অধ্যায়-৯: দুর্যোগের সাথে বসবাস
১. ঢাকা, কুমিল্লা ও চট্রগ্রাম ৮.৭ মাত্রার ভূমিকম্প হয় কত সালে?
ক) ১৮৮৫ সালে
খ) ১৮৯৭ সালে
গ) ১৯১৮ সালে
ঘ) ১৯৯৭ সালে
২. সুনামিতে সৃষ্ট ঢেউয়ে দুরত্ব সর্বোচ্চ কত হতে পারে?
ক) ৪০ মাইল
খ) ৬০ মাইল
গ) ৮০ মাইল
ঘ) ১০০ মাইল
৩. সাইক্লোন সৃষ্টির মূল কারণ-
i. নিম্নচাপ
ii. উচ্চচাপ
iii. উচ্চ তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪. দূর প্রাচ্যের দেশগুলোতে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
ক) সিডর
খ) হারিকেন
গ) সাইক্লোন
ঘ) টাইফুন
৫. বৈশ্বিক উষ্ণতার প্রাকৃতিক কারণ হলো-
i. দাবানল
ii. বন্যা
iii. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬. বাংলাদেশে সবচেয়ে বেশি মাত্রায় ভূমিকম্প হয়েছিল কোন সালে?
ক) ১৭৯৫
খ) ১৮৯৭
গ) ১৯০৭
ঘ) ২০০৭
৭. 'Ryklos' শব্দের অর্থ কী?
ক) সাপের কুন্ডলী
খ) ব্যাঙের ছাতা
গ) বৃত্তাকার সাপ
ঘ) দুমুখো সাপ
৮. ভূমিকম্পের কারণ কোনটি?
ক) টেকটোনিক প্লেটের স্থান পরিবর্তন
খ) টেকটোনিক প্লেটের স্থান দখল
গ) টেকটোনিক প্লেটের গঠন প্রক্রিয়া
ঘ) টেকটোনিক প্লেটের দহন
৯. বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন কত সালে আঘাত হানে?
ক) ১৯৭৪
খ) ১৯৮১
গ) ১৯৯১
ঘ) ২০০৭
১০. নগরায়ন মূলত কিসের সাথে সম্পৃক্ত?
ক) জনসংখ্যা বৃদ্ধির সাথে
খ) শহরতলীর উদ্ভবের সাথে
গ) নগরের সুবিধাদির সাথে
ঘ) নগর অধিবাসীদের সাথে
১১. আমেরিকাতে ঘূর্ণিঝড়কে কী বলা হয়?
ক) সাইক্লোন
খ) টাইফুন
গ) হারিকেন
ঘ) টর্নেডো
১২. সালফার ডাইঅক্সাইড নির্গত হয়-
i. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
ii. গৃহস্থালির চুলা
iii. রেফ্রিজারেটর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩. ১৯৯১-১৯৯২ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক) প্রায় ৮ কোটি
খ) প্রায় ১০ কোটি
গ) প্রায় ১২ কোটি
ঘ) প্রায় ১৪ কোটি
১৪. বৈশ্বিক উষ্ণতার কারণ কী জাতীয় গ্যাস?
ক) উচ্চ চাপে তরল গ্যাস
খ) গ্রিস হাউস গ্যাস
গ) চার্জ নিরপেক্ষ গ্যাস
ঘ) আয়নিক গ্যাস
১৫. বাংলাদেশে সবচেয়ে প্রলয়ঙ্করী টর্নেডো আঘাত হানে কখন?
ক) ১৯৮৯ সালে মানিকগঞ্জের সাটুরিয়াতে
খ) ১৯৯২ সালে মানিকগঞ্জের সদরে
গ) ১৯৯৫ সালে চট্রগামের বাঁশকানিয়ায়
ঘ) ১৯৯৮ সালে নোয়াখালীর সোনাইমুড়িতে
১৬. বন্যায় দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষাকল্পে গৃহীত ব্যবস্থা কী হবে?
ক) ত্রাণ তহবিল গঠন
খ) ঘরে ঘরে নৌকা প্রদান
গ) উচু বাঁধ নির্মাণ
ঘ) পেশাগত পরিবর্তন
১৭. বিশেষজ্ঞগণের মতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ২০৫০ সাল নাগাদ গম উৎপাদন শতকরা কত ভাগ কমে যাবে?
ক) ৬.৬%
খ) ৮.৮%
গ) ৩০%
ঘ) ৩২%
১৮. প্রকৃতির সংরক্ষণশীলতার অনন্য উপায় কোনটি?
ক) দূষণ থেকে সম্পদ রক্ষা
খ) সম্পদের ব্যব্হার কমানো
গ) একই জিনিসের বারবার ব্যবহার
ঘ) প্রকৃতিতে হস্তক্ষেপ না করা
১৯. সুনামি সৃষ্টির কারণ-
i. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
ii. ভূমিধস
iii. নভোজাগতিক ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০. জন্মহার ও মৃত্যুহার সমনা হলে কী হবে?
ক) জনসংখ্যা বৃদ্ধি পাবে না
খ) জনসংখ্যা বৃদ্ধি পাবে
গ) জনসংখ্যা কমে যাবে
ঘ) জনসংখ্যা শূণ্য হবে
২১. সাইক্লোন ও টর্নোডোকে তুমি কীসের ভিত্তিতে আলাদা করতে পার?
ক) স্থায়িত্বের ভিত্তিতে
খ) সময়ের ভিত্তিতে
গ) তীব্রতার ভিত্তিতে
ঘ) উৎসস্থলের ভিত্তিতে
২২. বাংলাদেশের পরিবেশগত সমস্যা-
i. জনসংখ্যা বৃদ্ধি
ii. নগরায়ন
iii. বনশূণ্য করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩. স্মরণকালে সবচেয়ে প্রলয়কারী সাইক্লোন কত সালে হয়েছিল?
ক) ১৯৬৩
খ) ১৯৬৫
গ) ১৯৭০
ঘ) ১৯৮৫
২৪. ১৮৮৫ সালের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল?
ক) বগুড়া
খ) সিরাজগঞ্জ
গ) শেরপুর
ঘ) মানিকগঞ্জের কাছাকাছি
২৫. সুনামিকে বৈশিষ্ট্য কোনটি?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
২৬. ১৯৬০ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে কতটি সাইক্লোন আঘাত হেনেছে?
ক) ৪০টি
খ) ৪৫টি
গ) ৫০টি
ঘ) ৫৫টি
২৭. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য জাপানের মানুষ কী দিয়ে ঘরবাড়ি তৈরি করত?
ক) ইট
খ) বাঁশ
গ) কাগজ
ঘ) খড়
২৮. সুনামিতে সৃষ্ট সমুদ্রের ঢেউয়ের গতিবেগ কোনটি?
ক) ৫০০-৬০০ মাইল/ঘন্টা
খ) ৪০০-৬০০ মাইল/ঘন্টা
গ) ৫০০-৮০০ মাইল/ঘন্টা
ঘ) ২০০-৩০০ মাইল/ঘন্টা
২৯. ২০৮০ সালের মধ্যে পৃষ্ঠের উচ্চতা কত সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে?
ক) ৩০ সে.মি.
খ) ৩৪ সে.মি.
গ) ৩৮ সে.মি.
ঘ) ৪০ সে.মি.
৩০. বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন কোনটি?
ক) শালবন
খ) সুন্দরবন
গ) গজারি বন
ঘ) উপকূলীয় কেওড়া বন
৩১. বাংলাদেশে খরা প্রতিরোধে করণীয়-
i. পানির সরবরাহ বাড়ানো
ii. ভারতের সাথে কার্যকর পানি বন্টন চুক্তি করা
iii. ইরি ধান চাষকে অনুৎসাহিত করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২. ১৯৫০ সালের পর থেকে শুধু জনসংখ্যা বৃদ্ধির কারণে শতকরা কত ভাগ বনভূমি উজাড় হয়ে গেছে?
ক) ৩০%
খ) ৫০%
গ) ৮০%
ঘ) ৯০%
৩৩. ব্রিটিশ নিয়মে আংশিক খরা কোনটি?
ক) একটানা ২ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টি
খ) একটানা ৩ সপ্তাহ ০.৩০ মিলিমিটারের কম বৃষ্টি
গ) একটানা ৪ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টি
ঘ) একটানা ৪ সপ্তাহ ০.৪৫ মিলিমিটারের কম বৃষ্টি
৩৪. বন্যার ফলে যে পানিবাহিত রোগ হয়-
i. কলেরা
ii. ডায়ারিয়া
iii. হাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৫. বর্তমানে বিশ্বের জনসংখ্যা কত?
ক) ৬.৬ বিলিয়ন
খ) ৬.৬০ মিলিয়ন
গ) ৭.০৭ বিলিয়ন
ঘ) ৭.৭ মিলিয়ন
৩৬. ভারত মহাসাগরে জাহাজ চলাচলে দিক-নির্দেশনা মানচিত্র এলোমেলো করে দেওয়ার পিছনে কোন প্রাকৃতিক দুর্যোগ দায়ী?
ক) সুনামি
খ) ভূমিকম্প
গ) অগ্নুৎপাত
ঘ) ঘূণিঝড়
৩৭. ১৯৭০ সালের সাইক্লোন কত মানুষের মৃত্যু ঘটে?
ক) ৪ লক্ষ
খ) ৫ লক্ষ
গ) ৬ লক্ষ
ঘ) ৭ লক্ষ
৩৮. সুনামিতে কোন কোন প্লেটের সংঘর্ষ হয়?
ক) এশিয়ান ও ইউরোশিয়ান প্লেট
খ) ইউরোশিয়ান ও অস্ট্রেলিয়ান প্লেট
গ) এশিয়ান ও অস্ট্রেলিয়ান প্লেট
ঘ) অস্ট্রেলিয়ান ও আফ্রিকান প্লেট
৩৯. কোনটি বাষ্পীভবনে সাহায্য করে?
ক) সুপ্ততাপ
খ) লীনতাপ
গ) আপেক্ষিক সু্প্ততাপ
ঘ) গলনাঙ্ক
৪০. জলবায়ু পরিবর্তনের ফলে কোন প্রাণঘাতী রোগের সৃষ্টি হয়?
ক) এইডস
খ) ডায়রিয়া
গ) অ্যানথ্রাক্স
ঘ) কলেরা
৪১. ১৯৬০ সালের পর বাংলাদেশে এ পর্যন্ত কত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে?
ক) ১০০০ কিলোমিটার
খ) ৩০০০ কিলোমিটার
গ) ৫০০০ কিলোমিটার
ঘ) ৮০০০ কিলোমিটার
৪২. খরাপ্রবণ জেলা কোনটি?
ক) সিলেট
খ) চট্রগ্রাম
গ) রাজশাহী
ঘ) ময়মনসিংহ
৪৩. এসিড বৃষ্টিসৃষ্ট মাটির এসিডটি নষ্ট করতে নিচের কোনটি ব্যবহার করতে হবে?
ক) ক্যালসিয়াম কার্বনেট
খ) ক্যালসিয়াম সালফেট
গ) লাইমস্টোন
ঘ) আর্সেনাইট
৪৪. বাংলাদেশের কোন জেলায় প্রতিবছর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়?
ক) রাজশাহী
খ) পঞ্চগড়
গ) পীরগঞ্জ
ঘ) সিরাজগঞ্জ
৪৫. গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ-
i. যানবাহন
ii. শিল্পকারখানা
iii. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৬. উপকূলীয় অঞ্চলে বন্যার কারণ কোনটি?
ক) ভারি বৃষ্টিপাত
খ) নদী ভরাট হওয়া
গ) জলোচ্ছ্বাস
ঘ) জোয়ার-ভাটা
৪৭. খরার কারণ হল-
i. নদীর গতিপথ পরিবর্তন
ii. পানি প্রত্যাহার
iii. ভূগর্ভস্থ পানির উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৮. হিমালয় বাংলাদেশের কোন পাশে অবস্থিত?
ক) পূর্বে
খ) পশ্চিমে
গ) উত্তরে
ঘ) দক্ষিণে
৪৯. বাংলাদেশে সবচেয়ে প্রলায়ঙ্করী সাইক্লোন আঘাত হানে কোন সালে?
ক) ১৯৭০
খ) ১৯৭৪
গ) ১৯৯৫
ঘ) ২০০৫
৫০. ১৯৬১-২০০৩ সালের মধ্যে সমুদ্রভূপৃষ্ঠের উচ্চ প্রতি বছরে গড়ে কত বৃদ্ধি পেয়েছে?
ক) ১ মিলিমিটার
খ) ১.৫ মিলিমিটার
গ) ০.১৮ মিলিমিটার
ঘ) ২ মিলিমিটার
৫১. খরার মূল কারণ কোনটি?
ক) বার্ষিক বৃষ্টিপাত কমে যাওয়া
খ) উজান থেকে পানি প্রত্যাহার
গ) ওজন স্তরে ক্ষয়
ঘ) নদীর গতিপথ পরিবর্তন
৫২. ২০০৪ সালে সৃষ্ট সুনামির কারণ কোনটি?
ক) ট্যাক্টনিক ভূমিকম্প
খ) প্লেট ভূমিকম্প
গ) স্লেট ভূমিকম্প
ঘ) সামুদ্রিক ভূমিকম্প
৫৩. কোন নদীর পানি ভারত একতরফা ব্যবহার করত?
ক) গঙ্গা
খ) পদ্মা
গ) মেঘনা
ঘ) যমুনা
৫৪. ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কত লোক মারা যায়?
ক) ৫০ হাজার
খ) ১ লক্ষ ৪০ হাজার
গ) ১ লক্ষ ৮০ হাজার
ঘ) ২ লক্ষ ৪০ হাজার
৫৫. ২০০৪ সালের সুনামিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত থাকার কারণ কী ছিল?
ক) উত্তরের হিমালয়
খ) বিস্তৃত নদনদী
গ) গভীর সমুদ্র
ঘ) অগভীর সমুদ্র
৫৬. পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে?
ক) ০.৪৭ ডিগ্রি সেলসিয়াস
খ) ০.৫৪ ডিগ্রি সেলসিয়াস
গ) ০.৬৭ ডিগ্রি সেলসিয়াস
ঘ) ০.৭৪ ডিগ্রি সেলসিয়াস
৫৭. বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাবহত থাকলে ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা কত হবে?
ক) ৭ বিলিয়ন
খ) ৮ বিলিয়ন
গ) ৯ বিলিয়ন
ঘ) ১০ বিলিয়ন
৫৮. লবণাক্ততায় আক্রান্ত জেলা হলো-
i. রাজশাহী
ii. বাগেরহাট
iii. সাতক্ষীরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৯. বাংলাদেশের জন্য মারাত্মক সমস্যা হলো-
i. দারিদ্রতা
ii. বন্যা
iii. আবাদী জমি নদীগর্ভে বিলীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬০. গঙ্গা নদীর পানি নিয়ে পানি বন্টন চুক্তি সাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে?
ক) বাংলাদেশ-ভারত
খ) বাংলাদেশ-মায়ানমার
গ) বাংলাদেশ-নেপাল
ঘ) বাংলাদেশ-শ্রীলঙ্কা
৬১. বাংলাদেশের কতটি নদীর উৎপত্তিস্থল ভারত?
ক) প্রায় ৫৫
খ) প্রায় ৫৬
গ) প্রায় ৫৭
ঘ) প্রায় ৫৮
৬২. বাষ্পীভবন ও প্রস্বেদনের পরিমাণ বৃষ্টিপাতের চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
ক) খরা
খ) বন্যা
গ) জলোচ্ছ্বাস
ঘ) হারিকেন
৬৩. এসিড বৃষ্টিপাত থাকে-
i. সালফিউরিক এসিড
ii. নাইট্রিক এসিড
iii. কার্বনিক এসিড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৪. প্রকৃতি সংরক্ষণশীলতার উপায় কোনটি?
ক) জমিতে রাসায়নিক সার প্রয়োগ
খ) প্রাকৃতিক সম্পদ পুরোপুরি রক্ষা করা
গ) প্রাকৃতিক সম্পদ ব্যবহার না করা
ঘ) সম্পদের যথাযথ বন্টন করা
৬৫. পানিতে এসিড থাকলে pH কত হয়?
ক) ৭ এর কম
খ) ৭ এর বেশি
গ) ৭ এর সমান
ঘ) ৭ এর বেশি বা কম
৬৬. বাংলাদেশের কতগুলো নদী ভারত থেকে উৎপত্তি লাভ করেছে?
ক) ৫০
খ) ৫২
গ) ৫৫
ঘ) ৫৮
৬৭. আমাদের এই বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তে পারত-
i. জনসংখ্যা বৃদ্ধির হার কম হলে
ii. বৈজ্ঞানিক পদ্ধতি চাষাবাদ করে
iii. হাইব্রিড প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৮. বাংলাদেশে কোন সময়ে ভয়াবহ খরা হয়েছিল?
ক) ১৯৭১-১৯৭২ সালে
খ) ১৯৭৪-১৯৭৫ সালে
গ) ১৯৭৮-১৯৭৯ সালে
ঘ) ১৯৮২-১৯৮৩ সালে
৬৯. বাংলাদেশে ১৮৮৫ সালে কত মাত্রার ভূমিকম্প হয়েছিল?
ক) ৩
খ) ৫
গ) ৭
ঘ) ৮
৭০. কী ধরনের খরার কারণে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে?
ক) পূর্বাঞ্চলীয় খরা
খ) দীর্ঘস্থায়ী খরা
গ) স্বল্পস্থায়ী খলা
ঘ) উত্তরাঞ্চলীয় খরা
৭১. বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় শতকরা কত ভাগ জমি লবণাক্ততার শিকার হয়েছে?
ক) ১৩%
খ) ১৪%
গ) ১৫%
ঘ) ১৬%
৭২. রাশিয়াতে একটানা কত দিন মোট ৫ মি.মি. এর বেশি বৃষ্টি না হলে তাকে খরা বলে?
ক) ৫
খ) ১০
গ) ১৫
ঘ) ২০
৭৩. কত সালে সরণকালে ভয়াভয় সুনামি সংঘটিত হয়েছিল?
ক) ২০০৩ সালের ১৬ ডিসেম্বর
খ) ২০০৪ সালের ২৬ ডিসেম্বর
গ) ২০০৫ সালের ১৬ ডিসেম্বর
ঘ) ২০০৬ সালের ২৬ ডিসেম্বর
৭৪. বাংলাদেশের কোন অঞ্চলের জমি লবণাক্ত হয়ে কৃষির অনুপযোগী হয়ে গেছে?
ক) উত্তর-পশ্চিম
খ) দক্ষিণ-পূর্ব
গ) উত্তর-পূর্ব
ঘ) দক্ষিণ-পশ্চিম
৭৫. Kykloss শব্দের অর্থ কী?
ক) সাপের কুন্ডলী
খ) সাপের ফণা
গ) সাপের ছোবল
ঘ) সাপের গর্ত
৭৬. সুন্দরবন রক্ষাকবচ হিসেবে কাজ করে-
i. সাইক্লোনের
ii. হারিকেনের
iii. ভূমিকম্পের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৭. কত সালের বন্যা বাংলাদেশে দুর্ভিক্ষের কারণ ঘটায়?
ক) ১৯৭৪
খ) ১৯৯০
গ) ২০০৪
ঘ) ২০০৭
৭৮. ১৯৬০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে শতকরা কত ভাগ সামুদ্রিক প্রবাল বিলীন হয়ে গেছে?
ক) ৫০%
খ) ৬০%
গ) ৭০%
ঘ) ৮০%
৭৯. বাংলাদেশে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার কারণ কোনটি?
ক) খরা
খ) বন্যা
গ) ঝড়
ঘ) কালবৈশাখী
৮০. সমুদ্রের পানির উচ্চতা যদি ৪৫ সে.মি. বাড়ে সুন্দরবনের শতকরা কত ভাগ পানি নিচে তলিয়ে যাবে?
ক) ৬০%
খ) ৬৫%
গ) ৭০%
ঘ) ৭৫%
৮১. কোন সালে বাংলাদেশে প্রলয়ঙ্ককরী বন্যা হয়েছিল?
ক) ১৯৯১ সালে
খ) ১৯৯৬ সালে
গ) ১৯৯৮ সালে
ঘ) ২০০৭ সালে
৮২. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে নির্গত হয়-
i. নাইট্রোজেন অক্সাইড গ্যাস
ii. সালফার ডাইঅক্সাইড গ্যাস
iii. কার্বন ডাইঅক্সাইড গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৩. ১৯৬৯ সালে সংঘটিত টর্নেডোতে বাতাসের গতিবেগ ঘন্টায় কত ছিল?
ক) ২০০ কিলোমিটার
খ) ৪৫০ কিলোমিটার
গ) ৬৪৪ কিলোমিটার
ঘ) ৭২২ কিলোমিটার
৮৪. শার্ট বা জামাকাপড় কতটি স্টিকার থাকা যথেষ্ট?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
৮৫. আমাদের দেমে যা ঘূর্ণিঝড় জাপানে তা কী নামে পরিচিত?
ক) টাইফুন
খ) হারিকেন
গ) সাইক্লোন
ঘ) টর্নেডো
৮৬. বৈশ্বিক উষ্ণতার কারণ হলো-
i. মিথেন
ii. সিএফসি
iii. নাইট্রাস অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৭. ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত ১২ বছরের মধ্যে কত বছর প্রচন্ড গরম পড়েছে?
ক) ৫ বছর
খ) ৭ বছর
গ) ৯ বছর
ঘ) ১১ বছর
৮৮. পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যা কী?
ক) শহরায়ন
খ) নগরায়ন
গ) সভ্যতাকরণ
ঘ) শিল্পায়ন
৮৯. অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হচ্ছে-
i. গবাদি শিশু
ii. মানুষ
iii. গাছপালা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯০. প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে তুমি খুবই সচেতন। তোমাদের বাসা ১৬ তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিয়ের ১২ তলায়। তুমি বাসায় সর্বদা প্রস্তুত রাখ-
i. কিছু শুকনা খাবার
ii. অগ্নি নির্বাপক যন্ত্র
iii. বাঁশি, টর্চ, রেডিও
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯১. কোন ফসল উৎপাদনে অনেক বেশি পানি প্রয়োজন হয়?
ক) গম
খ) পিয়াজ
গ) কাউন
ঘ) ইরি ধান
৯২. ২০০৪ সালে ২৬ ডিসেম্বর সৃষ্ট ভূমিকম্পের বিকিরণের ক্ষমতা কত ছিল?
ক) এক হাজার পারমাণবিক বোমার সমান
খ) দুই হাজার আণবিক বোমার সমান
গ) তিন হাজার আণবিক বোমার সমান
ঘ) নয় হাজার পারমাণবিক বোমার সমান
৯৩. ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলে?
ক) মিটার স্কেল
খ) রিখটার স্কেল
গ) মিলিমিটার স্কেল
ঘ) সে.মি. স্কেল
৯৪. মৃত্যুহারের চেয়ে জন্মহার বেশি হলে জনসংখ্যা-
ক) কমে যায়
খ) বৃদ্ধি পায়
গ) ঠিক থাকে
ঘ) কিছুই হয় না
৯৫. ঘন ঘন এসিড বৃষ্টি হয় কোন দেশে?
ক) বাংলাদেশে
খ) কানাডায়
গ) ব্রাজিলে
ঘ) ঘানায়
৯৬. বাংলাদেশ কত সুনামিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়?
ক) ১৭৬২ সালের ২ এপ্রিল
খ) ১৮৬২ সনালের ২৬ ডিসেম্বর
গ) ১৯০৪ সালের ২ এপ্রিল
ঘ) ২০০৪ সালের ২৬ ডিসেম্বর
৯৭. মানবদেহের কোন রোগটি এসিড বৃষ্টির কারণে হতে পারে?
ক) অ্যাজমা
খ) ডায়াবেটিস
গ) জন্ডিস
ঘ) ম্যানিনজাইটিস
৯৮. বাংলাদেশের কোন অঞ্চলটি খরার জন্য ঝুঁকিপূর্ণ?
