৩য় অধ্যায় - ৩য় পরিচ্ছেদ: সংখ্যাবাচক শব্দ

১. কোনটি পূরণবাচক শব্দ?
ক) কুঁড়ি
খ) দোসরা
গ) নবম
ঘ) ২০
সঠিক উত্তর: (গ)
২. ‘দ্বিতীয় লোকটিকে ডাক’ - এ বাক্যের দ্বিতীয় কোন ধরনের সংখ্যা?
ক) তারিখবাচক
খ) অঙ্কবাচক
গ) ক্রমবাচক
ঘ) গণনাবাচক
সঠিক উত্তর: (গ)
৩. অঙ্কবাচক সংখ্যা কোনটি?
ক) ৯
খ) ষষ্ঠ
গ) সপ্তম
ঘ) আটই
সঠিক উত্তর: (ক)
৪. গণনার ফলাফল যে চিহ্নের সাহায্যে প্রকাশকরা হয় তাকে কী বলে?
ক) গণনাবাচক শব্দ
খ) পরিমাণবাচক শব্দ
গ) অঙ্কবাচক শব্দ
ঘ) তারিখবাচক শব্দ
সঠিক উত্তর: (গ)
৫. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক) চার প্রকার
খ) তিন প্রকার
গ) পাঁচ প্রকার
ঘ) দুই প্রকার
সঠিক উত্তর: (ক)
৬. সংখ্যা গণনার মূল একক কী?
ক) দশ
খ) এক
গ) এক এবং শূন্য
ঘ) এক থেকে নয় পর্যন্ত
সঠিক উত্তর: (খ)
৭. কোনটি গণনাবাচক শব্দ?
ক) ১২
খ) দ্বাদশ
গ) বার
ঘ) বারোই
সঠিক উত্তর: (গ)
৮. তারিখবাচক সংখ্যা কোনটি?
ক) ১৫
খ) পশ্চদশ
গ) পঞ্চম
ঘ) দোশরা
সঠিক উত্তর: (ঘ)
৯. এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদি ধারণা আমরা কিসের সাহায্যে পেতে পারি?
ক) পদাশ্রিত নির্দেশক
খ) অঙ্কবাচক শব্দ
গ) বচন
ঘ) সংখ্যাবাচক শব্দ
সঠিক উত্তর: (ঘ)
১০. ‘সপ্তাহ’ কোন সংখ্যাবাচক শব্দের উদাহরণ?
ক) অঙ্কবাচক
খ) পরিমাণবাচক
গ) পূরণবাচক
ঘ) তারিখবাচক
সঠিক উত্তর: (খ)
১১. ‘চৌদ্দ’ - এর পূরণবাচক শব্দ কোনটি?
ক) চৌদ্দ
খ) ১৪
গ) চতুর্দশ
ঘ) চৌদ্দই
সঠিক উত্তর: (গ)
১২. সংখ্যা কী কাজে লাগে?
ক) পাঠে
খ) আহারে
গ) খেলায়
ঘ) গণনায়
সঠিক উত্তর: (ঘ)
১৩. কোনো পূর্ণসংখ্যার পর অর্ধ যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়?
ক) দেড়
খ) আড়াই
গ) সাড়ে
ঘ) সাপাদ
সঠিক উত্তর: (গ)
১৪. ‘সওয়া’ এবং ‘সোয়া এক’ একই কথা - উক্তিটি -
ক) সত্য
খ) সত্য নয়
গ) কখনো কখনো সত্য
ঘ) অধিকাংশ ক্ষেত্রে সত্য
সঠিক উত্তর: (ক)
১৫. ‘ষোলো’ সংখ্যাটির ক্রমবাচক রূপ কোনটি?
ক) ১৬
খ) ষষ্টিতম
গ) ষোলোই
ঘ) ষোড়শ
সঠিক উত্তর: (ঘ)
১৬. ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা কোনটি?
ক) তিন
খ) দ্বাদশ
গ) পনেরই
ঘ) দোসরা
সঠিক উত্তর: (খ)
১৭. বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয়?
ক) সংস্কৃত
খ) ফারসি
গ) হিন্দি
ঘ) ইংরেজি
সঠিক উত্তর: (গ)
১৮. নির্দিষ্টতা বুঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কী যুক্ত হয়?
ক) এক
খ) গোটা
গ) টাক
ঘ) টি
সঠিক উত্তর: (ঘ)
১৯. ‘এক’ এককের চার ভাগের এক ভাগকে কী বলে?
ক) তেহাই
খ) পৌনে
গ) চৌথা
ঘ) সোয়া
সঠিক উত্তর: (গ)
২০. ‘দশম’ কী বাচক শব্দ?
ক) সংখ্যা বাচক
খ) গণনা বাচক
গ) পূরণ বাচক
ঘ) তারিখ বাচক
সঠিক উত্তর: (গ)
২১. পূরণবাচক শব্দ কোনটি?
ক) পঞ্চদশ
খ) বারই
গ) একুশে
ঘ) পনের
সঠিক উত্তর: (ক)
২২. কোনটি ক্রমবাচক শব্দ?
ক) দ্বাবিংশ
খ) আটই
গ) ১৯
ঘ) বাইশ
সঠিক উত্তর: (ক)
২৩. ক্রমবাচক সংখ্যা কোনটি?
ক) দ্বাদশ
খ) পনেরোই
গ) উনিশ
ঘ) ১৮
সঠিক উত্তর: (ক)
২৪. একাধিকবার একই গঠনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
ক) সংখ্যাবাচক শব্দ
খ) অঙ্কবাচক শব্দ
গ) পরিমাণবাচক শব্দ
ঘ) পূরণবাচক শব্দ
সঠিক উত্তর: (গ)
২৫. হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি?
ক) চৌঠা
খ) দশই
গ) একুশে
ঘ) তেইশে
সঠিক উত্তর: (ক)
২৬. ‘একাদশ’ শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
ক) অঙ্কবাচক
খ) পরিমাণ বা গণনাবাচক
গ) ক্রমবাচক
ঘ) তারিখবাচক
সঠিক উত্তর: (গ)
২৭. পাঁচ থেকে একত্রিশ পর্যন্ত তারিখবাচক সংখ্যা কোন নিয়মে গঠিত?
ক) হিন্দি নিয়মে
খ) ফারসি নিয়মে
গ) বাংলার নিজস্ব ভঙ্গিতে
ঘ) সংস্কৃতের নিয়মে
সঠিক উত্তর: (গ)
২৮. সংখ্যা গণনার মূলক একক কী?
ক) দশ
খ) এক
গ) এক এবংশূন্য
ঘ) এক থেকে নয় পর্যন্ত
সঠিক উত্তর: (খ)
২৯. ‘তের’ - এর পূরণবাচক শব্দ কোনটি?
ক) তেরতম
খ) ১৩
গ) ত্রয়োদশ
ঘ) তেরই
সঠিক উত্তর: (গ)
৩০. বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চাটি কোন ভাষার নিয়মে সাধিত?
ক) সংস্কৃত
খ) ফারসি
গ) হিন্দি
ঘ) ইংরেজি
সঠিক উত্তর: (গ)
৩১. পূর্ণ সংখ্যার ন্যূনতাবাচক সংখ্যা শব্দ কোনটি?
ক) তিন
খ) তেহাই
গ) দোসরা
ঘ) তেরই
সঠিক উত্তর: (খ)



৩য় অধ্যায় - ৪র্থ পরিচ্ছেদ: বচন

১. অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক) দাম, নিকর, রাশি
খ) কুল, সকল, সব
গ) গণ, বৃন্দ, বর্গ
ঘ) গুলি, গুলা, গুলো
সঠিক উত্তর: (ক)
২. ‘রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না’ - এটি কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক) বিভক্তিযোগে
খ) বিশেষ নিয়মে
গ) দ্বিত্ব প্রয়োগে
ঘ) প্রত্যয়যোগে
সঠিক উত্তর: (ঘ)
৩. কেবল জন্তুর বহুবচনে কোন শব্দটি বসে?
ক) বর্গ
খ) দাম
গ) পুঞ্জ
ঘ) যূথ
সঠিক উত্তর: (ঘ)
৪. যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়তাকে --- বলে।
ক) একবচন
খ) বহুবচন
গ) প্রাণিবাচক বহুবচন
ঘ) বাংলায় বহুবচন
সঠিক উত্তর: (খ)
৫. কোনটি একবচনের উদাহরণ?
ক) মানুষ মরণশীল
খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
গ) লোকে বলে
ঘ) বনে বাঘ থাকে
সঠিক উত্তর: (খ)
৬. ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক) নিচয়
খ) আবলি
গ) নিকর
ঘ) রাজি
সঠিক উত্তর: (গ)
৭. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
ক) কুল
খ) মালা
গ) সমাজ
ঘ) মন্ডলী
সঠিক উত্তর: (খ)
৮. সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?
ক) হিন্দি
খ) প্রাকৃত
গ) সংস্কৃত
ঘ) খাঁটি বাংলা
সঠিক উত্তর: (গ)
৯. ‘রচনা’ শব্দটির বহুবচন কোনটি?
ক) রচনাবৃন্দ
খ) রচনারাজি
গ) রচনাবলি
ঘ) রচনাসকল
সঠিক উত্তর: (গ)
১০. অপ্রাণিবাচক বিশেষ্যে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক) পাল, যূথ
খ) সকল, সমূহ
গ) গন, বৃন্দ
ঘ) রাশি, রাজি
সঠিক উত্তর: (ঘ)
১১. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দ যুক্ত হয়?
ক) রাশি
খ) বর্গ
গ) গুচ্ছ
ঘ) গুলো
সঠিক উত্তর: (ঘ)
১২. ‘হস্তি’ - এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
ক) নিকর
খ) আবলি
গ) রা
ঘ) যূথ
সঠিক উত্তর: (ঘ)
১৩. বিশেষ নিয়মে সাধিত ‘বহুবচন’ নিচের কোন বাক্যটিকে নির্দেশ করে?
ক) পোকার আক্রমণে ফসল নষ্ট হয়
খ) ঘরে বহু মেহমান এসেছে
গ) সকলে সব জানে না
ঘ) মানুষেরা মরণশীল
সঠিক উত্তর: (ক)
১৪. বচন অর্থ কী?
ক) সংখ্যার ধারণা
খ) গণনার ধারণা
গ) ক্রমের ধারণা
ঘ) পরিমাণের ধারণা
সঠিক উত্তর: (ক)
১৫. কোনটি একবচন বুঝায়?
ক) লোকে বলে
খ) মাঠে মাঠে ধান
গ) শুনবে যদি গল্পটি
ঘ) বনে বাঘ আছে
সঠিক উত্তর: (গ)
১৬. প্রাণিবাচক বহুবচন কোনটি?
ক) মেঘমালা
খ) গল্পগুচ্ছ
গ) রচনাবলী
ঘ) শিক্ষকবৃন্দ
সঠিক উত্তর: (ঘ)
১৭. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
ক) সাহেবা
খ) সাহেবকুল
গ) সাহেবগণ
ঘ) সাহেবান
সঠিক উত্তর: (ঘ)
১৮. বিশেষ নিয়মে বহুবচন সাধিত হয়েছে কোনটিতে?
ক) রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
খ) লাল লাল ফুল
গ) বড় বড় মাঠ
ঘ) অজস্র লোক
সঠিক উত্তর: (ক)
১৯. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক) এটাই করিমদের বাড়ি
খ) সিংহ বনে থাকে
গ) বড় বড় মাঠ
ঘ) পাখি সব করে রব
সঠিক উত্তর: (ক)
২০. অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
ক) বহুবচন
খ) একবচন
গ) সন্ধি
ঘ) লিঙ্গ
সঠিক উত্তর: (খ)
২১. ‘পর্বত’ শব্দের বহুবচন -
ক) পর্বতগুচ্ছ
খ) পর্বতমালা
গ) পর্বতপুঞ্জ
ঘ) পর্বতসমূহ
সঠিক উত্তর: (খ)
২২. নিচের কোনটি বিদেশি মূল ভাষার অনুসরণে বহুবচন করা হয়েছে?
ক) আলেমদল
খ) শিক্ষকবৃন্দ
গ) কুসুমনিচয়
ঘ) সাহেবান
সঠিক উত্তর: (ঘ)
২৩. কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে?
ক) অজস্র লোক
খ) লাল লাল ফুল
গ) দেখে দেখে যেও
ঘ) বাগানে ফুল ফুটেছে
সঠিক উত্তর: (খ)
২৪. ‘ঊর্মি’ শব্দের সঙ্গে কোনটি যুক্ত করলে এর বহুবচন সাধিত হয়?
ক) গুলো
খ) রাজি
গ) মালা
ঘ) রাশি
সঠিক উত্তর: (গ)
২৫. কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?
ক) মনুষ্যযূথ
খ) পক্ষীবৃন্দ
গ) জলরাজি
ঘ) মাতৃকুল
সঠিক উত্তর: (ঘ)
২৬. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় -
ক) সকল
খ) আবলি
গ) গুচ্ছ
ঘ) বৃন্দ
সঠিক উত্তর: (ক)
২৭. কোন বহুবচনবোধক শব্দগুলি প্রাণী বা অপ্রাণিবাচকের বেলায় ব্যবহৃত হয়?
ক) মন্ডলী, বর্গ
খ) গণ, বৃন্দ
গ) নিচয়, মালা
ঘ) কুল, সব
সঠিক উত্তর: (ঘ)
২৮. কোনটি ভুল বাক্য?
ক) সব মানুষই মরণশীল
খ) মানুষ মরণশীল
গ) মানুষেরা মরণশীল
ঘ) সকল মানুষেরাই মরণশীল
সঠিক উত্তর: (ঘ)
২৯. কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে?
ক) বাগানে ফুল ফুটেছে
খ) মানুষ মরণশীল
গ) আকাশে চাঁদ উঠেছে
ঘ) বনে বাঘ আছে
সঠিক উত্তর: (গ)
৩০. অ-প্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বাচক শব্দ কোনগুলো?
ক) মালা, রাজি, রাশি
খ) গণ, বৃন্দ, বর্গ
গ) কূল, সকল, সব
ঘ) গুলি, গুলা, গুলো
সঠিক উত্তর: (ক)
৩১. কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
ক) কুল, সমূহ, বৃন্দ
খ) আবলি, পুঞ্জ, রাশি
গ) বর্গ, বৃন্দ, মালা
ঘ) রাজি, নিচয়, কুল
সঠিক উত্তর: (খ)
৩২. প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোনটি বসবে?
ক) বর্গ
খ) কুল
গ) পাল
ঘ) মালা
সঠিক উত্তর: (খ)
৩৩. নিচের কোন শব্দে বহুবচনের ঠিক প্রয়োগ হয় নি?
ক) তারকারাশি
খ) মেঘপুঞ্জ
গ) কমলনিকর
ঘ) কুসুমদাম
সঠিক উত্তর: (ক)
৩৪. উন্নত প্রাণিবাচক ‘মনুষ্য’ শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো?
ক) বৃন্দ, মন্ডলী
খ) কুল, সকল
গ) মালা, রাজি
ঘ) গুলা, রা
সঠিক উত্তর: (ক)
৩৫. নিম্নের কোনটি বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে?
ক) হাঁড়ি হাঁড়ি সন্দেশ
খ) বাগানে ফুল ফুটেছে
গ) অঢেল টাকা পয়সা
ঘ) অজস্র লোক
সঠিক উত্তর: (ক)
৩৬. কেবল বিশেষ অর্থ প্রকাশে কোন বিশেষ্যের বহুবচন হয়?
ক) গুণবাচক
খ) ভাববাচক
গ) সমষ্টিবাচক
ঘ) সংজ্ঞাবাচক
সঠিক উত্তর: (খ)
৩৭. কোন বহুবচনগুলো সঠিক?
ক) তরুরাজি, পুষ্পদাম
খ) মানুষগণ, মানুষবৃন্দ
গ) সভ্যসকল, সভ্যসমূহ
ঘ) ছাত্রীনিচয়, শিক্ষকবৃন্দৃ
সঠিক উত্তর: (ক)
৩৮. কেবল জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক) পাল ও পুঞ্জ
খ) যূথ ও মালা
গ) পাল ও যূথ
ঘ) নিকর ও রাজি
সঠিক উত্তর: (গ)
৩৯. ‘বৃন্দ’ - এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
ক) পক্ষী
খ) টাকা
গ) ছাত্র
ঘ) পর্বত
সঠিক উত্তর: (গ)
৪০. ‘শৈবাল’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই?
ক) নিকর
খ) মালা
গ) দাম
ঘ) রাজি
সঠিক উত্তর: (গ)
৪১. কী ভেদে বাংলায় ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
ক) বচনভেদে
খ) পুরুষভেদে
গ) বচন ও পুরুষভেদে
ঘ) কালভেদে
সঠিক উত্তর: (ক)
৪২. কোন বাক্যটির ব্যবহার সঠিক?
ক) সকল মানুষেরা মরণশীল
খ) জগতের সমস্ত শিশুরা নিষ্পাপ
গ) আজকাল অনেক গরুরপালগুলো মাঠে দেখা যায় না
ঘ) সকল মানুষ মরণশীল
সঠিক উত্তর: (ঘ)
৪৩. বচনবাচক শব্দের আগে কী বসে?
ক) গোটা
খ) খানা
গ) টুকু
ঘ) পাটি
সঠিক উত্তর: (ক)
৪৪. কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ?
ক) জনগণ
খ) হস্তিদাম
গ) ডাকাতবৃন্দ
ঘ) কুসুমাবলি
সঠিক উত্তর: (ক)
৪৫. ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?
ক) বিশেষ্য ও সর্বনাম পদ
খ) বিশেষ্য ও বিশেষণ পদ
গ) সর্বনাম ও ক্রিয়াপদ
ঘ) সর্বনাম ও বিশেষণ পদ
সঠিক উত্তর: (ক)
৪৬. কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক) ফুল
খ) দাম
গ) গুচ্ছ
ঘ) বৃন্দ
সঠিক উত্তর: (ঘ)
৪৭. কোনটি একবচন বোঝায়?
ক) লোকে বলে
খ) মাঠে মাঠে ধান
গ) শুনবে যদি গল্পটি
ঘ) পাখি সব করে রব
সঠিক উত্তর: (গ)
৪৮. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক) বৃন্দ
খ) কুল
গ) বর্গ
ঘ) দাম
সঠিক উত্তর: (ঘ)
৪৯. ‘হস্তী’ এর বহুবচন কী?
ক) হস্তিরা
খ) হস্তির পাল
গ) হস্তির দল
ঘ) হস্তিযূথ
সঠিক উত্তর: (ঘ)
৫০. ‘কুল’ কোন শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক) প্রাণিবাচক
খ) সমষ্টিবাচক
গ) ইতর প্রাণিবাচক
ঘ) প্রাণী ও অপ্রাণিবাচক
সঠিক উত্তর: (ঘ)
৫১. কোনটি সঠিক বহুবচন?
ক) হস্তিযূথ
খ) মন্ত্রিসকল
গ) তারকাবৃন্দ
ঘ) কবিতারাজি
সঠিক উত্তর: (ক)
৫২. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহু বচন?
ক) লাল লাল ফুল
খ) বাজারে লোক জমেছে
গ) এটাই করিমদের বাড়ি
ঘ) পোকার আক্রমণে ফসল নষ্ট হয়
সঠিক উত্তর: (ঘ)
৫৩. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
ক) তৎসম
খ) পারিভাষিক
গ) অর্ধ-তৎসম
ঘ) বিদেশি
সঠিক উত্তর: (খ)
৫৪. কোনটি কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক) রা
খ) বর্গ
গ) কূল
ঘ) মালা
সঠিক উত্তর: (ঘ)
৫৫. ‘খানা’ বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে?
ক) আগে
খ) পরে
গ) মাঝে
ঘ) আগে ও মাঝে
সঠিক উত্তর: (খ)
৫৬. ‘পাল’ ও ‘যূথ’ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়?
ক) উন্নত প্রাণীর বহুবচনে
খ) জন্তুদের একবচনে
গ) অপ্রাণিবাচক শব্দের বহুবচনে
ঘ) জন্তুর বহুবচনে
সঠিক উত্তর: (ঘ)
৫৭. কোনটি ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না?
ক) কালভেদে
খ) পুরুষভেদে
গ) বচনভেদে
ঘ) বাচ্যভেদে
সঠিক উত্তর: (গ)
৫৮. সর্বনামের বহুল বহুবচন কোনটি?
ক) তোমরা
খ) ফুলদল
গ) মেঘমালা
ঘ) দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর: (ক)
৫৯. কোনটি বিশেষ্য পদের একবচন রূপে ব্যবহৃত হয়েছে?
ক) বাগানে ফুল ফুটেছে
খ) মানুষ মরণশীল
গ) আকাশে চাঁদ উঠেছে
ঘ) বনে বাঘ আছে
সঠিক উত্তর: (গ)
৬০. কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো?
ক) রাজি, রাশি
খ) কূল, বৃন্দ
গ) সব, সমূহ
ঘ) পাল, যূথ
সঠিক উত্তর: (ঘ)
৬১. কোন বাক্যটি শুদ্ধ?
ক) একদিন বাংলার সকল ঘরে ঘরে সুখ ছিল
খ) হেথা গাঁয়ে আমাদের মায়েদের হাট
গ) সকল ছাত্র-ছাত্রীগণ আজ সভায় উপস্থিত
ঘ) মেঘনিচয় আকাশে ভেসে বেড়াচ্ছে
সঠিক উত্তর: (ঘ)
৬২. নিচের কোন শব্দটির সাথে ‘মন্ডলী’ ব্যবহৃত হয়?
ক) পাখি
খ) বৃক্ষ
গ) শিক্ষক
ঘ) পর্বত
সঠিক উত্তর: (গ)
৬৩. কোন বহুবচনবোধক শব্দটি শুধু বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক) নিকর
খ) দাম
গ) পাল
ঘ) পালা
সঠিক উত্তর: (খ)
৬৪. সমষ্টিবোধক শব্গুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?
ক) হিন্দি
খ) প্রাকৃত
গ) সংস্কৃত
ঘ) খাঁটি বাংলা
সঠিক উত্তর: (গ)
৬৫. কোন দুটি পদের বচনভেদ হয়?
ক) বিশেষ্য ও সর্বনাম
খ) বিশেষ্য ও বিশেষণ
গ) সর্বনাম ও ক্রিয়া
ঘ) ক্রিয়া ও অব্যয়
সঠিক উত্তর: (ক)
৬৬. ‘কুসুম’ - শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
ক) নিচয়
খ) নিকর
গ) মালা
ঘ) রাজি
সঠিক উত্তর: (ক)
৬৭. একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?
ক) উচ্চারণগত
খ) অর্থগত
গ) অবস্থানগত
ঘ) আকৃতিগত
সঠিক উত্তর: (ঘ)
৬৮. কেবল অপ্রানিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনটি?
ক) কুল
খ) বর্গ
গ) রাজি
ঘ) সব
সঠিক উত্তর: (গ)