অধ্যায় - ৪: মালিকানার ভিত্তিতে ব্যবসায়
১. কোনটি একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত?
i. চিত্রকর্মের দোকান
ii. ছবি তোলার দোকান
iii. মিষ্টির দোকান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২. ‘ক কোম্পানি লিমিটেড জাপানে গঠিত ও নিবন্ধিত হয়। পরবর্তীতে বাংলাদেশে কার্য পরিচালনার জন্য বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন অনুযায়ী পুণরায় নিবন্ধিত হয়। ‘ক’ কোম্পানি একটি-
ক) বহুজাতিক কোম্পানি
খ) বিদেশি কোম্পানি
গ) আন্তর্জাতিক কোম্পানি
ঘ) যৌথমূলধনী কোম্পানি
৩. কোনটি যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য?
i. ব্যবসায় একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান
ii. কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা
iii. কোম্পানি ব্যবসায়ের সদস্যগণের দায় সীমিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪. কোনটি এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র?
ক) রেষ্টুরেন্ট
খ) পাঁচ তারকা হোটেল
গ) কয়লা উত্তোলন
ঘ) ইস্পাত তৈরি
৫. রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
ক) জনসেবা
খ) জনকল্যাণ
গ) মূলধন গঠন
ঘ) ক ও খ
৬. শহরে বা পৌরসভা এলাকায় ব্যবসায় করতে হলে উদ্যোক্তাকে কী সংগ্রহ করতে হয়?
ক) নিবন্ধনপত্র
খ) ট্রেড লাইসেন্স
গ) প্রত্যয়নপত্র
ঘ) অনুমতি পত্র
৭. একমালিকানা ব্যবসায়ের যেকোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ত্বরান্বিত হয় কেন?
ক) মূলধনের পরিমাণ কম
খ) কারবারের গন্ডি খুব ক্ষুদ্র
গ) প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
ঘ) মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত
৮. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করে কোন কোম্পানি?
ক) প্রাইভেট লি. কোম্পানি
খ) পাবলিক লি. কোম্পানি
গ) বিদেশি কোম্পানি
ঘ) দেশি কোম্পানি
৯. কোম্পানি নিবন্ধনের জন্য বেশি প্রয়োজন-
ক) কোম্পানির বিবরণপত্র
খ) কোম্পানির স্মারকলিপি/সংঘস্মারক
গ) কোম্পানির সংঘ-বিধি
ঘ) কোম্পানির ঋণপত্র
১০. আইনের চোখে কোন ব্যবসায়ের পৃথক কোন সত্ত্বা নেই?
ক) একমালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) সমবায় ব্যবসায়
ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
১১. নামমাত্র অংশীদার কোন ব্যক্তি?
ক) যে ব্যবসায় নাম মাত্র মূলধন বিনিয়োগ করে
খ) যে ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু বিনিয়োগ করে না
গ) যে অংশীদার ফার্মে ব্যক্তির নামের সুনাম ব্যভার করতে দেয়
ঘ) যে পূর্বে ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন
১২. কোন প্রতিষ্ঠানে মালিকানা থেকে নিয়ন্ত্রণ পৃথক?
ক) একমালিকানা কারবার
খ) যৌথমূলধনী কারবার
গ) সমবায় সমিতি
ঘ) খ ও গ
১৩. আইনসৃষ্ট প্রতিষ্ঠান কোনটি?
ক) অংশীদারি ব্যবসায়
খ) কোম্পানি সংগঠন
গ) সমবায় সংগঠন
ঘ) একক মালিকানা
১৪. সমবায় সমিতির মূলনীতি কয়টি?
ক) ৮টি
খ) ৭টি
গ) ৬টি
ঘ) ৫টি
১৫. ‘জীবন বীমা কর্পোরেশন’ কোন মন্ত্রণালয়ের অধীন?
ক) সমাজকল্যাণ
খ) তথ্য
গ) বীমা
ঘ) অর্থ
১৬. একমালিকানা ব্যবসায়ের সবচেয়ে উপযুক্ত ক্ষেত্রগুলো হলো-
i. স্থানীয় চাহিদার পণ্য
ii. দ্রুত পরিবর্তনশীল চাহিদার পণ্য
iii. পচনশীল পণ্যের ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭. ২৯৭২ সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের পর কী উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক, আর্খিক ও বিমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে?
i. সুসম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে
ii. সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে
iii. জনকল্যাণ নিশ্চিত করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
১৮. বাংলাদেশ ব্যাংক কোন মন্ত্রণালয়ের অধীন?
ক) শিল্প
খ) অর্থ
গ) বাণিজ্য
ঘ) তথ্য
১৯. কোন ব্যবসায় নিজস্ব নামে পরিচালিত হতে পারে না?
ক) অংশীদারি ব্যবসায়
খ) প্রাইভেট লি. কোম্পানি
গ) পাবলিক লি. কোম্পানি
ঘ) রাষ্ট্রীয় কারবার
২০. কোনটি নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্য?
i. অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না
ii. অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়
iii. অংশীদারদের ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১. তারেক কোনো প্রকার অংশীদার না হয়েও নিজেকে সান হোটেলের একজন অংশীদার বলে পরিচয় দেয়। তারেক কে কোন ধরনের অংশীদার বলা যায়?
ক) আপাতদৃষ্টিতে অংশীদার
খ) সীমাবদ্ধ অংশীদার
গ) আচরণে অনুমিত অংশীদার
ঘ) প্রতিবন্ধ অংশীদার
২২. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হতে পারে- এটি অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ৪১
খ) ৪২
গ) ৪৩
ঘ) ৪৪
২৩. আমদের দেশে অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠানই একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে উঠেছে। এর পিছনে কারণ হলো-
i. এটি জীবিকা অর্জনের সহজ উপায়
ii. স্বল্প পুজিঁতে এরূপ ব্যবসায় গড়ে তোলা যায়
iii. দ্রুত বড়লোক হওয়ার সহজ উপায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪. যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ না করে শুধু শ্রম ও মেধা বিনিয়োগ করে তাকে কী বলে?
ক) ঘুমন্ত পার্টনার
খ) নামমাত্র অংশীদার
গ) সাধারণ অংশীদার
ঘ) কর্মী অংশীদার
২৫. সমিতির আবেদনক্রমে কে ইচ্ছা করলে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারি কর্মচারী নিয়োগ দিতে পারেন?
ক) সরকার
খ) আদালত
গ) ব্যবস্থাপনা কমিটি
ঘ) নিবন্ধক
২৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া ১৭ জন ছাত্র চুক্তিবদ্ধ হয়ে আজিজ সুপার মার্কেটে একটি টি শার্টের দোকান দিল। ছাত্রদের সংগঠনটি কী প্রকৃতির?
ক) ব্যাংকিং অংশীদারি সংগঠন
খ) সাধারণ অংশীদারি সংগঠন
গ) যোথ মূলধনী কোম্পানী
ঘ) সমবায় সমিতি
২৭. সমবায় সমিতির ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়?
ক) এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
খ) এর শেয়ার নির্বিঘ্নে হস্তান্তর করা যায় না
গ) কোনো সদস্য মূলধনের এক পঞ্চমাংশের বেশি মালিক হতে পারে না
ঘ) এর উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ করা
২৮. অংশীদারি ব্যবসায়ের সফলতা কীসের ওপর নির্ভর করে?
ক) মূলধনের ওপর
খ) শিক্ষাগত যোগ্যতার ওপর
গ) পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর
ঘ) সুনামের ওপর
২৯. স্বাধীনতার পর থেকে সমবায় সংগঠনের অবদান হলো-
i. জাতীয় উন্নয়ন
ii. স্বকর্মসংস্থান
iii. পুঁজিবাদ রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০. মজিদ ও সাজিদ একটি অংশীদারি প্রতিষ্ঠান গঠন করতে চায়। তারা সাফল্য লাভ করবে যদি-
i. লিখিত চুক্তিতে আবদ্ধ হয়
ii. যদি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়
iii. ঝগড়া বিবাদ এড়ানোর জন্য লিখিত অঙ্গীকার করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১. অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের বিষয়বস্ত কয়টি?
ক) ৮টি
খ) ১২টি
গ) ১৪টি
ঘ) ১৭টি
৩২. কৃত্রিম ব্যক্তিসত্তা হওয়ার কারণে কোম্পানি যেসব সুবিধা ভোগ করে থাকে সেগুলো হলো-
i. সিল ব্যবহার করতে হবে
ii. অন্যের সাথে চুক্তি ও লেনদেন করতে পারে
iii. প্রয়োজনে মামলা করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩. দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে ব্যবসায় গঠন করে তাকে কী বলে?
ক) একমালিকানা ব্যবসায়
খ) সমবায় সমিতি
গ) কোম্পানি সংগঠন
ঘ) অংশীদারি ব্যবসায়
৩৪. ঝুমু, নিপা ও নদী রং নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করছে। বর্তমানে ঝুমু ঋণগ্রস্থ এবং আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়েছেন। এক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের বিলোপসাধন হবে?
ক) বাধ্যতামূলক
খ) বিশেষ ঘটনা সাপেক্ষে
গ) আদালত কর্তৃক
ঘ) বিজ্ঞপ্তি দ্বারা
৩৫. কোন কোম্পানি পরিচালনার জন্য কম পক্ষে ২ জন পরিচালক থাকতে হবে?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) প্রাইভেট লিমিটেড
ঘ) পাবলিক লিমিটেড
৩৬. প্রকৃত পক্ষে অংশীদারি ব্যবসায়ের পাওনাদার হল-
i. ঘুমন্ত অংশীদার
ii. আপাত দৃষ্টিতে অংশীদার
iii. সীমিত অংশীদার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii
৩৭. মূলত অংশীদারি ব্যবসায় উদ্ভব হয়-
ক) যৌথভাবে ব্যবসায় করার উদ্দেশ্যে
খ) একমালিকানা ব্যবসায়ের অসুবিধা দূর করতে
গ) বৃহৎ ব্যবসায় করার উদ্দেশ্যে
ঘ) সমবায়ের অসুবিধা দূর করতে
৩৮. বাংলাদেশ ব্যাংকে কোথায় অবস্থিত?
ক) মতিঝিল
খ) লালবাগ
গ) মগবাজার
ঘ) উত্তরা
৩৯. সমবায় সমিতির পরিশোধিত শেয়ার মূলধনের ক্ষেত্রে উপযুক্ত তথ্য হলো-
i. ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির ক্ষেত্রে কমপক্ষে এক কোটি টাকা
ii. জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে কমপক্ষে এক লক্ষ টাকা
iii. স্বেচ্ছায় গঠিত প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে কমপক্ষে বিশ হাজার টাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪০. কোনটি একমালিকানা ব্যবসায়ের জন্য বিশেষ উপযোগী?
ক) শিল্প
খ) কারখানা
গ) আর্থিক প্রতিষ্ঠান
ঘ) মুদি দোকান
৪১. একমালিকানা ব্যবসায় এর যেকোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ত্বরান্বিত হয়, কারণ কী?
ক) মূলধনের পরিমাণ কম
খ) কারবারের গন্ডি খুব ক্ষুদ্র
গ) প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
ঘ) মালিকের সিদ্ধান্তিই চূড়ান্ত
৪২. অংশীদারি ব্যবসায়ে কখন আস্থা সংগঠন দেখা দেয়?
ক) সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে
খ) চুক্তি লিখিত না হলে
গ) মুনাফা কম হলে
ঘ) পারস্পরিক বিশ্বযোগ্যতা হারালে
৪৩. কোন দেশের প্রায় ৮০% ব্যবসায় একমালিকানাভিত্তিক?
i. ইউরোপ
ii. মধ্যপ্রাচ্য
iii. আমেরিকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৪. সমবায় সমিতির অন্যতম বৈশিষ্ট্য হল-
i. একটি সাধারণ সিলমোহর আকারে
ii. সদস্যদের দায় অসীম
iii. সমিতির নামে যেকেউ মামলা করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৫. কোন ধরনের সমবায় সমিতির নামের শেষে লিমিটেড যুক্ত হয়?
ক) বীমা সমবায় সমিতি
খ) সসীমদায় সমবায় সমিতি
গ) বহুমুখী সমবায় সমিতি
ঘ) অসীমদায় সমবায় সমিতি
৪৬. ‘অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়’- এটি বলা হয়েছে-
ক) ১৯৯৪ সালের কোম্পানি আইনে
খ) ১৯৩২ সালের অংশীদারি আইনে
গ) ১৯৫৭ সালের অংশীদারি নিবন্ধন আইনে
ঘ) ২০০৫ সালের কোম্পানি নিবন্ধন আইনে
৪৭. কোনটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যবসায় সংগঠন?
ক) চায়ের দোকান
খ) জুয়েলারি দোকান
গ) কাপড়ের দোকান
ঘ) ঔষধের দোকান
৪৮. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উপযোগী?
ক) ক্ষুদ্রায়তনের সংগঠন
খ) স্বল্প পুঁজির ব্যবসায়
গ) কম ঝুঁকির ব্যবসায়
ঘ) সকল ক্ষেত্রে
৪৯. সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে কত জন?
ক) ১০ জন
খ) ২০ জন
গ) ৩০ জন
ঘ) ৪০ জন
৫০. বাংলাদেশ রেলওয়ে কোন মন্ত্রণালয়ের অধীন?
ক) পরিবহন
খ) যোগাযোগ
গ) শিল্প
ঘ) জ্বালানি
৫১. সর্বাধিকসংখ্যক লোপকের কর্সংস্থানের সুযোগ সৃষ্টি করে-
i. একমালিকানা সংগঠন
ii. অংশীদারি সংগঠন
iii. কোম্পানি সংগঠন
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও iii
গ) iii
ঘ) ii ও iii
৫২. সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে কোথায়?
ক) দক্ষিণ আমেরিকাতে
খ) এশিয়াতে
গ) অস্ট্রেলিয়াতে
ঘ) ইঊরোপে
৫৩. সমবায় সমিতির একজন ব্যক্তির সর্বোচ্চ শেয়ার ক্রয়ের সীমা কত?
ক) ৫,০০০ টাকা
খ) ৬,০০০ টাকা
গ) মোট মূলধনের ১৫%
ঘ) মোট মূলধনের ২৫%
৫৪. জনাব সুমন সম্প্রতি অংশীদারি ব্যবসায়ের মালিকানা কোম্পানিতে পরিণত করার মাধামে জনগনের নিকট শেয়ার বিক্রয় করার উদ্যোগ নেন। কী কারণে তিনি কোম্পানি ব্যবসায় গঠন করেন?
ক) অসীম দায়
খ) মূলধনের সীমাবদ্ধতা
গ) স্থায়িত্বহীনতা
ঘ) আইনগত সুবিধা
৫৫. সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সং খ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়?
ক) প্রাইভেট লিমিটেড কোম্পানি
খ) পাবলিক লিমিটেড কোম্পানি
গ) অসীম দায় সম্পন্ন কোম্পানি
ঘ) সাধারণ পরিমিত যৌথ মূলধনী কোম্পানি
৫৬. বাংলাদেশ পর্যটন সংস্থা একটি রাষ্ট্রীয় ব্যবসায়। এ ব্যবসায়ের লাভ হলে তা কোন কাজে ব্যয় হবে?
ক) সরকারি ভ্রমণে
খ) মন্ত্রীদের পর্যটন খাতে
গ) বিনিয়োগ খাতে
ঘ) জনকল্যাণে
৫৭. চুক্তিতে উল্লেখ না থাকলে ব্যবসায় পরিচালনায় নিয়োজিত অংশীদার কত পারিশ্রমিক পাবে?
ক) মাসিক ৫০০ টাকা হারে
খ) বাৎসরিক ৫০০ টাকা হারে
গ) অংশিদারের চাহিদানুযায়ী
ঘ) কোনো পারিশ্রমিক দেয়া হয় না
৫৮. যৌথ মূলধনী কম্পানিতে সদস্যদের দায় কীসের দ্বারা সীমাবদ্ধ?
ক) শেয়ার মূল্য দ্বারা
খ) প্রতিশ্রুতি দ্বারা
গ) কর্তব্য দ্বারা
ঘ) মুনাফা দ্বারা
৫৯. অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা-
i. সাধারণ ব্যবসায়ের ২ থেকে ২০ জন
ii. সাধারণ ব্যবসায়ের ৭ থেকে ২০ জন
iii. সাধারণ ব্যবসায়ের ২ থেকে ১০ জন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬০. জীবন বীমা কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক) শিল্প মন্ত্রণালয়
খ) বাণিজ্য মন্ত্রণালয়
গ) অর্থ মন্ত্রণালয়
ঘ) তথ্য মন্ত্রণালয়
৬১. কোম্পানির অস্তিত্ব কোন ধরনের?
ক) ক্ষণস্থায়ী প্রকৃতির
খ) চিরস্থায়ী প্রকৃতির
গ) অস্থায়ী প্রকৃতির
ঘ) নির্দিষ্ট মেয়াদী
৬২. শ্রাবণী ও তার বন্ধুরা মিলে একটি ব্যবসায় শুরু করেছিলেন। গত বছরই তারা প্রতিষ্ঠানটিকে যৌথ মূলধনী ব্যবসায়ে রূপান্ত্র করেন। ঐ বছর তাদের লাভ হয়েছিল ৯৫,০০০ টাকা। এ লাভ তারা কীভাবে পাবেন?
ক) চুক্তি অনুযায়ী
খ) সমান হারে
গ) শেয়ার অনুপাতে
ঘ) আইন অনুযায়ী
৬৩. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রে কয়টি বিষয়ের উল্লেখ করতে হয়?
ক) ৮টি
খ) ১২টি
গ) ১৪টি
ঘ) ১৬টি
৬৪. একটি কোম্পানি প্রকৃতপক্ষে জন্মলাভ করে কখন?
ক) নিবন্ধনপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে
খ) নিবন্ধনপত্র পাওয়ার আগে
গ) নিবন্ধনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে
ঘ) নিবন্ধনপত্র পাওয়ার কিছু সময় পর
৬৫. কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
ক) পরিচালকগণ
খ) কর্মীগণ
গ) শেয়ারহোল্ডারগণ
ঘ) জনসাধারণ
৬৬. জনাব মনির সততা ট্রেডার্সের একজন সক্রিয় অংশীদার। তিনি ২০১০ সালে তার মূল ধন উত্তোলন না করে তা ব্যবসায় জমা রাখেন। এ অবস্থায় জনাগ মনিরকে কীরূপ অংশীদার হিসেবে চিহ্নিত করা যেতে পারে?
ক) আপাতদৃষ্টিতে অংশীদার
খ) সীমিত অংশীদার
গ) সাধারণ অংশীদার
ঘ) নামমাত্র অংশীদার
৬৭. একমালিকানা কারবারকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন বলা হয় কেন?
ক) প্রাচীনকালে শুরু হয়েছিল বিধায়
খ) পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল বিধায়
গ) একক মালিকানা বিধায়
ঘ) আধুনিক নয় বিধায়
৬৮. অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন ক্রার সময় যে আবেদনপত্র দাখিল করতে হয় উক্ত পত্রটিতে-
i. অংশীদারদের মনোনীত যে কোন একজন কর্তৃক স্বাক্ষর করতে হয়
ii.সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়
iii. যথাযথ পূরণপূর্বক তারিখ ও স্বাক্ষর প্রদান করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৯. অংশীদারদের মধ্যে লাভ-লোকসান বন্টনের অনুপাত থাকে কোথায়?
ক) বিবরণপত্রে
খ) স্মারকলিপিতে
গ) চুক্তিপত্রে
ঘ) পরিমেল নিয়মাবলীতে
৭০. বাংলাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন প্রচলিত ছিল কত সালের?
ক) ১৮৪৪ সালের
খ) ১৮৫০ সালের
গ) ১৯১৩ সালের
ঘ) ১৯৯৪ সালের
৭১. নিজস্ব ব্যবস্থাপনা কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) যৌথমূলধনী
ঘ) সমবায়
৭২. সমবায় সমিতি গঠনে উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কোনটি?
ক) উপবিধি তৈরি
খ) শেয়ার ক্রয় করা
গ) মূলধন সংগ্রহ করা
ঘ) নিবন্ধনপত্র সংগ্রহ করা
৭৩. একমালিকানা ব্যবসায়ের অসুবিধার মধ্যে পড়ে-
i. সীমিত দায়
ii. অধিক ব্যক্তিগত ঝুঁকি
iii. স্থায়িত্বের অভাব
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) i ও ii
৭৪. একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কী সংগ্রহ করতে হয়?
ক) অনুমতিপত্র
খ) ট্রেড লাইসেন্স
গ) আমদানি লাইসেন্স
ঘ) রপ্তানি লাইসেন্স
৭৫. তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান কোনটি?
i. বাংলাদেশ টেলিভিশন
ii. বাংলাদেশ বেতার
iii. জীবন বীমা কর্পোরেশন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৬. কোন ধরনের ব্যবসায় ক্ষেত্রে শেয়ার মালিকানা হস্তান্তরযোগ্য এবং সদস্যদের দায় সীমাবদ্ধ?
ক) সমবায় সমিতি
খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
গ) পাবলিক লিমিটেড কোম্পানি
ঘ) অসীম দায়সম্পন্ন কোম্পানি
৭৭. সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান প্রয়োজন হয়?
i. ৫০ অথবা ৩০০ টাকার
ii. ১০০০ অথবা ৫০০০ টাকার
iii. ৩,০০০ অথবা ১০,০০০ টাকার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
৭৮. কোন সময়কালকে সমবায় শতবর্ষ বলা হয়?
ক) ১৮৪৪-১৯৪৪ সাল
খ) ১৯০৪-২০০৪ সাল
গ) ১৯০৮-২০০৮ সাল
ঘ) ১৮৬৯-১৯৬৯ সাল
৭৯. রচডেল সমিতি কারা গড়ে তুলেছিল?
ক) ছাত্ররা
খ) বিজ্ঞানীরা
গ) তাঁতিরা
ঘ) কৃষকেরা
৮০. বাংলাদেশে ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই ভাগে
খ) পাঁচ ভাগে
গ) তিন ভাগে
ঘ) সাত ভাগে
৮১. যেসব পণ্যের চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি, আগ্রহ ও ফ্যাশনের ওপর নির্ভরশীল সেগুলোর জন্য বেশি উপযুক্ত কোনটি?
ক) একমালিকানা কারবার
খ) অংশীদারি কারবার
গ) যৌথমূলধনী কারবার
ঘ) রাষ্ট্রীয় কারবার
৮২. ‘পানি উন্নয়ন একাডেমী’ কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়?
ক) ড. আব্দুর রহিম
খ) ইঞ্জিনিয়ার নাহিদ ভুঁইয়া
গ) ড. আক্তার হামিদ
ঘ) স্থপতি গাজী ওয়াশিক মাহী
৮৩. কর্মী অংশীদার হলো-
i. মূ্লধন বিনিয়োগ করে
ii. মূলধন বিনিয়োগ করে না
iii. নিজস্ব শ্রম ও দক্ষতা সক্রিয়ভাবে নিয়োজিত রাখে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৪. আইনের মাধ্যমে ব্যবসায় সৃষ্টির জন্য উপযুক্ত সংগঠন হবে-
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) কোম্পানি
ঘ) সম্পদ
৮৫. সমবায় সমিতি কখন কার্যারম্ভ হতে পারে?
ক) উদ্যোগ গ্রহণ করার পর
খ) উপবিধি সমবায় বিভাগে দাখিল করার পর
গ) কমিশনারের অনুমতি নেয়ার পর
ঘ) নিবন্ধনপত্র পাবার পর
৮৬. কোন প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ব্যবস্থাপনার চিত্র প্রতিফলিত হয়?
ক) একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে
খ) অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে
গ) যৌথমূলধনী ব্যবসায় প্রতিষ্ঠানে
ঘ) পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠানে
৮৭. সাধারণ অংশীদারি ব্যবসায় বিলোপসাধন হয়-
i. সবাই একমত হয়ে বিলোপসাধন করলে
ii. বিজ্ঞপ্তি নিয়ে বিলোপসাধন করলে
iii. বাধ্যতামূলক বিলোপসাধন করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৮. সোহান ও তার বন্ধুদের নিয়ে একটি সমবায় সমিতি গঠনের জন্যে সমবায় অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করল। আবেদনপত্রে কোন বিষয়টি অনুলিখিত থাকবে?
ক) সমিতির সদস্যদের নাম
খ) সমিতির ধরন/প্রকৃতি
গ) সমিতির সিলমোহরের নমুনা
ঘ) উদ্যোক্তাদের স্বাক্ষর
৮৯. সমবায় সমিতির উপবিধি কারা তৈরি করেন?
ক) সমবায়ের সদস্যরা
খ) স্থানীয় কমিশনার
গ) সমবায় বিভাগ
ঘ) সাংগঠনিক কমিটির সদস্যরা
৯০. সাধারণভাবে অংশীদারি ব্যবসায়ে অংশীদার কত ধরনের হয়ে থাকে?
ক) ৯
খ) ৭
গ) ৬
ঘ) ৫
৯১. কী কারণে আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটে?
i. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে
ii. কোনো অংশীদার দায়িত্বপালনে চিরতরে অসমর্থ হলে
iii. কোনো অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয়পক্ষকে হস্তান্তরের মাধ্যমে চুক্তি ভঙ্গ করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯২. চালের দোকান, ওষুধের দোকানের ক্ষেত্রে কোনটি অধিকতর উপযুক্ত?
ক) একমালিকানা কারবার
খ) অংশীদারি কারবার
গ) যৌথমূলধনী কারবার
ঘ) রাষ্ট্রীয় কারবার
৯৩. সমবায়ের আরেকটি নীতি কী?
ক) পারস্পরিক মূল্যবোধ
খ) পারস্পরিক সহযোগিতা
গ) পারস্পরিক আস্থা
ঘ) পারস্পরিক বিশ্বাস
৯৪. বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত?
ক) ১৯১৩ সালের
খ) ১৯৩২ সালের
গ) ১৯৯৪ সালের
ঘ) ২০০১ সালের
৯৫. সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে?
ক) ১৮৪০ সালে
খ) ১৮৪২ সালে
গ) ১৮৪৪ সালে
ঘ) ১৮৪৬ সালে
৯৬. কোম্পানির পুঁজি সংগ্রহের উৎস-
i. শেয়ার বিক্রি
ii. ঋণপত্র বিক্রি
iii. মুনাফার সঞ্চিতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৭. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে। এটি কোন ধরনের শিল্প?
ক) সেবা
খ) উৎপাদন
গ) তথ্য
ঘ) পরিবহন
৯৮. পাবলিক লি. কোম্পানীর সদস্যসংখ্যা কত?
ক) সর্বোচ্চ ৭ জন
খ) সর্বোচ্চ ৫০ জন
গ) শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
ঘ) গঠনতন্ত্র দ্বারা সীমাবদ্ধ
৯৯. বাংলাদেশের প্রেক্ষিতে সমবায় সমিতির অবস্থা কেমন?
ক) যথেষ্ট ভালো
খ) সন্তোষজনক
গ) যথেষ্ট ভালো নয়
ঘ) অধিক ভালো
১০০. পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি সংক্রান্ত দলিল কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য?
ক) প্রাইভেট লি. কোম্পানি
খ) ঘরোয়া পরিমিত দায়সম্পন্ন কোম্পানি
গ) পাবলিক লি. কোম্পানি
ঘ) কোনোটিই নয়
১০১. কোন ধরনের অংশীদারি ব্যবসায় বাদী পক্ষের বিরুদ্ধে পাল্টা পাওনা দাবি করতে পারে?
ক) লিখিত চুক্তির অংশীদারি ব্যবসায়
খ) অলিখিত চুক্তির অংশীদারি ব্যবসায়
গ) নিবন্ধিত অংশীদারি ব্যবসায়
ঘ) অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়
১০২. কোনটি পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য?
i. সর্বনিম্ন সদস্য ৭ জন
ii. সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ
iii. সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৩. মি. জুয়েল ৩০ জন সদস্য নিয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের মাধ্যমে ‘জুয়েল সিমেন্ট কোং’ গঠন করেন। তার ব্যবসায়ে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলো হলো-
i. মূলধনের প্রাচুর্য
ii. সীমিত দায়
iii. কৃত্রিম ব্যক্তিসত্তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৪. রহিম ও করিম সম অংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসায় শুরু করল। করিমের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধন সরূপ গ্ণ্য হবে। করিম শতকরা কত ভাগ মুনাফা পাবে?
ক) শতকরা ৩০ ভাগ
খ) শতকরা ৫০ ভাগ
গ) শতকরা ৬০ ভাগ
ঘ) শতকরা ৭০ ভাগ
১০৫. সমবায় সমিতি কৃত্রিম সত্তা হওয়ায় সকল কাজের বৈধতার জন্যে কী প্রয়োজন হয়?
ক) পরিচালকদের স্বাক্ষর
খ) সমবায় অফিসের সিল
গ) সমিতির নিজ সিলমোহর ও নাম
ঘ) সকল সদস্যদের মতামত সংবলিত স্বাক্ষর
১০৬. রহিম ও করীম সম অংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে এক ব্যবসায় শুরু করল। করীমের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধনস্বরূপ গণ্য হবে। করীম শতকরা কতভাগ মুনাফা পাবে?
ক) শতকরা ৩০ ভাগ
খ) শতকরা ৫০ ভাগ
গ) শতকরা ৬০ ভাগ
ঘ) শতকরা ৭০ ভাগ
১০৭. কোন ব্যবসায়ের ওপর জনগণের আস্থা বেশি?
ক) একমালিকানা ব্যবসায়ের
খ) অংশীদারি ব্যবসায়ের
গ) যৌথ মূলধনী ব্যবসায়ের
ঘ) পাইকারি ব্যবসায়ের
১০৮. মি. করিম শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানির একজন শেয়ারহোল্ডার। তিনি প্রতিটি ১,০০০ টাকা দামের ৫টি শেয়ার ক্রয় করেন। কোম্পানিতে তার দায়ের সীমা কত?
ক) ১,০০০ টাকা
খ) ৫,০০০ টাকা
গ) ১০,০০০ টাকা
ঘ) ৫০,০০০ টাকা
১০৯. মারুফা একটি সমবায় সমিতির সদস্য। সমিতিতে তার দায় কীরূপ?
ক) সম্পদ দ্বারা সীমাবদ্ধ
খ) অসীম
গ) শেয়ার দ্বারা সীমাবদ্ধ
ঘ) কোনো দায় নেই
১১০. সমবায়ের উৎপত্তি ঘটে কোন ধরনের অনুপ্রেরণা থেকে?
ক) একক প্রচেষ্টা
খ) সম্মিলিত প্রচেষ্টা
গ) রাজনৈতিক প্রচেষ্টা
ঘ) জবরদখল
১১১. সমবায়ের মৌলিক আদর্শ কী?
ক) গণতান্ত্রিক মূল্যবোধ
খ) গণতান্ত্রিক চেতনা
গ) গণতান্ত্রিক সাধনা
ঘ) ক ও খ
১১২. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত, কারণ-
i. স্থায়িত্ব মালিকের কর্মক্ষমতার ওপর নির্ভরশীল
ii. মালিকের ইচ্ছার ওপর নির্ভরশীল
iii. যেকোনো মুহূর্তে বিলোপ ঘটতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) iii
ঘ) i, ii ও iii
১১৩. “গ্যাস জাতীয় সম্পদ। এর অপচয় রোধ করে জাতীয় দায়িত্ব পালন করুন।”- এটি এক ধরণের-
ক) জনসচেতনতামূলক প্রচার
খ) বাণিজ্যিক বিজ্ঞাপন
গ) একটি মানবিক আবেদন
ঘ) একটি গুরুত্বপূর্ণ স্লোগান
১১৪. যেসব পণ্যের চাহিদা বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ সেসব পণ্যের জ্য উপযুক্ত কোনটি?
ক) একমালিকানা কারবার
খ) অংশীদারি কারবার
গ) যৌথমূলধনী কারবার
ঘ) রাষ্ট্রীয় কারবার
১১৫. রহিম, শফিক, জাভেদ মিলে অংশীদারি ব্যবসায় শুরু করেছে। শফিক ও রহিম জাভেদকে না জানিয়ে তার অংশ ক্রিমের কাছে হস্তান্তর করল।� এখন এ ব্যবসায়ের বিলোপসাধন হবে কোন উপায়ে?
ক) সকলে এক মত হয়ে
খ) বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে
গ) বাধ্যতামূলকভাবে
ঘ) আদালতের আদেশ অনুসারে
১১৬. মূলত অংশীদারি ব্যবসায় বলতে বোঝায়-
i. দুই বা ততোধিক ব্যক্তির মুনাফা অর্জনের সংগঠন
ii. অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক
iii. সব অংশীদার স্বতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৭. কোম্পানির জন্ম পত্রিকা বলা হয়-
ক) স্মারকলিপিকে
খ) নিবন্ধনপত্রকে
গ) পরিমেল নিয়মাবলিকে
ঘ) সংঘস্মারককে
১১৮. আদলতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হওয়ার কারণ হলো-
i. কোনো অংশীদারের মৃত্যু হলে
ii. কোনো অংশীদারে মস্তিষ্ক বিকৃতি ঘটলে
iii. কোনো অংশীদার কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৯. সুমন ও মিঠু অংশীদারি ব্যবসায় গঠন করলেন, অংশীদারি ব্রবসায়ের মূলধন সংগৃহীত হবে-
ক) চুক্তি অনুসারে
খ) সমহারে
গ) অসমহারে
ঘ) আইনানুসারে
১২০. দায়িত্ব বিভাজন কোন ধরনের ব্যবসায়ে সমস্যার সৃষ্টি করে?
ক) সমবায় সমিতি
খ) একমালিকানা ব্যবসায়
গ) অংশীদারি ব্যবসায়
ঘ) কোম্পানি সংগঠন
১২১. অংশীদারি আইনের কত ধারায় সকলে একমত হয়ে বিলোপসাধনের কথা বলা হয়েছে?
ক) ৩৯ ধারায়
খ) ৪০ ধারায়
গ) ৪১ ধারায়
ঘ) ৪২ ধারায়
১২২. সীমিত দায় কথাটির তাৎপর্য কী?
ক) কোম্পানির দায় সীমিত
খ) কোম্পানির সদস্যদের দায়িত্ব সীমিত
গ) ব্যবসায়ের সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমিত
ঘ) ব্যবসায়ের সদস্যদের দায় যৌথভাবে সীমিত
১২৩. একমালিকানা ব্যবসায় হল-
i. মুদি দোকান
ii. চায়ের দোকান
iii. সবজি দোকান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১২৪. ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের একের অধিক বলতে কতজন সদস্যকে বোঝায়?
ক) সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ৫০ জন
খ) সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ১০ জন
গ) সর্বনিম্ন ১ জন এবং সর্বোচ্চ ২০ জন
ঘ) সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ২০ জন
১২৫. State- এর বাংলা রূপ কী?
ক) অঙ্গরাজ্য
খ) সোজাসুজি
গ) রাষ্ট্র
ঘ) একটি দেশের নাম
১২৬. বাংলাদেশের বর্তমান মোট ব্যবসায় সংগঠনের শতকরা কত ভাগেরও বেশি একমালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত?
ক) ৫০
খ) ৬০
গ) ৭০
ঘ) ৮০
১২৭. উন্নত ও অনুন্নত প্রায় সকল দেশেই কোন ব্যবসায়ের জনপ্রিয়তা পরিলক্ষিত হয়?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) যৌথ মূলধনী
ঘ) রাষ্ট্রীয় কারবার
১২৮. পাবলিক লি. কোম্পানির জন্যে ন্যূনতম কতজন প্রবর্তকের প্রয়োজন?
ক) দুই জন
খ) পাঁচ জন
গ) সাত জন
ঘ) দশ জন
১২৯. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র লিখিত ও নিবন্ধিত হওয়া প্রয়োজন কেন?
i. ভবিষ্যত ভুল বোঝাবুঝি দূর করতে
ii. মনোমালিন্য এড়াতে
iii. বিরোধ ও মামলা নিরসনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৩০. সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য-
ক) মুনাফা অর্জন
খ) মুনাফা বৃদ্ধি করা
গ) সদস্যদের পাস্পরিক আর্থসামাজিক কল্যাণ সাধন
ঘ) সদস্যদের পরিবারের ধনসম্পদ বৃদ্ধি করা
১৩১. ‘একতাই বল’ কোন সংগঠনের মূলমন্ত্র?
ক) অংশীদারি সংগঠনের
খ) সমবায় সংগঠনের
গ) প্রাইভেট লিমিটেড কোম্পানির
ঘ) পাবলিক লিমিটেড কোম্পানির
১৩২. বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. কী নামে পরিচিত?
ক) আড়ং দুধ
খ) ফার্মফ্রেস
গ) মিল্কভিটা
ঘ) আড়ং ডেইরি
১৩৩. সাধারণত কোনটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ থাকে?
i. অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা
ii. ব্যবসায়ের প্রকৃতি উদ্দেশ্য ও আওতা
iii. ব্যবসায়ের কার্যকাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৪. সমবায় পরিচালনায় নীতি হিসেবে গৃহীত হয়-
i. গণতন্ত্র
ii. সততা
iii. আস্থা ও বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৫. জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসায় পরিচালনা করা কার লক্ষ্য?
ক) রাষ্ট্রের
খ) সমাজের
গ) ক্রেতার
ঘ) ব্যবসায়ীর
১৩৬. যেসব পণ্যের চাহিদা বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ সেসব পণ্যের জ্য উপযুক্ত কোনটি?
ক) একমালিকানা কারবার
খ) অংশীদারি কারবার
গ) যৌথমূলধনী কারবার
ঘ) রাষ্ট্রীয় কারবার
১৩৭. কয়টি প্রক্রিয়ায় অংশীদারি ব্যবসায়ের বিলোপ হতে পারে?
ক) ৩টি
খ) ৫টি
গ) ৭টি
ঘ) ৯টি
১৩৮. রাষ্ট্রীয়ভাবে ব্যবসায় প্রতিষ্ঠার কারণ কী?
i. শিল্পায়ন বৃদ্ধি করা
ii. মুদ্রা ও ব্যাংকিং ব্যবসায় নিয়ন্ত্রণ করা
iii. বিদেশি বিনিয়োগ বাড়ানো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৯. ইউরোপ ও আমেরিকার প্রায় কত ভাগ ব্যবসায় একমালিকানা অনুযায়ী পরিচালিত হচ্ছে?
ক) ৪০%
খ) ৭০%
গ) ৮০%
ঘ) ৬০%
১৪০. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ে সর্বনিম্ন কত জন সদস্য সংখ্যা প্রয়োজন?
ক) ২ জন
খ) ৫ জন
গ) ১০ জন
ঘ) ২০ জন
১৪১. লন্ড্রি, সেলুন, বিউটি পার্লারের জন্য কোন ধরণের ব্যবসায় বেশি উপযোগী?
ক) একমালিকানা কারবার
খ) অংশীদারি কারবার
গ) যৌথমূলধনী কারবার
ঘ) রাষ্ট্রীয় কারবার
১৪২. Co-operative Against Poverty- এর বাংলা রূপ কী?
ক) দারিদ্র বিমোচন সমবায়
খ) দারিদ্রের বিপক্ষে সমবায়
গ) দারিদ্রের অনুকুলে সমবায়
ঘ) দারিদ্র নির্মূলে সমবায়
১৪৩. বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠা হয় কখন?
ক) ১৯১৮ সালে
খ) ১৯২০ সালে
গ) ১৯৪৪ সালে
ঘ) ২০১২ সালে
১৪৪. একমালিকানা ব্যবসায়ের উদাহরণ কোনটি?
ক) আগুরা
খ) বহুশাখা বিপণি
গ) সবজি দোকান
ঘ) স্বপ্ন
১৪৫. এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
i. আইন সৃষ্ট প্রতিষ্ঠান
ii. মালিকের স্বাধীনতা
iii. একক ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৬.
ক) ইচডল
খ) স্যানডন
গ) রচডেল
ঘ) বেসল্যান
১৪৭. কোন কোম্পানির প্রবর্তনের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে?
ক) অংশীদারি
খ) সমবায়
গ) যৌথমূলধনী
ঘ) রাষ্ট্রীয়
১৪৮. কোনটির ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত?
ক) রিয়েল এস্টেট
খ) ফাইন্যান্সিয়াল
গ) মৃৎশিল্প
ঘ) চামড়া শিল্প
১৪৯. সমবায় সমিতিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন?
ক) ১০ জন
খ) ১২ জন
গ) ১৮ জন
ঘ) ২০ জন
১৫০. অংশীদারি ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে কোনটি অত্যাবশ্যক?
ক) মূলধন
খ) অভিজ্ঞতা
গ) চুক্তি
ঘ) শিক্ষাগত যোগ্যতা
১৫১. কোন ধরনের ব্যবসায়ে প্রত্যক্ষ তত্ত্ববধান সম্ভব?
ক) সমবায় সমিতি
খ) রাষ্ট্রীয় ব্যবসায়
গ) এক মালিকানা ব্যবসায়
ঘ) অংশীদারি ব্যবসায়
১৫২. মি. শাহজাহান ও কাসেম ২০০০০ টাকা মূলধন নিয়ে একটি মুদি দোকান স্থাপন করেন। ব্যবসায়টি কোন ধরনের?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) সমবায়
ঘ) যৌথ মূলধনী
১৫৩. যুব ও যুব মহিলা বলতে কত বছর সময়কালকে বোঝানো হয়েছে?
ক) ১৮-৩০ বছর
খ) ১৬-৩০ বছর
গ) ১৮-৩৫ বছর
ঘ) ১৬-৩৫ বছর
১৫৪. কে যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা করে?
ক) সরকার
খ) দেনাদারগণ
গ) পরিচালকগণ
ঘ) পাওনাদারগণ
১৫৫. সমবায় সমিতি কোন আদর্শে অনুপ্রাণিত?
ক) একতা
খ) সাম্য
গ) সহযোগিতা
ঘ) সততা
১৫৬. ইউরোপে কতভাগ ব্যবসায় এক মালিকানার ভিত্তিতে গঠিত?
ক) ৭০ ভাগ
খ) ৮০ ভাগ
গ) ৯০ ভাগ
ঘ) ৯৫ ভাগ
১৫৭. যৌথমূলধনী কারবারের সদস্যদের দ্বারা সরবরাহকৃত পুঁজিকে বলে-
ক) পুঁজি
খ) বিনিয়োগ
গ) শেয়ার
ঘ) শেয়ার মূলধন
১৫৮. বাংলাদেশে কত সালের অংশীদারি আইন প্রচলিত?
ক) ১৯১৩ সাল
খ) ১৯২১ সাল
গ) ১৯৩২ সাল
ঘ) ১৯৩৯ সাল
১৫৯. রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করা হয় কেন?
ক) জনকল্যাণের জন্যে
খ) মুনাফা অর্জনের জন্যে
গ) কর প্রদানের জন্যে
ঘ) বিদেশি সাহায্যের জন্যে
১৬০. কোন দলিলে সমবায় সমিতির নাম, ঠিকানা, শেয়ার বিক্রয় পদ্ধতি প্রভৃতি উল্লেখ থাকে?
ক) সংঘস্মারক
খ) উপবিধি
গ) নিবন্ধনপত্র
ঘ) ট্রেড লাইসেন্স
১৬১. অংশীদারি ব্যবসায়ে দায় কেমন?
ক) সীমিত
খ) অসীম
গ) বয়স ভিত্তিক
ঘ) চুক্তি অনুযায়ী
১৬২. কোন অংশীদারের দায় ব্যবসায়ে নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ?
ক) আচরণে অনুমিত অংশীদার
খ) নামমাত্র অংশীদার
গ) সীমিত অংশীদার
ঘ) সাধারণ অংশীদার
১৬৩. ২০০৯ সালের হিসাবমতে সমবায় সমিতির সদস্যসংখ্যা কত?
ক) ৯৫,০৫,০৩৮ জন
খ) ৮৫,০৫,০৪৮ জন
গ) ৯৫,০৩,০৪৮ জন
ঘ) ৮৫,০৫,০৩৮ জন
১৬৪. সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য সংখ্যা-
ক) ১০ জন
খ) ১৫ জন
গ) সীমাহীন
ঘ) ৭ জন
১৬৫. কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন হতে হয়?
ক) অংশীদারি
খ) সমবায়
গ) প্রাইভেট লিমিটেড
ঘ) পাবলিক লিমিটেড
১৬৬. জনাব জলিল সাহেব একজন সরকারি চাকরিজীবী। নিত্যপ্রয়েঅজনীয় দ্রব্য ন্যায্যমূল্যে ভোগের জন্য তিনি তার সমপেশাজীবী আরও ১০ জন ব্যক্তিকে নিয়ে একটি সমিতি গঠন� করেন। তাদের প্রতিষ্ঠিত সমিতিটি কী ধরণের?
ক) উৎপাদক সমবায় সমিতি
খ) কৃষক সমবায় সমিতি
গ) ভোক্তা সমবায় সমিতি
ঘ) চাকরিজীবী সমবায় সমিতি
১৬৭. ঘরোয়া সীমিত দায়সম্পন্ন কোম্পানি কোনটি?
ক) অংশীদারি
খ) সমবায়
গ) প্রাইভেট লিমিটেড
ঘ) পাবলিক লিমিটেড
১৬৮. ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে কত টাকার পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হয়?
ক) এক লক্ষ টাকা
খ) দশ লক্ষ টাকা
গ) পঞ্চাশ লক্ষ টাকা
ঘ) এক কোটি টাকা
১৬৯. কোনটি সাধারণ অংশীদারের বৈশিষ্ট্য?
i. স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে
ii. অংশীদারদের দায় অসীম
iii. চুক্তি অনুযায়ী লাভ-ক্ষতির অংশ দায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭০. সমবায়ের নীতিমালা হলো-
i. গণতন্ত্র
ii. সততা
iii. মিতব্যয়িতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭১. বিশ্বের প্রথম অংশীদারি আইন কোনটি?
ক) ব্রিটিশ অংশীদারি আইন ১৮৩০
খ) ব্রিটিশ চুক্তি আইন ১৯৭২
গ) অংশীদারি আইন ১৯৩২
ঘ) অংশীদারি আইন ১৯৯৪
১৭২. দেউলিয়া অংশীদারের দায় কে বহন করে?
ক) দেউলিয়া অংশীদার
খ) অবশিষ্ট অংশীদাররা
গ) সরকার
ঘ) শর্তযুক্ত অংশীদার
১৭৩. কোন অংশীদারের দায় অসীম নয়?
ক) ঘুমন্ত অংশীদার
খ) নামমাত্র অংশীদার
গ) সীমিত অংশীদার
ঘ) আচরণে অনুমিত অংশীদার
১৭৪. লিখিত চুক্তিকে কী বলে?
ক) নিবন্ধন
খ) দলিল
গ) সনদ
ঘ) আজ্ঞাপত্র
১৭৫. শাহীন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি তার সহযোগীদের নিয়ে একটি সমবায় সমিতি গঠন করতে চান। তিনি কোন ধরনের সমবায় সমিতি গঠন করতে পারবেন?
ক) আহত সমবায় সমিতি
খ) মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
গ) কল্যাণমুখী সমবায় সমিতি
ঘ) মুক্তিযোদ্ধা সমবায় সমিতি
১৭৬. সমবায় সমিতি কোন মূলনীতির ওপর প্রতিষ্ঠিত?
ক) একতা
খ) সাম্য
গ) সহযোগিতা
ঘ) সততা
১৭৭. একমালিকানা ব্যবসায়ের আয়তন কীরূপ হয়?
ক) বৃহৎ
খ) মাঝারি
গ) ছোট
ঘ) মাঝারি ছোট
১৭৮. বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা সরকারকে কীসের মাধ্যমে জবাবদিহি করবে?
ক) আবেদনপত্রের মাধ্যমে
খ) মালিকের মাধ্যমে
গ) সংসদের মাধ্যমে
ঘ) পরিচালকের মাধ্যমে
১৭৯. সমবায় সমিতির জন্য কোনটি বাধ্যতামূলক?
ক) ট্রেড লাইসেন্স
খ) কার্যারম্ভের অনুমতিপত্র
গ) নিবন্ধনপত্র
ঘ) জেলা কমিশনারের সিলমোহর
১৮০. কোন ব্যবসায়ের প্রধান লক্ষ্য সদস্যদের কল্যাণ সাধন?
ক) একমালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) যৌথ মূলধনী ব্যবসায়
ঘ) সমবায় সমিতি
১৮১. সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে। - কথাটি অংশীদারি আইনের কততম ধারায় বলা হয়েছে?
ক) ২নং ধারায়
খ) ৪নং ধারায়
গ) ৭নং ধারায়
ঘ) ৩নং ধারায়
১৮২. রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়-
i. জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে
ii. সরকারি অধ্যাদেশ ব্যতীত জাতয়িকরণের মাধ্যমে
iii. রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৩. অন্যান্য কারবার সংগঠনের তুলনায় অংশীদারি কারবারের স্থায়িত্ব অনেকক কম, কারণ-
i. এতে জনগণের এবং নিজের পারস্পতিরক আস্থা ও বিশ্বাসের অভাব রয়েছে
ii. অংশীদারদের মতানৈক্য, দেউলিয়া কিংবা মৃত্যু হলে
iii. সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল অংশীদারদের মতামতের
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
১৮৪. আইনের চোখে একমালিকানা ব্যবসায়ের-
i. বাধ্যবাধকতা নেই
ii. জবাবদিহিতা নেই
iii. নিয়ম-নীতি নেই
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) i ও iii
১৮৫. কীভাবে পুঁজিবাদী সমাজব্যবস্থার ভিত মজবুত হতে থাকে?
i. শিল্পবিপ্লবের ফলে
ii. প্রযুক্তিনির্ভর ব্যবসায়ের ফলে
iii. সমন্বয়যুক্ত ব্যবসায়ের ফলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৬. ‘চূড়ান্ত সদ্বিশ্বাস’ কথাটি যে ক্ষেত্রে প্রযোজ্য-
ক) অংশীদারি কারবার
খ) যৌথমূলধনী কোম্পানি
গ) সমবায় সমিতি
ঘ) রাষ্ট্রীয় কারবার
১৮৭. কোম্পানি ব্যবচসায়ের বিলোপসাধন হয় না-
i. শেয়ারহোল্ডারের মৃত্যুতে
ii. শেয়ারহোল্ডারের দেউলিয়াত্বে
iii. আইনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
১৮৮. Co-operative- এর বাংলা কী?
ক) সমিতি
খ) সমবায়
গ) ধারণা
ঘ) সহযোগী
১৮৯. কোন কোম্পানির বিবরণ পত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ক্রয়ের জন্যে আহবান জানাতে পারে?
ক) অংশীদারি ব্যবসায়
খ) পাবলিক লিমিটেড
গ) প্রাইভেট লিমিটেড
ঘ) একমালিকানা ব্যবসায়
১৯০. অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলেও কোন সুবিধা লাভ করতে পারে না?
ক) সরকারি সযোগ-সুবিধা
খ) মামলা-মোকদ্দমা
গ) আইনগত সত্ত্বা
ঘ) বিলোপসাধন
১৯১. মি. হানিফ এবং তার ছয়জন সহযোগী চুক্তিবদ্ধ করেছিলেন। �তারা এখন যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে চায়। �মি. হানিফ তার সহযোগীদের নিয়ে কোন ব্যবসায় গঠন করেছিলেন?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) পাইকারি
ঘ) কোম্পানি
১৯২. কৃত্রিম ও স্বাধীন সত্তার অধিকারী ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি?
ক) অংশীদারি ব্যবসায়
খ) একমালিকানা ব্যবসায়
গ) ব্যবসায় জোট
ঘ) যৌথমূলধনী ব্যবসায়
১৯৩. জনাব মমিনুল অংশীদারি ব্যবসায় গঠনের জন্য আগ্রহী। এ জন্য তাকে কমপক্ষে কতজন ব্যক্তির মধ্যে চুক্তি সম্পাদন করতে হবে?
ক) ২ জন
খ) ৪জন
গ) ৬ জন
ঘ) ৮ জন
১৯৪. নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সুবিধা কোনটি?
ক) চুক্তিজনিত অধিকার আদায়ে মামলা দায়ের
খ) সম্পত্তি পুনরুদ্ধার
গ) ব্যবসায়ের বিলোপসাধন
ঘ) বিশ্বাস ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ
১৯৫. তুমি একটি যৌথ মূলধনী কোম্পানি গঠন করে শেয়ার বা মালিকানা পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাও। এক্ষেত্রে তুমি কোন ধরনের যৌথ মূল ধনী কোম্পানি গঠনে আগ্রহী হবে?
ক) প্রাইভেট লিমিটেদ কোম্পানি
খ) পাবলিক লিমিটেড কোম্পানি
গ) সাধারণ পরিমিত যৌথ মূলধনী কোম্পানি
ঘ) গ্যারান্টি দ্বারা সীমিত দায় কোম্পানি
১৯৬. প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কতজন?
ক) ২ জন
খ) ৩ জন
গ) ৫ জন
ঘ) ৭ জন
১৯৭. একটি সমবায় সমিতির ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়?
i. এটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নয়
ii. এর শেয়ার নির্বিঘ্নে হস্তান্তর করা যায় না
iii. এর উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
১৯৮. কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে যেসব উক্তি সত্য সেগুলো হলো-
i. এটি একটি সেচ্ছামূলক প্রতিষ্ঠান
ii. গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালক নিয়োগ দান
iii. আনুষ্ঠানিকভাবে বিলোপ ঘটানো হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৯. অংশীদারি ব্যবসায়ে দ্বন্দ্ব ও আস্থার সংকট দেখা দিতে পারে-
i. মুনাফা বন্টনে
ii. কর্ম বিভাজনে
iii. চুক্তি সম্পাদনে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii
২০০. আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন - নয়।
ক) ঐচ্ছিক
খ) বাধ্যতামূলক
গ) প্রয়োজন নেই
ঘ) উপরের কোনোটিই নয়
২০১. কোন কারবারের জন্য নিবন্ধন বাধ্যতামূলক?
ক) একমালিকানা
খ) রাষ্ট্রীয়
গ) যৌথমূলধনী
ঘ) অংশীদারি
২০২. কোম্পানি নিজ নামে অন্যের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারে কীভাবে?
ক) মূলধন বেশি বলে
খ) সদস্য বেশি বলে
গ) আইনগত অস্তিত্বের কারণে
ঘ) বৃহৎ সংগঠন বলে
২০৩. অংশীদারি ব্যবসায় পরিচালনা দিক নির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
ক) সদ্বিশ্বাস
খ) চুক্তিপত্র
গ) সদস্যদের যোগ্যতা
ঘ) সুসম্পর্ক
২০৪. কত সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাস হয়?
ক) ১৯১৩ সালে
খ) ১৯৩২ সালে
গ) ১৯৩৫ সালে
ঘ) ১৯১৭ সালে
২০৫. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?
i. ছোট খাবারের দোকান
ii. মৃৎশিল্পের দোকান
iii. ব্যাংক ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৬. দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালানের প্রয়োজন হয়?
ক) ৫০০ টাকা
খ) ২০০ টাকা
গ) ১০০ টাকা
ঘ) ৫০ টাকা
২০৭. অংশীদারিত্বের বাধ্যতামূলক সমাপ্তি ঘটার কারণ-
i. একজন ব্যতীত সকল অংশীদারের দেউলিয়া হওয়া
ii. এমন কিছু ঘটে যার ফলে ব্যবসায় বেআইনী হয়ে যায়
iii. ব্যবসায়ের পর পর কয়েক বছর ক্ষতি হওয়ার ফলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২০৮. অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কোনটি?
ক) চুক্তি
খ) স্বারকলিপি
গ) ট্রেড লাইসেন্স
ঘ) নিবন্ধন
২০৯. আর্থিক প্রতিষ্ঠানের ওপর নতুন আইন জারি করলে ভাগ্য অংশীদারি প্রতিষ্ঠানটির কার্যক্রম অবৈধ হয়ে যায়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিলোপসাধন ঘটবে কিভাবে?
ক) বাধ্যতামূলক বিলোপসাধন
খ) বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন
গ) আদালতের নির্দেশে বিলোপসাধন
ঘ) সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপসাধন
২১০. বাংলাদেশের রেলওয়ে কোন ধরনের সংগঠনের অন্তর্গত?
ক) একমালিকানা সংগঠন
খ) অংশীদারি সংগঠন
গ) সমবায় সংগঠন
ঘ) রাষ্ট্রীয় সংগঠন
২১১. কোনটি বহুজাতিক কোম্পানির অন্তর্ভুক্ত?
ক) কেয়া
খ) কিউট
গ) লাক্স
ঘ) প্রাণ
২১২. শাকসবজি ও ফলমূলের ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় উপযুক্ত?
ক) অংশীদারি
খ) একমালিকানা
গ) পারিবারিক ব্যবসায়
ঘ) সমবায়
২১৩. বিভিন্ন ধর্ম এবং গোত্রের ১০ জন নিম্ন আয়ের কৃষক নিজেদের ভাগ্যোন্নয়ের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করেন। এখানে কোন নীতিটি বাশি ভূমিকা রাখছে?
ক) নিরপেক্ষতা
খ) সততা
গ) একতা
ঘ) সাম্য
২১৪. কত সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন প্রবর্তন করা হয়?
ক) ১৯৩২
খ) ১৯৪৪
গ) ১৯৮৫
ঘ) ১৯৯৪
২১৫. প্রাইভেট লি. কোম্পানি-
i. সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ
ii. শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়
iii. শেয়ারহোল্ডারদের দায় অসীম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২১৬. সমবায়ের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হল-
i. পারস্পরিক আস্থা
ii. পারস্পরিক বিশ্বাস
iii. পারস্পরিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
২১৭. প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
ক) ৪৯ জন
খ) ৫০ জন
গ) ৬০ জন
ঘ) ৭০ জন
২১৮. ‘কার্যারম্ভ’ কোম্পানি গঠন প্রক্রিয়ার কততম পর্যায়?
ক) তৃতীয়
খ) চতুর্থ
গ) পঞ্চম
ঘ) ষষ্ঠ
২১৯. তুমি একটি অংশীদারি ফার্মে নামমাত্র অংশীদার হতে চাও। নামমাত্র অংশীদার হিসেবে তোমার বৈশিষ্ট্য হলো –
i. মূ্লধন বিনিয়োগ করবে
ii. পরিচালনায় অংশগ্রহণ করবে
iii. লাভ-ক্ষতি বন্টনে অংশগ্রহণ করবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২০. পরিবর্তনশীল রুচি ও চাহিদার পণ্যের জন্য কোন ধরনের ব্যবসায় উপযুক্ত?
ক) একমালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) কোম্পানি সংগঠন
ঘ) সমবায় সমিতি
২২১. তিতাস গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) নসিংদি
গ) কুমিল্লা
ঘ) ব্রাহ্মণবাড়িয়া
২২২. কোম্পানি গঠনের পর্যায় কয়টি?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
২২৩. অংশীদারি ব্যবসায় শুরু করতে কী প্রয়োজন?
ক) ট্রেড লাইসেন্স
খ) চুক্তিপত্র
গ) বৈদেশিক অনুদান
ঘ) দেশীয় অনুদান
২২৪. “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে” দ্বারা বুঝানো হয়-
ক) পারস্পরিক সহযোগিতা
খ) ঘৃণা
গ) শৃঙ্খলা
ঘ) শান্তি
২২৫. অংশীদারি ব্যবসায়ের দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি?
ক) নিবন্ধনপত্র
খ) প্রত্যয়নপত্র
গ) চুক্তিপত্র
ঘ) দলিলপত্র
২২৬. মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোন ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন যোগাড় করে কোন ব্যবসায় গঠন ও পরিচালনা করে তখন তাকে কি বলে?
ক) অংশীদারি ব্যবসায়
খ) একমালিকানা ব্যবসায়
গ) কোম্পানি সংগঠন
ঘ) সমবায় সমিতি
২২৭. সমবায় সংগঠনের বৈশিষ্ট্য কয়টি?
ক) ৪ টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ১০টি
২২৮. Sleeping Partner কী?
ক) সাধারণ অংশীদার
খ) ঘুমন্ত অংশীদার
গ) সীমিত অংশীদার
ঘ) নামমাত্র অংশীদার
২২৯. ব্যবসায়ের পরিধি বৃদ্ধির জন্যে কোন ধরনের ব্যবসায়ের উদ্ভব হয়?
ক) একমালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) কোম্পানি সংগঠন
ঘ) সমবায় সমিতি
২৩০. কয়টি পর্যায়ে সমবায় সমিতি গঠন প্র্রক্রিয়া সম্পন্ন করা যায়?
ক) ৫ টি
খ) ৩ টি
গ) ৭ টি
ঘ) ৪ টি
২৩১. ‘ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকান’- কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়?
ক) একমালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) যৌথমূলধনী ব্যবসায়
ঘ) সমবায় সমিতি
২৩২. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ে সদস্য হতে হলে কীসের প্রয়োজন হবে?
ক) দক্ষতার
খ) অভিজ্ঞতার
গ) সুনামের
ঘ) অংশীদারদের সম্মতি
২৩৩. সরকার জনগণের নিকট থেকে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন সংগ্রহ করতে পারেন কীভাবে?
ক) শেয়ার বিক্রি করে
খ) চাঁদা আদায় করে
গ) কর আদায় করে
ঘ) ঋণপত্র ক্রয় করে
২৩৪. যে অবস্থার প্রেক্ষিতে সমবায় সংগঠনের উদ্ভব হয়-
i. শিল্প বিপ্লবের ফলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার উদ্ভব এবং মুষ্টিমেয় লোকের হাতে ধনসম্পদ কুক্ষিগত হওয়া
ii. ধনিক শ্রেণি কর্তৃক সমাজের দূর্বল ও শ্রমিক শ্রেণিকে শোষণ
iii. সমাজের দূর্বল ও শ্রমিক শ্রেণির আর্থসামাজিক কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩৫. অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধ কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না?
ক) ১০০০
খ) ১০০
গ) ১০,০০০
ঘ) ৫০,০০০
২৩৬. সমবায় সমিতি গঠনের কয়টি ধাপ?
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
২৩৭. একটি গ্রামে ১২ জন কৃষক মিলে এক একর জমি ক্রয় করে ধান উৎপাদন করে এবং উৎপাদিত ধান নিজেদের মধ্যে ভাগ করে নেয়। �কৃষকদের কাজটি অংশীদারি� বহির্ভূত কেন?
ক) চুক্তিবদ্ধ সম্পর্কের অভাব
খ) আইনগত সত্তার অভাব
গ) পারস্পরিক আস্থার অভাব
ঘ) পারস্পরিক প্রতিনিধিত্বের অভাব
২৩৮. কোন ব্যবসায়ের ব্যবস্থানায় নিয়তই নবতর দক্ষতার সংযোগ ঘটে?
ক) যৌথমূলধনী ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) সমবায় ব্যবসায়
ঘ) একমালিকানা ব্যবসায়
২৩৯. ১৯০৪ সালে ভারত উপমহাদেশে কীভাবে সমবায়ের উদ্যোগ নেওয়া হয়?
ক) বেসরকারিভাবে
খ) সরকারিভাবে
গ) আধা- সরকারিভাবে
ঘ) সংগঠনের মাধ্যমে
২৪০. মি. রনি, মি. হানি এবং মি. জনি একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। মি. রনি অবসর গ্রহণের পর তার ছেলে রাফি (নাবালক) ঐ প্রতিষ্ঠানের সকলের সম্মতিক্রমে কোন ধরণের অংশীদার হিসেবে পরিগণিত হবে?
ক) সীমিত অংশীদার
খ) ঘুমন্ত অংশীদার
গ) সাধারণ অংশীদার
ঘ) নামমাত্র অংশীদার
২৪১. ‘বাংলাদেশ পর্যটন সংস্থা’ কোন ধরণের ব্যবসায়?
ক) পরিবহন
খ) শিল্প
গ) সেবা
ঘ) ব্যাংকিং
২৪২. বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন-
ক) ঐচ্ছিক
খ) বাধ্যতামূলক
গ) বাধ্যতামূলক নয়
ঘ) নিষ্প্রয়োজন
২৪৩. এক মালিকানার ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর নির্ভরশীল?
ক) সরকারের
খ) মালিকের
গ) নেতার
ঘ) আইনের
২৪৪. অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য কয়টি?
ক) ৮টি
খ) ৭টি
গ) ৫টি
ঘ) ৩টি
২৪৫. বাংলাদেশে শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয় মূলত কখন থেকে?
ক) ১৯৪৭ সালের দেশ ভাগের পর থেকে
খ) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর থেকে
গ) দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পর থেকে
ঘ) ব্রিটিশরা চলে যাওয়ার পর থেকে
২৪৬. সালাম, আবুল ও মারুফ চুক্তিবদ্ধ হয়ে একটি অংশীদারি ব্যবসায় শুরু করে। �বছর শেষে ব্যবসায়ে ৫০,০০০ টাকা লাভ হয়। এ লাভ কিভাবে বন্টিত হবে?
ক) অংশীদারদের মধ্যে সমান ভাগে
খ) আলাপ-আলোচনার মাধ্যমে
গ) অংশীদারদের মূলধনের অনুপাতে
ঘ) চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী
২৪৭. ২০০১ সমবায় আইনে বর্ণিত সমবায় সমিতি হল-
i. প্রাথমিক সমবায় সমিতি
ii. কেন্দ্রীয় সমবায় সমিতি
iii. জাতীয় সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪৮. যেসব ব্যবসায় ঝুঁকি একেবারেই কম সেগুলো জন্য কোনটি বেশি উপযুক্ত?
ক) একমালিকানা কারবার
খ) অংশীদারি কারবার
গ) যৌথমূলধনী কারবার
ঘ) রাষ্ট্রীয় কারবার
২৪৯. পচনজাতীয় পণ্য হল-
i. ফল-মূল ও শাক-সবজি
ii. চাল-ডাল ও ডিম
iii. মাছ-মাংস ও শাক-সবজি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
২৫০. জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে বেকার সমস্যা প্রকট। মজুরি ও বেতন ভিত্তিক অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কোন ব্যবসায় প্রতিষ্ঠানটি গঠন করা যেতে পারে?
ক) একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান
খ) অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান
গ) যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান
ঘ) সমবায় ব্যবসায় প্রতিষ্ঠান
২৫১. জয়া, টয়া ও রিয়া মিলে জামদানি শাড়ির ব্যবসায় শুরু করল। �তাদের ব্যবসায় কিসের ভিত্তিতে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে?
ক) অংশীদারদের ইচ্ছার ভিত্তিতে
খ) আইনের ভিত্তিতে
গ) চুক্তির ভিত্তিতে
ঘ) আওতার ভিত্তিতে
২৫২. এক বা একাধিক অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটালে তাকে কি বলে?
ক) আদালতের মাধ্যমে বিলোপসাধন
খ) বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপসাধন
গ) বিজ্ঞপ্তি দ্বারা ঐচ্ছিক বিলোপসাধন
ঘ) বাধ্যতামূলক বিলোপসাধন
২৫৩. ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে?
ক) ১৮৪৪ সালে
খ) ১৮৪৬ সালে
গ) ১৮৪৮ সালে
ঘ) ১৮৫০ সালে
২৫৪. আপাতদৃষ্টিতে অংশীদারের বৈশিষ্ট্য কোনটি?
i. ব্যবসায় থেকে অবসর গ্রহণ করার পরও মূলধন উত্তোলন করেন না
ii. প্রকৃতপক্ষে এ জাতীয় ব্যক্তিগণ ব্যবসায়ের পাওনাদার
iii. চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৫. চুক্তির বিলুপ্তির ফল অংশীদারি ব্যবসায় কোন ধরণের বিলোপসাধন হবে?
ক) ঐচ্ছিক
খ) বাধ্যতামূলক
গ) বিজ্ঞপ্তির
ঘ) আদালতের মাধ্যমে
২৫৬. সমাজের নির্যাতিত নিশ্পেষিত জনগোষ্ঠীর আদর্শ সংগঠন কোনটি?
ক) একমালিকানা
খ) রাষ্ট্রীয়
গ) সমবায়
ঘ) জোট
২৫৭. কোম্পানি ব্যবসায়ের সদস্যদের দায় কীরূপ?
ক) অসীম
খ) সীমিত
গ) নির্দিষ্ট
ঘ) অপ্রতুল
২৫৮. অংশীদার হতে হলে প্রযোজ্য-
i. সকল অংশীদারকে অর্থ সরবরাহ করতে হবে
ii. মূলধন সরবরাহ ছাড়াও অংশীদার হওয়া যায়
iii. সাবলক ও সুস্থ ব্যক্তি হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৯. একমালিকানা ব্যবসায় গঠন করতে-
i. ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়
ii. নিকটে হাট-বাজার ধাকতে হয়
iii. আইনের ঝামেলা পোহাতে হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) iii
২৬০. বাংলাদেশের সমবায় আইন কত সালের?
ক) ২০০০ সালে
খ) ২০০১ সালে
গ) ২০০৪ সালে
ঘ) ২০০৫ সালে
২৬১. যৌথমূলধনী কোম্পানি কী নামে পরিচালিত হয়?
ক) কোম্পানির নিজ নামে
খ) অন্যনামে
গ) কোনো ব্যক্তির নামে
ঘ) উপরের কোনোটিই নয়
২৬২. সমবায়ের শাব্দিক অর্থ হল-
i. সম্মিলিত কাজ
ii. সম্মিলিত উদ্যোগ
iii. সম্মিলিত সাধনা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii
২৬৩. বর্তমানে বাংলাদেশের সকল কোম্পানি ব্যবসায় কতসালের আইন অনুযায়ী পরিচলিত হচ্ছে?
ক) ১৯১৩ সালের
খ) ১৯৩১ সালের
গ) ১৯৪৪ সালের
ঘ) ১৯৯৪ সালের
২৬৪. যৌথমূলধনী ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ-
i. ব্যাংকিং ব্যবসায়
ii. বিমা ব্যবসায়
iii. পরিবহন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬৫. ব্যবসায় পরিবারে দ্বিতীয় সদস্য কোনটি?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) যৌথমূলধনী
ঘ) রাষ্ট্রীয়
২৬৬. অংশীদারি ব্যবসায়ের ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়-
i. সিটি কর্পোরেশন থেকে
ii. জেলা কমিশনার থেকে
iii. পৌরসভা থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৬৭. মূলধন বিনিয়োগ না করে যদি কোন ব্যক্তি নিজের দক্ষতা, পরিশ্রম ব্যবসায়ে বিনিয়োগ করে তবে তাকে কী বলে?
ক) সাধারণ অংশীদার
খ) কর্মী অংশীদার
গ) নামমাত্র অংশীদার
ঘ) ঘুমন্ত অংশীদার
২৬৮. বর্তমানে বাংলাদেশের সমবায় সমিতি কীভাবে পরিচালিত হচ্ছে?
ক) ১৯৯৪ সালের সমবায় সমিতি আইন ও ২০০৪ সালের সমবায় বিধিমালা দ্বারা
খ) ২০০১ সালের সমবায় সমিতি আইন ও ২০০৪ সালের সমবায় বিধিমালা দ্বারা
গ) ১৯৯৪ সালের সমবায় সমিতি আইন ও ২০০৫ সালের সমবায় বিধিমালা দ্বারা
ঘ) ২০০১ সালের সমবায় সমিতি আইন ও ২০০৫ সালের সমবায় বিধিমালা দ্বারা
২৬৯. একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা-
ক) সীমিত মূলধন
খ) সীমিত আয়তন
গ) অসীম দায়
ঘ) কৃত্রিম সত্ত্বাহীনতা
২৭০. রচডেল সমবায় সমিতির উৎপত্তি স্থান কোনটি?
ক) বেলজিয়াম
খ) ফ্রান্স
গ) ঘানা
ঘ) ইংল্যান্ড
২৭১. কোম্পানি গঠন প্রক্রিয়া কয়টি?
ক) ৩ টি
খ) ৪ টি
গ) ৫ টি
ঘ) ৬ টি
২৭২. কোন সমাজব্যবস্থায় নিম্নবিত্তের লোকজন শোষিত শ্রেণিতে পরিণত হয়?
ক) পুঁজিবাদী সমাজব্যবস্থায়
খ) ইসলামিক অর্থব্যবস্থায়
গ) মিশ্র অর্থব্যবস্থায়
ঘ) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
২৭৩. কোন সংগঠনের শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়?
ক) প্রাইভেট লি. কোম্পানি
খ) ব্যবসায় সংগঠন
গ) অংশীদারি সংগঠন
ঘ) সমবায় সংগঠন
২৭৪. সমবায় সমিতির ব্যবস্থাপনার কার্যাবলি কাদের ওপর ন্যস্ত থাকে?
ক) সদস্যদের ওপর
খ) ব্যবস্থাপনার পর্ষদের ওপর
গ) উদ্যোক্তাদের ওপর
ঘ) অভিজ্ঞ সদস্যদের ওপর
২৭৫. একমালিকানা ব্যবসায়ের সাথে অংশীদারি ব্যবসায়ের যেসব ক্ষেত্রে মিল রয়েছে সেগুলো হলো-
i. সদস্য সংখ্যা
ii. সহজ গঠন
iii. আইনগত সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৬. মি. আবিরের বেইলী স্টার মার্কেটে দুটি স্বর্ণের দোকান আছে । তার জন্যে একমালিকানা ব্যবসায় উপযুক্ত। কারণ-
i. এ ব্যবসায়ে আবিরের প্রত্যক্ষ তদারকি অপরিহার্য
ii. এ ধরনের ব্যবসায়ে কম ঝুঁকি রয়েছে বলে
iii. এ ধরনের ব্যবসায়ে ব্যক্তিক শিল্পকর্মের যোগ রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৭. একমালিকানা ব্যবসায় গঠন করা-
ক) জটিল
খ) সহজ
গ) অত্যন্ত সহজ
ঘ) অত্যন্ত জটিল
২৭৮. পাবলিক লিমিটেড সম্পর্কে যথোপযুক্ত উক্তি হলো-
i. নিবন্ধিত হওয়ার পর এর কার্যারম্ভ করার কোনো বাধা থাকে না
ii. সর্বনিম্ন সদস্য সংখ্যা৭ জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কোম্পানির শেয়ার দ্বারা সীমাবদ্ধ
iii. শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের জন্যে জনসাধারণের উদ্দেশ্যে প্রসপেক্টাস প্রচার করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৯. জনাব সিদ্দিকুর একটি অনিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠানের একজন অংশীদার। তিনি কত টাকার বেশী পাওনা আদায়ের জন্য মামলা আদায় করতে পারেন না?
ক) ১০০ টাকার বেশি
খ) ১০০০ টাকার বেশি
গ) ২০০০ টাকার বেশি
ঘ) ৪০০০ টাকার বেশি
২৮০. ‘তাঁতি’ কোন ভিত্তিক পেশার উদাহরণ?
ক) চাকরি
খ) গ্রাম
গ) শহর
ঘ) নগর
২৮১. নিচের কোনটি অনুসারে লাভ-লোকসানের ঝুঁকি বহন করা হয়?
i. চুক্তি অনুসারে
ii. মূলধনের অনুপাতে
iii. লাখ অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৮২. ইতি জুয়েলার্স একটি অংশীদারি ফার্ম। ফার্মটি নিবন্ধন করা হয়নি। ফলে অংশীদাররা সুবিধা হতে বঞ্চিত হবেন-
i. পাওনা আদায়ে বাধা
ii. তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা
iii. অপ্র অংশীদারদের বিরুদ্ধে মামলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮৩. সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে-
i. চুক্তিপত্র
ii. উপবিধি
iii. বিবরণ পত্র
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii
২৮৪. সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় কোথায়?
ক) রাশিয়া
খ) দক্ষিণ আমেরিকা
গ) কোরিয়া
ঘ) জাপান
২৮৫. পৃথিবীতে সর্বপ্রথম কোন ধরণের ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল?
ক) অংশীদারি ব্যবসায়
খ) একমালিকানা ব্যবসায়
গ) সমবায় সমিতি
ঘ) কোম্পানি সংগঠন
২৮৬. একমালিকানা ব্যবসায় পরিচালনা করা সম্ভব যেসব ক্ষেত্রে, তা হলো-
i. বিউটি পার্লার
ii. সেলুন
iii. রেস্টুরেন্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮৭. উদ্বুদ্ধ পরিস্থিতিতে উদ্দীপকের ব্যবসায়টির কীরূপ বিলোপসাধন ঘটবে?
ক) বাধ্যতামূলক
খ) বিজ্ঞপ্তির দ্বারা
গ) ঘটনা সাপেক্ষে
ঘ) আদালতের নির্দেশে
২৮৮. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে কোনটি উল্লেখ করতে হয়?
i. ব্যবসায়ের উদ্দেশ্য
ii. ব্যবসায় শুরুর তারিখ
iii. ব্যবসায়ের মোট কার্যকাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮৯. কোম্পানির মূলধনের ক্ষুদ্র একককে কী বলে?
ক) অংশ
খ) বিভাগ
গ) শেয়ার
ঘ) হিসাব
২৯০. যৌথমূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য কয়টি?
ক) ৭টি
খ) ৮টি
গ) ৯টি
ঘ) ১০টি
২৯১. মুনাফা অর্জন বা বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসায়ের কী?
ক) মূল উদ্দেশ্য
খ) প্রধান উদ্দেশ্য
গ) মূল উদ্দেশ্য নয়
ঘ) প্রধান উদ্দেশ্য নয়
২৯২. মি. শিহাব, মি. আতিক ও মি. ইমন একটি ব্যবসায় করার জন্যে চুক্তিবদ্ধ হন। �মি. শিহাব, মি. আতিক ও মি. ইমনের ব্যবসায় কী ধরনের ব্যবসায়?
ক) একমালিকান
খ) যৌথ মূলধনী
গ) সমবায়
ঘ) অংশীদারি
২৯৩. কোম্পানি নিবন্ধনের জন্য করণীয় কী?
i. নিবন্ধকের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ
ii. আবেদনপত্র পূরণ করে নির্ধারিত ফিসহ জমাদান
iii. প্রয়োজনীয় দলিলপত্র নিবন্ধকের নিকট জমাদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯৪. কোম্পানি ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় অনুসরণ করা হয়-
i. গণতান্ত্রিক রীতিনীতি
ii. মূল্যবোধ
iii. শিক্ষাব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯৫. একমালিকানা ও অংশীদারি ব্যবসাওয়ের সীমাবদ্ধতা কাটিয়ে কোন ব্যবসায়ের উৎপত্তি ঘটে?
ক) যৌথমূলধনী ব্যবসায়
খ) সমবায়
গ) রাষ্ট্রীয় ব্যবসায়
ঘ) বিশেষায়িত ব্যবসায়
২৯৬. অংশীদারগণ নিজেদের সুবিদার্থে তৃতীয় কোনো ব্যক্তিকে অংশীদার বলে প্রচার করলে তাকে কী বলে?
ক) প্রতিবন্ধ অংশীদার
খ) নামমাত্র অংশীদার
গ) সীমিত অংশীদার
ঘ) সীমাবদ্ধ অংশীদার
২৯৭. কোম্পানি ব্যবসায় কোন বৈশিষ্ট্যের কারণে নিজ নামে অপর প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির সাথে লেনদেন, চুক্তি ও মামলা করতে পারে?
ক) আইনসৃষ্ট প্রতিষ্ঠান
খ) কৃত্রিম ব্যক্তিসত্তা
গ) চিরন্তন অস্তিত্ব
ঘ) সীমাবদ্ধ দায়
২৯৮. আন্দুলিয়া গ্রামের নিম্নবিত্তরা নিজেদের ভাগ্যোন্নয়নের স্বার্থে একটি সংগঠন গড়তে চায়। এক্ষেত্রে সংগঠনটির প্রকৃতি হবে কোনটি?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) কোম্পানি
ঘ) সমবায়
২৯৯. অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু হল-
i. ব্যবসায়ের সুনাম মূল্যায়ন সম্পর্কিত বিধি-বিধান
ii.ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তি
iii. ব্যবসায়ের লাভ-লোক সান বন্টন পদ্ধতি ও হার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০০. রহিমা বাশঁ ও বেতের শিল্প কর্মে পারদর্শী। তার জন্যে কোন ধরনের ব্যবসায় সংগঠন সবচেয়ে উপযুক্ত?
ক) অংশীদারি ব্যবসায়
খ) একমালিকান ব্যবসায়
গ) কোম্পনি সংগঠন
ঘ) সমবায় সমিতি
৩০১. মাগুরা জেলার কতিপয় বেগুন ব্যবসায়ী একটি সমবায় সমিতি গঠন করেন। প্রত্যেক বেগুন ব্যবসায়ী কত ভাগ শেয়ার ক্রয় করতে পারবেন?
ক) ১/২ ভাগ
খ) ১/৩ ভাগ
গ) ১/৪ ভাগ
ঘ) ১/৫ ভাগ
৩০২. পল্লী উন্নয়ন একাডেমী বা BARD এর প্রতিষ্ঠাতা কে?
ক) ড. মিজানুর
খ) আবুল মকসুদ
গ) জিন্নাত আরা
ঘ) ড. আক্তার হামিদ খান
৩০৩. স্বল্প মূলধন নিয়ে যেসব একমালিকান ব্যবসায় গঠন করা যায় সেগুলো হলো-
i. পানের দোকান
ii. সবজির দোকান
iii. ঔষধের দোকান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৪. রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়-
i. রাষ্ট্র প্রধানের অধ্যাদেশে
ii. সংসদে বিল পাসের মাধ্যমে
iii. জাতীয় করনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৫. একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে কী বলে?
ক) একমালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) আত্মকর্মসংস্থান
ঘ) ক্ষুদ্র ব্যবসায়
৩০৬. মি. করিম X কোম্পানির প্রতিটি ১,০০০ টাকা দামের ৫ টি শেয়ার ক্রয় করেন। কোম্পানিতে তার দায়ের সীমা কত?
ক) ১,০০০ টাকা
খ) ৫,০০০ টাকা
গ) ১০,০০০ টাকা
ঘ) ৫০,০০০ টাকা
৩০৭. কোন ব্যবসায়টি শিল্প মন্ত্রণালয়ের অধীনে?
i. বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা
ii. বাংলাদেশ বস্ত্রকল সংস্থা
iii. বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৮. প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনটি পাওয়ার পর কার্যারম্ভ করতে পারে?
ক) স্মারকলিপি
খ) পরিমেল নিয়মাবলি
গ) নিবন্ধনপত্র
ঘ) কার্যারম্ভের অনুমতি
৩০৯. মি. জুয়েল তার বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজন মিলে ২৫ সদস্যবিশিষ্ট একটি ফার্মাসিটিউক্যাল লি. গঠন করলেন। এটি কোন ধরনের কোম্পানি সংগঠন?
ক) অসীম দায়বিশিষ্ট কোম্পানি
খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি
গ) পাবলিক লিমিটেড কোম্পানি
ঘ) সীমিত দায়বিশিষ্ট কোম্পানি
৩১০. ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাস হয়?
ক) ১৭৫০ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৮৫০ সালে
ঘ) ১৮৪৪ সালে
৩১১. বাংলাদেশের মানুষ কাদের দ্বারা বঞ্চনার স্বীকার হচ্ছে?
ক) শিল্পপতি
খ) কৃষক
গ) দালাল শ্রেণি
ঘ) শিক্ষক
৩১২. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কীসের প্রয়োজন হবে?
ক) দক্ষতার
খ) অভিজ্ঞতার
গ) সুনামের
ঘ) অংশীদারদের সম্মতির
৩১৩. রচডেল সমবায় সমিতি কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
ক) ইংল্যান্ড
খ) আমেরিকা
গ) জাপান
ঘ) রাশিয়া
৩১৪. বৃহদায়তন ব্যবসার পাশাপাশি একমালিকানা সংগঠন টিকে থাকার কারণ-
ক) স্বল্প পুঁজি ও গোপনীয়তা রক্ষা
খ) সহজ গঠন ও কম ঝুঁকি
গ) নমনীয়তা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
ঘ) সবগুলোই
৩১৫. কোন ধরণের অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটে?
ক) অনশীদাররা ঝগড়া করলে
খ) কোনো অংশীদার ব্যবসায় পরিচালনার কাজ না করলে
গ) কোনো অংশীদারে মৃত্যু হলে
ঘ) সকল অংশীদার বা একজন ছাড়া সকল অংশীদার দেউলিয়া হলে
৩১৬. প্রাইভেট লি. কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা কতজন?
ক) ২ জন
খ) ৫ জন
গ) ৭ জন
ঘ) ৯ জন
৩১৭. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?
ক) ২০জন
খ) ৫০জন
গ) ১০জন
ঘ) ৩০জন
৩১৮. মালিকানা হতে ব্যবস্থানা আলাদা কোন ব্যবসায়ের?
ক) একমালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) যৌথমূলধনী ব্যবসায়
ঘ) পাইকারি ব্যবসায়
৩১৯. কোন অংশীদার ব্যবসায় হতে অর্থ উত্তোলন করতে ব্যর্থ হয়?
ক) সাধারণ অংশীদার
খ) বিশেষ অংশীদার
গ) সীমিত অংশীদার
ঘ) নামমাত্র অংশীদার
৩২০. সাধারণত প্রাইভেট লি. কোম্পানি গঠিত হয়-
i. আত্মীয়স্বজন দ্বারা
ii. বন্ধুবান্ধব দ্বারা
iii. পরিচিত ব্যক্তি দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩২১. প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধন করার জন্য নির্ধারিত ফিসহ নিবন্ধকের নিকট জমা দিতে হয়-
i. স্মারকলিপির এক কপি
ii. পরিমেল নিয়মাবলির এক কপি
iii. পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রতিশ্রুতি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii
৩২২. শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তার জন্যে কোম্পানি সংগঠনের প্রয়োজন-
i. অধিক মূলধন ও দক্ষ ব্যবস্থাপনা
ii. কোম্পানির স্বতঃস্ফূর্ত কার্যধারায় বিঘ্ন সৃষ্টিকারী আইনের কঠোরতা হ্রাস করা
iii. মালিকানার সাথে ব্যবস্থাপনা যুক্তকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২৩. ব্যবসায় শুরু করার পূর্বে সমবায় সমিতির লাইসেন্স সংগ্রহ করার কারণ কী?
ক) সদস্যদের দায়িত্ব বন্টন করতে
খ) কার্যারম্ভের অনুমতি পত্রের জন্যে
গ) ব্যবসায়ের আইনগত বৈধতা প্রদানের জন্যে
ঘ) কাচাঁমাল সংগ্রহের জন্যে
৩২৪. রহিম, করিম এবং সেলিম একটি অংশীদারি ব্যবসায় শুরু করে এবং একটি অংশীদারি চুক্তি করে। রহিম অন্যান্য অংশীদারের চেয়ে দ্বিগুন মূলধন প্রদান করে। বছর শেষে ব্যবসায় ১,০০,০০০ টাকা ক্ষতি সম্মুখীন হয়। ব্যবসায়ের এসব ক্ষতি কীভাবে বন্টিত হবে?
ক) সমানভাবে সবার মাঝে বন্টন করা হবে
খ) অংশীদারদের সাথে বছর শেষে আলাপ-আলোচনার মাধ্যমে
গ) অংশীদারি চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী
ঘ) যে পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয়েছে তার ভিত্তিতে
৩২৫. কোম্পানি গঠনের দলিলপত্র প্রণয়ন পর্যায়ে উদ্যোক্তাগণ যে গুরত্বপূর্ণ দলিল প্রণয়ন করেন, তা হলো-
i. স্মারকলিপি
ii. বিবরণপত্র
iii. পরিমেল নিয়মাবলী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২৬. কোন আইনে অংশীদারি ব্যবসায়ের চুক্তি ও নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয় নি?
ক) ১৯৩২ সালে অংশীদারি আইনে
খ) ২০০৪ সালে অংশীদারি আইনে
গ) ১৯৯৭ সালে অংশীদারি আইনে
ঘ) ১৯৩৪ সালে অংশীদারি আইনে
৩২৭. রূপক বাংলাবাজারে অবস্থিত অনন্য বুক হাউজের কর্ণধার। একজন দেনাদারের কাছ থেকে ২ লক্ষ টাকা পাওনা আদায়ে ব্যর্থ হয়েও তিনি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে অপারগ। এর কারণ কী?
ক) একমালিকানা ব্যবসায় কৃত্রিম সত্ত্বার অধিকারী নয় বলে
খ) স্বল্প মূলধন নিয়ে গঠিত বলে
গ) সীমিত দায়ের অধিকারী হওয়ায়
ঘ) কোনো অংশীদারি না থাকায়
৩২৮. বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপসাধন হতে পারে-
i. কোনো অংশীদারের মৃত্যু হলে
ii. কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে
iii. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২৯. পৌর এলাকার বাইরে ব্যবসায় করলে কোথা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
ক) জেলা প্রশাসকের নিকট থেকে
খ) পৌর কমিশনারের নিকট থেকে
গ) সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
ঘ) থানা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে
৩৩০. ২০০১ সালের সমবায় আইনে যেসব সমবায় সমিতি উল্লেখ আছে সেগুলো হলো-
i. প্রাথমিক সমবায় সমিতি
ii. কেন্দ্রীয় সমবায় সমিতি
iii. জাতীয় সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩১. বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থা বিবেচনায় কোন ধরনের ব্যবসায় সবচেয়ে উপযোগী?
ক) একমালিকানা কারবার
খ) অংশীদারি কারবার
গ) যৌথমূলধনী কারবার
ঘ) রাষ্ট্রীয় কারবার
৩৩২. অংশীদারি ব্যবসায়ের সদস্যসংখ্যা-
i. সাধারণ ব্যবসায়ে ২ থেকে ২০ জন
ii. সাধারণ ব্যবসায়ে ৭ থেকে ২০ জন
iii. ব্যাংকিং ব্যবসায়ে ২ থেকে ১০ জন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
৩৩৩. পাবলিক লিমিটেড কোম্পানির জন্য সাধারণত প্রস্তুত করতে হয়-
i. স্মারকলিপি
ii. পরিমেল নিয়মাবলি
iii. ট্রেড লাইসেন্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৩৪. বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সমবায় সমিতির নাম কী?
ক) বাংলাদেশ মৎস্য উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.
খ) বাংলাদেশ মৃৎশিল্প সমবায় ইউনিয়ন লি.
গ) বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.
ঘ) বাংলাদেশ তাঁত শিল্প সমবায় ইউনিয়ন লি.
৩৩৫. দর্জিগিরি, ফটোগ্রাফি প্রভৃতিতে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের সুযোগ রয়েছে বিধায় কোন ভিত্তিতে এরূপ ব্যবসায় স্থাপন উপযোগী?
ক) একমালিকানার ভিত্তিতে
খ) অংশীদারি ভিত্তিতে
গ) সমবায়ের ভিত্তিতে
ঘ) যৌথ মালিকানার ভিত্তিতে
৩৩৬. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন ব্যবসায়ের জন্য সুবিধাজনক?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) যৌথমুলধনী
ঘ) সমবায়
৩৩৭. কোন ব্যবসায়ের ক্ষেত্রে মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা?
ক) অংশীদারি ব্যবসায়
খ) কোম্পানি ব্যবসায়
গ) একমালিকানা ব্যবসায়
ঘ) সমবায়
৩৩৮. কোনটি যৌথমূলধনী কোমপানির বৈশিষ্ট্য?
i. আইন দ্বারা সৃষ্ট
ii. কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী
iii. সীমিত দায়সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩৯. অংশীদারি ব্যবসায়ের চুক্তি হতে পারে-
i. লিখিত
ii. নিবন্ধিত
iii. অলিখিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪০. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হল-
i. লাভ-লোকসান বন্টন
ii. সীমাহীন দায়
iii. সসীম দায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪১. প্রস্তাবিত সমবায় সমিতিকে পালন করতে হয়-
i. সমিতিতে প্রাপ্ত বয়স্ক ও সুস্থ মস্তিষ্কের কম পক্ষের ১০ জন সদস্য থাকতে হবে
ii. সমিতির স্বতন্ত্র নাম এবং সীমিত দায় সমিতির ক্ষেত্রে লিমিটেড শব্দটি থাকতে হবে
iii. উপবিধিতে সমিতির উদ্দেশ্যাবলি সুস্পষ্টভাবে বর্ণনা থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪২. কোনটি একমালিকানা ব্যবসায় নয়?
ক) চিত্রকর্মের ব্যবসায়
খ) ফার্নিচারের ব্যবসায়
গ) আর্থিক ব্যবসায়
ঘ) স্বর্ণের ব্যবসায়
৩৪৩. কোনটি ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য?
i. অংশীদারদের দায় অসীম
ii. ব্যবসায়ে কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ নয়
iii. অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪৪. উদ্যোগ গ্রহণ পর্যায়ে কোম্পানি গঠনে আগ্রহী ব্যক্তিগণ কী কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন?
i. কোম্পানির সম্ভাব্য নাম
ii. কোম্পানির ধরন
iii. মূলধরনের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪৫. রহিম, করিম এবং সেলিম একটি অঅংশীদারি ব্যবসায় শুরু করে এবং অংশীদারি চুক্তি করে। রহিম অন্যান্য অংশীদারের প্রদত্ত মূলধনের দ্বিগুণ মূলধন প্রদান করে। বছর শেষে ব্যবসায়টি ১,০০,০০০ টাকা ক্ষতির সম্মুখীন হয় এ ক্ষতি কীভাবে বন্টিত হবে?
ক) সমানভাবে সবার মাঝে বন্টন করা হবে
খ) অংশীদারের সঙ্গে বছরের শেষে আলাপ আলোচনার মাধ্যমে
গ) অংশীদারি চুক্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী
ঘ) যে পরিমাণ মুলধন তারা বিনিয়োগ করেছে তার ভিত্তিতে
৩৪৬. অংশীদারি ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র কোনটি?
i. আমদানি রপ্তানি ব্যবসায়
ii. ঠিকাদারি ব্যবসায়
iii. পোল্ট্রি ফার্ম
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৪৭. REPS- এর সম্প্রসারিত রূপ কী?
ক) Rochdale Equity Pioneers Society
খ) Rochdale Excess Pemium Society
গ) Rochdale Equitable Pioneers Society
ঘ) Rochdale Equal Pioneers Society
৩৪৮. রাষ্ট্রীয় ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারকে কোথায় জবাবদিহিতা করতে হয়?
ক) মন্ত্রিপরিষদ বৈঠকে
খ) রাষ্ট্রপতির কাছে
গ) জাতীয় সংসদে
ঘ) প্রধানমন্ত্রীর কাছে
৩৪৯. ‘ অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে মর্যাদা থেকে নয়।‘ এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে?
ক) ১৯১৩ সাল
খ) ১৯৩২ সাল
গ) ১৯৯৪ সাল
ঘ) ২০১০ সাল
৩৫০. কৃত্রিম সত্ত্বার অধিকারী কোনো ব্যবসায় সংগঠনকে বলা হয়?
ক) যৌথমূলধনী
খ) অংশীদারি
গ) সমবায়
ঘ) একমালিকানা
৩৫১. এক মালিকানা ব্যবসায়ের জন্যে খুবই উপযোগী-
i. বহুদিন ধরে স্থায়ী হয় এমন পণ্য
ii. প্রতিনিয়ত রুচি ও ফ্যাশন পরিবর্ত ন হয় এমন পণ্য
iii. ব্যক্তি শিল্পকর্মে যোগসূত্র রয়েছে এমন পণ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৫২. কোন সংগঠনের সীমাবদ্ধতা দূর করার জন্য কোম্পানি সংগঠনের উদ্ভব হয়েছে?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) একমালিকানা ও অংশীদারি
ঘ) সমবায়
৩৫৩. ‘অংশীদারি ব্যবসায় বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন ঘটে’-এটি দ্বারা বোঝানো হয়েছে-
i. কোনো অংশীদারের মৃত্যু হলে
ii. কোনো অংশীদার দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে
iii. ব্যবসায়ের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৫৪. একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন-
i. ব্যক্তিগত উদ্যোগ
ii. স্বাধীনচেতা মনোভাব
iii. বৃহৎ পুঁজি ও জনবল
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) ii ও iii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
৩৫৫. কোনটিকে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান বলা হয়?
ক) স্মারকলিপি
খ) পরিমেল নিয়মাবলি
গ) কার্যারম্ভের অনুমতি
ঘ) বিবরণীপত্র
৩৫৬. শহরে অংশীদারি ব্যবসায় শুরু করার জন্য কোথা থেকে লাইসেন্স সংগ্রহ করা যায়?
ক) রাজস্ব ভবন
খ) শেয়ার বাজার
গ) সিটি কর্পোরেশন
ঘ) ডাক বিভাগ
৩৫৭. ‘চা’-এর দোকান সাধারণত কোন জাতীয় সংগঠন?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) সমবায় সমিতি
ঘ) যৌথমূলধনী
৩৫৮. শিল্প বিপ্লব ঘটে কোন শতাব্দীতে?
ক) সপ্তদশ শতাব্দীতে
খ) অষ্টাদশ শতাব্দীতে
গ) উনবিংশ শতাব্দীর শেষে
ঘ) বিংশ শতাব্দীতে
৩৫৯. যৌথ মূলধনী ব্যবসায়ের প্রেক্ষিতে লিমিটেড শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত?
ক) দায়ের সঙ্গে
খ) আয়ের সঙ্গে
গ) সদস্য সংখ্যার সাথে
ঘ) আয়-ব্যয়ের সাথে
৩৬০. জনাব সজল ‘আনিমা ব্রাদার্স’-এর পরিচালক। তিনি কিসের ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করেন?
ক) আইনের ভিত্তিতে
খ) আওতার ভিত্তিতে
গ) চুক্তির ভিত্তিতে
ঘ) অর্থের ভিত্তিতে
৩৬১. বাংলাদেশের অংশীদারি ব্যবসায় কত সালের অংশীদারি আইন দ্বারা পরিচালিত হয়?
ক) ১৯৯৪ সালের
খ) ২০০৪ সালের
গ) ১৯৩২ সালের
ঘ) ১৯৩৪ সালের
৩৬২. সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় পাস হয়?
ক) ব্রিটেনে
খ) ফ্রান্সে
গ) ভারতে
ঘ) যুক্তরাষ্ট্রে
৩৬৩. ‘বাংলাদেশ টেলিভিশন’ ব্যবসায়ের ধরন বিচারে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
ক) শিল্প
খ) তথ্য
গ) সেবা
ঘ) পরিবহন
৩৬৪. মি. সিরাজের হাতে পর্যাপ্ত নেই অথচ করতে আগ্রহী। মি. সিরাজের ব্যবসায়র সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র কোনটি?
ক) একমালিকানা কারবার
খ) যৌথমূলধনী কারবার
গ) রাষ্ট্রীয় কারবার
ঘ) আমদানি-রপ্ত
৩৬৫. কোম্পানি গঠনের প্রথম পর্যায় কোনটি?
ক) উদ্যোগ গ্রহণ
খ) দলিলপত্র প্রণয়ন
গ) নিবন্ধন পর্যায়
ঘ) কার্যারম্ভ পর্যায়
৩৬৬. মোকছেদ ও মোকাম্মেল দুজনে মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেছে। তারা তৃতীয় একটি পক্ষের নিকট ইমরানকে অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয় যদিও সে অংশীদের নয়। ইমরান এ ক্ষেত্রে মৌন্তা অবলম্বন করে। এক্ষেত্রে ইমরানকে কোন ধরনের অংশীদার বলা যাবে?
ক) ঘুমন্ত অংশীদার
খ) নামমাত্র অংশীদার
গ) আচরণে অনুমিত অংশীদার
ঘ) প্রতিবন্ধ অংশীদার
৩৬৭. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে কোনটি উল্লেখ করতে হয়?
i. অংশীদারি প্রতিষ্ঠানের নাম
ii. প্রধান কার্যালয়ের ঠিকানা
iii. শাখা কার্যালয় থাকলে সেগুলোর ঠিকানা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৬৮. জেমস ওয়ার্টের বাষ্পীয় ইঞ্জিন একটি-
ক) শিল্প-বাণিজ্যের স্মারক
খ) শিল্প-বিপ্লবের স্মারক
গ) আধুনিক কৃষি প্রযুক্তি
ঘ) আধুনিক শিল্প প্রযুক্তি
৩৬৯. পাবলিক লি. কোম্পানির প্রসপেক্টাস জনসাধারণকে অবহিত করার কারণ-
i. জনগণকে কোম্পানি সম্পর্কে অবহিত করা
ii. শেয়ার ডিবেঞ্চার বিক্রয় করা
iii. দেশে বিনিয়োগ বাড়ানো
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
৩৭০. একমালিকানার ভিত্তিতে গড়ে ওঠে-
i. কুটির শিল্পের দোকান
ii. ছোট কাপড়ের দোকান
iii. চায়ের দোকান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৭১. উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন সাধিত হয় কেন?
ক) যুদ্ধের কারণে
খ) শিল্প বিপ্লবের কারণে
গ) ডিনামাইট আবিষ্কারের কারণে
ঘ) প্রযুক্তির কারণে
৩৭২. কোনটি ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য?
i. অংশীদারগণ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে
ii. চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়
iii. অধিকার থাকা সত্বেও স্বয়ংক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৭৩. বাংলাদেশে জাতীয় পর্যায়ে কোন সমবায় সমিতি কাজ করছে?
i. কুমিল্লা শিল্প সমবায় সমিতি লি.
ii. বাংলাদেশ অটোরিক্সা সমবায় ফেডারেশন লি.
iii. ব্রাহ্মণবাড়িয়া মৃৎশিল্প সমবায় সমিতি লি.
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
৩৭৪. কোম্পানির শেয়ার কিনে সদস্যপদ লাভের ক্ষেত্রে শেয়ারহোল্ডারের ন্যুনতম বয়স কত হতে হবে?
ক) ১৪ বছর
খ) ১৮ বছর
গ) ২১ বছর
ঘ) ২৫ বছর
৩৭৫. একমালিকানা ব্যবসায় গঠন করতে-
ক) স্বল্প পুঁজি থাকতে হয়
খ) নিকটে হাটবাজার থাকতে হয়
গ) আইনের ঝামেলা পোহাতে হয় না
ঘ) আইনের ঝামেলা পোহাতে হয়
৩৭৬. কারা নিজেদের আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য সমবায় সমিতি গঠন করে?
i. নিম্নবিত্তের সমমনা ব্যক্তিগণ
ii. উচ্চবিত্তের সমমনা ব্যক্তিগণ
iii. মধ্যবিত্তের সমমনা ব্যক্তিগণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৭৭. অংশীদারি ব্যবসায়ের চুক্তিতে ব্যবসায়ের লাভ-লোকসান অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বন্টন হয় কিভাবে?
ক) সমানভাবে
খ) মতামতের ওপর
গ) অগ্রাধিকার ভিত্তিতে
ঘ) মূলধন অনুযায়ী
৩৭৮. সমাজে একমালিকানা ব্যবসায়ের মর্যাদা খুব কম কেন?
ক) একক মালিক বলে
খ) এর পরিচালনা কেন্দ্রীভূত
গ) আইনগত সত্ত্বার অভাব
ঘ) প্রত্যক্ষ নিয়ন্ত্রণ
৩৭৯. বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন কোথায় প্রতিষ্ঠা করা হয়?
ক) ঢাকা
খ) কোলকাতা
গ) করাচি
ঘ) বোম্বে
৩৮০. ‘বাংলাদেশ বিমান’ ব্যবসায়ের ধরন বিবেচনায় কোন ধরনের ব্যবসায়ের উদাহরণ?
ক) সেবা
খ) শিল্প
গ) পরিবহন
ঘ) জ্বালানি
৩৮১. একমালিকানা ব্যবসায়ের ব্যক্তিগত সুবিধা কোনটি?
ক) স্বাধীনতা
খ) স্বাল্প মূলধনস
গ) সহজ গঠন
ঘ) গোপনীয়তা
৩৮২. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনের আবেদনপত্র জমা দিতে হয় কার কাছে?
ক) নিবন্ধকের কাছে
খ) উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে
গ) নিবন্ধন অফিসের পিয়নের কাছে
ঘ) ডাক মন্ত্রণালয়ে
৩৮৩. আপাতদৃষ্টিতে অংশীদার হলো-
i. মূলধন বিনিয়োগ করে না
ii. অবসর গ্রহণের পর মূলধন উত্তোলন করে না
iii. মূলধনকে ঋণ হিসেবে জমা রাখে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৮৪. স্কুলের সামনে বই খাতার দোকানের ক্ষেত্রে কোনটি বেশি উপযুক্ত?
ক) একমালিকানা কারবার
খ) অংশীদারি কারবার
গ) যৌথমূলধনী কারবার
ঘ) রাষ্ট্রীয় কারবার
৩৮৫. ইউরোপ ও আমেরিকার ত ভাগ লোক একমালিকানা ব্যবসায়ের সাথে জড়িত?
ক) ৭০%
খ) ৮০%
গ) ৯০%
ঘ) ১০০%
৩৮৬. নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের জন্য উপযোগী?
ক) ছোট হোটেল
খ) লন্ড্রি
গ) সেলুন
ঘ) সবগুলো
৩৮৭. ব্যবসায় সংগঠন গড়ে উঠেছে কেন?
ক) মানুষের চাহিদা পূরণে
খ) রাজনীতি করতে
গ) জুলুম করতে
ঘ) বিক্রয় করতে
৩৮৮. পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলে?
ক) ব্যবসায়
খ) বাণিজ্য
গ) শিল্প
ঘ) প্রত্যক্ষ সেবা
৩৮৯. রচডেল সমবায় সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮৪২ সালে
খ) ১৮৪৪ সালে
গ) ১৯৫০ সালে
ঘ) ২০০১ সালে
৩৯০. একমালিকানা ব্যবসায় সীমিত আয়তনের হয় কেন?
ক) স্বল্প পুঁজি ও একক সামর্থ্যের সীমাবদ্ধতার জন্যে
খ) একক মুনাফা ভোগ করায়
গ) প্রত্যক্ষ সম্পর্কের জন্যে
ঘ) অনিশ্চিত স্থায়িত্বের জন্যে
৩৯১. যৌথ মূলধনী কোম্পানির মালিকগণ লভ্যাংশ পায় কীভাবে?
ক) চুক্তি আনুযায়ী
খ) শেয়ার অনুপাতে
গ) সমান অনুপাতে
ঘ) আইন অনুযায়ী
৩৯২. আইনগত ঝামেলা সবচেয়ে কম থাকে কোন ধরনের ব্যবসায়ে?
ক) সমবায় সমিতি
খ) অংশীদারি ব্যবসায়
গ) একমালিকানা ব্যবসায়
ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
৩৯৩. অংশীদারি ব্যবসায় অংশীদারগণ কীভাবে পরিচালনা করে?
i. চুক্তি অনুযায়ী
ii. ব্যক্তিগতভাবে
iii. মালিকের উদ্যোগে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
৩৯৪. পাবলিক লি. কোম্পানি শুরু করতে হলে কোনটি সংগ্রহ করতে হয়?
ক) নিবন্ধনপত্র
খ) ট্রেড লাইসেন্স
গ) প্রত্যয়নপত্র
ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র
৩৯৫. বেলাল ও রোকন একটি অংশীদারি প্রতিষ্ঠানের সদস্য। তাদের প্রতিবেশী বন্ধু লিয়ন অংশীদার হতে চায়।লিয়ন অংশীদার হতে পারে কীসের ভিত্তিতে?
ক) চুক্তির ভিত্তিতে
খ) সামাজিক মর্যাদার ভিত্তিতে
গ) প্রতিবেশী সম্পর্কের ভিত্তিতে
ঘ) বন্ধু সম্পর্কের ভিত্তিতে
৩৯৬. পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে তিনটি বক্তব্য নিচে উল্লেখ করা হল-
i. নিবন্ধিত হওয়ার পর এটির কার্যারম্ভ করার কোনো বাধা থাকে না
ii. সর্বনিম্ন সদস্যসংখ্যা ৭ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা কোম্পানির শেয়ার দ্বারা সীমাবদ্ধ
iii. শেয়ার ও ডিবেঞ্চার ক্রয়ের জন্য জনসাধারণের উদ্দেশ্যে প্রসপেক্টাস প্রচার করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
৩৯৭. মি. ফজলুল ব্যবসায় পরিচালনায় স্থায়ীভাবে অক্ষম হওয়ার কারণে পোল্ট্রি ফার্মটি কোন ধরনের বিলোপ হয়?
ক) বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে
খ) বাধ্যতামূলকভাবে
গ) আদালতের আদেশ অনুসারে
ঘ) স্বেচ্ছায় বিলোপ সাধন
৩৯৮. নামমাত্র অংশীদারের ক্ষেত্রে কোন উক্তিটি প্রযোজ্য?
ক) মূলধন বিনিয়োগ করে
খ) ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে
গ) অর্থের বিনিময়ে নামের সুনাম ব্যবহারে অনুমিত দেয়
ঘ) নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয়
৩৯৯. মি. সাকিব ও তার পাঁচ বন্ধু সমঝোতার ভিত্তিতে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করে। এখন তারা ব্যবসায়টি কোম্পানিতে রূপান্তরিত করতে চায়। তবে শেয়ারের মালিকানা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে তাদের গঠিত নতুন সংগঠন কাঠামোটি কী হিসেবে বিবেচিত হবে?
ক) প্রাইভেত লি. কোম্পানি
খ) সংবিধিবদ্ধ কোম্পানি
গ) পাবলিক লি. কোম্পানি
ঘ) সমবায় প্রতিষ্ঠান
৪০০. মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কিসের প্রয়োজন হবে?
ক) দক্ষতার
খ) অভিজ্ঞতার
গ) সুনামের
ঘ) অংশীদারের সম্মতির
৪০১. জনাব রুপন অগ্রণী হসপিটাল লি. –এর ১০,০০০ টাকার শেয়ার ক্রয় করেছেন। জনাব রুপন উক্ত কোম্পানির কাছে কত টাকার দায়বদ্ধ থাকবে?
ক) ৫,০০০ টাকা
খ) ১০,০০০ টাকা
গ) ১৫,০০০ টাকা
ঘ) ২০,০০০ টাকা
৪০২. প্রাচীনতম ব্যবসায় হিসেবে একমালিকানা ব্যবসায় স্বীকৃত-
i. অনুন্নত দেশে
ii. উন্নত দেশে
iii. উন্নয়নশীল দেশে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) i
ঘ) i, ii ও iii
৪০৩. নিচের কোনটি পাবলিক লিমিটেড কোমপানির কার্যারম্ভের জন্য আবশ্যক?
ক) স্মারকলিপি
খ) পরিমেল নিয়মাবলি
গ) মূলধন
ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র
৪০৪. চুক্তির বিলুপ্তির ফলে অংশীদারি ব্যবসায়ে কোন ধরনের বিলোপসাধন হবে?
ক) ঐচ্ছিক
খ) বাধ্যতামূলক
গ) বিজ্ঞপ্তির
ঘ) আদালতের মাধ্যমে
৪০৫. কোনটি অংশীদারি ব্যবসায় নিবন্ধনের আবেদনপত্রে উল্লেখ করতে হয়?
ক) মূলধনের পরিমাণ
খ) নতুন অংশীদার গ্রহণ
গ) ব্যবসায়ের উদ্দেশ্য
ঘ) বিলোপসাধন পদ্ধতি
৪০৬. কোন ব্যবসায়ের সাফল্য ও ব্যর্থতার জন্য জাতীয় সংসদে জবাবদিহি করতে হয়?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) যৌথমূলধনী
ঘ) রাষ্ট্রীয় ব্যবসায়
৪০৭. দেশরক্ষা ও নিরাপত্তার জন্য কোন ধরণের ব্যবসায় স্থাপন করা হয়?
ক) য়ৌথমালিকানার ভিত্তিতে
খ) বেসরকারিভাবে
গ) রাষ্ট্রীয়ভাবে
ঘ) বিদেশি মালিকানার ভিত্তিতে
৪০৮. অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে কোনটি উল্লেখ করতে হয়?
i. অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা
ii. অংশীদার হিসেবে ব্যবসায়ে যোগদানের তারিখ
iii. অংশীদারদের মূলধনের বিবরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪০৯. পৌরসভা এলাকার উদ্যোক্তাকে কী সংগ্রহ করতে হয়?
ক) ট্রেড লাইসেন্স
খ) প্রত্যয়পত্র
গ) প্রশংসাপত্র
ঘ) নাগরিক সনদ
৪১০. চুক্তিপত্র সকল অংশীদার কর্তৃক- হতে হয়।
ক) গৃহীত
খ) অনুমোদিত
গ) গ্রহণযোগ্য
ঘ) স্বাক্ষরিত
৪১১. মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা কোন ব্যবসায়ের?
ক) একমালিকানা ব্যবসায়ের
খ) অংশীদারি ব্যবসায়ের
গ) যৌথ মূলধনী ব্যবসায়ের
ঘ) পাইকারি ব্যবসায়ের
৪১২. কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় লিপিবদ্ধ থাকে কোন দলিলে?
ক) স্মারকলিপি
খ) গঠনতন্ত্র
গ) পরিমেল নিয়মাবলি
ঘ) নিবন্ধনপত্রে
৪১৩. সমবায় বিধিমালা ২০০৪ অনুযায়ী পেশাভিত্তিক সমবায় সমিতি কত ধরণের?
ক) ১৫ ধরনের
খ) ২০ ধরনের
গ) ৩০ ধরনের
ঘ) ২৫ ধরনের
৪১৪. রবিউল একজন রাজমিস্ত্রি। তিনি কোন সমবায় সমিতির সদস্য হবেন?
ক) কৃষক সমবায়
খ) শ্রমজীবি সমবায়
গ) তাঁতি সমবায়
ঘ) হকার্স সমবায়
৪১৫. অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটার কারণ-
i. মূলধনের যোগান
ii. ব্যক্তিগত সামর্থের সীমাবদ্ধতার অবসান
iii. বৃহদায়তন ব্যবসায়ের সুযোগ-সুবিধা ভোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪১৬. প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালকের সংখ্যা ন্যুনতম কতজন?
ক) ২ জন
খ) ৩ জন
গ) ৪ জন
ঘ) ৫ জন
৪১৭. অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন করার সময় যে আবেদনপত্র দাখিল করতে হয় উক্ত পত্রটিতে-
i. অংশীদারদের মনোনীত যেকোনো একজন কর্তৃক স্বাক্ষর করতে হয়
ii. সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়
iii. যথাযথভাবে পূরণপূর্বক তারিখ ও স্বাক্ষর প্রদান করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) iii
ঘ) i ও ii
৪১৮. তথ্য মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় ব্যবসায়গুলো হলো-
i. বাংলাদেশ বেতার
ii. বাংলাদেশ টেলিভিশন
iii. বাংলাদেশ বিমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪১৯. জয় একটি ডেভেলপমেন্ট প্রকল্পের অংশীদার। সে মূলধন বিনিয়োগ করে লাভ-ক্ষতি গ্রহণ করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। জয়কে কোন প্রকৃতির অংশীদার বলা যায়?
ক) সাধারণ অংশীদার
খ) কর্মী অংশীদার
গ) নিস্ক্রিয় অংশীদার
ঘ) নামমাত্র অংশীদার
৪২০. প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কী সংগ্রহ করতে হয়?
ক) প্রত্যয়নপত্র
খ) অনুমতিপত্র
গ) আবেদনপত্র
ঘ) ট্রেড লাইসেন্স
৪২১. অংশীদারি ব্যবসায়ে কোন ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই?
ক) সদস্য সংখ্যা
খ) পরিচালনা
গ) চুক্তি
ঘ) নিবন্ধন
৪২২. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
৪২৩. অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কী অনুযায়ী বন্টিত হয়?
ক) চুক্তি
খ) স্বারকলিপি
গ) ট্রেড লাইসেন্স
ঘ) নিবন্ধন
৪২৪. সমবায় সমিতির কোন সদস্য এর শেয়ার মূলধনের কত অংশের অধিক মূল্যের শেয়ার ক্রয় করতে পারবে না?
ক) ১/৪ অংশ
খ) ১/৩ অংশ
গ) ১/২ অংশ
ঘ) ১/৫ অংশ
৪২৫. অংশীদারি ব্যবসায়ের জন্য কোনটি অপরিহার্য?
ক) স্থায়িত্ব
খ) চুক্তিপত্র
গ) অস্তিত্ব
ঘ) আইনগত সত্তা
৪২৬. চুক্তিপত্র বলা হয় কোনটিকে?
ক) লিথিত চুক্তিকে
খ) অলিখিত চুক্তিকে
গ) মৌখিক চুক্তিকে
ঘ) অনিবন্ধিত চুক্তিকে
৪২৭. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন হলো-
i. অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন
ii. অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন
iii. অংশীদারদের স্থাবর সম্পত্তি নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪২৮. একটি টেক্সটাইল মিলের অংশীদার প্রিয়তা। সড়ক দুর্ঘটনায় প্রিয়তা পঙ্গু হয়ে যায় ফলে চিরতরে প্রতিষ্ঠানে কর্তব্য পালনে অসমর্থ হয়। প্রতিষ্ঠানটির বিলোপসাধন হবে কীভাবে?
ক) বাধ্যতামূলক বিলোপসাধন
খ) বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন
গ) আদলতের মাধ্যমে বিলোপসাধন
ঘ) সকল অংশীদারের সম্মতিক্রমে
৪২৯. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
i. মালিকই পুঁজি সরবরাহ করেন এবং ঝুঁকি বহন করেন
ii. মালিক বা স্বত্বাধিকারী একের অধিক হতে পারে না
iii. মালিক নিজেই ব্যবসায়ের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে থাকেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৩০. যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
i. পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ব্যবসায় পরিচালিত হয়
ii. কোম্পানি ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করা হয়
iii. আইনের দ্বারা সৃষ্ট বলে এ ব্যবসায়টি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৩১. সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয়-
i. উত্তর আমেরিকা
ii. পশ্চিম ইউরোপ
iii. জাপান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৩২. পেশাদারী ব্যবসায়ের ক্ষেত্রে কোন ব্যবসায় সংগঠন উপযুক্ত?
ক) অংশীদারি
খ) সমবায়
গ) কোম্পানি
ঘ) একমালিকানা
৪৩৩. একমালিকানা ব্যবসায় গঠন করতে নিচের কোনটি সর্বাগ্রে প্রয়োজন?
ক) স্বল্প মূলধন
খ) ট্রেড লাইসেন্স
গ) ব্যক্তিগত উদ্যোগ
ঘ) দোকানঘর ভাড়া করা
৪৩৪. যৌখমূলধনী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিলপত্র-
i. স্মারকলিপি
ii. চুক্তিপত্র
iii. পরিমেল নিয়মাবলি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
৪৩৫. চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কীভাবে বন্টিত হবে?
ক) অসমহারে
খ) সমহারে
গ) মূলধন অনুপাতে
ঘ) অবন্টিত থাকবে
৪৩৬. ‘সকল অংশীদারের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপসাধনই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন’ এটি ১৯৩২ সালের অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ৬৮ ধারায়
খ) ৩৯ ধারায়
গ) ৩৮ ধারায়
ঘ) ৭৮ ধারায়
৪৩৭. ২০০১ সালের সমবায় আইনে কত ধরণের সমবায় সমিতির কথা উল্লেখ আছে?
ক) ৩ ধরণের
খ) ৫ ধরণের
গ) ৭ ধরণের
ঘ) ৪ ধরণের
৪৩৮. মালিকানার ভিতিতে ব্যবসায় কত প্রকার?
ক) ৩ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৬ প্রকার
৪৩৯. ফেরিওয়ালা ও ভ্রাম্যমান দোকান কোন ব্যবসায়ের অন্তর্ভুক্ত হওয়া বাঞ্ছনীয়?
ক) একমালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) যৌথ মূলধ নী ব্যবসায়
ঘ) সমবায় সমিতি
৪৪০. একমালিকানা ব্যবসায় গঠন করা যায়-
i. গ্রামে-গঞ্জে
ii. হাটে-বাজারে
iii. রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৪১. ড. আক্তার হামিদের নেতৃত্বে পানি উন্নয়ন একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯১৮ সালে
খ) ১৯৫৯ সালে
গ) ১৯৬৯ সালে
ঘ) ১৯৬৮ সালে
৪৪২. কতজন তাঁতি মিলে সমবায় সমিতি গঠন করেন?
ক) ৩৫ জন
খ) ২৮ জন
গ) ২৫ জন
ঘ) ২০ জন
৪৪৩. সর্বপ্রথম কোম্পানী আইন পাস হয় কত সালে?
ক) ১৮৩৪ সালে
খ) ১৮৪৪ সালে
গ) ১৯৩৪ সালে
ঘ) ১৯৫৪ সালে
৪৪৪. কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীদের বলে-
ক) প্রবর্তক
খ) পরিচালক
গ) মালিক
ঘ) ব্যবস্থাপক
৪৪৫. একটি অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য প্রয়োজন-
i. অংশীদারি প্রতিষ্ঠানের নাম
ii. ব্যবসায়ের উদ্দেশ্য
iii. মূলধনের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৪৬. আক তার হামিদ খান ক র্তৃক প্রতিষ্ঠিত বার্ড (BARD) কোন আন্দোলনকে জনপ্রিয়তা দান করে?
ক) স্বাধীনতা
খ) দাসত্ব
গ) সমবায়
ঘ) পুজিঁবাদ
৪৪৭. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি?
ক) অংশীদারি
খ) একমালিকানা
গ) সমবায়
ঘ) যৌথ মূলধনী
৪৪৮. ‘বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন’ সম্পর্কে অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
ক) ৩৯ ধারায়
খ) ৪০ ধারায়
গ) ৪১ ধারায়
ঘ) ৪২ ধারায়
৪৪৯. সমবায় সমিতির ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. সমবায় সমিতি একটি স্বেচ্ছাপ্রণোদিত প্রতিষ্ঠান
ii. সমবায় সমিতির নিবন্ধন বাধ্যতামূলক নয়
iii. সমবায় সমিতি পৃথক ও স্বাধীন সত্তার অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৫০. কোম্পানি গঠন করতে যে দলিল প্রস্তুত করতে হবে-
i. স্মারকলিপি
ii. পরিমেল নিয়মাবলি
iii. কাবিননামা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
৪৫১. রাষ্ট্রীয় ব্যবসায় যে ধরনের সত্তার অধিকারী-
i. কৃত্রিম
ii. স্বতন্ত্র
iii. ব্যক্তিসত্তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৫২. বাংলাদেশের কত ভাগ মানুষ গ্রামভিত্তিক পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করছে?
ক) ৯০ ভাগ
খ) ৮০ ভাগ
গ) ৭৫ ভাগ
ঘ) ৮৫ ভাগ
৪৫৩. পৌর এলাকার বাইরে ব্যবসায় করলে কার নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়?
ক) জেলা প্রশাসকের নিকট থেকে
খ) থানা নির্বাহী অফিসারের নিকট থেকে
গ) পৌর কমিশনারের নিকট থেকে
ঘ) সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের নিকট থেকে
৪৫৪. বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন কত সালে প্রতিষ্ঠা করা হয়?
ক) ১৯০৪ সালে
খ) ১৯১৮ সালে
গ) ১৯১৭ সালে
ঘ) ১৯২৮ সালে
৪৫৫. নিবন্ধনপত্র কী?
ক) কোম্পানির শেয়ার মালিকদের মধ্যে সম্পাদিত চুক্তি
খ) শেয়ার মালিক ও নিবন্ধকের মধ্যে সম্পাদিত চুক্তি
গ) শেয়ার মালিকানার প্রমাণপত্র
ঘ) কোম্পানি গঠনের অনুমতিপত্র
৪৫৬. কোন ধরণের ব্যবসায়ের ক্ষেত্রে শেয়ার মালিকানা হস্তান্তরযোগ্য এবং সদস্যদের দায় সীমাবদ্ধ?
ক) সমবায় সমিতি
খ) প্রাইভেট লি. কোম্পানি
গ) পাবলিক লি. কোম্পানি
ঘ) কোনোটিই নয়
৪৫৭. সমবায়ের অর্থ কী?
ক) একতাই বল
খ) সততা
গ) বিশ্বাস
ঘ) সম্মিলিত উদ্যোগ
৪৫৮. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কয় প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৪৫৯. কোন ব্যবসায় নিজের নামে চুক্তিবদ্ধ হতে বা অন্যের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে?
ক) একমালিকানা ব্যবসায়
খ) কারবারি জোট
গ) অংশীদারি ব্যবসায়
ঘ) যৌথমূলধনী ব্যবসায়
৪৬০. কোম্পানির সকল কাজে ও কাগজপত্রে কোনটি ব্যবহার বাধ্যতামূলক?
ক) সিল
খ) নাম-ঠিকানা
গ) স্বাক্ষর
ঘ) অনুলিপি
৪৬১. নিবন্ধিত হলেও কোন ব্যবসায়ে কোনো আইনগত সত্তার সৃষ্টি হয় না?
ক) অংশীদারি ব্যবসায়
খ) প্রাইভেট লি. কোম্পানি
গ) পাবলিক লি. কোম্পানি
ঘ) রাষ্ট্রীয় কারবার
৪৬২. সংঘ স্মারক বা স্মারকলিপি বলতে বোঝায়-
ক) কোম্পানির গঠনতন্ত্র
খ) কোম্পানির বিবরণপত্র
গ) কোম্পানির কার্যারম্ভের ছাড়পত্র
ঘ) কোম্পানির পরিচালনা বিধি
৪৬৩. প্রতিষ্ঠানের অংশীদারগণ একে অন্যের বিরুদ্ধে চুক্তির শর্ত মেনে চলার জন্য মামলা করতে পারে না কোন ব্যবসায়ে?
ক) নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ে
খ) অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ে
গ) সীমিত অংশীদারি ব্যবসায়ে
ঘ) সাধারণ অংশীদারি ব্যবসায়ে
৪৬৪. কোন কোম্পানি পরিচালনার জন্য কমপক্ষে ২ জন পরিচালক থাকতে হবে?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) প্রাইভেট লিমিটেড
ঘ) পাবলিক লিমিটেড
৪৬৫. ক্ষুদ্র ও কুটির শিল্পের উদাহরণ হলো-
i. বাঁশ ও বেত শিল্প
ii. মৃৎ শিল্প
iii. হস্ত শিল্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৬৬. অংশীদারি সংগঠনের চুক্তি কখন আইনগত দলিলে পরিণত হয়?
ক) চুক্তিটি লিখিত হলে
খ) চুক্তিটি মৌখিক হলে
গ) সংগঠনটি নিবন্ধিত হলে
ঘ) নিবন্ধনের জন্য নির্ধারিত ফি প্রদান করলে
৪৬৭. অংশীদারি ব্যবসায়ের দায় কীরূপ?
ক) অসীম
খ) সসীম
গ) সীমিত
ঘ) পরিমিত
৪৬৮. উন্নত প্রযুক্তিসমৃদ্ধ শিল্পকারখানা গড়ে তুলতে কোন সংগঠন বেশি উপযুক্ত?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) যৌথমূলধনী
ঘ) সমবায়
৪৬৯. সমবায় সদস্যদের কয়টি ভোটাধিকার থাকে?
ক) ৫টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ১টি
৪৭০. অংশীদারি ব্যবসায় নিবন্ধনের ফলে-
i. আইনসম্মত দলিলরূপে স্বীকৃতি পায়
ii. বাস্তব অস্তিত্ব লাভ করে
iii. ঝুঁকি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৭১. অংশীদারি ব্যবসায়ে চুক্তিপত্রে লিপিবদ্ধ থাকবে কোন বিষয়টি?
ক) লাইসেন্স সংগ্রহ পদ্ধতি
খ) আইনগত বাধ্যবাধকতা
গ) ব্যবসায়ের স্থায়ীত্ব
ঘ) সুনাম
৪৭২. কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায় অপেক্ষা অধিক সুবিধা ভোগ করে?
ক) দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
খ) মূলধনের ক্ষেত্রে
গ) দায়ের দিক থেকে
ঘ) কোনোটিই নয়
৪৭৩. একমালিকানা ব্যবসায়ের মালিক নিজেই বহন করেন-
i. সকল প্রকার ঝুঁকি
ii. দায়-দায়িত্ব
iii. লাভ-লোকসান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৭৪. পাবলিক লিমিটেড কোম্পানির প্রসপেক্টাস জনসাধারণকে অবহিত করার কারণ কী?
ক) জনগণকে কোম্পানি সম্পর্কে অবহিত করা
খ) শেয়ার ও ডিবেঞ্চার বিক্রয় করা
গ) দেশে বিনিয়োগ বাড়ানো
ঘ) দেশে সঞ্চয়ের পরিমাণ বাড়ানো
৪৭৫. প্রাথমিক সমবায় সমিতির সদস্যসংখ্যা ন্যুনতম কতজন হতে হবে?
ক) ১০ জন
খ) ১৫ জন
গ) ২০ জন
ঘ) ৩০ জন
৪৭৬. রচডেল সমবায় সমিতির প্রাথমিক মূলধন কত ছিল?
ক) ২৮৫ ডলার
খ) ২৮ পাউন্ড
গ) ২৮ দেরহাম
ঘ) ৩৮ রূপি
৪৭৭. আকার ও বৈশিষ্টের ভিত্তিতে বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠন সৃষ্টি হওয়ার কারণ হল-
i. ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা
ii. ক্রয়-বিক্রয় ও উৎপাদনের সুবিধা
iii. ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৭৮. সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে কী বলে?
ক) একমলিকানা ব্যবসায়
খ) রাস্ট্রীয় ব্যবসায়
গ) বিশেষায়িত ব্যবসায়
ঘ) যৌথমূলধনী ব্যবসায়
৪৭৯. বাংলাদেশ বস্ত্রকল সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক) জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়
খ) শিল্প মন্ত্রণালয়
গ) যোগাযোগ মন্ত্রণালয়
ঘ) অর্থ মন্ত্রণালয়
৪৮০. সমবায় সমিতির বৈশিষ্ট্য হল-
i. গণতান্ত্রিক পরিচালনা
ii. ন্যায়সংগতভাবে ঝুঁকি ও সযোগ-সুবিধা ভোগ
iii. পারস্পরিক কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৮১. উপবিধিতে উল্লেখ থাকে-
i. সমিতির নাম
ii. মূলধনের পূর্ণ বিবরণ
iii. উদ্যোক্তাদের নাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৮২. কম ঝুঁকিসম্পন্ন ব্যবসায়ের জন্য কোন ব্যবসায় সংগঠন উত্তম?
ক) একমালিকানা
খ) অংশীদারি
গ) যৌথমূলধনী
ঘ) সমবায়
No comments:
Post a Comment