অধ্যায় - ১: ভৌত রাশি ও পরিমাপ
১. গ্যালিলিও সম্পর্কে নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সরণ, গতি, ত্বরণ ও সময়ের সম্পর্ক নির্ধারণ করেন
ii. বস্তুর পতনের নিয়ম আবিষ্কার করেন
iii. গণিতের নতুন শাখার ক্যালকুলাসের আবিষ্কারক
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২. গুণনে প্রাপ্ত লব্ধ একক লিখতে দুই এককের মাঝে কোনটি দিতে হয়?
ক) গুণ চিহ্ন
খ) যতি চিহ্ন
গ) একটি ফাঁক
ঘ) ফুলস্টপ
৩. চুম্বকত্ব নিয়ে গবেষণা এবং তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন –
ক) রবার্ট হুক
খ) স্নেল
গ) ডা. গিলবার্ট
ঘ) হাইগেন
৪. এককের সংকেত কোন অক্ষরে লিখতে হয়?
ক) ইটালিক
খ) গ্রিক
গ) চায়নিজ
ঘ) রোমান
৫. লোডস্টোনের ‘চৌম্বক ধর্ম’ সম্পর্কে কে জানতেন?
ক) থেলিস
খ) পিথাগোরাস
গ) ডেমোক্রিটাস
ঘ) অ্যারিস্টাকার্স
৬. নিউটনের অবদান –
i. গণিতে
ii. বলবিদ্যায়
iii. আলোকবিদ্যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭. এককের এস.আই পদ্ধতির ক্ষেত্রে –
i. এ পদ্ধতি চালু হয় ১৯৬০ সালে
ii. এ পদ্ধতির পূর্বে তিনটি পদ্ধতি চালু ছিল
iii. এ পদ্ধতিতে মৌলিক রাশি পাঁচটি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮. পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয় –
i. পদার্থ
ii. শক্তি
iii. জীবজগৎ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯. কোনো ঘটনা কখন এবং কতক্ষণ ঘরে ঘটেছে বুঝতে নিচের কোনটি সম্পর্কে ধারণা প্রয়োজন?
ক) স্থান
খ) বস্তু
গ) পাত্র
ঘ) সময়
১০. S = ut +1/2 at2 সমীকরণে –
i. S হলো সরণ, এর মাত্রা, L
ii. a হলো সরণ, এর মাত্রা, LT-2
iii. t হলো সময়, এর মাত্রা, T
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১. কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায় এ মতবাদটি প্রদান করেন –
i. আল হাজেন
ii. টলেমি
iii. প্রাচীন বিজ্ঞানীরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২. মৌলিক একক –
i. কালের বিবর্তনে পরিবর্তন হবে না
ii. প্রাকৃতিক কারণে পরিবর্তন হবে না
iii. সহজে পুনরুৎপাদন করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩. ভার্নিয়ার ধ্রুবক –
i. কে সাধারণত VC লেখা হয়
ii. s/n রাশি দ্বারা এর মান নির্ণয় করা হয়
iii. প্রধান স্কেলের ক্ষুদ্রতম একভাগ এবং ভার্নিয়ারের একভাগের পার্থক্যের সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪. ১৮৯৬ সালে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোড সংকেত পাঠান কে?
ক) হেনরিক হার্জ
খ) লেঞ্জ
গ) মার্কনী
ঘ) জগদীশ চন্দ্র বসু
১৫. দীপন ক্ষমতা কোন প্রকার রাশি?
ক) লব্ধ
খ) মৌলিক
গ) মিশ্রণ
ঘ) যৌগিক
১৬. পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৭. মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় –
ক) মিটার স্কেল
খ) ভার্নিয়ার স্কেল
গ) ভার্নিয়ার ক্যালিপার্স
ঘ) স্ক্রু গজ
১৮. গোলীয় দর্পণের সাহায্যে কীভাবে আগুন ধরানো যায়?
ক) সূর্যের রশ্মিকে কেন্দ্রীভূত করে
খ) সূর্যের রশ্মিকে ছড়িয়ে দিয়ে
গ) সূর্যের রশ্মিকে পরিশ্রুত করে
ঘ) সূর্যের রশ্মিকে বিকিরিত করে
১৯. ভাগ দ্বারা গঠিত লব্ধ একককে কিভাবে প্রকাশ করা হয়?
ক) ধনাত্মক সূচকে
খ) ঋণাত্মক সূচকে
গ) উপসর্গের মাধ্যমে
ঘ) ভাগ চিহ্ন দিয়ে
২০. পদার্থবিজ্ঞানে ব্যবহৃত –
i. কোনো এককের সংকেত লেখা হয় সোজা অক্ষরে
ii. কোনো রাশির সংকেত লিখতে হয় বাঁকা হরফে
iii. রাশির সংকেত লেখার কোন ফন্ট ব্যবহার করা হয়েছে তা গরুত্বপূর্ণ নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক) রিস্ট ওয়াচ
খ) স্টপ ওয়াচ
গ) ওয়াল ক্লক
ঘ) টেবিল ক্লক
২২. at2 এর মাত্রা কোনটি?
ক) L
খ) LT2
গ) LT-2
ঘ) T
২৩. এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে কয়টি পদ্ধতি চালু ছিল?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
২৪. আল মাসুদী কত সালে মারা যান?
ক) ৮৯৬
খ) ৯৫৬
গ) ৯৬৫
ঘ) ১০৩৮
২৫. আদর্শ এক কিলোগ্রাম ভরের সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস কত?
ক) 6.9 সে.মি.
খ) 6.3 সে.মি.
গ) 3.9 সে.মি.
ঘ) 3.6 সে.মি.
২৬. বস্তু ও শক্তির রূপান্তর এবং সম্পর্ক কীভাবে প্রকাশ করা হয়?
ক) পরিসংখ্যানগত ভাবে
খ) পরিমাণগতভাবে
গ) সংখ্যাগতভাবে
ঘ) অর্থনৈতিকভাবে
২৭. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ক) নিউটন
খ) হকিংস
গ) জেমস ওয়াট
ঘ) হেনরিখ হার্জ
২৮. তড়িৎক্ষেত্রে ও চৌম্বকক্ষেত্রকে একীভূত করে তাড়িতচৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান কে?
ক) ফ্যারাডে
খ) ওয়েরস্টেড
গ) জগদীশ চন্দ্র বসু
ঘ) ম্যাক্সওয়েল
২৯. মিটার, কিলোগ্রাম, সেকেন্ড ইত্যাদি কিসের উদাহরণ?
ক) পরিমাপের
খ) পরিমাপের এককের
গ) রাশির
ঘ) দৈর্ঘ্য, ভর
৩০. ৩২০। নিচের বিবৃতিগুলো লক্ষ কর:
i. সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতর প্রমাণ উপস্থাপন করেন
ii. স্টিবেন ওয়াইনবার্গ একজন ইংরেজ পদার্থবিদ
iii. জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১. তাড়িত দুর্বল বল আবিষ্কার করেন –
i. আবদুস সালাম
ii. স্টিভেন ওয়াইনবার্গ
iii. কোলডন গ্লাশো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩২. নিচের কোন রাশিটির একক লব্ধ একক?
ক) ভর
খ) পদার্থের পরিমাণ
গ) ক্ষেত্রফল
ঘ) দৈর্ঘ্য
৩৩. বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে লঘিষ্ঠ গণন কত?
ক) 0.02 মি.মি.
খ) 0.04 মি.মি.
গ) 40 মি.মি.
ঘ) 50 মি.মি.
৩৪. আবিষ্কারের সাথে বিজ্ঞানীদের নাম উল্লেখ করা হলো –
i. বাষ্পীয় ইঞ্জিন – জেমস ওয়াট
ii. কোয়ান্টাম তত্ত্ব – ম্যাক্স প্লাঙ্ক
iii. এক্সরে – রন্টজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৫. প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের শুদ্ধতর প্রমাণ উপস্থাপন করেন কে?
ক) ম্যাক্সওয়েল
খ) আবদুস সালাম
গ) কোলন্ডন স্প্লাশো
ঘ) সত্যেন্দ্রনাথ বসু
৩৬. দশের সূচকের ব্যবহার সম্পর্কিত নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. আলোর দ্রুতি
ii. 10-3 = 0.0001
iii. 10m 10n = 10m+n
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৭. আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন কে?
ক) মাইকেল ফ্যারাডে
খ) হাইগেন
গ) ম্যাক্সওয়েল
ঘ) হেনরী
৩৮. কোনটির আবিষ্কার কোষ জীববিদ্যায় বিপ্লব এনেছে?
ক) ইলেকট্রনিক মাইক্রোস্কোপ
খ) কৃত্রিম উপগ্রহ
গ) কম্পিউটার
ঘ) লাইট মাইক্রোস্কোপ
৩৯. নিচের কোনটি পদার্থবিজ্ঞানের প্রধান শাখা?
ক) ইলেকট্রনিক্স
খ) বলবিজ্ঞান
গ) আলোকবিজ্ঞান
ঘ) সবকয়টি
৪০. 4 ন্যানো সেকেন্ড এর সঠিক সংকেত কোনটি?
ক) 4 NS
খ) 4 nS
গ) 4 ns
ঘ) 4Ns
৪১. স্নেল সম্পর্কিত সঠিক বাক্য হলো –
i. স্নেল জার্মানির অধিবাসী
ii. আলোর প্রতিফলনের সূত্রের আবিষ্কারক
iii. চুম্বকত্ব নিয়ে গবেষণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪২. ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে?
ক) থেলিস
খ) অ্যারিস্টার্কাস
গ) গ্যালিলিও
ঘ) আর্কিমিডিস
৪৩. বোসন কী ধরনের কণা?
ক) মৌলিক কণা
খ) যৌগিক কণা
গ) রাসায়নিক কণা
ঘ) দুর্বল কণা
৪৪. কোনটি দীপন তীব্রতা এককের প্রতীক?
ক) IV
খ) mol
গ) cd
ঘ) A
৪৫. বিংশ শতাব্দীতে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিকাশ লাভ করেছে –
i. কোয়ান্টাম তত্ত্ব
ii. বোর তত্ত্ব
iii. আপেক্ষিক তত্ত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৬. পরমাণুর নিউক্লিয়াস আহিত থাকে –
ক) ঋণাত্মকভাবে
খ) নিশ্চলভাবে
গ) ধনাত্মকভাবে
ঘ) নিরপেক্ষভাবে
৪৭. শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল?
ক) আমেরিকায়
খ) ইউরোপে
গ) এশিয়ায়
ঘ) আফ্রিকায়
৪৮. নিচের কোনটি লব্ধ রাশি?
ক) ভর
খ) তাপমাত্রা
গ) দৈর্ঘ্য
ঘ) বল
৪৯. পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় –
i. চিকিৎসা বিজ্ঞানে
ii. মনোবিজ্ঞানে
iii. রাষ্ট্রবিজ্ঞানে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫০. বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয় কোন সময়কে?
ক) আর্কিমিডিসের মৃত্যু থেকে ত্রয়োদশ শতাব্দী
খ) ডেমোক্রিটাসের মৃত্যু থেকে ত্রয়োদশ শতাব্দী
গ) আর্কিমিডিসের মৃত্যু থেকে পঞ্চদশ শতাব্দী
ঘ) ডেমোক্রিটাসের মৃত্যু থেকে পঞ্চদশ শতাব্দী
৫১. আরশী কাচ নিয়ে পরীক্ষা উত্তল লেন্সের আধুনিক তত্ত্বের কাছাকাছি নিয়ে আসে কোন বিজ্ঞানীকে?
ক) আল হাজেন
খ) আল মাসুদী
গ) টলেমি
ঘ) ইবনে আল হাইথাম
৫২. স্ক্রু গজের টুপি T একবার ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে কি বলা হয়?
ক) পিচ
খ) লঘিষ্ট গণন
গ) শূন্য ত্রুটি
ঘ) পিছট ত্রুটি
৫৩. অটোহান ও স্ট্রেসম্যান কত সালে দেখান নিউক্লিয়াস ফিশনযোগ্য?
ক) ১৯০০
খ) ১৯৩৮
গ) ১৮৮৮
ঘ) ১৯৫৫
৫৪. রাশির মাত্রা নির্দেশ করতে ব্যবহার করা হয় –
ক) রেখা বন্ধনী
খ) প্রথম বন্ধনী
গ) দ্বিতীয় বন্ধনী
ঘ) তৃতীয় বন্ধনী
৫৫. হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে?
ক) জন ডাল্টন
খ) আর্নেস্ট রাদারফোর্ড
গ) বেকরেল
ঘ) নীলস বোর
৫৬. নিউক্লিয়াস কী দ্বারা গঠিত?
ক) ইলেকট্রন ও প্রোটন
খ) ইলেকট্রন ও নিউটন
গ) প্রোটন ও বোসন
ঘ) প্রোটন ও নিউট্রন
৫৭. ১৯০০ সালে ম্যাক্সপ্লাঙ্ক কোন তত্ত্ব আবিষ্কার করেন?
ক) তড়িৎ চৌম্বক তরঙ্গ তত্ত্ব
খ) তেজস্ক্রিয়তা
গ) আপেক্ষিক তত্ত্ব
ঘ) কোয়ান্টাম তত্ত্ব
৫৮. যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে মাত্রা সমীকরণ বলে। এই মাত্রা সমীকরণের –
i. প্রতিটি পদ একই জাতীয় রাশিকে নির্দেশ করবে
ii. প্রতিটি পদের মাত্রা একই হতে হবে
iii. ডান দিকের রাশিগুলোর মাত্রায় কিছুটা পার্থক্য থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৯. বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন বইয়ে?
ক) জেনেরা স্পানটারাম
খ) প্রকৃতির ইতিহাস
গ) আল জিবর ওয়াল মুকাবিলা
ঘ) অরিজিন অব স্পিস
৬০. 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ?
ক) 106
খ) 109
গ) 1011
ঘ) 1015
৬১. ভার্নিয়ার সমপাতনকে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) M
খ) L
গ) V
ঘ) VC
৬২. কোনটি বলের মাত্রা সমীকরণ?
ক) [ML2T-2]
খ) [ML2T-3]
গ) [MLT-1]
ঘ) [MLT-2]
৬৩. দৈব ত্রুটির প্রত্যাশিত মান কত?
ক) 0
খ) 1/2
গ) 12
ঘ) -1
৬৪. স্থানের জ্যামিতিক ধারণা প্রথম উপস্থাপন করেন কে?
ক) পিথাগোরাস
খ) ইউক্লিড
গ) টলেমি
ঘ) গ্যালিলিও
৬৫. বায়ুপাম্প আবিষ্কার করেন কে?
ক) ভন গুয়েরিক
খ) রোমার
গ) গিলবার্ট
ঘ) থেলিস
৬৬. চন্দ্রশেখর রমন কত সালে মারা যান?
ক) ১৯৯৬
খ) ১৯৭০
গ) ১৯৩৩
ঘ) ১৯৩২
৬৭. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. তেজস্ক্রিয় আইসোটোপ বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয়
ii. ইলেকট্রনিক্স আমাদের জীবনপ্রণালি বদলে দিয়েছে
iii. কম্পিউটার মানুষের ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৮. নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. তড়িৎ তীব্রতা একক NC-1 মাত্রা সমীকরণ [MLT-3I-1]
ii. তাপধারণ ক্ষমতা একক JK-1 মাত্রা সমীকরণ [ML2T-2q-1]
iii. আপেক্ষিক রোধ একক m মাত্রা সমীকরণ [ML-3T3T-2]
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৯. অধিকতর সূক্ষ্ম পরিমাপের জন্য কোন মাপযন্ত্র প্রয়োজন?
ক) মিটার স্কেল
খ) ভার্নিয়ার স্কেল
গ) স্লাইড ক্যালিপার্স
ঘ) স্ক্রুগজ
৭০. গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে তত্ত্বের সত্যতা যাচাই এ বৈজ্ঞানিক ধারার পূর্ণতা দান করেন কে?
ক) গ্যালিলিও
খ) নিউটন
গ) রজার বেকন
ঘ) অ্যারিস্টটল
৭১. গনিতের নতুন শাখা ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
ক) নিউটন
খ) গ্যালিলিও
গ) আর্কিমিডিস
ঘ) পীথাগোরাস
৭২. ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় এককের গুণিতক ও উপগুণিতক ব্যবহৃত হয় যেমন –
i. 1 মিলিমিটার = 103 মিটার
ii. 1 মিলিমিটার = 10-3 মিটার
iii. 1 মাইক্রো অ্যাম্পিয়ার = 10-6 অ্যাম্পিয়ার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৩. বেগের একক একটি লব্ধ একক কারণ –
i. বেগের একক দুটি মৌলিক একক দিয়ে গঠিত
ii. বেগের মান আছে দিক নাই
iii. বেগের একক ms-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
৭৪. পদার্থবিজ্ঞানকে বিজ্ঞানের কী বলা হয়?
ক) সোনার কাঠি
খ) রূপার কাঠি
গ) চাবিকাঠি
ঘ) হীরককাঠি
৭৫. ভার্নিয়ার ধ্রুবককে নিচের কোন সংকেত দ্বারা প্রকাশ করা হয়?
ক) L
খ) VC
গ) V
ঘ) M
৭৬. বর্তমান তড়িৎ শক্তি সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী অনেক কৌশল অবলম্বন করা হচ্ছে, তার মধ্যে আল-বিরুনী আবিষ্কৃত একটি পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে। পদ্ধতিটি হলো –
ক) পরমাণু বিভাজন পদ্ধতি
খ) উইন্ডমিল পদ্ধতি
গ) সৌর শক্তি সংরক্ষণ পদ্ধতি
ঘ) পানি-বিদ্যুৎ পদ্ধতি
৭৭. কোনটি মৌলিক একক নয়?
ক) মোল
খ) কেলভিন
গ) লাক্স
ঘ) কিলোগ্রাম
৭৮. নিউটনীয় স্থান কালের ধারণায় মহাবিশ্ব গঠিত –
i. ত্রিমাত্রিক স্থান
ii. দ্বিমাত্রিক সময়
iii. একমাত্রিক সময়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৯. আলোক তত্ত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন –
i. আল মাসুদী
ii. আল হাজেন
iii. ইবনে আল হাইথাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮০. লিভারের নীতি আবিষ্কার করেন কে?
ক) নিউটন
খ) গ্যালিলিও
গ) আর্কিমিডিস
ঘ) অ্যারিস্টটল
৮১. সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে?
ক) নিউটন
খ) গ্যালিলিও
গ) পিথাগোরাস
ঘ) মাহবীর
৮২. স্ক্রু গজের অপর নাম কী?
ক) ভার্নিয়ার মিটার
খ) মাইক্রোমিটার স্ক্রু গজ
গ) মাইক্রোক্যালিপার্স
ঘ) ভার্নিয়ার ক্যালিপার্স
৮৩. আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কোন বিজ্ঞানীর হাতে?
ক) নিউটন
খ) রজার বেকন
গ) আইনস্টাইন
ঘ) গ্যালিলিও
৮৪. পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়?
ক) শক্তির সংরক্ষণশীলতা নীতি
খ) বল বৃদ্ধিকরণ নীতি
গ) লিভারের নীতি
ঘ) উপরের সবগুলো
৮৫. প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট স্কেল ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক) মিটার স্কেল
খ) ভার্নিয়ার স্কেল
গ) ভার্নিয়ার ক্যালিপার্স
ঘ) স্ক্রু গজ
৮৬. দীপন ক্ষমতার একক কোনটি?
ক) কেলভিন
খ) অ্যাম্পিয়ার
গ) ক্যান্ডেলা
ঘ) মোল
৮৭. পিয়েরে ভার্নিয়ার পেশায় ছিলেন –
ক) চিকিৎসক
খ) গণিতবিদ
গ) পদার্থবিদ্যা
ঘ) প্রাণিবিজ্ঞানী
৮৮. মার্কনী কত সালে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্সকোডে সংকেত পাঠান?
ক) ১৮৯৬
খ) ১৮৮৮
গ) ১৮৬৪
ঘ) ১৮৭৪
৮৯. কোন শতাব্দীতে মহাশূন্য অভিযান চালানো হয়?
ক) ঊনবিংশ
খ) বিংশ
গ) একবিংশ
ঘ) অষ্টাদশ
৯০. পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন কে?
ক) হাইগেন
খ) রবার্ট হুক
গ) রবার্ট বয়েল
ঘ) রোমার
৯১. ভার্নিয়ার স্কেল কে আবিষ্কার করেন?
ক) পিয়েরে দ্য কুবার্ত
খ) জেমস ভার্নিয়ার
গ) পিয়েরে ভার্নিয়ার
ঘ) লিও ভার্নিয়ার
৯২. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরের মাধ্যমে তৈরি হয়েছে –
i. তড়িৎ মোটর
ii. জেনারেটর
iii. ট্রান্সফর্মার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৩. 10 nano sec সমান –
i. 10-2 ms
ii. 10-2 ms
iii. 10-8 s
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৪. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে
ii. মৌলিক রাশি: বল, কাজ, তাপ
iii. লব্ধ রাশি: বেগ, ত্বরণ, বিভব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৫. দৈর্ঘ্যের একক নির্ধারণে কার ভূমিকা রয়েছে?
ক) পানির
খ) লোহার
গ) আলোর
ঘ) তাপমাত্রার
৯৬. দৈর্ঘ্যের মাত্রাকে কী দিয়ে প্রকাশ করা হয়?
ক) M
খ) T
গ) L
ঘ) F
৯৭. নিচের কোন লেখার ক্ষেত্রে সংখ্যার পর ফাঁক দিতে হয় না?
ক) মিটার
খ) কেজি
গ) ক্ষেত্রফল
ঘ) মিনিট
৯৮. ত্রয়োদশ শতাব্দীর পূর্বে পশ্চিম ইউরোপীয়রা কাদের জ্ঞানের ধারা গ্রহণ করেছিল?
ক) মুসলিম ও এশীয়
খ) এশীয় ও বাইজানটাইন
গ) এশীয় ও আফ্রিকান
ঘ) মুসলিম ও বাইজানটাইন
৯৯. দুই প্রান্তে দুটি সমান্তরাল বাহুবিশিষ্ট U আকৃতির ফ্রেম পাওয়া যায় কোনটিতে?
ক) মিটার স্কেল
খ) স্ক্রু গজ
গ) ভার্নিয়ার স্কেল
ঘ) ভার্নিয়ার সমপাতন
১০০. আমাদের চারপাশে যা আছে সবই –
ক) স্থান
খ) সময়
গ) বস্তু
ঘ) পাত্র
১০১. আলোক তত্ত্বের ক্ষেত্রে কার অবদান উল্লেখযোগ্য?
ক) আল বিরুনী
খ) আল মাসুদী
গ) ইবনে আল হাইথাম
ঘ) রজার বেকন
১০২. কোনটি লব্ধ একক?
ক) অ্যাম্পিয়ার
খ) মোল
গ) কিলোগ্রাম
ঘ) মিটার/সেকেন্ড
১০৩. সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন?
ক) অক্সফোর্ড
খ) ক্যালিফোর্নিয়া
গ) কলকাতা
ঘ) ঢাকা
১০৪. নিচের কোনটি পদার্থবিজ্ঞানের মূলনীতি?
ক) উপরিপাতনের নীতি
খ) শক্তির সংরক্ষণশীলতা নীতি
গ) ডাল্টনের নীতি
ঘ) থিয়োফ্রাসটাসের নীতি
১০৫. X-ray আবিষ্কার করেন কে?
ক) আইনস্টাইন
খ) জগদীশ চন্দ্র বসু
গ) বেকরেল
ঘ) রনজেন
১০৬. মাত্রার সাথে সম্পর্কিত বাক্যগুলো লক্ষ কর:
i. ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক হলো মাত্রা
ii. মাত্রা সমীকরণে মাত্রা নির্দেশ করতে তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়
iii. বলের মাত্রা [F]=[MLT-1]
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৭. বলবিদ্যা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
ক) গ্যালিলিও
খ) আইনস্টাইন
গ) ম্যাক্স প্লাঙ্ক
ঘ) নিউটন
১০৮. থেলিসের জীবনকাল –
ক) ৬২৪ – ৫৬৯ খ্রিস্টাব্দ
খ) ৪৬০ – ৩৭০ খ্রিস্টাব্দ
গ) খ্রিস্টপূর্ব ৪৬০ – ৩৭০
ঘ) খ্রিস্টপূর্ব ৬২৪ – ৫৬৯
১০৯. দীপন ক্ষমতার একক নির্ধারণে কোন মৌলিক পদার্থটি ব্যবহৃত হয়েছে?
ক) লোহা
খ) তামা
গ) প্লাটিনাম
ঘ) পারদ
১১০. স্লাইড ক্যালিপার্স – এর দ্বারা মাপজোখের ক্ষেত্রে নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. সিলিন্ডার বা চোঙ বা বেলনের আয়তন নির্ণয়ে
ii. ফাঁপা নলের অন্তর্ব্যাস ও বহির্ব্যাস নির্ণয়ে
iii. বস্তুর ভর নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১১. বিজ্ঞানের বন্ধ্যাত্বকালীন সময়ে ইউরোপীয় সভ্যতা জ্ঞান গ্রহণ করেছিল –
i. বাইজানটাইন সভ্যতার
ii. গ্রিক সভ্যতার
iii. মুসলিম সভ্যতার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১২. কৃত্রিম উপগ্রহ ভূমিকা রাখছে –
i. কম্পিউটার আবিষ্কারে
ii. আবহাওয়া পূর্বাভাস প্রদানে
iii. যোগাযোগ সহজ করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১৩. পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে?
ক) রজার বেকন
খ) লিউনার্দো দা ভিঞ্চি
গ) রবার্ট হুক
ঘ) হাইগেন
১১৪. তাড়িতচৌম্বক তত্ত্বের ক্ষেত্রে সম্পর্ক আছে –
i. ১৮৬৪ সাল
ii. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
iii. তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে একীভূতকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১৫. যান্ত্রিক ত্রুটি কখন নির্ণয় করতে হয় –
ক) পরীক্ষা শুরুর আগে
খ) পরীক্ষার মাঝে
গ) পরীক্ষার শেষে
ঘ) যন্ত্র কেনার সময়
১১৬. একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং পিচ 1 mm, এটির লঘিষ্ঠ গুণন কত?
ক) 0.1 mm
খ) 1 mm
গ) 0.001 mm
ঘ) 0.01 mm
১১৭. তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
১১৮. সময়ের একক কী?
ক) মিটার
খ) কিলোগ্রাম
গ) সেকেন্ড
ঘ) মোল
১১৯. ‘পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মকবাবে আহিত’ এটি কোন শতকের আবিষ্কার?
ক) ঊনবিংশ শতাব্দীর শেষে
খ) বিংশ শতাব্দীর শুরুতে
গ) বিংশ শতাব্দীর শেষে
ঘ) একবিংশ শতাব্দীর শুরুতে
১২০. কেপলারের গুরু কে ছিলেন?
ক) কোপারনিকাস
খ) টাইকোব্রাহে
গ) রোমার
ঘ) নিউটন
১২১. টলেমির মতবাদের বিরোধিতা করেন কে?
ক) আল হাসেন
খ) ইবনে আল হাইথাম
গ) টলেমি
ঘ) আল মাসুদী
১২২. লিওনার্দো দা ভিঞ্চি –
i. দক্ষতার সাথে কিছু সাধারণ যন্ত্র উদ্ভাবন করেন
ii. চিত্রশিল্পী ছিলেন
iii. উড়োজাহাজ আবিষ্কার করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২৩. পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে?
ক) পিথাগোরাস
খ) ডেমোক্রিটাস
গ) ইবনে সিনা
ঘ) আল হাজেন
১২৪. নিচের কোনটির সাথে হাইগেনের কোনো সম্পর্ক নেই?
ক) পেন্ডুলামীয় গতি পর্যালোচনা
খ) ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ
গ) আলোর প্রতিসরণের সূত্র
ঘ) আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন
১২৫. বিজ্ঞানী গ্যালিলিও কোন দেশের অধিবাসী?
ক) জার্মানী
খ) স্পেন
গ) ইতালী
ঘ) ফ্রান্স
১২৬. কোনটি মৌলিক রাশি নয়?
ক) কাজ
খ) পদার্থের পরিমাণ
গ) সময়
ঘ) ভর
১২৭. ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের বাম পাশে থাকলে কোন ত্রুটি হবে?
ক) ধনাত্মক
খ) ঋনাত্মক
গ) নিরপেক্ষ
ঘ) ক ও খ উভয়ই হতে পারে
১২৮. নিউক্লিয়াস ফিশনযোগ্য এটি যে আবিষ্কার করেন –
ক) অটোহান ও স্ট্রেসম্যান
খ) হেনরী ও স্ট্রেসম্যান
গ) হেনরী ও লেঞ্জ
ঘ) অটোহান ও স্ট্রেসম্যান
১২৯. নিউটন তার বিস্ময়কর প্রতিভার দ্বারা আবিষ্কার করেন –
i. বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্র
ii. সৃতিবিদ্যা
iii. বিশ্বজনীন মহাকর্ষ সূত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩০. আবদুস সালাম পেশায় ছিলেন –
ক) বৈমানিক
খ) প্রফেসর
গ) গণিতবিদ
ঘ) নকশাকার
১৩১. রাশির সংকেত কোন হরফে লিখতে হয়?
ক) ইটালিক
খ) রোমান
গ) গ্রিক
ঘ) জাপানিজ
১৩২. পদার্থের অবিভাজ্য একক পরমাণু – কে এ ধারণা দেন?
ক) আর্কিমিডিস
খ) অ্যারিস্টার্কাস
গ) ডেমোক্রিটাস
ঘ) রজার বেকন
১৩৩. ৩০৯। চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করে এ ঘটনা আবিষ্কার করেন –
i. মাইকেল ফ্যারাডে
ii. লেঞ্জ
iii. ওয়েরস্টেড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩৪. একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মান 1mm এবং ভার্নিয়ারের ঘরের সংখ্যা 20 হলে ভার্নিয়ার ধ্রুবক কত?
ক) 0.01 mm
খ) 0.05 mm
গ) 0.1 mm
ঘ) 0.5 mm
১৩৫. আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়?
ক) স্লাইড ক্যালিপার্স
খ) স্ক্রুগজ
গ) তুলাযন্ত্র
ঘ) ভার্নিয়ার স্কেল
১৩৬. আলবার্ট আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৫২
খ) ১৮৫৮
গ) ১৮৫৭
ঘ) ১৯৫৫
১৩৭. 10-12 F = কত?
ক) 2 pF
খ) 0.1 pF
গ) 1 pF
ঘ) 0.01 pF
১৩৮. যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির উপর নির্ভর করে না তাকে কী বলে?
ক) সিংহ রাশি
খ) মকর রাশি
গ) লব্ধ রাশি
ঘ) মৌলিক রাশি
১৩৯. ত্বরণের মাত্রা কোনটি?
ক) LT-2
খ) LT-1
গ) ML-1T-2
ঘ) ML-3
১৪০. ইলেকট্রন মাইক্রোস্কোপ বিপ্লব এনেছে –
i. বলবিদ্যায়
ii. বস্তু বিজ্ঞানে
iii. কোষ জীববিদ্যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪১. ১০ গিগা জুল এর সঠিক সংকেত কোনটি?
ক) 10gj
খ) 10 Gj
গ) 10 gJ
ঘ) 10 GJ
১৪২. নিচের কোনটি লব্ধ একক?
ক) দৈর্ঘ্য
খ) আয়তন
গ) ভর
ঘ) সময়
১৪৩. 1 সেন্টিমিটারে কত মিলিমিটার?
ক) 1
খ) 10
গ) 100
ঘ) 1000
১৪৪. নিউটনীয় বা চিরায়ত পদার্থবিজ্ঞানে –
i. স্থান নিরবচ্ছিন্ন
ii. স্থানকে অতিক্ষুদ্র অংশে ভাগ করা যায়
iii. সক্ষাতের মধ্যে সব ঘটনা ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৫. ১৭১। কোনটি মৌলিক রাশি?
ক) দীপন তীব্রতা
খ) পদার্থের পরিমাণ
গ) তাপ
ঘ) তড়িৎ বিভব
১৪৬. আন্তর্জাতিক পদ্ধতিতে প্রতিটি ভৌত রাশির জন্য কয়টি একক নির্ধারণ করা হয়েছে?
ক) একটি
খ) তিনটি
গ) পাঁচটি
ঘ) সাতটি
১৪৭. নিচের বিবৃতিগুলো লক্ষ করো –
i. স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর ওজন মাপা যায়
ii. তড়িৎ প্রবাহ মাত্রায় একক মোল
iii. আপেক্ষিক গুরুত্ব একটি মাত্রাহীন রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৮. অন্য এককের উপর ভিত্তি করে যে একক পাওয়া যায় তাকে বলে-
ক) মৌলিক একক
খ) লাম্বিক একক
গ) দেশীয় একক
ঘ) লব্ধ একক
১৪৯. ১০৯। নিচের কোনটি রনজেন আবিষ্কার করেন?
ক) তেজস্ক্রিয়তা
খ) আপেক্ষিক তত্ত্ব
গ) কোয়ান্টাম তত্ত্ব
ঘ) এক্স-রে
১৫০. বোসন কার নাম থেকে এসেছে?
ক) জগদীশ চন্দ্র বসু
খ) সুভাষ চন্দ্র বসু
গ) সত্যেন্দ্রনাথ বসু
ঘ) শরৎচন্দ্র বসু
১৫১. মাইক্রো বলতে 10 এর সূচক কত বোঝায়?
ক) -3
খ) -4
গ) -5
ঘ) -6
১৫২. কত সালে ম্যাক্সওয়েল আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন?
ক) ১৮৩১
খ) ১৮৫৮
গ) ১৮৬৪
ঘ) ১৮৫৭
১৫৩. ১ মিটারে কত সেন্টিমিটার?
ক) 10
খ) 100
গ) 1000
ঘ) 1
১৫৪. কোন সূত্র ব্যবহার করে আর্কিমিডিস ধাতুর ভেজাল নির্ণয় করেন?
ক) লিভারের নীতি
খ) জ্যামিতিক উপপাদ্য
গ) পরমাণু তত্ত্ব
ঘ) তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল
১৫৫. তাড়িতচৌম্বক তরঙ্গের মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে শক্তি প্রেরণে সক্ষম হন –
i. মার্কনী
ii. ক্লার্ক ম্যাক্সওয়েল
iii. জগদীশ চন্দ্র বসু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৬. 1 পিকো ফ্যারাডে = - ফ্যারাড।
ক) 10-9
খ) 10-10
গ) 10-11
ঘ) 10-12
১৫৭. নিচের কোনটি মৌলিক রাশি নয়?
ক) ভর
খ) তাপ
গ) তড়িৎ প্রবাহ
ঘ) পদার্থের পরিমাণ
১৫৮. নিচের কোনটি শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?
ক) বায়ুকল
খ) বায়ুবাষ্প
গ) বাষ্পীয় ইঞ্জিন
ঘ) ইউরেনিয়াম
১৫৯. পদার্থবিজ্ঞানে বিভিন্ন রাশির বা এককের জন্য বিভিন্ন সংকেত ও প্রতীক ব্যবহার করা হয় এককের কোন পদ্ধতি অনুসরণ করে?
ক) F.P.S পদ্ধতি
খ) CGS পদ্ধতি
গ) আন্তর্জাতিক পদ্ধতি
ঘ) ব্রিটিশ পদ্ধতি
১৬০. স্ক্রু গজে প্রধানত কয় ধরনের ত্রুটি দেখা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৬১. কোনটি লব্ধ রাশি?
ক) ভর
খ) দীপন ক্ষমতা
গ) তড়িৎপ্রবাহ
ঘ) ঘনত্ব
১৬২. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে?
ক) জেমস ওয়াট
খ) লেঞ্জ
গ) ওয়েরস্টেড
ঘ) মাইকেল ফ্যারাডে
১৬৩. কোয়ান্টাম তত্ত্ব কখন আবিষ্কৃত হয়?
ক) অষ্টাদশ শতাব্দীতে
খ) ঊনবিংশ শতাব্দীর শেষে
গ) বিংশ শতাব্দীর শুরুতে
ঘ) বিংশ শতাব্দীর শেষে
১৬৪. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী?
ক) জুল
খ) নিউটন
গ) প্যাসকেল
ঘ) কেলভিন
১৬৫. বিজ্ঞান সকল জাতির জন্য বয়ে এনেছে –
i. উন্নতি
ii. সমৃদ্ধি
iii. অকল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৬. মাইকেল ফ্যারাডে কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৭৭৭
খ) ১৭৯১
গ) ১০৯৭
ঘ) ১৮০৪
১৬৭. 104/10-6= ?
ক) 10-2
খ) 10-10
গ) 102
ঘ) 1010
১৬৮. আবহাওয়ার পূর্বাভাস দানে ভূমিকা রাখছে –
ক) টেলিভিশন
খ) রেডিও
গ) কৃত্রিম উপগ্রহ
ঘ) আইপ্যাড
১৬৯. এককের আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে কী বলা হয়?
ক) S.I
খ) C.G.S
গ) I.S.U
ঘ) M.K.S
১৭০. প্রধানত কয়টি রাশিকে মৌলিক রাশি বলে?
ক) ৭টি
খ) ৮টি
গ) ১১টি
ঘ) ১৩টি
১৭১. কম্পিউটার মানুষের ক্ষমতা –
ক) স্থবির করেছে
খ) কমিয়ে দিয়েছে
গ) বাড়িয়ে দিয়েছে
ঘ) ধ্বংস করেছে
১৭২. পিথাগোরাস অবদান রেখেছেন –
i. কম্পমান তারের উপর
ii. জ্যামিতিক উপপাদ্য
iii. পরমাণুর গঠন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭৩. সৌরতত্ত্বের ধারণা, বর্ণনা ও সত্যতা যাচাই এর সাথে জড়িত –
i. কোপারনিকাস
ii. কেপলার
iii. টাইকোব্রাহে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭৪. নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. তাপ মৌলিক রাশি
ii. দীপন তীব্রতা লব্ধ রাশি
iii. তড়িৎ প্রবাহ মৌলিক রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭৫. জগদীশ চন্দ্র বসু কোন দেশীয় বিজ্ঞানী ছিলেন?
ক) গ্রিক
খ) স্পেনীয়
গ) বাংলাদেশীয়
ঘ) রোমান
১৭৬. নীলস বোরের কোন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা পারমাণবিক পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ?
ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম
গ) সোডিয়াম
ঘ) ইউরেনিয়াম
১৭৭. এস.আই. – এর মৌলিক একক কয়টি?
ক) ৫টি
খ) ৮টি
গ) ৭টি
ঘ) ১০টি
১৭৮. কেপলার কোন বিজ্ঞানীর ধারণার সাধারণ গাণিতিক বর্ণনা দেন তিনটি সূত্রের সাহায্যে?
ক) কোপার্নিকাস
খ) থেলিস
গ) নিউটন
ঘ) ডপলার
১৭৯. কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে কী বলে?
ক) পাওয়ার
খ) মাত্রা
গ) সমষ্টি
ঘ) বল
১৮০. যে সকল যন্ত্র স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে তৈরি সে সকল যন্ত্রের কী ত্রুটি দেখা যায়?
ক) পিছন ত্রুটি
খ) শূন্য ত্রুটি
গ) প্যারালাক্স
ঘ) ক ও খ উভয়ই
১৮১. গ্যালিলিও কোন বিদ্যার ভিত্তি স্থাপন করেন?
ক) বলবিদ্যা
খ) সৃতিবিদ্যা
গ) ক্যালকুলাস
ঘ) জ্যোতির্বিদ্যা
১৮২. পশ্চিম ইউরোপীয় সভ্যতা কখন বাইজানটাইন ও মুসলিম সভ্যতার জ্ঞানের ধারা গ্রহণ করেছিল?
ক) সপ্তদশ শতাব্দীর পূর্বে
খ) পঞ্চদশ শতাব্দীর পূর্বে
গ) ত্রয়োদশ শতাব্দীর পূর্বে
ঘ) ষোড়শ শতাব্দীর পূর্বে
১৮৩. আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কী?
ক) গ্রাম
খ) কিলোগ্রাম
গ) মোল
ঘ) পাউন্ড
১৮৪. 1 মাইক্রো উপসর্গটি নির্দেশ করে –
ক) 10-5
খ) 10-7
গ) 10-6
ঘ) 10-3
১৮৫. ডা. গিলবার্ট চিরস্মরণীয় হয়ে আছেন যে কাজের জন্য –
i. চুম্বক তত্ত্ব প্রদান
ii. আলোর প্রতিসরণের সূত্র প্রদান
iii. চুম্বকত্ব নিয়ে গবেষণা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮৬. নিচের কোনটিকে নিউটনের অবদান আছে?
ক) সৌরতত্ত্ব
খ) চুম্বক তত্ত্ব
গ) শব্দ বিজ্ঞান
ঘ) আপেক্ষিক বস্তু
১৮৭. “পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত” – এটি কার মত?
ক) ইউক্লিড
খ) টলেমি
গ) নিউটন
ঘ) রজার বেকন
১৮৮. মূল স্কেলের পাঠ 14 মি.মি., ভার্নিয়ার ধ্রুবক 0.1 মি.মি. এবং ভার্নিয়ার পাঠ 3 হলে মোট পাঠ কত হবে?
ক) 14.3 সে.মি.
খ) 1.43 সে.মি.
গ) 14.3 মি.মি.
ঘ) 143 মি.মি.
১৮৯. নিচের বিবৃতিগুলো লক্ষ কর:
i. রোমার আলোর বেগ নির্ণয় করেন
ii. পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন রবার্ট হুক
iii. সৌরতত্ত্বের গাণিতিক বর্ণনা দেন কোপারনিকাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯০. তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয় –
ক) কম্পিউটারে
খ) মহাশূন্যযানে
গ) ইলেকট্রনিক্সে
ঘ) রোগ নিরাময়ে
১৯১. চন্দ্রশেখর রমন কত সালে নোবেল পুরস্কার পান?
ক) ১৯১৩
খ) ১৯১৭
গ) ১৯৩০
ঘ) ১৯৭৯
১৯২. দৈর্ঘ্য কেমন রাশি?
ক) কর্কট রাশি
খ) লব্ধ রাশি
গ) মৌলিক রাশি
ঘ) যৌগিক রাশি
১৯৩. 1 মিলিমিটার = কত মিটার?
ক) 10
খ) 102
গ) 103
ঘ) 10-3
১৯৪. পিথাগোরাস অবদান রেখেছেন কোন কোন বিষয়ের উপর?
ক) লীভারের নীতি
খ) পরমাণু তত্ত্ব
গ) জ্যামিতিক উপপাদ্য ও কম্পমান তার
ঘ) জ্যোতির্বিজ্ঞান
১৯৫. আলোর বেগ পরিমাপ করেন কে?
ক) রবার্ট বয়েল
খ) কেপলার
গ) গ্যালিলিও
ঘ) রোমার
১৯৬. আমাদের আরাম-আয়েশ ও চিত্তবিনোদনের ক্ষেত্রে কিসের ভূমিকা বেশি?
ক) চুম্বক
খ) তড়িৎ
গ) তাপ
ঘ) ক ও খ
১৯৭. লিউনার্দো দা ভিঞ্চি কে ছিলেন?
ক) নৃত্য শিল্পী
খ) বিজ্ঞানী
গ) গণিতবিদ
ঘ) চিত্রশিল্পী
১৯৮. স্ক্রুগজ ব্যবহার করা হয় –
i. তারের ব্যাসার্ধ নির্ণয়ে
ii. দন্ডের দৈর্ঘ্য নির্ণয়ে
iii. সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯৯. কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন?
ক) প্ল্যাঙ্ক
খ) আইনস্টাইন
গ) রাদারফোর্ড
ঘ) হাইজেনবার্গ
২০০. মানুষ চাঁদে পদার্পন করে কোন শতাব্দীতে?
ক) অষ্টাদশ
খ) ঊনবিংশ
গ) বিংশ
ঘ) একবিংশ
২০১. স্ক্রু গজের ক্ষেত্রে পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের কোনটি পাওয়া যায়?
ক) পিচ
খ) লঘিষ্ঠ গণন
গ) ভার্নিয়ার ধ্রুবক
ঘ) যান্ত্রিক ত্রুটি
২০২. ৩৩৫। ভার্নিয়ার স্কেল –
i. সেন্টিমিটারের ভগ্নাংশ মাপতে ব্যবহৃত হয়
ii. পিয়েরে ভার্নিয়ার আবিষ্কার করেন
iii. মিটার স্কেলের সাথে ব্যবহার করে মিলিমিটারের ভগ্নাংশ সঠিকভাবে নির্ণয় করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৩. নিচের কোন রাশিটি মৌলিক রাশির উপর নির্ভর করে?
i. শক্তি
ii. তড়িৎ প্রবাহ
iii. সরণের পর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৪. আবদুস সালাম কোন দেশের নোবেল বিজয়ী?
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) সৌদি আরব
ঘ) পাকিস্তান
২০৫. ডেমোক্রিটাস কোন বিষয়ের প্রাথমিক ধারণা দিয়েছেন?
ক) অণু
খ) পরমাণু
গ) বন্ধন
ঘ) পর্যায় সারণি
২০৬. ক্যান্ডেলা কোনো আলোক উৎস দিকে একবর্ণী বিকিরণ নি:সরণ করে এবং ঐ নির্দিষ্ট দিকে তার বিকিরণ তীব্রতা প্রতি স্টেরিডিয়ান ঘন কোণে কত?
ক) 1/863 ওয়াট
খ) 863 ওয়াট
গ) 1/368 ওয়াট
ঘ) 1/683 ওয়াট
২০৭. একটি দন্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল 4cm, ভার্নিয়ার সমপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm। দন্ডটির দৈর্ঘ্য কত?
ক) 4.07 cm
খ) 4.7 cm
গ) 4.07 cm
ঘ) 4.7 cm
২০৮. 1 fm = কত?
ক) 10-12 m
খ) 10-15 m
গ) 10-25 m
ঘ) 10-9 m
২০৯. গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৬৪২
খ) ১৭২৭
গ) ১৫৬৪
ঘ) ১৫৭১
২১০. তাড়িতচৌম্বক তরঙ্গের ব্যবহারের মাধ্যমে কোন যন্ত্রটি আবিষ্কার করা হয়?
ক) ক্যামেরা
খ) বেতার
গ) তড়িৎ মোটর
ঘ) বায়ুকল
২১১. চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করে – এ ঘটনা আবিষ্কার করেন –
ক) ওয়েরস্টেড, ফ্যারাডে ও হেনরী
খ) ওয়েরস্টেড, ফ্যারাডে ও লেঞ্জ
গ) ফ্যারাডে, জেমস ওয়ার্ট ও লেঞ্জ
ঘ) ফ্যারাডে, হেনরী ও লেঞ্জ
২১২. কোনো কিছু কেন ঘটে, কীভাবে ঘটে এসব প্রশনের জবাব খুঁজতেন কোন বিজ্ঞানী
ক) অ্যারিস্টটল
খ) রবার্ট বেকন
গ) গ্যালিলিও
ঘ) নিউটন
২১৩. পদার্থবিজ্ঞানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়?
ক) পদার্থ ও উদ্ভিদ
খ) উদ্ভিদ ও প্রাণী
গ) শক্তি ও প্রাণী
ঘ) পদার্থ ও শক্তি
২১৪. ইউরোপকে শিল্প বিপ্লবের দিকে নিয়ে যায় –
i. অষ্টাদশ শতাব্দীর আবিষ্কার
ii. ঊনবিংশ শতাব্দীর আবিষ্কার
iii. বিংশ শতাব্দীর আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১৫. নিচের কোন রাশিটি অন্যরাশির উপর নির্ভরশীল?
ক) তাপমাত্রা
খ) ওজন
গ) তড়িৎ প্রবাহ
ঘ) দীপন ক্ষমতা
২১৬. মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা যায়?
ক) মিটার
খ) মাইক্রোমিটার
গ) ন্যানোমিটার
ঘ) সেন্টিমিটার
২১৭. মাইক্রো বলতে 10 – এর সূচক কত বুঝায়?
ক) -3
খ) -6
গ) -9
ঘ) -12
২১৮. স্ক্রু গজের সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি সংখ্যা –
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
২১৯. এক ন্যানোমিটার সমান কত?
ক) 10-9 m
খ) 109 m
গ) 10-12 m
ঘ) 1012 m
২২০. যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে কী বলে?
ক) পরিমাণ
খ) ভর
গ) মৌলিক রাশি
ঘ) পরিমাপের একক
২২১. কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কী বলে?
ক) পরিমাপ
খ) পরিমাণ
গ) ওজন নির্ণয়
ঘ) বল নির্ণয়
২২২. রমন প্রভাব কোন দেশের বিজ্ঞানীর আবিষ্কার?
ক) ভারতীয়
খ) পাকিস্তানীয়
গ) আমেরিকান
ঘ) ইউরোপীয়
২২৩. এককের সংকেত লেখা হয় –
i. বড় হাতের হরফে
ii. ছোট হাতের হরফে
iii. ব্যক্তির নাম থেকে গৃহীত এককের প্রথম অক্ষর বড় হাতের হরফে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২৪. বোসন কোন ধরনের কণা?
ক) মৌলিক কণা
খ) সহমৌলিক কণা
গ) কৃত্রিম কণা
ঘ) জটিল কণা
২২৫. ন্যানো উপসর্গের উৎপাদক কোনটি?
ক) 109
খ) 107
গ) 10-7
ঘ) 10-9
২২৬. আরব মুসলিম বিজ্ঞানীরা ভৌত বিজ্ঞানের কোন শাখায় বেশি পারদর্শী ছিলেন?
ক) জ্যোতির্বিদ্যা
খ) গণিত শাস্ত্র
গ) রসায়ন
ঘ) পদার্থবিজ্ঞান
২২৭. যে একক মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত হয়েছে তার নাম কী?
ক) লব্ধ একক
খ) মৌলিক একক
গ) সি.জি.এস. একক
ঘ) দেশীয় একক
২২৮. একটি তারকে একটি স্ক্রু-গজে স্থাপন করার পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে, রৈখিক স্কেল পাঠ 2 mm, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 30 এবং লঘিষ্ঠ গণন 0.01 mm। তারটির ব্যাস কত?
ক) 16 mm
খ) 2.2 mm
গ) 2.3 mm
ঘ) 3.4 mm
২২৯. কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন?
ক) কেপলার
খ) রোমার
গ) গ্যালিলিও
ঘ) ড. গিলবার্ট
২৩০. বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় –
ক) লঘিষ্ঠ গণন
খ) পিচ
গ) ভার্নিয়ার ধ্রুবক
ঘ) যান্ত্রিক ত্রুটি
২৩১. চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে –
ক) ত্রিমাত্রিক এক বিস্তৃতি
খ) ত্রিমাত্রিক দুই বিস্তৃতি
গ) দ্বিমাত্রিক এক বিস্তৃতি
ঘ) দ্বিমাত্রিক দুই বিস্তৃতি
২৩২. বিজ্ঞানী আর্কিমিডিস আবিষ্কার করেন কোনটি?
ক) তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র
খ) মহাকর্ষ সূত্র
গ) উড়োজাহাজের মডেল
ঘ) ক্যালকুলাস
২৩৩. লঘিষ্ঠ গণনকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয় –
ক) M
খ) D
গ) L
ঘ) LC
২৩৪. কোপারনিকাসের সৌরকেন্দ্রিক ধারণার গাণিতিক বর্ণনা দেন কে?
ক) কেপলার
খ) টাইকোব্রাহের
গ) কোপারনিকাস
ঘ) নিউটন
২৩৫. বিংশ শতাব্দীতে মহাশূন্য অভিযান চলে –
i. চাঁদে
ii. মঙ্গলগ্রহে
iii. শুক্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৬. নিচের কোন রাশিটি মৌলিক রাশির উপর নির্ভর করে?
i. আয়তন
ii. সময়
iii. একক সময়ে সরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৭. পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে কোনো অল্প জিনিসের ভর সূম পরিমাপের জন্য কোনটি সর্বাপেক্ষা উপযোগী?
ক) স্ক্রু গজ
খ) স্লাইড ক্যালিপার্স
গ) মিটার স্কেল
ঘ) তুলা যন্ত্র
২৩৮. তাড়িত দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় উপমহাদেশের কোন বিজ্ঞানীকে?
ক) চন্দ্রশেখর রমন
খ) আবদুস সালাম
গ) সত্যেন্দ্রনাথ বসু
ঘ) স্যার জগদীশ চন্দ্র বসু
২৩৯. আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন কে?
ক) ম্যাক্সওয়েল
খ) ম্যাক্সপ্লাঙ্ক
গ) আইনস্টাইন
ঘ) সত্যেন্দ্রনাথ বসু
২৪০. নিউক্লিয়াস ফিশনযোগ্য আবিষ্কারের সাথে সম্পর্ক আছে –
i. অটোহান
ii. ১৯৩৮ সাল
iii. স্ট্রেসম্যান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪১. ইউরোনিয়াম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
ক) রনজেন
খ) বেকরেল
গ) মাদামকুরি
ঘ) পিয়েরে কুরি
২৪২. নিচের বিবরণগুলো লক্ষ করো:
i. বল, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি মাপতে অভিন্ন একক ব্যবহৃত হয়
ii. কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ
iii. যে আদর্শ/স্ট্যান্ডার্ড – এর সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তা হলো পরিমাপের একক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪৩. ইউক্লিড প্রথম কোন জ্যামিতিক ধারণা উপস্থাপন করেন?
ক) সময়
খ) স্থান
গ) বস্তু
ঘ) পাত্র
২৪৪. অটোহান ও স্ট্রেসম্যান নির্ণয় করেন নিউক্লিয়াস –
ক) ফিউশনযোগ্য
খ) ফিশনযোগ্য
গ) ধনাত্মক চার্জযুক্ত
ঘ) ঋণাত্মক চার্জযুক্ত
২৪৫. সৌরকেন্দ্রিক প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথের কল্পনা করেন কে?
ক) টাইকোব্রাহের
খ) কেপলার
গ) কোপারনিকাস
ঘ) গ্যালিলিও
২৪৬. চাপভেদে গ্যাসের ধর্ম বের করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালান কে?
ক) রবার্ট হুক
খ) রবার্ট বয়েল
গ) হাইগেন
ঘ) স্নেল
২৪৭. স্যাভ্রে কোন দেশের শহর?
ক) ইতালি
খ) ফ্রান্স
গ) রাশিয়া
ঘ) চীন
২৪৮. ত্রয়োদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানে অবদান রাখেন –
i. হাইগেন
ii. রজার বেকন
iii. লিউনার্দো দা ভিঞ্চি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪৯. মাইক্রো উপসর্গের উৎপাদক কোনিটি?
ক) 10-9
খ) 10-6
গ) 106
ঘ) 109
২৫০. ইন্টারন্যাশনাল ওয়েটস এন্ড মেজারস –
i. ফ্রান্সের স্যাভ্রতে অবস্থিত
ii. এটি প্লাটিনাম ইরিডিয়ামে রক্ষিত আছে
iii. ইতালিতে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫১. সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে?
ক) কেপলার
খ) রোমার
গ) কোপারনিকাস
ঘ) টাইকোব্রাহের
২৫২. তাড়িত দুর্বল বল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় কত জনকে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
২৫৩. 1 মাইক্রো উপসর্গের উৎপাদক কোনটি?
ক) 106 অ্যাম্পিয়ার
খ) 103 অ্যাম্পিয়ার
গ) 10-6 অ্যাম্পিয়ার
ঘ) 10-3 অ্যাম্পিয়ার
২৫৪. বস্তু থেকে আমাদের চোখে আলো আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই এই কথাটি কার?
ক) টলেমি
খ) ডা. গিলবার্ট
গ) ইবনে আল হাইথাম
ঘ) আল হাজেন
২৫৫. থেলিস সম্পর্কে সঠিক উক্তি হলো –
i. থেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণী করেন
ii. কম্পমান তারের উপর থেলিসের কাজ স্থায়ী অবদান রেখেছিল
iii. থেলিস লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৬. নিচের বাক্যগুলো লক্ষ কর:
i. আলোক তত্ত্ব পদার্থবিজ্ঞানের একটি উপশাখা
ii. লিওনার্দো দা ভিঞ্চির বলবিদ্যায় যথেষ্ট জ্ঞান ছিল
iii. ভন গুয়েরিক বায়ু পাম্প আবিষ্কার করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫৭. আর্কিমিডিস কীসের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরাতেন?
ক) সমতল দর্পণ
খ) গোলীয় দর্পণ
গ) স্বচ্ছ কাচ দন্ড
ঘ) দিয়াশলাই
২৫৮. সত্যেন্দ্রনাথ বসু গুরুত্বপূর্ণ অবদান রাখেন –
ক) পদার্থবিজ্ঞানে
খ) রসায়নে
গ) উদ্ভিদ বিজ্ঞানে
ঘ) প্রাণিবিজ্ঞানে
২৫৯. ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ঐ দাগই হবে –
ক) ভার্নিয়ার ধ্রুবক
খ) যান্ত্রিক ত্রুটি
গ) ভার্নিয়ার সমপাতন
ঘ) ভার্নিয়ার ক্যালিপার্স
২৬০. গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে তত্ত্বের সত্যতা যাচাই এ বৈজ্ঞানিক ধারার সূচনাকারী কে?
ক) নিউটন
খ) গ্যালিলিও
গ) জেমজ ওয়াট
ঘ) রজার বেকন
২৬১. সিফাত বাজার থেকে 2kg মাংস কিনে আনল। এখানে মাংসের কী নির্ণয় করা হয়েছে?
ক) ওজন
খ) ভর
গ) আয়তন
ঘ) দৈর্ঘ্য
২৬২. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বেকরেল কী আবিষ্কার করেন?
ক) X-ray
খ) বোসন কণা
গ) ইউরোনিয়াম তেজস্ক্রিয়তা
ঘ) নিউক্লিয় তত্ত্ব
২৬৩. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে কোনটি আবিষ্কার করা হয়?
ক) বাষ্পীয় ইঞ্জিন
খ) তড়িৎ ইঞ্জিন
গ) জেনারেটর
ঘ) বায়ুপাম্প
২৬৪. নিউটনীয় স্থান-কালের ধারণাতে ‘সময়’ কত মাত্রিক?
ক) একমাত্রিক
খ) দ্বিমাত্রিক
গ) মাত্রাহীন
ঘ) ত্রিমাত্রিক
২৬৫. পাঠ নেওয়ার সময় স্ক্রুকে একই দিকে ঘুরিয়ে যে যান্ত্রিক ত্রুটি পরিহার করা যেতে পারে –
ক) শূন্য ত্রুটি
খ) পিছট ত্রুটি
গ) ধনাত্মক ত্রুটি
ঘ) ঋনাত্মক ত্রুটি
২৬৬. ডেমোক্রিটাস কোন দেশের নাগরিক ছিলেন?
ক) ভারত
খ) ইতালি
গ) গ্রিক
ঘ) মিসর
২৬৭. আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কী?
ক) ভোল্ট
খ) অ্যাম্পিয়ার
গ) ওহম
ঘ) কেলভিন
২৬৮. গোলীয় দর্পণের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কোন বিজ্ঞানী?
ক) অ্যারিস্টটল
খ) অ্যারিস্টার্কাস
গ) ডেমোক্রিটাস
ঘ) আর্কিমিডিস
২৬৯. পদার্থবিজ্ঞান আমাদের –
i. কল্পনাকে উদ্দীপ্ত করে
ii. পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে
iii. চিন্তা শক্তির বিকাশ ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৭০. বায়ুকলের সাহায্যে কি উৎপাদন করা যায়?
ক) শব্দ শক্তি
খ) তড়িৎ শক্তি
গ) তরঙ্গ শক্তি
ঘ) আলোক শক্তি
২৭১. ম্যাক্সপ্লাঙ্ক কত সালে মারা যান?
ক) ১৯২০
খ) ১৯৪৭
গ) ১৮৭৯
ঘ) ১৯৫৫
২৭২. পর্যবেক্ষকের কাণে পাঠে যে ত্রুটি আসে তাকে কী বলে?
ক) দৈব ত্রুটি
খ) শূন্য ত্রুটি
গ) যান্ত্রিক ত্রুটি
ঘ) ব্যক্তিগত ত্রুটি
২৭৩. সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎ বাণী কে করেছিলেন?
ক) পিথাগোরাস
খ) থেলিস
গ) লোডস্টোন
ঘ) ডেমোট্রিটাস
২৭৪. কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে?
ক) ম্যাক্সওয়েল
খ) হাইগেন
গ) ম্যাক্সপ্লাঙ্ক
ঘ) নিউটন
২৭৫. পদার্থবিজ্ঞানে আছে –
i. তত্ত্ব সৃষ্টি ও গণিতের প্রয়োগ
ii. ব্যবহারিক উন্নয়ন বা বিকাশ
iii. প্রকৌশল শাস্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৭৬. কত সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখান যে আলো এক প্রকার চৌম্বক তরঙ্গ?
ক) ১৮৫৪
খ) ১৮৬৪
গ) ১৮৭৪
ঘ) ১৮৮৪
২৭৭. সত্যেন্দ্রনাথ বসুর তত্ত্ব কী নামে পরিচিত?
ক) জুলি-কুরি তত্ত্ব
খ) বোস-আইনস্টাইন সংখ্যায়ন
গ) বসু তত্ত্ব
ঘ) আপেক্ষিক তত্ত্ব
২৭৮. পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন কে?
ক) নীলস বোর
খ) রাদার ফোর্ড
গ) আইনস্টাইন
ঘ) নিউটন
২৭৯. কোনটি তুলা যন্ত্রের অংশ নয়?
ক) তুলা পাত্র
খ) কাচবাক্স
গ) লিভার
ঘ) তুলা দন্ড
২৮০. সৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করে কে?
ক) আইনস্টাইন
খ) টলেমি
গ) অ্যারিস্টটল
ঘ) গ্যালিলিও
২৮১. ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলে –
ক) মাত্রা
খ) রাশি
গ) একক
ঘ) পরিমেয় বস্তু
২৮২. আর্কিমিডিস কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক) ভারত
খ) চীন
গ) মিসর
ঘ) গ্রিক
২৮৩. বিজ্ঞানের চাবিকাঠি কোনটি?
ক) জীববিজ্ঞান
খ) পদার্থবিজ্ঞান
গ) গণিত
ঘ) রসায়ন
২৮৪. নীলস বোরের হাইড্রোজেন পরমাণুর কীসের ধারণা পারমাণবিক পদার্থবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
ক) ইলেকট্রন সংখ্যা
খ) পারমাণবিক সংখ্যা
গ) ইলেকট্রন স্তর
ঘ) ভর সংখ্যা
২৮৫. পদার্থবিজ্ঞান বিজ্ঞানের কেমন শাখা?
ক) মৌলিক শাখা
খ) রাসায়নিক শাখা
গ) যৌগিক শাখা
ঘ) উপরের সবগুলো
২৮৬. বাতাসের দুটি অণুর মধ্যকার দূরত্ব কত?
ক) 0.0000001 m
খ) 0.00000001 m
গ) 0.0000001 cm
ঘ) 0.000000001 m
২৮৭. ১৩৮। শেলডন প্লাশো কোন দেশের বিজ্ঞানী?
ক) স্পেন
খ) জার্মানি
গ) ফ্রান্স
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
২৮৮. খুব অল্প জিনিসের ভর সূক্ষ্মভাবে নির্ণয় করতে হয় –
ক) নিক্তি দ্বারা
খ) তুলা যন্ত্র দ্বারা
গ) উভয়টি দ্বারা
ঘ) কোনোটিই নয়
২৮৯. তুলা যন্ত্রকে কোথায় রাখা হয়?
ক) কাঠের বাক্সে
খ) কাচের বাক্সে
গ) লোহার বাক্সে
ঘ) তামার বাক্সে
২৯০. উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) চন্দ্রশেখর রমন
গ) আবদুস সালাম
ঘ) ড. ইউনুস
২৯১. পদার্থবিজ্ঞান পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে উদঘাটন করে –
i. কণার গঠন
ii. শক্তির রূপান্তর
iii. বস্তু ও শক্তির রূপান্তর সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) iii
২৯২. লিউনার্দো দা ভিঞ্চি পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন –
ক) পনের শতকের শেষ দিকে
খ) পনের শতকের প্রথম দিকে
গ) ষোল শতকের শেষ দিকে
ঘ) ষোল শতকের প্রথম দিকে
২৯৩. প্রকৃতির মৌলিক নিয়মগুলো আবিষ্কার কোন বিজ্ঞানের অবদান?
ক) পদার্থবিজ্ঞান
খ) জ্যোতির্বিদ্যা
গ) রসায়ন বিজ্ঞান
ঘ) ভূ-বিদ্যা
২৯৪. নিচের কোনটির সাথে ডা. গিলবার্টের সম্পর্ক রয়েছে?
ক) ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ
খ) বিভিন্ন চাপের গ্যাসের ধর্ম নির্ণয়
গ) চুম্বকত্ব নিয়ে গবেষণা
ঘ) আলোর বেগ নির্ণয়
২৯৫. স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দন্ডের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য নিম্নোক্ত তথ্য পাওয়া গেল – স্কেলের পাঠ (M) = 1.5 cm VC.C = 0.05 mm এবং ভার্নিয়ার সম্পাতন = 10, দন্ডটির দৈর্ঘ্য কত?
ক) 1.45 cm
খ) 1.505 cm
গ) 1.55 mm
ঘ) 15.05 cm
২৯৬. নিচের কোনটি মৌলিক একক?
ক) লুমেন
খ) জুল
গ) অ্যাম্পিয়ার
ঘ) নিউটন
২৯৭. নিচের কোনটি গণিতের নতুন শাখা?
ক) পাটিগণিত
খ) জ্যামিতি
গ) বীজগণিত
ঘ) ক্যালকুলাস
২৯৮. কোনটি মৌলিক রাশি?
ক) ভর
খ) আয়তন
গ) বল
ঘ) ঘনত্ব
২৯৯. বিকৃতকরণ বল – এর ক্রিয়ায় স্থিতিস্থাপক বস্তুর ধর্ম অনুসন্ধান করেন কে?
ক) হাইগেন
খ) রবার্ট বয়েল
গ) রবার্ট হুক
ঘ) নিউটন
৩০০. আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে?
ক) হাইগেন
খ) স্নেল
গ) রবার্ট হুক
ঘ) ভন গুয়েরিক
৩০১. আর্কিমিডিস ছিলেন একজন –
ক) গণিতবিদ
খ) দার্শনিক
গ) কেমিস্ট
ঘ) জ্যোতির্বিজ্ঞানী
৩০২. বিজ্ঞানের কোন শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয়?
ক) উদ্ভিদ বিজ্ঞান
খ) রসায়ন
গ) প্রাণিবিজ্ঞান
ঘ) পদার্থবিজ্ঞান
৩০৩. বিজ্ঞানের উন্নতি, সমৃদ্ধি সকল জাতির মানুষের জন্য কি বয়ে এনেছে?
ক) অর্থ
খ) সম্পদ
গ) কল্যাণ
ঘ) ধ্বংস
৩০৪. মিটার স্কেলের ক্ষেত্রে –
i. এর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার
ii. এই স্কেলের এক পাশ সেন্টিমিটার এবং অপর পাশ ইঞ্চিতে দাগ কাটা থাকে
iii. এই স্কেল মিলিমিটারে দাগাঙ্কিত থাকে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩০৫. বোস-আইনস্টাইন সংখ্যায়ন এর সাথে জড়িত –
i. স্যার জগদীশ চন্দ্র বসু
ii. আলবার্ট আইনস্টাই
iii. সত্যেন্দ্রনাথ বসু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩০৬. মিটার কিসের একক?
ক) ভরের
খ) সময়ের
গ) দৈর্ঘ্যের
ঘ) তাপমাত্রার
৩০৭. বিশ্বজনীন মহাকর্ষ সূত্র এর আবিষ্কারক কে?
ক) নিউটন
খ) গ্যালিলিও
গ) আইনস্টাইন
ঘ) স্টিফেন হকিংস
৩০৮. 1 ফেমটোমিটার সমান কত?
ক) 10-18 m
খ) 10-12 m
গ) 10-51 m
ঘ) 10-15 m
৩০৯. একটি সিলিন্ডারের ব্যাস নির্ণয়ের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
ক) মিটার স্কেল
খ) ভার্নিয়ার স্কেল
গ) স্লাইড ক্যালিপার্স
ঘ) সেন্টিমিটার স্কেল
৩১০. কয়টি লেভেলিং – এর সাহায্যে তুলা যন্ত্রকে লেভেলিং করা হয়?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৩১১. বস্তুর পতনের নিয়ম – এর আবিষ্কারকের নাম কী?
ক) গ্যালিলিও
খ) আর্কিমিডিস
গ) আইনস্টাইন
ঘ) নিউটন
৩১২. পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?
ক) টলেমি
খ) রজার বেকন
গ) রবার্ট হুক
ঘ) হাইগেন
৩১৩. আধুনিক সভ্যতা কার ফসল?
ক) রাজনীতি
খ) বিজ্ঞান
গ) অর্থনীতি
ঘ) সংস্কৃতি
৩১৪. কোন বিজ্ঞানের নীতিগুলো বিজ্ঞানের অন্যান্য শাখাসমূহের ভিত্তি তৈরি করেছে?
ক) পদার্থবিজ্ঞান
খ) রসায়ন
গ) উদ্ভিদ বিজ্ঞান
ঘ) প্রাণিবিজ্ঞান
৩১৫. প্রকৃতি মেনে চলে –
i. শক্তির সংরক্ষণশীলতা নীতি
ii. নিউক্লিয় তত্ত্ব
iii. মহাকর্ষ সূত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১৬. রোমার কোন গ্রহের/উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন?
ক) ইউরেনাস
খ) শনি
গ) নেপচুন
ঘ) বৃহস্পতি
৩১৭. আল মাসুদী এনসাইক্লোপিডিয়া লেখেন কোন বিষয়ের উপর?
ক) প্রকৃতির ইতিহাস
খ) ইসলামের ইতিহাস
গ) গ্রিক সভ্যতার ইতিহাস
ঘ) রোমান সভ্যতার ইতিহাস
৩১৮. পদার্থবিজ্ঞানে কীসের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর উদঘাটন করা হয়?
ক) পর্যবেক্ষণ
খ) পরীক্ষণ
গ) বিশ্লেষণ
ঘ) উপরের সবগুলো
৩১৯. তুলাযন্ত্র ব্যবহার করা হয় –
i. পদার্থবিজ্ঞানে
ii. জ্যোতির্বিজ্ঞানে
iii. রসায়নে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) iii
ঘ) i ও iii
৩২০. ফাঁপা নলের অন্ত:ব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?
ক) স্ক্রুগজ
খ) মিটার স্কেল
গ) ভার্নিয়ার স্কেল
ঘ) স্লাইড ক্যালিপার্স
৩২১. আধুনিক পদার্থবিজ্ঞানে স্থান কালের ধারণার পরিবর্তন এনেছে –
i. বোরতত্ত্ব
ii. আপেক্ষিক তত্ত্ব
iii. কোয়ান্টাম তত্ত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩২২. সময়ের একক নির্ধারণে কোন পরমাণুটি ব্যবহৃত হয়েছে?
ক) সিজিয়াম – 132
খ) সিজিয়াম – 133
গ) রেডিয়াম
ঘ) গ্যালিয়াম
৩২৩. ১২৭। নিউক্লিয় ফিশনের ফলে নির্গত হয় –
ক) শক্তি
খ) বাতাস
গ) আলো
ঘ) পানি
৩২৪. ইলেকট্রনিক্স হলো –
i. কম্পিউটার
ii. বৈদ্যুতিক তার
iii. ডিজিটাল ক্যামেরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩২৫. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ব্যবহার করে কোন যন্ত্রটি আবিষ্কার করা হয়?
ক) বেতার
খ) তড়িৎ মোটর
গ) জেনারেটর
ঘ) ট্রান্সফর্মার
৩২৬. সৌরকেন্দ্রিক তত্ত্বের গাণিতিক বর্ণনা দেন কে?
ক) কেপলার
খ) গ্যালিলিও
গ) নিউটন
ঘ) কোপারনিকাস
৩২৭. স্ক্রু গজের সাহায্যে নিচের কোনটির ব্যাসার্ধ নির্ণয় করা যায় –
ক) বেলনের উচ্চতা
খ) তারের ব্যাসার্ধ
গ) ফাঁপা নলে অন্ত:ব্যাস
ঘ) ফাঁপা নলের বহি:ব্যাস
৩২৮. আরবরা পারদর্শী ছিলেন –
i. গণিত
ii. রসায়ন
iii. জ্যোতির্বিদ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩২৯. দীপণ তীব্রতার –
i. প্রতীক হচ্ছে IV
ii. এসআই একক হচ্ছে ক্যান্ডেলা
iii. এককের প্রতীক হচ্ছে C
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৩০. ভারতীয় উপমহাদেশ হতে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন –
i. চন্দ্রশেখর রমন
ii. সত্যেন্দ্রনাথ বসু
iii. আবদুস সালাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩১. কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায় এ মতবাদ কার?
ক) আল হাজেন
খ) ইবনে আল হাইথাম
গ) টলেমি
ঘ) আল বিরুনী
৩৩২. আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবক কে?
ক) হাইগেন
খ) স্নেল
গ) রবার্ট বয়েল
ঘ) ভন গুয়েরিক
৩৩৩. আর্কিমিডিসের জীবনকাল –
ক) খ্রিস্টপূর্ব ২৮৭ – ২১২
খ) খ্রিস্টপূর্ব ৪৬০ – ৩৭০
গ) খ্রিস্টপূর্ব ৫২৭ – ৪৯৭
ঘ) খ্রিস্টপূর্ব ৬২৪ – ৫৬৯
৩৩৪. স্থান ও কালের ধারণা স্পষ্ট ও পরিমাণগত রূপ ধারণ করেছে কোনটির মাধ্যমে?
ক) বলবিদ্যা
খ) তাপবিজ্ঞান
গ) শব্দবিজ্ঞান
ঘ) আলোক বিজ্ঞান
৩৩৫. একটি দন্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ 2 cm, ভার্নিয়ার পাঠ 3 এবং ভার্নিয়ার ধ্রুবক 1 mm। দন্ডটির দৈর্ঘ্য কত?
ক) 2.03 cm
খ) 2.3 cm
গ) 2.03 mm
ঘ) 2.3 mm
৩৩৬. কোনো স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এবং পিচ যদি 1/2 মিমি হয় তবে উক্ত লঘিষ্ঠ গণন কত হবে?
ক) 0.01 মি.মি.
খ) 0.1 মি.মি.
গ) 0.05 মি.মি.
ঘ) 0.005 মি.মি.
৩৩৭. পূর্বের পরীক্ষালব্ধ ফলাফলকে ব্যাখ্যা এবং ভবিষ্যতবাণী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিংশ শতাব্দীর –
i. তাড়িত চৌম্বক তত্ত্ব
ii. আপেক্ষিক তত্ত্ব
iii. কোয়ান্টাম তত্ত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৩৮. বিজ্ঞানের কোন শাখায় স্থান ও কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক) জ্যোতির্বিজ্ঞানে
খ) পদার্থবিজ্ঞানে
গ) রসায়নে
ঘ) প্রাণি বিজ্ঞানে
৩৩৯. লব্ধ রাশি হচ্ছে –
i. বেগ
ii. তাপ
iii. তড়িৎ বিভব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৪০. পদার্থবিজ্ঞানের ভাষা কোনটি?
ক) রসায়ন
খ) গণিত
গ) পরিসংখ্যান
ঘ) পৌরনীতি
৩৪১. পদার্থবিজ্ঞানের বস্তু ও শক্তির রূপান্তর এবং সম্পর্ক উদঘাটন করে –
i. পর্যবেক্ষণের মাধ্যমে
ii. পরীক্ষণের মাধ্যমে
iii. বিশ্লেষণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৪২. টাইকোব্রাহের সাথে কেপলারের সম্পর্ক কী?
ক) গুরু-শিষ্য
খ) সহোদর ভাই
গ) বন্ধু
ঘ) সহপাঠী
৩৪৩. কেপলার তার গ্রহ সম্পর্কিত গাণিতিক সূত্রগুলোর সত্যতা যাচাই করেন কার পর্যবেক্ষণ লব্ধ তথ্য দ্বারা?
ক) কোপারনিকাস
খ) গ্যালিলিও
গ) নিউটন
ঘ) ট্রাইকোব্রাহে
৩৪৪. পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয় –
i. প্রোটন দ্বারা
ii. নিউট্রন দ্বারা
iii. ইলেকট্রন দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪৫. নিচের বিবরণগুলো লক্ষ করো –
i. 1 পিকো ফ্যারাডে = 1PF=10-15F
ii. 1 হেক্টোপ্যাসকেল = 1hPa=102Pa
iii. 1 টেরা গ্রাম = 1Tg=1012g
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iiii
ঘ) i, ii ও iii
৩৪৬. মিটার স্কেলের দৈর্ঘ্য –
i. 1 মিটার
ii. 1/100 মিলিমিটার
iii. 1000 মিলিমিটার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪৭. গ্যালিলিওর উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিকে পূর্ণতর রূপ প্রদান করেন কে?
ক) কেপলার
খ) বেকন
গ) নিউটন
ঘ) আর্কিমিডিস
৩৪৮. ইলেকট্রন নিউক্লিয়াসের কোথায় ঘোরে?
ক) উপরে
খ) নিচে
গ) ভিতরে
ঘ) চারপাশে
৩৪৯. গোলীয় দর্পণের সাহায্যে সূর্য রম্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল কে জানতেন?
ক) আর্কিমিডিস
খ) অ্যারিস্টটল
গ) অ্যারিস্টার্কাস
ঘ) পিথাগোরাস
৩৫০. ফিশনের ফলে বড় ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসের কি ঘটনা ঘটে?
ক) প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়
খ) একটি ছোট এবং একটি বড় ভরের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়
গ) প্রায় সমান ভরের তিনটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়
ঘ) অসমান ভরের তিনটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়
৩৫১. আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক যে তত্ত্ব প্রদান করে তার নাম কী?
ক) রাদারফোর্ড তত্ত্ব
খ) বোর তত্ত্ব
গ) কোয়ান্টাম তত্ত্ব
ঘ) নিউক্লিয় তত্ত্ব
৩৫২. পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে?
ক) সাতটি
খ) নয়টি
গ) বারটি
ঘ) দশটি
৩৫৩. রনজেন X-ray আবিষ্কার করেন কখন?
ক) ঊনবিংশ শতাব্দীর শুরুকে
খ) ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
গ) বিংশ শতাব্দীর শুরুতে
ঘ) অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে
৩৫৪. বিজ্ঞানী স্নেল কোন দেশের অধিবাসী?
ক) ইতালি
খ) জার্মানি
গ) মিসর
ঘ) গ্রিস
৩৫৫. নিচের কোনটি গ্যালিলিও’র আবিষ্কার?
ক) বস্তুর পতনের নিয়ম
খ) মহাকর্ষ সূত্র
গ) বলবিদ্যার সূত্র
ঘ) সৌরকেন্দ্রিক তত্ত্ব
৩৫৬. আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কোনটি?
ক) অ্যাম্পিয়ার
খ) জুল
গ) ওয়াট
ঘ) ভোল্ট
৩৫৭. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে পদার্থবিজ্ঞানে অসামান্য অবদান রাখেন –
i. রনজেন
ii. নীলস বোর
iii. বেকরেল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৫৮. পদার্থবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে –
i. প্রকৃতির রহস্য উদঘাটন করা
ii. প্রকৃতির নিয়মগুলো অনুধাবন করা
iii. প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment