২য় অধ্যায় - ২য় পরিচ্ছেদ: ধ্বনির পরিবর্তন
১. অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
ক) নামধাতু
খ) অন্তর্হতি
গ) অভিশ্রুতি
ঘ) যোগরূঢ় শব্দ
২. পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে - এমন উদাহরণ নিচের কোনটি?
ক) আশা > আশ
খ) জানালা > জানলা
গ) বিলাতি > বিলিতি
ঘ) চক্র > চকক
৩. কোনটি আদি স্বরাগমের উদাহরণ?
ক) আইজ
খ) রতন
গ) ইস্কুল
ঘ) সত্যি
৪. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
ক) সমীভবন
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) ব্যঞ্জনদ্বিত্বতা
ঘ) বিষমীভবন
৫. কোন শব্দটি অন্যোন্য স্বরসংগতির উদাহরণ?
ক) বিলিতি
খ) মুড়ো
গ) শিকে
ঘ) মুজো
৬. পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে, দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয় - এরূপ স্বরধ্বনিকে কী বলে?
ক) মৌলিক স্বর
খ) যৌগিক স্বর
গ) সাধিত স্বর
ঘ) অল্প স্বর
৭. স্কুল > ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী?
ক) আদি স্বরাগম
খ) স্বরলোপ
গ) মধ্য স্বরাগম
ঘ) অন্ত্যস্বরাগম
৮. রিকসা > রিসকা - কিসের উদাহরণ?
ক) ব্যঞ্জন বিকৃতি
খ) ধ্বনি বিপর্যয়
গ) বিষমীভবন
ঘ) বিপ্রকর্ষ
৯. চ-বর্গীয় ধ্বনির আগে ‘ঙ’ থাকলে এর উচ্চারণ বৈশিষ্ট্য কী রকম থাকে?
ক) হারিয়ে যায়
খ) বজায় থাকে
গ) জীবন্ত থাকে
ঘ) সহজ হয়
১০. কোনগুলো আদি স্বরাগম?
ক) স্নেহ > সিনহে, দর্শন > দরিশন
খ) রত্ন > রতন, ধর্ম > ধরম
গ) স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
ঘ) গ্রাম > গেরাম, প্রেক > পেরেক
১১. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক) আজি > আইজ
খ) পিশাচ > পিচাশ
গ) পাকা > পাক্কা
ঘ) স্কুল > ইস্কুর
১২. শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করাকে কী বলে?
ক) সমীভবন
খ) অসমীকরণ
গ) মধ্যস্বর লোপ
ঘ) পরাগত সমীভবন
১৩. ‘শরীর > শরীল’ - ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ?
ক) সমীভবন
খ) অন্তর্হতি
গ) ব্যঞ্জনচ্যুতি
ঘ) বিষমীভবন
১৪. স্বরভক্তির অপর নাম কী?
ক) বিপ্রকর্ষ
খ) অভিশ্রুতি
গ) অন্ত্যস্বরাগম
ঘ) অপিনিহিতি
১৫. স্বরলোপের উদাহরণ কোনগুলো?
ক) বাক্য > বাইক্য, সত > সইত্য
খ) শরীর > শরীল, লাল > নাল
গ) বসতি > বসতি, জানালা > জানলা
ঘ) কবাট > কপাট, ধোবা > ধোপা
১৬. উৎ + মুখ > উন্মুখ কিসের উদাহরণ?
ক) প্রগত
খ) মধ্যগত
গ) অন্যোন্য
ঘ) পরাগত
১৭. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
ক) অভিশ্রুতি
খ) বিষমীভবন
গ) স্বরলোপ
ঘ) অন্তর্হতি
১৮. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন স্বরসংগতি বলে?
ক) আদি স্বরসংগতি
খ) পরাগত স্বরসংগতি
গ) প্রগত স্বরসংগতি
ঘ) মধ্য স্বরসংগতি
১৯. শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক) অপিনিহিতি
খ) অসমীকরণ
গ) ধ্বনি বিপর্যয়
ঘ) বিষমীভবন
২০. ধ্বনি বিপর্যয় - এর উদাহরণ কোনটি?
ক) মুড়া > মুড়ো
খ) বাকস > বাসক
গ) মোজা > মুজো
ঘ) দেশি > দিশি
২১. কোনগুলো দ্বিত্ব ব্যঞ্জন?
ক) পক্ব > পকক, পদ্ম > পদ্দ
খ) পাকা > পাক্কা, সকাল > সক্কাল
গ) জন্ম > জন্ম, কাঁদনা > কান্না
ঘ) রাধনা > রান্না, গৃহিণী > গিন্নী
২২. ‘আলাহিদা > আলাদা’ কীসের উদাহরণ?
ক) ব্যঞ্জনচ্যুতি
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) সমীভবন
ঘ) অন্তর্হতি
২৩. ‘পুরোহিত > পুরুত’ কিসের উদাহরণ?
ক) ব্যঞ্জনচ্যুতি
খ) হ-কার লোপ
গ) অন্তর্হতি
ঘ) ব্যঞ্জন বিকৃতি
২৪. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক) স্বরলোপ
খ) সমীকরণ
গ) অন্তস্বরলোপ
ঘ) স্বরসংগতি
২৫. Prothesis - অর্থ হলো -
ক) মধ্যস্বরাগম
খ) আদি স্বরাগম
গ) অন্ত্যস্বরাগম
ঘ) অপিনিহিতি
২৬. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
ক) কবাট > কপাট
খ) লাফ > ফাল
গ) ফাল্গুন > ফাগুন
ঘ) শরীর > শরীল
২৭. দ্রুত উচ্চারণের জন্যে শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলে?
ক) বিষমীভবন
খ) সমীভবন
গ) স্বরসংগতি
ঘ) সম্প্রকর্ষ
২৮. মাছুয়া > মেছা - কোন নিয়ম?
ক) অভিশ্রুতি
খ) অপশ্রুতি
গ) অন্তর্হতি
ঘ) সম্প্রকর্ষ
২৯. ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস - এগুলো কিসের উদাহরণ?
ক) অপিনিহিতি
খ) স্বরসংগতি
গ) স্বরাগম
ঘ) সমীভবন
৩০. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
ক) পরাগত
খ) সম্প্রকর্ষ
গ) স্বরসংগতি
ঘ) অন্ত্যস্বরাগম
৩১. কোনটি স্বরাগমের উদাহরণ?
ক) পিরীতি
খ) বিলিতি
গ) বসতি
ঘ) উড়নি
৩২. পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?
ক) বিপ্রকর্ষ
খ) ধ্বনি বিপর্যয়
গ) অভিশ্রুতি
ঘ) অপিনিহিতি
৩৩. কোনটি অন্তর্হতির উদাহরণ?
ক) ফালগুন > ফাগুন
খ) বৌদিদি > বৌদি
গ) কবাট > কপাট
ঘ) রিক্সা > রিসকা
৩৪. বউ দিদি > বউদি, বড়দাদা > বড়দা কোন ধরনের নিয়মে পরিবর্তিত হয়েছে?
ক) ব্যঞ্জনচ্যুতি
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) বিষমীভবন
ঘ) সমীভবন
৩৫. ‘লগ্ন > লগগ’ কোন সমীভবন?
ক) প্রগত
খ) পরাগত
গ) মধ্যগত
ঘ) অন্যান্য
৩৬. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয় -
ক) অপিনিহিতি
খ) অসমীকরণ
গ) স্বরসঙ্গতি
ঘ) অন্ত্যস্বরাগম
৩৭. মধ্য স্বরাগম - এর অপর নাম কী?
ক) অসমীকরণ
খ) বিষমীভবন
গ) বিপ্রকর্ষ
ঘ) সমীভবন
৩৮. কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ?
ক) বিলাতি > বিলিতি
খ) দেশি > দিশি
গ) বাক্য > বাইক্য
ঘ) মুলা > মুলো
৩৯. ঝম + ঝম > ঝমাঝম - এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ক) অপিনিহিতি
খ) অসমীকরণ
গ) বিষমীভবন
ঘ) সমীভবন
৪০. বিষমীভবনের উদাহরণ কোনটি?
ক) গ্রাম > গেরাম
খ) বিলাতি > বিলিতি
গ) ধোবা > ধোপা
ঘ) লাল > নাল
৪১. কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?
ক) রত্ন > রতন; ভ্রু > ভুরু
খ) সত্য > সইত্য
গ) বিলাত > বিলিতি
ঘ) ধপধপ > ধপাধপ
No comments:
Post a Comment