অধ্যায় - ৩ পদার্থের গঠন
১. নিচের কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান?
ক) Ca2+
খ) AI3+
গ) F-
ঘ) Mg2+
২. প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীকের উদাহরণ কোনটি?
ক) AI
খ) Br
গ) CI
ঘ) Na
৩. ভর সংখ্যাকে ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়?
ক) Z
খ) B
গ) A
ঘ) M
৪. কোনটি ল্যাটিন নাম থেকে প্রতীক নেয়া?
ক) Na
খ) Ca
গ) Mg
ঘ) AI
৫. ক্যালসিয়ামের কোন শক্তিস্তরে 2টি ইলেকট্রন থাকে?
ক) K ও L
খ) L ও M
গ) M ও N
ঘ) K ও N
৬. কোন মৌলের পরমাণুতে a টি প্রোটন, b টি ইলেকট্রন ও c টি নিউট্রন বিদ্যমান। ঐ মৌলের পরমানুর ভর সংখ্যা কত?
ক) a+b
খ) a+c
গ) b+c
ঘ) a+b+c
৭. S2-আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,6
খ) 2,8,8
গ) 2,8,14,2
ঘ) 2,8,8
৮. প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীক-
i. CI
ii. Zn
iii. Br
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৯. প্রথম শেলের ক্ষেত্রে-
i. ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি
ii. K দ্বারা সূচিত করা হয়
iii. ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১০. রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা হলো-
i. এ মডেলে বর্ণালী গঠনের ব্যাখ্যা আছে
ii. একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের পরিক্রমন কৌশল এ মডেলে নেই
iii. আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোন সুনির্দিষ্ট ধারণা নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১১. বোর মডেলে কোনটি বলা হয়েছে?
ক) ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে স্থায়ীভাবে অবস্থান করে
খ) ইলেকট্রন নির্দিষ্ট শক্তি শোষণ করে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে উন্নীত হয়
গ) ইলেকট্রন নির্দিষ্ট শক্তি শৌষণ করে উচ্চ শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে অবনমিত হয়
ঘ) ইলেকট্রন নির্দিষ্ট শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তিস্তরে উপনীত হয়
১২. কোন শেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ
১৩. পরমাণুর f উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
ক) 6
খ) 14
গ) 10
ঘ) 2
১৪. তিন বর্ণের প্রতীক-
i. Uus
ii. uln
iii. Uup
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১৫. রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে-
i. পরমাণুর নিউক্লিয়াস সকল ভর বহন করে
ii. পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কারণ এতে সমানসংখ্যক ইলেকট্রন ও নিউট্রন আছে
iii. ইলেকট্রনসমূহ সর্বদা নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১৬. ডাল্টনের পরমাণুবাদ-
i. আধুনিক রসায়নের ভিত্তি
ii. পরমাণুসমূহ বিভাজ্য নয়
iii. যে সূক্ষ্মকণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১৭. হাইড্রোজেনের আইসোটোপ-
i. হাইড্রোজেন ও এর ভর সংখ্যা ভিন্ন
ii. অভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট
iii. ট্রিটিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১৮. একটি মৌলের পারমাণবিক সংখ্যা 38। পর্যায় সারাণীতে তার অবস্থান কোথায়?
ক) ৫ম পর্যায়ে IA শ্রেণীতে
খ) ৫ম পর্যায়ে IIA শ্রেণীতে
গ) ৫ম পর্যায়ে AI শ্রেণীতে
ঘ) ৫ম পর্যায়ে IIIA শ্রেণীতে
১৯. 2,8,18,8 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি পর্যায় সারণির কোন পর্যায়ে ও শ্রেণীতে অবস্থিত?
ক) পর্যায় 3, গ্রুপ IIA
খ) পর্যায় 3, গ্রুপ 0
গ) পর্যায় 4, গ্রুপIIA
ঘ) পর্যায়ে 4, গ্রুপ 0
২০. পরমাণুতে স্থায়ী কণিকার সংখ্যা কতটি?
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
২১. রাদারফোর্ড কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
ক) 1912
খ) 1913
গ) 1911
ঘ) 1910
২২. ভারী পানি এবং পানিতে বিদ্যমান হাইড্রোজেন আইসোটোপের পারমাণবিক সংখ্যার অনুপাত কত?
ক) 1:2
খ) 2:1
গ) 1:1
ঘ) 2:3
২৩. এর নিউক্লিয়ন সংখ্যা কত?
ক) 92
খ) 143
গ) 235
ঘ) 327
২৪. কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক) 131I
খ) 125I
গ) 32P
ঘ) 153Sm
২৫. একটি ইলেকট্রন একটি প্রোটন থেকে কতগুণ হালকা?
ক) 1839
খ) 1819
গ) 1840
ঘ) 1901
২৬. ক্লোরিনের একটি পরমাণুতে কতটি প্রোটন আছে?
ক) 8 টি
খ) 12 টি
গ) 14 টি
ঘ) 17 টি
২৭. হাঁড়ের ব্যথার চিকিৎসায় ব্যবহার করা হয়?
ক) 60Co
খ) 99Tc
গ) 125I
ঘ) 87Sr
২৮. Lead প্রতীক কী?
ক) Ld
খ) Le
গ) Pb
ঘ) Pm
২৯. খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোনটি দ্বারা?
ক) 60Cr
খ) 60Co
গ) 32P
ঘ) 235U
৩০. ডাল্টনের পরমাণুবাদ-
i. আধুনিক রসায়নের ভিত্তি
ii. অনুসারে পরমাণুসমূহ বিভাজ্য নয়
iii. অনুসারে সূক্ষ্মকণা দ্বারা গঠিত পরমাণু মৌলিক কণিকা বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৩১. কোনটি Na+ এর ইলেকট্রন বিন্যাস?
ক) 2,8,1
খ) 2,8,2
গ) 2,8
ঘ) 2,8,7
৩২. Ununbiun এর প্রতীক কী?
ক) Ulun
খ) Unn
গ) Unb
ঘ) Uub
৩৩. কোনো মৌলের পারমাণবিক ভর সংখ্যা 12 হলে
i. প্রোটন সংখ্যা 6+ নিউট্রন সংখ্যা 6
ii. পারমাণবিক সংখ্যা 6+ নিউট্রন সংখ্যা 6
iii. প্রোটন সংখ্যা 9+ নিউট্রন সংখ্যা 3
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৩৪. পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি?
ক) প্রোটন
খ) নিউট্রন
গ) ইলেকট্রন
ঘ) নিউক্লিয়াস
৩৫. ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত?
ক) 100
খ) 106
গ) 110
ঘ) 120
৩৬. K(19) এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,8,1
খ) 2,8,7,2
গ) 2,7,7,3
ঘ) 2,8,80,1
৩৭. Kalium কীসের ল্যাটিন নাম?
ক) কপার
খ) সোডিয়াম
গ) ফোবিয়াম
ঘ) পটাসিয়াম
৩৮. উল্লিখিত মৌল দ্বারা কোন যৌগটির গঠন সম্ভব?
ক) MgBr2
খ) MgCI2
গ) NaF
ঘ) AICI3
৩৯. রাদারফোর্ড পরমাণু কেন্দ্রের কী নামকরণ করেন?
ক) নিউট্রন
খ) মৌলিক কেন্দ্র
গ) নিউক্লিয়াস
ঘ) ভরকেন্দ্র
৪০. নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন-
i. নিউট্রনের সমষ্টি হলো নিউক্লিয়ন সংখ্যা
ii. সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা
iii. নিউট্রনের ভরকে বলে পারমাণবিক ভর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৪১. বোর মডেলের উক্তি কোনটি?
ক) নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার স্থির কক্ষপথে ইলেকট্রনসমূহ ঘূর্ণায়মান
খ) নিউক্লিয়াসের চারদিকে প্রোটনসমূহের অবস্থান
গ) পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান
ঘ) পরমাণু চার্জ নিরপেক্ষ
৪২. Ne এর পারমাণবিক সংখ্যা কত?
ক) g
খ) 10
গ) 18
ঘ) 20
৪৩. সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে কী বোঝায়?
ক) এর পরমানুতে 1 টি ইলেকট্রন আছে
খ) এর নিউক্লিয়াসে 11 টি প্রোটন আছে
গ) এর পরমাণুতে 11 টি নিউট্রন আছে
ঘ) এর পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা 11
৪৪. পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের ধারণা প্রদান করেন কে?
ক) ডাল্টন
খ) বোর
গ) রাদার ফোর্ড
ঘ) থমসন
৪৫. নিচের কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক) 1311
খ) 32P
গ) 125I
ঘ) 153Sm
৪৬. পরমাণুর ধনাত্মক কণিকা কোনটি?
ক) প্রোটন
খ) ইলেকট্রন
গ) নিউট্রন
ঘ) নিউক্লিয়াস
৪৭. গাইগার কাউন্টার ব্যবহৃত হয়-
i. তেজস্ক্রিয় আইসোটোপের কাউন্ট করতে
ii. আইসোটোপের পরিমাণ নির্ণয়ে
iii. উদ্ভিদে 32p এর ব্যবহার কৌশল জানতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৪৮. HNO3 এর আপেক্ষিক আণবিক ভর কত?
ক) 16
খ) 32
গ) 63
ঘ) 67
৪৯. প্রোটনের সংকেত- i. H+ ii. P iii. P+ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৫০. পারমাণবিক সংখ্যা-
i. প্রোটন সংখ্যা সমান
ii. Z দ্বারা প্রকাশ করা হয়
iii. হচ্ছে মৌলের মৌলিক ধর্ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৫১. প্রোটনের-
i. সংকেত H+
ii. আধান ঋনাত্মক
iii. ভর হাইড্রোজেনের ভরের সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৫২. আয়নে আধান নিরপেক্ষ কণিকার সংখ্যা কত?
ক) 18
খ) 19
গ) 20
ঘ) 39
৫৩. পরমাণুতে শক্তিস্তরের ধারণা দেন কোন বিজ্ঞানী?
ক) রাদার ফোর্ড
খ) নীলস্ বোর
গ) ম্যাকস ওয়েল
ঘ) মেন্ডেলিফ
৫৪. স্ক্যান্ডিয়ামের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত?
ক) 3
খ) 2
গ) 8
ঘ) 14
৫৫. দ্বিতীয় প্রধান শক্তিস্তরকে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) M
খ) N
গ) K
ঘ) L
৫৬. H- এর আইসোটোপসমূহ হচ্ছে-
i. হাইড্রোজেন
ii. ডিউটোরিয়াম
iii. ট্রিটিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৫৭. বিজ্ঞানী বোর পরমাণুর নতুন গঠন প্রদান করেন এ মতবাদ অনুযায়ী-
i. ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কতিপয় বৃত্তাকার পথে পরিক্রমন করে
ii. কক্ষপথে অবস্থান কালে ইলেকট্রনসমূহ শক্তি শোষণ বা বিকিরণ করে না
iii. ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৫৮. Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,2
খ) 2,8,14
গ) 2,8,14,2
ঘ) 2,8,8
৫৯. প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক কোনটি?
ক) Pb
খ) Mn
গ) CI
ঘ) Co
৬০. পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা?
ক) 12C
খ) 13C
গ) 14C
ঘ) 16C
৬১. অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক) 8
খ) 16
গ) 18
ঘ) 32
৬২. ইলেকট্রনসমূহ যে পথে ভ্রমণ করে থাকে তাকে কী বলে?
ক) ইলেকট্রন পথ
খ) শক্তিস্তর
গ) কুণ্ডলিত পথ
ঘ) পথ
৬৩. Fe2+ আয়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) 26টি প্রোটন ও 28টি ইলেকট্রন
খ) 28টি প্রোটন ও 26টি ইলেকট্রন
গ) 26টি প্রোটন ও 24টি ইলেকট্রন
ঘ) 24টি প্রোটন ও 26টি ইলেকট্রন
৬৪. কোন মৌলের পরমাণুতে X সংখ্যক প্রোটন, Y সংখ্যক ইলেকট্রন ও Z সংখ্যক নিউট্রন বিদ্যমান হলে ঐ মৌলের ভর সংখ্যা কতটি?
ক) x+y
খ) x+z
গ) y+z
ঘ) x+y+z
৬৫. অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13 এবং ভর সংখ্যা 27 হলে এর নিউট্রন সংখ্যা কতটি?
ক) 40
খ) 14
গ) 13
ঘ) 15
৬৬. নিয়নের নিউক্লিয়াসের কয়টি প্লোটন থাকে?
ক) 2
খ) 10
গ) 18
ঘ) 36
৬৭. তেজস্ক্রিয় আইসোটোপের বৈশিষ্ট্য কোনটি?
ক) x-ray বিকিরণ
খ) y-রশ্মি বিকিরণ
গ) রঞ্জন রশ্মি বিকিরণ
ঘ) অতিবেগুনী রশ্মি বিকিরণ
৬৮. নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর কতভাগ?
ক) এক লক্ষ ভাগের এক ভাগ
খ) এক কোটি ভাগের একভাগ
গ) এক হাজার ভাগের একভাগ
ঘ) দশ লক্ষ ভাগের এক ভাগ
৬৯. রাদারফোর্ডের পরমাণু মডেলের উক্তি কোনটি?
ক) পরমাণুর কেন্দ্র বিদ্যুৎ নিরপেক্ষ
খ) সৌরজগতের ন্যায় পরমাণু ধনাত্মক আধান বিশিষ্ট
গ) পরমাণুর ভরের তুলনায় নিউক্লিয়াসের ভর নগণ্য
ঘ) নিউক্লিয়াসের ধনাত্মক আধানের সমান সংখ্যক ঋণাত্মক আধান নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে
৭০. গাইগার কাউন্টারে কোনটি ব্যবহৃত হয়?
ক) 30P
খ) 31P
গ) 32P
ঘ) 33P
৭১. কোন মৌলে নিউট্রন নেই?
ক) লিথিয়াম
খ) হিলিয়াম
গ) হাইড্রোজেন
ঘ) ডিউটেরিয়াম
৭২. ল্যাটিন নাম থেকে সৃষ্ট প্রতীক-
i. Na
ii. Ca
iii. Cu
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৭৩. M বা তৃতীয় প্রধান শক্তিস্তরে উপস্তরের বিন্যাস কোনটি?
ক) 2s,2p,3d
খ) 3s,3p,3f
গ) 3s,3p,3d
ঘ) Ms,Mp,Md
৭৪. একটি ক্ষারকীয় মৌল Z এর পারমাণবিক সংখ্যা 57 হলে উহার N শেলে কতটি ইলেকট্রন থাকে?
ক) 2
খ) 8
গ) 18
ঘ) 32
৭৫. এক ফোঁটা পানি উত্তপ্ত কড়াইয়ে ছেড়ে দিলে কী ঘটে?
ক) শুকিয়ে সাদা পাউডারে পরিণত হয়
খ) ফুটতে থাকে
গ) পানির বন্ধন উত্তাপে বিয়োজিত হয়ে পরমাণুতে পরিণত হয়
ঘ) পানির অণুগুলো বিভক্ত হয়ে ছড়িয়ে যায়
৭৬. 21Sc এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,9,2
খ) 2,8,9,3
গ) 2,8,10,1
ঘ) 2,8,11
৭৭. আইসোটোপ সমূহের-
i. পারমাণবিক সংখ্যা একই ভর সংখ্যা ভিন্ন
ii. রাসায়নিক ধর্ম একই
iii. একই মৌলের পরমাণু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৭৮. পরমাণুর সকল ভর কোথায় কেন্দ্রীভূত থাকে?
ক) নিউক্লিয়াসে
খ) প্লোটনে
গ) ইলেকট্রনে
ঘ) নিউট্রনে
৭৯. ইংরেজি প্রতীক কোনটি?
ক) Na
খ) Ca
গ) Pb
ঘ) Cu
৮০. প্রকৃতিতে পাওয়া যায় এমন আইসোটোপ হচ্ছে-
i. 14C
ii. 130Te
iii. 120N
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৮১. N শেলের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে কতটি?
ক) 32
খ) 18
গ) 8
ঘ) 2
৮২. পারমাণবিক সংখ্যাকে ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়?
ক) M
খ) N
গ) A
ঘ) Z
৮৩. রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি?
ক) 238Pu
খ) 12P
গ) 99Tc
ঘ) 50Co
৮৪. সোনার পারমাণবিক সংখ্যা কত?
ক) 89
খ) 69
গ) 59
ঘ) 79
৮৫. দেহের হাড় বেড়ে যাওয়া এবং ব্যাথার স্থান নির্ধারণে ব্যবহৃত হয়:
i. 99mTc
ii. 153Sm
iii. 89Sr
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৮৬. O2 এর আণবিক ভর কত?
ক) 8
খ) 16
গ) 20
ঘ) 32
৮৭. রাদারফোর্ডের পরমাণু কেন্দ্রের কী নামকরণ করেন?
ক) বিটা কণা বিচ্ছুরণ
খ) a-কণা বিচ্ছুরণ
গ) y-রশ্মি বিকিরণ
ঘ) Uv-রশ্মি বিচ্ছুরণ
৮৮. স্বাভাবিক অবস্থায় পরমাণুর স্থায়ী কণিকার ক্ষেত্রে কোনটি সত্য?
ক) প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান
খ) প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান
গ) নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা সমান
ঘ) প্রোটনের ও ইলেকট্রনের সংখ্যা ভিন্ন
৮৯. 2,8,18,8 ইলকট্রন বিন্যাস কোনটির?
ক) আর্গন
খ) ক্রিপ্টন
গ) রেডন
ঘ) নিয়ন
৯০. H2SO4 এর আণবিক ভর কত?
ক) 32
খ) 64
গ) 90
ঘ) 98
৯১. পরমাণুর কোন শেলে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে?
ক) N শেলে
খ) M শেলে
গ) L শেলে
ঘ) K শেলে
৯২. নিউক্লিয়াসের ব্যাস কত?
ক) 108cm
খ) 1010cm
গ) 10-10cm
ঘ) 10-15cm
৯৩. খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়-
i. y-রশ্মি
ii. 60Co
iii. C-14
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৯৪. কে ইলেকট্রন আবিষ্কার করেন?
ক) চ্যাডউইক
খ) থমসন
গ) বাদার ফোর্ড
ঘ) অ্যাভোগেড্রো
৯৫. পরমানুর কেন্দ্রে কোনটি আছে?
ক) ধনাত্মক চার্জযুক্ত মৌলিক কণা
খ) শক্তিস্তর
গ) কেন্দ্রমুখী বল
ঘ) কেন্দ্রাতিগ বল
৯৬. প্রদত্ত মৌলদ্বয় পরস্পরের কী?
ক) আইসোটোপ
খ) আইসোটোন
গ) আইসোবার
ঘ) আইসোমার
৯৭. উদ্দীপকের পরমাণুর আইসোটোপে-
i. প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন
ii. উভয় মৌলের ইলেকট্রন সংখ্যা সমান
iii. উভয় মৌলের নিউট্রন সংখ্যা অভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
৯৮. নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) ২,৩
খ) ২,৫
গ) ২,৭
ঘ) ২,৮
৯৯. ইলেকট্রন বিন্যাস 2,8,18,8,2 বিশিষ্ট মৌলের পর্যায় সারণিতে অবস্থান কোথায়?
ক) চতুর্থ পর্যায়ে IIA গ্রুপে
খ) পঞ্চম পর্যায়ে IIA গ্রুপে
গ) তৃতীয় পর্যায়ে IIA গ্রুপে
ঘ) ষষ্ঠ পর্যায়ে IIA গ্রুপে
১০০. কোন কণিকাটি তড়িৎ নিরপেক্ষ?
ক) প্রোটন
খ) নিউট্রন
গ) ইলেকট্রন
ঘ) আয়ন
১০১. কমোথেরাপিতে কী পদার্থ ব্যবহার করা হয়?
ক) মৌলিক
খ) যৌগিক
গ) তেজস্ক্রিয়
ঘ) নিউক্লিয়
১০২. রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী-
i. সৌর জগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের ন্যায় পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান
ii. পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ
iii. পরমাণুর কেন্দ্রস্থলে প্রোটন থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১০৩. Na কীসের প্রতীক?
ক) পটাসিয়াম
খ) নাইট্রোজেন
গ) সিলভার
ঘ) সোডিয়াম
১০৪. Fr পরমাণুর N কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত?
ক) 8
খ) 18
গ) 32
ঘ) 50
১০৫. A ও B মৌল দ্বারা গঠিত যৌগটি-
i. ক্ষারীয় দ্রবণে সাদা উৎপন্ন করা যায়
ii. প্রশমন ক্রিয়ার মাধ্যমে উ৭পন্ন করা যায়
iii. আর্দ্রবিশ্লেষণ উভয়মূখী ক্রিয়া প্রদর্শন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১০৬. সোডিয়ামের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 2,8,2
খ) 2,8
গ) 2,8,8
ঘ) 2,8,3
১০৭. এক লক্ষ হাইড্রোজেন পরমাণুর মধ্যে-
i. হাইড্রোজেন থাকে 99985টি
ii. ডিউটোরিয়াম 15টি
iii. ট্রিটিয়ামের পরিমাণ অতি নগণ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১০৮. বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কোনটি?
ক) এটি পরমানুসমূহের বর্ণালীরেখার ব্যাখ্যা প্রদান করতে পারে
খ) এটি হাইড্রোজেন ও এর বর্ণারী রেখোর ব্যাখা দিতে সক্ষম
গ) এটি ইলেকট্রনের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য প্রদানে সক্ষম
ঘ) এটি পরমাণুর ভর সংখ্যা সম্পর্কে ব্যাখ্যা প্রদানে সক্ষম
১০৯. Copper এর প্রতীক কী?
ক) Cu
খ) Co
গ) C
ঘ) Cr
১১০. হাইড্রোজেনের আইসোটোপ-
i. H এ নিউট্রন 1টি, প্রোটন 1টি
ii. D এ নিউট্রন 1টি, ইলেকট্রন 1টি
iii. T এ ইলেকট্রন 1টি, নিউট্রন 1টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১১১. রুডিয়ামের সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত?
ক) 2,8,18,8,1
খ) 2,8,18,18,8,1
গ) 2,8,18,32,8,1
ঘ) 2,8,18,18,32,8,1
১১২. পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলা হয়?
ক) ভর সংখ্যা
খ) নিউক্লিয়ন সংখ্যা
গ) পারমাণবিক ভর
ঘ) পারমাণবিক সংখ্যা
১১৩. কোন মৌলে নিউট্রন নেই?
ক) লিথিয়াম
খ) অক্সিজেন
গ) হিলিয়াম
ঘ) হাইড্রোজেন
১১৪. সালফারের প্রতীক কোনটি?
ক) P
খ) Se
গ) S
ঘ) S8
১১৫. কোনটি ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস?
ক) 2,8,2
খ) 2,4,2
গ) 2,8,1
ঘ) 2,2,4
১১৬. ইলেকট্রনের ৫ম শেলে উপস্তর সংখ্যা কয়টি?
ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6
১১৭. আয়রনের ল্যাটিন নাম কী?
ক) লোহা
খ) ফেরাস
গ) ফেরাম
ঘ) স্টিল
১১৮. নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,7?
ক) F
খ) Ar
গ) CI
ঘ) O
১১৯. ক্রোমিয়ামের প্রতীক কী?
ক) Cu
খ) Cr
গ) C
ঘ) Co
১২০. কোবান্টের প্রতীক কী?
ক) CI
খ) Cd
গ) Co
ঘ) C
১২১. কোনটি মৌলিক কণিকা নয়?
ক) নিউট্রন
খ) প্রোটন
গ) হাইড্রোজেন অণু
ঘ) ইলেক্ট্রন
১২২. নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের পরিভ্রমণরত পথকে কী বলা হয়?
ক) শক্তিস্তর
খ) উপশক্তিস্তর
গ) ইলেকট্রন পথ
ঘ) উপবৃত্তাকার কক্ষপথ
১২৩. নাইট্রোজেন অণু কতটি পরমাণু দ্বারা গঠিত?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
১২৪. নিউট্রনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) কোন চার্জ বা আধান নেই
খ) ভর প্রোটনের ভরের দ্বিগুণ
গ) প্রতীক P
ঘ) প্রতীক e
১২৫. কোন মৌলের N কক্ষপথে ৮টি ইলেকট্রন বিদ্যমান?
ক) Cd
খ) Ar
গ) CI
ঘ) Kr
১২৬. আইসোটোপ সৃষ্টি হয় কোন সংখ্যার ভিন্নতার কারণে?
ক) প্রোটন
খ) ফোটন
গ) ইলেকট্রন
ঘ) নিউট্রন
১২৭. বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট-
i. একই মৌলের পরমাণুসমূহকে পরস্পরের আইসোটোপ বলে
ii. নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপের উদ্ভব হয়
iii. একই মৌলের পরমাণুর প্রোটন বা ইলেকট্রন সংখ্যা কখনো পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১২৮. অক্সিজেন মৌলের পরমাণুতে একটি প্রোটন প্রবেশ করানো সম্ভব হলে এটি কোন মৌলের পরমাণুতে পরিণত হবে?
ক) কার্বণ
খ) নাইট্রোজেন
গ) অক্সিজেন
ঘ) ফ্লোরিন
১২৯. Na এর আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক) 11
খ) 18
গ) 20
ঘ) 23
১৩০. ওজোন গ্যাস কতটি পরমাণু দ্বারা গঠিত?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
১৩১. স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়?
ক) মৌলিক কণিকা
খ) পরমাণু
গ) অণু
ঘ) আয়ন
১৩২. থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করে কোনটি?
ক) 137Cs
খ) 131I
গ) 192Ir
ঘ) 125I
১৩৩. দুটি পরমাণুর নিউট্রন সংখ্যা পরস্পর সমান হলে তাদেরকে কী বলা হয়?
ক) আইসোটোপ
খ) আইসোমার
গ) আইসোবার
ঘ) আইসোটোন
১৩৪. রাদারফোর্ডের পরমাণু মডেলে-
i. নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ পরমাণুর স্থিতিশীলতার কারণ
ii. পরমাণুর মোট আয়তনের তুলনায় অতি নগণ্য
iii. পরমাণুর চার্জ নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১৩৫. মৌলের পারমাণবিক সংখ্যা কোনটি?
ক) নিউট্রন সংখ্যা
খ) ভর সংখ্যা
গ) প্রোটন সংখ্যা
ঘ) আধান সংখ্যা
১৩৬. ট্রিটিয়ামের ভরসংখ্যা কত?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
১৩৭. ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ-
চিত্র-পাঞ্জরী রসায়ন পৃ-৬৮
এক্ষেত্রে-
i. শক্তিস্তর তিনটি
ii. M শক্তিস্তর 2টি ইলেকট্রন আছে
iii. L শক্তিস্তরে 2টি ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১৩৮. আয়রনের ইলেকট্রনবিন্যাস কোনটি?
ক) 2,8,16
খ) 2,8,14,2
গ) 2,8,8,6,2
ঘ) 2,8,10,6
১৩৯. বোরন মৌলের নামটি এসেছে কোন ভাষা থেকে?
ক) ইংরেজি
খ) ল্যাটিন
গ) স্পেনিস
ঘ) আরবী
১৪০. রাদারফোর্ড কোন পরীক্ষার দ্বারা পরমাণুর মডেল সম্পর্কে ধারণা পান?
ক) y কণা
খ) B কণা
গ) a কণা
ঘ) x কণা
১৪১. সালফিউরিক এসিডের আণবিক ভর কত?
ক) 98
খ) 100
গ) 98 গ্রাম
ঘ) 106 গ্রাম
১৪২. 2,8,2 ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?
ক) Na
খ) K
গ) Mn
ঘ) Mg
১৪৩. সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তারপরও কেন্দ্রে সকল প্রোটনসমূহ কীভাবে অবস্থান করে?
ক) নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে
খ) প্রোটন সমূহের মাঝে মাঝে নিউট্রন অবস্থান করে এবং নিউক্লিয় আকষর্ণধর্মী বল
গ) ইলেকট্রনসমূহ প্রোটনসমূহকে আকর্ষণ করে ফলে স্থির থাকে
ঘ) কোনটি নয়
১৪৪. নিচের কোনটি মৌল?
ক) Na
খ) NaCI
গ) CO2
ঘ) H2O
১৪৫. মৌলিক কণিকা প্রোটনের ক্ষেত্রে-
i. এর আধান ধনাত্মক
ii. এর আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের সমান
iii. এর আপেক্ষিক ভরকে 1 ধরা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১৪৬. ভর সংখ্যার ভিন্নতার কারণে কোনটি সৃষ্টি হয়?
ক) আইসোমার
খ) আইসোবার
গ) আইসোটোপ
ঘ) আইসোটোন
১৪৭. আইসোটোনের কোনটি সমান?
ক) প্রোটন সংখ্যা
খ) নিউট্রন সংখ্যা
গ) ইলেকট্রন সংখ্যা
ঘ) ফোটন সংখ্যা
১৪৮. সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত?
ক) 40
খ) 40 গ্রাম
গ) 23
ঘ) 23 গ্রাম
১৪৯. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,18,8,1 এটি পর্যায় সারণিতে কোন পর্যায়ে অবস্থিত?
ক) ১ম
খ) ৫ম
গ) ৭ম
ঘ) ৩য়
১৫০. সোডিয়ামের ল্যাটিন নাম কী?
ক) Nobedaum
খ) Natrium
গ) Kalium
ঘ) Plumbum
১৫১. কোনো মৌলের ভর সংখ্যা 23 হলে-
i. প্রোটন সংখ্যা 11+ নিউট্রন সংখ্যা 12
ii. প্রোটন সংখ্যা 12+ নিউট্রন সংখ্যা 13
iii. নিউক্লিয়ন সংখ্যা 23
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১৫২. বোর তত্বের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসের মূল বক্তব্য-
i. প্রত্যেক পরমানুতে বিদ্যমান শক্তিস্তরকে n দ্বারা সূচীত করা হয়
ii. নিউক্লিয়াসের নিকটতম শক্তিস্তর বেশী শক্তিসম্পন্ন এবং দূরত্ব বাড়ার সাথে শক্তি কমে
iii. ইলেকট্রন শোষিত শক্তি বিকিরণ করে উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে অবনমিত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১৫৩. একটি পরমাণুর কোনটি সমান?
ক) মৌলসমূহের ক্ষেত্রে কেবলমাত্র ১টি ভরসংখ্যা বিদ্যমান
খ) নিউক্লিয়ন সংখ্যা, প্রোটন সংখ্যার চেয়ে কম
গ) ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান
ঘ) নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যার সমান
১৫৪. প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক-
i. CI
ii. AI
iii. Ca
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
১৫৫. পরমাণুর যে কোন প্রধান শক্তিস্তরে ইলেকট্রনের ধারণক্ষমতা কত?
ক) n2
খ) 2n2
গ) 4n2
ঘ) 3n2
১৫৬. নিম্নোক্ত আয়নগুলোর ক্ষেত্রে-
i. এর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান Ca2+
ii. এর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান AI3+
iii. এর ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর সমান CI-
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
নিম্নের আয়নগুলো পর্যবেক্ষণ কর এবং ৩টি প্রশ্নের উত্তর দাও:
AI3+, Be2+, N3-, S2-
১৫৭. মোন আয়নটিতে ইলেকট্রন বিশিষ্ট সর্বাধিক শেল রয়েছে?
ক) Al3+
খ) Bl2+
গ) N3-
ঘ) S2-
১৫৮. কোন আয়নদ্বয় আইসোইলেকট্রনীয়?
ক) Al3+ ও Be2+
খ) Al3+ ও N3-
গ) Be2+ ও N3-
ঘ) S2- ও Al3+
১৫৯. Al3+ ও N3+
i. আয়নদ্বয় আইসো ইলেকট্রনীয়
ii. উভয়ই জারক
iii. যথাক্রমে 10টি ও 3টি আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii, ও iii
No comments:
Post a Comment