অধ্যায়-৪: নবজীবনের সূচনা
১. গিরিগিটি পায়ের সংখ্যা কত?
ক) তিনটি
খ) ছয়টি
গ) চারটি
ঘ) আটটি
২. 'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব' এটি কার রচনা?
ক) স্পেনসার
খ) রাসেরল ওয়াসেল
গ) ডারউইন
ঘ) ল্যামার্ক
৩. পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয় কত বছর পূর্বে?
ক) তিনশত কোটি বছর
খ) সাড়ে তিনশত কোটি বছর
গ) চারশত কোটি বছর
ঘ) সাড়ে চারশত কোটি বছর
৪. ল্যামার্কবাদ অনুসারে-
i. জীবের প্রয়োজন নতুন অঙ্গের উৎপত্তি হয়
ii. পরিবেশের পরিবর্তনে জীবের দৈহিক পরিবর্তন ঘটে
iii. জীবের অর্জিত সকল বৈশিষ্ট্যের বংশনুসরণ ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫. বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব হয়েছে-
i. রাসায়নিক বিবর্তনের মাধ্যমে
ii. জৈব বিবর্তনের মাধ্যমে
iii. আকস্মিক ঘটনার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬. বিভিন্ন জীবের অঙ্গপ্রত্যাঙ্গের বাহ্যিক গঠনকে কী বলে?
ক) তুলনামূলক অঙ্গসংস্থান
খ) অঙ্গসংস্থান
গ) সমসংস্থ অঙ্গ
ঘ) সমবৃত্তি অঙ্গ
৭. সর্বপ্রথম জন্ম নেয়া টেস্টটিউব বেবেটি-
i. ড. পেট্রুসি তৈরি করেন
ii. মাত্র ২৯ দিন বেঁচে ছিল
iii. মাত্র ২৯ ঘন্টা বেঁচে ছিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮. কিশোরকাল শুরু হয় কত বছর বয়সের পর থেকে?
ক) ১০
খ) ১১
গ) ১২
ঘ) ১৪
৯. অস্তিত্বের জন্য সংগ্রাম-
i. আন্তঃ প্রজাতিক সংগ্রাম
ii. অন্তঃপ্রজাতিক সংগ্রাম
iii. পরিবেশের সঙ্গে সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০. বয়ঃসন্ধিকালে মেয়েরা আকর্ষণবোধ করে কার প্রতি?
ক) মেয়েদের প্রতি
খ) নপুংসক
গ) শিশুদের প্রতি
ঘ) ছেলেদের প্রতি
১১. বর্তমানে পৃথিবী সৃষ্টি হয়-
i. সূর্য থেকে
ii. জ্বলন্ত গ্যাস পিন্ড থেকে
iii. তাপ বিকিরণ পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২. কোনটি থেকে জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদের আবির্ভব ঘটেছে বলে মনে করা হয়?
ক) মস
খ) শৈবাল
গ) একজীজপত্রী
ঘ) ফার্ন
১৩. শুক্রাণুকে কয় ধরনের সেক্স ক্রোমোজোম পাওয়া যায়?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
১৪. জেনোফোন জীবাশ্মা আবিষ্কার করেন কত সালে?
ক) খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী
খ) খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী
গ) খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী
ঘ) খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী
১৫. দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে কী বলে?
ক) ইন ভিজে ফার্টিলাইজেশন
খ) এক্স ডিজে ফার্টিলাইজেশন
গ) ইনভিট্রো ফার্টিলাইশেশন
ঘ) ইনসিটো ফার্টিলাইশেন
১৬. সমবৃত্তি অঙ্গ হল-
i. পতঙ্গের ডানা
ii. বাদুরের ডানা
iii. চামচিকার ডানা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭. মানুষ স্রষ্টার কী ধরনের সৃষ্টি?
ক) মহান
খ) সর্বনিকৃষ্ট
গ) সর্বশ্রেষ্ঠ
ঘ) সর্বলঘিষ্ঠ
১৮. কন্যা সন্তানের জন্মের জন্য পুরুষ দায়ী কেন?
ক) স্ত্রী Y ক্রোমোজোম ধারণ করে বলে
খ) স্ত্রী শুধু A ক্রোমোজোম ধারণ করে বলে
গ) শুধু পুরুষ Y ক্রোমোজোম ধারণ করে বলে
ঘ) শুধু পুরুষ X ক্রোমোজোম ধারণ করে বলে
১৯. ছেলেদের বয়ঃসন্ধিকাল-
i. ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে শুরু হয়
ii. ১০-১৫ বছর বয়সের মধ্যে শুরু হয়
iii. সাধারণত মেয়েদের পরে শুরু হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০. দুইটি জীবের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে কী বলে?
ক) প্রকরণ
খ) বিবর্তন
গ) আবর্তন
ঘ) অভিব্যক্তি
২১. নিউক্লিওপ্রোটিন থেকে কি সৃষ্টি হয়?
ক) ভাইরাস
খ) T2- ফায ভাইরাস
গ) ব্যাসিলাস ভাইরাস
ঘ) প্রোটোভাইরাস
২২. ড. পেট্রুসি কোন দেশের বিজ্ঞানী?
ক) জার্মানি
খ) ইতালি
গ) সুইডেন
ঘ) অস্ট্রিয়া
২৩. সৃষ্টির শুরুতে পৃথিবীর বায়ুমন্ডলে ছিল-
i. মিথেন গ্যাস
ii. অ্যামোনিয়া গ্যাস
iii. অক্সিজেন গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪. সমবৃত্তি অঙ্গগুলির-
i. উৎপত্তি ও বিকাশ ভিন্ন
ii. কার্যগতভাবে ভিন্নতা আছে
iii. গঠন আলাদা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫. ডারউইনের মতে, একজোড়া হাতি থেকে এক কোটি নব্বই লাখ হাতি হয় কত বছরে?
ক) ৭৫০ বছরে
খ) ৬৫০ বছরে
গ) ৮৫০ বছরে
ঘ) ৫০০ বছরে
২৬. ডারউইন কোন দেশের নাগরিক?
ক) গ্রীক
খ) আমেরিকা
গ) ব্রিটিশ
ঘ) রোমান
২৭. বুকে দুগ্ধগ্রন্থি বর্তমান-
i. স্তন্যপায়ীর
ii. প্লাটিপাসের
iii. পাখির
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮. ল্যামার্কের কত বছর পর ডাউইন এক বৈপ্লবিক চিন্তার সৃষ্টি করেন?
ক) ৪০ বছর
খ) ৫০ বছর
গ) ৬০ বছর
ঘ) ৭০ বছর
২৯. ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয়-
i. ব্যবহার ও অব্যবহারের সূত্র
ii. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ
iii. প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০. ফিলোসোফিক জুওলজিক বইটি কত খ্রিষ্টাব্দে?
ক) ১৮০৭
খ) ১৮০৮
গ) ১৮০৯
ঘ) ১৮১০
৩১. 'আদিকোষ' নামে পরিচিত কোনটি?
ক) ব্যাকটেরিয়া
খ) প্রোটোজোয়া
গ) ভাইরাস
ঘ) নিউক্লিক এসিড
৩২. ফার্ন ব্যক্তিবীজী উদ্ভিদের উদ্ভব এর প্রমাণ বহন করে কোনটি?
ক) টেরিডোস্পার্ম
খ) ইকুইজিটাম
গ) নিটাম
ঘ) গিঙ্কো-বাইলোবা
৩৩. ঋতুস্রাব সাধারণত কতদিন চলে?
ক) ৪-১০
খ) ৫-৮
গ) ৩-৭
ঘ) ৮-১০
৩৪. নিউক্লিক এসিড সৃষ্টিতে কোন রশ্মির ভূমিকা রয়েছে?
ক) এক্স রশ্মি
খ) গামা রশ্মি
গ) অতিবেগুনি রশ্মি
ঘ) বেগুনি রশ্মি
৩৫. কোন পরিবর্তন দেখে সহজেই বোঝা যায় কারো সন্ধিঃকাল চলছে?
ক) দৈহিক ও মানসিক
খ) মানসিক ও শারীরিক
গ) শারীরিক ও দৈহিক
ঘ) মানসিক ও আচরণগত
৩৬. ল্যামার্কের তত্ত্বকে কী বলে?
ক) মার্কসবাদ
খ) ল্যামার্কিজম
গ) ডারউইন
ঘ) প্রকরণবাদ
৩৭. 'Evolution' শব্দটির উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে?
ক) ল্যাটিন
খ) গ্রীক
গ) ইংরেজি
ঘ) ফরাসি
৩৮. কী কারণে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটত?
ক) ঘূর্ণিঝড়ের কারণে
খ) আগ্নেগিরির অগ্নোপাতের কারণে
গ) জলোচ্ছ্বাসের কারণে
ঘ) টর্নেডোর কারণে
৩৯. মানুষের ভ্রুণে-
i. ফুলকা থাকে
ii. ফুলকা ছিদ্র থাকে
iii. লেজ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪০. স্পেনসার পেশায় কী ছিলেন?
ক) বিজ্ঞানী
খ) শিক্ষাবিদ
গ) ইংরেজি
ঘ) কাঠমিস্ত্রি
৪১. ককসিক্স-
i. মানুষের লুপ্তপ্রায় অঙ্গ
ii. মানুষের পূর্ব পুরুষে সুগঠিত ছিল
iii. মেরুদন্ডের শেষপ্রান্তে অবস্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪২. মেয়েদের শরীরে গর্ভধারনের সময় অস্বস্তিকর লক্ষণগুলো-
i. মাথাঘোরা
ii. স্তন বড় ও ভারী হওয়া
iii. বমিবমি ভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৩. ৬ বছর বয়সের পর ছেলেকে কি বলে?
ক) শিশু
খ) কিশোর
গ) বালক
ঘ) যুবক
৪৪. কোন সূচক বর্ণের দ্বারা পুরুষ ক্রোমোজোম দেখানো হয়?
