১. শিকারিরা বন্দুক থেকে গুলি ছোড়ার পর পিছনের দিকে ধাক্কা অনুভব করে কেন?
ক) গুলি ও বন্দুকের ক্রিয়া বল একই সময়ে ক্রিয়াশীল হওয়ায়
খ) শিকারি ও বন্দুকের ক্রিয়া বল একই সময়ে ক্রিয়াশীল হওয়ায়
গ) শিকারি ও বন্দুকের প্রতিক্রিয়া বল ভিন্ন সময়ে ক্রিয়াশীল হওয়ায়
ঘ) গুলি ও বন্দুকের ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই সময়ে ক্রিয়াশীল হওয়ায়
২. প্রকৃতিতে বল কাজ করে –
ক) এককভাবে
খ) জোড়ায়-জোড়ায়
গ) জোড়-বিজোড়
ঘ) ক ও খ
৩. দুর্বল নিউক্লিয় বলের কারণে সংঘটিত হয় –
i. তেজস্ক্রিয় ভাঙ্গন
ii. নিউক্লিয়াসের বিটা ক্ষয়
iii. মৌলিক কণিকার ক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪. যে স্বল্প পাল্লার বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাসমূহের মধ্যে কাজ করে তাকে বলা হয় –
ক) দুর্বল নিউক্লিয় বল
খ) সবল নিউক্লিয় বল
গ) তাড়িত চৌম্বক বল
ঘ) মহাকর্ষ বল
৫. দুটি নিউক্লিয়নের মধ্যে যে বল কাজ করে তাকে বলে –
ক) দুর্বল নিউক্লিয় বল
খ) সবল নিউক্লিয় বল
গ) মহাকর্ষ বল
ঘ) অভিকর্ষ বল
৬. কিসের কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি?
ক) ওজন
খ) ঘর্ষণ
গ) ভর
ঘ) অস্পর্শ বল
৭. দুটি আহিত স্থির বস্তুর মধ্যে কোন বলটি ক্রিয়া করে না?
ক) মহাকর্ষ বল
খ) চৌম্বক বল
গ) অস্পর্শ বল
ঘ) তড়িৎ বল
৮. সংঘর্ষের সময় কোন বল কাজ করে?
ক) তড়িৎ বল
খ) যান্ত্রিক বল
গ) চৌম্বক বল
ঘ) ক্রিয়া-প্রতিক্রিয়া বল
৯. ঘর্ষণের ফলে কোনটি ঘটে?
ক) যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়
খ) ইঞ্জিনের যন্ত্রাংশ অত্যধিক উত্তপ্ত
গ) ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধি পায়
ঘ) শক্তির সংরক্ষণ সূত্র রঙ্ঘিত হয়
১০. সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়?
ক) ফুটবল
খ) ক্রিকেট
গ) রশি টানাটানি
ঘ) বেসবল
১১. 20 kg ভরের একটি বস্তুর উপর 200 N বল 0.1 s সময় ধরে ক্রিয়া করে। বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে?
ক) 5 kg ms-1
খ) 10 kg ms-1
গ) 15 kg ms-1
ঘ) 20 kg ms-1
১২. রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে?
ক) নিউটনের গতির প্রথম সূত্র
খ) মহাকর্ষ সূত্র
গ) শক্তির নিত্যতা সূত্র
ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র
১৩. একটি বস্তু যখন অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে কী বলে?
ক) স্থিতি ঘর্ষণ
খ) পিছলানো ঘর্ষণ
গ) আবর্ত ঘর্ষণ
ঘ) প্রবাহী ঘর্ষণ
১৪. ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পর –
ক) সমান
খ) বিপরীত
গ) অসমান
ঘ) সমান ও বিপরীত
১৫. কোন বস্তুর ভর 4 kg এবং বস্তুটি 4 ms-1 বেগে চলতে থাকলে বস্তুটির ভরবেগ কত হবে?
ক) 15 kg ms-1
খ) 16 kg ms-1
গ) 17 kg ms-1
ঘ) 18 kg ms-1
১৬. পদার্থের জড়তার পরিমাপকে কী বলে?
ক) বল
খ) স্থিতি
গ) ওজন
ঘ) ভর
১৭. পিছলানো ঘর্ষণের অপর নাম কী?
ক) স্থিতি ঘর্ষণ
খ) আবর্ত ঘর্ষণ
গ) প্রবাহী ঘর্ষণ
ঘ) বিসর্প ঘর্ষণ
১৮. নিচের কোনটি লুব্রিকেন্ট পদার্থ?
ক) পেট্রোল
খ) ডিজেল
গ) মবিল
ঘ) গ্যাস
১৯. প্রতিক্রিয়া বলটি কতক্ষণ থাকবে?
ক) 2s পর্যন্ত
খ) 3s পর্যন্ত
গ) যতক্ষণ পর্যন্ত ক্রিয়াবলটি থাকবে
ঘ) 1s পর্যন্ত
২০. নিউটনের তৃতীয় সূত্রানুসারে কোনটি সঠিক?
ক) F2=F1
খ) F2=-F1
গ) F1>F2
ঘ) F2>F1
২১. জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য?
ক) ঘর্ষণ
খ) বল
গ) অভিকর্ষজ ত্বরণ
ঘ) ভর
২২. ঘর্ষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) পর্বতারোহীগণ শিলাখন্ড বা পাহাড়ের তলকে ভালোভাবে পা এবং হাত দ্বারা আঁকড়ে ধরেন
খ) ঘর্ষণ বৃদ্ধির জন্য গ্রীজ ব্যবহার করা হয়
গ) খেলোয়াড়দের বুটের নিচে যথাসম্ভব মসৃণ থাকে যাকে দৌড়ানোর সময় পরে না যায়
ঘ) বল বেয়ারিং ব্যবহার করার ফলে ঘর্ষণ বৃদ্ধি করা সম্ভবপর হয়
২৩. একই আকৃতির দুটি বড় নিরেট সিলিন্ডারের মধ্যে একটি কাঠের তৈরি এবং অপরটি ইস্পাতের তৈরি। গতিশীল অবস্থা থেকে সিলিন্ডার দুটিতে বল প্রয়োগ করে থামাতে হলে কোনটি ঘটবে?
ক) ইস্পাতের সিলিন্ডারটিকে থামাতে অধিকতর বলের প্রয়োজন
খ) কাঠের সিলিন্ডারটিকে থামাতে অধিকতর বলের প্রয়োজন
গ) ইস্পাতের সিলিন্ডারটিকে থামানো অসম্ভব
ঘ) কাঠের সিলিন্ডারটিকে থামানো অসম্ভব
২৪. ভরবেগ কিসের উপর নির্ভর করে?
ক) ভর
খ) বেগ
গ) ভর ও বেগ
ঘ) কোনটিই নয়
২৫. বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং এর দিকে সৃষ্ট ত্বরণের মধ্যে সম্পর্ক জানা যায় কোন সূত্র হতে?
ক) নিউটনের প্রথম সূত্র
খ) নিউটনের দ্বিতীয় সূত্র
গ) নিউটনের তৃতীয় সূত্র
ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র
২৬. ঘর্ষণ বল কিসের উদাহরণ?
ক) অস্পর্শ বলের
খ) স্পর্শ বলের
গ) মহাকর্ষ বলের
ঘ) তাড়িতচৌম্বক বলের
২৭. আহিত কণাগুলো গতিশীল হলে কোন বলের সৃষ্টি হয় –
ক) তড়িৎ বল ও অভিকর্ষ বল
খ) তড়িৎ বল ও চৌম্বক বল
গ) চৌম্বক বল ও নিউক্লিয় বল
ঘ) অভিকর্ষ বল ও নিউক্লিয় বল
২৮. প্রকৃতি থেকে পাওয়া যায় –
i. মহাকর্ষ ও তাড়িতচৌম্বক বল
ii. দুর্বল নিউক্লীয় বল
iii. সবল নিউক্লীয় বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯. যাত্রীসহ থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করল। বাসযাত্রীর ক্ষেত্রে কী ঘটবে?
ক) বাসযাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে
খ) বাসযাত্রী পিছনের দিকে হেলে পড়বে
গ) বাসযাত্রী দোদুল্যমান থাকবে
ঘ) বাসযাত্রীর অবস্থান অপরিবর্তিত থাকবে
৩০. কোন বল খুব স্বল্প পাল্লার এবং আকর্ষণ ধর্মী?
ক) মহাকর্ষ বল
খ) তাড়িত চৌম্বক বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
৩১. সুতা কেটে দিলে সুতায় ঝুলন্ত বস্তু নিচে পড়তে থাকার জন্য কোন বল দায়ী?
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) ঘর্ষণ বল
ঘ) টান বল
৩২. দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত?
ক) অসীম
খ) 10-16 এর বেশি
গ) 10-16 m এর কম
ঘ) 10-16 m
৩৩. গাড়ির টায়ারে রাবারের উপর নকশায় কোনটি থাকে?
ক) আল্পনা
খ) দাঁত
গ) কাঁটা
ঘ) চুম্বক
৩৪. নিউক্লিয়াসের স্থায়ীত্বের জন্য কোন বল দায়ী?
ক) মহাকর্ষ বল
খ) তাড়িত চৌম্বক বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
৩৫. দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোনটি হয় না?
ক) তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া
খ) নিউক্লিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি
গ) নিউক্লিয়াস হতে বিটাক্ষয়
ঘ) তাড়িতচৌম্বক বলের সৃষ্টি
৩৬. একটি বাতাস ভর্তি বেলুনকে দু’হাত দ্বারা চেপে ধরলে কী ঘটে?
ক) সংকুচিত হবে
খ) প্রসারিত হবে
গ) কোন পরিবর্তন ঘটবে না
ঘ) বাতাস বেরিয়ে যাবে
৩৭. গতিশীল না হওয়া পর্যন্ত কোনো বস্তুর উপর কোন ঘর্ষণ বল কাজ করে?
ক) স্থিতি
খ) পিছলানো
গ) আবর্ত
ঘ) প্রবাহী
৩৮. কোনটি তড়িৎ বলের কারণে সৃষ্টি হয়?
ক) ঘর্ষণ বল
খ) অভিকর্ষ বল
গ) চৌম্বক বল
ঘ) মহাকর্ষ বল
৩৯. নিউটনের গতির সূত্রানুসারে –
i. বস্তুর উপর বলের লব্ধি শূন্য হলে স্থির বস্তু স্থির থাকে
ii. বাহ্যিক বল প্রযুক্ত না হলে গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকে
iii. নিউটনের প্রথম সূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪০. দুটি চৌম্বক মেরুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলকে বলে –
ক) তাড়িতচৌম্বক বল
খ) মহাকর্ষ বল
গ) নিউক্লিয় বল
ঘ) ঘর্ষণ বল
৪১. অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে?
ক) বেগ
খ) দিন
গ) বেগ অথবা দিক
ঘ) বেগ এবং দিক
৪২. সবল নিউক্লিয় বলের পাল্লা কত?
ক) 10-14 m
খ) 10-15 m
গ) 10-16 m
ঘ) 10-17 m
৪৩. বায়ুর বাঁধা হল এক ধরনের –
ক) ঘর্ষণ বল
খ) ঘাত বল
গ) টান বল
ঘ) লক্ষ বল
৪৪. নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে প্রযোজ্য –
i. দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র নির্ণয় সম্ভব
ii. দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র নির্ণয় সম্ভব
iii. তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র নির্ণয় সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৫. নিচের কোনটি সঠিক?
ক) আবর্ত ঘর্ষণ বল = পিছলানো ঘর্ষণ বল
খ) আবর্ত ঘর্ষণ বল > পিছলানো ঘর্ষণ বল
গ) আবর্ত ঘর্ষণ বল < পিছলানো ঘর্ষণ বল
ঘ) আবর্ত ঘর্ষণ বল << পিছলানো ঘর্ষণ বল
৪৬. যদি কোন বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধিবলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে বলা হয় –
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) স্পর্শ বল
ঘ) অস্পর্শ বল
৪৭. ভরবেগের দিক কোন দিকে?
ক) ভরের দিকে
খ) বেগের দিকে
গ) বলের দিকে
ঘ) সরণের দিকে
৪৮. দুটি আহিত কণা স্থির থাকলে তাদের মধ্যে কোন ক্রিয়া করে?
ক) মহাকর্ষ বল
খ) তড়িৎ বল
গ) স্পর্শ বল
ঘ) নিউক্লিয় বল
৪৯. মেঝের উপর দিয়ে একটি বাক্সকে টেনে নেয়ার সময় আমরা কোন বল প্রয়োগ করি?
ক) টান বল
খ) অস্পর্শ বল
গ) সাম্য বল
ঘ) অসাম্য বল
৫০. একটি সুকৌশল আবিষ্কার কি?
ক) চাকা
খ) রেডিও
গ) টিভি
ঘ) কম্পিউটার
৫১. নিউটনের দ্বিতীয় সূত্র হতে কোনটি সম্পর্কে জানা যায়?
ক) বল, ভর ও ত্বরণের সম্পর্ক
খ) বল, ভর ও বেগের সম্পর্ক
গ) বল, ওজন ও ত্বরণের সম্পর্ক
ঘ) বল, ভর ও ত্বরণের সম্পর্ক
৫২. 50 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 ms-2 হবে?
ক) 50 N
খ) 100 N
গ) 150 N
ঘ) 200 N
৫৩. নিউটনের গতির প্রথম সূত্র থেকে পাওয়া ধারণা দুটি কোনটি?
ক) বল ও ভরবেগ
খ) বল ও জড়তা
গ) জড়তা ও ভরবেগ
ঘ) জড়তা ও শক্তি
৫৪. পিছলিয়ে একটি বস্তা নিচে পড়ে গেলে কোন ঘর্ষণ কাজ করে?
ক) প্রবাহী ঘর্ষণ
খ) আবর্ত ঘর্ষণ
গ) বিসর্প ঘর্ষণ
ঘ) গতি ঘর্ষণ
৫৫. প্যাডেল দেওয়া বন্ধ করলে সাইকেল সাথে সাথে থামে না কেন?
ক) স্থিতি জড়তার কারণে
খ) গতি জড়তার কারণে
গ) ঘর্ষণ বলের অনুপস্থিতির কারণে
ঘ) ভরবেগের পরিবর্তনের কারণে
৫৬. মহাকর্ষ বলের পাল্লা –
ক) অসীম
খ) 1000 km পর্যন্ত
গ) 20 km পর্যন্ত
ঘ) 40 km পর্যন্ত
৫৭. কোনো বস্তুর উপর ক্রিয়ারত একাধিক বল সাম্যাবস্থায় থাকলে –
i. বলগুলোর লব্ধির মান শূন্য হবে
ii. বস্তুটির ভরবেগের কোনো পরিবর্তন হবে না
iii. যেকোনো দিক বলগুলোর উপাংশসমূহের যোগফল শূন্য হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৮. খেলোয়াড়ের কিক্ মারায় স্থির ফুটবল গতিশীল হয় কেন?
ক) ফুটবলের ভর হ্রাস পায় বলে
খ) স্থির অবস্থা থেকে ত্বরণ লাভ করে বলে
গ) গতি জড়তা ক্রিয়াশীল থাকে বলে
ঘ) প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় বলে
৫৯. একটি গাছের দুটি পাতার মধ্যে আকর্ষণ কোন ধরনের আকর্ষণ বল?
ক) অসাম্য বল
খ) স্পর্শ বল
গ) অভিকর্ষ বল
ঘ) মহাকর্ষ বল
৬০. গাড়ির চালকগণ সিটবেল্ট বাঁধেন –
i. নিরাপত্তার জন্য
ii. গতি জড়তার জন্য
iii. স্থিতি জড়তার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬১. প্রযুক্ত বল –
i. স্থির বস্তুকে গতিশীল করে
ii. স্থির বস্তুকে গতিশীর করার চেষ্টা করে
iii. গতিশীল বস্তুকে থামিয়ে দিতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬২. চারটি মৌলিক বলের মধ্যে তুলনামূলকভাবে দুর্বলতম বল কোনটি?
ক) তড়িৎ বল
খ) মহাকর্ষ বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
৬৩. যে কোন তলের অবশ্যই কি থাকবে?
ক) ঘর্ষণ
খ) ত্বরণ
গ) বেগ
ঘ) সরণ
৬৪. বই ও খাতা একটি টেবিলের উপর রাখা হলে তাদের মধ্যে কোন বল ক্রিয়া করে?
ক) অভিকর্ষ বল
খ) মহাকর্ষ বল
গ) স্পর্শ বল
ঘ) বিকর্ষণ বল
৬৫. কোনো বস্তু যখন কোনো তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে কী বলে?
ক) প্রবাহী ঘর্ষণ
খ) স্থিতি ঘর্ষণ
গ) আবর্ত ঘর্ষণ
ঘ) পিছলানো ঘর্ষণ
৬৬. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে –
i. শরীরের নিচের অংশ গতিশীল হয়
ii. শরীরের উপরের অংশ গতিশীল হয়
iii. শরীরের নিচের অংশের সাপেক্ষে উপরের অংশ পিছিয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৬৭. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান শূন্য না হলে তাকে কী বলে?
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) ত্বরণ
ঘ) মন্দন
৬৮. একটি গতিশীল বস্তু একটি স্থির বা গতিশীল বস্তুকে ধাক্কা দিলে যে ঘটনা ঘটে তাকে বলা হয় –
ক) ভরবেগ
খ) নিরাপদ ভ্রমণ
গ) সংঘর্ষ
ঘ) ত্বরণ
৬৯. যেসব বল মূল বা অন্য কোনো বলের রূপ নয় তাকে বলা হয় –
ক) মহাকর্ষ বল
খ) ঘর্ষণ বল
গ) অভিকর্ষ বল
ঘ) মৌলিক বল
৭০. স্পর্শ বলের উদাহরণ কোনটি?
ক) মহাকর্ষ বল
খ) তাড়িত চৌম্বক বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সংঘর্ষের সময় সৃষ্ট বল
৭১. বেগের মাত্রা কী?
ক) L
খ) T
গ) S
ঘ) LT-1
৭২. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে – এটি কিসের সূত্র?
ক) জড়তার সূত্র
খ) মহাকর্ষ সূত্র
গ) পড়ন্ত বস্তুর সূত্র
ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র
৭৩. সংঘর্ষের সময় কোন অকার্যকর?
ক) ক্রিয়া
খ) প্রতিক্রিয়া
গ) বাহ্যিক
ঘ) সংঘর্ষ বল
৭৪. একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হচ্ছে –
ক) অস্পর্শ বল
খ) স্পর্শ বল
গ) ঘর্ষণ বল
ঘ) অসাম্য বল
৭৫. নিউটনের অমর গ্রন্থ “ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা” কত সালে প্রকাশিত হয়?
ক) ১৬৮৬
খ) ১৬৮৭
গ) ১৭৮৭
ঘ) ১৬৮০
৭৬. দূরবর্তী ভ্রমণের জন্য কোনটি খেয়াল রাখা বেশি প্রয়োজন?
ক) রাস্তা
খ) পরিবেশ
গ) উচ্চ বেগ
ঘ) ক ও খ
৭৭. বলের মাত্রা কোনটি?
ক) MLT-2
খ) MLT-1
গ) ML-2T-2
ঘ) M-1LT-2
৭৮. বলের একক কোনটি?
ক) kg
খ) kg ms-1
গ) N
ঘ) ms-2
৭৯. বল পরিমাপের সমীকরণ প্রদান করে গতির কোন সূত্র?
ক) প্রথম সূত্র
খ) জড়তার সূত্র
গ) দ্বিতীয় সূত্র
ঘ) তৃতীয় সূত্র
৮০. একটি ট্রাক ও সি.এন.জি সমগতিতে চলছে। এর কারণ কী?
ক) ট্রাকের ভরবেগ বেশি
খ) সি.এন.জি’র ভরবেগ বেশি
গ) ট্রাকের ত্বরণ বেশি
ঘ) সি.এন.জি’র ত্বরণ বেশি
৮১. বস্তুর কিসের উপর রাস্তার মসৃণতার প্রভাব অনেক বেশি?
ক) বল
খ) গতি
গ) ত্বরণ
ঘ) সরণ
৮২. কোন গাড়ির গতিশক্তি নয় গুণ হলে এর বেগ হবে –
ক) সাতাশ গুণ
খ) একাশি গুণ
গ) চার গুণ
ঘ) তিন গুণ
৮৩. ঘর্ষণের ফলে অপচয়কৃত শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক) আলোক
খ) বিদ্যুৎ
গ) তাপ
ঘ) যান্ত্রিক
৮৪. ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কোনটি সঠিক?
ক) m1v1+m2u2=m1u1+m2v2
খ) m1u1+m2u2=m1v1+m2v2
গ) m2v1+m1u2=m2u1+m1v2
ঘ) m2u1+m1u2=m2v1+m1v2
৮৫. তাড়িতচৌম্বক বল –
i. মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী
ii. দুর্বল নিউক্লিয় বলের চেয়ে শক্তিশালী
iii. সকল নিউক্লিয় বলের চেয়ে দুর্বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৬. লুব্রিকেন্ট ব্যবহারের ফলে ঘর্ষণের পরিমাণ –
ক) বেড়ে যায়
খ) কমে যায়
গ) স্থির হয়
ঘ) কোনটিই নয়
৮৭. কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকায় শর্ত কী?
ক) ত্বরণ নির্দিষ্ট থাকা
খ) ত্বরণ না থাকা
গ) বল প্রয়োগ করা
ঘ) গতিশীল বস্তুকে স্থির করা
৮৮. গাড়ির টায়ার ও রাস্তার মধ্যবর্তী কিসের জন্য গাড়ি চালানো সম্ভব হয়েছে?
ক) ঘর্ষণ
খ) বল
গ) ত্বরণ
ঘ) ভরবেগ
৮৯. পৃথিবী কোন বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে বলে –
ক) ওজন
খ) স্পর্শ বল
গ) টান বল
ঘ) ভর
৯০. প্রকৃতিতে বিদ্যমান মৌলিক হল –
i. ঘর্ষণ বল
ii. মহাকর্ষ বল
iii. তাড়িতচৌম্বক বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯১. বল-বেয়ারিং কিসের তৈরি?
ক) টিনের
খ) লোহার
গ) ইস্পাতের
ঘ) তামার
৯২. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সম্পর্কিত নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে প্রযোজ্য –
i. ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময়ই সমান ও বিপরীতমুখী
ii. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত হয় না
iii. ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও সাম্যের সৃষ্টি করতে পারে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৯৩. যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে কী বলে?
ক) দুর্বল নিউক্লীয় বল
খ) মহাকর্ষ বল
গ) সবল নিউক্লীয় বল
ঘ) তাড়িতচৌম্বক বল
৯৪. যাত্রীসহ থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন?
ক) গতি জড়তার কারণে
খ) স্থিতি জড়তার কারণে
গ) ভরবেগের পরিবর্তনের কারণে
ঘ) মহাকর্ষ বলের প্রভাবে
৯৫. মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ ঘটে কেন?
ক) বস্তুর ভরের জন্য
খ) বস্তুর গতির জন্য
গ) বস্তুর স্থিতির জন্য
ঘ) বস্তুর ত্বরণের জন্য
৯৬. একটি বাক্স টেনে নেওয়ার সময় বাক্সের গতির বিপরীতে কোন বলের সৃষ্টি হয়?
ক) টান বল
খ) তাড়িতচৌম্বক বল
গ) শক্তিশালী নিউক্লিয় বল
ঘ) ঘর্ষণ বল
৯৭. নিউটনের অমর গ্রন্থ “ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা”র মূল উপজীব্য কি ছিল?
ক) বস্তুর ভর
খ) বস্তুর গতি
গ) বল
ঘ) ত্বরণ
৯৮. নিচের কোন বস্তুর বেগ পরিবর্তন করা সবচেয়ে কঠিন?
ক) মোটর সাইকেল
খ) গরুর গাড়ি
গ) ট্রাক
ঘ) সি.এন.জি
৯৯. নিউটনের গতিসূত্র কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
১০০. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার –
ক) প্রযুক্ত বলের ব্যস্তানুপাতিক
খ) প্রযুক্ত বলের সমানুপাতিক
গ) প্রযুক্ত বলের সমান
ঘ) শূন্য
১০১. প্রত্যেক বস্তুরই –
ক) তল আছে
খ) ভর নেই
গ) ওজন নেই
ঘ) তল নেই
১০২. পরস্পরের সংস্পর্শে না থেকেও দুটি বস্তুর মধ্যে বল প্রয়োগ করতে পারে -
i. চৌম্বক বল
ii. তড়িৎ বল
iii. টান বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৩. প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে আরোহীরা নিরাপদে মাটিতে নেমে আসতে পারে কেন?
ক) বায়ুর বাধাকে কাজে লাগিয়ে
খ) অভিকর্ষ বলের দিকে ক্রিয়াশীল হয়ে
গ) পতনের গতি বৃদ্ধি করার ফলে
ঘ) প্যারাসুটের বাইরের তল বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে
১০৪. ব্রেক কষার পর গাড়ি মন্থর গতিতে চলে কেন?
ক) বেগ বৃদ্ধি পাওয়ার জন্য
খ) ত্বরণ বৃদ্ধি পাওয়ার জন্য
গ) বেগ হ্রাস পাওয়ার জন্য
ঘ) জড়তার উপস্থিতির জন্য
১০৫. বিসর্প ঘর্ষণ কোনটি?
ক) আবর্ত ঘর্ষণ
খ) প্রবাহী ঘর্ষণ
গ) স্থিতি ঘর্ষণ
ঘ) পিছলানো ঘর্ষণ
১০৬. ভরবেগের সংরক্ষণ নীতির ক্ষেত্রে প্রযোজ্য –
i. ঘোড়ার পিঠ থেকে লাফ দেওয়া
ii. নৌকা থেকে লাফ দেওয়া
iii. রকেটের গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০৭. নিউটনের প্রথম সূত্র হতে কিসের সংজ্ঞা দেয়া যায়?
ক) ত্বরণ
খ) বল
গ) বেগ
ঘ) সময়
১০৮. ভরের মাত্রা হল –
ক) M
খ) L
গ) T
ঘ) S
১০৯. চলন্ত বাসে স্থির অবস্থায় বসে থাকার কারণ কী?
ক) গতি জড়তা
খ) স্থিতি জড়তা
গ) বল
ঘ) ত্বরণ
১১০. পুরানো টায়ারের ক্ষেত্রে চাকা পিছলে যাওয়ার জন্য কোন ঘর্ষণ দায়ী?
ক) স্থিতি
খ) আবর্ত
গ) প্রবাহী
ঘ) বিসর্প
১১১. দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে কী বলে?
ক) স্থিতি ঘর্ষণ
খ) পিছলানো ঘর্ষণ
গ) আবর্ত ঘর্ষণ
ঘ) প্রবাহী ঘর্ষণ
১১২. খেলোয়াড়দের বুটের নিচে কি থাকে?
ক) স্পাইক
খ) বল-বেয়ারিং
গ) নকশা
ঘ) আল্পনা
১১৩. বল বিয়ারিং এর মধ্যে কোন ঘর্ষণ কাজ করে?
ক) স্থিতি
খ) পিছলানো
গ) আবর্ত
ঘ) প্রবাহী
১১৪. লুব্রিকেন্ট ব্যবহার করা হয় –
ক) ছাতায়
খ) বইয়ে
গ) তালায়
ঘ) রাস্তায়
১১৫. সংঘর্ষের সময় সৃষ্ট বল কোন ধরনের বলের অন্তর্ভুক্ত?
ক) এক ধরনের মহাকর্ষ বল
খ) এক ধরনের অস্পর্শ বল
গ) এক ধরনের স্পর্শ বল
ঘ) এক ধরনের দুর্বল নিউক্লীয় বল
১১৬. নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে?
ক) জড়তা
খ) ওজন
গ) বেগ
ঘ) ত্বরণ
১১৭. নিউটনেন গতির প্রথম সূত্র হতে কোন ধারণা পাওয়া যায়?
ক) জড়তা
খ) বল
গ) ভরবেগ
ঘ) ক ও খ
১১৮. জুতার ঢেউ খেলানো তলদেশ কিসের যোগান দেয়?
ক) গতিশক্তি
খ) চৌম্বক বল
গ) তড়িৎ বল
ঘ) ঘর্ষণ বল
১১৯. নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে কোনটি সঠিক?
ক) ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান
খ) ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী
গ) সমমুখী ক্রিয়া ও প্রতিক্রিয়া অসমান
ঘ) প্রত্যেক ক্রিয়ারই সমমুখী প্রতিক্রিয়া আছে
১২০. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
ক) বলের পরিমাণ
খ) বলের সংজ্ঞা
গ) বলের ক্রিযা ও প্রতিক্রিয়া
ঘ) ভরবেগের সংজ্ঞা
১২১. কোন বলের কারণে তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া সংঘটিত হয়?
ক) মহাকর্ষ বল
খ) অভিকর্ষ বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) ঘর্ষণ বল
১২২. বস্তুর মধ্যে আকর্ষণ কাজ করার জন্য কোনটি দায়ী?
ক) ভর
খ) ত্বরণ
গ) বল
ঘ) ভরবেগ
১২৩. 5 kg ভরের একটি বস্তুর বেগ 10 ms-1 হলে এর ভরবেগ কত?
ক) 10 kgms-1
খ) 2 ms-1kg-1
গ) 50 kgms-1
ঘ) 5 kgms-1
১২৪. নিউটনের তৃতীয় সূত্রানুসারে –
ক) ক্রিয়াবল = প্রতিক্রিয়া বল
খ) ক্রিয়াবল > প্রতিক্রিয়া বল
গ) ক্রিয়াবল < প্রতিক্রিয়া বল
ঘ) ক্রিয়াবল আছে কিন্তু প্রতিক্রিয়া বল নাই
১২৫. যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় তাকে কী বলে?
ক) মৌলিক বল
খ) মহাকর্ষ বল
গ) তাড়িতচৌম্বক বল
ঘ) দুর্বল নিউক্লিয় বল
১২৬. ঘাতবলের ক্ষেত্রে প্রযোজ্য –
i. বলের মান কম কিন্তু ক্রিয়াকাল বেশি
ii. বলের মান ও ক্রিয়াকাল সমান
iii. বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১২৭. ভিজা রাস্তায় জুতা পায়ে হাঁটা কষ্টকর কেন?
ক) ঘর্ষণের পরিমাণ অনেক বেশি হওয়ায়
খ) ঘর্ষণের পরিমাণ অনেক কম হওয়ায়
গ) ঘর্ষণের পরিমাণে তারতম্য হওয়ায়
ঘ) ঘর্ষণের পরিমাণ অপরিবর্তিত থাকায়
১২৮. দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় –
ক) মহাকর্ষ বল
খ) তড়িৎ বল
গ) চৌম্বক বল
ঘ) তাড়িতচৌম্বক বল
১২৯. কোনো বস্তুর কোন ক্ষমতা নেই?
ক) নিজের অবস্থান পরিবর্তন করার
খ) চিরকাল গতিশীল থাকার
গ) চিরকাল স্থির থাকার
ঘ) ভর নির্দিষ্ট রাখার
১৩০. 10 kg ভরের কোনো বস্তু 10 ms-1 বেগে গতিশীল হলে এর ভরবেগ হবে –
ক) 10 kg ms-1
খ) 120 kg ms-1
গ) 100 kg ms-1
ঘ) 1 kg ms-1
১৩১. দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে কী বলে?
ক) স্পর্শ বল
খ) অস্পর্শ বল
গ) মহাকর্ষ বল
ঘ) মৌলিক বল
১৩২. একটি কাঠের তৈরি ও একটি ইস্পাতের তৈরি সমাকৃতির দুটি সিলিন্ডারের স্থির অবস্থান থেকে গতিশীল এবং গতিশীল অবস্থান থেকে স্থির করতে কোনটি সঠিক?
ক) কাঠের সিলিন্ডারের জড়তা বেশি
খ) ইস্পাতের সিলিন্ডারের জড়তা বেশি
গ) কাঠের সিলিন্ডারের ভর বেশি
ঘ) ইস্পাতের সিলিন্ডারের ভর কম
১৩৩. নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল?
ক) মহাকর্ষ বল
খ) তাড়িত চৌম্বক বল
গ) দুর্বল নিউক্লিয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
১৩৪. সাম্য বলগুলোর লব্ধি কত?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) শূন্য
১৩৫. নিউটনের গতির তৃতীয় সূত্রের ক্ষেত্রে –
i. প্রত্যেক ক্রিয়াশীল বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল রয়েছে
ii. নিউটনের তৃতীয় সূত্র হতে বলের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায়
iii. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর একই দিকে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩৬. রাস্তার পাশে বর্ষাকালে কাঁদার মধ্যে ট্রাকের চাকা আটকে গেলে শুধু এক জায়গায় ঘুরতে থাকে কেন?
ক) ব্রেকের কারণে
খ) সামনের চাকার কারণে
গ) ঘর্ষণ কমে যায় বলে
ঘ) মাটি নরম বলে
১৩৭. ঘর-বাড়ি, দালানকোঠা নির্মাণ সম্ভব হয় কোনটির জন্য?
ক) ওজন
খ) ভরবেগ
গ) ঘর্ষণ
ঘ) ভর
১৩৮. নিউটনের গতির প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায় –
i. জড়তার
ii. বলের
iii. ত্বরণের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩৯. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে কী বলে?
ক) মহাকর্ষ বল
খ) দুর্বল নিউক্লীয় বল
গ) স্পর্শ বল
ঘ) সবল নিউক্লীয় বল
১৪০. দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে তাকে কোনটির জন্য?
ক) বল
খ) ত্বরণ
গ) ওজন
ঘ) ঘর্ষণ
১৪১. নৌকা চালানোতে কোন ধরনের ঘর্ষণ কাজ করে?
ক) পিছলানো
খ) স্থিতি
গ) আবর্ত
ঘ) প্রবাহী
১৪২. গতিশীল বস্তু হল –
i. রাস্তা-ঘাট
ii. পতনশীল বস্তু
iii. নিক্ষিপ্ত ক্রিকেট বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৩. ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে –
i. সর্বদা সমান ও বিপরীতমুখী
ii. সর্বদা একই বস্তুর উপর প্রযুক্ত হয়
iii. সবসময় ভিন্ন ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৪. নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র হতে গুণগত সংজ্ঞা পাওয়া যায় –
ক) ভরের
খ) বলের
গ) জড়তার
ঘ) ত্বরণের
১৪৫. নিউক্লিয়াস হতে বিটা ক্ষয় হয় কোন বলের জন্য?
ক) সবল নিউক্লিয় বল
খ) দুর্বল নিউক্লিয় বল
গ) মহাকর্ষ বল
ঘ) তাড়িত চৌম্বক বল
১৪৬. একটি 10 g ভরের গুলি 6 kg ভরের একটি বন্দুকের নল থেকে 300 ms-1 বেগে বেরিয়ে এলো। বন্দুকের পশ্চাদবেগ কত হবে?
ক) 0.5 ms-1
খ) 1.0 ms-1
গ) 1.5 ms-1
ঘ) 2.0 ms-1
১৪৭. 2 kg ভরের একটি বস্তু 5 ms-1 বেগে চলতে থেকে 3 s পরে 8 ms-1 বেগ প্রাপ্ত হলে বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত?
ক) 1 N
খ) 2 N
গ) 3 N
ঘ) 4 N
১৪৮. ঘর্ষণের প্রকারভেদের মধ্যে অন্তর্ভুক্ত –
i. স্থিতি ঘর্ষণ
ii. আবর্ত ঘর্ষণ
iii. প্রবাহী ঘর্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪৯. ঠেলা গাড়িতে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করে?
ক) স্থিতি
খ) আবর্ত
গ) প্রবাহী
ঘ) বিসর্প
১৫০. কোন বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
ক) স্থির থাকবে
খ) অসম বেগে চলতে থাকবে
গ) বেগ কমতে থাকবে
ঘ) বেগ বাড়তে থাকবে
১৫১. প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?
ক) বলের ঘাত
খ) ত্বরণ
গ) সুষম বেগ
ঘ) মন্দন
১৫২. একটি বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। এটির উপর কোন ধরনের বল কাজ করে?
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) ঘর্ষণ বল
ঘ) টান বল
১৫৩. চাকার ঘূর্ণনকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে –
ক) গতি
খ) বেগ
গ) ভর
ঘ) ব্রেক
১৫৪. কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও ত্বরণের সম্পর্ক কী হবে?
ক) ভর যত কম হবে, ত্বরণ তত বেশি হবে
খ) ভর যত কম হবে, ত্বরণ তত কম হবে
গ) ভর যত বেশি হবে, ত্বরণ তত বেশি হবে
ঘ) ভরের সমান ত্বরণ হবে
১৫৫. একটি ক্রিকেট ম্যাচের একজন ব্যাটসম্যান সজোরে বলটিকে ব্যাট দ্বারা 20 ms-1 বেগে আঘাত করায় 100 m দূরে একজন খেলোয়াড়ের নিকট এসে থেমে গেল। বলটির ভর 150 g মাঠে বাধাদানকারী বলের মান হলো –
i. 0.3 kg ms-2
ii. 0.3 N
iii. 300 N
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৬. একটি আম গাছের আম এবং পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল হল –
ক) টাম বল
খ) ঘর্ষণ বল
গ) অভিকর্ষ বল
ঘ) তড়িৎ বল
১৫৭. তাড়িতচৌম্বক বলের ক্ষেত্রে –
i. এর পাল্লা অসীম
ii. আকর্ষণ ও বিকর্ষণ উভয়ই হতে পারে
iii. এ বলের ক্ষেত্রে শুধু আকর্ষণ হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৮. বস্তুর জড়তার ক্ষেত্রে –
i. এটি তিন ধরনের হয়
ii. স্থিতি জড়তার ক্ষেত্রে বস্তু সর্বদা স্থির থাকতে চায়
iii. বাহ্যিক বল জড়তার বিপরীতে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৫৯. প্রকৃতিতে কয়টি মৌলিক বল বিদ্যমান?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
১৬০. 5 kg ভরের একটি বস্তুর উপর 50 N বল প্রয়োগ করা হলে, এর ত্বরণ হবে –
ক) 12 ms-2
খ) 8 ms-2
গ) 13 ms-2
ঘ) 10 ms-2
১৬১. কোনটি মৌলিক বলের রূপ?
ক) সবল নিউক্লিয় বল
খ) দুর্বল নিউক্লিয় বল
গ) মহাকর্ষ বল
ঘ) সাম্য বল
১৬২. ‘প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’ – এটা নিউটনের গতির কোন সূত্রের বিবৃতি?
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) প্রথম ও দ্বিতীয় সূত্র
১৬৩. মৌলিক বল –
i. স্বাধীন বল
ii. অন্য বলের রূপ
iii. মূল বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৪. 20 kg ভরের একটি বস্তুর উপর 200 N বল 0.1 s সময়ব্যাপী ক্রিয়া করলে পাওয়া যাবে –
i. 10 ms-1 ত্বরণ
ii. ভরবেগের পরিবর্তন 20 kg ms-1
iii. 2 ms-1 বেগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৫. সাম্য বলগুলোর লব্ধির মান কত?
ক) শূন্য
খ) এক
গ) দুই
ঘ) চার
১৬৬. ঘর্ষণকে কী বলা হয়?
ক) অপশক্তি
খ) প্রয়োজনীয় উপদ্রব
গ) ক্ষতিকর বিষয়
ঘ) জীবনের অপর নাম
১৬৭. বল বেয়ারিং কোথায় ব্যবহৃত হয়?
ক) সাইকেলের টায়ারে
খ) সাইকেলের পাম্পারে
গ) সাইকেলের চাকায়
ঘ) সাইকেলের ব্রেকে
১৬৮. স্পর্শ বল হল –
i. টান বল
ii. অভিকর্ষ বল
iii. ঘর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৬৯. কোনটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ?
ক) রাস্তা মসৃণ এবং গাড়ির চাকা মসৃণ
খ) রাস্তা অমসৃণ কিন্তু গাড়ির চাকা মসৃণ
গ) রাস্তা মসৃণ কিন্তু গাড়ির চাকা অমসৃণ
ঘ) রাস্তা এবং গাড়ির চাকা উভয়ই অমসৃণ
১৭০. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে শরীরের উপরের অংশ স্থির থাকতে চায় কেন?
ক) বলের জন্য
খ) ভরের জন্য
গ) গতি জড়তার জন্য
ঘ) স্থিতি জড়তার জন্য
১৭১. ঘর্ষণ বলের বৈশিষ্ট্য কোনটি?
ক) গতির দিকে ক্রিয়া করে
খ) গতির বিপরীত দিকে ক্রিয়া করে
গ) গতি বৃদ্ধি করে
ঘ) গতির উপর প্রভাব নেই
১৭২. জুতার তলে খাঁজ থাকার ফলে কোন সুবিধাটি হয়?
ক) জুতা দেখতে দৃষ্টি নন্দন হয়
খ) জুতার ওজন কম হয়
গ) জুতা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি পায়
ঘ) জুতা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল কমে যায়
১৭৩. ট্রাফিক আইন মেনে চলা গাড়ি চালকের –
ক) নাগরিক দায়িত্ব
খ) পারিবারিক দায়িত্ব
গ) ব্যবসায়িক দায়িত্ব
ঘ) সামাজিক দায়িত্ব
১৭৪. ঘর্ষণ কয় প্রকার?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
১৭৫. কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ধ্রুব থাকলে ভর ও ত্বরণের ক্ষেত্রে –
i. ভর যত বেশি হবে ত্বরণ তত কম হবে
ii. ভর যত কম হবে ত্বরণ তত বেশি হবে
iii. ভরের সমান ত্বরণ হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭৬. একটি বস্তু সাম্যাবস্থায় বা স্থির থাকবে। এক্ষেত্রে শর্ত হলো –
i. বেগ শূন্য হওয়া
ii. সরণ শূন্য হওয়া
iii. ত্বরণ শূন্য হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৭৭. যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে তাকে কী বলে?
ক) বল
খ) ওজন
গ) ভর
ঘ) ত্বরণ
১৭৮. ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাতের ফলে এটি গতির কি পরিবর্তন করে কেন?
ক) বেগের মান পরিবর্তিত হওয়ায়
খ) বেগের দিক পরিবর্তিত হওয়ায়
গ) বেগের মান ও দিক উভয়ই পরিবর্তিত হওয়ায়
ঘ) বেগের মান অপরিবর্তিত থাকায়
১৭৯. বলের গুণগত সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়?
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) ভরবেগের সংরক্ষণ সূত্র
১৮০. একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে বাধাদানকারী যে বলের সৃষ্টি হয় তাকে বলে –
ক) স্পর্শ বল
খ) ঘর্ষণ বল
গ) অস্পর্শ বল
ঘ) অসাম্য বল
১৮১. আহিত কতগুলো কণা গতিশীল হলে তাদের মধ্যে কোন প্রকারের বল কাজ করে?
ক) অসাম্য বল
খ) স্পর্শ বল
গ) সবল নিউক্লিয় বল
ঘ) চৌম্বক বল
১৮২. মহাকর্ষ বল –
i. এর পাল্লা অসীম
ii. তুলনামূলকভাবে দুর্বলতম বল
iii. দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮৩. একজন লোক 50 N বল দ্বারা একটি 20 kg ভরের একটি বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত হবে?
ক) 1.3 ms-2
খ) 2.5 ms-2
গ) 3.5 ms-2
ঘ) 4.5 ms-2
১৮৪. নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে কোনটি মূখ্য ভূমিকা পালন করে?
ক) ভর
খ) গতি
গ) ঘর্ষণ
ঘ) ওজন
১৮৫. বলের একক কী?
ক) মিটার (m)
খ) নিউটন (N)
গ) কিলোগ্রাম (kg)
ঘ) ডিগ্রি (0)
১৮৬. দুর্বল নিউক্লিয় বল –
i. স্বল্প পাল্লার
ii. স্বল্প মানের
iii. নিউক্লিয়াসের বাইরে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮৭. বস্তুর ভরের কারণে কোন বলের সৃষ্টি হয়?
ক) মহাকর্ষ
খ) টান
গ) ঘর্ষণ
ঘ) তাড়িত চৌম্বক
১৮৮. গতি জড়তা হচ্ছে –
i. চলন্ত বাসে অবস্থান
ii. মহাশূন্যে নিক্ষিপ্ত বস্তু
iii. স্থির ট্রাক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৮৯. গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় –
ক) বল
খ) গতি জড়তা
গ) গতি
ঘ) স্থিতি জড়তা
১৯০. ঘর্ষণ বল কাজ করে –
ক) গতির দিকে
খ) গতির বিপরীতে
গ) গতির সমান্তরালে
ঘ) গতির উপর লম্বভাবে
১৯১. নিউটনের গতির কোন সূত্রটি বলের গুণগত ধারণা দেয়?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) সবকটি
১৯২. আমরা রাস্তার উপর দিয়ে হাঁটতে সক্ষম হই কেন?
ক) স্পর্শ বলের কারণে
খ) অস্পর্শ বলের কারণে
গ) ঘর্ষণ বলের প্রভাবে
ঘ) প্রতিক্রিয়া বলের প্রভাবে
১৯৩. একটি বস্তু কখন সাম্যাবস্থায় থাকবে?
ক) যখন বস্তুটিতে g ত্বরণ থাকবে
খ) যখন বস্তুটিতে ত্বরণ থাকবে না
গ) যখন বস্তুটিতে বেগ থাকবে
ঘ) যখন বস্তুটি সুষম ত্বরণে চলতে থাকবে
১৯৪. নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে –
i. কোনো বস্তুতে যা ত্বরণ সৃষ্টি করে তাই হলো বল
ii. কোনো বস্তুর ত্বরণ বস্তুর উপর প্রযুক্ত নিট বলের বর্গের সমানুপাতিক
iii. বল হচ্ছে বস্তুর ভর ও ত্বরণের গুণফল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯৫. 50 kg ভরের একটি স্থির বস্তুর 100 N একটি বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে। এ সময় শেষে বস্তুটির বেগ কত হবে?
ক) 1.5 ms-1
খ) 2 ms-1
গ) 3 ms-1
ঘ) 4 ms-1
১৯৬. কোন বলের প্রভাবে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি?
ক) ক্রিয়া
খ) প্রতিক্রিয়া
গ) পিছলানো ঘর্ষণ
ঘ) কোনোটিই নয়
১৯৭. ভর কিসের পরিমাপ?
ক) বল
খ) ত্বরণ
গ) জড়তা
ঘ) সরণ
১৯৮. নিউটনের প্রথম সূত্র থেকে ধারণা পাওয়া যায় –
i. দূরত্ব
ii. জড়তা
iii. বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৯৯. ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে –
ক) একই বস্তুর উপর
খ) দুটি ভিন্ন বস্তুর উপর
গ) উপরের কোনটিই নয়
ঘ) উপরের দুটোই
২০০. ভরবেগের সাথে বলের সম্পর্ক নিউটনের কোন সূত্র হতে পাওয়া যায়?
ক) প্রথম সূত্র
খ) জড়তার সূত্র
গ) দ্বিতীয় সূত্র
ঘ) তৃতীয় সূত্র
২০১. 6 kg ভরের একটি বস্তুকে 10 ms-2 ত্বরণে গতিশীল করতে প্রয়োগকারী বল হলো –
i. 0.6 kg m-1s2
ii. 60 kg ms-2
iii. 60 N
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০২. নিচের কোনটি স্থির বস্তু নয়?
ক) চেয়ার
খ) টেবিল
গ) পতনশীল বস্তু
ঘ) ইট
২০৩. দুটি চুম্বক মেরুর মাঝে কাজ করে –
i. আকর্ষণধর্মী বল
ii. বিকর্ষণধর্মী বল
iii. ঘর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৪. ঘর্ষণ সর্বদা গতিকে
ক) সহজ করে
খ) সহায়তা করে
গ) বাধা দেয়
ঘ) বাড়িয়ে দেয়
২০৫. প্রত্যেক বস্তুর সাধারণ ধর্ম কোনটি?
ক) চিরকাল গতিশীল থাকা
খ) চিরকাল স্থির থাকা
গ) কখনও গতিশীল কখনও স্থির থাকা
ঘ) যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়া
২০৬. পর্বতারোহিরা চক পাউডার ব্যবহার করেন কেন?
ক) পাহাড়ের শিলাখন্ড শক্ত থাকায়
খ) আবহাওয়া আর্দ্র থাকায়
গ) ঘর্ষণ বৃদ্ধির জন্য
ঘ) হাত ঘামে বলে
২০৭. একই আকৃতির দুটি বড় নিরেট সিলিন্ডারের মধ্যে একটি কাঠের তৈরি এবং অপরটি ইস্পাতের তৈরি। স্থির অবস্থান থেকে সিলিন্ডার দুটিতে বল প্রয়োগ করে গতিশীল করলে কোনটি ঘটবে?
ক) ইস্পাতের সিলিন্ডারটিকে গতিশীল করতে অধিকতর বলের প্রয়োজন
খ) উভয় সিলিন্ডারকে গতিশীল করতে সমান বল প্রয়োগ করতে হবে
গ) কাঠের সিলিন্ডারটি গতিশীল করতে অধিক বলের প্রয়োজন
ঘ) একটি অপরটিকে ধাক্কা দিবে
২০৮. দ্রুত বেগে গতিশীল কোনো গাড়িতে হার্ড ব্রেক করলে গাড়িটি না থেমে পিছলিয়ে খানিক দূরত্ব অতিক্রম করে কেন?
ক) স্থিতি ঘর্ষণের কারণে
খ) পিছলানো ঘর্ষণের কারণে
গ) প্রবাহী ঘর্ষণের ফলে
ঘ) আবর্ত ঘর্ষণের ফলে
২০৯. গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে নিচের কোনটি ঘটে?
ক) টায়ারের উঁচু-নিচু খাঁজগুলো আরো সুস্পষ্ট হয়
খ) টায়ারের ঘর্ষণের পরিমাণ কমে যায়
গ) টায়ারের পৃষ্ঠ পূর্বের তুলনায় অধিকতর অসমতল হয়
ঘ) রাস্তা ও টায়ারের মধ্যবর্তী ঘর্ষণ বল বেড়ে যায়
২১০. একটি চুম্বক ও চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হবে –
i. স্পর্শ বল
ii. অস্পর্শ বল
iii. দূরবর্তী বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১১. বায়ুর বাঁধা কোন বলের বিপরীতে কাজ করে?
ক) সবল নিউক্লিয় বল
খ) ঘর্ষণ বল
গ) অভিকর্ষ বল
ঘ) তাড়িতচুম্বক বল
২১২. তেল, মবিল এবং গ্রীজ জাতীয় পদার্থকে বলা হয় –
ক) অয়েন্টমেন্ট
খ) পেস্ট
গ) লুব্রিকেন্ট
ঘ) প্লাজমা
২১৩. গাড়ি চালানোর সময় প্রথমেই ড্রাইভার ও আরোহীদের কি করা উচিত?
ক) গান শোনা
খ) DVD প্লেয়ার চালানো
গ) সিট বেল্ট বাঁধা
ঘ) মোবাইলে কথা বলা
২১৪. কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ঐ বস্তুর কী বলে?
ক) ত্বরণ
খ) সরণ
গ) দ্রুতি
ঘ) ভরবেগ
২১৫. অস্পর্শ বল –
i. টান বল
ii. মহাকর্ষ বল
iii. তাড়িতচৌম্বক বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১৬. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান এবং দিক বিপরীতমুখী হলে তাদেরকে কী বলে?
ক) সাম্য বল
খ) অসাম্য বল
গ) মহাকর্ষ বল
ঘ) তাড়িতচৌম্বক বল
২১৭. গাড়ির সু বা প্যাড কিসের তৈরি?
ক) চামড়া
খ) রাবার
গ) এসবেস্টস
ঘ) কাপড়
২১৮. ভরবেগের একক কোনটি?
ক) kg m
খ) kg ms-1
গ) kg m2s-1
ঘ) kg ms-2
২১৯. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগ –
ক) সর্বদা সমান
খ) সর্বদা বেশি
গ) সর্বদা কম
ঘ) পূর্বে বেশি পরে কম
২২০. ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কোন শক্তিরূপে আবির্ভূত হয়?
ক) শব্দ শক্তি
খ) আলোক শক্তি
গ) তাপশক্তি
ঘ) রাসায়নিক শক্তি
২২১. কোনটি স্পর্শ বলের উদাহরণ?
ক) মহাকর্ষ বল
খ) অভিকর্ষ বল
গ) টান বল
ঘ) তাড়িতচৌম্বক বল
২২২. তড়িৎ বলের কারণে সৃষ্টি হয় –
i. ঘর্ষণ বল
ii. টান বল
iii. স্প্রিং বল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২৩. নিউটনের গতির প্রথম সূত্রটি পদার্থের কিসের ধর্ম প্রকাশ করে?
ক) ভরের
খ) বেগের
গ) ত্বরণের
ঘ) জড়তার
২২৪. যাত্রীসহ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীদের ক্ষেত্রে কী ঘটবে?
ক) বাসযাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে
খ) বাসযাত্রী পিছনের দিকে হেলে পড়বে
গ) বাসযাত্রী ডানদিকে হেলে পড়বে
ঘ) বাসযাত্রী বামপাশে হেলে পড়বে
২২৫. প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে – এটি গতির –
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) জড়তার সূত্র
২২৬. রাস্তা বেশি মসৃণ হলে কী ঘটবে?
ক) ঘর্ষণ বল কম হবে
খ) ঘর্ষণ বল বেশি হবে
গ) গাড়ি সহজে থামানো যাবে
ঘ) গাড়ির গতি বেড়ে যাবে
২২৭. কোনো বস্তুকে টেনে নেয়া হলে কোন বল কাজ করে?
ক) স্পর্শ বল
খ) অস্পর্শ বল
গ) সাম্য বল
ঘ) সবল নিউক্লীয় বল
২২৮. অভিকর্ষ বল নিচের কোন বলটির রূপ –
ক) মহাকর্ষ বল
খ) তড়িৎ বল
গ) সবল নিউক্লিয় বল
ঘ) দুর্বল নিউক্লিয় বল
২২৯. m ভরের একটি বস্তুর F বল প্রয়োগ করায় a ত্বরণ সৃষ্টি হলে কোন সূত্রটি সঠিক?
ক) F = ma
খ) a = mF
গ) F = m/a
ঘ) a = m/F
২৩০. তাড়িতচৌম্বক বল –
i. আকর্ষণধর্মী
ii. বিকর্ষণধর্মী
iii. নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩১. টান বল কিসের উদাহরণ?
ক) স্পর্শ বল
খ) অস্পর্শ বল
গ) দুর্বল নিউক্লীয় বল
ঘ) সবল নিউক্লীয় বল
২৩২. বলের একক নির্ধারণের জন্য সমানুপাতিক ধ্রুবকের মান কত ধরা হয়?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 1
২৩৩. কোন বলটি বেশি শক্তিশালী?
ক) মহাকর্ষ বল
খ) দুর্বল নিউক্লিয় বল
গ) তাড়িতচৌম্বকীয় বল
ঘ) সবল নিউক্লিয় বল
২৩৪. বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুককে পিছনের দিকে সরে আসতে দেখা যায়। এ ঘটনাটি ব্যাখা করা যায় –
i. ভরবেগের সংরক্ষণ সূত্র দ্বারা
ii. শক্তির নিত্যতার সূত্র দ্বারা
iii. মহাকর্ষ সূত্র দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৫. গাড়ির বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি কী হবে?
ক) দ্বিগুণ হবে
খ) অর্ধেক হবে
গ) চারগুণ হবে
ঘ) এক চতুর্থাংশ কমে যাবে
২৩৬. যে সকল বল অন্য বলের কোনো রূপ নয়, তাদের সংখ্যা কত?
ক) ৩টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ২টি
২৩৭. বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বাইরে থেকে যা কিছু প্রয়োগ করতে হয় তাকে কী বলে?
ক) ভর
খ) বল
গ) বেগ
ঘ) ত্বরণ
২৩৮. । স্থির বস্তু হল –
i. কাঠের গুঁড়ি
ii. পড়ন্ত বস্তু
iii. ঘরবাড়ি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৩৯. বস্তুর উপর বল প্রয়োগ করলে –
i. স্থির বস্তু গতিশীল হয়
ii. গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পায়
iii. গতিশীল বস্তুর দিকের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪০. খেলনা গাড়িতে সংকুচিত করে সঞ্চয় করা হয় –
ক) গতিশক্তি
খ) যান্ত্রিক শক্তি
গ) বিভব শক্তি
ঘ) স্থিতিশক্তি
২৪১. গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদ্ভব হয় তা –
ক) ভরবেগ
খ) ওজন
গ) বেগ
ঘ) ত্বরণ
২৪২. চাকার বৃত্তাকার আকার কোন বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে?
ক) ঘর্ষণ বল
খ) অস্পর্শ বল
গ) নিউক্লিয় বল
ঘ) মহাকর্ষ বল
২৪৩. বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে?
ক) বল
খ) ত্বরণ
গ) জড়তা
ঘ) বেগ
২৪৪. ঘর্ষণ বল কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
২৪৫. কোন বল নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে?
ক) দুর্বল নিউক্লিয় বল
খ) সবল নিউক্লিয় বল
গ) মহাকর্ষ বল
ঘ) ঘর্ষণ বল
২৪৬. নিউটনের প্রথম সূত্র হতে কীসের ধারণা পাওয়া যায়?
ক) জড়তা
খ) বেগ
গ) সময়
ঘ) ত্বরণ
২৪৭. গড়ানো মার্বেলকে টোকা দিলে এটি গতিশীল হয় কেন?
ক) বেগ বৃদ্ধি পায় বলে
খ) বেগ হ্রাস পায় বলে
গ) ত্বরণ ধ্রুব থাকে বলে
ঘ) ত্বরণ হ্রাস পায় বলে
২৪৮. পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে দুটি নিউক্লিয়নের মধ্যে যে শক্তিশালী বল ক্রিয়া করে তাকে কী বলে?
ক) দুর্বল নিউক্লীয় বল
খ) মহাকর্ষ বল
গ) সবল নিউক্লীয় বল
ঘ) তাড়িতচৌম্বক বল
২৪৯. একজন গোলকিপার 10 ms-1 বেগে একটি ফুটবল ধরল। গোলকিপার ও ফুটবলের ভর যথাক্রমে 70 kg ও 400 g হলে গোলকিপারের পশ্চাদবেগ হবে –
i. 0.057 ms-1
ii. 0.205 kmh-1
iii. 17.6 ms-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫০. গাড়ির গতি বা বেগ কেমন হওয়া প্রয়োজন?
ক) নিয়ন্ত্রণযোগ্য
খ) নিয়ন্ত্রণ অযোগ্য
গ) সামান্য
ঘ) অনেক বেশি
২৫১. নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে –
i. ১৬৮৭ সালে নিউটন গতিসূত্র প্রকাশ করেন
ii. নিউটন প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে গতিসূত্র প্রকাশ করেন
iii. নিউটনের প্রকাশিত গতিসূত্রগুলো গতিবিদ্যার ভিত্তিস্বরূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫২. বস্তুর নিজস্ব অবস্থা বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা তাই হচ্ছে –
ক) ভর
খ) গতি
গ) বল
ঘ) জড়তা
২৫৩. কোনটি প্রতিপাদন সম্ভব?
ক) প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র
খ) দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র
গ) তৃতীয় সূত্র থেকে প্রথম সূত্র
ঘ) তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র
২৫৪. স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওযার প্রবণতাকে বলা হয় –
ক) স্থিতি
খ) গতি
গ) স্থিতি জড়তা
ঘ) গড়ি জড়তা
২৫৫. নিচের কোনটি মৌলিক বল?
ক) অভিকর্ষ বল
খ) চৌম্বক বল
গ) তাড়িতচৌম্বক বল
ঘ) ঘর্ষণ বল
২৫৬. একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে কী বলে?
ক) স্থিতি ঘর্ষণ
খ) পিছলানো ঘর্ষণ
গ) আবর্ত ঘর্ষণ
ঘ) প্রবাহী ঘর্ষণ
২৫৭. বলের ঘাতের ক্ষেত্রে
i. বল ও বলের ক্রিয়াকালের গুণফলের সমান
ii. এর দিক বলের দিকেই
iii. ভরবেগের পরিবর্তনের হারের সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৫৮. খেলনা গাড়িতে সঞ্চিত বিভব শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে?
ক) তাপ শক্তি
খ) আলোক শক্তি
গ) গতি শক্তি
ঘ) বিদ্যুৎ শক্তি
২৫৯. মহাকর্ষ বল –
ক) আকর্ষণধর্মী
খ) বিকর্ষণধর্মী
গ) উভয় ধর্মী
ঘ) আকর্ষণ ও বিকর্ষণধর্মী
২৬০. 10 N বল বলতে বুঝায় –
i. 5 kg ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 2 ms-2 ত্বরণ সৃষ্টি করতে পারে
ii. 1 kg ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 ms-2 ত্বরণ সৃষ্টি করতে পারে
iii. 10 kg ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 ms-2 ত্বরণ সৃষ্টি করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬১. 5 kg ভরের একটি বস্তুর উপর 750 N বল 0.4 s সময়ব্যাপী কাজ করে। বস্তুর ভরবেগের পরিবর্তন কত?
ক) 300 kg ms-1
খ) 2 kg ms-1
গ) 150 kg ms-1
ঘ) 3750 kg ms-1
২৬২. নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনকে কী বলে?
ক) নিউক্লিয়ন
খ) ইলেকট্রন
গ) মেসন
ঘ) পজিট্রন
২৬৩. দুটি আহিত কণা গতিশীল হলে কোন বল উৎপন্ন হয়?
ক) মহাকর্ষ বল
খ) চৌম্বক বল
গ) স্পর্শ বল
ঘ) টান বল
২৬৪. একজন সাইকেল চালক বাঁকা পথে সাইকেল চালাচ্ছেন। তিনি যত দ্রুত সাইকেল চালাবেন উল্লম্বের সাথে তাকে –
i. তত কম কোণে হেলতে হবে
ii. তত বেশি কোণে হেলতে হবে
iii. তাকে একই কোণ বজায় রেখে সাইকেল চালাতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬৫. কোন বস্তুর জড়তা কীসের উপর নির্ভর করে?
ক) বস্তুর গতি
খ) বস্তুর ভর
গ) বস্তুর ত্বরণ
ঘ) সময়
২৬৬. যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে কী বলে?
ক) স্পর্শ বল
খ) অভিকর্ষ বল
গ) ঘর্ষণ বল
ঘ) মহাকর্ষ বল
২৬৭. 5 টনের একটি ট্রাক ঘন্টায় 36 km বেগে চলছে। এটি 4 m দূরত্বে থামাতে হলে কত বলের প্রয়োজন হবে?
ক) 12500 N
খ) 22500 N
গ) 42500 N
ঘ) 62500 N
২৬৮. গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ সিট বেল্ট বাঁধেন কেন?
ক) আরামবোধের জন্য
খ) নিরাপত্তার জন্য
গ) মেরুদন্ড সোজা রাখার জন্য
ঘ) গতি বাড়ানোর জন্য
২৬৯. যে বস্তুর ভর বেশি তার জড়তা তত –
ক) বেশি
খ) কম
গ) সমান
ঘ) কোনটিই নয়
২৭০. দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে কী বলে?
ক) মহাকর্ষ বল
খ) তাড়িতচৌম্বক বল
গ) দুর্বল নিউক্লীয় বল
ঘ) সবল নিউক্লীয় বল
২৭১. যানবাহনে ভ্রমণের সময় নিচের কোন দুটি জিনিস ওঁতপ্রোতভাবে জড়িত?
ক) গতি ও সরণ
খ) গতি ও বল
গ) বল ও সময়
ঘ) গতি ও সরণ
২৭২. একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হল –
ক) স্পর্শ বল
খ) দূরবর্তী বল
গ) মহাকর্ষ বল
ঘ) সাম্য বল
২৭৩. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে বলে –
ক) স্পর্শ বল
খ) অস্পর্শ বল
গ) সাম্য বল
ঘ) অসাম্য বল
২৭৪. দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে?
ক) স্পর্শ বল
খ) ঘর্ষণ বল
গ) টান বল
ঘ) অস্পর্শ বল
২৭৫. কোনটির মাত্রা MLT-1?
ক) ভর
খ) বল
গ) ভরবেগ
ঘ) বেগ
২৭৬. নিচের কোনটি নিউক্লিয়নে অবস্থিত?
ক) নিউট্রন
খ) মেসন
গ) পজিট্রন
ঘ) ইলেকট্রন
২৭৭. ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি?
ক) [p] = [MLT-2]
খ) [p] = [ML-1T-2]
গ) [p] = [MLT-1]
ঘ) [p] = [MLT]
২৭৮. একটি মার্বেল গড়িয়ে দিলে কিছুদূর যেয়ে থেমে যায় কেন?
ক) স্থিতি জড়তার কারণে
খ) ‘g’ এর কারণে
গ) ঘর্ষণের কারণে
ঘ) মন্দনের কারণে
২৭৯. হাঁটার সময় আমাদের পেছনের পা বল প্রয়োগ করে –
ক) তীর্যকভাবে
খ) লম্বভাবে
গ) ভূমির সমান্তরালে
ঘ) সামনের পায়ের সমান্তরালে
২৮০. নিচের তথ্যগুলো লক্ষ কর –
i. বস্তুর ভর যত বেশি জড়তা তত বেশি
ii. বস্তুর গতিশক্তি তিনগুণ হলে বেগ নয়গুণ
iii. কাঁদার মধ্যে গাড়ির চাকা আটকে শুধু ঘোরা পিছলানো ঘর্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৮১. একটি বলকে স্থির অবস্থা হতে নিক্ষেপ করা হলে বলের ক্ষেত্রে ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে?
ক) হ্রাস পাবে
খ) বৃদ্ধি পাবে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) শূন্য হবে
২৮২. টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল নির্ভর করে কোনটির উপর?
ক) টায়ারের ভর
খ) গাড়ির ব্রেক
গ) গাড়ির ওজন
ঘ) গাড়ির ভর
২৮৩. ব্রেকের ভূমিকা কী?
ক) ত্বরণ বৃদ্ধি
খ) ঘর্ষণ বৃদ্ধি
গ) ঘর্ষণ হ্রাস
ঘ) গতি বৃদ্ধি
২৮৪. চলন্ত বাস ব্রেক করলে –
i. শরীরের নিচের অংশ স্থির হয়
ii. শরীরের উপরের অংশ নিচের অংশের চেয়ে এগিয়ে যায়
iii. যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৮৫. দুটি চৌম্বক মেরুর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল কোনটির অন্তর্ভুক্ত?
ক) দুর্বল নিউক্লীয় বলের
খ) সবল নিউক্লীয় বলের
গ) মহাকর্ষ বলের
ঘ) তাড়িতচৌম্বক বলের
No comments:
Post a Comment