অধ্যায়-৯: দুর্যোগের সাথে বসবাস


১. ঢাকা, কুমিল্লা ও চট্রগ্রাম ৮.৭ মাত্রার ভূমিকম্প হয় কত সালে?
  • ক) ১৮৮৫ সালে
  • খ) ১৮৯৭ সালে
  • গ) ১৯১৮ সালে
  • ঘ) ১৯৯৭ সালে
  • সঠিক উত্তর: (খ)
    ২. সুনামিতে সৃষ্ট ঢেউয়ে দুরত্ব সর্বোচ্চ কত হতে পারে?
  • ক) ৪০ মাইল
  • খ) ৬০ মাইল
  • গ) ৮০ মাইল
  • ঘ) ১০০ মাইল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩. সাইক্লোন সৃষ্টির মূল কারণ-
    i. নিম্নচাপ
    ii. উচ্চচাপ
    iii. উচ্চ তাপমাত্রা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৪. দূর প্রাচ্যের দেশগুলোতে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
  • ক) সিডর
  • খ) হারিকেন
  • গ) সাইক্লোন
  • ঘ) টাইফুন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫. বৈশ্বিক উষ্ণতার প্রাকৃতিক কারণ হলো-
    i. দাবানল
    ii. বন্যা
    iii. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ৬. বাংলাদেশে সবচেয়ে বেশি মাত্রায় ভূমিকম্প হয়েছিল কোন সালে?
  • ক) ১৭৯৫
  • খ) ১৮৯৭
  • গ) ১৯০৭
  • ঘ) ২০০৭
  • সঠিক উত্তর: (খ)
    ৭. 'Ryklos' শব্দের অর্থ কী?
  • ক) সাপের কুন্ডলী
  • খ) ব্যাঙের ছাতা
  • গ) বৃত্তাকার সাপ
  • ঘ) দুমুখো সাপ
  • সঠিক উত্তর: (ক)
    ৮. ভূমিকম্পের কারণ কোনটি?
  • ক) টেকটোনিক প্লেটের স্থান পরিবর্তন
  • খ) টেকটোনিক প্লেটের স্থান দখল
  • গ) টেকটোনিক প্লেটের গঠন প্রক্রিয়া
  • ঘ) টেকটোনিক প্লেটের দহন
  • সঠিক উত্তর: (ক)
    ৯. বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন কত সালে আঘাত হানে?
  • ক) ১৯৭৪
  • খ) ১৯৮১
  • গ) ১৯৯১
  • ঘ) ২০০৭
  • সঠিক উত্তর: (গ)
    ১০. নগরায়ন মূলত কিসের সাথে সম্পৃক্ত?
  • ক) জনসংখ্যা বৃদ্ধির সাথে
  • খ) শহরতলীর উদ্ভবের সাথে
  • গ) নগরের সুবিধাদির সাথে
  • ঘ) নগর অধিবাসীদের সাথে
  • সঠিক উত্তর: (ক)
    ১১. আমেরিকাতে ঘূর্ণিঝড়কে কী বলা হয়?
  • ক) সাইক্লোন
  • খ) টাইফুন
  • গ) হারিকেন
  • ঘ) টর্নেডো
  • সঠিক উত্তর: (গ)
    ১২. সালফার ডাইঅক্সাইড নির্গত হয়-
    i. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
    ii. গৃহস্থালির চুলা
    iii. রেফ্রিজারেটর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৩. ১৯৯১-১৯৯২ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
  • ক) প্রায় ৮ কোটি
  • খ) প্রায় ১০ কোটি
  • গ) প্রায় ১২ কোটি
  • ঘ) প্রায় ১৪ কোটি
  • সঠিক উত্তর: (খ)
    ১৪. বৈশ্বিক উষ্ণতার কারণ কী জাতীয় গ্যাস?
  • ক) উচ্চ চাপে তরল গ্যাস
  • খ) গ্রিস হাউস গ্যাস
  • গ) চার্জ নিরপেক্ষ গ্যাস
  • ঘ) আয়নিক গ্যাস
  • সঠিক উত্তর: (খ)
    ১৫. বাংলাদেশে সবচেয়ে প্রলয়ঙ্করী টর্নেডো আঘাত হানে কখন?
  • ক) ১৯৮৯ সালে মানিকগঞ্জের সাটুরিয়াতে
  • খ) ১৯৯২ সালে মানিকগঞ্জের সদরে
  • গ) ১৯৯৫ সালে চট্রগামের বাঁশকানিয়ায়
  • ঘ) ১৯৯৮ সালে নোয়াখালীর সোনাইমুড়িতে
  • সঠিক উত্তর: (ক)
    ১৬. বন্যায় দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষাকল্পে গৃহীত ব্যবস্থা কী হবে?
  • ক) ত্রাণ তহবিল গঠন
  • খ) ঘরে ঘরে নৌকা প্রদান
  • গ) উচু বাঁধ নির্মাণ
  • ঘ) পেশাগত পরিবর্তন
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. বিশেষজ্ঞগণের মতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ২০৫০ সাল নাগাদ গম উৎপাদন শতকরা কত ভাগ কমে যাবে?
  • ক) ৬.৬%
  • খ) ৮.৮%
  • গ) ৩০%
  • ঘ) ৩২%
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮. প্রকৃতির সংরক্ষণশীলতার অনন্য উপায় কোনটি?
  • ক) দূষণ থেকে সম্পদ রক্ষা
  • খ) সম্পদের ব্যব্হার কমানো
  • গ) একই জিনিসের বারবার ব্যবহার
  • ঘ) প্রকৃতিতে হস্তক্ষেপ না করা
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯. সুনামি সৃষ্টির কারণ-
    i. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
    ii. ভূমিধস
    iii. নভোজাগতিক ঘটনা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০. জন্মহার ও মৃত্যুহার সমনা হলে কী হবে?
  • ক) জনসংখ্যা বৃদ্ধি পাবে না
  • খ) জনসংখ্যা বৃদ্ধি পাবে
  • গ) জনসংখ্যা কমে যাবে
  • ঘ) জনসংখ্যা শূণ্য হবে
  • সঠিক উত্তর: (ক)
    ২১. সাইক্লোন ও টর্নোডোকে তুমি কীসের ভিত্তিতে আলাদা করতে পার?
  • ক) স্থায়িত্বের ভিত্তিতে
  • খ) সময়ের ভিত্তিতে
  • গ) তীব্রতার ভিত্তিতে
  • ঘ) উৎসস্থলের ভিত্তিতে
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২. বাংলাদেশের পরিবেশগত সমস্যা-
    i. জনসংখ্যা বৃদ্ধি
    ii. নগরায়ন
    iii. বনশূণ্য করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩. স্মরণকালে সবচেয়ে প্রলয়কারী সাইক্লোন কত সালে হয়েছিল?
  • ক) ১৯৬৩
  • খ) ১৯৬৫
  • গ) ১৯৭০
  • ঘ) ১৯৮৫
  • সঠিক উত্তর: (গ)
    ২৪. ১৮৮৫ সালের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল?
  • ক) বগুড়া
  • খ) সিরাজগঞ্জ
  • গ) শেরপুর
  • ঘ) মানিকগঞ্জের কাছাকাছি
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫. সুনামিকে বৈশিষ্ট্য কোনটি?
  • ক) প্রথম
  • খ) দ্বিতীয়
  • গ) তৃতীয়
  • ঘ) চতুর্থ
  • সঠিক উত্তর: (গ)
    ২৬. ১৯৬০ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে কতটি সাইক্লোন আঘাত হেনেছে?
  • ক) ৪০টি
  • খ) ৪৫টি
  • গ) ৫০টি
  • ঘ) ৫৫টি
  • সঠিক উত্তর: (গ)
    ২৭. ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য জাপানের মানুষ কী দিয়ে ঘরবাড়ি তৈরি করত?
  • ক) ইট
  • খ) বাঁশ
  • গ) কাগজ
  • ঘ) খড়
  • সঠিক উত্তর: (গ)
    ২৮. সুনামিতে সৃষ্ট সমুদ্রের ঢেউয়ের গতিবেগ কোনটি?
  • ক) ৫০০-৬০০ মাইল/ঘন্টা
  • খ) ৪০০-৬০০ মাইল/ঘন্টা
  • গ) ৫০০-৮০০ মাইল/ঘন্টা
  • ঘ) ২০০-৩০০ মাইল/ঘন্টা
  • সঠিক উত্তর: (গ)
    ২৯. ২০৮০ সালের মধ্যে পৃষ্ঠের উচ্চতা কত সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে?
  • ক) ৩০ সে.মি.
  • খ) ৩৪ সে.মি.
  • গ) ৩৮ সে.মি.
  • ঘ) ৪০ সে.মি.
  • সঠিক উত্তর: (খ)
    ৩০. বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন কোনটি?
  • ক) শালবন
  • খ) সুন্দরবন
  • গ) গজারি বন
  • ঘ) উপকূলীয় কেওড়া বন
  • সঠিক উত্তর: (খ)
    ৩১. বাংলাদেশে খরা প্রতিরোধে করণীয়-
    i. পানির সরবরাহ বাড়ানো
    ii. ভারতের সাথে কার্যকর পানি বন্টন চুক্তি করা
    iii. ইরি ধান চাষকে অনুৎসাহিত করা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩২. ১৯৫০ সালের পর থেকে শুধু জনসংখ্যা বৃদ্ধির কারণে শতকরা কত ভাগ বনভূমি উজাড় হয়ে গেছে?
  • ক) ৩০%
  • খ) ৫০%
  • গ) ৮০%
  • ঘ) ৯০%
  • সঠিক উত্তর: (গ)
    ৩৩. ব্রিটিশ নিয়মে আংশিক খরা কোনটি?
  • ক) একটানা ২ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টি
  • খ) একটানা ৩ সপ্তাহ ০.৩০ মিলিমিটারের কম বৃষ্টি
  • গ) একটানা ৪ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টি
  • ঘ) একটানা ৪ সপ্তাহ ০.৪৫ মিলিমিটারের কম বৃষ্টি
  • সঠিক উত্তর: (গ)
    ৩৪. বন্যার ফলে যে পানিবাহিত রোগ হয়-
    i. কলেরা
    ii. ডায়ারিয়া
    iii. হাম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৫. বর্তমানে বিশ্বের জনসংখ্যা কত?
  • ক) ৬.৬ বিলিয়ন
  • খ) ৬.৬০ মিলিয়ন
  • গ) ৭.০৭ বিলিয়ন
  • ঘ) ৭.৭ মিলিয়ন
  • সঠিক উত্তর: (ক)
    ৩৬. ভারত মহাসাগরে জাহাজ চলাচলে দিক-নির্দেশনা মানচিত্র এলোমেলো করে দেওয়ার পিছনে কোন প্রাকৃতিক দুর্যোগ দায়ী?
  • ক) সুনামি
  • খ) ভূমিকম্প
  • গ) অগ্নুৎপাত
  • ঘ) ঘূণিঝড়
  • সঠিক উত্তর: (ক)
    ৩৭. ১৯৭০ সালের সাইক্লোন কত মানুষের মৃত্যু ঘটে?
  • ক) ৪ লক্ষ
  • খ) ৫ লক্ষ
  • গ) ৬ লক্ষ
  • ঘ) ৭ লক্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ৩৮. সুনামিতে কোন কোন প্লেটের সংঘর্ষ হয়?
  • ক) এশিয়ান ও ইউরোশিয়ান প্লেট
  • খ) ইউরোশিয়ান ও অস্ট্রেলিয়ান প্লেট
  • গ) এশিয়ান ও অস্ট্রেলিয়ান প্লেট
  • ঘ) অস্ট্রেলিয়ান ও আফ্রিকান প্লেট
  • সঠিক উত্তর: (খ)
    ৩৯. কোনটি বাষ্পীভবনে সাহায্য করে?
  • ক) সুপ্ততাপ
  • খ) লীনতাপ
  • গ) আপেক্ষিক সু্প্ততাপ
  • ঘ) গলনাঙ্ক
  • সঠিক উত্তর: (ক)
    ৪০. জলবায়ু পরিবর্তনের ফলে কোন প্রাণঘাতী রোগের সৃষ্টি হয়?
  • ক) এইডস
  • খ) ডায়রিয়া
  • গ) অ্যানথ্রাক্স
  • ঘ) কলেরা
  • সঠিক উত্তর: (গ)
    ৪১. ১৯৬০ সালের পর বাংলাদেশে এ পর্যন্ত কত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে?
  • ক) ১০০০ কিলোমিটার
  • খ) ৩০০০ কিলোমিটার
  • গ) ৫০০০ কিলোমিটার
  • ঘ) ৮০০০ কিলোমিটার
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪২. খরাপ্রবণ জেলা কোনটি?
  • ক) সিলেট
  • খ) চট্রগ্রাম
  • গ) রাজশাহী
  • ঘ) ময়মনসিংহ
  • সঠিক উত্তর: (গ)
    ৪৩. এসিড বৃষ্টিসৃষ্ট মাটির এসিডটি নষ্ট করতে নিচের কোনটি ব্যবহার করতে হবে?
  • ক) ক্যালসিয়াম কার্বনেট
  • খ) ক্যালসিয়াম সালফেট
  • গ) লাইমস্টোন
  • ঘ) আর্সেনাইট
  • সঠিক উত্তর: (গ)
    ৪৪. বাংলাদেশের কোন জেলায় প্রতিবছর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বন্যা দেখা দেয়?
  • ক) রাজশাহী
  • খ) পঞ্চগড়
  • গ) পীরগঞ্জ
  • ঘ) সিরাজগঞ্জ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৫. গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ-
    i. যানবাহন
    ii. শিল্পকারখানা
    iii. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৬. উপকূলীয় অঞ্চলে বন্যার কারণ কোনটি?
  • ক) ভারি বৃষ্টিপাত
  • খ) নদী ভরাট হওয়া
  • গ) জলোচ্ছ্বাস
  • ঘ) জোয়ার-ভাটা
  • সঠিক উত্তর: (গ)
    ৪৭. খরার কারণ হল-
    i. নদীর গতিপথ পরিবর্তন
    ii. পানি প্রত্যাহার
    iii. ভূগর্ভস্থ পানির উত্তোলন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪৮. হিমালয় বাংলাদেশের কোন পাশে অবস্থিত?
  • ক) পূর্বে
  • খ) পশ্চিমে
  • গ) উত্তরে
  • ঘ) দক্ষিণে
  • সঠিক উত্তর: (গ)
    ৪৯. বাংলাদেশে সবচেয়ে প্রলায়ঙ্করী সাইক্লোন আঘাত হানে কোন সালে?
  • ক) ১৯৭০
  • খ) ১৯৭৪
  • গ) ১৯৯৫
  • ঘ) ২০০৫
  • সঠিক উত্তর: (ক)
    ৫০. ১৯৬১-২০০৩ সালের মধ্যে সমুদ্রভূপৃষ্ঠের উচ্চ প্রতি বছরে গড়ে কত বৃদ্ধি পেয়েছে?
  • ক) ১ মিলিমিটার
  • খ) ১.৫ মিলিমিটার
  • গ) ০.১৮ মিলিমিটার
  • ঘ) ২ মিলিমিটার
  • সঠিক উত্তর: (গ)
    ৫১. খরার মূল কারণ কোনটি?
  • ক) বার্ষিক বৃষ্টিপাত কমে যাওয়া
  • খ) উজান থেকে পানি প্রত্যাহার
  • গ) ওজন স্তরে ক্ষয়
  • ঘ) নদীর গতিপথ পরিবর্তন
  • সঠিক উত্তর: (ক)
    ৫২. ২০০৪ সালে সৃষ্ট সুনামির কারণ কোনটি?
  • ক) ট্যাক্টনিক ভূমিকম্প
  • খ) প্লেট ভূমিকম্প
  • গ) স্লেট ভূমিকম্প
  • ঘ) সামুদ্রিক ভূমিকম্প
  • সঠিক উত্তর: (ক)
    ৫৩. কোন নদীর পানি ভারত একতরফা ব্যবহার করত?
  • ক) গঙ্গা
  • খ) পদ্মা
  • গ) মেঘনা
  • ঘ) যমুনা
  • সঠিক উত্তর: (ক)
    ৫৪. ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কত লোক মারা যায়?
  • ক) ৫০ হাজার
  • খ) ১ লক্ষ ৪০ হাজার
  • গ) ১ লক্ষ ৮০ হাজার
  • ঘ) ২ লক্ষ ৪০ হাজার
  • সঠিক উত্তর: (খ)
    ৫৫. ২০০৪ সালের সুনামিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত থাকার কারণ কী ছিল?
  • ক) উত্তরের হিমালয়
  • খ) বিস্তৃত নদনদী
  • গ) গভীর সমুদ্র
  • ঘ) অগভীর সমুদ্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৬. পৃথিবীর তাপমাত্রা গত ১০০ বছরে কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে?
  • ক) ০.৪৭ ডিগ্রি সেলসিয়াস
  • খ) ০.৫৪ ডিগ্রি সেলসিয়াস
  • গ) ০.৬৭ ডিগ্রি সেলসিয়াস
  • ঘ) ০.৭৪ ডিগ্রি সেলসিয়াস
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৭. বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাবহত থাকলে ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা কত হবে?
  • ক) ৭ বিলিয়ন
  • খ) ৮ বিলিয়ন
  • গ) ৯ বিলিয়ন
  • ঘ) ১০ বিলিয়ন
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৮. লবণাক্ততায় আক্রান্ত জেলা হলো-
    i. রাজশাহী
    ii. বাগেরহাট
    iii. সাতক্ষীরা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৫৯. বাংলাদেশের জন্য মারাত্মক সমস্যা হলো-
    i. দারিদ্রতা
    ii. বন্যা
    iii. আবাদী জমি নদীগর্ভে বিলীন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬০. গঙ্গা নদীর পানি নিয়ে পানি বন্টন চুক্তি সাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে?
  • ক) বাংলাদেশ-ভারত
  • খ) বাংলাদেশ-মায়ানমার
  • গ) বাংলাদেশ-নেপাল
  • ঘ) বাংলাদেশ-শ্রীলঙ্কা
  • সঠিক উত্তর: (ক)
    ৬১. বাংলাদেশের কতটি নদীর উৎপত্তিস্থল ভারত?
  • ক) প্রায় ৫৫
  • খ) প্রায় ৫৬
  • গ) প্রায় ৫৭
  • ঘ) প্রায় ৫৮
  • সঠিক উত্তর: (ক)
    ৬২. বাষ্পীভবন ও প্রস্বেদনের পরিমাণ বৃষ্টিপাতের চেয়ে বেশি হলে কোনটি ঘটবে?
  • ক) খরা
  • খ) বন্যা
  • গ) জলোচ্ছ্বাস
  • ঘ) হারিকেন
  • সঠিক উত্তর: (ক)
    ৬৩. এসিড বৃষ্টিপাত থাকে-
    i. সালফিউরিক এসিড
    ii. নাইট্রিক এসিড
    iii. কার্বনিক এসিড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬৪. প্রকৃতি সংরক্ষণশীলতার উপায় কোনটি?
  • ক) জমিতে রাসায়নিক সার প্রয়োগ
  • খ) প্রাকৃতিক সম্পদ পুরোপুরি রক্ষা করা
  • গ) প্রাকৃতিক সম্পদ ব্যবহার না করা
  • ঘ) সম্পদের যথাযথ বন্টন করা
  • সঠিক উত্তর: (খ)
    ৬৫. পানিতে এসিড থাকলে pH কত হয়?
  • ক) ৭ এর কম
  • খ) ৭ এর বেশি
  • গ) ৭ এর সমান
  • ঘ) ৭ এর বেশি বা কম
  • সঠিক উত্তর: (ক)
    ৬৬. বাংলাদেশের কতগুলো নদী ভারত থেকে উৎপত্তি লাভ করেছে?
  • ক) ৫০
  • খ) ৫২
  • গ) ৫৫
  • ঘ) ৫৮
  • সঠিক উত্তর: (গ)
    ৬৭. আমাদের এই বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তে পারত-
    i. জনসংখ্যা বৃদ্ধির হার কম হলে
    ii. বৈজ্ঞানিক পদ্ধতি চাষাবাদ করে
    iii. হাইব্রিড প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হলে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৬৮. বাংলাদেশে কোন সময়ে ভয়াবহ খরা হয়েছিল?
  • ক) ১৯৭১-১৯৭২ সালে
  • খ) ১৯৭৪-১৯৭৫ সালে
  • গ) ১৯৭৮-১৯৭৯ সালে
  • ঘ) ১৯৮২-১৯৮৩ সালে
  • সঠিক উত্তর: (গ)
    ৬৯. বাংলাদেশে ১৮৮৫ সালে কত মাত্রার ভূমিকম্প হয়েছিল?
  • ক) ৩
  • খ) ৫
  • গ) ৭
  • ঘ) ৮
  • সঠিক উত্তর: (গ)
    ৭০. কী ধরনের খরার কারণে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে?
  • ক) পূর্বাঞ্চলীয় খরা
  • খ) দীর্ঘস্থায়ী খরা
  • গ) স্বল্পস্থায়ী খলা
  • ঘ) উত্তরাঞ্চলীয় খরা
  • সঠিক উত্তর: (খ)
    ৭১. বাংলাদেশের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় শতকরা কত ভাগ জমি লবণাক্ততার শিকার হয়েছে?
  • ক) ১৩%
  • খ) ১৪%
  • গ) ১৫%
  • ঘ) ১৬%
  • সঠিক উত্তর: (ক)
    ৭২. রাশিয়াতে একটানা কত দিন মোট ৫ মি.মি. এর বেশি বৃষ্টি না হলে তাকে খরা বলে?
  • ক) ৫
  • খ) ১০
  • গ) ১৫
  • ঘ) ২০
  • সঠিক উত্তর: (খ)
    ৭৩. কত সালে সরণকালে ভয়াভয় সুনামি সংঘটিত হয়েছিল?
  • ক) ২০০৩ সালের ১৬ ডিসেম্বর
  • খ) ২০০৪ সালের ২৬ ডিসেম্বর
  • গ) ২০০৫ সালের ১৬ ডিসেম্বর
  • ঘ) ২০০৬ সালের ২৬ ডিসেম্বর
  • সঠিক উত্তর: (খ)
    ৭৪. বাংলাদেশের কোন অঞ্চলের জমি লবণাক্ত হয়ে কৃষির অনুপযোগী হয়ে গেছে?
  • ক) উত্তর-পশ্চিম
  • খ) দক্ষিণ-পূর্ব
  • গ) উত্তর-পূর্ব
  • ঘ) দক্ষিণ-পশ্চিম
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৫. Kykloss শব্দের অর্থ কী?
  • ক) সাপের কুন্ডলী
  • খ) সাপের ফণা
  • গ) সাপের ছোবল
  • ঘ) সাপের গর্ত
  • সঠিক উত্তর: (ক)
    ৭৬. সুন্দরবন রক্ষাকবচ হিসেবে কাজ করে-
    i. সাইক্লোনের
    ii. হারিকেনের
    iii. ভূমিকম্পের
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৭৭. কত সালের বন্যা বাংলাদেশে দুর্ভিক্ষের কারণ ঘটায়?
  • ক) ১৯৭৪
  • খ) ১৯৯০
  • গ) ২০০৪
  • ঘ) ২০০৭
  • সঠিক উত্তর: (ক)
    ৭৮. ১৯৬০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে শতকরা কত ভাগ সামুদ্রিক প্রবাল বিলীন হয়ে গেছে?
  • ক) ৫০%
  • খ) ৬০%
  • গ) ৭০%
  • ঘ) ৮০%
  • সঠিক উত্তর: (গ)
    ৭৯. বাংলাদেশে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার কারণ কোনটি?
  • ক) খরা
  • খ) বন্যা
  • গ) ঝড়
  • ঘ) কালবৈশাখী
  • সঠিক উত্তর: (ক)
    ৮০. সমুদ্রের পানির উচ্চতা যদি ৪৫ সে.মি. বাড়ে সুন্দরবনের শতকরা কত ভাগ পানি নিচে তলিয়ে যাবে?
  • ক) ৬০%
  • খ) ৬৫%
  • গ) ৭০%
  • ঘ) ৭৫%
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮১. কোন সালে বাংলাদেশে প্রলয়ঙ্ককরী বন্যা হয়েছিল?
  • ক) ১৯৯১ সালে
  • খ) ১৯৯৬ সালে
  • গ) ১৯৯৮ সালে
  • ঘ) ২০০৭ সালে
  • সঠিক উত্তর: (গ)
    ৮২. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে নির্গত হয়-
    i. নাইট্রোজেন অক্সাইড গ্যাস
    ii. সালফার ডাইঅক্সাইড গ্যাস
    iii. কার্বন ডাইঅক্সাইড গ্যাস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৮৩. ১৯৬৯ সালে সংঘটিত টর্নেডোতে বাতাসের গতিবেগ ঘন্টায় কত ছিল?
  • ক) ২০০ কিলোমিটার
  • খ) ৪৫০ কিলোমিটার
  • গ) ৬৪৪ কিলোমিটার
  • ঘ) ৭২২ কিলোমিটার
  • সঠিক উত্তর: (গ)
    ৮৪. শার্ট বা জামাকাপড় কতটি স্টিকার থাকা যথেষ্ট?
  • ক) ১টি
  • খ) ২টি
  • গ) ৩টি
  • ঘ) ৪টি
  • সঠিক উত্তর: (ক)
    ৮৫. আমাদের দেমে যা ঘূর্ণিঝড় জাপানে তা কী নামে পরিচিত?
  • ক) টাইফুন
  • খ) হারিকেন
  • গ) সাইক্লোন
  • ঘ) টর্নেডো
  • সঠিক উত্তর: (ক)
    ৮৬. বৈশ্বিক উষ্ণতার কারণ হলো-
    i. মিথেন
    ii. সিএফসি
    iii. নাইট্রাস অক্সাইড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৭. ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত ১২ বছরের মধ্যে কত বছর প্রচন্ড গরম পড়েছে?
  • ক) ৫ বছর
  • খ) ৭ বছর
  • গ) ৯ বছর
  • ঘ) ১১ বছর
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৮. পরিবেশগত গুরুত্বপূর্ণ সমস্যা কী?
  • ক) শহরায়ন
  • খ) নগরায়ন
  • গ) সভ্যতাকরণ
  • ঘ) শিল্পায়ন
  • সঠিক উত্তর: (খ)
    ৮৯. অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হচ্ছে-
    i. গবাদি শিশু
    ii. মানুষ
    iii. গাছপালা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৯০. প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে তুমি খুবই সচেতন। তোমাদের বাসা ১৬ তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিয়ের ১২ তলায়। তুমি বাসায় সর্বদা প্রস্তুত রাখ- 
    i. কিছু শুকনা খাবার
    ii. অগ্নি নির্বাপক যন্ত্র
    iii. বাঁশি, টর্চ, রেডিও
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯১. কোন ফসল উৎপাদনে অনেক বেশি পানি প্রয়োজন হয়?
  • ক) গম
  • খ) পিয়াজ
  • গ) কাউন
  • ঘ) ইরি ধান
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯২. ২০০৪ সালে ২৬ ডিসেম্বর সৃষ্ট ভূমিকম্পের বিকিরণের ক্ষমতা কত ছিল?
  • ক) এক হাজার পারমাণবিক বোমার সমান
  • খ) দুই হাজার আণবিক বোমার সমান
  • গ) তিন হাজার আণবিক বোমার সমান
  • ঘ) নয় হাজার পারমাণবিক বোমার সমান
  • সঠিক উত্তর: (ঘ)
    ৯৩. ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলে?
  • ক) মিটার স্কেল
  • খ) রিখটার স্কেল
  • গ) মিলিমিটার স্কেল
  • ঘ) সে.মি. স্কেল
  • সঠিক উত্তর: (খ)
    ৯৪. মৃত্যুহারের চেয়ে জন্মহার বেশি হলে জনসংখ্যা-
  • ক) কমে যায়
  • খ) বৃদ্ধি পায়
  • গ) ঠিক থাকে
  • ঘ) কিছুই হয় না
  • সঠিক উত্তর: (খ)
    ৯৫. ঘন ঘন এসিড বৃষ্টি হয় কোন দেশে?
  • ক) বাংলাদেশে
  • খ) কানাডায়
  • গ) ব্রাজিলে
  • ঘ) ঘানায়
  • সঠিক উত্তর: (খ)
    ৯৬. বাংলাদেশ কত সুনামিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়?
  • ক) ১৭৬২ সালের ২ এপ্রিল
  • খ) ১৮৬২ সনালের ২৬ ডিসেম্বর
  • গ) ১৯০৪ সালের ২ এপ্রিল
  • ঘ) ২০০৪ সালের ২৬ ডিসেম্বর
  • সঠিক উত্তর: (ক)
    ৯৭. মানবদেহের কোন রোগটি এসিড বৃষ্টির কারণে হতে পারে?
  • ক) অ্যাজমা
  • খ) ডায়াবেটিস
  • গ) জন্ডিস
  • ঘ) ম্যানিনজাইটিস
  • সঠিক উত্তর: (ক)
    ৯৮. বাংলাদেশের কোন অঞ্চলটি খরার জন্য ঝুঁকিপূর্ণ?
  • ক) উত্তরাঞ্চল
  • খ) উত্তর-পশ্চিমাঞ্চল
  • গ) উত্তর-পূর্বাঞ্চল
  • ঘ) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
  • সঠিক উত্তর: (খ)
    ৯৯. বায়ুমন্ডলীয় তাপমাত্রা বাড়লে-
    i. রোগজীবাণু বেশি জন্মাবে
    ii. রোগ সংক্রমণ বেশি হবে
    iii. অ্যানথ্রাক্স রোগ হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০০. ঘূর্ণিঝড়ের তীব্রতা মাত্রা নিয়ন্ত্রণে বাংলাদেশ পদক্ষেপ নিতে পারে-
    i. আমেরিকাকে অনুসরণ করে
    ii. উপকূলীয় অঞ্চলে কৃত্রিম বনায়ন সৃষ্টি করে
    iii. পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০১. ২০১০-২০১১ সালে বাংলাদেশে উৎপাদিত মোট খাদ্যশস্যের পরিমাণ কত?
  • ক) ১০ মিলিয়ন মেট্রিক টন
  • খ) ৩০ মিলিয়ন মেট্রিক টন
  • গ) ৪০ মিলিয়ন মেট্রিক টন
  • ঘ) ৫০ মিলিয়ন মেট্রিক টন
  • সঠিক উত্তর: (গ)
    ১০২. ২০০৪ সালের ২৪ ডিসেম্বরের সুনামি কতটি আফ্রিকান দেশে বিস্তৃত হয়?
  • ক) ১০
  • খ) ১১
  • গ) ১২
  • ঘ) ১৩
  • সঠিক উত্তর: (গ)
    ১০৩. সমুদ্রের কোনটি তাপমাত্রার প্রতি সংবেদনশীল?
  • ক) প্রবাল
  • খ) রীফ
  • গ) নীলতিমি
  • ঘ) অক্টোপাস
  • সঠিক উত্তর: (ক)
    ১০৪. IPCC হল-
  • ক) International Panel on Climate Change
  • খ) Intergovernmental Panel on Climate Change
  • গ) International Practice on Climate Change
  • ঘ) Intergovernmental Panel on Climate Chance
  • সঠিক উত্তর: (খ)
    ১০৫. জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত সংস্থা কোনটি?
  • ক) Green Peace
  • খ) GSB
  • গ) IPCC
  • ঘ) UN
  • সঠিক উত্তর: (গ)
    ১০৬. ঘূর্ণিঝড় 'সিডর' আঘাত হানে কোন সালে?
  • ক) ২০০৫
  • খ) ২০০৬
  • গ) ২০০৭
  • ঘ) ২০০৮
  • সঠিক উত্তর: (গ)
    ১০৭. ১৯৯১-৯২ সালে বাংলাদেশে উৎপাদিত মোট খাদ্যশস্যের পরিমাণ কত ছিল?
  • ক) ১৮.২৩ মিলিয়ন মেট্রিক টন
  • খ) ১৯.৩২ মিলিয়ন মেট্রিক টন
  • গ) ২৩.২৯ মিলিয়ন মেট্রিক টন
  • ঘ) ২৭.৩৩ মিলিয়ন মেট্রিক টন
  • সঠিক উত্তর: (খ)
    ১০৮. 'সুনামি সৃষ্টির' কারণ-
    i. ভূমিকম্প
    ii. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
    iii. নভোজাগতিক ঘটনা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১০৯. ২০০৪ সালের সুনামিতে যে প্লেটে সংঘর্ষ হয়েছিল?
    i. ইউরেশিয়ান প্লেট
    ii. অস্ট্রেলয়ান প্লেট
    iii. আফ্রিকান প্লেট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১০. সুনামিতে ইন্দোনেশিয়ার কোন প্রদেশের মানুষ সবচেয়ে বেশী মারা যায়?
  • ক) আচেহ
  • খ) বালি
  • গ) রাবা
  • ঘ) সেলিবিমস
  • সঠিক উত্তর: (ক)
    ১১১. এসিড বৃষ্টির ক্ষতিকর দিক হলো-
    i. জীবচৈচিত্র্য নষ্ট হওয়া
    ii. ব্রঙ্কাইটিস
    iii. হৃৎপিন্ডের সমস্যা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১২. তুমি মাঠে খেলছ, এমতাবস্থায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পার। তুমি এ অবস্থা এড়াতে পার না-
    i. টর্নেডোর পূর্বাভাস ও সর্তকবাণী প্রচার সম্ভব হয় না বলে
    ii. কালবৈশাখী বিকাল বেলায় আঘাত হানে বলে
    iii. হঠাৎ টর্নোডো সৃষ্টি হওয়ায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১১৩. এসিড বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তে হয় কোনটি?
  • ক) ভূমি সম্পদ
  • খ) খনিজ সম্পদ
  • গ) পানি সম্পদ
  • ঘ) প্রাণী সম্পদ
  • সঠিক উত্তর: (গ)
    ১১৪. Partial drought কী?
  • ক) ২ সপ্তাহ ০.২৫ মিমি বৃষ্টিপাত
  • খ) ৪ সপ্তাহ ০.২৫ মিমি. বৃষ্টিপাত
  • গ) ১০ দিন ৫ মি.মি. এর বেশি বৃষ্টিপাত
  • ঘ) ২৪ ঘন্টায় ৬.২৪ মিমি. বৃষ্টিপাত
  • সঠিক উত্তর: (খ)
    ১১৫. দেশের উপকূলীয় অঞ্চলে কোনটি বন্যার কারণ হতে পারে?
  • ক) সাইক্লোন
  • খ) টর্নেডো
  • গ) ভূমিধস
  • ঘ) বন উজাড়
  • সঠিক উত্তর: (ক)
    ১১৬. টর্নেডোর সবচেয়ে ক্ষতিকর দিক কোনটি?
  • ক) নিম্নচাপ সৃষ্টি
  • খ) সাগরের তলদেশের দুমকে যায়
  • গ) মাটির pH কমিয়ে দেয়
  • ঘ) হঠাৎ অল্প সময়ে প্রচন্ড ধ্বংসযজ্ঞ সাধন করে
  • সঠিক উত্তর: (ঘ)
    ১১৭. তোমার দৃষ্টিতে সবচেয়ে কম সময়ে বেশি ধ্বংসলীলা সাধনে সক্ষম কোন প্রাকৃতিক দুর্যোগ?
  • ক) সুনামি
  • খ) ভূমিকম্প
  • গ) ঘূর্ণিঝড়
  • ঘ) টর্নেডো
  • সঠিক উত্তর: (খ)
    ১১৮. ১৯৭৪ সালের দূর্ভিক্ষের একমাত্র কারণ কোনটি?
  • ক) খরা
  • খ) বন্যা
  • গ) ভূমিকম্প
  • ঘ) জলোচ্ছ্বাস
  • সঠিক উত্তর: (খ)
    ১১৯. প্রকৃতি সংরক্ষণশীলতার কৌশল কয়টি?
  • ক) ২টি
  • খ) ৪টি
  • গ) ৫টি
  • ঘ) ৭টি
  • সঠিক উত্তর: (গ)
    ১২০. সুমামির সাথে যুগপৎরূপে কোন প্রাকৃতিক দুর্যোগের নাম জড়িত?
  • ক) নদীভাঙন
  • খ) ঘূর্ণিঝড়
  • গ) জলাবদ্ধতা
  • ঘ) ভূমিকম্প
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২১. কোন দ্বীপে সুনামি সংঘটিত হয়েছিল?
  • ক) ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে
  • খ) ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে
  • গ) বোর্নিও দ্বীপে
  • ঘ) কলোরাডো দ্বীপপুঞ্জে
  • সঠিক উত্তর: (ক)
    ১২২. জলবায়ুর পরিবর্তনের কারণে ২১০০ সালের মধ্যে কত শতাংশ খাদ্য উৎপাদন হ্রাস পাবে?
  • ক) ২০%
  • খ) ৩০%
  • গ) ৪০%
  • ঘ) ৫০%
  • সঠিক উত্তর: (খ)
    ১২৩. সাইক্লোনের অন্য নাম হলো-
    i. হারিকেন
    ii. টাইফুন
    iii. টর্নেডো
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১২৪. বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টন চুক্তি হয় কোন সালে?
  • ক) ১৯৭২
  • খ) ১৯৭৮
  • গ) ১৯৯৬
  • ঘ) ২০০৬
  • সঠিক উত্তর: (গ)
    ১২৫. 'সুনামি' অর্থ কী?
  • ক) সমুদ্রের ঢেউ
  • খ) সমুদ্রের জলোচ্ছ্বাস
  • গ) বন্দরের ঢেউ
  • ঘ) সমুদ্রের গর্জন
  • সঠিক উত্তর: (গ)
    ১২৬. বাতাস বা অক্সিজেন ছাড়া মানুষ কত সময় বাঁচতে পারে?
  • ক) ৪০-৪৫ সেকেন্ড
  • খ) ৪০-৫০ সেকেন্ড
  • গ) ৫০-৫৫ সেকেন্ড
  • ঘ) ১ মিনিট
  • সঠিক উত্তর: (খ)
    ১২৭. গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির প্রাকৃতিক কারণ কোনটি?
  • ক) শিল্পকারখানার ধোঁয়া
  • খ) রেফ্রিজারেটর
  • গ) দাবানল
  • ঘ) যানবাহনের ধোঁয়া
  • সঠিক উত্তর: (গ)
    ১২৮. দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কত হেক্টর জমি লবণাক্ত কারণ কৃষি অনুপোযোগী হয়ে গেছে?
  • ক) ১,৮০,০০০
  • খ) ৪,৩০,০০০
  • গ) ৬,৮০,০০০
  • ঘ) ৮,৩০,০০০
  • সঠিক উত্তর: (ঘ)
    ১২৯. যেসব ফসল কম পানিতেক জন্মায়-
    i. গম
    ii. পিয়াজ
    iii. কাউন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩০. অনেক ক্ষেত্রে বাংলাদেশে বন্যার পূর্বাভাস দেওয়া অসম্ভব হয় কেন?
  • ক) নদীগুলোর উৎপত্তিস্থল দেশের বাইরে চলে
  • খ) নদীগুলোর উৎপত্তিস্থল দেশের ভিতরে বলে
  • গ) নদীগুলোর উৎপত্তিস্থল পাহাড়ি অঞ্চলে বলে
  • ঘ) নদীগুলোর উৎপত্তিস্থল মালভূমি অঞ্চলে বলে
  • সঠিক উত্তর: (ক)
    ১৩১. আষাঢ় শ্রাবণ ছাড়াও বর্তমানে অন্য কোন মসে ভারী বর্ষণ দেখা যাচ্ছে?
  • ক) ভার্দ্র
  • খ) আশ্বিন
  • গ) কার্তিক
  • ঘ) অগ্রহায়ণ
  • সঠিক উত্তর: (খ)
    ১৩২. জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাংলাদেশে শতকরা কত ভাগ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে?
  • ক) ১০%
  • খ) ২০%
  • গ) ৩০%
  • ঘ) ৫০%
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৩. ১৯৯৬ সালে বাংলাদেশের সাথে কোন দেশের পানি বন্টন চুক্তি হয়?
  • ক) পাকিস্তান
  • খ) নেপাল
  • গ) ভারত
  • ঘ) মায়ামানমার
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৪. ২০০৪ সালের সুনামিতে বাংলাদেশে কোনো ক্ষতি না হওয়ার কারণ কোনটি?
  • ক) অগভীর পানেতে সুনামির শক্তি হারানো
  • খ) গভীর পানিতে সুনামির শক্তি হারানো
  • গ) গভীর পানিতে সুনামির শক্তি অর্জন
  • ঘ) অগভীর পানিতে সুনামির শক্তি অর্জন
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৫. বন্যার সময় রাস্তাঘাট ডুবে যায়। এর মোকাবিলায় সচেতন উত্তম ও সহজ বিকল্প কী?
  • ক) ঘরে বন্দী থাকা
  • খ) পায়ে হেঁটে চলা
  • গ) নৌকার ব্যবস্থা রাখা
  • ঘ) রাস্তাঘাট পাকা করা
  • সঠিক উত্তর: (গ)
    ১৩৬. 'Tsunami' কোন দেশি শব্দ?
  • ক) জাপানি
  • খ) চীনা
  • গ) কোরিয়ান
  • ঘ) সিংহলিক
  • সঠিক উত্তর: (ক)
    ১৩৭. সাধারণ বৃষ্টির বৈশিষ্ট্য কোনটি?
  • ক) ক্ষারকীয়
  • খ) স্বাভাবিক
  • গ) অত্যন্ত ক্ষারকীয়
  • ঘ) এসিডিক
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৩৮. বাংলাদেশের ঋতুচক্রের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে কেন?
  • ক) আবহাওয়ার পরিবর্তনের ফলে
  • খ) জলবায়ুর পরিবর্তনের ফলে
  • গ) ভৌগোলিক পরিবর্তনের ফলে
  • ঘ) ভূপ্রাকৃতিক কারণে
  • সঠিক উত্তর: (খ)
    ১৩৯. কার্বন দূষণ বলতে বায়ুমন্ডলের কোনটির পরিমাণ বেড়ে যাওয়াকে বোঝায়?
  • ক) কার্বন মনোক্সাইড
  • খ) কার্বন ডাইঅক্সাইড
  • গ) বাইকার্বনেট
  • ঘ) কার্বোক্সিলিক এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ১৪০. সাইক্লোন সৃষ্টির কারণ কোনটি?
  • ক) উচ্চচাপ
  • খ) নিম্নচাপ
  • গ) শীতলতা
  • ঘ) বায়ুপ্রবাহ
  • সঠিক উত্তর: (খ)
    ১৪১. দূষিথ বাতাসে কোন রোগটি হতে পারে?
  • ক) ডায়াবেটিস
  • খ) ম্যানিনজাইটিস
  • গ) ফুসফুসের ক্যান্সার
  • ঘ) লিভার সিরোসিস
  • সঠিক উত্তর: (গ)
    ১৪২. অতি সম্প্রতি জাপানে ঘটে যাওয়া পামাণবিক দুর্ঘটনার জন্য কোন প্রাকৃতিক দুর্যোগ দায়ী?
  • ক) ভূমিকম্প
  • খ) সুনামি
  • গ) টর্নেডো
  • ঘ) হারিকেন
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৩. এসিড বৃষ্টি মানব দেহে সৃষ্টি করে-
    i. হৃৎপিন্ড সমস্যা
    ii. অ্যাজমা
    iii. ব্রঙ্কাইটিস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৪৪. বিগত ৪০ বছরে সেন্টমার্টিন দ্বীপের কত শতাংশ প্রবাল বিলীন হয়ে গেছে?
  • ক) ৫০%
  • খ) ৬০%
  • গ) ৭০%
  • ঘ) ৮০%
  • সঠিক উত্তর: (গ)
    ১৪৫. ৮০০০ কি.মি. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে কত সালের পর থেকে?
  • ক) ১৯৬০
  • খ) ১৯৭০
  • গ) ১৯৮০
  • ঘ) ১৯৮৫
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৬. Tornado শব্দটির অর্থ কি?
  • ক) Thunder storm
  • খ) Thunder cats
  • গ) Thunder fall
  • ঘ) Thunder cyclone
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৭. কয়লা থেকে তৈরি হয়-
    i. নাইট্রোজেন অক্সাইড
    ii. সালফার ডাই-অক্সাড
    iii. সিলিকন ডাই-অক্সাইড
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪৮. প্রলয়ঙ্করী বন্যা সংঘটিত হয়-
    i. ১৯৮৮ সালে
    ii. ১৯৯১ সালে
    iii. ১৯৯৮ সালে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৪৯. বনভূমি উজাড় হওয়ার মূল কারণ কোনটি?
  • ক) শিল্পকারখানা বৃদ্ধি
  • খ) যানবাহনের সংখ্যা বৃদ্ধি
  • গ) কৃষির সম্প্রসারণ
  • ঘ) জনসংখ্যা বৃদ্ধি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫০. মাছে-ভাতে বাঙালি কীভাবে রূপকথায় পরিণত হলো?
  • ক) খরা ও বন্যায়
  • খ) কৃষিজমির অভাবে
  • গ) জনসংখ্যা বৃদ্ধিতে
  • ঘ) নদীর ভাঙনে
  • সঠিক উত্তর: (গ)
    ১৫১. বাংলাদেশের কয়টি নদীর উৎপত্তিস্থল ভারত?
  • ক) ৪০টি
  • খ) ৫০টি
  • গ) ৫২টি
  • ঘ) ৫৫টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫২. নদী প্রশিক্ষণ হল-
    i. সিমেন্টের ব্লক
    ii. বালির বস্তা
    iii. বাঁশের ঢিবি
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৫৩. বাংলাদেশের কোন জেলায় অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে?
  • ক) রংপুর
  • খ) দিনাজপুর
  • গ) সিরাজগঞ্জ
  • ঘ) ময়মনসিংহ
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৪. এসিড বৃষ্টির উপাদান কোনটি?
  • ক) এসিটিক এসিড
  • খ) সালফিউরিক এসিড
  • গ) কার্বনিক এসিড
  • ঘ) মৃদু এসিড
  • সঠিক উত্তর: (খ)
    ১৫৫. ধারণা অনুযায়ী ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কতটুকু বেড়ে যেতে পারে?
  • ক) ১.১-৬.৪ ডিগ্রি সেলসিয়াস
  • খ) ১.২-৬.৯ ডিগ্রি সেলসিয়াস
  • গ) ১.১১-৬.৭ ডিগ্রি সেলসিয়াস
  • ঘ) ৬.৮-৯.৮ ডিগ্রি সেলসিয়াস
  • সঠিক উত্তর: (ক)
    ১৫৬. গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি প্রাকৃতিক কারণ কোনটি?
  • ক) রেফ্রিজারেটর
  • খ) যানবাহনের ধোয়া
  • গ) দাবানল
  • ঘ) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৭. বাংলাদেশের কতটি নদী ভারত, নেপাল ও ভুটানে উৎপত্তি লাভ করেছে?
  • ক) ৪০টি
  • খ) ৪৮টি
  • গ) ৫৮টি
  • ঘ) ৬৫টি
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৮. সাইক্লোনের সাথে টর্নেডোর মূল পার্থক্য কোনটি?
  • ক) টর্নেডো সৃষ্টি হয় উপকূলে
  • খ) টর্নেডো সৃষ্টি হয় সাগরে
  • গ) টর্নেডো সৃষ্টি হয় যেকোনো স্থানে
  • ঘ) টর্নেডো সৃষ্টি হয় নদীতে
  • সঠিক উত্তর: (গ)
    ১৫৯. সাম্প্রতিককালে অসময়ে বন্যা হওয়ার কারণ কোনটি?
  • ক) ভূপ্রাকৃতিক কারণ
  • খ) নদীভাঙন
  • গ) জলবায়ুর পরিবর্তন
  • ঘ) নদীর নাব্যতা হ্রাস
  • সঠিক উত্তর: (গ)
    ১৬০. বিশেষজ্ঞগণের মতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশ চাল উৎপাদন শতকরা কত ভাগ হ্রাস পাবে?
  • ক) ৬.৬%
  • খ) ৭.৯%
  • গ) ৮.৮%
  • ঘ) ৯.৬%
  • সঠিক উত্তর: (গ)
    ১৬১. ভূকম্পনের ফলে যে বিপুল পরিমাণ বিকিরণ হয় তা কতগুলো পরমাণু বোমার সমান ক্ষমতাসম্পন্ন?
  • ক) ৭ হাজার
  • খ) ৯ হাজার
  • গ) ৯.৫ হাজার
  • ঘ) ১০ হাজার
  • সঠিক উত্তর: (গ)
    ১৬২. সাইক্লোন তৈরিতে সাগরের তাপমাত্রা কত হতে হয়?
  • ক) ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি
  • খ) ২৩ ডিগ্রি সেলসিয়াসের কম
  • গ) ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি
  • ঘ) ২৭ ডিগ্রি সেলসিয়াসের কম
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৩. বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে?
  • ক) গ্রিন হাউস ইফেক্ট
  • খ) কার্বন দূষণ
  • গ) অক্সিজেন দূষণ
  • ঘ) বৈশ্বিক উষ্ণতা
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৪. সাইক্লোন শব্দটি কোন দেশীয় শব্দ থেকে এসেছে?
  • ক) গ্রীক
  • খ) ব্রিটিশ
  • গ) ল্যাটিন
  • ঘ) জার্মান
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৫. ১৯৬০-২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে কতবার সাইক্লোন আঘাত হেনেছে?
  • ক) ২০
  • খ) ৩০
  • গ) ৪০
  • ঘ) ৫০
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৬৬. সুনামির ফলে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?
  • ক) ইন্দোনেশিয়া
  • খ) শ্রীলঙ্কা
  • গ) মালয়েশিয়া
  • ঘ) থাইল্যান্ড
  • সঠিক উত্তর: (ক)
    ১৬৭. ২০০৪ সালের সুনামিতে কত লক্ষ লোক মারা যায়?
  • ক) ২ লক্ষ
  • খ) ৩ লক্ষ
  • গ) ৪ লক্ষ
  • ঘ) ৫ লক্ষ
  • সঠিক উত্তর: (খ)
    ১৬৮. সুনামির উৎপত্তিস্থল কোথায় ছিল?
  • ক) প্রশান্ত মহাসাগরে
  • খ) আটলান্টিক মহাসাগরে
  • গ) ভারত মহাসাগরে
  • ঘ) দক্ষিণ মহাসাগরে
  • সঠিক উত্তর: (গ)
    ১৬৯. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
  • ক) প্রায় ১০ কোটি
  • খ) প্রায় ১২ কোটি
  • গ) প্রায় ১৫ কোটি
  • ঘ) প্রায় ১৮ কোটি
  • সঠিক উত্তর: (গ)
    ১৭০. ঘূর্ণিঝড়ের মাত্রা নিয়ন্ত্রেণে ব্যবহার হয়-
    i. সিলভার আয়োডাইড
    ii. তেল
    iii. রাসায়নিক দ্রব্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭১. মাটিতে পানি কম থাকলেও জন্মাতে পারে কোনটি?
  • ক) ধান
  • খ) পিয়াজ
  • গ) পাট
  • ঘ) আলু
  • সঠিক উত্তর: (খ)
    ১৭২. মাছ সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বেচে থাকতে পারে?
  • ক) ২৬ ডিগ্রি
  • খ) ২৮ ডিগ্রি
  • গ) ৩০ ডিগ্রি
  • ঘ) ৩২ ডিগ্রি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৩. প্রকৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে না পারলে মনুষ্য জাতির পরিণতি কী হবে?
  • ক) উৎপাদনে সক্ষম হবে
  • খ) আয়ষ্কাল হ্রাস পাবে
  • গ) বিলুপ্ত হয়ে যাবে
  • ঘ) খাদ্য সংকটে পড়বে
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৪. ১৯৭৫ সাল থেকেব এ পর্যন্ত বাংলাদেশে কতটি টর্নেডো আঘাত হেনেছে?
  • ক) ৪০টি
  • খ) ৭৫টি
  • গ) ৯৫টি
  • ঘ) ১০৪টি
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৭৫. কোন দুর্যোগটি শুধুমাত্র সংঘটিত হয়?
  • ক) কালবৈশাখী
  • খ) ভূমিকম্প
  • গ) সুনামি
  • ঘ) বন্যা
  • সঠিক উত্তর: (গ)
    ১৭৬. নগরায়ণের কারণরূপে বিবেচিত হতে পারে-
    i. শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধি
    ii. গ্রামীণ জনপদের শহরমুখিতা
    iii. আবাসন সংকট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭৭. ২০৮০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত বাড়তে পারে?
  • ক) ৩০ সে.মি.
  • খ) ৩৪ সে.মি.
  • গ) ৩৮ সে.মি.
  • ঘ) ৪২ সে.মি.
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৮. বাংলাদেশে কোন সময়ে টর্নেডোর প্রকোপ দেখা যায়?
  • ক) চৈত্র মাসে
  • খ) বৈশাখ মাসে
  • গ) ফাগ্লুন মাসে
  • ঘ) আষাঢ় মাসে
  • সঠিক উত্তর: (খ)
    ১৭৯. টর্নেডোর অনুরূপ প্রাকৃতিক দুর্যোগ কোনটি?
  • ক) ভূমিকম্প
  • খ) বন্যা
  • গ) সুনামি
  • ঘ) ঘূর্ণিঝড়
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮০. বিশেষজ্ঞগণের মতে জলবায়ু পরিবর্তনজনিত কারণ ২১০০ সালের মধ্যে শতকরা কত ভাগ খাদ্যেৎপাদন হ্রাস পাবে?
  • ক) ২০%
  • খ) ৩০%
  • গ) ৪০%
  • ঘ) ৫০%
  • সঠিক উত্তর: (খ)
    ১৮১. বাংলাদেশে সাইক্লোন প্রস্তুতি কার্যক্রম চালু করেছে-
    i. বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়
    ii. বাংলাদেশ রেড ক্রিসেন্ট
    iii. বাংলাদেশ আবহাওয়া অফিস
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৮২. খাদ্য ঘাটতির কারণে প্রতি বছর কী পরিমাণ খাদ্য আমদানী করতে হয়?
  • ক) ২ মিলিয়ন মেট্রিক টন
  • খ) প্রায় ৩ মিলিয়ন মেট্রিক টন
  • গ) ৩ মিলিয়ন মেট্রিক টন
  • ঘ) প্রায় ৪ মিলিয়ন মেট্রিক টন
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৩. গ্রিন হাউস গ্যাসের উৎস হলো-
    i. যানবাহন
    ii. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
    iii. রেফ্রিজারেটর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮৪. নিচের কোন রোগটি বন্যার কারণে পানিবাহিত হয়ে ছড়ায়?
  • ক) ডায়ারিয়া
  • খ) ডেঙ্গু
  • গ) এইডস
  • ঘ) ম্যালেরিয়া
  • সঠিক উত্তর: (ক)
    ১৮৫. রাশিয়াতে খরা বলা হয় কোনটিকে?
  • ক) একটানা ৫ দিন ৫ মিলিমিটারের কম বৃষ্টি
  • খ) একটানা ৮ দিন ৬ মিলিমিটারের কম বৃষ্টি
  • গ) একটানা ১০ দিন ৫ মিলিমিটারের কম বৃষ্টি
  • ঘ) একটানা ১৫ দিন ১০ মিলিমিটারের কম বৃষ্টি
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৬. বঙ্গোপসাগরে সৃষ্ট জলোচ্ছ্বাস হলো-
    i. স্যান্ডি
    ii. সিডর
    iii. আইলা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১৮৭. বিগত তিন দশকে বাংলাদেশের কত হেক্টর জমি নদীগর্ভে হারিয়ে গেছে?
  • ক) ১,৫০,০০০ হেক্টর
  • খ) ১,৮০,০০০ হেক্টর
  • গ) ২,০০,০০০ হেক্টর
  • ঘ) ২,৩০,০০০ হেক্টর
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৮. 'Kyklos' শব্দটি কোন প্রাকৃতিক দুর্যোগের সাথে জড়িত?
  • ক) অগ্নুৎপাত
  • খ) হারিকেন
  • গ) সাইক্লোন
  • ঘ) টর্নেডো
  • সঠিক উত্তর: (খ)
    ১৮৯. সবচেয়ে মারাত্মক বন্যা সংঘটিত হয় কত সালে?
  • ক) ১৯৭৪
  • খ) ১৯৮৭
  • গ) ১৯৮৮
  • ঘ) ২০০৭
  • সঠিক উত্তর: (ক)
    ১৯০. সাধারণত বৃষ্টিপাত কেমন হয়?
  • ক) ক্ষারীয়
  • খ) নিরপেক্ষ
  • গ) এসিডিক
  • ঘ) পুষ্টিকর
  • সঠিক উত্তর: (গ)
    ১৯১. সুমাত্রার ভূমিকম্পটির ফলে কত এলাকাজুড়ে ভাঙনের সৃষ্টি হয়?
  • ক) ৭০০ মাইল
  • খ) ৬০০ মাইল
  • গ) ৫০০ মাইল
  • ঘ) ৪০০ মাইল
  • সঠিক উত্তর: (খ)
    ১৯২. বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে-
  • ক) ৮.৮ বিলিয়ন
  • খ) ১০ বিলিয়ন
  • গ) ১৯.৯ বিলিয়ন
  • ঘ) ২০ বিলিয়ন
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৩. সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা পালন করে-
    i. নিম্নচাপ
    ii. উচ্চচাপ
    iii. উচ্চ তাপমাত্রা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৪. নদীর পাড়ে পাথর, সিমেন্টের ব্লক, বালির বস্ত দেওয়াকে কী বলে?
  • ক) নদী নিয়ন্ত্রণ
  • খ) নদী প্রশিক্ষণ
  • গ) নদী প্রতিরোধ
  • ঘ) নদী মেরামত
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৫. নিচের কোন সাইক্লোনটি বাংলাদেশে আঘাত হেনেছিল?
  • ক) সিডর
  • খ) স্যান্ডি
  • গ) নার্গিস
  • ঘ) আইলা
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৬. বন্যার উপকারী দিক কোনটি?
  • ক) ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়
  • খ) জমিতে পলি পড়ে বলে জমির উর্বরতা বাড়ে
  • গ) বন্যার পরবর্তীতে নতুন গাছ জন্মায়
  • ঘ) অনেক নতুন ঘরবাড়ি দেখা যায়
  • সঠিক উত্তর: (খ)
    ১৯৭. বাংলাদেশের নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ কোনটি?
  • ক) বন্যা
  • খ) খরা
  • গ) ভূমিকম্প
  • ঘ) দাবানল
  • সঠিক উত্তর: (ক)
    ১৯৮. ২০১০-১১ সালে বাংলাদেশে মোটি উৎপাদিত খাদ্যশস্যের পরিমাণ কত ছিল?
  • ক) প্রায় ১৯.৩২ মিলিয়ন মেট্রিক টন
  • খ) প্রায় ২৫ মিলিয়ন মেট্রিক টন
  • গ) প্রায় ৩০ মিলিয়ন মেট্রিক টন
  • ঘ) প্রায় ৪০ মিলিয়ন মেট্রিক টন
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৯৯. ১৯৬৯ সালের টর্নোডোতে বাতাসের বেগ কত ছিল?
  • ক) ৪৪৪ কি.মি./ঘন্টা
  • খ) ৫৪৪ কি.মি./ঘন্টা
  • গ) ৬৪৪ কি.মি./ঘন্টা
  • ঘ) ৮০০ কি.মি./ঘন্টা
  • সঠিক উত্তর: (গ)
    ২০০. ভূমিকম্প কিভাবে হয়?
  • ক) বন ধ্বংস করা হলে
  • খ) টেকটনিক পেটের আঘাতে
  • গ) প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে
  • ঘ) তীব্র জলোচ্ছ্বাসের আঘাতে
  • সঠিক উত্তর: (খ)
    ২০১. সাইক্লোন শব্দটি নিচের কোন শব্দ থেকে এসেছে?
  • ক) Cyklos
  • খ) Kyklos
  • গ) Kycleos
  • ঘ) Cymos
  • সঠিক উত্তর: (খ)
    ২০২. কখন সম্পদ ব্যবহারের অনুপযোগী হয়?
  • ক) সম্পদ নষ্ট হয়ে গেলে
  • খ) সম্পদ দূষিত হলে
  • গ) সম্পদ শেষ হলে
  • ঘ) সম্পদ বারবার ব্যবহার করলে
  • সঠিক উত্তর: (খ)
    ২০৩. জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া নির্ভর করে-
    i. জন্মহার
    ii. মুত্যুহার
    iii. বহিগর্মন ও বহিরাগমন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৪. কী কারণ বাংলাদেশে হাজার হাজার একর আবাদি জমি নষ্ট হচ্ছে?
  • ক) জনসংখ্যা বৃদ্ধির কারণে
  • খ) নদীভাঙনের কারণে
  • গ) প্রাকৃতিক দুর্যোগের কারণে
  • ঘ) জমির উর্বরতা বিনষ্ট হওয়ার কারণে
  • সঠিক উত্তর: (ক)
    ২০৫. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলাফল-
    i. নদনদীর পানি লবণাক্ত হবে
    ii. ভূগর্ভস্থ পানি লবণাক্ত হবে
    iii. আবাদী জমি লবণাক্ত হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৬. বৈশ্বিক উষ্ণতার প্রভাব হল-
    i. ঋতু পরিবর্তন
    ii. নদীভঙন
    iii. খরা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৭. এসিড বৃষ্টির মানবসৃষ্ট কারণ কোনটি?
  • ক) দাবানল
  • খ) বজ্রপাত
  • গ) গাছপালার পঁচন
  • ঘ) শিল্পকারখানার ধোয়া
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৮. দীর্ঘস্থায়ী খরার ফলাফল কোনটি?
  • ক) ফসল উৎপাদন কমে যায়
  • খ) খাদ্য সংকট দেখা যায়
  • গ) মাটির উর্বরতা কমে যায়
  • ঘ) সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা যায়
  • সঠিক উত্তর: (ঘ)
    ২০৯. ব্যবহৃত জিনিস ফেলে না দিয়ে তা থেকে নতুন জিনিস তৈরী করা কিসের কৌশল?
  • ক) প্রকৃতির সংবেদনশীলতার
  • খ) প্রকৃতির নবায়নযোগ্যতা
  • গ) প্রকৃতির সংরক্ষণশীলতা
  • ঘ) প্রকৃতির মান উন্নয়ন
  • সঠিক উত্তর: (গ)
    ২১০. খরার ক্ষেত্রে বৃষ্টিপাতের চেয়ে বেশি হয়-
    i. অভিস্রবণ
    ii. বগুড়া
    iii. কুমিল্লা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ২১১. বাংলাদেশে টর্নেডো হয়ে থাকে-
    i. বৈশাখ মাসে
    ii. শহরে বা গ্রামে
    iii. নদীতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২১২. অক্সিজেন ছাড়া কতক্ষণ বাঁচা সম্ভব?
  • ক) ২০-৩০ সেকেন্ড
  • খ) ৪০-৫০ সেকেন্ড
  • গ) ১ মিনিট
  • ঘ) ২ মিনিট
  • সঠিক উত্তর: (খ)
    ২১৩. ঘূর্ণিঝড়েরর মাত্রা কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে?
  • ক) সাগরে রাসায়নিক দ্রব্য ছিটিয়ে
  • খ) সাগরে জাহাজ পাঠিয়ে দিয়ে
  • গ) উপকূলীয় এলাকায় বাঁধ দিয়ে
  • ঘ) উপকূলীয় জনগণকে সচেতন করে
  • সঠিক উত্তর: (ক)
    ২১৪. সুনামির জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি নিহত হয়েছে-
    i. নারী
    ii. পুরুষ
    iii. শিশু
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২১৫. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাছের রোগজীবাণু জন্মাতে সাহায্য করে?
  • ক) ২৫ ডিগ্রি সেলসিয়াস
  • খ) ৩০ ডিগ্রি সেলসিয়াস
  • গ) ৩৫ ডিগ্রি সেলসিয়াস
  • ঘ) ৪০ ডিগ্রি সেলসিয়াস
  • সঠিক উত্তর: (গ)
    ২১৬. জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি?
  • ক) অনাবৃষ্টি
  • খ) ঋতুর পরিবর্তন
  • গ) বৈশ্বিক উষ্নতা
  • ঘ) খরা
  • সঠিক উত্তর: (গ)
    ২১৭. জন্মহার মৃত্যুহার তুলনায় বেশি হলে জনসংখ্যার কী পরিবর্তন ঘটে?
  • ক) কমে যায়
  • খ) বৃদ্ধি পায়
  • গ) সমান থাকে
  • ঘ) ঋণাত্মক বৃদ্ধির হার দেখা যায়
  • সঠিক উত্তর: (খ)
    ২১৮. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কত শতাংশ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে?
  • ক) ১০%
  • খ) ২০%
  • গ) ৩০%
  • ঘ) ৪০%
  • সঠিক উত্তর: (গ)
    ২১৯. টর্নেডোর দৈঘ্য কত হতে পারে?
  • ক) ৫-১০ কি.মি.
  • খ) ৫-৩০ কি.মি.
  • গ) ২০-৬০ কি.মি.
  • ঘ) ৪০-১০০ কি.মি.
  • সঠিক উত্তর: (খ)
    ২২০. গ্রিন হাউস গ্যাসের মূল উৎস-
    i. যানবাহনের ধোয়া
    ii . বিদ্যুৎ উপাদনকেন্দ্র
    iii. রেফ্রিজারেটর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২১. বাংলাদেশে ১৮৯৭ সালের ভূমিকম্পে কত মানুষ মারা যায়?
  • ক) ৪০০০
  • খ) ৬০০০
  • গ) ৮০০০
  • ঘ) ১০,০০০
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২২. বাংলাদেশের মানুষের মুত্যুর জন্য দায়ী-
    i. অসহনীয় গরম
    ii. অস্বাভাবিক শীত
    iii. ভৌগোলিক অবস্থান
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২২৩. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কত হেক্টর জমি লবণাক্তর কারণে কৃষি অনুপযোগী হয়ে পড়েছে?
  • ক) প্রায় ৭,৩০,০০০ হেক্টর
  • খ) প্রায় ৯,৩০,০০০ হেক্টর
  • গ) প্রায় ৯,২০,০০০ হেক্টর
  • ঘ) প্রায় ১,৮০,০০০ হেক্টর
  • সঠিক উত্তর: (খ)
    ২২৪. ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে?
  • ক) পদ্মা
  • খ) মেঘনা
  • গ) কর্ণফুলী
  • ঘ) ব্রম্মপুত্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ২২৫. টর্নেডোতে বাতাসের গতিবেগ ঘন্টায় কত?
  • ক) ২০০-৩০০ কি.মি.
  • খ) ৩০০-৪০০ কি.মি.
  • গ) ৪৮০-৮০০ কি.মি.
  • ঘ) ৯২০-১২০০ কি.মি
  • সঠিক উত্তর: (গ)
    ২২৬. এসিড বৃষ্টির কারণে মাটির pH-
  • ক) বেড়ে যায়
  • খ) কমে যায়
  • গ) একই থাকে
  • ঘ) নিরপেক্ষ হয়
  • সঠিক উত্তর: (খ)
    ২২৭. বর্তমান বাংলাদেশের জনসংখ্যা প্রায় কত ছিল?
  • ক) ৪১০
  • খ) ১২
  • গ) ১৫
  • ঘ) ১৬
  • সঠিক উত্তর: (গ)
    ২২৮. ভূগর্ভের ভাগগুলোকে কী বলে?
  • ক) Earth crust
  • খ) Tectonic plate
  • গ) Earth place
  • ঘ) Tectonic crust
  • সঠিক উত্তর: (খ)
    ২২৯. মাটিতে পানি কম থাকলেও জন্মাতে পারে-
    i. গম
    ii. পিয়াজ
    iii. কাউন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩০. বিট্রিশ নিয়মে খরা কোনটি?
  • ক) একটানা ২ সপ্তাহ ০.২৫ মিলিমিটার কম বৃষ্টিপাত
  • খ) একটানা ২ সপ্তাহ ০.৩৫ মিলিমিটারের কম বৃষ্টিপাত
  • গ) একটানা ৩ সপ্তাহ ০.২৫ মিলিমিটারের কম বৃষ্টিপাত
  • ঘ) একটানা ৩ সপ্তাহ ০.৩০ মিলিমিটার কম বৃষ্টিপাত
  • সঠিক উত্তর: (ক)
    ২৩১. ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত কত বছর প্রচন্ড গরম পড়েছে?
  • ক) ১৩ বছর
  • খ) ১৪ বছর
  • গ) ১৫ বছর
  • ঘ) ১১ বছর
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩২. বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয়?
  • ক) ৩ মিলিয়ন মেট্রিক টন
  • খ) ৪ মিলিয়ন মেট্রিক টন
  • গ) ৫ মিলিয়ন মেট্রেক টন
  • ঘ) ৬ মিলিয়ন মেট্রিক টন
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৩. নানারকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম কোনটি?
  • ক) জীববৈচিত্র্য ধ্বংস
  • খ) খাদ্যভাব
  • গ) জনসংখ্যা বৃদ্ধি
  • ঘ) রোগব্যাধি বিস্তার
  • সঠিক উত্তর: (ক)
    ২৩৪. বাতাসের গতিবেগ ঘন্টায় কত হলে তাকে ঘূর্ণিঝড় বলে?
  • ক) ৪০ কি.মি.
  • খ) ৫০ কি.মি.
  • গ) ৫৫ কি.মি.
  • ঘ) ৬৩ কি.মি.
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৫. কোন ফসল চাষে অনেক বেশি পানি লাগে?
  • ক) পিয়াজ
  • খ) গম
  • গ) ইরিধান
  • ঘ) কাউন
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৬. আইলা কত সালে হয়েছিল?
  • ক) ২০০৭
  • খ) ২০০৮
  • গ) ২০০৯
  • ঘ) ২০১০
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৭. বিগত তিন দশকে পদ্মা, মেঘনা ও যমুনাতে কত হেক্টর জমি বিলীন হয়ে গেছে?
  • ক) ১,৬০,০০০
  • খ) ১,৭০,০০০
  • গ) ১,৮০,০০০
  • ঘ) ১,৯০,০০০
  • সঠিক উত্তর: (গ)
    ২৩৮. ভূমিকম্পের ফলে কোন নদীর গতিপথের পরিবর্তন হয়েছে?
  • ক) পদ্মা
  • খ) মেঘনা
  • গ) যমুনা
  • ঘ) ব্রম্মপুত্র
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩৯. 'টর্নেডো কোন দেশি শব্দ?
  • ক) গ্রিক
  • খ) জাপানি
  • গ) স্প্যানিশ
  • ঘ) পতুর্গিজ
  • সঠিক উত্তর: (গ)
    ২৪০. বিশ্বের অন্যতম ভূমিকম্প্রবণ এলাকা হলো-
    i. ক্যালিফোর্নিয়া
    ii. টোকিও
    iii. সাংহাই
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৪১. 'সু' অর্থ কী?
  • ক) নদী
  • খ) সমুদ্র
  • গ) বন্দর
  • ঘ) ঢেউ
  • সঠিক উত্তর: (গ)
    ২৪২. নদীবেষ্টিত বাংলাদেশে-
    i. নদীভাঙন স্বাভাবিক ঘটনা
    ii. মেঘনা নদীতে ভাঙন দেখা যায় না
    iii. ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (খ)
    ২৪৩. ভূমিকম্পের মাত্রা পরিমাণ করা হয় কোনটি দ্বারা?
  • ক) হাইড্রোজেন
  • খ) ফ্যাদেমিটার
  • গ) রিকটার স্কেল
  • ঘ) রেইনগজ
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৪. বাংলাদ্যেশ ভয়াবহ খাদ্য ঝুঁকিতে পড়ার কারণ-
    i. অনাবৃষ্টি
    ii. লবণাক্ত পানি
    iii. জলবায়ু পরিবর্তন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৫. স্মরণকালে ভয়বহতার সুনামি সংঘটিত হয় কোন সময়ে?
  • ক) ২৪ ডিসেম্বর, ২০০৩
  • খ) ২১ ডিসেম্বর, ২০০৪
  • গ) ২৬ ডিসেম্বর, ২০০৪
  • ঘ) ২৮ ডিসেম্বর, ২০০৫
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৬. বাংলাদেশের খরাপ্রবণ জেলা হলো-
    i. নওয়াবগঞ্জ
    ii. বগুড়া
    iii. কুমিল্লা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৪৭. জনসংখ্যা বৃদ্ধির শূণ্য হার বলতে কী বুঝায়?
  • ক) জন্মহার বেশি, মৃত্যুহার বেশি
  • খ) মৃত্যুহার বেশী, জন্মহার কম
  • গ) জন্মহার ও মৃত্যুহার সমান
  • ঘ) বহির্গমন বেশী, বহিরাগমন কম
  • সঠিক উত্তর: (গ)
    ২৪৮. ভূমিকম্পে কোন স্থানটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
  • ক) কাঠের বাড়ি
  • খ) টিনের ঘর
  • গ) কুঁড়েঘর
  • ঘ) উঁচু দালান
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪৯. ১৯৭৪ সালের বন্যার প্রভাব ছিল-
    i. প্রলয়ংকরী
    ii. দুর্ভিক্ষাবস্থা সৃষ্টিকারী
    iii. অল্প সময়ব্যাপী
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৫০. কোনটি ভূমিকম্প্রবণ এলাকা বলে চিন্হিত?
  • ক) বাংলাদেশ
  • খ) ইন্দোনেশিয়া
  • গ) আমেরিকার ক্যালিফোর্নিয়া
  • ঘ) অস্ট্রেলিয়া
  • সঠিক উত্তর: (গ)
    ২৫১. সিডরে আর্থিক ক্ষতির পরিমাণ কত ছিল?
  • ক) ৬০০ মিলিয়ন মার্কিন ডলার
  • খ) ৬০০ বিলিয়ন মার্কিন ডলার
  • গ) ১.৭ বিলিয়ন মার্কিন ডলার
  • ঘ) ১.৭ বিলিয়ন মার্কিন ডলার
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫২. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামুদ্রিক প্রবালের জীবনযাপনের জন্য উপযোগী?
  • ক) ১২-১৮ ডিগ্রি সেলসিয়াস
  • খ) ১৮-২২ ডিগ্রি সেলসিয়াস
  • গ) ২২-২৮ ডিগ্রি সেলসিয়াস
  • ঘ) ২৮-৩২ ডিগ্রি সেলসিয়াস
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৩. ১৯৭০ এর ঘূর্ণিঝড়ে কত লক্ষ লোক প্রাণ হারায়?
  • ক) ১ লক্ষ
  • খ) ২ লক্ষ
  • গ) ৩ লক্ষ
  • ঘ) ৫ লক্ষ
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৫৪. সাম্প্রতিককালে বাংলাদেশে খরা সৃষ্টির জন্য দায়ী কোনটি?
  • ক) বন্যা
  • খ) ভূমিকম্প
  • গ) এলনিনো
  • ঘ) জনসংখ্যা বৃদ্ধি
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৫. বাংলাদেশে খরার জন্য দায়ী করা হয় কোনটিকে?
  • ক) Ex-Nino
  • খ) EI-Nino
  • গ) Ep-Nino
  • ঘ) Fco-Nino
  • সঠিক উত্তর: (খ)
    ২৫৬. ভূমিকম্প মোকাবিলায় জরুরি ভিত্তিতে সাড়া দিতে সক্ষম-
    i. ফায়ার সার্ভিস
    ii. পুলিশ বাহিনী
    iii. সরাসরি ক্ষতিগ্রস্তরা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
    মাসুমের জমিতে আগে প্রচুর ফসল ফলতো । কিন্তু ঘূর্ণিঝড় সিডর ও আইলার কারণে তার জমি পানিতে প্লাবিত হওয়ার পর অনেক ফসলই চাষ করা যাচ্ছে না। 
    ২৫৭. কোন কারণে মাসুমের জমিতে ফসল উৎপাদন হচ্ছে না?
  • ক) খরা
  • খ) বন্যা
  • গ) লবণাক্ত
  • ঘ) নদীভাঙন
  • সঠিক উত্তর: (গ)
    ২৫৮. বাংলাদেশের যেসব জেলা এ ধরনের সমস্যার আক্রান্ত?
    i. বাগের হাট
    ii. খুলনা
    iii. সাতক্ষীরা
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) i ও iii
  • গ) ii ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)