30 November, 2018

নওগা জেলার ইতিহাস

নওগা জেলার ইতিহাস
১. সৃষ্টির প্রেক্ষাপট : বাংলাদেশের উত্তর-পশ্চিম ভাগে, বাংলাদেশ-ভারত- আন্ত ।
জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি ১ মার্চ ১৯৮৪ পূর্ব পর্যন্ত নওগাঁ মহকুমা
হিসেবে গণ্য হত, তাই এখন বাংলাদেশের নওগাঁ জেলা ।
২. নামকরণ : নওগা নামের গ্রাম হতেই নওগা শহর, নওগাঁ শহরের নাম ।
অনুসারে সাবেক নওগা থানা ও মহকুমা এবং বর্তমান উপজেলা ও জেলার
নামকরণ । প্রচলিত মত এই যে, সন্নিহিত নয়টি চক বা জনবসতি সমন্বয়ে
গঠিত নয় গা কালক্রমে পরিবর্তিত হয়ে নওগা নাম ধারণ করেছে।
৩. আয়তন : (প্রায়) ৩,৪৩৫.৬৭ বৰ্গ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট -(প্রায়) ২৬,০০১৫৭ জন। পুরুষ- ১৩০০,২২৭ ও
মহিলা- ১২,৯৯,৯৩০। বৃদ্ধির হার : ০.৮৩% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ৭৫৭
জন।
৫. উপজেলার সংখ্যা ও নাম ই ১১টি। পর্তুতলা, ধামুরহাট, মহাদেবপুর,
পোরশাসাপাহার, বদলগাছী, মান্দা, নিয়ামতপুর, আত্রাই, রাণীনগর ও
নওগা সদর ।
৬. থানার সংখ্যা ও নাম : ১১টি। পতুতলাধামুরহাট, মহাদেবপুর, পোরশা,
সাপাহার, বদলগাছী, মান্দানিয়ামতপুর, আত্রাই, রাণীনগর ও নওগা ।
৭. সংসদীয় আসন: ০৬টি। (১) পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা।
(২) পতড়বীতলা ও ধামইরহাট উপজেলা। (৩) বদলগাছি ও মহাদেবপুর
উপজেলা । (৪) মান্দা উপজেলা। (৫) নওগাঁ সদর উপজেলা । (৬) রানীনগর
ও আত্রাই উপজেলা।
৮. বিশিষ্ট ব্যক্তিবর্গ : তালিম হোসাইন, "তৈয়ব উদ্দিন আহমেদ চৌধুরী
মোজাফফর হোসাইন, বাবু কুমুদ নাথ দাম, মো: আব্দুল জলিল, মো
আখতার হামিদ সিদ্দিকী,
৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২৩৩ কি. মি.।
১০. যোগাযোগ ব্যবস্থা : বাস : কেন্দ্রীয় বাস স্টেশন বালুডাঙ্গা-নওগা- ঢাকা বাস
ষ্টেশন। এনডব্লিউডি কোড নম্বর : ০৭৪১ ও পোষ্ট কোড-৬৫০০।

১১. পত্রপত্রিকা : দৈনিক ইস্তাহার, জয়বাংলা, বঙ্গবাণী, বাংলার কথাসাপ্তাহিক
দেশের বাণী, বাকা চাদ, নবদিগন্ত ও নবযুগ ।
১২. পৌরসভা০৩টি ও ইউনিয়ন-৯৯টি ।
১৩. উপজেলা ভূমি অফিস-১১টি ও ইউনিয়ন ভূমি অফিস-৪৮টি।
১৪. গ্রামের সংখ্যা-২,৮৫৪টি ও মৌজার সংখ্যা-২২৬৮টি।
১৫. মোট জমি- ৩,৪৪,৬৫১ হেক্টর, আদর্শ গ্রাম-১৭টি।
১৬. শিক্ষার হার-৬২.৫২%।
১৭. উল্লেখযোগ্য ফসল : ধান, আখ, কলা, গম, ভুট্টা, সরিষা ও আলু।
১৮শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-১,২৭৬টি, মাধ্যমিক বিদ্যালয়-৪৫৪টি,
কলেজ-৮১টি, মাদ্রাসা-২৭৭টি ও অন্যান্য স্কুল-৮৪টি।
১৯. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৪,৫৭০টি, মন্দির-৫৪২টি ও গীর্জা-৫৩টি।
২০. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-১০টি, উপ
স্বাস্থ্য কেন্দ্ৰ-০৭টি, ইউনিয়ন সাব সেন্টার-৪০টি, ইউনিয়ন পরিবার কল্যাণ
কেন্দ্র-৬১টি ও ক্লিনিক-১২টি।
২১. নদনদীর নাম : ছোট যমুনাআত্রাই ও পূর্ণভবা ।
২২. দর্শনীয় স্থান : কুশুমবা মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার, পতিসর কাচারী
বাড়ীভীমের পান্টি, দিব্যক জয়স্তম্ভ, মাহিসন্তোষ, বলিহার রাজবাড়ী,
আলতাদীঘি, জগদল বাড়ী, হলুদ বিহার, দুবলহাটী জমিদারবাড়ী।
২৩জেলার ঐতিহ্য : প্রাগৈতিহাসিক কাল থেকে আরম্ভ করে একের পর এক
যেসব জনগোষ্ঠী বাংলাদেশে এসে বসবাস করেছে, প্রবহমান রক্তধারায়
নিজেদের রক্তের মিশ্রণ ঘটিয়েছে, তাদের থেকে কালক্রমে বাঙ্গালি জাতির
উদ্ভব হয়েছে। তারই প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে বাঙ্গালির প্রাচীন সমাজ বিন্যাসে।
এসব আদিম অদিবাসী হল বাংলার আধিবাসী। যা নওগা জেলায় এখনও
বর্তমান।

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...