অধ্যায় - ৯: বিপণন
১. পণ্য পর্যায়িতকরণ করা হয় কেন?
ক) উৎপাদনের সুবিধার জন্য
খ) বিজ্ঞাপনের সুবিধার জন্য
গ) বিক্রয়ের সুবিধার জন্য
ঘ) গুদামজাতকরণের জন্য
২. শিল্পজাত পণ্য হলো- i. ফ্রিজ ও টেলিভিশন ii. কাগজ ও কলম iii.মাছ ও মাংস নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩. পণ্য বা সেবার স্থানগত উপযোগ সৃষ্টি করে কোনটি?
ক) প্রমিতকরণ
খ) পর্যায়িতকরণ
গ) গুদামজাতকরন
ঘ) পরিবহন
৪. কোনটির কারণে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়?
ক) মোড়কিকরণ
খ) ভোক্তা বিশ্লেষণ
গ) তথ্য সংগ্রহ
ঘ) পরিবহণ
৫. পণ্যের মালিকানা কীভাবে হস্তান্তর হয়?
ক) ক্রয়ের মাধ্যমে
খ) বিক্রয়ের মাধ্যমে
গ) উৎপাদনের মাধ্যমে
ঘ) বিজ্ঞাপনের মাধ্যমে
৬. যিনি চূড়ান্ত ভোগের মাধ্যমে চাহিদা পূরণের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করেন তাকে কী বলে?
ক) ক্রেতা
খ) ভোক্তা
গ) বিক্রেতা
ঘ) দেনাদার
৭. সুন্দর হাসি একজন বিক্রয়কর্মীর কোন ধরনের অন্তর্ভুক্ত?
ক) মানসিক
খ) শারীরিক
গ) নৈতিক
ঘ) অন্যান্য
৮. কাকে খুচরা ব্যবসায়ীদের ক্রয় প্রতিনিধি বলা হয়?
ক) ভোক্তা
খ) পাইকার
গ) উৎপাদক
ঘ) আড়তদার
৯. বন্টন প্রণালি কয় ধরনের হয়ে থাকে?
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮
১০. পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের উপায়কে কী বলে?
ক) জরিপ
খ) বিক্রয়িকতা
গ) বিজ্ঞাপন
ঘ) বন্টন প্রণালি
১১. রাস্তার পাশে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনকে কী বলে?
ক) প্রাচীরপত্র
খ) প্রদর্শনী
গ) বিজ্ঞাপনী ফলক
ঘ) প্রচারপত্র
১২. “স্বদেশী পণ্য কিনে হউন ধন্য” এ স্লোগানটি কী নির্দেশ করে?
ক) দেশপ্রেম ও জাতীয়তাবোধ
খ) প্রলুব্ধতা
গ) সচেতনতা
ঘ) সমাজের প্রতি ভালোবাসা
১৩. কোনটি উৎপাদন ও ভোক্তর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
ক) অর্থায়ন
খ) বিপণন
গ) খুচরা ব্যবসায়ী
ঘ) পাইকার
১৪. ক্রেতাদের নিকট পণ্যের গ্রহণযোগ্যতা কিসের উপর নির্ভর করে?
ক) প্রমিতকরণ
খ) পর্যায়িতকরণ
গ) মোড়কিকরণ
ঘ) গুদামজাতকরণ
১৫. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য নমুনা বিতরণ উপযোগী?
i. ওষুধ কোম্পানি
ii. পুস্তক প্রকাশক
iii. প্রসাধন সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬. কোনটির কথা বিবেচনা করে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন করতে হয়?
i. পণ্যের চাহিদা
ii. গুণাগুণ
iii. মূল্য ও ক্রেতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৭. বিপণন ব্যবস্থা কীভাবে পণ্যের সুষম বন্টন নিশ্চিত করে?
ক) স্থানগত উপযোগ সৃষ্টি করে
খ) রূপগত উপযোগ সৃষ্টি করে
গ) স্বত্বগত উপযোগ সৃষ্টি করে
ঘ) কালগত উপযোগ সৃষ্টি করে
১৮. ব্যবসায়ের সম্পদ কোনটি?
ক) চাহিদা
খ) ক্রয়
গ) সুনাম
ঘ) বিজ্ঞাপন
১৯. কিভাবে পণ্যদ্রব্যের মালিকানা সৃষ্টি হয়?
ক) ক্রয়ের মাধ্যমে
খ) বিজ্ঞাপনের মাধ্যমে
গ) বিক্রয়ের মাধ্যমে
ঘ) রপ্তানির মাধ্যমে
২০. বিপণনের কাজ হলো-
i. পণ্য ও বাজার সংক্রান্ত ত থ্য সংগ্রহ করা
ii. পণ্যের ক্রয়, বিক্রয় ও মোড়কিকরণ করা
iii. পণ্যের গুণগত মান রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২১. পণ্য বন্টন প্রণালির শুরুতে কে থাকে?
ক) পাইকার
খ) খুচরা ব্যবসায়ী
গ) উৎপাদক
ঘ) ভোক্তা
২২. উৎপাদিত পণ্য ক্রেতা ও ভোক্তাদের হাতে কীভাবে পৌছানো হয়?
ক) বিপণনের মাধ্যমে
খ) খুচরা ব্যবসায়ীর মাধ্যমে
গ) পরিবহনের মাধ্যমে
ঘ) প্রতিনিধির মাধ্যমে
২৩. বিজ্ঞাপনের মাধ্যম কোনটি?
i. লিফলেট
ii. ম্যাগাজিন
iii. বিলবোর্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৪. বিপণনের মাধ্যমে পণ্যের উপযোগ সৃষ্টি হয়-
i. মালিকানাগত
ii. স্থানগত
iii. সময়গত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৫. বিপণনের অংশ হিসেবে স্বত্বগত উপযোগ সৃষ্টিতে সাহায্য নিতে হয়?
i. পাইকারের
ii. খুচরা ব্যবসায়ীর
iii. উৎপাদনকারীর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৬. পাইকারের কাজ হলো-
i. ক্রয়
ii. বিক্রয়
iii. গুদামজাতকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
২৭. মেলামেশার ক্ষমতা বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
ক) শারীরিক
খ) মানসিক
গ) নৈতিক
ঘ) অন্যান্য
২৮. ক্রেতা অনুসন্ধান বিপণনের কোন কার্যের অন্তর্ভুক্ত?
ক) ভোক্তা বিশ্লেষণ
খ) তথ্য সংগ্রহ
গ) বিক্রয়
ঘ) পরিবহন
২৯. বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল?
ক) ভোক্তা বিশ্লেষণ
খ) তথ্য সংগ্রহ
গ) পরিবহন
ঘ) গুদামজাতকরণ
৩০. পণ্যসামগ্রীকে নষ্ঠ বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কী করা হয়?
ক) প্রমিতকরণ
খ) পর্যায়িতকরণ
গ) গুদামজাতকরণ
ঘ) মোড়কিকরণ
৩১. নিচের কোনটি একজন বিক্রয়কর্মীর অন্যান্য গুণাবলীর অন্তর্ভুক্ত?
i. শিক্ষা ও অভিজ্ঞতা
ii. বিপণন সম্পর্কে জ্ঞান
iii. হিসাবে পারদর্শিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩২. নিচের কোনটির অভাবে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়?
ক) ভোক্তা বিশ্লেষণ
খ) মোড়কীকরণ
গ) পরিবহন
ঘ) প্রমিতকরণ
৩৩. বিপণন প্রধানত কয়টি উপযোগ সৃষ্টি করে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৭টি
৩৪. নষ্ট বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্যে পণ্য কী করা হয়?
ক) মোড়কিকরণ
খ) গুদামজাতকরণ
গ) প্রমিতকরণ
ঘ) পর্যায়িতকরণ
৩৫. বন্টনপ্রণালীর ধরন কিসের ওপর নির্ভর করে?
ক) উৎপাদনের মাত্রার ওপর
খ) পণ্যের বৈশিষ্ট্যের ওপর
গ) জনগণের চাহিদার ওপর
ঘ) বাজারের আয়তনের ওপর
৩৬. বিভিন্ন রকম কোমল পানীয় বন্টনের প্রণালিটি ব্যবহৃত হয়?
ক) সরাসরি ভোক্তার নিকট বিক্রয়
খ) খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়
গ) প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়
ঘ) প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়
৩৭. বিপণন কাজ হলো-
i. পণ্য ও বাজার সংক্রান্ত তথ্য সরবরাহ করা
ii. পণ্যের গুণগতমান রক্ষা করা
iii.পণ্য বিক্রয় ও মোড়কিকরণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৮. বিজ্ঞাপন কেন দেওয়া হয়?
ক) জনসেবার জন্য
খ) ব্যবসায়িক প্রচারের জন্যে
গ) সরকারকে সহযোগিতার জন্য
ঘ) ভোক্তাকে সহযোগিতার জন্য
৩৯. বন্টনপ্রণালী হল-
ক) যে পথ ধরে পণ্য উৎপাদকের দিকে গমন করে
খ) যে পথ ধরে পণ্য পাইকারের দিকে গমন করে
গ) যে পথ ধরে পণ্য ক্রেতার দিকে গমন করে
ঘ) যে পথ ধরে পণ্য ভোক্তার দিকে গমন করে
৪০. চীনের তৈরি ইলেকট্রনিক্স সামগ্রী আমরা কিসের ফলে ব্যবহার করতে পারি?
ক) বিজ্ঞাপনের
খ) পর্যায়িতকরণের
গ) পরিবহনের
ঘ) রপ্তানিকরণের
৪১. উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি?
ক) বিপণন
খ) পাইকার
গ) খুচরা ব্যবসায়ী
ঘ) প্রতিনিধি
৪২. পাইকার কার বিক্রয় প্রতিনিধি?
ক) উৎপাদকের
খ) খুচরা বিক্রেতার
গ) ডিলারের
ঘ) ভোক্তার
৪৩. প্রতিবন্ধকতা দূর করার সামগ্রিক প্রক্রিয়া হল ভোক্তাদের জ্ঞানসংক্রান্ত-
ক) বিজ্ঞপ্তি
খ) প্রচারপত্র
গ) পোস্টার
ঘ) বিজ্ঞাপন
৪৪. বিপণনের প্রধান কার্যাবলীর সংখ্যা কয়টি?
ক) ৮টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ১১টি
৪৫. প্রতিনিধির মাধ্যমে বিক্রয় হয়-
i. টিভি
ii. ফ্রিজ
iii. ফ্যান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৬. কোন ধরনের মধ্যস্থব্যবসায়ীদের বড় গুদাম থাকতে হয়?
ক) পাইকার
খ) খুচরা ব্যবসায়ী
গ) ফরমায়েশি পণ্য বিক্রেতা
ঘ) দালাল
৪৭. বিপণনের অপর নাম কী?
ক) উৎপাদন
খ) ক্রয় বিক্রয়
গ) বাজারজাতকরণ
ঘ) বিক্রয়
৪৮. কোনটি বিজ্ঞাপনের প্রভাবে ঘটে?
i. পণ্যের বাজার সম্প্রসারিত হয়
ii. ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে
iii. সামাজিক ও নৈতিক সচেতনতা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৪৯. কীভাবে পণ্যের মালিকানা হস্তান্তর হয়?
ক) ক্রয়ের মাধ্যমে
খ) বিক্রয়ের মাধ্যমে
গ) উৎপাদনের মাধ্যমে
ঘ) শিল্পের মাধ্যমে
৫০. নতুন নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানাতে কার অবদান বেশি?
ক) পাইকার
খ) বিজ্ঞাপন
গ) খুচরা ব্যবসায়ী
ঘ) প্রচার
৫১. পণ্য বন্টনপ্রণালি ক্রম কোনটি?
ক) পাইকার–উৎপাদক–খুচরা ব্যবসায়ী–ভোক্তা
খ) উৎপাদক–খুচরা ব্যবসায়ী–পাইকার–ভোক্তা
গ) উৎপাদক–পাইকার–খুচরা ব্যবসায়ী–ভোক্তা
ঘ) ভোক্তা–খুচরা ব্যবসায়ী–পাইকার–উৎপাদক
৫২. বিপণনের অন্যতম কাজ কি?
ক) ক্রয়
খ) বিক্রয়
গ) পরিবহণ
ঘ) গুদামজাতকরণ
৫৩. একজন বিক্রয়কর্মীর নৈতিক গুনাবলীর অন্তর্ভুক্ত কোনটি?
i. সততা ও বিশ্বস্ততা
ii. মার্জিত ব্যবহার
iii. মেলামেশার ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৪.
ক) সংবাদপত্র
খ) প্রচারপত্র
গ) প্রাচীর পত্র
ঘ) নিয়ন আলো
৫৫. ঔষধ কোম্পানি কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করবে?
ক) বিজ্ঞাপনী ফলক
খ) পরিবহন
গ) নমুনা
ঘ) প্রাচীর পত্র
৫৬. রেডিওর মাধ্যমে কোন ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়?
i. স্পট বিজ্ঞাপন
ii. সৌজন্য বিজ্ঞাপন
iii. বাণিজ্যিক বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৭. উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কে?
ক) সরবরাহকারী
খ) মধ্যস্থ ব্যবসায়ী
গ) দালাল
ঘ) ফড়িয়া
৫৮. বিজ্ঞাপনের মাধ্যম হচ্ছে-
i. লিফলেট
ii. বিরবোর্ড
iii. সাইনবোর্ড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৫৯. গুনাবলী হলো বিক্রয়কর্মীর নৈতিক-
i. সততা ও বিশ্বস্ততা
ii. ইতিবাচক দৃষ্টিভঙ্গি
iii. তীক্ষ্ণ বুদ্ধিমত্তা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬০. পণ্যকে পর্যায়িত করা হয় কেন?
ক) উৎপাদনের সুবিধার জন্য
খ) বিপণনের সুবিধার জন্য
গ) বিজ্ঞাপনের সুবিধার জন্য
ঘ) ক্রয় বিক্রয়ের সুবিধার জন্য
৬১. যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে ভোক্তার হাতে পৌছে তাকে কী বলে?
ক) ক্রয়
খ) বিক্রয়
গ) বন্টনপ্রনালী
ঘ) অর্থায়ন
৬২. বিপণনের অন্যতম কাজ কী?
ক) ক্রয়
খ) বিক্রয়
গ) প্রমিতকরণ
ঘ) পর্যায়িতকরণ
৬৩. খুচরা ব্যবসায়ীদের ক্রয় প্রতিনিধি কাকে বলা হয়?
ক) ভোক্তা
খ) পাইকার
গ) উৎপাদক
ঘ) আড়তদার
৬৪. উত্তম বিক্রয়কর্মীর গুণাবলী হলো-
i. সুদর্শন চেহারা
ii. মার্জিত রুচি ও ব্যবহার এবং সুঅভ্যাস
iii. ভাষা ও বাজারজাতকরণ জ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৬৫. নিচের কোনটি প্রসাধন সামগ্রীর বন্টনপ্রণালী?
ক) উৎপাদনকারী–ভোক্তা
খ) উৎপাদনকারী–প্রতিনিধিবা বা এজেন্ট–ভোক্তা
গ) উৎপাদনকারী–প্রতিনিধি বা এজেন্ট–খুচরা বিক্রেতা–ভোক্তা
ঘ) উৎপাদনকারী–পাইকার–খুচরা ব্যবসায়ী–ভোক্তা
৬৬. পণ্যদ্রব্যের মালিকানা কীভাবে সৃষ্টি হয়?
ক) ক্রয়ের মাধ্যমে
খ) বিক্রয়ের মাধ্যমে
গ) উৎপাদনের মাধ্যমে
ঘ) শিল্পের মাধ্যমে
৬৭. বন্টনপ্রাণালিতে পাইকারের পরে কে অবস্থান করে?
ক) ভোক্তা
খ) খুচরা ব্যবসায়ী
গ) উৎপাদক
ঘ) এজেন্ট
৬৮. কীভাবে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে?
ক) গুদামজাতকরণের ফলে
খ) পরিবহনের ফলে
গ) ক্রয়-বিক্রয়ের ফলে
ঘ) বিমাকরণের ফলে
৬৯. পণ্যের মোড়কিকরণের উদ্দেশ্যে-
i. পণ্যকে সুন্দর ও আকর্ষণীয় করা
ii. নষ্ট বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করা
iii. পণ্যমূল্য লিখে রাখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭০. বিজ্ঞাপনের ফলে-
i. পণ্যের চাহিদা বৃদ্ধি পায়
ii. বিক্রয় ও মোট উৎপাদন বৃদ্ধি পায়
iii. দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭১. মান অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে কী বলে?
ক) প্রমিতকরণ
খ) পর্যায়িতকরণ
গ) মোড়কিকরণ
ঘ) প্রমিতকরণ ও পর্যায়িতকরণ
৭২. শীতকালে উৎপাদিত গোল আলু সারাবছর ব্যাপী সরবরাহের জন্য কোন কাজটি করতে হবে?
ক) প্রমিতকরণ
খ) গুদামজাতকরণ
গ) পর্যায়িতকরণ
ঘ) প্রক্রিয়াজাতকরণ
৭৩. বিজ্ঞাপনের মাধ্যম কোনটি?
ক) কম্পিউটার
খ) ফটোস্ট্যাট
গ) ইন্টারনেট
ঘ) টেলিফোন
৭৪. শিল্পজাত হলো-
i. রেডিও, টিভি, ফ্রিজ
ii. কাগজ, কলম, পেন্সিল
iii. মাছ, মাংস, দুধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৫. বিপণন সহায়তা করে-
i. ভোগ বৃদ্ধিতে
ii. রূপগত উপযোগ সৃষ্টিতে
iii. স্থানগত উপযোগ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৬. বিক্রয়ের সাথে জড়িত-
i. পণ্য বা সেবার চাহিদা নির্ধারণ
ii. ক্রেতা অনুসন্ধান
iii. মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৭৭. কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে?
ক) ক্রয়
খ) বিক্রয়
গ) উৎপাদন
ঘ) রপ্তানি
৭৮. পুনঃউদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করে কে?
ক) ভোক্তা
খ) উৎপাদক
গ) বিক্রেতা
ঘ) বিজ্ঞাপনদাতা
৭৯. একজন বিক্রয়কর্মীর মানসিক গুণাবরীর আওতাভুক্ত কোনটি?
i. আগ্রহ ও আন্তরিকতা
ii. তীক্ষ্ণ বুদ্ধিমত্তা
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮০. ক্রেতা আকর্ষণ করার দক্ষতাকে কী বলে?
ক) ব্যক্তিক বিক্রয়
খ) বিক্রয়িকতা
গ) বিক্রয় প্রসার
ঘ) সাংগঠনিক ক্ষমতা
৮১. একজন বিক্রয়কর্মীর শারীরিক গুনাবলী কোনটি?
i. সুদর্শন চেহারা
ii. সুস্বাস্থ্য
iii. সুন্দর হাসি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮২. যে প্রক্রিয়ায় পণ্য উৎপাদক থেকে ভোক্তার হাতে পৌঁছে তাকে কী বলে?
ক) বিক্রয়
খ) বন্টন প্রণালী
গ) বিপণন
ঘ) প্রমিতকরণ
৮৩. বিজ্ঞাপনের মাধ্যমে কোনটি জনসাধারনের কাছে তুলে ধরা হয়?
i. পণ্যের মান
ii. পণ্যের মূল্য
iii. পণ্যের ব্যবহারবিধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৮৪. ওষুধ কোম্পানির জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যমটি অধিক যুক্তিযুক্ত?
ক) প্রচারপত্র
খ) সাইনবোর্ড
গ) নিয়ন আলো
ঘ) নমুনা বিতরণ
৮৫. পণ্য বন্টন প্রণালীর শেষ প্রান্তে কে থাকে?
ক) উৎপাদক
খ) পাইকার
গ) খুচরা ব্যবসায়ী
ঘ) ভোক্তা
৮৬. বিপণনের প্রধান কাজ কয়টি?
ক) ৪টি
খ) ৬টি
গ) ৯টি
ঘ) ১০টি
৮৭. পণ্যের বাজার সম্প্রসারণ নির্ভর করে-
ক) পণ্যের গুণের ওপর
খ) পণ্যের মানের ওপর
গ) পণ্যের প্রচারের ওপর
ঘ) মালিকের ইচ্ছার ওপর
৮৮. প্রকৃত অর্থে বিপণনের ধারণা কীরুপ?
ক) ব্যাপক
খ) সংকীর্ণ
গ) প্রসারমান
ঘ) বিস্তৃত
৮৯. বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা কী?
ক) মিথ্যা তথ্য ও বিবরণ দিয়ে জনগণকে প্রতারিত করা যায়
খ) পণ্যের মূল্য বৃদ্ধি করে
গ) একচেটিয়া বাজার সৃষ্টি করে
ঘ) তথ্য ও বিবরণ দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করে
৯০. বন্টন প্রণালি নির্ধারণে পণ্য সম্পর্কীয় বিবেচনার মধ্যে পড়ে-
i. প্রতি একক পণ্যের মূল্য
ii. পণ্যের ওজন
iii. পণ্যের পচনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯১. বিশ্বে সবচেয়ে ব্যববহুল নিজ্ঞাপনের নাম কী?
ক) আকাশ বিজ্ঞাপন
খ) গ্যাস বেলুন
গ) নিয়ন আলো
ঘ) উপরের সবগুলো
৯২. প্রমিতকরণের মাধ্যমে পণ্যের-
i. বিপণন প্রক্রিয়া সহজ হয়
ii. বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়
iii. ভোক্তারা আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৩. দোকানের প্রতি গ্রাহকদের আগ্রহী করে স্থায়ী গ্রাহকে পরিণত করার সবচেয়ে উত্তম বিপণন প্রসার কৌশল কোনটি?
ক) বিজ্ঞাপন
খ) প্রচার
গ) বিক্রয়িকতা
ঘ) বিক্রয় প্রসার
৯৪. নিচের কোনটি বিপণন কার্যাবলীর অন্তর্ভুক্ত?
ক) ক্রয় ও বিক্রয়
খ) পরিবহন ও গুদামজাতকরণ
গ) প্রমিতকরণ ও পর্যায়িতকরণ
ঘ) সবগুলো
৯৫. রেডিওর মাধ্যমে কোন ধরনের বিজ্ঞাপন দেওয়া যায়?
i. জিঙ্গেল
ii. জাতীয় বিজ্ঞাপন
iii. আঞ্চলিক বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৬. কোনটি বিপণনের আওতায় পড়ে?
ক) উৎপাদন
খ) ক্রয়-বিক্রয়
গ) ঋণ গ্রহণ
ঘ) শেয়ার হস্তান্তর
৯৭. বিজ্ঞাপনের উদ্দেশ্যে হলো-
i. পণ্যের প্রচার বাড়ানো
ii. উৎপাদকের আচরণ পরিবর্তন করা
iii. পণ্য সম্পর্কে অবহিত করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৯৮. গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ তৈরি হয়?
ক) স্বত্বগত
খ) সময়গত
গ) মালিকানাগত
ঘ) স্থানগত
৯৯. কোন প্রকার পণ্যের ক্রেতা সংখ্যা সব চাইতে কম?
ক) বাণিজ্যিক পণ্য
খ) শিল্প পণ্য
গ) ভোগ পণ্য
ঘ) সুবিধাজনক পণ্য
১০০. গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক) স্বত্বগত
খ) সময়গত
গ) স্থানগত
ঘ) ঝুঁকিগত
No comments:
Post a Comment