১. সৃষ্টির প্রেক্ষাপট : “বিল চলন গ্রাম কলম কাচা গোল্লার খ্যাতি, অর্ধ বঙ্গেশ্বরী।
রাণী ভবানীর স্মৃতি, উত্তরা গণভবন রাজ রাজন্যের ধাম, কাব্যে ইতিহাসে
আছে নাটোরের নাম" রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এর কিংবদন্তী
বনলতা সেন নাটোরকে দেশবাসীর কাছে করেছে সুপরিচিত। ইংরেজ
শাসকরা জেলাসদর নাটোর হতে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করে। মি.
প্রিংগল ১৮২২ সালে ২৩ এপ্রিল জেলাসদর হিসেবে পদ্মানদীর তীরবর্তী
রামপুর-বোয়ালিয়ার নাম উল্লেখ করে প্রস্তাবনা পেশ করেন। ১৮২৫ সালে।
নাটোর হতে জেলা সদর রামপুর-বোয়ালিয়াতে স্থানান্তরিত হয়। জেলা সদর
স্থানান্তরের পর ইংরেজ সরকার মহকুমা প্রশাসনের পরিকাঠামো তৈরী করে।
সেই পরিকল্পনা অনুযায়ী মহকুমা হিসেবে নাটোরের পদাবনীত ঘটে। তারপর
দীর্ঘ ১৬৫ বছর অর্থাৎ ইংরেজ, পাকিস্তান এবং বাংলাদেশের চৌদ্দ বছরের
প্রশাসনিক ইতিহাসে নাটোর মহকুমা সদর হিসেবে পরিচিত ছিল। ১৯৮৪
সালে নাটোর পুনরায় জেলা সদর হিসেবে মর্যাদা পায়।
2. নামকরণ : নাটোর জেলা একটি প্রাচীন জনপদ। অনেক ভাষাতাত্ত্বিকের মতে
নাটোর নামটি অনাৰ্য ভাষার শব্দ বিশেষ । বর্তমান নাটোরের রাজবাড়ী এলাকা।
তখন ছিল লস্করপুর পরগনার অধীন তরক কানাইখালীর অন্তর্গত । পর্যায়ক্রমে
অঞ্চলটিকে পরিণত করা হয় নগর রূপে । ইতিহাসে আছে এই নগরের কোন
এক স্থানে ব্যাঙ সাপকে গ্রাস করেছিল এবং তা দেখে অদূরে কয়েকজন
বালিকা নৃত্য করেছিল। এই নৃত্য কে উপলক্ষ করে ঐ স্থানের নাম হয়
নাট্যপুর। পর্যায়ক্রমে নাট্যপুর থেকে পরিবর্তনের মাধ্যমে এসেছে- 'নাটোর
নামটি । নাট্যপুর-নাটাপুর-নাটুর = নাটোর।
৩. আয়তন : (প্রায়) ১৮৯৬.০৫ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ১৭,০৬,৬৭৩ জন। পুরুষ- ৮,৫৪,১৮৩ ও
মহিলা- ৮,৫২,৪৯০ । বৃদ্ধির হার : ১.১৪% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) :
৮৯৮জন।
৫. উপজেলার সংখ্যা ও নাম ঃ ০৬টি। নাটোর সদর, সিংড়া, গুরুদাসপুর,
বড়াইগ্রাম, লালপুর ও বাগাতিপাড়া।
৬. থানার সংখ্যা ও নাম : ০৭টি। নাটোর সদর, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম,
লালপুর, বাগাতিপাড়া ও নলডাঙ্গা ।
৭. সংসদীয় আসন : ০৪টি। (১) লালপুর ও বাগাতিপাড়া উপজেলা। (২)
নাটোর সদর উপজেলা। (৩) সিংড়া উপজেলা। (৪) গুরুদাসপুর ও
বড়াইগ্রাম উপজেলা।
৮. বিশিষ্ট ব্যক্তিবর্গ : রাণী ভবানী, ড. মতিউর রহমান, ড. মুহাম্মদ মজির উদ্দিন,
অধ্যক্ষ আন্দুল হামিদ, ড. শামসুদ্দিন, এস এম আন্দুল লতিফ, গোবিন্দ
চৌধুরী, ফজলুল রহমান পটল, রমজান আলীপ্রফেসর মোসলেম আলী
মরহুম মাকসুদ আলী প্রমূখ।
৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২৩৩ কি. মি. ও রেলপথে-৩১৯ কি. মি.।
১০. যোগাযোগ ব্যবস্থা : বাস : ঢাকা-নাটোর-ঢাকা বাস স্টেশন, কেন্দ্রীয় বাস।
স্টেশন, নাটোর । রেল : নাটোর রেলওয়ে স্টেশন । এনডব্লিউডি কোড নম্বর
: ০৭৭১ ও পোস্ট কোড-৬৪০০।
১১. পত্রপত্রিকা : দৈনিক উত্তরবঙ্গ বার্তা, দৈনিক জনদেশ, দৈনিক মাটির দেশ,
সাপ্তাহিক নাটোর বার্তা ও সাপ্তাহিক আলোকিত চলনবিল।
১২. পৌরসভা০৮টি ও ইউনিয়ন-৫২টি।
১৩. উপজেলা ভূমি অফিস-০৬টি ও ইউনিয়ন ভূমি অফিস-৫২টি।
১৪. মৌজার সংখ্যা-১২৬৫টি ও গ্রামের সংখ্যা-১৪৩৪টি।
১৫. আদর্শ গ্রাম-২৮টি। শিক্ষার হার-৬৫%।
১৬. উল্লেখযোগ্য ফসল : ধান, পাট, ডাল, চীনাবাদাম, তরমুজ ইত্যাদি।
১৭. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৬৫৮টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
২৫৮টি, কলেজ-১০৬টি ও মাদ্রাসা-১২৭টি।
১৮. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৩,১২৬টি ।
১৯. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৫টি, উপ
স্বাস্থ্য কেন্দ্র-১৫টি, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্ৰ-৪৫টি, ক্লিনিক-৫৭টি ও
কমিউনিটি ক্লিনিক-১৫৯টি ।
২০. নদনদীর নাম : নন্দকুজাবারনই, গোধাই, বড়াল, ওনাই ও নারদ নদ।
২১. দর্শনীয় স্থান : দিঘীপতিয়া রাজবাড়ী (উত্তরা গণভবন), নাটোর রাজবাড়ি,
চৌদ্দগ্রাম জমিদার বাড়ি।
২২. জেলার ঐতিহ্য : রাজা রামজীবন নাটোর রাজবাড়ির প্রথম রাজা হিসেবে
প্রতিষ্ঠা লাভ করেন। উত্তরা গণভবন নাটোরের জেলার অন্যতম ঐতিহ্য।
নওগা জেলার ইতিহাস
১. সৃষ্টির প্রেক্ষাপট : বাংলাদেশের উত্তর-পশ্চিম ভাগে, বাংলাদেশ-ভারত- আন্ত ।
জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি ১ মার্চ ১৯৮৪ পূর্ব পর্যন্ত নওগাঁ মহকুমা
হিসেবে গণ্য হত, তাই এখন বাংলাদেশের নওগাঁ জেলা ।
২. নামকরণ : নওগা নামের গ্রাম হতেই নওগা শহর, নওগাঁ শহরের নাম ।
অনুসারে সাবেক নওগা থানা ও মহকুমা এবং বর্তমান উপজেলা ও জেলার
নামকরণ । প্রচলিত মত এই যে, সন্নিহিত নয়টি চক বা জনবসতি সমন্বয়ে
গঠিত নয় গা কালক্রমে পরিবর্তিত হয়ে নওগা নাম ধারণ করেছে।
৩. আয়তন : (প্রায়) ৩,৪৩৫.৬৭ বৰ্গ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট -(প্রায়) ২৬,০০১৫৭ জন। পুরুষ- ১৩০০,২২৭ ও