ক) A + XY
খ) A + XX
গ) Za + XY
ঘ) ZA + XX
৪৫. কানেকটিং লিংক -এর উদাহরণ-
i. প্লাটিপাস
ii. টেরিডোস্পার্ম
iii. আর্কিওপটেরিক্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৬. দুটি জীবের বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্য তা হলো-
i. প্রকরণ
ii. বিবর্তন
iii. পরিবৃত্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৭. আর্কিওপূটেরিক্স নামক প্রাণীর বৈশিষ্ট্য কোনটি?
ক) মানুষের মতো পা
খ) পালকবিহীন ডানা
গ) ছোট লেজ
ঘ) চঞ্চু
৪৮. 'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব' বইটি কত সালে প্রকাশিত হয়?
ক) ১৮৪৯
খ) ১৯৫৯
গ) ১৮৬৯
ঘ) ১৮৭৯
৪৯. কখন ছেলে সন্তান হয়?
ক) ডিম্বাণু ও X ক্রোমোজোমবিশিষ্ট শ্রুকাণুর মিলন হলে
খ) ডিম্বাণু ও X ক্রোমোজোমবিশিষ্ট শূক্রাণুর মিলন হলে
গ) দুটি ডিম্বাণুর পরস্পরিক মিলন হলে
ঘ) দুটি শুক্রাণুর পারস্পরিক মিলন হলে
৫০. ল্যামার্কিজমের প্রধান প্রাতিপাদ্য হচ্ছে-
i. ব্যবহার ও অব্যবহার সূত্র
ii. পরিবেশের প্রভাব
iii. নতুন প্রজাতির উৎপত্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫১. প্রজনন অঙ্গের আশপাশে চুলকানি বা ঘা হলে-
i. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে
ii. ডাক্তারের পরামর্শ নিতে হবে
iii. কবিরাজি ওষুধ খেতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫২. ড. পেট্রুসির-
i. টেস্টটিউব বেবি সফলতা অর্জন করেনি
ii. টেস্টটিউব বেবিটি মাত্র ২৭ দিন বেঁচে ছিল
iii. মাধ্যমে টেস্টটিউব বেরি সূচনা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৩. টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে ছেলেদের-
i. গলার স্বর ভারী হয়
ii. কোমরের হাড় মোটা হয়
iii. মুখে দাড়ি ও গোঁফ গজায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৪. জিমন্যেস্পার্ম হল-
i. ব্যক্তবীজী উদ্ভিদ
ii. গুপ্তবীজী উদ্ভিদ
iii. ফার্ন জাতীয় উদ্ভিদ হতে উদ্ভূত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৫. আচরণগত পরিবর্তন-
i. দুঃসাহসিক
ii. প্রাপ্তবয়স্কদের মত আচরণ
iii. আলাদা ব্যক্তিত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৬. প্রোটোজোয়া-
i. তে সর্বপ্রথম আদি প্লাস্টিড দেখা যায়
ii. সৃষ্টি হয় ব্যাকটেরিয়া হতে
iii. তে সর্বপ্রথম সুগঠিত নিউক্লিয়াস দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৭. প্লাটিপাস-
i. এর দেহ লোমে ঢাকা
ii. ডিম পাড়ে
iii. শাবককে স্তন্য পান করায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৮. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত জোড়া?
ক) ২২
খ) ২৩
গ) ২৪
ঘ) ২৬
৫৯. জিরাফের সুদীঘ গ্রীবা খুব উঁচু গাছ থেকে পাতা সংগ্রহের জন্য, এটি কার মত?
ক) ডারউইন
খ) ল্যামার্ক
গ) থিওফ্রাস্টাস
ঘ) পেট্রুসি
৬০. মেয়েদের ঋতুস্রাব শুরু হয় কত বয়সের মধ্যে?
ক) ৯-১৩ বছর
খ) ৯-১৪ বছর
গ) ৯-১৫ বছর
ঘ) ৯-১১ বছর
৬১. অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভবস্থায়-
i. রক্তক্ষরণ
ii. শরীরে পানি আসা
iii. খুব বেশি ব্যথা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬২. ছেলেদের শরীরে শুক্রাণু তৈরি হয় কত বছরে?
ক) ১৩-১৫ বছর
খ) ১৩-১৮ বছর
গ) ১৩-১৭ বছর
ঘ) ১৩-২০ বছর
৬৩. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া কী ধরনের পরিবর্তন?
ক) শারীরিক
খ) আচরণগত
গ) অভ্যাসগত
ঘ) মানসিক
৬৪. বাল্যবস্থা ও যৌবনের মধ্যবর্তী সময়-
i. বয়ঃসন্ধিকাল
ii. ছেলেদের ১০-১৯ বছর
iii. মেয়েদের ৯-১৩ বছর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৫. কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা নির্দেশ করে?
ক) ব্যাকটেরিয়া
খ) প্রোটোজোয়া
গ) প্রোটোভাইরাস
ঘ) ভাইরাস
৬৬. এক-একজনের বয়ঃসন্ধিকালে সময়টা আলাদা হতে পারে-
i. স্থানের তারতম্যের কারণে
ii. খাদ্য গ্রহণের পরিমাণ ও মানের তারতম্যের কারণে
iii. হরমোনের তারতম্যের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৭. টেস্টটিউব বেবি তৈরির শুক্রাণু ও ডিম্বাণুর মিলন কোথায় ঘটানো হয়?
ক) দেহের ভিতরে
খ) জরায়ুতে
গ) মিলন হয় না
ঘ) দেহের বাইরে
৬৮. বজ্রপাতের ফলে ও অতিবেগুণি রশ্মির প্রভাবে কোনটি ঘটে?
ক) বিভিন্ন গ্যাসের অক্সিজেন দহন
খ) হাইড্রোজেন ও অক্সিজেন মিলে পানি তৈরি হয়
গ) জৈব বিবর্তন
ঘ) অ্যামাইনো এসিড ও নিউক্লিক এসিড উৎপন্ন হয়
৬৯. কোনগুলো সমসংস্থ অঙ্গ?
ক) তিমির ফ্লিপার, সিলের অগ্রপদ, মানুষের হাত
খ) পতঙ্গের ডানা, বাদুরের ডানা, চামচিকার ডানা
গ) বানরের লেজ, তিমির ফ্লিপার, গরুর কান
ঘ) পাকির ডানা, পতঙ্গের ডানা, ঘোড়ার লেজ
৭০. কোনটি জীবাশ্মা উদ্ভিদের উদাহরণ?
ক) টেরিস
খ) সেমিবারবুলা
গ) স্পাইরোগাইরা
ঘ) ইকুইজিটাম
৭১. আধুনিক মানুষের ধারণা হচ্ছে, জীব সৃষ্টির মূলেই রয়েছে কী?
ক) আবর্তন
খ) জীবাশ্মা
গ) বিবর্তন
ঘ) কোষ
৭২. কোন সময়কালে বালক ও বালিকার শরীর যথাক্রমে পুরুষ ও নারীর শরীরে পরিণত হতে শুরু করে?
ক) শৈশবকালে
খ) বয়ঃসন্ধিকালে
গ) বাল্যকালে
ঘ) যৌবনকালে
৭৩. প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমন্ডলে যে গ্যাসটি ছিল তা হলো-
i. অক্সিজেন
ii. হাইড্রোজেন
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৪. জীবের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমকে কী বলে?
ক) অটোজোম
খ) সেক্স ক্রোমোজোম
গ) X ক্রোমোজোম
ঘ) Y ক্রোমোজোম
৭৫. যে প্রক্রিয়ায় সরলতার জীবের পরিবর্তন দ্বারা জটিল ও উন্নততর নতুন প্রজাতির সৃষ্টি হয় তাকে বলা হয়?
i. বিবর্তন
ii. অভিব্যক্তি
iii. অভিযোজন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৬. বিবর্তনের আলোচনায় মূলত কয়টি বিষয়কে প্রতিষ্ঠিত করার প্রয়াস দেখা যায়?
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
৭৭. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের প্রভাব নারীর-
i. দ্রুত দৈহিক বৃদ্ধি হয়
ii. কোমরের হাড় মোটা হয়
iii. ঋতুস্রাব শুরু হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৮. কোনটি সরীসৃপ জাতীয় প্রাণী?
ক) লিমুনাস
খ) প্লাটিপাস
গ) স্ফোনোডন
ঘ) নিটাম
৭৯. দৈহিক পরিবর্তন হলো-
i. শরীরে দৃঢ়তা আসা
ii. বীর্যপাত হওয়া
iii. দ্রুত লম্বা হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮০. কত বছর পূর্বে পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয়?
ক) ৪৫০ কোটি
খ) ৩৫০ কোটি
গ) ২৫০ কোটি
ঘ) ১৫০ কোটি
৮১. ইস্ট্রেজেন ও প্রজেস্টেরন হরমোনের প্রভাব মেয়েদের শরীরের কী ধরনের পরিবর্তন হয়?
ক) মাসিক বা ঋতুস্রাব
খ) মাথাব্যথা হয়
গ) গলার স্বর ভারী হয়
ঘ) লোম গজানো
৮২. দেহের বাইরে ডিম্বাণু ও শ্রুক্রাণু মিলন ঘটানোকে কী বলে?
ক) টেস্টটিউব বেবি
খ) ইনভিট্রো ফার্টিলাইজেশন
গ) গর্ভধারণ
ঘ) গর্ভপাত
৮৩. Origin of Species by meansw of natural Seleetion' কত সালে প্রকাশিত হয়?
ক) ১৮৫৯
খ) ১৮৬০
গ) ১৮৬১
ঘ) ১৮৬২
৮৪. কৃত্রিম উপায়ে শিশু জন্মদানে অবদান রাখেন-
i. ড. চার্লস
ii. ড. প্যাট্রিক স্টেপটো
iii. ড. রবার্ট এডওয়ার্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৫. জীবন্ত জীবাশ্ম কোনটি?
ক) লিমুলাস
খ) আর্কিওপটেরিক্স
গ) টেরিডোস্পার্ম
ঘ) ডাইনোসর
৮৬. ১০ বছর বয়সের পরে কত বছর ধরে মেয়ে ও ছেলেদের শরীরে নানা রকম পরিবর্তন আসে?
ক) ৪-৫ বছর
খ) ৫-৬ বছর
গ) ৩-৪ বছর
ঘ) ৪-৬ বছর
৮৭. বিবর্তক শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
ক) Evolveri
খ) Evoli
গ) Evolotionist
ঘ) Evolve
৮৮. লিমুলাস হল-
i. একটি বিলুপ্ত প্রাণী
ii. জীবন্ত জীবাশ্মা
iii. সন্ধিপদ প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৯. মেয়েদের বয়ঃসন্ধিকালে-
i. মাসিক বা ঋতুস্রাব হয়
ii. সাদাস্রাব হয়
iii. বীর্যপাত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯০. মেরুদন্ডী ভ্রুণে থাকে না কোনটি?
ক) লেজ
খ) ফুলকা
গ) নটোকর্ড
ঘ) ফুসফুস
৯১. সৃস্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল?
ক) কঠিন
খ) তরল
গ) গ্যাসীয়
ঘ) ঘণীভূত
৯২. মেয়েদের মাসিক হয়-
i. টেস্টোসটেরন হরমোনের কারণে
ii. প্রোজেস্টেরন হরমোনের কারণে
iii. ইস্ট্রোজেন হরমোনের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৩. গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি-
i. X ক্রোমোজোম বিশিষ্ট শূক্রাণুর সাথে হয় তাহলে কন্যা সন্তান হয়
ii. Y ক্রোমোজোম বিশিষ্ট শূক্রাণুর সাথে হয় তাহলে পুত্র সন্তান হবে
iii. A ক্রোমোজোম এর সাথে হয় তাহলে কন্যা সন্তান হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৪. মানুসের ককসিক্স কোন ধরনের অঙ্গ?
ক) সমবৃত্ত
খ) সমসংস্থ
গ) লুপ্তপ্রায়
ঘ) পূর্নাঙ্গ
৯৫. বয়ঃসন্ধিকালে ছেলেদের-
i. দ্রুত ওজন বৃদ্ধি পায়
ii. স্বপ্নদোষ শুরু হয়
iii. কন্ঠস্বর পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৬. সংযোগকারী জীব হল-
i. প্লাটিপাস
ii. Gnetum
iii. লিমুলাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৭. ২৬০ কোটি বছর পূর্বে কোন গ্যাসটি পৃথিবীতে ছিল না?
ক) মিথেন
খ) অ্যামোনিয়া
গ) হাইড্রোজেন সালফাইড
ঘ) অক্সিজেন
৯৮. স্ত্রীলোকের ক্রোমোজোম হলো 2A + XY দ্বারা প্রকাশ করা হয়। শুক্রাণুর গঠন কোনটি?
ক) AY
খ) YY
গ) AA
ঘ) AX
৯৯. জেনোফেন প্রমাণ করেন-
i. অতীত ও বর্তমান যুগের জীবদেহের গঠনে যথেষ্ট পার্থক্য রয়েছে
ii. একটি শ্রেণির অপর শ্রেণি থেকে উন্নত
iii. জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০০. হরমোন উৎপাদন হয় কোন প্রক্রিয়া?
ক) ঔষুধ গ্রহণের মাধ্যমে
খ) স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে
গ) শাক সবজি গ্রহণের মাধ্যমে
ঘ) খেলাধুলার মাধ্যমে
১০১. মূল প্রজাতি থেকে কোনো জীবের পৃথক হয়ে যাওয়াকে কী বলে?
ক) Isolation
খ) Hybridization
গ) Polypliody
ঘ) Separation
১০২. একটি সরিষা গাছ থেকে বছরে কতটি বীজ জন্মায়?
ক) ৭,৩০,০০০টি
খ) ৭,২৫,০০০টি
গ) ৭,২০,০০০টি
ঘ) ৭,৪০,০০০টি
১০৩. প্লাটিপাস একটি-
i. স্তন্যপ্রায়ী
ii. সন্ধিপদ প্রাণী
iii. জীবান্ত জীবাশ্মের উদাহরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৪. বয়ঃসন্ধিকালে ছেলেরা আকর্ষণবোধ করে কার প্রতি?
ক) ছেলেদের প্রতি
খ) নপুংসক
গ) শিশুদের প্রতি
ঘ) মেয়েদের প্রতি
১০৫. বহুকোষী জীব হলো-
i. উদ্ভিদ
ii. প্রাণি
iii. প্রোটোজোয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৬. সন্তান পুত্র-কন্যা হওয়ার ব্যাপারটি নির্ধারণ করে ?
ক) পিতা
খ) মাতা
গ) প্রকৃতি
ঘ) চেয়ারম্যান
১০৭. ডিম্বাণু সবসময়-বিশিষ্ট।
ক) X ক্রোমোজোম
খ) Y ক্রোমোজোম
গ) A ক্রোমোজোম
ঘ) B ক্রোমোজোম
১০৮. বয়ঃসন্ধিকালের প্রধান পরিবর্তনগুলো হচ্ছে-
i. শারীরিক
ii. মানসিক
iii. আচরণগত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৯. স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে কতটি ডিম পাড়ে?
ক) ২ কোটি
খ) ৪ কোটি
গ) ৫ কোটি
ঘ) ৩ কোটি
১১০. নিচের কোনটির জীবাশ্মা পরীক্ষা করে প্রমাণ করা গেছে সরীসৃপ থেকে পাখির উৎপত্তি হয়েছে?
ক) প্লাটিপাস
খ) আর্কিওপটেরিক্স
গ) লাংফিস
ঘ) ডাইনোসরস
১১১. বিবর্তন সম্পর্কিত মতবাদ-
i. ল্যামার্কবাদ
ii. ডারউইনবাদ
iii. সাম্রাজ্যবাদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১২. অ্যামাইনো এসিড ও নিউক্লিক এসিড মিলিত হয়ে কী উৎপন্ন করে?
ক) নিউক্লিওপ্রোটিন
খ) এস্টার
গ) কার্বক্সিলিক এসিড
ঘ) ফ্যাট
১১৩. কোনটি স্ত্রীলোক নির্দেশক ক্রোমোজোম?
ক) A + XY
খ) A + XX
গ) 2A + XY
ঘ) 2A + XX
১১৪. মেয়েদের বয়ঃসন্ধিকাল-
i. ৮-১৩ বছর বয়সের মধ্যে শুরু হয়
ii. সাধারণত ছেলেদের চেয়ে আগে শুরু হয়
iii. দুটি হরমোনের প্রভাবে শুরু হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৫. টেস্টটিউব বেবির জন্য প্রয়োজন-
i. শুক্রাণু ও ডিম্বাণু
ii. ইনভিট্রো ফার্টিলাইজেশন
iii. বিশেষ ধরনের পালন মাধ্যম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৬. মহিলাদের দেহকোষে ডিপ্লয়েড অবস্থায় কোন সেক্স ক্রোমোজোমটি থাকে?
ক) AA
খ) XX
গ) XY
ঘ) YY
১১৭. ব্যাঙ্গের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১১৮. প্রাণ সৃষ্টির শুরুতে সর্বপ্রথম কোন যৌগটি তৈরি হয়?
ক) প্রোটিন
খ) গ্লুকোজ
গ) অ্যামাইনো এসিড
ঘ) ফ্যাটি এসিড
১১৯. প্রথম আর্বিভূত জীবক্রম কীরূপ ছিল?
ক) অতি অনুন্নত
খ) অনুন্নত
গ) আদি
ঘ) উন্নত
১২০. মেয়দের কখন ঋতুস্রাব শুরু হয়?
ক) ৯-১২ বছরে
খ) ৮-১৮ বছরে
গ) ১৬-২০ বছরে
ঘ) ১০-১৭ বছরে
১২১. বাংলাদেমের মহিলাদের সাধারণত কখন ঋতুস্রাব বন্ধ হয়ে যায়?
ক) ৩৮-৪৫ বছরে বয়সে
খ) ৪০-৪২ বছর বয়সে
গ) ৪৫-৫৫ বছর বয়সে
ঘ) ৫০-৬০ বছর বয়সে
১২২. সমসংস্থ অঙ্গের উদাহরণ নয় কোনটি?
ক) পাকির ডানা
খ) বাদুড়ের ডানা
গ) ঘোড়ার অগ্রপদ
ঘ) মানুষের সিকাম
১২৩. জীবজগতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
ক) প্রায় ৩ লক্ষ
খ) প্রায় ৪ লক্ষ
গ) প্রায় ৫ লক্ষ
ঘ) প্রায় ১০ লক্ষ
১২৪. কত বছর বয়সকে বাল্যকাল বলি?
ক) ৭-১০
খ) ৬-১০
গ) ৮-১১
ঘ) ৬-১১
১২৫. পৃথিবীর প্রাণ সৃষ্টির শুরুতে উৎপন্ন হয়-
i. অ্যামাইনো এসিড যৌগ
ii. নিউক্লিক এসিড যৌগ
iii. ফ্যাটি এসিড যৌগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২৬. পাখির অগ্রপদ কোন কাজে ব্যবহৃত হয়?
ক) উড়ার কাজে
খ) হাঁটার কাজে
গ) খাদ্য সংগ্রহের কাজে
ঘ) আত্মরক্ষার জন্য
১২৭. কোনো জীবকে কয় পর্যায়ে সংগ্রাম পরিলক্ষিত হয় তাকে কী বলে?
ক) প্রকরণ
খ) অভিব্যক্তি
গ) বিবর্তন
ঘ) বংশগতি
১২৮. কত বছর আগে পৃথিবীর বায়ুমন্ডল O2 বিহীন ছিল?
ক) ২০০ কোটি বছর
খ) ৩৬০ কোটি বছর
গ) প্রায় ২৬০ কোটি বছর
ঘ) প্রায় ৩০০ কোটি বছর
১২৯. ল্যামার্কের মতে জিরাফের সুদীর্ঘ গ্রীবার কাজ হলো-
i. উঁচু গাছ হতে ফল সংগ্রহ
ii. উঁচু গাছ হতে পাতা সংগ্রহ
iii. গাফের ডালে বসা প্রাণী শিকার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩০. তিমি সাঁতারের জন্য কোনটি ব্যবহার করে?
ক) অগ্রপদ
খ) পশ্চাৎপদ
গ) ফ্লিপার
ঘ) পাখনা
১৩১. কে সর্বপ্রথম ইভোলিউশন শব্দটি ব্যবহার করেন?
ক) অ্যারিস্টটল
খ) হার্বাট স্পেনসার
গ) ডারউইন
ঘ) ল্যামার্ক
১৩২. অ্যামাইনো এসিড ও নিউক্লিও এসিড উৎপন্ন হয়-
i. বজ্রপাতের ফলে
ii. ঘূর্ণিঝড়ের ফলে
iii. অতিবেগুণী রশ্মির ফলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৩. বয়ঃসন্ধিকালে মেয়েদের দেহে প্রভাব ঘটে-
i. ইস্ট্রোজেন হরমোনের
ii. টেস্টোস্টেরন হরমোনের
iii. প্রজেস্টেরন হরমোনের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৪. Philosophic Xoologic বইটির লেখক কে?
ক) হার্বাট স্পেনসার
খ) মেনডেল
গ) ল্যামার্ক
ঘ) ডারউইন
১৩৫. বিলুপ্ত টেরিডোস্পার্ম নামক উদ্ভিদের জীবাশ্মে-
i. ফার্নের বৈশিষ্ট্য দেখা যায়
ii. গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়
iii. ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৬. ডারউইনবাদের প্রতিপাদ্য বিষয় নয় কোনটি?
ক) অস্তিত্বের জন্য সংগ্রাম
খ) অর্জিত বৈশিষ্ট্যের বংশনুসরণ
গ) যোগ্যতমের জয়
ঘ) প্রাকৃতিক নির্বাচন
১৩৭. 'অনজোজেনি রিপিটস ফাইলোজেনি' কার ভাষ্য?
ক) জেনোফেন
খ) অ্যারিস্টটল
গ) হেকেল
ঘ) ল্যামার্ক
১৩৮. জলজ পাখির লিপ্ত পদ কোন মতবাদকে সমর্থন করে?
ক) ল্যামার্কবাদ
খ) ডারউইনবাদ
গ) মেন্ডেলবাদ
ঘ) সংকরায়ণ
১৩৯. স্বাভাবিক শিশু থেকে টেস্টটিউব বেবির পার্থক্যকারী বৈশিষ্ট্য কোনটি?
ক) প্রাথমিক ভ্রূণ জরায়ুতে উৎপন্ন হয়
খ) প্রাথমিক ভ্রুণ পালন মাধ্যমে উৎপন্ন হয়
গ) ভ্রুণ পালন মাধ্যমে বেড়ে ওঠে
ঘ) শ্রুক্রানুর প্রয়োজন হয় না
১৪০. মানুসের জীবন শুরু হয় মাতৃগর্ভের কী থেকে?
ক) ভ্রূণ থেকে
খ) জাইগোট
গ) শুক্রাণু
ঘ) ডিম্বাণু
১৪১. ফিলোসোফিক 'জুওলজিক' বইটির রচয়িতা কে?
ক) হেকেল
খ) মেন্ডেল
গ) ল্যামার্ক
ঘ) ডারউইন
১৪২. মানুসের কিশোর কালের বিস্তৃতি কত?
ক) ১০-১৯
খ) ১০-২০
গ) ১০-২২
ঘ) ১৮-২০
১৪৩. বাদুর ও চামচিকার ডানা-
i. উৎপত্তি ও গঠনগত দিক থেকে ভিন্নরকম
ii. পরিবেশের প্রভাবে একই রকম কাজ করে
iii. বিবর্তনকে সমর্থন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৪. বয়ঃসন্ধিকালে প্রধানত কত রকম পরিবর্তন দেখা দেয়?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
১৪৫. কোনটি থেকে প্রোটোভাইরাস তৈরি হয়?
ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) প্রোপোভাইরাস
ঘ) মিথেন
১৪৬. সময়ের সাথে জীবের পরিবর্তনের কারণে নতুন কোনো প্রজাতি সৃষ্টি হলে তাকে কী বলে?
ক) আবর্তন
খ) বিবর্তন
গ) জৈব বিবর্তন
ঘ) অভিব্যক্তি
১৪৭. প্রশান্ত মহাসাগরে কোন দীপপুঞ্জ অবস্থিত?
ক) হিমালয় দ্বীপপুঞ্জ
খ) তাজিংডং বিজয়
গ) চিটাগাং হিলস
ঘ) গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ
১৪৮. কোন অবস্থায় একটি প্রাণীর ভ্রূণকে সনাক্ত করা অসম্ভব?
ক) মধ্যবর্তী
খ) প্রাথমিক
গ) প্রান্তিক
ঘ) সমাপ্তিজলীয়
১৪৯. সন্তান গর্ভে আসে কোন দুটির মিলনে?
ক) শুক্রাণু-শুক্রাণু
খ) শুক্রাণু-ডিম্বাণু
গ) ডিম্বাণু-ডিম্বাণু
ঘ) ডিম্বাণু-জাইগোট
১৫০. ডারউইন কত সালে মারা যান?
ক) ১৮৮০
খ) ১৮৮১
গ) ১৮৮২
ঘ) ১৮৮৩
১৫১. কোনটি থেকে প্রোটোভাইরাস সৃষ্টি হয়?
ক) ভাইরাস
খ) নিউক্লিয় এসিড
গ) নিউক্লিওপ্রোটিন
ঘ) ব্যকটেরিয়া
১৫২. 'অনটোজেনি রিপিটস ফাইলোজেনি'-উক্তিটি কার?
ক) এরিস্টটলের
খ) জৈব অভিব্যক্তি
গ) বিবর্তন
ঘ) পরিব্যাপ্তি
১৫৩. 'Evolution' শব্দটির অর্থ কী?
ক) উৎপত্তি
খ) পরিবর্তন
গ) ক্রমবিকাশ
ঘ) বৈচিত্র্য
১৫৪. জীবাশ্মা হলো ভূগর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের-
i. প্রস্তরীভূত দেহ
ii. দেহছাপ
iii. প্রস্তরীভূত অঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৫. চার্লস ডারউইন এর রচিত 'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব' পুস্তকটি যে বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত-
i. উদ্ভিদের বৈশিষ্ট্য
ii. প্রাণিকূলের বৈশিষ্ট্য
iii. জীবাশ্মের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৬. অটোজোমকে সংক্ষেপে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) A
খ) B
গ) X
ঘ) Y
১৫৭. জীবের খাদ্য ও বাসস্থান সীমিত কেন?
ক) ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ বলে
খ) জীবের সংখ্যা অধিক বলে
গ) জীবের খাদ্য নির্দিষ্ট বলে
ঘ) জীবভেদে বাসস্থান ভিন্ন বলে
১৫৮. ডারউইন কোথায় জন্মগ্রহণ করেন?
ক) ইংল্যান্ডের স্রাসবেরি
খ) আমেরিকার নিউইয়র্কে
গ) ব্রাজিলের রিও ডি জেনিরো
ঘ) ইতালির রোমে
১৫৯. বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হল-
i. ঋতুস্রাব শুরু হওয়া
ii. গলার স্বর মোটা হওয়া
iii. কোমড়ের হাড় মোটা হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬০. ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি কোন পরিবর্তন হয়?
ক) মানসিক
খ) চিন্তাশীল
গ) অভ্যাসগত
ঘ) দৈহিক
১৬১. কোন অঙ্গবিশিষ্ট জীবগুলোর উৎপত্তি একই পূর্বপুরুষ হতে ঘটছে বলে বিবর্তনবিদগণ মনে করেন?
ক) সমবৃত্তি অঙ্গ
খ) সমসংস্থ অঙ্গ
গ) লু্প্তপ্রায় অঙ্গ
ঘ) বিশেষ অঙ্গ
১৬২. শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে ছেলে সন্তান হলে কোনটি ঠিক?
ক) XX
খ) XZ
গ) AX
ঘ) XY
১৬৩. টেস্টটিউব বেবি উৎপাদনে পর্যায়ক্রমে পদ্ধতিগুলোর নাম-
i. Culture medium-এ শূক্রাণুর ও ডিম্বাণুর মিলন
ii. পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন
iii. ভ্রূণকে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৪. পাখির হৃৎপিন্ড কয়টি নিলয় রয়েছে?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
১৬৫. জৈব বিবর্তনের জনক কে?
ক) ল্যামার্ক
খ) ডারউইন
গ) এরিস্টটল
ঘ) মেন্ডেল
১৬৬. জীব সৃষ্টির শুরুতে পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে ছিল-
i. হাইড্রোজেন সালফাইড
ii. কার্বন ডাই-অক্সাইড
iii. জলীয় বাষ্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৭. পুরুষের শূক্রাণু-
i. X ক্রোমোজোম বিষিষ্ট
ii. ক্রোমোজোম বিশিষ্ট
iii. A ক্রোমোজোম বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৮. কত বছর আগে পৃথিবীর বায়ুমন্ডল O2 ছিল বিহীন ছিল?
ক) ২০০ কোটি বছর
খ) ৩৬০ কোটি বছর
গ) প্রায় ২৬০ কোটি বছর
ঘ) প্রায় ৩০০ কোটি বছর
১৬৯. বায়োলজি শব্দটির প্রতিষ্ঠাতা কে?
ক) ল্যামার্ক
খ) ডারউইন
গ) অ্যারিস্টটল
ঘ) থিওফ্রাসটাস
১৭০. কোন অণু থেকে প্রাণের উদ্ভব হয়?
ক) নিউক্লিওপ্রোটিন
খ) নাইট্রোজেন
গ) অ্যামাইনো এসিড
ঘ) অক্সিজেন
১৭১. কোনটি খুব স্বাভাবিক ঘটনা?
ক) গর্ভপাত
খ) রক্তপাত
গ) কর্ণপাত
ঘ) বীর্যপাত
১৭২. স্তন্যপায়ীর হৃৎপিন্ড চারটি প্রকোষ্ঠযুক্ত-
i. তিনটি নিলয়
ii. দুইটি অলিন্দ
iii. দুইটি নিলয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৩. গর্ভধারণের লক্ষণ-
i. বমি হওয়া
ii. পেট ব্যাথা হওয়া
iii. মাথা ঘোরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৪. নতুন প্রজাতি সৃষ্টি হয়-
i. অর্জিত বৈশিষ্ট্যের ভিত্তিতে
ii. সংকরায়নের ফলে
iii. ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৫. ছেলেমেয়েরা বয়ঃসন্ধিকালে-
i. কল্পনাপ্রবণ হয়
ii. আকর্ষণপ্রবণ হয়
iii. পরিপাটি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৬. স্ত্রীলোকের জরায়ুতে কী প্রতিস্থাপন করে শিশুর জন্ম হয়?
ক) ডিম্বাণু
খ) শুক্রাণু
গ) প্রাথমিক ভ্রুণ
ঘ) Blood
১৭৭. সরীসৃপ থেকে পাখির উৎপত্তি এর প্রমাণ বহন করে কোনটি?
ক) লিমুলাস
খ) প্লাটিপাস
গ) আর্কিওপটেরিক্স
ঘ) স্ফোনোডন
১৭৮. জীবন্ত জীবাশ্মা-
i. লিমুলাস
ii. ইকুইজিটাম
iii. আর্কিওপাটেরিক্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৯. নিচের কোনগুলো লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হিসেবে পরিচিত?
ক) A ও X
খ) A ও Y
গ) A ও Z
ঘ) X ও Y
১৮০. বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে-
i. শরীরে গঠন প্রাপ্তবয়স্কদের মতো হয়ে ওঠা
ii. শরীরে বিভিন্ন অংশে লোম গজানো
iii. প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮১. মানুষের অটোজোম সংখ্যা কত?
ক) ৪৬টি
খ) ৪৪টি
গ) ৩৪টি
ঘ) ২২টি
১৮২. সাপের পা বিলুপ্ত হয়েছে-
i. পায়ের অতিরিক্ত ব্যবহারের ফলে
ii. খোলস আবির্ভাবের কারণে
iii. ক্রমাগত পায়ের অব্যবহারের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
১৮৩. মানসিক পরিবর্তন-
i. আবেগ দ্বারা চালিত হওয়া
ii. ছেলেমেয়েদের মধ্যে সম্পর্কের কৌতূহল
iii. প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৪. ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয় কোনটি?
ক) অস্তিত্বের জন্য সংগ্রাম
খ) অর্জিত বৈশিষ্ট্যর বংশনুসরণ
গ) যোগ্যতমের জয়
ঘ) প্রাকৃতিক নির্বাচন
১৮৫. ক্লোরিফিল-
i. সবুজ বর্ণকণিকা
ii. পানি গ্রহণের সাহায্য করে
iii. খাদ্য তৈরিতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৬. অভিব্যক্তি একটি-
i. ধীর প্রক্রিয়া
ii. অবিরাম প্রক্রিয়া
iii. গতিশীল প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৭. অপরিণত বয়সে সন্তান আসলে তার অবস্থা কী হয়?
ক) রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়
খ) লোহিত কণিকার সংখ্যা বেড়ে যায়
গ) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
ঘ) রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়
১৮৮. কোন পানিতে সর্বপ্রথম জীবের উৎপত্তি হয়েছিল?
ক) নদীর
খ) ঝরণার
গ) সমুদ্রের
ঘ) পুকুরের
১৮৯. টেস্টটিউব বেবি লুইস ব্রাউন কত সালে জন্মগ্রহণ করে?
ক) ১৯৭৬
খ) ১৯৭৭
গ) ১৯৭৮
ঘ) ১৯৭৯
১৯০. "জীবজগতের বিভিন্ন জীব এবং একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত"- এটি কে প্রমাণ করেন?
ক) হার্বাট স্পেনসার
খ) জেনোফেন
গ) ডারউইন
ঘ) অ্যারিস্টটল
১৯১. জীবদের সন্ধান পাওয়া যায় না-
i. missing link
ii. হৃদ যৌজিক
iii. যোজক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯২. কোষ বিভাজনের সময় কোষে ক্রোমোসোম সংখ্যা বৃদ্ধিকে কী বলে?
ক) Hybridization
খ) Polyploidy
গ) Isolation
ঘ) Cell doubling
১৯৩. ডারউইনের মতে জীবকে কয়টি পর্যায়ে সংগ্রাম করতে হয়?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
১৯৪. স্ফোনোডন কোন ধরনের প্রাণী?
ক) সন্ধিপদী
খ) সরীসৃপ
গ) পাখি
ঘ) স্তন্যপায়ী
১৯৫. একটি মেয়ের ও ছেলের যথাক্রমে ন্যূনতম বিয়ের বয়স কত হওয়া উচিত?
ক) ১৮ ও ২০
খ) ২১ ও ১৮
গ) ১৮ ও ২১
ঘ) ২০ ও ২৫
১৯৬. গর্ভধারণের ফলে ১ম কয়েক মাস মেয়েদের শরীরে কোন অস্বস্তিকর লক্ষণ দেখা যায়?
ক) চোখ ওঠা
খ) বার বার ভেসে যাওয়া
গ) বমি হওয়া
ঘ) বার বার বাথরুমে যাওয়া
১৯৭. সফল টেস্টটিউব বেবি লুইস ব্রাউন কোথায় জন্মগ্রহণ করে?
ক) ইতালিতে
খ) ইংল্যান্ডে
গ) আমেরিকায়
ঘ) অস্ট্রেলিয়ায়
১৯৮. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় থাকে কোনটিতে?
ক) মাছে
খ) ব্যাঙ্গে
গ) পাখিতে
ঘ) সরীসৃপে
১৯৯. আবহাওয়া, স্থান ছাড়াও বয়ঃসন্ধিকালে প্রভাব ফেলে কোনটি?
ক) লেখাপড়া
খ) জামা কাপড়
গ) শ্বাস গ্রহণ
ঘ) খাদ্য
২০০. ড. পেট্রুসির প্রথম টেস্টটিউব বেবির কত বছর পর সফল টেস্টটিউব বেবি জন্মায়?
ক) ১৬
খ) ১৭
গ) ১৮
ঘ) ১৯
২০১. হার্বাট স্পেনসার কোন দেশের নাগরিক ছিলেন?
ক) ইংল্যান্ড
খ) সু্ইডিশ
গ) অস্ট্রিয়
ঘ) জার্মান
২০২. হার্বাট স্পেনার ছিলেন-
i. দার্শনিক
ii. গণিতজ্ঞ
iii. শিক্ষাবিদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৩. মানুষের দেহে নিষ্ক্রিয় অঙ্গ হলো-
i. অগ্ন্যাশয়
ii. সিকাম
iii. অ্যাপেন্ডিক্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৪. ডারউইন তত্ত্বের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
ক) প্রকরণ
খ) প্রাকৃতিক নির্বাচন
গ) যোগ্যতমের জয়
ঘ) অত্যাধিক হারে বংশবৃদ্ধি
২০৫. মৎসের হৃৎপিন্ডের প্রকোষ্ঠ কয়টি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
২০৬. বয়ঃসন্ধিকালে পরিবর্তনের দায়ী কোনটি?
ক) হরমোন
খ) ভিটামিন-সি
গ) প্রোটিন
ঘ) শর্করা
২০৭. কত বছর বয়সের মেয়েকে বালিকা বলে?
ক) ৫ বছর বয়সের পর
খ) ৮ বছর বয়সের পর
গ) ৭ বছর বয়সের পর
ঘ) ৬ বছর বয়সের পর
২০৮. সমংস্থ অঙ্গের-
i. অভ্যন্তরীণ কাঠামো এক
ii. কাজ ভিন্ন ভিন্ন হতে পারে
iii. উৎপত্তি এক ধরনের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৯. ব্যাকটেরিয়া তৈরি হয় কোনটি থেকে?
ক) প্রোটোজোয়া
খ) ভাইরাস
গ) প্রোটোভাইরাস
ঘ) প্রোটিন
২১০. ২৬০ কোটি বছর আগে পৃথিবীর বায়ুমন্ডলে ছিল-
i. হাইড্রোজেন সালফাইড
ii. অ্যামোনিয়া
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১১. জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে-
i. নিটাম
ii. ইকুজিটাম
iii.গিঙ্কো বাইলোবা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১২. বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে-
i. স্বরভঙ্গ হওয়া ও গলার স্বর মোটা হওয়া
ii. বুক ও কাঁধ চওড়া হয়ে ওঠা
iii. কোমড়ের হাড় মোটা হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৩. অঙ্গ সংস্থানের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের আলোচনাকে কী বলে?
ক) সমসংস্থ অঙ্গ
খ) সমবৃত্তি অঙ্গ
গ) তুলনামূলক অঙ্গসংস্থান
ঘ) আপেক্ষিক অঙ্গসংস্থান
২১৪. "জীবের প্রয়োজন জীবদেহে কোনো নতুন অঙ্গের উৎপত্তি বা কোন পুরানো অঙ্গের অবলুপ্তি ঘটাতে পারে" এটি কার মতবাদ?
ক) ডারউইন
খ) গ্রেগর মেনডেল
গ) ল্যামার্ক
ঘ) এরিস্টটল
২১৫. 'Evolveri' শব্দটি কোন ভাষার শব্দ?
ক) গ্রিক
খ) ল্যাটিন
গ) ফরাসি
ঘ) ইংরেজি
২১৬. মানুষ ও অন্যান্য জীবে পুরুষের ক্ষেত্রে সূচক বর্ণের দ্বারা ক্রোমোজোম প্রকাশ-
i. 2A + XX
ii. 2A + XY
iii. A + XY
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i
গ) ii ও iii
ঘ) i ও ii
২১৭. পুরুষের দেহকোষে কোন অবস্থায় XY ক্রোমোজোম থাকে?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) টেট্রাপ্লয়েড
২১৮. অটোজোমগুলো-
i. ইংরেজি A বণ দ্বারা বুঝনো হয়
ii. সেক্স ক্রোমোজোমের অর্ন্তভূক্ত নয়
iii. শূক্রাণুতে সুপ্ত অবস্থায় থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৯. মানুষের কতজোড়া অটোজোম রয়েছে?
ক) ১
খ) ২
গ) ১১
ঘ) ২২
২২০. মানুষের লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে-
i. অ্যাপেন্ডিক্স
ii. চক্ষুপত্র
iii. ককসিক্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২১. কাকে জৈব বিবর্তনের জনক বলা হয়?
ক) ম্যালথাস
খ) হেকেল
গ) ডারউইন
ঘ) ল্যামার্ক
২২২. একটি সাধারণ পূর্বপুরুষ থেকে ক্রমশ জটিল জীবগুলোর উৎপত্তি ঘটেছে কেন?
ক) বিবর্তনের কারণে
খ) অস্থিবিন্যাস পরিবর্তন
গ) সমবৃত্তীয় অঙ্গ গঠন
ঘ) পরিব্যাপ্তির কারণে
২২৩. টেস্টটিউব বেবির ক্ষেত্রে-
i. কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয়
ii. ইনসিটো ফার্টিলাইজেশন করা হয়
iii. ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২৪. জীবাশ্মের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কী সম্পর্কে জানা যায়?
ক) জীবন্ত জীব
খ) অবলুপ্ত জীব
গ) বিলুপ্ত প্রায় জীব
ঘ) এককোষী জীব
২২৫. খোঁজ না পাওয়া জীবদের কী বলা হয়?
ক) মিসিং লিংক
খ) কানেকটিং লিংক
গ) জীবন্ত জীবাশ্ম
ঘ) জীবাশ্ম
২২৬. এরিস্টটল বিবর্তনের ধারণা দেন কত সালে?
ক) খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী
খ) খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী
গ) খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী
ঘ) খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী
২২৭. ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয় কয়টি?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
২২৮. শৈশবকালের বয়সসীমা কত?
ক) চার বছর
খ) পাঁচ বছর
গ) ছয় বছর
ঘ) সাত বছর
২২৯. মাসিকের সময় উচিত-
i. নিয়মিত গোসল করা
ii. পুষ্টিকর খাবার খাওয়া
iii. বেশি পরিমাণ পানি পান করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩০. জীবের জন্য কোনটি প্রতিকূল?
ক) বৃষ্টিপাত
খ) খরা
গ) বায়ুপ্রবাহ
ঘ) সূর্যতাপ
২৩১. বর্তমান বিজ্ঞানীদে মতে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে-
i. মূল প্রজাতি থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে
ii. সংকরায়নের ফলে
iii ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধির ফলে.
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩২. ছেলেদের সাধারণত কত বছর বয়সে দাড়ি গোঁফ ওঠে?
ক) ১৪/১৫
খ) ১৫/১৬
গ) ১৬/১৭
ঘ) ১৭/১৮
২৩৩. কোনটি নিউক্লিয়াস আদি প্রকৃতির?
ক) ছত্রাক
খ) ব্যাকটেরিয়া
গ) প্রোটোজোয়া
ঘ) বহুকোষী জীব
২৩৪. বিবর্তন কী ধরনের প্রক্রিয়া?
ক) মন্থর
খ) গতিশীল
গ) স্থবির
ঘ) মন্থর্ ও গতিশীল
২৩৫. কে সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন?
ক) জেনোফেন
খ) অ্যারিস্টটল
গ) ডারউইন
ঘ) ল্যামার্ক
২৩৬. আর্কিওপটেরিক্সের ছিল-
i. সরীসৃপের মতো পা ও দাঁত
ii. পাখির মতো ডানা ও লেজ
iii. স্তন্যপায়ী মতো লোম দুগ্ধগ্রন্থি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩৭. ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে-
i. দেহের বাইরে শূক্রাণু ও ডিম্বাণুর মিলন হয
ii. স্ত্রীলোকের জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপন করা হয়
iii. কৃত্রিম উপায়ে শিশুর জন্ম হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩৮. স্বপ্নদোষ হলে-
i. গোসল করে পরিষ্কার হতে হবে
ii. শাক-সবজি ও পানি খেতে হবে
iii. স্বাভাবিক জীবনযাপন করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৩৯. Evolveri কোন ধরনের শব্দ?
ক) গ্রিক
খ) ল্যাটিন
গ) ইংরেজি
ঘ) পালি
২৪০. কোন ক্রোমোজোম উপস্থিত থাকলে ছেলে সন্তান হবে?
ক) W
খ) X
গ) Y
ঘ) Z
২৪১. উত্তর ও মধ্য আমিরিকার কোয়েল পাখি বিলুপ্ত হয়ে যায় কেন?
ক) পরিবেশের সাথে সংগ্রামে
খ) অন্তঃপ্রজাতিক সংগ্রামে
গ) খাদ্যের অভাবে
ঘ) অধিক শীতলতার কারণে
২৪২. প্লাটিপাস কোন ধরনের প্রাণীদের যোগসূত্র স্থাপন করে?
ক) সন্ধিপদী
খ) সরীসৃপ
গ) পাখি
ঘ) স্তন্যপায়ী
২৪৩. স্বপ্নদোষ একটি ধরনের বিষয়?
ক) ভয়ের বিষয়
খ) লজ্জার বিষয়
গ) স্বাভাবিক কার্যক্রম
ঘ) অস্বাভাবিক কার্যক্রম
২৪৪. কোন বিজ্ঞানী সর্বপ্রথম অভিব্যক্তির ওপর বিশ্লেষণী তত্ত্বপ্রতিষ্ঠা করেন?
ক) ডারউইন
খ) স্পেনসার
গ) অ্যারিস্টটল
ঘ) ল্যামার্ক
২৪৫. ডারউইনের মতে, কোন জীব যোগ্য বলে বিবেচিত হয়?
ক) অধিক শক্তিশালী জীব
খ) স্থলজ জীব
গ) জলজ জীব
ঘ) পরিবেশে অভিযোজিত জীব
২৪৬. বিজ্ঞানী চার্লস ডারউইন কোন দীপপুঞ্জ পরিভ্রমণ করে 'প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব' পুস্তকটি রচনা করেন?
ক) সেন্ট হেলেনা
খ) জাভা
গ) গ্যালাপ্যাগোস
ঘ) মাদাগাস্কার
২৪৭. মানুষের দেহকোষ ও জনন কোষ-
i. ডিপ্লয়েড
ii. হ্যাপ্লয়েড
iii. পলিপ্লয়েড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪৮. বিজ্ঞানীদের মতানুসারে পৃথিবীর বর্তমান বয়স কত?
ক) প্রায় ৩৫০ কোটি বছর
খ) প্রায় ৪০০ কোটি বয়র
গ) প্রায় ৪৫০ কোটি বছর
ঘ) প্রায় ৫০০ কোটি বছর
২৪৯. জলজ পাখির পা ক্রমাগত সাঁতার কাটার ফলে লিপ্ত পদে পরিণত হয়েছে কীভাবে?
ক) নখগুলো সংযুক্ত হয়ে
খ) আঙুলগুলো সংযুক্ত হয়ে
গ) আঙুলের পাতলা চামড়া সংযুক্ত হয়ে
ঘ) দুই পা সংযুক্ত হয়ে
২৫০. মেঘ হতে বৃষ্টির মাধ্যমে পৃথিবীর কঠিন বহিঃস্থরে কি সৃষ্টি হয়?
ক) সমুদ্র
খ) হ্রদ
গ) নদী
ঘ) বিল
২৫১. দেহকোষে কত জোড়া ক্রোমোজোম আছে?
ক) ২২
খ) ২৩
গ) ৪৪
ঘ) ৪৬
২৫২. লিমুলাস জীবাশ্মের-
i. উদ্ভব ঘটেছিল প্রায় ৪০০ মিলিয়ন বছর পূর্বে
ii. উদ্ভব ঘটেছিল প্রায় ৪৫০ মিলিয়ন বছর পূর্বে
iii. সমসাময়িক অন্যান্য আর্থ্রোপোডা বিলুপ্ত হয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৩. জীবদেহের আকার যে অপরিবর্তনীয় নয় এটি সর্বপ্রথম কে প্রমাণ করেন?
ক) জেনোফেন
খ) ডারউইন
গ) ল্যামার্ক
ঘ) অ্যারিস্টটল
২৫৪. অনুকূল পরিবেশে জীব-
i. অত্যাধিক হারে বংশবিস্তার করে
ii. অধিক সংখ্যায় বেঁচে থাকে
iii. ধীরে ধীরে অবলুপ্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৫. প্লাটিপাস-
i. একটি সংযোগকারী জীবের উদাহরণ
ii. সরীসৃপের ন্যায় ডিম পাড়ে
iii. সরীসৃপ ও স্তন্যপায়ী উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৬. ড. পেট্রুসি কত সালে প্রথম টেস্টটিউব বেবি উৎপাদন করেন?
ক) ১৯৩৯
খ) ১৯৪৯
গ) ১৯৫৯
ঘ) ১৯৬৯
২৫৭. ডারউইন কোন শহরে জন্মগ্রহণ করেন?
ক) লন্ডন
খ) ভাকোটা
গ) লস এঞ্জেলস
ঘ) স্রাসবেরি
২৫৮. মাছের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
ক) দুই
খ) এক
গ) তিন
ঘ) চার
২৫৯. কোন অবস্থায় মেয়ে সন্তান জন্ম নিবে?
ক) AX একসাতে হলে
খ) YY একসাথে হলে
গ) XX একসাথে হলে
ঘ) XY একসাথে হলে
২৬০. শৈশব থেকে বাল্যকাল পর্যন্ত ছেলেমেয়েরা বেড়ে ওঠে-
i. ধীরে ধীরে
ii. সময়ের সাথে সাথে
iii. দ্রুতগতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬১. প্রতিটি মেরুদন্ডী প্রাণীর ভ্রুণে-
i. ফুলকা থাকে
ii. ফুলকা ছিদ্র থাকে
iii. লেজ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬২. বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো মধ্যে কোন পরিবর্তনগুলি প্রথমে চোখে পঢ়ে?
ক) শারীরিক
খ) মানসি
গ) আচরণগত
ঘ) হরমোনগত
২৬৩. অ্যামাইনো এসিড + নিউক্লিক এসিড=?
ক) অ্যামাইনো প্রোটিন
খ) ক্রোমোসোম
গ) মাইটোকন্ড্রিয়াল প্রোটিন
ঘ) নিউক্লিওপ্রোটিন
২৬৪. পুরুষের ক্ষেত্রে শুক্রাণু গঠনের সময় চারটি শুক্রাণুর মধ্যে-
i. দুটি শূক্রাণুর প্রতিটিতে ২২টি অটোজোম ও একটি X ক্রোমোজোম থাকে
ii. দুটি শূক্রাণুর প্রতিটিতে ২২ জোড়া অটোজোম ও একটি A ক্রোমোজোম থাকে
iii. দুটি শূক্রাণুর প্রতিটিতে ২২টি অটোজোম ও একটি Y ক্রোমোজোম থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬৫. অল্প বয়সের বিবাহিত মেয়েরা কোন জটিল পরিস্থিতিতে পড়ে?
ক) অপরিণত বয়সে গর্ভধারণ
খ) গর্ভপাত
গ) সন্তান প্রসব
ঘ) মাসিক বন্ধ হওয়া
২৬৬. গর্ভধারণের লক্ষণ-
i. মাসিক বন্ধ হওয়া
ii. ঘন ঘন ক্ষুধা লাগা
iii. বার বার প্রসাব হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬৭. ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া কী ধরনের পরিবর্তন?
ক) শারীরিক
খ) মানসিক
গ) আচরণগত
ঘ) অভ্যাসগত
২৬৮. বালক ও বালিকার শরীর যথাক্রমে পুরষ ও নারীর শরীর পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়?
ক) ৭ বছর হতে
খ) ৮ বছর হতে
গ) ৯ বছর হতে
ঘ) ১০ বছর হতে
২৬৯. অটোজোমগুলোকে ইংরেজি কী বর্ণ দ্বারা বুঝানো হয়?
ক) এ
খ) বি
গ) সি
ঘ) ডি
২৭০. মানুষ ও গিনিগিপ উভয়ই স্তন্যপায়ী প্রাণী। মানুষের দেহে নিস্ক্রিয়, কিস্তু গিনিগিপিগের দেহে সক্রিয় অঙ্গ-
i. সিকাম
ii. অ্যাপেন্ডিক্স
iii. পা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭১. মাসিকের সময়-
i. শরীর থেকে রক্ত বেরিয়ে আসে
ii. ঘা হয়
iii. তলপেট ব্যথা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭২. বায়োলজি শব্দের প্রতিষ্ঠাতা কে?
ক) হেকেল
খ) মেন্ডেল
গ) ল্যামার্ক
ঘ) ডারউইন
২৭৩. লুইস জয় ব্রাউন নামে টেস্টটিউব বেবি জন্মায়-
i. ড. প্যাট্রিক স্টেপটোর প্রচেষ্টায়
ii. ড. পেট্রুরিস প্রচেষ্টা
iii. ড. রবার্ট এডওয়ার্ড তত্ত্বাধায়নে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৪. খ্রিষ্টপূর্ব কত শতাব্দীতে জোনোফেন নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্মা আবিষ্কার করেন?
ক) ৬ষ্ঠ শতাব্দীতে
খ) ৫ম শতাব্দীতে
গ) ৪র্থ শতাব্দীতে
ঘ) ৭ম শতাব্দীতে
২৭৫. লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম-
i. X ক্রোমোজোম
ii. A ক্রোমোজোম
iii. Y ক্রোমোজোম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৬. নিউক্লিওপ্রোটিন অণুগুলো কোন ক্ষমতা অর্জন করে?
ক) Replication
খ) Transformation
গ) Recitation
ঘ) Translocation
২৭৭. সমসংস্থ অঙ্গ-
i. বাদুড়ের ডানা
ii. মানুষের হাত
iii. বিড়ালের পা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৮. জীবকে অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হয়, কারণ-
i. প্রতিকূল পরিবেশ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে
ii. জীবের খাদ্য ও বাসস্থান সীমাবদ্ধ
iii. জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যাবৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৯. মাসিকের সময় কতদিন পর্যন্ত রক্তস্রাব হতে পারে?
ক) ৩-৪ দিন
খ) ২-৩ দিন
গ) ৩-৬ দিন
ঘ) ৩-৫ দিন
২৮০. মেয়েদের শরীরে বয়ঃসন্ধিকালে বিভিন্ন পরিবর্তনের জন্য কয়টি হরমোন দায়ী?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
২৮১. বয়ঃসন্ধিকালের বেড়ে ওঠা কী রকম?
ক) অনেক ধীর
খ) অনেকটি আকস্মিক
গ) অনেকটা স্বাভাবিক
ঘ) গতিশীল
২৮২. শরীরে দৃঢ়তা আসা কি ধরনের পরিবর্তন?
ক) শারীরিক
খ) মানসিক
গ) আচরণগত
ঘ) অভ্যাসগত
২৮৩. ছেলেদের শুক্রাণু তৈরির জন্য কোনটি দায়ী?
ক) ইস্ট্রোজেন
খ) প্রজেস্টেরন
গ) টেস্টোস্টেরন
ঘ) ইনসুলিন
২৮৪. নিয়মিত ঋতুস্রাব-
i. সুস্বাস্থ্যের লক্ষণ
ii. সন্তান ধারণ ক্ষমতার লক্ষণ
iii. হরমোনের অভাবজনিত লক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮৫. পৃথিবীর উৎপত্তির ঘটনা প্রবাহকে কী বলে?
ক) অভিযোজন
খ) জৈব অভিব্যক্তি
গ) রাসায়নিক অভিব্যক্তি
ঘ) প্রজাতিগত পরিবর্তন
২৮৬. কত বছর বয়সের পর মেয়ে ও ছেলেদের শরীর পরিবর্তন আসে?
ক) ১০ বছর
খ) ১১ বছর
গ) ১৪ বছর
ঘ) ১৮ বছর
২৮৭. ল্যামার্কবাদের প্রাতিপাদ্য বিষয়-
i. ব্যবহার ও অব্যবহারের সূত্র
ii. অর্জিত বৈশিষ্ট্যের বংশনুসরণ
iii. প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮৮. 'প্রতিটি জীব তার ভ্রূরেন ক্রমপরিণতিকালে অল্প সময়ের জন্য হলেও উদবংশীয় জীবের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়'-উক্তিটি কার?
ক) হেকেল
খ) ডারউইন
গ) স্পেনসার
ঘ) এরিস্টটল
২৮৯. সুগঠিত নিউক্লিয়াস নেই কোনটির?
ক) ব্যাকটেরিয়া
খ) প্রোটোজোয়া
গ) আর্থ্রোপোডা
ঘ) মানুষ
২৯০. মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা কত?
ক) একজোড়া
খ) ২২ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) চারটি
২৯১. কর্ণছত্রের গঠন বৈশিষ্ট্য একই ধরনের-
i. ঘোড়ার
ii. ছাগলের
iii. হাতির
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯২. ১ম টেস্টটিউব বেবির জীবনকাল কতদিন ছিল?
ক) ২৯ দিন
খ) ৩০ দিন
গ) ৩১ দিন
ঘ) ৩২ দিন
২৯৩. টেস্টটিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা লাভ করেন কোন দেশ?
ক) ইতালি
খ) ইংল্যান্ড
গ) ব্রাজিল
ঘ) আমেরিকা
২৯৪. ড. প্যাট্রিক স্টেপটো ও ড. রবার্ট এডওয়ার্ড কোন দেশের অধিবাসী?
ক) আমেরিকা
খ) অস্ট্রেয়া
গ) জার্মানি
ঘ) ইংল্যান্ড
২৯৫. সর্বপ্রথম টেস্টটিউব বেবি করেন কোন বিজ্ঞানী?
ক) ড. ওয়াটেসন
খ) ড. প্যাট্রিক স্টেপটো
গ) ড. রর্বাট এডওয়ার্ড
ঘ) ড. পেট্রুসি
২৯৬. লিমিউলাস জীবাশ্মের সমগোত্রীয় জীব হলো-
i. ডিপ্লয়েড অবস্থায় থাকে
ii. পুরুষের ক্ষেত্রে XY
iii. স্ত্রীলোকের ক্ষেত্রে XX
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯৭. সংযোগকারী জীব নয় নিচের কোনটি?
ক) প্লাটিপাস
খ) লিমুলাস
গ) আর্কিওপটেরিক্স
ঘ) টেরিডোস্পার্ম
২৯৮. কোনটি কানেকটিভ লিংকের উদাহরণ?
ক) কুনোব্যাঙ
খ) উটপাখি
গ) অজগর
ঘ) প্লাটিপাস
২৯৯. ডারউইন কত খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করেন?
ক) ১৮৩৬
খ) ১৮৩৭
গ) ১৮৩৫
ঘ) ১৮৩৮
৩০০. ঋতুস্রাবের সময়-
i. পরিষ্কার ও শুকনা কাপড় শোষক হিসেবে ব্যবহার করতে হবে
ii. পরিষ্কার জীবাণুমুক্ত প্যাড ব্যবহার করতে হবে
iii. পুরনো কাপড় সাবান দিয়ে গরম পানিতে ধুয়ে নিতে হরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০১. নিয়মিত ঋতুস্রাব কী ধরনের লক্ষণ?
ক) সন্তান ধারণের অক্ষমতা
খ) সন্তান মারা যাওয়া
গ) গর্ভপাত করা
ঘ) সন্তান ধারণের সক্ষমতা
৩০২. "পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব এবং দৈহিক পরিবর্তন ঘটে"- এটি কার মতামত?
ক) ল্যামার্ক
খ) রাসেল ওয়ালেস
গ) ডারউইন
ঘ) ওয়াটসন
৩০৩. Gentum নামক উদ্ভিদে-
i. ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান
ii. একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান
iii. গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৪. জীবদেহের আকার পরিবর্তনীয়-কে প্রমাণ করেন?
ক) অ্যারিস্টটল
খ) জেনাফেন
গ) ল্যামার্ক
ঘ) ডারউইন
৩০৫. জীবের সংখ্যা জ্যামিতিক ও গাণিতিক হারে বৃদ্ধি পায়-এটি কার মতামত?
ক) ল্যামার্ক
খ) ডারউইন
গ) এ্যারিস্টটল
ঘ) ওয়ালো
৩০৬. রাসায়নিক বিবর্তন-
i. কার্বন ডাই অক্সাইড-মিথেন
ii. অ্যামইনো এসিড
iii. প্রোটিন- নিউক্লিও প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০৭. প্রথম কোথায় জীবের উদ্ভব হয়েছিল?
ক) সমুদ্রের পানিতে
খ) মাটিতে
গ) ভূ-অভ্যন্তরে
ঘ) বায়ুমন্ডলে
৩০৮. 'অঙ্গের ব্যবহার ও অপব্যবহার জীবদেহে পরিবর্তন সূচিত করে'-এটি কার মতামত?
ক) ল্যামার্ক
খ) ওয়ালো
গ) ডারউইন
ঘ) ওয়াটসন
৩০৯. ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সত্যগুলো হলো-
i. অত্যাধিক হারে বংশবৃদ্ধি
ii. সীমিত খাদ্য ও বাসস্থান
iii. প্রাকৃতিক নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১০. বিবর্তনের ক্ষেত্রে-
i. রাসায়নিক বিবর্তন আগে ও জৈব বিবর্তন পরে ঘটে
ii. জৈব ও রাসায়নিক বিবর্তন একসাথে ঘটে
iii. জৈব বিবর্তনের উপাদানগুলো সজীব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১১. বয়ঃসন্ধিকালে-
i. আবেগ দ্বারা চালিত হয়
ii. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়
iii. পরনির্ভর হয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১২. বিজ্ঞানের কোন শাখা বিলুপ্ত জীব অনুসন্ধানে নিয়োজিত?
ক) বংশগতি বিদ্যা
খ) প্রত্নজীব বিদ্যা
গ) ভ্রুণবিদ্যা
ঘ) বিবর্তন বিদ্যা
৩১৩. ভ্রূণ হলো-
i. ডিমের ভেতর অবস্থিত শিশু
ii. গর্ভের মধ্যে অবস্থিত শিশু
iii. বীজের মধ্যে অবস্থিত শিশু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১৪. বয়ঃসন্ধিকালে ছেলেদের-
i. দাড়ি ও গোঁফ ওঠে
ii. রাতের বেলা ঘুমের মধ্যে বীর্যপাত হয়
iii. কোমড়ের হাড় মোটা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১৫. কোন ক্রোমোজোম দ্বারা জীবের লিঙ্গ নির্ধারিত হয়?
ক) সেক্স ক্রোমোজোম
খ) অটোজোম
গ) দশ নং ক্রোমোজোম
ঘ) তের নং ক্রোমোজোম
৩১৬. বিজ্ঞানী চার্লস ডারউইনের মতে-
i. প্রতিটি জীব ও অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে
ii. প্রতিটি জীব অস্তিত্বের জন্য সংগ্রাম করে
iii. পৃথিবীতে কখনই দুইটি জীব অবিকল এক হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১৭. বয়ঃসন্ধিকালে-
i. ছেলেদের চেয়ে মেয়েদের আগে শুরু হয়
ii. বাল্যবস্থা ও যৌবনকালের মধ্যবর্তী সময়
iii. মেয়েদের চেয়ে ছেলেদের আগে শুরু হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১৮. বিজ্ঞানী ল্যামার্কের জৈব বিবর্তন মতবাদের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) এর অন্যতম ভিত্তিমূলক প্রতিপাদ্য পরিবেশের প্রভাবে
খ) এটি সর্বজন স্বীকৃত
গ) অনুকূল প্রকরণ জীবের জীবনসংগ্রামে সহায়ক
ঘ) যোগ্য জীব পরিবেশে টিকে থাকে
৩১৯. বংশগতি মতবাদ কে দিয়েছেন?
ক) ডারউইন
খ) মেন্ডেল
গ) ল্যামার্ক
ঘ) হেকেল
৩২০. "Ontogeny repeats phylogeny"- মতবাদটি কার?
ক) ডারউইনের
খ) ল্যামার্কের
গ) স্পেনসার
ঘ) এরিস্টটলের
৩২১. জীবনের উৎপত্তি হয়েছিল কোথায়?
ক) হাওড়ের পানিতে
খ) নদীর পানিতে
গ) খালের পানিতে
ঘ) সমুদ্রের পানিতে
৩২২. পৃথিবী নামক জ্বলন্ত গ্যাসপিন্ড ক্রমান্বয়ে বিকিরলেন মাধ্যমে ঘনীভূত হয়ে কী অবস্থায় প্রাপ্ত হয়?
ক) পানির
খ) কঠিন
গ) স্তূপাকার
ঘ) তরল
৩২৩. বয়ঃসন্ধিকালে কোন পরিবর্তন অদৃশ্য থাকে?
ক) দৈহিক বা শারীরিক
খ) মানসিক
গ) আচরণগত
ঘ) অভ্যাসগত
৩২৪. সময়ের সাথে নতুন প্রজাতির সৃষ্টিকে কী বলে?
ক) জৈব বিবর্তন
খ) রাসায়নিক বিবর্তন
গ) ভৌত বিবর্তন
ঘ) গৌণ বিবর্তন
৩২৫. 'Fossil' অর্থ কী?
ক) খনিজ তেল
খ) উদ্ভিদাংশ
গ) জীবাশ্ম
ঘ) অস্থি
৩২৬. সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে-
i. মানুষের অগ্রপদ, কোন জিনিস ধরার জন্য
ii. পাখির অগ্রপদ, ওড়ার জন্য
iii. ঘোড়ার অগ্রপদ, দৌড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২৭. একজোড়া লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম ছাড়া বাকিগুলোকে কী বলে?
ক) সেন্ট্রোসোম
খ) অটোজোম
গ) সেক্স ক্রোমোজোম
ঘ) রাইবোজোম
৩২৮. মেরুদন্ডী প্রাণিগুলোর ভ্রূণ পর্যবেক্ষণ করলে সাদৃশ্য পরিলক্ষিত হয়-
i. মৎস্য
ii. উভচর
iii. সরীসৃপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২৯. অ্যারিস্টটল প্রমাণ করেন-
i. একটি শ্রেণির জীব অপর শ্রেণির জীব থেকে অপেক্ষাকৃত উন্নত
ii. জীবদেহের আকার অপরিবর্তনীয় নয়
iii. জীবগুলো তাদের পূর্ব পুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তনের মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩০. বালব্যবস্থা ও যৌবনকালে মধ্রবর্তী সময় কোনটি?
ক) বয়ঃসন্ধিকাল
খ) কৈশোরকাল
গ) শৈশবকাল
ঘ) বৃদ্ধকাল
৩৩১. সরীসৃপের হৃৎপিন্ডে-
i. দুটি অলিন্দ থাকে
ii. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় থাকে
iii. সর্বমোট পাঁচটি প্রকোষ্ঠ থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩২. ডিম্বাণু কয় ধরনের সেক্স্ ক্রোমোজোম পাওয়া যায়?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
৩৩৩. জৈব বিবর্তনের উপাদান-
i. প্রোটোভাইরাস, ভাইরাস
ii. ভাইরাস, ব্যাকটেরিয়া
iii. প্রোটোজোয়া, বহুকোষী জীব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩৪. সন্তান ধারণের জন্য মেয়েদের কত বয়স উত্তম?
ক) ২৭ বছর
খ) ২০ বছর
গ) ১৮ বছর
ঘ) ১৬ বছর
৩৩৫. পৃথিবী সৃষ্টিকালে উদ্ভূত জলীয় বাষ্প তেকে কিসের সৃষ্টি হয়?
ক) পানির
খ) মেঘের
গ) বিদ্যুতের
ঘ) আলোর
৩৩৬. মেয়েদের ঋতুচক্র কতদিন পর হয়?
ক) ২৫
খ) ২৬
গ) ২৭
ঘ) ২৮
৩৩৭. মেরু অঞ্চলের প্রাণী কোনটি?
ক) হরিণ
খ) হাতি
গ) বাঘ
ঘ) কুমির
৩৩৮. সৃষ্টির শুরুতে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল?
ক) CO2
খ) O2
গ) N2
ঘ) H2O
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
রাজীব তার মায়ের সাথে চিড়িয়াখানায় বেড়াতে গেল। সেখানে সে অজগর সাপ দেখে খুব ভয় পেল।
৩৩৯. রাজিবের দেখা প্রাণিটি কোন জাতীয়?
ক) উভচর
খ) সরীসৃপ
গ) পাখি
ঘ) স্তন্যপায়ী
৩৪০. রাজিবের দেখা প্রাণিটির হৃৎপিন্ডে-
i. দুলি অলিন্দ রয়েছে
ii. তিনটি নিলয় রয়েছে
iii. অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment