06 February, 2019

বাংলা ও বাংলা সাহিত্য


 বাংলা
 বাংলা ভাষার মধ্যযুগের বিস্তৃতিকাল কত?
৬৫০-১২০০ খ্রি১২০১-১৮০০ খ্রি.
১৫০১-১৬০০ খ্রি১২০১-১৫০০ খ্রি.
 বাংলা সাহিত্যে 'সাহিত্য বিশারদকার উপাধি?
আব্দুল করিম মুহাম্মদ শহীদুল্লাহ
মোতাহার হোসেন চৌধুরী আবুল ফজল
 'লাইলী মজনুকাব্যের অনুবাদক হলেন_
কৃত্তিবাস ওঝা
সৈয়দ সুলতান
দৌলত উজির বাহরাম খান
আলাওল
 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি দেওয়া হয় কত সালে?
১৯৩২ ১৯৩৬
১৯৪০ ১৯৪৪
 জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
. রাখালী সোজন বাদিয়ার ঘাট
ধানক্ষেত নকশী কাঁথার মাঠ
 বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম কী?
সংবাদ প্রভাকর দিগদর্শন
সমকাল বঙ্গদর্শন
 বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পকার কে?
শাহেদ আলী . রবীন্দ্রনাথ ঠাকুর
আবুল মনসুর আহমদ শওকত ওসমান
 'প্রাগৈতিহাসিকগল্পের রচয়িতা কে?
মানিক বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
আবু জাফর শামসুদ্দিন
শওকত ওসমান
 'কল্লোলপত্রিকার প্রথম প্রকাশকাল হলো_
১৯৩১ সাল ১৮৪৩ সাল
১৯১৪ সাল ১৯২৩ সাল
১০ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি?
বাউণ্ডুলের আত্মকাহিনী মুক্তি
পদ্ম গোখরো বিদ্রোহী
১১ 'সঞ্চয়িতাকোন কবির কাব্য সংকলন?
. রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত
কাজী নজরুল ইসলাম জসীমউদ্দীন
১২ 'বাংলা ভাষার ইতিবৃত্তগ্রন্থটি রচনা করেন_
সুনীতি কুমার চট্টোপাধ্যায়
. মুহম্মদ শহীদুল্লাহ
প্রমথ চৌধুরী
মাহবুবুল হক
১৩ বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা হতে?
সংস্কৃত পালি
প্রাকৃত অপভ্রংশ
১৪ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন_
. মধুসূদন দত্ত নবীনচন্দ্র সেন
কায়কোবাদ রবীন্দ্রনাথ ঠাকুর
১৫ বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে?
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
কায়কোবাদ
মীর মশাররফ হোসেন
১৬ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
মহাভারত মহাশশ্মান
মেঘনাদবদ অশ্রুমালা
১৭ মাইকেল মধুসূদনের জন্ম কবে?
১৮২২ ১৮২৪
১৮২৯ ১৮৩২
১৮ 'বিদ্রোহীকবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
অগি্নবীণা বিষের বাঁশী
দোলনচাঁপা বাঁধনহারা
১৯ 'বঙ্গদর্শনপত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
মোহিতলাল মজুমদার
. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মীর মশাররফ হোসেন
২০ রিকশা>রিশকা এটি কিসের উদাহরণ?
ব্যঞ্জন বিকৃতি বিষমী ভবন
. ধ্বনি বিপর্যয় ব্যঞ্জনচ্যুতি
২১ বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
. বাক্যতত্ত্বে রূপতত্ত্বে
অর্থতত্ত্বে ধ্বনিতত্ত্বে
২২ 'ব্যাঙের সর্দি'_ অর্থ কী?
রোগ বিশেষ সম্ভাব্য ঘটনা
অসম্ভব ঘটনা প্রতারণা
২৩ শব্দ  ধাতুর মূলকে বলে_
. প্রকৃতি ধাতু
বিভক্তি কারক
২৪ কোনটি সূর্যের প্রতিশব্দ নয়?
আদিত্য দিবাকর
তপন সুধাকর
২৫ বাক্যের মৌলিক উপাদান কোনটি?
শব্দ ধ্বনি
বর্ণ ভাষা

         ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫

*******************************************
বাংলা সাহিত্য 
গীতিকবি, গীতিকাব্য, নাটক,প্রহসন
  1. বাংলাসাহিত্যেরপ্রধান প্রধান সাহিত্য ধারা কি কি?
উঃ গীতিকবিতামহাকাব্যউপন্যাসগল্পনাটকপ্রহসনপ্রবন্ধঅভিসন্দর্ভসমালোচনাপত্র সাহিত্যজীবনী সাহিত্য ইত্যাদি
  1. মধ্যযুগেরঅন্যতমসাহিত্য ধারা কি কি ?
উঃ বৈঞ্চব পদাবলীজীবনী সাহিত্যমঙ্গল কাব্যকবিগানপুঁথি সাহিত্যঅনুবাদ সাহিত্যমর্সিয়া সাহিত্য ইত্যাদি
  1. আধুনিকযুগেরসাহিত্য ধারা কি কি ?
উঃ মহাকাব্যগীতিকাব্যউপন্যাস,নাটকছোটগল্পপ্রহসন,প্রবন্ধনিবন্ধঅভিসন্দর্ভসমালোচনাআত্মজীবনীমূলক সাহিত্যপত্র সাহিত্যগীতিনাট্য ইত্যাদি
  1. চর্যাপদকোনপ্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে?
উঃ ‘বঙ্গীয় সাহিত্যে পরিষদ
  1. মধ্যযুগেবাংলাসাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করে?
উঃ পাঠান সুলতানগণ
  1. মধ্যযুগেবাংলাসাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম?
উঃ শ্রী চৈতন্যদেব
  1. কারঅনুপ্রেরণায়মহাভারতের অশ্বমেধ পর্ব অনুদিত হয়?
উঃ নাসিরউদ্দিন নসরৎ শাহের
  1. কাররাজত্বকালেবাংলার লৌকিক কাহিনী ‘মনসামঙ্গল’ রচিত হয়?
উঃ হুসেন শাহের
  1. চৈতন্যভাগবত’ কার সময় রচিত হয়?
উঃ গিয়াসুদ্দীন মাহমুদ শাহের
  1. কারপৃষ্ঠপোষকতায়কৃত্তিবাস রামায়ণের অনুবাদ করেন?
উঃ জালালুদ্দিন মুহম্মদ শাহের
  1. কবিবিদ্যাপতি শেখ কবির কার আদেশে বৈঞ্চবপদ কাব্য রচনা করেন?
উঃ নাসির উদ্দিন নসরৎ শাহের
  1. কবিবিজয়গুপ্তকার আদেশে ‘মনসামঙ্গল’ কাব্য রচনা করেন?
উঃ আলাউদ্দিন হুসেন শাহের
  1. বাংলাসাহিত্যেরপৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
উঃ আলাউদ্দিন হুসেন শাহ
  1. গিয়াসউদ্দিনআজমশাহের পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর কোন কাব্যটি রচনা করেন?
উঃ ইউসূফজুলেখা
  1. নসীয়তনামাকাব্য কার পৃষ্ঠপোষকতায় রচিত?
উঃ শ্রীসুধর্মের
  1. কারআদেশেসয়ফুল-মূলক রচিত হয়?
উঃ সৈয়দ মুসার আদেশে
  1. কারআদেশেআলাওল ‘সতীময়না’ কাব্য রচনা করেন?
উঃ ‘লস্কর উজীর’ আশরাফ খানের
  1. কবিজৈনুদ্দিনকার সভাকবি ছিলেন?
উঃ গৌড়ের সুলতান ইউসুফ শাহেব
  1. রসুলবিজয়কাব্য কার অনুপ্রেরণায় রচিত হয়?
উঃ শামসুদ্দীন ইউসূফ শাহের
  1. মহাবংশাবলী’ নামক সামাজিক ইতিহাস গ্রন্থের পৃষ্ঠপোষক কে?
উঃ সুলতান জালালউদ্দিন ফতেহ--শাহ
  1. বাংলায়সর্বপ্রথমবিদ্যাসাগর কাহিনী’ কার আমলে রচিত হয়?
উঃ হুসেন শাহের আমলে
  1. কারপৃষ্ঠপোষকতায়ভারতচন্দ্র ‘বিদ্যাসুন্দর’ রচনা করেন?
উঃ রাজা কৃষ্ণ চন্দ্র্রের
  1. কোনকবিগিয়াস উদ্দীন আযম শাহের রাজা কর্মচারী ছিলেন?
উঃ শাহ মুহম্মদ সগীর
  1. কবিমালাধরবসুর পৃষ্ঠপোষক কে ছিলেন?
উঃ শামসউদ্দিন ইউসুফ শাহ
  1. রাজালক্ষনসেনের সভাকবি কে ছিলেন?
উঃ ভারতচন্দ্র 
  1. হোসেনশাহেরপৃষ্ঠপোষকতায় কে কাব্য চর্চা করেন?
উঃ রূপ গোস্বামী
  1. কবীন্দ্রপরমেশ্বরকার আদেশে বাংলায় মহাভারত রচনা করেন?
উঃ পরাগল খানের
  1. ছুটিখানেরসভাকবি কে ছিলেন?
উঃ শ্রীকর নন্দী
  1. আলাওলপদ্মাবতীরচনা করেন?
উঃ মাগন ঠাকুরের অনুরোধে
  1. কবিহাফিজকেবাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
উঃ গিয়াসউদ্দিন আজম শাহ
---------------------------------------------
  1. বাংলাসাহিত্যেরশেকড় সন্ধানী সাহিত্য কি?
উঃ লোকসাহিত্য
  1. লোকসাহিত্যেরপ্রাচীনতম সৃস্টি কি?
উঃ ছড়া  ধাঁ ধাঁ 
  1. মহুয়াপালা’ কোন কাহিনী নিয়ে রচিত?
উঃ বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুয়ার সাথে বামনকান্দার জমিদার ব্রাহ্মন যুবক নদের চাঁদের প্রনয় কাহিনী
  1. মৈয়মনসিংহগীতিকারঅর্ন্তগত উল্লেখযোগ্য গীতিকাগুলো কি কি ?
উঃ মহুয়াচন্দ্রাবতীকাজল রেখাদেওয়ানা মদিনা প্রভৃতি
  1. 35. ‘দেওয়ানামদিনাপালাটির রচয়িতা কে?
উঃ মনসুর বয়াতি
  1. বাংলাদেশথেকেসংগৃহিত লোক গীতিকা কয়ভাগে বিভক্ত?
উঃ  ভাগে নাথ-গীতিকামৈয়মনসিংহ গীতিকা  পূর্ববঙ্গ গীতিকা
  1. মৈয়মনসিংহগীতিকাবিশ্বের কয়টি ভাষায় অনুদিত হয়েছে?
উঃ ২৩ টি
  1. মৈয়মনসিংহগীতিকাররচয়িতা কে?
উঃ দীনেশ চন্দ্র সেন
  1. মৈয়সনসিংহগীতিকাকত সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৯২৩ সালে
  1. পদবাপদাবলী বলতে কি বুঝায়?
উঃ পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
---------------------------
  1. বৈষ্ণবসাহিত্যকি?
উঃ বৈঞ্চব মতকে কেন্দ্র করে রচিত সাহিত্যকে
  1. বৈষ্ণবপদাবলীসাহিত্যর সূচনা ঘটে কবে?
উঃ চর্তুদশ শতকে
  1. বৈষ্ণবপদাবলীসাহিত্যের বিকাশ কাল কখন?
উঃ ষোড়শ শতকে
  1. শাক্তপদাবলীকোন শতকের সাহিত্য ছিল?
উঃ আঠারো শতক
  1. বৈষ্ণবপদাবলীসাহিত্যের আদি কবি কে কে?
উঃ বিদ্যাপতি  চন্ডীদাশ
  1. বৈষ্ণবপদাবলীসাহিত্যের চতুষ্টয় কে কে?
উঃ বিদ্যাপতিচন্ডীদাসজ্ঞানদাস  গোবিন্দ দাস
  1. বিদ্যাপতিচন্ডীদাশ কোন শতকের কবি?
উঃ চর্তুদশ শতক
  1. জ্ঞানদাসগোবিন্দ দাস কোন শতকের কবি?
উঃ ষোড়শ শতক
  1. বিদ্যাপতিকোনভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন?
উঃ ব্রজবুলী ভাষায়
  1. বৈষ্ণবপদাবালীসাহিত্যের উল্লেখ্যযোগ্য কবি কে কে?
উঃ বিদ্যাপতিচন্ডী দাসজ্ঞানদাসগোবিন্দ দাসযশোরাজ খানচাঁদকাজীরামচন্দ বসুবলরাম দাসনরহরি দাসবৃন্দাবন দাসবংশীবদনবাসুদেবঅনন্ত দাসলোচন দাসশেখ কবিরসৈয়দ সুলতানহরহরি সরকারফতেহ পরমানন্দঘনশ্যাম দাশগয়াস খানআলাওলদীন চন্ডীদাসচন্দ্রশেখরহরিদাসশিবরামকরম আলীপীর মুহম্মদহীরামনিভবানন্দ প্রমুখ
  1. বৈষ্ণবপদাবলীসাহিত্যের উল্লেখযোগ্য মুসলিম কবি কে কে?
উঃ আলাওলসৈয়দ সুলতানআকবরফয়জুল্লাহ্আফজলসালেহ বেগনাসির মাহমুদসৈয়দ আইনুদ্দীনগয়াস খানফাজিলনাসির মহম্মদআলীরজাকরম আলী
  1. বৈষ্ণবপদাবলীরপ্রধান অবলম্বন কি কি?
উঃ রাধাকৃষ্ণের প্রেমলীলা
  1. অধিকাংশবৈষ্ণবপদাবলী কোন ভাষায় রচিত হয়েছে?
উঃ ব্রজবূলী ভাষায়
  1. শাক্তপদাবলীরউল্লেখ্যযোগ্য কবি কে কে?
উঃ রামপ্রসাদ সেনরাজা কৃষ্ণচন্দ্রআলীরজাকমলাকান্তনন্দকুমার প্রমুখ
---------------------------------------------
  1. মঙ্গলকাব্যের উপজীব্য কি ?
উঃ ধর্মবিষয়ক আখ্যান দেবদেবীর গুনগান মঙ্গলকাব্যর উপজীব্য স্ত্রী দেবীদের প্রধান্য এবং মনসা  চন্ডীই এদের মধ্যে গুরুত্বপূর্ণ
  1. মঙ্গলকাব্যপ্রধানতকত প্রকার  কি কি?
উঃ মঙ্গল কাব্য প্রধানতঃ দুপ্রকার যথা- (পৌরাণিক মঙ্গলকাব্য  (লৌকিক মঙ্গলকাব্য
  1. উল্লেখ্যযোগ্যপৌরাণিকমঙ্গলকাব্য কি কি?
উঃ অন্নদামঙ্গলকমলামঙ্গলদূর্গামঙ্গল
  1. উল্লেখযোগ্যলৌকিকমঙ্গলকাব্য কি কি?
উঃ মনসা মঙ্গলচন্ডীমঙ্গলকালিমঙ্গলগৌরীমঙ্গল (বিদ্যাসুন্দরী), সারদামঙ্গল প্রভৃতি
  1. সর্বাপেক্ষাপ্রাচীনতমমঙ্গলকাব্য ধারা কোনটি?
উঃ মনসামঙ্গল
  1. সর্বাপেক্ষাজনপ্রিয়মনসামঙ্গল কাহিনী কোনটি?
উঃ চাঁদ সাগরের বিদ্রোহ  বেহুলার সতীত্ব কাহিনী
  1. মনসামঙ্গলকাব্যকোন দেবীর কাহিনী নিয়ে রচিত?
উঃ দেবী মনসা কাহিনী
  1. মনসামঙ্গলেরউল্লেখযোগ্যচরিত্র কি?
উঃ মনসাদেবীচাঁদ সুন্দরবেহুলালক্ষ্মীন্দর
  1. মনসামঙ্গলেরআদিকবি কে?
উঃ কানা হরিদত্ত
  1. কোনরাজারসময় মনসা মঙ্গল কাব্য রচিত হয়?
উঃ সুলতান হুসেন শাহের সময়ে
  1. মনসামঙ্গলেরঅন্যতমকবি নারায়ন দেবের জন্মস্থান কোথায়?
উঃ বর্তমান কিশোরগঞ্জ জেলায়
  1. কবিনারায়নদেবের কাব্যের নাম কি?
উঃ পদ্মপুরাণ
  1. মনসামঙ্গলেরঅন্যতমকবি বিজয় গুপ্তের জন্ম স্থান কোথায়?
উঃ বরিশাল জেলার বর্তমান গৈলা গ্রামে এবং প্রাচীন নাম ফুলশ্রী
68.‘মনসা বিজয়’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ বিপ্রদাস পিপিলাই১৪৯৫ সালে প্রকাশিত হয়
  1. মনসামঙ্গলেরসুকণ্ঠগায়ক হিসেবে কোন কবির বিশেষ খ্যাতি ছিল?
উঃ দ্বিজ বংশীদাস
  1. দ্বিজবংশীদাসকোথায় জন্মগ্রহন করেন?
উঃ কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে
  1. মনসামঙ্গলেরঅন্যতমশ্রেষ্ঠ কবি ক্ষেমানন্দের উপাধি কি ছিল?
উঃ কেতকা দাস
  1. চন্ডীমঙ্গলকাব্যেরআদি কবির নাম কি?
উঃ মানিক দত্ত
  1. কোনশতকেচন্ডীমঙ্গল কাব্যর সর্বাধিক প্রসার ঘটে?
উঃ ষোড়শ শতকে
  1. চন্ডীমঙ্গলকাব্যররচনাকাল কত সময় পর্যন্ত বি¯তৃত?
উঃ ষোড়শ থেকে আঠার শতক পর্যন্ত
  1. চন্ডীমঙ্গলকাব্যধারার সর্বশ্রেষ্ট কবি কে?
উঃ কবি কবিকঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী
  1. কবিমুকুন্দরাম কোথায় জন্মগ্রহন করেন?
উঃ বর্ধমান জেলার দামুন্যা গ্রামে
  1. কবিমুকুন্দরাম কার সভাসদ ছিলেন?
উঃ মেদিনীপুর জেলার অড়বা গ্রামের জমিদার রঘুনাথের
  1. মুকুন্দরামকেকে কেন ‘কবিকঙ্কন’ উপাধি দেন ?
উঃ জমিদার রঘুনাথ শ্রী শ্রী চন্ডীমঙ্গল কাব্য রচনার জন্য
  1. মুকুন্দরামেরচন্ডীমঙ্গল কাব্যর অন্যান্য নাম কি কি?
উঃ অভয়ামঙ্গলঅধিকামঙ্গলগৌরিমঙ্গলচন্ডীমঙ্গলপ্রভৃতি
  1. চন্ডীমঙ্গলেরউল্লেখ্যযোগ্যকবির নাম কি?
উঃ দ্বিজ রামদেবমুক্তারাম সেনহরিরামভবানীশঙ্কর দাসঅকিঞ্চন চক্রবর্তী প্রমুখ
  1. ধর্মমঙ্গলকাব্যেরকাহিনী কয়টি এবং কি কি?
উঃ দুটি যথাঃ (রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং (লাউসেনের কাহিনী
  1. ধর্মমঙ্গলকাব্যেরআদি কবি কে?
উঃ ময়ূর ভট্ট
  1. হাকন্দপুরানকার রচিত কাব্য গ্রন্থ?
উঃ ময়ূর ভট্ট
  1. শ্যামপন্ডিতকে ছিলেন?
উঃ ধর্মমঙ্গলের অন্যতম কবি
  1. নিরঞ্জনমঙ্গলকার কাব্য গ্রন্থের নাম?
উঃ শ্যাম পন্ডিত
  1. সাবারিদখান রচিত মঙ্গল কাব্যর নাম কি?
উঃ বিদ্যাসুন্দর
  1. কবিরঞ্জনকোন কবির উপাধি?
উঃ রাম প্রসাদ সেন
  1. রামপ্রসাদসেনকে কে ‘কবিরঞ্জন’ উপাধি প্রদান করেন?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
  1. রামপ্রসাদসেনের কাব্য গ্রন্থের নাম কি?
উঃ কবিরঞ্জন
  1. অষ্টাদশশতকবা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হিসেবে কোন কবি সুপরিচিত?
উঃ ভারতচন্দ্র রায় গুনাকর
  1. অন্নদামঙ্গলকাব্যগ্রন্থেররচয়িতা কে?
উঃ ভারত চন্দ্র
  1. ভারতচন্দ্রকেকে ‘রায় গুণাকর’ উপাধি প্রদান করেন?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
  1. ভারতচন্দ্রকারসভাকবি ছিলেন?
উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
  1. ভারতচন্দ্রেররায়রচিত মঙ্গল কাব্যর নাম কি?
উঃ অন্নদামঙ্গল কাব্য
  1. ভারতচন্দ্ররায়গুণাকরের জন্মস্থান কোথায়?
উঃ হাওড়া জেলার পেঁড়ো (পান্তুয়াগ্রামে
  1. কোনকবিরজীবানাবসানের মাধ্যমে মধ্যযুগের অবসান হয়েছে?
উঃ কবি ভারত চন্দ্র রায় গুনাকর
 -----------------------
  1. মর্সিয়াসাহিত্যকি ?
উঃ এক ধরনের শোককাব্য
  1. মর্সিয়াকথাটিএসেছে কোন ভাষা থেকে ? এর অর্থ কি ?
উঃ আরবী ভাষা থেকেএর অর্থ শোক প্রকাশ করা
  1. কোনমতবাদপ্রসারের ফলে মর্সিয়া সাহিত্য সৃষ্টির অনুকুল হয়েছে ?
উঃ শিয়া মতবাদ
  1. কাশিমেরলড়াই’ মার্সিয়া কাব্যের রচয়িতা কে?
উঃ অষ্টাদশ শতকের কবি শেরবাজ
  1. বাংলাসাহিত্যেমর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি কে এবং তাঁর কাব্যের নাম কি?
উঃ শেখ ফয়জুল্লাহ, ‘জয়নবের চৌতিশা
  1. মর্সিয়াসাহিত্যধারার অন্যতম হিন্দু কবি কে এবং তাঁর কাব্যের নাম কি?
উঃ রাঁধাচরণ গোপ, ‘ইমামগণের কেচ্ছা’  ‘আফৎনামা
--------------------------------------------
  1. মধ্যযুগেবাংলাসাহিত্যে মুসলিম কবিগণের সর্বাপেক্ষা উল্লেখ্যযোগ্য অবদান কি?
উঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান
  1. মধ্যযুগেফারসিভাষা থেকে অনুদিত প্রণয়োপাখ্যানগুলো কি কি?
উঃ ইউসুফ-জুলেখালাইলী-মজনুগুলে বকাওয়ালীসয়-ফুলমুলুক বদিউজ্জামালসপ্তপয়কর ইত্যাদি
  1. মধ্যযুগেহিন্দীভাষা থেকে অনুদিত প্রণয়োপাখ্যানগুলো কি কি?
উঃ পদ্মাবতীসতী ময়না লোরচন্দ্রনীমধুমালতী
মৃগাবতী ইত্যাদি
  1. গুলেবকাওয়ালী’ কে রচনা করেন?
উঃ নওয়াজিশ আলী খান
  1. গুলেবকাওয়ালী’ অন্য কোন কবি রচনা করেন?
উঃ মুহাম্মদ মুকিম
  1. সয়ফুলমুলুকবদিউজ্জামালকাব্যের কাহিনী কি?
উঃ আরবিয় উপন্যাস বা আলেফ লায়লা
  1. সয়ফুলমুলুকবদিউজ্জামাল’ কে রচনা করেন?
উঃ আলাওল
  1. সয়ফুলমুলুকবদিউজ্জামাল’ অন্য কোন কোন কবি রচনা করেন?
উঃ দেনা গাজী চৌধুরীইব্রাহিম  মালে মোহম্মদ
  1. সপ্তপয়করকেরচনা করেন?
উঃ আলাওল
  1. সপ্তপয়করকোনকবির রচনার ভাবানুবাদ?
উঃ পারস্যর কবি নিজামী গঞ্জভীর সপ্তপয়কর কাব্যের
  1. লাইলীমজনুকে রচনা করেন?
উঃ বহরাম খান
  1. ইউসুফ-জুলেখাকেরচনা করেন?
উঃ শাহ মুহম্মদ সগীর
  1. ইউসুফ-জুলেখাঅন্য কোন কোন কবি রচনা করেন?
উঃ আব্দুল হাকিমগরীবুল্লাহগোলাম সাফাতউল্লাহসাদেক আলী  ফকির মুহাম্মদ
---------------------------------------------
  1. 116. নাথসাহিত্য কি?
উঃ বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্য
  1. নাথসাহিত্যেরউল্লেখ্যযোগ্য কবি কে কে?
উঃ শেখ ফয়জুল্লাহভীমসেন রায়  শ্যামাদাস সেন
  1. গোরক্ষবিজয় রচিয়তা কে?
উঃ শেখ ফয়জুল্লাহ
  1. শেখফয়জুল্লাহগোবক্ষ বিজয় মুখে শুনে পুস্তকাকারে লিপিবদ্ধ করেন?
উঃ ‘ভারত পাঁচাল’ রচয়িতা কবিন্দ্রের মুখে
  1. ময়নামতিবাগোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম কে সংগ্রহ করেন?
উঃ জর্জ গিয়ার্সন ১৮৭৮ সালে রংপুর থেকে
  1. ময়নামতিগোপীচন্দ্রেরগান কাব্যের উল্লেখযোগ্য রচিয়তা কে কে?
উঃ দুর্লভ মল্লিকভবানীদাস  শুকুর আহমেদ
  1. গোরক্ষবিজয়এর উপজীব্য বিষয় কি?
উঃ নাথ বিশ্বাস জাত যুগের মহিমা এবং নারী ব্যভিচারপ্রধান সমাজচিত্রের বর্ণনা
  1. শেখফয়জুল্লাহরচিত গ্রন্থের সংখ্যা কয়টি  কি কি?
উঃ ৫টি যথা- (গোরক্ষ বিজয় বা গোর্খ বিজয় (গাজী বিজয় (সত্যপরী (জয়নালের চৌতিশা (রাসানাম
  1. মীনচেতন’’কে রচনা করেছেন ?
উঃ শ্যামাদাস সেন
  1. মীনচেতন’’কে সম্পাদনা করেছেন ?
উঃ ডঃ নলীনিকান্ত ভট্টশালী
 --------------------------
  1. আরাকানরাজসভায়বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম কি কি?
উঃ দৌলত কাজীআলাওলকোরেশী মাগন ঠাকুরমরদনআব্দুল করিম খোন্দকর
  1. আরাকানকেবাংলাসাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে ?
উঃ রোসাং বা রোসাঙ্গ নামে
  1. কবিআলাওলকোথায় জন্মগ্রহন করেন ?
উঃ ফতেহাবাদের জালালপুরে
  1. মাগনঠাকুরকে ছিলেন?
উঃ রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী
  1. নসীহতনামা” কোন জাতীয় গ্রন্থ ? কে রচনা করেছেন ?
উঃ মরদন রচিত কাব্যগ্রন্থ
  1. কারআদেশেদৌলত কাজী ‘সতি ময়না  লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন?
উঃ শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির আশরাফ খানের
  1. সতিময়না  লোরচন্দ্রানী’ কোন শতকের কাব্য?
উঃ সপ্তদশ শতাব্দী
  1. সতীময়না লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত?
উঃ হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত
  1. পদ্মাবতী’’ কে রচনা করেন ?
উঃ মহাকবি আলাওল
  1. পদ্মাবতী’’ কোন জাতীয় রচনা?
উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান
  1. কোনঐতিহাসিককাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী
  1. আলাওলেরঅন্যান্যরচনার নাম করুন
উঃ তোহফাসেকান্দারনামাসঙ্গীতন শাস্ত্র (রাগতাল নামা), বাংলা  ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ রূপকে রচিত পদাবলী ইত্যাদি
 --------------------------
  1. কবিগানেরউৎপত্তি বিকাশ কোন শতক 
পর্যন্ত ?
উঃ ১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর প্রথমার্ধে
  1. কবিগানেরউল্লেখ্যযোগ্যকবিওয়ালের নাম কি কি?
উঃ গোঁজলাই গুইভরানী বেনেহরু ঠাকুরকেষ্টা মুচিভোলা ময়রাএন্টনী ফিরিঙ্গিনিতাই বৈরাগী প্রমুখ
  1. কবিগানেরআদিগুরুহিসেবে পরিচিত কে ?
উঃ গোঁজলা গুঁই
  1. গোঁজলাগুইএর উল্লেখযোগ্য শিষ্য কে কে ?
উঃ লালু নন্দলালরঘুনন্দরামজীবন দাস প্রমুখ
  1. বাংলাটম্পাগানেরজনক কে ছিলেন?
উঃ নিধু বাবু
  1. নানাদেশের নানান ভাষাবিনে স্বদেশী ভাষা পুরে কি আশা এটির রচয়িতা কে?
উঃ নিধু বাবু
  1. টম্পাগানথেকে আধুনিক বাংলা সাহিত্যের কোন ধারার সুত্রপাত?
উঃ বাংলা গীতিকবিতা
  1. কবিওয়ালাদেরমধ্যেসবচেয়ে খ্যাতি কে অর্জন করেছিল?
উঃ ভবানী বেনে
  1. কবিগানেরকয়টিবিভাগ কি কি?
উঃ ৪টি বন্দনাসখী সংবাদবিরহ  খেউর
  1. হরুঠাকুরেরপ্রকৃত নাম কি?
উঃ হরেকৃষ্ণ দিঘাড়ী
  1. কবিয়ালকেষ্টমুচির প্রকৃত নাম কি?
উঃ কৃষ্ণচন্দ্র চর্মকার
  1. কবিগানেরবিশেষগৌরবের যুগ কত সাল পর্যন্ত বি¯তৃত ছিল?
উঃ ১৭৩০-১৮৩০ সাল পর্যন্ত
  1. কবিওয়ালাদেরমধ্যেসবচেয়ে আধুনিক মানসিকতা লালন করতেন কে?
উঃ রাম বসু
  1. কবিওয়ালদেরমধ্যেপর্তুগীজ খ্রিষ্টান কে ছিলেন?
উঃ এন্টনি ফিরিঙ্গি
 --------------------------
  1. শায়েরকারা?
উঃ পুঁথি সাহিত্যের রচয়িতার শায়ের বলা হয়
  1. পুঁথিসাহিত্যেরপ্রথম সার্থক কবির রচয়িতা কে?
উঃ ফকির গরীবুল্লাহ
  1. উল্লেখযোগ্যশায়েরেরনাম কি?
উঃ ফকির গরীবুল্লাহসৈয়দ হামজামালে মুহম্মদআয়েজুদ্দিনমুহম্মদ মুনশীদানেশ প্রমুখ
  1. পুঁিথসাহিত্যেকোন কোন ভাষার সংমিশ্রন ঘটেছে?
উঃ আরবীফার্সিবাংলাহিন্দিতুর্কি  প্রভৃতি
  1. কালুগাজীচন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য?
উঃ পুঁতি সাহিত্য
  1. পুঁথিসাহিত্যেরপ্রথম সার্থক  জনপ্রিয় কবি কে ছিলেন?
উঃ ফকির আবদুল্লাহ
  1. ফকিরআবদুল্লাহরশ্রেষ্ঠ কবি প্রতিভা কোন গ্রন্থে বিধৃত?
উঃ ইউসুফজুলেখা
  1. প্রনোয়োপখ্যানজাতীয়উল্লেখযোগ্য পুথি সাহিত্য কি কি ?
উঃ ইউসুফজুলেখাসয়ফুলমূলকবদিউজ্জমানলায়লী-মজনুগুলে-বকাওলী
  1. যুদ্ধসম্পর্র্কিতউল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কি কি ?
উঃ জঙ্গনামাআমীর হামজাসোনাভানকারবালার যুদ্ধ ইত্যাদি
  1. পীরপাঁচালীবিষয়ক উল্লেখযোগ্য পুঁথি সাহিত্য কি কি ?
উঃ গাজী-কালু চম্পাবতীসত্য পীরের পুঁথি ইত্যাদি
-------------------------- 
  1. নাটককি?
উঃ দৃশ্যকাব্য
  1. নাটকেরউৎপত্তিকোথায়?
উঃ গ্রীসে
  1. বাংলানাটকমঞ্চায়নরচনায়  অনুবাদে 
কোনবিদেশীর নাম প্রথমে আসে?
উঃ হেরাসিম লেবেডফ
  1. দিডিসগাইজ’ নাটকের বাংলা আনুবাদক কে?
উঃ হেরাসিম লেবেডফ
166.ট্রাজেডিকমেডি  ফার্সের মূল পার্থক্য
কোথায়?
উঃ জীবনানুভূতির গভীরতায়
  1. নাটকপ্রহসনের মূল পার্থক্য কোথায়?
উঃ ব্যঙ্গ বিদ্রুপ
 --------------------------
                            রচিয়তা                                  
মাইকেল মধুসুদন দত্ত-মেঘনাথ বধ কাব্য (১৮৬১)
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যয়-বৃত্রসংহার (১৮৭৫)
নবীনচন্দ্র সেন-রৈবতক(১৮৭৫), করুক্ষেত্র (১৮৯৩), প্রভাস (১৮৯৬)
কায়কোবাদ-মহাশ্মাশান(১৯০৪)
ইসমাইল হোসেন সিরাজী-স্পেন বিজয় কাব্য(১৯১৪)
---------------------------
গীতিকবি /গীতিকাব্যের নাম/প্রকাশ-রচনাকাল
বিহারীলাল চক্রবর্তী - প্রেম প্রবাহিনী (১৮৭০), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গ সন্দর্শন (১৮৭০), সারদা মঙ্গল (১৮৭৯)
সুরেন্দ্রনাথ মজুমদার - মহিলাকাব্য (১৮৮০), সবিতা সুদর্শন (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২)
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর - স্বপ্নপয়ন (১৮৭৩)
স্বর্ণকুমারী - গাথা (১৮৮০), কবিতা  গান (১৮৯৫)
অক্ষয়কুমার বড়াল - প্রদীপ (১৮৮৪), এষা (১৯১৯)
কামিনী রায় - আলো  ছায়া (১৮৮৯), মাল্য  নিমার্ল্য (১৯১৩), অশোক সঙ্গীত(১৯১৪), দীপ  ধুপ (১৯২৯)
গোবিন্দ চন্দ্র দাস - প্রসূন (১২৯৪), প্রেম  ফুল (১২৯৪), কুমকুম (১২৯৮), ফুল রেণু (১৩০৩)
মোজাম্মেল হোসেন - কুসুমাঞ্জলী (১৮৮২), প্রেমহার (১৮৯৮)
রবীন্দ্রনাথ ঠাকুর - ভানুসিংহের পদাবলী
দ্বিজেন্দ্রলাল রায় - আর্যগাথা (১৮৮২), আষাঢ়ে (১৮৯৯), ত্রিবেনী (১৯১২)
রজনীকান্ত সেন - বাণী (১৯০২), কল্যাণী (১৯০৫), অমৃত (১৯১০), আনন্দময়ী (১৯১০)
সৈয়দ এমদাদ আলী - ডালি (১৯১২), হাজেরা (১৯১২)
অক্ষয়কুমার বড়াল - প্রদীপ, (১৮৮৪), এষা (১৯১৯)
কায়কোবাদ - অশ্রুমালা (১৮৯৫)
-------------------------- 
রচিয়তা - প্রহসনের নাম
অমৃতলাল বসু (১৮৫৩-১৯২৯)
বিবাহ বিভ্রাটসম্মতি সঙ্কটকালা পানিবাবুএকাকারবৌমাগ্রাম্য বিভ্রাটবাহবা বাতিকখাস দখলচোরের উপর বাটপাড়িডিসমিসচাটুয্যে  বাড়য্যেতাজ্জব ব্যাপারকৃপনের ধন
গিরিশ চন্দ্র ঘোষ (১৮৪৪-১৯১২)
সপ্তমীতে বিসর্জনবেল্লিক বাজারবড়দিনের বকশিসসভ্যতার পান্ডা
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (১৮৪৯-১৯২৫)
কিঞ্চিৎ জলযোগ, (১৮৭২), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), হিতে বিপরীত (১৮৮৬), দায়ে পড়ে দারগ্রহ
রামনারায়ন তর্করত
যেমন কর্ম তেমন ফল (১৯৭৯ বঙ্গাব্দ), উভয় সঙ্কট (১৯৬৯), চক্ষুদান (১৯৬৯)
মাইকেল মধুসুধন দত্ত ( ১৮২৪-১৮৭৪)
একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রো (১৮৬০)
মীর মোশারফ হোসেন১৮৪৭-১৯১২)
এর উপায় কি১৮৭৫), ভাইভাই এই তো চাই (১৮৯৯), ফাঁস কাগজএকি (১৮৯৯)
রবীন্দ্রনাথ ঠাকুর ( ১৮৬১-১৯৪১)
বৈকণ্ঠের খাতা (১৮৯৭), ব্যঙ্গ কৌতুক (১৯০৭), হাস্য কৌতুক ( ১৯০৭), চিরকুমার সভা (১৯২৬), শেষ রক্ষা ( ১৯২৮)
দীনবন্ধু মিত্র১৮৩০-১৮৭৩)
সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়ো ( ১৮৬৬), জামাই বারিক ( ১৮৭২)
দ্বিজেন্দ্রলাল রায়
কল্কি অবতার (১৮৯৫), বিরহ ( ১৮৯৭), এ্যহস্পর্শ (১৯০০), প্রায়শ্চিত্ত ( ১৯০২)

************************************************************
বাংলা সাহিত্যের ইতিহাস (History of Bengali Literature)

  1. বাংলাসাহিত্যেরইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?
উঃ তিনটি (প্রাচীন যুগমধ্যযুগ  আ ধুনিক যুগ)
  1. .মুহাম্মদশহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?
উঃ ৬৫০-১২০০ সাল পর্যন্ত
  1. মধ্যযুগেরবাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল?
উঃ ১২০১-১৮০০ সাল পর্যন্ত
  1. আধুনিকবাংলাভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে?
উঃ ১৮০১ সাল থেকে
(প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭  বাংলাদেশঃ ১৯৪৭-)
  1. বাংলাভাষারউৎপত্তি কোন শতাব্দীতে?
উঃ সপ্তম শতাব্দী
  1. বাংলাগদ্যেরব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?
উঃ আধুনিক যুগে
  1. .মুহাম্মদশহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?
উঃ পাঁচ হাজার বছর
  1. আর্যভারতীয়গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি?
উঃ বৈদিক  সংস্কৃত ভাষা
  1. বাংলাভাষারমূল উৎস কোন ভাষা?
উঃ বৈদিক ভাষা
  1. বৈদিকভাষাথেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?
উঃ প্রচীন ভারতীয় আর্যমধ্য ভারতীয় আর্য  নব্য ভারতীয় আর্য
  1. কোনভাষাবৈদিক ভাষা নামে স্বীকৃত?
উঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন
  1. কোনব্যাকরণবিদেরকাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
উঃ ব্যাকরণবিদ পানিনির হাতে
  1. সংস্কৃতভাষাকত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
উঃ খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে
  1. কোনভাষাকেপ্রাকৃত ভাষা বলে?
উঃ খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন  কথা বলত
  1. প্রাকৃতভাষাবিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?
উঃ অপভ্রংশ
  1. সুনীতকুমারচট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?
উঃ পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়
  1. .মুহাম্মদশহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
উঃ গৌড় অপভ্রংশ থেকে
  1. পানিনিরচিতগ্রন্থের নাম কি?
উঃ ব্যাকরণ অষ্টাধয়ী
  1. পানিণিকোনভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
উঃ সংস্কৃত ভাষা
  1. বাংলাভাষারমূল উৎস কোনটি?
উঃ বৈদিক
  1. বাংলাভাষারআদি সাহিত্যিক নিদর্শন কি?
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
  1. বাংলাভাষাকোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?
উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী
  1. বাংলাভাষারউদ্ভব ঘটে কোন দশকে?
উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে
  1. ভারতীয়আর্যভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?
উঃ প্রাচীন গ্রন্থ ঋগে¦দের মন্ত্রগুলোতে
  1. কোনভাষাথেকে বাংলা ভাষার উৎপত্তি?
উঃ মাগধী প্রাকৃত
  1. প্রাচীনভারতীয়আর্য ভাষার স্তর কয়টি?
উঃ তিনটি
  1. বৈদিকভাষাহতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
উঃ তিনটি
  1. বাংলাভাষাকোন গোষ্ঠীর বংশধর?
উঃ হিন্দ-ইউরোপী গোষ্ঠীর
  1. বাংলাভাষারসঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
উঃ মুন্ডা ভাষার
  1. কোনলিপিথেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?
উঃ ব্রহ্মী লিপি
  1. ভারতীয়লিপিমালারপ্রাচীনতম রূপ কয়টি  কি কি?
উঃ দুইটি খরোষ্ঠীবাহ্মী
  1. ভারতেরমৌলিকলিপি কোন লিপিকে বলা বলে?
উঃ ব্রাহ্মী লিপি
  1. ব্রাহ্মীলিপিরপূর্ববর্তী লিপি কোনটি?
উঃ খরোষ্ঠী লিপি
  1. ভারতীয়লিপিশালারপ্রাচীনতম রূপ কোনটি?
উঃ দুইটি
  1. খ্রিষ্টপূর্ব৩য়শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?
উঃ সম্রাট অশোক
  1. বাংলালিপি বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
উঃ কুটিল লিপি
  1. ব্রাহ্মীলিপিরপূর্ববর্তী লিপি কোনটি ?
উঃ খরোষ্ঠী লিপি
  1. কোনযুগেবাংলা লিপি  অক্ষরের গঠনকার্য শুরু হয় ?
উঃ সেন যুগে
  1. কোনযুগেবাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?
উঃ প্রাচীন যুগে
  1. বাংলারপ্রথমমুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ?
উঃ শ্রীরামপুর মিশন
  1. কতসালেশ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৮০০ খ্রিষ্টাব্দে
  1. বাংলাছাড়াব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ?
উঃ সিংহলীশ্যামীনবদ্বীপিতিব্বতী ইত্যাদি
  1. বাংলাঅক্ষরবা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ?
উঃ খ্রিঃ দশম  একাদশ শতাব্দীর মধ্যে
  1. ব্রাহ্মীলিপিরবিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ?
উঃ পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে
  1. কোনকোনলিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ?
উঃ উড়িষ্যা মৈথিলি  আসামী লিপির উপর
  1. বাংলাগদ্যেরবিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-?
উঃ সাময়ীক পত্র
  1. বাংলাসাহিত্যেরপ্রথম নিদর্শন কি?
উঃ চর্যাপদ
  1. চর্যাপদরচনাকরেন কারা ?
উঃ বৌদ্ধ সিদ্ধাচার্যগণ
  1. চর্যাপদকোনযুগের নিদর্শন?
উঃ আদিপ্রাচীন যুগ
  1. চর্যাপদেরপুঁথিকেকোথা কে এবং কখন আবিস্কার করেন?
উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭
  1. চর্যাপদেররচনাকাল কত?
উঃ সপ্তম -দ্বাদশ শতাব্দী
  1. চর্যাপদকোনভাষায় রচিত হয়?
উঃ বঙ্গকামরুপী ভাষায়
  1. চর্যাপদকোথায়পাওয়া যায়?
উঃ নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে
  1. টীকাকারমুনিদত্তেরমতানুসারে চর্যাপদের নাম কি ?
উঃ আশ্চর্য চর্যাচয়
  1. নেপালেপ্রাপ্তপুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ?
উঃ চর্যাচর্য বিনিশ্চয়
  1. চর্যাপদেরভাষাকেকে বাংলা ভাষা দাবি করেছেন?
উঃ অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়
  1. আধুনিকেরপন্ডিতগণেরমতেনেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?
উঃ চর্যাগীতি কোষ
  1. চর্যারপ্রাপ্তকোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?
উঃ ১১ সংখ্যক পদ
  1. চর্যারপ্রাপ্তপুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ?
উঃ ২৪২৫৪৮ সংখ্যক পদ
  1. চর্যারপ্রাপ্তকোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ?
উঃ ২৩ সংখ্যক পদ
  1. চর্যাগীতিকাহরপ্রসাদশাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ?
উঃ ১৯১৬ সালে
  1. চর্যাসংগ্রহটিতেসর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল?
উঃ ৫১ টি
  1. সর্বসমেতকয়টিচর্যাগীতি পাওয়া গিয়েছে?
উঃ সাড়ে ছেচল্লিশটি
  1. সবচেয়েবেশীপদ কে রচনা করেছেন ?
উঃ কাহ্নপা-১৩ টি
  1. চর্যাপদেররচয়িতাকে বা কারা ?
উঃ কাহ্নপালুইপাকুক্কুরীপাভুসুকুসরহপাদ সহ মোট ২৪ জন
  1. চর্যাপদকোনসময়ে রচিত হয় ?
উঃ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে
  1. চর্যাপদেরপদগুলোকোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়?
উঃ বাংলাহিন্দীমৈথিলীঅসমীয়  উড়িয়া ভাষায়
  1. চর্যাপদেরতিব্বতীঅনুবাদ কে আবিস্কার করেন?
উঃ ডঃ প্রবোধচন্দ্র বাগচী
  1. চর্যাপদেরভাষায়কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়?
উঃ পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার
  1. ডঃসুনীতিকুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন?
উঃ ১৯২৬ সালে
  1. চর্যাপদেরপ্রতিপাদ্যবিষয় কি?
উঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ  জীবনের পরিচয়
  1. চর্যাপদকোনছন্দে রচিত ?
উঃ মাত্রাবৃত্তে ছন্দে
  1. চর্যাপদেরপুঁথিনেপালে যাবার কারন কি?
উঃ তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন
  1. কীর্তিলতাপুরুষপরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে?
উঃ মিথিলার কবি বিদ্যাপতি
  1. কবীন্দ্রবচনসমুচ্চয় সদুক্তি কর্ণামৃত কাব্য কোন যুগে রচিত?
উঃ সেনযুগে
  1. রাজালক্ষনসেনের রাজসভার পঞ্চরত কে কে ছিলেন?
উঃ উমাপতিধরশরণধোয়ীগোবর্ধন আচার্য  জয়দেব
  1. বাংলাছাড়াকোন কোন বাব্যগ্রন্থে বাঙালী জীবনের চিত্র রয়েছে?
উঃ গাথা সপ্তপদী  প্রাকৃত পৈঙ্গলের
  1. গীতগোবিন্দকাব্যগ্রন্থের রচয়িতার নাম কি ?
উঃ জয়দেব
  1. ব্রজবুলীভাষারউদ্ভব কখন হয়?
উঃ কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন
  1. ব্রজবুলিভাষাকোন জাতীয় ভাষা?
উঃ মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রনে যে ভাষার সৃষ্টি হয়
  1. ব্রজবুলিকোনস্থানের উপভাষা ?
উঃ মিথিলার উপভাষ্
  1. ব্রজবুলিভাষারবিখ্যাত সাহিত্যিকের/শ্রেষ্ঠ কবি নাম কি?
উঃ বিদ্যাপতি এবং জয়দেব
  1. চন্ডীদাসসমস্যাকি?
উঃ বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চন্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যা সৃষ্টি করেছেন তাই চন্ডীদাস সমস্যা 
  1. বাংলাসাহিত্যেস্বীকৃত চন্ডীদাস কয়জন?
উঃ তিনজন বড়– -ীদাসদীন -ীদাসএবং দ্বীজ -ীদাস
  1. বাংলাসাহিত্যেরমধ্যযুগের প্রথম নির্দশন কি?
উঃ শ্রীকৃষ্ণ কীর্তন
  1. শ্রীকৃষ্ণকীর্তনকাব্যকে রচনা করেন?
উঃ বড়– চন্ডীদাস
  1. শ্রীকৃষ্ণকীর্তনকাব্য কোন যুগের নিদর্শন?
উঃ চৈতন্যপূর্ব যুগ
  1. বড়চন্ডীদাসেরশ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন?
উঃ বসন্তরঞ্জন রায়১৯০৯
  1. শ্রীকৃষ্ণকীর্তনকাব্য কোথা থেকে উদ্ধার করা হয়?
উঃ পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করেন
  1. বৈষ্ণবপদাবলীরআদি রচয়িতা কে?
উঃ বড়– -ীদাস
  1. আদিযুগেলোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি?
উঃ ডাক খনার বচন
  1. মধ্যযুুগেরবাংলাসাহিত্যর প্রধান দুটি ধারা কি ?
উঃ  কাহিনীমূলক   গীতিমূলক
  1. শ্রীচৈতন্যরনামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ?
উঃ চৈতন্য পূর্ববর্তী যুগ (১২০১-১৫০০ খ্রিঃ), চৈতন্য যুগ (১৫০১-১৬০০ চৈতন্য পরবর্তী যুগ (১৬০১-১৮০০)
  1. চৈতন্যপরবর্তীযুগ বা মধ্যযুগের শেষ কবি কে?
উঃ ভারতচন্দ্র রায় গুনাকর
  1. আধুনিকযুগেরউদগাতা কে?
উঃ মাইকেল মধুসুদন দত্ত
  1. কোনযুগকেঅবক্ষয়ের যুগ বলা হয় ?
উঃ ১৭৬০-১৮৬০সাল পর্যন্ত
  1. বাংলাসাহিত্যরআধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত  কি কি?
উঃ চারটি পর্বে বিভক্ত যেমনপ্রস্তুতি পর্ব (১৮০১-১৮০৫)খ্রিঃবিকাশ পর্ব (১৮৫১-১৯০০খ্রিঃ.রবীন্দ্র পর্ব (১৯০১-১৯৪০খ্রিঃ  .অতি-আধুনিক যুগ (১৯০১ বর্তমান কালসীমা)
  1. আধুনিকযুগকোন সময় পর্যন্তু বিস্তৃত?
উঃ ১৮০১ সাল থেকে বর্তমান
  1. যুগসন্ধিক্ষনেরকবি কে ?
উঃ ঈশ্বরচন্দ্র দত্ত
  1. বাংলাভাষায়রামায়ন কে অনুবাদ করেন?
উঃ কৃত্তিবাস
  1. রামায়নেরআদিরচয়িতা কে?
উঃ কবি বাল্মীকি
  1. বাংলাভাষায়মহাভারত কে অনুবাদ করেন?
উঃ কাশীরাম দাস
  1. মহাভারতেরআদিরচয়িতা কে?
উঃ বেদব্যাস
  1. গীতিকাব্যেররচয়িতা কে?
উঃ গোবিন্দ্রচন্দ্র দাস
  1. পুঁথিসাহিত্যেরপ্রথম সার্থক কবি কে?
উঃ ফকির গরিবুল্লাহ
  1. মধ্যযুগেরবাংলাসাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
উঃ মুকুন্দরাম চক্রবর্তী
  1. বাংলাগদ্যেরজনক কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  1. আধুনিকযুগেরশ্রেষ্ঠ প্রতিভু কে?
উঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
  1. বাংলাভাষারআদি কবি ?
উঃ কানা হরিদত্ত
  1. বাংলাগদ্যরউৎপত্তি কখন?
উঃ আঠার শতকে
  1. বাংলাভাষা সাহিত্যর প্রাচীনতম শাখা কোনটি?
উঃ কাব্য
  1. বাংলাগদ্যসাহিত্য কখন শুরু হয়?
উঃ আধুনিক যুগে
  1. আলাওলকোনযুগের কবি?
উঃ মধ্য যুগের
  1. মধ্যযুগেরঅবসানঘটে কখন?
উঃ ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে
  1. উনিশশতকেরসবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে?
উঃ লালন শাহ
  1. কাঙ্গালহরিনাথকখন আবির্ভূত হন?
উঃ উনিশ শতকের শেষার্ধে
  1. বিষাদসিন্ধুকোনযুগের গ্রন্থ?
উঃ আধুনিক যুগের
  1. মধ্যযুগেরঅন্যতমসাহিত্য নিদর্শন কি?
উঃ পদ্মাবতী  অন্নদামঙ্গল
  1. চন্ডীদাসকোনযুগের কবি ?
উঃ মধ্যযুগের
  1. আধুনিকবাংলাগীতি কবিতার সূত্রপাত?
উঃ টপ্পাগান
  1. টপ্পাগানেরজনক কে?
উঃ নিধুবাবু (রামনিধি গুপ্ত)
  1. মীরমোশাররফসাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন?
উঃ উনিশ শতকের শেষার্ধে
  1. বাংলাসাহিত্যেমহাকাব্য ধারার অন্যতম মহাকবি?
উঃ মাইকেল মধুসুদন দত্ত
  1. বাংলাসাহিত্যেগীতিকাব্য ধারার প্রথম কবি?
উঃ বিহারীলাল চক্রবর্তী
  1. উনিশশতকেরনাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার?
উঃ মাইকেল মধুসুদন দত্ত
  1. বাংলাসাহিত্যেরপ্রথম উপন্যাস কোনটি?
উঃ আলালের ঘরের দুলাল
  1. আলালেরঘরের দুলাল’ এর রচয়িতা কে?
উঃ প্যারীচাদ মিত্র
  1. বাংলাউপন্যাসসাহিত্য ধারার জনক?
উঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
  1. রোমান্টিকপ্রনয়উপাখ্যান ধারার অন্যতম কবি?
উঃ শাহ মুহাম্মদ সগীর
  1. রোমান্টিকপ্রণয়উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ?
উঃ ইউসূফজুলেখা
  1. মঙ্গলকাব্যরধারারঅন্যতম কবি?
উঃ মুকুন্দরাম
  1. বাংলাসাহিত্যছোটগল্পের প্রকৃত জনক?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
  1. বাংলাসাহিত্যকথ্যরীতির প্রবর্তক কে?
উঃ প্রমথ চৌধুরী
  1. ছোটগল্পেরআরম্ভে উপসংহারে কোন গুনটি প্রধান?
উঃ নাটকীয়তা 
  1. বাংলাভাষায়প্রথম সামাজিক নাটক কোনটি ?
উঃ কুলীনকুল সর্বস্ব
  1. বাংলাভাষায়রচিত প্রথম নাটক  নাট্যকার কে?
উঃ ভদ্রার্জুনতারাচরণ সিকদার
  1. বাংলাসাহিত্যরপ্রথম সার্থক নাট্যকার কে?
উঃ মাইকেল মধুসুদন দত্ত
  1. বাংলাসাহিত্যরপ্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?
উঃ কৃষ্ণকুমারী
  1. বাংলাসাহিত্যেরপ্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি?
উঃ ‘কথোপকথন
  1. কথোপকথনএর রচয়িতা কে?
উঃ উইলিয়াম কেরি
  1. ঢাকাথেকেপ্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?
উঃ নীল দর্পন
142.‘গাজঅকালু  চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?
উঃ পুঁথি সাহিত্য
  1. বাংলাদেশেরলোকসাহিত্যের বিখ্যাত গবেষক কে?
উঃ আশরাফ সিদ্দিকী
  1. কোরআনশরীফপ্রথম বাংলায় অনুবাদ কে করেন?
উঃ ভাই গিরিশন্দ্র সেন
  1. বাংলাসনেটেরজনক  কে?
উঃ মাইকেল মধুসূদন দত্ত
  1. সনেটেরজনককে?
উঃ ইটালীর পেত্রাক
  1. রূপকথাকেসংগ্রহ করেছিলেন?
উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন