অধ্যায়-১১: জীব প্রযুক্তি
১. ল্যাকটোফেরিন কী?
ক) এনজাইম
খ) অ্যান্টিবায়োটিক
গ) হরমোন
ঘ) প্রোটিন
২. প্লাজমিড-
i. স্বতন্ত্র DNA অণু
ii. ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের বাইরে থাকে
iii. স্ববিভাজনে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩. DNA তে একটি শর্করার সাথে কয়টি নাইট্রোজেন বেস যুক্ত হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
৪. ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতিকে কী বলা হয়?
ক) হিমোফিলিয়া
খ) এক্টোডার্মাল ডিসপ্লোসিয়া
গ) অপটিক এট্রাফি
ঘ) জুভেনাইল গ্লুকোমা
৫. মানব ক্লোনিং বন্ধ হওয়া উচিত কেন?
ক) সামাজিক বাধার জন্য
খ) অর্থনৈতিক কারণে
গ) ধর্মীয় অনুশাসনের জন্য
ঘ) প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য
৬. বেটসন কত সালে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দেন জিন?
ক) ১৯০৮
খ) ১৯০০
গ) ২০০৮
ঘ) ১৯১৩
৭. টার্নারস সিনড্রোম রোগ কাদের হয়?
ক) পুরুষ
খ) নারী
গ) শিশু
ঘ) পশুর
৮. মেন্ডেল কোন দেশের নাগরিক ছিলেন?
ক) অস্ট্রেলিয়া
খ) সিরিয়া
গ) অস্ট্রিয়া
ঘ) বাংলাদেশ
৯. হেপাটাইটিস-এর চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি?
ক) ফাইসিন
খ) থ্রম্বিন
গ) লাইপেজ
ঘ) ইন্টারফেরন
১০. হানটিংটন’স রোগের ফলে মানুষের যে সমস্যা হয়-
i. মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না
ii. শরীরের পেশিগুলোর মধ্যে সমন্বয় ক্ষমতা লোপ পায়
iii. শরীরে রক্তস্বল্পতা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) iii
ঘ) ii
১১. মানুষের মধ্যে লক্ষণীয় জেনেটিক বিশৃঙ্খলা হলো-
i. জিনের ভিতর পরিবর্তন
ii. ক্রোমোজোমের সংখ্যার হ্রাস বা বৃদ্ধি
iii. ক্রোমোজোমের কোনো অংশের হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১২. কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম স্পষ্ট হয়?
ক) প্রোফেজ ও প্রোমেটাফেজ
খ) প্রোমেটাফেজ ও মেটাফেজ
গ) এনাফেজ ও টেলোফেজ
ঘ) প্রোফেজ ও মেটাফেজ
১৩. হিমোফিলিয়া রোগের লক্ষণ হলো-
i. অপটিক স্নায়ূর ক্ষয়িষ্ণুতা
ii. অক্ষিগোলকের কাঠিন্য
iii. বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে না পারা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
১৪. DNA অণুতে থাকে না কোনটি?
ক) থাইমিন
খ) ইউরাসিন
গ) সাইটোসিস
ঘ) গুয়ানিন
১৫. পুরুষের সেক্স ক্রোমোজোমের ডিসজাংশনের কারণে কোন রোগ হয়?
ক) হানটিংটন রোগ
খ) ডাউন’স রোগ
গ) ক্লিনিফেলটার’স সিনড্রোম
ঘ) টার্নার’স সিনড্রোম
১৬. ক্লিনিফেলটার সিনড্রোমবিশিষ্ট বালকদের বৈশিষ্ট্য হলো-
i. তাদের কন্ঠস্বর খুব কর্কশ হয়
ii. তাদের স্তনগুলো বড় আকারের হয়
iii. তাদের বৃদ্ধি কম হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৭. ক্রোমোজোমের আকার সাধারণত কেমন হয়?
ক) চিকন ও লম্বা
খ) মোটা ও খাটো
গ) মোটা ও লম্বা
ঘ) গোলাকৃতির
১৮. কোনটিকে রিপ্রোডাকটিভ ক্লোনিং বলে?
ক) ডলির ক্লোনিং
খ) ব্যাকটেরিয়ার ক্লোনিং
গ) ছত্রাকের ক্লোনিং
ঘ) ভাইরাসের ক্লোনিং
১৯. মানুষের সেক্স ক্রোমোজোমগুলো -
ক) x ও y
খ) y ও z
গ) x ও z
ঘ) x ও o
২০. মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা-
ক) ৪৬
খ) ৪৭
গ) ৪৮
ঘ) ৪৯
২১. প্লাজমিড DNA পাওয়া যায়-
ক) ব্যাকটেরিয়ায়
খ) ছত্রাকে
গ) অ্যামিবায়
ঘ) মানুষে
২২. ট্রান্সজেনিক গরু উদ্ভাবন করলে-
i. মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে
ii. গরু দ্রুত বিক্রয়যোগ্য হবে
iii. রোগ প্রতিরোধী হবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৩. ডাইন’স সিনড্রাম হয় - তম ক্রোমোজোমের নন-ডিসজাংশনের ফলে।
ক) ২০
খ) ২১
গ) ২২
ঘ) ২৩
২৪. জেমস ওয়াটসন ও ফ্রানসিস ক্রিক বিজ্ঞানীদ্বয় কত সালে DNA� অনুর গঠন আবিষ্কার করেন?
ক) ১৯২০
খ) ১৯৪৩
গ) ১৯৫৩
ঘ) ১৯৬৩
২৫. SIT কোন দেশে প্রচলিত নয়?
ক) বাংলাদেশ
খ) জাপান
গ) থাইল্যান্ড
ঘ) ব্রাজিল
২৬. ক্রোমোজোমের প্রোটিন-
i. হিস্টেন
ii. লাইপেজ
iii. নন-হিস্টেন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) iii
২৭. সেক্স লিংকড জিনের কারণে সৃষ্ট রোগ-
i. হোয়াইট ফোরলক
ii. মায়োপিয়া
iii. রাতকানা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৮. কৃষি উন্নয়নে যেসব জীবপ্রযুক্তিগত পদ্ধতি ব্যবহৃত হয় তা হলো-
i. টিস্যু কালচার
ii. ট্রান্সজেনিক উদ্ভিদ
iii. সুপার রাইস সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২৯. ক্ষতিকর জিন অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপনকে বলে-
ক) জিন থেরাপি
খ) সেরোলজি
গ) ফরেনসিক টেস্ট
ঘ) মলিকুলার ফার্মিং
৩০. গ্রেগর জোহান মেন্ডেল একজন কি ছিলেন?
ক) অস্ট্রীয় রাজনীতিবিদ
খ) অস্ট্রীয় ধর্মযাজক
গ) পদার্থবিদ
ঘ) জার্মান ধর্মযাজক
৩১. ডাউন’স সিনড্রোম রোগে মানুষের কোন ধরনের সমস্যা দেখা দেয়?
ক) নাক লম্বা হয়ে যায়
খ) চোখের পাতা ফুলে যায়
গ) হাত বেশি লম্বা হয়ে যায়
ঘ) জিহ্বা ছোট হয়
৩২. ভিটামিন A সমৃদ্ধ-
i. সুপার রাইস
ii. গোল্ডেন রাইস
iii. নেরিকা রাইস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৩৩. স্তন্যপায়ী কোন প্রজাতির প্রাণী থেকে প্রথম ক্লোনিং করে একই প্রজাতির নতুন প্রাণী সৃষ্টি করা হয়?
ক) গরু
খ) শূকর
গ) খরগোশ
ঘ) ভেড়া
৩৪. ট্রান্সজেনিক টমেটো-
i. ত্বক শক্ত থাকে
ii. দেরিতে পাকে
iii. সুক্রোজের পরিমাণ বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৩৫. ক্রোমোজোমের অংশ হল-
i. ক্রোমাটিড
ii. প্রোটোনেমা
iii. ক্রোমোনেমা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
৩৬. পনির উৎপাদনের জন্য বিখ্যাত নয়-
ক) ফ্রান্স
খ) ইতালি
গ) ব্রাজিল
ঘ) যুক্তরাজ্য
৩৭. নিচের কোনটি স্ববিভাজনে সক্ষম?
ক) ট্রান্সজেনিক
খ) রিকম্বিনেন্ট
গ) এনজাইম
ঘ) প্লাজমিড
৩৮. কোন উদ্ভিদ থেকে ক্লোভার ঘাসে জিন স্থানান্তর করা হয়েছে?
ক) সূর্যমুখী
খ) লোলপ
গ) লেটুস
ঘ) নিম
৩৯. DNA অণুর আকৃতি দেখতে কেমন?
ক) বৃত্তাকার কুন্ডলীর মতো
খ) প্যাঁচানো সিঁড়ির মতো
গ) চর্তুভুজাকার
ঘ) ত্রিভুজাকার
৪০. বিভিন্ন বর্ণের পার্থক্য না বুঝতে পারা কোন রোগের লক্ষণ?
ক) দৃষ্টিক্ষীণতা
খ) অপটিক অ্যট্রিফি
গ) হোয়াইট ফোরলক
ঘ) বর্ণান্ধতা
৪১. কোন রোগটির লক্ষণ আক্রান্ত ব্যক্তির বয়স চল্লিশ হওয়ার পূর্বে প্রকাশ পায় না?
ক) ডাউন’স সিনড্রোম
খ) ক্লিনিফেলটার’স সিনড্রোম
গ) হানটিংটনস
ঘ) সিকিলসেল
৪২. আধুনিক বংশগতি বিদ্যার ভিত্তি কে রচনা করেন?
ক) বেটসন
খ) গ্রেগর মেন্ডেল
গ) হার্বার্ট বয়ার
ঘ) স্ট্যানলি কোহেন
৪৩. পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক) গাজীপুর
খ) সাভার
গ) আগারগাঁও
ঘ) শাহাবাগ
৪৪. কোষে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কয়টি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
৪৫. বট গাছ থেকে কোন এনজাইম পাওয়া যায়?
ক) ফাইসিন
খ) প্যাপেইন
গ) ট্রিপসিন
ঘ) থ্রম্বিন
৪৬. ক্রোমোজোমের নন-ডিসজাংশনের ফলে সৃষ্ট রোগ-
i. ডাউন’স সিনড্রোম
ii. টার্নার’স সিনড্রোম
iii. হানটিংটন’স রোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৪৭. মানুষের নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
ক) স্যালমোলিনা
খ) ব্যাসিলাস
গ) নিউমোকক্কাস
ঘ) সিউডোমোনাস
৪৮. হানটিংটনস রোগের কারণ কোনটি?
ক) পয়েন্ট মিউটেশন
খ) ননডিসজাঙ্কশন
গ) ক্রোমোসোম সংখ্যার হ্রাস বৃদ্ধি
ঘ) ক্রোমোসোমের কোন অংশের হ্রাস বৃদ্ধি
৪৯. জীব প্রযুক্তির ফসল হচ্ছে-
i. সিরকা
ii. মদ
iii. পাউরুটি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৫০. একই কোষের অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করাকে কী বলে?
ক) সেল ক্লোনিং
খ) জীব ক্লোনিং
গ) রিপ্রোডাকটিভ ক্লোনিং
ঘ) প্রাকৃতিক ক্লোনিং
৫১. DNA প্রোফাইল তৈরি করা হয় কীভাবে?
ক) রং পেন্সিল
খ) রাসায়নিক বিক্রিয়া
গ) ভৌত পরিবর্তন
ঘ) ডাক্তারের ইচ্ছানুসারে
৫২. নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন আলাদা করা হয় কত সালে?
ক) ১৯৩৩
খ) ১৯৪৪
গ) ১৯৫৫
ঘ) ১৯৬৬
৫৩. সেক্স ক্রোমোজোম গুলোকে প্রকাশ করা হয়-
i. x দ্বারা
ii. y দ্বারা
iii. z দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৫৪. পয়েন্ট মিউটেনশনের কারণে হয়-
i. সিঁকিল সেল রোগ
ii. হানটিংটন’স রোগ
iii. টানার’স সিনড্রোম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৫৫. মানুষের প্রতিটি দেহকোষে কত জোড়া অটোজোম রয়েছে?
ক) ১ জোড়া
খ) ২২ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৪ জোড়া
৫৬. সেরোলজি টেস্টে ডিএনএ বিশ্লেষণ করা হয় মানুষের-
i. রক্তের
ii. বীর্যের
iii. লালার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৫৭. কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়-
i. প্রোফেজ
ii. মেটাফেজ
iii. অ্যানাফেজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৫৮. x লিংকড জিন-
i. x ক্রোমোজোমে থাকে
ii. y ক্রোমোজোমে থাকে না
iii. প্রকট প্রকৃতির হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৫৯. পেঁপে থেকে কোন এনজাইম পাওয়া যায়?
ক) অ্যামাইলেজ
খ) প্রোটিয়েজ
গ) লাইপেজ
ঘ) প্যাপেইন
৬০. নিউক্লিক এসিড কত প্রকার?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৬১. ডিএনএ আবিষ্কৃত হয় কত সালে?
ক) ১৯৫২
খ) ১৯৫৩
গ) ১৯৫৬
ঘ) ১৯৫৫
৬২. ইন্টারফেরন উপাদানটি কীভাবে গঠিত হয়েছে?
ক) ক্ষুদ্র ক্ষুদ্র কার্বন অণুর সমন্বয়ে
খ) কয়েকটি হাইড্রোজেন অণুর সমন্বয়ে
গ) ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন অণুর সমন্বয়ে
ঘ) চারটি গ্লুকোজ অণুর সমন্বয়ে
৬৩. গোল্ডেন রাইস কোন দেশ আবিষ্কার করে?
ক) সুইডেন
খ) আমেরিকা
গ) চীন
ঘ) বাংলাদেশ
৬৪. জেনেটিক বিশৃঙ্খলার কারণ-
i. পয়েন্ট মিউটেশন
ii. নন-ডিসজাংশন
iii. ক্রোমোজোম সংখ্যার হ্রাস-বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৬৫. কোনটি একটি সমন্বিত বিজ্ঞান?
ক) নৃবিজ্ঞান
খ) রাষ্ট্রবিজ্ঞান
গ) জীবপ্রযুক্তি
ঘ) শারীরবিদ্যা
৬৬. ডাউন’স সিনড্রোম রোগের লক্ষণ হলো-
i. চোখের পাতা ফুলে যায়
ii. নাক চ্যাপ্টা হয়
iii. হাতগুলো ছোট হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৬৭. টিস্যু কালচারের মাধ্যমে সৃষ্ট ভাইরাস প্রতিরোধী জাত হলো-
i. আলু
ii. তামাক
iii. কলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৬৮. জীবকোষে RNA কয় ধরনের?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৬৯. ক্লিনিফেলটার’স সিনড্রোমে পুরুষের সেক্স ক্রোমোজোম হয়-
ক) XY
খ) XYY
গ) XXY
ঘ) XXYY
৭০. কী আবিষ্কারের জন্য ওয়াটসন ও ক্রীক নোবেল পুরস্কার পান?
ক) RNA
খ) DNA
গ) ক্রোমোজোম
ঘ) কোষ
৭১. ক্রোমোজোমে যে মৌলিক পদার্থ থাকে তা হলো-
i. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
ii. লৌহ ও ম্যাগনেসিয়াম
iii. ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৭২. নাইট্রোজেন ক্ষারক পাইরিমিডিন এর অন্তর্ভুক্ত হলো-
i. গুয়ানিন
ii. থাইমনি
iii. সাইটোসিন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
৭৩. জীব প্রযুক্তির পঠিত বিষয় নয় কোনটি?
ক) অণুজীব বিজ্ঞান
খ) টিস্যু কালচার
গ) জিন প্রেকৌশল
ঘ) ফিস কালচার
৭৪. প্রতিটি ক্রোমাটিতে কতটি ক্রোমোনেমা থাকে?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
৭৫. জীবকোষে পাওয়া যায়-
i. বার্তা বাহক আরএনএ
ii. রাইবোজোমাল আরএনএ
iii. ট্রান্সফার আরএনএ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৭৬. ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় কোনটি?
ক) ফাইসিন
খ) ট্রিপসিন
গ) থ্রম্বিন
ঘ) প্যাপেইন
৭৭. উল্লেখযোগ্য অ্যান্টিবায়োটিক হচ্ছে-
i. পেনিসিলিন
ii. সেফালোস্পোরিন
iii. ইন্টারফেরন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৭৮. DNA ও RNA এর বাহক কে?
ক) জিন
খ) প্রোটিন
গ) ক্রোমোজোম
ঘ) কোষ
৭৯. নিচের কোনটি সেক্স লিংকড নয়?
ক) বর্ণান্ধতা
খ) সিকিল সেল
গ) ডাউন’স সিনড্রোম
ঘ) রাতকানা
৮০. বিশ্বের দুধের প্রধান উৎস কোনটি?
ক) গাভী
খ) ছাগল
গ) মহিষ
ঘ) ভেড়া
৮১. ইন্টাফেরন ব্যবহার করা হয়-
i. ক্যান্সার নিয়ন্ত্রণে
ii. হেপাটাইটিস চিকিৎসায়
iii. ডায়াবেটিস নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৮২. নিচের কোনটি একটি সমন্বিত বিজ্ঞান?
ক) অণু বিজ্ঞান
খ) জীব প্রযুক্তি
গ) সমুদ্র বিজ্ঞান
ঘ) রসায়ন
৮৩. কোনটির পূর্ণ নাম হচ্ছে ডি-অক্সিরাইবোনিউক্লিক এসিড?
ক) DNA
খ) R-RNA
গ) RNA
ঘ) R-DNA
৮৪. প্রাকৃতিকভাবে ক্লোন তৈরি হয়-
i. ব্যাকটেরিয়ায়
ii. ইস্টে
iii. মস-এ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৮৫. কোনো সন্তানের প্রকৃত পিতা কে তা নির্ণয় করা যায়-
i. জিন ক্লোনিং পদ্ধতির সাহায্যে
ii. DNA টেস্ট করে
iii. রিপ্রোডাকটিভ ক্লোনিং-এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৮৬. কত সালে ডি এন এ অণু আবিষ্কৃত হয়?
ক) ১৯৫৩
খ) ১৯৫১
গ) ১৯৫৬
ঘ) ১৯৭৬
৮৭. সেক্স লিংকড বৈশিষ্ট্যধারী স্ত্রীর সকল পুত্র সন্তানে বৈশিষ্ট্য প্রকাশ পায় কিন্তু এর বাহক কে?
ক) স্বামী
খ) স্ত্রী
গ) পুত্র সন্তান
ঘ) কন্যা সন্তান
৮৮. রক্তপাত বন্ধে কোনটি ব্যবহৃত হয়?
ক) ট্রিপসিন এনজাইম
খ) থ্রম্বিন এনজাইম
গ) অ্যামাইলেজ এনজাইম
ঘ) প্রোটিয়েজ এনজাইম
৮৯. নিচের কোনটিকে রাইবোনিউক্লিক এসিড বলা হয়?
ক) DNA
খ) RNA
গ) GTP
ঘ) ATP
৯০. কোন রোগটিতে আক্রান্ত ব্যক্তির জিহ্বা লম্বা ও হাত ছোট হয়?
ক) হানটিংটন’স রোগ
খ) সিকিল রোগ
গ) ডাউন’স সিনড্রোম
ঘ) ক্লিনিফেলটার’স সিনড্রোম
৯১. কৃষি উন্নয়নে ব্যবহৃত হয়-
i. গুণগত মান উন্নয়ন
ii. স্টেরাইল ইনসেক্ট টেকনিক
iii. ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৯২. কোষস্থ ক্রোমোজোমের রাসায়নিক পদার্থ হলো-
i. লিপিড ও ম্যাগনেসিয়াম আয়ন
ii. ক্যালসিয়াম ও লৌহ
iii. হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৯৩. উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য হলো-
i. চর্বি যুক্ত মাংস উৎপাদন
ii. দ্রুত বিক্রয়যোগ্য করা
iii. রোগ প্রতিরোধী করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
৯৪. DNA এর শর্করা কোনটি?
ক) হেক্সোজ
খ) ডেক্সোট্রোজ
গ) রাইবোজ
ঘ) ডি অক্সিরাইবোজ
৯৫. উন্নত জাতের পশু উৎপাদনের লক্ষ্য-
i. চর্বিমুক্ত মাংস উৎপাদন
ii. দ্রত বিক্রয়যোগ্য করা
iii. রোগ প্রতিরোধ করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৯৬. জিন প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে ভ্যাকসিন বা টিকা আবিষ্কৃত হয়েছে-
i. পোলিও রোগের
ii. যক্ষ্মা রোগের
iii. বসন্ত রোগের
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
৯৭. ট্রান্সজেনিক জীব উদ্ভাবনের হাতিয়ার-
i. রিকম্বিনেন্ট DNA কৌশল
ii. মাইক্রোইনজেকশন
iii. মাইক্রোপ্রপাগেশন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
৯৮. নিচের কোনটিতে বিকলাঙ্গতা হয়?
ক) হিমোফিলিয়া
খ) মায়োপিয়া
গ) মাসকুলার ডিস্ট্রফি
ঘ) হোয়াইট ফোররক
৯৯. DNA অণুর গঠন আবিষ্কার কত সালে?
ক) ১৯৫৩ সালে
খ) ১৯৬৩ সালে
গ) ১৯৭৩ সালে
ঘ) ১৯৮৩ সালে
১০০. রক্তের সাথে সম্পর্কিত রোগ কোনটি?
ক) রাতকানা
খ) বর্ণান্ধতা
গ) গ্লুকোমা
ঘ) হিমোফিলিয়া
১০১. মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?
ক) ২০ জোড়া
খ) ২২ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৫ জোড়া
১০২. বিভিন্ন ধরনের RNA-
i. mRNA
ii. rRNA
iii. tRNA
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১০৩. মানব ক্লোনিং-এর প্রধান অন্তরায় কী ?
ক) ধর্ম
খ) জনবল
গ) অর্থ
ঘ) যন্ত্রপাতি
১০৪. দুধ দই-এ পরিণত হয় কোন ব্যাকটেরিয়ার কারণে?
ক) E.coli
খ) ল্যাক্টিক এসিড
গ) Rhi=obinm
ঘ) ফ্যাটি এসিড
১০৫. নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার মত অংশকে কী বলে?
ক) নিউক্লিওলাস
খ) নিউক্লিওপ্লাজম
গ) সেন্ট্রোসোম
ঘ) ক্রোমোজোম
১০৬. রাইবোনিউক্লিক এসিডের প্রকারভেদের অন্তর্ভুক্ত হলো-
i. বার্তাবাহক রাইবোনিউক্লিক এসিড
ii. রাইবোজোমাল রাইবোনিউক্লিক এসিড
iii. ফসফোনিক রাইবোনিউক্লিক এসিড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১০৭. বংশগতির ভৌত ভিত্তি কোনটি?
ক) DNA
খ) RNA
গ) ক্রোমোজোম
ঘ) নিউক্লিয়াস
১০৮. মানবকল্যাণে জীবজ প্রতিনিধিদের নিয়ন্ত্রিত ব্যবহারকে কী বলে?
ক) ঔষধ বিজ্ঞান
খ) জীবপ্রযুক্তি
গ) কৃষিবিজ্ঞান
ঘ) অনুজীববিজ্ঞান
১০৯. সিকিল সেল রোগ হলে-
i. দেহে তীব্র ব্যথা হয়
ii. রক্তশূন্যতা দেখা দেয়
iii. লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১১০. জীবজগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রক হচ্ছে-
ক) কোষ
খ) নিউক্লিয়াস
গ) জিন
ঘ) ক্রোমোসোম
১১১. বিজ্ঞানী মেন্ডেল বংশগত বৈশিষ্ট্যের নির্ধারকের একককে কী বলে অভিহিত করেছেন?
ক) জিন
খ) RNA
গ) DNA
ঘ) ফ্যাক্টর
১১২. ক্রোমাটিড গঠিত হয় কী দ্বারা?
ক) প্রোটোনেমা
খ) ক্রোমোনেমা
গ) ক্রোমোপ্লাস্ট
ঘ) নিউক্লিওপ্লাজম
১১৩. বর্তমানে কাদের মতানুযায়ী, ক্রোমাটিড ও ক্রোমোনেমা ক্রোমোজোমের একই অংশের দুটি নাম?
ক) পদার্থবিদ
খ) কোষতত্ত্ববিদ
গ) ইঞ্জিনিয়ার
ঘ) কার্ডিওলজিস্ট
১১৪. যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না তাকে কী বলে?
ক) প্রকট জিন
খ) হেটোরোজাইগাস
গ) প্রচ্ছন্ন জিন
ঘ) অ্যালীল
১১৫. প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা-
ক) নির্দিষ্ট
খ) অনির্দিষ্ট
গ) ২০,০০০ এর কম
ঘ) ২০,০০০ এর অধিক
১১৬. জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে DNA কে সাহায্যে করে-
ক) প্রোটিন
খ) RNA
গ) হরমোন
ঘ) এনজাইম
১১৭. ফরেনসিক টেস্টে ব্যবহৃত হয়-
i. DNA
ii. অ্যান্টিবডি
iii. হরমোন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১১৮. উচ্চ শ্রেণির জীবের দেহকোষের ক্রোমোজোমকে কী বলে?
ক) নিওসোম
খ) অটোসোম
গ) ক্রোমাটিড
ঘ) সেন্ট্রোসোম
১১৯. কোন টেস্ট দ্বারা ডিএনএ বিশ্লেষণ করা হয়?
ক) আল্ট্রাসনোগ্রাম
খ) ইসিজি
গ) সরোলজি
ঘ) মাইক্রোটিউব
১২০. দুগ্ধজাত খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করা হয়?
ক) ব্যাকটেরিয়া
খ) ভাইরাস
গ) শৈবাল
ঘ) প্রোটোজোয়া
১২১. নিচের কোন রোগটির কারণে অপটিক স্নায়ু ক্ষয়িষ্ণুতা ঘটে?
ক) এক্টডার্মাল ডিসপ্লেসিয়া
খ) অপটিক অ্যট্রফি
গ) মাসকুলার ডিসট্রফি
ঘ) হোয়াইট ফোরলক
১২২. সুপার রাইসে কোন ভিটামিন রয়েছে?
ক) A
খ) B
গ) C
ঘ) D
১২৩. সিকিল সেল রোগ হবার কারণ কী?
ক) পয়েন্ট মিউটেশন
খ) ননডিসজাঙ্কসন
গ) ক্রোমোসোম সংখ্যার হ্রাস বৃদ্ধি
ঘ) ক্রোমোসোমের কোন অংশের হ্রাস বৃদ্ধি
১২৪. ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন পৃথক করেন-
i. এভেরি
ii. ম্যাকলিওড
iii. ম্যাককারটি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১২৫. সেক্স-লিংকড বৈশিষ্ট্যগুলো মহিলাদের চেয়ে পুরুষের বেশি প্রকাশিত হওয়ার কারণ কোনটি?
ক) স্ত্রীলোকের দেহে এ জিনটি অকার্যকর থাকে
খ) স্ত্রীলোকদের হোমোজাইগাস অবস্থায় এর প্রকাশ ঘটে
গ) এটি কেবল পুরুষদের দেহে থাকে
ঘ) পুরুষদের হোমোজাইগাস অবস্থায় এটি প্রকট হয়
১২৬. ট্রান্সজেনিক জীব উদ্ভাবন করা হয়-
i. রিকম্বিনেন্ট DNA কৌশল প্রয়োগ করে
ii. জিন ক্লোনিং-এর মাধ্যমে
iii. ক্রোমোজোমের সংখ্যার হ্রাস-বৃদ্ধির ঘটিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১২৭. হানটিংটন’স রোগের কারণে শরীরের কোন অংশটি কাজ করে না?
ক) কিডনি
খ) লিভার
গ) মস্তিষ্ক
ঘ) হৃৎপিন্ড
১২৮. নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার রাসায়নিক গঠন উপাদান হলো-
i. প্রোটিন
ii. শর্করা
iii. ফ্যাট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১২৯. কোষের নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো যে বস্তুগুলো থাকে তাদেরকে কী বলে?
ক) সেন্ট্রোমিয়ার
খ) ক্রোমোজোম
গ) নিউক্লিওটাইড
ঘ) নিউক্লিওলাস
১৩০. ক্লোনিং কয় ধরনের হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১৩১. সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বের অংশ হল -
ক) ক্রোমাটিড
খ) কাইনেটোকোর
গ) বাহু
ঘ) ম্যাট্রিক্স
১৩২. আলফা এন্টিট্রিপসিন প্রোটিনের অভাবে কোন রোগ হয়?
ক) এমফাইসেমা
খ) হিমোফিলিয়া
গ) থ্যালাসেমিয়া
ঘ) হার্ট ব্লক
১৩৩. কোষে সেন্ট্রোমিয়ার সংযুক্ত অংশের গঠন উপাদান হল-
i. প্রোটিন
ii. জৈব পদার্থ
iii. অজৈব পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
১৩৪. কোন পদ্ধতিতে প্রাপ্ত জীব হুবহু মাতৃজীবের মত হয়?
ক) ক্লোনিং
খ) যৌন প্রজনন
গ) স্পোরলেশন
ঘ) ফিশন
১৩৫. জেনেটিক্যালি মডিফাইড ভুট্টা কোন দেশের গবেষকরা উদ্ভাবন করেছে?
ক) বাংলাদেশ
খ) জাপান
গ) স্পেন
ঘ) আমেরিকা
১৩৬. ক্রোমোজোমের নন-ডিসজাংশনের ফলে এক সাথে সৃষ্ট লক্ষণগুলোকে কী বলে?
ক) সিম্পর্টম
খ) সিনড্রোম
গ) ডিসিস
ঘ) প্রবলেম
১৩৭. বট থেকে নিচের কোন এনজাইমটি পাওয়া যায়?
ক) ফাইসিন
খ) ট্রিপসিন
গ) থ্রম্বিন
ঘ) প্যাপেইন
১৩৮. মানুষের রক্তে ‘সিকিল্ সেল’ রোগটি কেন হয়?
ক) ক্রোমোজোমের সংখ্যা হ্রাসের জন্য
খ) ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধির জন্য
গ) পয়েন্ট মিউটেশনের জন্য
ঘ) ক্রোমোজোমের একটি অংশ হ্রাসের জন্য
১৩৯. জিন নামকরণ হয় কত সালে?
ক) ১৯০৫
খ) ১৯০৭
গ) ১৯০৮
ঘ) ১৯০৯
১৪০. DNA অণুর গঠন আবিষ্কার করেন-
i. জেমস ওয়াটসন
ii. ফ্রানসিস ক্রীক
iii. গ্রেগর জোহান মেন্ডেল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১৪১. জিন-এর ক্ষেত্রে প্রযোজ্য তথ্যটি হলো-
i. জিন হচ্ছে DNA অণুর সুনির্দিষ্ট একটি অংশ
ii. ক্রোমোজোমের গায়ে সন্নিবেশিত থাকে অসংখ্য জিন
iii. জিন হচ্ছে বংশগতির একক
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৪২. রিকম্বিনেন্ট DNA তৈরি হয় - পদ্ধতিতে?
ক) জিন ক্লোনিং
খ) সেল ক্লোনিং
গ) রিপ্রোডাকটিভ ক্লোনিং
ঘ) মাইক্রো ক্লোনিং
১৪৩. খন্ডিত DNA গ্রাহক কোষে প্রবেশ করানোকে কী বলে?
ক) ট্রান্সলেশন
খ) ট্রান্সফরমেশন
গ) ট্রান্সজেনেসিস
ঘ) ক্লোনিং
১৪৪. কোনো সন্তানের DNA-এর গঠনের সাথে কোনো পিতার DNA-এর গঠনের শতকরা কত অংশ মিললে উক্ত ব্যক্তিকে ঐ সন্তানের প্রকৃত পিতা বলা হয়?
ক) ৭০.৯%
খ) ৮৮.৯%
গ) ৯০.৯%
ঘ) ৯৯.৯%
১৪৫. ক্রোমোজোম স্বাভাবিক অবস্থায় কোষে কীভা্বে থাকে?
ক) সারিবদ্ধভাবে
খ) সুশৃঙ্খলভাবে
গ) বিশৃঙ্খলভাবে
ঘ) থাকেন না
১৪৬. সেন্ট্রোমিয়ারকে - নামেও ডাকা হয়?
ক) ক্রোমাটিড
খ) কাইনেটোকোর
গ) বাহু
ঘ) ম্যাট্রিক্স
১৪৭. টার্নার’স সিনড্রোমে মহিলার সেক্স ক্রোমোজোম হয়-
ক) X
খ) XX
গ) XXX
ঘ) XXXY
১৪৮. কত জোড়া ক্রোমোজোম নারী ও পুরুষের দেহকোষে একই রকম থাকে?
ক) ১ জোড়া
খ) ১০ জোড়া
গ) ২২ জোড়া
ঘ) ২৩ জোড়া
১৪৯. রক্তপাত বন্ধে ব্যবহৃত হয় কোনটি?
ক) ফাইসিন
খ) ট্রিপসিন
গ) থ্রম্বিন
ঘ) প্যাপেইন
১৫০. নিচের কোনটি জৈব প্রযুক্তি দ্বারা উৎপাদিত হয়?
ক) মাখন
খ) পনির
গ) দই
ঘ) দুধ
১৫১. সিকিল সেল রোগে লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন হয়?
ক) গোলাকার
খ) ডিম্বাকার
গ) কাস্তের মত
ঘ) লম্বাটে
১৫২. সেন্ট্রোমিয়ার-এর অপর নাম কী?
ক) কাইনেটোকোর
খ) সাইটোপ্লাজম
গ) ক্রোমোজোম
ঘ) মাইটোকন্ড্রিয়া
১৫৩. নিচের কোন রোগটির কারণে দৃষ্টিক্ষীণতা ঘটে?
ক) রাতকানা
খ) বর্ণান্ধতা
গ) মায়োপিয়া
ঘ) হিমোফিলিয়া
১৫৪. অপরাধীকে শনাক্ত করা হয় কীভাবে?
ক) বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে
খ) শুধু রক্তের রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে
গ) ফরেনসিক টেস্টের মাধ্যমে
ঘ) আরএনএ টেস্টের মাধ্যমে
১৫৫. কোনটি প্রকৃতির ওপর এক বড় ধরনের হস্তক্ষেপ হবে?
ক) উদ্ভিদ ক্লোনিং
খ) মানব ক্লোনিং
গ) পশু ক্লোনিং
ঘ) নন-ডিসজাংশন
১৫৬. সর্বপ্রথম কারা DNA অণুর গঠন আবিষ্কার করেন?
ক) জেমস ওয়াটসন ও রবার্ট হুক
খ) জেমস ওয়াটসন ও ফ্রানসিস ক্রিক
গ) রবার্ট হুক ও গ্রেগর মেন্ডেল
ঘ) হার্বার্ট বয়ার ও স্ট্যানলি কোহেন
১৫৭. ক্রোমোজোমে অল্প পরিমাণে পাওয়া যায়-
i. লৌহ
ii. ক্যালসিয়াম
iii. লিপিড
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৫৮. ক্রোমোজোমে কয় ধরনের নিউক্লিক এসিড দেখা যায়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১৫৯. ক্রোমোসোমে যে সকল প্রোটিন থাকে, তা হলো-
i. হিস্টোন প্রোটিন
ii. নন হিস্টোন প্রোটিন
iii. ইন্টাফেরন প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১৬০. যার ২৩ তম জোড়ার ক্রোমোজোম xx হলে সে কী হবে?
ক) পুরুষ
খ) নারী
গ) শিশু
ঘ) বয়স্ক
১৬১. ইন্টারফেরন ব্যবহার করা হয়-
i. হাম রোগের চিকিৎসায়
ii. হেপাটাইটিস এর চিকিৎসায়
iii. ক্যান্সার রোগের চিকিৎসায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
১৬২. যে জিনের বৈশিষ্ট্যর প্রকাশ ঘটে তাকে কী বলে?
ক) প্রকট জিন
খ) হেটোরোজাইগাস
গ) প্রচ্ছন্ন জিন
ঘ) অ্যালীল
১৬৩. ভ্রণে জেনেটিক বিঘ্নতার কারণ কোনটি?
ক) তেজস্ক্রিয় রশ্মি
খ) সেক্স লিংকড জিন
গ) ক্রোমোজোমের নন ডিসজাংশন
ঘ) জীব প্রযুক্তি
১৬৪. নাইট্রোজেন ক্ষারক পিউরিন এর অন্তর্ভুক্ত হলো-
i. এডিনিন
ii. গুয়ানিন
iii. থাইমিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১৬৫. নিউক্লিওটাইডে থাকে-
i. শর্করা
ii. ফসফেট
iii. নাইট্রোজেন বেস
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৬৬. কোনটি ক্রোমোজোমে পাওয়া যায় না?
ক) লিপিড
খ) লৌহ
গ) ক্যালসিয়াম
ঘ) সীসা
১৬৭. কোনটির কারণে দশ বছর বয়সেই শিশুর চলনশক্তি লোপ পায়?
ক) জুডেনাইল গ্লুকোমা
খ) রাতকানা
গ) এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
ঘ) মাসকুলার ডিসট্রফি
১৬৮. বার্তাবাহক নিচের কোনটি?
ক) m RNA
খ) r RNA
গ) t RNA
ঘ) s RNA
১৬৯. সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি?
ক) ১টি
খ) ২টি
গ) ২২টি
ঘ) ৪৪টি
১৭০. ক্রোমোজোমের প্রতিগুচ্ছ সুতার মতো অংশকে কী বলে?
ক) ক্রোমোপ্লাজম
খ) নিউক্লিওপ্লাজম
গ) ক্রোমোনেমা
ঘ) সাইটোপ্লাজম
১৭১. কোন রোগ বিশিষ্ট বালকদের মধ্যে একজন স্বাভাবিক পুরুষের যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা থাকে না?
ক) সিকিল সেল
খ) হানটিংটন’স
গ) ডাউন’স সিনড্রোম
ঘ) ক্লিনিফেলটারস সিনড্রোম
১৭২. কতটি উদ্ভিদ প্রজাতিতে ট্রান্সজেনেসিস করা হয়েছে?
ক) প্রায় ৩০
খ) প্রায় ৪০
গ) প্রায় ৫০
ঘ) প্রায় ৬০
১৭৩. Escheritia coli মানুষের কোথায় থাকে?
ক) অন্ত্রে
খ) মাথায়
গ) চোখে
ঘ) নাকে
১৭৪. জীব প্রযুক্তির উদাহরণ নয় কোনটি?
ক) মদ
খ) পাউরুটি
গ) পনির
ঘ) গরুর দুধ
১৭৫. জীব প্রযুক্তির মাধ্যমে প্রস্তুতকৃত হরমোন-
i. দামি হয়
ii. সহজসাধ্য হয়
iii. দামেও কম পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) iii
১৭৬. নন-ডিসজাংশন সমস্যা কোষ বিভাজনের কোন ধাপে হয়?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
১৭৭. দুইটি প্রকট জিন একসাথে থাকলে তাকে বলে -
ক) প্রচ্ছন্ন জিন
খ) প্রকট জিন
গ) হোমোজাইগাস
ঘ) হেটারোজাইগাস
১৭৮. ট্রান্সজেনিক প্রাণী থেকে ঔষধ আহরণকে কী বলে?
ক) ট্রান্সজেনসিস
খ) মলিকুলার ফার্মিং
গ) ক্লোনিং
ঘ) ভ্যাকসিনেশন
১৭৯. ক্রোমোনেমা-এর বহুবচন কোনটি?
ক) ক্রোমোলেমা
খ) ক্রোমোনেইমা
গ) ক্রোমোনেমাটা
ঘ) ক্রোমোনেমার
১৮০. আধুনিক জৈব প্রযুক্তি বলতে বোঝায়-
i. অণুজীব বিজ্ঞান
ii. টিস্যু কালচার
iii. জিন প্রকৌশল
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৮১. আজ থেকে কত বছর পূর্বে আধুনিক বংশগতি বিদ্যার ভিত্তি গড়ে উঠেছিল?
ক) ১০০ বছর পূর্বে
খ) ১৫০ বছর পূর্বে
গ) ২০০ বছর পূর্বে
ঘ) ৩০০ বছর পূর্বে
১৮২. ক্রোমোজোমকে বংশগতির - বলা হয়।
ক) মূল ভিত্তি
খ) ভৌত ভিত্তি
গ) জনক
ঘ) প্রক্রিয়া
১৮৩. নিচের কোন রোগটির ভ্যাকসিন জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়েছে?
ক) হাম
খ) এইডস
গ) ক্যান্সার
ঘ) জন্ডিস
১৮৪. জীব প্রযুক্তি কতগুলো অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যবহার হচ্ছে?
ক) ৫০০
খ) ১০০০
গ) ২০০০
ঘ) ৩০০০
১৮৫. নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজন করা হয়-
ক) ১৯৭২
খ) ১৯৭৩
গ) ১৯৭৪
ঘ) ১৯৭৫
১৮৬. জিন নামকরণ করেন-
ক) মেন্ডেল
খ) স্ট্যানলি
গ) বয়ার
ঘ) বেটসন
১৮৭. ইনসুলিন কী?
ক) এনজাইম
খ) অ্যান্টিবায়োটিক
গ) হরমোন
ঘ) প্রোটিন
১৮৮. প্রকৃতিতে ক্লোনিং পদ্ধতিতে বংশবৃদ্ধি করে-
i. ব্যাকটেরিয়া
ii. অনেক শৈবাল
iii. ইস্ট
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৮৯. ইন্টারফেরন কী দিয়ে গঠিত?
ক) পেকটিন
খ) গ্লাইকোজেন
গ) নিউক্লিক এসিড
ঘ) প্রোটিন
১৯০. পৃথিবীর প্রথম ক্লোনের নাম কী?
ক) ডলি
খ) পলি
গ) কলি
ঘ) মিলি
১৯১. দুধের শর্করার নাম কী?
ক) গ্লুকোজ
খ) গ্যালাকটোজ
গ) ল্যাকটোজ
ঘ) মল্টোজ
১৯২. নিচের কোন এনজাইমটি আঠার মতো কাজ করে?
ক) লাইপেজ
খ) লাইগেজ
গ) সুক্রোজ
ঘ) মল্টেজ
১৯৩. আমাদের দেশে পনির তৈরি করা হয় কিসের দুধ থেকে?
ক) গরু ও ছাগল
খ) গরু ও মহিষ
গ) ভেড়া ও ছাগল
ঘ) গরু
১৯৪. কোন রোগের কারণে অক্ষি গোলকের কাঠিন্য হয়?
ক) জুভেনাইল গ্লুকোমা
খ) দৃষ্টিক্ষীণতা
গ) অপটিক অ্যট্রফি
ঘ) মায়োপিয়া
১৯৫. DNA অণুর প্রতিটি নিউক্লিওটাইডে কয় ধরনের রাসায়নিক উপাদান থাকে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১৯৬. গবাদি পশুর প্লাজমা থেকে আহরিত হয় কোনটি?
ক) ফাইসিন
খ) ট্রিপসিন
গ) থ্রম্বিন
ঘ) প্যাপেইন
১৯৭. কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশগতি রক্ষিত হয়?
ক) অ্যামাইটোসিস
খ) মিয়োসিস
গ) মাইটোসিস
ঘ) অসম বিভাজন
১৯৮. সীমার মাথার সামনে একগোছা সাদা চুল দেখা যায়। কোন রোগের কারণে এটি ঘটেছে?
ক) জুভেনাইল গ্লুকোমা
খ) অপটিক এট্রফি
গ) হোয়াইট ফোরলক
ঘ) রাতকানা
১৯৯. জৈব পিতা কী?
ক) প্রকৃত পিতা
খ) পালক পিতা
গ) সৎ পিতা
ঘ) কোনটিই নয়
২০০. পুংলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
ক) x
খ) y
গ) xx
ঘ) xy
২০১. ট্রান্সফরমেশনের ফলে সৃষ্ট জীবকে কী বলে?
ক) ক্লোন
খ) উত্তরাধিকার
গ) ট্রান্সজেনিক জীব
ঘ) রিকম্বনেন্ট জীব
২০২. বংশগতির ধারক ফ্যাক্টর-এর নাম জিন দিয়েছেন কে?
ক) বিজ্ঞানী বেটসন
খ) বিজ্ঞানী রবার্ট হুক
গ) বিজ্ঞানী জন ডাল্টন
ঘ) বিজ্ঞানী টমাস আলভা এডিসন
২০৩. গোল্ডেন রাইস কোন ভিটামিন সমৃদ্ধ?
ক) ভিটামিন-এ
খ) ভিটামিন-সি
গ) ভিটামিন-ডি
ঘ) ভিটামিন-কে
২০৪. নিচের কোনটি প্রোটিন?
ক) হিস্টেন
খ) গুয়ানিন
গ) অ্যাডিনিন
ঘ) থাইমিন
২০৫. মানুষের সিনড্রোম হওয়ার কারণ কোনটি?
ক) ক্রোমোজোমের নন-ডিসজাংশন
খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
গ) ক্রোমোজোমের সংখ্যা হ্রাস
ঘ) অতিরিক্ত রক্তক্ষরণ
২০৬. প্রাণঘাতী রোগ কোনটি?
ক) রাতকানা
খ) বর্ণান্ধতা
গ) গ্লকোমা
ঘ) হিমোফিলিয়া
২০৭. কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম যে দুটি ভাগে বিভক্ত হয় তাদের প্রত্যেকটিকে কী বলে?
ক) ক্রোমোনেমা
খ) নিউক্লিওলাস
গ) সেন্ট্রোমিয়ার
ঘ) প্লাস্টিড
২০৮. ক্রোমোজোমে কয়টি প্রোটিন থাকে?
ক) ৫টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ২টি
২০৯. DNA অণুর প্রতিটি নিউক্লিওটাইড গঠিত হয়-
i. এটি দ্বি-সূত্রবিশিষ্ট লম্বা শৃঙ্খলের পলিনিউক্লিওটাইড
ii. এ অণুটি অনেক গুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত
iii. এটি সকল জীবের আদি বস্তু
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২১০. দুগ্ধজাত দ্রব্য-
i. মাখন
ii. পনির
iii. দই
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
২১১. সেন্ট্রোমিয়ার কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
২১২. যখন দুটি জিনের একটি প্রকট অপরটি প্রচ্ছন্ন হয় তখন সেটি-
ক) প্রকট
খ) প্রচ্ছন্ন
গ) হোমোজাইগাস
ঘ) হেটারোজাইগাস
২১৩. কতগুলো বিষয়ের সমন্বয়ে আধুনিক জীবপ্রযুক্তি গঠিত?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
২১৪. DNA অণুর রাসায়নিক গঠনের একক কোনটি?
ক) সাইটোপ্লাজম
খ) নিউক্লিওটাইড
গ) প্লাজমা তন্তু
ঘ) প্লাস্টিড
২১৫. হোমোজাইগাস বলতে বোঝায়-
i. দুটি প্রকট জিন
ii. দুটি প্রচ্ছন্ন জিন
iii. একটি প্রকট ও একটি প্রচ্ছন্ন জিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
২১৬. DNA টেস্টে কোনটি ব্যবহৃত হয়?
ক) চুল
খ) মিউকাস
গ) হাতের কোষ
ঘ) নখ
২১৭. DNA পার্শ্ব কাঠামো তৈরি করে কীভাবে?
ক) স্ববিভাজন
খ) দ্বিবিভাজন
গ) সমবিভাজন
ঘ) অসম বিভাজন
২১৮. ডিএনএ অণুর আকৃতি অনেকটা-
ক) সিঁড়ির মতো
খ) লিফটের মতো
গ) চাকার মতো
ঘ) হাতির মতো
২১৯. লিঙ্গ নির্ধারিত হয় কীসের মাধ্যমে?
ক) সেক্স ক্রোমোজোম
খ) অটোজোম
গ) সেন্ট্রোমিয়ার
ঘ) ক্রোমোনেমা
২২০. ক্রোমোজোমে কয় ধরনের নিউক্লিক এসিড রয়েছে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
২২১. প্রতিটি ক্রোমোজোমের দেহ কত গুচ্ছ সুতার মতো অংশ নিয়ে গঠিত?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
২২২. ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যাবে কীভাবে?
ক) পর্যাপ্ত শস্য উৎপাদন করে
খ) প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে
গ) ট্রান্সজেনিক উদ্ভিদ চাষ করে
ঘ) প্রাকৃতিক সারের ব্যবহারে উৎসাহিত করে
২২৩. নিচের কোনটি ক্রোমোজোমের প্রোটিন?
ক) গুয়ানিন
খ) থাইমিন
গ) হিস্টোন
ঘ) ইউরাসিল
২২৪. লোহিত কণিকা কাস্তের মতো হয় কোন ক্ষেত্রে?
ক) সিকিল সেল
খ) অ্যানিমিয়া
গ) লিউকোমিয়া
ঘ) গ্লুকোমা
২২৫. দুটি ডিএনএ-র প্রান্ত জোড়া লাগানো হয় কোন এনজাইম দিয়ে?
ক) লাইগেজ
খ) লাইপেজ
গ) রেস্ট্রিকশন এনজাইম
ঘ) লাইএজ
২২৬. অটোজোম নারী-পুরুষে কী রকম?
ক) একই রকম
খ) ভিন্নধর্মী
গ) অর্ধেক ভিন্ন
ঘ) একটি ভিন্ন
২২৭. যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে সেটি-
ক) প্রচ্ছন্ন
খ) প্রকট
গ) হোমোজাইগাস
ঘ) হেটাবোজাইগাস
২২৮. স্ত্রীলিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
ক) x
খ) y
গ) xx
ঘ) xy
২২৯. এমফাইসেমা নামক রোগ হয় কীসের অভাবে?
ক) এন্টিট্রিপসিন
খ) থ্রম্বিন
গ) লাইপেজ
ঘ) ইন্টারফেরন
২৩০. সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বের অংশকে কী বলে?
ক) বাহু
খ) ধাত্র
গ) আবরণী
ঘ) কণা
২৩১. কোন জিনটির বৈশিষ্ট্য শুধু পুরুষের প্রকাশিত হয়?
ক) x-লিংকড
খ) y-লিংকড
গ) লিংকড
ঘ) o-লিংকড
২৩২. সিকিল সেল রোগ হয় কীসের কারনে?
ক) পয়েন্ট মিউটেশন
খ) নন-ডিসজাংশন
গ) সেক্স লিংকড জিন
ঘ) মায়োসিস বিভাজন
২৩৩. ফাইসিন নামক এনজাইম কোন রোগের প্রতিবোধে ব্যবহৃত হয়?
ক) রক্তপাত বন্ধে
খ) জন্ডিস
গ) হাম
ঘ) কৃমি
২৩৪. ক্রোমাটিন ফাইবার কোষের কোথায় থাকে?
ক) নিউক্লিয়াসের নিউক্লিও প্লাজমে
খ) সাইটোপ্লাজমে
গ) মাইটোকন্ড্রিয়ায়
ঘ) কোষগহ্বরে
২৩৫. DNA অণু আবিষ্কারের জন্য জেমস ওয়াটসন ও ফ্রানসিস ক্রিক কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক) ১৯৫৩
খ) ১৯৬২
গ) ১৯৬৬
ঘ) ১৯৭২
২৩৬. কোষে কোন বিভাজন দ্বারা বংশগতির ধারা পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয়?
ক) মায়োটিক
খ) অ্যামাইটোসিস
গ) দ্বিবিভাজন
ঘ) মিয়োসিস
২৩৭. সিকিলসেল রোগের লক্ষণ কী?
ক) রক্তচাপ
খ) রক্তশূন্যতা
গ) কানে কম শোনা
ঘ) চোখে কম দেখা
২৩৮. ওয়াটসন ও ক্রীক নোবেল পুরস্কার কত সালে পান?
ক) ১৯৫২
খ) ১৯৬২
গ) ১৯৭২
ঘ) ১৯৮২
২৩৯. নিচের কোন রোগটি মানুষের রক্তাকণিকায় হয়?
ক) সিকিল সেল
খ) হানটিংটন’স
গ) ডাউন’স সিনড্রোম
ঘ) মায়োপিয়া
২৪০. সিকিল সেল রোগটি মানুষের কোথায় হয়?
ক) ফুসফুসে
খ) কিডনিতে
গ) রক্তকণিকায়
ঘ) পাকস্থলীতে
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নর উত্তর দাও:
* রফিক একটি বিজ্ঞান পত্রিকায় একটি বংশগত রোগ সম্পর্কে পড়তে গিয়ে জানল যে এই রোগটি ক্রোমোজোমের নন-ডিসজাংশনের কারণে হয়। এই রোগে আক্রান্ত কোন নারীর ক্রোমোজোম xx এর পরিবর্তে x হয়।
২৪১. উল্লেখিত রোগের নাম কী?
ক) হানটিংটন রোগ
খ) ডাউন’স সিনড্রোম
গ) হিমোফিলিয়া
ঘ) টার্নার’স সিনড্রোম
২৪২. উক্ত রোগের আক্রান্ত একজন স্ত্রীলোকের-
i. ঘাড় দীর্ঘ হয়
ii. জনন অঙ্গের বিকাশ ঘটে না
iii. স্তন বড় হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
No comments:
Post a Comment