মহিলা- ১২,৯৯,৯৩০। বৃদ্ধির হার : ০.৮৩% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ৭৫৭
জন।
৫. উপজেলার সংখ্যা ও নাম ই ১১টি। পর্তুতলা, ধামুরহাট, মহাদেবপুর,
পোরশাসাপাহার, বদলগাছী, মান্দা, নিয়ামতপুর, আত্রাই, রাণীনগর ও
নওগা সদর ।
৬. থানার সংখ্যা ও নাম : ১১টি। পতুতলাধামুরহাট, মহাদেবপুর, পোরশা,
সাপাহার, বদলগাছী, মান্দানিয়ামতপুর, আত্রাই, রাণীনগর ও নওগা ।
৭. সংসদীয় আসন: ০৬টি। (১) পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা।
(২) পতড়বীতলা ও ধামইরহাট উপজেলা। (৩) বদলগাছি ও মহাদেবপুর
উপজেলা । (৪) মান্দা উপজেলা। (৫) নওগাঁ সদর উপজেলা । (৬) রানীনগর
ও আত্রাই উপজেলা।
৮. বিশিষ্ট ব্যক্তিবর্গ : তালিম হোসাইন, "তৈয়ব উদ্দিন আহমেদ চৌধুরী
মোজাফফর হোসাইন, বাবু কুমুদ নাথ দাম, মো: আব্দুল জলিল, মো
আখতার হামিদ সিদ্দিকী,
৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২৩৩ কি. মি.।
১০. যোগাযোগ ব্যবস্থা : বাস : কেন্দ্রীয় বাস স্টেশন বালুডাঙ্গা-নওগা- ঢাকা বাস
ষ্টেশন। এনডব্লিউডি কোড নম্বর : ০৭৪১ ও পোষ্ট কোড-৬৫০০।
১১. পত্রপত্রিকা : দৈনিক ইস্তাহার, জয়বাংলা, বঙ্গবাণী, বাংলার কথাসাপ্তাহিক
দেশের বাণী, বাকা চাদ, নবদিগন্ত ও নবযুগ ।
১২. পৌরসভা০৩টি ও ইউনিয়ন-৯৯টি ।
১৩. উপজেলা ভূমি অফিস-১১টি ও ইউনিয়ন ভূমি অফিস-৪৮টি।
১৪. গ্রামের সংখ্যা-২,৮৫৪টি ও মৌজার সংখ্যা-২২৬৮টি।
১৫. মোট জমি- ৩,৪৪,৬৫১ হেক্টর, আদর্শ গ্রাম-১৭টি।
১৬. শিক্ষার হার-৬২.৫২%।
১৭. উল্লেখযোগ্য ফসল : ধান, আখ, কলা, গম, ভুট্টা, সরিষা ও আলু।
১৮শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-১,২৭৬টি, মাধ্যমিক বিদ্যালয়-৪৫৪টি,
কলেজ-৮১টি, মাদ্রাসা-২৭৭টি ও অন্যান্য স্কুল-৮৪টি।
১৯. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৪,৫৭০টি, মন্দির-৫৪২টি ও গীর্জা-৫৩টি।
২০. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-১০টি, উপ
স্বাস্থ্য কেন্দ্ৰ-০৭টি, ইউনিয়ন সাব সেন্টার-৪০টি, ইউনিয়ন পরিবার কল্যাণ
কেন্দ্র-৬১টি ও ক্লিনিক-১২টি।
২১. নদনদীর নাম : ছোট যমুনাআত্রাই ও পূর্ণভবা ।
২২. দর্শনীয় স্থান : কুশুমবা মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার, পতিসর কাচারী
বাড়ীভীমের পান্টি, দিব্যক জয়স্তম্ভ, মাহিসন্তোষ, বলিহার রাজবাড়ী,
আলতাদীঘি, জগদল বাড়ী, হলুদ বিহার, দুবলহাটী জমিদারবাড়ী।
২৩জেলার ঐতিহ্য : প্রাগৈতিহাসিক কাল থেকে আরম্ভ করে একের পর এক
যেসব জনগোষ্ঠী বাংলাদেশে এসে বসবাস করেছে, প্রবহমান রক্তধারায়
নিজেদের রক্তের মিশ্রণ ঘটিয়েছে, তাদের থেকে কালক্রমে বাঙ্গালি জাতির
উদ্ভব হয়েছে। তারই প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে বাঙ্গালির প্রাচীন সমাজ বিন্যাসে।
এসব আদিম অদিবাসী হল বাংলার আধিবাসী। যা নওগা জেলায় এখনও
বর্তমান।
ইসলামী ডেস্ক : শয়তান মানুষকে গুনাহে লিপ্ত করার কর্মপদ্ধতি কিংবা এর বিষয়বস্তু উভয় ক্ষেত্রেই এমন কৌশল অবলম্বন করে, যাতে সে ধাপে ধাপে অগ্রসর হয়।
আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়্যাহ্ রহ. বলেন, শয়তানের দাওয়াতের বিষয় বস্তুতে অগ্রসর হওয়ার ছয়টি ধাপ রয়েছে। এ ছয়টি ধাপে শয়তান মানুষকে আহবান জানায় কুপথে চলতে।
প্রথম ধাপ :
মানুষ শির্ক কিংবা কুফরে লিপ্ত হোক, শয়তান সর্বপ্রথম এ প্রচেষ্টা চালায়। কিন্তু ব্যক্তি যদি মুসলিম হয়, তাহলে সে (তাকে বিভ্রান্ত করতে) পরবর্তী ধাপ অবলম্বন করে।
দ্বিতীয় ধাপ :
‘বিদআত’। ‘ব্যক্তি যদি মুসলিম হয়, তাহলে সে যেন নিজে বিদআত উদ্ভাবন করে এবং এর প্রচলন করে’ দ্বিতীয় পর্যায়ে শয়তান এ-প্রয়াসই চালায়। কিন্তু ব্যক্তি যদি সুন্নতের পাবন্দ হয়, তাহলে শয়তান তৃতীয় কৌশল অবলম্বন করে।
তৃতীয় ধাপ :
‘কবীরা গুনাহ’ বড় পাপ বা নাফরমানীর স্তর। শয়তান মানুষকে কবীরা গুনাহে লিপ্ত করার প্রয়াস চালায়। কিন্তু আল্লাহ তাআলা যদি তাকে এসব থেকেও মুক্ত রাখেন, তবুও শয়তান হতোদ্যম হয় না। তখন সে চতুর্থ কৌশল অবলম্বন করে।
চতুর্থ ধাপ :
‘সগীরা গুনাহ’, ব্যক্তিকে কবীরা গুনাহে লিপ্ত করতে না পারলে শয়তান ছগীরা গুনাহে লিপ্ত করার প্রয়াস চালায়। কিন্তু ব্যক্তি যদি এর থেকেও মুক্ত হয়, তাহলে শয়তান তাকে বিভ্রান্ত করতে ভিন্ন কৌশলে লিপ্ত রাখার চেষ্টা করে। যা পরবর্তীতে দু’টি ধাপে উল্লেখিত হচ্ছে।
পঞ্চম ধাপ :
‘মুবাহ’ যা করলে ছাওয়াব নেই, না করলে গুনাহ নেই। এ ধরনের মুবাহ কাজে ব্যক্তিকে শয়তান এমনভাবে লিপ্ত রাখে যে, এতেই সে পূর্ণ সময় নিঃশেষ করে। কিন্তু যে সব জরুরী বিষয়ে আমরা আদিষ্ট, তাতে সময় দেয় না।
ষষ্ঠ ধাপ :
শয়তান মানুষকে অধিক ফযীলতের আমল থেকে বিরত রেখে, অপেক্ষাকৃত কম ফযীলতের একটা নির্দিষ্ট ভাল আমলে লিপ্ত রাখে। আর সে ব্যক্তিও উত্তম ও সুন্দরতম আমল থেকে বিরত থেকে এতেই নিবিষ্ট থাকে।
যেমন : ফরয ছেড়ে সুন্নত নিয়ে ব্যস্ত থাকা। অদ্ভুত! ফরয ছুটে যাচ্ছে অথচ সুন্নত নিয়েই ব্যস্ত!!
