অধ্যায় - ১২: সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষনীয়
১. উদ্যোক্তাকে সাফল্য ও সম্মান এনে দেয়-
i. দৃঢ় মনোবল
ii. পরিশ্রম
iii. সততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২. শিল্প বাণিজ্যের স্মরণীয় নাম স্যামসন এইচ চৌধুরী। তিনি ছিলেন-
i. মালিক
ii. ম্যানেজার
iii. কেরানি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩. স্কয়ার বিভিন্ন ধরনের পণ্য বিদেশে রপ্তানি করে। এর মাধ্যমে-
i. কর্মসংস্থান সৃষ্টি হয়
ii. জীবনযাত্রার মান বৃদ্ধি পায়
iii. জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪. স্কয়ার গ্রুপের সুনাম বিশ্বব্যাপী। এ গ্রুপের অবদান রয়েছে-
i. কৃষিপণ্যে
ii. তথ্য প্রযুক্তিতে
iii. বৈদেশিক বাণিজ্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫. জহুরুল ইসলাম তার ক্রয়কৃত জমি কাজে লাগান-
i. শিল্প স্থাপনে
ii. আবাসিক গৃহনির্মাণে
iii. দাতব্য প্রতিষ্ঠানের জন্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬. শাহিদা বেগম দরিদ্রতার মাঝেও হাল ছেড়ে দেন নি। এটি তার কোন গুণের বহিঃপ্রকাশ?
ক) সৃজনশীলতার
খ) আত্মবিশ্বাসের
গ) একাগ্রতার
ঘ) সাফল্য অর্জনের আকাঙ্খা
৭. ব্যবসায়ের জন্যে শাহিদা বেগমের সম্বল ছিল কোনটি?
ক) স্বামীর জমানী টাকা
খ) গহনা
গ) ব্যাংক একাউন্ট
ঘ) জমিজমা
৮. কোন ধরনের সহায়তার মাধ্যমে আবুল কালাম আজাদ ‘আজাদ পোস্টার হাউস’ গড়ে তুলেছিলেন?
ক) উদ্দীপনামূলক
খ) সমর্থনমূলক
গ) সংরক্ষণমূলক
ঘ) সরকারি সহায়তা
৯. জহুরুল ইসলাম মডেল ছিলেন-
i. সমাজ সংস্কারকের
ii. রাজনীতিবিদদের
iii. ব্যবস্থাপকের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০. শাহিদা বেগম একজন নারী উদ্যোক্তা। তিনি টেইলারিং ব্যবসায় শুরু করেন-
i. গহনা বিক্রি করে
ii. স্বামীর দেয়া টাকা নিয়ে
iii. দুইজন কর্মচারী নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১. নাভানা লি.-এর প্রতিষ্ঠাতা কে?
ক) আফতাব আহমেদ
খ) স্যামসন এইচ চৌধুরী
গ) জহুরুল ইসলাম
ঘ) আজাদ হক
১২. আবুল কালাম আজাদের প্রাথমিক মূলধন কত ছিল?
ক) ৪০০ টাকা
খ) ৪৩০ টাকা
গ) ৪৫০ টাকা
ঘ) ৪৭০ টাকা
১৩. জহুরুল ইসলাম দুই বছরই দ্বিতীয় ও প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে পরিণত হওয়ার কারণ-
i. সততা
ii. গুণগত মান
iii. আন্তরিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪. স্যামসন এইচ চৌধুরীর জীবনী থেকে কোন সত্যটি প্রতিষ্ঠিত হয়েছে?
ক) কোনো কাজই ছোট নয়
খ) শিক্ষাই জাতির মেরুদন্ড
গ) মুনাফাই অর্জনই ব্যবসায়ের উদ্দেশ্য
ঘ) দক্ষতাই ব্যবসায়ের সাফল্যের ভিত্তি
১৫. স্যামসন এইচ চৌধুরী দায়িত্ব পালন করেছেন-
i. ম্যানেজার হিসেবে
ii. হিসাবরক্ষক হিসেবে
iii. শ্রমিক হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬. জহুরুল ইসলাম প্রথমে কত টাকা বেতনের চাকরি নেন?
ক) ৫৭ টাকা
খ) ৬৫ টাকা
গ) ৭৫ টাকা
ঘ) ৭৭ টাকা
১৭. শিমুল নারিকেল বিক্রির ব্যবসায় ছেড়ে পোস্টার বিক্রির ব্যবসায় শুরু করে সফলতা লাভ করলেন। পোস্টার বিক্রির ব্যবসায় শিমুলের জন্যে কী হিসেবে কাজ করেছে?
ক) সঠিক নির্দেশনা
খ) টার্নিং পয়েন্ট
গ) সুযোগের সদ্ব্যবহার
ঘ) আইনগত সুবিধা অর্জন
১৮. স্যামসন এইচ চৌধুরী একজন সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত স্কয়ার ফার্মাসিটিউক্যালস গঠিত হয়-
i. চারজন উদ্যোক্তা মিলে
ii. মোট ১২ জন শ্রমিক নিয়ে
iii. ৮২ হাজার টাকার মূলধন নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯. জহুরুল ইসলামের প্রথম শ্রেণির ঠিকাদারে উন্নীত করতে সহায়তা করেছে-
i. কাজের সততা
ii. গুণগত মান
iii. স্বজনপ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০. স্কয়ারের ঔষুধ বিশ্বের কয়টি দেশে রপ্তানি হচ্ছে?
ক) ৫১টি
খ) ৫২টি
গ) ৫০টি
ঘ) ৪৯টি
২১. জহুরুল ইসলামের জীবনে প্রভাব পড়েছিল-
i. চাচার চাকরি
ii. নিজের চাকরি
iii. পিতার কন্ট্রাক্টরি ব্যবসায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২. আবুল কালাম আজাদের ব্যবসায় প্রতিষ্ঠানের নাম কী?
ক) আজাদ ট্রেডার্স
খ) আজাদ এন্ড কোং
গ) আজাদ প্রোডাক্টস
ঘ) আজাদ কনফেকশনারি
২৩. টেইলারিং ব্যবসায়ে শাহিদা বেগমের কোনটি অনুপস্থিত ছিল?
ক) দক্ষতা
খ) অভিজ্ঞতা
গ) সৃজনশীলতা
ঘ) আগ্রহ
২৪. স্কয়ার ফার্মাসিটিউক্যালসে প্রতিষ্ঠাকালীন কতজন শ্রমিক ছিল?
ক) ১১ জন
খ) ১২ জন
গ) ১৩ জন
ঘ) ১৪ জন
২৫. এস্টন সিরাপ কোন প্রতিষ্ঠানের পণ্য?
ক) একমি ফার্মা
খ) বায়োফার্মা
গ) স্কয়ার ফার্মাসিটিক্যালস
ঘ) মুক্তিফার্মা
২৬. কোন দায়বদ্ধতা থেকে শিক্ষা ও স্বাস্থ্যখাতে জহুরুল ইসলাম দান করেছেন?
ক) ভোক্তা দায়বদ্ধতা
খ) সামাজিক দায়বদ্ধতা
গ) অর্থনৈতিক দায়বদ্ধতা
ঘ) রাজনৈতিক দায়বদ্ধতা
২৭. মারুফ আহমদ তার উৎপাদিত পণ্য সারা বিশ্বব্যাপী জনপ্রিয় করতে চান। এজন্য তাকে নিশ্চিত করতে হবে-
i. পণ্যের মান
ii. প্রতিযোগিতামূলক মূল্য
iii. কাজের শৃঙ্খলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮. স্যামসন এইচ চৌধুরী কোন গ্রুপের চেয়ারম্যান ছিলেন?
ক) বেক্সিমকো
খ) বসুন্ধরা
গ) স্কয়ার
ঘ) নাসির গ্রুপ
২৯. উদ্যোক্তার গুণাবলি হিসেবে আবুল কালাম আজাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে-
i. কঠোর পরিশ্রম
ii. সাফল্য লাভের তীব্র আকাঙ্খা
iii. সব কাজকে সম্মান করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০. একাগ্রতা ও আন্তরিকতা জহুরুল ইসলামকে গড়ে তোলে-
i. সার্থক ব্যবসায় উদ্যোক্তা
ii. অন্যতম ধনাঢ্য ব্যক্তি
iii. সফল সংগঠক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১. জহুরুল ইসলামের সব অর্জনই সম্ভব হয়েছে-
i. কঠোর পরিশ্রমে
ii. আন্তরিকতায়
iii. কৃতিত্ব অর্জনের আকাঙ্খায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২. শাহিদা বেগম টেইলারিং কাজ শেখেন কীভাবে?
ক) স্বামীর কাছ হতে
খ) কর্মচারীদের কাছ হতে
গ) প্রশিক্ষণ নিয়ে
ঘ) সরকারি সাহায্যে
৩৩. শিপন একজন ঠিকাদার হিসেবে সব ধরনের বিনিয়োগ করেন। এটি উদ্যোক্তার ব্যবসায়ের কোন দিকটি নিশ্চিত করে?
ক) ঝুঁকি ন্যূনতমকরণ
খ) মুনাফা হ্রাসকরণ
গ) প্রতিযোগিতা বৃদ্ধিকরণ
ঘ) আইনগত দৃঢ়তা
৩৪. বিজনেসম্যান অব দি ইয়ার কে নির্বাচিত হয়েছিলেন?
ক) জহুরুল ইসলাম
খ) স্যামসন এইচ চৌধুরী
গ) নায়েব আলী
ঘ) শাহেদা বেগম
৩৫. আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন স্যামসন এইচ চৌধুরী। তিনি সভাপতি ছিলেন-
i. মেট্রোপলিটন চেম্বারের
ii. ঢাকা চেম্বারের
iii. ঔষধ শিল্প সমিতির
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৬. গৃহবধূ থেকে উদ্যোক্তা হয়েছেন কে?
ক) শাহিদা আক্তার
খ) শাহিদা বেগম
গ) শাহিদা খানম
ঘ) শাহিদা আহমেদ
৩৭. উদ্যোক্তা হিসেবে স্যামসন এইচ চৌধুরী অবদান রেখেছেন-
i. পণ্য উৎপাদন খাতে
ii. জাতীয় আয় বৃদ্ধিতে
iii. রাষ্ট্রীয় কূটনৈতিক ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৮. শাহিদা বেগম এসএমই ফাউন্ডেশন পুরস্কার পান কখন?
ক) ২০০৬ সালে
খ) ২০০৭ সালে
গ) ২০০৮ সালে
ঘ) ২০০৯ সালে
৩৯. পোস্ট অফিস নির্মাণের কাজ দিয়ে ব্যবসায় উদ্যোগ শুরু করেন কে?
ক) জহুরুল ইসলাম
খ) স্যামসন এইচ চৌধুরী
গ) একে আজাদ
ঘ) জুবের আলী
৪০. শাহিদা বেগমের সফল উদ্যোক্তা হওয়ার কারণ-
i. আত্মবিশ্বাস
ii. কঠিন মনোবল
iii. কৃতিত্ব অর্জন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪১. সারাবিশ্বের স্বনামধন্য একটি গ্রুপ স্কয়ার গ্রুপ। এর আওতাভুক্ত শাখা হলো-
i. স্কয়ার হোল্ডিংস
ii. স্কয়ার বাইন্ডিং
iii. স্কয়ার স্পিনিংস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪২. শাহিদা বেগম কোন গুনটির কারণে পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে পেরেছেন?
ক) দৃঢ় মনোবল
খ) সৃজনশীলতা
গ) দূরদর্শিতা
ঘ) কৃতিত্ব অর্জনের আকাঙ্খা
৪৩. উদ্যোক্তাকে সফল হতে সাহায্য করে-
i. পরিশ্রম
ii. সততা
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৪. স্যামসন এইচ চৌধুরীর সাফল্যের ভিত্তি হলো-
i. ধৈর্য
ii. অধ্যবসায়
iii. সততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৫. স্যামসন এইচ চৌধুরী ফার্মেসীর দোকান স্থাপন করেন কত সালে?
ক) ১৯৫০ সালে
খ) ১৯৫১ সালে
গ) ১৯৫২ সালে
ঘ) ১৯৫৭ সালে
৪৬. মিডিয়াতে অবদান রয়েছে কোন গ্রুপটির?
ক) নাভান গ্রুপ
খ) থ্রি-স্টার গ্রুপ
গ) স্কয়ার গ্রুপ
ঘ) বিডি গ্রুপ
৪৭. স্যামসন এইচ চৌধুরী পণ্যের কোন দিকটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন?
ক) পণ্যের মূল্য
খ) পণ্যের সাইজ
গ) গুণগতমান
ঘ) মুনাফা
৪৮. ২০০৯-২০১০ অর্থবছরে স্কয়ার গ্রুপ বছরের সেরা করদাতা হওয়ায় ব্যবসায়ের কোন দিকটি ফুটে ওঠেছে?
ক) রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা
খ) ভোক্তাদের দায়বদ্ধতা
গ) কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা
ঘ) ব্যক্তিগত দায়বদ্ধতা
৪৯. আবুল কালাম আজদ নারিকেল কীভাবে আনা-নেয়া করতেন?
ক) ট্রলারে করে
খ) নৌকায় করে
গ) জাহাজে করে
ঘ) রিকসায় করে
৫০. আবুল কালাম আজাদের সফলতার মূল ভিত্তি হলো-
i. কঠোর পরিশ্রম
ii. মায়ের দোয়া
iii. সমর্থনমূলক সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫১. লিমন মহাসড়কের পাশে জমি কিনেছেন ভবিষ্যতে দাম বৃদ্ধির আশায়। এ ধরনের সিদ্ধান্ত উদ্যোক্তার কোন গুণ প্রকাশ করে?
ক) সৃজনশীলতা
খ) দূরদর্শিতা
গ) উদ্যোগ
ঘ) পরিশ্রম
৫২. উদ্যোগ কী?
ক) কোনো কাজ শুরু করার প্রাথমিক প্রচেষ্টা
খ) ব্যবসায় স্থাপনের কার্যক্রম গ্রহণ
গ) পণ্য বাজারজাতকরণের কার্যক্রম
ঘ) ব্যবসায়ের জন্যে অর্থসংস্থান
৫৩. জহুরুল ইসলামের পিতা কোন পেশায় নিয়োজিত ছিলেন?
ক) শিক্ষক
খ) রাজমিস্ত্রী
গ) মুদি দোকানি
ঘ) কন্ট্রাক্টর
৫৪. ব্যবসায়ী হিসেবে আবুল কালাম আজাদ প্রথমে বিক্রি করতেন কোনটি?
ক) নারিকেল
খ) ইলিশ
গ) কাঁঠাল
ঘ) পাট
৫৫. যেকোনো পণ্য বা সেবাই মানুষের আস্থা অর্জন করতে পারে। যদি-
i. প্রতিটি স্তরে সর্বোচ্চ মূল্যবোধ বিদ্যমান থাকে
ii. নৈতিকতার চর্চা করা হয়
iii. মুনাফার্জন থেকে বিরত থাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৬. জহুরুল ইসলাম একজন ঠিকাদার। তিনি বিনিয়োগ করেছিলেন-
i. বাড়ি নির্মাণে
ii. দাতব্য প্রতিষ্ঠানে
iii. রাস্তা নির্মাণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৭. স্কয়ারের পণ্য বিদেশে সমাদৃত। কারণ এর রয়েছে-
i. গুণগত মান
ii. উচ্চমূল্য
iii. প্রতিযোগিতামূলক মূল্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৮. উদ্যোক্তা হিসেবে জহুরুল ইসলামের অন্যতম কীর্তি-
i. নার্সিং ইনস্টিটিউট স্থাপন
ii. মেডিকেল কলেজ স্থাপন
iii. এডুকেশন কমপ্লেক্স স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৯. বহু অনাথ আশ্রম কে প্রতিষ্ঠা করেছেন?
ক) এইচ চৌধুরী
খ) জহিরুল ইসলাম
গ) জহুরুল ইসলাম
ঘ) স্যামসন এইচ চৌধুরী
৬০. আবুল কালাম আজাদের জীবনী নতুন উদ্যোক্তারদের জন্যে শিক্ষা প্রদান করে-
i. কঠোর পরিশ্রমের
ii. সঠিক প্রকল্প চিহ্নিতকরণের
iii. সামাজিক বাধা দূর করার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬১. স্কয়ার ফার্মাসিটিউক্যালস-এর উদ্যোক্তা কতজন?
ক) ২ জন
খ) ৩ জন
গ) ৪ জন
ঘ) ৭ জন
৬২. যেকোনো উদ্যোক্তার জন্যে টার্নিং পয়েন্ট কোনটি?
ক) মূলধন যোগান
খ) সঠিক প্রকল্প চিহ্নিতকরণ
গ) কর্মচারী নিয়োগ
ঘ) সরকারি সহায়তা
৬৩. উদ্যোক্তা হিসেবে জহুরুল ইসলাম প্রতিষ্ঠা করেছেন-
i. মাদ্রাসা
ii. ক্লাব
iii. হাসপাতাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৪. উদ্যোক্তা শাহিদা বেগমের জন্যে কোন উক্তিটি যুক্তিযুক্ত?
ক) পূর্ব অভিজ্ঞতাই তাকে সফল উদ্যোক্তা হতে সাহায্য করেছে
খ) সফল উদ্যোক্তা হওয়ার জন্যে ব্যবসায় শুরু করেছিলেন
গ) নিতান্ত প্রয়োজনে ব্যবসায় শুরু করেছিলেন
ঘ) কৃতিত্বার্জনের জন্যে ব্যবসায় শুরু করেছিলেন
৬৫. বরিশালের আগৈলঝাড়ায় মোটর সাইকেলে যাত্রী পরিবহন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এলাকায় কোনো মোটর সাইকেল মেরামত কারখানা নেই। হাবিবুর এখানে একটি মোটর সাইকেল মেরামত কারখানা গড়ে তোলে। এক্ষেত্রে হাবিবুরের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠেছে?
ক) সৃজনশীলতা
খ) দূরদর্শিতা
গ) কঠোর পরিশ্রমী
ঘ) সাহসিকতা
৬৬. জহুরুল ইসলামের সফলতার মূল চাবিকাঠি হলো-
i. কঠোর পরিশ্রম
ii. দূরদর্শিতা
iii. সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৭. কত টাকা পুঁজি নিয়ে জহুরুল ইসলাম বেঙ্গল ডেভেলপমেন্ট গড়ে তোলেন?
ক) ৩-৪ হাজার
খ) ৩-৫ হাজার
গ) ৪-৫ হাজার
ঘ) ৫-৬ হাজার
৬৮. জহুরুল ইসলামকে স্বার্থক ব্যবসায় উদ্যোক্তা হতে সাহায্য করেছে-
i. পরিশ্রম
ii. ব্যবসায়ের প্রতি একাগ্রতা
iii. আন্তরিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৯. বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লি.-এর প্রতিষ্ঠাতা কে?
ক) জহুরুল ইসলাম
খ) স্যামসন এইচ চৌধুরী
গ) আবুল কালাম আজাদ
ঘ) লুৎফা সানজিদা
৭০. CIP কী?
ক) Consumer Initial Product
খ) Commercially Important Person
গ) Country Important Person
ঘ) Commercially Important Product
৭১. স্যামসন এইচ চৌধুরী তার সাফল্যের মূল বিষয় কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
৭২. শীতবস্ত্র ব্যবসায়ী রফিকুল প্রতিবছর শীতের সময় গরীব ও বস্তিবাসীদের শীতবস্ত্র দান করেন। কোন দায়বদ্ধতা থেকে রফিকুল শীতবস্ত্র দান করেন?
ক) সামাজিক
খ) রাষ্ট্রীয়
গ) ব্যক্তিগত
ঘ) পারিবারিক
৭৩. রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদান করে কোন প্রতিষ্ঠান?
ক) চ্যানেল আই
খ) আজাদ প্রোডাক্ট
গ) স্কয়ার গ্রুপ
ঘ) নাভানা লি.
৭৪. শাহিদা বেগমের সফলতার মূল কারণ-
i. দৃঢ় মনোবল
ii. পরিশ্রম
iii. অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৫. শাহিদা বেগমকে সাফল্য ও সম্মান এনে দিয়েছে-
i. দৃঢ় মনোবল
ii. সৃজনশীলতা
iii. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৬. শাহিদা বেগমের প্রাথমিক পুজিঁর পরিমাণ কত?
ক) চল্লিশ হাজার টাকা
খ) পঞ্চাশ হাজার টাকা
গ) সত্তর হাজার টাকা
ঘ) এক লক্ষ টাকা
৭৭. শ্রমিকবান্ধব শিল্পপতি কে?
ক) জহুরুল ইসলাম
খ) নায়েব আলী
গ) শাহেদা বেগম
ঘ) স্যামসন এইচ চৌধুরী
৭৮. জহুরুল ইসলামের জীবনী পাঠ করে নবীন উদ্যোক্তারা অনুশীলন করবে-
i. আত্মবিশ্বাস
ii. সততা
iii. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৯. সখিনা বেগম গৃহবধূ থেকে উদ্যোক্তা হতে চান। এজন্য প্রয়োজন-
i. আত্মবিশ্বাস
ii. কঠিন মনোবল
iii. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮০. জহুরুল ইসলাম ছিলেন-
i. সফল সংগঠক
ii. সমাজ সংস্কারক
iii. ব্যবস্থাপকের মডেল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২টি প্রশ্নের উত্তর দাও।
সফল নারী উদ্যোক্তা হিসেবে লুৎফা সানজিদা সব সময় কর্মচারীদের সাথে ভালো ব্যবহার এবং তাদের উৎসাহ দিয়েছে। সততার শীর্ষে এসে এখন তিনি দুঃখী মানুষের জন্যে বিনামূল্যে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন। তার সংগ্রামই তাকে সফল করে তুলেছে।
৮১. লুৎফা সানজিদার বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম কোন দায়বদ্ধতার আওতাভুক্ত?
ক) সামাজিক
খ) রাজনৈতিক
গ) অর্থনৈতিক
ঘ) নৈতিক
৮২. কর্মীদের সাথে ভালো ব্যবহার এবং উৎসাহ দান লুৎফা সানজিদার কোন গুণটির বহিঃপ্রকাশ?
ক) অধ্যবসায়
খ) সৃজনশীলতা
গ) নেতৃত্বদান ক্ষমতা
ঘ) পরিশ্রমী
No comments:
Post a Comment