অধ্যায়-৫: দেখতে হলে আলো চাই
১. শপিংমলে নিরাপত্তার জন্য নিচের কোন দর্পণটি ব্যবহার করা হয়?
ক) সমতল দর্পণ
খ) উত্তল দর্পণ
গ) সমতলাবতল দর্পণ
ঘ) অবতল দর্পণ
২. অবতল লেন্সের চশমা চোখের কোন ধরনের ত্রুটিতে ব্যবহার করা হয়?
ক) বিষম দৃষ্টি
খ) দীর্ঘ দৃষ্টি
গ) হ্রস্ব দৃষ্টি
ঘ) বার্ধক্য দৃষ্টি
৩. নিচের কোথায় দর্পণ ব্যবহার করা হয়?
ক) চশমায়
খ) টেলিভিশনে
গ) কম্পিউটারে
ঘ) ড্রেসিং টেবিলে
৪. লেন্সের ক্ষমতা +2D বলতে বোঝায় লেন্সটি-
i. উত্তল লেন্স
ii. প্রধান অক্ষের ১ মিটার দূরত্বে আলোক রশ্মিগুচ্ছকে মিলিত করবে
iii. প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫. কোনটি তীব্র আলোতে সাঁড়া দেয়?
ক) কোন
খ) রেটিনা
গ) রড
ঘ) অ্যাকুয়াস হিউমার
৬. একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব ২০ সে.মি. হলে এর ক্ষমতা কত?
ক) -5 d
খ) 5 d
গ) 5 m
ঘ) -5 m
৭. লেন্সের বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে বলে?
ক) বক্রতার দৈর্ঘ্য
খ) প্রধান অক্ষ
গ) বক্রতার অক্ষ
ঘ) বক্রতার ব্যাসার্ধ
৮. একটি উত্তল লেন্সের ক্ষমতা 1/X ডাইঅপ্টার হলে, তার ফোকাস দূরত্ব কত মিটার?
ক) x
খ) -x
গ) 1/x
ঘ) -1/x
৯. চোখ ভাল রাখার উপায় কোনটি?
ক) ধুমপান করা
খ) ক্লান্তিহীনভাবে কম্পিউটার ব্যবহার করা
গ) প্রখর রোদে বাইরে বের হওয়া
ঘ) পর্যাপ্ত আলো ব্যবহার করা
১০. ক্ষীণ আলোতে সংবেদনশীল হয় কোনটি?
ক) অ্যাকুয়ার হিউমার
খ) ভিট্রিয়াস হিউমার
গ) রড কোষ
ঘ) কোণ কোষ
১১. চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি কত?
ক) 30cm
খ) 25cm
গ) 35cm
ঘ) 20cm
১২. রাস্তাটির বাঁকে গোলীয় দর্পণ থাকতে হবে, যাতে-
i. অন্যপাশ থেকে গাড়ি আসে কিনা বুঝা যায়
ii. গতি নিয়ন্ত্রণ করা যায়
iii. প্রাকৃতিক দৃশ্য দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩. কীসের জন্য ফ্যাটি এসিডযুক্ত খাবার প্রয়োজন?
ক) কান ভাল রাখার জন্য
খ) চোখ ভাল রাখার জন্য
গ) হৃদপিন্ড ভাল রাখার জন্য
ঘ) যকৃত ভাল রাখার জন্য
১৪. চোখ ভালো রাখার জন্য কীসের প্রয়োজন?
ক) ভিটামিন এ
খ) খনিজ লবণ
গ) ভিটামিন ডি
ঘ) আয়োডিন
১৫. বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে কী বলে?
ক) আলোকরশ্মি
খ) প্রধান অক্ষ
গ) লেন্সের দৈর্ঘ্য
ঘ) গৌণ অক্ষ
১৬. একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 1 m হলে এর ক্ষমতা কত?
ক) -2d
খ) -d
গ) +d
ঘ) +2d
১৭. অবতল লেন্সের আকৃতি কিরূপ?
ক) প্রান্ত মোটা ও মধ্যভাগ সরু
খ) প্রান্ত সরু ও মধ্যভাগ মোটা
গ) প্রান্ত মোটা ও মধ্যভাগ মোটা
ঘ) প্রান্ত সরু ও মধ্যভাগ সরু
১৮. রেটিনার উপর আলো পড়লে রড ও কোণ কোষসমূহ সেই আলোকে গ্রহণ করে তাকে পরিণত করে-
ক) শব্দ প্রেরণায়
খ) আলোক প্রেরণায়
গ) তড়িৎ প্রেরণায়
ঘ) চুম্বক প্রেরণায়
১৯. আলোর প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?
ক) আপতন কোণ
খ) প্রতিসরণ কোন
গ) আলোর রং
ঘ) বিভেদতল
২০. অবতল লেন্স আলোক রশ্মিকে কী করে?
ক) প্রতিফলিত
খ) আপতিত
গ) অবর্তিত
ঘ) অপসারিত
২১. আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে কোন ত্রিকোণমিত্রিক অনুপাত ব্যবহার করা হয়?
ক) tan
খ) cot
গ) cos
ঘ) sin
২২. অবতল লেন্সের-
i. প্রান্তভাগ সরু
ii. মধ্যভাগ সরু
iii. প্রান্তভাগ মোটা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩. বই পড়া ও কম্পিউটার ব্যবহার কর উচিত-
i. খুব সামনে থেকে
ii. নির্দিষ্ট দূরত্বে থেকে
iii. মাঝে মাঝে বিরতি দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪. স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বের সাথে সম্পর্কিত বাক্য হলো-
i. স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়
ii. একজন শিশুর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব ৫ সেন্টিমিটার
iii. একজন স্বাভাবিক বয়স্ক ব্যক্তির ন্যূনতম দূরত্ব ২৫ সেন্টিমিটার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫. উত্তল দর্পণ ব্যবহার করা হয়-
i. রাস্তার বাতিতে
ii. গাড়িতে
iii. ভবন বা শপিংমলের নিরাপত্তায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে-
i. দূরের বস্তু অস্পষ্ট মনে হয়
ii. কাছের বস্তু অস্পষ্ট দেখা যায়
iii. উত্তল লেন্স ব্যবহার করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭. ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমার কোন লেন্স ব্যবহৃত হয়?
ক) সমতল
খ) উত্তল
গ) অবতল
ঘ) সমতলাবতল
২৮. লেন্সের ক্ষমতার এসআই একক হলো-
ক) মিটার
খ) রেডিয়ান /মিটার
গ) লুমেন/মিটার
ঘ) মিটার/রেডিয়ান
২৯. পাহাড়ি রাস্তার বিপদজনক বাঁকে কত ডিগ্রী কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয়?
ক) 00
খ) ৪৫0
গ) ৬০0
ঘ) ৯০0
৩০. কোনটির মাধ্যমে তড়িৎ প্রেরণাকে মস্তিষ্কে প্রেরণ করা হয়?
ক) রড কোষ
খ) কোণ কোষ
গ) ফেসিয়াল স্নায়ু
ঘ) অক্ষি স্নায়ু
৩১. মানুষের চোখ কোন লেন্সরূপে কাজ করে?
ক) অপসারী লেন্স
খ) অভিসারী লেন্স
গ) অবতল লেন্স
ঘ) সমতল লেন্স
৩২. কোনটি চোখের আলোক স্নাযুতন্ত্রের বৈশিষ্ট্য নয়?
ক) আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি
খ) রঙের অণুভূতি ও পার্থক্য
গ) বস্তুর নড়াচড়া
ঘ) অশ্রু তৈরী করা
৩৩. + 5d ক্ষমতাসম্পন্ন লেন্সটির ফোকাস দূরত্ব কত?
ক) .5 m
খ) 5 m
গ) 2 m
ঘ) 2 cm
৩৪. ক্ষীণ দৃষ্টি দূর করা যায়-
i. অবতল লেন্সের চশমা ব্যবহার করে
ii. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
iii. ফোকাস দূরত্ব ক্ষীণদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ)
৩৫. -ID বলতে কি বোঝোয়?
ক) লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব ১ মিটার
খ) লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ১ মিটার
গ) লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব ১ সে.মি.
ঘ) লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ১ সে.মি.
৩৬. চোখ ভাল রাখার জন্য সঠিক জীবণধারণ পদ্ধতি হলো-
i. ক্লান্ত চোখকে ঘুমের মাধ্যমে সতেজ করা
ii. মাঝে মাঝে ধূমপান করা
iii. প্রখর রোদে সানগ্র্লাস ব্যবহার করে বাইরে বের হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৭. চোখের জন্য দরকারী সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার হলো-
i. ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার
ii. আঁশ ও চর্বিযুক্ত খাবার
iii. ফ্যাটি এসিড যুক্ত খাবার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৮. অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে-
i. চোখের ফোকাস দূরত্ব হ্রাস পায়
ii. চোখের ফোকাস দূরত্ব বৃদ্ধি পাওয়া
iii. অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৯. নীচের কোনটি কাছের বস্তু দেখার কিন্তু দূরের বস্তু না দেখার ত্রুটি নয়?
ক) ক্ষীণ দৃষ্টি
খ) হ্রস্ব দৃষ্টি
গ) মাইওপিয়া
ঘ) হাইপারমটোপিয়া
৪০. চোখের দূর বিন্দু হচ্ছে-
ক) চোখ হতে অসীম দূরে
খ) চোখ হতে সসীম দূরে
গ) চোখ হতে ৫০ সে.মি. দূরে
ঘ) চোখ হতে ৫ সে.মি. দূরে
৪১. বস্তুর নড়াচড়া বুঝতে সাহায্য করে কোনটি?
ক) রড
খ) ভিট্রিয়াল হিউমার
গ) কোন
ঘ) অ্যাকুয়াস হিউমার
৪২. স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
ক) ৫ সেমি.
খ) ১০ সেমি.
গ) ২৫ সেমি.
ঘ) ৫০সেমি.
৪৩. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক ১ অপেক্ষা বেশি হওয়ার কারণ কোনটি?
ক) বায়ু ও কাচে আলোর বেগ সমান
খ) বায়ু অপেক্ষা কাচে আলোর বেগ বেশি
গ) কাচ অপেক্ষা বায়ুর ঘনত্ব বেশি
ঘ) বায়ু অপেক্ষা কাচের ঘনত্ব বেশি
৪৪. রেটিনার রডের কাজ-
i. রঙের অনুভূতি ও পার্থক্য বুঝিয়ে দেয়া
ii. রঙের নড়াচড়া বুঝিয়ে দেয়া
iii. আলোর তীব্রতার সামান্য হ্রাসবৃদ্ধি বুঝিয়ে দেয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৫. চোখের লেন্সের গোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে কোন ত্রুটির সৃষ্টি হয়?
ক) বিষম দৃষ্টি
খ) হ্রস্ব দৃষ্টি
গ) দূর দৃষ্টি
ঘ) বার্ধক্য দৃষ্টি
৪৬. লেন্সে আলোর কী ঘটে?
ক) প্রতিসরণ
খ) অপবর্তন
গ) প্রতিফলন
ঘ) সবগুলোই
৪৭. চোখের দূর বিন্দুর দূরত্ব কত?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৪৮. চোখের কোথায় কোন ব্স্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়?
ক) অ্যাকুয়াস হিউমারে
খ) রেটিনায়
গ) চোখের লেন্সে
ঘ) চোখের মনিতে
৪৯. কোন ধররে মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?
ক) চর্বিযুক্ত
খ) ভিটামিন ডি সমৃদ্ধ
গ) প্রোটিন যুক্ত
ঘ) আয়োডিন যুক্ত
৫০. ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের-
i. নিকটমত বিন্দুর দূরত্ব ২৫ cm
ii. দূরবিন্দুর দূরত্ব অসীম
iii. দূরবিন্দুর দূরত্ব অসীম থেকে খানিক সামনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫১. লেন্সের ক্ষমতার-
i. প্রচলিত একক হলো ডাইঅপ্টার
ii. এস, আই, একক হলো রেডিয়াম/মিটার
iii. এস, আই একক হলো মিটার/রেডিয়ান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫২. আলোর প্রতিফলণের জন্য আলোক রশ্মিকে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে কীভাবে আপতিত হতে হয়?
ক) লম্বভাবে
খ) তির্যকভাবে
গ) সমান্তরালে
ঘ) যেকোনো ভাবে
৫৩. লেন্সের ক্ষমতা +2D বলতে বোঝায়-
i. লেন্সটি উত্তল
ii. এটি প্রধান অক্ষের ১ সেন্টিমিটার দূরে আলোক রশ্মিচ্ছকে মিলিত করে
iii. এটি প্রধান অক্ষের ১ মিটার আলোক রশ্মিগুচ্ছকে মিলিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৪. যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু হতে আরও কাছে আনলে দেখা যায়?
ক) দ্রুত দৃষ্টি
খ) দীর্ঘ দৃষ্টি
গ) বার্ধক্য দৃষ্টি
ঘ) বিষম দৃষ্টি
৫৫. স্নায়ুর কোন কোষগুলো কোন আলোতে সংবেদনশীল?
ক) তীব্র আলো
খ) ক্ষীণ আলো
গ) স্বাভাবিক আলো
ঘ) শুধু সূর্যের আলো
৫৬. দীর্ঘদৃষ্টি প্রতিকারে ব্যবহৃত উত্তল লেন্সে এবং চোখের লেন্সে আলোকরশ্মি কতবার প্রতিসরিত হয়?
ক) ৪ বার
খ) ৩ বার
গ) ২ বার
ঘ) ১ বার
৫৭. ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি?
ক) পাকা আম
খ) কাঁঠাল
গ) লেবু
ঘ) লাউ
৫৮. উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. এটির ক্ষমতা ধনাত্মক
ii. লেন্সের মধ্যভাগ সরু ও মোটা
iii. সমান্তরাল রশ্নিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৯. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলে?
ক) প্রিজম
খ) লেন্স
গ) গোলীয় দর্পণ
ঘ) আতশী কাচ
৬০. লেন্সের ক্ষমতা +ID বলতে বোঝায়-
i. লেন্সটি উত্তল
ii. লেন্সটি অবতল
iii. লেন্সটি প্রধান অক্ষের Im দূরের আলোকে মিলিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬১. একজন শিশুর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত?
ক) স্থির থাকে
খ) অপরিবর্তিত থাকে
গ) পরিবর্তিত হয়
ঘ) কমে যায়
৬২. রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয় কে?
ক) মস্তিষ্ক
খ) আইরিস
গ) অপটিক নার্ভ
ঘ) রেটিনা
৬৩. লেন্সের আলোকরশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতাকে কী বলে?
ক) অশ্বক্ষমতা
খ) লেন্সের ক্ষমতা
গ) অভিসারী ক্ষমতা
ঘ) অপসারী ক্ষমতা
৬৪. গাড়ী পিছানোর দরকার হলে ড্রাইভারকে লক্ষ্য রাখতে হয়-
i. গাড়ীর সামনের ডানদিকের দর্পণে
ii. গাড়ীর ভেতরের সামনের দর্পণে
iii. গাড়ীর সামনের বামদিকের দর্পণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৫. আলোর তীব্যতার হ্রাস-বৃদ্ধির বুঝিয়ে দেয় কোনটি?
ক) রেটিনা
খ) রড কোষ
গ) চক্ষুলেন্স
ঘ) কোণ কোষ
৬৬. যখনই আমাদের সামনে কোনো বস্তু থাকে তখন ঐ বস্তু হতে আলোকরশ্মি এসে-
i. চক্ষু লেন্স দ্বারা প্রতিফলিত হয়
ii. রেটিনার ওপর উল্টো প্রতিবিম্ব গঠন করে
iii. চক্ষুর আইরিস দ্বারা প্রতিসরিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৭. চোখের দীঘৃদৃষ্টি ত্রুটির জন্য দায়ী-
i. অক্ষিগোলকের ব্যসার্ধ কমে যাওয়া
ii. অক্ষিগোলকের আয়তন কমে যাওয়া
iii. চোখের লেন্সের ক্ষমতা বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৮. চোখকে যদি ক্লান্ত মনে হয় তাহলে কী করা ভালো?
ক) কাজ করা
খ) বসে থাকা
গ) বিশ্রাম করা
ঘ) খেলাধুলা করা
৬৯. উত্তল লেন্সের ক্ষমতা কীরূপ?
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) নিরপেক্ষ
ঘ) অপসারী
৭০. আলোকরশ্মির বৈশিষ্ট্য কোনটি?
ক) এটি সর্বদা সরলরেখায় চলে
খ) এটি যেকোনো পথে চলে
গ) এর দিক সর্বদা অপরিবর্তিত থাকে
ঘ) মাধ্যমভেদে এর বেগ অভিন্ন
৭১. উত্তল লেন্সের আকৃতি কিরূপ?
ক) প্রাপ্ত মোটা ও মধ্যভাগ সরু
খ) প্রাপ্ত সরু ও মধ্যভাগ মোটা
গ) প্রাপ্ত মোটা ও মধ্যভাগ মোটা
ঘ) প্রাপ্ত সরু ও মধ্যভাগ সরু
৭২. পাহাড়ি রাস্তার বিভিন্ন বিপদজনক বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়?
ক) সমতল দর্পণ
খ) গোলীয় দর্পণ
গ) অবতল দর্পণ
ঘ) উত্তল দর্পণ
৭৩. ক্ষীণ দৃষ্টিপম্পন্ন লোকের চশমায় কোন লেন্স ব্যবহার করা হয়?
ক) উত্তল
খ) সমতল
গ) অবতল
ঘ) সমতলাবতল
৭৪. পাহাড়ী রাস্তার ড্রাইভিং করা বিপদজনক কারণ-
i. রাস্তা আঁকা বাঁকা হয়
ii. রাস্তা কোণে ৯00বাঁকা থাকে
iii. রাস্তার প্রচুর গাড়ী থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৫. দৃষ্টির প্রধান ত্রুটি হলো-
i. ক্ষীণদৃষ্টি
ii. দূরদৃষ্টি
iii. চালশে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৬. লেন্সের ক্ষমতার একককে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) D
খ) P
গ) W
ঘ) kW
৭৭. দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির-
i. চোখের নিকট বিন্দু দূরত্ব ২৫ cm
ii. চোখের দূরত্ব বিন্দু দূরত্ব অসীম
iii. চোখের নিকট বিন্দুর দূরত্ব 25 cm হতে একটু সামনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৮. একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষের পেছনে বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পারে না। �ঐ শিক্ষার্থীর চোখের ত্রুটি কী হতে পারে?
ক) ক্ষীণ দৃষ্টি
খ) দূর দৃষ্টি
গ) হাইপার মেট্রোপিয়া
ঘ) দূরবন্ধ দৃষ্টি
৭৯. উত্তল বা অবতল লেন্সের ক্ষমতা তার ফোকাস দূরত্বের কিরূপ?
ক) সমান
খ) সমানুপাতিক
গ) ব্যস্তনুপাতিক
ঘ) দ্বিগুণ
৮০. নিচের কোনটি চোখের জন্য ক্ষতিকর?
ক) সঠিক পুষ্টি গ্রহণ
খ) চর্বিযুক্ত মাছে
গ) আবছা আলো
ঘ) জিংক সমৃদ্ধ খাবার
৮১. ক্ষীণদৃষ্টি দেখা দেয়-
i. চোখের ফোকাস দূরত্ব কমে গেলে
ii. অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে
iii. অক্ষি গোলকের ব্যসার্ধ বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮২. তড়িৎ প্রেরণা কিসের মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হয়?
ক) অক্ষি স্নায়ু
খ) নিউরন
গ) চোখের পেশি
ঘ) রেটিনা
৮৩. গাড়ি চালনা শুরু করার পূর্বেই ড্রাইভারকে সামনে দর্পণ দুটি যথাযথভাবে স্থাপন করতে হয়-
i. সামনে সঠিকভাবে দেখার জন্য
ii. পিছনে সঠিকভাবে দেখার জন্য
iii. দুপাশ সঠিকভাবে দেখার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৪. কোনটি রঙের অনুভূতি ও রঙের পার্থক্য বুঝিয়ে দেয়?
ক) কোন
খ) রেটিনা
গ) রড
ঘ) অ্যাকুয়াস হিউমার
৮৫. আলোর প্রতিসরণাঙ্কের ওপর এর রঙের প্রভাবে কী ঘটে?
ক) প্রতিসরণাঙ্ক অপরিবর্তিত থাকে
খ) পতিসরণাঙ্ক বেড়ে যায়
গ) প্রতিসরণাঙ্ক কমে যায়
ঘ) প্রতিসরণাঙ্ক কমে যায়
৮৬. লেন্সের বক্রতার পৃষ্টসমূহ যে গোলকের অংশবিশেষ তার ব্যাসার্ধকে কী বলে?
ক) ফোকাস দূরত্ব
খ) প্রধান ফোকাস
গ) বক্রতার ব্যসার্ধ
ঘ) বক্রতার কেন্দ্র
৮৭. গাড়ীতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
ক) সমতল দর্পণ
খ) অবতল দর্পণ
গ) উত্তল দর্পণ
ঘ) সমতলবাবতল দর্পণ
৮৮. উত্তল লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
৮৯. দৃষ্টির অপ্রধান ত্রুটি হলো-
i. চালশে
ii. দূরদৃষ্টি
iii. নকুলান্ধতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯০. স্বাভাবিক চোখের দূরবিন্দু কোথায় থাকে?
ক) ০.২৫ সেমি দূরে
খ) ২.৫ সেমি দূরে
গ) ০.০৫ সেমি দূরে
ঘ) অসীম দূরত্বের
৯১. স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বয়সের সাথে সাথে-
ক) স্থির থাকে
খ) অপরিবর্তিত থাকে
গ) পরিবর্তিত হয়
ঘ) কমে যায়
৯২. গাড়ীতে ব্যবহৃত তিনটি দর্পণের-
ক) দুইটি ডাবল একটি সমতল
খ) দুইটির অবতল একটি উত্তল
গ) তিনটিই অবতল
ঘ) তিনটিই উত্তল
৯৩. গাড়ীতে দর্পণ ব্যবহার করা-
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
৯৪. গাড়িতে দর্পণ ব্যবহার করা হয়-
i. গাড়ির সামনের দরজার সম্মুখে
ii. গাড়ির সামনের দরজার পিছনে
iii. গাড়ির ভিতরে সামনের দিকের মাঝখানে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৫. চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি হলো-
i. চোখ হতে নিকট বিন্দু 25 cm
ii. চোখ হতে দূরবিন্দু অসীম
iii. চোখ হতে দূরবিন্দু সসীম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৬. একজন শিশুর স্পষ্ট দর্শনের নূন্যতম দূরত্ব কত?
ক) ৫ সে.মি.
খ) ১৫ সে.মি.
গ) ২০ সে.মি.
ঘ) ২৫ সে.মি.
৯৭. চেখের অক্ষি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার ফলে কোন ত্রুটির সৃষ্টি হয়?
ক) বার্ধক্য দৃষ্টি
খ) বিষম দৃষ্টি
গ) হ্রস্ব দৃষ্টি
ঘ) দীর্ঘ দৃষ্টি
৯৮. কোন ত্রুটি দূর করার জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়?
ক) বিষম দৃষ্টি
খ) দূর দৃষ্টি
গ) হ্রস্ব দৃষ্টি
ঘ) বার্ধক্য দৃষ্টি
৯৯. চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে ক্রিয়া করে কোনটি?
ক) অবতল লেন্স
খ) উত্তল লেন্স
গ) স্থূল মধ্য লেন্স
ঘ) সমতল লেন্স
১০০. চোখকে সুস্থ রাখতে সহায়তা করে-
i. ভিটামিন এ
ii. ভিটামিন সি
iii. ভিটামিন ই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০১. ঝুমা শ্রেণীকক্ষের পেছনে বসলে ব্ল্যাক বোর্ডের লেখা স্পষ্টভাবে দেখতে পায় না। ঝুমার চোখের ত্রুটিটি কোন ধরনের?
ক) দীর্ঘদৃষ্টি
খ) দূরদৃষ্টি
গ) চালশে
ঘ) মাইওপিয়া
১০২. নিচের কোনটিকে দৃষ্টির প্রধান ত্রুটি বলা হয়?
ক) ক্ষীণ দৃষ্টি এবং দূরদৃষ্টি
খ) চালশে বং নকুলান্ধতা
গ) ক্ষীণদৃষ্টি এবং চালশে
ঘ) দূর দৃষ্টি এবং নকুলান্ধতা
১০৩. আলোক রশ্মি সর্বদা সরলরেখার চলার জন্য কেমন মধ্যম প্রয়োজন?
ক) স্বচ্ছ ও অসমসত্ব
খ) অস্বচ্ছ ও সমসত্ব
গ) অস্বচ্ছ ও অসমসত্ব
ঘ) স্বচ্ছ ও সমসত্ব
১০৪. স্বাভাবিক বয়স্ক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত?
ক) ৫০ সে.মি.
খ) ২৫ সে.মি.
গ) ১৫ সে.মি.
ঘ) ৫ সে.মি.
১০৫. একগুচ্ছ আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে কী বলে?
ক) কাজ
খ) বল
গ) ক্ষমতা
ঘ) শক্তি
১০৬. চোখের লেন্স দ্বারা প্রতিসরিত আলোক রশ্মি রেটিনার ওপর কীরূপ বিশ্ব গঠন করে?
ক) উল্টো
খ) সোজা
গ) সদ
ঘ) অসদ
১০৭. উত্তল লেন্সে আলোক রশ্মি কোন পৃষ্ঠে আপতিত হয়?
ক) অবতল পৃষ্ঠে
খ) উত্তল পৃষ্ঠে
গ) সমতল পৃষ্ঠে
ঘ) সব পৃষ্ঠে
১০৮. চোখ ভাল রাখার উপায় হচ্ছে-
i. সঠিক পুষ্টি গ্রহণ
ii. সঠিক জীবনধারা অনুসরণ
iii. পর্যাপ্ত আলো ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৯. দীর্ঘদৃষ্টির দূর করা যায়-
i. অবতল লেন্সের চশমা ব্যবহার করে
ii. উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
iii. চোখের ফোকাস দূরত্ব দীর্ঘ দৃষ্টির দূরত্বের সমান করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১০. চোখ দূরের বস্তু দেখতে পায় না কখন?
ক) বার্ধক্য দৃষ্টি
খ) হ্রস্ব দৃষ্টি
গ) দীর্ঘ দৃষ্টি
ঘ) বিষম দৃষ্টি
১১১. প্রধান অক্ষ থেকে প্রদান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
ক) ফোকাস দূরত্ব
খ) বক্রতার ব্যাসর্ধ
গ) আলোক কেন্দ্র
ঘ) প্রধান অক্ষ
১১২. রেটিনার রড কোষের কাজ হলো-
i. বস্তু
ii. নড়াচড়া ও রডের পার্থক্য বুঝিয়ে দেয়া
iii. আলো হ্রাস বুঝিয়ে দেয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৩. লেন্সের ক্ষমতা -2D বলতে কী বোঝায়?
ক) লেন্সটি উত্তল
খ) লেন্সটি অবতল
গ) লেন্সটি গোলীয়
ঘ) লেন্সটি সমতল
১১৪. অপর্যাপ্ত আলো ক্ষতিকর কোনটির জন্য?
ক) কান
খ) গলা
গ) চোখ
ঘ) নাক
১১৫. এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কী বলে?
ক) সবাবর্তন
খ) প্রতিসরাঙ্ক
গ) ব্যাতিচার
ঘ) বিচ্ছুরণ
১১৬. ঘন মাধ্যমে আলোর বেগ হালকা মাধ্যমের তুলনায় কীরূপ?
ক) কম
খ) বেশি
গ) সমান
ঘ) দ্বিগুণ
১১৭. কোন ক্ষেত্রে অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়?
ক) দীর্ঘদৃষ্টির প্রতিকারে
খ) সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে রক্ষ করতে
গ) ক্ষীণদৃষ্টির প্রতিকারে
ঘ) চালশে রোগ নিরাময়ে
১১৮. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয়-
ক) সমল দর্পণ
খ) গোলীয় দর্পণ
গ) লেন্স
ঘ) প্রিজম
১১৯. একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যাথা করে। তার কী ধরনের চমশা ব্যবহার করতে হবে?
ক) উত্তল
খ) অবতল
গ) সমতলাবতল
ঘ) সমতলোত্তল
১২০. স্পষ্ট দর্পণের নিকটতম বিন্দুকে দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি দেখতে পায় না কেন?
ক) প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়ায়
খ) প্রতিবিম্ব রেটিনায় গঠিত হওয়ায়
গ) প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হওয়ায়
ঘ) প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হওয়ায়
১২১. চোখকে রোগমুক্ত রাখে-
i. ফ্যাটি এসিড যুক্ত খাবার
ii. ভিটামিন এ, সি, ও ই সমৃদ্ধ খাবার
iii. জিংক সমৃদ্ধ খাবার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২২. অপর্যাপ্ত আলো চোখের জন্য ক্ষতিকর কেন?
ক) রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়
খ) চক্ষু পেশীর উপর চাড় পড়ে
গ) রড কোষ সংবেদনশীল হয়
ঘ) অতি বেগুণী রশ্মি প্রতিহত করতে পারে না
১২৩. ড্রাইভারকে তার হাত সর্বদা হুইলে রেখে তাকাতে হয় রাস্তার-
i. সামনের দিকে
ii. পিছনের দিকে
iii. উপরের দিকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৪. বিনা শ্রান্তিতে চোখ সবচেয়ে কাছের যে বিন্দুকে স্পষ্ট দেখতে পায়-
i. ঐ বিন্দু হলো স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু
ii. চোখ হতে এ বিন্দুর দূরত্ব হলো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব
iii. বয়স ভেদে ঐ বিন্দুর দূরত্ব পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৫. উক্ত রাস্তার অদৃশ্য বাঁক কত কোণে তে পারে?
ক) ৬00
খ) ৩00
গ) ৯00
ঘ) ১২00
১২৬. চোখের লেন্স রেটিনার উপর কোন বস্তুর যে বিম্ব গঠন করে সেটি কোন ধরনের হয়?
ক) সোজা
খ) উল্টো
গ) বস্তুর সমান
ঘ) বস্তুর চেয়ে বড়
১২৭. চোখ ভার রাখার জন্য-
i. আবছা আলো ব্যবহার করতে হবে
ii. পর্যাপ্ত আলো ব্যবহার করতে হবে
iii. বিরতি দিয়ে বই পড়তে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৮. নিচের কোনটি দূরের বস্তু কিন্তু কাছের বস্তু না দেখতে পাওয়ার ত্রুটি নয়-
ক) দূরদৃষ্টি
খ) হাইপারমেট্রোমিয়া
গ) দীর্ঘদৃষ্টি
ঘ) মাইওপিয়া
১২৯. কোন বস্তু হতে আগত আলোকরশ্মি-
i. চক্ষু লেন্স দ্বারা প্রতিসরতি হয়
ii. রেটিনায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত করে
iii. মস্তিষ্কে রেটিনার প্রতিবিম্বকে উল্টো করে গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩০. মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে?
ক) আলোর ব্যাতিচার
খ) আলোর প্রতিফলন
গ) আলোর প্রতিসরণ
ঘ) আলোর সমাবর্তন
১৩১. আলোর প্রতিসরণ সূত্রের ক্ষেত্রে-
i. নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ধ্রুব
ii. বিভিন্ন রঙের জন্য প্রতিসরাঙ্কের মাত্রা বিভিন্ন হয়
iii. যেকোন মাধ্যমের জন্য আপতন কোণ প্রতিসরণ কোণের মাইনের অনুপাত ধ্রুব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩২. বিনা শ্রান্তিতে সবচেয়ে কাছে যে বিন্দুতে চোখ স্পষ্ট দেখে তাকে বলা হয় স্পষ্ট দৃষ্টির-
ক) শূন্য বিন্দু
খ) দূর বিন্দু
গ) নিকট বিন্দু
ঘ) নিকটতম বিন্দু
১৩৩. কোন ব্যক্তি 10 cm ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করেন। লেন্সটির ক্ষমতা কত ডাইঅপ্টার?
ক) -10 d
খ) 10 d
গ) 2d
ঘ) 5d
১৩৪. স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো গমন করে-
ক) আঁকাবাঁকা পথে
খ) সরল পথে
গ) উঁচু নিচু পথে
ঘ) বন্ধুর পথে
১৩৫. কোন খাবার চোখকে রোগমুক্ত রাখে?
ক) আরু
খ) পটল
গ) মিষ্টি আলু
ঘ) বেগুন
১৩৬. মস্তিষ্ক রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্বকে-
ক) সোজা করে
খ) উল্টো করে
গ) বাঁকা করে
ঘ) একই ভাবে রাখে
১৩৭. আলোর প্রতিসরণের ক্ষেত্রে-
i. আলো বিভেদতলে লম্বভাবে আপতিত হয়
ii. বিভেদ তলে আলোর গতির পরিবর্তন হয়
iii. বিভেদ তলে আলো তীর্যকভাবে আপতিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৮. লেন্সের ক্ষমতার প্রচলিত একক কী?
ক) ডাইঅপ্টার
খ) মিটার
গ) ওয়াট
ঘ) কিলোওয়াট
১৩৯. পাহাড়ী রাস্তার বিপদজনক বাঁকে কেন দর্পণ ব্যবহার করা হয়?
ক) ড্রাইভারের চেহারা দেখার জন্য
খ) আয়নার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য
গ) ড্রাইভারের সাবধান হওয়ার জন্য
ঘ) ড্রাইভারের দ্রুত গাড়ী চালানোর জন্য
১৪০. রড ও কোন নামক স্নায়ু তন্ত্র দ্বারা চোখের কোন অংশ গঠিত?
ক) কর্ণিয়া
খ) রেটিনা
গ) চক্ষু লেন্স
ঘ) কোণ কোষ
১৪১. গাড়ী পেছানোর দরকার হলে ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
১৪২. গাড়ীতে লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখতে হবে?
ক) দুইটি
খ) তিনটি
গ) একটি
ঘ) চারটি
১৪৩. লেন্সের ক্ষমতা -4D বলতে বোঝায়-
i. লেন্সটি অবতল
ii. লেন্সটি প্রধান অক্ষের ২৫ cm দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে
iii. লেন্সটি প্রধান অক্ষের 4 m দূরের কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৪. আলো তীর্যকভাবে হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মির কি ঘটে?
ক) অভিলম্ব থেকে দূরে সরে যায়
খ) অভিলম্বের দিকে বেঁকে যায়
গ) অভিলম্ব বরাবর চলে যায়
ঘ) আপতিত রশ্মি বরাবর চলে যায়
১৪৫. +2d ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব?
ক) 0.2 m উত্তল
খ) 0.5 m উত্তল
গ) 0.5 m অবতল
ঘ) 0.2 m অবতল
১৪৬. গাড়ীর সামনের দরজার সম্মুখদিকে দু পাশে কয়টি দর্পণ ব্যবহার করা হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১৪৭. চোখকে রোগমুক্ত রাখার জন্য বেশী করে খেতে হবে-
ক) গোল আলু
খ) মূলা
গ) মিষ্টি আলু
ঘ) যব
১৪৮. দর্পণ ব্যবহার করা হয়-
i. চেহারা দেখতে
ii. নিরাপদ ড্রাইভিং এ গাড়িতে
iii. পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৯. দীর্ঘ দৃষ্টির কারণ হলো-
i. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়া
ii. অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পাওয়া
iii. চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫০. আলোর প্রতিসরণের ক্ষেত্রে মাধ্যম দুটির বিভেদতলে কোন আলোর গতিপথ পরিবর্তিত হয়?
ক) লম্বভাবে আপতিত হয় বলে
খ) সমান্তরালভাবে আপতিত হয় বলে
গ) তির্যকভাবে আপতিত হয় বলে
ঘ) মাধ্যম দুটির আলোকীয় ঘনত্ব সমান বলে
১৫১. অধিকাংশ লেন্সই কিসের তৈরী?
ক) কাচ
খ) প্লাস্টিক
গ) কোয়ার্টজ
ঘ) ডায়মন্ড
১৫২. চোখের ত্রুুটি কত রকমের হয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১৫৩. সাধারণত গাড়িতে দর্পণ থাকে-
i. সামনের দরজার সম্মুখ দিকে দুপাশে দুটি
ii. ভিতরে সামনের দিকে মাঝখানে একটি
iii. ভিতরে পিছনের দিকে মাঝখানে একটি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৪. যখন কোন চোখ দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায়না তাকে বলা হয়?
ক) মাইওপিয়া
খ) ক্ষীণদৃষ্টি
গ) দূরদৃষ্টি
ঘ) হ্রস্বদৃষ্টি
১৫৫. মস্তিষ্ক রেটিনার উল্টো প্রতিবিম্বকে কী করে?
ক) প্রতিফলিত
খ) প্রতিসরিত
গ) আপতিত
ঘ) পুনরায় উল্টো দেয়
১৫৬. সমতল দর্পণ ব্যবহার করা হয়-
i. সেলুনে
ii. গাড়ীতে
iii. ড্রেসিং টেবিলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৭. দর্পণ ও লেন্সের মধ্যে পার্থক্য-
i. প্রথমটি অস্বচ্ছ, দ্বিতীয়টি স্বচ্ছ
ii. প্রথমটি সমতল হয়, দ্বিতীয়টি তা হয় না
iii. দ্বিতীয়টিতে প্রতিসরণ হয়, প্রথমটিতে প্রতিফলন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৮. কোন সময়ে চোখে সানগ্লাস ব্যবহার করা উচিত?
ক) শীতের দিনে
খ) বৃষ্টির দিনে
গ) প্রখর রোদে
ঘ) বর্ষাকালে
১৫৯. কোনো বস্তু হতে আলো চোখে পড়লে লেন্স দ্বারা কী হয়?
ক) প্রতিফলিত
খ) প্রতিসরিত
গ) আপতিত
ঘ) উল্টে যায়
১৬০. চোখ ভাল রাখঅর জন্য কী ধরনের সমৃদ্ধ খাবার প্রয়োজন?
ক) আয়োডিন
খ) প্রোটিন
গ) জিংক
ঘ) শর্করা
১৬১. স্থূলমধ্য লেন্সের-
i. মধ্যভাগ মোটা
ii. প্রাপ্তভাগ মোটা
iii. প্রান্তভাগ সরু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬২. অভিসারী লেন্সের মত কাজ করে-
i. রেটিনা
ii. চোখের লেন্স
iii. অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৩. দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলে?
ক) দর্পণ
খ) লেন্স
গ) আলোক তল
ঘ) প্রতিফলক
১৬৪. কোন খাবার চোখকে রোগমু্ক্ত রাখতে সাহায্য করে?
ক) মাছ-মাংস
খ) দুধ-ডিম
গ) ফাস্টফুড
ঘ) গাঢ় শাকসবজি
১৬৫. আলো বায়ু হতে কাঁচ মাধ্যমে প্রবেশ করলে-
i. প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়
ii. প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে সরে যায়
iii. লম্বভাবে আপতিত হলে সোজা বরাবই গমন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৬. লেন্সের পৃষ্ঠসমূহ যে গোলকের অংশ তার কেন্দ্রকে কী বলে?
ক) গোলীয় কেন্দ্র
খ) আলোক কেন্দ্র
গ) বক্রতার কেন্দ্র
ঘ) বক্রতার ব্যাসার্ধ
১৬৭. চোখকে সুস্থ রাখতে বেশি করে খেতে হবে-
i. মিষ্টি আলু
ii. চর্বিযুক্ত মাছ
iii. ব্রকলি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৮. দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার চোখের জন্য?
ক) ভালো
খ) উপকারী
গ) ক্ষতিকর
ঘ) তৃপ্তিকর
১৬৯. 50 cm ফোকাস দূরত্ব সম্পন্ন একটি উত্তল লেন্সের ক্ষমতা কত?
ক) 5 d
খ) -0.5 d
গ) 0.5d
ঘ) - 5 d
১৭০. ভীড়ের মধ্যে দেখার জন্য ব্যবহৃত যন্ত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়?
ক) উত্তল দর্পণ
খ) অবতল দর্পণ
গ) সমতল দর্পণ
ঘ) উত্তলাবতল দর্পণ
১৭১. রেটিনার উর আলো পড়লে তাকে তড়িৎ প্রেরণায় পরিণত করে-
i. রড কোষ
ii. অ্যাকুয়াস হিউমার
iii. কোণ কোষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭২. অসীম দূরত্বের বস্তু হতে নির্গত সমান্তরাল আলোকরশ্মি কোন লেন্সের মধ্য দিয়ে অপসারিত হয়?
ক) উত্তল লেন্স
খ) অবতল লেন্স
গ) স্থূল মধ্য লেন্স
ঘ) অভিসারী লেন্স
১৭৩. আলো যখনএক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন এর গতিপথ কোথায় পরিবর্তিত হয়?
ক) স্বচ্ছ তলে
খ) বিভেদ তলে
গ) বায়বীয় মাধ্যমে
ঘ) তরল মাধ্যমে
১৭৪. লেন্সের ক্ষমতা -4D বলতে বোঝায়-
i. অবতল লেন্স
ii. লেন্স থেকে 25cm দূরে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে
iii. অভিসারী লেন্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৫. দর্পণের বিশেষ ব্যবহার কোনটি?
ক) চশমায়
খ) নিরাপদ ড্রাইভিং এ
গ) দূরবীক্ষণ
ঘ) সাবমেরিনে সৌরশক্তি ব্যবহারে
১৭৬. অবতল দর্পণ ব্যবহার করা হয়-
i. নাক, কান-গলা পরীক্ষায়
ii. দাঁত পরীক্ষায়
iii. সেলুন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৭. আলো সরলপথে চলে কোন মাধ্যমে?
ক) স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে
খ) অস্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে
গ) স্বচ্ছ ও অসমসত্ব মাধ্যমে
ঘ) অস্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে
১৭৮. হাইপারমেট্রেপিয়া কী?
ক) এক প্রকার চোখের ত্রুটি
খ) শ্রবণ শক্তিজনিত ত্রুটি
গ) রাতকানা রোগের প্রতিশব্দ
ঘ) উচ্চরক্তচাপ
১৭৯. দাঁতের ডাক্তাররা সাধারণত কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?
ক) উত্তল দর্পণ
খ) অবতল দর্পণ
গ) সমতল দর্পণ
ঘ) সমতলোত্তন দর্পণ
১৮০. লেন্সের ক্ষমতার এস আই একক কোনটি?
ক) ওয়াট
খ) ডাইঅপ্টার
গ) রেডিয়ান/মিটার
ঘ) কিলোওয়াট
১৮১. হ্রস্ব দৃষ্টির দীর্ঘতম দূরত্ব কিসের সমান?
ক) বক্রতার ব্যসার্ধ
খ) প্রধান অক্ষ
গ) ফোকাস দূরত্ব
ঘ) ২৫ সে.মি.
১৮২. লেন্স তৈরি হয়-
i. কাঁচ
ii. কোয়ার্টজ
iii. প্লাস্টিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৩. রাস্তার বাতিতে কোন দর্পণ ব্যবহার করা হয়?
ক) উত্তলাবতল দর্পণ
খ) সমতল দর্পণ
গ) অবতল দর্পণ
ঘ) উত্তল দর্পণ
১৮৪. রেটিনা ও চক্ষু নামক স্নায়ু মধ্যবর্তী স্থানে জেলি জাতীয় যে পদার্থ থাকে কী বলে?
ক) অশ্রু
খ) অ্যাকুয়াস হিউমার
গ) ভিট্রিয়াস হিউমার
ঘ) রড
১৮৫. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে কোন ত্রুটির সৃষ্টি হয়?
ক) হ্রস্ব দৃষ্টি
খ) দীর্ঘ দৃষ্টি
গ) বার্ধক্য দৃষ্টি
ঘ) বিষম দৃষ্টি
১৮৬. দীর্ঘ দৃষ্টিতে প্রতিসরিত রশ্মিগুলোকে কোনদিকে বর্ধিত করতে হবে?
ক) সামনে
খ) বক্রতার কেন্দ্রে মিলিত হয়
গ) পিছনে
ঘ) ফোকাস দূরত্বে
১৮৭. গাড়ীর লেন পরিবর্তনের পূর্বে কয়টি দর্পণের দিকে খেয়াল রাখা উচিত?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১৮৮. পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা-
ক) সম্মানজনক
খ) সহজ
গ) বিপদজনক
ঘ) অসম্ভব
১৮৯. চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে-
ক) মিষ্টি আলু
খ) গাজর
গ) ব্রকাল
ঘ) উপরের সবগুলো
১৯০. চোখের যে ত্রুটির কারণে চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তাকে বলে-
ক) দূরদৃষ্টি
খ) নকুলান্ধতা
গ) চালশে
ঘ) ক্ষীণ দৃষ্টি
১৯১. পাহাড়ি রাস্তার দর্পণ ব্যবহার করা হয়-
i. বিপদজনক বাঁকের অন্যপাশে গাড়ী দেখার জন্য
ii. ড্রাইভারের গতি নিয়ন্ত্রণ করে সর্তকতার গাড়ী চালনোর জন্য
iii. সৌন্দর্য বর্ধনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯২. লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে তিনটি দর্পণেই খেয়াল করতে হয়-
i. পিছনের গাড়ীর অবস্থান বুঝার জন্য
ii. সামনের গাড়ীর অবস্থান বুঝার জন্য
iii. পাশের গাড়ীর অবস্থান বুঝার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৩. রূপচর্চা এবং দাড়ি কাঁটার জন্য সুবিধাজনক-
ক) অবতল দর্পণ
খ) সমতল দর্পণ
গ) উত্তল দর্পণ
ঘ) দ্বিউত্তল দর্পণ
১৯৪. স্থূলমধ্য লেন্স বলা হয় নিচের কোনটিকে?
ক) উত্তল লেন্স
খ) অবতল লেন্স
গ) গোলীয় লেন্স
ঘ) প্রিজম
১৯৫. শিশুর ক্ষেত্রে স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
ক) ২৫ সেমি.
খ) ৫ সেমি.
গ) ২.৫ সেমি.
ঘ) ০.২৫ সেমি.
১৯৬. দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোক রশ্মির দিক পরিবর্তনকে বলা হয় আলোর-
ক) প্রতিফলন
খ) প্রতিসরণ
গ) প্রতিচার
ঘ) সমবর্তন
১৯৭. চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে-
i. মিষ্টি আলু
ii. গরুর মাংস
iii. গাজর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৮. ড্রেসিং টিবেলে কি ধরণের দর্পণ ব্যবহার করা হয়?
ক) সমতল দর্পণ
খ) উত্তল দর্পণ
গ) অবতলোত্তল দর্পণ
ঘ) অবতল দর্পণ
১৯৯. চোখের জন্য ক্ষতিকর কোনটি?
ক) বেতার তরঙ্গ
খ) অতি বেগুণি রশ্মি
গ) তাড়িৎচুম্বক তরঙ্গ
ঘ) আলোক তরঙ্গ
২০০. ভিটামিন এ সমৃদ্ধ খাবারের অভাবে চোখের কি সমস্যা হতে পারে-
ক) চোখ ওঠা
খ) রাতকানা রোগ
গ) চোখের আঁচলি
ঘ) চোখে ছানি পড়া
২০১. প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
i. আপতন কোণের ওপর
ii. মাধ্যমদ্বয়ের প্রকৃতির ওপর
iii. আলোর রঙের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০২. চোখ কীসের মত কাজ করে?
ক) অভিসারী লেন্স
খ) অপসারী লেন্স
গ) গোলীয় লেন্স
ঘ) সমতল লেন্স
২০৩. দৃষ্টির প্রধান ত্রুটি কয়টি?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
২০৪. নিচের কোনটির কারণে দূরদৃষ্টি ত্রুটি দেখা দেয়-
ক) চোখের অভিসারী লেন্সের ক্ষমতা বেড়ে গেলে
খ) চোখের লেন্সের ফোকাস বেড়ে গেলে
গ) অক্ষি গোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে
ঘ) চোখের অভিসারী ক্ষমতা কমে গেলে
২০৫. যখন কোনো চোখ দূরের বস্তু স্পষ্ট দেখে কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না তাকে কী বলে?
ক) দীর্ঘ দৃষ্টি
খ) বিষম দৃষ্টি
গ) বার্ধক্য দৃষ্টি
ঘ) হ্রস্ব দৃষ্টি
২০৬. লেন্সের ক্ষমতা +4D বলতে কী বোঝায়?
ক) লেন্সটি উত্তল
খ) লেন্সটি অবতল
গ) লেন্সটি গোলীয়
ঘ) লেন্সটি সমতল
২০৭. আলো সম্পর্কিত সঠিক বাক্য হলো-
i. আলো স্বচ্ছ ও সমস্বত্ত্ব মাধ্যমে সরলপথে চলে
ii. আলোর প্রতিসরণ ঘটে
iii. আলোর প্রতিসরণের সূত্র তিনটি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৮. ক্ষীণদৃষ্টি সম্পন্ন ব্যক্তি দূরের বস্তু চোখে দেখে না কেন?
ক) প্রতিবিম্ব রেটিনায় প্রতিফলিত হয়
খ) প্রতিবিম্ব রেটিনায় সামনে গঠিত হয়
গ) প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়
ঘ) প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
আমাদের পঞ্চইন্দ্রিয়ের অন্যতম একটি ইন্দ্রিয় হচ্ছে চোখ। সঠিক খাবার সঠিকভাবে জীবন যাপন এবং সঠিকভাবে আলোর ব্যবহারের মাধ্যমে চোখকে ভাল রাখা যায়।
২০৯. নিচের কোনটি উদ্দীপকটি আলোচিত সঙ্গের জন্য ক্ষতিকর?
ক) ধূমপান করা
খ) দিনের বেলায় বই পড়া
গ) বিভিন্ন ফল খাওয়া
ঘ) প্রখর রোদে সানগ্লাস ব্যবহার করা
২১০. সঠিকভাবে আলোর ব্যবহার কোনটি?
ক) চাঁদের আলোতে বই পড়া
খ) প্রচন্ড আলোর দিকে তাকিয়ে থাকা
গ) স্বল্প আলোতে নিরবিচ্ছিন্ন কাজ করা
ঘ) দিনের বেলায় লেখালেখি করা
No comments:
Post a Comment