12 July, 2018

লক্ষীপুর জেলার ইতিহাস



১. সৃষ্টির প্রেক্ষাপট : ১৯৭৬ সালে ১ সেপ্টেম্বর তৎকালীন ৫নং বাস্কানগর
ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তরিত হয়। পরে আরো নতুন নতুন মৌজা
নিয়ে পৌরসভার বিস্তৃতি ঘটে। লক্ষ্মীপুর নামে থানা পতিষ্ঠিত হয় ১৮৬০
সালে । রায়পুর-১৮৭৭ সালে, রামগঞ্জ-১৮৯১ সালে, রামগতি-১৮৮৩ সালে।
এবং লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে ১৯৭৯ সালে লক্ষ্মীপুর মহকুমা এবং ২৮
ফেব্রুয়ারি ১৯৮৪ সালে লক্ষ্মীপুর জেলা গঠিত হয় ।

২. নামকরণ : বঙ্গোপসাগর এবং মেঘনার মিলন স্থলে অবস্থিত জেলা লক্ষ্মীপুর।
শ্ৰীসুরেস চন্দ্রনাথ মজুমদার মহাশয়ের রাজপুরুষ ‘যোগী বংশ" একখানা
গবেষণামূলকগ্রস্থ । সেই গ্রন্থে দালাল বাজারের জমিদার রাজ গৌর কিশোর
রায় চৌধুরী সম্বন্ধে তিনি লিখেছেন ১৬২৯-১৬৫৮ সালের মধ্যে তার পূর্ব পুরুষ
দালাল আসেন। রাজা গৌর কিশোর রায় ১৭৬৫ সালে কোম্পানীর নিকট
থেকে “রাজা” উপাধি পান। তার বংশের লক্ষ্মীনারায়ণের নামানুসারে এই
জেলার নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন।

৩. আয়তন : (প্রায়) ১৫৩৪.০৭ বৰ্গ কি. মি.।

৪. লোকসংখ্যা : মোট- (প্রায়) ১৭,২৯,১৮৮ জন। পুরুষ- ৮,২৭,৭৮০ ও
মহিলা-৯,০১,৪০৮। বৃদ্ধির হার : ১.৪৮% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ১২০০
জন ।

৫. উপজেলার সংখ্যা ও নাম। এ ০৫টি। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ,
কমলনগর ও রামগতি ।

৬. থানার সংখ্যা ও নাম : ৪টি। লক্ষ্মীপুর, রামগঞ্জ, রায়পুর ও রামগতি । সীমান্ত ফাড়ি- ০৮টি ।

৭. সংসদীয় আসন : ০৪টি। (১) রামগঞ্জ উপজেলা। (২) রায়পুর উপজেলা ও
লক্ষ্মীপুর সদর উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ :- উত্তর হামছাদী, দক্ষিণ
হামছাদী, দালাল বাজার, চর রুহিতাপার্বতী নগর, বশিকপুর, শাকচর, টুমচর
ও চর। রমনী মোহন। (৩) নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ ব্যতীত লক্ষ্মীপুর সদর
উপজেলা : উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, দালাল বাজার, চর রুহিতা
পার্বতী নগর, বশিকপুর, শাকচর, টুমচর ও চর রমনী মোহন । (৪) রামগতি ও
কমলনগর উপজেলা।

৮. বিশিষ্ট ব্যক্তি : মুনীর চৌধুরী, অধ্যাপক কবির চৌধুরীমোহাম্মদ উল্লাহ,
অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরীড. আন্দুল মতিন চৌধুরীকাজী
মোতাহার হোসেন, ড. মফিজুল্লাহ কবির, আবুল আহসান, মোহাম্মদ তোয়াহা,
মেজর জেনারেল (অব.) ড. এ এস এম মতিউর রহমান, আ স ম আন্দুর রব,
আন্দুর রব চৌধুরীরুহুল আমিন, এম এম রুহুল আমিন, আনসার উদ্দিন
সৈয়দ বদরুল আলম, কামাল উদ্দিন খান, আলহাজ্ব এম এ হাসেম, আলী
হায়দার, শফিক উল্লাহ, মো: নুরুল আমিন প্রমুখ।

৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২১৬ কি. মি.।

১০. যোগাযোগ ব্যবস্থা : বাস : ঢাকা-লক্ষ্মীপুর-ঢাকা বাস স্টেশন, লক্ষীপুর বাস
স্টেশন । এনডব্লিউডি কোড নম্বর : ০৩৮১ ও পোস্ট কোড-৮০০।

১১. পত্রপত্রিকা : দৈনিক লক্ষ্মীপুর কণ্ঠ, উপকূল কণ্ঠ, ভোরের মালঞ্চ, নতুন চাদ,
সাপ্তাহিক এলান, নতুন সমাজ, দামামা, রামগঞ্জ বার্তা, রামগতি দর্পণ ও
আনন্দ আকাশ ।

১২. পৌরসভা০৪টি ও ইউনিয়ন-৫৮টি।

১৩. উপজেলা ভূমি অফিস-০৫টি ও ইউনিয়ন ভূমি অফিস-৪৬টি।

১৪. মৌজার সংখ্যা-৪৭৪টি ও গ্রামের সংখ্যা-৫১৪টি।

১৫. আদর্শ গ্রাম-০৯টি। শিক্ষার হার-৬২.২৬%।

১৬. উল্লেখযোগ্য ফসল। : ধান, সুপারী, নারিকেল, সয়াবিন, গম, সরিষা, পাট, ।
মরিচ, আলু, ডাল, ভুট্টা, চিনাবাদাম ও আখ ।

১৭. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৭১৫টি, জুনিয়র বিদ্যালয়-২০টি,
মাধ্যমিক বিদ্যালয়-১৬৬টি, কলেজ-২৪ টি ও মাদ্রাসা-১৮৫টি।

১৮. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৩,৫৩৯টি, মন্দির-৪৫টি ও গীর্জা-০১টি।

১৯. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স০৩টি, পরিবার
কল্যাণ কেন্দ্ৰ-০৩, ক্লিনিক-১৩টি ও প্যাথলজি-৩৫টি।

২০. নদনদীর নাম : মেঘনা, ডাকাতিয়া ইত্যাদি ।

২১. দর্শনীয় স্থান : দালাল বাজার জমিদার বাড়ীকামানখোলা জমিদার বাড়ী, তিতা
বা জমিদার বাড়ি, জ্বীনের মসজিদ, খোয়া সাগর দিঘী, মটকা মসজিদ ও মজু
চৌধুরী ঘাট ।

২২. জেলার ঐতিহ্য : ইস্ট ইন্ডিয়া কোম্পানীর আমলে লক্ষ্মীপুর ছিল লবন ও বস্ত্র।
শিল্পে সমৃদ্ধ। সন্ট হাউজ ও কুঠি বাড়িগুলো এ শিল্পকে নিয়ন্ত্রন করত ।
সাহাপুর কুঠি বাড়ি, জকসিন কুঠি বাড়ি ও রায়পুরের উত্তরে সাকেরগঞ্জ কুঠি
বাড়ি লবন ও বস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ করত । যা এখনও জেলার ঐতিহ্য হিসেবে
পরিগনিত হয়।

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...