12 July, 2018

নোয়াখালী জেলার ইতিহাস



১. সৃষ্টির প্রেক্ষাপট : নোয়াখালী জেলার মর্যাদা পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানী
কর্তৃক এদেশে জেলা প্রশাসন প্রতিষ্ঠার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার সময়।
থেকেই । ১৭৭২ সাল কোম্পানীর গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস
এদেশে প্রথম আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টা করেন।
তিনি সমগ্র বাংলাদেশকে ১৯টি জেলায় বিভক্ত করে প্রতি জেলায় একজন।
করে কালেক্টর নিয়োগ করেন। এ ১৯টি জেলার একটি ছিল কলিন্দা। এ
জেলাটি গঠিত হয়েছিল মূলত নোয়াখালী অঞ্চল নিয়ে। কিন্তু ১৭৭৩ সালে।
জেলা প্রথা বাতিল করা হয় এবং প্রদেশ প্রথা চালু করে জেলাগুলোকে করা
হয় প্রদেশের অধীনস্থ অফিস। ১৭৮৭ সালে পুনরায় জেলা প্রশাসন ব্যবস্থা।
প্রবর্তন করা হয় এবং সমগ্র বাংলাদেশকে ১৪টি জেলায় ভাগ করা হয়। এ
১৪টির মধ্যে ভুলুয়া নামে নোয়াখালী অঞ্চলে একটি জেলা ছিল। পরে
১৭৯২ সালে ত্রিপুরা নামে একটি নতুন জেলা সৃষ্টি করে ভুলুয়াকে এর অন্ত
ভূক্ত করা হয়। ১৮২১ সালে ভুলুয়া নামে নোয়াখালী জেলা প্রতিষ্ঠার পূর্ব
পর্যন্ত এ অঞ্চল ছিল ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত। নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী
মহকুমা নিয়ে নোয়াখালী জেলা গঠিত হয়। ১৯৮৩ সালে সরকারী সিদ্ধান্ত
মোতাবেক সকল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হলে লক্ষীপুর ও ফেনী
জেলা আলাদা হয়ে যায়। শুধুমাত্র নোয়াখালী মহকুমা নিয়ে নোয়াখালী জেলা
পুনঃগঠন করা হয় ।

২. নামকরণ নোয়াখালী জেলার নামকরণ নিয়ে অনেকে মনে করেন,
নোয়াখালী নামে খাল থেকেই নোয়াখালী জেলার নামকরণ করা হয়েছে।

৩. আয়তন : (প্রায়) ৪২০২.৭০ বৰ্গ কি. মি.।

৪. লোকসংখ্যা : মোট- (প্রায়) ৩১,০৮,০৮৩ জন। পুরুষ- ১৪,৮৫,১৬৯ ও
মহিলা- ১৬২২,৯১৪ । বৃদ্ধির হার : ১.৮৬% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) :
৮৪৩ জন।

৫. উপজেলার সংখ্যা ও নাম ঃ ০৯টি । চাটখিল, সেনবাগ, । সোনাইমুড়ী
বেগমগঞ্জ, নোয়াখালী সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া ।

৬. থানার সংখ্যা ও নাম ঃ ০৯টি। নোয়াখালী সদর, চাটখিল, সেনবাগ, ।
সোনাইমুড়ীবেগমগঞ্জকবিরহাট, কোম্পানীগঞ্জসুবর্ণচর ও হাতিয়া।
ফাঁড়ি-০৮টি।

৭. সংসদীয় আসন : ০৬টি । (১) চাটখিল উপজেলা ও নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ
ব্যতীত সোনাইমুড়ী উপজেলা : বারগাও, নাটেশ্বর ও অম্বর নগর ।
নোয়াখালী। (২) সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার নিম্নবর্ণিত
ইউনিয়নসমূহ : বারগাও, নাটেশ্বর ও অম্বর নগর নোয়াখালী । (৩) বেগমগঞ্জ
উপজেলা। (৪) নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ ব্যতীত নোয়াখালী সদর উপজেলা
: নেয়াজপুর ও অশ্বদিয়া এবং সুবর্ণচর উপজেলা। (৫) কোম্পানীগঞ্জ ও
কবিরহাট উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলার নিম্নবর্ণিত
ইউনিয়নসমূহ : নেয়াজপুর, অশ্বদিয়া । (৬) হাতিয়া উপজেলা।

৮. বিশিষ্ট ব্যক্তিবর্গ : রাজনীতিবীদ ওবায়দুল কাদের, মাইনিং ইঞ্জিনিয়ার
ওবায়েদ উল্লাশহীদ বুদ্ধিজীবী এ এন এম মুনির চৌধুরীআন্দুল মালেক
উকিল, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, রফিক উল্লাহ চৌধুরীসার্জেন্ট জহুরুল হক,
ব্যারিস্টার মওদুদ আহমদ, বেলাল চৌধুরীআবু তাহের প্রমূখ।

৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-১৯২ কি. মি. ও রেলপথে-২৪২ কি. মি.।

১০. যোগাযোগ ব্যবস্থা । : বাস- ঢাকা-নোয়াখালী-ঢাকা বাস স্টেশন, নোয়াখালী
কেন্দ্রীয় বাস স্টেশন। এনডব্লিউডি কোড নম্বর । : ০৩২১ ও পোস্ট কোড-
৩৮০০ ।

১১. পত্রপত্রিকা : দৈনিক নোয়াখালী বার্তা, জাতীয় নূর, জাতীয় নিশান, সচিত্র।
নোয়াখালী, জনতার অধিকার, নোয়াখালীর প্রত্যাশা, নোয়াখালীর খবর,
সফল বার্তা, সাপ্তাহিক আজকাল পত্র ও চলমান নোয়াখালী।

১২. পৌরসভা-০৮টি ও ইউনিয়ন-৯১টি।

১৩. উপজেলা ভূমি অফিস-০৯টি ও ইউনিয়ন ভূমি অফিস-৬৫টি।

১৪. মৌজার সংখ্যা-৯৪৬টি ও গ্রামের সংখ্যা-৭৮৬টি ।

১৫. মোট পরিবার- ৫,০৪,৫৫২ টি ও মোট জমি-৭,৬৫,১২৯ একর।

১৬. শিক্ষার হার-৬৯.৫০%।

১৭. উল্লেখযোগ্য ফসল : ধান, গম, সরিষা, ভুট্টা, তুলা ও আখ ।

১৮. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-১,২৪৩টি, মাধ্যমিক বিদ্যালয়-২৮৭টি,
কলেজ-৩৫টি ও মাদ্রাসা-১৬১টি।

১৯. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-৪,৪৮৪টি।

২০. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৭টি, উপ
স্বাস্থ্য কেন্দ্র-২৯টি ও ক্লিনিক-৪০টি।

২১. নদনদীর নাম : মেঘনা, ডাকাতিয়া, কাটাখালী, ফেনী ইত্যাদি।

২২. দর্শনীয় স্থান : বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর, চরবাটা স্টীমার ঘাট,
জেলা জামে মসজিদ, বজরা শাহী জামে মসজিদ, গান্ধী আশ্রম, নিঝুম দ্বীপ,
গাংচিল স্নাইস, রামনারায়ণপুর মিয়া বাড়ী ও ক্যাথলিক গীর্জা।

২৩জেলার ঐতিহ্য : ফকির ছাডু মিজি (র:) সাহেবের দরগাহ নোয়াখালী জেলা
শহরে মাইজদী কোর্টের কেন্দ্রস্থল জেলা প্রশাসকের বাসভবন থেকে মাত্র
২০০ গজ পূর্ব উত্তরে অবস্থিত। কবে কখন এ ঐতিহ্যবাহী দরগাহ প্রতিষ্ঠিত
করেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি তবে মরহুম মুজাফফর আহাম্মদ
(১১৪) থেকে জানা যায় এ দরগাহ তাদের বাপ-দাদার আগে থেকেই ছিল।
যা জেলার ঐতিহ্যের প্রতীক।

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...