তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Database Management System
অধ্যায়ঃ ষষ্ঠ
বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
1. ডাটা শব্দের বহুবচন কোনটি?
ক. ডাটাজ
খ. কালেকশন অব ডাটা
গ. ডাটাম
ঘ. ডাটাজেস
ক. ডাটাজ
খ. কালেকশন অব ডাটা
গ. ডাটাম
ঘ. ডাটাজেস
সঠিক উত্তর: গ. ডাটাম
2. একটি ডাটা বেজ হলো কোনো কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহর একটি ----?
ক. কাঠামোবদ্ধ সংগ্রহ
খ. মানসিক বিষয়সমূহ
গ. অবকাঠামো
ঘ. মানসিক অবকাঠামো
ক. কাঠামোবদ্ধ সংগ্রহ
খ. মানসিক বিষয়সমূহ
গ. অবকাঠামো
ঘ. মানসিক অবকাঠামো
সঠিক উত্তর: ক. কাঠামোবদ্ধ সংগ্রহ
3. ডেটাবেজকে আমরা কী বলতে পারি?
ক. সিদ্বান্তের বিষয়
খ. পরিকল্পনার পাথেয়
গ. নিয়ন্ত্রনের অবকাঠামো
ঘ. তথ্যভান্ডার
ক. সিদ্বান্তের বিষয়
খ. পরিকল্পনার পাথেয়
গ. নিয়ন্ত্রনের অবকাঠামো
ঘ. তথ্যভান্ডার
সঠিক উত্তর: ঘ. তথ্যভান্ডার
4. প্রতিটি ডেটাবেজ মূলত কী দ্বারা গঠিত হয়?
ক . উলম্ব ও আনুভূমিক
খ. ধারনা
গ. অবকাঠামো
ঘ. সারি ও কলাম
ক . উলম্ব ও আনুভূমিক
খ. ধারনা
গ. অবকাঠামো
ঘ. সারি ও কলাম
সঠিক উত্তর: ঘ. সারি ও কলাম
5. প্রতিটি কলামের একটি কী থাকে?
ক. পিতৃ পরিচয়
খ. শিরোনাম বা হোল্ডিং
গ. বিষয় ভিত্তিক পরিচয়
ঘ. সুন্দর চিত্র
ক. পিতৃ পরিচয়
খ. শিরোনাম বা হোল্ডিং
গ. বিষয় ভিত্তিক পরিচয়
ঘ. সুন্দর চিত্র
সঠিক উত্তর: খ. শিরোনাম বা হোল্ডিং
6. ডেটাবেজকে নিয়ন্ত্রন করায় ব্যবহৃত হয়?
ক . DBMS
খ. BDMS
গ. BMBS
ঘ. SMBS
ক . DBMS
খ. BDMS
গ. BMBS
ঘ. SMBS
সঠিক উত্তর: ক . DBMS
7. যেসকল ডেটাকেজ পরস্পরসম্পর্ক যুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত সে সকল ডেটাবেজ কে কী বলে?
ক. সম্পর্ক যুক্ত ডেটাবেজ
খ. নিরিক্ষিত ডেটাবেজ
গ. গুচ্ছ ডেটাবেজ
ঘ. অনিয়ন্ত্রিত ডাটাবেজ
ক. সম্পর্ক যুক্ত ডেটাবেজ
খ. নিরিক্ষিত ডেটাবেজ
গ. গুচ্ছ ডেটাবেজ
ঘ. অনিয়ন্ত্রিত ডাটাবেজ
সঠিক উত্তর: ক. সম্পর্ক যুক্ত ডেটাবেজ
8. কে RDBMS বা রিলেশনাল ডাটাবেজ ম্যনেজমেন্ট সিস্টেমের প্রবর্তক করেন?
ক. ইডগার কড
খ. মার্গারেট থ্যাচার
গ. মর্টিন লুথার
ঘ. বিল গেইস্
ক. ইডগার কড
খ. মার্গারেট থ্যাচার
গ. মর্টিন লুথার
ঘ. বিল গেইস্
সঠিক উত্তর: ক. ইডগার কড
9. MIS কথাটির পুর নাম কি?
ক. ম্যানেজমেন্ট ইনপরমেসন সিস্টেম
খ. ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্ট সফটওয়ার
গ. মর্ডান ইনফরমেশন সিস্টেম
ঘ. ম্যানুয়্যাল ইন্টিলিজেন্ট সফটওয়্যার
ক. ম্যানেজমেন্ট ইনপরমেসন সিস্টেম
খ. ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্ট সফটওয়ার
গ. মর্ডান ইনফরমেশন সিস্টেম
ঘ. ম্যানুয়্যাল ইন্টিলিজেন্ট সফটওয়্যার
সঠিক উত্তর: ক. ম্যানেজমেন্ট ইনপরমেসন সিস্টেম
10. দ্রুত কার্যকর ব্যবস্থা কে কী বলে কুয়েরি?
ক . সার্চ
খ. কুয়েরি
গ. আইডেন্টিফাই
ঘ. কালেক্ট
ক . সার্চ
খ. কুয়েরি
গ. আইডেন্টিফাই
ঘ. কালেক্ট
সঠিক উত্তর: খ. কুয়েরি
11. ডেটাটেবিলের ফিল্ড ও রেকর্ডের ওপর ভিওি করে যে কুয়েরি তৈরি করা হয় তাকে কী বলে?
ক . গেট কুয়েরি
খ. সিলেক্ট কুয়েরি
গ. বিল্ট কুয়েরি
ঘ. ডিফাইন দ্যা সিস্টেম
ক . গেট কুয়েরি
খ. সিলেক্ট কুয়েরি
গ. বিল্ট কুয়েরি
ঘ. ডিফাইন দ্যা সিস্টেম
সঠিক উত্তর: খ. সিলেক্ট কুয়েরি
12. কোন ডাইলগ বক্রের বিভিন্ন তথ্য পূরন করে যে কুয়েরি করা হয় তাকে কী বলে?
ক. Parameter Query
খ. Crosstab Query
গ. Unmatched
ঘ. Query Action Query
ক. Parameter Query
খ. Crosstab Query
গ. Unmatched
ঘ. Query Action Query
সঠিক উত্তর: ক. Parameter Query
13. ডেটাবেজর বিভিন্ন কার্য সম্পাদনের জন্য কী ব্যবহার করা হয়?
ক. SQL
খ. QSL
গ. ORACL
ঘ. POXPRO
ক. SQL
খ. QSL
গ. ORACL
ঘ. POXPRO
সঠিক উত্তর: ক. SQL
14. কে SQL তৈরি করে?
ক. Bjarne stroustup
খ. Adam Smith
গ. San Jose Research Centre
ঘ. Dennis Ritphie
ক. Bjarne stroustup
খ. Adam Smith
গ. San Jose Research Centre
ঘ. Dennis Ritphie
সঠিক উত্তর: গ. San Jose Research Centre
15. নিউমেরিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে কোন অপারেট ব্যবহৃত হয়?
ক. Comparison
খ. Logical
গ. Arithmation
ঘ. POXPRO
ক. Comparison
খ. Logical
গ. Arithmation
ঘ. POXPRO
সঠিক উত্তর: গ. Arithmation
16. সংরক্ষিত ডেটাবেজ টেবিলে ডেটার বিভিন্ন উপাত্তকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপনের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক. ইনডেক্রিং
খ. সটিং
গ. কুয়েরি
ঘ. ইনকুয়েরি
ক. ইনডেক্রিং
খ. সটিং
গ. কুয়েরি
ঘ. ইনকুয়েরি
সঠিক উত্তর: গ. কুয়েরি
17. সুবিন্যাস্তভাবে সঠিক নিয়ম তথ্য সমূহের সূচি তৈরিকে কী বলে?
ক. ইনডেক্সিং
খ. সটিং
গ. কুয়েরি
ঘ. ইনকুয়েরি
ক. ইনডেক্সিং
খ. সটিং
গ. কুয়েরি
ঘ. ইনকুয়েরি
সঠিক উত্তর: ক. ইনডেক্সিং
18. যখন একটি মাত্র সম্পর্কের ভিতিতে ডেটাবেজ তৈরি করা হয় তাকে বলে?
ক. বাইনারি রিলেশনশিপ
খ . ইউনারি রিলেশনশিপ
গ. টাইনারি রিলেশনশিপ
ঘ. অটো রিলেশনশিপ
ক. বাইনারি রিলেশনশিপ
খ . ইউনারি রিলেশনশিপ
গ. টাইনারি রিলেশনশিপ
ঘ. অটো রিলেশনশিপ
সঠিক উত্তর: খ . ইউনারি রিলেশনশিপ
19. পরিচয়হীন লেনদেন ডেটার ব্যবহার বন্ধ করা প্রয়োজন কেন?
ক. ডেটা সিকিউরিটির
খ. ডেটা মডিফিকেশন
গ. টারনারি রিলেশনশিপ
ঘ. অটো আপডেট
ক. ডেটা সিকিউরিটির
খ. ডেটা মডিফিকেশন
গ. টারনারি রিলেশনশিপ
ঘ. অটো আপডেট
সঠিক উত্তর: ক. ডেটা সিকিউরিটির
20. ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য কী করা হয়?
ক. এনক্রিপশন অ্যালগরিদ
খ. সাইফারটেক্রট
গ. ডেটা এনক্রিপ্ট
ঘ. পেইন টেক্রট
ক. এনক্রিপশন অ্যালগরিদ
খ. সাইফারটেক্রট
গ. ডেটা এনক্রিপ্ট
ঘ. পেইন টেক্রট
সঠিক উত্তর: গ. ডেটা এনক্রিপ্ট
21. পাবলিক কী এনক্রিপশন কয় প্রকার?
ক. ৩ প্রকার
খ. কী বোর্ড এর সকল বোতম
গ. ২ প্রকার
ঘ. ৫ প্রকার
ক. ৩ প্রকার
খ. কী বোর্ড এর সকল বোতম
গ. ২ প্রকার
ঘ. ৫ প্রকার
সঠিক উত্তর: ক. ৩ প্রকার
22. কোনটি ডেটাবেজ পোগ্রামের বহির্ভত?
ক. ডি বেজ
খ. ওরাকল
গ. এ্যাক্সেস
ঘ. ওয়ার্ড
ক. ডি বেজ
খ. ওরাকল
গ. এ্যাক্সেস
ঘ. ওয়ার্ড
সঠিক উত্তর: ঘ. ওয়ার্ড
23. রিলেসনশিপের ডিগ্রি কত প্রকার?
ক. ২প্রকার
খ. ৩প্রকার
গ. ৪প্রকার
ঘ. ৫প্রকার
ক. ২প্রকার
খ. ৩প্রকার
গ. ৪প্রকার
ঘ. ৫প্রকার
সঠিক উত্তর: বিট
24. কোন কারনে সর্ট ধীর গতি সম্পন্ন?
ক. ইনডেক্রিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
খ. সটিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
গ. কুয়েরি রান করতে বেশী মেমরি প্রয়োজন
ঘ. ডেটা সর্ট করার প্রয়োজন হয় না
ক. ইনডেক্রিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
খ. সটিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
গ. কুয়েরি রান করতে বেশী মেমরি প্রয়োজন
ঘ. ডেটা সর্ট করার প্রয়োজন হয় না
সঠিক উত্তর: খ. সটিং আউটপুটের চেয়ে বেশি মেমরি
25. এনক্রিপশন বর্তমানে কত প্রকার?
ক. ২প্রকার
খ. ৩প্রকার
গ. ৪প্রকার
ঘ. ৫প্রকার
ক. ২প্রকার
খ. ৩প্রকার
গ. ৪প্রকার
ঘ. ৫প্রকার
সঠিক উত্তর: খ. ৩প্রকার
26. DBMS এর পূর্ন নাম কী?
ক. Database management software
খ. Data management System
গ. Database management System
ঘ. Database Mathematical System
ক. Database management software
খ. Data management System
গ. Database management System
ঘ. Database Mathematical System
সঠিক উত্তর: গ. Database management System
27. কোনটি চিএ ভিত্তিক ডেটাবেজ সফটওয়ার?
ক. Oracle
খ. Ms-Assess
গ. Ms-word
ঘ. Power Point
ক. Oracle
খ. Ms-Assess
গ. Ms-word
ঘ. Power Point
সঠিক উত্তর: খ. Ms-Assess
28. মাইক্রো কম্পিউটারের আর্দশ ডেটাবেজ সফটওয়ার-
ক. MS-Assess
খ. Oracle
গ. Delphi
ঘ. MS-Excel
ক. MS-Assess
খ. Oracle
গ. Delphi
ঘ. MS-Excel
সঠিক উত্তর: ক. MS-Assess
29. নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?
ক. Oracle
খ. MS-Assess
গ. MS-word
ঘ. Power Point
ক. Oracle
খ. MS-Assess
গ. MS-word
ঘ. Power Point
সঠিক উত্তর: ক. Oracle
30. SQL এর পূর্ন নাম কী?
ক. Structure query life
খ. Student query language
গ. Structured query language
ঘ. Student Query language
ক. Structure query life
খ. Student query language
গ. Structured query language
ঘ. Student Query language
সঠিক উত্তর: গ. Structured query language
31. SQL হলো-
ক. দুর্বল ল্যাংগুয়েজ
খ. শক্তি শালী ল্যাংগুয়েজ
গ. DDL
ঘ. DLD
ক. দুর্বল ল্যাংগুয়েজ
খ. শক্তি শালী ল্যাংগুয়েজ
গ. DDL
ঘ. DLD
সঠিক উত্তর: গ. DDL
32. SQL এর মূল সংগঠন কয়টি অংশ নিয়ে গঠিত ?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ) ৪টি
33. ডেটাবেজকে আমরা কী বলতে পারি?
(ক) সিদ্বান্তের বিষয়
(খ) পরিকল্পনার পাথেয়
(গ) নিয়ন্রনের অবকাঠামো
(ঘ) তথ্য ভান্ডার
(ক) সিদ্বান্তের বিষয়
(খ) পরিকল্পনার পাথেয়
(গ) নিয়ন্রনের অবকাঠামো
(ঘ) তথ্য ভান্ডার
সঠিক উত্তর: ঘ) তথ্য ভান্ডার
34. প্রতিটি ডেটাবেজ মূলত কী দ্বারা গঠিত হয়?
(ক) উলম্ব ও আনুমানিক
(খ) ধারনা
(গ) অবকাঠামো
(ঘ) সারি ও কলাম
(ক) উলম্ব ও আনুমানিক
(খ) ধারনা
(গ) অবকাঠামো
(ঘ) সারি ও কলাম
সঠিক উত্তর: (ঘ) সারি ও কলাম
35. প্রতিটি কলামের একটি কী থাকে?
(ক) পিতৃ পরিচয়
(খ) শিরোনাম বা হোল্ডিং
(গ) বিষয় ভিত্তিক পরিচয়
(ঘ) সুন্দরচিত্র
(ক) পিতৃ পরিচয়
(খ) শিরোনাম বা হোল্ডিং
(গ) বিষয় ভিত্তিক পরিচয়
(ঘ) সুন্দরচিত্র
সঠিক উত্তর: খ) শিরোনাম বা হোল্ডিং
36. ডেটাবেজকে নিয়ন্ত্রন করার জন্য কী ব্যবহার করা হয়?
ক. DBMS
খ. BDMS
গ. DMBS
ঘ. SMBS
ক. DBMS
খ. BDMS
গ. DMBS
ঘ. SMBS
সঠিক উত্তর: ক. DBMS
37. প্রথম প্রজন্মের ডেটাবেজ ম্যানেজমেন্ট কোন দশকে আবিস্কৃত হয়?
(ক) ১৯৫০ সাল
(খ) ১৯৬০ সাল
(গ) ১৯৭০ সাল
(ঘ) ১৯৮০ সাল
(ক) ১৯৫০ সাল
(খ) ১৯৬০ সাল
(গ) ১৯৭০ সাল
(ঘ) ১৯৮০ সাল
সঠিক উত্তর: (গ) ১৯৭০ সাল
38. ১৯৯০ দশকের DBMS কে কোন ডেটাবেজ মডেল বলা হয়?
(ক) শ্রেনী বিন্যাসগত
(খ) নেটওয়ার্ক
(গ) ক ও খ উভয়
(ঘ) রিলেশনাল
(ক) শ্রেনী বিন্যাসগত
(খ) নেটওয়ার্ক
(গ) ক ও খ উভয়
(ঘ) রিলেশনাল
সঠিক উত্তর: (গ) ক ও খ উভয়
39. দ্বিতীয় প্রজন্মের উইগঝ কোন দশকে আবিস্কৃত হয়?
(ক) ১৯৬০ সালে
(খ) ১৯৭০ সালে
(গ) ১৯৮০ সালে
(ঘ) ১৯৯০ সালে
(ক) ১৯৬০ সালে
(খ) ১৯৭০ সালে
(গ) ১৯৮০ সালে
(ঘ) ১৯৯০ সালে
সঠিক উত্তর: (গ) ১৯৮০ সালে
40. রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তক করেন-
(ক) ১৯৮০ সালে
(খ) ১৯৭০ সালে
(গ) ১৯৯৫ সালে
(ঘ) ১৯৫০ সালে
(ক) ১৯৮০ সালে
(খ) ১৯৭০ সালে
(গ) ১৯৯৫ সালে
(ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর: (খ) ১৯৭০ সালে
41. সর্ব প্রথম RDBMS প্রবর্তক করেন যিনি তার নাম-
ক. Edgar frank codd
খ. charles Babbage
গ. Bil gates
গ. Edgar Martain
ক. Edgar frank codd
খ. charles Babbage
গ. Bil gates
গ. Edgar Martain
সঠিক উত্তর: ক. Edgar frank codd
42. যে সকল ডেটাবেজ পরস্পর সম্পর্ক যুক্ত কয়েটি ফাইল নিয়ে গঠিত সে সকল ডেটাবেজকে কী বলে?
(ক) সম্পর্ক যুক্ত ডেটাবেজ
(খ) নিরিক্ষিত ডেটাবেজ
(গ) গুচ্ছ ডেটাবেজ
(ঘ) বিল গেইটস
(ক) সম্পর্ক যুক্ত ডেটাবেজ
(খ) নিরিক্ষিত ডেটাবেজ
(গ) গুচ্ছ ডেটাবেজ
(ঘ) বিল গেইটস
সঠিক উত্তর: (ক) সম্পর্ক যুক্ত ডেটাবেজ
43. mis কথাটির পুরো নাম কি?
ক. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
খ. ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্ট
গ. মর্ডান ইনফরমেশন সিস্টেম
ঘ. ম্যানুয়াল ইন্টেলিজেন্ট সফটওয়্যার
ক. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
খ. ম্যানেজমেন্ট ইন্টেলিজেন্ট
গ. মর্ডান ইনফরমেশন সিস্টেম
ঘ. ম্যানুয়াল ইন্টেলিজেন্ট সফটওয়্যার
সঠিক উত্তর: ক. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
44. RDBMS এর ডেটা কোন পদ্বিতির মাধ্যমে যেকোন ধরনের কুয়েরি বের করে?
ক. ইনডেক্সিং
খ. সটিং
গ. সিলেক্ট
ঘ. ক ও খ উভয়
ক. ইনডেক্সিং
খ. সটিং
গ. সিলেক্ট
ঘ. ক ও খ উভয়
সঠিক উত্তর: ক. ইনডেক্সিং
45. MS-ASSCESS পোগ্রাম তৈরি করে কোন প্রতিষ্ঠান?
ক. Apply Company
খ. Microsoft
গ. HP
ঘ. Machinosh
ক. Apply Company
খ. Microsoft
গ. HP
ঘ. Machinosh
সঠিক উত্তর: খ. Microsoft
46. ডেটাবেজের ফিল্ডে টাইপের ধরন-
ক. ৫ ধরনের
খ. ৪ ধরনের
গ. ৭ ধরনের
ঘ. ১০ ধরনের
ক. ৫ ধরনের
খ. ৪ ধরনের
গ. ৭ ধরনের
ঘ. ১০ ধরনের
সঠিক উত্তর: ঘ. ১০ ধরনের
47. Text টাইপের সর্বোচ্চ বর্ণ টাইপ করা যায়?
ক. ২৫৬টি
খ. ১২৮টি
গ. ২৫৫টি
ঘ. ১২১টি
ক. ২৫৬টি
খ. ১২৮টি
গ. ২৫৫টি
ঘ. ১২১টি
সঠিক উত্তর: গ. ২৫৫টি
48. 10:20pm সময় হবে-
ক. Short Date
খ. Medium Time
গ. Long Time
ঘ. General Time
ক. Short Date
খ. Medium Time
গ. Long Time
ঘ. General Time
সঠিক উত্তর: খ. Medium Time
49. সাধারনত বর্ণামূলক লেখা বা বর্ণনার জন্য কোন ফিল্ড ব্যবহার করা হয়?
ক. 8192 Byte
খ. 32 Byte
গ. 16384 Byte
ঘ. 65536 Byte
ক. 8192 Byte
খ. 32 Byte
গ. 16384 Byte
ঘ. 65536 Byte
সঠিক উত্তর: ঘ. 65536 Byte
50. সাধারনত বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য কোন ফিল্ড ব্যবহার করা হয়?
ক. Float
খ. Memo
গ. Currency
ঘ. Logical
ক. Float
খ. Memo
গ. Currency
ঘ. Logical
সঠিক উত্তর: গ. Currency
51. ডেটা টাইপের জন্য জায়গা প্রয়োজন–
ক. 4 Byte
খ. 1 Byte
গ. 8 Byte
ঘ. 16 Byte
ক. 4 Byte
খ. 1 Byte
গ. 8 Byte
ঘ. 16 Byte
সঠিক উত্তর: গ. 8 Byte
52. ইন্টিজার ডেটা টাইপের জন্য জায়গা প্রয়োজন-
ক. 1 Byte
খ. 2 Byte
গ. 4 Byte
ঘ. 8 Byte
ক. 1 Byte
খ. 2 Byte
গ. 4 Byte
ঘ. 8 Byte
সঠিক উত্তর: 1 Byte
53. ডাবল ডেটা টাইপের মেমরি কত?
ক. 1 Byte
খ. 2 Byte
গ. 4 Byte
ঘ. 8 Byte
ক. 1 Byte
খ. 2 Byte
গ. 4 Byte
ঘ. 8 Byte
সঠিক উত্তর: ঘ. 8 Byte
54. সিংগেল ডেটা টাইপের মেমরি কত?
ক. 1 Byte
খ. 2 Byte
গ. 4 Byte
ঘ. 8 Byte
ক. 1 Byte
খ. 2 Byte
গ. 4 Byte
ঘ. 8 Byte
সঠিক উত্তর:গ. 4 Byte
55. যে সকল ডেটাবেজ পরস্পর সম্পর্ক যুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত সেকল ডেটা বেজকে কী বলে?
ক. সম্পর্কযুক্ত ডেটাবেজ
খ. নিরিক্ষিত ডেটাবেজ
গ. হায়ারার্কিকাল মডেম
ঘ. অনিয়ন্ত্রিত ডেটাবেজ
ক. সম্পর্কযুক্ত ডেটাবেজ
খ. নিরিক্ষিত ডেটাবেজ
গ. হায়ারার্কিকাল মডেম
ঘ. অনিয়ন্ত্রিত ডেটাবেজ
সঠিক উত্তর: ক. সম্পর্কযুক্ত ডেটাবেজ
56. কে RDBMS, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রবর্তন করেন?
ক. ইডগার কড
খ. মার্গারেট থ্যাচার
গ. মারটিন লুথার
ঘ. বিল গেইস্
ক. ইডগার কড
খ. মার্গারেট থ্যাচার
গ. মারটিন লুথার
ঘ. বিল গেইস্
সঠিক উত্তর: ক. ইডগার কড
57. RDBMS ব্যবহার করে নিচের কোনটি সম্ভব?
ক. টেলিভিশন দেখা
খ. গান শোনা
গ. আদমশুমারি ও ভোটার লিষ্ট তৈরি
ঘ. স্যাটেলাইট তৈরি
ক. টেলিভিশন দেখা
খ. গান শোনা
গ. আদমশুমারি ও ভোটার লিষ্ট তৈরি
ঘ. স্যাটেলাইট তৈরি
সঠিক উত্তর: গ. আদমশুমারি ও ভোটার লিষ্ট তৈরি
58. ইনডেক্স তৈরির করার সময় ইনডেক্সের একটি -----দিতে হয়।
ক. নাম
খ. ফোন
গ. রোল
ঘ. ঠিকানা
ক. নাম
খ. ফোন
গ. রোল
ঘ. ঠিকানা
সঠিক উত্তর: ক. নাম
59. একটি ফিল্ডে উপর ইনডেক্সিং করন তথ্য খুজে পেতে সময় লাগে-
ক. অনেক
খ. অল্প
গ. দীর্ঘ সময়
ঘ. প্রচুর সময়
ক. অনেক
খ. অল্প
গ. দীর্ঘ সময়
ঘ. প্রচুর সময়
সঠিক উত্তর: গ. দীর্ঘ সময়
60. ডেটাসমূহের ইনডেক্স করলে কাজের গতি-
ক. বেড়ে যায়
খ. কমে যায়
গ. স্থির থাকে
ঘ. পরিবর্তন হয়
ক. বেড়ে যায়
খ. কমে যায়
গ. স্থির থাকে
ঘ. পরিবর্তন হয়
সঠিক উত্তর: ক. বেড়ে যায়
61. যে সকল ডেটা টেবিলের মধ্যে রিলেশন স্থাপন করতে হবে সে গুলোতে কি থাকতে হবে?
ক. কমন ফিল্ড
খ. দুইটি ডেটা
গ. কমন ফাইল
ঘ. কমন টেবিল
ক. কমন ফিল্ড
খ. দুইটি ডেটা
গ. কমন ফাইল
ঘ. কমন টেবিল
সঠিক উত্তর: ক. কমন ফিল্ড
62. একটি ফিল্ডকে কি ফিল্ড হিসেবে চিহ্নিত করা হবে ডেটাবেজ তৈরি করার জন্য-
ক. সেকেন্ডারি
খ. ফরেন
গ. প্রাইমারি
ঘ. রেকর্ড
ক. সেকেন্ডারি
খ. ফরেন
গ. প্রাইমারি
ঘ. রেকর্ড
সঠিক উত্তর: খ. ফরেন
63. ডেটাবেজ অন্তরভুক্ত টেবিল গুলোর মধ্যে কীভাবে রেকর্ড গুলো সস্পর্ক যুক্ত হবে তার উপর ভিত্তি করে ডেটাবেজ রিলেশনকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ভাগ
খ. ৩ ভাগ
গ. ৪ ভাগ
ঘ. ৫ ভাগ
ক. ২ভাগ
খ. ৩ ভাগ
গ. ৪ ভাগ
ঘ. ৫ ভাগ
সঠিক উত্তর: খ. ৩ ভাগ
64. মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য সফটওয়ার-
ক. কিনতে হয়
খ. ব্যবহার করতে হয়
গ. গতি বাড়াতে হয়
ঘ. আপডেট রাখতে হয়
ক. কিনতে হয়
খ. ব্যবহার করতে হয়
গ. গতি বাড়াতে হয়
ঘ. আপডেট রাখতে হয়
সঠিক উত্তর: ক. কিনতে হয়
65. কর্পোরেট ডেটাবেজকী ধরনের ডেটা সলিউশন?
ক. এক-মুখী
খ. বহু-মুখী
গ. উভয় মুখী
ঘ. ত্রি-মুখী
ক. এক-মুখী
খ. বহু-মুখী
গ. উভয় মুখী
ঘ. ত্রি-মুখী
সঠিক উত্তর: খ. বহু-মুখী
66. বছরে কোন একটি প্রতিষ্ঠানের কত জন কর্মচারী অবসর নিভে তা জানা যায় কিসের মাধ্যমে?
ক. অ্যালগল
খ. ফ্লোচার্ট
গ. ডেটাবেজ
ঘ. ট্রানসমিশন
ক. অ্যালগল
খ. ফ্লোচার্ট
গ. ডেটাবেজ
ঘ. ট্রানসমিশন
সঠিক উত্তর: খ. ফ্লোচার্ট
67. ডেটাকে এনক্রিপ্টশন ও ডিক্রিপ্টশন করার পদ্ধতিকে কী বলে?
ক. ক্রিপ্টোগ্রাপী
খ. কিপ্ট্রোলজী
গ. এনক্রিপ্ট্রিলজি
ঘ. ডিকোগ্রাপী
ক. ক্রিপ্টোগ্রাপী
খ. কিপ্ট্রোলজী
গ. এনক্রিপ্ট্রিলজি
ঘ. ডিকোগ্রাপী
সঠিক উত্তর: ক. ক্রিপ্টোগ্রাপী
68. ডেটার গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব পালন করে কে?
ক. ডেটাবেজ কন্ট্রোলার
খ. ডেটাবেজ অ্যাডমিনেস্ট্রেটর
গ. ডেটাবেজ চেয়ারম্যান
ঘ. ডেটাবেজ প্রোক্টর
ক. ডেটাবেজ কন্ট্রোলার
খ. ডেটাবেজ অ্যাডমিনেস্ট্রেটর
গ. ডেটাবেজ চেয়ারম্যান
ঘ. ডেটাবেজ প্রোক্টর
সঠিক উত্তর: খ. ডেটাবেজ অ্যাডমিনেস্ট্রেটর
69. ডেটা কমেউনিকেশনের ক্ষেত্রে ডেটার নিরাপত্তা-
ক. গুরুত্বপূর্ন
খ. প্রয়োজন হয় না
গ. অত্যন্ত গুরুতপূর্ন
ঘ. কোনটিই নয়
ক. গুরুত্বপূর্ন
খ. প্রয়োজন হয় না
গ. অত্যন্ত গুরুতপূর্ন
ঘ. কোনটিই নয়
সঠিক উত্তর: খ. প্রয়োজন হয় না
70. ডেটা এনক্রিপ্ট করার পদ্ধতি-
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
সঠিক উত্তর: খ. ৩টি
71. সিজার কোডে কোন অক্ষরকে তার পরবর্তী ---- অক্ষর দ্বারা প্রতিস্থাপন করা হয়?
ক. ১ম অক্ষর
খ. ২য় অক্ষর
গ. ৩য় অক্ষর
ঘ. ৪র্থ অক্ষর
ক. ১ম অক্ষর
খ. ২য় অক্ষর
গ. ৩য় অক্ষর
ঘ. ৪র্থ অক্ষর
সঠিক উত্তর: গ. ৩য় অক্ষর
72. ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার-
i. Oracle
ii. foxpro
iii. Microsoft
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. Oracle
ii. foxpro
iii. Microsoft
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
73. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ -
i. অপ্রয়োজনীয় ডেটা ও রেকর্ড মুছেফেলা যায়।
ii. তথ্য নিয়ে অনুসন্দান করা যায়।
iii. তথ্যের ডুপ্লিকেশন কমনো যায়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. অপ্রয়োজনীয় ডেটা ও রেকর্ড মুছেফেলা যায়।
ii. তথ্য নিয়ে অনুসন্দান করা যায়।
iii. তথ্যের ডুপ্লিকেশন কমনো যায়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
74. SQL এর মূল সংগঠনগুলো হলো -
i. from
ii. to
iii. select
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. from
ii. to
iii. select
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. i ও iii
75. SQL এর মূল সংগঠনের অংশ -
i. Select
ii. from
iii. where
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. Select
ii. from
iii. where
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
76. SQL এর বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয় –
i. ডেটা কুয়েরি
ii. ডেটা সন্নিবেশ করা
iii. অবজেক্ট তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. ডেটা কুয়েরি
ii. ডেটা সন্নিবেশ করা
iii. অবজেক্ট তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
77. SQL QUERY হলো -
i. Unior QUERY
ii. pass trough QUERY
iii. sub QUERY
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. Unior QUERY
ii. pass trough QUERY
iii. sub QUERY
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
78. Action QUERY এর অধীনে -
i. make up QUERY
ii. update QUERY
iii. append QUERY
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. make up QUERY
ii. update QUERY
iii. append QUERY
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
79. ডেটাবেজের ম্যানেজমেন্টের কার্যাবলি-
i. ডেটা স্টোরেজ ম্যানেজমেন্ট
ii. ডেটাবেজে মাল্টি ইউজার একসেস কন্ট্রোল
iii. ডেটাবেজ কমিনিকেশন ইন্টারফেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. ডেটা স্টোরেজ ম্যানেজমেন্ট
ii. ডেটাবেজে মাল্টি ইউজার একসেস কন্ট্রোল
iii. ডেটাবেজ কমিনিকেশন ইন্টারফেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
80. DBMS এর ব্যবহার করা হয় -
i. আথিক প্রথিষ্ঠানে
ii. শিক্ষা প্রথিষ্ঠানে
iii. ডেবিট/কেডিট কার্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. আথিক প্রথিষ্ঠানে
ii. শিক্ষা প্রথিষ্ঠানে
iii. ডেবিট/কেডিট কার্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
81. DBMS এর কাজ -
i. ডেটাবেজ সৃজন
ii. ডেটাবেজ ইন্টারোগেসন
iii. ডেটাবেজ রক্ষনাবেক্ষন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. ডেটাবেজ সৃজন
ii. ডেটাবেজ ইন্টারোগেসন
iii. ডেটাবেজ রক্ষনাবেক্ষন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
82. ডেটা টেবিল সর্টি করে সাজানো যায় -
i. Ascending
ii. Descending
iii. Searching
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. Ascending
ii. Descending
iii. Searching
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ক. i ও ii
83. ডেটাবেজের অন্তরভুক্ত ডেটাগুলোকে ছোট বড় আকারে সাজাতে-
i. Ascending সিলেক্ট করতে হয়
ii. Descending সিলেক্ট করতে হয়
iii. (A-Z) সিলেক্ট করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. Ascending সিলেক্ট করতে হয়
ii. Descending সিলেক্ট করতে হয়
iii. (A-Z) সিলেক্ট করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ক. i ও ii
84. index করা হয় -
i. ডেটাবেজ ফাইল ওয়েব ডিজাইন থেকে
ii. অরগাইজাইন মেনু ব্যবহার করে
iii. ডস প্রম্পটে কমান্ড লিংকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. ডেটাবেজ ফাইল ওয়েব ডিজাইন থেকে
ii. অরগাইজাইন মেনু ব্যবহার করে
iii. ডস প্রম্পটে কমান্ড লিংকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
85. রিলেশনাল ডেটাবেজ হলো-
i. one to one
ii. one to many
iii. many to many
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. one to one
ii. one to many
iii. many to many
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ক. i ও ii
86. কর্পোরেট ডিজাইনের সময় অবশ্যই-
i. কর্পোরেট অ্যাকশনসমূহ এবং বিভিন্ন উন্নয়ন লিপিবদ্ধকরণ করতে হবে।
ii. কর্পোরেট SQL ডেটার ইন্টিগ্রিটি ও নিরাপত্তা বিধান করতে হবে।
iii. প্রতিদিন ডেটাবেজ ব্যাক-আপ ইনডেক্সিং, ডেটাবেজ লগ, ডিস্ক স্পেস ইত্যাদি মনিটর করতে হবে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. কর্পোরেট অ্যাকশনসমূহ এবং বিভিন্ন উন্নয়ন লিপিবদ্ধকরণ করতে হবে।
ii. কর্পোরেট SQL ডেটার ইন্টিগ্রিটি ও নিরাপত্তা বিধান করতে হবে।
iii. প্রতিদিন ডেটাবেজ ব্যাক-আপ ইনডেক্সিং, ডেটাবেজ লগ, ডিস্ক স্পেস ইত্যাদি মনিটর করতে হবে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. ii ও iii
87. সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে যা সম্ভব-
i. লেটেস্ট তথ্য পাওয়া যায়।
ii. যোগাযোগ রক্ষা করা সহজ হয়।
iii. অর্থ ও সময়ের অপচয় রোধ হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. লেটেস্ট তথ্য পাওয়া যায়।
ii. যোগাযোগ রক্ষা করা সহজ হয়।
iii. অর্থ ও সময়ের অপচয় রোধ হয়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
অভিন্ন তথ্য ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নঃ
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৮, ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও:
সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. দেবব্রত সাহা তার কলেজের শিক্ষার্থীদের জন্য একটি ডেটাবেজ তৈরী করতে চান যার সাহায্যে কলেজের সকল শিক্ষার্থীদের বিভিন্ন তথ্যাদি সংরক্ষিত থাকবে। এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের ফলে সকল শিক্ষার্থীর ফলাফলসহ ক্লাসে উপস্থিতির তথ্যাদি অভিভাবকদেও সময়মতো জানানো যাবে। ফলাফল বিশ্লেষণ কওে শিক্ষার্থীদেও উন্নয়ন ও পর্যবেক্ষন করা হবে।
88. ডেটাবেজ কে কী বলা হয়?
স্বিদ্ধান্তের বিষয়
পরিকল্পনার বিষয়
তথ্য ভান্ডার
নিয়ন্ত্রনের অবকাঠামো
স্বিদ্ধান্তের বিষয়
পরিকল্পনার বিষয়
তথ্য ভান্ডার
নিয়ন্ত্রনের অবকাঠামো
সঠিক উত্তর: তথ্য ভান্ডার
89. নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম নয়?
এম এস এক্সেস
ওরাকল
ডেলফি
এম এস এক্সেল
এম এস এক্সেস
ওরাকল
ডেলফি
এম এস এক্সেল
সঠিক উত্তর: ডেলফি
90. ডেটাবেজ নিয়ন্ত্রন করার জন্য কী ব্যবহার করা হয়?
(ক) DBMS
(খ) BDMS
(গ) DMBS
(ঘ) SMBD
(ক) DBMS
(খ) BDMS
(গ) DMBS
(ঘ) SMBD
সঠিক উত্তর: (ক) DBMS
নিচের তথ্যাদি লক্ষ কর এবং ৯১-৯৩ প্রশ্নের উত্তর দাও:
Roll No | Name | Marks |
4 | Sakib | 90 |
2 | Nahim | 78 |
1 | Rohan | 88 |
5 | Zabed | 95 |
3 | Maruf | 81 |
91. Roll No. গুলোকে Ascending Order এ সাজালে হবে-
(ক) 5,4,3,2,1
(খ) 1,2,3,4,5
(গ) 1,3,5,2,4
(ঘ) 5,31,4,2
(ক) 5,4,3,2,1
(খ) 1,2,3,4,5
(গ) 1,3,5,2,4
(ঘ) 5,31,4,2
সঠিক উত্তর: (খ) 1,2,3,4,5
92. Marks গুলোকে Dascending Order এ সাজালে হবে-
(ক) 78,81,88,90,95
(খ) 81,78,88,90,95
(গ) 95,90,88,81,78
(ঘ) 78,81,88,90,95
(ক) 78,81,88,90,95
(খ) 81,78,88,90,95
(গ) 95,90,88,81,78
(ঘ) 78,81,88,90,95
সঠিক উত্তর: (গ) 95,90,88,81,78
93. Name গুলোকে নামের অধ্যক্ষর অনুসারে সাজানো হলে, নিচের কোনটি সঠিক?
(ক) Maruf, Nahim, Sakib, Rohan, Zabed
(খ) abed, Rohan, Sakib, Nahim, Maruf
(গ) Zabed, Sakib, Rohan, Nahim, Maruf
(ঘ) Maruf, Nahim, Rohan, Sakib, Zabed
(ক) Maruf, Nahim, Sakib, Rohan, Zabed
(খ) abed, Rohan, Sakib, Nahim, Maruf
(গ) Zabed, Sakib, Rohan, Nahim, Maruf
(ঘ) Maruf, Nahim, Rohan, Sakib, Zabed
সঠিক উত্তর: (ঘ) Maruf, Nahim, Rohan, Sakib, Zabed
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯৪, ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও:
ডেটা যেকোনো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফলে ডেটা গোপনীয়তা রক্ষা করা অনেক বেশী জরুরী। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেজ ব্যবহারের জন্য বিভিন্ন ব্যবহারকারীকে বিভিন্ন পর্যায়ের অ্যাকসেস সুবিধা দিয়ে থাকেন। একজন ব্যবহারকারী পরীক্ষার ফলাফল ডেটাবেজ ডেটা সিলেক্ট করতে পারবে কিন্তু মুছে ফেলতে পারবেনা।
94. উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কোনটির সাথে সম্পর্কিত?
(ক) ডেটা রিলেশন
(খ) ডেটা এনক্রিপ্টশন
(গ) ডেটা সিকিউরিটি
(ঘ) ডেটাবেজ সর্টিং
(ক) ডেটা রিলেশন
(খ) ডেটা এনক্রিপ্টশন
(গ) ডেটা সিকিউরিটি
(ঘ) ডেটাবেজ সর্টিং
সঠিক উত্তর: (গ) ডেটা সিকিউরিটি
95. ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে কী করতে হয়?
(ক) ডিক্রিপ্টশন
(খ) ডিক্রিপ্ট
(গ) এনক্রিপ্টশন
(ঘ) এনক্রিপ্ট
(ক) ডিক্রিপ্টশন
(খ) ডিক্রিপ্ট
(গ) এনক্রিপ্টশন
(ঘ) এনক্রিপ্ট
সঠিক উত্তর: (ঘ) এনক্রিপ্ট
96. ডেটা এনক্রিপ্টশন ও ডিএনক্রিপ্টশন করার বিষয়কে কী বলে?
(ক) ক্রিপ্টলজি
(খ) কিপ্ট্রোগ্রাহী
(গ) ক্রিপ্টগ্রাফী
(ঘ) এনক্রিপ্টোলজি
(ক) ক্রিপ্টলজি
(খ) কিপ্ট্রোগ্রাহী
(গ) ক্রিপ্টগ্রাফী
(ঘ) এনক্রিপ্টোলজি
সঠিক উত্তর: গ) ক্রিপ্টগ্রাফী
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও:
কোন অফিসের কর্মকর্তাদের ডেটাবেজ অফিসিয়াল তথ্য সংরক্ষণের জন্য একটি ফাইল এবং নিজস্ব তথ্যের জন্য আরেকটি ডেটা ফাইল ব্যবহৃত হচ্ছে।
97. ব্যবহৃত ডেটাবেজ সংগঠন কোনটি?
ক. সরল সংগঠন
খ. নেটওয়ার্ক সংগঠন
গ. সম্পর্কযুক্ত সংগঠন
ঘ. শাখা প্রশাখা সংগঠন
ক. সরল সংগঠন
খ. নেটওয়ার্ক সংগঠন
গ. সম্পর্কযুক্ত সংগঠন
ঘ. শাখা প্রশাখা সংগঠন
সঠিক উত্তর: গ. সম্পর্কযুক্ত সংগঠন
98. প্রাইমারী কী ফিল্ড কোনটি?
ক. Name
খ. ID No
গ. Address
ঘ. Basic Salary
ক. Name
খ. ID No
গ. Address
ঘ. Basic Salary
সঠিক উত্তর: খ. ID No
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও:
পাইওনিয়ার আই.টি এর পরিচালক জনাব ইঞ্জিনিয়ার মোঃ মশিউর রহমান তাঁর প্রতিষ্ঠানে ডিভাইস বিক্রয় এবং কম্পিউটার প্রশিক্ষণ দেন। তিনি তাঁর প্রতিষ্ঠানের ক্রেতাদের ক্রমিক নং, নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এবং প্রশিক্ষার্থীদের ক্রমিক নং, নাম, ঠিকানা, জন্ম তারিখ ও মোবাইল নম্বর সংরক্ষণ করেন।
99. জনাব ইঞ্জিনিয়ার মোঃ মশিউর রহমান যে ডেটাবেজ ব্যবহার করেন সেটির মোট কয় ধরণের ডেটা রয়েছে?
ক. ২ ধরণের
খ. ৩ ধরণের
গ. ৪ ধরণের
ঘ. ধরণের
ক. ২ ধরণের
খ. ৩ ধরণের
গ. ৪ ধরণের
ঘ. ধরণের
সঠিক উত্তর: ৪ ধরণের
নোট: এখানে ক্রমিক নং Auto Type, নাম ও ঠিকানা হলো Text Type, জন্মতারিখ হলো Date Type, এবং মোবাইল নম্বর হলো Number Type
100. ক্রেতা ও প্রশিক্ষার্থীদের ডেটার ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. সংখ্যাবাচক ডেটা শুধু একটিতে বিদ্যমান
ii. বর্ণবাচক ডেটা উভয়ক্ষেত্রে বিদ্যমান
iii. ডেটা টাইপ উভয়টিতেই অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
i. সংখ্যাবাচক ডেটা শুধু একটিতে বিদ্যমান
ii. বর্ণবাচক ডেটা উভয়ক্ষেত্রে বিদ্যমান
iii. ডেটা টাইপ উভয়টিতেই অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. i ও iii
No comments:
Post a Comment