অধ্যায়-৩: হৃদযন্ত্রের যত কথা
১. পারপুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে?
ক) নিউমোনিয়া
খ) হুপিং কাশি
গ) ডেঙ্গজ্বর
ঘ) ব্লাড ক্যান্সার
২. কাদের দেহে অনুচক্রিকার সংখ্যা বেশি থাকে?
ক) ভ্রূণদেহে
খ) শিশুদেহে
গ) অসুস্থদেহে
ঘ) পরিনতদেহে
৩. রক্তরসে বিদ্যমান অজৈব পদার্থগুলো হলো-
i. সোডিয়াম
ii. পটাসিয়াম
iii. ক্যালসিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪. রক্ত কোষ কতৃক সৃষ্ট পদার্থকে কী বলে?
ক) অ্যান্টিবডি
খ) অ্যান্টিজেন
গ) অ্যান্টি টক্সিন
ঘ) গ্লুটিনিন
৫. হৃদস্পন্দনের ত্রুটিপূর্ণ প্রবাহ হলে তাকে কী বলে?
ক) হার্ট ফেইলওর
খ) হার্ট অ্যাটাক
গ) হার্ট ব্লক
ঘ) হাইপার টেনশন
৬. LDL এর পূর্ণ রূপ-
ক) Low Density Liporprotein
খ) Low Density Lipid
গ) Low Density Liquid
ঘ) Long Distance Lipid
৭. কোনটি অনুচক্রিকার প্রধান কাজ?
ক) অক্সিজেন সরবরাহ করা
খ) জীবাণু ভক্ষণ করা
গ) অম্ল-ক্ষারের সমতা রক্ষা করা
ঘ) রক্ত তঞ্চনে সাহায্য করা
৮. একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?
ক) ৪০-৮০
খ) ৫০-৯০
গ) ৬০-১০
ঘ) ৭০-১০
৯. দুই ধরনের অ্যান্টিবডি রক্তনালিকার রক্ত জমাট বাঁধলে তাকে কী বলে?
ক) সেরিব্রাল থ্রম্বোসিস
খ) করোনারি থ্রম্বোসিস
গ) পারপুরা
ঘ) অ্যানিমিয়া
১০. নিউক্লিয়াসবিহীন পরিণত লোহিত রক্তকণিকা উপস্থিতি কোন প্রাণীতে?
ক) মাছ
খ) মানুষ
গ) ব্যাঙ
ঘ) পাখি
১১. ডায়াবেটিস রোগীদের কোন রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে?
ক) হার্ট ব্লক
খ) হার্ট ফেলিওর
গ) করোনারি হৃদরোগ
ঘ) প্যারালাইসিস
১২. হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে কী বলে?
ক) পালস
খ) লাব
গ) ডাব
ঘ) ইসিজি
১৩. অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলানায় বেড়ে যাওয়াকে কী বলে?
ক) পারপুরা
খ) থ্রম্বোসাইটোসিস
গ) থ্যালসিমিয়া
ঘ) লিউকোমিয়া
১৪. কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণুকে ধ্বংস করে?
ক) বেসোফিল
খ) মনোসাইট
গ) নিউট্রোফিল
ঘ) বেসোফিল
১৫. হৃদপিন্ডে ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ উৎপন্ন হলে তাকে কী বলে?
ক) হার্ট অ্যাটাক
খ) হার্ট ব্লক
গ) হার্টবিট
ঘ) হার্ট ফেলিওর
১৬. বি গ্রুপের রক্তের অধিকারী মানুষ-
ক) ৯%
খ) ৪৪১২%
গ) ৩%
ঘ) ৪৬%
১৭. মিলির বাবার ডায়াবেটিস রোগ আছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাকেঁ করতে হবে-
i. খাদ্য নিয়ন্ত্রণ
ii. ওষুধ সেবন
iii. জীবন শৃঙ্খলা মেনে চলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮. লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেলে তাকে কী বলে?
ক) পলিসাইথিমিয়া
খ) অ্যানিমিয়া
গ) লিউকোমিয়া
ঘ) পারপুরা
১৯. পূর্ব বয়স্ক মানুষের দেহের মোট ওজনের কত ভাগ রক্ত?
ক) প্রায় ৮%
খ) প্রায় ৯%
গ) প্রায় ৬%
ঘ) প্রায় ৭%
২০. মানুষের দেহে থ্যালসিমিয়া রোগের প্রকাশ ঘটায় কারণ কোনটি?
ক) অটোজোম ক্রোমোজোমের প্রকট জিন
খ) অটোজোম ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন
গ) হিমোগ্লোবিনের অস্বাভাবিক বৃদ্ধি
ঘ) শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বৃদ্ধি
২১. রক্তরসে পানির পরিমাণ শতকরা-
ক) ৮০%
খ) ৮৫%
গ) ৯০%
ঘ) ৯৫%
২২. কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে-
ক) পালমোনারি
খ) পালমোনারি ধমনি
গ) অ্যাওর্টা
ঘ) বাম ভেন্ট্রিকল
২৩. ধমনি ও শিরার মধ্যে সাদৃশ্য কোনটি?
ক) উভয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে
খ) উভয়ের প্রাচীর তিন স্তরবিশিষ্ট
গ) উভয়টিতে কপাটিকা থাকে
ঘ) উভয়ে হৃৎপিন্ড থেকে সারাদেহে রক্ত ছড়িয়ে দেয়
২৪. বহিরাগত অযাচিত প্রোটিন রক্তে কী তৈরিতে উদ্বুদ্ধ করে?
ক) অ্যান্টিবডি
খ) হরমোন
গ) এনজাইম
ঘ) অ্যান্টিজেন
২৫. রক্তরস তরল অংশকে কী বলে?
ক) সিরাম
খ) রক্তকণিকা
গ) লসিকা
ঘ) প্লাজমা
২৬. কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে?
ক) কোলেস্টেরল
খ) অ্যামাইনো এসিড
গ) ফ্যাটি এসিড
ঘ) গ্লুকোজ
২৭. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সতর্কতামূলক উপায়-
i. সুষম খাবার খাওয়া
ii. নিয়মিত ব্যায়াম করা
iii. ৭-৮ ঘন্টা ঘুমানো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮. Rh- বিশিষ্ট রত্কে Rh+ বিশিষ্ট রক্ত দিলে গ্রহীতার রক্তরসে ক্রমশ বিপরীত অ্যান্টিবডি গড়ে উঠবে-
i. Rh- অ্যান্টিজেনের
ii. Rh+ অ্যান্টিজেনের
iii. তার নাম Rh+ অ্যান্টি ফ্যাক্টর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯. ডায়াবেটিস কেন হয়?
ক) বংশগত কারণে
খ) ভিটামিনের অভাবে
গ) এক ধরনের ভাইরাসের আক্রমণে
ঘ) অতিরিক্ত দৈহিক পরিশ্রমে
৩০. রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকা জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কত?
ক) ২০%
খ) ১৫%
গ) ৮০%
ঘ) ১০%
৩১. প্রতি ডিগ্রী ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য প্রতি মিনিটে পালসের গতি কতবার বাড়ে?
ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) ২০
৩২. পালস রেট এর কম স্বাভাবিক-
i. ঘুমানো অবস্থায়
ii. সুনিদ্রার পর সকালে
iii. ব্যায়ামের পর
নিচের কোনটি সঠিক
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩. শিরার উৎপত্তি কোথা হতে?
ক) হৃৎপিন্ড
খ) কৈশিক জালিকা
গ) পালমোনারি নালি
ঘ) উপশিরা
৩৪. সাইটোপ্লাজমের দানার ওপর ভিত্তি করে শ্বেত কণিকা কত রকমের?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৩৫. রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষকে কয়টি গ্রুপে বিভক্ত করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৩৬. করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ কোনটি?
ক) ডায়রিয়া
খ) উচ্চ রক্তচাপ
গ) জন্ডিস
ঘ) আমাশয়
৩৭. লোহিত রক্তকণিকার আকৃতি কীরূপ?
ক) দ্বি-অবতল
খ) দ্বি-উত্তল
গ) উত্তল-অবতল
ঘ) অবতল-উত্তল
৩৮. অ্যান্টিবডি কোথায় থাকে?
ক) রক্তরসে
খ) সিরামে
গ) বৃক্কে
ঘ) লসিকায়
৩৯. ধমনি ও শিরার পার্থক্য হলো-
i. প্রথমটি বিশুদ্ধ ও দ্বিতীয়টি দূষিত রক্ত বহন করে
ii. প্রথমটিতে কপাটিকা আছে, দ্বিতীয়টিতে তা নেই
iii. প্রথমটির প্রাচীর পুরু এবং দ্বিতীয়টির প্রাচীর পাতলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪০. রক্তরসে দ্রবীভূত অবস্থায় কোনটি থাকে?
ক) লোহিত রক্তকণিকা
খ) শ্বেত রক্তকণিকা
গ) অনুচক্রিকা
ঘ) জৈব ও অজৈব পদার্থ
৪১. ইনসুলিন কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়?
ক) লিউকোমিয়া
খ) অ্যানিমিয়া
গ) ডায়াবেটিস
ঘ) পারপুরা
৪২. কোনটি রক্তরসের জৈব পদার্থ?
ক) সোডিয়াম
খ) ক্লোরিন
গ) লৌহ
ঘ) ভিটামিন
৪৩. যে সব মানুষের রক্তে Rh ফ্যাক্টর উপস্থিত তাদের কী বলে?
ক) Rh + Ve
খ) Rh - Ve
গ) O + Ve
ঘ) O - Ve
৪৪. গ্রানুলোসাইট শ্বেত কণিকার অন্তর্ভূক্ত-
i. নিউট্রোফিল
ii. ইওসিনোফিল
iii. বেসোফিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৫. পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমাণ-
ক) ৪-৫ লিটার
খ) ৫-৬ লিটার
গ) ৬-৭ লিটার
ঘ) ৭-৮ লিটার
৪৬. হৃৎপিন্ডকে ভালো রাখা যায়-
i. শুধু প্রাণিজ প্রোটিন খেয়ে
ii. দেহের ওজন স্বাভাবিক রেখে
iii. সুষম খাদ্য গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৭. সারাদেহে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
ক) রক্ত
খ) লসিকা
গ) বৃক্ক
ঘ) পাকস্থলি
৪৮. অণুচক্রিকার আকার-
i. দ্বি-অবতল
ii. গোলাকার ও বড় আকৃতি
iii. ডিম্বাকার, বড় আকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৯. লোহিত কণিকার কাজ-
i. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা
ii. অ্যান্টিবডি তৈরি করা
iii. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫০. পূর্ণবয়স্ক নারীর দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা-
ক) ৪-৫ লাখ
খ) ৪.৫-৫.৫ লাখ
গ) ৬০-৭০ লাখ
ঘ) ৮০-৯০ লাখ
৫১. মানুষের রক্তের সিরামের কত রকম অ্যান্টিবডি আছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৫২. রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক হল-
i. এ গ্রুপের রক্তধারী ভ্যক্তি এ ও এবি গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে
ii. বি গ্রুপের রক্তধারী ব্যক্তি এ গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে
iii. ও গ্রুপের রক্তধারী ব্যক্তি এ, বি, এবি ও এবং ও গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে পারবে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৩. হৃৎপিন্ডের ওপরের প্রকোষ্ঠ দুটিকে কী বলে?
ক) অ্যাট্রিয়াম
খ) ভেন্ট্রিকল
গ) এন্ডোথেলিয়াম
ঘ) নিলয়
৫৪. বেসোফিল শ্বেতরক্ত কণিকা হতে নিঃসৃত হয়-
i. হিস্টারিন
ii. অ্যান্টিবডি
iii. হেপারিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৫. Rh ফ্যাক্টর নামকরণ হয়েছে - নাম অনুসারে।
ক) রেসাস হনুমান
খ) রেসাস বানর
গ) রেসাস বেবুন
ঘ) রেসাস গন্ডার
৫৬. একটি রক্তনালি X কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত দেহের বিভিন্ন অংশে বাহিত হয়। এক্ষেত্রে Y নিচের কোনটি?
ক) সিস্টোমিক মহাধমনি
খ) জুগুলার শিরা
গ) পালমোনারি ধমনি
ঘ) সাবক্লেভিয়ান শিরা
৫৭. বংশগত রোগ কোনটি?
ক) নিউমোনিয়া
খ) হুপিং কাশি
গ) থ্যালসিমিয়া
ঘ) পারপুরা
৫৮. হৃদস্পন্দনে 'ডাব' শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়?
ক) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
খ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
গ) অ্যাট্রিয়ামের সিস্টোল
ঘ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
৫৯. মানবদেহের পাম্প যন্ত্রের অনুরূপ অঙ্গাণু কোনটি?
ক) যকৃত
খ) ফুসফুস
গ) হৃৎপিন্ড
ঘ) পাকস্থলী
৬০. কোনটি অধিক পরিমাণ অক্সিজেন পরিবহনে সক্ষম?
ক) শ্বেত রক্ত কণিকা
খ) অণুচক্রিকা
গ) থ্রম্বোসাইট
ঘ) লোহিত রক্ত কণিকা
৬১. ECG- এর পূর্ণরূপ কী?
ক) Electronic cardiogram
খ) Electro cardilgram
গ) Electro cardiology
ঘ) Cardiography Engincering
৬২. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
ক) ডা. কার্ল ল্যান্ডস্টেইনার
খ) গ্রেগর জোহান মেন্ডেল
গ) স্ট্রাচবুর্গার
ঘ) রবার্ট ব্রাউন
৬৩. রক্ত চাপ বেড়ে গেলে তাকে কী বলে?
ক) হাইপো টেনশন
খ) হাইপার টেনশন
গ) টেনশন
ঘ) অ্যানিমিয়া
৬৪. রক্তে অক্সিজেন পরিবাহিত হয় কোন যৌগ হিসেবে?
ক) কার্বমিনো হিমোগ্লোবিন হিসেবে
খ) অক্সিহিমোগ্লোবিন হিসেবে
গ) অক্সাইড আয়ন হিসেবে
ঘ) বাইকার্বনেট আয়ন হিসেবে
৬৫. ইওসিনোফিল ও বেসোফিল বলতে কী বোঝায়?
ক) অ্যাগ্রানুলোসাইট
খ) গ্রানুলোসাইট
গ) প্রেইটলেট
ঘ) থ্রম্বোসাইট
৬৬. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?
ক) হরমোন
খ) এনজাইম
গ) বিলিরুবিন
ঘ) ইউরিয়া
৬৭. হৃদযন্ত্র ভাল রাখার উপায়-
i. শর্করা বেশি খেতে হবে
ii. অতিভোজন হতে বিরত থাকা
iii. নিয়মিত হালকা ব্যায়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৮. রক্ত চাপ বড়ে গেলে তাকে কী বলে?
ক) হাইপো টেনশন
খ) হাইপার টেনশন
গ) টেনশন
ঘ) অ্যানিমিয়া
৬৯. রক্ত নাইট্রোজেনজনিত বর্জ্য পদার্থগুলোকে কোন অঙ্গে পরিবহন করে?
ক) যকৃতে
খ) পাকস্থলীতে
গ) বৃক্ষে
ঘ) হৃৎপিন্ডে
৭০. শিরার ক্ষেত্রে প্রযোজ্য-
i. এর প্রাচীর স্তর বিশিষ্ট
ii. কপাটিকা বিদ্যমান
iii. শিরাগুলো মিলে মহাশিরা গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭১. পারপুরা অবস্থার সৃষ্টি হয় কেন?
ক) RBC-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে
খ) WBC-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে
গ) Platelet-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে
ঘ) Platelet-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে
৭২. কোলেস্টেরলের বৈশিষ্ট্য হলো-
i. রক্তে স্বাভাবিক মাত্রা ১০০-২০০ mg/dl
ii. এটি লিপিড এবং স্টেরয়েডের অন্তর্ভুক্ত
iii. এটি ফুসফুসে বেশি পরিমাণে থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৩. রক্তরসে দ্রবীভূত জৈব পদার্থ হলে-
i. ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন ও অ্যালবুমিন
ii. অক্সিজেন, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম
iii. গ্লুকোজ, কোলেস্টেরল ও বিলিরুবিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৪. হৃদযন্ত্রকে ভাল রাখার জন্য কী করা উচিত?
ক) চর্বিযুক্ত খাবার খাওয়া
খ) দেহের ওজন বাড়ানো
গ) ধুমপান ও মদ পান করা
ঘ) শাকসবজি ও আঁশযুক্ত খাবার খাওয়া
৭৫. স্বাভাবিক ডায়াস্টোলিক রক্ত চাপ-
ক) ৬০-৯০ mm Hg
খ) ৮০-১০০ mm Hg
গ) ১১০-১৪০ mm Hg
ঘ) ১০০-১২৫ mm Hg
৭৬. ঘন ঘন প্রসাব কোন রোগের বৈশিষ্ট্য?
ক) ডায়াবেটিস
খ) হার্ট অ্যাটাক
গ) হার্ট ব্লক
ঘ) উচ্চ রক্তচাপ
৭৭. ভেন্ট্রিকলের প্রাচীর-
ক) পাতলা
খ) পুরু
গ) পেশিবহুল
ঘ) পুরু ও পেশিবহুল
৭৮. হৃদস্পন্দনে 'লাব' শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়?
ক) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
খ) ভেন্ট্রিকলের সিস্টোল
গ) অ্যান্ট্রিয়ামের সিস্টোল
ঘ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
৭৯. হৃদপিন্ড প্রাণিদেহে-মতো কাজ করে।
ক) হিটারের
খ) জালিকার
গ) পাম্প যন্ত্রের
ঘ) নলের
৮০. বাম ভেন্ট্রেকলের সঙ্গে কয়টি পালমোনারি শিরাযুক্ত থাকে?
ক) চারটি
খ) তিনটি
গ) ছয়টি
ঘ) দুটি
৮১. হৃৎপিন্ড বেষ্টিত থাকে কোন পর্দা দ্বারা?
ক) এপিকার্ডিয়াম
খ) পেরিকার্ডিয়াম
গ) এপিথেলিয়াম
ঘ) এন্ডোকার্ডিয়াম
৮২. WBC বলা হয় কোনটিকে?
ক) লোহিত রক্ত কণিকা
খ) শ্বেতরক্ত কণিকা
গ) অণুচক্রিকা
ঘ) থ্রম্বোসাইট
৮৩. আহারের পূর্বে রক্ত শর্করার স্বাভাবিক সীমা কত?
ক) ৩.৬-৬.০ mmol/L
খ) ২-৪ mmol/L
গ) ৪.২-৩.১ mmol/L
ঘ) ৬-৮ mmol/L
৮৪. সেন্ট্রিফিউজ রক্তের-
i. উপরের ৫৬% কে প্লাজমা বলে
ii. নিচের ৪৫% কে রক্তকণিকা বলে
iii. উপরের ৫৫% কে প্লাজমা বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৫. হাইপার টেনশনের কারণ-
ক) অতিরিক্ত লবণ খাওয়া
খ) অতিরিক্ত ব্যায়াম
গ) বেদবিহীন শরীর
ঘ) কম ওজন
৮৬. পেরিকার্ডিয়াম পর্দা কম কয় স্তরবিশিষ্ট?
ক) এক স্তর
খ) দুই স্তর
গ) তিন স্তর
ঘ) স্তরবিহীন
৮৭. অ্যান্টিবডি গঠন করে কোনটি?
ক) নিউট্রোফিন
খ) বেসোফিল
গ) লিম্ফোসাইট
ঘ) মনোসাইট
৮৮. পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তর বিশিষ্ট?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৮৯. রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ করে কোনটি?
ক) থ্রম্বোপস্টিন
খ) প্রোথ্রম্বিন
গ) ফাইব্রিন
ঘ) নিউট্রোফিল
৯০. রক্তকে সেন্ট্রিফিউজ করলে যে রক্তরস পাওয়া যায় তার বর্ণ কীরূপ?
ক) লাল
খ) হলুদ
গ) হলদে লাল
ঘ) সাদা
৯১. নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ বৃক্কে নিয়ে যায়-
ক) ধমনি
খ) শিরা
গ) কৈশিক জালিকা
ঘ) রক্ত
৯২. ইসিজি এর পূর্ণরূপ-
i. Electro Cardiogram
ii. Eco Cardiogram
iii. Electro Cardiograph
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৩. রক্তের প্রধান উপাদান কয়টি?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
৯৪. শ্বেতরক্ত কণিকা প্রধানত কয় ধরনের?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৯৫. রক্ত তঞ্চন প্রক্রিয়ায় সাহায্য করে-
i. ফাইব্রিন
ii. ভিটামিন কে
iii. ক্যালসিয়াম আয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৬. স্নেহ ও প্রোটিনের যৌগকে কী বলা হয়?
ক) গ্লাইকোলিপিড
খ) গ্লাইকোপ্রোটিন
গ) লাইপোপ্রোটিন
ঘ) কোলেস্টেরল
৯৭. বিশ্রামে প্রাপ্ত বয়স্কদের পালস রেট কত?
ক) ৬০-১০০/মি.
খ) ৩০-৬০/মি.
গ) ১০০-১৪০/মি.
ঘ) ১০০-১২০/মি.
৯৮. কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে?
ক) মুরগি
খ) মানুষ
গ) গরু
ঘ) ছাগল
৯৯. মানবদেহে পরিণত লোহিত রক্তকণিকার আকৃতি কেমন?
ক) চ্যাপ্টা
খ) গোলাকার
গ) ডিম্বাকার
ঘ) রড আকৃতি
১০০. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে কোনটি?
ক) হেপাটোসআটি
খ) লিউকোসাইট
গ) থ্রম্বোসাইট
ঘ) এরিথ্রোসাইট
১০১. কোনটি বিপাকজনিত রোগ?
ক) ডায়াবেটিস
খ) ডেঙ্গুজ্বর
গ) ম্যালেরিয়া
ঘ) জন্ডিস
১০২. অ্যাওর্টার উৎপত্তিস্থল কোনটি?
ক) ডান ভেন্ট্রেকল
খ) বাম ভেন্ট্রেকল
গ) ডান অ্যাট্রিয়াম
ঘ) বাম অ্যাট্রিয়াম
১০৩. রক্তের অ্যান্টিজেনের ভিত্তিতে পৃথিবীতে কয় ধরনের মানুষ বিরাজ করছে?
ক) ৬ ধরনের
খ) ৫ ধরনের
গ) ৩ ধরনের
ঘ) ৪ ধরনের
১০৪. হৃদপেশি নির্মিত ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত অঙ্গ কোনটি?
ক) যকৃত
খ) হৃৎপিন্ড
গ) ফুসফুস
ঘ) পাকস্থলি
১০৫. অ্যাট্রিয়ামে সিস্টোল হলে ভেন্টেকলে - হয়।
ক) সিস্টোল
খ) ডায়াস্টোল
গ) লাব
ঘ) ডাব
১০৬. শ্বেতরক্ত কণিকা কোন প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে?
ক) সাইটোসিস
খ) ফ্যাগোসাইটোসিস
গ) এন্টিজেন
ঘ) ফাইব্রিন
১০৭. অণুচক্রিকা থেকে নিঃসৃত পদার্থের নাম কী?
ক) ফাইব্রিনোজেন
খ) থ্রম্বিন
গ) থ্রম্বোপ্লাসটিন
ঘ) ভিটামিন
১০৮. কলাকোষকে পুষ্টি দ্রব্য সরবরাহ করে-
i. রক্তকণিকা
ii. শাখা ধমনি
iii. ধমনি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৯. রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?
ক) ৫০-৬০ gm/dl
খ) ৮০-১০০ mg/dl
গ) ১০০-২০০ mg/dl
ঘ) ২০০-৩০০ mg/dl
১১০. অণুচক্রিকার অস্বাভাবিকতায় সৃষ্ট রোগ-
i. পারপুরা
ii. থ্রম্বসিসা
iii. অ্যানিমিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১১. রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে - বলে?
ক) অ্যানিমিয়া
খ) লিউকোমিয়া
গ) থ্যালসিমিয়া
ঘ) থ্রম্বোসিস
১১২. কতগুলো শিরার একত্রে অবস্থানকে কী বলে?
ক) উপশিরা
খ) মহাশিরা
গ) ধমনি
ঘ) উপ-ধমনি
১১৩. কোনটি অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে?
ক) লোহিত রক্তকণিকা
খ) শ্বেত রক্তকণিকা
গ) অনুচক্রিকা
ঘ) নিউরন
১১৪. রক্ত কণিকা অনুপস্থিত কোনটিতে?
ক) রক্ত রস
খ) প্লাজমা
গ) সিরাম
ঘ) সবগুলো
১১৫. অণুচক্রিকার প্রধান কাজ-
ক) ফ্যাগোসাইটোসিস
খ) রক্ততঞ্চন
গ) এলার্জি প্রতিরোধ
ঘ) অ্যান্টিবডি তৈরি
১১৬. রক্ত চাপ বলতে বুঝায়-
ক) শিরার রক্তচাপ
খ) কৈশিক জালিকার রক্তচাপ
গ) ধমনির রক্ত চাপ
ঘ) ভেনাক্যাভার রক্ত চাপ
১১৭. কোন প্রাণীদের নিউক্লিয়াসবিহীন লোহিত রক্তকণিকা?
ক) মাছের
খ) সরীসৃপদের
গ) প্লীহাতে
ঘ) হৃৎপিন্ডে
১১৮. কোন প্রাণীর রক্তের রং লাল?
ক) তেলাপোকা
খ) ব্যাঙ
গ) ঘাসফড়িং
ঘ) জোঁক
১১৯. হৃৎপিন্ডের আকৃতি কেমন?
ক) গোলাকার
খ) সর্পিলাকার
গ) ত্রিকোণাকার
ঘ) বর্গাকার
১২০. রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ?
ক) লোহিত কণিকা
খ) অণুচক্রিকা
গ) শ্বেত কণিকা
ঘ) লসিকা কোষ
১২১. বিশ্রামে থাকা অবস্থায় পালস বা হার্ট-বিটের স্বাভাবিক গতি প্রতি মিনিটে-
i. প্রাপ্তবয়স্ক : ৮০-১১০ বার
ii. ছোটদের : ৮০-১০০ বার
iii. শিশুদের : ১০০-১৪০
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১২২. বহিরাগত অযাচিত যে প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে তাকে কী বলে?
ক) অ্যান্টিবডি
খ) হরমোন
গ) এনজাইম
ঘ) অ্যান্টিজেন
১২৩. হৃৎপিন্ডের করোনারি রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধাকে কী বলে?
ক) আর্টারিওস্কেলেরোসিস
খ) করোনারি থ্রম্বোসিস
গ) সেরিব্রাল থ্রম্বোসিস
ঘ) মধুমেহ
১২৪. হার্ট অ্যাটাক কেন হয়?
ক) পালমোনরি শিরা বন্ধ হয়ে গেলে
খ) পালমোনারি ধমনি বন্ধ হয়ে গেলে
গ) অ্যাওর্টার প্রাচীর পুরু হয়ে গেলে
ঘ) করোনারি ধমনি বন্ধ হয়ে গেলে
১২৫. একটি হৃদস্পন্দন সময় লাগে-
ক) ০.৬ সেকেন্ড
খ) ০.৭ সেকেন্ড
গ) ০.৮ সেকেন্ড
ঘ) ০.৯ সেকেন্ড
১২৬. কোনটির নির্দিষ্ট কোন আকার নাই?
ক) লোহিত রক্তকণিকা
খ) শ্বেত রক্তকণিকা
গ) অনুচক্রিকা
ঘ) ডিম্বাণু
১২৭. হাইপার টেনশন প্রতিরোধে দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত?
ক) ৪-৬ ঘন্টা
খ) ৭-৮ ঘন্টা
গ) ৮-১০ ঘন্টা
ঘ) ১০-১২ ঘন্টা
১২৮. স্নেহ ও প্রোটিনের যৌগ হলো-
ক) স্নেহ প্রোটিন
খ) লাইপোপ্রোটিন
গ) হাইপো প্রোটিন
ঘ) অযৃগ্ম প্রোটিন
১২৯. র্থ্যালসিমিয়া রোগীকে প্রতি কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
ক) দুই মাস
খ) তিন মাস
গ) চার মাস
ঘ) ছয় মাস
১৩০. ডায়াবেটিস বেশি হয়ে থাকে-
i. দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে
ii. বাবা অথবা মায়ের ডায়াবেটিস থাকলে
iii. শারীরিক পরিশ্রম না করলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩১. সারাদেহে রক্ত সংবহিত হওয়ার কারণ-
ক) হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ
খ) ফুসফুসের সংকোচন ও প্রসারণ
গ) শিরার সংকোচন ও প্রসারণ
ঘ) শিরা ও ধমনীর সংকোচন ও প্রসারণ
১৩২. পূর্ণবয়স্ক পুরুষদেহে লোহিত রক্ত কণিকা বিদ্যমান-
ক) ৪-৫ লাখ
খ) ৪.৫-৫.৫ লাখ
গ) ৮০-৯০ লাখ
ঘ) ৬০-৭০ লাখ
১৩৩. রক্তে কোনটির মাত্রা বেড়ে গেলে ডায়াবেটিস মেলিটাস হয়?
ক) কোলেস্টেরল
খ) গ্লুকোজ
গ) অ্যামিনো অ্যাসিড
ঘ) গ্লিসারল
১৩৪. মানব দেহের প্রতি ঘনি মিলিমিটার রক্তে শ্বেত কণিকার পরিমাণ-
ক) ২-৪ হাজার
খ) ৪-৮ হাজার
গ) ৪-১০ হাজার
ঘ) ৫-১০ হাজার
১৩৫. রক্তে অণুচক্রিকার সংখ্যা বেড়ে যাওযাকে বলে-
ক) অ্যানিমিয়া
খ) লিকোমিয়া
গ) লিউকোসাইটোসিস
ঘ) থ্রম্বোসাইটোসিস
১৩৬. কোন রোগটি মানুষের অটোজোমে অবস্থিত-প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে?
ক) পারপুরা
খ) লিউকোমিয়া
গ) থ্যালাসিমিয়া
ঘ) অ্যানিমিয়া
১৩৭. প্লাজমার কাজ কোনটি?
ক) অক্সিজেন পরিবহন করা
খ) অ্যালার্জি প্রতিরোধ করা
গ) পুষ্টিদ্রব্য পরিবহন করা
ঘ) আয়রনের সমতা রক্ষা করা
১৩৮. রক্তকণিকা বিদ্যমান-
i. রক্ত রস
ii. প্লাজমাতে
iii. সিরামে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৩৯. আঘাতপ্রাপ্ত টিস্যুর অণুচক্রিকা ভেঙে গঠিত পদার্থ হলো-
ক) থ্রম্বোপ্লাসটিন
খ) থ্রম্বিন
গ) ফাইব্রিন
ঘ) প্রথ্রমবিন
১৪০. রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধির ফলে কী কী রোগ সৃষ্টি হতে পারে?
i. নিউমোনিয়া
ii. হুপিং কাশি
iii. ব্লাড ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪১. রক্তরসের রক্তকণিকাগুলো- থাকে।
ক) ডুবন্ত
খ) ভাসমান
গ) নিমজ্জিত
ঘ) ঘুমন্ত
১৪২. রক্তের কাজ-
i. হরমোন পরিবহন
ii. দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ
iii. শ্বাসকার্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৩. ডায়াবেটিসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) শুধু ওষুধ দ্বারা এর নিয়ন্ত্রণ সম্ভব
খ) দৈহিক পরিশ্রম ক্ষতিকর
গ) শর্করা উপযুক্ত খাদ্য
ঘ) প্রোটিনসমৃদ্ধ খাদ্য খাওয়া উচিত
১৪৪. গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত কণিকাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
১৪৫. রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে কী ঘটে?
i. LDL এর উপাদান বেড়ে যায়
ii. LDL এর পরিমাণ কমে যায়
iii. HDL এর পরিবহন কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৬. ডান অ্যাট্রিয়ামের সাথে কোনটি যুক্ত থাকে?
ক) ভেনাক্যাভা
খ) পালমোনারি শিরা
গ) পালমোনারি ধমনি
ঘ) অ্যাওর্টা
১৪৭. রক্তের উপাদানগুলো হলো-
i. রক্তরস
ii. সিরাম
iii. রক্ত কণিকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৮. অ্যান্টিজেনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. ইহার অপর নাম অ্যাগ্লুটিনোজেন
ii. অ্যাগ্লুটিনিন
iii. ইহার ভিত্তিতে পৃথিবীতে চার ধরনের মানুষ বিরাজ করছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৪৯. অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত পদার্থের নাম কী?
ক) কোলেস্টেরল
খ) অ্যামিানিয়া
গ) ইউরিক এসিড
ঘ) হরমোন
১৫০. মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৫১. কোনো অ্যান্টিজেন নাই - গ্রুপের রক্তে?
ক) এ
খ) বি
গ) ও
ঘ) এবি
১৫২. রক্তকণিকা প্রধানত কত রকমের?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৫৩. মেরুদন্ডী প্রাণিদেহের রক্তের বর্ণ কেমন?
ক) লাল
খ) সাদা
গ) হলুদ
ঘ) বর্ণহীন
১৫৪. নিচের কোনটিতে কখনোই নিউক্লিয়াস থাকে না?
ক) লোহিত কণিকা
খ) বেসেফিল
গ) অণুচক্রিকা
ঘ) মনোসাইট
১৫৫. গুরু মস্তিষ্খের রক্তনালিকায় রক্ত জমাটি বাঁধলে তাকে কী বলে?
ক) সেরিব্রাল থ্রম্বোসিস
খ) করোনারি থ্রম্বোসিস
গ) পারপুরা
ঘ) অ্যানিমিয়া
১৫৬. সিরামের বৈশিষ্ট্য হলো-
i. এটি রক্তরসের অপর নাম
ii. এর বর্ণ হালকা হলুদ
iii. এতে রক্তকণিকা থাকে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫৭. রক্তরসে উপস্থিতি জৈব পদার্থ কোনটি?
ক) পটাসিয়াম
খ) ভিটামিন
গ) লৌহ
ঘ) আয়োডিন
১৫৮. শিশুদের বিশ্রাম অবস্থায় প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?
ক) ৬০-১০০
খ) ৮০-১০০
গ) ১০০-১২০
ঘ) ১০০-১৪০
১৫৯. স্বাভাবিক রক্তে-
i. নিউট্রোফিল ৪০-৭৫%
ii. ইওসিনোফিল ১-৬%
iii. বেসোফিল ২-১০%
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬০. একজন সুস্থ পুরুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ-
ক) ১৪-১৬ mg/dl
খ) ৬-১০ mg/dl
গ) ১২-১৪ mg/dl
ঘ) ৭-১৩ mg/dl
১৬১. ডায়াবেটিস রোগীদের কোন খাবার সম্পূর্ণ ছাড়তে হবে?
ক) টক খাবার
খ) মিষ্টি খাবার
গ) প্রোটিন খাবার
ঘ) চর্বিযুক্ত খাবার
১৬২. Rh- মহিলার সঙ্গে Rh+ পুরুষের বিয়ে হলে তাদের ১ম সন্তান কোনটি হবে?
ক) Rh-
খ) Rh+
গ) Rh বিহীন
ঘ) Rh+-
১৬৩. কোন রোগে লিউকোসাইটোসিস অবস্থার সৃষ্টি হয়?
ক) নিউমোনিয়া
খ) রাতকানা
গ) জন্ডিস
ঘ) ডেঙ্গুজ্বর
১৬৪. কোনটি বংশগত রোগ?
ক) পলিসাইথিমিয়া
খ) লিউকোসাইটোসিস
গ) থ্রম্বোসাইটোসিস
ঘ) থ্যালাসিমিয়া
১৬৫. শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
ক) ১-৫
খ) ৫-১০
গ) ১-১৫
ঘ) ১২০
১৬৬. রক্তচাপ নির্ভর করে-
i. হৃৎপিন্ডের কার্যকারিতার উপর
ii. রক্তের ঘনত্বের উপর
iii. ধমনির দৈর্ঘ্যের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬৭. দ্রুত সুতার মতো জালিকা তৈরি করে কোনটি?
ক) ফাইব্রিন
খ) থ্রমবিন
গ) থ্রম্বোপ্লাসটিন
ঘ) গ্রামুলোসাইট
১৬৮. শরীরের জন্য ক্ষতিকর-
ক) LDL
খ) HDL
গ) FDL
ঘ) CO2
১৬৯. হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয়?
ক) রাতকানা
খ) অ্যানিমিয়া
গ) জন্ডিস
ঘ) লিউকেমিয়া
১৭০. শ্বেতরক্ত কণিকার সংখ্যা কত হলে নিউমোনিয়া দেখা দেয়?
ক) ১০,০০০-২০,০০০
খ) ২০,০০০-৩০,০০০
গ) ৩০,০০০-৪০,০০০
ঘ) ৩৫,০০০-৪৫,০০০
১৭১. কোনো অ্যান্টিবডি নাই - গ্রুপের রক্তে?
ক) এ
খ) বি
গ) ও
ঘ) এবি
১৭২. ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে রক্ত ধমনির প্রাচীরে যে পার্শ্চচাপ সৃষ্টি করে তাকে কী বলে?
ক) রক্তচাপ
খ) হার্টবিট
গ) পালস
ঘ) হৃদস্পন্দন
১৭৩. রক্তরসের কাজগুলো হলো-
i. রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান পরিবহন
ii. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা
iii. হরমোন পরিবহন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭৪. আকার, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা-
ক) ২ ধরনের
খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের
ঘ) ৫ ধরনের
১৭৫. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কোন ক্ষেত্রে?
ক) পলিসাইথিমিয়া
খ) অ্যানিমিয়া
গ) লিউকোমিয়া
ঘ) পারপুরা
১৭৬. অ্যান্টি Rh ফ্যাক্টরের ফলে কোন রোগ সৃষ্টি হতে পারে?
ক) নিউমোনিয়া
খ) হুপিং কাশি
গ) জন্ডিস
ঘ) ক্যান্সার
১৭৭. রক্তেরক্তকণিকার পরিমাণ শতকরা-
ক) ৫৪%
খ) ৫৫%
গ) ৪৪%
ঘ) ৪৫%
১৭৮. ধমনির স্থিতিস্থাপকতা কমে গেলে তাকে কী বলে?
ক) Arteriosclerosis
খ) Osteoporosis
গ) Anemia
ঘ) Heart attack
১৭৯. বিয়ের পূর্বে বর ও কনের রক্ত পরীক্ষা করা উচিত কেন?
ক) সুস্থতা জানার জন্য
খ) একই রক্তগ্রুপ রাখার জন্য
গ) সঠিক Rh ফ্যাক্টর বজায় রাখার জন্য
ঘ) ভিন্ন রক্তগ্রুপ বজায় রাখার জন্য
১৮০. মানুষের রক্তকোষের কয় ধরনের অ্যান্টিজেন আছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
১৮১. কখন রক্তের শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি পায়?
ক) দেহ সুস্থ থাকা অবস্থায়
খ) জীবাণু দ্বারা আক্রান্ত হলে
গ) বিশ্রামকালে
ঘ) কঠোর পরিশ্রমের সময়
১৮২. দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে-
ক) রক্তরস
খ) লোহিত কণিকা
গ) শ্বেত কণিকা
ঘ) অণুচক্রিকা
১৮৩. হৃদপিন্ডের অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রেকলের সংকোচন ক্ষমতা লোপকে কী বলা হয়?
ক) হার্ট ব্লক
খ) হার্ট অ্যাটাক
গ) হার্ট ফেলিউর
ঘ) হার্ট উইক
১৮৪. অ্যানিমিয়া কেন হয়?
ক) লোহিত কণিকার সংখ্যা বেড়ে গেলে
খ) শ্বেত কণিকার সংখ্যা কমে গেলে
গ) অণুচক্রিকার সংখ্যা কমে গেলে
ঘ) হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে
১৮৫. অণুচক্রিকাকে ইংরেজিতে কী বলে?
ক) গ্রানুলোসাইট
খ) অ্যাগ্রানুলোসাইট
গ) থ্রম্বোসাইট
ঘ) প্লেইটলেট
১৮৬. শাহেদের রক্তের গ্রুপ বি। দুর্ঘটনায় তার রক্তের প্রয়োজন সে রক্ত গ্রহণ করতে পারে-
i. বি রক্ত গ্রুপের ব্যক্তি থেকে
ii. এবি রক্ত গ্রুপের ব্যক্তি থেকে
iii. ও রক্ত গ্রুপের ব্যক্তি থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮৭. কোন রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায়?
ক) নিউমোনিয়া
খ) জন্ডিস
গ) টাইফয়েড
ঘ) চর্মরোগ
১৮৮. হৃৎস্পন্দন পর পর সংঘটিত ঘটনার সমষ্টি-
ক) হার্ট অ্যাটাক
খ) কার্নিয়েক চক্র
গ) কার্ডিয়াক চক্র
ঘ) খাদ্য চক্র
১৮৯. হৃৎপিন্ড সংকুচিত হলে কোনটি ঘটে?
ক) রক্ত শিরাপথে হৃৎপিন্ড ফিরে আসে
খ) পালমোনারি শিরা বিশুদ্ধ রক্ত বহন করে
গ) পালমোনারি পথে সারা দেহে ছড়িয়ে পড়ে
ঘ) পালমোনারি ধমনি রক্তশূণ্য হয়
১৯০. ডান ভেন্ট্রিকল থেকে কোনটি উৎপত্তি হয়?
ক) অ্যাওর্টা
খ) অ্যাট্রিয়াম
গ) পালমোনারী ধমনি
ঘ) কৈশিক জালিকা
১৯১. রক্তকণিকার ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) রক্তরসে দ্রবীভূত থাকে
খ) রক্তকণিকা রক্তরস ধারণ করে
গ) সকল রক্তকণিকা অভিন্ন
ঘ) রক্তকণিকা রক্তরসে ভাসমান থাকে
১৯২. অ্যামিবার মতো আকার পরিবর্তনের সক্ষম কোনটি?
ক) রক্তরস
খ) শ্বেতরক্তকণিকা
গ) লোহিত রক্ত কণিকা
ঘ) অণুচক্রিকা
১৯৩. ধমনি ও শিরার সংযোগস্থল জালিকাকারে বিন্যস্ত হয়ে কোনটি গঠন করে?
ক) কৈশিক জালিকা
খ) পালমোনারি ধমনি
গ) রক্তরস
ঘ) পালমোনারি শিরা
১৯৪. কোনটির নিউক্লিয়াস বৃক্কাকার?
ক) এরিথ্রোসাইট
খ) থ্রম্বোসাইট
গ) মনোসাইট
ঘ) বেসোফিল
১৯৫. লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য-
i. হিমোগ্লোবিন নামজক রঞ্জক পদার্থ থাকে
ii. অক্সিজেন পরিবহন করে
iii. বিভজিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৯৬. হৃৎপিন্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কী বলে?
ক) ডায়াস্টোল
খ) সিস্টোল
গ) লাব
ঘ) ডাব
১৯৭. জৈব পদার্থের অর্ন্তভূক্ত কোনটি?
ক) লিম্ফোসাইট
খ) সিউট্রোফিল
গ) মোনোসাইট
ঘ) সিরাম ইউরিয়া
১৯৮. কোনটি দানাহীন শ্বেত রক্তকণিকা?
ক) নিউট্রোফিল
খ) ইওসিনোফিল
গ) বেসোফিল
ঘ) মনোসাইট
১৯৯. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘন মিলিমিটার লোহিত রক্ত কণিকার সংখ্যা কত?
ক) ৪.৫-৫.৫ লাখ
খ) ৩-৫ লাখ
গ) ৮০-৯০ লাখ
ঘ) ৪-৫ লাখ
২০০. রক্তের তরল অংশকে কী বলে?
ক) শ্বেতকণিকা
খ) অণুচক্রিকা
গ) প্লাজমা
ঘ) পানি
২০১. পালস রেট ৬০ এর কম হয় কোন রোগের ক্ষেত্রে?
ক) নিউমোনিয়া
খ) হুপিং কাশি
গ) ক্যান্সার
ঘ) জন্ডিস
২০২. হিমোগ্লোবিনে কোন মৌলটি বিদ্যমান?
ক) লৌহ
খ) সোডিয়াম
গ) ম্যাগনেসিয়াম
ঘ) পারদ
২০৩. মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা কোন আকৃতির?
ক) দ্বি-উত্তল চাকতি
খ) দ্বি-অবতল চাকতি
গ) উত্তলাবতল চাকতি
ঘ) হেপাটোসইট
২০৪. কোনটি হেপারিন নিঃসৃত করে?
ক) বেসোফিল
খ) মনোসাইট
গ) ইওসিনোফিল
ঘ) নিউট্রোফিল
২০৫. হিস্টাসিন নিঃসৃত করে-
i. নিউট্রোফিল
ii. ইওসিনোফিল
iii. বেসোফিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২০৬. থ্যালসিমিয়া রোগীকে প্রতি কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
ক) দুই মাস
খ) তিন মাস
গ) চার মাস
ঘ) ছয় মাস
২০৭. বিশ্রামে ছোটদের পলিস রেট কত?
ক) ৬০-১০০/মি.
খ) ৮০-১০/মি.
গ) ১০০-১৪০/মি.
ঘ) ১০০-১২০/মি.
২০৮. প্লেগ রোগ সৃষ্টির কারণ-
ক) অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়া
খ) অণুচক্রিকার সংখ্যা বেড়ে যাওয়া
গ) শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যাওয়া
ঘ) লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়া
২০৯. সুমীর বাবার রক্তের গ্রুপ এবি। অসুস্থ অবস্থায় প্রয়োজন তাকে প্রয়োগ করা যাবে-
i. এ,বি গ্রুপের রক্ত
ii. এবি গ্রুপের রক্ত
iii. ও গ্রুপের রক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১০. কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়-
ক) উপশিরা
খ) মহাশিরা
গ) ধমনি
ঘ) শাখা ধমনি
২১১. রক্ত চাপ নির্ণয়ের যন্ত্র-
ক) স্টেথোস্কোপ
খ) স্ফিগমোম্যানোমিটার
গ) ব্যারোমিটার
ঘ) ল্যাকটোমিটার
২১২. বহিরাগত যে প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে সেই প্রোটিনকে কী বলে?
ক) অ্যান্টিজেন
খ) সিরাম
গ) রক্তরস
ঘ) পাজমা
২১৩. রক্তরসের কাজ হলো-
ক) অম্লের পরিমাণ বৃদ্ধি করা
খ) ক্ষারের পরিমাণ কমিয়ে ফেলা
গ) অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট করা
ঘ) অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করা
২১৪. লোহিত রক্ত কণিকাগুলো উৎপন্ন হয় কেথায়?
ক) অস্থিমজ্জায়
খ) হৃৎপিন্ডে
গ) ফুসফুসে
ঘ) রক্তরসে
২১৫. প্লাজমা হতে সিরামের পার্থক্যকারী বৈশিষ্ট্য-
i. রং হলুদ
ii. রক্তরসে কণিকা থাকে
iii. সিরামে রক্তকণিকা অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৬. কত সালে ডা. কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ প্রবর্তন করেন?
ক) ১৮০০
খ) ১৮৫০
গ) ১৯০০
ঘ) ১৯৫০
২১৭. রক্তের সাধারণ কাজ হলো-
i. নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থকে বৃক্কে পডরিবণ করা
ii. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা
iii. ফুসফুস থেকে টিস্যুকোষে অক্সিজেন পরিবহণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১৮. একজন রোগীর রক্তের গ্রুপ এ। তার রক্তের প্রয়োজন। সে নিম্নের কোন গ্রুপের রক্ত গ্রহণ করবে?
ক) বি+
খ) ও
গ) এবি
ঘ) বি-
২১৯. কোন কোষে হিমোগ্লোবিন থাকে?
ক) লিউকোসাইট
খ) থ্রম্বোসাইট
গ) এরিথ্রোসাইট
ঘ) হেপাটোসাইট
২২০. দানাহীন শ্বেত রক্তকণিকাকে কী বলা হয়?
ক) গ্রানুলোসাইট
খ) অ্যাগ্রানুলোসাইট
গ) উত্তসাইট
ঘ) হেপাটোসাইট
২২১. রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য-
i. সুষম খাদ্য গ্রহণ করতে হবে
ii. চর্বিযুক্ত খাদ্য বর্জন করতে হবে
iii. অতিরিক্ত লবণ খেতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২২২. সর্বজনীন দাতা গ্রুপ কোনটি?
ক) এ
খ) বি
গ) ও
ঘ) এবি
২২৩. রক্তে অ্যান্টিজেন আবিষ্কার করেন কে?
ক) মাইকেল এডানসন
খ) থমাস হান্ট মর্গান
গ) কার্ল ল্যান্ডস্টেইনার
ঘ) ওয়ালথার ফ্লেমিং
২২৪. লিম্ফোসাইট কোথায় তৈরি হয়?
ক) অস্থিমজ্জায়
খ) পেশীতে
গ) টনসিলে
ঘ) যকৃতে
২২৫. হৃৎপিন্ডের পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তরবিশিষ্ট?
ক) একস্তর
খ) দ্বিস্তর
গ) ত্রিস্তর
ঘ) চার স্তর
২২৬. স্টেথোস্কোপের সাহায্য শোনা হৃদস্পন্দনের শব্দকে বলা হয়-
ক) হৃদস্পন্দন
খ) হার্ট-বিট
গ) হার্ট-অ্যাটাক
ঘ) হার্ট সাউন্ড
২২৭. লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়াকে কী বলে?
ক) অ্যানিমিয়া
খ) লিউকোমিয়া
গ) পলিসাইথিমিয়া
ঘ) লিউকোসাইটোসিস
২২৮. শ্বেত রক্তকণিকার গড় আয়ু-
ক) ১-৫ দিন
খ) ১-১০ দিন
গ) ১-১৫ দিন
ঘ) ১-২০ দিন
২২৯. রক্তকে রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয় কোনটি?
ক) হেপারিন
খ) হিস্টারিন
গ) অ্যান্টিবডি
ঘ) এনজাইম
২৩০. রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তাকে কী বলে?
ক) লিউকেমিয়া
খ) অ্যানিমিয়া
গ) ডায়াবেটিস
ঘ) পারপুরা
২৩১. ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য পালস রেট বাড়ে-
ক) ১০/মি.
খ) ১৫/মি.
গ) ২০/মি.
ঘ) ২৫/মি.
২৩২. ধমনি পরিবহন করে-
ক) বিশুদ্ধ রক্ত
খ) দূষিত রক্ত
গ) বর্জ্য পদার্থ
ঘ) রক্তরস
২৩৩. হৃদপিন্ডের করোনারি রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধাকে কী বলে?
ক) আটারিওস্কেলেরোসিস
খ) করোনারি থ্রম্বোসিস
গ) সেরিব্রাল থ্রম্বোসিস
ঘ) মধুমেহ
২৩৪. সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃদপিন্ডে ফিসে আসে?
ক) অক্সিজেনসমৃদ্ধ রক্ত
খ) নাইট্রোজেনসমৃদ্ধ রক্ত
গ) ক্যালসিয়ামসমৃদ্ধ রক্ত
ঘ) কার্বন ডাইঅক্সাইডসমৃদ্ধ রক্ত
২৩৫. কবিরের রক্তের গ্রুপ এ হলে তার রক্তে কোন অ্যান্টিজেন থাকবে?
ক) এ
খ) এ, বি
গ) এ
ঘ) কোনো অ্যান্টিজেন থাকবে না
২৩৬. থ্যালসিমিয়া রোগটি সাধারণত কখন শনাক্ত হয়?
ক) ভ্রুণ অবস্থায়
খ) শিশু অবস্থায়
গ) পূর্ণাঙ্গ অবস্থায়
ঘ) মৃত্যুর পূর্বে
২৩৭. রক্ত বাহিকার ভেতরে রক্তকে জমাট বার্ধতে বাধা দেয় কোনটি?
ক) নিউট্রোফিল
খ) বেসোফিল
গ) ইওসিনোফিল
ঘ) মনোসাইট
২৩৮. অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত পদার্তের নাম কী?
ক) কোলেস্টেরল
খ) অ্যামোনিয়া
গ) ইউরিক এসিড
ঘ) হরমোন
২৩৯. রক্ত সংবহন তন্ত্রের অংশসমুহ-
i. রক্ত
ii. হৃদপিন্ড
iii. রক্ত বাহিকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪০. ও গ্রুপের রক্ত জমাট বাঁধিয়ে দেয়-
i. এ বি গ্রুপের রক্তকে
ii. বি গ্রুপের রক্তকে
iii. এ গ্রুপের রক্তকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪১. কোনটির সংকোচন ও প্রসারণ সারাদেহে রক্ত সঞ্চালন ঘটায়?
ক) হৃৎপিন্ড
খ) ধমনি
গ) শিরা
ঘ) ফুসফুস
২৪২. হৃৎপিন্ডের স্পন্দকে কী বলে?
ক) হার্ট বিট
খ) হার্ট অ্যাটাক
গ) হার্ট ফেইলিউর
ঘ) ইসিজি
২৪৩. ধমনি শাখা-প্রশাখার বিভক্ত হয়ে কী গঠন করে?
ক) অ্যার্টোরিওল
খ) অ্যাওর্টা
গ) অ্যাট্রিয়াম
ঘ) কৈশিক জালিকা
২৪৪. কোন যন্ত্রের সাহায্য হার্টবিট অনুভব করা যায়?
ক) স্টেথোস্কোপ
খ) স্ফিগমোম্যানোমিটার
গ) অলটিমিটার
ঘ) গ্যালভানোমিটার
২৪৫. একটি হৃদস্পন্দন সম্পন্ন হতে কত সেকেন্ড সময় লাগে?
ক) ০.৫
খ) ০.৬
গ) ০.৭
ঘ) ০.৮
২৪৬. নিচের কোন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে?
ক) বেসোফিল
খ) ইওসিনোফিল
গ) নিউট্রোফিল
ঘ) লিম্ফোসাইট
২৪৭. হৃদপিন্ড বেষ্টনকারী পর্দার নাম কী?
ক) পেরিকার্ডিয়াম
খ) অ্যাট্রিয়াম
গ) ভেন্ট্রিকল
ঘ) ভেনক্যাভা
২৪৮. ভেন্ট্রিকলের সিস্টোল অবস্থায় কোনটি ঘটে?
ক) বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে
খ) ট্রাইকাসপিড কপাটিকা খোলা থাকে
গ) সেমিলুনার কপাটিকা বন্ধ থাকে
ঘ) সেমিলুনার কপাটিকা খোলা থাকে
২৪৯. নিচের কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে?
ক) এরিথ্রোসাইট
খ) থ্রম্বোসাইট
গ) লিউকোসাইট
ঘ) মনোসাইট
২৫০. হৃৎপিন্ডকে সংকোচনে সাহায্য করে-
ক) অ্যাট্রিয়াম
খ) ভেন্ট্রেকল
গ) অ্যাওর্টা
ঘ) পেরিকার্ডিয়াল ফ্লুইড
২৫১. রক্তরস-বর্ণের?
ক) লাল
খ) হলুদ
গ) কমলা
ঘ) গোলাপী
২৫২. একজন সুস্থ মানুষের রক্তে কী পরিমাণ বিলিরুবিন থাকে?
ক) ১৫-১০ mg/dl
খ) ০.২-১ mg/dl
গ) ০.৫-১.৫ mg/dl
ঘ) ০-২০০ mg/dl
২৫৩. কার্ডিয়াক চক্রের ধাপ কয়টি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
২৫৪. নিচের কোনটির নির্দিষ্ট আকার নেই?
ক) লোহিত কণিকা
খ) শ্বেত কণিকা
গ) অণুচক্রিকা
ঘ) হৃদপিন্ড
২৫৫. অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে-
ক) ধমনি ও পালমোনারি ধমনি
খ) শিরা ও পালমোনারি শিরা
গ) ধমনি ও পালমোনারি শিরা
ঘ) শিরা ও ধমনি
২৫৬. রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা-
ক) ১০-৪০ mg/dl
খ) ৪০-৮০ mg/dl
গ) ৮০-১২০ mg/dl
ঘ) ১২০-১৪০ mg/dl
২৫৭. হৃদপেশির ক্রিয়া পদ্ধতি লিপিব্ধ করার যন্ত্রকে কী বলে?
ক) ইসিজি
খ) ব্যারোমিটার
গ) থার্মোমিটার
ঘ) ল্যাকটোমিটার
২৫৮. অক্সিজেনসমৃদ্ধ রক্ত পরিবহন করে-
i. পালমোনারি শিরা
ii. অ্যাটেরিওল
iii. সাবক্লোভিয়ান শিরা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫৯. শ্বেত কণিকার কাজ কোনটি?
ক) এলার্জি প্রতিরোধ করা
খ) আয়রনের সমতা রক্ষা করা
গ) রক্তক্ষরণ রোধ করা
ঘ) অম্ল-ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করা
২৬০. কোনটির অবস্থান লোহিত কণিকার প্লাজমা পর্দার বাইরে?
ক) অ্যান্টিবডির
খ) অ্যান্টিজেনের
গ) সিরামের
ঘ) অ্যাগ্লুটিনিনের
২৬১. কোন যৌগে গঠনের মাধ্যমে রক্ত অক্সিজেন পরিবহন করে?
ক) অক্সিগ্লোবিন
খ) অক্সিহিমোগ্লোবিন
গ) হিমোক্সিজেন
ঘ) হিমোক্সিন
২৬২. কোলেস্টেরলের পরিমাণ কোথায় বেশি থাকে?
ক) বৃক্কে
খ) পাকস্থলীতে
গ) যকৃতে
ঘ) হৃদপিন্ডে
২৬৩. গ্লুকোজ কোন ধরনের জৈব পদার্থ?
ক) খাদ্যসার
খ) রেচন পদার্থ
গ) ইউরিক পদার্থ
ঘ) হরমোন
২৬৪. সুমনের রক্তের গ্রুপ O হলে তার রক্তে কোন অ্যান্টিজেন উপস্থিত?
ক) এ
খ) বি
গ) এ ও বি উভয়ই
ঘ) কোনটিই নয়
২৬৫. কোনটি রক্তরসের কাজ?
ক) স্বাস্থ্য ভাল রাখে
খ) রক্তে অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে
গ) দেহের ভারসাম্য রক্ষা করে
ঘ) দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে
২৬৬. উর্ধ্ব ও নিম্ন মহাশিরা কেথায় প্রবেশ করে?
ক) বাম অ্যাট্রিয়াম
খ) ডান ভেন্ট্রিকলে
গ) ডান অ্যাট্রিয়ামে
ঘ) বাম ভেন্ট্রেকলে
২৬৭. রক্ত চাপ নির্ণয়ে যন্ত্র-
ক) স্টেথোস্কোপ
খ) স্ফিগমোম্যানোমিটার
গ) ব্যারোমিটার
ঘ) ল্যাকটোমিটার
২৬৮. কৈশিক জালিকা কী দিয়ে গঠিত?
ক) পেরিকার্ডিয়াম
খ) হাইপোথেলিয়াম
গ) এন্ডোথেলিয়াম
ঘ) এপিথেলিয়াম
২৬৯. পালস রেট দ্বারা নির্ণয় সম্ভব কোনটি?
ক) যকৃতের সমস্যা
খ) বৃক্ষের সমস্যা
গ) হৃদপিন্ডের সমস্যা
ঘ) পাকস্থলীর সমস্যা
২৭০. কোনটির লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস অনুপস্থিতি?
ক) মানুষ
খ) ব্যাঙ
গ) পাখি
ঘ) সাপ
২৭১. প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তে প্রতি ঘনিমিলিটারে অণুচক্রিকার সংখ্যা-
ক) ১,৫০,০০০-৪,০০,০০০
খ) ৪,০০০-১০,০০০
গ) ৯০,০০০-১,২০,০০০
ঘ) ৫০,০০০-৭৬,০০০
২৭২. বাম ভেন্ট্রিকল থেকে কোনটির উৎপত্তি হয়েছে?
ক) সুপিরিয়র ভেনাক্যাভা
খ) ইনফিরিয়ার ভেনাক্যাভা
গ) পালমোনারি শিরা
ঘ) অ্যাওর্টা
২৭৩. শ্বেত রক্তকণিকা নামকরণ করা হয়েছে কেন?
ক) হিমোগ্লোবিনবিহীন হওয়ার কারণে
খ) হিমোগ্লোবিনযুক্ত হওয়ার কারণে
গ) নিউক্লিয়াসযুক্ত হওয়ার কারণে
ঘ) নিউক্লিয়াসবিহীন হওয়ার কারণে
২৭৪. এ গ্রুপের রক্তের অধিকারী মানুষ-
ক) ৩%
খ) ৯%
গ) ৪২%
ঘ) ৪৬%
২৭৫. ফাইব্রিন এক ধরনের-
ক) দ্রবণীয় প্রোটিন
খ) অদ্রবণীয় প্রোটিন
গ) কোলেস্টেরল
ঘ) আয়ন
২৭৬. রক্তের কণিকাগুলো প্রধানত কয় ধরনের?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
২৭৭. কৈশিক জালিকা কী?
ক) শিরা
খ) ধমনী
গ) হৃদপিন্ড
ঘ) ধমনী ও শিরার সংযোগস্থল
২৭৮. ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংস করে-
i. নিউট্রোফিল
ii. বোসিফিল
iii. মনোসাইট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭৯. ভেন্ট্রেকলকে বাংলায় কী বলে?
ক) অলিন্দ
খ) ধমনি
গ) নিলয়
ঘ) শিরা
২৮০. কোনটি বংশগত রক্তের রোগ?
ক) লিউকেমিয়া
খ) অ্যানিমিয়া
গ) পলিসাইথিমিয়া
ঘ) থ্যালাসিমিয়া
২৮১. উচ্চ রক্তচাপের ফলে হতে পারে-
i. প্যারালাইসিস
ii. ফুসফুসের ক্যান্সার
iii. দৃষ্টিশক্তির ব্যাঘাত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৮২. পালমোনারি শিরা যুক্ত থাকে কোনটির সাথে?
ক) ডান অ্যাট্রিয়াম
খ) বাম অ্যাট্রিয়াম
গ) ডান ভেন্ট্রিকল
ঘ) বাম ভেন্ট্রিকল
২৮৩. কোন রোগে নির্দিষ্ট সময় অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
ক) পারপুরা
খ) থ্রম্বোসাইটোসিস
গ) থ্যালসিমিয়া
ঘ) লিউকোমিয়া
২৮৪. কোনটির প্রাচীর পুরু?
ক) ধমনির
খ) শিরার
গ) কৈশিক জালিকার
ঘ) রক্তকণিকার
২৮৫. ঘন ঘন প্রস্রাব কোন রোগের বৈশিষ্ট্য?
ক) ডায়াবেটিস
খ) হার্ট অ্যাটাক
গ) হার্ট ব্লক
ঘ) উচ্চ রক্তচাপ
২৮৬. সুপিরিয়র ও ইনফিরিয়র ভেনাক্যাভা যুক্ত থাকে কোনটির সাথে?
ক) ডান অ্যাট্রিয়াম
খ) বাম অ্যাট্রিয়াম
গ) ডান ভেন্ট্রিকল
ঘ) বাম ভেন্ট্রেকল
২৮৭. রক্তে রক্তরসের পরিমাণ শতকরা-
ক) ৫৪%
খ) ৫৫%
গ) ৪৪%
ঘ) ৪৫%
২৮৮. Rh- রক্তবিশিষ্ট ব্যক্তির রক্তে দুইবার Rh+ বিশিষ্ট রক্ত দিলে দ্বিতীয়বার কোনটি ঘটে?
ক) লোহিত রক্তকণিকা পিন্ডে পরিণত হয়
খ) গ্রহীতার রক্ত স্বাভাবিক থাকে
গ) অ্যান্টি Rh ফ্যাক্টর উৎপন্ন হয়
ঘ) অ্যান্টি Rh ফ্যাক্টর নষ্ট হয়ে যায়
২৮৯. হৃদপিন্ডের ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ হলো-
ক) হার্ট ব্লক
খ) হার্ট অ্যাটাক
গ) হার্ট ফেলিউর
ঘ) হাইপার টেনশন
২৯০. লোহিত রক্তকণিকার বর্ণ কী হয়?
ক) হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য
খ) নিউক্লিয়াসবিহীন বলে
গ) অস্থিমজ্জা হতে উৎপন্ন হয় বলে
ঘ) অক্সিজেন পরিবহণে সক্ষম বলে
২৯১. Rh + Ve অ্যান্টিজেনের প্রভাবে উৎপন্ন অ্যান্টিবডিকে কী বলে?
ক) অ্যান্টি Rh ফ্যাক্টর
খ) অ্যান্টি পজিটিভ
গ) অ্যান্টি নেগেটিভ
ঘ) অ্যান্টি এ
২৯২. রক্তে কণিকার পরিমাণ কতটুকু?
ক) ৪০%
খ) ৫০%
গ) ৫৫%
ঘ) ৬০
২৯৩. ডায়াবেটিস রোগের লক্ষণগুলো হলো-
i. চোখে ঝাপসা দেখা
ii. চামড়া শুকিয়ে যাওয়া
iii. ঘন ঘন প্রসাব হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯৪. ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে-
i. যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করে
ii. যাদের ওজন বেশি এবং শরীর মেদবহুল
iii. দীর্ঘদিন যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯৫. প্রাণিদেহের রক্ত এক ধরনের-
i. লালবর্ণের অস্বচ্ছ পদার্থ
ii. আন্তঃকোষীর লবণাক্ত পদার্থ
iii. ক্ষারধর্মী তরল যোজক টিস্যু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৯৬. কোন রোগটি মানুষের অটোজোমে অবস্থিত-প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে?
ক) পারপুরা
খ) লিউকোমিয়া
গ) থ্যালসিমিয়া
ঘ) অ্যানিমিয়া
২৯৭. হাতের কবজিতে হৃৎস্পন্দন-
i. মিনিটে গণনা করা হয়
ii. ডাব
iii. পালস নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯৮. ভেন্ট্রিকল রক্তপূর্ণ হলে সেগুলো - হয়।
ক) সংকুচিত
খ) প্রসারিত
গ) স্থির
ঘ) স্পন্দিত
২৯৯. অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
ক) ৫-১০
খ) ১০-১৫
গ) ১৫-২০
ঘ) ২০-২৫
৩০০. ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়-
i. ওষুধ সেবন
ii. খাদ্য নিয়ন্ত্রণ
iii. ব্যায়াম বর্জন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০১. অ্যান্টিবডির অপর নাম হলো-
ক) অ্যাগ্লুটিনোজেন
খ) অ্যাগ্লুটিনিন
গ) নিউট্রোফিল
ঘ) বেসোফিল
৩০২. অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রিকলের সংকোচ ক্ষমতা লোপ পাওয়াকে কী বলে?
ক) হার্টব্লক
খ) হার্ট ফেইলিউর
গ) হার্ট অ্যাটাক
ঘ) হার্টসাউন্ড
৩০৩. কোন শ্বেত রক্তকণিকা সর্বাপেক্ষা কম পরিমানে থাকে?
ক) নিউট্রোফিল
খ) ইওসিনোফিল
গ) মনোসাইট
ঘ) বেসোফিল
৩০৪. শিশুদের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
ক) ৬০-৭০ লক্ষ
খ) ৬৫-৭৫ লক্ষ
গ) ৭০-৮০ লক্ষ
ঘ) ৮০-৯০ লক্ষ
৩০৫. রেসাস ফ্যাক্টরের সংকেত কী?
ক) Rh
খ) RH
গ) rh
ঘ) rH
৩০৬. বড় নিউক্লিয়াস যুক্ত ছোট দানাহীন শ্বেত কণিকার নাম কী?
ক) লিম্ফোসাইট
খ) মনোসাইট
গ) বেসোফিল
ঘ) প্লেইট লেট
৩০৭. রক্তে রক্তরসের পরিমাণ কতটুকু?
ক) ৪৫%
খ) ৫০%
গ) ৫৫%
ঘ) ৬০%
৩০৮. শিশুদের দেহের লোহিত কণিকার সংখ্যা-
ক) ৫০-৬০
খ) ৬০-৭০
গ) ৭০-৮০
ঘ) ৮০-৯০
৩০৯. একজন মানুষের রক্তের গ্রুপ এ হলে রক্তে কোনটি থাকবে?
ক) এ অ্যান্টিজেন
খ) বি অ্যান্টিজেন
গ) এ অ্যান্টিবডি
ঘ) ও অ্যান্টিবডি
৩১০. ডায়াবেটিস রোগের লক্ষণ-
i. ঘন ঘন প্রস্রাব হওয়া
ii. চামড়া শুকিয়ে যাওয়া
iii. ক্ষুধামন্দা হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১১. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে-
i. মনোসাইট
ii. বেসোফিল
iii. নিউট্রোফিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১২. পূর্ণবয়স্ক পুরুষ দেহে প্রতিঘন মিলিমিটার রক্তে লোহিত কনিকার সংখ্যা-
ক) ৮০-৯০ লাখ
খ) ৪-৫ লাখ
গ) ৬০-৭০ লাখ
ঘ) ৪.৫-৫.৫ লাখ
৩১৩. দুই ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় কোন গ্রুপের রক্তে?
ক) A
খ) B
গ) AB
ঘ) O
৩১৪. রক্তে কোনটির আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়?
ক) কোলেস্টেরল
খ) গ্লুকোজ
গ) অ্যামিনো এসিড
ঘ) গ্লিসারল
৩১৫. হৃৎপিন্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কী বলে?
ক) সিস্টোল
খ) ডায়াস্টোল
গ) অ্যাট্রিয়াস
ঘ) ভেন্ট্রিকল
৩১৬. কত শতাংশ মানুষের রক্তের গ্রুপ এবি?
ক) ৯%
খ) ৩%
গ) ৪২%
ঘ) ৪৬%
৩১৭. ডায়াবেটিস রোগের লক্ষণ-
i. ওজন বেড়ে যাওয়া
ii. ঘন ঘন প্রস্রাব হওয়া
iii. দেরিতে ক্ষত শুকানো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩১৮. রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে?
ক) লোহিত রক্তকণিকা
খ) রক্তরস
গ) শ্বেতরক্তকণিকা
ঘ) অণুচক্রিকা
৩১৯. প্রতি মিনিটে পালসের গতি ৬০ এর কম হয় কখন?
ক) জন্ডিস হলে
খ) জ্বর হলে
গ) পরিশ্রম হলে
ঘ) ভয় পেলে
৩২০. কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়?
ক) প্লীহা ও যকৃতে
খ) যকৃত ও মগজে
গ) কিডনী ও পেশীতে
ঘ) রক্ত ও পেশীতে
৩২১. পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায়-
ক) এক লক্ষ
খ) দেড় লক্ষ
গ) দুই লক্ষ
ঘ) আড়াই লক্ষ
৩২২. রক্তনালির ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলে?
ক) থ্রম্বোসিস
খ) থ্রম্বোসাইটোসিস
গ) লিউকোসাইটোসিস
ঘ) সাইটোলাইসিস
৩২৩. রক্তরস বা প্লাজমার জৈব পদার্থ হলো-
i. গ্লুকোজ, অ্যামিনো এসিড
ii. ফাইব্রিনোজেন, অ্যালবুমিন
iii. ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২৪. হাইপার টেনশনজনিত রোগ কোনটি?
ক) ক্যান্সার
খ) হুপিং কাশি
গ) স্ট্রোক
ঘ) থ্যালাসিমিয়া
৩২৫. কোনটি দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ড প্রবেশ করে?
ক) পালমোনারি ধমনি
খ) পালমোনারি শিরা
গ) অ্যাওর্টা
ঘ) ভেনাক্যাভা
৩২৬. থ্যালসিমিয়ার প্রধান কারণ কী?
ক) রক্তশূণ্যতা
খ) অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি
গ) শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি
ঘ) অণুচক্রিকার সংখ্যা হ্রাস
৩২৭. মানব ভ্রূণে বিদ্যমান লোহিত রক্ত কণিকার সংখ্যা কত?
ক) ৪-৫ লাখ
খ) ৪.৫-৫.৫ লাখ
গ) ৬০-৭০ লাখ
ঘ) ৮০-৯০ লাখ
৩২৮. শ্বেত কণিকার সংখ্যা বেড়ে কত হলে তাকে ব্লাড ক্যান্সার বলে?
ক) ৪০,০০০-৮০,০০০
খ) ৫০,০০০-১,০০,০০০
গ) ৩৫,০০০-৭২,০০০
ঘ) ৪০,০০০-৯০,০০০
৩২৯. মানুষের লোহিত রক্তকণিকার আয়ু-
ক) ৪ মাস
খ) ৫ মাস
গ) ৬ মাস
ঘ) ৭ মাস
৩৩০. ও গ্রুপের রক্তের অধিকারী মানুষ-
ক) ৩%
খ) ৯%
গ) ৪২%
ঘ) ৪৬%
৩৩১. থ্যালসিমিয়া রোগে রোগীকে কত মাস অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়?
ক) ২ মাস
খ) ৩ মাস
গ) ৪ মাস
ঘ) ৫ মাস
৩৩২. প্রোটিনধর্মী জৈব পদার্থগুলো হলো-
i. গ্লুকোজ
ii. অ্যালবুমিন
iii. প্রোথ্রম্বিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৩৩. হৃদপেশির ক্রিয়া পদ্ধতি লিপিদ্ধ করার যন্ত্রকে কী বলে?
ক) ECG
খ) ব্যারোমিটার
গ) থার্মোমিটার
ঘ) ল্যাকটোমিটার
অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
পলির বাবা আজকাল সামান্য পরিশ্রমে বেশ ক্লান্তি ও দুর্বলতা বোধ করেন। তাঁর ঘন ঘন প্রস্রাব হয়। যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাচ্ছে। তাই তিনি ডাক্তারের পরামর্শ নিলেন।
৩৩৪. পলির বাবার কোন রোগের লক্ষণ দেখা দিয়েছে?
ক) উচ্চ রক্তচাপ
খ) ডায়াবেটিস
গ) প্লেগ
ঘ) থ্যালসিমিয়া
৩৩৫. পলির বাবা কীভাবে রোগটি নিয়ন্ত্রণে রাখতে পারেন?
ক) নিয়মিত ব্যায়াম করে
খ) চর্বিযুক্ত খাবার খেয়ে
গ) ১০-১২ ঘন্টা ঘুমিয়ে
ঘ) স্টেরয়েড ওষুধ সেবন করে
No comments:
Post a Comment