১ম অধ্যায় - ২য় পরিচ্ছেদ: বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়
১. এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কী তৈরি হয়?
ক) রূপ
খ) বাক্য
গ) অর্থ
ঘ) শব্দ
২. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক) উইলিয়াম কেরী
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) মি. এন. বি. হ্যালহেড
৩. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না?
ক) অব্যয়
খ) সর্বনাম
গ) ক্রিয়া
ঘ) বিশেষণ
৪. ‘ধাতুরূপ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) ধ্বনিতত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) ছন্দতত্ত্বে
৫. ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
ক) ভাষার সংবিধান
খ) ভাষার সংযোজন
গ) ভাষা সম্বন্ধে বিশেষ জ্ঞান
ঘ) বিশেষভাবে বিশ্লেষণ
৬. বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন?
ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) রাজা রামমোহন রায়
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) ড. এনামুল হক
৭. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক) বাক্যতত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) শব্দতত্ত্বে
ঘ) ধ্বনিতত্ত্বে
৮. বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়?
ক) দু প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
৯. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
ক) গৌড়ীয় ব্যাকরণ
খ) মাগধীয় ব্যকরণ
গ) মাতৃভাষার ব্যাকরণ
ঘ) ভাষা ও ব্যাকরণ
১০. ব্যাকরণের ‘রূপতত্ত্ব’ অংশে আলোচিত হয় -
ক) বাক্য, বাক্য, প্রকরণ, বাগধারা ইত্যাদি
খ) বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান ইত্যাদি
গ) শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়ার কাল, পুরুষ, ধাতুরূপ, পদক পরিবর্তন
ঘ) উপরের কোনোটিই নয়
১১. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) বাক্যতত্ত্বে
খ) শব্দতত্ত্বে
গ) ধ্বনিতত্ত্বে
ঘ) ভাষাতত্ত্বে
১২. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক) ধ্বনিমূল
খ) শব্দমূল
গ) রূপ
ঘ) রূপমূল
১৩. শব্দতত্ত্বের অপর নাম কী?
ক) ধ্বনিতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
১৪. সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক) শব্দতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
১৫. সব ভাষারই ব্যাকরণে প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
১৬. বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর সংস্থাপন ও রূপ পরিবর্তন বিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে?
ক) ধ্বনিতত্ত্ব অংশে
খ) রূপতত্ত্ব অংশে
গ) বাক্যতত্ত্ব অংশে
ঘ) অভিধানতত্ত্ব অংশে
১৭. ‘বচন’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) পদক্রম
ঘ) বাক্য প্রকরণ
১৮. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) ধ্বনিতত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) অর্থতত্ত্বে
১৯. ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
ক) বাগধারার
খ) অঙ্গ-প্রত্যঙ্গের
গ) বাগযন্ত্রের
ঘ) চক্ষু ও কর্ণের
২০. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
ক) সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান
খ) বাক্য গঠন ও উচ্চারণ
গ) সন্ধি, উপসর্গ ও প্রত্যয়
ঘ) বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
২১. বাক্যতত্ত্বের অপর নাম কী?
ক) রূপতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) ধ্বনিতত্ত্ব
ঘ) পদক্রম
২২. ‘বচন ও লিঙ্গ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) ভাষাতত্ত্বের
খ) রূপতত্ত্বের
গ) ধ্বনিতত্ত্বের
ঘ) বাক্যতত্ত্বের
২৩. ‘গৌড়ীয় ব্যাকরণ’ কোনটি?
ক) এন. বি. হ্যালহেড রচিত ব্যাকরণ
খ) ড. সুনীতিকুমার রচিত বাংলা ব্যাকরণ
গ) রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার ব্যাকরণ
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা ব্যাকরণ
২৪. রূপতত্ত্বের অপর নাম কী?
ক) বাক্যতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) ধ্বনিতত্ত্ব
ঘ) পদক্রম
২৫. রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো -
ক) সন্ধি, ণত্ব-বিধান, পদ
খ) শব্দ গঠন, পদ পরিবর্তন
গ) পদক্রম, পদ পরিবর্তন
ঘ) ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান
২৬. কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?
ক) ধ্বনি
খ) কারক
গ) ছন্দ
ঘ) বাক্য
২৭. ‘পদ-প্রকরণ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) রূপতত্ত্বের
খ) ধ্বনিতত্ত্বের
গ) বাক্যতত্ত্বের
ঘ) অর্থতত্ত্বের
২৮. শব্দমূল কোনটি?
ক) নাম প্রকৃতি
খ) প্রত্যয়
গ) বিভক্তি
ঘ) ক্রিয়া বিভক্তি
২৯. ণত্ব ও ষত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
৩০. ব্যাকরণের কাজ কী?
ক) ভালো বক্তা তৈরি করা
খ) ভালো অভিনেতা তৈরি করা
গ) দ্রুত লেখা শেখনো
ঘ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
৩১. ধ্বনির প্রতীক বা সংকেতকে কী বলে?
ক) ধ্বনি
খ) বর্ণ
গ) অক্ষর
ঘ) কার
৩২. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ক) বিশেষভাবে বিভাজন
খ) বিশেষভাবে বিশ্লেষণ
গ) বিশেষভাবে বিয়োজন
ঘ) বিশেষভাবে সংযোজন
৩৩. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি?
ক) ধ্বনিতত্ত্ব
খ) প্রবন্ধ রচনা
গ) ভাব-সম্প্রসারণ
ঘ) বিরচন
৩৪. ণত্ব বিধান ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে?
ক) শব্দতত্ত্বে
খ) ধ্বনিতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) পদক্রমে
৩৫. ‘বচন, লিঙ্গ, সমাস’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) রূপতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব
৩৬. প্রকৃতি কয় প্রকার?
ক) তিন প্রকার
খ) চার প্রকার
গ) দুই প্রকার
ঘ) পাঁচ প্রকার
৩৭. কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?
ক) বাগধারা
খ) সমাস
গ) কারক
ঘ) সন্ধি
৩৮. ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কী কী?
ক) ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব
খ) ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব
গ) রূপতত্ত্ব, পদক্রম, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব
ঘ) বাক্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব
৩৯. ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী?
ক) ব্যাকরণ পাঠের ফলে ভাষার কাল নির্ণয় করা যায়
খ) ব্যাকরণ মানুষকে রুচিশীল করে
গ) ব্যাকরণ পাঠ করে ভাষায় বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা যায়
ঘ) চরিত্রবান হওয়া যায়
৪০. ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) ছন্দতত্ত্ব
৪১. ব্যাকরণের ‘ধ্বনিতত্ত্ব’ অংশে আলোচিত হয় -
ক) বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান
খ) শব্দ, পদ, লিঙ্গ, বচন, কারক, সমাস, প্রত্যয়
গ) বাক্য প্রকরণ, বাক্য, বাগধারা ইত্যাদি
ঘ) ওপরের সব কয়টি
ভালো একটা কাজ
ReplyDelete