বিজ্ঞান অধ্যায় - ২: গতি
১. কোনো বস্তু কত দ্রুত চলতে তথা দূরত্ব অতিক্রম করছে তা যে রাশি দিয়ে পরিমাপ করা হয় তাকে কী বলে?
ক) সরণ
খ) দ্রুতি
গ) বেগ
ঘ) ত্বরণ
২. রুবেল দৌঁড়ে বায়তুল মোকররম থেকে 500 গজ দক্ষিণে গেল এখানে রুবেলের –
ক) বেগ 500 গজ
খ) দূরত্ব 500 গজ
গ) সরণ 500 গজ
ঘ) ত্বরণ 500 গজ
৩. কোনটি ভেক্টর রাশি?
ক) কাজ
খ) সময়
গ) দ্রুতি
ঘ) তড়িৎ তীব্রতা
৪. স্কেলার রাশির ক্ষেত্রে –
i. দিকের প্রয়োজন আছে
ii. একে মান দিয়ে প্রকাশ করা হয়
iii. কাজ স্কেলার রাশির উদাহরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫. মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু 1 সেকেন্ডে 3m দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
ক) 15m
খ) 5m
গ) 25m
ঘ) 75m
৬. 10 ms-1 হচ্ছে –
i. অদিক রাশি
ii. স্কেলার রাশি
iii. প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 10m
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭. কোন ধরনের গতিতে বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে?
ক) রৈখিক গতি
খ) স্পন্দন গতি
গ) ঘূর্ণন গতি
ঘ) চলন গতি
৮. সময়ের পরিবর্তনের সাথে কোনো বস্তুর অবস্থান পরিপার্শ্বের সাপেক্ষে পরিবর্তিত হওয়ার ঘটনাকে কী বলে?
ক) স্থিতি
খ) গতি
গ) বেগ
ঘ) সরণ
৯. একটি স্থির মার্বেলকে সজোরে আঘাত করায় মার্বেলটিতে 4 ms-2 ত্বরণের সৃষ্টি হলো। মার্বেলটি 12 m দূরত্বে গিয়ে থেমে গেলে মার্বেলটির শেষবেগ হবে –
i. 9.8 ms-1
ii. 0
iii. 35.28 kmh-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০. 2 ms-2 ত্বরণ সৃষ্টিকারী এক্সিলারেটর চেপে 9 m যাওয়ার পর কোনো মোটরগাড়ির বেগ 10 ms-1 হলো। এক্সিলারেটর চাপার মুহূর্তে গাড়িটির বেগ ছিল –
i. 2 ms-1
ii. 5 ms-1
iii. 8 ms-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iii
ঘ) i, ii ও iii
১১. স্থির অবস্থান হতে একটি কণা 5 cms-2 সমত্বরণে কোনো নির্দিষ্ট সরলরেখা বরাবর চলছে –
i. 3s পর পর বেগ 15 cms-1
ii. 4s পর এর বেগ 22 cms-1
iii. 3s এ এর অতিক্রান্ত দূরত্ব 22.5 cm
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২. বল কী রাশি?
ক) আদিক রাশি
খ) দিক রাশি
গ) মৌলিক রাশি
ঘ) স্কেলার রাশি
১৩. কোনো বস্তু সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে কী বলে?
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) গড় দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
১৪. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না
ii. সরণের মাত্রা L
iii. সরণ স্কেলার রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সরণের হারকে বেগ বলে
ii. বেগ ও ত্বরণের একক অভিন্ন
iii. বেগের একক মিটার/সেকেন্ড (ms-1)
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬. দূরত্ব-সময় লেখ এর যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল –
i. বেগ নির্দেশ করে
ii. বেশি হলে বেগ বেশি
iii. সংখ্যাগতভাবে ত্বরণের মান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭. পড়ন্ত বস্তুর সূত্র কয়টি?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৮. নিচের তথ্যগেুলো লক্ষ কর:
i. পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে
ii. সূর্য ছায়াপথে ঘুরছে
iii. সূর্যের গ্রহসমূহ পৃথিবীর চারদিকে ঘুরছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯. পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হতে পারে -
i. দূরত্বে
ii. দিকে
iii. দূরত্বে ও দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০. পর্যাবৃত্ত গতি –
i. সরল দোলকের গতি
ii. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি
iii. ঘড়ির কাঁটার গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১. নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ?
ক) বৈদ্যুতিক পাখার গতি
খ) ঘড়ির কাঁটার গতি
গ) সূর্যের চারদিকে পৃথিবীর গতি
ঘ) কম্পনশীল সুরশলাকার গতি
২২. রৈখিক গতিশীল বস্তু কোন পথে চলে?
ক) বক্রপথে
খ) বৃত্তাকার পথে
গ) সরল পথে
ঘ) পর্যাবৃত্ত পথে
২৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে
ii. তাৎক্ষণিক দ্রুতির একক ms‑1
iii. মোট অতিক্রান্ত সময় থেকে তাৎক্ষণিক দ্রুতি হিসাব করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪. নিচের বিবরণগুলো লক্ষ কর:
i. সকল স্থিতিই পরম
ii. সকল গতিই আপেক্ষিক
iii. কোনো গতিই পরম নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫. কোথায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম?
ক) মেরু অঞ্চলে
খ) পৃথিবীর কেন্দ্রে
গ) ক্রান্তীয় অঞ্চলে
ঘ) বিষুব অঞ্চলে
২৬. দুটি বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে তারা ভিন্ন ভিন্ন সময়ে মাটিতে পৌঁছায় কেন?
ক) অভিকর্ষজ ত্বরণ
খ) বস্তুর ভর
গ) বাতাসের বাঁধা
ঘ) সবগুলো
২৭. পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তিত হয় কেন?
ক) অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে বলে
খ) আকৃতিভেদে ভর ভিন্ন হয় বলে
গ) অভিকর্ষজ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে বলে
ঘ) আকৃতিভেদে কেন্দ্রের অবস্থান পরিবর্তিত হয় বলে
২৮. কোনো গাড়ির ১ম সেকেন্ডে দ্রুতি 5 ms-1। গাড়িটি 33 সেকেন্ড চলার পর 33 তম সেকেন্ডে তার দ্রুতি 7 ms-1। এটা কি দ্রুতি?
ক) গড় দ্রুতি
খ) মোট দ্রুতি
গ) সুষম দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
২৯. নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক) সরণ
খ) দ্রুতি
গ) বেগ
ঘ) ত্বরণ
৩০. পড়ন্ত বস্তুর সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?
ক) আদিবেগ থাকবে
খ) বাতাসের বাঁধা থাকবে
গ) আদি বেগ থাকবে না
ঘ) অভিকর্ষ বল থাকবে না
৩১. দিকের বিবেচনায় বস্তু জগতের রাশিগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৩২. শব্দের বেগ কোন ধরনের বেগ?
ক) সুষম বেগ
খ) অসম বেগ
গ) গড় বেগ
ঘ) তাৎক্ষণিক বেগ
৩৩. স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2ms-1 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20ms-1 হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল?
ক) 7s
খ) 10s
গ) 5s
ঘ) 15s
৩৪. স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 ms-2 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 ms-1 হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল?
ক) 10 s
খ) 18 s
গ) 22 s
ঘ) 40 s
৩৫. কোনো বস্তু কত দ্রুত চলছে তা কিসের উপর নির্ভর করে?
ক) বস্তুর ভর
খ) বস্তুর আয়তন
গ) বস্তুর দ্রুতি
ঘ) বস্তুর চাপ
৩৬. একটি বস্তু ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়তে থাকলে এর বেগ প্রতি সেকেন্ডে কত হবে?
ক) 9.8 ms-1 করে বৃদ্ধি পাবে
খ) 9.8 ms-1 করে অপরিবর্তিত থাকবে
গ) 9.78 ms-1 করে হ্রাস পাবে
ঘ) 9.79 ms-1 করে হ্রাস পাবে
৩৭. সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10 ms-2 সুষম ত্বরণে চলার সময় 80 m দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে?
ক) 10 ms-1
খ) 40 ms-1
গ) 70 ms-1
ঘ) 90 ms-1
৩৮. অভি বাসা থেকে 100m দৌঁড়ে গেলে এটি –
ক) দূরত্ব
খ) সরণ
গ) বেগ
ঘ) ত্বরণ
৩৯. সরণ –
i. বস্তুর গতিপথের ওপর নির্ভর করে
ii. এর মান বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব
iii. একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪০. ত্বরণের একক কোনটি?
ক) ms-1
খ) ms-2
গ) Ns
ঘ) kgs-2
৪১. বস্তুর অসমবেগ – এর ক্ষেত্রে –
i. সময়ের সাথে সরণের হারের মান পরিবর্তিত হয়
ii. সময়ের সাথে সরণের দিক পরিবর্তিত হয়
iii. ভিন্ন ভিন্ন সময়ে বস্তুর বেগ একই হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪২. কত মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি 31.3 ms-1 বেগে ভূ-পৃষ্ঠকে আঘাত করবে? অভিকর্ষজ ত্বরণ g=9.8 ms-2.
ক) 40m
খ) 30m
গ) 50m
ঘ) 100m
৪৩. গাড়ির বেগ সাধারণত কী ধরনের বেগ?
ক) সুষম বেগ
খ) গড় বেগ
গ) তাৎক্ষণিক বেগ
ঘ) অসম বেগ
৪৪. ঘূর্ণন গতিতে –
i. অক্ষ থেকে বস্তুকণার দূরত্ব পরিবর্তিত হতে থাকে
ii. নির্দিষ্ট ঘূর্ণন অক্ষ থাকে
iii. বস্তু অক্ষকে কেন্দ্র করে ঘুরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৫. বিভিন্ন প্রকার রাশির ক্ষেত্রে –
i. মৌলিক রাশিসমূহ সকলেই স্কেলার
ii. ভেক্টর রাশিসমূহ সংজ্ঞায়িত করতে কোনো স্কেলার রাশির প্রয়োজন নেই
iii. ভেক্টর ও স্কেলার রাশির একক একই হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৬. g-এর আদর্শ মান কত?
ক) 9.80665 ms-2
খ) 9.83 ms-2
গ) 9.81 ms-2
ঘ) 9.8076 ms-2
৪৭. পৃথিবী ও চন্দ্রের মধ্যকার আকর্ষণ হচ্ছে –
i. মহাকর্ষ
ii. অভিকর্ষজ ত্বরণ
iii. অভিকর্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৮. নিচের কোনটি সুষম বেগের উদারহণ?
ক) বজ্রপাতের শব্দের বেগ
খ) অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ
গ) রাস্তায় চলন্ত গাড়ির বেগ
ঘ) নিক্ষিপ্ত বস্তুর বেগ
৪৯. কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষের প্রভাবে ভূমিতে পৌঁছায়। বাঁধাহীনভাবে একই উচ্চতা থেকে একই সময় একটি ভারী ও হালকা বস্তু ছেড়ে দেওয়া হলে কোনটি ঘটবে?
ক) ভারী বস্তুটি আগে পড়বে
খ) হালকা বস্তুটি আগে পড়বে
গ) দুটি বস্তু একসাথে পড়বে
ঘ) শুধু হালকা বস্তুটি পড়বে
৫০. 20 ms-1 বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 6 সে. থামান হল। ব্রেক কষার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল?
ক) 120 m
খ) 107 m
গ) 90 m
ঘ) 60 m
৫১. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্ক কী?
ক) সমানুপাতিক
খ) বর্গের সমানুপাতিক
গ) ব্যস্তানুপাতিক
ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
৫২. বেগের সংজ্ঞা সম্পর্কিত ধারণা হলো –
i. সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হার
ii. সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমান্তিক মান
iii. সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের বৃদ্ধির হার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৩. কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখায় সীমাবদ্ধ থাকে তাহলে তার গতিকে কী বলে?
ক) রৈখিক গতি
খ) ঘূর্ণন গতি
গ) চলন গতি
ঘ) পর্যাবৃত্ত গতি
৫৪. গাড়ির প্রকৃত অবস্থা জানতে হলে বেগের মানের মাপে কোনটি উল্লেখ করতে হবে?
ক) আয়তন
খ) ভর
গ) দিক
ঘ) তাপমাত্রা
৫৫. বল কোন রাশি?
ক) মৌলিক রাশি
খ) স্কেলার রাশি
গ) ভেক্টর রাশি
ঘ) কোনো রাশি নয়
৫৬. তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে কত সময়ের অতিক্রান্ত দূরত্ব বের করতে হয়?
ক) অনেক বেশি সময়ের
খ) মোট অতিক্রান্ত সময়ের
গ) অতি অল্প সময়ের
ঘ) মোট সময়ের অর্ধেক পরিমাণ সময়ের
৫৭. বেগ-সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুর কী নির্দেশ করে?
ক) সরণ
খ) বেগ
গ) ত্বরণ
ঘ) দ্রুতি
৫৮. হিসেবের সুবিধার জন্য g এর আদর্শ মান কত ধরা হয়?
ক) 9.81 ms-2
খ) 9.79 ms-2
গ) 9.80 ms-2
ঘ) 9.78 ms-2
৫৯. স্কেলার রাশির যোগ কোন নিয়মে করতে হয়?
ক) সূচকের
খ) বীজগাণিতিক
গ) জ্যামিতিক
ঘ) লগারিদমিক
৬০. সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?
ক) দ্রুতি
খ) বেগ
গ) ত্বরণ
ঘ) মন্দন
৬১. এক টুকরা পাথর ও এক টুকরা কাগজ একই উচ্চতা থেকে ছেড়ে দিলে কী ঘটবে?
ক) পাথরটি কাগজের পরে মাটিতে পড়বে
খ) পাথরটি কাগজের আগেই মাটিতে পড়বে
গ) পাথর ও কাগজ একই সাথে মাটিতে পড়বে
ঘ) শুধু কাগজের টুকরাটি মাটিতে পড়বে
৬২. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে রাস্তার চলন্ত মানুষ গতিশীল
ii. বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে পাশের দোকান গতিশীল
iii. বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে উড়ন্ত পাখি গতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৩. এ মহাবিশ্বের সকল –
i. গতিই পরম
ii. গতিই আপেক্ষিক
iii. স্থিতিই আপেক্ষিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৪. সূর্যের গ্রহগুলো ঘুরে –
ক) পৃথিবীর চারপাশে
খ) চন্দ্রের চারপাশে
গ) সূর্যের চারপাশে
ঘ) ছায়াপথে
৬৫. একটি বস্তুর বেগ 7 s এ 3 ms-1 থেকে 31 ms-1 এ উন্নীত হলো। বস্তুটির ত্বরণ কত?
ক) 4 m
খ) 4 ms-1
গ) 4 ms-2
ঘ) 21 ms-2
৬৬. আবিরের বাসা স্কুলের 30 গজ পশ্চিমে। এখানে প্রসঙ্গ কাঠামো কোনটি?
ক) আবিরের বাসা
খ) স্কুল
গ) পশ্চিম
ঘ) 30 গজ
৬৭. গতিশীল বস্তুর জন্য প্রতিষ্ঠিত চারটি সমীকরণকে একত্রে কী বলা হয়?
ক) বেগের সমীকরণ
খ) গতির সমীকরন
গ) সময়ের সমীকরণ
ঘ) পড়ন্ত বস্তুর সূত্রাবলী
৬৮. কোন ধরনের বেগে বস্তুর বেগের মান ও দিক উভয়েরই পরিবর্তন ঘটে?
ক) সুষম বেগ
খ) অসমবেগ
গ) গড়বেগ
ঘ) তাৎক্ষণিক বেগ
৬৯. চলমান গাড়ির ত্বরণ কী ধরনের?
ক) সুষম
খ) অসম
গ) মন্দন
ঘ) সবগুলো
৭০. পড়ন্ত বস্তুর সূত্র হলো –
i. বায়ুশূন্য স্থানে সকল বস্তুই স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে সমান সময়ে সমান পথ অতিক্রম করে
ii. বাঁধাহীনভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক
iii. বাঁধাহীনভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ঐ সময়ের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭১. ঘূর্ণন গতির ক্ষেত্রে –
i. একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থাকে
ii. নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বস্তুর দূরত্ব অপরিবর্তিত থাকে
iii. নির্দিষ্ট বিন্দুটিকে কেন্দ্র করে বস্তুটি ঘোরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭২. প্রসঙ্গ কাঠামোর সাহায্যে আমরা নির্ণয় করি কোনো বস্তুর –
i. অবস্থান
ii. স্থিতি
iii. গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৩. কোনটি স্কেলার নয়?
ক) কাজ
খ) শক্তি
গ) ভর
ঘ) ওজন
৭৪. ত্বরণের সাথে মন্দনের বৈসাদৃশ্য হলো –
i. ভরবেগ প্রথম রাশিটিতে বৃদ্ধি পায় কিন্তু দ্বিতীয় রাশিটিতে হ্রাস পায়
ii. ভরবেগ প্রথম রাশিটিতে হ্রাস পায় কিন্তু দ্বিতীয় রাশিটিতে বৃদ্ধি পায়
iii. গতিশক্তি প্রথম রাশটিতে বৃদ্ধি পায় কিন্তু দ্বিতীয় রাশিটিতে হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৫. রৈখিকভাবে গতিশীল বস্তু –
i. সরল রেখা বরাবর গতিশীল
ii. এর গতি সরলরেখার উপর সীমাবদ্ধ
iii. কোন নির্দিষ্ট বিন্দু থেকে বস্তু কণার দূরত্ব অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৬. যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক) দূরত্ব
খ) সরণ
গ) বেগ
ঘ) দ্রুতি
৭৭. “স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক” – এটি পড়ন্ত বস্তুর কোন সূত্র?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
৭৮. যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে?
ক) প্রসঙ্গ বস্তু
খ) প্রসঙ্গ কাঠামো
গ) প্রসঙ্গ ক্ষেত্র
ঘ) প্রসঙ্গ অক্ষ
৭৯. কোনটি ঘূর্ণন গতির উদাহরণ?
ক) বৈদ্যুতিক পাখার গতি
খ) গিটারের তারের গতি
গ) সরল পথে ট্রাকের গতি
ঘ) কম্পনশীল সুরশলাকার গতি
৮০. অভি বাসা থেকে 10 মিটার পশ্চিম দিকে গেল এটি –
ক) দূরত্ব
খ) সরণ
গ) বেগ
ঘ) ত্বরণ
৮১. যদি সমান সময়ে বস্তু সমান দূরত্ব অতিক্রত না করে তাহলে তাকে কী বলে?
ক) সুষম বেগ
খ) সুষম দ্রুতি
গ) অসম ত্বরণ
ঘ) অসম দ্রুতি
৮২. একটি বস্তুকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তা 6 সেকেন্ডে ভূ-পৃষ্ঠে পতিত হবে?
ক) 19.6 ms-1
খ) 20.2 ms-1
গ) 25.0 ms-1
ঘ) 29.4 ms-1
৮৩. কোন অক্ষাংশে সমুদ্র অঞ্চলে g-এর মানকে আদর্শ মান ধরা হয়?
ক) 400
খ) 450
গ) 600
ঘ) 900
৮৪. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব সরণের মান প্রকাশ করে
ii. নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনই সরণ
iii. সরণের দিক বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৫. বায়তুল মোকারমের সামনে দিয়ে কোন লোক হেঁটে গেলে লোকটি –
ক) স্থির
খ) গতিশীল
গ) ভারী
ঘ) হালকা
৮৬. কোনটি সরণের একক?
ক) মিটার
খ) মিটার/সেকেন্ড
গ) সেকেন্ড
ঘ) মিটার/সেকেন্ড২
৮৭. প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে নির্ণয় করা হয় বস্তুর –
i. অবস্থান
ii. স্থিতি
iii. গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. suvat এর তিনটি জানা থাকলে বাকি দুটি বের করা হয়
ii. গতির সমীকরণ চারটি
iii. চারটি সমীকরণের প্রত্যেকটিতে চারটিত করে রাশি আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৯. রৈখিকভাবে গতিশীল বস্তুর উদাহরণ হচ্ছে –
i. ঘড়ির কাঁটার গতি
ii. সোজা পথে গাড়ির চাকার গতি
iii. পিচ ঢালা সোজা রাস্তা রোলারের গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯০. কোন রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় দিক নির্দেশের প্রয়োজন নেই?
ক) স্কেলার রাশি
খ) ভেক্টর রাশি
গ) দিক রাশি
ঘ) যৌগিক রাশি
৯১. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে প্রিস্টনের গতি কী ধরনের?
ক) রৈখিক গতি
খ) উপবৃত্তাকার গতি
গ) পর্যাবৃত্ত গতি
ঘ) স্পন্দন গতি
৯২. রাশিকে প্রকাশ করা হয় –
i. শুধু মান দিয়ে
ii. শুধু দিক দিয়ে
iii. মান ও দিক দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৩. মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) গড় দ্রুতি
ঘ) সবগুলি
৯৪. ট্রেনের যাত্রীর কাছে বাইরের গাছপালা গতিশীল মনে হয় কেন?
ক) অবস্থানের পরিবর্তন ঘটে বলে
খ) সময়ের পরিবর্তন ঘটে বলে
গ) চোখের দৃষ্টিভ্রমের কারণে
ঘ) দিকের পরিবর্তন ঘটে বলে
৯৫. কোনটি দিক রাশি?
ক) ঘনত্ব
খ) চৌম্বক তীব্রতা
গ) শক্তি
ঘ) আপেক্ষিক গুরুত্ব
৯৬. নিচের কোনটি প্রকৃতপক্ষে স্থির?
ক) ঘরবাড়ি
খ) দাঁড়িয়ে থাকা বাস
গ) পৃথিবী
ঘ) কোনোটিই নয়
৯৭. কোন ধরনের গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরল রৈখিক হতে পারে?
ক) ঘূর্ণন গতি
খ) চলন গতি
গ) পর্যাবৃত্ত গতি
ঘ) রৈখিক গতি
৯৮. 00C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?
ক) 232 ms-1
খ) 320 ms-1
গ) 1452 ms-1
ঘ) 5221 ms-1
৯৯. ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
ক) রৈখিক গতি
খ) উপবৃত্তাকার গতি
গ) পর্যাবৃত্ত গতি
ঘ) স্পন্দন গতি
১০০. 40m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূ-পৃষ্ঠকে আঘাত করবে? g=9.8 ms-2.
ক) 31.3 ms-1
খ) 28 ms-1
গ) 30 ms-1
ঘ) 35 ms-1
১০১. সরণের মাত্রা কোনটি
ক) S
খ) M
গ) L
ঘ) F
১০২. কোনটি ভেক্টর রাশি?
i. সরণ, বেগ, অভিকর্ষজ ত্বরণ
ii. ত্বরণ, মন্দন, ভরবেগ
iii. কাজ, ক্ষমতা, শক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৩. একটি বস্তু একটি স্থান থেকে 4m সোজা দক্ষিণ দিকে গিয়ে সেখান থেকে সোজা পশ্চিমে 3m অতিক্রম করল। বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত?
ক) 2m
খ) 3m
গ) 4m
ঘ) 5m
১০৪. কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে তাকে কী বলে?
ক) সমবেগ
খ) সমত্বরণ
গ) অসম ত্বরণ
ঘ) অসমবেগ
১০৫. স্থির অবস্থান থেকে চলন্ত একটি ট্রেনে কত ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 10s সময়ে 20ms-1 হবে?
ক) 3 ms-2
খ) 5 ms-2
গ) 2 ms-2
ঘ) 4 ms-2
১০৬. দ্রুতির একক কোনটি?
ক) ms-1
খ) ms-2
গ) m
ঘ) (ms)-1
১০৭. যেসকল ভৌত রাশির শুধু মান আছে তাদেরকে বলা হয় –
ক) দিক রাশি
খ) ভেক্টর রাশি
গ) স্কেলার রাশি
ঘ) পূর্ণ রাশি
১০৮. মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু –
i. সমান সময়ে সমান পথ অতিক্রম করে
ii. ভিন্ন ভিন্ন সময়ে ভূ-পৃষ্ঠে পৌঁছে
iii. এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৯. পর্যাবৃত্ত গতিপথ হতে পারে –
i. বৃত্তাকার
ii. উপবৃত্তাকার
iii. সরল রৈখিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১০. মধ্যাকর্ষণের প্রভাবে 500 m উঁচু স্থান হতে পড়ন্ত কোনো বস্তু –
i. 4s এ বেগ প্রাপ্ত হয় 39.2 m/s
ii. ভূমিতে পড়তে সময় নেয় 20 s
iii. 4s এ দূরত্ব অতিক্রম করে 78.4 m
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১১. দূরত্বের ক্ষেত্রে প্রযোজ্য –
i. এটি একটি স্কেলার রাশি
ii. এটি নির্ণয়ে শুধু রাশির মানই বিবেচ্য
iii. এটি প্রকাশে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১২. ঋণাত্মক ত্বরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায় –
i. গড় মন্দন
ii. প্রকৃত মন্দন
iii. তাৎক্ষণিক মন্দন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১৩. টেবিলের x, y, z – এর মানের পর্যাক্রম কোনটি? বস্তু আদিবেগ (m/s) শেষ বেগ (m/s) সময় (s) ত্বরণ (ms-2) চিতাবাঘ 0 30 5 x বাস দুর্ঘটনা 60 0 Y -15 রকেট 450 750 100 z
ক) 6, 2, 3
খ) 2, 6, 3
গ) 3, 2, 6
ঘ) 6, 2, 5
১১৪. 450 অক্ষাংশে সমুদ্র সমতলে g-এর মান কত?
ক) 9.78918 ms-2
খ) 9.83217 ms-2
গ) 9.80665 ms-2
ঘ) 9.72851 ms-2
১১৫. কোনো সাইকেল আরোহী একটি ইঞ্জিনের 84m পশ্চাৎ হতে 20ms-1 সমবেগে তার দিকে যাত্রা করল। একই সময় ইঞ্জিনটি 2ms-2 সমত্বরণে সামনের দিকে চলা শুরু করল। তাহলে এরা –
i. 6s পর মিলিত হবে
ii. 14s পর মিলিত হবে
iii. আর কখনো মিলিত হবে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১৬. চলমান একটি বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে তার দ্রুতিকে কী বলে?
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) সুষম ত্বরণ
ঘ) সুষম বেগ
১১৭. স্পন্দন গতি হচ্ছে –
i. সরল দোলকের গতি
ii. কম্পনশীল সুরশলাকার গতি
iii. ঘড়ির কাঁটার গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১৮. স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাঁধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে এটি পড়ন্ত বস্তুর কোন সূত্র?
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) সবগুলো
১১৯. সরণ নির্ভর করে –
i. সরলরৈখিক মানের উপর
ii. দিকের উপর
iii. বস্তুর গতিপথের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২০. গতির সমীকরণ কয়টি?
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
১২১. আশিক তার বাসা থেকে পূর্ব দিকে 200m গিয়ে বাজার করল এতে আশিকের –
i. বেগ 200m
ii. সরণ 200m
iii. প্রকৃত অবস্থান নির্ণয় করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২২. কোনো রাশিকে সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে কোনটি প্রকাশ করা হয়?
ক) ভেক্টর রাশি
খ) স্কেলার রাশি
গ) মৌলিক রাশি
ঘ) আদিক রাশি
১২৩. নিচের কোনটি চলন গতির উদাহরণ?
ক) চলন্ত ট্রাকের গতি
খ) বৈদ্যুতিক পাখার গতি
গ) ঘড়ির কাঁটার গতি
ঘ) সরল দোলকের গতি
১২৪. সময়ের সীমান্ত মান যখন শূন্যের কাছাকাছি তখন যে দ্রুতি হয় তাকে কী বলে?
ক) দ্রুতি
খ) তাৎক্ষণিক দ্রুতি
গ) তাৎক্ষণিক ত্বরণ
ঘ) তাৎক্ষণিক সরণ
১২৫. যদি কোনো গাড়ি ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে সকাল 7 টায় রওনা হয়ে 6 ঘন্টায় 300 km পথ অতিক্রম করে তবে তার গড় দ্রুতি কত?
ক) 50 kmh-1
খ) 40 kmh-1
গ) 60 kmh-1
ঘ) 55 kmh-1
১২৬. কোনো বস্তু পরম গতিশীল হয় যখন প্রসঙ্গ বস্তুটি –
ক) পরম স্থিতিশীল
খ) স্থিতিশীল
গ) পরম গতিশীল
ঘ) গতিশীল
১২৭. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর আকর্ষণ সম্পর্কে কোন বিজ্ঞানী একটি সূত্র দেন?
ক) নিউটন
খ) গ্যালিলিও
গ) আর্কিমিডিস
ঘ) থেলিস
১২৮. একটি পড়ন্ত বস্তু পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
ক) 24.5 m
খ) 44.1 m
গ) 49.0 m
ঘ) 245 m
১২৯. একটি নিক্ষিপ্ত বস্তুর তাৎক্ষণিক বেগের অভিমুখ কোন দিকে হয়?
ক) অনুভূমিক দিকে
খ) বিচরণ পথের লম্ব বরাবর
গ) উল্লম্ব দিকে
ঘ) বিচরণ পথের স্পর্শক বরাবর
১৩০. স্কেলার রাশির কী আছে?
ক) মান
খ) দিক
গ) মান ও দিক
ঘ) সবগুলি
১৩১. নিচের কোন রাশিটির মান আছে কিন্তু দিক নেই?
ক) দ্রুতি
খ) বেগ
গ) সরণ
ঘ) ত্বরণ
১৩২. সমত্বরণে উপরের দিকে চলন্ত লিফটে আরোহী নিজেকে মনে করে –
ক) হালকা
খ) ওজনহীন
গ) ভারী
ঘ) স্বাভাবিক
১৩৩. পড়ন্ত বস্তুর সূত্রাবলি প্রদান করেন কে?
ক) নিউটন
খ) কেপলার
গ) গ্যালিলিও
ঘ) আর্কিমিডিস
১৩৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে
ii. বেগ বৃদ্ধি পেলে তাকে ধনাত্মক ত্বরণ বা ত্বরণ বলা হয়
iii. বেগ হ্রাস পেলে তাকে মন্দন বলা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩৫. কোনো গাড়ির বেগ 5 ms-1থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10s পরে 45 ms-1 হয়। গাড়িটির ত্বরণ কত?
ক) 2 ms-1
খ) 3 ms-1
গ) 4 ms-1
ঘ) 5 ms-1
১৩৬. গতির চারটি সমীকরণের প্রত্যেকটিতে কতটি রাশি আছে?
ক) চার
খ) পাঁচ
গ) ছয়
ঘ) সাত
১৩৭. দূরত্ব সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঐ বিন্দুর কী নির্দেশ করে?
ক) সরণ
খ) বেগ
গ) ত্বরণ
ঘ) দ্রুতি
১৩৮. দূরত্ব-সময় লেখ এর ক্ষেত্রে প্রযোজ্য হলো –
i. কোনো বিন্দুতে ঢাল ঐ মুহূর্তের দ্রুতি নির্দেশ করে
ii. ঢাল সংখ্যাগতভাবে বস্তুর ত্বরণের সমান
iii. দ্রুতি যত বেশি হয় ঢাল তত খাড়া হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩৯. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
ক) মহাকর্ষ
খ) অভিকর্ষ
গ) মহাকর্ষীয় বিভব
ঘ) অভিকর্ষ বল
১৪০. সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে কী বলে?
ক) সরণ
খ) বেগ
গ) ত্বরণ
ঘ) দ্রুতি
১৪১. নিউটনের কোন সূত্র থেকে আমরা জানি যে বল প্রযুক্ত হলে কোনো বস্তুর ত্বরণ হয়?
ক) গতির ১ম সূত্র
খ) গতির ২য় সূত্র
গ) গতির ৩য় সূত্র
ঘ) গতির ৪র্থ সূত্র
১৪২. গতির সমীকরণগুলো প্রযোজ্য হয় বস্তু যখন –
i. সুষম ত্বরণে গতিশীল থাকে
ii. সরলরেখায় গতিশীল থাকে
iii. অসম বেগে গতিশীল থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৩. একটি খুঁটির চারপাশে বৃত্তাকার পথে কোন ব্যক্তি দৌঁড়ালে খুঁটির সাপেক্ষে বস্তুটি –
ক) স্থিতিশীল
খ) গতিশীল
গ) ভারী
ঘ) সবগুলো
১৪৪. কোনো বস্তুর বেগ নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকলে তাকে কী বলে?
ক) অসম ত্বরণ
খ) সুষম ত্বরণ
গ) তাৎক্ষণিক ত্বরণ
ঘ) গড় ত্বরণ
১৪৫. প্রতিনিয়ত ছায়াপথে ঘুরছে –
i. সূর্য
ii. সূর্যের গ্রহ
iii. সূর্যের উপগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৬. কোনো রাশি যখন পরিমাপ করা হয় তখন –
i. রাশির একটি মান থাকে
ii. মানকে প্রকাশ করার জন্য সংখ্যা ব্যবহৃত হয়
iii. মানকে প্রকাশ করার জন্য একটি একক ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৭. তাপমাত্রা কোন রাশির উদাহরণ?
ক) আদিক রাশি
খ) দিক রাশি
গ) ভেক্টর রাশি
ঘ) যৌগিক রাশি
১৪৮. একটি গাড়ির বেগ 15 ms-1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 60 ms-1 হতে কত সময় লাগবে? গাড়িটির ত্বরণ হচ্ছে 9 ms-1।
ক) 10s
খ) 9s
গ) 5s
ঘ) 15s
১৪৯. 54 kmh-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5s যাবত কত ত্বরণ প্রয়োগ করা হলে গাড়িটির শেষ বেগ 35 ms-2 হয়?
ক) 4 ms-2
খ) 2 ms-2
গ) 5 ms-2
ঘ) 3 ms-2
১৫০. স্থির অবস্থান থেকে একটি বাস 10 ms-2 সুষম ত্বরণে চলার সময় 80 m দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে?
ক) 20 ms-1
খ) 30 ms-1
গ) 40 ms-1
ঘ) 15 ms-1
১৫১. গড় দ্রুতি 100 km/h হলে –
i. আদি দ্রুতি 200 km/h হতে পারে না
ii. 2 ঘন্টা সময়কালে 200 km দূরত্ব অতিক্রম করবে
iii. ত্বরণের মান 50km/h2 হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫২. বেগ কী ধরনের রাশি?
ক) অদিক
খ) স্কেলার
গ) মৌলিক
ঘ) দিক
১৫৩. কোন অঞ্চলে g-এর মান সবচেয়ে বেশি?
ক) মেরু
খ) বিষুব
গ) ক্রান্তীয়
ঘ) মেরুদেশীয়
১৫৪. ভেক্টর রাশির –
i. দিকের ওপর মান নির্ভর করে
ii. মান একটি ভেক্টর ও একটি স্কেলার রাশির অনুপাতের সমান
iii. নির্দেশনায় সুনির্দিষ্ট নিয়ম রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৫. 54kmh-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5s যাবত 4ms-2 ত্বরণ প্রয়োগ করা হলে –
i. গাড়িটির শেষ বেগ 35ms-1
ii. ত্বরণকালে গাড়িটি 115m দূরত্ব অতিক্রম করে
iii. ত্বরণকালে গাড়িটি 125m দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৬. অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে?
ক) অভিকর্ষজ ত্বরণ
খ) অভিকর্ষজ বেগ
গ) অসম ত্বরণ
ঘ) মন্দন
১৫৭. দ্রুতি-সময় লেখ – এর জন্য –
i. দ্রুতি-সময় লেখ-এর ঢাল সংখ্যাগতভাবে বস্তুর ত্বরণের সমান
ii. ত্বরণ যত বেশি হবে দ্রুতি-সময় লেখ-এর ঢাল তত খাড়া হবে
iii. দ্রুতি-সময় লেখ-এর চিত্রের অন্তর্গত এলাকার ক্ষেত্রফলই হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৮. g = GM/R2 সূত্রে M – কে কী বলা হয়?
ক) পৃথিবীর ভর
খ) পৃথিবীর ব্যাস
গ) সূর্যের ভর
ঘ) চাঁদের ভর
১৫৯. চলমান কোনো বস্তুর বিশেষ মুহূর্তের দ্রুতিকে কী বলে?
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) গড় দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
১৬০. 40J কী ধরনের রাশি?
ক) দিক রাশি
খ) স্কেলার রাশি
গ) ভেক্টর রাশি
ঘ) মৌলিক রাশি
১৬১. একখানা বইকে ঘুরতে না দিয়ে ঠেলে টেবিলের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলে কোন গতি হবে?
ক) পর্যাবৃত্ত গতি
খ) ঘূর্ণন গতি
গ) চলন গতি
ঘ) স্পন্দন গতি
১৬২. ত্বরণ কী ধরনের রাশি?
ক) স্কেলার
খ) ভেক্টর
গ) মৌলিক
ঘ) অদিক
১৬৩. একক অভিন্ন –
i. তাপ ও তাপমাত্রার
ii. কাজ ও শক্তির
iii. বেগ ও দ্রুতির
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৪. পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করার সময়কে কী বলে?
ক) কম্পাঙ্ক
খ) পর্যায়কাল
গ) দশা
ঘ) তরঙ্গ
১৬৫. ভেক্টর রাশির যোগ কোন নিয়মে করতে হয়?
ক) সূচকের
খ) বীজগাণিতিক
গ) জ্যামিতিক
ঘ) লগারিদমিক
১৬৬. কোন ধরনের গতিতে বস্তুর সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে?
ক) চলন গতি
খ) দোলন গতি
গ) ঘূর্ণন গতি
ঘ) পর্যাবৃত্ত গতি
১৬৭. কোন ধরনের গতিসম্পন্ন কণার গতিপথ শুধু বৃত্তাকৃতির হয়?
ক) দোলন গতি
খ) পর্যাবৃত্ত গতি
গ) চলন গতি
ঘ) ঘূর্ণন গতি
১৬৮. নিচের কোনটির নির্দিষ্ট দিক আছে?
ক) দূরত্ব
খ) সরণ
গ) সময়
ঘ) শক্তি
১৬৯. মহাকর্ষীয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) g
খ) R
গ) G
ঘ) M
১৭০. সময়ের সাথে চলমান বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় –
ক) ধনাত্মক ত্বরণ
খ) ঋণাত্মক ত্বরণ
গ) মন্দন
ঘ) সবগুলি
১৭১. অভিকর্ষজ ত্বরণের মাত্রা কোনটি?
ক) LT-1
খ) LT-3
গ) LT-2
ঘ) ML-2
১৭২. একটি গাড়ির বেগ 40 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 s পরে 10 ms-1 হলো। গাড়িটির ত্বরণ কত?
ক) – 2 ms-2
খ) – 4 ms-2
গ) – 5 ms-2
ঘ) – 6 ms-2
১৭৩. কোন বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কিসের মান প্রকাশ করে?
ক) বেগ
খ) ত্বরণ
গ) সরণ
ঘ) দ্রুতি
১৭৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. শব্দের বেগ সুষম বেগের উদাহরণ
ii. 00C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ প্রায় 332 ms-1
iii. অসম বেগের ক্ষেত্রে বেগের দিক পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭৫. দৈর্ঘ্য ও ভরের ক্ষেত্রে –
i. দৈর্ঘ্য একটি আদিক রাশি
ii. এদেরকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন
iii. ভর ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭৬. নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত?
ক) 98 ms-1
খ) 9.8 ms-1
গ) 0
ঘ) -9.8 ms-1
১৭৭. অভিকর্ষজ ত্বরণ –
i. g দ্বারা প্রকাশ করা হয়
ii. এর মাত্রা হচ্ছে [LT-2]
iii. g = GM/R2
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭৮. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. পড়ন্ত বস্তুর সূত্র বের করেন বিজ্ঞানী গ্যালিলিও
ii. পড়ন্ত বস্তুর সূত্র ৩টি
iii. অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭৯. নিচের কোনটি ভেক্টর রাশি নয়?
ক) সরণ
খ) ভরবেগ
গ) চৌম্বক তীব্রতা
ঘ) শক্তি
১৮০. কোন ধরনের গতিতে কোনো বস্তু তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে?
ক) ঘূর্ণন গতি
খ) পর্যাবৃত্ত গতি
গ) স্পন্দন গতি
ঘ) চলন গতি
১৮১. একটি কাগজের ছকে X-অক্ষ বরাবর সময় এবং Y-অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব স্থাপন করা হল –
i. লেখচিত্রকে দূরত্ব সময় লেখচিত্র বলে
ii. এই লেখচিত্র থেকে বস্তুর বেগ নির্ণয় করা যায়
iii. এই লেখচিত্র থেকে বস্তুর বল নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮২. কোন রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়?
ক) স্কেলার রাশি
খ) মৌলিক রাশি
গ) ভেক্টর রাশি
ঘ) আদিক রাশি
১৮৩. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কয়ভাবে হতে পারে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৮৪. গিটারের তারের গতি কোন ধরনের গতির উদাহরণ?
ক) ঘূর্ণন গতি
খ) স্পন্দন গতি
গ) চলন গতি
ঘ) পর্যাবৃত্ত গতি
১৮৫. নিচের কোনটি ত্বরণের মাত্রা সমীকরণ?
ক) LT2
খ) LT-1
গ) TL-2
ঘ) LT-2
১৮৬. ভেক্টর রাশির কোনটি থাকে?
ক) মান
খ) দিক
গ) মান ও দিক
ঘ) পৃষ্ঠটান
১৮৭. বেগ সম্পর্কিত তথ্য হলো –
i. এটি নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তনের হার
ii. এস.আই পদ্ধতিতে এর একক ms‑1
iii. এর মাত্রা সমীকরণ হলো [v] = [LT-1]
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পর্যাবৃত্ত এক ঘরনের ঘূর্ণন গতি
ii. পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে গতিসম্পন্ন বস্তুটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে
iii. অতিক্রমের সময়কে কম্পাঙ্ক বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮৯. অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি হবে?
ক) ভূ-পৃষ্ঠে
খ) ভূ-কেন্দ্রে
গ) পাহাড়ের উপরে
ঘ) মাটির
১৯০. অভিকর্ষজ ত্বরণ, g এর মান নির্ভর করে –
i. পৃথিবীর ভরের ওপর
ii. পৃথিবীর ব্যাসার্ধের ওপর
iii. ভূ-পৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯১. কোন রাশিগুলোকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন?
ক) কাজ, শক্তি
খ) বেগ, সরণ
গ) বল, ত্বরণ
ঘ) বল, তড়িৎ, তীব্রতা
১৯২. সরণের দিক কোন দিকে?
ক) আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে
খ) শেষ অবস্থান থেকে আদি অবস্থানের দিকে
গ) দুই অবস্থানের মধ্যবিন্দু থেকে শেষ অবস্থানের দিকে
ঘ) দুই অবস্থানের মধ্যবিন্দু থেকে আদি অবস্থানের দিকে
১৯৩. অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর ত্বরণ হলে উক্ত ত্বরণকে কী বলে?
ক) বেগ
খ) ত্বরণ
গ) মন্দন
ঘ) অভিকর্ষজ ত্বরণ
১৯৪. যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে তাকে কী বলে?
ক) সুষম বেগ
খ) অসম বেগ
গ) সুষম ত্বরণ
ঘ) অসম ত্বরণ
১৯৫. গতির ক্ষেত্রে –
i. পৃথিবীর গতি পরম গতি
ii. শ্রেণিতে শিক্ষকের সাপেক্ষে ছাত্ররা স্থির
iii. সূর্যের সাপেক্ষে পৃথিবী গতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯৬. একটি গাড়ির বেগ 30 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 10 ms-1 হতে কত সময় লাগবে? গাড়িটির ত্বরণ হচ্ছে 5 ms-1।
ক) 4s
খ) 5s
গ) 3s
ঘ) 7s
১৯৭. এক ব্যক্তি 7m ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠ 1.5 পাক ঘুরলে তার সরণ কত?
ক) 0m
খ) 14m
গ) 44m
ঘ) 66m
১৯৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. যা পরিমাপ করা যায় তাই রাশি
ii. রাশিসমূহ পরিমাপ করলে এদের একটি মান থাকে
iii. রাশির মান প্রকাশ করার জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯৯. ঘড়ির কাঁটা কী ধরনের গতি?
ক) রৈখিক গতি
খ) ঘূর্ণন গতি
গ) স্পন্দন গতি
ঘ) চলন গতি
২০০. দূরত্ব-সময় লেখের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুতে কী নির্দেশ করে?
ক) বেগ
খ) সরণ
গ) ত্বরণ
ঘ) বল
২০১. বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ কিসের ওপর নির্ভর করে না?
ক) পৃথিবীর ব্যাসার্ধ
খ) বস্তুর আয়তন
গ) পৃথিবীর ভর
ঘ) বস্তুর ভর
২০২. একটি বাসের বেগ 36 ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 7 s পরে 15 ms-1 হয়। বাসটির ত্বরণ কত?
ক) – 3 ms-2
খ) 3 ms-2
গ) 3 ms-1
ঘ) – 3 ms-1
২০৩. নিচের কোনটি রৈখিক গতি?
ক) সরল পথে ট্রাকের গতি
খ) বৈদ্যুতিক পাখার গতি
গ) ঘড়ির কাঁটার গতি
ঘ) সরল দোলকের গতি
২০৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. দ্রুতির নির্দিষ্ট কোন দিক নেই
ii. যে বস্তুর দ্রুতি যত বেশি সেটি তত দ্রুত চলে
iii. দ্রুতি ও বেগ অভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৫. চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কী বলে?
ক) আপেক্ষিক স্থিতি
খ) আপেক্ষিক গতি
গ) পরম স্থিতি
ঘ) পরম গতি
২০৬. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় তাহলে তাকে কী বলে?
ক) অভিকর্ষ
খ) মহাকর্ষ
গ) অভিকর্ষ ত্বরণ
ঘ) প্লবতা
২০৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ত্বরণ দুই রকমের
ii. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ
iii. চলন্ত সাইকেলের ত্বরণ সুষম ত্বরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৮. 72kmh-1 বেগে চলন্ত একটি গাড়িতে 4s যাবত 1.5 ms-2 ত্বরণ প্রয়োগ করা হল। গাড়িটির শেষ বেগ কত?
ক) 20 ms-1
খ) 26 ms-1
গ) 39 ms-1
ঘ) 56 ms-1
২০৯. নিচের কোনটির মাত্রা L?
ক) ভর
খ) সময়
গ) তাপমাত্রা
ঘ) সরণ
২১০. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. দূরত্ব সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয় করা যায়
ii. বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ নির্নয় করা যায়
iii. সুষম ত্বরণের ক্ষেত্রে লেখ চিত্রটি একটি মূল বিন্দুগামী সরলরেখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১১. বল –
i. একটি ভেক্টর রাশি
ii. কোনো মৌলিক রাশির উপর নির্ভরশীল নয়
iii. পরিবর্তন করতে হলে এর দিক পরিবর্তন না করলেও চলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১২. যদি একটি বস্তু g এর মানের সমান বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হয় তাহলে কতক্ষণ পরে ভূমিতে পতিত হবে?
ক) 0.1s
খ) 0.2s
গ) 1s
ঘ) 2s
২১৩. তীর চিহ্ন দ্বারা কোন রাশিকে প্রকাশ করা হয়?
ক) স্কেলার রাশি
খ) অদিক রাশি
গ) মৌলিক রাশি
ঘ) ভেক্টর রাশি
২১৪. গতি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য যে সূত্রগুলো ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় –
ক) গতিসূত্র
খ) গতির সমীকরণ
গ) গতিবিদ্যা
ঘ) সবগুলো
২১৫. ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে –
i. বৈদ্যুতিক পাখার গতি
ii. ঘড়ির কাঁটার গতি
iii. সম্পনশীল সুর শলাকার গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১৬. নিচের কোনটির মান ও দিক উভয়ই আছে?
ক) দ্রুতি
খ) কাজ
গ) শক্তি
ঘ) সরণ
২১৭. দ্রুতির মাত্রা সমীকরণ কোনটি?
ক) LT-2
খ) LT-3
গ) LT-1
ঘ) (LT)-1
২১৮. সমঘূর্ণন গতিতে চলমান বস্তুর –
i. সময়ের পরিবর্তনের সাথে বেগের পরিবর্তন ঘটে
ii. বেগ সর্বদা সমান
iii. দ্রুতি সর্বদা সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১৯. চলন্ত বাস থেকে মনে হয় বাইরের গাছপালা পেছনের দিকে চলে যাচ্ছে এর কারণ –
i. বাস স্থির
ii. বাসের সাপেক্ষে যাত্রী স্থির
iii. গাছপালার সাপেক্ষে বাস গতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২০. অসম বেগের ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্রের আকৃতি কীরূপ?
ক) সরলরৈখিক
খ) X-অক্ষের সমান্তরাল
গ) বক্ররেখা
ঘ) Y-অক্ষের সমান্তরাল
২২১. ভেক্টর রাশির ক্ষেত্রে –
i. মান ও দিক উভয়ের প্রয়োজন হয়
ii. মানের প্রয়োজন হয় দিকের প্রয়োজন হয় না
iii. তড়িৎ তীব্রতা একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২২. নিচের কোনটির দিক নেই?
ক) ত্বরণ
খ) বেগ
গ) বল
ঘ) শক্তি
২২৩. একটি বস্তু দ্রুত বেগে চললে, বস্তুর ত্বরণ কী হবে?
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) সুষম
ঘ) কোনো ত্বরণ হয় না
২২৪. ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কী বলে?
ক) গতি
খ) রাশি
গ) ভেক্টর
ঘ) স্থিতি
২২৫. সময়ের পরিবর্তনের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিপার্শ্বের সাপেক্ষে পরিবর্তিত থাকার ঘটনাকে কী বলে?
ক) স্থিতি
খ) গতি
গ) দূরত্ব
ঘ) সরণ
২২৬. পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কী বলে?
ক) আপেক্ষিক স্থিতি
খ) পরম গতি
গ) আপেক্ষিক গতি
ঘ) পরম স্থিতি
২২৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বেগের নির্দিষ্ট দিক আছে
ii. বেগের মাত্রা LT-1
iii. বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২৮. 20 ms-1 বেগে চলন্ত গাড়িকে ব্রেক কষে 50 s এ থামানো হলো। এ সময় গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হবে –
i. 5 m
ii. 500 m
iii. 0.5 km
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২৯. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যেকোনো সময়ের বেগের সাথে সময়ের সম্পর্কী কীরূপ হবে?
ক) বিপরীত আনুপাতিক
খ) সমানুপাতিক
গ) বর্গমূলের সমানুপাতিক
ঘ) বর্গের সমানুপাতিক
২৩০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কোনো গাড়ির তাৎক্ষণিক দ্রুতি নির্ণয়ে স্পিডোমিটার ব্যবহৃত হয়
ii. ক্রিকেট খেলায় যেকোন বলের দ্রুতি নির্ণয়ে রাডার ব্যবহৃত হয়
iii. চলন্ত গাড়ি চলতে শুরু করার ঠিক 5 সেকেন্ড পরের মুহূর্তের দ্রুতি তার তাৎক্ষণিক দ্রুতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩১. বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে কী বলে?
ক) সরণ
খ) কাজ
গ) বেগ
ঘ) ত্বরণ
২৩২. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. স্কেলার রাশির শুধুমাত্র মান আছে
ii. ভেক্টর রাশির শুধুমাত্র দিক আছে
iii. ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৩. স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের –
ক) সমানুপাতিক
খ) বর্গের সমানুপাতিক
গ) ব্যস্তানুপাতিক
ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
২৩৪. পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক) v2=u2+gh
খ) h=(u+v)t
গ) F=mg
ঘ) v2=u2+2gh
২৩৫. বায়ুতে শব্দ 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে –
ক) 332 m
খ) 664 m
গ) 1660 m
ঘ) 106 m
২৩৬. স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তার সাথে ঐ সময়ের সম্পর্ক কীরূপ?
ক) বর্গের ব্যস্তানুপাতিক
খ) বর্গের সমানুপাতিক
গ) বর্গমূলের সমানুপাতিক
ঘ) বর্গমূলের ব্যস্তানুপাতিক
২৩৭. কাগজের ছকে X-অক্ষ বরাবর সময় এবং Y-অক্ষ বরাবর বেগ স্থাপন করলে –
i. বেগ-সময় লেখচিত্র পাওয়া যায়
ii. এই লেখচিত্র থেকে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার নির্ণয়
iii. লেখচিত্র থেকে বেগ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৮. জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে –
i. এটিকে কোনো কাঠামোগত তীর চিহ্নিত সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়
ii. তীর চিহ্নিত সমান্তরাল সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়
iii. তীর চিহ্নিত সরলরেখার দৈর্ঘ্য রাশিটির মান নির্দেশ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৯. পড়ন্ত বস্তুর সূত্র প্রযোজ্য হবে যখন –
i. বস্তু বিনা বাঁধায় পড়বে
ii. বস্তুর আদি বেগ থাকবে না
iii. বস্তুর ওপর শুধুমাত্র অভিকর্ষ বল কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪০. গাড়ির স্পিডোমিটারে বিদ্যমান দ্রুতির একক কোনটি?
ক) ms-1
খ) kmh-1
গ) kms-1
ঘ) mh-1
২৪১. প্রকৃতপক্ষে স্থির প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থিতিশীল কোনো বস্তুর –
i. প্রকৃতপক্ষে স্থির
ii. এ স্থিতিকে পরম স্থিতি বলে
iii. প্রসঙ্গ বস্তু পরম স্থিতিশীল হলে তার সাপেক্ষে স্থিতিশীল বস্তুও পরম স্থিতিশীল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪২. নিচের কোন রাশিগুলোর একক অভিন্ন?
ক) দ্রুতি, সরণ
খ) দ্রুতি, বেগ
গ) সরণ, ত্বরণ
ঘ) দ্রুতি, ত্বরণ
২৪৩. স্কেলার রাশি কোনটি?
ক) তড়িৎ তীব্রতা
খ) সরণ
গ) বল
ঘ) তড়িৎ বিভব
২৪৪. কোনো বস্তুর স্থিতি প্রকৃতপক্ষে –
ক) পরম স্থিতি
খ) পরম গতি
গ) আপাত স্থিতি
ঘ) আপাতত গতি
২৪৫. কোন রাশির ক্ষেত্রে দিক নির্দেশের প্রয়োজন হয় না?
ক) দিক রাশি
খ) ভেক্টর রাশি
গ) উভয়ই
ঘ) স্কেলার রাশি
২৪৬. কোথায় g- এর মান সবচেয়ে কম?
ক) মেরু অঞ্চলে
খ) পৃথিবীর কেন্দ্রে
গ) বিষুব অঞ্চলে
ঘ) ক্রান্তীয় অঞ্চলে
২৪৭. যেকোনো দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক) দূরত্ব
খ) সরণ
গ) দ্রুতি
ঘ) বেগ
২৪৮. প্রসঙ্গ কাঠামো হলো –
ক) দৃঢ় বস্তু
খ) দৃঢ় বিন্দু
গ) নড়নক্ষম বস্তু
ঘ) যেকোনো বস্তু
২৪৯. সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কী বলে?
ক) অসম ত্বরণ
খ) ধনাত্মক ত্বরণ
গ) মন্দন
ঘ) সুষম ত্বরণ
২৫০. কোনটি আদিক রাশি?
ক) সরণ
খ) তড়িৎ তীব্রতা
গ) শক্তি
ঘ) চৌম্বক তীব্রতা
২৫১. দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
ক) ত্বরণ
খ) মন্দন
গ) ভর
ঘ) দ্রুতি
২৫২. শব্দের বেগকে সুষম বেগের একটি প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ হিসেবে ধরা হয় কেন?
ক) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে বলে
খ) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর শব্দের বেগ হ্রাস পেতে থাকে বলে
গ) শব্দ নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে বলে
ঘ) নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে অতি দ্রুত শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে বলে
২৫৩. অতি অল্প সময়ের দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কোনটি পাওয়া যায়?
ক) সুষম দ্রুতি
খ) অসম দ্রুতি
গ) গড় দ্রুতি
ঘ) তাৎক্ষণিক দ্রুতি
২৫৪. স্পন্দন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুটি –
i. পর্যায়কালের অর্ধেক সময় একদিকে চলে
ii. পর্যায়কালের বাকী অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে
iii. এটি এক ধরনের পর্যাবৃত্ত গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫৫. স্কেলার রাশিগুলো হলো –
i. দৈর্ঘ্য, ভর, দ্রুতি
ii. কাজ, শক্তি, সময়
iii. কাজ, ক্ষমতা শক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫৬. চলন্ত ট্রেনের কামরায় দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে –
i. একজনের সাপেক্ষে অন্যজন স্থির
ii. লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে উভয়ই গতিশীল
iii. পৃথিবী সাপেক্ষে তাদের গতি আপেক্ষিক গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫৭. কোনো গতির ক্ষেত্রে নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বস্তুটি ঘোরে –
ক) চলনগতি
খ) রৈখিক গতি
গ) স্পন্দন গতি
ঘ) ঘূর্ণন গতি
২৫৮. কোনটি স্কেলার রাশি?
ক) তড়িৎ তীব্রতা
খ) বল
গ) তাপমাত্রা
ঘ) সরণ
২৫৯. বস্তু জগতের কোনটিকে দিকের বিবেচনায় দুই ভাগে ভাগ করা হয়েছে?
ক) পদার্থ
খ) ধাতু
গ) রাশি
ঘ) অধাতু
২৬০. কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে কী বলে?
ক) অভিকর্ষজ ত্বরণ
খ) অভিকর্ষ
গ) মহাকর্ষ
ঘ) মহাকর্ষীয় বিভব
২৬১. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
ক) রৈখিক গতি
খ) চলন গতি
গ) স্পন্দন গতি
ঘ) পর্যাবৃত্ত গতি
২৬২. প্রসঙ্গ কাঠামোর সাহায্যে আমরা নির্ণয় করি কোনো বস্তুর –
i. প্রসঙ্গ বিন্দুটি জানা বিন্দু
ii. প্রসঙ্গ বিন্দুটি অজানা বিন্দু
iii. প্রসঙ্গ বিন্দু সুবিধামতো ধরা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬৩. ত্বরণ ও বেগের ক্ষেত্রে –
i. বেগ ও ত্বরণ উভয়ই দিক রাশি
ii. ত্বরণের মাত্রা LT-2
iii. বেগের মাত্রা LT-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬৪. g = GM/R2 সূত্রে R – কে কী বলা হয়?
ক) পৃথিবীর ভর
খ) চন্দ্রের ব্যাসার্ধ
গ) পৃথিবীর ব্যাস
ঘ) পৃথিবীর ব্যাসার্ধ
২৬৫. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. সূর্য ও মানুষের মধ্যে অতিকর্ষ বল ক্রিয়া করে
ii. কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে তাতে ত্বরণ সৃষ্টি হয়
iii. অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষজ ত্বরণ হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬৬. সময়ের সাথে বস্তুর অসমবেগের বৃদ্ধির হারকে কী বলে?
ক) ত্বরণ
খ) মন্দন
গ) সুষম ত্বরণ
ঘ) অসম ত্বরণ
২৬৭. গতির সমীকরণগুলোর প্রত্যেকটিতে কয়টি করে রাশি আছে?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
২৬৮. একটি রাইফেলের গুলি কেবল 0.5 cm পুরু একটি তক্তাকে ভেদ করতে পারে। গুলির বেগ দ্বিগুণ করা হলে এরূপ কতটি তক্তাকে ভেদ করতে পারবে?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
২৬৯. কোনটি ত্বরণের একক?
ক) ms-1
খ) m2s-2
গ) ms-2
ঘ) ms2
২৭০. 15 ms-1 বেগে চলন্ত একটি গাড়িতে 5 s যাবত 4 ms-2 ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে?
ক) 35 m
খ) 65 m
গ) 79 m
ঘ) 125 m
২৭১. স্থিতি কার অবস্থা?
ক) স্থিতিশীল বস্তুর
খ) গতিশীল বস্তুর
গ) ভারী বস্তুর
ঘ) হালকা বস্তুর
২৭২. কোনটি বেগের মাত্রা?
ক) LT-2
খ) L
গ) TL-1
ঘ) LT-1
২৭৩. ভেক্টর রাশির অপর নাম কি?
ক) দিক রাশি
খ) অদিক রাশি
গ) স্কেলার রাশি
ঘ) সবগুলো
No comments:
Post a Comment