অধ্যায় - ১১: ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
১. ব্যবসায় নৈতিকতার মধ্যে পড়ে?
i. সততা বজায় রাখা
ii. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন না করা
iii. পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
২. ব্যবসায় জগতে সঠিক পথের দিকনির্দেশনা হিসেবে কাজ করে কোনটি?
ক) ব্যবসায়িক শিক্ষা
খ) ব্যবসায়িক নৈতিকতা
গ) ব্যবসায়িক রীতি
ঘ) ব্যবসায়িক সংগঠন
৩. পরিবেশ দূষণের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-
i. জনগণের অসচেতনতা
ii. যেখানে সেখানে ময়লা নিক্ষেপ
iii. ত্রুটিমুক্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪. সামাজিক দায়বদ্ধতা পালন নিশ্চিত করে-
i. সামাজিক উন্নয়ন
ii. প্রতিভার বিকাশ
iii. দারিদ্র্য হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫. ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধির জন্য কোনটি অপরিহার্য?
ক) প্রচার-প্রসার চালানো
খ) ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো
গ) নৈতিক দায়িত্ব পালন
ঘ) সামাজিক দায়িত্ব পালন
৬. শিল্পান্নায়নের সবচেয়ে নেতিবাচক দিক কোনটি?
ক) দুর্নীতি
খ) উচ্চ বিলাসিতা
গ) অর্থ পাচার
ঘ) পরিবেশ দূষণ
৭. অনিয়ন্ত্রিত শিল্পান্নয়নের ফলাফল হলো-
i. স্বাস্থ্যহানি
ii. জীব বৈচিত্র্যের ধ্বংস
iii. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮. যেকোন ব্যবসায়ী নিচের কোনটির অভাবে ভালোমন্দের পার্থক্য নির্ণয় করতে অপারগ হয়?
ক) অধ্যয়ন
খ) অধ্যবসায়
গ) মূল্যবোধ
ঘ) পরিশ্রম
৯. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করাকে বলা হয়?
ক) নৈতিক দায়িত্ব
খ) সেবাপ রায়ণতা
গ) কর্মী সন্তুষ্টি
ঘ) মতাদর্শ
১০. পরিবেশে দূষণের কারণ হলো-
i. জনগণের অসচেতনতা
ii. ময়লা নিক্ষেপ
iii. ত্রুটিপূর্ণ নিষ্কাশন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১. ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল বিক্রি করা কোন ধরনের কাজ?
ক) অনৈতিক
খ) অযৌক্তিক
গ) আদর্শহীন
ঘ) অমানবিক
১২. জনগণের সমর্থনের উপর ব্যবসায়ের-
i. স্থায়িত্ব নির্ভর করে
ii. মুনাফা নির্ভর করে
iii. ক্ষতি নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের ব্যবধানকে কী বলে?
ক) মুনাফা
খ) ক্ষতি
গ) দায়
ঘ) সামঞ্জস্যতা
১৪. মানসম্মত পণ্য সরবরাহ ব্যবসায়ের কোন ধরণের দায়বদ্ধতার অংশ?
ক) সমাজের প্রতি দায়বদ্ধতা
খ) ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা
গ) শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা
ঘ) রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা
১৫. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকা কীসের অন্তর্ভুক্ত?
ক) ব্যবসায়িক মূল্যবোধ
খ) ব্যবসায়িক নৈতিকতা
গ) মানবতা আইন
ঘ) সামাজিক প্রথা
১৬. নৈতিকতার নীতিমালা হল-
i. সততা বজায় রাখা
ii. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিক্রয় না করা
iii. জনকল্যাণে অবদান রাখা
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৭. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?
ক) অর্থনৈতিক
খ) সামাজিক
গ) রাজনৈতিক
ঘ) পারিবারিক
১৮. সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান কার দায়িত্ব?
ক) রাজনীতিবিদদের
খ) ধনী শ্রেণির
গ) কোম্পানির
ঘ) ব্যবসায়ের
১৯. ব্যবসায় প্রতিষ্ঠান ভোক্তাদের প্রতি কতটি দায়িত্ব পালন করে?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাচঁটি
২০. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করতে হয় কেন?
ক) মুনাফা অর্জনের জন্যে
খ) মুনাফা বৃদ্ধির জন্যে
গ) সচেতনতা বৃদ্ধির জন্যে
ঘ) পণ্য বিক্রির জন্যে
২১. ব্যবসায়ের অন্যতম কাজ হলো-
i. চাহিদা নিরূপণ
ii. পণ্য উৎপাদন
iii. পরামর্শ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২. ব্যবসায়িক মূল্যবোধ বলেতে বোঝায়?
i. ব্যবসায়ীর মূল্যবান আচরণ
ii. ব্য্যবসায়ীর অনুকরণীয় আচরণ
iii. ব্যবসায়ীর স্থায়ী আচরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩. মানসম্মত পণ্য ও উন্নত সেবা সরবরাহ করা ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব?
ক) সামাজিক
খ) নৈতিক
গ) ব্যবসায়িক
ঘ) অর্থনৈতিক
২৪. টেলিকমিউনিকেশন কোম্পানির প্রদত্ত পৃষ্ঠপোষকতার ক্ষেত্র হলো-
i. দারিদ্র্য বিমোচন
ii. বৃত্তি প্রদান
iii. খেলাধুলার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫. ব্যবসায়ীকে দীর্ঘদিন ব্যবসায়ে টিকে থাকার জন্য প্রয়োজন-
i. অতিরিক্ত মুনাফা অর্জন
ii. পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ
iii. মানসম্মত পণ্য সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬. ব্যবসায়ে সামাজিক দায়িত্ব পালন কীরূপ কাজ?
ক) অন্যতম কাজ
খ) বিশেষ কাজ
গ) প্রয়োজনীয় কাজ
ঘ) গুরুত্বপূর্ণ কাজ
২৭. নৈতিকতা শব্দটি কোন পদ থেকে উদ্ভব হয়েছে?
ক) Ethics
খ) Ethos
গ) Emthos
ঘ) Ethmos
২৮. মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে কী বলে?
ক) রাষ্ট্রের দায়বদ্ধতা
খ) সাময়িক দায়বদ্ধতা
গ) সামাজিক দায়বদ্ধতা
ঘ) ক্রেতা-ভোক্তার দায়বদ্ধতা
২৯. সমাজের জন্য কল্যাণমূলক কাজকে ব্যবসায় কীসের অংশ হিসেবে গণ্য করে?
ক) সামাজিক দায়বদ্ধতা
খ) ব্যবসায়িক আইন
গ) নৈতিকতা
ঘ) মূল্যবোধ
৩০. আশরাফ অধিক লাভের আশায় নিম্নমানের ওষুধ বিক্রয় করে। আশরাফের কাজটির মধ্যে কোনটির অভাব রয়েছে?
ক) উদারতার
খ) নৈতিকতার
গ) বিশ্বাসের
ঘ) শিক্ষার
৩১. গণমাধ্যমের সাহায্যে পরিবেশ দূষণ রক্ষা পেতে হলে-
i. সচেতনতা বৃদ্ধি করতে হবে
ii. বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি করতে হবে
iii. আইনের যথার্থ প্রয়োগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২. নিচের কোনটি সমর্থনমূলক সহায়তা?
ক) কর অবকাশ
খ) কারিগরি তথ্য
গ) অর্থনৈতিক তথ্য
ঘ) পরামর্শ দান
৩৩. নৈতিকতা কার্যকলাপের আওতাভুক্ত কাজ হলো?
i. মরা মুরগি কেনবেচা
ii. ভেজালমুক্ত ওষুধ বিক্রয়
iii. পণ্যের গুণাগুণ সম্পর্কে মিথ্যা ও অতিরিক্ত তথ্য দান
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৪. ব্যবসায়ের নৈতিকতার মধ্যে পড়ে-
i. পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে
ii. জনকল্যাণে অবদান রাখা
iii. শিল্প আইন মেনে চলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৫. শ্রমিকদের প্রতি ব্যবসায়ীক দায়িত্ব হলো-
i. চাকরির নিরাপত্তা বিধান
ii. উপযুক্ত পরিবেশ সৃষ্টি
iii. প্রশিক্ষণের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৬. সরকারের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব হলো-
i. নিয়মিত কর প্রদান
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. আইন মেনে চলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৭. ব্যবসায়িক উদ্দেশ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে এসছে-
i. ব্যাংক
ii. টেলি কমিউনিকেশন কোম্পানি
iii. বীমা কোম্পানি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৮. ব্যবসায় সিদ্ধান্তসমূহ সঠিক হবে যদি-
i. ব্যবসায় নৈতিকতার নীতিমালা অনুসরণ করা হয়
ii. অর্থনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকা হয়
iii. আর্থিকভাবে লাভবান হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৯. জনহিতকর কাজের মধ্যে পড়ে-
i. হাসপাতাল স্থাপন করা
ii. স্কুল স্থাপন করা
iii. দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i, ii ও iii
ঘ) iii
৪০. মানব চরিত্রের মানদন্ড হিসেবে বিবেচিত হয় কোনটি?
ক) মূল্যবোধ
খ) নৈতিকতা
গ) শিক্ষা
ঘ) পরিশ্রম
৪১. পরিবেশ দূষণের জন্য দায়ী-
i. জনগণের অসচেতনতা
ii. যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা
iii. ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
৪২. ব্যবসায় জন্মলাভ করার প্রধান কারণ কোনটি?
ক) মুনাফা অর্জন
খ) সমাজের চাহিদা পূরণ
গ) সামাজিক দায়িত্ব পালন
ঘ) অর্থনৈতিক অগ্রগতি
৪৩. আবুল কাসেম কী ধরনের ওষুধ বিক্রয় করতেন?
ক) ভালো ওষুধ
খ) খাঁটি ওষুধ
গ) ভেজাল ওষুধ
ঘ) দামি ওষুধ
৪৪. সামাজিক উন্নয়নে অবদান রাখছে-
ক) দারিদ্র্য বিমোচনে আর্থিক সহায়তা দান
খ) মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান
গ) মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনার খরচ প্রদান
ঘ) সবগুলোই সঠিক
৪৫. কোনটি মানুসের দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত?
ক) দায়বদ্ধতা
খ) কুশলতা
গ) রীতিনীতি
ঘ) নৈতিকতা
৪৬. লিমন একজন ব্যবসায়ী। সে সবসময় মানসম্মত পণ্য সরবরাহ করে। এটি লিমনের কোন ধরনের বৈশিষ্ট্য?
ক) দেশপ্রেম
খ) নৈতিকতা
গ) মূল্যবোধ
ঘ) আদর্শ
৪৭. প্রতিদিন খবরের পাতা উল্টালে ব্যবসায় সংক্রান্ত কী চেোখে পড়ে?
i. সম্ভাবনার নতুন নতুন ক্ষেত্র
ii. অনেক নেতিবাচক খবর
iii. অনেক নেতিবাদক চিত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৮. ব্যবসায় নৈতিকতা কোনটিকে সঠিক পথে পরিচালনা করে?
ক) ব্যবসায়িক উদ্দেশ্য
খ) ব্যবসায়িক রীতি-নীতি
গ) ব্যবসায়িক আচরণ
ঘ) ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন
৪৯. কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতার অংশ?
ক) রাষ্ট্রের প্রতি
খ) সমাজের প্রতি
গ) ক্রেতা ও ভোক্তাদের প্রতি
ঘ) শ্রমিক কর্মচারীদের প্রতি
৫০. আবুল কাসেমের ছেলে আব্দুর রহমান পরবর্তীতে কী ওষুধ বিক্রয় করে বাবার সুনাম নষ্ট করেছেন?
ক) ভেজাল ওষুধ
খ) নকল ওষুধ
গ) বিদেশি ওষুধ
ঘ) নিম্নমানের ওষুধ
৫১. নিচের কোনটি সামাজিক দায়বদ্ধতার অংশ?
ক) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
খ) পণ্যের মজুতদারি না করা
গ) মানসম্মত পণ্য সরবরাহ না করা
ঘ) ক ও খ উভয়ই
৫২. আজাদ ভবিষ্যতে পণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা জেনেও ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেন। আজাদ কীসের প্রতি দায়িত্ব পালন করেছে?
ক) রাষ্ট্রের প্রতি
খ) সমাজের প্রতি
গ) ক্রেতার প্রতি
ঘ) শ্রমিকদের প্রতি
৫৩. শিক্ষকের নৈতিক দায়িত্ব হলো-
i. নিয়মিত পাঠ দান করা
ii. শিক্ষার্থীদের ফী মওকুফ করা
iii. শিক্ষার্থীদের ভুল সংশোধন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৪. ব্যবসায়ে মুনাফা অর্জিত হয়-
i. শ্রমিকের প্রচেষ্টায়
ii. সরকারের প্রচেষ্টায়
iii. কর্মচারীর প্রচেষ্টায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৫. ক্রেতা ও ভোক্তার প্রতি ব্যবসায়ের দায়িত্ব হলো-
i. পণ্যের বাজার স্থিতিশীল রাখা
ii. মানসম্মত পণ্য উৎপাদন করা
iii. পণ্য প্রাপ্তি সহজতর করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৬. নৈতিকতার অংশ হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়?
ক) সত্য কথা বলা
খ) যথাযথ দায়িত্ব পালন করা
গ) পরিশ্রম করা
ঘ) দান-খয়রাত করা
৫৭. ব্যবসায়িক মূল্যবোধের পরিপন্থী কাজ হলো-
i. ওজনে কম দেয়া
ii. দ্রব্যে ভেজাল দেয়া
iii. নিম্নমানের পণ্য সরবরাহ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৮. প্রকৃতি অনুযায়ী সহায়তাকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৫৯. কোনটিকে ঘিরেই ব্যবসয়ের কার্যক্রম নির্ধারিত হয়?
ক) রাষ্ট্রকে
খ) সমাজকে
গ) অর্থকে
ঘ) নীতিকে
৬০. ভয়াবহ শব্দদূষণ হচ্ছে কিসের কারণে?
i. কারখানার মেশিনের শব্দে
ii. জেনারেটরের বিকট আওয়াজে
iii. কারখানার বিশালাকৃতির ঘণ্টার কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬১. কোন ব্যবসায়েল নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিসীম?
ক) সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে
খ) অধিক মুনাফা অর্জনের জন্যে
গ) জনকল্যাণের জন্যে
ঘ) শিল্প আইন মেনে চলার জন্যে
৬২. সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা বলতে বোঝায়?
i. পণ্যের বাজার স্থিতিশীল রাখা
ii. মানসম্মত পণ্য সরবরাহ করা
iii. জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) iii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
৬৩. অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ কোন ধরনের সহায়তার অঙ্গ?
ক) উদ্দীপনামূলক
খ) সমর্থনমূলক
গ) সংরক্ষণমূলক
ঘ) অর্থসংস্থানমূলক
৬৪. পরিবেশ দূষণ রোধে সরকারের উচিত-
i. আইন প্রণয়ন করা
ii. আইন প্রয়োগ করা
iii. বিদেশি সহায়তা গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৫. প্রকৃতিপক্ষে একজন ব্যবসায়ী সমাজের একজন-
i. আদর্শ নাগরিক
ii. সৃজনশীল নাগরিক
iii. সচেতন নাগরিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
৬৬. এইচএসবিসি ব্যাংকে কাজের উপযুক্ত পরিবেশ বজায় থাকে। এক্ষেত্রে এইচএসবিসি ব্যাংক কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
ক) ক্রেতা
খ) গ্রাহক
গ) রাষ্ট্র
ঘ) কর্মচারী
৬৭. মাসুম পলাশীর বাজারে মরা মুরগী কেনা-বেচা করেন। তার কাজটি কীসের উদাহরণ?
ক) নৈতিক কার্যকলাপ
খ) ব্যবসায়িক কার্যকলাপ
গ) অনৈতিক কার্যকলাপ
ঘ) মানবতা বিরোধী কাজ
৬৮. কীভবে ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি ঘটে?
ক) সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে
খ) সমাজের মানুষের সাথে লেনদেন সম্পাদনের মাধ্যমে
গ) সরকারের পরামর্শক্রমে বেশি পরিমাণে বিনিয়োগের মাধ্যমে
ঘ) সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনদের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে
৬৯. একটি সুখী সুন্দর সমাজ গঠনে কোনটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য?
ক) মূল্যবোধ
খ) শিষ্টাচার
গ) সৃজনশীলতা
ঘ) নৈতিক আচরণ
৭০. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবসময় মানসম্মত পণ্য সরবরাহ করে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
ক) পরিবেশ
খ) সরকার
গ) ভোক্তা
ঘ) ব্যবসায়ী
৭১. মানুষ কী খেয়ে নানারকম ব্যাধিতে আক্রান্ত হচ্ছে?
ক) বিদেশি ফল খেয়ে
খ) নিম্নমানের সবজি খেয়ে
গ) ভেজাল খাদ্য খেয়ে
ঘ) পচাবাসি খাবার খেয়ে
৭২. শিল্পান্নয়নে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
ক) পরিবেশ দূষণ
খ) নদী দূষণ
গ) বায়ূ দূষণ
ঘ) রাস্তাঘাটে অব্যবস্থাপনা
৭৩. বাংলাদেশে কার্যরত মোবাইল ফোন কোম্পানী কতটি?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
৭৪. রহিম মিয়া অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করে। এটি কীসের বিরোধী?
ক) ব্যবসায়িক রীতি
খ) ব্যবসায় নৈতিকতা
গ) সামাজিক আইন
ঘ) মানবতা আইন
৭৫. পানি দূষণের কারণ কী?
ক) পানিতে শিল্প বর্জ্য নিক্ষেপ
খ) যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা
গ) পানিতে ওষুধ দেয়া
ঘ) নদী ভাঙন
৭৬. ব্যবসায়ের সফলতা নির্ভর করে-
i. ক্রেতার আস্থার ওপর
ii. ভোক্তার আস্থার ওপর
iii. ভোক্তার সহযোগিতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৭. রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা বলতে বোঝায়?
i. সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা
ii. সরকারের নিয়মনীতি যথাযথভাবে পালন করা
iii. অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i
ঘ) i, ii ও iii
৭৮. ব্যবসায়িক নৈতিকতার অপর নাম কী?
ক) নৈতিক শক্তি
খ) নৈতিক মূল্যবোধ
গ) সততাবোধ
ঘ) নৈতিক স্খলন
৭৯. ব্যবসায় প্রতিষ্ঠানের জনহিতকরণ কাজের মধ্যে অন্তর্ভূক্ত-
i. হাসপাতাল প্রতিষ্ঠা
ii. স্কুল স্থাপন
iii. বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮০. প্রাচীনকালে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক) খ্যাতি অর্জন
খ) সামাজিক সেবা
গ) রাষ্ট্রের দায়দায়িত্ব পালন
ঘ) মুনাফা অর্জন
৮১. নৈতিক শব্দটি কোন ভাষার শব্দ?
ক) ফরাসি
খ) গ্রিক
গ) ল্যাটিন
ঘ) জার্মান
৮২. রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের কয়টি দায়িত্ব রয়েছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
৮৩. বাংলাদেশে পরিবেশ দূষণ রোধ সম্ভব না হওয়ার কারণ কী?
ক) আইন না থাকায়
খ) আইনের প্রয়োগ না থাকায়
গ) জনগণের সদিচ্ছা না থাকায়
ঘ) অবহেলা ও খামখেয়ালিপনা
৮৪. ব্যবসায় প্রতিষ্ঠানকে মেনে চলতে হয়-
i. নৈতিকতা
ii. সামাজিক দায়বদ্ধতা
iii. মুনাফা অর্জনের উচ্চাকাঙ্খা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৫. ব্যবসায়ে কার্যক্রম কোনটিকে ঘিরে আবর্তিত হয়?
ক) সমাজ
খ) রাষ্ট্র
গ) বিশ্ব
ঘ) প্রযুক্তি
৮৬. কোনটি নৈতিকতার পরিপন্থী?
ক) গ্রাহকদের সাথে অসদুপায় অবলম্বন করা
খ) অতিরিক্ত লাভের আশায় পণ্যের কৃত্রিম অভাব সৃষ্টি করা
গ) ক ও খ
ঘ) সততা বজায় রাখা
৮৭. মানুষের কাছ থেকে কোনটি কাম্য নয়?
i. অনৈতিক কার্য কলাপ
ii. অনৈতিক আচরণ
iii. অনৈতিক দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৮. নৈতিকতা শব্দটি কোন ভাষার শব্দ?
ক) ফরাসি
খ) গ্রিক
গ) ল্যাটিন
ঘ) জার্মানি
৮৯. একজন শিক্ষকের নিয়মিত ক্লাস না নেওয়া তার দ্বারা কোনটির অভাব রয়েছে বলে ধরা যায়?
ক) মূল্যবোধ
খ) বিশ্বাস
গ) বুদ্ধিমত্তা
ঘ) নৈতিকতা
৯০. ক্লোজআপ ওয়ান সেরা কন্ঠশিল্পী বাছাই প্রতিযোগিতা আয়োজন করে। এ আয়োজন কীসের অন্তুর্ভুক্ত?
ক) সামাজিক দায়িত্বের
খ) নৈতিক স্বভাবের
গ) রাজনৈতিক দায়িত্বের
ঘ) আইনগত দায়িত্বের
৯১. সরকারি দায়িত্বের আওতাধীন?
i. শিক্ষা
ii. স্বাস্থ্য
iii. বিনোদন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
৯২. ইথস শব্দের অর্থ কী?
ক) মানব আচরণের চলমানতা
খ) মানব কর্মকান্ডের নিয়ম নীতি
গ) মানব আচরণের মানদণ্ড
ঘ) শ্রম বিভাগের গতিবিধি
৯৩. রহিক চামড়া কারখানার মালিক। তার কারখানার নির্গত তরল পদার্থ নদী-নালায় পড়ে, ফলে কী দূষিত হচ্ছে?
ক) বায়ু
খ) পানি
গ) শব্দ
ঘ) খাদ্য
৯৪. কোন সহায়তার মাধ্যমে উদ্যোক্তা শিল্প স্থাপন করেন?
ক) উদ্দীপনামূলক
খ) সমর্থনমূলক
গ) সংরক্ষণমূলক
ঘ) গ্রহণমূলক
৯৫. শব্দ দূষণের কারণ হলো-
i. মেশিনের শব্দ
ii. জেনারেটরের শব্দ
iii. বৃষ্টির শব্দ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৬. কারখানার মেশিন ও জেনারেটরের আওয়াজ কী তৈরি করছে?
ক) শব্দ দূষণ
খ) ভয়াবহ শব্দ দূষণ
গ) পরিবেশ দূষণ
ঘ) ভয়াবহ পরিবেশ দূষণ
৯৭. একজন ব্যবসায়ী কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী?
ক) সৃজনশীল
খ) চিত্তশীল
গ) কর্মক্ষম
ঘ) সবগুলো
৯৮. জনহিতকর কাজ বলতে বোঝায়?
i. হাসপাতাল প্রতিষ্ঠা
ii. স্কুল স্থাপন
iii. দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) i
ঘ) i, ii ও iii
৯৯. আবাসনের নামে দেশে কী ঘটছে?
i. চাষের জমি হরণ
ii. খাল-বিল ও নদী ভরাট
iii. পরিকল্পিত নগরায়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০০. শিক্ষকের ন্যায় কাদের নৈতিক দায়িত্ব রয়েছে?
ক) অভিভাবকদের
খ) ছাত্র ছাত্রীদের
গ) মরুব্বীদের
ঘ) ব্যবসায়ীদের
১০১. ব্যবসায়ের বিলুপ্তি ঘটে?
i. লোভের প্রত্যাশায় নকল পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করলে
ii. ভেজাল মিশ্রিত পণ্য কেনাবেচা করলে
iii. অসদুপায় অবলম্বন করে ক্রেতাকে ঠকালে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০২. কাকে সমাজের সবাই ঘৃণা করে?
ক) অনৈতিক কার্যকলাপে লিপ্ত ব্যবসায়ীকে
খ) অনৈতিক কার্যকলাপ সংশ্লিষ্ট ব্যবসায়কে
গ) মূল্যবোধহীন কার্যকলাপে লিপ্ত ব্যবসায়ীকে
ঘ) মূল্যবোধহীন কার্যকলাপ সংশ্লিষ্ট ব্যবসায়কে
১০৩. একটি দেশের জনগণের জন্য কোন আচরণবিধি অনুসরণ করা একান্ত আবশ্যক?
ক) নৈতিক
খ) সামাজিক
গ) রাজনৈতিক
ঘ) গর্হিত
No comments:
Post a Comment