02 June, 2018

যৌনাংগের চর্ম রোগ


যৌনাংগের চর্মরোগ হলো একটি মারাত্মক সংক্রামক, যা একজন রোগীকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তোলে। যা ধীরে ধীরে একজন রোগীর সেক্স আপীল নষ্ট করে দেয়। ফলে সামাজিক ও পারিবারিক সমস্যা সৃষ্টি হয়।
বিশেষ বিশেষ চর্মরোগ গুলো হলো:
১.ব্যালানাইটিস: এটি পুরুষ লিংগের অগ্রভাগের একটি প্রদাহজনিত রোগ, যা যৌন-বাহিত;
২.সোরিয়াসিস: এটি একটি দীর্ঘস্থায়ী প্রদাহ জনিত চর্মরোগ, যা পুরুষ লিংগের অগ্রভাগকে সাধারণত আক্রমন করে। যেখানে কিছু আঁশসহ হালকা লাল/সিলভারী রং সৃষ্টি হয়;
৩.শ্বেতী রোগ: এটি যৌনাংগের একটি পিগমেন্ট জনিত চর্ম রোগ, যা দেখতে দুধের মতো সাদা;
৪. ক্যান্সার: এটি সাধারণত পুরুষ লিংগে স্কোয়ামাস সেল কারসিনোমা বা ব্যাসাল সলে কারসিনোমা হিসাবে দেখা দেয়। যা জীবনকে বিনা চিকিৎসায় আশঙ্কাময় করে তোলে;
৫. হারপিস সিমপ্লেক্স: এটি ভাইরাস জনিত একটি যৌন বাহিত চর্মরোগ, যা পুরুষ লিংগের অগ্রভাগে ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ির সমষ্টি হিসাবে দেখা যায়;
৬. পেরনীজ ডিজিজ: এটি পুরুষ লিংগের এমন একটি রোগ, যেটি লিংগের উত্থানে বাঁধা দেয়। অর্থাৎ লিংগের উত্থানের সময় এটি বাঁধা হয়ে যায়। ফলে সহবাসের সময় লিংগে ব্যথা সৃষ্টি হয়।
উপসংহারঃ
উল্লেখিত রোগসমূহ সঠিক সময়ে চিকিৎসা না নিলে দেহে ভয়াবহ পরিণতি সৃষ্টি হতে পারে। অর্থাৎ যৌনাংগের রোগসমূহ একটি শারীরিক, মানসিক ও সামাজিক ইমার্জেন্সি। তাই রোগগুলো দেখা দেয়া মাত্রই একজন অভিজ্ঞ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞর পরামর্শ নেয়া একান্ত বাঞ্চনীয়।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন