13 June, 2020

সাধারন জ্ঞান ট্যাবঃ ০২



প্রশ্ন:-আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?

উত্তর:- ভেদরগঞ্জ,শরীয়তপুর।

প্রশ্ন:-বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ?

উত্তর:- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

প্রশ্ন:-১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ?

উত্তর:- কুয়াকাটা,পটুয়াখালী।

প্রশ্ন:-বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?

উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান)

প্রশ্ন:-বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?

উত্তর:- ড.জামালউদ্দিন (বাংলাদেশ)

প্রশ্ন:-৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?

উত্তর:- রংপুর।

প্রশ্ন:-বাংলাদেশ রাইফেসলস ( বি জি বি )-এর পরিববর্তিত নাম কি?

উত্তর:- “বর্ডার গার্ড বাংলাদেশ”

প্রশ্ন:-বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?

উত্তর:- ২৩ জানুয়ারী,২০১১।

প্রশ্ন:-কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?

উত্তর:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন:-সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?

উত্তর:- এমভি জাহান মনি।

প্রশ্ন:-দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ?

উত্তর:- স্বন্দ্বীপ,চট্টগ্রাম।

প্রশ্ন:-সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ?

উত্তর:- আম।

প্রশ্ন:-জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?

উত্তর:- বাংলাদেশ।

প্রশ্ন:-দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ?

উত্তর:- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।

প্রশ্ন:-সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি ?

উত্তর:- সংসদ বাংলাদেশ টেলিভিশন।

প্রশ্ন:-সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি ??

উত্তর:- নিপা।

প্রশ্ন:-বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?

উত্তর ;- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রশ্ন:-বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ?

উত্তর:- ভাটিয়ারি,চট্টগ্রাম।

প্রশ্ন:-বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ?

উত্তর:- পতেঙ্গা,চট্টগ্রাম।

প্রশ্ন:-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ?

উত্তর:- যশোর।

প্রশ্ন:-বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ?

উত্তর:- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮ কি.মি.)

প্রশ্ন:-বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী করেন।

উত্তর:- শিল্পী মহসেন ফুলাদি (ইরান)

প্রশ্ন:-২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন রা হয় ?

উত্তর :- ব্রেন্ডা জেনসন (ইউ এস এ) (১ম- টিমোথি হিয়েডলার )

প্রশ্ন:-ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?

উত্তর:- কাজাখস্তান (২য় কানাডা)

প্রশ্ন:-বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি ?

উত্তর:- হারমনি এক্সপ্রেস (চীন)

প্রশ্ন:-বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ?

উত্তর:- তিহান-১

প্রশ্ন:-বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?

উত্তর:- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন:-সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর ;- বিজ স্টোন।

প্রশ্ন:-“উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া)

প্রশ্ন:-বিশ্বের প্রথম কৃত্তিম কিডনি আবিস্কারক কে ?

উত্তর:- ড.শুভ রায় (বাংলাদেশ)

প্রশ্ন:-বিশ্বের সর্বোচ্চ ভবন “দা প্রিন্সেস টাওয়ার” কোথায় নির্মিত হচ্ছে ?

উত্তর:- দুবাই (সংযুক্ত আরব আমিরাত)

প্রশ্ন:-১জানুয়ারী ২০১১ কোন দেশ ইউরো মুদ্রা চালু করে ?

উত্তর:- এস্তোনিয়া।

প্রশ্ন ;- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে ?

উত্তর ;-১৭টি দেশে।

প্রশ্ন:-জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কোনটি ?

উত্তর :- কায়রো,মিশর।

প্রশ্ন:-২০১০সালে বিশ্বের শীর্ষ মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ?

উত্তর:- টয়োটা(জাপন)

প্রশ্ন:-১মার্চ ২০১১ সার্কের দশম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে ?

উত্তর:- ফাতিহা দইয়ানা সাঈদ(মালদ্বীপ)

প্রশ্ন:-বিমসটেকের স্হায়ী সচিবালায় বা সদর দপ্তর কোফায় হচ্ছে ?

No comments:

Post a Comment

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা

 বিসমিল্লাহর রাহমানির রাহিম ঈদ বয়ে আনুক সবার জীনবে সুখ শান্তি ও কল্যাণের বার্তা ঈদের দিনের মতো সুন্দর হোক প্রতিটি দিন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক...