02 June, 2018

ছানির চিকিৎসায় অপারেশন


ফ্যাকো সার্জারি:
ছানির আধুনিক চিকিৎসা হচ্ছে ফ্যাকো সার্জারি। চোখের পাশে মাত্র ২ থেকে ৩ মিলিমিটার ছিদ্র করে এই অপারেশন করা হয়। লেন্সের উপরের আবরণে গোল করে কেটে এর মধ্যেই ফ্যাকো মেশিনের সাহায্যে আলট্রাসনিক পাওয়ার দিয়ে লেন্সটিকে টুকরা টুকরা করে গলানো হয়। এভাবে লেন্সটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে এই আবরণের মধ্যেই একটি কৃত্রিম লেন্স বসানো হয়।
ফোল্ডঅ্যাবল লেন্স বা ভাঁজ করা যায় এমন লেন্স ব্যবহার করলে ওই ছিদ্র দিয়েই লেন্স ভাঁজ করে প্রবেশ করানো হয়। চোখের ভেতরে এই লেন্সটি সুন্দরভাবে সেট হয়ে যায়। ফোল্ডঅ্যাবল লেন্স ব্যবহার না করলে ওই ছিদ্রটিকে ৫-৬ মি.মি. বড় করে ওই মাপের পিএমএমএ বা হার্ড লেন্স প্রবেশ করানো হয়। ২ পদ্ধতিতেই সেলাইয়ের প্রয়োজন হয় না।
অভিজ্ঞ ফ্যাকো সার্জনরা চোখের পাশে একটি ইনজেকশন দিয়ে অবশ করে অথবা কোনো কোনো রোগীকে ইনজেকশন ছাড়াই শুধু ফোঁটা ঔষধ ব্যবহার করে চোখের উপরে অবশ করে এই অপারেশন করে থাকেন।
এসআইসিএস:
লেন্স বেশি ম্যাচিউর হয়ে গেলে অনেক সময় মেশিনের সাহায্যে লেন্স গলানো কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়। এসব ক্ষেত্রে স্মল ইনসিশন ক্যাটার্যাক্ট সার্জারি বা এসআইসিএস খুবই উপযোগী। এই পদ্ধতিতেও ফ্যাকো পদ্ধতির মতো লেন্সের আবরণীর উপরের অংশ গোল করে কেটে এর ভেতর থেকে লেন্সের শক্ত অংশটি বা নিউক্লিয়াসটিকে পানি, জেল বা ভেকটিস যন্ত্রের সাহায্যে বের করা হয়। পরে লেন্সের নরম অংশ পরিষ্কার করে সাধারণত হার্ড লেন্স চোখে দেয়া হয়।এই অপারেশনে লেন্সের ম্যাচিউরিটি অনুযায়ী ৫-৭ মি.মি. পরিমাণ ইনসিশন দেয়ার প্রয়োজন হয়। এই অপারেশনেও সাধারণত সেলাই প্রয়োজন হয় না। অভিজ্ঞ সার্জনের হাতে এই অপারেশনের ফলাফলও খুব ভালো।
ইসিসিই:
তুলনামূলক পুরনো ছানি অপারেশন। এই অপারেনে ৯ -১১ মি.মি. ইনসিশন দিয়ে লেন্সটি বের করা হয় এবং পরিষ্কার করে কৃত্রিম লেন্স বসানো হয়। এই অপারেশনে ৪-৮ টি সেলাইয়ের প্রয়োজন হয়। সঠিকভাবে অপারেশন করা গেলে এই পদ্ধতিতেও রোগী ভালো দেখবেন। তবে সেলাইয়ের কারণে অনেকের চোখে কাঁটা কাঁটা লাগতে পারে বা এলার্জি হতে পারে।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন