12 July, 2018

রাজশাহী জেলার ইতিহাস



১. সৃষ্টির প্রেক্ষাপট : ১৭৭২ সালে ব্রিটিশ শাসনামলে রাজশাহী জেলা সৃষ্টি হয়। তখন
রাজশাহী, নাটোর, চাপাইনবাবগঞ্জ ও নওগা৷ ছাড়াও পাবনা এবং বর্তমান
পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার বৃহদাংশ ছিল এ জেলার অন্তর্গত।
১৮৭৬ সালে রাজশাহী পৌরসভা সষ্টি হয় এবং ১৯৮৭ সালে এটি সিটি
কর্পোরেশনের মর্যাদা পায়।



২. নামকরণ : প্রাচীন পুস্ত্রবর্ধন জনপদের অংশ রাজশাহীর জনবসতি হাজার বছরের
ঐতিহ্য বহন করছে। মৌর্য, গুপ্ত, পাল, সেন, মোগল, ইংরেজরা এ অঞ্চলে শাসন
প্রতিষ্ঠা করেন। এ অঞ্চলে রাজা রাজাদের আবাসস্থলকে কেন্দ্র করে নাম হয়েছে ।
রাজশাহী। পঞ্চদশ শতকে ভাতুরিয়া দিনাজপুরের জমিদার রাজা কংস বা গনেশ এ
অঞ্চলের অধিপতি ছিলেন । তিনি রাজা শাহ নামে পরিচিতি ছিলেন। মনে করা হয়।
রাজা আর শাহ মিলে রাজশাহী নামকরণ হয়েছে।

৩. আয়তন : (প্রায়) ২৪০৭.০১ বৰ্গ কি. মি.।

৪. লোকসংখ্যা : মোট-(প্রায়) ২৫,৯৫,১৯৭ জন। পুরুষ- ১৩০৯৮৯০ ও মহিলা ১২৮৫হার .,,৩০৭। বৃদ্ধির : ১২৫% ও ঘনত্ব (বৰ্গ কি. মি.) : ১০৭০ জন ।

৫. উপজেলার সংখ্যা ও নাম : ৯টি। পবা, দুর্গাপুর, চারঘাট, মহনপুর, পুটিয়াবাঘা,বাগমারা, তানোর ও গোদাগাড়ী ।

৬. থানার সংখ্যা ও নাম : ১১টি। রাজশাহী সদর, বাঘা, পুটিয়া, পবাবাগমারা,
তানোর, বোয়ালিয়ামোহনপুর, চারঘাট, গোদাগাড়ী ও দুর্গাপুর।

৭. সংসদীয় আসন ঃ ০৬টি। (১ ) তানোর ও গোদাগাড়ী উপজেলা। (২) রাজশাহী
সিটি কর্পোরেশনভুক্ত এলাকা। (৩) পবা ও যোহনপুর উপজেলা। (৪) বাগমারা।
উপজেলা। (৫) দুর্গাপুর ও পুটিয়া উপজেলা। (৬) চারঘাট ও বাঘা উপজেলা।

৮. বিশিষ্ট ব্যক্তি : শহীদ এ এইচ এম কামরুজ্জামান, কুমার শরৎকুমার রায়,
অক্ষয়কুমার মৈত্রেয়, যদুনাথ সরকার, রমাপ্রসাদ চন্দ্র, রাধাগোবিন্দ বসাক, মৌলভী
সামশুদ্দিন আহমেদ, মোখলেছুর রহমান, নরোত্তম দাস ঠাকুর, কবি শুকুর মাহমুদ,
জগদিন্দ্রনাথ রায়, রজনীকান্ত সেন, মির্জা মোহাম্মদ ইউসুফ আলীরাণী ভবানী
প্রমথরায় নাথ, শরৎসুন্দরী দেবীহেমন্তকুমারী দেবীহরনাথ রায়, রাজকুমার
সরকার, হাজী লাল মোহাম্মদ সরকার, এমাদউদ্দীন আহমদ, আহসান উল্লা
আশরাফ আলী খান চৌধুরী, ইদ্রিস আহমদ, আব্দুল হামিদ মিয়া ও কাজী
আব্দুল।

৯. ঢাকা থেকে দূরত্ব : সড়ক পথে-২৭০ কি. মি. ও রেলপথে-৩৪৩ কি. মি.।

১০ . যোগাযোগ ব্যবস্থা গ্র রাজশাহী বিমান বন্দর-নওহাটা। বাস : ঢাকা-মহাখালী,
কল্যাণপুর বাস স্টেশন, রাজশাহী-ঢাকা বাস স্টেশন, কেন্দ্রীয় বাস স্টেশন।
রাজশাহী। রেল ঢাকা-কমলাপুর, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, রাজশাহী
রেলওয়ে জংশন । এনডব্লিউডি কোড নম্বর : ০৭২১ ও পোস্ট কোড- রাজশাহী জিপিও-৬০০০ ও হেড অফিস-৬১০০।

১১. পত্রপত্রিকা : দৈনিক সোনালী সংবাদ, বার্তা, সানশাইন, নতুন প্রভাত, আমাদের
রাজশাহী, রাজবার্তাউপাচার, সোনার দেশ, লাল গোলাপ, সাপ্তাহিক গণদৃষ্টি ও রাজশাহীর আলো ।

১২. সিটি কর্পোরেশন-০১টি, পৌরসভা১৪টি ও ইউনিয়ন-৭১টি।

১৩. উপজেলা ভূমি অফিস-০৯টি ও ইউনিয়ন ভূমি অফিস-৩৬টি।

১৪. মৌজার সংখ্যা-১,৭১৮টি ও গ্রামের সংখ্যা-১,৯১৪টি।

১৫. মোট জমি- ৫, ৯৯, ৫০৪ একর।

১৬. শিক্ষার হার- ৪৭.৪ %।

১৭. শিক্ষা প্রতিষ্ঠান : প্রাথমিক বিদ্যালয়-৯৮৩টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয়-৪৩টি,
মাধ্যমিক বিদ্যালয়-৪০৯টি, কলেজ-৭৪টি, মাদ্রাসা-২২১টি, ক্যাডেট কলেজ ০১টি।

১৮. ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ-১০,৪০৫ টি, মন্দির-১,০২১ টি, গীর্জা-১১৪ টি ।

১৯. চিকিৎসা কেন্দ্র : হাসপাতাল-০৩টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০৯টি, ক্লিনিক-
৪৪টি, পারিবারিক কল্যাণ কেন্দ্র-৩৯টি।

২০. নদনদীর নাম : পদ্মাযমুনা, আত্রাই, মহানন্দা ইত্যাদি।

২১. উল্লেখযোগ্য ফসল : ধান, সরিষা, গোল আলু, মিষ্টি আলু, ডাল, মরিচ ও সবজি ।

২২. দর্শনীয় স্থান : হযরত শাহ মখদুম (রহ:-এর দরগা, পুটিয়া রাজবাড়ীপুটিয়া বড়
আহ্নিক মন্দির, পুটিয়া বড় শিব মন্দির, পুটিয়া গোবিন্দ মন্দির, বাঘা মসজিদ,
রাজশাহী বড়কুঠি, বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী কলেজ, বাংলাদেশ পুলিশ
একাডেমি, পদ্মা নদীর বাধ, রাজশাহী ক্যাডেট কলেজ।

২৩. জেলার ঐতিহ্য : বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত রাজশাহী এক ইতিহাসখ্যাত
নগরী। প্রাচীন পুত্রবর্ধন জনপদের অংশ রাজশাহীর জনবসতি হাজার বছরের
ঐতিহ্য বহন করছে। মৌর্য, গুণ্ড, পাল, সেন, মোগল, ইংরেজরা এ অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেন ।

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...