শয়তান কিন্তু তার দাওয়াতে তৎপর। ক্রমান্বয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। শ্লথগতিতে উপর্যুপরি পদক্ষেপ গ্রহণের কৌশলে মানুষকে কাবু করছে সে। আল্লাহ তাআলা বলেন-
“আল্লাহ তা‘আলা তোমাদেরকে যে রিযিক দান করেছেন তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।” –সূরা আনআম:১৪২
মানুষের পেছনে শয়তান প্রথমে অল্প-অল্প প্রচেষ্টা চালায় এবং ধাপে ধাপে অগ্রসর হয়ে লক্ষ্যে পৌঁছে।
সকল শ্রেণীর মানুষের কাছে সে তাদের জন্য উপযোগী পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেয়। তাপসীর কাছে যায় কাছে তাপস্যের পথে, বিদ্যানের কাছে বিদ্যার পথে, অজ্ঞের কাছে যায় অজ্ঞতার পথে।
রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমীন।
আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন না, এমনি এমনি বিজয় দান করবেন, কল্যাণ ও শান্তি দ্বারা জীবন পরিপূর্ণ করে দেবেন। রোগব্যাধিমুক্ত জীবন দান করবেন; তা কি করে হয় । আল্লাহ তাআলা মানুষকে সুখ, শান্তি, স্বস্তি, সুস্থতা ও নিরাপত্তা দিতে অবশ্যই ঈমানের পরীক্ষা নেবেন।
কুরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা অর্থ-সম্পদের কষ্ট, জীবনের অবসান, দূরারোগ্য ব্যাধি ইত্যাদির মাধ্যমে বান্দার ঈমানি পরীক্ষা নিয়ে থাকেন। এ পরীক্ষায় যারা উত্তীণ হন তাদের জন্য দুনিয়ার পাশাপাশি পরকালেও রয়েছে মহাসফলতা।
দুনিয়াতে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে এবং দূরারোগ্য ব্যধি থেকে মুক্ত থাকতে কুরআন ও হাদিসে রয়েছে অনেক দোয়া ও উপায়। যার মাধ্যমে মানুষ নিরাপদ জীবন লাভ করে।
দূরারোগ্য ব্যাধির মধ্যে দৃষ্টিশক্তি লোপ, কুষ্ঠু, পক্ষাঘাতগ্রস্তসহ ডায়বেটিসের মতো ভয়াবহ ব্যধি রয়েছে। মানসিক প্রশান্তির জন্য প্রয়োজন স্বস্তি। তাই সর্বাবস্থায় নিয়মিত আমল, দোয়া এবং আল্লাহর সাহায্যের বিকল্প নেই। সুতরাং সার্বিক প্রশান্তি লাভে নিয়মিত এ আমল করা জরুরি-
ফজরের নামাজের পর নিয়মিত এ তাসবিহটি ৩ বার পড়া-
سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ
উচ্চারণ : সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি।’
আরও পড়ুন > মন্দ কথার জবাব দিন উত্তম ভাষায়
অতঃপর এ দোয়াটি ১বার পড়া-
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ مِمَّا عِنْدَكَ، وَأَفِضْ عَلَىَّ مِنْ فَضْلِكَ، وَانْشُرْ عَلَىَّ رَحْمَتَكَ، وَأَنْزِلْ عَلَىَّ مِنْ بَرَكَاتِكَ.
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিমমা ইনদাকা ওয়া আফিজ আলাইয়্যা মিন ফাদলিকা ওয়াংশুর আলাইয়্যা রহমাতাকা ওয়া আনজিল আলাইয়্যা বারাকাতিকা।
অর্থ : হে আল্লাহ! তোমর কাছে যা আছে আমি তাই তোমার কাছে চাই। তোমার অনুগ্রহের একটু ধারা আমার দিকে প্রবাহিত করো এবং তোমার রহমতের একটু বারি আমার উপর বর্ষণ করো আর তোমার বরকতসমূহ থেকে একটুখানি আমার প্রতি নাজিল করো।
যে বান্দা মহান আল্লাহর ফরজ বিধানগুলো যথাযথ পালনের পাশাপাশি একনিষ্ঠতার সঙ্গে তা কাছে উল্লেখিত আবেদন দোয়া ও তাসবিহ নিয়মিত পালন করবে, আল্লাহ তাআলা তাকে জটিল ও দূরারোগ্য ব্যাধি অন্ধত্ব, কুষ্ঠ, পক্ষাঘাতগ্রস্ত ও ডায়বেটিসহ নানা রকম কঠিন রোগ থেকে হেফাজত করবেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব কঠিন রোগ থেকে হেফাজত করুন। আমিন।
ইসলাম ডেস্ক: আল্লাহ তা`আলা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। জীবন পরিচালনার জন্য গাইড স্বরূপ নাজিল করেছেন আল কুরআন। যারা কুরআন অনুযায়ী জীবনযাপন করবে।
অল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাতের সুখবর। আর যারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে। তার হুকুম-আহকাম থেকে বিরত থাকবে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। সুতরাং জাহান্নামের কঠিন আজাব হতে মুক্তি লাভের প্রধান ঈমানের ৬টি আরকানের ওপর বিশ্বাস স্থাপন করা এবং সৎকর্ম করা।জাহান্নামের আজাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর নিকট যেভাবে প্রার্থনা করতে হবে। আল্লাহ তা`আলা নিজেই কুরআনে বান্দাকে শিক্ষা তা শিখিয়ে দিয়েছেন।
অর্থ: হে আমাদের রব! নিশ্চয়ই আমরা ঈমান আনলাম। অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। (সুরা আল-ইমরান : আয়াত ১৬)
আল্লাহ তা`আলা মুসলিমানদের যথাযথভাবে ঈমান আনয়ন করার তাওফিক দান করুন। সর্বদা সৎকাজ করার তাওফিক দান করুন এবং জাহান্নামের কঠিন আজাব হতে মুক্তি দান করুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বাংলাদেশ ও বিশ্ব) প্রাথমিক আলোচনা অধ্যায়ঃ প্রথম
বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
1. বিশ্ব গ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে? ক. ছোট গ্রাম খ. বড় গ্রাম গ. তথ্য প্রযুক্তি ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
উত্তর: গ. তথ্য প্রযুক্তি
2. সর্ব প্রথম বিশ্ব গ্রাম ধারনার অবতারনা করেন কে? ক. মার্শাল ম্যাকুলহান খ. দ্যা গুটেনবার্গ গ্যালাক্রি গ. ইনটারর পল ঘ. ড. ইউনুস
উত্তর: ক. মার্শাল ম্যাকুলহান
3. কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচের কোন উপাদানের উপস্থিত আবশ্যক ? ক. খেলা-ধুলা খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ. ব্যবসায় -বানিজ্য ঘ. ব্যাংক ব্যাবস্থা
উত্তর: খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
4. যোগাযোগ ব্যবস্থার অবর্ননীয় পরিবর্তনের একটি মাইল ফলক হচ্ছে- ক. বাস খ. ট্রেন গ. বিশ্বগ্রাম ঘ. ফোন
উত্তর: গ. বিশ্বগ্রাম
5. বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক ? ক. ইন্টারনেট খ. কম্পিউটার গ. মডেম ঘ. হাব
উত্তর: ক. ইন্টারনেট
6. বিশ্বগ্রামের ধারনা কত সালে রূপ নেয় ? ক. ১৯৬৯ সালে খ. ১৯৭০ সালে গ. ১৮৭১ সালে ঘ. ১৯৭২ সালে
উত্তর: খ. ১৯৭০ সালে
7. কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে? ক. ইন্টারনেট খ. তথ্য প্রযুক্তি গ. বিশ্বগ্রাম ঘ. কম্পিউটার
উত্তর: খ. তথ্য প্রযুক্তি
8. কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দিয়েছে? ক. অনলাইন খ. DNA গ. মোবাইল ঘ. ডাক ব্যবস্থা
উত্তর: গ. মোবাইল
9. ই- কমার্স নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? ক. বাসস্থান খ. ব্যবসায় -বানিজ্য গ. মহাকাশ অভিজান ঘ. চিকিৎসা
উত্তর: খ. ব্যবসায়-বানিজ্য
10. ক্রায়োসার্জারী চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্নয় ব্যবহার করা হয়? ক. উচ্চ রক্তচাপ খ. এইডস গ. চামড়ার ক্যানসার ঘ. হার্ট-এটাক
12. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো শিক্ষকের ক্লাসে অংসগ্রহন করতে পারেন? ক. ইন্টারনেট খ. শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্ববধান গ. যোগাযোগ ঘ. ই -কমার্স
উত্তর: ক. ইন্টারনেট
13. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারি নিচের কোনটিকে বাস্তব মনে করেন ? ক. ত্রি-মাত্রিক ছবি খ. ভার্চুয়াল রিয়েলিটি গ. টিভির ছবি ঘ. রিয়েলিটি শো
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি
14. ভার্চুয়াল রিয়েলিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার যা নিচের কোন অবস্থার সৃষ্টি করে ? ক. বাস্তব জগতে থাকা খ. অবাস্তব জগতে থাকা গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া ঘ. প্রভাবিত হওয়া
উত্তর: গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া
15. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়? ক. কম্পিউটার খ. বিহেভিয়ার গ. তথ্য ব্যবস্থা ঘ. এনভায়ণমেন্ট
17. মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা? ক. যোগাযোগ খ. কর্ম গ. চিকিৎসা ঘ. বাসস্থান
উত্তর: গ. চিকিৎসা
18. প্রসেপেটর নিচের কোন কাজে ব্যবহার করা হয়? ক. কৃত্রিম বুদ্ধিমত্তা খ. খনিজ সম্পদ খোজা গ. সমুদ্র অভিযান ঘ. মহাকাশযান
উত্তর: ঘ. মহাকাশযান
19. মানুষের চিন্তা-চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রূপে উপস্থাপন করার নামই হচ্ছে---- ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খ. রোবোটিক্স গ. কৃত্রিম বুদ্ধিমত্তা ঘ. ইনফরমেটিক্স
উত্তর: গ. কৃত্রিম বুদ্ধিমত্তা
20. প্রযুক্তির যে শাখা রোবোটিক ডিজাইন সংগঠন নিয়ন্ত্রন এবং পরিচালনায় সংযুক্ত তাকে কী বলে? ক. রোবোটিকস খ. বায়োমেট্রিক্স গ. ইনফরমেটিক্স ঘ. বিহেভিয়ার
উত্তর: ক. রোবোটিকস
21. বর্তমানে বোমা নিস্ক্রয়করন, খনিতে, মহাকাশ, পরিবেশ পরিছন্নতায় ইত্যাদি ক্ষেত্রে মানুষের জায়গায় কী ব্যবহার হচ্ছে- ক. কুকুর খ. রোবট গ. গরু ঘ. মানুষ
উত্তর: খ. রোবট
22. বর্তমানে চামড়ার ক্যানসার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে - ক. ভার্চুয়াল রিয়েলিটি খ. ইনফরমেট্রিক্স গ. ক্রায়োসার্জারি ঘ. নরমাল সার্জারি
উত্তর: গ. ক্রায়োসার্জারি
23. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়- ক. শক্ত খ. নরম গ. বাসস্থান ঘ. তরল
25. ক্রায়োসার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ন ? ক. শিক্ষা খ. চিকিৎসা গ. বাসস্থান ঘ. সংস্কতি
উত্তর: খ. চিকিৎসা
26. ক্রায়োসার্জারিতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয় ? ক. তরল খ. জৈব গ. গ্যাস ঘ. অজৈব
উত্তর: ক. তরল
27. আজকাল বিজ্ঞানীরা মহাকাশে গবেষনার জন্য কী পাঠাচ্ছে? ক. মানুষ খ. রোবট গ. পাখি ঘ. কুকুর
উত্তর: খ. রোবট
28. মৃত ব্যক্তির DNA পর্যালোচানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ? ক. বায়োমেট্রিক্স খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং গ. ক্রায়োসার্জারি ঘ. ন্যানো সার্জারি
উত্তর: খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
29. পলিথিন ফাইবার প্রভূতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয় ? ক. বায়োমেট্রিক্স খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং গ. ক্রায়োসার্জারি ঘ. ন্যানো টেকনোলজি
উত্তর: ঘ. ন্যানো টেকনোলজি
30. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয় ? ক. ক্রায়োসার্জারি খ. মোবাইল গ. বায়োমেট্রিক্স ঘ. তথ্য ব্যবস্থা
উত্তর: খ. মোবাইল
31. কিসের মাধ্যমে বসেই মানুষ জানতে পারছে পন্যের উৎপাদানের তারিখ গুনাগুন দাম ইত্যাদি এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে ঘরে বসেই নিদিষ্ট সময়ের মধ্যে হাতে পেয়ে যাচ্ছে ? ক. কমার্স খ. ই-কমার্স গ. ব্যবসায় ঘ. ইন্টারনেট
উত্তর: খ. ই-কমার্স
32. নিচের কোন ওয়েব সাইটটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল আলোচিত ও ব্যবহৃত হচ্ছে? ক. www.yahoo.com খ. www.google.com গ. www.youtube.com ঘ. www.facbook.com
উত্তর: ঘ. www.facbook.com
33. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি মাত্রিক মাল্টি সেনসোরিয়াল Multi Sensorial এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়? ক. ভার্চুয়াল রিয়েলিটি খ. রোবোটিক গ. ইনফরমেশন ঘ. ইন্টারনেট
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
34. বৈশিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কী বলে? ক. বৈশ্বিক ভিলেজ খ. ভিলেজ গ. গ্লোবাল ঘ. বিশ্ব ব্রক্ষান্ড
উত্তর: ক. বৈশ্বিক ভিলেজ
35. বহু বছরের ডেটাকে লাইব্রেরীর মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায় কোনটির সাহায্যে? ক. এনসাইক্লোপিডিয়া খ. সাইক্লোপিডিয়া গ. মিডিয়া ঘ. এনসাইক্লোন
উত্তর: খ. সাইক্লোপিডিয়া
36. কিসের ব্যবহারের ফলে দুরত্ব এখন হাতের মুঠোয়? ক. মোবাইল গেইমস খ. কম্পিউটার গ. টেলিভিশন ঘ. ইন্টারনেট
উত্তর: ঘ. ইন্টারনেট
37. বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়? ক. একটি ইউনিয়ন খ. একটি গ্রাম গ. একটি উপজেলা ঘ. একটি জেলা
উত্তর: খ. একটি গ্রাম
38. স্কাইপে এর মাধ্যমে পাওয়া যায়? ক. মহাকাশ যান খ. মহাকাশ ক্ষেপনান্ত্র গ. ফ্রি ফোন সুবিধা ঘ. লগ ইন করা
উত্তর: গ. ফ্রি ফোন সুবিধা
39. বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিচের কোনটি বুঝানো হয়েছে ? ক. তথ্য প্রযুক্তি খ. মাল্টিমিডিয়া গ. বড় গ্রাম ঘ. ছোট গ্রাম
উত্তর: ক. তথ্য প্রযুক্তি
40. বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তির বন্ধনে আবদ্ধ একটি- ক. অবস্থা খ. ব্যবস্থা গ. ক্ষেত্র ঘ. শিক্ষা
উত্তর: গ. ক্ষেত্র
41. বিশ্বগ্রামের ধারনা কত সালে সর্বপ্রথম অবতারনা হয়? ক. ১৯৬২সালে খ. ১৯৬৪সালে গ. ১৯৭০সালে ঘ. ১৯৮০ সালে
উত্তর: ক. ১৯৬২সালে
42. বিশ্বগ্রামের ধারনা সর্বপ্রথম কে প্রদান করেন? ক. মাইকেল লুইস খ. ডেভিট ফোরম্যান গ. মার্শাল ম্যাকলুহা ঘ. জেমস আর্থারটন
উত্তর: গ. মার্শাল ম্যাকলুহা
43. বিশ্বগ্রাম কী ? ক. তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব খ. বিশ্বের গ্রামঞ্চল গ. একটি গ্রাম ঘ. প্রযুক্তি হীন বিশ্ব
উত্তর: ক. তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব
44. বর্তমানে বিশ্বে কিসের কারনে একটি গ্রামে পরিনিত হয়েছে- ক. তথ্য প্রযুক্তি খ. যোগাযোগ প্রযুক্তি গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. ভার্চুয়াল রিয়েলিটি
60. কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে লেখাপড়ার যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে? ক. মোবাইল খ. টেলিভিশন গ. অন-লাইন ঘ. ইন্টারনেট
উত্তর: গ. অন-লাইন
61. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ও ঘরে বসে যে কোন ক্লাসে অংশগ্রহণ করতে পারেন? ক. ইন্টারনেট খ. শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্ববধানে গ. যোগাযোগ ঘ. ই - কমার্স
উত্তর:ক. ইন্টারনেট
62. Khanacademy .org নামক ওয়েবসাইটির প্রতিষ্ঠাতা কে? ক. সোহেল খান খ. সালমান খান গ. ফিরোজ খান ঘ. জোবায়ের খান
উত্তর: খ. সালমান খান
63. শিক্ষার জন্য সহজতর হচ্ছে - ক. সিডি খ. বই গ. নোট ঘ. ই-বুক
উত্তর: ঘ. ই-বুক
64. নিচের কোন ওয়েব সাইটির মাধ্যমে বিশ্বের যে কোন স্থান হতে অনলাইনে স্বাস্থ্যসেবা পাওয়া যায়? ক. www .bikroy .com খ. www.khanacademy .com গ. www.softpedia.com ঘ. www.treatmentonline.com
উত্তর: ঘ. www.treatmentonline.com
65. টেলিমেডিসিন সেবায় বর্তমানে বাংলাদেশে বেসরকারী পর্যায়ে কয়টি হাসপাতাল রয়েছে? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
উত্তর: খ. ২টি
66. গবেষনা মানুষের কোন অনুসন্ধান প্রক্রিয়া? ক. বুদ্ধিবৃত্তিক খ. জ্ঞানমুলক গ. অনুধাবনমূলক ঘ. বুদ্ধিমূলক
উত্তর: ক. বুদ্ধিবৃত্তিক
67. গবেষনাপত্র তৈরী করা সহজতর হচ্ছে কোনটির মাধ্যমে? ক. সিডি খ. ই- বুক গ. নোট ঘ. বই
উত্তর: ক. সিডি
68. সকল বৈজ্ঞানিক কর্মকান্ড কিসের ওপর নির্ভরশীল- ক. কম্পিউটার খ. আবহাওযা গ. যোগাযোগ ঘ. তথ্য
উত্তর: ক. কম্পিউটার
69. অফিস অটোমেশনের ফলে অফিসের- ক. কাজের গতি কমে খ. অলসতা বাড়ে গ. গতি বৃদ্ধি পায় ঘ. খরচ বাড়ে
উত্তর: গ. গতি বৃদ্ধি পায়
70. একটি অফিসের বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান প্রদান করা যায় কোনটির মাধ্যমে? ক. কম্পিউটার খ. নেটওয়ার্ক গ. মোবাইল ঘ. প্যাকেজ
উত্তর: ক. কম্পিউটার
71. বাড়ীর বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার কেনটি? ক. CAD খ. MS EXCEL গ. ORACAL ঘ. POWER POINT
উত্তর: ক. CAD
72. বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে? ক. আউট সোর্সিং খ. কৃষি কাজ গ. ব্যবসায় ঘ. চাকরি
80. E-Payment System-এর সহায়তায় নিচের কোন কাজটি করা হয়? ক. মূল্য পরিশোধ খ. মূল্য নির্ধারন গ. পণ্যের বিপনন ঘ. ই-বুকিং
উত্তর: ক. মূল্য পরিশোধ
81. বিশ্বের এক প্রান্ত হতে অন্যপ্রান্তে কোন পণ্যের অর্থ পরিশোধে কোন মাধ্যম ব্যবহৃত হয়? ক. পে-অর্ডার খ. ক্রেডিট কার্ড গ. চেক ঘ. নগদ ক্যাশ
উত্তর: খ. ক্রেডিট কার্ড
82. শিক্ষাক্ষেত্রে নিম্নের কোনটি অধিক কাজ প্রযোজ্য? ক. ইন্টারনেট খ. ব্লগ গ. আউটসোসিং ঘ. ই- কমার্স
উত্তর: ক. ইন্টারনেট
83. Blog কী ক. অনলাইন পত্রিকা খ. দিনলিপি গ. ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা ঘ. ইন্টারনেট ব্যবস্থা
উত্তর: গ. ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা
84. যিনি ব্লগে পোষ্ট করেন তাকে কী বলে? ক. ব্লগার খ. ব্লগারিজম গ. ব্লগ ঘ. ব্লগসুপার
উত্তর: ক. ব্লগার
85. যেখানে বহুসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী তাদের মতামত ও লেখনীয় মাধ্যমে একটি প্লাটফর্ম গড়ে তোলেন সেটি কী? ক. ব্লগ খ. ইন্টানেট গ. পত্রিকা ঘ. সামাজিক ব্লগ
উত্তর: ঘ. সামাজিক ব্লগ
86. সংবাদ কী ? ক. তথ্যের সমষ্টি খ. তথ্য গ. গবেষনা ঘ. বৈজ্ঞানিক সূত্র
উত্তর: ক. তথ্যের সমষ্টি
87. ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের গ্রাহকগণ কম্পিউটারের পর্দায় সংবাদপত্র পড়েন বা পিন্ট করেন তাকে কী বলে? ক. ই -কমার্স খ. ই -নিউজ গ. ই-লার্নিং ঘ. ই-মেইল
উত্তর: খ. ই -নিউজ
88. বিশ্ব সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা কোনটি ? ক. সংবাদ খ. টিভি গ. ফেসবুক ঘ. মোবাইল
101. বর্তমানে যত মহাকাশযান তৈরী হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কী দ্বারা - ক. রোবট খ. কম্পিউটার গ. ক্যালকুটের ঘ. স্ক্যানার
উত্তর: খ. কম্পিউটার
102. কিসের সাহায্যে কৃত্রিমভাবে ত্রি মাত্রিক মাল্টি সেনসোরিয়াল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায়? ক. ভার্চুয়াল রিয়েলিটি খ. রোবাটিক গ. ইনফরমেশন ঘ. ইন্টারনেট
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
103. আর্টিফিশিয়াল রিয়েলিটি শ্বদগুচ্ছ আমাদের সামনে প্রথম তুলে ধরেন কে? ক. মাইরন ক্রুইজার খ. আইনস্টাইন গ. স্টিফিন হকিং ঘ. বিল গেটস
উত্তর: ক. মাইরন ক্রুইজার
104. ব্যবহারকারীকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে কোনটি- ক. টেলিভিশন রিয়েলিটি খ. ভার্চুয়াল রিয়েলিটি গ. কম্পিউটার রিয়েলিটি ঘ. ভার্চুয়াল ভিজুলিটি
উত্তর: খ. ভার্চুয়াল রিয়েলিটি
105. কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরী করতে পারে কোনটি? ক. ভার্চুয়াল রিয়েলিটি খ. টেলিভিশন রিয়েলিটি গ. কম্পিউটার রিয়েলিটি ঘ. ভার্চুয়াল ভিজুলিটি
উত্তর: ক. ভার্চুয়াল রিয়েলিটি
106. ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সবচেয়ে বেশী লক্ষনীয় কোন ক্ষেত্রে? ক. খেলাধুলায় খ. চলচ্চিত্রে গ. ব্যাংকিং সেবায় ঘ. প্রশিক্ষনে
উত্তর: চলচ্চিত্রে
107. একুশ শতকে এসে প্রযুক্তি মানুষকে উপহার দিয়েছে নতুন এক যুগ তা কি? ক. তথ্য যুগ খ. মোবাইল গ. কম্পিউটার যুগ ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
উত্তর: ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
108. E -mail এর পূর্ন রূপ কি? ক. Eleatric Mail খ. Electronic Mail box গ. Electrion Mail ঘ. Electronic Mail
130. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয়? ক. ক্রায়োসার্জারি খ. মোবাইল গ. বায়োমেট্রিক্স ঘ. তথ্য ব্যবস্থা
উত্তর: খ. মোবাইল
131. প্রতিটি যন্ত্রে বা উৎপাদন হচ্ছে তা পর্যবেক্ষন করা যায় কোন সফটাও্য়্যার এর মাধ্যমে? ক. LAN খ. MAN গ. ERP ঘ. PLC
উত্তর: গ. ERP
132. একটি দেশে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা হয় কোন খাতে- ক. শিক্ষা খ. চিকিৎসা গ. প্রতিরক্ষা ঘ. কৃষি
উত্তর: গ. প্রতিরক্ষা
133. ইন্টারনেট প্রচলিত হওয়ার আগে নিচের কোন প্রকল্পটি চালু ছিল? ক. APARNET খ. ARPANET গ. ARPONET ঘ. ARPENET
উত্তর: খ. ARPANET
134. নিচের কোনটি ARPANETএর পূর্নরূপ? ক. Active Research Projects Agency Network খ. Active Research Projects Area Network গ. Advanced Research Projects Agency Network ঘ. Advanced Research Projects Area Network
উত্তর: গ. Advanced Research Projects Agency Network
135. বর্তমানে একটি ভাষায় মানুষের কথাকে অন্য ভাষায় অনুবাদ করে দিতে ব্যবহৃত হয়- ক. দোভাষী খ. তারাযুক্ত নেটওয়ার্ক গ. এডহক নেটওয়ার্ক ঘ. সফটওয়্যার
উত্তর: ঘ. সফটওয়্যার
136. বায়োমেট্রিক্স পদ্ধতি বর্তমানে- ক. জনপ্রিয় খ. পুরাতন চালু হবে গ. অপ্রিয় ঘ. অতি পুরাতন
142. মাইক্রোপ্রসেসর চিপে সঠিক ভ্রমনকারী শনাক্ত করার জন্য আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিভিন্ন ধরনের তথ্য কোথায় লিপিবদ্ধ থাকে? ক. TUPAC খ. LACO গ. ICAO ঘ. IOCA
উত্তর: গ. ICAO
143. বায়োইনফরমেট্রিক্স হলো- ক. জৈব বিজ্ঞান খ. তথ্য বিজ্ঞান গ. জৈব বিজ্ঞান ঘ. জীব তথ্য বিজ্ঞান
উত্তর: গ. জৈব বিজ্ঞান
144. বর্তমানের মধ্যে নতুন প্রতিস্থাপন করে নতুন ক্রোমোজম উৎপাদনের কৌশলই- ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ. বায়ো টেকনোলজি গ. বায়োমেট্রিক্স ঘ. জেনেটিক
উত্তর: ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
145. বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মিল কোথায়? ক. কম্পিউটার ক্রাইম নিয়ে আলোচনা করা হয় খ. DNA নিয়ে গবেষণা করা হয়। গ. সামাজিক যোগাযোগে ব্যবহার করা হয়। ঘ. কম্পিউটার ভাইরাস নিয়ে গবেষণা করা হয়
উত্তর: খ. DNA নিয়ে গবেষণা করা হয়।
146. তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নেই- ক. সার্জারিতে খ. ব্যাংকিংয়ে গ. ভাষা শিক্ষায় ঘ. খ্যাদ্য গ্রহণে
উত্তর: ঘ. খ্যাদ্য গ্রহণে
147. বায়োইনফরমেটিক্স এর প্রধান কাজ হলো- ক. জিন অনুসন্ধান করা খ. সিকোয়েন্স অ্যালাইনমেন্ট গ. সফটওয়্যার টুলস তৈরী করা ঘ. জিনোম সমন্বয় করা
উত্তর: খ. সিকোয়েন্স অ্যালাইনমেন্ট
148. কম্পিউটার বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখায় জীবসম্বন্ধীয় উপায় প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়- ক. Biometrics খ. Genetics গ. Bioinformatics ঘ. Microbiology
উত্তর: গ. Bioinformatics
149. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে পরিবর্তন করা সম্ভব- ক. অর্থনীতি খ. জীবন গ. জীবদেহ ঘ. সমাজ
উত্তর: গ. জীবদেহ
150. কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন ব্যবহারকারী জিন বহনকারী খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশল কে কী বলে? ক. বায়োমেট্রিক্স খ. বায়োইনফরমেট্রিক্স গ. জেনেটিক ইঞ্জিনিয়ারি ঘ. ন্যানোটেকনোলজি
উত্তর: গ. জেনেটিক ইঞ্জিনিয়ারি
151. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম কী? ক. জেনেটিক মডুলেশন খ. জেনেটিক মডিফেকেশন গ. জেনেটিক ফিউশন ঘ. জেনেটিক ফেশন
উত্তর: খ. জেনেটিক মডিফেকেশন
152. উন্নত বৈশিষ্ঠ্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে- ক. ন্যানোটেকনোলজি খ. বায়োমেট্রিক্স গ. বায়োইনফরমেট্রিক্স ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
171. বিমানের উঠানামা এবং কখন বিমান আসবে এবং ছেড়ে যাবে এসকল তথ্য জানা যায়- ক. এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে খ. টেলিকনফারেন্সিং এর মাধ্যমে গ. বুলেটিন বোর্ডের মাধ্যমে ঘ. ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে
উত্তর: গ. বুলেটিন বোর্ডের মাধ্যমে
172. ATM- এর পূর্ণ নাম- ক. Automatic Taka Machine খ. Automatic Teller Machine গ. Atom Mobile Machine ঘ. Atonation Talore Machine
উত্তর: খ. Automatic Teller Machine
173. বর্তমানের মধ্যে নতুন প্রতিস্থাপন করে নতুন ক্রোমোজম উৎপাদনের কৌশলই- ক. EFT খ. VC গ. RS ঘ. ES
উত্তর: খ. VC
174. নিচের কোনটি ব্যবহার করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে অর্থ সংগ্রহ সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, স্থানান্তও এবং উদ্ধার করা যায়? ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং গ. ই-রিটেলিং ঘ. ই-বিক্রয়
উত্তর: ক. ই-কমার্স
175. কোথায় তথ্য প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি? ক. যোগাযোগ ক্ষেত্রে খ. শিল্পক্ষেত্রে গ. শিক্ষাক্ষেত্রে ঘ. চিকিৎসাক্ষেত্রে
উত্তর: গ. শিক্ষাক্ষেত্রে
176. ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে অনলাইনের মাধ্যমে সেবা পাওয়া যায়- (i) ভোটার তালিকা হালনাগাদকরণ তথ্য (ii) ভিজিএফ/ভিডিজি কার্ডধারী তথ্য (iii) জন্ম নিবন্ধন নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
177. বিশ্বগ্রামের সম্পর্কযুক্ত তথ্যসমূহ হলো- (i) বিশ্বগ্রামের ধারণা বাস্তবে রুপ নেয় ১৯৭০ সালে (ii) কম্পিউটার ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয় (iii) বিশ্বগ্রাম ধারণা বাস্তবায়ন করে ইন্টারনেট নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
178. বিশ্বগ্রামের সম্পর্কিত তথ্য হলো- (i) বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথম প্রদান করেন মার্শাল ম্যাকলুহান। (ii) বিশ্বগ্রাম হলো তথ্যপ্রযুক্তি ভরা বিশ্ব। (iii) বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি প্রযুক্তি নির্ভর পদ্ধতি যা এক দেশকে অন্য দেশের সাথে যুক্ত করে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
179. যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবতন এনেছে- (i) টেলিফোন (ii) টেলিভিশন (iii) কম্পিউটার নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
180. কম্পিউটার ব্যাপক ব্যবহৃত হচ্ছে- (i) স্যটেলাইট কমিনিকেশন (ii) টেলি কমিনিকেশন (iii) ওয়্যারলেস কমিনিকেশন নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
181. তথ্য ও প্রযুক্তির কল্যানে শিক্ষা গ্রহনের পদ্বিতি হয়েচে – (i) সহজ, উন্নত ও আকষনীয় (ii) সার্বজনীন (iii) ব্যয় সাশ্রয়ী নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
182. টেলিফারেন্সিং এর মাধ্যমে সেবা পাওয়া যায়- (i) দ্বীপ এলাকা হতে (ii) হাওয়া অঞ্চল থেকে (iii) পাহাড়ী এলাকা থেকে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
183. তথ্য ও প্রযুক্তির সম্পর্কিত তথ্যাবলী - (i) অনলাইন পদ্বতিতে ইন্টারনেটের বিভিন্ন টুলস এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে (ii) মেশিন যোগাযোগ একটি কৃতিম ব্যবস্থা (iii) প্রসপেটর খনিজ সম্পদ খুজে বের করতে ব্যবহার হয় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
184. জনসংখ্যা ও বাসস্থান সম্পর্কিত- (i) বর্তমানে মোট অধিবাসীসদর মেধ্যে ৪৯% মহিলা। (ii) বৈশ্বিক বাসস্থান, সমন্নিত রান্নার স্থান যা সকলের জন্য ব্যবহার যোগ্য নয়। (iii) বাংলাদেশে মোট জনসংখ্যা ৭৬% লোক গ্রামে বাস করে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
185. বৈশ্বিক বাসস্থান- (i) বসবাসকারী ব্যকি্ত লন্ড সিস্টেমের সুবিধা ভোগ করতে পারবে স্বল্প খরচে (ii) বসবাসকারী ব্যক্তির জন্য কোন হিডেন সাজ থাকে না (iii) নিরবিছিন্ন বিদ্বুত ব্যবস্থা সংযুক্ত ও বহাল নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
186. - (i) ই-কমার্স পদ্ধতি চালু হওয়ার শ্যম, অথে এবং সেবা সাশ্রয় হচ্ছে। (ii) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসায় কম লোকবলে বেশি কাজ করা সম্ভব। (iii) ই-কমার্স এর জন্য কর্মী ব্যবস্থাপনা সহজ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
187. তথ্য ও যোগাযেগ প্রযুক্তি ফলে- (i) অল্প খরচে বিভিন্ন কাজ স্পন্ন করা যাচ্ছে (ii) বিক্রয় ও মুনাফা বৃদ্বি পাচ্ছে (iii) ব্যবসায় হিসাব ও অথিক ব্যবস্হাপনার তেমন গতি ও বিশুদ্বাতা আসেনি নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
188. গনমাধ্যমে অনেক ধরনের সেবা বিশেষ করে ই-মেইল, ওয়েবসাইট সেবা প্রদান করে- (i) ব্লগিং (ii) রেডিও (iii) ইন্টারনেট নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
189. সংবাদ প্রচারে তথ্য প্রযুক্তির ভূমিকা- (i) সংবাদ হলো তথ্যের সমষ্টি। (ii) বর্তমানে তথ্য প্রযুক্তির উপর সংবাদ মাধ্যমগুলো নির্ভরশীল নয়। (iii) কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একটি দেশের প্রতিটি শহর থেকে একই সময়ে সংবাদপএ বের করা সম্ভব হচ্ছে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
190. বিশ্ব সামাজিক যোগাযোগ ব্যবস্থা- (i) ফেসবুক (ii) টুইটার (iii) স্কাইপ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
191. ফেসবুক লগইন করা অবস্থায় যা সম্ভব – (i) একজন অন্যজনের সাথে চ্যাট করা (ii) প্রোফাইল দেখা (iii) সরাসরি কথা বলা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
192. জিআইএস এর প্রয়োজনীয় উপকরণ- (i) কম্পিউটার (ii) ডিজিটাইজার (iii) প্লটার নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
193. জিআইএস বেশ কার্যকর ভূমিকা রাখছে- (i) ট্রাফিক জ্যাম (ii) সন্ত্রাস (iii) দারিদ্র নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
194. বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুন- (i) অভিজ্ঞতা থেকে শেখা ও বুঝা (ii) জ্ঞান অর্জন ও প্রয়োগ করা (iii) সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রদর্শন নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
195. রোবট তৈরি করা হয়- (i) খুবই কষ্টসাধ্য (ii) সস্তা (iii) ব্যয়বহুল নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
196. ক্রায়োসার্জারি ব্যবহার করা- (i) ক্যারাটোসিস (ii) স্কিন ট্যাগ (iii) জন্ডিস নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
197. আইসিটি ব্যবহারের ফলে- (i) খরচ হ্রাস পায় (ii) অপচয় বেশি হয় (iii) অপচয় কম হয় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
198. প্রতিরক্ষা বাহিনী গঠিত- (i) সেনাবাহিনী (ii) নৌবাহিনী (iii) বিমান বাহিনী নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
199. বায়োমেট্রিক্স এর শারীরবৃত্তীয় অংশ হলো- (i) মূখ (ii) হাত (iii) আঙ্গুলের ছাপ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
200. বায়োমেট্রিক্স ব্যবহার হয়- (i) কম্পিউটারের ব্যবহার নিয়ন্ত্রণ (ii) অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণের কাজ (iii) ক্যান্সার গবেষণায় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
201. নলেজবেজড বা জ্ঞানভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি হলো- (i) পাসওয়ার্ড (ii) পাসপোর্ট (iii) পিন নম্বর নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
202. বায়ো ইনফরমেটিক্স এর জন্য প্রায়োজনীয় সফটওয়্যার- (i) SQL (ii) Perl (iii) MS-Excel নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
203. বায়োইনফরম্যটিক্সর গবেষনার ক্ষেত্রফল গুলো হল- (i) জিন অনুসন্দান (ii) জিনো অনুসন্দান (iii) মহাকাশযান নিয়ন্তন নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
204. বায়োইনফরম্যটিক্স এর প্রধান কাজ হলো- (i) জেনেটিক ও জিনোমিক ডেটার মধ্যে তুলনা করে। (ii) মলিকুলার বায়োলজির বৈশিষ্ঠ অনুধাবন ও মুল্যায়ন করার কাজে সহায়তা করে । (iii) দূতাবাস, সীমান্ত চেকপোষ্ট বিমানবন্দর প্রভৃতি কাজে ব্যবহার হয়। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
205. ন্যানো টেকনোলজি ব্যবহার হয়- (i) কসমেটিক্ম উৎপাদনে (ii) কাপড় তৈরিতে (iii) উচ্চ ফলনশীল গাছ উদ্ভাবনে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
206. STM যন্তটি- (i) ১৯৮০ সনে IBN এর গবেষকরা প্রথম আবিস্কার করেন (ii) দ্বারা অণুর গঠন দেখা সম্ভব হয়েছে। (iii) ন্যানো প্রযুক্তিকে বাস্তবে রুপ দিতে সক্ষম হয়েছে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
207. মোবাইল ফোনের মাধ্যমে সম্বব- (i) ই-মেইল (ii) ভয়েস কল (iii) টাকা পাঠানে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
208. সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর অবদান হলো- (i) সামাজিক ঐক্য গড়ে তোলা। (ii) বেকারত্ব সৃষ্টি করা। (iii) সমাজের সকল মানুষের মধ্যে যে পারস্পরিক বন্ধন জোড়ালো করা। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
209. স্কাইপের সাহায্যে- (i) অডিও ভিডিও চ্যাটিং করা যায় (ii) ভিডিও কনফারেন্সিং করা যায় (iii) নিকটজন বা পরিচিতদের সাথে টেক্মট করা যায় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
210. বর্তমান ভিডিও কনফারেন্সি ব্যবহার হচ্ছে- (i) ব্যবসায় বাণিজ্যে (ii) স্বাস্থ্যসেবায় (iii) শিক্ষা খাতে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
নিচের উদ্দিপকটি পড় এবং ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
দেলোয়ার সাহেব একটি সরকারি অফিসে চাকুরি করেন। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহারে বেশি আগ্রহি। দেশ-বিদেশের বিভিন্ন তথ্য জানার জন্য বাসায় ইন্টারনেট ব্যবহার করেন।
211. গনি সাহেবের তথ্য প্রযুক্তির ব্যবহার- (i) ইতিবাচক (ii) নেতিবাচক (iii) কার্যকর ও সময়োপযোগি নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
212. ইন্টার্নেটের মাধ্যমে গণি সাহেব যে সুবিধা পেতে পারে- (i) ই-নিউজ ব্যবহার (ii) ই-বুক ব্যবহার (iii) ফেজবুক ব্যবহার নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন
নিচের উদ্দীপকটি পড় এবং 213 ও 214 নং প্রশ্নের উত্তর দাওঃ
তানভীর মেশিন রিডেবল পাসপোর্টোর জন্য আবেদন করেন। আবেদন পত্র জমা দেওয়ার দিন পাসপোর্ট অফিসে তার ছবি তোলা এবং আঙ্গুলের ছাপ তোলা এবং আঙ্গুলের ছাপ রাখা হয়। কিছু দিন পর একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সে জানতে পারে তার পাসর্পোট হলে গেছে।
213. উপরোক্ত আলোচনায় আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে? ক. বায়োমেট্রিক্স খ. বায়ো্নিফরমেট্রিক্স গ. ভার্চুয়াল বিয়েলিটি ঘ. ন্যানোটেকনোলজি
উত্তর: ক. বায়োমেট্রিক্স
214. তানভীর পাসর্পোট সম্পন্ন হওয়ার খবর জানতে পারবে- (i) তথ্য প্রযু্ক্তির মাধ্যমে (ii) যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে (iii) ন্যানোটেকনোলজি মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
নিচের উদ্দিপকটি পড় এবং 215 ও 216 নং প্রশ্নের উত্তর দাওঃ
বর্তমানে সময়ে ব্যবহৃত গুরুত্বর্পূন প্রযুক্তি য ব্যাংকিং সিস্টেমে যুক্ত হয়ে ক্রেডিড কার্ড জালিয়াতির পদক্ষেপ সনাক্ত করে, টেলিফোনে আড়ি পেতে কন্ঠস্বর সনাক্ত করে এবং কোনো সফটওয়্যার সিস্টেমে যখন আপনি কোনো সমস্যার পড়েন তার সঠিক সমাধানের পরামর্শ দেয়।
215. কোনো প্রযুক্তি দ্বারা ব্যাংকিং সিস্টেমে যুক্ত হয়ে ক্রেডিট কার্ড জালিয়াতির পদক্ষেপ শনাক্ত করে টেলিফোনে আড়ি পেতে কন্ঠস্বর শনাক্ত করা যায়। ক. আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স খ. তথ্য প্রযুক্তি গ. রোবটিক্স ঘ. ক্রায়োসার্জারি
উত্তর: খ. তথ্য প্রযুক্তি
216. বায়োমেট্রি কোথায় ব্যবহৃত হয়? ক. চিকিৎসায় খ. শিক্ষাক্ষেত্রে গ. যোগাযোগ ঘ. ব্যক্তি শনাক্তকরনে
উত্তর: ঘ. ব্যক্তি শনাক্তকরনে
নিচের উদ্দপিকটি পড় এবং২১৭, ২১৮ ও ২১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রাণি বিজ্ঞানের শিক্ষক জনাব হামদে রাব্বি একাদশ শ্রেণির ক্লাসের মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুনাগুন, ব্যক্তিত্ব এবং কম্পিউটার বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে কোন ব্যক্তি বা তাদের গ্রুপকে সনাক্তরণ পদ্ধতি নিয়ে আলোচনা করলেন।
217. শিক্ষক যে বিষয়টি আলোচনা করলেন তাকে কী বলে? ক. Biometrics খ. Bioinformatics গ. Nanotechnology ঘ. Genetic Engineering
নিচের উদ্দপিকটি পড় এবং ২২০ ও ২২১ নং প্রশ্নের উত্তর দাওঃ
সুইডেন প্রবাসী আল-আমিন হাসান সাহেবের দেশে কয়েকটি ফার্ম আছে ঐ প্রতিষ্ঠানগুলোর কমকর্তাদের সাথে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন এবং ব্যবসায় কার্য পরিচালনা করেন।
220. বর্তমান বিশ্বে যোগাযোগের সবচেয়ে পরিচিত মাধ্যম কোনটি? ক. চিঠি খ. টেলিফোন গ. টেলিগ্রাম ঘ. ই-মেইল
নিচের উদ্দপিকটি পড় এবং ২২২, ২২৩, ও ২২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
বর্তমান যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক লক্ষ্য করা যায়। তথ্যপ্রযুক্তির কল্যাণে সমগ্র বিশ্ব আজ পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে। তথ্য প্রযুক্তির কুফলের ফলে সমাজ আজ বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি। তথ্য প্রযুক্তির ফলে সমাজে সৃষ্ট সমস্যাগুলো হচ্ছে- অশ্লীলতা, অপরাধ, মিথ্যা, শারীরিক সমস্যা ইত্যাদি।
222. বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হওয়ায় অনেক ক্ষেত্রে সনাতনী প্রথা উঠে যাচ্ছে। এটি তথ্য প্রযুক্তিতে কী ধরনের কু-প্রভাব ফেলেছে? ক. শারীরিক সমস্যা খ. মানসিক সমস্যা গ. বেকারত্ব বৃদ্ধি ঘ. অশ্লীলতা
উত্তর: ঘ. অশ্লীলতা
223. রঙিন টিভি বেশি সময় ধরে দেখার কারণে সৃষ্ট সমস্যা কোনটি? ক. হৃদপিন্ড অকার্যকর হওয়া খ. কোষের সমস্যা হওয়া গ. কোমর ব্যথা ঘ. শ্রবণশক্তি কমে যাওয়া
উত্তর: গ. কোমর ব্যথা
224. তথ্য প্রযুক্তির কু-প্রভাবে- (i) অপরাধ বৃদ্ধি পায় (ii) মানব সম্পদের উন্নয়ন হয় (iii) ব্যবসায়িক সুখ্যাতি নষ্ট হয় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii