30 November, 2018

নাটোর জেলার ইতিহাস

নাটোর জেলা

১. সৃষ্টির প্রেক্ষাপট : “বিল চলন গ্রাম কলম কাচা গোল্লার খ্যাতি, অর্ধ বঙ্গেশ্বরী।
রাণী ভবানীর স্মৃতি, উত্তরা গণভবন রাজ রাজন্যের ধাম, কাব্যে ইতিহাসে
আছে নাটোরের নাম" রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এর কিংবদন্তী
বনলতা সেন নাটোরকে দেশবাসীর কাছে করেছে সুপরিচিত। ইংরেজ
শাসকরা জেলাসদর নাটোর হতে অন্যত্র স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করে। মি.
প্রিংগল ১৮২২ সালে ২৩ এপ্রিল জেলাসদর হিসেবে পদ্মানদীর তীরবর্তী
রামপুর-বোয়ালিয়ার নাম উল্লেখ করে প্রস্তাবনা পেশ করেন। ১৮২৫ সালে।
নাটোর হতে জেলা সদর রামপুর-বোয়ালিয়াতে স্থানান্তরিত হয়। জেলা সদর
স্থানান্তরের পর ইংরেজ সরকার মহকুমা প্রশাসনের পরিকাঠামো তৈরী করে।
সেই পরিকল্পনা অনুযায়ী মহকুমা হিসেবে নাটোরের পদাবনীত ঘটে। তারপর
দীর্ঘ ১৬৫ বছর অর্থাৎ ইংরেজ, পাকিস্তান এবং বাংলাদেশের চৌদ্দ বছরের
প্রশাসনিক ইতিহাসে নাটোর মহকুমা সদর হিসেবে পরিচিত ছিল। ১৯৮৪
সালে নাটোর পুনরায় জেলা সদর হিসেবে মর্যাদা পায়।
2. নামকরণ : নাটোর জেলা একটি প্রাচীন জনপদ। অনেক ভাষাতাত্ত্বিকের মতে
নাটোর নামটি অনাৰ্য ভাষার শব্দ বিশেষ । বর্তমান নাটোরের রাজবাড়ী এলাকা।
তখন ছিল লস্করপুর পরগনার অধীন তরক কানাইখালীর অন্তর্গত । পর্যায়ক্রমে
অঞ্চলটিকে পরিণত করা হয় নগর রূপে । ইতিহাসে আছে এই নগরের কোন
এক স্থানে ব্যাঙ সাপকে গ্রাস করেছিল এবং তা দেখে অদূরে কয়েকজন
বালিকা নৃত্য করেছিল। এই নৃত্য কে উপলক্ষ করে ঐ স্থানের নাম হয়
নাট্যপুর। পর্যায়ক্রমে নাট্যপুর থেকে পরিবর্তনের মাধ্যমে এসেছে- 'নাটোর
নামটি । নাট্যপুর-নাটাপুর-নাটুর = নাটোর।
৩. আয়তন : (প্রায়) ১৮৯৬.০৫ কি. মি.।
৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ১৭,০৬,৬৭৩ জন। পুরুষ- ৮,৫৪,১৮৩ ও
মহিলা- ৮,৫২,৪৯০ । বৃদ্ধির হার : ১.১৪% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) :
৮৯৮জন।
৫. উপজেলার সংখ্যা ও নাম  ঃ ০৬টি। নাটোর সদর, সিংড়া, গুরুদাসপুর,
বড়াইগ্রাম, লালপুর ও বাগাতিপাড়া।
৬. থানার সংখ্যা ও নাম : ০৭টি। নাটোর সদর, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম,
লালপুর, বাগাতিপাড়া ও নলডাঙ্গা ।
৭. সংসদীয় আসন : ০৪টি। (১) লালপুর ও বাগাতিপাড়া উপজেলা। (২)
নাটোর সদর উপজেলা। (৩) সিংড়া উপজেলা। (৪) গুরুদাসপুর ও
বড়াইগ্রাম উপজেলা।
৮. বিশিষ্ট ব্যক্তিবর্গ : রাণী ভবানী, ড. মতিউর রহমান, ড. মুহাম্মদ মজির উদ্দিন,
অধ্যক্ষ আন্দুল হামিদ, ড. শামসুদ্দিন, এস এম আন্দুল লতিফ, গোবিন্দ
চৌধুরী, ফজলুল রহমান পটল, রমজান আলীপ্রফেসর মোসলেম আলী
মরহুম মাকসুদ আলী প্রমূখ।
৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২৩৩ কি. মি. ও রেলপথে-৩১৯ কি. মি.।
১০. যোগাযোগ ব্যবস্থা : বাস : ঢাকা-নাটোর-ঢাকা বাস স্টেশন, কেন্দ্রীয় বাস।
স্টেশন, নাটোর । রেল : নাটোর রেলওয়ে স্টেশন । এনডব্লিউডি কোড নম্বর
: ০৭৭১ ও পোস্ট কোড-৬৪০০।
১১. পত্রপত্রিকা : দৈনিক উত্তরবঙ্গ বার্তা, দৈনিক জনদেশ, দৈনিক মাটির দেশ,
সাপ্তাহিক নাটোর বার্তা ও সাপ্তাহিক আলোকিত চলনবিল।
১২. পৌরসভা০৮টি ও ইউনিয়ন-৫২টি।
১৩. উপজেলা ভূমি অফিস-০৬টি ও ইউনিয়ন ভূমি অফিস-৫২টি।
১৪. মৌজার সংখ্যা-১২৬৫টি ও গ্রামের সংখ্যা-১৪৩৪টি।
১৫. আদর্শ গ্রাম-২৮টি। শিক্ষার হার-৬৫%।
১৬. উল্লেখযোগ্য ফসল : ধান, পাট, ডাল, চীনাবাদাম, তরমুজ ইত্যাদি।
১৭. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৬৫৮টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
২৫৮টি, কলেজ-১০৬টি ও মাদ্রাসা-১২৭টি।
১৮. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৩,১২৬টি ।
১৯. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৫টি, উপ
স্বাস্থ্য কেন্দ্র-১৫টি, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্ৰ-৪৫টি, ক্লিনিক-৫৭টি ও
কমিউনিটি ক্লিনিক-১৫৯টি ।
২০. নদনদীর নাম : নন্দকুজাবারনই, গোধাই, বড়াল, ওনাই ও নারদ নদ।
২১. দর্শনীয় স্থান : দিঘীপতিয়া রাজবাড়ী (উত্তরা গণভবন), নাটোর রাজবাড়ি,
চৌদ্দগ্রাম জমিদার বাড়ি।
২২. জেলার ঐতিহ্য : রাজা রামজীবন নাটোর রাজবাড়ির প্রথম রাজা হিসেবে
প্রতিষ্ঠা লাভ করেন। উত্তরা গণভবন নাটোরের জেলার অন্যতম ঐতিহ্য।

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...