১. যমুনা নদীর পূর্বাংশে কোন ধরনের রেলপথ দেখা যায়?
  • ক) ব্রডগেজ
  • খ) ডুয়েলগেজ
  • গ) মিটারগেজ
  • ঘ) মাইলগেজ
  • সঠিক উত্তর: (গ)
    ২. ২০১২ সালে আঞ্চলিক মহাসড়কের পরিমাণ কত?
  • ক) ৩৫৩৮ কি.মি.
  • খ) ৪২৭৬ কি.মি.
  • গ) ১৩২৮০ কি.মি.
  • ঘ) ২০৯৪৮ কি.মি.
  • সঠিক উত্তর: (খ)
    ৩. মোট আমদানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়?
  • ক) ৮০%
  • খ) ৮৫%
  • গ) ৯০%
  • ঘ) ৯৫%
  • সঠিক উত্তর: (খ)
    ৪. বাংলাদেশে ফেরীঘাট আছে কতগুলো?
  • ক) ৩২টি
  • খ) ৩৪টি
  • গ) ৩৬টি
  • ঘ) ৩৮টি
  • সঠিক উত্তর: (খ)
    ৫. ২০১২ সালে মোট সড়ক পথের পরিমাণ কত?
  • ক) ১৩২৪৮ কি.মি.
  • খ) ২০৯৪৮ কি.মি.
  • গ) ২১০৪০ কি.মি.
  • ঘ) ২১২৭২ কি.মি.
  • সঠিক উত্তর: (ঘ)
    ৬. বাণিজ্যের প্রয়োজন দেখা দেয় কখন?
  • ক) পণ্য উৎপাদনের জন্য
  • খ) পণ্য বাজারজাতকরণের জন্য
  • গ) পণ্য বন্টনের জন্য
  • ঘ) আমদানি-রপ্তানির জন্য
  • সঠিক উত্তর: (গ)
    ৭. ইট বা কাঁচা সড়কের পরিমাণ ২০১২ সালে কত কি.মি.?
  • ক) ১৩২৪৮
  • খ) ১৩২৮০
  • গ) ১৩৪৫৮
  • ঘ) ১৩৯৫৬
  • সঠিক উত্তর: (গ)
    ৮. দেশের বৃহত্তম রেলস্টেশন কোথায়?
  • ক) ঢাকা
  • খ) চট্টগ্রাম
  • গ) খুলনা
  • ঘ) সিলেট
  • সঠিক উত্তর: (ক)
    ৯. নৌ চলাচলের জন্য বেশি উপযোগী –
    i. দেশের দক্ষিণ অঞ্চল 
    ii. দেশের উত্তর অঞ্চল
    iii. দেশের পূর্বাঞ্চল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ১০. অর্থনৈতিক দিক দিয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে –
    i. নৌ পথ
    ii. সমুদ্র পথ
    iii. সড়ক পথ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১১. ঝড় ও সামুদ্রিক ঢেউ থেকে জাহাজ রক্ষা পায় কখন?
  • ক) উপকূলের গভীরতা থাকলে
  • খ) উন্নত বন্দর থাকলে
  • গ) পোতাশ্রয় থাকলে
  • ঘ) মজবুত জেটি থাকলে
  • সঠিক উত্তর: (গ)
    ১২. কোন জেলায় রেলপথ নেই?
  • ক) টাঙ্গাইল
  • খ) মাদারীপুর
  • গ) হবিগঞ্জ
  • ঘ) ভৈরববাজার
  • সঠিক উত্তর: (খ)
    ১৩. ভূমি বন্ধুর হলে রেলপথ –
    i. ব্যায়বহুল নির্মাণ
    ii. কষ্ট সাধ্য
    iii. ব্যবস্থাপনা খরচ কম
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৪. ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে হয় কোন সেতুর মাধ্যমে?
  • ক) আরিচা সেতু
  • খ) হার্ডিঞ্জ ব্রিজ
  • গ) বঙ্গবন্ধু সেতু
  • ঘ) মাওয়া সেতু
  • সঠিক উত্তর: (গ)
    ১৫. শাহ আমানত বিমান বন্দর কোথায় অবস্থিত?
  • ক) ঢাকা
  • খ) চট্টগ্রাম
  • গ) সিলেট
  • ঘ) খুলনা
  • সঠিক উত্তর: (খ)
    ১৬. সমতল ভূমিতে রেলপথ নির্মাণ করলে –
    i. খরচ কম হয়
    ii. সহজে নির্মাণ করা যায় 
    iii. রেলপথ স্থায়ী হয়
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ১৭. বাংলাদেশে মোট রেলপথ আছে কত কি.মি.?
  • ক) ২৬৯০ কি.মি.
  • খ) ২৮৯১ কি.মি.
  • গ) ২৭৯৩ কি.মি.
  • ঘ) ২৮৩৫ কি.মি.
  • সঠিক উত্তর: (ঘ)
    ১৮. মিটারগেজ রেলপথের পরিমাণ কত?
  • ক) ১৮০০ কি.মি.
  • খ) ১৮০১ কি.মি.
  • গ) ১৮০২ কি.মি.
  • ঘ) ১৮০৩ কি.মি.
  • সঠিক উত্তর: (খ)
    ১৯. সড়কপথ গড়ে ওঠার জন্য কেমন ভূমিরূপ প্রয়োজন?
  • ক) সমতল
  • খ) ঢালযুক্ত
  • গ) নিম্ন
  • ঘ) পার্বত্য
  • সঠিক উত্তর: (ক)
    ২০. বাংরাদেশে কতটি লঞ্চঘাট আছে?
  • ক) ৩৭৪
  • খ) ৩৭৫
  • গ) ৩৭৬
  • ঘ) ৩৭৭
  • সঠিক উত্তর: (গ)
    ২১. অভ্যন্তরীণ বাণিজ্যে বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে –
    i. সড়কপথ
    ii. নদীপথ
    iii. আকাশ পথ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২২. নদীমাতৃক দেশে রেলপথ নির্মাণের অসুবিধা কী?
  • ক) নৌপথের উপর অতিনির্ভরতা
  • খ) বন্যা হওয়ার প্রবণতা বেশি
  • গ) অধিক সেতু নির্মাণ
  • ঘ) রেলপথ নির্মাণ ব্যয়বহুল
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৩. বাণিজ্য হলো –
    i. মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্য
    ii. পণ্য দ্রব্য ক্রয়-বিক্রয়
    iii. এর আনুষঙ্গিক কাজ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ২৪. আকাশ পথে পণ্য পরিবহনে দ্রব্যমূল্য কী প্রভাব রাখে?
  • ক) দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়
  • খ) দ্রব্যমূল্য কমিয়ে দেয়
  • গ) বিভিন্ন অঞ্চলে একই পণ্যের বিভিন্ন মূল্য পার্থক্য কমায়
  • ঘ) দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে
  • সঠিক উত্তর: (গ)
    ২৫. শক্ত মৃত্তিকার উপর সড়কপথ গড়ে উঠলে কি সুবিধা?
  • ক) নির্মাণ সহজ
  • খ) নির্মাণ খরচ কম
  • গ) নির্মিত সড়ক স্থায়ী হয়
  • ঘ) নির্মাণের সময় কম প্রয়োজন
  • সঠিক উত্তর: (গ)
    ২৬. ডুয়েলগেজ রেলপথ কোথায় দেখা যায়?
  • ক) জামতৈল হতে জয়দেবপুর
  • খ) যমুনা নদীর পূর্ব অংশে
  • গ) যমুনা নদীর পশ্চিম অংশে
  • ঘ) রাণীপুকুর থেকে পীরগঞ্জ
  • সঠিক উত্তর: (ক)
    ২৭. ওসমানী বিমানবন্দর কোথায় অবস্থিত?
  • ক) ঢাকা
  • খ) চট্টগ্রাম
  • গ) সিলেট
  • ঘ) খুলনা
  • সঠিক উত্তর: (গ)
    ২৮. সমুদ্রপথ গড়ে উঠার জন্য প্রয়োজন –
    i. দেশের পাশে সমুদ্রের অবস্থান
    ii. কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য
    iii. নিকটবর্তী বাজার
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ২৯. ব্রডগেজ রেলপথের পরিমাণ কত?
  • ক) ৬৫৪ কি.মি.
  • খ) ৬৫৯ কি.মি.
  • গ) ৬৬৪ কি.মি.
  • ঘ) ৬৬৯ কি.মি.
  • সঠিক উত্তর: (খ)
    ৩০. অভ্যন্তরীণ নাব্য জলপথের পরিমাণ কত?
  • ক) ৬৪০০ কি.মি.
  • খ) ৭৪০০ কি.মি.
  • গ) ৮৪০০ কি.মি.
  • ঘ) ৯৪০০ কি.মি.
  • সঠিক উত্তর: (গ)
    ৩১. সমুদ্র পথ উন্নতি লাভ করবে কখন?
  • ক) নিকটবর্তী সমুদ্রের অবস্থান থেকে
  • খ) আমদানি রপ্তানি বাণিজ্য থাকলে
  • গ) বন্দর গড়ে উঠলে
  • ঘ) উপযোগী ভৌগোলিক বৈশিষ্ট্য থাকলে
  • সঠিক উত্তর: (গ)
    ৩২. বাংলাদেশের প্রায় সর্বত্র রেলযোগাযোগ আছে তবে –
    i. পাহাড়ি অঞ্চল বাদে
    ii. বনাঞ্চল বাদে
    iii. জলাভূমি বাদে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৩. সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
    i. বাজার ব্যবস্থার উন্নতিতে
    ii. সুষম অর্থনৈতিক উন্নয়নে
    iii. কর্মসংস্থান বৃদ্ধিতে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৪. বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বৃদ্ধি করতে হলে –
    i. উৎপন্ন দ্রব্যের খরচ কমাতে হবে
    ii. উৎপন্ন দ্রব্যের শুল্ক বৃদ্ধি করতে হবে
    iii. দ্রব্যসামগ্রীর মানের উন্নয়ন ঘটাতে হবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৩৫. ঢালযুক্ত স্থান সড়কপথের জন্য বাধা স্বরূপ কেন?
  • ক) সড়ক নির্মাণ ব্যয়বহুল
  • খ) গাড়ির জ্বালানী খরচ বেশি হয়
  • গ) সড়কপথ ঝুঁকিপূর্ণ থাকে
  • ঘ) দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি
  • সঠিক উত্তর: (খ)
    ৩৬. ২০১১-১২ সালে অভ্যন্তরীণ নৌ পরিবহনের আয় কত কোটি টাকা?
  • ক) ২১৬৭৩ কোটি
  • খ) ২১৬৭৫ কোটি
  • গ) ২১৬৭৭ কোটি
  • ঘ) ২১৬৭৯ কোটি
  • সঠিক উত্তর: (গ)
    ৩৭. মিটারগেজ রেলপথ দেখা যায় –
    i. ঢাকা
    ii. চট্টগ্রাম
    iii. সিলেট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৩৮. পরিবহন হলো –
    i. যাত্রী স্থানান্তর
    ii. পণ্য স্থানান্তর
    iii. সেবা স্থানান্তর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৩৯. কোন দুইটি স্থানের মধ্যে রেলওয়ে ফেরী চালু আছে?
  • ক) জামতৈল থেকে জয়দেবপুর
  • খ) সিরাজগঞ্জ থেকে বাহাদুরাবাদ
  • গ) তিস্তা থেকে জগন্নাতগঞ্জ
  • ঘ) সিরাজগঞ্জ থেকে জগন্নাথগঞ্জ
  • সঠিক উত্তর: (ঘ)
    ৪০. ডুয়েলগেজ রেলপথের পরিমাণ কত?
  • ক) ৩৭০ কি.মি.
  • খ) ৩৭৫ কি.মি.
  • গ) ৩৮০ কি.মি.
  • ঘ) ৩৮৫ কি.মি.
  • সঠিক উত্তর: (খ)
    ৪১. মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ রপ্তানি বাণিজ্য হয়?
  • ক) ১২%
  • খ) ১৩%
  • গ) ১৫%
  • ঘ) ১৭%
  • সঠিক উত্তর: (খ)
    ৪২. দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে রেলপথ কম কেন?
  • ক) বন্ধুর ভূপ্রকৃতি
  • খ) ভূমির ঢাল
  • গ) অধিক তাপমাত্রা
  • ঘ) অধিক বৃষ্টিপাত
  • সঠিক উত্তর: (ক)
    ৪৩. বিমান যোগাযোগের জন্য প্রয়োজন –
    i. কুয়াশামুক্ত বন্দর
    ii. ঝড়, ঝঞ্ছা মুক্ত বন্দর
    iii. মেঘমুক্ত বন্দর
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৪৪. মোট রপ্তানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়?
  • ক) ৮০%
  • খ) ৮৫%
  • গ) ৯০%
  • ঘ) ৯৫%
  • সঠিক উত্তর: (ক)
    ৪৫. বন্দরের জাহাজ মেরামত ও জেটি নির্মাণের জন্য সুবিস্তৃত কি থাকা প্রয়োজন?
  • ক) মালভূমি
  • খ) সমভূমি
  • গ) বন্ধুর ভূমি
  • ঘ) পর্বত
  • সঠিক উত্তর: (ক)
    ৪৬. বাংলাদেশে সমুদ্র বন্দর কতগুলো?
  • ক) ২
  • খ) ৩
  • গ) ৪
  • ঘ) ৫
  • সঠিক উত্তর: (ক)
    ৪৭. প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য কী?
  • ক) হিমায়িত খাদ্য
  • খ) কৃষিজাত পণ্য
  • গ) বস্ত্র
  • ঘ) সার
  • সঠিক উত্তর: (ক)
    ৪৮. কোন ধরনের ভূমিতে সড়কপথ নির্মাণ করা ব্যয়বহুল?
  • ক) সমতল
  • খ) মালভূমি
  • গ) পার্বত্যভূমি
  • ঘ) বদ্বীপ এলাকা
  • সঠিক উত্তর: (গ)
    ৪৯. বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সড়ক পথের ঘনত্ব কম কারণ এই অঞ্চলটি –
    i. ঢালযুক্ত স্থান
    ii. বন্ধুর ভূমিরূপ
    iii. নিম্নভূমি ও নদী অঞ্চল
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৫০. যোগাযোগ ব্যবস্থা কাকে প্রভাবিত করে?
  • ক) ব্যবসাকে
  • খ) ব্যবস্থাপনাকে
  • গ) বাণিজ্যকে
  • ঘ) রাজনৈতিক অবস্থাকে
  • সঠিক উত্তর: (গ)
    ৫১. অভ্যন্তরীণ যোগাযোগ সড়কপথগুলো কী কেন্দ্রীক?
  • ক) রাজধানী কেন্দ্রীক
  • খ) বন্দর কেন্দ্রীক
  • গ) উৎপাদন কেন্দ্রীক
  • ঘ) বাণিজ্য কেন্দ্রীক
  • সঠিক উত্তর: (ক)
    ৫২. বিমান পরিবহনের যথেষ্ট মূল্য আছে –
    i. দ্রুত ডাক চলাচল
    ii. যাত্রী পরিবহন 
    iii. পঁচনশীল দ্রব্য প্রেরণ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৫৩. ২০১২ সালে জাতীয় মহাসড়কের পরিমাণ কত?
  • ক) ৩৫৩৮ কি.মি.
  • খ) ৪২৭৬ কি.মি.
  • গ) ১৩২৮০ কি.মি.
  • ঘ) ২১০৪০ কি.মি.
  • সঠিক উত্তর: (ক)
    ৫৪. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব হচ্ছে না কারণ –
    i. মূলধনের অভাব
    ii. দক্ষ শ্রমিকের অভাব
    iii. প্রযুক্তিবিদ্যার অভাব
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৫৫. বাংলাদেশের কতটি জেলায় রেলপথ আছে?
  • ক) ৪২টি
  • খ) ৪৪টি
  • গ) ৪৮টি
  • ঘ) ৫৪টি
  • সঠিক উত্তর: (খ)
    ৫৬. বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে নদীপথ উন্নতি লাভ করেছে কেন?
  • ক) নিম্নভূমি
  • খ) বনভূমির অবস্থান
  • গ) ভূমির ঢাল
  • ঘ) নদীবহুল অঞ্চল
  • সঠিক উত্তর: (ঘ)
    ৫৭. চট্টগ্রামের সমতল ভূমিতে রেলপথ গড়ে উঠেছে কেন?
  • ক) বন্দর কেন্দ্র হওয়ায়
  • খ) সমতল ভূমি হওয়ায়
  • গ) সমুদ্র উপকূল অঞ্চল বলে
  • ঘ) দ্বিতীয় বৃহত্তম নগর হিসেবে
  • সঠিক উত্তর: (ক)
    ৫৮. অভ্যন্তরীণ বাণিজ্যে সমন্বয় ঘটে –
    i. দেশীয় চাহিদা 
    ii. দেশীয় যোগান 
    iii. দেশীয় ভোগ
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৫৯. কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?
  • ক) ১ মিটার
  • খ) ১.২ মিটার
  • গ) ১.৩ মিটার
  • ঘ) ২.৫ মিটার
  • সঠিক উত্তর: (ক)
    ৬০. বাণিজ্য কীসের অংশ?
  • ক) দেশের বাজেটের
  • খ) দেশের অর্থনীতির
  • গ) দেশের হিসাব ব্যবস্থাপনার
  • ঘ) উৎপাদিত পণ্যের গতিশীলতার
  • সঠিক উত্তর: (খ)
    ৬১. যাত্রী ও পণ্য সামগ্রীর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা স্থান পরিবর্তনকে কী বলে?
  • ক) স্থানান্তর
  • খ) যোগাযোগ
  • গ) পরিবহন
  • ঘ) বাণিজ্য
  • সঠিক উত্তর: (গ)
    ৬২. বন্দরে সব ধরনের আধুনিক জাহাজের যাতায়াতের জন্য কী থাকা প্রয়োজন?
  • ক) পোতাশ্রয়
  • খ) উপকূলের সমুদ্রের গভীরতা
  • গ) উন্নত বন্দর ব্যবস্থা
  • ঘ) উপকূলের নিকটে সুবিস্তৃত সমভূমি
  • সঠিক উত্তর: (খ)
    ৬৩. দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনায়নে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  • ক) যোগাযোগ ব্যবস্থা
  • খ) অতিমাত্রায় উৎপাদন
  • গ) ভোগের পরিমাণ কমানো
  • ঘ) সুষ্ঠু বাজারজাতকরণ
  • সঠিক উত্তর: (ক)
    ৬৪. ব্রডগেজ রেলপথ দেখা যায় কোন বিভাগে?
  • ক) ঢাকা
  • খ) খুলনা
  • গ) চট্টগ্রাম
  • ঘ) সিলেট
  • সঠিক উত্তর: (খ)
    ৬৫. মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ আমদানি বাণিজ্য হয়?
  • ক) ৬%
  • খ) ৭%
  • গ) ৮%
  • ঘ) ৯%
  • সঠিক উত্তর: (গ)
    ৬৬. 2 93। প্রধান আন্তর্জাতিক বিমান বন্দর কোনটি?
  • ক) জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর
  • খ) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর
  • গ) শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর
  • ঘ) ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর
  • সঠিক উত্তর: (খ)
    ৬৭. মৃত্তিকার বুনন কেমন হতে হবে?
  • ক) মবজুত
  • খ) নরম
  • গ) দো-আঁশ মাটি
  • ঘ) পলিমাটি
  • সঠিক উত্তর: (ক)
    ৬৮. বাংলাদেশের ভৌগোলিক গঠন কোন যোগাযোগ মাধ্যমের অনুকূলে?
  • ক) সড়ক
  • খ) রেল
  • গ) নৌ
  • ঘ) আকাশ
  • সঠিক উত্তর: (গ)
    ৬৯. যমুনা নদীর পশ্চিম অংশে কোন ধরনের রেলপথ দেখা যায়?
  • ক) ব্রডগেজ
  • খ) ডুয়েলগেজ
  • গ) মিটারগেজ
  • ঘ) মাইলগেজ
  • সঠিক উত্তর: (ক)
    ৭০. যোগাযোগ ব্যবস্থায় পরিবহন করা হয় –
    i. পণ্য
    ii. যাত্রী
    iii. তথ্য
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ক)
    ৭১. সড়কপথগুলো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে কেন?
  • ক) প্রতিকূল ভৌগোলিক অবস্থানের কারণে
  • খ) ব্যবস্থাপনার অভাবের ফলে
  • গ) অর্থ সংকটের কারণে
  • ঘ) বসতির বিন্যাসের উপর নির্ভর করে গড়ে উঠার কারণে
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭২. ২০১০-২০১১ অর্থ বছরে নৌ পরিবহনের আয় কত?
  • ক) ২৬০৮৬ কোটি টাকা
  • খ) ১৭১৭১ কোটি টাকা
  • গ) ১৯০৩৭ কোটি টাকা
  • ঘ) ২০৬৬৬ কোটি টাকা
  • সঠিক উত্তর: (ঘ)
    ৭৩. পার্বত্য চট্টগ্রামে রেলপথ নেই কেন?
  • ক) বন্ধুর ভূপ্রকৃতি
  • খ) ভূমির ঢাল
  • গ) অধিক তাপমাত্রা
  • ঘ) আর্দ্র আবহাওয়া
  • সঠিক উত্তর: (ক)
    ৭৪. 1 34। অধিকাংশ সড়কপথ গড়ে উঠেছে –
    i. স্থানীয় যোগাযোগ রক্ষার জন্য
    ii. কাঁচা রাস্তাগুলোকে পাকা রাস্তায় পরিণত করার জন্য
    iii. রেলপথ ও নদীপথের পরিপূরক হিসেবে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৭৫. পাকা রাস্তাগুলো কেন করা হয়?
  • ক) নতুন রাস্তা হিসেবে
  • খ) সড়কপথের পরিমান বাড়ানোর জন্য
  • গ) কাঁচা রাস্তাগুলোকে উন্নত করার জন্য
  • ঘ) কাঁচা রাস্তার পরিমান বাড়ানোর জন্য
  • সঠিক উত্তর: (গ)
    ৭৬. নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে সড়ক নির্মাণ কষ্টসাধ্য কেন?
  • ক) মৃত্তিকা নরম
  • খ) কালভার্ট ও ব্রিজি নির্মাণ করতে হয়
  • গ) ভূমি ঢালযুক্ত
  • ঘ) বন্ধুর ভূপ্রকৃতি
  • সঠিক উত্তর: (খ)
    ৭৭. কতটি রেলওয়ে ফেরী চালু আছে?
  • ক) ১টি
  • খ) ২টি
  • গ) ৩টি
  • ঘ) ৪টি
  • সঠিক উত্তর: (খ)
    ৭৮. কত মিটার প্রস্থ রেলপথকে ব্রডগেজ বলে?
  • ক) ১.৫০ মিটার
  • খ) ১.৬৮ মিটার
  • গ) ১.৭০ মিটার
  • ঘ) ১.৭৮ মিটার
  • সঠিক উত্তর: (খ)
    ৭৯. কত কি.মি. নৌপথ সারাবছর নৌ চলাচলের উপযোগী থাকে?
  • ক) ৪৪০০ কি.মি.
  • খ) ৫৪০০ কি.মি.
  • গ) ৬৪০০ কি.মি.
  • ঘ) ৭৪০০ কি.মি.
  • সঠিক উত্তর: (খ)
    ৮০. বাংলাদেশের প্রধান প্রধান পরিবহন ব্যবস্থা কীসের দ্বারা প্রভাবিত?
  • ক) অর্থনৈতিক বিষয়
  • খ) রাজনৈতিক বিষয়
  • গ) সামাজিক বিষয়
  • ঘ) ভৌগোলিক বিষয়
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮১. বিমানে পণ্য পরিবহন বৃদ্ধি পেয়েছে কেন?
  • ক) জয়েন্ট ফ্রেইটার সার্ভিসের কারণে
  • খ) অভ্যন্তরীণ সার্ভিস বাড়ানোর জন্য
  • গ) আন্তর্জাতিক সার্ভিস বাড়ানোর জন্য
  • ঘ) বিমানের সংখ্যা বাড়ানোর কারণে
  • সঠিক উত্তর: (ক)
    ৮২. বাজার ব্যবস্থায় উন্নতির জন্য কোন ধরনের পথ থাকা দরকার?
  • ক) আকাশ
  • খ) নৌ
  • গ) রেল
  • ঘ) সড়ক
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৩. রেলওয়ে ফেরী চালু আছে –
    i. তিস্তামুখ ঘাট
    ii. মাওয়া ঘাট
    iii. বাহাদুরাবাদ ঘাট
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৮৪. সড়কপথের উন্নয়নের জন্য কোন সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
  • ক) পদ্মা সেতু
  • খ) বঙ্গবন্ধু সেতু
  • গ) হার্ডিঞ্জ সেতু
  • ঘ) মেঘনা সেতু
  • সঠিক উত্তর: (খ)
    ৮৫. বাংলাদেশ রেলওয়ের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে কারণ –
    i. বাণিজ্যিক সফলতা অর্জন
    ii. পণ্য পরিবহনে সফলতা অর্জন
    iii. আর্থিক সফলতা অর্জন
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (গ)
    ৮৬. রেলপথ সংযোগ সাধন করেছে –
    i. প্রধান বন্দর ও শহর
    ii. শিল্প কেন্দ্র
    iii. বাণিজ্য কেন্দ্র
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৭. রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী পরিবহনে?
  • ক) সেবা কর্ম
  • খ) শ্রমিক
  • গ) পণ্য
  • ঘ) ভারী দ্রব্য
  • সঠিক উত্তর: (ঘ)
    ৮৮. ফরিদপুর অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থা কোনটি?
  • ক) সড়ক
  • খ) নৌ
  • গ) রেল
  • ঘ) বিমান
  • সঠিক উত্তর: (খ)
    ৮৯. সিলেটে সড়কপথ কম কেন?
  • ক) ঢালযুক্ত
  • খ) নিম্নভূমি
  • গ) উঁচু-নীচু ভূমিরূপ
  • ঘ) সমতল ভূমি
  • সঠিক উত্তর: (খ)
    ৯০. মংলা ও চট্টগ্রামে সড়কপথ গড়ে উঠেছে কেন?
  • ক) সমতল ভূমি
  • খ) মজবুত মৃত্তিকা
  • গ) কম ঢালযুক্ত স্থান
  • ঘ) সমুদ্রের অবস্থান
  • সঠিক উত্তর: (ঘ)
    * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
    জামাল একজন কৃষক। সে সিলেটের হাওড় এলাকায় বাস করে। তার উৎপাদিত কাঁচামাল দ্রুত যোগাযোগের জন্য কষ্টসাধ্য হলেও নৌপথ ব্যবহার না করে অন্যপথ অবলম্বন করে। 
    ৯১. কামাল কোন পথ অবলম্বন করে?
  • ক) সড়কপথ
  • খ) রেলপথ
  • গ) নদী পথ
  • ঘ) সমুদ্রপথ
  • সঠিক উত্তর: (ক)
    ৯২. উদ্দীপকে আলোচিত পথটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
    i. উৎপাদিত কৃষিপণ্য বন্টনে
    ii. বাজার ব্যবস্থার উন্নতির জন্য
    iii. সুষম অর্থনৈতিক উন্নয়নে
    নিচের কোনটি সঠিক?
  • ক) i ও ii
  • খ) ii ও iii
  • গ) i ও iii
  • ঘ) i, ii ও iii
  • সঠিক উত্তর: (ঘ)