ক) উত্তরাঞ্চল
খ) উত্তর-পশ্চিমাঞ্চল
গ) উত্তর-পূর্বাঞ্চল
ঘ) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
৯৯. বায়ুমন্ডলীয় তাপমাত্রা বাড়লে-
i. রোগজীবাণু বেশি জন্মাবে
ii. রোগ সংক্রমণ বেশি হবে
iii. অ্যানথ্রাক্স রোগ হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০০. ঘূর্ণিঝড়ের তীব্রতা মাত্রা নিয়ন্ত্রণে বাংলাদেশ পদক্ষেপ নিতে পারে-
i. আমেরিকাকে অনুসরণ করে
ii. উপকূলীয় অঞ্চলে কৃত্রিম বনায়ন সৃষ্টি করে
iii. পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০১. ২০১০-২০১১ সালে বাংলাদেশে উৎপাদিত মোট খাদ্যশস্যের পরিমাণ কত?
ক) ১০ মিলিয়ন মেট্রিক টন
খ) ৩০ মিলিয়ন মেট্রিক টন
গ) ৪০ মিলিয়ন মেট্রিক টন
ঘ) ৫০ মিলিয়ন মেট্রিক টন
১০২. ২০০৪ সালের ২৪ ডিসেম্বরের সুনামি কতটি আফ্রিকান দেশে বিস্তৃত হয়?
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৩
১০৩. সমুদ্রের কোনটি তাপমাত্রার প্রতি সংবেদনশীল?
ক) প্রবাল
খ) রীফ
গ) নীলতিমি
ঘ) অক্টোপাস
১০৪. IPCC হল-
ক) International Panel on Climate Change
খ) Intergovernmental Panel on Climate Change
গ) International Practice on Climate Change
ঘ) Intergovernmental Panel on Climate Chance
১০৫. জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত সংস্থা কোনটি?
ক) Green Peace
খ) GSB
গ) IPCC
ঘ) UN
১০৬. ঘূর্ণিঝড় 'সিডর' আঘাত হানে কোন সালে?
ক) ২০০৫
খ) ২০০৬
গ) ২০০৭
ঘ) ২০০৮
১০৭. ১৯৯১-৯২ সালে বাংলাদেশে উৎপাদিত মোট খাদ্যশস্যের পরিমাণ কত ছিল?
ক) ১৮.২৩ মিলিয়ন মেট্রিক টন
খ) ১৯.৩২ মিলিয়ন মেট্রিক টন
গ) ২৩.২৯ মিলিয়ন মেট্রিক টন
ঘ) ২৭.৩৩ মিলিয়ন মেট্রিক টন
১০৮. 'সুনামি সৃষ্টির' কারণ-
i. ভূমিকম্প
ii. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
iii. নভোজাগতিক ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৯. ২০০৪ সালের সুনামিতে যে প্লেটে সংঘর্ষ হয়েছিল?
i. ইউরেশিয়ান প্লেট
ii. অস্ট্রেলয়ান প্লেট
iii. আফ্রিকান প্লেট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১০. সুনামিতে ইন্দোনেশিয়ার কোন প্রদেশের মানুষ সবচেয়ে বেশী মারা যায়?
ক) আচেহ
খ) বালি
গ) রাবা
ঘ) সেলিবিমস
১১১. এসিড বৃষ্টির ক্ষতিকর দিক হলো-
i. জীবচৈচিত্র্য নষ্ট হওয়া
ii. ব্রঙ্কাইটিস
iii. হৃৎপিন্ডের সমস্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১২. তুমি মাঠে খেলছ, এমতাবস্থায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পার। তুমি এ অবস্থা এড়াতে পার না-
i. টর্নেডোর পূর্বাভাস ও সর্তকবাণী প্রচার সম্ভব হয় না বলে
ii. কালবৈশাখী বিকাল বেলায় আঘাত হানে বলে
iii. হঠাৎ টর্নোডো সৃষ্টি হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৩. এসিড বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তে হয় কোনটি?
ক) ভূমি সম্পদ
খ) খনিজ সম্পদ
গ) পানি সম্পদ
ঘ) প্রাণী সম্পদ
১১৪. Partial drought কী?
ক) ২ সপ্তাহ ০.২৫ মিমি বৃষ্টিপাত
খ) ৪ সপ্তাহ ০.২৫ মিমি. বৃষ্টিপাত
গ) ১০ দিন ৫ মি.মি. এর বেশি বৃষ্টিপাত
ঘ) ২৪ ঘন্টায় ৬.২৪ মিমি. বৃষ্টিপাত
১১৫. দেশের উপকূলীয় অঞ্চলে কোনটি বন্যার কারণ হতে পারে?
ক) সাইক্লোন
খ) টর্নেডো
গ) ভূমিধস
ঘ) বন উজাড়
১১৬. টর্নেডোর সবচেয়ে ক্ষতিকর দিক কোনটি?
ক) নিম্নচাপ সৃষ্টি
খ) সাগরের তলদেশের দুমকে যায়
গ) মাটির pH কমিয়ে দেয়
ঘ) হঠাৎ অল্প সময়ে প্রচন্ড ধ্বংসযজ্ঞ সাধন করে
১১৭. তোমার দৃষ্টিতে সবচেয়ে কম সময়ে বেশি ধ্বংসলীলা সাধনে সক্ষম কোন প্রাকৃতিক দুর্যোগ?
ক) সুনামি
খ) ভূমিকম্প
গ) ঘূর্ণিঝড়
ঘ) টর্নেডো
১১৮. ১৯৭৪ সালের দূর্ভিক্ষের একমাত্র কারণ কোনটি?
ক) খরা
খ) বন্যা
গ) ভূমিকম্প
ঘ) জলোচ্ছ্বাস
১১৯. প্রকৃতি সংরক্ষণশীলতার কৌশল কয়টি?
ক) ২টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৭টি
১২০. সুমামির সাথে যুগপৎরূপে কোন প্রাকৃতিক দুর্যোগের নাম জড়িত?
ক) নদীভাঙন
খ) ঘূর্ণিঝড়
গ) জলাবদ্ধতা
ঘ) ভূমিকম্প
১২১. কোন দ্বীপে সুনামি সংঘটিত হয়েছিল?
ক) ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে
খ) ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে
গ) বোর্নিও দ্বীপে
ঘ) কলোরাডো দ্বীপপুঞ্জে
১২২. জলবায়ুর পরিবর্তনের কারণে ২১০০ সালের মধ্যে কত শতাংশ খাদ্য উৎপাদন হ্রাস পাবে?
ক) ২০%
খ) ৩০%
গ) ৪০%
ঘ) ৫০%
১২৩. সাইক্লোনের অন্য নাম হলো-
i. হারিকেন
ii. টাইফুন
iii. টর্নেডো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৪. বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টন চুক্তি হয় কোন সালে?
ক) ১৯৭২
খ) ১৯৭৮
গ) ১৯৯৬
ঘ) ২০০৬
১২৫. 'সুনামি' অর্থ কী?
ক) সমুদ্রের ঢেউ
খ) সমুদ্রের জলোচ্ছ্বাস
গ) বন্দরের ঢেউ
ঘ) সমুদ্রের গর্জন
১২৬. বাতাস বা অক্সিজেন ছাড়া মানুষ কত সময় বাঁচতে পারে?
ক) ৪০-৪৫ সেকেন্ড
খ) ৪০-৫০ সেকেন্ড
গ) ৫০-৫৫ সেকেন্ড
ঘ) ১ মিনিট
১২৭. গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির প্রাকৃতিক কারণ কোনটি?
ক) শিল্পকারখানার ধোঁয়া
খ) রেফ্রিজারেটর
গ) দাবানল
ঘ) যানবাহনের ধোঁয়া
১২৮. দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কত হেক্টর জমি লবণাক্ত কারণ কৃষি অনুপোযোগী হয়ে গেছে?
ক) ১,৮০,০০০
খ) ৪,৩০,০০০
গ) ৬,৮০,০০০
ঘ) ৮,৩০,০০০
১২৯. যেসব ফসল কম পানিতেক জন্মায়-
i. গম
ii. পিয়াজ
iii. কাউন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩০. অনেক ক্ষেত্রে বাংলাদেশে বন্যার পূর্বাভাস দেওয়া অসম্ভব হয় কেন?
ক) নদীগুলোর উৎপত্তিস্থল দেশের বাইরে চলে
খ) নদীগুলোর উৎপত্তিস্থল দেশের ভিতরে বলে
গ) নদীগুলোর উৎপত্তিস্থল পাহাড়ি অঞ্চলে বলে
ঘ) নদীগুলোর উৎপত্তিস্থল মালভূমি অঞ্চলে বলে
১৩১. আষাঢ় শ্রাবণ ছাড়াও বর্তমানে অন্য কোন মসে ভারী বর্ষণ দেখা যাচ্ছে?
ক) ভার্দ্র
খ) আশ্বিন
গ) কার্তিক
ঘ) অগ্রহায়ণ
১৩২. জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাংলাদেশে শতকরা কত ভাগ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে?
ক) ১০%
খ) ২০%
গ) ৩০%
ঘ) ৫০%
১৩৩. ১৯৯৬ সালে বাংলাদেশের সাথে কোন দেশের পানি বন্টন চুক্তি হয়?
ক) পাকিস্তান
খ) নেপাল
গ) ভারত
ঘ) মায়ামানমার
১৩৪. ২০০৪ সালের সুনামিতে বাংলাদেশে কোনো ক্ষতি না হওয়ার কারণ কোনটি?
ক) অগভীর পানেতে সুনামির শক্তি হারানো
খ) গভীর পানিতে সুনামির শক্তি হারানো
গ) গভীর পানিতে সুনামির শক্তি অর্জন
ঘ) অগভীর পানিতে সুনামির শক্তি অর্জন
১৩৫. বন্যার সময় রাস্তাঘাট ডুবে যায়। এর মোকাবিলায় সচেতন উত্তম ও সহজ বিকল্প কী?
ক) ঘরে বন্দী থাকা
খ) পায়ে হেঁটে চলা
গ) নৌকার ব্যবস্থা রাখা
ঘ) রাস্তাঘাট পাকা করা
১৩৬. 'Tsunami' কোন দেশি শব্দ?
ক) জাপানি
খ) চীনা
গ) কোরিয়ান
ঘ) সিংহলিক
১৩৭. সাধারণ বৃষ্টির বৈশিষ্ট্য কোনটি?
ক) ক্ষারকীয়
খ) স্বাভাবিক
গ) অত্যন্ত ক্ষারকীয়
ঘ) এসিডিক
১৩৮. বাংলাদেশের ঋতুচক্রের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে কেন?
ক) আবহাওয়ার পরিবর্তনের ফলে
খ) জলবায়ুর পরিবর্তনের ফলে
গ) ভৌগোলিক পরিবর্তনের ফলে
ঘ) ভূপ্রাকৃতিক কারণে
১৩৯. কার্বন দূষণ বলতে বায়ুমন্ডলের কোনটির পরিমাণ বেড়ে যাওয়াকে বোঝায়?
ক) কার্বন মনোক্সাইড
খ) কার্বন ডাইঅক্সাইড
গ) বাইকার্বনেট
ঘ) কার্বোক্সিলিক এসিড
১৪০. সাইক্লোন সৃষ্টির কারণ কোনটি?
ক) উচ্চচাপ
খ) নিম্নচাপ
গ) শীতলতা
ঘ) বায়ুপ্রবাহ
১৪১. দূষিথ বাতাসে কোন রোগটি হতে পারে?
ক) ডায়াবেটিস
খ) ম্যানিনজাইটিস
গ) ফুসফুসের ক্যান্সার
ঘ) লিভার সিরোসিস
১৪২. অতি সম্প্রতি জাপানে ঘটে যাওয়া পামাণবিক দুর্ঘটনার জন্য কোন প্রাকৃতিক দুর্যোগ দায়ী?
ক) ভূমিকম্প
খ) সুনামি
গ) টর্নেডো
ঘ) হারিকেন
১৪৩. এসিড বৃষ্টি মানব দেহে সৃষ্টি করে-
i. হৃৎপিন্ড সমস্যা
ii. অ্যাজমা
iii. ব্রঙ্কাইটিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৪. বিগত ৪০ বছরে সেন্টমার্টিন দ্বীপের কত শতাংশ প্রবাল বিলীন হয়ে গেছে?
ক) ৫০%
খ) ৬০%
গ) ৭০%
ঘ) ৮০%
১৪৫. ৮০০০ কি.মি. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে কত সালের পর থেকে?
ক) ১৯৬০
খ) ১৯৭০
গ) ১৯৮০
ঘ) ১৯৮৫
১৪৬. Tornado শব্দটির অর্থ কি?
ক) Thunder storm
খ) Thunder cats
গ) Thunder fall
ঘ) Thunder cyclone
১৪৭. কয়লা থেকে তৈরি হয়-
i. নাইট্রোজেন অক্সাইড
ii. সালফার ডাই-অক্সাড
iii. সিলিকন ডাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৮. প্রলয়ঙ্করী বন্যা সংঘটিত হয়-
i. ১৯৮৮ সালে
ii. ১৯৯১ সালে
iii. ১৯৯৮ সালে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৯. বনভূমি উজাড় হওয়ার মূল কারণ কোনটি?
ক) শিল্পকারখানা বৃদ্ধি
খ) যানবাহনের সংখ্যা বৃদ্ধি
গ) কৃষির সম্প্রসারণ
ঘ) জনসংখ্যা বৃদ্ধি
১৫০. মাছে-ভাতে বাঙালি কীভাবে রূপকথায় পরিণত হলো?
ক) খরা ও বন্যায়
খ) কৃষিজমির অভাবে
গ) জনসংখ্যা বৃদ্ধিতে
ঘ) নদীর ভাঙনে
১৫১. বাংলাদেশের কয়টি নদীর উৎপত্তিস্থল ভারত?
ক) ৪০টি
খ) ৫০টি
গ) ৫২টি
ঘ) ৫৫টি
১৫২. নদী প্রশিক্ষণ হল-
i. সিমেন্টের ব্লক
ii. বালির বস্তা
iii. বাঁশের ঢিবি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৩. বাংলাদেশের কোন জেলায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে?
ক) রংপুর
খ) দিনাজপুর
গ) সিরাজগঞ্জ
ঘ) ময়মনসিংহ
১৫৪. এসিড বৃষ্টির উপাদান কোনটি?
ক) এসিটিক এসিড
খ) সালফিউরিক এসিড
গ) কার্বনিক এসিড
ঘ) মৃদু এসিড
১৫৫. ধারণা অনুযায়ী ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কতটুকু বেড়ে যেতে পারে?
ক) ১.১-৬.৪ ডিগ্রি সেলসিয়াস
খ) ১.২-৬.৯ ডিগ্রি সেলসিয়াস
গ) ১.১১-৬.৭ ডিগ্রি সেলসিয়াস
ঘ) ৬.৮-৯.৮ ডিগ্রি সেলসিয়াস
১৫৬. গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি প্রাকৃতিক কারণ কোনটি?
ক) রেফ্রিজারেটর
খ) যানবাহনের ধোয়া
গ) দাবানল
ঘ) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
১৫৭. বাংলাদেশের কতটি নদী ভারত, নেপাল ও ভুটানে উৎপত্তি লাভ করেছে?
ক) ৪০টি
খ) ৪৮টি
গ) ৫৮টি
ঘ) ৬৫টি
১৫৮. সাইক্লোনের সাথে টর্নেডোর মূল পার্থক্য কোনটি?
ক) টর্নেডো সৃষ্টি হয় উপকূলে
খ) টর্নেডো সৃষ্টি হয় সাগরে
গ) টর্নেডো সৃষ্টি হয় যেকোনো স্থানে
ঘ) টর্নেডো সৃষ্টি হয় নদীতে
১৫৯. সাম্প্রতিককালে অসময়ে বন্যা হওয়ার কারণ কোনটি?
ক) ভূপ্রাকৃতিক কারণ
খ) নদীভাঙন
গ) জলবায়ুর পরিবর্তন
ঘ) নদীর নাব্যতা হ্রাস
১৬০. বিশেষজ্ঞগণের মতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ চাল উৎপাদন শতকরা কত ভাগ হ্রাস পাবে?
ক) ৬.৬%
খ) ৭.৯%
গ) ৮.৮%
ঘ) ৯.৬%
১৬১. ভূকম্পনের ফলে যে বিপুল পরিমাণ বিকিরণ হয় তা কতগুলো পরমাণু বোমার সমান ক্ষমতাসম্পন্ন?
ক) ৭ হাজার
খ) ৯ হাজার
গ) ৯.৫ হাজার
ঘ) ১০ হাজার
১৬২. সাইক্লোন তৈরিতে সাগরের তাপমাত্রা কত হতে হয়?
ক) ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি
খ) ২৩ ডিগ্রি সেলসিয়াসের কম
গ) ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি
ঘ) ২৭ ডিগ্রি সেলসিয়াসের কম
১৬৩. বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে?
ক) গ্রিন হাউস ইফেক্ট
খ) কার্বন দূষণ
গ) অক্সিজেন দূষণ
ঘ) বৈশ্বিক উষ্ণতা
১৬৪. সাইক্লোন শব্দটি কোন দেশীয় শব্দ থেকে এসেছে?
ক) গ্রীক
খ) ব্রিটিশ
গ) ল্যাটিন
ঘ) জার্মান
১৬৫. ১৯৬০-২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে কতবার সাইক্লোন আঘাত হেনেছে?
ক) ২০
খ) ৩০
গ) ৪০
ঘ) ৫০
১৬৬. সুনামির ফলে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?
ক) ইন্দোনেশিয়া
খ) শ্রীলঙ্কা
গ) মালয়েশিয়া
ঘ) থাইল্যান্ড
১৬৭. ২০০৪ সালের সুনামিতে কত লক্ষ লোক মারা যায়?
ক) ২ লক্ষ
খ) ৩ লক্ষ
গ) ৪ লক্ষ
ঘ) ৫ লক্ষ
১৬৮. সুনামির উৎপত্তিস্থল কোথায় ছিল?
ক) প্রশান্ত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) দক্ষিণ মহাসাগরে
১৬৯. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
ক) প্রায় ১০ কোটি
খ) প্রায় ১২ কোটি
গ) প্রায় ১৫ কোটি
ঘ) প্রায় ১৮ কোটি
১৭০. ঘূর্ণিঝড়ের মাত্রা নিয়ন্ত্রেণে ব্যবহার হয়-
i. সিলভার আয়োডাইড
ii. তেল
iii. রাসায়নিক দ্রব্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭১. মাটিতে পানি কম থাকলেও জন্মাতে পারে কোনটি?
ক) ধান
খ) পিয়াজ
গ) পাট
ঘ) আলু
১৭২. মাছ সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বেচে থাকতে পারে?
ক) ২৬ ডিগ্রি
খ) ২৮ ডিগ্রি
গ) ৩০ ডিগ্রি
ঘ) ৩২ ডিগ্রি
১৭৩. প্রকৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে না পারলে মনুষ্য জাতির পরিণতি কী হবে?
ক) উৎপাদনে সক্ষম হবে
খ) আয়ষ্কাল হ্রাস পাবে
গ) বিলুপ্ত হয়ে যাবে
ঘ) খাদ্য সংকটে পড়বে
১৭৪. ১৯৭৫ সাল থেকেব এ পর্যন্ত বাংলাদেশে কতটি টর্নেডো আঘাত হেনেছে?
ক) ৪০টি
খ) ৭৫টি
গ) ৯৫টি
ঘ) ১০৪টি
১৭৫. কোন দুর্যোগটি শুধুমাত্র সংঘটিত হয়?
ক) কালবৈশাখী
খ) ভূমিকম্প
গ) সুনামি
ঘ) বন্যা
১৭৬. নগরায়ণের কারণরূপে বিবেচিত হতে পারে-
i. শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি
ii. গ্রামীণ জনপদের শহরমুখিতা
iii. আবাসন সংকট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৭. ২০৮০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত বাড়তে পারে?
ক) ৩০ সে.মি.
খ) ৩৪ সে.মি.
গ) ৩৮ সে.মি.
ঘ) ৪২ সে.মি.
১৭৮. বাংলাদেশে কোন সময়ে টর্নেডোর প্রকোপ দেখা যায়?
ক) চৈত্র মাসে
খ) বৈশাখ মাসে
গ) ফাগ্লুন মাসে
ঘ) আষাঢ় মাসে
১৭৯. টর্নেডোর অনুরূপ প্রাকৃতিক দুর্যোগ কোনটি?
ক) ভূমিকম্প
খ) বন্যা
গ) সুনামি
ঘ) ঘূর্ণিঝড়
১৮০. বিশেষজ্ঞগণের মতে জলবায়ু পরিবর্তনজনিত কারণ ২১০০ সালের মধ্যে শতকরা কত ভাগ খাদ্যেৎপাদন হ্রাস পাবে?
ক) ২০%
খ) ৩০%
গ) ৪০%
ঘ) ৫০%
১৮১. বাংলাদেশে সাইক্লোন প্রস্তুতি কার্যক্রম চালু করেছে-
i. বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়
ii. বাংলাদেশ রেড ক্রিসেন্ট
iii. বাংলাদেশ আবহাওয়া অফিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮২. খাদ্য ঘাটতির কারণে প্রতি বছর কী পরিমাণ খাদ্য আমদানী করতে হয়?
ক) ২ মিলিয়ন মেট্রিক টন
খ) প্রায় ৩ মিলিয়ন মেট্রিক টন
গ) ৩ মিলিয়ন মেট্রিক টন
ঘ) প্রায় ৪ মিলিয়ন মেট্রিক টন
১৮৩. গ্রিন হাউস গ্যাসের উৎস হলো-
i. যানবাহন
ii. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
iii. রেফ্রিজারেটর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৪. নিচের কোন রোগটি বন্যার কারণে পানিবাহিত হয়ে ছড়ায়?
ক) ডায়ারিয়া
খ) ডেঙ্গু
গ) এইডস
ঘ) ম্যালেরিয়া
১৮৫. রাশিয়াতে খরা বলা হয় কোনটিকে?
ক) একটানা ৫ দিন ৫ মিলিমিটারের কম বৃষ্টি
খ) একটানা ৮ দিন ৬ মিলিমিটারের কম বৃষ্টি
গ) একটানা ১০ দিন ৫ মিলিমিটারের কম বৃষ্টি
ঘ) একটানা ১৫ দিন ১০ মিলিমিটারের কম বৃষ্টি
১৮৬. বঙ্গোপসাগরে সৃষ্ট জলোচ্ছ্বাস হলো-
i. স্যান্ডি
ii. সিডর
iii. আইলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৭. বিগত তিন দশকে বাংলাদেশের কত হেক্টর জমি নদীগর্ভে হারিয়ে গেছে?
ক) ১,৫০,০০০ হেক্টর
খ) ১,৮০,০০০ হেক্টর
গ) ২,০০,০০০ হেক্টর
ঘ) ২,৩০,০০০ হেক্টর
১৮৮. 'Kyklos' শব্দটি কোন প্রাকৃতিক দুর্যোগের সাথে জড়িত?
ক) অগ্নুৎপাত
খ) হারিকেন
গ) সাইক্লোন
ঘ) টর্নেডো
১৮৯. সবচেয়ে মারাত্মক বন্যা সংঘটিত হয় কত সালে?
ক) ১৯৭৪
খ) ১৯৮৭
গ) ১৯৮৮
ঘ) ২০০৭
১৯০. সাধারণত বৃষ্টিপাত কেমন হয়?
ক) ক্ষারীয়
খ) নিরপেক্ষ
গ) এসিডিক
ঘ) পুষ্টিকর
১৯১. সুমাত্রার ভূমিকম্পটির ফলে কত এলাকাজুড়ে ভাঙনের সৃষ্টি হয়?
ক) ৭০০ মাইল
খ) ৬০০ মাইল
গ) ৫০০ মাইল
ঘ) ৪০০ মাইল
১৯২. বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে-
ক) ৮.৮ বিলিয়ন
খ) ১০ বিলিয়ন
গ) ১৯.৯ বিলিয়ন
ঘ) ২০ বিলিয়ন
১৯৩. সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা পালন করে-
i. নিম্নচাপ
ii. উচ্চচাপ
iii. উচ্চ তাপমাত্রা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৪. নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্ত দেওয়াকে কী বলে?
ক) নদী নিয়ন্ত্রণ
খ) নদী প্রশিক্ষণ
গ) নদী প্রতিরোধ
ঘ) নদী মেরামত
১৯৫. নিচের কোন সাইক্লোনটি বাংলাদেশে আঘাত হেনেছিল?
ক) সিডর
খ) স্যান্ডি
গ) নার্গিস
ঘ) আইলা
১৯৬. বন্যার উপকারী দিক কোনটি?
ক) ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়
খ) জমিতে পলি পড়ে বলে জমির উর্বরতা বাড়ে
গ) বন্যার পরবর্তীতে নতুন গাছ জন্মায়
ঘ) অনেক নতুন ঘরবাড়ি দেখা যায়
১৯৭. বাংলাদেশের নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ কোনটি?
ক) বন্যা
খ) খরা
গ) ভূমিকম্প
ঘ) দাবানল
১৯৮. ২০১০-১১ সালে বাংলাদেশে মোটি উৎপাদিত খাদ্যশস্যের পরিমাণ কত ছিল?
ক) প্রায় ১৯.৩২ মিলিয়ন মেট্রিক টন
খ) প্রায় ২৫ মিলিয়ন মেট্রিক টন
গ) প্রায় ৩০ মিলিয়ন মেট্রিক টন
ঘ) প্রায় ৪০ মিলিয়ন মেট্রিক টন
১৯৯. ১৯৬৯ সালের টর্নোডোতে বাতাসের বেগ কত ছিল?
ক) ৪৪৪ কি.মি./ঘন্টা
খ) ৫৪৪ কি.মি./ঘন্টা
গ) ৬৪৪ কি.মি./ঘন্টা
ঘ) ৮০০ কি.মি./ঘন্টা
২০০. ভূমিকম্প কিভাবে হয়?
ক) বন ধ্বংস করা হলে
খ) টেকটনিক পেটের আঘাতে
গ) প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে
ঘ) তীব্র জলোচ্ছ্বাসের আঘাতে
২০১. সাইক্লোন শব্দটি নিচের কোন শব্দ থেকে এসেছে?
ক) Cyklos
খ) Kyklos
গ) Kycleos
ঘ) Cymos
২০২. কখন সম্পদ ব্যবহারের অনুপযোগী হয়?
ক) সম্পদ নষ্ট হয়ে গেলে
খ) সম্পদ দূষিত হলে
গ) সম্পদ শেষ হলে
ঘ) সম্পদ বারবার ব্যবহার করলে
২০৩. জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া নির্ভর করে-
i. জন্মহার
ii. মুত্যুহার
iii. বহিগর্মন ও বহিরাগমন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৪. কী কারণ বাংলাদেশে হাজার হাজার একর আবাদি জমি নষ্ট হচ্ছে?
ক) জনসংখ্যা বৃদ্ধির কারণে
খ) নদীভাঙনের কারণে
গ) প্রাকৃতিক দুর্যোগের কারণে
ঘ) জমির উর্বরতা বিনষ্ট হওয়ার কারণে
২০৫. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলাফল-
i. নদনদীর পানি লবণাক্ত হবে
ii. ভূগর্ভস্থ পানি লবণাক্ত হবে
iii. আবাদী জমি লবণাক্ত হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৬. বৈশ্বিক উষ্ণতার প্রভাব হল-
i. ঋতু পরিবর্তন
ii. নদীভঙন
iii. খরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৭. এসিড বৃষ্টির মানবসৃষ্ট কারণ কোনটি?
ক) দাবানল
খ) বজ্রপাত
গ) গাছপালার পঁচন
ঘ) শিল্পকারখানার ধোয়া
২০৮. দীর্ঘস্থায়ী খরার ফলাফল কোনটি?
ক) ফসল উৎপাদন কমে যায়
খ) খাদ্য সংকট দেখা যায়
গ) মাটির উর্বরতা কমে যায়
ঘ) সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা যায়
২০৯. ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে তা থেকে নতুন জিনিস তৈরী করা কিসের কৌশল?
ক) প্রকৃতির সংবেদনশীলতার
খ) প্রকৃতির নবায়নযোগ্যতা
গ) প্রকৃতির সংরক্ষণশীলতা
ঘ) প্রকৃতির মান উন্নয়ন
২১০. খরার ক্ষেত্রে বৃষ্টিপাতের চেয়ে বেশি হয়-
i. অভিস্রবণ
ii. বগুড়া
iii. কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১১. বাংলাদেশে টর্নেডো হয়ে থাকে-
i. বৈশাখ মাসে
ii. শহরে বা গ্রামে
iii. নদীতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১২. অক্সিজেন ছাড়া কতক্ষণ বাঁচা সম্ভব?
ক) ২০-৩০ সেকেন্ড
খ) ৪০-৫০ সেকেন্ড
গ) ১ মিনিট
ঘ) ২ মিনিট
২১৩. ঘূর্ণিঝড়েরর মাত্রা কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে?
ক) সাগরে রাসায়নিক দ্রব্য ছিটিয়ে
খ) সাগরে জাহাজ পাঠিয়ে দিয়ে
গ) উপকূলীয় এলাকায় বাঁধ দিয়ে
ঘ) উপকূলীয় জনগণকে সচেতন করে
২১৪. সুনামির জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি নিহত হয়েছে-
i. নারী
ii. পুরুষ
iii. শিশু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৫. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাছের রোগজীবাণু জন্মাতে সাহায্য করে?
ক) ২৫ ডিগ্রি সেলসিয়াস
খ) ৩০ ডিগ্রি সেলসিয়াস
গ) ৩৫ ডিগ্রি সেলসিয়াস
ঘ) ৪০ ডিগ্রি সেলসিয়াস
২১৬. জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি?
ক) অনাবৃষ্টি
খ) ঋতুর পরিবর্তন
গ) বৈশ্বিক উষ্নতা
ঘ) খরা
২১৭. জন্মহার মৃত্যুহার তুলনায় বেশি হলে জনসংখ্যার কী পরিবর্তন ঘটে?
ক) কমে যায়
খ) বৃদ্ধি পায়
গ) সমান থাকে
ঘ) ঋণাত্মক বৃদ্ধির হার দেখা যায়
২১৮. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কত শতাংশ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে?
ক) ১০%
খ) ২০%
গ) ৩০%
ঘ) ৪০%
২১৯. টর্নেডোর দৈঘ্য কত হতে পারে?
ক) ৫-১০ কি.মি.
খ) ৫-৩০ কি.মি.
গ) ২০-৬০ কি.মি.
ঘ) ৪০-১০০ কি.মি.
২২০. গ্রিন হাউস গ্যাসের মূল উৎস-
i. যানবাহনের ধোয়া
ii . বিদ্যুৎ উপাদনকেন্দ্র
iii. রেফ্রিজারেটর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২১. বাংলাদেশে ১৮৯৭ সালের ভূমিকম্পে কত মানুষ মারা যায়?
ক) ৪০০০
খ) ৬০০০
গ) ৮০০০
ঘ) ১০,০০০
২২২. বাংলাদেশের মানুষের মুত্যুর জন্য দায়ী-
i. অসহনীয় গরম
ii. অস্বাভাবিক শীত
iii. ভৌগোলিক অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৩. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কত হেক্টর জমি লবণাক্তর কারণে কৃষি অনুপযোগী হয়ে পড়েছে?
ক) প্রায় ৭,৩০,০০০ হেক্টর
খ) প্রায় ৯,৩০,০০০ হেক্টর
গ) প্রায় ৯,২০,০০০ হেক্টর
ঘ) প্রায় ১,৮০,০০০ হেক্টর
২২৪. ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে?
ক) পদ্মা
খ) মেঘনা
গ) কর্ণফুলী
ঘ) ব্রম্মপুত্র
২২৫. টর্নেডোতে বাতাসের গতিবেগ ঘন্টায় কত?
ক) ২০০-৩০০ কি.মি.
খ) ৩০০-৪০০ কি.মি.
গ) ৪৮০-৮০০ কি.মি.
ঘ) ৯২০-১২০০ কি.মি
২২৬. এসিড বৃষ্টির কারণে মাটির pH-
ক) বেড়ে যায়
খ) কমে যায়
গ) একই থাকে
ঘ) নিরপেক্ষ হয়
২২৭. বর্তমান বাংলাদেশের জনসংখ্যা প্রায় কত ছিল?
ক) ৪১০
খ) ১২
গ) ১৫
ঘ) ১৬
২২৮. ভূগর্ভের ভাগগুলোকে কী বলে?
ক) Earth crust
খ) Tectonic plate
গ) Earth place
ঘ) Tectonic crust
২২৯. মাটিতে পানি কম থাকলেও জন্মাতে পারে-
i. গম
ii. পিয়াজ
iii. কাউন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩০. বিট্রিশ নিয়মে খরা কোনটি?
ক) একটানা ২ সপ্তাহ ০.২৫ মিলিমিটার কম বৃষ্টিপাত
খ) একটানা ২ সপ্তাহ ০.৩৫ মিলিমিটারের কম বৃষ্টিপাত
গ) একটানা ৩ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টিপাত
ঘ) একটানা ৩ সপ্তাহ ০.৩০ মিলিমিটার কম বৃষ্টিপাত
২৩১. ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত কত বছর প্রচন্ড গরম পড়েছে?
ক) ১৩ বছর
খ) ১৪ বছর
গ) ১৫ বছর
ঘ) ১১ বছর
২৩২. বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয়?
ক) ৩ মিলিয়ন মেট্রিক টন
খ) ৪ মিলিয়ন মেট্রিক টন
গ) ৫ মিলিয়ন মেট্রেক টন
ঘ) ৬ মিলিয়ন মেট্রিক টন
২৩৩. নানারকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম কোনটি?
ক) জীববৈচিত্র্য ধ্বংস
খ) খাদ্যভাব
গ) জনসংখ্যা বৃদ্ধি
ঘ) রোগব্যাধি বিস্তার
২৩৪. বাতাসের গতিবেগ ঘন্টায় কত হলে তাকে ঘূর্ণিঝড় বলে?
ক) ৪০ কি.মি.
খ) ৫০ কি.মি.
গ) ৫৫ কি.মি.
ঘ) ৬৩ কি.মি.
২৩৫. কোন ফসল চাষে অনেক বেশি পানি লাগে?
ক) পিয়াজ
খ) গম
গ) ইরিধান
ঘ) কাউন
২৩৬. আইলা কত সালে হয়েছিল?
ক) ২০০৭
খ) ২০০৮
গ) ২০০৯
ঘ) ২০১০
২৩৭. বিগত তিন দশকে পদ্মা, মেঘনা ও যমুনাতে কত হেক্টর জমি বিলীন হয়ে গেছে?
ক) ১,৬০,০০০
খ) ১,৭০,০০০
গ) ১,৮০,০০০
ঘ) ১,৯০,০০০
২৩৮. ভূমিকম্পের ফলে কোন নদীর গতিপথের পরিবর্তন হয়েছে?
ক) পদ্মা
খ) মেঘনা
গ) যমুনা
ঘ) ব্রম্মপুত্র
২৩৯. 'টর্নেডো কোন দেশি শব্দ?
ক) গ্রিক
খ) জাপানি
গ) স্প্যানিশ
ঘ) পতুর্গিজ
২৪০. বিশ্বের অন্যতম ভূমিকম্প্রবণ এলাকা হলো-
i. ক্যালিফোর্নিয়া
ii. টোকিও
iii. সাংহাই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪১. 'সু' অর্থ কী?
ক) নদী
খ) সমুদ্র
গ) বন্দর
ঘ) ঢেউ
২৪২. নদীবেষ্টিত বাংলাদেশে-
i. নদীভাঙন স্বাভাবিক ঘটনা
ii. মেঘনা নদীতে ভাঙন দেখা যায় না
iii. ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪৩. ভূমিকম্পের মাত্রা পরিমাণ করা হয় কোনটি দ্বারা?
ক) হাইড্রোজেন
খ) ফ্যাদেমিটার
গ) রিকটার স্কেল
ঘ) রেইনগজ
২৪৪. বাংলাদ্যেশ ভয়াবহ খাদ্য ঝুঁকিতে পড়ার কারণ-
i. অনাবৃষ্টি
ii. লবণাক্ত পানি
iii. জলবায়ু পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪৫. স্মরণকালে ভয়বহতার সুনামি সংঘটিত হয় কোন সময়ে?
ক) ২৪ ডিসেম্বর, ২০০৩
খ) ২১ ডিসেম্বর, ২০০৪
গ) ২৬ ডিসেম্বর, ২০০৪
ঘ) ২৮ ডিসেম্বর, ২০০৫
২৪৬. বাংলাদেশের খরাপ্রবণ জেলা হলো-
i. নওয়াবগঞ্জ
ii. বগুড়া
iii. কুমিল্লা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪৭. জনসংখ্যা বৃদ্ধির শূণ্য হার বলতে কী বুঝায়?
ক) জন্মহার বেশি, মৃত্যুহার বেশি
খ) মৃত্যুহার বেশী, জন্মহার কম
গ) জন্মহার ও মৃত্যুহার সমান
ঘ) বহির্গমন বেশী, বহিরাগমন কম
২৪৮. ভূমিকম্পে কোন স্থানটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
ক) কাঠের বাড়ি
খ) টিনের ঘর
গ) কুঁড়েঘর
ঘ) উঁচু দালান
২৪৯. ১৯৭৪ সালের বন্যার প্রভাব ছিল-
i. প্রলয়ংকরী
ii. দুর্ভিক্ষাবস্থা সৃষ্টিকারী
iii. অল্প সময়ব্যাপী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫০. কোনটি ভূমিকম্প্রবণ এলাকা বলে চিন্হিত?
ক) বাংলাদেশ
খ) ইন্দোনেশিয়া
গ) আমেরিকার ক্যালিফোর্নিয়া
ঘ) অস্ট্রেলিয়া
২৫১. সিডরে আর্থিক ক্ষতির পরিমাণ কত ছিল?
ক) ৬০০ মিলিয়ন মার্কিন ডলার
খ) ৬০০ বিলিয়ন মার্কিন ডলার
গ) ১.৭ বিলিয়ন মার্কিন ডলার
ঘ) ১.৭ বিলিয়ন মার্কিন ডলার
২৫২. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামুদ্রিক প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী?
ক) ১২-১৮ ডিগ্রি সেলসিয়াস
খ) ১৮-২২ ডিগ্রি সেলসিয়াস
গ) ২২-২৮ ডিগ্রি সেলসিয়াস
ঘ) ২৮-৩২ ডিগ্রি সেলসিয়াস
২৫৩. ১৯৭০ এর ঘূর্ণিঝড়ে কত লক্ষ লোক প্রাণ হারায়?
ক) ১ লক্ষ
খ) ২ লক্ষ
গ) ৩ লক্ষ
ঘ) ৫ লক্ষ
২৫৪. সাম্প্রতিককালে বাংলাদেশে খরা সৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক) বন্যা
খ) ভূমিকম্প
গ) এলনিনো
ঘ) জনসংখ্যা বৃদ্ধি
২৫৫. বাংলাদেশে খরার জন্য দায়ী করা হয় কোনটিকে?
ক) Ex-Nino
খ) EI-Nino
গ) Ep-Nino
ঘ) Fco-Nino
২৫৬. ভূমিকম্প মোকাবিলায় জরুরি ভিত্তিতে সাড়া দিতে সক্ষম-
i. ফায়ার সার্ভিস
ii. পুলিশ বাহিনী
iii. সরাসরি ক্ষতিগ্রস্তরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
মাসুমের জমিতে আগে প্রচুর ফসল ফলতো । কিন্তু ঘূর্ণিঝড় সিডর ও আইলার কারণে তার জমি পানিতে প্লাবিত হওয়ার পর অনেক ফসলই চাষ করা যাচ্ছে না।
২৫৭. কোন কারণে মাসুমের জমিতে ফসল উৎপাদন হচ্ছে না?
ক) খরা
খ) বন্যা
গ) লবণাক্ত
ঘ) নদীভাঙন
২৫৮. বাংলাদেশের যেসব জেলা এ ধরনের সমস্যার আক্রান্ত?
i. বাগের হাট
ii. খুলনা
iii. সাতক্ষীরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment