১. কৃষি জমির নিকটে জনবসতি গড়ে ওঠার কারণ কি?
ক) উৎপাদনের সুবিধা
খ) সমতল ভূমি
গ) যাতায়াতের সুবিধা
ঘ) জীবিকার উদ্দেশ্যে
২. সংঘবদ্ধ বসতিকে কত ভাগে ভাগ করা যায়?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৩. বিক্ষিপ্ত জনবসতি সৃষ্টি হয়েছে নিচের কোন দেশে?
ক) জার্মানি
খ) পোল্যান্ড
গ) সুইডেন
ঘ) সবকয়টি
৪. বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে আছে-
i. প্রাকৃতিক কারণ
ii. অর্থনৈতিক কারণ
iii. সাংস্কৃতিক কারণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫. রৈখিক বা দন্ডাকৃতি বসতি নিচের কোন অবয়বকে কেন্দ্র করে গড়ে ওঠে?
ক) নদীর প্রাকৃতিক বাঁধ
খ) খালের কিনারা
গ) রাস্তার পার্শ্ব
ঘ) সবকয়টিই
৬. শহরে বস্তির সংখ্যা কখন বাড়বে?
ক) অর্থনৈতিক কর্মকান্ডের পরিবর্তন হলে
খ) রাস্তাঘাট বৃদ্ধি পেলে
গ) লোকসংখ্যা বৃদ্ধি পেলে
ঘ) আকাশচুম্বী অট্টালিকা বেশি হলে
৭. কোন অঞ্চলের লোকেরা বরফের ঘরে বাস করে?
ক) তুন্দ্রা
খ) ভূমধ্যসাগরীয়
গ) মহাদেশীয়
ঘ) নিরক্ষীয়
৮. নিম্নশ্রেণির লোকেরা শহরের কোথায় বেশি বসবাস করে?
ক) বড় বড় অট্টলিকায়
খ) বস্তিতে
গ) হাসপাতালে
ঘ) খামার বাড়িতে
৯. নিচের কোনটি শহর বসতিতে দেখা যায়?
i. শিল্প
ii. বাণিজ্য
iii. কর্দমাক্ত রাস্তা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০. জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার-
ক) বেড়েই চলেছে
খ) হ্রাস পাচ্ছে
গ) স্থিতিশীল রয়েছে
ঘ) কোনোটিই নয়
১১. গ্রামে শোয়ার ঘর, রান্না ঘর, গোয়াল ঘর কোথায় তৈরি করা হয়?
ক) পুকুর পাড়ে
খ) উঠানের মাঝখানে
গ) উঠানের চারপাশে
ঘ) উঠানের এ কোণে
১২. বাংলাদেশের শহরগুলোর উদ্ভূত সমস্যা কি?
ক) বস্তি
খ) নর্দমা
গ) ভাড়া রাস্তাঘাট
ঘ) নির্মাণ কাজ
১৩. অভিযোজনের প্রথম পদক্ষেপ কী?
ক) বসতি স্থাপন
খ) প্রতিরক্ষা
গ) খাদ্য সংগ্রহ
ঘ) প্রকৃতির সাথে খাপ খাওয়ানো
১৪. গ্রামীণ বসতিতে কিসের প্রাধান্য কম থাকে?
ক) গোয়ালঘর
খ) উঠান
গ) রান্নাঘর
ঘ) পথঘাট
১৫. গ্রামীণ বসতি হতে পারে-
i. বিচ্ছিন্ন
ii. বিক্ষিপ্ত
iii. গোষ্ঠীবদ্ধ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬. সমাজবদ্ধ জীব মানুষ একত্রে বসবাস করতে চায়-
i. নিজস্ব প্রয়োজনে
ii. যোগাযোগের জন্য
iii. নিরাপত্তার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭. সংঘবদ্ধ বসতির শ্রণিবিভাগ করা হয়েছে-
i. আয়তনের ভিত্তিতে
ii. অর্থনৈতিক উন্নতির ভিত্তিতে
iii. কর্মধারার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮. অনুর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
ক) পুঞ্জিভূত
খ) বৃত্তাকার
গ) বিক্ষিপ্ত
ঘ) সরল রৈখিক
১৯. লোকসংখ্যা যত বাড়তে বসতি সংখ্যাও তত-
ক) কমবে
খ) বাড়বে
গ) স্থিতিশীল থাকবে
ঘ) কোনোটিই নয়
২০. গ্রামীণ বসতি সহজেই চেনা যায়-
i. কাঠামোগত বৈশিষ্ট্য থেকে
ii. নির্মাণ উপকরণ থেকে
iii. বাড়ীর নকশা থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১. ‘আর’ নগরীর উৎপত্তি হয়েছিল কোন সময়ে?
ক) খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দ
খ) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ
গ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ
ঘ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
২২. প্রাচীনকালে মানুষের বসতি পুঞ্জিভূত ছিল কেন?
ক) পানীয় জলের প্রাপ্যতার জন্য
খ) বনাঞ্চলের জন্য
গ) প্রতিরক্ষার জন্য
ঘ) ভূ-প্রকৃতির জন্য
২৩. কোন বসতিতে ব্যবসায় বাণিজ্যের স্থান নগণ্য?
ক) পৌর বসতি
খ) অকৃষি গ্রামীণ বসতি
গ) গ্রামীণ বসতি
ঘ) ক ও খ উভয়ই
২৪. কোন সময় হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীর উৎপত্তি হয়েছিল?
ক) খ্রিষ্টপূর্ব ২৫০০
খ) খ্রিষ্টপূর্ব ৩০০০
গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০
ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০
২৫. গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়ে চলেছে কেন?
ক) জীবনযাত্রার মান উন্নয়নের ফলে
খ) আধুনিকায়নের কারণে
গ) গনরায়নের ফলে
ঘ) জনসংখ্যা বৃদ্ধির ফলে
২৬. বিক্ষিপ্ত বসতির জন্ম দেয়-
i. জলাভাব
ii. বনভূমি
iii. অনুর্বর মাটি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭. যে শহর অর্থনৈতিক দিক দিয়ে যত উন্নত তার লোক আকর্ষণ ক্ষমতা-
ক) তত কম
খ) কম
গ) তত বেশি
ঘ) কোনোটিই নয়
২৮. মানুষ স্থিতিশীল জনগোষ্ঠীতে পরিণত হলো কখন?
ক) যখন নিজেই প্রতিরক্ষা করতে পারল
খ) যখন খাদ্য সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারল
গ) যখন খাদ্য সংগ্রহের জন্য শিকার করতে হতো
ঘ) যখন বসতি গড়তে শিখলো
২৯. অর্থনৈতিক দিক থেকে উন্নত স্থানে গড়ে উঠে?
i. বসতি
ii. রাস্তা
iii. খামার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩০. আয়তন ও কর্মধারার ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
৩১. পশুচারণ এলাকায় সাধারণত কোন ধরনের বসতি দেখা যায়?
ক) ছড়ানো
খ) পুঞ্জিভূত
গ) অনুকেন্দ্রিক
ঘ) সবকয়টিই
৩২. উর্বর মাটিতে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে?
ক) বিক্ষিপ্ত
খ) পুঞ্জিভূত
গ) বৃত্তাকার
ঘ) সরল রৈখিক
৩৩. গ্রামীণ গোষ্ঠীবদ্ধ বসতির অর্থনীতির ভিত্তি হল-
ক) শিল্প
খ) কৃষি
গ) বাণিজ্য
ঘ) কোনটিই নয়
৩৪. আলোকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে কোন নগরীর উৎপত্তি হয়েছে?
ক) হরপ্পা
খ) মহেঞ্জোদারো
গ) সমরকন্দ
ঘ) কোনোটিই নয়
৩৫. নিচের কোনটি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতির বৈশিষ্ট্য নয়?
ক) বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম
খ) বাসগৃহের একত্রে সমাবেশ
গ) অকৃষিভিত্তিক কর্মকান্ড
ঘ) কৃষিভিত্তিক কর্মকান্ড
৩৬. মেয়াফিস ও থেবস নগরী কোন সময়ে উৎপত্তি হয়েছিল?
ক) খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ
খ) খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ
গ) খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
ঘ) খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দ
৩৭. প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্যে মানুষ কোন ধরনের বসতি স্থাপন করে?
ক) বৃত্তাকার
খ) বিক্ষিপ্ত
গ) পুঞ্জিভূত
ঘ) সরল রৈখিক
৩৮. নিচের কোন নদীর পাশ দিয়ে রৈখিক বসতি দেখা যায় না?
ক) মহানন্দা
খ) তিস্তা
গ) যমুনা
ঘ) করতোয়া
৩৯. বিক্ষিপ্ত বসতির উদাহরণ-
i. যুক্তরাষ্ট্রের খামার বসতি
ii. অস্ট্রেলিয়ার মেষপালন কেন্দ্র
iii. হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪০. স্বভাবতই গ্রামীণ বসতি কোথায় তৈরি করা হয়?
ক) নদীর পড়ে
খ) বদ্ধ জায়গায়
গ) রাস্তার পাশে
ঘ) খোলামেলা জায়গায়
৪১. শহরে বস্তি গড়ে উঠে কেন?
ক) আবাস সংকটের কারণে
খ) বাসস্থান ব্যয়বহুল হওয়ায়
গ) শহরের লোকজন দরিদ্র হওয়ায়
ঘ) গ্রাম থেকে আগত মানুষগুলো আবাসিক এলাকায় স্থান না পাওয়ায়
৪২. বন্ধুর বসতিতে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ-
i. অসমতল জায়গা
ii. যোগাযোগ ব্যবস্থার অভাব
iii. অর্থনৈতিক অনগ্রসরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৩. গ্রামীণ বসতির অবস্থানের প্রেক্ষিতে বসতিকে কয় ভাগে ভাগ করা হয়?
ক) ৩ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৫ ভাগে
ঘ) ৬ ভাগে
৪৪. গ্রামীণ বসতিতে পথঘাটের প্রাধান্য থাকে-
ক) বেশি
খ) খুব বেশি
গ) কম
ঘ) খুব কম
৪৫. গ্রামীণ বসতির শ্র্রেণীবিভাগ করা হয়েছে-
i. বসতির নির্মাণ সামগ্রীর ভিত্তিতে
ii. বসতির অবস্থানের প্রেক্ষীতে
iii. বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৬. নগর বসতির বৈশিষ্ট্য কি?
ক) কৃষি প্রধান
খ) উৎপাদক অঞ্চল
গ) প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত
ঘ) ১ম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত
৪৭. পশুচারণের জন্য কি ধরনের এলাকা প্রয়োজন হয়?
ক) পাহাড়ী এলাকা
খ) বড় বড় এলাকা
গ) নিচু সমতলভূমি
ঘ) প্লাবন সমভূমি
৪৮. থেবস নগরী কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল?
ক) নীল নদ
খ) সিন্ধু
গ) তাইগ্রিস-ইউফ্রেটিস
ঘ) সবসয়টিই
৪৯. বনাঞ্চলে সাধারণত কোন ধরনের জনবসতি বেশি দেখা যায়?
ক) ছড়ানো
খ) পুঞ্জিভূত
গ) অনুকেন্দ্রিক
ঘ) কোনোটিই নয়
৫০. নীল নদ কোথায় অবস্থিত?
ক) পাকিস্তান
খ) মিসর
গ) তুরস্ক
ঘ) আফগানিস্তান
৫১. উর্বর মাটিতে কোন ধরনের বসতি দেখতে পাওয়া যায়?
i. পুঞ্জিভূত বসতি
ii. বিক্ষিপ্ত বসতি
iii. সংঘবদ্ধ বসতি
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫২. নিচের কোনটি শহুরে বসতিতে বিদ্যমান?
ক) শিল্পজাতকরণ
খ) উন্নত চিকিৎসা
গ) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
ঘ) সব কয়টি
৫৩. যাতায়াতের সুবিধা থাকা অঞ্চলে কী ধরনের বসতি গড়ে ওঠে?
ক) ছড়ানো
খ) পুঞ্জিভূত
গ) বিক্ষিপ্ত
ঘ) বিচ্ছিন্ন
৫৪. গ্রামীণ বসতি বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন বা গোষ্ঠীবদ্ধ হওয়ার কারণ কী?
ক) প্রচুর লোক থাকে
খ) কৃষির উপর অতি নির্ভরশীলতা
গ) প্রচুর জমি থাকে
ঘ) দোচালা ও চৌচালা বসতি থাকে
৫৫. গভীরবদ্ধ বসতি নির্ভর করে-
i. ভূ-প্রকৃতির উপর
ii. উর্বর মাটির উপর
iii. জলের উৎসের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৬. সামাজিক বিভিন্নতার কারণে বসতি ভিন্ন হয় কেননা-
i. সমাজে বিভিন্ন ধর্মের লোক থাকে
ii. সমাজের বিভিন্ন ধর্মের মানুষের ভাবধারা ও চালচলন ভিন্ন থাকে
iii. সামাজিক বিভিন্নতার কারণে তারা ভিন্ন ভিন্ন বসতি পছন্দ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৭. বসতি স্থাপন কিসের প্রথম পদক্ষেপ?
ক) অভিবাসন
খ) অভিযোজন
গ) অনুগমন
ঘ) অভিশ্বসন
৫৮. গ্রাম প্রধানত কী ধরনের অঞ্চল?
ক) ভোক্তা অঞ্চল
খ) মধ্য্বত্ত্বভোগীদের অঞ্চল
গ) খাদ্য উৎপাদক অঞ্চল
ঘ) সেবা প্রদানকারী অঞ্চল
৫৯. তাইগ্রিস ইউফ্রেটিস অববাহিকায় কোন নগরীর উৎপত্তি হয়েছিল?
ক) মহেঞ্জোদারো
খ) হরপ্পা
গ) আর
ঘ) মেমফিস
৬০. প্রাচীনকালে কোন নগরী শক্তিশালী নগরী হিসেবে পরিচিত ছিল?
ক) রোম
খ) পাসস্য
গ) মহেঞ্জোদারো
ঘ) হরপ্পা
৬১. রৈখিক বসতির জন্য সুবিধাজনক স্থান হলো-
i. বন্যা প্রবণ এলাকা
ii. বন্যামুক্ত এলাকা
iii. উচ্চভূমি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬২. বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য-
i. বসতির মধ্যে ব্যবধান
ii. ক্ষুদ্র পরিবারভূক্ত বসতি
iii. অধিবাসীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৩. কত শতাব্দীতে ইউরোপিয়গণ সম্রাজ্য বিস্তারের জন্যে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
ক) ত্রয়োদশ শতাব্দীর শেষে
খ) দ্বাদশ শতাব্দীর শেষে
গ) চতুর্দশ শতাব্দীর শেষে
ঘ) ষোড়শ শতাব্দীর শেষে
৬৪. বিশ্বের বিভিন্ন শহরে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে-
i. প্রাকৃতিক ভিন্নতাকে প্রয়োগ করে
ii. আধুনিক নকশা প্রয়োগ করে
iii. আধুনিক নির্মাণ সামগ্রী প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৫. নিচের কোনটি খাদ্য উৎপাদক অঞ্চল?
ক) গ্রাম
খ) শহর
গ) নগর
ঘ) কোনোটিই নয়
৬৬. রৈখিক বসতির উদাহরণ-
i. অপরিণত বদ্বীপ অঞ্চল
ii. পরিণত বদ্বীপের নিন্মাঞ্চল
iii. সক্রিয় বদ্বীপ অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৭. মানব বসতি গড়ে ওঠে-
i. অীভবাসনের জন্য
ii. প্রকৃতির অনুকূল অবস্থাকে কাজে লাগানোর জন্য
iii. প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৮. নিচের কোন কোন দেশে ইতস্তত বিক্ষিপ্ত বসতি দেখা যায়?
ক) কানাডা
খ) যুক্তরাষ্ট্র
গ) অষ্ট্রেলিয়া
ঘ) সবকয়টিই
৬৯. পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা বসতিকে কী বলে?
ক) জলবসতি
খ) শীতল বসতি
গ) পানীয় বসতি
ঘ) আদ্র বসতি
৭০. কখন নগরায়নের কারণে পরিবেশ দূষিত হয়?
ক) অপরিকল্পিত হলে
খ) আধুনিক নগরায়ন হলে
গ) জনসংখ্যা বৃদ্ধির ফলে
ঘ) প্রাকৃতিক দুর্যোগের ফলে
৭১. কাজের প্রকৃতি ও ধরন অনুসারে কত কোটি মানুষকে গ্রামীণ ও নগর এ দুটো শ্রেণিতে বিভক্ত করা যায়?
ক) ৪০০ কোটি
খ) ৫০০ কোটি
গ) ৬০০ কোটি
ঘ) ৭০০ কোটি
৭২. বিক্ষিপ্ত বসতিতে কী ধরনের বসতি দেখা যায়?
ক) বসতিগুলো পরস্পর থেকে অনেক দূরে থাকে
খ) প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত
গ) বসতিগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত
ঘ) এই বসতি কালক্রমে শহর বা নগরে পরিণত হয়
৭৩. পশুচারণ এলাকায় কেমন বসতি দেখা যায়?
ক) সংঘবদ্ধ
খ) পুঞ্জিভূত
গ) ছড়ানো
ঘ) বিচ্ছিন্ন
৭৪. সংঘবদ্ধ বসতি শহরে বা নগরে পরিণত হয় কখন?
ক) অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হলে
খ) বাসগৃহগুলোর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হলে
গ) একাধিক রাস্তার সংযোগস্থল হলে
ঘ) কালক্রমে
৭৫. বাসগৃহগুলো পরস্পরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলেন কারণ-
i. সামাজিক বন্ধন
ii. অর্থনৈতিক কর্মকান্ড
iii. বিভিন্ন ধর্ম ও বর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৬. গ্রামীণ বসতি ও শহুরে বসতির মধ্যে পার্থক্য থাকে-
i. নির্মাণ সামগ্রীর
ii. রান্নাঘর, শোয়ারঘর
iii. পথঘাটের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৭. পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি?
ক) বসতি স্থাপন
খ) পরিবার গঠন
গ) পেশা নির্বাচন
ঘ) শিক্ষা গ্রহণ
৭৮. পুঞ্জিভূত রৈখিক বসতিতে বসতিগুলোর মাঝখানে কী থাকে?
ক) কিছুটা ফাঁকা থাকে
খ) নদী থাকে
গ) রাস্তা থাকে
ঘ) চারণভূমি থাকে
৭৯. বনের গভীরতার সাথে বসতির সম্পর্ক কী?
ক) বন গভীর হলে বসতি গোষ্ঠীবদ্ধ হবে
খ) বন অগভীর হলে বসতি বিক্ষিপ্ত হবে
গ) বন অগভীর হলে বসতি ছড়ানো হবে
ঘ) বন যত গভীর হবে বসতি তত ছড়ানো হবে
৮০. বসতির শ্রেণিবিভাগ করা হয়েছে যার বিত্তিতে-
i. সামাজিক ভিন্নতা
ii. কাজের প্রকৃতি
iii. বসতির ধরন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮১. নিচের কোনটি কৃষি প্রধান গ্রামের দৃশ্য?
i. গোলাবাড়ি
ii. গোয়ালবাড়ি
iii. ঘরের ভিতরে উঠান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮২. কী কারণে পৃথিবী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে?
ক) অর্থনৈতিক ভিন্নতার কারণে
খ) প্রাকৃতিক ভিন্নতার কারণে
গ) রাজনৈতিক ভিন্নতার কারণে
ঘ) বনভূমির ভিন্নতার কারণে
৮৩. নিচের কোনটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড?
ক) কৃষিকাজ
খ) মৎস চাষ
গ) ব্যবসায় বাণিজ্য
ঘ) হাঁড়িপাতিল তৈরি
৮৪. জেলেগ্রাম, কুমারপাড়া, কামারপাড়া ইত্যাদি নামে চিহ্নিত করা হয় কিসের ভিত্তিতে?
ক) বসতির ভত্তিতে
খ) জীবিকার প্রধান উৎস অনুসারে
গ) কাঠামোর বৈশিষ্ট্যের ভিত্তিতে
ঘ) বসবাসের ধরনের ভিত্তিতে
৮৫. লোক আকর্ষণের ক্ষমতা আছে কোন ধরনের শহরে?
ক) যে শহরে যত বেশি আকাশচুম্বী অট্ট্রালিকা আছে
খ) যে শহরে লোকসংখ্যা বেশি
গ) যে শহর যত উন্নত
ঘ) যে শহর অর্থনৈতিক দিক বেশি উন্নত
৮৬. নিচের কোন বৈশিষ্ট্যের কারণে গ্রামীণ বসতি সহজে চেনা যায়?
ক) কৃষিকাজ
খ) রাস্তাঘাটের স্বল্পতা
গ) দোচালা ঘর
ঘ) সবকয়টি
৮৭. বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতিতেও একত্রে কয়টি পরিবার বাস করে?
ক) ২টি পরিবার
খ) ২ বা ৩টি পরিবার
গ) ৪টি পরিবার
ঘ) কোনোটিই নয়
৮৮. নিচের কোনটি গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ?
ক) গোষ্ঠীবদ্ধ
খ) ইতস্তত বিক্ষিপ্ত
গ) রৈখিক
ঘ) সবকয়টিই
৮৯. কত শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতার পত্তন হয়?
ক) ৭ম শতাব্দী
খ) ৮ম শতাব্দী
গ) ৯ম শতাব্দী
ঘ) ১০ শতাব্দী
৯০. গ্রামীণ বসতির সংখ্যা গরিষ্ঠ অধিবাসী জীবিকারর্জনের জন্য কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ
৯১. জার্মানী, পোল্যান্ড, নরওয়েতে কী ধরনের বসতি গড়ে উঠেছে?
ক) বিক্ষিপ্ত
খ) পুঞ্জিভূত
গ) বিচ্ছিন্ন
ঘ) গোষ্ঠীবদ্ধ
৯২. নিচের কোনটি গ্রামীণ বসতিতে দেখা যায় না?
ক) কৃষিকাজ
খ) মৎস চাষ
গ) পশু পালন
ঘ) পোশাক শিল্প
৯৩. বাহ্যিক দিক দিয়ে বিচার করলে শহরে আছে-
i. শোবার ঘর, গোয়াল ঘর দিয়ে ঘেরা উঠান
ii. অনেক রাস্তাঘাট
iii. আকাশচুম্বী অট্টালিকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৪. জীবন ধারণের জন্য মানুষের প্রাথম ও প্রধান চাহিদা কী?
ক) পানি
খ) অক্সিজেন
গ) খাদ্য
ঘ) বিশুদ্ধ পানি
৯৫. প্রথম পর্যায়ের অর্থনীতিক কর্মকান্ড নিচের কোনটি?
ক) শিল্প
খ) কৃষি
গ) চিকিৎসা
ঘ) শিক্ষকতা
৯৬. একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে কী বলে?
ক) মানব বসতি
খ) জীবনযাত্রা
গ) সমাজ
ঘ) পরিবেশ
৯৭. অনুর্বর মাটিতে কি ধরনের বসতি গড়ে ওঠে?
ক) বিক্ষিপ্ত
খ) পুঞ্জিভূত
গ) বিচ্ছিন্ন
ঘ) গোষ্ঠীবদ্ধ
৯৮. কোন ধরনের নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে?
ক) পরিকল্পিত
খ) অপরিকল্পিত
গ) স্বইচ্ছা
ঘ) কোনোটিই নয়
৯৯. বসতিগুলোর মাঝখানের কিছুটা ফাঁকা জায়গা কি কাজে ব্যবহৃত হয়?
ক) রাস্তা হিসেবে
খ) চারণভূমি হিসেবে
গ) খামার হিসেবে
ঘ) খেলার মাঠ হিসেবে
১০০. জলদী ও সীতাকুন্ডের পাহাড়ে কোন ধরনের বসতি দেখা যায়?
ক) গোষ্ঠীবদ্ধ
খ) ইতস্তত বিক্ষিপ্ত
গ) রৈখিক
ঘ) কোনোটিই নয়
১০১. হরপ্পা, মহেঞ্জোদারো কোন নদীর অববাহিকায় অবস্থিত ছিল?
ক) সিন্ধু
খ) গঙ্গা
গ) নীল
ঘ) সবকয়টিই
১০২. নীল নদের অববাহিকায় কোন নগরের উৎপত্তি ঘটে?
ক) মেমফিস
খ) হরপ্পা
গ) মহেঞ্জোদারো
ঘ) সবকয়টিই
১০৩. তুন্দ্রা জলবায়ু অঞ্চলের এক্সিমোরা কোন ধরনের ঘরে বসবাস করে?
ক) দোচালা ঘর
খ) চৌচালা ঘর
গ) মাটির ঘর
ঘ) বরফের ঘর
১০৪. বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতি-
i. দো-চালা
ii. চৌ-চালা
iii. উচ্চ অট্টালিকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৫. অনেক রাস্তাঘাট এবং বিশাল আকাশচুম্বী অট্টলিকা রয়েছে কোথায়?
ক) শহরে
খ) গ্রামে
গ) পৌর এলাকায়
ঘ) কোনোটিই নয়
১০৬. বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতি-
i. দোচালা ধরনের বসতি
ii. পাকা ইটের বসতি
iii. চৌচালা ধরনের বসতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৭. মধুপুর বনে কোন ধরনের বসতি গড়ে উঠেছে?
ক) পুঞ্জীভূত
খ) বিচ্ছিন্ন
গ) সংঘবদ্ধ
ঘ) রৈখিক
১০৮. রৈখিক বসতি দেখা যায়-
i. পাহাড়ের পাদদেশে
ii. নদী অববাহিকায়
iii. যেখানে পানীয় জলের পর্যাপ্ততা আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১০৯. নিচের কোনটি বসতি স্থাপনের নিয়ামক?
i. ভূপ্রকৃতি
ii. পানীয় জলের সহজলভ্যতা
iii. বনাঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১০. গোষ্ঠীবদ্ধ বসতির বৈশিষ্ট্য
i. এক স্থানে বেশ কয়েকটি পরিবারের বসবাস
ii. বাড়িগুলোর কম দুরত্ব
iii. বাসগৃহের একত্রে সমাবেশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১১. গ্রামীণ বসতিতে গ্রামবাসীদের মধ্যে একটা সহজ ও সরল আন্তারিকতা দেখা যায় কেন?
ক) বাড়িগুলোর মধ্যে দুরত্ব কম থাকায়
খ) পেশাগত মিল থাকায়
গ) কৃষিকাজের বিভিন্ন অবস্থায় পরস্পরের সহযোগীতার প্রয়োজন হওয়ায়
ঘ) খোলামেলা জায়গায় বাড়ি করা হয়
১১২. প্রাচীনকালে মানুষ একত্রে বাস করত-
i. দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে
ii. বহিরাগত শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য
iii. জন্য জন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৩. গ্রাম থেকে শহরে কোন শ্রেণির লোক বেশি আসে?
ক) নিম্নশ্রেণি
খ) মধ্যবিত্ত শ্রেণি
গ) নিম্ন মধ্যবিত্ত শ্রেণি
ঘ) উচ্চবিত্ত শ্রেণি
নিচের উদ্দীপকটি পড় এবং পাঁটি প্রশ্নের উত্তর দাও:
ইরাবতি ‘ভূগোল ও পরিবেশ’ বই পাঠ করে জানতে পারে, পূর্বে মানুষ ছিল যাযাবরের মতো। কিন্তু যখন খাদ্য সরবরাহের নিয়ন্ত্রণ খানিকটা তার আয়ত্ত্বে এল, তখন গড়ে উঠতে শুরু করল স্থায়ী বসতি বা গ্রাম।
১১৪. প্রাচীনকালে কোনটি ছিল সর্বাপেক্ষা শক্তিশালী নগরী?
ক) রোম
খ) প্যারিস
গ) মিশর
ঘ) রাশিয়া
১১৫. নগরায়ন কয়টি সম্পর্কযুক্ত প্রক্রিয়ার সাথে জড়িত?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
১১৬. সামরিক ঘাটির নগর হলো-
i. ভারতের আগ্রা
ii. স্পেনের জিব্রাল্টার
iii. স্কটল্যান্ডের এডিনবরা
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১১৭. নিউক্যাসল কোথায় অবস্থিত?
ক) যুক্তরাষ্ট্র
খ) স্পেন
গ) রাশিয়া
ঘ) যুক্তরাজ্য
১১৮. কোনটি বাণিজ্য ভিত্তিক নগর?
ক) অষ্ট্রেলিয়ার ক্যানবেরা
খ) রাশিয়ার ডোনেৎস
গ) মরক্কোর ফেজ
ঘ) পাকিস্তানের ইসলামাবাদ
No comments:
Post a Comment