পরিবেশ রয়েছে?
ক) পাট শিল্প
খ) মৎস্য শিল্প
গ) বন শিল্প
ঘ) কুটির শিল্প
৩৪২. মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি অর্থনীতিতে প্রভাবিত হয় কীসের দ্বারা?
ক) ব্যবসায়ী পরিবেশ
খ) বৈশ্বিক পরিবেশ
গ) স্থিতিশীল পরিবেশ
ঘ) অস্থিতিশীল পরিবেশ
৩৪৩. আধুনিক যুগে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমগুলো হলো-
i.পিডিএ স্মার্ট ফোন
ii. ল্যাপটপ
iii. ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪৪. বাণিজ্যের বিভিন্ন কর্মকান্ডকে কী বলে অভিহিত করা হয়?
ক) ব্যবসায় টু ব্যবসায়
খ) বাণিজ্য টু বাণিজ্য
গ) শিল্প টু শিল্প
ঘ) ব্যবসায় টু বাণিজ্য
৩৪৫. সেতু, বাঁধ, ইমারত প্রভৃতি নির্মাণ কার্যাদি-
ক) নির্মাণ শিল্প
খ) গঠনমূলক শিল্প
গ) নিষ্কাশন শিল্প
ঘ) সেবা পরিবেশক শিল্প
৩৪৬. অতীতকাল থেকে আজ পর্যন্ত জামদানি শাড়ির কদর বিদ্যমান। এটি সামাজিক পরিবেশের কোন উপাদানের ফলাফল?
ক) সংস্কৃতি
খ) প্রযুক্তি
গ) ঐতিহ্য
ঘ) বিজ্ঞান
৩৪৭. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ মৌলিক দিক কোনটি?
ক) উপযোগ সৃষ্টি
খ) উৎপাদন বৃদ্ধি
গ) পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি
ঘ) নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
৩৪৮. ব্যবসায়ের মাধ্যমে সহজ হয়-
i . সম্পদের যথাযথ ব্যবহার
i i . দেশের অর্থনৈতিক উন্নয়ন
i i i . তেল ও গ্যাস উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৩৪৯. জনাব সুমন তার গ্রামের কৃষকদের উৎপাদিত সবজি ক্রয় করে তা শহরে এনে বিক্রয় করেন। এটি কোন কাজের সাথে জড়িত?
ক) ব্যবসার
খ) শিল্প
গ) বাণিজ্য
ঘ) সেবা
৩৫০. কুড়িল ফ্লাইওভার তৈরি কোন শিল্পের অন্তর্গত?
ক) সেবা
খ) উৎপাদন
গ) নিষ্কাশন
ঘ) নির্মাণ
৩৫১. হ্যাচারি কোন শিল্পের অন্তর্গত?
ক) প্রজনন শিল্প
খ) নির্মাণ শিল্প
গ) উৎপাদন শিল্প
ঘ) নিষ্কাশন শিল্প
৩৫২. আইনের পরামর্শ কী ধরণের ব্যবসায়?
i . শিল্প
i i . বন্টন
i i i . সেবা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i i i
৩৫৩. ব্যবসায়ের ফলে -
i.সঞ্চয় বৃদ্ধি পায়
ii. মূলধন গঠিত হয়
iii. জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৫৪. বিজ্ঞাপন কিসের কাজ?
ক) শিল্প
খ) বাণিজ্য
গ) সেবা
ঘ) ব্যবসায়
৩৫৫. কোনটি ঝুঁকি সংক্রান্ত বাঁধা দূর করে?
ক) পরিবহন
খ) বিজ্ঞাপন
গ) ব্যাংকিং
ঘ) বিমা
৩৫৬. পরিবেশ দ্বারা প্রভাবিত হয়-
i.মানুষের জীবনযাত্রা
ii. সংস্কৃতি
iii. অর্থনীতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৫৭. সেবা শিল্প হলো-
i.বিদ্যুৎ শিল্প
ii. বিনোদন শিল্প
iii. পরিবহন শিল্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৫৮. সেবা কর্ম বিক্রি করে অর্থ উপার্জন করে-
i.ডাক্তার
ii. উকিল
iii. প্রকৌশলী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৫৯. আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা কোনটিকে?
ক) বাণিজ্যকে
খ) ব্যাংককে
গ) বিমাকে
ঘ) বিজ্ঞাপনকে
৩৬০. পরিবহন কোন ধরনের বাঁধাকে দূর করে?
ক) স্বত্বগত
খ) স্থানগত
গ) অর্থগত
ঘ) ঝুঁকিগত
৩৬১. করিমের বাড়ি সিলেট জেলায়। সে দেশের ঐতিহ্য রক্ষা করা যায় এমন ব্যবসায় করতে আগ্রহী। তার জন্যে কোন ব্যবসায়টি উপযুক্ত হবে?
ক) তাঁত শিল্প
খ) বাঁশ-বেত শিল্প
গ) ঝিনুক শিল্প
ঘ) মৃৎ শিল্প
৩৬২. এদেশের সওদাগরেরা কতকগুলো জাহাজের মালিক ছিলেন?
ক) শতাধিক
খ) অর্ধশতাধিক
গ) সহস্রাধিক
ঘ) অর্ধ সহস্রাধিক
৩৬৩. মানুষ অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয় কেন?
ক) মুনাফা অর্জনের লক্ষে
খ) ব্যবসায়ী হওয়ার লক্ষে
গ) অভাব পূরণের লক্ষে
ঘ) চাহিদা পূরণের লক্ষে
৩৬৪. কোনটি সামাজিক পরিবেশের উপকরণ নয়?
ক) জনসংখ্যা
খ) ঐতিহ্য
গ) ধর্ম
ঘ) আইন-শৃঙ্খলা
৩৬৫. ব্যবসায় অন্য পেশা থেকে আলাদা কেন?
ক) কাজের জন্য
খ) বৈশিষ্টের জন্য
গ) আওতার জন্য
ঘ) অধিক মুনাফার জন্য
৩৬৬. ব্যবসায় অন্য সব পেশা থেকে আলাদা। কারণ ব্যবসায়ের রয়েছে-
i . আর্থিক মূল্য
i i . ঝুকি
i i i . সেবার মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৩৬৭. কী কারণে দেশি ও বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে নিরুৎসাহী হয়?
ক) প্রতিকূল প্রাকৃতিক উপাদান
খ) স্বল্প শ্রমের যোগান
গ) প্রতিকূল রাজনৈতিক উপাদান
ঘ) প্রতিকূল আইনগত উপাদান
৩৬৮. বস্ত্র শিল্প কোন শিল্পের অন্তর্ভূক্ত?
ক) উৎপাদন
খ) সেবা
গ) নির্মাণ
ঘ) নিষ্কাশন
৩৬৯. ধর্মঘট কোন পরিবেশের উপাদান?
ক) প্রাকৃতিক
খ) সামাজিক
গ) রাজনৈতিক
ঘ) আইনগত
৩৭০. কিসের মাধ্যমে বেকার মানুষদের কর্মসংস্থান হয়?
ক) ব্যবসায়
খ) বাণিজ্য
গ) শিল্প
ঘ) কুটির শিল্প
৩৭১. কীভাবে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়?
ক) গুদামজাতকরণের ফলে
খ) পরিবহনের ফলে
গ) ক্রয়-বিক্রয়ের ফলে
ঘ) বিমাকরণের ফলে
৩৭২. নিচের কোনটি দেশে বিদ্যমান শিল্প বিকাশে সহায়ক?
i . খনিজ কয়লা
i i . চুনাপাথর
i i i . কঠিন শিলা ও খনিজ তৈল
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৩৭৩. মালিকানা সংক্রান্ত বাধা দূরীকরণে বাণিজ্যের কোন উপাদানটি ভূমিকা রাখে?
ক) পরিবহন
খ) গুদামজাতকরণ
গ) পণ্য বিনিময়
ঘ) বিমা
৩৭৪. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
৩৭৫. বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ , রৌপ্য ব্যবহৃত হতো কোন যুগে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) অত্যাধুনিক যুগে
৩৭৬. প্রত্যক্ষ সেবায় কী ব্যবহৃত হয়?
ক) মানসিক শ্রম
খ) পাইকারি শ্রম
গ) খুচরা শ্রম
ঘ) বাণিজ্যিক শ্রম
৩৭৭. ব্যবসায় বাণিজ্যের প্রসিদ্ধ স্থান হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল-
i.ঢাকা অঞ্চলের নাম
ii. নারায়নগঞ্জ অঞ্চলের নাম
iii. চট্টগ্রাম অঞ্চলের নাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৭৮. কোনটি ব্যবসায় পরিবেশের সামাজিক উপাদান?
ক) জলবায়ু
খ) মূলধন
গ) জাতি
ঘ) সার্বভৌমত্ব
৩৭৯. অতীতকালে এদেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে-
i.জাহাজ নির্মাণ করে
ii. মসলিন কাপড় তৈরি করে
iii. নকশি কাঁথা তৈরি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৮০. সপ্তগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য কোন দুটি নদীর মাধ্যমে সংঘটিত হতো?
ক) পদ্মা ও ভাগীরথী
খ) সরস্বতী ও মেঘনা
গ) ভাগীরথী ও সরস্বতী
ঘ) ভাগীরথী ও যমুনা
৩৮১. কোনটি দেশে অর্থনৈতিক কর্মকান্ড ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে?
ক) ব্যবসায়
খ) বাণিজ্য
গ) ব্যবসায়-বাণিজ্য
ঘ) শিল্প
৩৮২. ব্যবসায়িক কর্মকান্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি উদ্যোক্তাকে কোনটি বিবেচনায় রাখতে হয়?
ক) সরকারি পৃষ্ঠপোষকতা
খ) নৈতিকতা
গ) নমনীয়তা
ঘ) সৃজনশীলতা
৩৮৩. দ্রব্যমূল্য উর্ধ্বগতি কোন পরিবেশের প্রতিকূল অবস্থা?
ক) রাজনৈতিক পরিবেশ
খ) অর্থনৈতিক পরিবেশ
গ) সামাজিক পরিবেশ
ঘ) আইনগত পরিবেশ
৩৮৪. আইনের সহযোগিতা কোন ধরণের ব্যবসায়?
ক) শিল্প
খ) বন্টন
গ) সেবা
ঘ) বাণিজ্য
৩৮৫. ব্যবসায়ের লেনদেন বলতে কী বোঝায়?
ক) অর্থের আদান-প্রদান
খ) মূল্যের আদান-প্রদান
গ) সেবার আদান-প্রদান
ঘ) পণ্যের আদান-প্রদান
৩৮৬. আধুনিক যুগে প্রযুক্তির উন্নয়নের ফলে পৃথিবী কীসে পরিণত হয়েছে?
ক) বৈশ্বিক গ্রামে
খ) বৈশ্বিক শহরে
গ) বৈশ্বিক বন্দরে
ঘ) বৈশ্বিক নগরীতে
৩৮৭. ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি?
ক) বন্টন
খ) উৎপাদন
গ) সেবা প্রদান
ঘ) বিজ্ঞাপন
৩৮৮. সেবা শিল্পের উদাহরণ কোনটি?
ক) সেতু নির্মাণ
খ) রাস্তাঘাট নির্মাণ
গ) থনিজ শিল্প
ঘ) বিদ্যুৎ শিল্প
৩৮৯. আইনগত পরিবেশে বেশকিছু উপাদান-
i . আধুনিক
i i . যুগোপযোগী
i i i . চাহিদাসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৩৯০. জাতি, মানবসম্পদ, ঐতিহ্য কোন পরিবেশের উপাদান?
ক) প্রাকৃতিক পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) রাজনৈতিক পরিবেশ
ঘ) আইনগত পরিবেশ
৩৯১. বিদ্যুৎ শিল্প কোন শিল্পের অন্তর্গত?
ক) সেবা
খ) উৎপাদন
গ) নির্মাণ
ঘ) নিষ্কাশন
৩৯২. কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলিকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টিকে কী বলে?
ক) ব্যবসায়
খ) পরিবেশ
গ) সমাজ
ঘ) বাণিজ্য
৩৯৩. যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে কোন শিল্প বলে?
ক) নিষ্কাশন
খ) নির্মাণ
গ) উৎপাদন
ঘ) সেবা
৩৯৪. ইউনিলিভার বাংলাদেশ লি. চার প্রকার লাক্স সাবান প্রস্তুত করে। চার প্রকার সাবান প্রস্তুতের জন্যে তারা বিবেচনা করেছে-
i.জনসংখ্যা
ii. ভোক্তাদের অভিরুচি
iii. ভোক্তাদের চাহিদা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৯৫. ব্যবসায়ের মধ্য যুগের নিদর্শণ নয় কোনটি?
ক) ঝিনুক মুদ্রার
খ) ধাতব মুদ্রা ব্যবহার
গ) ব্যাংক ও বিমা
ঘ) পাথর ব্যবহার
৩৯৬. অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত বিভিন্ন প্রকার সেবাকর্মকে কী বলে?
ক) ব্যবসায়
খ) বাণিজ্য
গ) প্রত্যক্ষ সেবা
ঘ) বিমা
৩৯৭. অডিট ফার্ম কোন ধরণের ব্যবসায়ের মধ্যে পড়ে?
ক) প্রত্যক্ষ সেবা
খ) পরোক্ষ সেবা
গ) শিল্প
ঘ) বাণিজ্য
৩৯৮. প্রত্যক্ষ সেবা হল-
i . ডাক্তারি ক্লিনিক
i i . অডিট ফার্ম
i i i . আইন চেম্বার
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i ও i i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৩৯৯. স্বাস্থ্যসেবা একটি-
ক) প্রজনন শিল্প
খ) সেবা শিল্প
গ) প্রজনন শিল্প
ঘ) উৎপাদন শিল্প
৪০০. জনাব করিম ডাকবিভাগের চাকরির পাশাপাশি ছুটির দিনে বাড়ির পাশে সবজি বাগান করেন এবং তা বাজারে বিক্রি করে আয় করেন। এটি কোন ধরণের কর্মকান্ডের অন্তর্ভূক্ত?
ক) পারিবারিক
খ) প্রাতিষ্ঠানিক
গ) অর্থনৈতিক
ঘ) সামাজিক
৪০১. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য দ্রব্যের ব্যবহার শুরু হয় কখন?
ক) প্রাচীন যুগে
খ) মধ্য যুগে
গ) আধুনিত যুগে
ঘ) প্রাগৈতিহাসিক যুগে
৪০২. অর্থনৈতিক কর্মকান্ড ও লেনদেনের ফলে কীসের উদ্ভব হয়?
ক) ব্যবসায়ের
খ) পরিবহনের
গ) গুদামজাতকরণের
ঘ) বিমার
৪০৩. শামুক, ঝিনুক ও কড়ি ব্যবহার কোন যুগের ব্যবসায়ের নিদর্শন?
ক) প্রাচীন যুগ
খ) মধ্যযুগ
গ) আধুনিক যুগ
ঘ) একটিও নয়
৪০৪. সেবাদানকারী ব্যক্তির জন্য কোনটির বেশি প্রয়োজন পড়ে?
ক) যথেষ্ঠ প্রশিক্ষণ
খ) পর্যাপ্ত মূলধন
গ) অবকাঠামোগত সুযোগ
ঘ) আইনপ্রয়োগকারী সংস্থা
৪০৫. উৎপাদন শিল্প হলো-
i.বস্ত্র শিল্প
ii. পাট
iii. খনিজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪০৬. বাজারজাতকরণ কোন ধরণের উপযোগ সৃষ্টি করে?
ক) কালগত
খ) স্থানগত
গ) স্বত্বগত
ঘ) প্রচারগত
৪০৭. অর্থ উপার্জনের স্বাধীন পেশা কোনটি?
ক) শিক্ষকতা
খ) মুদির দোকান
গ) স্টেশনারি দোকান
ঘ) উকিল
৪০৮. নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান?
i . নদনদী
i i . ভূমি
i i i . জলবায়ূ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i ও i i
ঘ) i, i i ও i i i
৪০৯. নিচের কোনটি সেবা শিল্পের আওতাভূক্ত?
i . গ্যাস উৎপাদন ও বিতরণ
i i . বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ
i i i . সেতু নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i ও i i
ঘ) i i ও i i i
৪১০. ব্যবসা-বাণিজ্যের উন্নতি নিশ্চিত করা যায়-
i.দূর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করে
ii. চাঁদাবাজি প্রতিরোধ করে
iii. শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরী করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪১১. নিচের কোনটি রাজনৈতিক পরিবেশের উপাদান?
ক) সরকার
খ) সঞ্চয়
গ) বিনিয়োগ
ঘ) জলবায়ূ
৪১২. বাংলাদেশে ব্যবসায় স্থাপনের জন্য কোন পরিবেশের অধিকাংশ উপাদান অনুকূল?
ক) প্রাকৃতিক
খ) অর্থনৈতিক
গ) রাজনৈতিক
ঘ) সামাজিক
৪১৩. মোবাইল ফোন কোম্পানী কোন ধরণের শিল্প?
ক) সংযোজন
খ) নির্মাণ
গ) উৎপাদন
ঘ) সেবা
৪১৪. ব্যবসায় বিশেষ অবদান রাখছে-
i . আর্থসামাজিক উন্নয়নে
i i . রাজনৈতিক উন্নয়নে
i i i . দেশের সামগ্রিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i
গ) i i i
ঘ) i, i i ও i i i
৪১৫. সামাজিক পরিবেশের উপাদান হল-
i . আইন-শৃঙ্খলা
i i . পরিবেশ সংরক্ষণ
i i i . ভোক্তাদের মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৪১৬. কোন কারণে ব্যবসায় ধ্বংস হয়?
ক) অনৈতিক কারণে
খ) নৈতিক কারণে
গ) সামাজিক কারণে
ঘ) অর্থের কারণে
৪১৭. ব্যবসায়ের বস্তুগত বাঁধা দূর করে কোনটি?
ক) বিমা
খ) পণ্য বিনিময়
গ) পরিবহন
ঘ) বিজ্ঞাপন
৪১৮. পশু শিকার করা হতো কোন যুগে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) অত্যাধুনিক যুগে
৪১৯. ব্যবসায় কোন ধরণের পেশা?
ক) সম্মানজনক পেশা
খ) মহৎ পেশা
গ) স্বাধীন পেশা
ঘ) ছোটখাটো পেশা
৪২০. বাংলা কত শতাব্দীতে পর্তুগীজরা এদেশে বাণিজ্য করতে আরম্ভ করেন?
ক) পঞ্চদশ
খ) ষোড়শ
গ) সপ্তদশ
ঘ) অষ্টাদশ
৪২১. উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি?
ক) স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ
খ) প্রযুক্তিগত উন্নয়ন
গ) অনুকূল শিল্পনীতি
ঘ) কাঁচামালের সহজলভ্যতা
৪২২. একটি দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন-
i . জলবায়ূ
i i . ভূমি
i i i . প্রাকৃতিক সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও i i
গ) i ও i i i
ঘ) i, i i ও i i i
৪২৩. সানসিল্ক ব্রান্ডের নতুন শ্যাম্পুতে চুল পড়া রোধ সংক্রান্ত নতুন উপাদান যোগ হয়েছে। কিন্তু পণ্যটির বিজ্ঞাপন প্রচার করা হয়নি। এক্ষেত্রে নতুন ব্রান্ড সম্পর্কে ক্রেতার কীসের অভাব রয়েছে?
ক) অর্থের
খ) ঝুঁকির
গ) তথ্যের
ঘ) বিজ্ঞাপনের
৪২৪. আধুনিক যুগে এটিএম কার্ডের মাধ্যমে-
i.অর্থ উত্তোলন করা যায়
ii. বিল পরিশোধ করা যায়
iii. হিসাব স্থাপনান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
৪২৫. মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে কীসের সৃষ্টি হয়?
ক) সভ্যতার
খ) সামাজিক কর্মকান্ডের
গ) কৃষিকাজের
ঘ) ব্যবসায়ের
৪২৬. হরতাল, ধর্মঘট প্রভৃতি রাজনৈতিক কর্মসূচি ব্যবসায়-বাণিজ্যের ওপর কীরূপ প্রভাব ফেলবে বলে তুমি মনে কর?
ক) ব্যবসায় মন্দাভাব দেখা দেবে
খ) সার্বিক বিনিয়োগ হ্রাস পাবে
গ) উৎপাদনে তেমন পরিবর্তন হবে না
ঘ) উৎপাদন ও ভোগ হ্রাস পাবে
৪২৭. বিমা কোম্পানী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে ব্যবসায়ের কী গ্রহণ করে?
ক) ঝুঁকি
খ) দায়
গ) ক্ষতি
ঘ) দায়িত্ব
৪২৮. এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ করতে কোনটির সহায়তা প্রয়োজন?
ক) পরিবহন
খ) গুদামজাতকরণ
গ) মোড়কিকরণ
ঘ) বিজ্ঞাপন
৪২৯. বাণিজ্যের কাজ হল-
i . পণ্য বিনিময়
i i . উৎপাদন
i i i . বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i ও i i
ঘ) i ও i i i
৪৩০. অর্থনৈতিক কাজ-
i.হাঁস-মুরগি পালন
i i . ওষুধ বিক্রয়
i i i . বিউটি পার্লার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৪৩১. মৎস্য শিল্প বিকাশের জন্য আমাদের দেশে কেমন পরিবেশ বিদ্যমান?
ক) অনুকূল পরিবেশ
খ) উপযুক্ত পরিবেশ
গ) প্রতিকুল পরিবেশ
ঘ) অনুপযুক্ত পরিবেশ
৪৩২. সিলেটে সবচেয়ে বেশি চা এবং ময়মনসিংহে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। এরূপ বিভিন্ন স্থানে বিভিন্ন পণ্য উৎপাদনের কারণ কোনটি বলে তুমি মনে করো?
ক) ভূমির বিভিন্নতা
খ) ভৌগলিক অবস্থান
গ) অর্থনৈতিক অবস্থা
ঘ) সামাজিক পরিবেশ
৪৩৩. উৎপাদিত সামগ্রী পুণরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় কোন শিল্পে?
ক) প্রজনন
খ) নিষ্কাশন
গ) নির্মাণ
ঘ) উৎপাদন
৪৩৪. চট্টগ্রামের কোন এলাকায় জাহাজ নির্মাণ কারখানা ছিল?
ক) ষোলশহর
খ) হালিশহর
গ) কর্ণেল হাট
ঘ) এয়ারপোর্ট
৪৩৫. বাণিজ্যের ঝুঁকিগত বাধা দূর করে কোনটি?
ক) পরিবহন
খ) গুদামজাতকরণ
গ) ব্যাংকিং
ঘ) বিমা
৪৩৬. সংস্কৃতির বিনিময় ঘটার কারণ কী?
ক) পণ্যদ্রব্যের আদান-প্রদান
খ) শিল্পের বিকাশ
গ) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
ঘ) সৃজনশীল কাজের উন্নয়ন
৪৩৭. বাজার ও শহর সৃষ্টি হয় কোন যুগে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) অত্যাধুনিক যুগে
৪৩৮. বিনিময়ের মাধ্যম হিসেবে দুস্প্রাপ্য শামুক ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?
ক) প্রাচীন
খ) মধ্য
গ) মোঘল
ঘ) আধুনিক
৪৩৯. ব্যবসায় পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) ৪ ভাগে
খ) ৫ ভাগে
গ) ৬ ভাগে
ঘ) ৭ ভাগে
৪৪০. জনাব তাহের নিজের হ্যাচারিতে মাছের ডিম থেকে পোনা সংগ্রহ করেন। এখান থেকে তিনি ছোট-বড় বিভিন্ন ধরণের মাছের পোনা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। জনাব তাহের কোন শিল্পের সাথে জড়িত?
ক) উৎপাদন শিল্প
খ) সম্পদ উত্তোলন শিল্প
গ) প্রজনন শিল্প
ঘ) নির্মাণ শিল্প
৪৪১. ব্যাংক পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিছু নীতিমালা বাংলাদেশ ব্যাংককে প্রদান করলো। এ নীতিমালা ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
ক) অর্থনৈতিক
খ) সামাজিক
গ) রাজনৈতিক
ঘ) আইনগত
৪৪২. কোন যুগে ব্যাংক ও বিমার সম্প্রসারণ ঘটে?
ক) প্রাচীন যুগে
খ) মধ্য যুগে
গ) আধুনিক যুগে
ঘ) বিনিময় যুগে
৪৪৩. প্রাচীন যুগের কাজ কোনটি?
ক) সংগঠন সৃষ্টি
খ) দ্রব্য বিনিময়
গ) প্রযুক্তির উন্নয়ন
ঘ) শহর সৃষ্টি
৪৪৪. প্রযুক্তিগত পরিবেশের উপাদান-
i.প্রযুক্তি শিক্ষা
ii. কারিগরি দক্ষতা
iii. মানব সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৪৫. ব্যাবসায় বাণিজ্য ও শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি কাদেরকে এগিয়ে আসতে হবে?
ক) শিল্পপতিদের
খ) সবাইকে
গ) ব্যবসায়কে
ঘ) উদ্যোক্তাদের
৪৪৬. ব্যাংক ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ হয় কখন?
ক) প্রাচীন যুগে
খ) মধ্যযুগে
গ) আধুনিক যুগে
ঘ) অত্যাধুনিক যুগে
৪৪৭. ফখরুল মাদকদ্রব্য বিক্রয়ের মাধ্যমে বিত্তশালী হয়েছে। ফখরুলের এ কাজটি ব্যবসার বহির্ভূত। এর প্রধান কারণ কী?
ক) ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান
খ) বিক্রয়ের অভিপ্রায়
গ) আইনগত বৈধতার অভাব
ঘ) লেনদেনের পৌনঃপুনিকতার অভাব
৪৪৮. যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয় তাদের কী শিল্প বলে?
ক) প্রজনন
খ) নিষ্কাশন
গ) নির্মাণ
ঘ) উৎপাদন
৪৪৯. ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন কোন শিল্পের অন্তর্গত?
ক) প্রজনন
খ) উৎপাদন
গ) নিষ্কাশন
ঘ) সেবা
৪৫০. আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো-
i . কাগজি মুদ্রার প্রচলন
i i . শিল্প বিপ্লব
i i i . প্রযুক্তির উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i
৪৫১. মিস সালমা অল্পশিক্ষিত হওয়ায় চাকরী পেতে কষ্ট হয়। ফলে তিনি স্বল্প মূলধন নিয়ে একটি মৌসুমি ফুলের নার্সারী স্থাপন করেন। এটি কোন শিল্পের অন্তর্ভূক্ত?
ক) প্রজনন
খ) উৎপাদন
গ) নিষ্কাশন
ঘ) নির্মাণ
৪৫২. বস্ত্র শিল্প কোন শিল্পের উদাহরণ?
ক) নির্মাণ শিল্প
খ) উৎপাদন শিল্প
গ) সেবা শিল্প
ঘ) নিষ্কাশন শিল্প
৪৫৩. রোমের সম্রাট কোথা থেকে জাহাজ তৈরি করে নিতেন?
ক) কলকাতা
খ) চট্টগ্রাম
গ) করাচি
ঘ) লন্ডন
৪৫৪. কোনটি পরিবেশের পারিপার্শ্বিক উপাদান?
ক) সংস্কৃতি
খ) অর্থনীতি
গ) নদনদী
ঘ) জীবনধারা
৪৫৫. Trade কী?
ক) স্বত্বগত রূপান্তর
খ) পণ্য ক্রয়
গ) পণ্য বিক্রয়
ঘ) পণ্য বিনিময়
৪৫৬. উৎপাদনের বাহন কোনটি?
ক) শিল্প
খ) বাণিজ্য
গ) প্রত্যক্ষ সেবা
ঘ) পরিবহন
৪৫৭. সম্পদের উন্নয়ন ব্যবসায়ের কোন ধরণের গুরুত্ব?
ক) সামাজিক
খ) অর্থনৈতিক
গ) রাজনৈতিক
ঘ) মানবিক
৪৫৮. কোনটি ব্যবসায় উৎপত্তির মূল কারণ?
ক) প্রয়োজনবোধ
খ) অভাববোধ
গ) চাহিদাবোধ
ঘ) দায়বোধ
৪৫৯. পরিবেশের দ্বিতীয় উপাদান কোনটি?
ক) সামাজিক পরিবেশ
খ) রাজনৈতিক পরিবেশ
গ) অর্থনৈতিক পরিবেশ
ঘ) আইনগত পরিবেশ
৪৬০. কোনটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান নয়?
ক) পোল্ট্রি ফার্ম
খ) দাতব্য প্রতিষ্ঠান
গ) কাপড়ের দোকান
ঘ) ফুলের দোকান
৪৬১. ব্যবসায়ে জীবনীশক্তি কী?
ক) পণ্যদ্রব্য
খ) ক্রেতা
গ) মূলধন
ঘ) মুনাফা
৪৬২. ব্যবসায়ের সথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে?
ক) বিমা
খ) আর্থিক মুল্য
গ) মান
ঘ) মোড়ক
৪৬৩. মুনাফা অর্জন ব্যবসায়ের কী?
ক) বৈশিষ্ট্য
খ) কার্যাবলী
গ) উদ্দেশ্য
ঘ) ক্ষতি
৪৬৪. ব্যবসায় বাণিজ্য প্রসারে সহায়তাকরে-
i . সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি
i i . অনুকূল শিল্প ও বাণিজ্যনীতি
i i i . ঘনঘন সরকার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i i
গ) i ও i i
ঘ) i ও i i i
৪৬৫. নূর মোহাম্মদ অর্থের বিনিময়ে এক প্রতিষ্ঠানের বিক্রীত পণ্যদ্রব্য অন্য প্রতিষ্ঠানে পৌঁছে দেন। তিনি ব্যবসায়ের কোন ধরণের উপযোগ সৃষ্টি করেন?
ক) অর্থগত
খ) ঝুকিগত
গ) স্থানগত
ঘ) কালগত
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও।
মি. রহিম গ্রামের মহিলাদের সহায়তায় বাঁশ, মাটি, শোলা ও পাটের সাহায্যে বিভিন্ন খেলনা ও গৃহস্থালী সামগ্রী তৈরী করে বাজারে বিক্রি করে বেশ টাকা-পয়সার মালিক হয়েছেন।
৪৬৬. মি. রহিমের কাজের মাধ্যমে কীসের যথাযথ ব্যবহারের পথ প্রশস্ত হয়েছে?
ক) কাঁচামাল
খ) সম্পদ
গ) কৃষি পণ্য
ঘ) শিল্প পণ্য
৪৬৭. মি. রহিম গ্রামের মহিলাদের জন্যে অবদান রেখেছেন-
i.আর্থিক অবস্থার উন্নয়নে
ii. বেকার সমস্যা সমাধানে
iii. জীবনযাত্রার মানোন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment