অধ্যায়-৮: আমাদের সম্পদ
১. ধাতব খনিজ পদার্থ কোনটি?
ক) মাইকা
খ) কোর্য়াটাজ
গ) রূপা
ঘ) কয়লা
২. খনিজ পদার্থসমূহ কোন ধরনের হয়?
ক) পাউডারের মত
খ) খুবই মিহি
গ) দানাদার
ঘ) তরল
৩. কয়লার মূল উপাদান কোনটি?
ক) হাইড্রোজেন
খ) কার্বন
গ) সালফার
ঘ) অক্সিজেন
৪. পেট্রোলিয়ামের ব্যবহারগুলো হলো-
i. কীটনাশক তৈরিতে
ii. মোম তৈরিতে
iii. সার তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫. প্রাকৃতিক গ্যাসের-
i. ১% ব্যবহৃত হয় বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. ১১% ব্যবহৃত হয় জ্বালানিতে
iii. ৫১% প্রয়োজন বিদ্যুৎ উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬. গাছের শিকড়ের সাহায্য মাটি থেকে খনিজ পদার্থ গ্রহণের জন্য নিচের কোনটি মাধ্যম হিসাবে কাজ করে?
ক) মাটি
খ) পানি
গ) বায়ু
ঘ) সূর্যালোক
৭. কয়লা পরিশোধিত সময় আলাদা করা হয়-
i. শিলাকণা
ii. ছাই
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮. ল্যাটিন কোন শব্দ থেকে Bank শব্দটির উৎপত্তি হয় নি?
ক) Banco
খ) Banque
গ) Bankus
ঘ) Bangk
৯. প্রাকৃতিক গ্যাসে কোন গ্যাসটি থাকে না?
ক) হাইড্রোজেন
খ) কার্বন ডাই অক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন মনোক্সাইড
১০. মাটিতে থাকা অক্সিজেন যে কাজে লাগে-
i. উপকরী অণুজীবের জন্ম ও বেড়ে উঠতে সহায়তা করে
ii. অদ্রবণীয় খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় খনিজ পদার্থে পরিণত করে
iii. প্রাণীর শ্বাসপ্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১. নিরপেক্ষ মাটির pH কত?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮
১২. ম্যাগনেটাইট কী তৈরিতে ব্যবহৃত হয়?
ক) স্বর্ণ
খ) তামা
গ) লোহা
ঘ) কাঁসা
১৩. কোন স্তর খনিজ পদার্থে ভরা থাকে?
ক) সাবসয়েল
খ) টপসয়েল
গ) সারফেস সয়েল
ঘ) হরাইজোন
১৪. প্রোটিন ও অ্যামাইনো এসিড কিসের দ্বারা ভাঙে?
ক) ছত্রাক
খ) ব্যাকটেরিয়া
গ) ভাইরাস
ঘ) শৈবাল
১৫. কোন মাটিতে পানি আটকে থাকে না?
ক) বালি মাটি
খ) পলি মাটি
গ) এঁটেল মাটি
ঘ) কাঁদা মাটি
১৬. মাটিতে গ্যাস থাকে-
i. সাইট্রোজেন
ii. অক্সিজেন
iii. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭. অ্যামাইনো এসিড ভেঙে উৎপন্ন হয়-
i. হাইড্রোজেন সালফাইড গ্যাস
ii. সালফার ট্রাই অক্সাইড গ্যাস
iii. ফসফরাস অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮. লিগনাইট কয়লার শতকরা কতভাগ কার্বন থাকে?
ক) ৪০ ভাগ
খ) ৫০ ভাগ
গ) ৬০ ভাগ
ঘ) ৭০ ভাগ
১৯. বালু মাটির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো-
i. পানি ধারণ ক্ষমতা বেশি
ii. মাটির কণার আকার বড়
iii. এ মাটি অতি ক্ষুদ্র শিলা ও খনিজ পদার্থ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০. খরস্রোতা নদীর পাড়ে দিতে হয়-
i. বালুর বস্তা
ii. গাছের গুঁড়ি
iii. কংক্রিটের ব্লক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১. দোআঁশ মাটির উপাদান-
i. বালু
ii. পলি
iii. কাঁদা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২. সাধারণত মাটিকে চার ভাগে ভাগ করা যায়-
i. গঠন অনুযায়ী
ii. বর্ণ অনুযায়ী
iii. পানি ধারণক্ষমতা অনুযায়ী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩. প্রাকৃতিক গ্যাস তৈরি হয়-
i. উল্কাপাতের ফলে
ii. মৃত গাছপালা হতে
iii. মৃত প্রাণীদের হতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪. পিক কী?
ক) স্পঞ্জের মত ছিদ্রযুক্ত জৈব পদার্থ
খ) পানিযুক্ত অজৈব পদার্থ
গ) পরিশোধিত খনিজ পদার্থ
ঘ) আংশিক পাতন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
২৫. কোন গ্যাসটি মাটিতে থাকে?
ক) ক্লোরিন গ্যাস
খ) ফ্লোরিন গ্যাস
গ) হাইড্রোজেন গ্যাস
ঘ) কার্বন ডাইঅক্সাইড গ্যাস
২৬. প্রাকৃতিক গ্যাসের অন্যতম ব্যবহার হয় কোন খাতে?
ক) রান্নার কাজে
খ) বিদ্যুৎ উৎপাদনের জন্য
গ) ইউরিয়া সার তৈরিতে
ঘ) শিল্প কারখানায়
২৭. বিটুমিনাস কত বছরের পুরানো?
ক) ১৫০ মিলিয়ন বছর
খ) ২০০ মিলিয়ন বছর
গ) ৩০০ মিলিয়ন বছর
ঘ) ৩৫০ মিলিয়ন বছর
২৮. পিটিমাটি ফসল উৎপাদনের জন্য তেমন উপযোগী নয় কারণ-
i. জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে
ii. ডোবা ও আর্দ্র এলাকায় এ মাটি পাওয়া যায়
iii. মাটিতে পুষ্টি উপাদান অনেক কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯. রাসায়নিক সারের তুলনায় জৈব সার উত্তম বিবেচিত হওয়ার কারণ-
i. এর হিউমাস পানি শোষণ করতে পারে
ii. এতে উপকারী পোকামাকড়ের ক্ষতি হয় না
iii. এতে একই ফসল বারবার চাষ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০. পিটি মাটির বৈশিষ্ট্য-
i. জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে
ii. পানি ধারণক্ষমতা সবচেয়ে বেশি
iii. খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১. মাটি দূষণের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। মাটির ক্ষতিকর পদার্থ এক্ষেত্রে প্রাণিজগতে বিদ্যমান কোন প্রক্রিয়াটিকে বিঘ্নিত করে?
ক) প্রস্বেদন প্রক্রিয়া
খ) শ্বসন প্রক্রিয়া
গ) সালোকসংশেষণ
ঘ) খাদ্যশৃঙ্খল
৩২. কার্বন ছাড়াও কয়লাতে থাকতে পারে-
i. অক্সিজেন
ii. সোডিয়াম
iii. সালফার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩. মাটি এসিডিক হলে কোন খনিজ পদার্থটি ব্যবহার করলে প্রশমন হয়?
ক) ম্যাগনেটাইট
খ) কোয়াটজ
গ) জিপসাম
ঘ) চুনাপাথর
৩৪. মাশরুম নিচের কোন তেজস্ক্রিয় পদার্থটি সঞ্চয় করে?
ক) সিজিয়াম
খ) ইউরেনিয়াম
গ) রেডিয়াম
ঘ) থোরিয়াম
৩৫. গহনা তৈরিতে ব্যবহৃত মৌল-
i. Ag
ii. Au
iii. Hg
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৬. শিল্পকারখানার বর্জ্যে থাকা প্রোটিন বা অ্যামিনো এসিড যে সকল গ্যাস তৈরি করে সেগুলো হলো-
i. হাইড্রোজেন সালফাইড
ii. সালফার ডাই অক্সাইড
iii. কার্বন ডাইক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৭. মাটি কী থেকে তৈরি হয়?
ক) পাথর
খ) বালু
গ) শিলা
ঘ) মানুষ ও জীবজন্তুর মৃতুদেহ পঁচে
৩৮. গ্যাসকূপে গ্যাসের সাথে কী থাকে?
ক) স্বর্ণ
খ) তেল
গ) লোহা
ঘ) তামা
৩৯. ফসল চাষের জন্য কোন ধরনের মাটি অধিক উপযোগী?
ক) পলি মাটি
খ) দোআঁশ মাটি
গ) কাদা মাটি
ঘ) বেলে মাটি
৪০. পেট্রোলিয়াম-
i. খনি হতে উত্তোলন করা হয়
ii. আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথক করা হয়
iii. কয়লার সাতে খনিতে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪১. মাটিতে জৈব খনিজ পদার্থের পরিমাণ কত?
ক) ৫%
খ) ২৫%
গ) ৩৫%
ঘ) ৪৫%
৪২. নিচের কোনটি স্তরটি সাধারণত বালুময় হয়?
ক) টপ সয়েল
খ) সাব সয়েল
গ) প্যারেন্টামেটেরিয়াল
ঘ) বেড রক
৪৩. ম্যাগনেটাইট খনিজ পদার্থ থেকে প্রাপ্ত মৌল-
i. এর আকরিক হেমাটাইট
ii. গহনা ও ধাতব মুদ্রা তৈরীতে ব্যবহৃত হয়
iii. ধাতব খনিজ পদার্থের মধ্যে অন্যতম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৪. মাটির pH এর সাথে সম্পর্কযুক্ত কোনটি?
ক) মাটির আর্দ্রতা
খ) মাটির ভাঙন
গ) ফসলের উৎপাদনশীলতা
ঘ) তেল-ধারণ ক্ষমতা
৪৫. মাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানদন্ড হলো pH । এই মানদন্ডটি প্রযোজ্য-
i. কৃষিক্ষেত্রে
ii. মৃৎশিল্পে
iii. ইটের ভাটায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৬. দেশের বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় কী দ্বারা?
ক) তেল দ্বারা
খ) পারমাণবিক চুল্লি থেকে
গ) ডিজেল থেকে
ঘ) প্রাকৃতিক গ্যাস
৪৭. জ্বালানি হিসাবে রান্নার কাজে, গাড়ি ও শিল্পকারখানায় ব্যবহৃত হয়-
i. গ্যাস
ii. মাইকা
iii. পেট্রোল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৮. বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে। এই খনিজ সম্পদের প্রাচুর্য অন্য কোন খনিজ সম্পদের প্রাপ্যতার সম্ভাবনা সৃষ্টি করে?
ক) কাচবালি
খ) চিনামাটি
গ) খনিজ তেল
ঘ) খনিজ কয়লা
৪৯. বেশির ভাগ খনিজ পদার্থ কোন অবস্থায় পাওয়া যায়?
ক) কঠিন
খ) তরল
গ) বায়ুবীয়
ঘ) উদ্বায়ী
৫০. মাটিতে বিদ্যমান যৌগসমূহ কী ধরনের?
ক) জৈব
খ) অজৈব
গ) রাসায়নিক
ঘ) কৃত্রিম
৫১. কতটি খনিজ পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়?
ক) ২৫০০টি
খ) ১০৯টি
গ) ১৮০০টি
ঘ) ১১৯টি
৫২. মাটির জন্য গুরুত্বপূর্ণ মানদন্ড কোনটি?
ক) pka
খ) ঘনত্ব
গ) আর্দ্রতা
ঘ) pH
৫৩. পাহাড় ধ্বংসের মূল কারণ কোনটি?
ক) অধিক গাছ লাগানো
খ) রাস্তা তৈরি করা
গ) পাহাড় কাটা
ঘ) সবগুলোই
৫৪. শিকড় ছাড়া গাছে অন্য কোন অঙ্গ দ্বারা মাটি থেকে পানি গ্রহণ করে?
ক) ফুল
খ) গাছের ফাটল
গ) ষ্টোমাটা
ঘ) নডিউল
৫৫. বর্তমান সময়ে ব্যাংক ব্যতীত কার ব্যবহার খুবই সীমিত?
ক) মূল্যবান দ্রব্যাদির
খ) মুদ্রার
গ) বিনিয়োগের
ঘ) স্বর্ণ ও রৌপ্যের
৫৬. মাটি ক্ষয়ের হলো-
i. ঝড়ো বাতাস
ii. স্রোত
iii. কলকারখানা স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৭. মাটিতে বায়বীয় পদার্থের শতকরা পরিমাণ কত?
ক) ২০%
খ) ২৫%
গ) ৩০%
ঘ) ৩৫%
৫৮. মাটিতে জন্মানো গাছপালা থেকে অনেক মূল্যবান যে জিনিস আমরা পাই-
i. খাদ্যশস্য
ii. অক্সিজেন
iii. খনিজ পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৯. মাটির বুনট সৃষ্টি হয়-
i. খনিজ পদার্থ ও জৈব পদার্থ মিশে
ii. বিভিন্ন ধরনের খনিজ পদার্থ মিশে
iii. খনিজ পদার্থ জৈব পদার্থ পানি ও বায়ু মিশে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬০. প্রাকৃতিক গ্যাস থেকে ঘনীভূত করার মাধ্যমে নিচের কোন দুটি আলাদা করা হয়?
ক) মিথেন ও বিউটেন
খ) প্রপেন ও বিউটেন
গ) মিথেণ ও প্রপেন
ঘ) বেনজিন ও বিউটেন
৬১. কয়লা জ্বালানি হিসেবে বহুল ব্যবহৃত হয় কেন?
ক) সহজলভ্যতার কারণে
খ) প্রচুর তাপের কারণে
গ) অত্যন্ত দাহ্য বলে
ঘ) অত্যন্ত হালকা বলে
৬২. শতকরা কতভাগ গ্যাস অপচয় হয়?
ক) ২ ভাগ
খ) ৫ ভাগ
গ) ৭ ভাগ
ঘ) ৯ ভাগ
৬৩. সবচেয়ে শক্ত খনিজ পদার্থ কোনটি?
ক) গ্রাফাইট
খ) ডায়মন্ড
গ) সিলভার
ঘ) কোয়ার্টজ
৬৪. নিচের কোনটিতে পেট্রোলিয়ামের ব্যবহার হয় না?
ক) সার উৎপাদনে
খ) ইঞ্জিনে জ্বালানি হিসেবে
গ) কীটনাশক তৈরিতে
ঘ) কাবাব তৈরিতে
৬৫. খনি থেকে প্রাপ্ত তেলে-
i. হাইড্রোকার্বন ও সালফারের মিশ্রণ থাকে
ii. সরাসরি ব্যবহারের উপযোগিতা রয়েছে
iii. আংশিক পাতন করতে ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৬. আংশিক পাতন প্রক্রিয়ায় পরিশোধিত জীবাশ্ম জ্বালানি-
i. পেট্রোলিয়াম
ii. আলকাতরা, লুব্রিকেন্ট, গ্রিজ তৈরীতে ব্যবহৃত হয়
iii. এর অন্তর্ভুক্ত গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৭. মাটিতে অজৈব খনিজ পদার্থের পরিমাণ কত?
ক) ৫%
খ) ২৫%
গ) ৩৫%
ঘ) ৪৫%
৬৮. খনিজ পদার্থের একটি থেকে আরেকটিকে পৃথক করতে সহজেই কোন বৈশিষ্ট্যের আশ্রয় নেওয়া যায়?
ক) খনিজের ভঙ্গুরতা
খ) খনিজের দ্রাব্যতা
গ) খনিজের তাপমাত্রা
ঘ) খনিজের বর্ণ
৬৯. কোন মাটিতে অনেক পাথর থাকে এবং ক্ষারীয় হয়?
ক) বেলে মাটি
খ) পিটি মাটি
গ) খড়ি মাটি
ঘ) দোআঁশ মাটি
৭০. বেশির ভাগ খনি সাধারণ কোন এলাকায় থাকে?
ক) বন এলাকায়
খ) মেরু এলাকায়
গ) মরু এলাকায়
ঘ) চুনা এলাকায়
৭১. হিউমাস-
i. মাটিতে বিদ্যমান জৈব পদার্থ
ii. দেখতে কালচে রঙের হয়
iii. Fc, K, Co ইত্যাদি দিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭২. বনের গাছ কেটে ফেলার আগে কোন ব্যবস্থাটি গ্রহণ করতে হবে?
ক) ফুলগাছ লাগানো
খ) বাড়ি ঘর গড়ে তোলা
গ) নতুন করে গাছ লাগানো
ঘ) সবগুলোই
৭৩. কোনটি মাটি দূষণের কারণ বললে ভূল হবে?
ক) মাটির ক্ষয়
খ) প্রাণিজ বর্জ্য
গ) গাছপালার অবশিষ্ট অংশ
ঘ) বৃক্ষরোপণ
৭৪. সবচেয়ে উপরের স্তরের মাটিতে ভালো ফসল হওয়ার কারণ হলো এ মাটিতে
ক) জৈব পদার্থ থাকে
খ) খনিজ উপাদান থাকে
গ) শিলাচূর্ণ বিদ্যমান
ঘ) অণুজীব থাকে
৭৫. কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে তাকে কী বলে?
ক) Open pit Mining
খ) Underground Mining
গ) Suface Mining
ঘ) Bottom Mining
৭৬. গঠন, বর্ণ ও পানি ধারণক্ষমতার ভিত্তিতে মাটি কত প্রকার?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ৬
৭৭. ধাতব খনিজ পদার্থের মধ্যে রয়েছে-
i. লোহা
ii. সোনা
iii. মাইকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৮. মাটিতে বিদ্যমান পদার্থগুলো সহজ পৃথক করা যায় না কেন?
ক) কঠিন অবস্থায়র কারণে
খ) অধিক আর্দ্রতার কারণে
গ) খনিজ মিশ্রণের কারণে
ঘ) জটিল মিশ্রণের কারণে
৭৯. অ্যানথ্রাসাইটে কার্যকর পরিমাণ কত?
ক) ৫০%
খ) ৭০%
গ) ৮০%
ঘ) ৯৫%
৮০. জীবাশ্ম জ্বালানি-
i. কয়লা
ii. কাঠ
iii. পেট্রোল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮১. মাটির উর্বরতা নষ্ট হয়-
i. একই ফসল বারবার চাষ করলে
ii. রাসায়নিক সার বারবার ব্যবহার করলে
iii. কীটনাশক ও প্রাণিজ বর্জ্য ব্যবহার করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮২. বিভিন্ন অপদ্রব্য দূর করে প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার উপযোগী করা হয়। এক্ষেত্রে-
i. বেনজিনকে ঘনীভূত করে পৃথক করা হয়
ii. বিউটেনকে ঘনীভূত করে আলাদা করা হয়
iii. প্রাকৃতিক গ্যাসকে নিরূদকের মধ্য দিয়ে চালনা করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৩. মাটিতে বিদ্যমান অক্সিজেন গ্যাস-
i. বায়বায়ন প্রক্রিয়ায় মাটিতে আসে
ii. অণুজীব জন্ম ও বেড়ে ওঠার জন্য প্রয়োজন
iii. অদ্রবণীয় খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় পদার্থে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৪. নিচের কোন খনিজ পদার্থ মাটিতে পাওয়া যায়?
ক) পানি
খ) ম্যাগনেসিয়াম
গ) হাইড্রোজেন
ঘ) অক্সিজেন
৮৫. বালু মাটিতে থাকে না কোনটি?
ক) অতি ক্ষুদ্রশিলা
খ) খনিজ পদার্থ
গ) হিউমাস
ঘ) পানি
৮৬. বালুমাটির-
i. পানিধারণ ক্ষমতা নেই
ii. মাটির গুটি বানানো যায় না
iii. ফলন ভালো হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৭. কাদামাটিতে-
i. বিদ্যমান কণাগুলো খুব ছোট ও সরু
ii. পানি ধারণক্ষমতা সবচেয়ে বেশি
iii. খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৮. কোনটিকে জীবশ্ম জ্বালানি বললে ভুল হবে?
ক) কয়লা
খ) প্রাকৃতিক গ্যাস
গ) খনিজ তেল
ঘ) রেড়ির তেল
৮৯. সিমেন্ট তৈরিতে নিচের কোন খনিজ পদার্থটি ব্যবহৃত হয়?
ক) চুনাপাথর
খ) ম্যাগনেটাইট
গ) কোয়ার্টজ
ঘ) মাইকা
৯০. কোন মাটি পানি শোষণ করতে পারে না?
ক) পলি মাটি
খ) কাদা মাটি
গ) দোআঁশ মাটি
ঘ) বালু মাটি
৯১. তুমি কয়লার ব্যবহার দেখতে চাও। তুমি ঢাকা শহরের ভিতরে যা দেখতে পারে-
i. রেস্তোরাঁয়
ii. কল-কারখানায়
iii. বাসাবাড়িতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯২. হিউমাস গঠিত হয় নিচের যে অ্যারোমিটিক যৌগগুলোর সমন্বয়ে-
i. প্রোটিন
ii. অ্যালকোহল
iii. ম্যাাংগানিজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৩. মাটি-
i. জৈব ও অজৈব পদার্থের মিশ্রণ
ii. এতে বায়বীয় পদার্থের পরিমাণ ২৫%
iii.না থাকলে অক্সিজেন পেতাম না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৪. আমাদের জীবনধারণ মাটির উপর নির্ভরশীল-
i. গাছপালার উৎপাদনস্থল হিসেবে
ii. জ্বালানির উৎসস্থল হিসেবে
iii. পানির মজুদস্থল হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৫. মাটির উর্বরতা নষ্ট করে-
i. ব্যাকটেরিয়া ও অণুুজীব সৃষ্টি
ii. অতিরিক্ত পলি পরা
iii. প্রচুর পরিমাপে মাটি খনন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৬. উদ্ভিদ সাধারণত পানি শোষণ কোনটির সাহায্য করে?
ক) কান্ড
খ) পাতা
গ) ফল
ঘ) মূল
৯৭. কয়লা কত রকমের হতে পারে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৯৮. ঘাস কাটার সময় মাটি ঘেঁষে কাটা উচিত নয় কেন?
ক) এতে মাটি দূষিত হয়
খ) মাটির বুনট নষ্ট হয়
গ) এতে মাটির ক্ষয় হয়
ঘ) মাটির কাঠামো নষ্ট হয়
৯৯. মাটি সংরক্ষণের অন্যতম কৌশল কী?
ক) কলকারখানা স্থাপন না করা
খ) গাছ না কাটা
গ) বেশি করে গাছ লাগানো
ঘ) ময়লা আবর্জনা মাটিতে না ফেলা
১০০. কোন মাটিতে অতি ক্ষুদ্র শিলা থাকে?
ক) দোআঁশ মাটিতে
খ) কাদামাটিতে
গ) পলি মাটিতে
ঘ) বালুমাটিতে
১০১. প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। এক্ষেত্রে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
ক) গ্যাসের বর্ণ পরীক্ষা করে
খ) গ্যাসের গঠন পরীক্ষা করে
গ) গ্যাসের উষ্ণতা নির্ণয় করে
ঘ) গ্যাসের চাপ নির্ণয় করে
১০২. pH মান-
i. ৭ এর বেশি হলে মাটি ক্ষারীয় হয়
ii. ৭ এর কম হলে মাটি এসিডীয় হয়
iii. ৭ হলে তা ফসল চাষের জন্য ভালো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৩. ডোবা ও আর্দ্র এলাকার সাধারণত কোন মাটি পাওয়া যায়?
ক) খড়ি মাটি
খ) পিটি মাটি
গ) কাঁদামাটি
ঘ) পলিমাটি
১০৪. নিচের কোনটি পানিবাহিত মাটি?
ক) দোআঁশ মাটি
খ) কাদা মাটি
গ) পলি মাটি
ঘ) খড়ি মাটি
১০৫. রাসায়নিক সার ব্যবহারে কী ঘটে?
ক) মাটির পানি ধারণক্ষমতা বাড়ে
খ) উপকারী অণুজীব ধ্বংস হয়
গ) গাছ পালা নষ্ট হয়
ঘ) মাটিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়
১০৬. কয়লা উত্তোলনের পদ্ধতি কয়টি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১০৭. বাংলাদেশে শতকরা কত ভাগ প্রাকৃতিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়?
ক) ২০ ভাগ
খ) ৫১ভাগ
গ) ৩০ ভাগ
ঘ) ১১ ভাগ
১০৮. ঘাস কাটার সময় কী লক্ষ্য করা উচিত?
ক) ঘাস যাতে অনেক বড় না থাকে
খ) গোড়াসহ যাতে কাটা হয়
গ) মাটিতে যাতে ঘাস অবশিষ্ট না থাকে
ঘ) কাটার পড়ে ঘাস যাতে অনেক ছোট না হয়ে যায়
১০৯. জমিতে রাসায়নিক সারের বদলে কোন ধরনের সার ব্যবহার করা উত্তম?
ক) ইউরিয়া সার
খ) জৈব সার
গ) পটাশ সার
ঘ) ফসফেট সার
১১০. আলু চাষের জন্য মাটির pH এর মান কত?
ক) ৫-৬
খ) ৭-৮
গ) ৮-৯
ঘ) ৯-১০
১১১. অধাতু হলেও দ্যুতি আছে কোন খনিজের?
ক) হীরা
খ) গ্রাফাইট
গ) কয়লা
ঘ) গ্যাস
১১২. পলি মাটিতে-
i. বিদ্যমান কণাগুলো দানাদার, মসৃণ
ii. জৈব ও খনিজ পদার্থ থাকে
iii. পানি ধারণক্ষমতা সবচেয়ে কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৩. খনিজ পদার্থ কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১১৪. অণুজীবের জন্য ক্ষতিকর কোনটি?
ক) আয়রন
খ) ম্যাগনেসিয়াম
গ) মারকারি
ঘ) সোডিয়াম
১১৫. সামান্য বৃষ্টিপাতের জলাবদ্ধতা সৃষ্টি কোন ধরনের মাটিতে?
ক) কাদা মাটিতে
খ) পলি মাটি
গ) বেলে মাটি
ঘ) দোআঁশ মাটি
১১৬. মানুষের মলমুত্র মাটিকে দূষিত করে কেন?
ক) রোগ সৃষ্টিকারী জীবাণু থাকায়
খ) নাইট্রোজেনের উপস্থিতি থাকায়
গ) পচনশীল জৈব পদার্থ থাকায়
ঘ) অদ্রবণীয় পদার্থের উপস্থিতি থাকায়
১১৭. বালু মাটির পানি ধারণ ক্ষমতা কম। এর প্রভাবে-
i. বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হয়
ii. শিকড় পচে ফসল উৎপাদন ব্যাবহত
iii. গ্রীষ্মকালে উদ্ভিদের পানির স্বল্পতা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৮. উচ্চ তেজস্ক্রিয় ফলে-
i. রেডন উৎপন্ন হয়
ii. গাছপালা মরে যায়
iii. মানুষের রোগ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৯. পলিমাটি অত্যন্ত উর্বর। কিন্তু অতিরিক্ত পলি ( যেমন-নদী ভাঙনের ফলে সৃষ্ট পলির) প্রভাব কী?
ক) মাটির উৎপাদন স্তরকে ঢেকে দেয়
খ) মাটির স্তরবিন্যাস ধ্বংস করে দেয়
গ) মাটির রাসায়নিক সংযুক্তি নষ্ট করে
ঘ) মাটির ভৌত গুণাগুণ বিনষ্ট করে
১২০. কোন প্রকার মাটির পানি ধারন ক্ষমতা সবচেয়ে কম?
ক) বালু মাটি
খ) পলিমাটি
গ) কাঁদামাটি
ঘ) দোআঁশ মাটি
১২১. রেডন, রেডিয়াম, থোরিয়াম-
i. সবই তেজস্ক্রিয় পদার্থ
ii. প্রাণিদেহে ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে
iii. মাটির উর্বরতা শক্তি নষ্ট করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২২. গাছ পানি গ্রহণ করে নিম্নোক্ত অঙ্গের সাহায্য-
i. শিকড়
ii. স্টোমাটা
iii. বাকলের মাঝে ফাঁটল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৩. রেডিও এবং কাচ তৈরিতে অভিন্ন খনিজ পদার্থ ব্যবহৃত হয়। এক্ষেত্রে দ্রব্যগুলো কোন পদার্থ দিয়ে তৈরি করা হয়?
ক) কোয়ার্টজ
খ) ট্যালক
গ) মাইকা
ঘ) ফেলসপার
১২৪. সাম্প্রতিককালে পাহাড় ধসে কোন এলাকার অনেক প্রাণহানি হয়েছে?
ক) সিলেট
খ) রাঙামাটি
গ) খাগড়াছড়ি
ঘ) চট্রগ্রাম
১২৫. শিল্প কারখানার কতভাগ প্রাকৃতিক গ্যাসে প্রয়োজন?
ক) ২২%
খ) ১৫%
গ) ১১%
ঘ) ৫%
১২৬. ওপেন পিট মাইনিং এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে-
i. এতে নিম্নমানের কয়লা পাওয়া যাবে
ii. কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে
iii. ব্যাপক আকারে মাটি খনন করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৭. পলিমাটিতে খনিজ পদার্থ থাকে-
ক) অতি ক্ষুদ্র পরিমাণ
খ) অনেক বেশি পরিমাণ
গ) বেশি পরিমাণ
ঘ) সামান্য পরিমাণ
১২৮. আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?
ক) ৫০
খ) ৫১
গ) ৫২
ঘ) ৫৩
১২৯. বিটুমিনাস এ কার্বনের পরিমাণ কত?
ক) ৪০-৫০%
খ) ৫০-৬০%
গ) ৫০-৮০%
ঘ) ৬০-৯৫%
১৩০. পলি মাটির বৈশিষ্ট্য-
i. কণাগুলো ছোট
ii. উর্বর প্রকৃতির
iii. উদ্ভিদের পুষ্টিকর উপাদান থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩১. নিচের কোনটিকে মাটি দূষণের কারণ বললে ভুল হবে?
ক) ভারী বৃষ্টিপাত
খ) নদীর পানির স্রোত
গ) ঝড়ো বাতাস
ঘ) নদীর পাড়ের নিচে লাগানো
১৩২. কোন মাটিতে ফসল চাষের জন্য জৈব সার প্রয়োগে অত্যাবশ্যকীয়?
ক) বালিমাটি
খ) পলিমাটি
গ) দোআঁশমাটি
ঘ) কাঁদামাটি
১৩৩. মাটির pH এর মান কত হলে যব ভাল উৎপাদন হয়?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮
১৩৪. ডোবা ও আর্দ্র এলাকায় কোন ধরনের মাটি পাওয়া যায়?
ক) খড়িমাটি
খ) পিটি মাটি
গ) পলিমাটি
ঘ) বালু মাটি
১৩৫. বেশিরভাগ খনিজ পদার্থ-
i. মাটি ও শিলাতে তরল অবস্থায় পাওয়া যায়
ii. নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তিতে থাকে
iii. ধাতব ও অধাতব দুটোই হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৬. মাটিতে বিদ্যমান অজৈব খনিজ পদার্থ কোনটি?
ক) মিথেন
খ) হিউমাস
গ) পেট্রোল
ঘ) কোয়ার্টাজ
১৩৭. টপ সায়েল-
i. স্তরের মাটি বালুময়
ii. মাটির ২য় স্তর
iii. স্তরে হিউমাসের পরিমাণ বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৮. তুমি পানি দূষণের কারণগুলো সম্পর্কে জ্ঞান। এর সাথে মাটি দূষণ কীভাবে সম্পর্কযুক্ত?
ক) বেশির ভাগ ক্ষেত্রে পানি ও মাটি দূষণের কারণ অভিন্ন
খ) সমভূমি এলাকার পানি ও মাটি দূষণের কারণ অভিন্ন
গ) অল্পকিছু ক্ষেত্রে পানি ও মাটি দূষণের কারণ অভিন্ন
ঘ) বনভূমি এলাকায় পানি ও মাটি দূষণের কারণ অভিন্ন
১৩৯. খনিজ পদার্থসমূহ সাধারণত কী রূপ হয়?
ক) তরল
খ) দানাদার
গ) অকঠিন
ঘ) হিমায়িত
১৪০. নিচের তথ্যগুলো লক্ষ করো-
i. মাটি তৈরি হয় শিলা থেকে
ii. মাটিকে মূলত চার ভাগে ভাগ করা হয়ে থাকে
iii. মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪১. মাটি ক্ষয়ের ফলে-
i. মাটির উর্বরতা ধ্বংস হয়
ii. মাটির নিচের খনিজ বাইরে বের হয় আসে
iii. মাটি ধ্বংস প্রাপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪২. তেজস্ক্রিয় পদার্থ দ্বারা মাটি দূষণের পরিণতি হচ্ছে-
i. মাটির উর্বরতা বিণষ্ট হওয়া
ii. প্রাণিদেহে ক্যান্সারের সৃষ্টি হওয়া
iii. গাছপালা মরে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৩. গহনা ও ধাতব মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
ক) Ag
খ) Fe
গ) Za
ঘ) Sio2
১৪৫. ধাতুর জৈব লবণে বিদ্যমান-
i. আয়োডিন
ii. ক্যালসিয়াম
iii. পটাসিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৬. হীরা কী তৈরিতে ব্যবহৃত হয়?
ক) গহনা
খ) খেলনা
গ) শোপিস
ঘ) পেন্সিল
১৪৭. ইউরিয়া সারের কাঁচামাল কোনটি?
ক) ইথেন
খ) প্রোপেন
গ) বিউটেন
ঘ) মিথেন
১৪৮. কোন মাটিতে সূক্ষ্ম রান্ধ্র বিদ্যমান?
ক) পলিমাটি
খ) বালি মাটি
গ) এঁটেল মাটি
ঘ) কাদা মাটি
১৪৯. হিউমাস এর রং কী?
ক) লালচে
খ) খয়েরী
গ) কালচে
ঘ) সবুজাভ
১৫০. কয়লার প্রকারভেদ-
i. অ্যানথ্রাসাইট
ii. বিটুমিনাস
iii. লিমোনাইট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫১. মাটিতে কোন ধাতুর লবণ পাওয়া যায় না?
ক) ক্যালসিয়াম
খ) ম্যাগনেসিয়াম
গ) পটাসিয়াম
ঘ) লিথিয়াম
১৫২. পেট্রোলিয়াম হচ্ছে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জ্বালানিং,এটির ক্ষেত্রে-
i. আংশিক পাতন করলে ডিজেল কেরোসিন পাওয়া যায়
ii. প্রাকৃতিক গ্যাসরে কূপে একটি পাওয়া যেতে পারে
iii. লিগনাইট, বিটুমিন, অ্যানথ্রাসাসাইট এই তিনভাগে ভাগ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৩. বায়বায়ন বলতে কী বোঝায়?
ক) মাটি ও বায়ুতে গ্যাসের পারস্পরিক বিনিময়
খ) মাটি ও পানিতে গ্যাসের পারস্পরিক বিনিময়
গ) বায়ু ও পানিতে গ্যাসের পারস্পরিক বিনিময়
ঘ) জৈব ও অজৈব গ্যাসের সমসত্ত্ব মিশ্রণ
১৫৪. খনি থেকে প্রাপ্ত তেলে হাইড্রোকার্বনের সাথে মূলত কোন উপাদানটি মিশ্রিত থাকে?
ক) অক্সিজেন
খ) পারদ
গ) সালফার
ঘ) নাইট্রোজেন
১৫৫. আমাদের দেশে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের-
i. শতকরা ১ ভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
ii. শতকরা ৫ ভাগ অপচয় হয়
iii. ২০০৩ সাল থেকে জ্বালানি হিসেবে যানবাহনে ব্যবহৃত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৬. খড়ি মাটি-
i. ক্ষারীয় প্রকৃতির
ii. দ্রুত শুকিয়ে যায়
iii. জৈব পদার্থ পূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৭. খনিজ পদার্থ-
i. অধিকাংশ ক্ষেত্রে কঠিন অবস্থায় পাওয়া যায়
ii. ধাতব ও অধাতব দুই অবস্থাতে পাওয়া যায়
iii. সাধারণত দানাদার বা কেলাসাকার হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) ১৫৮. বায়বায়ন সবচেয়ে বেশি হয় কোনটিতে?
ক) বালু মাটি
খ) পলি মাটি
গ) কাদামাটি
ঘ) দোঁআশ মাটি
১৫৯. উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক) প্রস্বেদন
খ) সালোকসংশ্লেষণ
গ) ইমবাইবিশন
ঘ) অভিস্রবণ
১৬০. বৃষ্টি হলে কোন জায়গায় মাটি ক্ষয় বেশি হয়?
ক) নিচু জমি
খ) পতিত জমি
গ) পুকুরের পাড়
ঘ) ঢালু জমি
১৬১. আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন গ্যাসের প্রধান উৎস কোনটি?
ক) গাছপালা
খ) বৃষ্টির পানি
গ) মাটি
ঘ) বায়ুমন্ডল
১৬২. মাটিতে থাকা গ্যাস কোথায় যায়?
ক) মানুষ গ্রহণ করে
খ) গাছ গ্রহণ করে
গ) স্ট্রাটোস্ফিয়ারে যায়
ঘ) বায়ুমন্ডলে যায়
১৬৩. সাম্প্রতিককালে বাংলাদেশের কোন এলাকায় পাহাড় ধসে প্রাণহানি ঘটছে?
ক) সিলেট এলাকায়
খ) বান্দরবান এলাকায়
গ) রংপুর এলাকায়
ঘ) চট্রগ্রাম এলাকায়
১৬৪. তেজস্ক্রিয় পদার্থ-
i. সিজিয়াম
ii. রেডন
iii. ইউরেনিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৫. নিচের কোন pH মান নিরপেক্ষ pH মান?
ক) pH=4.00
খ) pH=5.00
গ) pH=7.00
ঘ) pH=9.00
১৬৬. ফাকা স্থান বা রন্ধ্র ছাড়াও পানি কোন অবস্থায় মাটিতে থাকতে পারে?
ক) গ্যাসীয় অবস্থায়
খ) বরফ অবস্থায়
গ) হিউমাস দ্বারা শোষিত হয়ে
ঘ) কোনটাই নয়
১৬৭. সালফার তৈরির জন্য কোন খনিজ পদার্থটি ব্যবহৃত হয়?
ক) কোয়ার্টজ
খ) সিলভার
গ) পাইরাইটস
ঘ) মাইকা
১৬৮. বালু মাটির-
i. পানির ধারণক্ষমতা বেশি
ii. কণাগুলো আকারে বড় থাকে
iii. জৈব পদার্থ পূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৯. খনিজ পদার্থের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে?
ক) মাটি গঠনের উপর
খ) মাটি গভীরতার উপর
গ) পানির উপস্থিতির উপর
ঘ) খনিজে বিদ্যমান উপাদানের উপর
১৭০. pH এর মান ৫-৬ হলে-
i. আলুর উৎপাদন ভাল হয়
ii. মাটি এসিডিক প্রকৃতির হয়
iii. মাটি এসিডিক ভাল হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭১. কোন মাটিতে অন্যসব মাটি থেকে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে?
ক) পিটি মাটি
খ) পলি মাটি
গ) খড়ি মাটি
ঘ) দোআঁশ মাটি
১৭২. উদ্ভিদদেহের প্রয়োজনীয় পুষ্টির জন্য প্রচুর পানির দরকার। উদ্ভিদ তার আশপাশের পরিবেশ থেকে এই পানি গ্রহণ করে। এক্ষেত্রে পানির উৎস হিসেবে বিবেচ্য-
i. মাটি
ii. বায়ু
iii. নদী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৩. কোথায় শোষিথ পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না?
ক) হিউমাসে
খ) মাটিতে
গ) মূলরোমে
ঘ) মূলের উপরের অংশে
১৭৪. প্রক্রিয়াকরণ প্লান্টে কয়লা থেকে পৃথক করা হয়-
i. ময়লা
ii. শিলাকণা
iii. ছাই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৫. নিচের কোন বিষাক্ত পদার্থ মাটিতে বসবাসকারী উপকারী অণুজীবসমূহকে মেরে ফেলে?
ক) নাইট্রোজেন
খ) কার্বন হাইঅক্সাইড
গ) মারকারি
ঘ) সালফার ডাইঅক্সাইড
১৭৬. কোন মাটিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা নেই?
ক) বালু মাটি
খ) পলি মাটি
গ) কাদা মাটি
ঘ) দোআঁশ মাটি
১৭৭. হিউমাসসহ অন্যান্য জৈব পদার্থ পাওয়া যায় কোন স্তরে?
ক) হরাইজোন এ স্তরে
খ) হরাইজোন বি স্তরে
গ) হরাইজোন সি স্তরে
ঘ) হরাইজোন ডি স্তরে
১৭৮. কোন ধরনের পানি সহজে গাছপালায় স্থানান্তরিত হয় না?
ক) রন্ধ্রের পানি
খ) নিচের স্তরের পানি
গ) হিউমাস দ্বারা শোষিত পানি
ঘ) কোনটাই নয়
১৭৯. কয়লার স্তর অনেক গভীরে হলে তা উত্তোলনে কোন প্রক্রিয়াটি উপযুক্ত?
ক) পাইপলাইন সিস্টেম
খ) ওপেন এন্ডেড সিস্টেম
গ) ওপেন পিট মাইনিং
ঘ) ভূ-গর্ভস্থ মাইনিং
১৮০. মরুভূমিতে কয়টি বিশেষ প্রজাতির গাছ জন্মায়?
ক) ১-২টি
খ) ২-৩টি
গ) ৩-৪টি
ঘ) ৪-৫টি
১৮১. কয়লার উৎপত্তিগত উপাদান-
i. ফার্ন
ii. শৈবাল
iii. গুল্ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮২. মাটির উর্বরতা নষ্ট হয়-
i. কৃষিকাজে উন্নত প্রযুক্তির ব্যবহারে
ii. জলাভূমি ভরাটের ফলে
iii. মানুষ ও পাখির বিষ্টার কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৩. মাটিতে বিদ্যমান পদার্থসমূহ-
i. খনিজ পদার্থ
ii. জৈব পদার্থ
iii. পানি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৪. শতকরা কতভাগ প্রাকৃতিক গ্যাস জ্বালানি ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক) ১১
খ) ২২
গ) ৩১
ঘ) ৫১
১৮৫. প্রাকৃতিক গ্যাস তৈরি হয় নিচের কোনটি থেকে?
ক) জমিতে ছিটানো সার থেকে
খ) বায়ুমন্ডলের গ্যাস থেকে
গ) মৃত গাছপালা ও উদ্ভিদ থেকে
ঘ) কোনটিই নয়
১৮৬. পটি মাটি তৈরি হয় মূলত কোন পদার্থ থেকে?
ক) জৈব পদার্থ
খ) খনিজ পদার্থ
গ) বায়বীয় পদার্থ
ঘ) অজৈব পদার্থ
১৮৭. প্রোপেন ও বিউটেন স্বাভাবিক চাপ ও উষ্নতায় গ্যাসীয় হলেও এগুলোর প্রেট্রোলিয়ামের অন্তভূর্ক্ত করার কারণ কী?
ক) নিম্ন চাপ এগুলো কঠিন
খ) উচ্চ চাপে এগুলো তরল
গ) উচ্চ চাপে এগুলো কঠিন
ঘ) নিম্ন চাপে এগুলো তরল
১৮৮. কার্বনযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থ-
i. পিট
ii. উচ্চচাপে ও তাপে পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়
iii. আংশিক পাতন প্রক্রিয়ায় পরিশোধিত করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৯. খড়িমাটি কী প্রকৃতির?
ক) এসিডিক
খ) ক্ষারীয়
গ) কাদাযুক্ত
ঘ) বালুযুক্ত
১৯০. উদ্ভিদ কোষের প্রোটোপ্লজোমে শতকরা পানির পরিমাণ কত?
ক) ৫০-৬০ ভাগ
খ) ৫০-৭০ ভাগ
গ) ৫০-৭৫ ভাগ
ঘ) ৮৫-৯৫ ভাগ
১৯১. সবচেয়ে নরম খনিজ কোনটি?
ক) হীরা
খ) ট্যালক
গ) সিলিকা
ঘ) চুনাপাথর
১৯২. প্রাকৃতিক গ্যাস ব্যবহারে আমাদের সচেতন হতে হবে কেন?
ক) প্রাকৃতিক গ্যাস আমাদের জাতীয় গৌরব বলে
খ) গ্যাস শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় বলে
গ) গ্যাসের পরিমাণ নির্দিষ্ট ও সীমিত বলে
ঘ) গ্যাসের জ্বালানিরূপে চাহিদা যথেষ্ট বলে
১৯৩. কোনটি জীবাশ্মা জ্বালানি নয়?
ক) গ্যাস
খ) খনিজ
গ) কয়লা
ঘ) গোবর
১৯৪. কার্বনের রূপভেদ-
i. Graphite
ii. Diamiond
iii. Gold
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৫. কোন মাটিকে পানিযুক্ত মাটি নিয়ে ঘষলে মসৃণ অণুভূত হয়?
ক) বালিমাটি
খ) এঁটেল মাটি
গ) পলিমাটি
ঘ) কাদামাটি
১৯৬. নিচের কোনটি অধাতব খনিজ পদার্থ?
ক) তামা
খ) সোনা
গ) রূপা
ঘ) মাইকা
১৯৭. মাটিতে পানি না থাকলে সবচেয়ে বড় সমস্যা কী দেখা দেয়?
ক) সেচ দেওয়া লাগে
খ) কেঁচো বাঁচে না
গ) গাছ জন্মায় না
ঘ) মরুময়তা দেখা দেয়
১৯৮. মাটি পানি ধরে রাখার ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
ক) মাটির রন্ধ্রের উপর
খ) মাটির খনিজ পদার্থের উপর
গ) মাটিতে সারের পরিমাণের উপর
ঘ) মাটিতে গাছের পরিমাণের উপর
১৯৯. মাটির ২য় স্তরকে কী বলে?
ক) উপসয়েল
খ) সাবসয়েল
গ) সারফেস সয়েল
ঘ) হিউমাস
২০০. সাবসয়েল স্তরের মাটি-
i. শিলাচূর্নে ভরপুর
ii. খনিজ পদার্থ সমৃদ্ধ
iii. জৈব পদার্থ সমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০১. বালুমাটিতে-
i. অতি ক্ষুদ্র শিলা ও খনিজ পদার্থ বিদ্যমান
ii. দ্রুত পানি নিষ্কাশিত হয়
iii. জলাবদ্ধতা সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০২. CNG এর মূল উপাদান কোন গ্যাস?
ক) মিথেন
খ) ইথেন
গ) প্রোপেন
ঘ) বিউটেন
২০৩. নিচের কোনটিতে জ্বালানি গ্যাসের ব্যবহার হয় না?
ক) ইউরিয়া উৎপাদনে
খ) বিদ্যুৎ উৎপাদনে
গ) গাড়ি চালাতে
ঘ) ট্রেন চালাতে
২০৪. মাটি সংরক্ষণের অন্যতম কৌশল কোনটি?
ক) নদীর বাঁধ দেওয়া
খ) উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার না করা
গ) বেশি করে গাছ লাগানো
ঘ) জমিতে উঁচু আইলে দেওয়া
২০৫. কয়লা উত্তোলনের কতটি পদ্ধতি বর্তমানে প্রচলতি রয়েছে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
২০৬. এলাকা ভিত্তিক মাটির গঠন?
ক) একই নয়
খ) ভিন্ন হয়
গ) মিশ্র প্রকৃতির হয়
ঘ) সামান্য ভিন্ন হয়
২০৭. মাশরুম কোন তেজস্ক্রিয় পদার্থ প্রচুর সঞ্চয় করে?
ক) রেডিয়াম
খ) থোরিয়াম
গ) সিজিয়াম
ঘ) ইউরেনিয়াম
২০৮. নিচের কোন উপাদানটি প্রাণীদেহের ত্বকে ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে?
ক) ফর্মালিন
খ) রেনিয়াম
গ) আর্গন
ঘ) কার্বন ডাইঅক্সাইড
২০৯. পেট্রোলিয়ামে প্রকৃতি কিরূপ?
ক) উদ্বায়ী জ্বালানি পদার্থ
খ) গ্যাসীয় জ্বালানি পদার্থ
গ) কঠিন প্রোপেন পদার্থ
ঘ) তরল জ্বালানি পদার্থ
২১০. বৈদ্যুতিক যন্ত্রপাতির বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক) জিপসাম
খ) কোর্য়াটাজ
গ) মাইকা
ঘ) পাইরাইটস
২১১. কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
ক) দোআঁশ মাটি
খ) বালুমাটি
গ) পলিমাটি
ঘ) কাঁদামাটি
২১২. কোন স্তরের মাটি বালুময় হয়?
ক) সারফেস সায়েল
খ) উপসরেল
গ) হরাইজোন
ঘ) সাবসয়েল
২১৩. নিচের কোন দুটি পরস্পর সম্পর্কিত?
ক) শব্দ দূষণ ও মাটি দূষণ
খ) বায়ু দূষণ ও মাটি দূষণ
গ) মাটি দূষণ ও পানি দূষণ
ঘ) বায়ু দূষণ ও পানি দূষণ
২১৪. বৃষ্টিপাত কোন মাটিতে জলাবদ্ধতা সৃষ্টি করে?
ক) বালু মাটি
খ) পলিমাটি
গ) কাঁদামাটি
ঘ) দোআঁশ মাটি
২১৫. দ্যুতি প্রদর্শন করে-
i. ধাতব খনিজ
ii. পাইরাইট
iii. হীরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৬. চুনা পাথর যে সকল কাজে ব্যবহৃত হয়-
i. গ্যাস
ii. মাইকা
iii. পেট্রোল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৭. নদীর পাশে লাগাতে হয়-
i. কলমি
ii. ধনচে
iii. কলাগাছ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৮. মাটির প্রতিটি সমান্তরাল স্তরকে কি বলে?
ক) দিগবলয়
খ) সাবসয়েল
গ) সারফেস সায়েল
ঘ) উপসয়েল
২১৯. মাটি কী দ্বারা গঠিত?
ক) জৈব পদার্থ
খ) অজৈব পদার্থ
গ) বায়ু
ঘ) সবগুলো সঠিক
২২০. কোন মাটির কণাগুলো অনেক সূক্ষ হয়?
ক) পলি মাটি
খ) কাদা মাটি
গ) বেলে মাটি
ঘ) দোআঁশ মাটি
২২১. অধাতব খনিজ পদার্থ কোনটি?
ক) মাইকা
খ) রূপা
গ) সোনা
ঘ) তামা
২২২. মাটির কণার ফাঁকে ফাঁকে থাকে-
i. পানি
ii. বায়বীয় পদার্থ
iii. প্রাকৃকিত গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৩. পেট্রোলিয়াম অন্তর্ভুক্ত-
i. গ্যাসোলিন
ii. কেরোসিন
iii. ডিজেল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৪. একটি জমিতে বার বার কোন ফসল চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়?
ক) একই ফসল
খ) ভিন্ন ফসল
গ) প্রথমে ধান, তারপর গম
ঘ) প্রথমে গম, তারপর ধান
২২৫. মাটিতে বিদ্যমান পদার্থসমূহ হলো-
i. খনিজ পদার্থ
ii. জৈব পদার্থ
iii. বায়ুবীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৬. পানি শোষণ করতে পারে-
i. জৈব সার
ii. হিউমাস
iii. রাসায়নিক সার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৭. সাধারণত মাটিতে বিদ্যমান পদার্থসমূহকে কত ভাগে ভাগ করা যায়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
২২৮. বেশির ভাগ খনিজ পদার্থ কী অবস্থায় পাওয়া যায়?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) উদ্বায়ী
২২৯. পলিমাটি কীভাবে চেনা যায়?
ক) পানিযুক্ত মাটি ঘষলে মসৃণ অনুভূত হয়
খ) পানিযুক্ত মাটি ঘষলে অমসৃণ অনুভূত হয়
গ) পানিযুক্ত মাটি ঘষলে দলা পাকিয়ে যায়
ঘ) পানিযুক্ত মাটি ঘষলে ঝুরঝুরে হয়ে যায়
২৩০. লিগনাইট কয়লার কার্বনের শতকরা পরিমাণ সর্বোচ্চ কত?
ক) ৫০ ভাগ
খ) ৭০ ভাগ
গ) ৮০ভাগ
ঘ) ৯৫ ভাগ
২৩১. বাংলাদেশে ইটের ভাটার সবচেয়ে বেশি কোন প্রাকৃতিক জ্বালানি ব্যবহৃত হয়?
ক) গ্যাস
খ) কয়লা
গ) ডিজেল
ঘ) বিদ্যুৎ
২৩২. কোন ধাতুটি ত্বক ও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে?
ক) Na
খ) K
গ) U
ঘ) Ca
২৩৩. বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা কোথায় ব্যবহৃত হয়?
ক) ইটের ভাটায়
খ) হোটেল রেস্তোরায়
গ) রাসাবাড়িতে
ঘ) শিল্পকারখানায়
২৩৪. নিচের কোনটি উদ্ভিদের কোষের অন্যতম অংশ?
ক) বাইরোজম
খ) গলজিবডি
গ) নিউক্লিয়ার ছিদ্র
ঘ) প্রোটোপ্লাজম
২৩৫. জৈব খনিজ পদার্থ কোনটি?
ক) গ্যাস
খ) মাইকা
গ) ট্যালক
ঘ) সিলভার
২৩৬. প্রাকৃতিক গ্যাসে সামান্য পরিমাণে উপস্থিত-
i. ইথেন
ii. বিউটেন
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩৭. মাটিতে বিদ্যমান পদার্থসমূহকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়?
ক) ২ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৮ ভাগে
ঘ) ১০ভাগে
২৩৮. হিউমাস অন্যান্য জৈব পদার্থ কোন স্তরে থাকে-
ক) Sub হরাইজোন
খ) হরাইজোন A
গ) হরাইজোন C
ঘ) হরাইজোন R
২৩৯. গাছের কোন অংশটি মাটি সংরক্ষণে ভূমিকা রাখে?
ক) মূল
খ) কান্ড
গ) পাতা
ঘ) ফল
২৪০. পিটকে নিচের কোনটির মতো দেখায়?
ক) খনিজ তেল
খ) খনিজ লবণ
গ) লুব্রিকেন্ট
ঘ) হিউমাস
২৪১. CNG-তে বিদ্যমান-
i. পেট্রোল
ii. মিথেন
iii. প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪২. মাটি থেকে আমরা যে সকল পদার্থ পাই তা হলো-
i. স্বর্ণ
ii. অক্সিজেন
iii. রৌপ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪৩. মাটির স্তরকে কী বলে?
ক) সাবসয়েল
খ) দিগবলয়
গ) প্রোফাইল
ঘ) টপ সয়েল
২৪৪. মাটিতে বিদ্যমান-
i. অক্সিজেন
ii. নাইট্রোজেন
iii. কার্বন মনোক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪৫. সবচেয়ে বেশি জৈব পদার্থ থাকে কোন মাটিতে?
ক) পলি
খ) বালু
গ) ঘড়ি
ঘ) পিটি
২৪৬. কোন অধাতব খনিজ পদার্থের নির্দিষ্ট দ্যুতি আছে?
ক) সোনা
খ) রূপা
গ) হীরক
ঘ) দস্তা
২৪৭. মাটিতে বিদ্যমান জৈব খনিজ পদার্থ কোনটি?
ক) পেট্রোলিয়াম
খ) বোরন
গ) আয়োডিন
ঘ) সোডিয়াম
২৪৮. গাছপালা জন্মানোর প্রধান উপাদান কোনটি?
ক) জৈব সার
খ) মাটি
গ) বায়ু
ঘ) বৃষ্টি
২৪৯. কোন ধরনের মাটি পানি ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি?
ক) বেলে মাটি
খ) দোআঁশ মাটি
গ) এটেল বা কাদা মাটি
ঘ) বেলে দোআঁশ মাটি
২৫০. মাটি দূষণ হয়-
i. রেডন, সিজিয়াম পদার্থের নিঃসরণ দ্বারা
ii. অতিরিক্ত পলি মাটি জমিতে জমা হলে
iii. মানুষের মলমূত্র, পাখির বিষ্ঠা দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫১. মাটিতে বিদ্যমান খনিজ পদার্থসমূহ কোন ধরনের হয়?
ক) জৈব যৌগ
খ) অজৈব যৌগ
গ) গ্যাসীয়
ঘ) সবগুলোই
২৫২. মাটিতে পানির পরিমাণ কত?
ক) ৫%
খ) ২৫%
গ) ৩৫%
ঘ) ৪৫%
২৫৩. কোনটি গাছের পুষ্টি উপাদান?
ক) খনিজ পদার্থ
খ) বায়বীয় পদার্থ
গ) পানি
ঘ) জৈব উপাদান
২৫৪. বেশিরভাগ খনি সাধারণত কোন এলাকায় হয়ে থাকে?
ক) বল এলাকায়
খ) নদী গর্ভে
গ) লোকালয়ে
ঘ) কোনটিই নয়
২৫৫. রাসায়নিক সারের পরিবর্তে কোন সার দিতে হবে?
ক) কৃত্রিমসার
খ) মিশ্রিত সার
গ) জৈব সার
ঘ) প্রাণির বিষ্ঠা
২৫৬. কয়লা কোন ধরনের শিলা?
ক) রূপান্তরিত শিলা
খ) পাললিক শিলা
গ) অস্থায়ী শিলা
ঘ) কোটিই নয়
২৫৭. ভূগর্ভস্থ কয়লা কোনটির সাহায্য প্রক্রিয়াকরণ প্লান্টে নেওয়া হয়?
ক) কনভেয়ারবেন্ট
খ) রোলার
গ) সেফিং বেন্ট
ঘ) টলিং
২৫৮. প্রাকৃতিক গ্যাস-
i. ইউরিয়া উৎপাদন ব্যবহার করা হয়
ii. পৃথিকীকরণ একটি জটিল প্রক্রিয়া
iii. তৈরি হয় মৃত গাছপালা ও প্রাণিদেহ থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৫৯. কোন সবজি প্রচুর Cs পদার্থ সঞ্চায় করে?
ক) আলু
খ) পটল
গ) পুঁইশাক
ঘ) মাশরুম
২৬০. সাধারণত খনিজ পদার্থের নির্দিষ্ট দ্যুতি থাকে। দ্যূতির ক্ষেত্রে বলা হয়-
i. পাইরাইটসমূহ ধাতুর মতোই দ্যূতি প্রদর্শন করে
ii. অধাতব কোনো খনিজেরই দ্যুতি নেই
iii. হীরার দ্যুতি সর্বজনবিদিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬১. সবচেয়ে শক্ত খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত?
ক) ২.৫-৩.৫ এর মধ্যে
খ) ৩.৫-৫.৫ এর মধ্যে
গ) ৪.৫-৫.৫ এর মধ্যে
ঘ) ৫.৫-৬.৫ এর মধ্যে
২৬২. পেট্রোলিয়াম কোন জাতীয়?
ক) তরল
খ) গ্যাসীয়
গ) কঠিন
ঘ) তরল ও গ্যাসের মিশ্রণ
২৬৩. পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত হলো-
i. ইথেন
ii. গ্যাসোলিন
iii. ডিজেল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬৪. স্বর্ণকারগণ অলংকার তৈরির সময় ব্যবহার করেন কোনটি?
ক) ডিজেল
খ) কয়লা
গ) অকটেন
ঘ) প্রাকৃতিক গ্যাস
২৬৫. খনিজ পদার্থের বিদারণ থেকে খনিজের কী বুঝা যায়?
ক) খনির উপস্থিতি
খ) অপদ্রব্যের প্রকৃতি
গ) আকার-আকৃতি
ঘ) রাসায়নিক গঠন
২৬৬. হিউমাসে বিদ্যমান কোনটি?
ক) অ্যামিনো এসিড
খ) বোরন
গ) আয়োডিন
ঘ) পটাসিয়াম
২৬৭. গ্যাসের প্রক্রিয়াকরণ নির্ভর করে কিসের উপর?
ক) মাটির গঠনের উপর
খ) আবহাওয়ার উপর
গ) গ্যাসের গঠনের উপর
ঘ) সবগুলোই
২৬৮. পলিমাটির পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে-
ক) কম
খ) বেশি
গ) সমান
ঘ) একটু কম
২৬৯. পিটি মাটিতে বেশি পরিমাণ থাকে কোনটি?
ক) অজৈব পদার্থ
খ) জৈব পদার্থ
গ) ধাতব পদার্থ
ঘ) অধাতব পদার্থ
২৭০. এ পর্যন্ত প্রায় রকমের খনিজ পদার্থ প্রকৃতিতে পাওয়া গেছে?
ক) ১৫০০
খ) ২০০০
গ) ২৫০০
ঘ) ৩০০০
২৭১. খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত?
ক) ১.৫-২.৫
খ) ২.৫-৩.৫
গ) ৩.৫-৪.৫
ঘ) ৪.৫-৫.৫
২৭২. কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
ক) সায়ানাইভ
খ) প্রাকৃতিক গ্যাস
গ) কয়লা
ঘ) পেট্রোলিয়াম
২৭৩. খড়িমাটির বৈশিষ্ট্য-
i. ক্ষারীয়
ii. গ্রীষ্মকালে উপযুক্ত নয়
iii. Fe ও Mg সরবরাহ ব্যাঘাত ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৪. শিল্পকারখানার বর্জ্যে পাওয়া যেতে পারে-
i. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নিঃসৃত হলে
ii. অস্ত্র তৈরির কারখানা থেকে নিঃসৃত হলে
iii. মানুষের দেহ থেকে নিঃসৃত হলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৫. বৃষ্টি হলে সাধারণত কোন জায়গায় মাটির ক্ষয় বেশি হয়?
ক) সমতল
খ) ঢালু
গ) শুকনো
ঘ) ভেজা
২৭৬. হিউমাস-
i. লিগনিন ও ট্যানিন থেকে গঠিত
ii. প্রাণীর দেহাবশেষ থেকে গঠিত
iii. জটিল পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৭. কাঁচ তৈরিতে নিচের কোন খনিজ পদার্থটি ব্যবহৃত হয়?
ক) জিপসাম
খ) পাইরাইটস
গ) কোয়ার্টজ
ঘ) মাইকা
২৭৮. নিচের কোনটি মাটির উর্বরতা নষ্ট করে?
ক) সিজিয়াম
খ) ম্যাগনেসিয়াম
গ) অ্যালুিমনিয়াম
ঘ) ফসফরাস
২৭৯. নদীভাঙা মাটির অদ্রবণীয় পদার্থ কিরূপে তলদেশে জমা হয়?
ক) মিশ্রণরূপে
খ) তলানিরূপে
গ) চর হিসেবে
ঘ) দ্রবণরূপে
২৮০. মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রাণীর পচন শুরু হয়?
ক) হরাইজোন ডি
খ) হরাইজোন এ
গ) হরাইজোন বি
ঘ) হরাইজোন সি
২৮১. কোন ধরনের মাটি সবচেয়ে বেশি উর্বর হয়?
ক) বালু মাটি
খ) পলি মাটি
গ) দোআঁশ মাটি
ঘ) কাদামাটি
২৮২. বাংলাদেশে কয়লা ব্যবহৃত হয় না কোন কাজে?
ক) বিদ্যুৎ উৎপাদনে
খ) ইটের ভাটায়
গ) রেস্তোরায়
ঘ) শিল্প কারখানায়
২৮৩. মাটির pH কেমল হলে সব ধরনের ফসলের জন্য ভালো উৎপাদন পাওয়া যায়?
ক) বেশি হলে
খ) নিরপেক্ষ হলে
গ) অত্যাধিক বেশি হলে
ঘ) কম হলে
২৮৪. প্রকৃতিতে উৎপন্ন গ্যাসের খনিকে কী বলে?
ক) গ্যাস খনি
খ) গ্যাস কূপ
গ) গ্যাসধার
ঘ) গ্যাস ভান্ডার
২৮৫. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও অস্ত্র তৈরির কারখানা থেকে নিঃসৃত যে সকল তেজস্ক্রিয় পদার্থ মাটিকে মারাত্মক ক্ষতি করে সেগুলো হলো-
i. রেডন
ii. আলটা ভায়োলেট রে
iii. সিজিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮৬. কাদা মাটি নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো বহন করে-
i. প্রচুর পানি ধারণ করতে পারে
ii. মাটি আঠাল ধরনের হয়
iii. খনিজ পদার্থের পরিমাণ কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮৭. কোন মাটি পানি ধারণ ক্ষমতা খুবই কম?
ক) পলি মাটি
খ) বালু মাটি
গ) কাদা মাটি
ঘ) দোআঁশ মাটি
২৮৮. ট্যালকম পাউডার, চীনামাটির থালা বাসন ইত্যাদি কী ধরনের পদার্থ?
ক) খনিজ পদার্থ
খ) বায়বীয় পদার্থ
গ) জৈব পদার্থ
ঘ) রাসায়নিক পদার্থ
২৮৯. কোন স্তরে শিলাচূর্ণ থাকে?
ক) X স্তরে
খ) Y স্তরে
গ) Z স্তরে
ঘ) Z স্তরের নিচে
২৯০. মাটির গঠনুসারে শতকরা কত আয়তনে পরান মিয়ার ফসলের ক্ষেতে সমস্যা পরিব্যাপ্ত ছিল?
ক) ৫
খ) ১৫
গ) ২৫
ঘ) ৪৫
২৯১. কোন ধরনের মাটি থেকে গাছপালা অত্যাবশ্যকীয় আয়রন ও ম্যাগনেসিয়াম গ্রহণ করতে পারে না?
ক) পিটি মাটি
খ) খড়ি মাটি
গ) বেলে মাটি
ঘ) কাদা মাটি
২৯২. মাটিতে বায়বীয় পদার্থের পরিমাণ কত?
ক) ৪৫%
খ) ২০%
গ) ৫%
ঘ) ২৫%
২৯৩. অপরিশোধিত তেলকে কোন প্রক্রিয়ায় আলাদা করা হয়?
ক) আংশিক পাতন প্রক্রিয়ায়
খ) পাতন প্রক্রিয়ায়
গ) ঘনীভবন প্রক্রিয়ায়
ঘ) উর্ধ্বপাতন প্রক্রিয়ায়
২৯৪. পেট্রোলিয়াম ব্যবহৃত হয়-
i. আলকাতরা তৈরিতে
ii. লুব্রিকেন্ট তৈরিতে
iii. ডিজেল ইঞ্জিনের জ্বালানি হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯৫. কোনটির বায়বায়ন সবচেয়ে বেশি?
ক) কাদা মাটি
খ) দোআঁশ মাটি
গ) বালু মাটি
ঘ) পলি মাটি
২৯৬. কার্বনের তড়িৎ পরিবাহী রূপভেদটি-
i. নরমও পিচ্ছিল খনিজ
ii. চতুস্তলকীয় কেলাস বিশিষ্ট
iii. তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯৭. মাটি কীভাবে গঠিত হয়?
ক) জৈব ও অজৈব পদার্থের মিশ্রণে
খ) পানি ও জৈব পদার্থের মিশ্রণে
গ) পানি ও অজৈব পদার্থের মিশ্রণে
ঘ) বায়ু ও জৈব পদার্থের মিশ্রণে
২৯৮. কোন মাটির রন্ধ্রগুলো আকারে বড়?
ক) পলি মাটি
খ) বালি মাটি
গ) কাদা মাটি
ঘ) এঁটেল মাটি
২৯৯. বনের গাছ কাটার পূর্বে কি করতে হবে?
ক) কাটা গাছ পরিবহনের ব্যবস্থা করতে হবে
খ) অন্যান্য গাছের যাতে ক্ষতি না হয় সে ব্যবস্থা করতে হবে
গ) নতুন গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে
ঘ) মাটির যাতে ক্ষয় না হয় সে ব্যবস্থা নিতে হবে
৩০০. নিচের কোন অধাতব খনিজ সবচেয়ে বেশি দ্যুতি প্রদর্শন করে?
ক) কোয়ার্টজ
খ) হীরা
গ) মাইকা
ঘ) ট্যালক
৩০১. মাটিতে পানি থাকে কোথায়?
ক) মাটির অনেক গভীরে
খ) মাটির কণার ফাঁকে
গ) মাটির ভিতর বরফ আকারে
ঘ) কোনটিই নয়
৩০২. pH এর মান কত হলে ফসলের সর্ব্বোচ্চ উৎপাদন সম্ভব?
ক) ৬
খ) ৭
গ) ৮
ঘ) ৯
৩০৩. মাটিতে কী লাগালে ভারী বৃষ্টিপাতেও ক্ষয়সাধন হয় না?
ক) হার্ব
খ) গুল্ম
গ) তৃণগুল্ম
ঘ) বীরুৎ
৩০৪. আমাদের বেঁচে থাকার জন্য অতিপ্রয়োজনীয় জ্বালানি-
i. তেল
ii. গ্যাস-কয়লা
iii. লোহা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৫. অ্যানথ্রাসাইট কয়লা কত বছরের পুরানো কয়লা?
ক) ১৫০ মিলিয়ন
খ) ২০০ মিলিয়ন
গ) ৩০০ মিলিয়ন
ঘ) ৩৫০মিলিয়ন
৩০৬. আমাদের দেশে কত সাল থেকে যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?
ক) ২০০৩
খ) ১৯১০
গ) ২০০০
ঘ) ১৯৯৫
৩০৭. কোন মাটির পানি দ্রুত নিষ্কাশন ও ধারণ ক্ষমতা দুটোই ভাল?
ক) বালু মাটি
খ) পলিমাটি
গ) কাঁদামাটি
ঘ) দোআঁশ মাটি
৩০৮. নদী ভাঙন থেকে মাটির ক্ষয় রোধে গৃহীত ব্যবস্থা-
i. নদীর পাড়ে কলমি গাছ লাগানো
ii. নদীর পাড়ে ধনচে গাছ লাগানো
iii. নদীর পাড়ে বালুর বস্তা ফেলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৯. পানি ধারণ করার ক্ষমতা কার বেশি?
ক) কাদা মাটিতে
খ) বালি মাটিতে
গ) এঁটেল মাটিতে
ঘ) শক্ত মাটি
৩১০. জলাবদ্ধতা হলে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
ক) গাছ উপরে যাওয়া
খ) মরে যাওয়া
গ) ফলন কমে যাওয়া
ঘ) গাছের শিকড়ের পচন ধরা
৩১১. লিগানাইট কয়লার সর্বোচ্চ কত ভাগ পর্যন্ত কার্বন থাকে?
ক) ৩০
খ) ৪০
গ) ৫০
ঘ) ৬০
৩১২. বালু মাটি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে তার প্রভাব কী?
ক) মাটি চাষাবাদের উপযুক্ত হয়
খ) মাটির উর্বরতা নষ্ট হয়
গ) মাটিতে পোকার সংখ্যা বৃদ্ধি পায়
ঘ) মাটিতে সার প্রয়োজন হয়
৩১৩. আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের সীমাবদ্ধতা বিবেচনা করে তা সংরক্ষণে আমরা কীভাবে চেষ্টা করব?
ক) গ্যাসের চুলা ব্যবহার বন্ধ করব
খ) বাসায়, মহলায় সবাইকে সচেতন করব
গ) ইউরিয়া সারের ব্যবহার বন্ধ করব
ঘ) গ্যাস উত্তোলন বন্ধের আবেদন জানাব
৩১৪. হিউমাস হলো-
i. অ্যামিনো এসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল প্রভৃতির মিশ্রণ
ii. জটিল পদার্থ
iii. সরল পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১৫. কোন মাটি অনেকটা আঠালো?
ক) পলিমাটি
খ) এঁটেল মাটি
গ) কাঁদামাটি
ঘ) দোআঁশ মাটি
৩১৬. মাটির প্রকারভেদের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক) বালু মাটি
খ) পলিমাটি
গ) কাদামাটি
ঘ) এটেঁল মাটি
৩১৭. বালি মাটি পানি ধরে রাখতে পারে না কেন?
ক) কণাগুলো ছোট বলে
খ) কণাগুলো বড় বলে
গ) রন্ধ্রগুলো বড় বলে
ঘ) রন্ধ্রগুলো ছোট বলে
৩১৮. প্রধান চার প্রকার ব্যতীত মাটির আরও প্রকারভেদ কতটি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৩১৯. মাটি কয়টি সমান্তরাল স্তরে বিভক্ত?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
৩২০. মাটি আমাদের কাজে লাগে-
i. খাদ্যশস্য উৎপাদনে
ii. ঘড়-বাড়ি নির্মাণে
iii. পানির উৎসরূপে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২১. নিচের কোন খনিজটি পেন্সিলে ব্যবহার করা হয়?
ক) ম্যাগনেটাইট
খ) গ্রাফাইট
গ) ডায়মন্ড
ঘ) কোয়ার্টজ
৩২২. পলিমাটির কণাগুরো বালিমাটির কণার তুলনায় আকারে কীরূপ?
ক) বড়
খ) ছোট
গ) সমান
ঘ) অনেক বড়
৩২৩. প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণের ধাপ হলো-
i. প্রশমন
ii. পানি নিরূদন
iii. বিশুদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২৪. বাসাবাড়িতে শতকরা কতভাগ পানি গ্যাস ব্যবহৃত হয়?
ক) ২২
খ) ২১
গ) ১১
ঘ) ৯
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
মাটির চারটি সমান্তরাল স্তরে মধ্যে Horizon A, Sub soil/Horizon B and Horizon C তৃতীয় স্তর।
৩২৫. উক্ত ২য় স্তরের মাটি কীরূপ?
ক) বালুময়
খ) শিলাময়
গ) খনিজ পদার্থময়
ঘ) কাদাময়
৩২৬. তৃতীয় স্তরটিতে-
i. শিলা থেকে মাটি তৈরি হয়
ii. মূল শিলা থেকে নরম শিলা তৈরি হয়
iii. নরম শিলা পরিবর্তিত হয়ে মাটির কণায় পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment