১. যমুনা নদীর পূর্বাংশে কোন ধরনের রেলপথ দেখা যায়?
ক) ব্রডগেজ
খ) ডুয়েলগেজ
গ) মিটারগেজ
ঘ) মাইলগেজ
২. ২০১২ সালে আঞ্চলিক মহাসড়কের পরিমাণ কত?
ক) ৩৫৩৮ কি.মি.
খ) ৪২৭৬ কি.মি.
গ) ১৩২৮০ কি.মি.
ঘ) ২০৯৪৮ কি.মি.
৩. মোট আমদানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়?
ক) ৮০%
খ) ৮৫%
গ) ৯০%
ঘ) ৯৫%
৪. বাংলাদেশে ফেরীঘাট আছে কতগুলো?
ক) ৩২টি
খ) ৩৪টি
গ) ৩৬টি
ঘ) ৩৮টি
৫. ২০১২ সালে মোট সড়ক পথের পরিমাণ কত?
ক) ১৩২৪৮ কি.মি.
খ) ২০৯৪৮ কি.মি.
গ) ২১০৪০ কি.মি.
ঘ) ২১২৭২ কি.মি.
৬. বাণিজ্যের প্রয়োজন দেখা দেয় কখন?
ক) পণ্য উৎপাদনের জন্য
খ) পণ্য বাজারজাতকরণের জন্য
গ) পণ্য বন্টনের জন্য
ঘ) আমদানি-রপ্তানির জন্য
৭. ইট বা কাঁচা সড়কের পরিমাণ ২০১২ সালে কত কি.মি.?
ক) ১৩২৪৮
খ) ১৩২৮০
গ) ১৩৪৫৮
ঘ) ১৩৯৫৬
৮. দেশের বৃহত্তম রেলস্টেশন কোথায়?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) খুলনা
ঘ) সিলেট
৯. নৌ চলাচলের জন্য বেশি উপযোগী –
i. দেশের দক্ষিণ অঞ্চল
ii. দেশের উত্তর অঞ্চল
iii. দেশের পূর্বাঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০. অর্থনৈতিক দিক দিয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে –
i. নৌ পথ
ii. সমুদ্র পথ
iii. সড়ক পথ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১১. ঝড় ও সামুদ্রিক ঢেউ থেকে জাহাজ রক্ষা পায় কখন?
ক) উপকূলের গভীরতা থাকলে
খ) উন্নত বন্দর থাকলে
গ) পোতাশ্রয় থাকলে
ঘ) মজবুত জেটি থাকলে
১২. কোন জেলায় রেলপথ নেই?
ক) টাঙ্গাইল
খ) মাদারীপুর
গ) হবিগঞ্জ
ঘ) ভৈরববাজার
১৩. ভূমি বন্ধুর হলে রেলপথ –
i. ব্যায়বহুল নির্মাণ
ii. কষ্ট সাধ্য
iii. ব্যবস্থাপনা খরচ কম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৪. ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে হয় কোন সেতুর মাধ্যমে?
ক) আরিচা সেতু
খ) হার্ডিঞ্জ ব্রিজ
গ) বঙ্গবন্ধু সেতু
ঘ) মাওয়া সেতু
১৫. শাহ আমানত বিমান বন্দর কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) সিলেট
ঘ) খুলনা
১৬. সমতল ভূমিতে রেলপথ নির্মাণ করলে –
i. খরচ কম হয়
ii. সহজে নির্মাণ করা যায়
iii. রেলপথ স্থায়ী হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১৭. বাংলাদেশে মোট রেলপথ আছে কত কি.মি.?
ক) ২৬৯০ কি.মি.
খ) ২৮৯১ কি.মি.
গ) ২৭৯৩ কি.মি.
ঘ) ২৮৩৫ কি.মি.
১৮. মিটারগেজ রেলপথের পরিমাণ কত?
ক) ১৮০০ কি.মি.
খ) ১৮০১ কি.মি.
গ) ১৮০২ কি.মি.
ঘ) ১৮০৩ কি.মি.
১৯. সড়কপথ গড়ে ওঠার জন্য কেমন ভূমিরূপ প্রয়োজন?
ক) সমতল
খ) ঢালযুক্ত
গ) নিম্ন
ঘ) পার্বত্য
২০. বাংরাদেশে কতটি লঞ্চঘাট আছে?
ক) ৩৭৪
খ) ৩৭৫
গ) ৩৭৬
ঘ) ৩৭৭
২১. অভ্যন্তরীণ বাণিজ্যে বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে –
i. সড়কপথ
ii. নদীপথ
iii. আকাশ পথ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২২. নদীমাতৃক দেশে রেলপথ নির্মাণের অসুবিধা কী?
ক) নৌপথের উপর অতিনির্ভরতা
খ) বন্যা হওয়ার প্রবণতা বেশি
গ) অধিক সেতু নির্মাণ
ঘ) রেলপথ নির্মাণ ব্যয়বহুল
২৩. বাণিজ্য হলো –
i. মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্য
ii. পণ্য দ্রব্য ক্রয়-বিক্রয়
iii. এর আনুষঙ্গিক কাজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৪. আকাশ পথে পণ্য পরিবহনে দ্রব্যমূল্য কী প্রভাব রাখে?
ক) দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়
খ) দ্রব্যমূল্য কমিয়ে দেয়
গ) বিভিন্ন অঞ্চলে একই পণ্যের বিভিন্ন মূল্য পার্থক্য কমায়
ঘ) দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে
২৫. শক্ত মৃত্তিকার উপর সড়কপথ গড়ে উঠলে কি সুবিধা?
ক) নির্মাণ সহজ
খ) নির্মাণ খরচ কম
গ) নির্মিত সড়ক স্থায়ী হয়
ঘ) নির্মাণের সময় কম প্রয়োজন
২৬. ডুয়েলগেজ রেলপথ কোথায় দেখা যায়?
ক) জামতৈল হতে জয়দেবপুর
খ) যমুনা নদীর পূর্ব অংশে
গ) যমুনা নদীর পশ্চিম অংশে
ঘ) রাণীপুকুর থেকে পীরগঞ্জ
২৭. ওসমানী বিমানবন্দর কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) সিলেট
ঘ) খুলনা
২৮. সমুদ্রপথ গড়ে উঠার জন্য প্রয়োজন –
i. দেশের পাশে সমুদ্রের অবস্থান
ii. কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য
iii. নিকটবর্তী বাজার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
২৯. ব্রডগেজ রেলপথের পরিমাণ কত?
ক) ৬৫৪ কি.মি.
খ) ৬৫৯ কি.মি.
গ) ৬৬৪ কি.মি.
ঘ) ৬৬৯ কি.মি.
৩০. অভ্যন্তরীণ নাব্য জলপথের পরিমাণ কত?
ক) ৬৪০০ কি.মি.
খ) ৭৪০০ কি.মি.
গ) ৮৪০০ কি.মি.
ঘ) ৯৪০০ কি.মি.
৩১. সমুদ্র পথ উন্নতি লাভ করবে কখন?
ক) নিকটবর্তী সমুদ্রের অবস্থান থেকে
খ) আমদানি রপ্তানি বাণিজ্য থাকলে
গ) বন্দর গড়ে উঠলে
ঘ) উপযোগী ভৌগোলিক বৈশিষ্ট্য থাকলে
৩২. বাংলাদেশের প্রায় সর্বত্র রেলযোগাযোগ আছে তবে –
i. পাহাড়ি অঞ্চল বাদে
ii. বনাঞ্চল বাদে
iii. জলাভূমি বাদে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৩. সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
i. বাজার ব্যবস্থার উন্নতিতে
ii. সুষম অর্থনৈতিক উন্নয়নে
iii. কর্মসংস্থান বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৪. বৈদেশিক বাণিজ্যে রপ্তানি বৃদ্ধি করতে হলে –
i. উৎপন্ন দ্রব্যের খরচ কমাতে হবে
ii. উৎপন্ন দ্রব্যের শুল্ক বৃদ্ধি করতে হবে
iii. দ্রব্যসামগ্রীর মানের উন্নয়ন ঘটাতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৫. ঢালযুক্ত স্থান সড়কপথের জন্য বাধা স্বরূপ কেন?
ক) সড়ক নির্মাণ ব্যয়বহুল
খ) গাড়ির জ্বালানী খরচ বেশি হয়
গ) সড়কপথ ঝুঁকিপূর্ণ থাকে
ঘ) দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি
৩৬. ২০১১-১২ সালে অভ্যন্তরীণ নৌ পরিবহনের আয় কত কোটি টাকা?
ক) ২১৬৭৩ কোটি
খ) ২১৬৭৫ কোটি
গ) ২১৬৭৭ কোটি
ঘ) ২১৬৭৯ কোটি
৩৭. মিটারগেজ রেলপথ দেখা যায় –
i. ঢাকা
ii. চট্টগ্রাম
iii. সিলেট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৮. পরিবহন হলো –
i. যাত্রী স্থানান্তর
ii. পণ্য স্থানান্তর
iii. সেবা স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৩৯. কোন দুইটি স্থানের মধ্যে রেলওয়ে ফেরী চালু আছে?
ক) জামতৈল থেকে জয়দেবপুর
খ) সিরাজগঞ্জ থেকে বাহাদুরাবাদ
গ) তিস্তা থেকে জগন্নাতগঞ্জ
ঘ) সিরাজগঞ্জ থেকে জগন্নাথগঞ্জ
৪০. ডুয়েলগেজ রেলপথের পরিমাণ কত?
ক) ৩৭০ কি.মি.
খ) ৩৭৫ কি.মি.
গ) ৩৮০ কি.মি.
ঘ) ৩৮৫ কি.মি.
৪১. মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ রপ্তানি বাণিজ্য হয়?
ক) ১২%
খ) ১৩%
গ) ১৫%
ঘ) ১৭%
৪২. দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে রেলপথ কম কেন?
ক) বন্ধুর ভূপ্রকৃতি
খ) ভূমির ঢাল
গ) অধিক তাপমাত্রা
ঘ) অধিক বৃষ্টিপাত
৪৩. বিমান যোগাযোগের জন্য প্রয়োজন –
i. কুয়াশামুক্ত বন্দর
ii. ঝড়, ঝঞ্ছা মুক্ত বন্দর
iii. মেঘমুক্ত বন্দর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৪৪. মোট রপ্তানি বাণিজ্যের কত শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়?
ক) ৮০%
খ) ৮৫%
গ) ৯০%
ঘ) ৯৫%
৪৫. বন্দরের জাহাজ মেরামত ও জেটি নির্মাণের জন্য সুবিস্তৃত কি থাকা প্রয়োজন?
ক) মালভূমি
খ) সমভূমি
গ) বন্ধুর ভূমি
ঘ) পর্বত
৪৬. বাংলাদেশে সমুদ্র বন্দর কতগুলো?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৪৭. প্রধান প্রাথমিক রপ্তানি পণ্য কী?
ক) হিমায়িত খাদ্য
খ) কৃষিজাত পণ্য
গ) বস্ত্র
ঘ) সার
৪৮. কোন ধরনের ভূমিতে সড়কপথ নির্মাণ করা ব্যয়বহুল?
ক) সমতল
খ) মালভূমি
গ) পার্বত্যভূমি
ঘ) বদ্বীপ এলাকা
৪৯. বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সড়ক পথের ঘনত্ব কম কারণ এই অঞ্চলটি –
i. ঢালযুক্ত স্থান
ii. বন্ধুর ভূমিরূপ
iii. নিম্নভূমি ও নদী অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫০. যোগাযোগ ব্যবস্থা কাকে প্রভাবিত করে?
ক) ব্যবসাকে
খ) ব্যবস্থাপনাকে
গ) বাণিজ্যকে
ঘ) রাজনৈতিক অবস্থাকে
৫১. অভ্যন্তরীণ যোগাযোগ সড়কপথগুলো কী কেন্দ্রীক?
ক) রাজধানী কেন্দ্রীক
খ) বন্দর কেন্দ্রীক
গ) উৎপাদন কেন্দ্রীক
ঘ) বাণিজ্য কেন্দ্রীক
৫২. বিমান পরিবহনের যথেষ্ট মূল্য আছে –
i. দ্রুত ডাক চলাচল
ii. যাত্রী পরিবহন
iii. পঁচনশীল দ্রব্য প্রেরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৩. ২০১২ সালে জাতীয় মহাসড়কের পরিমাণ কত?
ক) ৩৫৩৮ কি.মি.
খ) ৪২৭৬ কি.মি.
গ) ১৩২৮০ কি.মি.
ঘ) ২১০৪০ কি.মি.
৫৪. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব হচ্ছে না কারণ –
i. মূলধনের অভাব
ii. দক্ষ শ্রমিকের অভাব
iii. প্রযুক্তিবিদ্যার অভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৫. বাংলাদেশের কতটি জেলায় রেলপথ আছে?
ক) ৪২টি
খ) ৪৪টি
গ) ৪৮টি
ঘ) ৫৪টি
৫৬. বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে নদীপথ উন্নতি লাভ করেছে কেন?
ক) নিম্নভূমি
খ) বনভূমির অবস্থান
গ) ভূমির ঢাল
ঘ) নদীবহুল অঞ্চল
৫৭. চট্টগ্রামের সমতল ভূমিতে রেলপথ গড়ে উঠেছে কেন?
ক) বন্দর কেন্দ্র হওয়ায়
খ) সমতল ভূমি হওয়ায়
গ) সমুদ্র উপকূল অঞ্চল বলে
ঘ) দ্বিতীয় বৃহত্তম নগর হিসেবে
৫৮. অভ্যন্তরীণ বাণিজ্যে সমন্বয় ঘটে –
i. দেশীয় চাহিদা
ii. দেশীয় যোগান
iii. দেশীয় ভোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৫৯. কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?
ক) ১ মিটার
খ) ১.২ মিটার
গ) ১.৩ মিটার
ঘ) ২.৫ মিটার
৬০. বাণিজ্য কীসের অংশ?
ক) দেশের বাজেটের
খ) দেশের অর্থনীতির
গ) দেশের হিসাব ব্যবস্থাপনার
ঘ) উৎপাদিত পণ্যের গতিশীলতার
৬১. যাত্রী ও পণ্য সামগ্রীর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা স্থান পরিবর্তনকে কী বলে?
ক) স্থানান্তর
খ) যোগাযোগ
গ) পরিবহন
ঘ) বাণিজ্য
৬২. বন্দরে সব ধরনের আধুনিক জাহাজের যাতায়াতের জন্য কী থাকা প্রয়োজন?
ক) পোতাশ্রয়
খ) উপকূলের সমুদ্রের গভীরতা
গ) উন্নত বন্দর ব্যবস্থা
ঘ) উপকূলের নিকটে সুবিস্তৃত সমভূমি
৬৩. দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনায়নে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক) যোগাযোগ ব্যবস্থা
খ) অতিমাত্রায় উৎপাদন
গ) ভোগের পরিমাণ কমানো
ঘ) সুষ্ঠু বাজারজাতকরণ
৬৪. ব্রডগেজ রেলপথ দেখা যায় কোন বিভাগে?
ক) ঢাকা
খ) খুলনা
গ) চট্টগ্রাম
ঘ) সিলেট
৬৫. মংলা বন্দর দিয়ে মোট কত শতাংশ আমদানি বাণিজ্য হয়?
ক) ৬%
খ) ৭%
গ) ৮%
ঘ) ৯%
৬৬. 2 93। প্রধান আন্তর্জাতিক বিমান বন্দর কোনটি?
ক) জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর
খ) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর
গ) শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর
ঘ) ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর
৬৭. মৃত্তিকার বুনন কেমন হতে হবে?
ক) মবজুত
খ) নরম
গ) দো-আঁশ মাটি
ঘ) পলিমাটি
৬৮. বাংলাদেশের ভৌগোলিক গঠন কোন যোগাযোগ মাধ্যমের অনুকূলে?
ক) সড়ক
খ) রেল
গ) নৌ
ঘ) আকাশ
৬৯. যমুনা নদীর পশ্চিম অংশে কোন ধরনের রেলপথ দেখা যায়?
ক) ব্রডগেজ
খ) ডুয়েলগেজ
গ) মিটারগেজ
ঘ) মাইলগেজ
৭০. যোগাযোগ ব্যবস্থায় পরিবহন করা হয় –
i. পণ্য
ii. যাত্রী
iii. তথ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭১. সড়কপথগুলো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে কেন?
ক) প্রতিকূল ভৌগোলিক অবস্থানের কারণে
খ) ব্যবস্থাপনার অভাবের ফলে
গ) অর্থ সংকটের কারণে
ঘ) বসতির বিন্যাসের উপর নির্ভর করে গড়ে উঠার কারণে
৭২. ২০১০-২০১১ অর্থ বছরে নৌ পরিবহনের আয় কত?
ক) ২৬০৮৬ কোটি টাকা
খ) ১৭১৭১ কোটি টাকা
গ) ১৯০৩৭ কোটি টাকা
ঘ) ২০৬৬৬ কোটি টাকা
৭৩. পার্বত্য চট্টগ্রামে রেলপথ নেই কেন?
ক) বন্ধুর ভূপ্রকৃতি
খ) ভূমির ঢাল
গ) অধিক তাপমাত্রা
ঘ) আর্দ্র আবহাওয়া
৭৪. 1 34। অধিকাংশ সড়কপথ গড়ে উঠেছে –
i. স্থানীয় যোগাযোগ রক্ষার জন্য
ii. কাঁচা রাস্তাগুলোকে পাকা রাস্তায় পরিণত করার জন্য
iii. রেলপথ ও নদীপথের পরিপূরক হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৭৫. পাকা রাস্তাগুলো কেন করা হয়?
ক) নতুন রাস্তা হিসেবে
খ) সড়কপথের পরিমান বাড়ানোর জন্য
গ) কাঁচা রাস্তাগুলোকে উন্নত করার জন্য
ঘ) কাঁচা রাস্তার পরিমান বাড়ানোর জন্য
৭৬. নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে সড়ক নির্মাণ কষ্টসাধ্য কেন?
ক) মৃত্তিকা নরম
খ) কালভার্ট ও ব্রিজি নির্মাণ করতে হয়
গ) ভূমি ঢালযুক্ত
ঘ) বন্ধুর ভূপ্রকৃতি
৭৭. কতটি রেলওয়ে ফেরী চালু আছে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
৭৮. কত মিটার প্রস্থ রেলপথকে ব্রডগেজ বলে?
ক) ১.৫০ মিটার
খ) ১.৬৮ মিটার
গ) ১.৭০ মিটার
ঘ) ১.৭৮ মিটার
৭৯. কত কি.মি. নৌপথ সারাবছর নৌ চলাচলের উপযোগী থাকে?
ক) ৪৪০০ কি.মি.
খ) ৫৪০০ কি.মি.
গ) ৬৪০০ কি.মি.
ঘ) ৭৪০০ কি.মি.
৮০. বাংলাদেশের প্রধান প্রধান পরিবহন ব্যবস্থা কীসের দ্বারা প্রভাবিত?
ক) অর্থনৈতিক বিষয়
খ) রাজনৈতিক বিষয়
গ) সামাজিক বিষয়
ঘ) ভৌগোলিক বিষয়
৮১. বিমানে পণ্য পরিবহন বৃদ্ধি পেয়েছে কেন?
ক) জয়েন্ট ফ্রেইটার সার্ভিসের কারণে
খ) অভ্যন্তরীণ সার্ভিস বাড়ানোর জন্য
গ) আন্তর্জাতিক সার্ভিস বাড়ানোর জন্য
ঘ) বিমানের সংখ্যা বাড়ানোর কারণে
৮২. বাজার ব্যবস্থায় উন্নতির জন্য কোন ধরনের পথ থাকা দরকার?
ক) আকাশ
খ) নৌ
গ) রেল
ঘ) সড়ক
৮৩. রেলওয়ে ফেরী চালু আছে –
i. তিস্তামুখ ঘাট
ii. মাওয়া ঘাট
iii. বাহাদুরাবাদ ঘাট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৪. সড়কপথের উন্নয়নের জন্য কোন সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
ক) পদ্মা সেতু
খ) বঙ্গবন্ধু সেতু
গ) হার্ডিঞ্জ সেতু
ঘ) মেঘনা সেতু
৮৫. বাংলাদেশ রেলওয়ের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে কারণ –
i. বাণিজ্যিক সফলতা অর্জন
ii. পণ্য পরিবহনে সফলতা অর্জন
iii. আর্থিক সফলতা অর্জন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৬. রেলপথ সংযোগ সাধন করেছে –
i. প্রধান বন্দর ও শহর
ii. শিল্প কেন্দ্র
iii. বাণিজ্য কেন্দ্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
৮৭. রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কী পরিবহনে?
ক) সেবা কর্ম
খ) শ্রমিক
গ) পণ্য
ঘ) ভারী দ্রব্য
৮৮. ফরিদপুর অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থা কোনটি?
ক) সড়ক
খ) নৌ
গ) রেল
ঘ) বিমান
৮৯. সিলেটে সড়কপথ কম কেন?
ক) ঢালযুক্ত
খ) নিম্নভূমি
গ) উঁচু-নীচু ভূমিরূপ
ঘ) সমতল ভূমি
৯০. মংলা ও চট্টগ্রামে সড়কপথ গড়ে উঠেছে কেন?
ক) সমতল ভূমি
খ) মজবুত মৃত্তিকা
গ) কম ঢালযুক্ত স্থান
ঘ) সমুদ্রের অবস্থান
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
জামাল একজন কৃষক। সে সিলেটের হাওড় এলাকায় বাস করে। তার উৎপাদিত কাঁচামাল দ্রুত যোগাযোগের জন্য কষ্টসাধ্য হলেও নৌপথ ব্যবহার না করে অন্যপথ অবলম্বন করে।
৯১. কামাল কোন পথ অবলম্বন করে?
ক) সড়কপথ
খ) রেলপথ
গ) নদী পথ
ঘ) সমুদ্রপথ
৯২. উদ্দীপকে আলোচিত পথটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে –
i. উৎপাদিত কৃষিপণ্য বন্টনে
ii. বাজার ব্যবস্থার উন্নতির জন্য
iii. সুষম অর্থনৈতিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
No comments:
Post a Comment